কিভাবে ইলেক্ট্রাম ওয়ালেট এর এড্রেস কন্সলিডেট করবেন?
(How to consolidate electrum wallet addresses!)
এই বিষয় নিয়ে কিছু ঘাটাঘাটি করতে যেয়ে যা কিছু জানলাম তা আজ আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশা করি কারও উপকার এ আসবে!
প্রথমত আমরা ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার এর ক্ষেত্রে দেখি যে অনেক গুলো এড্রেস শো করে। এর মধ্যে থেকে কোনটি আপনি ব্যবহার করবেন তা নিয়ে হয়ত কনফিউজ হয়ে যান। আসলে প্রতিটি এড্রেস ই আপনার একটি ওয়ালেট এর ই। আপনি হয়ত দেখেছেন যে কিছু এড্রেস এর পাশে রিসিভিং এবং কিছু এড্রেস এর পাশে চেঞ্জ লেখা থাকে। এগুলো আসলে কি?
রিসিভিং এড্রেস এর মাধ্যমে আপনি যে কারো থেকে বিটকয়েন নিতে পারবেন। অর্থাৎ আপনি রিসিভিং এর সব এড্রেস এর মাধ্যমে অন্য ওয়ালেট থেকে নিজের ওয়ালেট এ বিটকয়েন ট্রান্সফার করতে পারবেন। তবে আলাদা আলাদা এড্রেস এ আলাদা আলাদা ভাবে প্রেরন কৃত ব্যালেন্স থাকবে। আর চেঞ্জ ওয়ালেট এড্রেস গুলো ব্যাবহৃত হয় আপনি যখন অন্য কোনো এক্সটারনাল ওয়ালেট এ বিটকয়েন পাঠাবেন তখন। এগুলো একবার ব্যবহার করার পর পরিবর্তন হয়ে যায়।
এখন আসি
কন্সলিডেট কেন করবেন। বা কিভাবে করতে হয়। তার আগে একটি বিষয় নিয়ে আরও কথা বলতে চাই। তা হলো আপনার ওয়ালেট এর মাল্টি এড্রেস কিভাবে ইউজ হয়।
মনেকরি আপনার ১ নাম্বার ওয়ালেট এড্রেস এ ।০.৫ বিটিসি আছে এবং ২ নাম্বার ওয়ালেট এড্রেস এ ০.৫ বিটিসি আছে। এখন আপনি A ওয়ালেট এ ০.৭ বিটিসি পাঠাবেন। এক্ষেত্রে আপনার ১ এবং ২ নাম্বার ওয়ালেট এর সম্পূর্ণ ব্যালেন্স অর্থাৎ দুটো মিলে ১ বিটিসি এর থেকে ০.৭ বিটিসি কেটে নেওয়া হবে। এটি অটোমেটিক ভাবে ইলেক্ট্রাম ওয়ালেট করে নেয় আপনার কিছু করতে হয় না।
এই বিষয়টি
Little Mouse ভাই আগেই পোস্ট করেছেন যে কিভাবে ১ সাতোসি/বাইট ফি তে আপনি আপনার আলাদা আলাদা (Edit:
ওয়ালেট) ওয়ালেট এড্রেস এর সব বিটকয়েন একটি ওয়ালেট এড্রেস এ নিতে পারবেন এবং একটি ইনপুট বানিয়ে পরে লো ফী তে ট্রান্সফার করতে পারবেন। ভাই নিজেই কন্সলিডেট বিষয়ে আগে বলেছেন তবে আমি মাথা মোটা বলে বুঝতে পারি নাই। তাই নিজে একটু ঘাটাঘাটি করে ভালো করে বোঝার চেস্টা করলাম। তো কিভাবে করবেন তার পুরো প্রোসেস আমি স্ক্রিনসট দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
ইমেজ ফুল রেজুলেশন এ দেখতে এই লিঙ্ক এ যেতে পারেনঃ Postimageএখানে গ্যালারিতে নাম্বার অনুযায়ী আপলোড করা আছে। ছবিতে সবকিছু টাইপ করে লিখে দেওয়া আছে আশা করি কারও বুঝতে সমস্যা হবে না। যদি হয় তাহলে অবশ্যই জানাবেন।
আর ভূল ত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দিবেন এবং সঠিক তথ্যটি শেয়ার করবেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে যেনো আরও পোস্ট নিয়ে আসতে পারি। ইনফরমেশন গুলো নেওয়া হয়েছে এই সোর্স থেকেঃ Source