আমার পক্ষ থেকেও সবাইকে বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না। তবে Laszlo Hanyecz মতন সরাসরি বিটকয়েন দিয়ে পেমেন্ট করে হয়তো পিজ্জা খেতে পারব না কিন্তু আগামীকাল বিটকয়েন কে টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব। যদিও Laszlo Hanyecz ও কিন্তু সরাসরি বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট করেছিল না তার বিটকয়েন কে ডলারে এক্সচেঞ্জ করে অন্য একজন ওই 10000 বিটকয়েনের বদলে তার বাসায় পিজ্জাটি পাঠিয়েছিল. পিজ্জা আমারও প্রিয় খাবার সত্যি কথা বলতে এখন আমি যত পিজ্জা বার্গার আর যা খাই তার সবকিছুর পিছনে এই বিটকয়নই।
ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে।
-শুধু কি একজন কম্পিউটার প্রোগ্রামার এবং পিজ্জা কেনাই তার একমাত্র অবদান, আমরা অনেকেই বিটকয়েন নেটওয়ার্কে তার আরো অন্যান্য অবদান সম্পর্কে জানিনা-
-সে বিটকয়েনের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সে বিটকয়েন প্রটোকলকে এর ভালনাবিরিটি ঠিক করা সহ এই প্রটোকলকে আরো সুরক্ষিত এবং স্টেবল করে তুলতে সাহায্য করে।
-তাছাড়া তিনিই প্রথম জিপিইউ মাইনিং এর প্রবর্তক। যখন সবাই সিপিইউ কেন্দ্রিক মাইনিং করতো তখন তিনি তার করা প্রোগ্রামিং কোড শেয়ারিং এর মাধ্যমে বিটকয়েন মাইনিং এর গতিকে আরো ত্বরান্বিত করেছিলেন।
-তাছাড়া তিনিই প্রথম ব্যক্তি যিনি MAC Os এর জন্য বিটকয়েন কোড রিলিজ করেছিলেন যেটা bitcoin এডপশনের রাস্তা কে আরও বেশি সুগম করেছিল।
বিস্তারিত জানতে এই দুইটি আর্টিকেল পড়তে পারেন
বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?Bitcoin’s 13th Pizza Day: Reflecting on the Transaction that Changed Crypto History আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?”
যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো
তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের কথায়। তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন। হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা বানালো আমাদের এই ভাই Learn Bitcoin।
আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম
যাইহোক শখ করে একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম আর সেটিতে মাত্র একটি ক্যাপসিকামি ধরেছে এবং গাছটি মরে যাইতেছে কদিন আগে ছিরব ছিরব করে ছিরিনি মনে হয় এই কনটেস্ট এর জন্যই ওটা এখনও পর্যন্ত গাছে ঝুলে আছে।