Author

Topic: বাংলা (Bengali) - page 231. (Read 5725907 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 21, 2023, 12:42:38 PM
@Crypto Library ভাই মোবাইল ফোনের মাধ্যমে KIwi browser দিয়ে।।। পরে কি হবে বুঝতে পারছি না।


আমার মোবাইল ফোনের ব্রাউজারে আপনার দেওয়া কোড পেস্ট করার মত কোন জায়গা আসে না। কি করলে কোড পেস্ট করার জায়গা আসবে
দেখে ভালো লাগলো যে আপনি শেয়ার করা ট্রিক্স টি ট্রাই করেছেন।
আপনি সঠিক রাস্তায় রয়েছেন এখানে সমস্যাটি হয়েছে এক্সটেনশন টি কম্পিউটার ব্রাউজার বেজড হওয়াতে মোবাইলের ক্ষেত্রে রেসপনসিভ ডিসপ্লে হয়নি এর ফলে এমন দেখাচ্ছে। আমিও প্রথমে এড করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম
তারপরও সমস্যা নাই সমস্যার সমাধান রয়েছে। সমাধানটি হলো গিয়া ওই যে, উপরের রাইট সাইডে থ্রি ডট দেখতেছেন ওই অপশনে ক্লিক করে অল্প করে স্ক্রোল ডাউন করে এই ডেক্সটপ অপশনটিতে হালকা করে চাপ দিন।

তো  ব্রাউজার এখন ডেস্কটপ ভিউতে থাকবে তারপর পূর্ব থেকে থাকা কোড গুলো সিলেক্ট অল দিয়ে সব মুছে ফেলুন এবং ফাইল অপশন থেকে সেবে ক্লিক করুন। অল ডান Wink
আশা করি বুঝতে পেরেছেন তারপরও সমস্যা হলে জিজ্ঞাসা করতে কোন দ্বিধাবোধ করবেন না।


edited:- ওহো কি জিনিসটা যে কমপ্লিট করেছেন এটার দিকে আমার চোখি পড়েনি,  যাইহোক এই প্রবলেমটা আরো অনেক মোবাইল ইউজাররা  ফেস করতে পারে।
আশা করি তাদের জন্য এই পোস্টটি  হেল্পফুল হবে


LDL
hero member
Activity: 742
Merit: 671
May 21, 2023, 06:55:43 AM
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
•••••
@Crypto Library ভাই মাঝে মাঝে এমন সকল পোস্ট করে থাকে যা অত্যন্ত উপকারী ও টেকনোলজি নির্ভর। আমি মাঝেমধ্যে তার পোস্টগুলো পড়ে বিভিন্ন টেকনোলজি পূর্ণ ট্রিকস জানতে পারি। বেশি বাড়িয়ে বলছি না তাদের মত বুদ্ধিমত্তা ইউজার যদি বাংলায় না থাকতো তাহলে হয়তো আমরা বেশি কিছু জানতে পারতাম না। যেমন লিটন মাউস ভাই পরোপকারী, তাকে যদি আমি পার্সোনাল মেসেজের মাধ্যমে কোন সমস্যা বলি তাহলে সে আমার সমস্যার সমাধান না করা পর্যন্ত নিজেকে নিস্তার দেয় না।
ধন্যবাদ ভাইয়েরা আপনারা বাংলা লোকালে থাকলেই এরকম পোস্টের মত আরো হাজার জ্ঞানগর্ভ মূলক পোস্ট করতে পারব।

@Crypto Library ভাই মোবাইল ফোনের মাধ্যমে KIwi browser দিয়ে।।। পরে কি হবে বুঝতে পারছি না।



আমার মোবাইল ফোনের ব্রাউজারে আপনার দেওয়া কোড পেস্ট করার মত কোন জায়গা আসে না। কি করলে কোড পেস্ট করার জায়গা আসবে ।



ভাই কমপ্লিট করেছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।।।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 21, 2023, 04:44:35 AM
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
আমরা  আমাদের কোন পোস্টে বা টপিকে অনেক সময়  অনেক মেরিট পেয়ে থাকি এবং  আমি  এটাও জানি  যে মোট কতগুলো মেরিট পেলামএটা সবারই বারবার জানতে  বা দেখতে ইচ্ছে করে তো  এই স্ক্রিপ্টির সুবিধা হলঃ
-কোন পোস্টে বা টপিকে  মোট কতগুলো  মেরিট পেলেন এগুলো আলাদা আলাদা করে   কাউন্ট করতে হবে না সবগুলো মেরিট একত্রে  দেখাবে

আশা করি সবার একটু হলেও কাজে লাগবে Roll Eyes

এটি ব্রাউজারে  সেটআপ করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন:

১।  প্রথমে  ব্রাউজারে এই এক্সটেনশন টি এড করতে হবে Tampermonkey
-যারা মোবাইল ইউজার আছেন তারা Kiwi  ব্রাউজার ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন।
চাইলে Kiwi  ব্রাউজারে  কম্পিউটার   ব্রাউজারের এক্সটেনশন এড  করার উপায় সম্পর্কিত  আমার এই পোস্টটি দেখতে পারেন-
//** Kiwi ব্রাউজার  ব্যবহার করে  শুধু BPIP কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় সকল  এক্স টেনশন মোবাইলে ব্যবহার করতে পারবেন  শুধু  ক্রোম ওয়েব স্টোরে এগিয়ে  এড করে নিলেই হবে**//

২। তারপর ব্রাউজারে গিয়ে এক্সটেনশন অপশনে Tampermonkey  টিতে ক্লিক করে  ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্টে ক্লিক করুন নিচের ছবি ন্যায়


৩।তারপর নিচের স্ক্রিপটি কপি করে এখানে পেস্ট করে ফাইল মেনু থেকে সেভ অপশনে ক্লিক করুন-  কাজ শেষ

Code:
// ==UserScript==
// @name     Bitcointalk Post Merit Sum
// @version  1.0
// @grant    none
// @include        https://bitcointalk.org/index.php?topic=*
// @run-at         document-end
// ==/UserScript==

;[...document.querySelectorAll(".td_headerandpost")].forEach(post => {
    try {
        let sum = [...post.querySelectorAll(".smalltext i > a")]
            .map(e => {
                return parseInt(e.nextSibling.textContent.match(/\((.*)\)/)[1])
            })
            .reduce((acc, e) => acc + e, 0)
        if (sum > 0) {
            let sumElement = document.createElement("span")
            sumElement.textContent = `Total merit: ${sum} | `
            post.querySelector(".smalltext i").prepend(sumElement)
        }
    } catch (e) {
        console.error(e)
    }
})

৪। এখন  ফোরামে গিয়ে যে পোস্টটিতে  টোটাল  মেরিট দেখতে চান সেখানে ব্রাউজ করুন---হেয়ার  ইজ  আওয়ার আউটপুট Wink



সম্পূর্ণ স্ক্রিপটি এই পোস্ট থেকে নেওয়া- https://bitcointalksearch.org/topic/m.52264117
Thanks to hatshepsut93 for made this script

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 20, 2023, 04:39:32 PM
joeperry, Utopia এর হয়ে আবারো (১২ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-12-5452765 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 20, 2023, 02:18:13 PM
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
Little mouse  ভাই অলরেডি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি ডেস্কটপ ইউজার হন  শুধু ডেস্কটপ এর কথা নয়, নন কাস্টডিয়াল ওয়ালেট গুলোর মধ্যে electrum ব্যবহার করা  কয়েকটা বিষয়ের জন্য উত্তম হবে  যেমন এখানে আপনি  স্ট্রং ফিচারস পাবেন, সিকিউরিটির দিক থেকেও এটি উত্তম।আর এটি ব্যবহার করা  একজন প্রফেশনালিজম  বিটকয়েনারের পরিচয়।
তবে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী  যেহেতু আপনার ওয়ালেটে অলরেডি বিটকয়েন চলে আসছে এটা নিয়ে আর কিছু করা যাচ্ছে না।
তবে আমি আপনার সাথে  আমার একটা ব্যক্তিগত  ট্রিক্স  শেয়ার করছি,  আমিও প্রথমদিকে সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট নেওয়ার জন্য এরকম নন কাস্টডিয়াল ওয়ালেট ব্যবহার করেছি। পরে দেখলাম এখানে আমার  ট্রানজেকশন কস্ট বেশি পড়ে যাচ্ছে,  এর জন্য   নন কাস্টেডিয়াল থেকে সিগনেচার পেমেন্ট নেওয়ার জন্য  কাস্তোডিয়াল ওয়ালেটে শিফট হলাম। আর ওয়ালেট এড্রেস এর  সিকিউরিটি এর জন্য আমি Ku-coin  এক্সচেঞ্জার ব্যবহার করলাম, সরাসরি কু কয়েন এর
BTC এড্রেস এ আমি  পেমেন্ট নিয়ে থাকি এবং  পরবর্তীতে সেগুলো অন্য কোন  একচেঞ্জযারে  ট্রান্সফার করার জন্য সেগুলোকে  লো কষ্ট  ট্রানজেকশন ফি ওয়ালা alt-coin ব্যবহার করি এর ক্ষেত্রে আপনি Lite coin  বা TRX  ব্যবহার করতে পারেন।
আমি মূলত TRX  ব্যবহার করে থাকি Lite কয়েনে   ট্রানজেকশন ফি আরো কম কিন্তু আমি  ফাস্ট ট্রানজেকশন এর জন্য TRX  ব্যবহার করে থাকি।  কয়েকবার দেখেছি লাইট কয়েনের থেকে টি আর এক্স এ ট্রানজেকশন তাড়াতাড়ি হয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 20, 2023, 12:42:20 PM
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
বিটকয়েন অন চেইন লেনদেনে বর্তমানে ফি একটা চরম ইস্যু, যদিও এখন অনেকটা কমে এসেছে তবে, এইটার কোন স্থায়ী সমাধান নেই। যাই হোক, বিভিন্ন ওয়ালেট ভেদে আপনি হয়ত কিছু ফি কমাতে পারবেন তবে তার মানে এই না যে খুব বেশি ফি কমাতে পারবেন। এছাড়া, কিছু ট্রিকস আছে যেগুলো অনুসরণ করতে পারেন। আগেই বলে রাখি, ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করাই শ্রেয় কারণ আপনি আপনার মন মত ফি দিতে পারবেন এইখানে।

১। সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করে রাখাঃ একটা এড্রেসে কিংবা একের অধিক এড্রেসে আমরা যতবার বিটকয়েন রিসিভ করে থাকি সবগুলো এক একটা ইনপুট হিসেবে কাউন্ট হয়। একটা ট্রাঞ্জেকশনে যত বেশি ইনপুট এবং আউটপুট হবে, লেনদেনের সাইজ তত বৃদ্ধি পাবে। ফলস্বরুপ, আপনাকে বেশি পরিমাণ ফি দেয়া লাগবে। এর জন্য, আমরা যেটা করতে পারি- যখন ট্রাঞ্জেকশন ফি খুব কম থাকবে, মানে ১সাতোশি প্রতি বাইট, তখন আমরা সবগুলো ইনপুটকে কনসোলিডেট করবো মানে আপনার কাছে থাকা সব বিটকয়েন দিয়ে আপনার একই ওয়ালেটের যে কোন একটি এড্রেসে একটা ট্রাঞ্জেকশন ক্রিয়েট করবেন। এইটার মানে নিজের কাছে নিজেই বিটকয়েন পাঠানো। এতে অনেকগুলো ইনপুট একটা ইনপুটে রুপান্তর হবে এবং পরবর্তীতে যখন অনচেইন ফি বেশি থাকবে, আপনি খুব বেশি ফি দেয়া লাগবে না।

২। ট্রাঞ্জেকশনে আলাদা ইনপুট ব্যবহারঃ এইটা শুধু ডেস্কটপ ওয়ালেট যারা ব্যবহার করে তাদের জন্য প্রযোজ্য, মোবাইল ওয়ালেটে এই ফিচাওরটি নেই এখনো। ইলেকট্রাম ওয়ালেটে শো কয়েন অপশন চালু করুন। এইটা ভিউ অপশনে গেলে পাবেন। তারপর আপনার ওয়ালেট ইন্টারফেসে নতুন একটা অপশন দেখতে পাবেন কয়েন নামে। সেখানে ক্লিক করলে আপনি সব ইনপুট আলাদা আলাদা করে দেখতে পারবেন যেখান থেকে আপনি চাইলে যে কোন একটি ইনপুট ব্যবহার করতে পারবেন। তবে, এর লিমিটেশন হল আপনাকে ছোট এমাউন্ট পাঠাতে হবে। বড় এমাউন্ট পাঠাতে গেলে ঘুরেফিরে একই কথা হয়ে যাবে কারণ আপনাকে বেশি ইনপুট নির্বাচণ করতে হবে। যদি আপনার কোন ইনপুটে বেশি এমাউন্ট থাকে তাহলে সমস্যা নেই।

যাই হোক, প্রথম অপশনটা সবার অনুসরণ করা উচিত কারণ দ্বিতীয় অপশনটা শুধুমাত্র ডেস্কটপেই আছে।

বিটকয়েন নিয়ে অনেকেই অনেক ভবিষ্যতবানী করেছেন। বালাজী শ্রীনিবাসন তিনি বলেছিলেন আগামী ৯০ দিনের ভিতরে ১ বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে। অলরেডি ৬০ দিন পারি হয়ে গেছে আদো বিটকয়েন $৩৫k উপরে দেখতে পেলাম না। তার ভবিষ্যৎ বাণীর আর মাত্র ৩০ দিন বাকী আছে। সত্যি এতি অসম্ভব ৩০ দিনের ভিতরে ১ মিলিয়ন ডলার হবে।

সর্বশেষে বিটকয়েনের দাম কত হবে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারবেনা যা একেবারেই অসম্ভব। তবুও অনেক বিশেষজ্ঞ আছেন যারা আনুমানিক ভাবি ভবিষ্যৎবাণী করে থাকে। বালাজী শ্রীনিবাসন এই ভদ্রলোকের ভবিষ্যৎবাণী এটিই থেকেই বোঝা যায়। বিটকয়েনের সঠিক ভবিষ্যৎ বাণী কেউই করতে পারবে না।
বালাজী শ্রীনিবাসন এই বাজি লাগানোর মুল উদ্দেশ্য কিন্তু বিটকয়েন এর দাম নিয়ে ভবিষ্যৎবাণী করা নয়, তার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো ইউ.এস.ডি কতটা খারাপ পর্যায়ের সম্মুখীন হতে যাচ্ছে। হাইপার-ইনফ্লেশন খুব শীগ্রই দেখা যেতে পারে অর্থনীতিতে। আমাদের দেশের দিকেও যদি নজর দেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির হার অতিরিক্ত। খুব শীগ্রই জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।
বালাজী অলরেডি এই বাজির টাকা পে করে দিয়েছেন। একই ইস্যু নিয়ে তিনি আরো একটি বাজি ধরেছিলেন। দুইটা বাজিই তিনি হার মেনে নিয়ে পে করে দিয়েছেন। এর মধ্যে টুইটার ব্যবহারকারী সম্ভবত তার পুরো কিংবা অর্ধেক টাকা কোথাও দান করে দিয়েছেন। আমি পরেছিলাম কিছুদিন আগে কিন্তু এখন খুজে পাচ্ছি না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 20, 2023, 10:38:41 AM
member
Activity: 182
Merit: 10
May 20, 2023, 08:05:50 AM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 20, 2023, 04:19:27 AM
তাছাড়া ছোট্ট একটু উদাহরণ দেই গতকালকে সালবদরে  একজন আইনের লোককে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীকে ধরার জন্য 5000 সালবদরিয়ান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ওই হত্যাকারীকে খুঁজে বের করতে। অথচ আমাদের দেশে যদি একজন হত্যা হয় তাহলে ওই হত্যাকারীকে আইনের প্রটেকশনে মুক্তি দেওয়া হয়।
আপনারা মিলিয়ে নিন সালবদরে বিটকয়েনকে বৈধতা দিয়ে তারা সালবধরকে একটি শক্তিশালী শান্তিপ্রিয় দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারে।
এ হত্যাকাণ্ড নিয়ে এল সালভাদরের নতুন কোন বিষয় নয়। হত্যাকাণ্ড দিক দিয়ে বিশ্বের মধ্যে এল সালভাদর অন্যতম অবস্থানে রয়েছে। এল সালভাদর হত্যাকাণ্ড অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এল সালভাদর বিশ্বের একমাত্র প্রথম দেশ যারা বিটকয়েন তাদের দেশের সরকারি মুদ্রা করেছেন। সর্বপ্রথম এল সালভাদর বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে বিটকয়েন তাদের দেশে বৈধ করা হয়।


Quote
বাংলাদেশের কথা আপাতত বাদ দিয়ে দিন কেননা বাংলাদেশ কোনদিনও বিটকয়েন বৈধতা দেবে না।
যদি বিটকয়েন যুগ যুগ ধরে টিকে থাকে তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশে একদিন বিটকয়েন বৈধ করে দেওয়া হবে। আমাদের বাংলাদেশি মানুষও কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসছে। ট্রিপল এ তথ্য অনুযায়ী সারাবিশ্বে 42 কোটি মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে। তারমধ্যে আমাদের বাংলাদেশ প্রায় 40 লাখের বেশি মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসছে। আমাদের দেশে এখনো বিটকয়েন বৈধতা দেওয়া হয়নি কিন্তু গোপনে গোপনীয়তা বজায় রেখে অনেক মানুষে বিটকয়েনের বিনিয়োগ করে রেখেছেন। কিন্তু আমরা সেটা জানতে পারছি না, জানার কোন ধরনের ব্যবস্থা নেই। আমাদের দেশে হয়তো আগামী বছর শুনতে পাবো 40 লাখ থেকে বৃদ্ধি পেয়ে 50 লাখ মানুষ ক্রিপ্টোকারেন্সি ব্যবহার শুরু করে দিয়েছে। আস্তে আস্তে ক্রমাগতভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার আমাদের দেশে বৃদ্ধি পেতে থাকবে। হয়তো এক সময় আমাদের বাংলাদেশে শুনতে পাবো বিটকয়েন বৈধ করে দিয়েছেন।

তাছাড়া বাংলাদেশে বিটকয়েন বৈধ না হওয়া সত্ত্বেও সব ধরনের সুযোগ-সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। বিটকয়েন সংরক্ষণ করার জন্য নানান ধরনের ওয়ালেট প্লেস্টরে বা গুগোল থেকে ডাউনলোড করে নিতে পারছি। KYC ভেরিফাই করতে বাংলাদেশী আইডি কার্ড দিয়েই  করা যাচ্ছে। আমাদের বাংলাদেশ বিটকয়েন কবে বৈধ করা হবে তা অনিশ্চিত। যাই হোক আমাদের সকলকে গোপনীয়তা বজায় রেখে কাজ চালিয়ে যেতে হবে। সব সময় আমাদের সতর্ক হয়ে থাকতে হবে
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 20, 2023, 02:32:20 AM
ওখানে কাউন্ট ডাউন দিলে @Ratimov এসে কাউন্ট ডাউন থেকে অনেক মেম্বারকে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে কয়েকটি মেরিট শর্ট থাকে সেগুলো সে দিয়ে থাকে। তাছাড়া ওখানে কাউন্টডাউন দিলে ওই পোস্টে মেরিট দেয়া রুলসের মধ্যে নেই। ওখানে কাউন্ট ডাউন দিলে গ্লোবাল থেকে বড় বড় মেম্বার এসে প্রোফাইল গেটে ভালো পোস্টে মেরিট দিয়ে থাকে।
আমিও এটাই জানতাম। তবে আমার বেলায় এরকম টা হয়নি। আমি তো ১০ দিনে ২ টা মেরিট পেয়েছিলাম সেখান থেকে। সেখানে পোস্ট করার পর ১০ দিনেও কোনো মেরিট সোর্স আমার প্রোফাইল দেখে নি। তবে এই ১০ দিনে আমি আমার লোকাল থ্রেড থেকে সবচাইতে বেশি সাপোর্ট পেয়েছি। আর এজন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ! লাস্ট টাচ টা দিয়েছে লিটল মাউ ভাই। এই কয়েকজন মানুষ আমাদের সাথে না থাকলে আমরা হয়তো মোটিভেশান পেতাম না।

এছাড়া যারা আমাকে তাদের  সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।
আপনাকে অভিনন্দন! আপনি ডিজার্ভ করেন বলেই আজকে ফুল মেম্বার হতে পেরেছেন। আমি মনে করি আমাদের থ্রেড এর অনেকের মাঝেই ভালো র‍্যাংক আপ করার পোটেনশিয়ালিটি আছে। নতুন কিছু মেম্বার রা ইম্প্রুভ করছে যেটা দেখে সত্তিই ভালো লাগছে। এখন আমাদের দরকার হাই র‍্যাংক মেম্বার। সবাই আস্তে আস্তে র‍্যাংক আপ করতে থাকুন। ফোরামে নিজের একটা স্থান তৈরি করুন। Sashan, Little Mouse এগুলা একেকটা ব্র‍্যান্ড এর মতো হয়ে গেছে। তাদের নাম বললে ফোরামে ম্যাক্সিমাম মানুষ চিনবে। আপনাকে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেনো আপনার নামেও মানুষ চেনে। বাংলাদেশ এর নাম শুনলে যেনো বলে ও হ্যা, এই নামে একজন বাংলাদেশি ফোরাম মেম্বার আছে। সবাই গ্লোবাল বোর্ড গুলোতে ছড়িয়ে পরুন। শুধু পোস্ট কোটা পুরন করার জন্য পোস্ট না করে, কন্সট্রাকটিভ পোস্ট করুন। সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করুন। আর চেস্টা করবেন আপনার শেকড় না ভুলে যেতে। লোকাল থ্রেড এ প্রতিদিন অন্তত একটা পোস্ট করুন। না পারলে দুইদিন এ একটা করুন। তবুও একটিভ থাকুন! সবাইকে শুভ কামনা!

আর Dimitri94 ভাই আপনাকে আবারো অভিনন্দন!
newbie
Activity: 8
Merit: 0
May 20, 2023, 02:08:34 AM
কিভাবে আপনার নিজের ক্রিপ্টোকারেন্সি তৈরি করবেন?

নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি তৈরি করার সময় আপনি একটি কয়েন বা টোকেন তৈরি করতে পারেন। কয়েনের নিজস্ব ব্লকচেইন রয়েছে, আর টোকেন একটি পূর্ব-বিদ্যমান নেটওয়ার্কে তৈরি করা হয়। ক্রিপ্টোকারেন্সিগুলো তাদের নিরাপত্তা ও ডিসেন্ট্রালাইজড প্রকৃতির জন্য ব্লকচেইনের উপর নির্ভর করে।

কোনো ক্রিপ্টো কয়েন তৈরির চেয়ে কোনো টোকেন তৈরি করার জন্য কম দক্ষতা ও প্রচেষ্টার প্রয়োজন হয়। কোনো কয়েন তৈরির জন্য সাধারণত ডেভলপার ও বিশেষজ্ঞদের একটি দলের প্রয়োজন হয়। কোনো টোকেনের জন্যও প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন হয়, তবে অন্যান্য ব্লকচেইন যেমন ইথিরিয়াম, Binance স্মার্ট চেইন, সোলানা ও পলিগন ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে এটি তৈরি করা সম্ভব।

আপনি যে কাস্টমাইজযোগ্যতা ও ইউটিলিটি চান তার উপর নির্ভর করে কোনো টোকেন বা কয়েন বিষয়ে আপনার পছন্দ পরিবর্তিত হবে। সাধারণত, সংশ্লিষ্ট খরচগুলো কী কী কাজ প্রয়োজন তার উপর নির্ভর করে, যেমন বাহ্যিক ডেভলপার ও সময়।

ইথিরিয়াম ও Binance স্মার্ট চেইন হল ডিজিটাল মুদ্রা তৈরির জন্য জনপ্রিয় ব্লকচেইন। আপনি নিজেই টোকেন তৈরি করতে প্রতিষ্ঠিত কোড ব্যবহার করতে পারেন অথবা কোনো মুদ্রা তৈরির পরিষেবা ব্যবহার করতে অর্থ প্রদান করতে পারেন। মেইন ব্লকচেইনের সুবিধার পাশাপাশি আরো অধিক কাস্টমাইজেশন প্রদান করায় সাইডচেইন হল আরেকটি জনপ্রিয় পছন্দ।

আপনার নিজের ক্রিপ্টো তৈরি করার আগে, আপনাকে এটির উপযোগিতা, টোকেনমিক্স ও আইনি স্ট্যাটাস বিবেচনা করতে হবে। এর পরে, ডেভলপমেন্ট পর্যায়ের জন্য আপনার ব্লকচেইন পছন্দ, কনসেনশাস প্রক্রিয়া ও আর্কিটেকচার সবই প্রয়োজন। আপনি এর পরে, আপনার প্রজেক্টের একটি অডিট ও একটি চূড়ান্ত আইনি পরীক্ষার বিষয় বিবেচনা করতে পারেন। মোটামুটিভাবে যেকেউই ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারলেও, নির্ভরযোগ্য প্রজেক্ট ডেভলপ করার জন্য গুরুতর প্রচেষ্ঠা ও সংকল্প প্রয়োজন হয়।
আপনি যদি আরো ভালোভাবে জানতে চান এখান থেকে ঘুরে আসতে পারেন
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 20, 2023, 01:10:34 AM
~snip~

শুভ কামনা রইলো অনেক দূরে এগিয়ে যান, ফোরামের নিয়ম গুলো একটু ভালো ভাবে মেনে চলুন তাহলে অনেকদুর এগিয়ে যেতে পারবেন।

আপনার আগের পোস্ট টা একটু দেরিতে দেখেছি এবং আমার কাছে মনে করছিলাম সেন্ড মেরিট নেই, এখন দেখলাম একটা ছিলো আপনাকে দেবার পরে আবার জিরো হয়ে গেছে,
আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ কে আরো ভালোভাবে তুলে ধরার চেস্টা করি এবং একজন অন্যজন কে সাহায্যের হাত বারিয়ে দেয় তাহলে তাহলে আমরা সকলেই উপক্রিত হব।
ধন্যবাদ।

newbie
Activity: 8
Merit: 0
May 20, 2023, 12:28:10 AM
Congratulations @Dimitri94 প্রিয় ভাই  Smiley
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের বাংলা ফরমের একজন ইউজার নতুন রেংক গ্রহণ করেছেন। আপনি হয়তো আপনার রেংক বৃদ্ধি করার জন্য অনেক চেষ্টা করেছেন পরবর্তীতে আপনি সফল হতে পেরেছেন। একটি আইডি এর পেছনে অনেক শ্রম দিতে হয় এবং পরবর্তীতে সফল হওয়া যায় আপনি আপনার অনেক পরিশ্রম করার পর Full member র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। আপনার এখানেই থেমে থাকলে চলবে না আপনাকে আরো পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনি আরো মেধা অর্জন করুন এবং আমাদের ফোরামে সময় দিন। অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আমাদের বাংলা বোর্ডের সকলকে অবশ্যই সাপোর্ট দিবেন।  Smiley
full member
Activity: 490
Merit: 119
May 19, 2023, 11:56:07 PM
ডোজকয়েন-এর দৈনিক ট্রেডিং ভলিউমের পরিমাণ Bitcoin এবং Litecoin-কে ছাড়িয়ে গেছে, মূলত ডোজকয়েন ব্লকচেইনে DRC20 টোকেনের প্রবর্তনের কারণে। এই প্রবর্তনে ডোজকয়েনের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩০ গুণ থেকেও বেশী। যে কেউ ডোজকয়েন ব্লকচেইনে Ethereum বা Binance ব্লকচেইনের মতো টোকেন তৈরি করতে পারবে। ডোজকয়েন ব্লকচেইনে নির্মিত টোকেনগুলোর নাম হবে DRC20 টোকেন, যা বিটকয়েন ব্লকচেইনে নির্মিত হলে বলা হয় BRC20 টোকেন। ডোজকয়েনের লেনদেনের পরিমাণ এক দিনে ৬৪৫০০০ টিরও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে, যা ডোজকয়েন ব্লকচেইনের ইতিহাসে সর্বোচ্চ, যা বিটকয়েন কিংবা লাইটকয়েন ব্লকচেইনে সম্পন্ন হওয়া লেনদেনের মধ্যেও এক দিনের সর্বোচ্চ।

যাইহোক, কিছু লোক DRC20 টোকেনকে Dogecoin-এর জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। তারা বিশ্বাস করে যে টোকেনাইজেশন প্রবর্তনের ফলে DRC20 টোকেন এর কারণে এই নেটওয়ার্কে ভবিষ্যতে লেনদেন ফি বৃদ্ধি পাবে এবং মানুষ দৈনন্দিন কাজে আর ডোজকয়েন ব্যবহার করতে পারবে না এবং ভবিষ্যতে Dogecoin ব্যবহার করা থেকে ক্রিপ্টো ইউজারদের নিরুৎসাহিত করতে পারে।

উচ্চ লেনদেন ফি এবং ধীর গতি সাধারণত যেকোনো ব্লকচেইনের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়, কারণ তারা ব্যাপকভাবে গ্রহণকে বাধা দিতে পারে। অতীতে বিটকয়েনের সাথে একই ধরনের উদ্বেগ দেখা গেছে, যা BRC20 টোকেন এবং বিটকয়েন NFT-এর আশেপাশে প্রচারের সময় উচ্চ লেনদেন ফি অনুভব করেছিল। DRC20 টোকেনের প্রবর্তন কীভাবে Dogecoin এর ভবিষ্যৎকে প্রভাবিত করবে এবং এটি ব্লকচেইনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তা দেখার বিষয়।

সত্যিই, অতিরিক্ত ফি এবং ধীর গতি একটি ব্লকচেইনের জন্য মূল ঝুঁকি সৃষ্টি করতে পারে। যদিও এটা সবসময় ঘটবে না, কিন্তু যদি অতিরিক্ত ফি বা ধীর গতির জন্য একটি কয়েন ব্যবহার করা না হয়, তবে কয়েনটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আপনি বিজ্ঞ হলেন, বিটকয়েন ব্লকচেইনের উপর নির্মিত BRC20 টোকেন এবং বিটকয়েন NFT বিটকয়েন অর্ডিনালের হাইপের ফলে বিটকয়েনে লেনদেন করতে অতিরিক্ত ফি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই স্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে।



বিটকয়েন থেকে বেশী দৈনিক লেনদেনের রেকর্ড গড়ল ডোজকয়েন
full member
Activity: 770
Merit: 184
May 19, 2023, 11:53:40 PM
সফলতা কাকে বলে তা আমি এই মুহুর্তে সঙ্গায়িত করত পারব না। কারন সফলত অনেকের কাছে তার আশা প্রাপ্তির উপর নির্ভর করবে। আমার দিক থেকে নতুন র‌্যাংক অর্জন এটিও একটি সফলতা। যাই হোক আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমার প্রতি আপনাদের সকলের ভালবাসা শিক্ত হওয়ার সক্ষমতা দান করেছেন। আপনাদের সহযোগীতায় আল্লাহর রহমতে আমি আমার একটি কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়নে সফল হয়েছি। শুকুর আলহামদুলিল্লা।
আমার প্রিয় ফোরাম মেম্বারদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার আকুল আবেদনে সারা দিয়েছেন। তাই আজ থেকে আমি আপনাদের কাছে ঋনি। বাংলা ফোরামের উন্নতিতে যদি সামান্য নিজেকে মেলে ধরতে পারি নিজেকে ধন্য মনে করব। প্রথম দিকে আমার ধারনা ছিল হয়তো বাংলা ফোরামে হিংসা বিদ্বেসের একটি জায়গা। কিন্তু আমার ধারনা ভূল ছিল আমি যখন ফোরামে একটিভ হওয়ার চেস্টা করলাম তখন আপনাদের সারা পেয়ে নিজের ভুল ধারনা থেকে সরে এলাম। আজকে প্রত্যাশার জায়গাতে অবস্থান করার পর এতটাই আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার এই আনন্দ  আমার ফোরামের সবার মধ্যে কিছুটা হলেও শেয়ার করতে পারলে আমি ধন্যহতাম। ফোরামে অনেকেই হয়তো আমার আবেদন দেখতে পারেন নি হয়তো দেখলে তারাও এগিয়ে আসত। তাই সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।
ফোরামে ছোট বড় সবাই আমাকে হেল্প করেছেন তবে শুরু থেকেই আমাকে যারা সর্বোচ্চ সাপোর্ট করেছিল এবং অনুপ্রানিত করেছিল তাদের নাম উল্লেখ না করলেই নয়। কারন আমি একটি সময় হাল ছেড়ে দিয়েছিলাম সেই অবস্থা থেকে যারা আমাকে অনুপ্রানিত করেছিলেন @Little Mouse @shasan @Crypto Library @LDL।  এছাড়া যারা আমাকে তাদের  সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছেন তাদের প্রতি আমিও চির কৃতজ্ঞ।

@Learn Bitcoin
@Bitcoin_people
@NicNacCoin
@tjtonmoy
@Review Master
@Rana590
@Popkon6
@Negotiation
@Mr.corol
@roksana.hee
@Suzume
@Bd officer
আমি ফোরামের ভাইদের থেকে যতটা হেল্প পেয়েছি আমিও চেস্টা করব সেই ভাবে অন্যদের হেল্প করার জন্য। সবার প্রতি আবারও আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

বিঃদ্রঃ আপনাদের অনেকেই ভাল পোস্টার কিন্ত ‍আমার পর্যাপ্ত এস মেরিট না থাকায় আমি আমার ইচ্ছে মত মেরিট দিতে পারছি না। তাই দয় কারে কেউ ভূল বুজবেন না। আমি কাউকে নিরাশ করব না। যখন আমার এস মেরিট দেওয়ার মত হবে তখনই আমি আমার সকল ভাইদের কাছে তা ছড়িয়ে দেব। তবে সবাইকে অনুরোধ করব আপনারা পোস্টকে অবশ্যই কন্সট্রাকটিভ ওয়েতে গঠন করবেন এবং কিছুটা চেস্টা করবেন ক্রিকেটিভ কিছু করার জন্য। আমরা যাতে কিছুটা সেখান থেকে জানতে পারি। সিনিয়ররা এ বিষয়ে ভাল জানেন তাদের জ্ঞান দেওয়ার মত আমার সামর্থ নেই। তবে যারা জুনিয়র আছেন তারা শুরু থেকেই চেস্টা করবেন ক্রিয়েটিভ কিছু করার জন্য তাহলে আপনার দ্রুত আপনাদের লক্ষ্যে পৌছাতে পারবেন।
full member
Activity: 490
Merit: 119
May 19, 2023, 11:15:52 PM
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 19, 2023, 11:01:39 PM
তাছাড়া ছোট্ট একটু উদাহরণ দেই গতকালকে সালবদরে  একজন আইনের লোককে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীকে ধরার জন্য 5000 সালবদরিয়ান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ওই হত্যাকারীকে খুঁজে বের করতে। অথচ আমাদের দেশে যদি একজন হত্যা হয় তাহলে ওই হত্যাকারীকে আইনের প্রটেকশনে মুক্তি দেওয়া হয়।
আপনারা মিলিয়ে নিন সালবদরে বিটকয়েনকে বৈধতা দিয়ে তারা সালবধরকে একটি শক্তিশালী শান্তিপ্রিয় দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। আসলে ভাই বিটকয়েনের বৈধতা নির্ভর করবে দেশের জনগণের উপর ও রাজনৈতিক মহলের উপর। দেশের জনগণ ও রাজনৈতিক মহল যদি এর ব্যবহার সঠিক করতে পারে তাহলে কেবল বৈধতা দিলে সমস্যা হবে না আর যদি ব্যবহার সঠিকভাবে না করতে পারে তাহলে বৌধতা দিলে 2/4 মাস চলার পর কঠিনভাবে পাকিস্তানের মতো নিষিদ্ধ ঘোষণা করা হবে।
সালভাদরের প্রেসিডেন্ট নায়েবে বুকলে জনগণের ব্যাপক জনপ্রিয় ও বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্টের জনপ্রিয়তার ভোট হয় সে ক্ষেত্রে সালভদরের প্রেসিডেন্ট ৯১% ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
তবে আপনার তথ্য একটু ভুল আছে সালভদরের প্রেসিডেন্ট ৫৫০০ জন আর্মি নিযুক্ত করেছে হত্যাকারীকে আটক করার জন্য।






@Dimitri94 আপনি যথার্থ সময়ের মধ্যে ফুলমেম্বার পদমর্যাদা পেয়েছেন এজন্য জানাই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটির পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ ও শুভেচ্ছা। আপনার পরবর্তী যাত্রা হোক শুভ । আপনি বাংলা কমিউনিটিতে সর্বদা একটিভ থেকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের উন্নয়নে ভূমিকা রাখুন সেই প্রত্যাশা করছি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 19, 2023, 10:52:47 PM
Congratulations @Dimitri94
অসংখ্য অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম ও সময় দিয়েছেন ফরমে যার কারণে আপনি আজকে রেঙ্ক পরিবর্তন করতে পেরেছেন। আপনার ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করে এটা আমাদের লোকাল বোর্ডের জন্য অনেকটাই আনন্দের একটি বিষয়। এভাবে প্রতিনিয়ত যদি ফোরামে মেম্বার রাঙ্ক আপ করতে থাকে তবে আমাদের বাংলা লোকাল অবশ্যই একসময় ভালো একটি পজিশনে দাঁড় করানো সম্ভব হবে।
sr. member
Activity: 798
Merit: 377
May 19, 2023, 10:44:23 PM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 19, 2023, 10:41:29 PM
""অভিনন্দন""
""অভিনন্দন""
""অভিনন্দন""
@Dimitri94 ভাই আপনি অবশেষে পুর্ন সদস্য পদ অর্জন করতে পেরেছেন। সত্যি আজকে অনকে ভালো লাগছে আমাদের লোকাল কমিউনিটির আর একজন মেম্বার রেংক আপ হয়ে গেলো। সমনে দিন গুলি আপনার ভালো কাটুক। আপনি যেভাবে পরিশ্রম করেছেন। আপনি আরো পরিশ্রম করে যান আস্তে আস্তে আপনি আরো রেংক আপ করতে সক্ষম হবেন।
Jump to: