Author

Topic: বাংলা (Bengali) - page 230. (Read 5726041 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 23, 2023, 01:08:26 AM
যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।


আজকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) একটা ভাষণ  মনে পড়লো, যার যা আছে তা নিয়েই লড়ো। আপনারা প্রস্তুতি নিন পিজ্জা বানান শুরু করে দিন। যাদের বউ আছে তারা বউ দিয়া বানান  Grin। আর আমার মতো যাদের বউ নাই তারা কী করবেন Huh নিজে একাই শুরু করে দিন।

প্যাড়া নেয়ার কোনো দরকার নাই। পিজ্জা খেতে কেমন হবে, সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। আপনার পিজ্জার রেটিং দিবে সবাই সেটার ডেকোরেশন লুক দেখে। সুতরাং খেতে অখাদ্য হলেও সমস্যা নেই। আপাতত দেখতে সুন্দর হয় এমন পিজ্জা বানানো তে লেগে পরুন  Cheesy। সব চাইতে বড় কথা হলো, কনটেস্ট এ প্রাইজ জেতার চেয়েও, অংশগ্রহণ আনন্দময়। তবে উইনার হলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় না আমরা বাংলাদেশিরা গুড লুখিং পিজ্জা বানানো তে এক্সপার্ট! আমরা পিজ্জা বানাই বা কিনে খাই কোনো একটা অকেশনে। আর অন্যান্য দেশের মানুষ পিজ্জা দুপুরের বা রাতের খাবারের জন্য বানায় বা কিনে নিয়ে আসে। সুতরাং তাদের সাথে আমাদের কম্পেয়ার করাটাও ঠিক হবে না।

তাই সবাইকে বলবো, উইনার হওয়ার জন্য নয়, বরং আপনার নিজেকে এবং বাংলাদেশ থ্রেড এর প্রতিনিধি হয়ে নিজে পারটিসিপেট করুন। ভাগ্য ভালো হলে উইনার হয়ে যেতেও পারেন। সবাইকে শুভ কামনা!

শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।

কেমন হয় যদি আমি আপনার অর্ডার একসেপ্ট করে আপনার ঠিকানায় পিজ্জা পাঠিয়ে দেই? আর আপনি আমাকে বিটকয়েনে পেমেন্ট করবেন? অনেকটা সেই লাজলোর মতো ব্যাপার হবে। তবে আমরা আসলেই এতো টা পিছিয়ে আছি। আজকের দিনে বাইরের দেশের কিছু শপ বিটকয়েন পেমেন্ট একসেপ্ট করে, এর জন্য থার্ড পারটি ব্যাবহার করতে হয় না। আজকের বাংলাদেশে আপনি থার্ড পারটি ছাড়া পেমেন্ট করতে পারবেন না। তবে হয়তো ভবিষ্যতে কোনো দিন সম্ভব হতেও পারে!

আপাতত আপনি চাইলে আমরা দুজন মিলে একটা হিস্টোরি ক্রিয়েট করতেই পারি!
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 22, 2023, 08:52:54 PM
প্রস্তুত ছিলাম কিন্তু এখন প্রস্তুতি নেই। কয়েকদিন আগে পরীক্ষামূলকভাবে কিছু রেসিপি কিনে এনে বাড়ির বউজি দিয়ে পিজ্জা প্রস্তুত করতে দিয়েছিলাম কিন্তু তারা পিজজার পরিবর্তে কি যে প্রস্তুত করেছিল সেটা না বলাই ভালো। তবে প্রত্যেক কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়। আজকের মত একটি বিশ্বমানের প্রতিযোগিতায় আমার বানানো পিজ্জা দিয়ে অংশগ্রহণ করা যাবে না। এখন ভাবছি কি করা যায়, বৌ তো বাপের বাড়ি।

যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।

আজকে আপনার বউ এর কথা শুনে আমার বউ এর অভাব বুঝতে পারছি। আমার তো বউ নাই কেডা সাহায্য করবে পিজ্জা বানাইতে  Grin। ভাবছি কারো কাছে থেকে বউ দার নিবো আজকে দিনের জন্য অত্যন্ত, ১ টা পিজ্জা বানান হলে ফেরত দিয়ে দিবো Grin

আমার দাদির সাথে কিছুদিন আগের ঘটনা আমি একটা পিজ্জা কিনে বাড়ি নিয়ে আসি। বউ তো নাই দাদিকে নিয়েই খেতে চেয়েছি যাইহোক, দাদিকে পিজ্জা টা বের করে দেখানো মাত্রই বলে নাতী ভাই কী কিনা এনেছো চাপড়া Grin। আমার দাদি কিনে আনা পিজ্জা কে চাপড়া বলেছিলো। আজকে আমি পিজ্জা তৈরি করতে যাচ্ছি, না জানি কি বলে আল্লাহ জানে Grin

আজকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের) একটা ভাষণ  মনে পড়লো, যার যা আছে তা নিয়েই লড়ো। আপনারা প্রস্তুতি নিন পিজ্জা বানান শুরু করে দিন। যাদের বউ আছে তারা বউ দিয়া বানান  Grin। আর আমার মতো যাদের বউ নাই তারা কী করবেন Huh নিজে একাই শুরু করে দিন।
sr. member
Activity: 1386
Merit: 451
May 22, 2023, 07:13:48 PM
পিজ্জা মেকিং কম্পিটিশনের জন্য আপনি প্রস্তুত তো?

আমরা যারা বাঙালি রয়েছি তারা সবাই কম্পিটিশনের জন্য প্রস্তুত হও। @Learn Bitcoin ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই এই কম্পিটিশন অংশগ্রহণ করলে অবশ্যই সৎভাবে অংশগ্রহণ করতে হবে, কোন অসাধুতা অবলম্বন করা যাবে না।

প্রতিযোগিতার লিংক নিচে দেওয়া হল।
Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
প্রস্তুত ছিলাম কিন্তু এখন প্রস্তুতি নেই। কয়েকদিন আগে পরীক্ষামূলকভাবে কিছু রেসিপি কিনে এনে বাড়ির বউজি দিয়ে পিজ্জা প্রস্তুত করতে দিয়েছিলাম কিন্তু তারা পিজজার পরিবর্তে কি যে প্রস্তুত করেছিল সেটা না বলাই ভালো। তবে প্রত্যেক কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়। আজকের মত একটি বিশ্বমানের প্রতিযোগিতায় আমার বানানো পিজ্জা দিয়ে অংশগ্রহণ করা যাবে না। এখন ভাবছি কি করা যায়, বৌ তো বাপের বাড়ি।

যাহোক প্রস্তুতি গ্রহণ করতেই হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ‌ বউ নেই কি হয়েছে , একলা একলা পিজ্জা তৈরি করলেও খারাপ হবে না ।।



LDL
hero member
Activity: 742
Merit: 671
May 22, 2023, 05:28:08 PM
পিজ্জা মেকিং কম্পিটিশনের জন্য আপনি প্রস্তুত তো?

প্রতিবছরের মত এবারেও চতুর্থতম বিটকয়েন পিজ্জা দিবসের স্মরণে @Cyrus কর্তৃক আয়োজন করা হয়েছে বিটকয়েন পিজ্জা মেকিং কম্পিটিশন ২০২৩। প্রতিযোগিতাটি ২২ মে ২০২৩ থেকে ০১ জুন ২০২৩ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কম্পিটিশনে যে সকল অংশগ্রহণকারী থাকবে তাদের জন্য ভোটিং সিস্টেম করা হবে ১০ ই জুনে‌‌ ‌।।
বিজয়ীদের মধ্যে পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

Prizes this year include:
  • Bitcoin Pizza Bitcointalk 1yr badge (we might throw a couple more badges for a limited duration)
  • Betnomi Custom Ledger Nano X
  • 7mBTC (5mBTC 1st prize and 2mBTC to the second prize)

আমরা যারা বাঙালি রয়েছি তারা সবাই কম্পিটিশনের জন্য প্রস্তুত হও। @Learn Bitcoin ভাইয়ের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই এই কম্পিটিশন অংশগ্রহণ করলে অবশ্যই সৎভাবে অংশগ্রহণ করতে হবে, কোন অসাধুতা অবলম্বন করা যাবে না।

প্রতিযোগিতার লিংক নিচে দেওয়া হল।
Bitcointalk Party - Discord sv] Bitcoin Pizza bake-off contest! Enter by June 1
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 22, 2023, 02:47:10 PM
---

আমিও এটাই পোস্ট করতে গিয়েছিলাম। তারপর দেখি আপনি পোস্ট করেছেন। আগের পোস্ট নিয়েও রিসার্চ করার পর পোস্ট লিখতে গিয়ে অলরেডি ২ জন উত্তর দিয়ে ফেলেছেন  Cheesy একই উত্তর আর দিতে চাই নি বলে আর পোস্ট করিনি। তবে যাই বলেন না কেনো, ব্যাপার টা আমার কাছে ভালো লাগছে।

গাভিন ভাইয়ের কথায় আসা যাক। আমিও দেখেছি উনি সিগনেচার ক্যাম্পেইন ওপেন করে নাই। ওনার Faucet সাইটে প্রতিদিন একজন ৫ বিটকয়েন করে ক্লেইম করতে পারতো। সেটা আবার রিফান্ড করার এড্রেস ও দিয়েছিলো তার থ্রেড এ। উনি প্রথমে ১১০০ বিটকয়েন দিয়ে শুরু করেছিলেন। চাইলে থ্রেড থেকে ঘুরে আসতে পারেন Get 5 free bitcoins from freebitcoins.appspot.com

মজার ব্যাপার কি জানেন? ওনার থ্রেড এর প্রথম রিপ্লাই টা দিয়েছে লাজলো! যাকে নিয়ে ২২ মে এর পিজ্জা ডে এর এতো আয়োজন। একজন ১০ হাজার বিটকয়েন দিয়ে পিজ্জা কিনে। আরেকজন ১১০০ বিটকয়েন দিয়ে Faucet সাইট রান করে! বাহ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 22, 2023, 02:34:47 PM
 আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।
Gavin Andresen- https://bitcointalksearch.org/user/gavin-andresen-224
উনি বিটকয়েনের ডেভেলপার ছিলেন, সম্ভবত এখনো আছেন।
গ্যাভিন আন্দ্রেসেন এর কোন সিগ্নেচার ক্যাম্পেইন এর কথা আমার জানা নেই। আমার মনে হয় আপনি কোন ভুল করছেন। গ্যাভিন আন্দ্রেসেন এর একটা ফসেট ছিল যেখানে প্রতিবারে ৫ বিটকয়েন করে ক্লেইম করা যেত। বিটকয়েনের শুরুর দিকের ঘটনা এটা।
গ্যাভিন সর্বমোট ১৯৭০০ বিটকয়েন দিয়েছিলেন তার ফসেটের মাধ্যমে- https://coingeek.com/how-gavin-andresen-gave-away-19700-bitcoins-in-2010-the-bitcoin-faucet-turns-12/
আর থিমস এর ব্যাপারটাও মনে হয় আপনি ভুল বলছেন। আমার এইরকম কিছু জানা নেই।
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 02:34:08 PM

তবে Little Mouse ভাইয়ের দেওয়া লিংকগুলো থেকে মনে হচ্ছে সেগুলো এখনো দেখার জন্য এভেইলেবল আছে।


@Little Mouse ভাইয়ের দেয়া তথ্য থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দিয়ে @Little Mouse ভাইকে ছোট করবো না।

Quote
আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।  যেহেতু লিঙ্ক প্রোভাইড করতে পারছি না সুতরাং বলতে পারবো না তথ্যটা কতটুকু সঠিক।

আমার মনে হয় @Little Mouse ভাই এই তথ্যটার পূর্ণতা দিতে পারেন।

@tjtonmoy ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমার প্রয়োজনের সে নিজে অনেক কিছু ঘাটাঘাটি করে আমাকে তথ্য দিয়ে উপকৃত করেছেন।
sr. member
Activity: 1008
Merit: 366
May 22, 2023, 02:23:09 PM
~Snip
বিষয়টা দেখার পর আমিও একটু ঘাঁটাঘাটি করলাম। ঘাটাঘাটি থেকে যেটুকু জানতে পারলাম, সর্বপ্রথম সিগনেচার ছিল theymos এর বিটকয়েন ফসেট নিয়ে  একটি ক্যাম্পেইন।  তবে তার লিংকটি আমি খুজে পাই নাই। হয়তো আরকাইভে আছে।  অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। 
তবে Little Mouse ভাইয়ের দেওয়া লিংকগুলো থেকে মনে হচ্ছে সেগুলো এখনো দেখার জন্য এভেইলেবল আছে।  আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।  যেহেতু লিঙ্ক প্রোভাইড করতে পারছি না সুতরাং বলতে পারবো না তথ্যটা কতটুকু সঠিক। তবে কেউ যদি এই ইনফরমেশনের সাহায্যে পোস্টগুলো খুজে বের করতে পারেন তাহলে অবশ্যই এখানে জানাবেন।  অপেক্ষায় থাকলাম আপনাদের রিপ্লাইয়ের। 
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 01:54:50 PM
শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।



কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম

০.১ বিটকয়েন ৩ মাসের জন্য- https://bitcointalksearch.org/topic/closed-up-to-50-people-get-paid-010-btc-to-change-your-signature-15886
এইটা বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগ্নেচার ক্যাম্পেইন। তবে, এইখানে ০.১ বিটকয়েন ৩ মাসের জন্য দেয়া হলেও এইখানে কোন পোস্ট রিকুয়ারমেন্ট ছিল না। অনেকেই অংশগ্রহণ করেছিল এই ক্যাম্পেইনে। এইটা ছিল bitcoin2cash এর সিগ্নেচার ক্যাম্পেইন।
কিছুদিন আগে একটা টপিক দেখছিলাম যেখানে সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস নিয়ে লিখছিল। ওই টপিকটা খুজে পাচ্ছি না। খুজে পেলে আমি এইখানে আপডেট করবো।

ইডিট-
EVOLUTION OF SIGNATURE AD CAMPAIGNS (BEGINNING DAYS TO THE PRESENT)- https://bitcointalksearch.org/topic/evolution-of-signature-ad-campaigns-beginning-days-to-the-present-5246103
History - signature campaigns and bounties on Bitcointalk- https://bitcointalksearch.org/topic/history-signature-campaigns-and-bounties-on-bitcointalk-4567657

এই দুইটা টপিক পড়লে বুঝতে পারবেন সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস সম্পর্কে।

@Little Mouse ভাই, আপনার মূল্যবান তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আমরা সবাই সব সময় আশা করি, আপনাদের মত বড় ভাই আমাদের পাশে থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ লোকাল থ্রেডটিকে বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত করতে পারব, ইনশাআল্লাহ।

সেন্ট এবল মেরিট না থাকায় খুব কষ্ট লাগছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 22, 2023, 01:42:12 PM
শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।



কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম

০.১ বিটকয়েন ৩ মাসের জন্য- https://bitcointalksearch.org/topic/closed-up-to-50-people-get-paid-010-btc-to-change-your-signature-15886
এইটা বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগ্নেচার ক্যাম্পেইন। তবে, এইখানে ০.১ বিটকয়েন ৩ মাসের জন্য দেয়া হলেও এইখানে কোন পোস্ট রিকুয়ারমেন্ট ছিল না। অনেকেই অংশগ্রহণ করেছিল এই ক্যাম্পেইনে। এইটা ছিল bitcoin2cash এর সিগ্নেচার ক্যাম্পেইন।
কিছুদিন আগে একটা টপিক দেখছিলাম যেখানে সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস নিয়ে লিখছিল। ওই টপিকটা খুজে পাচ্ছি না। খুজে পেলে আমি এইখানে আপডেট করবো।

ইডিট-
EVOLUTION OF SIGNATURE AD CAMPAIGNS (BEGINNING DAYS TO THE PRESENT)- https://bitcointalksearch.org/topic/evolution-of-signature-ad-campaigns-beginning-days-to-the-present-5246103
History - signature campaigns and bounties on Bitcointalk- https://bitcointalksearch.org/topic/history-signature-campaigns-and-bounties-on-bitcointalk-4567657

এই দুইটা টপিক পড়লে বুঝতে পারবেন সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস সম্পর্কে।
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 01:36:06 PM

প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের  কথায়।  তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে  আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন।  হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা  বানালো আমাদের এই  ভাই Learn Bitcoin। Tongue আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে  ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম Tongue

@Crypto Library ও @Learn Bitcoin ভাই, আপনারা কি একাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন নাকি, আমরাও তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই? আর সত্যি ইলিশ মাছের পিজ্জা খাবার লোভটা সামলাতে পারছিনা। @Learn Bitcoin ভাই, আমার তরফ থেকে একটা অর্ডার কনফার্ম করে রাখেন।

=======================================================================================================



পোস্টের লিংক

আমার মত অনেকেই হয়তো খুঁজেছেন, যে বিটকয়েনের প্রথম সিগনেচার ক্যাম্পেইন কোনটি ছিল? এবং সেই সিগনেচার ক্যাম্পেইনের প্রতিটি পোস্ট করার জন্য কত সম্মানি দেওয়া হতো? আমার মনে হয়, এই প্রথম সিগনেচার ক্যাম্পেইনের বিষয়টা সব সিগনেচার ক্যাম্পেইন হোল্ডারদের জানা উচিত।

কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম বিশেষ করে @Little Mouse, @shasan, @Crypto Library, @tjtonmoy, @LDL, @ Popkon6, @NicNacCoin, @Dimitri94, @Learn Bitcoin, @Bitcoin_people ভাইয়েদের দৃষ্টি আকর্ষণ করছি।

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 22, 2023, 01:23:01 PM
Laszlo Hanycez যিনি দুটি পিজ্জা এর জন্য ১০ হাজার বিটকয়েন খরচ করে অর্ডার করেছিলে যার বাজার মূল্য বর্তমানে $২৭০ মিলিয়ন ডলার। Shocked প্রথমবার এই ঘটনাটি শুনলে শুধু মাথায় ঘুরতে থাকে এত ডলার দিয়ে মাত্র দুটি পিৎজা ক্রয় করেছিল।

আজকে দিনটার কথা শুনে সত্যিই আমার নিজের মাথা ঘুরাচ্ছে, মাত্র ২ টা পিজ্জার জন্য ১০০০০ হাজার বিটকয়েন খরচ করছিলেন। যার বর্তমান মুল্য সবার জানা আছে। আজকের দিনটি যতদিন বিটকয়েন এই পৃথিবীর বুকে টীকে থাকবে ততদিন এই ২২ মে পিজ্জা দিবস উদযাপন করবে। বর্তমানে মুল্য দেখে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু যখন বিটকয়েন $১০০k উপরে যাবে তখন তো যারা নতুনে শুনবেন টাসকি খেয়ে যাবে  Grin। প্রকৃতপক্ষে বিটকয়েন যদি সবাই ধরে রাখতো তাহলে এত মুল্য কোথায় থাকতো। Laszlo Hanycez তিনি সর্বপ্রথম ব্যবসাক্ষেত্রে বিটকয়েন ব্যবহার করা শুরু করেছিলেন। তার জন্যই ব্যাবসা ক্ষেতে বিটকয়েন সকলে ব্যবহার করতে পারছেন।

আমার পক্ষ থেকেও সবাইকে  বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না।  তবে Laszlo Hanyecz মতন  সরাসরি  বিটকয়েন দিয়ে পেমেন্ট  করে হয়তো  পিজ্জা খেতে পারব না  কিন্তু আগামীকাল বিটকয়েন কে  টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব।

আজকে বিটকয়েন পিজ্জা দিবস কে স্মরণীয় করে রাখতে আমি একটা পিজ্জা কিনে বিটকয়েন পিজ্জা দিবস উদযাপন করেছি।
আমিও বিটকয়েন দিয়ে পেমেন্ট করে পিজ্জা কিনতে চেয়েছিলাম দুঃখের বিষয় আমাদের দেশে তো আর বিটকয়েন পেমেন্ট গ্রহন করা হয় না Cry

আমাদের লোকাল কমিনিউটির সকল সদস্য কে আমার পক্ষ থেকে বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 22, 2023, 01:04:40 PM
আমার পক্ষ থেকেও সবাইকে  বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না।  তবে Laszlo Hanyecz মতন  সরাসরি  বিটকয়েন দিয়ে পেমেন্ট  করে হয়তো  পিজ্জা খেতে পারব না  কিন্তু আগামীকাল বিটকয়েন কে  টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব।  যদিও Laszlo Hanyecz ও  কিন্তু সরাসরি বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট করেছিল না  তার বিটকয়েন কে ডলারে এক্সচেঞ্জ করে অন্য একজন  ওই 10000 বিটকয়েনের  বদলে তার বাসায় পিজ্জাটি পাঠিয়েছিল. পিজ্জা  আমারও প্রিয় খাবার  সত্যি কথা বলতে এখন আমি যত পিজ্জা  বার্গার আর যা খাই  তার সবকিছুর পিছনে এই  বিটকয়নই।

ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে।

-শুধু কি একজন  কম্পিউটার প্রোগ্রামার  এবং পিজ্জা কেনাই তার একমাত্র অবদান,  আমরা অনেকেই  বিটকয়েন নেটওয়ার্কে তার আরো  অন্যান্য অবদান সম্পর্কে জানিনা-
-সে বিটকয়েনের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ  অবদান রেখেছেন, সে বিটকয়েন প্রটোকলকে এর ভালনাবিরিটি  ঠিক করা সহ  এই প্রটোকলকে আরো সুরক্ষিত এবং স্টেবল করে তুলতে সাহায্য করে।
-তাছাড়া তিনিই প্রথম জিপিইউ মাইনিং এর প্রবর্তক।  যখন সবাই সিপিইউ কেন্দ্রিক মাইনিং করতো তখন তিনি তার করা প্রোগ্রামিং কোড শেয়ারিং এর মাধ্যমে বিটকয়েন মাইনিং এর গতিকে আরো ত্বরান্বিত করেছিলেন।
-তাছাড়া তিনিই প্রথম ব্যক্তি যিনি MAC Os  এর জন্য বিটকয়েন কোড রিলিজ করেছিলেন যেটা bitcoin এডপশনের রাস্তা কে আরও বেশি সুগম করেছিল।

বিস্তারিত জানতে এই দুইটি আর্টিকেল পড়তে পারেন
বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?
Bitcoin’s 13th Pizza Day: Reflecting on the Transaction that Changed Crypto History

আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?”  Cheesy
যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো  Grin
তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের  কথায়।  তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে  আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন।  হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা  বানালো আমাদের এই  ভাই Learn Bitcoin। Tongue আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে  ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম Tongue

যাইহোক শখ করে  একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম আর সেটিতে মাত্র একটি ক্যাপসিকামি ধরেছে এবং গাছটি মরে যাইতেছে কদিন আগে ছিরব ছিরব  করে ছিরিনি  মনে হয় এই কনটেস্ট এর জন্যই ওটা এখনও পর্যন্ত গাছে ঝুলে আছে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 22, 2023, 10:00:26 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 22, 2023, 09:26:01 AM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
ধন্যবাদ ভাই। আপনাকেও পিৎজা দিবসের শুভেচ্ছা। বিটকয়েন ফোরামে থাকার কারনে সবাই তো এখন বিটকয়েনের সাথে পিৎজার কি সম্পর্ক তা জেনেই গেছেন। আপনারা কি জানেন পিৎজার উৎপত্তি কোন দেশে? ইতালি! হ্যা, ইতালির নেপলস শহরে এর উৎপত্তি হলেও মোটামোটি সারা পৃথিবীতেই এটা জনপ্রিয় হয়ে গেছে। আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?”  Cheesy

যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো  Grin
তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 22, 2023, 05:57:12 AM
Hotbit Crypto Exchange বন্ধ হতে চলেছে



Hotbit ক্রিপ্টো এক্সচেঞ্জ ২২ মে ২০২৩ থেকে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি তাদের এক অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে অ্যানাউন্সমেন্ট করেছে এবং পিন মেসেজ করে রেখেছে।
https://twitter.com/Hotbit_news/status/1660496999458963458?s=19
চাইলে আপনারা উপরে লিংকে প্রবেশ করে পুরো অ্যানাউন্সমেন্ট পড়ে আসতে পারেন। বিষয়টি এখানে লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে শত শত ক্রিপ্টো হোল্ডার ,ট্রেডার ও ইনভেস্টর রয়েছে যারা বিভিন্ন এক্সচেঞ্জে তাদের বিনিয়োগ করা ডলার, ক্রিপ্টোকারেন্সি জমা করে রাখে। যারা বিষয়টি জানেনা তারা অতি দ্রুত বিষয়টি সম্পর্কে অবগত হয়ে হটবিট থেকে তাদের জমা করা সকল ক্রিপ্টোকারেন্সি আগামী ২১ জুনের মধ্যেই উত্তোলন করে নেয়।
It's time to take a bow 🙇
For 5 years and 4 months, the Hotbit team has been proud to participate in a wonderful crypto show with 5 million users. However, it is with great regret that we have made the decision to stop all CEX operations from May 22, UTC 04:00. We kindly ask all users to withdraw their remaining assets before June 21, UTC 04:00.

For any questions, please contact us via hotbit.zendesk.com/hc/en-us/reque…

This decision is based on three reasons: please check this announcement link for more detalis hotbit.zendesk.com/hc/en-us/artic…

সংবাদটি আমাদের বাংলাদেশ ভিত্তিক অনলাইন ক্রিপ্টোকারেন্সি  নিউজ পোর্টাল কয়েন আলাপ ইতিমধ্যে সংবাদ প্রকাশিত করেছে।

https://cointelegraph.com/news/hotbit-exchange-halts-operations-urges-users-to-withdraw-funds

https://t.me/coinalapnews/278
member
Activity: 182
Merit: 10
May 22, 2023, 04:21:28 AM
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 12:16:43 AM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।

প্রথমবার কেউ যদি দুইটা পিজার দাম ২৭০ মিলিয়ন ডলার এটার কথা চিন্তা করে। আমার মনে হয়, সে নিশ্চিত হার্ট ফেল করবে।


হ্যাঁ, আপনি সঠিকভাবে বলছেন যে 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনাটি প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী প্রচারিত হয় কারণ এটি বিটকয়েনের ব্যবহারের একটি আদান-প্রদানের উদাহরণ ছিল এবং এটি দেখানোর মাধ্যমে প্রযুক্তিগত আর্থিক পদক্ষেপের জন্য একটি উদাহরণ স্থাপন করা হয়েছিল। এটি একটি অসাধারণ প্রতিষ্ঠানিক ও সামাজিক ইতিহাস যা বিটকয়েনের গুরুত্ব ও সংগ্রহশীলতার একটি উদাহরণ হিসাবে পরিচিত হয়েছে।

এই ইতিহাসিক ঘটনা কর্তৃপক্ষের দ্বারা "বিটকয়েন পিজ্জা দিবস" হিসাবে পালন করা হয়।

Laszlo Hanyecz একজন বিটকয়েন সমর্থক এবং প্রোগ্রামার ছিলেন, যার নাম 2010 সালের 22 মে তারিখে বিটকয়েনের ইতিহাসে একটি মাইলস্টোন প্রতিষ্ঠা হয়েছিল। সে দিন তিনি 10,000 বিটকয়েন দিয়ে দুটি বড় সাইজের পিজ্জা কিনেন, যা মূলত 41 ডলারের মান ছিল। এই ঘটনাটি হয়তো প্রথম বারের মতো আমাদের কাছে অস্থির মনে হতে পারে, কারণ তখন বিটকয়েনের মূল্য খুবই কম ছিল।

বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?


LDL
hero member
Activity: 742
Merit: 671
May 21, 2023, 07:49:03 PM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা


Pic collected from Google & Binance Discover.

আজ 22 মে , ইতিহাসে এই দিনটিকে ঘিরে অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু আজকের দিনে যারা বিটকয়েন ও বিটকয়েন ফোরামের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে।
তিনি তার গচ্ছিত 10000 বিটকয়েনের বিনিময়ে দুটি বড় সাইজের পিজ্জা অর্ডার করে যার ওই সময় মূল্য ছিল 41 ডলার। পাপাজন নামক একজন পিৎজা বিক্রেতা তার এই অর্ডার কনফার্ম করে এবং যেদিন কনফার্ম করে সেদিন তিনি পিজ্জা ডেলিভারি দিতে পারেনি বরং কয়েকদিন পরে তিনি পিজ্জা ডেলিভারি দিতে সক্ষম হন।
Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।
তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি যে দশ হাজার বিটকয়েন বিনিময়ে দুটি পিৎজা কিনেছিলেন বর্তমান সময়ে এসে তার খারাপ লাগে না। জবাবে তিনি বলেছিলেন আমার খারাপ লাগছে না বরং আমার কাছে এটা খুব গৌরবের মনে হচ্ছে কেননা বিটকয়েনের ভ্যালু তৈরি করতে গেলে এরকম পদক্ষেপ গ্রহণ করতেই হবে।
তাছাড়া তিনি যদি ওই সময়ে এরকম সাহসী পদক্ষেপ গ্রহণ না করতেন তাহলে আমরা বর্তমান সময়ে এসে বিটকয়েনের এত উচ্চতর ভ্যালু পেতাম না।
প্রতিবছর Laszlo Hanycez এর বিটকয়েন ও পিজ্জা কেনাবেচার ইতিহাসকে বিটকয়েন সমর্থকদের মনে করিয়ে দিতে ২২ মে বিটকয়েন সমর্থক গোষ্ঠী বিশ্বব্যাপী বিটকয়েন পিজ্জা দিবস পালন করে।
sr. member
Activity: 1386
Merit: 451
May 21, 2023, 05:40:46 PM


আলহামদুলিল্লাহ নিজে নিজে ট্রাই করে করে ফেলেছি বলব না , উপরের Crypto Library ও LDLভাইয়ের দেখানো রাস্তায় বিষয়টি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে।
প্রথমে ক্রোম ব্রাউজারের মাধ্যমে চেষ্টা করেছিলাম কিন্তু কোন এক্সটেনশন এড করা সিস্টেম আসে না পরে kiwi ব্রাউজার ডাউনলোড করে চেষ্টা করলাম এবং সফল হইলাম। তবে একটি বিষয় হলো প্রত্যেকবারই ক্ষেত্রেই ডেক্সটপ মুড অন করে রাখতে হবে তা না হলে code পেস্ট করার স্পেস ক্লিয়ার করা যায় না যেমনটি ফেস করেছিলেন LDL ভাই প্রথমে।
যাহোক এক দুইটা মেরিটের জন্য উপরের এই মেরিট কাউন্ট সিস্টেমটি ভালো লাগবে না তাই যারা একটু বেশি মেরিট পেয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি প্রযোজ্য। তাই যারা বেশি মেরিট পেয়েছে তাদের মেরিটের কাউন্ট সংখ্যার স্ক্রীনশট দিয়ে দিলাম আর কি।
Jump to: