Little Mouse ভাই সব সময় এসব ব্যাপারে হেল্প করার জন্য মুখিয়ে থাকে। মাঝে মাঝে কনফিউজ্ড হয়ে যাই, ওনার ডেডিকেশন দেখে মনে হয় ঝামেলায় আসলে উনি পড়েছেন।
হাসালেন ভাই। তবে এইটা সত্য যে আমি যতটুকু জানি তা মানুষের সাথে শেয়ার করার মুল উদ্দেশ্য হল মানুষ যাতে শিখতে পারে এবং সচেতন হতে পারে। আর আপনারা কিছু জিজ্ঞেস করলে, আমি যদি সেটা সমাধান করতে চাই সেখানে আমারও লাভ আছে। ব্যাপারটা এমন নয় যে বিটকয়েন নিয়ে আমি সব জানি। আমার কাছে মনে হয় আমি ১০-২০% জানি/বুঝি। যখন আপনাদের সাথে এইসব নিয়ে আলোচনা হয়, তখন দেখা যায় কোন সমস্যা সমাধান করতে গিয়ে নিজেও অনেক কিছু শিখেছি। এই যেমন আজকের কথাই ধরুন। 2FA ওয়ালেট ইলেকট্রামে করা যায় জানতাম যদিও কোন সময় করি নি কারণ এইটার জন্য আলাদা ফি দেয়া লাগে। আর এইটা আসলে থার্ড পার্টির মাধ্যমে হয়। অনেকটা মাল্টি সিগ ওয়ালেটের মত। একটা কী থার্ড পার্টি তথা ট্রাস্টেডকয়েন নামক কোম্পানির কাছে থাকে। যদিও সেটা খুব বড় সমস্যা নয়, তবুও অতিরিক্ত ফি প্রদান ভালো লাগে নি। যাই হোক, আমি জানতাম না যে 2FA ওয়ালেটকে আবার সাধারণ ওয়ালেটে রুপান্তর করা যায়। যখন LDL ভাইকে সহায়তা করার জন্য ঘাটাঘাটি করলাম, তখন জানলাম যে এই ওয়ালেটকে চাইলেই সাধারণ ওয়ালেটে নিয়ে আসা যায়।
যখন কোন কিছু নিয়ে আমরা আলোচনা করি, তখন নতুন কিছু শেখা যায় এবং নিজের ভুল থাকলে সেটাও শুধরে নেয়া যায়। বিটকয়েন সম্পর্কে জানাটা আমার এক ধরনের প্যাশনে পরিনত হয়েছে বলতে পারেন। সময় পেলেই নতুন কিছু জানতে ইচ্ছে হয়। তারই প্রেক্ষিতে সবাইকে সহায়তা করার চেষ্টা।
আমাদের একটি বিষয় জানা উচিত যে মাইনিং ফি এবং অতিরিক্ত ফি Electrum এ একই বিষয় নয়। সাধারনত মাইনিং ফি হল নেটওয়ার্কে একটি লেনদেন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় পরিমাণ এবং অতিরিক্ত ফি হল একটি ঐচ্ছিক অতিরিক্ত ফি যা লেনদেনকে অগ্রাধিকার দেওয়ার জন্য যোগ করতে পারেন।
ইলেকট্রাম এ 2FA ওয়ালেট ছাড়া অতিরিক্ত ফি কিছু নেই। আপনি যেটাকে অতিরিক্ত ফি বলছেন, সেটা আসলে মাইনিং/ট্রাঞ্জেকশন ফি। ইলেকট্রাম আপনাকে একটা ফি রিকমেন্ড করে, যেটা সর্বশেষ কিছু লেনদেন অনুযায়ী আপনার কত ফি দেয়া উচিত সে অনুযায়ী নির্ধারণ করে। তবে, আপনার যদি মনে হয় যে ওই ফি দিয়ে ট্রাঞ্জেকশন সাথে সাথে (পরবর্তী ব্লকে) কনফার্ম হবে না, তাহলে আপনি ফি বাড়িয়ে দিতে পারেন। আপনি যা ফি দিবেন তাই মাইনিং তথা ট্রাঞ্জেকশন ফি।
প্রতিটি ক্ষেত্রে এক্সটা ফি একই হবে না কারন নেটওয়ার্ক কনজেশনের উপর এই ফি ডিপেন্ড করে।
নেটওয়ার্ক কনজেশন + আপনার লেনদেন কতটা ইনপুট এবং আউটপুট ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে। আমরা একটা ওয়ালেটে অনেকগুলো লেনদেন করে থাকি। যতবার আমরা বিটকয়েন রিসিভ করি আমাদের ওয়ালেটে, প্রতিটা লেনদেন ইনপুট হিসেবে গণনা করা হবে যখন আপনি কাউকে বিটকয়েন পাঠাতে যাবেন। ইনপুট বেশি হলে ট্রাঞ্জেকশন সাইজ ও বড় হবে এবং ফলস্বরুপ, আপনাকে বেশি ফি দিতে হবে। এইটা আপনি কমাতে পারেন দুইটা উপায়ে-
১। যখন ফি কম থাকবে তখন একটা ট্রাঞ্জেকশন করবেন আপনার কাছে থাকা সব বিটকয়েন নিয়ে। আপনার উক্ত ওয়ালেটের যে কোনই একটি এড্রেসে। তাহলে পরে যখন আপনি লেনদেন করতে যাবেন তখন আপনার ইনপুট থাকবে একটি, যার কারনে অনেক ফি কমাতে পারবেন।
২। কয়েন কন্ট্রোল ফিচারের মাধ্যমে। ইলেকট্রামে (শুধু ডেস্কটপ/ল্যাপটপ ওয়ালেটে) View অপশনে গিয়ে আপনি Show Coin এ ক্লিক করলে আপনার সবগুলো ইনপুট আলাদা আলাদা দেখাবে। এইখান থেকে আপনি চাইলে যে কোন একটা ইনপুট আলাদা করে ব্যবহার করতে পারেন। এইটাও আপনাকে ফি কম প্রদানে সাহায্য করবে।
Electrum ওয়ালেটের উপর নির্ভর করে আমি যা বুঝি সেটি হল ধরুন আপনি কয়েকটি ব্যবাসায়ের একজন একক মালিক। আপনি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্নি ব্যাংক একাউন্ট ব্যবহার করেন। সেক্ষেত্রে ব্যাবসায়িক কার্য নির্বাহের জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয় যা আপনার সেই একাউন্ট থেকে উত্তোলন করা হয়। কিন্ত কোন কারনে আপনার ব্যাবসায়িক সেই একাউন্টের টাকা শেষ হলে আপনাকে অবশ্যই আপনার অন্য কোন একাউন্টের অর্থ সেখানে দিতে হতে পারে। আপনি যখন সেই অর্থ পেরন করলেন তখন আপনি নিজের একাউন্টে নিজেই অরর্থ প্রেরন করলেন। বিটকয়েনের ক্ষেত্রে যদি একই চিন্তা করেন তাহলে বিষয়টি সহজ হবে। আপনার বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন বিটকয়েন ওয়ালেট থাকতে পারে এবং প্রয়োজন অনুযায়ি আপনি সেখানে লেনদেন করতে পারেন।
ব্যাংকের ক্ষেত্রে আপনার একাধিক ব্যাংক একাউন্ট এর প্রয়োজন হলেও, বিটকয়েনের ক্ষেত্রে আপনার একাধিক ওয়ালেট এর প্রয়োজন নেই। আপনি একটা ওয়ালেট দিয়ে যত ইচ্ছে এড্রেস ক্রিয়েট করতে পারবেন এবং কয়েন কনট্রোল ফিচারের মাধ্যমে, আপনি খুব সহজেই সব এড্রেস আলাদা করে দেখতে পারবেন এবং সব এড্রেসের ব্যালেন্স আলাদা করে দেখতে পারবেন, এর পাশাপাশি ভিন্ন ভিন্ন ব্যবসায়ের জন্য ভিন্ন ভিন্ন এড্রেস থেকে খরচও করতে পারবেন। আপনার ব্যবসা যখন বড় হবে, আপনি অনেক বিটকয়েন লেনদেন করবেন, তখন আপনি অবশ্যই ইলেকট্রামের মত হট ওয়ালেট ব্যবহার না করে কোল্ড ওয়ালেট বা হার্ডওয়্যার ওয়ালেট খুজবেন। তখন নিশ্চয়ই আপনি অনেকগুলো হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে চাইবেন না।