আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়
। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে।
সমস্যা নাই ভাই চিন্তা কইরেন না আর যা ইনভেস্টমেন্ট করেছেন তা শুধু হোল্ড করে যান, সেল করলেই আপনার লস হয়ে যাবে।
ম্যাটিক বা পলিগন এই কয়েন টার ফিউচার সামনে ব্রাইট হতে পারে. হোল্ড করে যান বুল না আসা পর্যন্ত বিক্রয় করবেন না। আমাদের সমস্যা হইলো গিয়া যখন দাম কম থাকে তখন আমরা ইনভেস্ট করি না , যখন একটু পাম্প করে তখন আমরা ইনভেস্ট করে বুল ট্র্যাপ এ পড়ে যাই। যাই হোক আমি মনে করি না আপনি এটা হোল্ড করলে লসের সম্মুখীন হবেন , চাইলে এটাকে লং টার্মে ফালায় রাখেন নেক্সট হ্যাভিং এ হয়তো হতে পারে এটা পরবর্তী বিএনবি ।
ছোট একটা টাইপিং মিসটেক। ভাই বাংলা লিখতে প্রচুর সমস্যা হয়। অনেক বেশি টাইপিং মিসটেক হয়। পোষ্ট লেকার লেখার পর বানান চেক করে পোষ্ট করি। কিছু ঠিকঠাক করি। পরে আবার দেখি এই পোষ্ট এই আরো বানান ভুল। মাঝে মাঝে অন্যজনের টা নিজের চোখে পরে যায়। কিন্তু নিজের পোষ্ট এর বানান ভুল খোজার সময় চোখে বাধে না।
আমি তো ভাই বাংলা টাইপিং করতে পারি না। আমি গুগল ভয়েস টাইপিং ইউজ করি। তাই অনেক সময় অনেক বানান ভুল আসে। কিছু বানান তো আমি সংশোধন করতে পারি না। কয়েকবার বলি তারপরও সঠিক বানান আসে না। যদিও আজকের এটা আমার না দেখা ভুল। যদি খেয়াল করতাম তাহলে এটা সংশোধন করতে পারতাম। যাই হোক ধন্যবাদ ভাই বিষয়টা দেখার জন্য।
ওই সব মিসটেক এড়াতে আপনারা চাইলে
https://www.speechtexter.com/ এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন , বিশেষ করে যারা কম্পিউটার ইউজার তারা বেশি সুবিধা নিতে পারবেন এখান থেকে। আমি অনেক দিন যাবত SPEECHTEXTER দিয়ে বাংলা টাইপিং করে আসছি, যদিও এরপরেও কিছুটা ভুল ভ্রান্তি থেকেই থাকবে সেটা পরবর্তীতে রিভাইস দিয়ে ঠিক করে নিতে হবে। তবে আমি যারা পিসি ইউজ করে তাদেরকে এটা ইউজ করতে বলব খুবই সুন্দর একটা জিনিস, গুগল ট্রান্সলেট এ মাইক ইউজ করে ভয়েস দিলে একটানা এক বাক্য একবারে বলে ফেলতে হয় আর এখানে আপনার ইচ্ছামতন একটু পরপর একটা একটা করে ওয়ার্ড বলতে পারবেন
https://www.speechtexter.com/উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।
Crypto Library ভাইয়ের এই সংক্রান্ত পোষ্টের জন্য অপেক্ষা করব। তিনি Chart এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয়াদি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে।
আরেকটু পরেই বসবো এটা নিয়ে আশা করি আজকের মধ্যেই আপডেট জানায়ে দিতে পারব. অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ