Author

Topic: বাংলা (Bengali) - page 232. (Read 5725226 times)

sr. member
Activity: 1386
Merit: 451
May 19, 2023, 10:37:22 PM
গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি অনারশিপ ডাটা রিপোর্ট - ২০২৩ অনুযায়ী
২০২১ সালে এটা দেখে ভালো লাগলো যে, এই তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে ১২ নম্বরে। অন্যদিকে ২০২৩ সালে ১২ অবস্থানে থাকা বাংলাদেশ গিয়ে দাঁড়িয়েছে ১৭ তম অবস্থানে। এটা দেখেই বোঝা যায় যে, বিশ্বের অন্যান্য দেশগুলো কিপ্টোকারেন্সিতে নিজেদের অবস্থান বৃদ্ধি করছে আর বাংলাদেশ কিপ্টোকারেন্সিতে আরো নিচের দিকে পতিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের উচিত কিপ্টোকারেন্সিতে নিজেদের সজাগ-দৃষ্টি রাখা।
বাংলাদেশের কথা আপাতত বাদ দিয়ে দিন কেননা বাংলাদেশ কোনদিনও বিটকয়েন বৈধতা দেবে না। বাংলাদেশের ঐ রকম পরিস্থিতি নেই যে বিটকয়েনকে বৈধতা দিল আর আমরা বিটকয়েন এর সম্মানার্থে সুষ্ঠু ব্যবহার করলাম। বাংলাদেশ ও পাকিস্তান একই ধারার রাজনীতি রয়েছে। অথচ কিছুদিন হলো পাকিস্তানে ক্রিপ্টো কারেন্সি অবৈধ ঘোষণা করা হয়েছে। যতদূর জানা গেছে  অবৈধ ঘোষণার পর বেশ কয়েকজনকে পাকিস্তান পুলিশ গ্রেফতার পর্যন্ত করেছে। পাকিস্তান যদি বিটকয়েনকে লাগাম  টেনে না রাখতে পারে তাহলে বাংলাদেশ বিটকয়েনের লাগাম টেনে রাখতে পারবে?
তাছাড়া ছোট্ট একটু উদাহরণ দেই গতকালকে সালবদরে  একজন আইনের লোককে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীকে ধরার জন্য 5000 সালবদরিয়ান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ওই হত্যাকারীকে খুঁজে বের করতে। অথচ আমাদের দেশে যদি একজন হত্যা হয় তাহলে ওই হত্যাকারীকে আইনের প্রটেকশনে মুক্তি দেওয়া হয়।
আপনারা মিলিয়ে নিন সালবদরে বিটকয়েনকে বৈধতা দিয়ে তারা সালবধরকে একটি শক্তিশালী শান্তিপ্রিয় দেশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। আসলে ভাই বিটকয়েনের বৈধতা নির্ভর করবে দেশের জনগণের উপর ও রাজনৈতিক মহলের উপর। দেশের জনগণ ও রাজনৈতিক মহল যদি এর ব্যবহার সঠিক করতে পারে তাহলে কেবল বৈধতা দিলে সমস্যা হবে না আর যদি ব্যবহার সঠিকভাবে না করতে পারে তাহলে বৌধতা দিলে 2/4 মাস চলার পর কঠিনভাবে পাকিস্তানের মতো নিষিদ্ধ ঘোষণা করা হবে।
newbie
Activity: 8
Merit: 0
May 19, 2023, 08:55:49 PM

সেকেন্ডলাইভ থেকে ফ্রি ক্রিপ্টোকারেন্সি আয় করুন |
বাইন্যান্স ল্যাব, ক্রিপ্টো.কম এবং আরো অন্যান্য বিনিয়োগকারীদের পৃষ্ঠপোষকতায় সেকেন্ডলাইভ মেটাভার্সের শুরু হয়। বর্তমানে সেকেন্ডলাইভ মেটাভার্স এর প্রাথমিক পর্যায়েই আছে। যে কেউ চাইলেই ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি আয় করতে পারে সেকেন্ডলাইভ মেটাভার্স থেকে। একেবারে ফ্রি বললেও ভুল হবে। কারণ, এইখানে আপনার অর্জিত টোকেন স্টেকিং এর মাধ্যমে আপনি সেকেন্ডলাইভ ইকোসিস্টেম এর মূল টোকেন লাইভ টোকেন পাবেন। এই আর্টিকেলে আমরা সেকেন্ডলাইভ ওয়ার্ল্ড থেকে কিভাবে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি আয় করা যায় সেটা নিয়ে বিস্তারিত লিখবো। সেকেন্ডলাইভ মেটাভার্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পূর্বের আর্টিকেলটি পড়ে দেখতে পারেন- সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডের প্রাথমিক ধারণা

প্রথমেই আমরা জেনে নিব সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডের দুইটা টোকেন সম্পর্কে। সেকেন্ডলাইভ ওয়ার্ল্ড এর নিজস্ব দুইটা টোকেন রয়েছে- বিন টোকেন, লাইভ টোকেন।

বিন (BEAN) এবং লাইভ (LIVE) টোকেন
বিন টোকেন হল প্রাথমিক টোকেন যা সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডের ব্যবহারকারীদের দেওয়া হয়। সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডে বিভিন্ন কর্মকান্ড (নিচে বিস্তারিত বর্ণনা রয়েছে) সম্পন্ন করলে বিন টোকেন দেওয়া হয়। বিন টোকেন শুধু কাজে লাগে স্টেক্লিং করতে, এছাড়া এর অন্য কোন ব্যবহার আর নেই। এই বিন টোকেন স্টেকিং করলেই পাওয়া যায় সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডের মুল টোকেন লাইভ টোকেন। ব্যাপারটা শুনতে কঠিন মনে হলেও খুবই সহজ আসলে। আর্টিকেলের শেষের অংশে এর বিস্তারিত বর্ণনা পাবেন।

কিভাবে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি আয় করবেন
সেকেন্ডলাইভ ওয়ার্ল্ড থেকে কিভাবে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি আয় করবেন সেটা বুঝতে হলে আপনাকে এর সকল ধাপ গুলো জানতে হবে এবং সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডে নিয়মিত ১০-১৫ মিনিট সময় প্রতিদিন ব্যয় করতে হবে। এই সময়ে আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বিন টোকেন আয় করতে পারবেন। তবে, যদি আপনি কিছু টাকা খরচ করেন তাহলে আপনার বিন টোকেন এর পরিমাণ বৃদ্ধি করা খুবই সহজ।

সেকেন্ডলাইভ বাউন্টি
সেকেন্ডলাইভের আর্নিং অপশনে গেলে আপনি খুজে পাবেন বিভিন্ন বাউন্টি যেগুলো থেকে আপনি খুব সহজেই বিন টোকেন আয় করতে পারবেন। প্রথমত, আপনার টুইটার, ডিস্কর্ড, টেলিগ্রাম ইত্যাদি সংযোগ করলে আপনি কিছু টোকেন পাবেন। এইটার জন্য আপনাকে একবার রিওয়ার্ড দেয়া হবে। আপনি বাউন্টিতে গেলে এইরকম আরো অনেক অপশন পাবেন যেখান থেকে প্রতিদিন আপনি বিন টোকেন সংগ্রহ করতে পারবেন। আপনার কাছে যদি বাইন্যান্সের BAB NFT থাকে, তাহলে অবশ্যই আপনার যে ওয়ালেটে উক্ত এন.এফ.টি আছে, সেটাই সেকেন্ডলাইভ ওয়ার্ল্ডে কানেক্ট করবেন। তাহলে আপনি কিছু এক্সট্রা বোনাস পাবেন।

বিটকয়েনটক বাউন্টি
সেকেন্ডলাইভের ওয়েবসাইটে থাকা বাউন্টি ছাড়াও, বিটকয়েনটক ফোরামে রয়েছে বিন টোকেন বাউন্টি যেখান থেকে আপনি আয় করতে পারবেন অনেক বিন টোকেন। এইখানে কাজগুলোও সহজ। ফেসবুকে লাইক শেয়ার, টুইটারে লাইক রিটুইট, টেলিগ্রামে জয়েন করা, রেডিটে আপভোট ইত্যাদির মাধ্যমে খুব সহজেই আয় করতে পারেন বিন টোকেন। প্রথমেই আপনাকে পুরো টপিক পড়ে বুঝতে হবে আপনাকে কি কি কাজ করতে হবে, আপনি কাজগুলো কিভাবে জমা দেবেন এবং কিভাবে আপনার রিওয়ার্ড আপনি সংগ্রহ করবেন। বিস্তারিত- https://bitcointalksearch.org/topic/bounty-stage-2-second-live-open-for-everyone-stage-1-distributed-5446956
আরো ভালো করে জানতে এখানে ক্লিক করুন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 19, 2023, 02:13:13 PM

বাজারে একাধিক ডিসেন্ট্রালাইজড ওয়ালেট বিদ্যমান।তার মধ্যে কিছু জনপ্রিয় ওয়ালেটের নাম নিচে দেওয়া হলোঃ


প্রথমত আপনার সরবরাহকৃত ওয়ালেট লিস্টের বাহিরেও বর্তমানে মার্কেটে অনেক ভালো ওয়ালেট রয়েছে এবং সেগুলো মেটামাস্ক কিংবা পুরাতন ওয়ালেট থেকেও অনেক ভালো। এটি বলার কারণ হলো MEV Bot এটাক। যারা জানেন নাহ, তাদের জন্য সহজে MEV BOT কি সেটি বলে নেই এবং মেটামাস্কের চেয়ে ভালো ওয়ালেটটির নাম বলবো।

MEV BOT কি?
-> MEV এর পূর্ণরূপ হলো Maximal Extractable Value কিংবা Miner Extractable Value এবং এটির ব্যবহারের/কাজের বিভিন্ন প্রকার/ধরণ রয়েছে। যার মধ্যে একটি হলো Sandwich Attack, যেটিতে MEV BOT কোনো টোকেনের আপনার ক্রয়ের আগেই ক্রয় করে মূল্য বৃদ্ধি করায় এবং আপনি ক্রয়ের সাথে সাথে বিক্রয় করে দিয়ে লাভ করে থাকে। এমন ধরনের অনেক ঘটনা নিত্যদিন ঘটতেছে, বিশেষ করে নতুন টোকেনগুলোর ক্ষেত্রে কিংবা যখন কোনো টোকেনের হাইপ তৈরি হয়। MEV BOT এর আরো বিস্তারিত আলোচনা রয়েছে, তবে এইটুকুই যথেষ্ট আজকের বিষয়রে জন্য।

যখন MEV BOT এর প্রসঙ্গ চলেই এসেছে, তখন আপনাদেরকে বলবো যে, যারা মেটামাস্ক ব্যবহার করতেছেন তারা flashbot এর RPC ব্যবহার করুন। এটি আপনাকে কিছুটা সুরক্ষিত রাখবে।

মেটামাস্ক ব্যবহার করলে কিন্তু আপনি জানতে পারেন নাহ যে, ট্রান্সজেকশনটি কি করতে যাচ্ছে কিংবা আপনার slippage এর কারণে কত টোকেন পেতে যাচ্ছেন। এখন আসি, মেটামাস্কের চেয়ে ভালো একটি ওয়ালেটের কথা নিয়ে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Rabby Wallet এবং এর প্রধান কারণ হলো আপনার ট্রান্সজেকশনটি কি করতে যাচ্ছে সেটি Rabby Wallet আপনাকে দেখাবে। যেমন: আপনি টোকেন সোয়াপ করবেন এবং বেশি slippage এর জন্য আপনি জানতেই পারবেন নাহ যে, আপনি কত টোকেন পেতে যাচ্ছেন। কিন্তু Rabby Wallet আপনাকে ট্রান্সজেকশন কনফার্ম করার আগেই দেখাবে যে, আপনি কত টোকেন পেতে যাচ্ছেন কিংবা কত টোকেন আপনার ওয়ালেট থেকে যাবে। এটি যদিও সরাসরি আপনাকে MEV BOT এর এটাক থেকে রক্ষা করবে নাহ, কিংবা আপনাকে ধারণা দেবে যে, ট্রান্সজেকশনটি MEV BOT এর Sandwich Attack এর সম্মুখীন হতে যাচ্ছে নাকি।


মেটামাস্ক(MetaMask): হল একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যা Ethereum ব্লকচেইনের একটি ওয়ালেট।

শুধুমাত্র ইথিরিয়াম ব্লকচেইনের জন্য নাহ, বরং EVM Chain এর জন্যও। যারা EVM Chain কি জানেন নাহ। তাদের জন্য বলবো যে, আমার লেখা এই ব্লগটি পড়তে পারেন: https://mirror.xyz/bitbytecrypto.eth/CFYBbghwQ7gl4rBjyoTWFxSbHKtlQ9O0xTwADk9Mj5M

সহজে বললে, EVM Chain এর পূর্ণরূপ হলো Ethereum Virtual Machine এবং এটি ব্যবহার করে যে কেউ চাইলে নতুন consensus ব্যবহার করে একটি নতুন ব্লকচেইন তৈরি করতে পারবে এবং সেটির ব্লক কনফার্মের নিজস্ব একটি পদ্ধতি থাকবে। আমরা যে BSC, Polygon, Arbitrum চেইনগুলো ব্যবহার করি, সেগুলো মূলত EVM Chain.
sr. member
Activity: 1008
Merit: 366
May 19, 2023, 01:11:05 PM
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।

বরাবরই ইলেক্ট্রাম ওয়ালেট সবচেয়ে ভালো। এখানে আপনি নিজের ইচ্ছামত ফি সিলেক্ট করতে পারবেন, এছাড়া RBF বা রিপ্লেস বাই ফি এর মাধ্যমে  আপনার  আটকে থাকা ট্রানজেকশনগুলো পুনরায় ফি চেঞ্জ করে বাড়িয়ে বা কমিয়ে ট্রানজেকশন কমপ্লিট করতে পারবেন।

এ নিয়ে Little Mouse  ভাই অনেক আগেই পোস্ট করেছে, এবং খুব সুন্দর করে বিষয়টি বুঝিয়ে দিয়েছে। CPFP বা চাইল্ড পে ফর প্যারেন্ট সিস্টেমটির সুবিধা ও আপনি পাবেন।  যে ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি ট্রানজেকশন করতে হবে আগে ট্রানজেকশন থেকে বেশি ফি তে।  এ সকল সুবিধা এবং পারফেক্ট সিকিউরিটি আপনি এই ওয়ালেটে পাচ্ছেন।  এ নিয়ে অনেক পোস্ট আছে, আজকে আট ঘন্টা জার্নি করে খুব টায়ার্ড বলে পুরোপুরি সাহায্য করতে পারলাম না।  আপনি ফোরামে একটু ঘাটাঘাটি করলেই এ বিষয়ে অনেক পোস্ট পেয়ে যাবেন।  বুঝতে  অসুবিধা হলে অবশ্যই লোকাল কমিউনিটিতে আবার জানাইতে পারেন।  সে ক্ষেত্রে সকলেই সাহায্য করবে  ইনশাআল্লাহ।

আর ট্রাস্ট ওয়ালেটের সিকিউরিটি ব্যবস্থা খুবই বাজে। দুইবার আমি হ্যাকিং এর শিকার হয়েছি।  এরপর থেকে স্মার্টফোনে সেফ পাল ওয়ালেটটি ব্যবহার করছি।  কিন্তু বিটকয়েনের জন্য আমি আলাদাভাবে ইলেক্ট্রাম ওয়ালেট টাই ব্যবহার করি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 19, 2023, 11:11:35 AM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 19, 2023, 08:44:56 AM
বিটকয়েনের দাম ভবিষ্যতে দাম বাড়বে না কমবে কেউ সঠিক ভাবে বলতে পারবে না। যা বলা অসম্ভব কিন্তু আজকে Finbold.com একটি নিউজ দেখতে পেলাম। বিটকয়েন এ বছরে কত হবে ChatGPT কে জিজ্ঞেস করেছিলেন ChatGPT বলেছেন ২০২৩ সালে বিটকয়েন $৩৫০৮৫ হবে বলেছেন। ২০২৩ সাল থেকে ২০৩৪ সাল পর্যন্ত বিটকয়েনে কোন বছরে কত হবে একটা চার্ট তৈরি করা হয়েছে।



বিটকয়েন নিয়ে অনেকেই অনেক ভবিষ্যতবানী করেছেন। বালাজী শ্রীনিবাসন তিনি বলেছিলেন আগামী ৯০ দিনের ভিতরে ১ বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে। অলরেডি ৬০ দিন পারি হয়ে গেছে আদো বিটকয়েন $৩৫k উপরে দেখতে পেলাম না। তার ভবিষ্যৎ বাণীর আর মাত্র ৩০ দিন বাকী আছে। সত্যি এতি অসম্ভব ৩০ দিনের ভিতরে ১ মিলিয়ন ডলার হবে।

সর্বশেষে বিটকয়েনের দাম কত হবে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারবেনা যা একেবারেই অসম্ভব। তবুও অনেক বিশেষজ্ঞ আছেন যারা আনুমানিক ভাবি ভবিষ্যৎবাণী করে থাকে। বালাজী শ্রীনিবাসন এই ভদ্রলোকের ভবিষ্যৎবাণী এটিই থেকেই বোঝা যায়। বিটকয়েনের সঠিক ভবিষ্যৎ বাণী কেউই করতে পারবে না।
sr. member
Activity: 1386
Merit: 451
May 19, 2023, 08:25:09 AM

[size=08pt]মেটামাস্ক (MetaMask)
ট্রাস্ট ওয়ালেট (Trust Wallet)
মাই-ইথার ওয়ালেট (MyEtherWallet)
এটমিক ওয়ালেট (Atomic Wallet)
এক্সোডাস ওয়ালেট (Exodus Wallet)
লেজার লাইভ৷ (Ledger Live)
ট্রেজর ওয়ালেট (Trezor Wallet)
এজ ওয়ালেট (Edge Wallet)
ইলেকট্রাম ওয়ালেট (Electrum Wallet)
ইনজিন ওয়ালেট (Enjin Wallet)
[/size]


"ট্রাস্ট ওয়ালেট"(Trust wallet) একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এপ্লিকেশন যা ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি স্টোর করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা ব্লকচেইন ব্যবহার করে দ্রুত ও স্বচ্ছ লেনদেন সম্পন্ন করে। ট্রাস্ট ওয়ালেট এপ্লিকেশন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি সমর্থন করে, যেমন Bitcoin, Ethereum, Ripple ইত্যাদি।
এই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ব্লকচেইন লেনদেন সম্পন্ন করতে একটি নিরাপদ ও সুরক্ষিত প্রযুক্তি সরবরাহ করে।


"মাই-ইথার ওয়ালেট" হল একটি ইথেরিয়াম ওয়ালেট এপ্লিকেশন, যা আপনাকে আপনার ইথেরিয়াম সম্পদ সংরক্ষণ করতে সাহায্য করে। এটি একটি ডিসট্রিবিউটেড ওয়ালেট এবং আপনি একটি প্রাইভেট কী ব্যবহার করে আপনার ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করতে পারেন।

আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।



@NicNacCoin

আরে ভাই ধৈর্য ধরুন এবং ফোরামে আপনার মূল্যবান মতামত ইনফরমেশন দিয়ে আমাদের সহযোগিতা ও সেবা করুন। দেখবেন আপনি ফুল মেম্বার নয় ভবিষ্যতে আরও বড় রেংক এর মেম্বার হতে পারবেন। তবে অনন্য সিনিয়র পারসোনেরা আপনাকে যে সাজেশন দিয়েছে সে সাজেশন অনুযায়ী কাজ করুন দেখবেন আপনি দু-একদিনের মধ্যেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন।
আমি আপাতত আপনাকে একটি মেরিট দিয়ে সহযোগিতা করছি।
member
Activity: 184
Merit: 65
May 19, 2023, 07:27:11 AM


বাজারে একাধিক ডিসেন্ট্রালাইজড ওয়ালেট বিদ্যমান।তার মধ্যে কিছু জনপ্রিয় ওয়ালেটের নাম নিচে দেওয়া হলোঃ

মেটামাস্ক (MetaMask)
ট্রাস্ট ওয়ালেট (Trust Wallet)
মাই-ইথার ওয়ালেট (MyEtherWallet)
এটমিক ওয়ালেট (Atomic Wallet)
এক্সোডাস ওয়ালেট (Exodus Wallet)
লেজার লাইভ৷ (Ledger Live)
ট্রেজর ওয়ালেট (Trezor Wallet)
এজ ওয়ালেট (Edge Wallet)
ইলেকট্রাম ওয়ালেট (Electrum Wallet)
ইনজিন ওয়ালেট (Enjin Wallet)


মেটামাস্ক(MetaMask): হল একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যা Ethereum ব্লকচেইনের একটি ওয়ালেট। এটি ওয়ালেট হিসাবে কাজ করে এবং এটি সহজে একটি ব্রাউজার এক্সটেনশন হিসাবে ব্যবহারযোগ্য। MetaMask ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ইথেরিয়াম টোকেন এবং ভিন্ন ধরনের ERC-20 টোকেনস সংরক্ষণ করতে পারে। এছাড়াও, এটি ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশনগুলি ব্যবহার করতে পারে যা Ethereum ব্লকচেইনে ভিত্তি করে কাজ করে। এটি ব্যবহারকারীদের পারস্পরিক লেনদেন করতে সহায়তা করে এবং ব্লকচেইন ট্রানজেকশনসমূহ স্বচ্ছতার সাথে সম্পন্ন করে।

"ট্রাস্ট ওয়ালেট"(Trust wallet) একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এপ্লিকেশন যা ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি স্টোর করার জন্য ব্যবহৃত হয়। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা ব্লকচেইন ব্যবহার করে দ্রুত ও স্বচ্ছ লেনদেন সম্পন্ন করে। ট্রাস্ট ওয়ালেট এপ্লিকেশন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি সমর্থন করে, যেমন Bitcoin, Ethereum, Ripple ইত্যাদি।
এই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের ব্লকচেইন লেনদেন সম্পন্ন করতে একটি নিরাপদ ও সুরক্ষিত প্রযুক্তি সরবরাহ করে।


"মাই-ইথার ওয়ালেট" হল একটি ইথেরিয়াম ওয়ালেট এপ্লিকেশন, যা আপনাকে আপনার ইথেরিয়াম সম্পদ সংরক্ষণ করতে সাহায্য করে। এটি একটি ডিসট্রিবিউটেড ওয়ালেট এবং আপনি একটি প্রাইভেট কী ব্যবহার করে আপনার ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করতে পারেন।




LDL
hero member
Activity: 742
Merit: 671
May 19, 2023, 05:20:20 AM

[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank...

এখানে আমার সময় আমি কাউন্ট ডাউন পোষ্ট করেছিলাম আর একটা কি ২ টা মেরিট পেয়েছিলাম যা খুবই ডিসএপয়েন্টেড ব্যাপার  Undecided
ওখানে কাউন্ট ডাউন দিলে @Ratimov এসে কাউন্ট ডাউন থেকে অনেক মেম্বারকে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে কয়েকটি মেরিট শর্ট থাকে সেগুলো সে দিয়ে থাকে। তাছাড়া ওখানে কাউন্টডাউন দিলে ওই পোস্টে মেরিট দেয়া রুলসের মধ্যে নেই। ওখানে কাউন্ট ডাউন দিলে গ্লোবাল থেকে বড় বড় মেম্বার এসে প্রোফাইল গেটে ভালো পোস্টে মেরিট দিয়ে থাকে। তবে আমাদের কমিউনিটি থেকে লিটল মাউস ভাই ও শাসান ভাই অবশ্যই আমাদেরকে হেল্প করবেন।
@Dimitri94 আপনি লিটন মাউস ভাইয়ের সাথে পার্সোনাল মেসেজের মাধ্যমে আপনার বিষয়টি শেয়ার করতে পারেন।
তবে @Learn Bitcoin ভাই উপরের মেরিট চাওয়া নিয়ে সঠিক কথা বলেছেন। সবাই যদি এরকম মেরিট চাওয়া নিয়ে মেনশন করে পোস্ট দেই তাহলে বিষয়টি গ্লোবালের সিনিয়র ইউজাররা ভালো চোখে নেবেন না। তাছাড়া আমাদের নতুন মডারেটর সাহেব বিষয়টিকে একপ্রকার বেগিং হিসাবে দেখতে পারেন অথবা ভাবতে পারে। তাই যারা এরকম সিচুয়েশনে করবে তারা যদি @Little Mouse ভাই ও Shasan ভাইয়ের সাথে পার্সোনালি শেয়ার করে তাহলে তো ভালোই হবে।।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 19, 2023, 05:11:19 AM
ভাই আপনার লেখার ধরন দেখেই বোঝা যায় যে আপনার জ্ঞানের গভিরতা অনেক বেশি। তবে ভাই আমরা অনেকেই আছি এখানে যাদের অনেক বিষয়ে খুব ভাল জ্ঞান নেই। আপনি এবং আরও কয়েকজন সিনিয়র ভাই আছেন যারা চেস্টা করলে আমাদের  জ্ঞানের মাত্রা উপরের লেভেলে নিয়ে যেতে পারেন। আমি আশা করব জটিল যে বিষয়গুলো আছে তা যদি বিগিনারদের মত করে আমাদের মাঝে উপস্থাপন করেন তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। সর্বপরী আপনাদের বাংলা কমিউনিটি আরও সমৃদ্ধ হবে।

ভাই কি বলেন? এসব ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। আমি এসব ব্যাপারে কিছু না বুঝলে লিটল মাউস ভাইকে প্রশ্ন করি। লেজার একটা পপুলার হার্ডওয়্যার ওয়ালেট। যারা ব্যাবহার করে তারা তো খোজ রাখেই, যারা ব্যাবহার করে না তাদের ও এসব জেনে রাখা ভালো মনে হয়। এটা টেকনিক্যাল কিছু না। শুধুমাত্র জানা আর না জানার ব্যাপার।

ফোরাম কমিউনিটি ভাইদের মনোযোগ আকর্ষন করার চেস্টা করছি।
প্রথমেই বলি আমার কাছে যা মেরিট ছিলো আমি তা শেয়ার করেছি। আপনার এই পোষ্ট নিয়ে একটু বলতে চাই। আমি জানি আপনার সিচুয়েশন টা কি। এখানে আমিও একসময় ছিলাম। একই কাজ আমরা অনেকেই হয়তো করেছি। কিন্তু আমার সাজেশন থাকবে পরবর্তীতে কেউ জেনো এরকম পোষ্ট না করে। আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি হয়তো আমাকে দেখে করেছেন, আমি হয়তো আরেকজনকে দেখে করেছি। তবে এসব পোষ্ট কে গ্লোবাল মেম্বার রা মেরিট বেগিং বলে বিবেচনা করে থাকে। একই সাথে আপনাদের অন্য একটা কথা বলে রাখি, যখনই কেউ পরের রেংক এর কাছে চলে যাবেন, দয়া করে লিটল মাউস ভাইকে বা সাশান ভাই কে পি এম করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করবো। লিটল মাউস ভাই আপনাদের ভালো পোষ্ট গুলো মেরিট সোর্স এর কাছে সাবমিট করবেন। এটা নিয়ে ওনার সাথে একটু আলাপ হয়েছে। এসব ব্যাপার পাবলিকলি শেয়ার করা উচিৎ না। কিন্তু পোষ্ট করতে বাধ্য হলাম কারণ এরকম পোষ্ট আস্তে আস্তে একটা কালচারে পরিনত হয়ে যাবে। যেটা আমাদের জন্য ভালো হবে না।

তবে আমি আপনাকে একটি থ্রেডে কাউন্ট ডাউন দেওয়ার জন্য অনুরোধ করব ,সেখানে যদি আপনি কাউন্টডাউন দেন তাহলে আজকের দিনের মধ্যেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank...
এখানে আমার সময় আমি কাউন্ট ডাউন পোষ্ট করেছিলাম আর একটা কি ২ টা মেরিট পেয়েছিলাম যা খুবই ডিসএপয়েন্টেড ব্যাপার  Undecided
যাই হোক, এটা ফোরামে আমার ৩০০ তম পোষ্ট!
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 19, 2023, 04:55:08 AM
কাট~

সত্যিই ভাই আমরা যখন কোন কাজ করি, প্রায় সফলতার দুয়ারে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে মনের ভিতর ছটফট করতে থাকে। কখন যে সফলতা পেয়ে যাব সেই চিন্তায় কোন কিছু করতে মনে চায় না। আপনার প্রতি দোয়া রইল অতি শীঘ্রই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। আমাদের লোকাল কমিউনিটির সুনাম বয়ে আনবেন। আমাদের লোকাল কমিউনিটিতে আরো একজন উচ্চ রেংকের মেম্বার পেয়ে যাব।
আমি সবে মাত্র বিটকয়েন ফরমে এসেছি আমার খুব একটা মেরিট আর্ন করা হয় নি। আপনাকে আর বেশি করে মেরিট দিয়া সাহায্য করতে পারতাম। ভাই কথায় বলে "দশের লাঠি একের বোঝা "আমাদের লোকাল কমিউনিটির সকল সদস্যই আশা করি আপনাকে সাহায্য করবে। আপনার আর খুব একটা মেরিটের প্রয়োজন নেই আর অল্প কয়েকটা মেরিট হয়ে গেলে ফুল মেম্বার হয়ে যাবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 19, 2023, 04:19:44 AM
কেটে ফেলা হয়েছে।।।।
এই মুহূর্তে আমি আপনার মনের ভিতরের অস্থিরতা বুঝতে পারছি, শুধু আপনার ক্ষেত্রে নয় এরকম পজিশনে আসলে অনেকের ক্ষেত্রেই মনের ভিতর অস্থিরতা কাজ করে কখন আমার পরিবর্তন হবে এবং কাঙ্খিত মেরিট গুলো পেয়ে যাব। আমার কাছে খুব একটা বেশি মেরিট নেই তবু আমি এর থেকে আপনাকে কিছু মেরিট দিয়ে দিলাম। কিছু মেরিট আমি সামনের দিনগুলোর জন্য রেখে দিচ্ছি। আমি ইনশাআল্লাহ সিনিয়র মেম্বার হলে সেদিন আমার কমিউনিটির সদস্যদের মাঝে কিছু মেরিট দিয়ে দিব।
তবে আমি আপনাকে একটি থ্রেডে কাউন্ট ডাউন দেওয়ার জন্য অনুরোধ করব ,সেখানে যদি আপনি কাউন্টডাউন দেন তাহলে আজকের দিনের মধ্যেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

[v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank...
full member
Activity: 770
Merit: 184
May 18, 2023, 10:33:53 PM
ফোরাম কমিউনিটি ভাইদের মনোযোগ আকর্ষন করার চেস্টা করছি। আমাদের এই লোকাল বোর্ডটি আগের চেয়ে অনেক ভাল একটি অবস্থানে গিয়েছে এবং বভিষ্যতে তা আরও সমৃদ্ধি অর্জন করবে। এখানে বর্তমানে ব্যবহার কারীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আশা করি আমরা আমাদের সেই কাঙ্খিত লক্ষ্য বাংলা লোকাল বোর্ড কে একটি মর্যাদা পুর্ণ জায়গায় নিয়ে যেতে সক্ষম হব।

প্রিয় ভাইয়েরা আমি আমার ব্যেক্তিগত কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ে ফোরামে আমার একটি র‌্যাংক পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। কিন্তু কিছু মেরিট কম থাকায় আমার সেই কাঙ্খিত স্বপ্ন পুরনে কিছুটা সময় লাগছে। এই পজিশনে যারা ছিলেন তারা প্রত্যেকেই হয়তো জানেন এই সময়টিতে কতটা মনের মধ্যে পাওয়ার একটি আকাঙ্খা সৃস্টি হয়ে থাকে। আমি আমার পরবর্তি র‌্যাংকে পৌছানোর জন্য 76 শতাংশ মেরিট সম্পুর্ণ করেছি। কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই আমার মনের ভেতরে র‌্যাংক এচিব করার অস্থিরতা কাজ করছে। তাই আমার আকুল আবেদন যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আমার সেই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে যেতে সক্ষম হব। আমি এই পোস্ট এবং বিগত দিনে আমার কিছু পোস্টের বিপরীতে আপনাদের সমর্থন চাইছি। যদি আপনারা আমাকে এই পোস্ট গুলোর উপর বিবেচনা করে আমাকে পরবর্তি র‌্যাংক এচিব করার জন্য সমর্থন করেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকব।
বাংলা ফোরামে আমি সিনিয়র সকল ভাইদের প্রতি আহবান জানাচ্ছি যারা ফোরামে একটিভলি কাজ করছেন।
@Little Mouse
@shasan
@Crypto Library
@LDL
@NicNacCoin
@tjtonmoy
@Learn Bitcoin
@Bitcoin_people
@Review Master
@Rana590
@Popkon6
@Negotiation
@Mr.corol


এখানে কিছু নতুন ভাইয়েরা আছেন যারা খুবই একটিভ এবং যথেস্ট মেধা সম্পন্ন। আমি মনে করি তারাও খুব স্বল্প সময়ে ফেরামে তাদের র‌্যাংক এচিব করতে সক্ষম হবেন।
@roksana.hee
@Suzume
@Bd officer


সর্বপরী আমার উল্লেখিত ইউজ্যারদের বাইরেও অনেকেই আছেন যাদের নাম আমি উল্লেখ করতে পারিনি। সবার প্রতি রইল আমার বিশেষ আবেদন।
আমি আমার কিছু পোস্ট লিংক এখানে তুলে ধরলাম।

https://bitcointalksearch.org/topic/m.61962925

https://bitcointalksearch.org/topic/m.62192729

https://bitcointalksearch.org/topic/m.62198711

https://bitcointalksearch.org/topic/m.62241143

https://bitcointalksearch.org/topic/m.62262055

https://bitcointalksearch.org/topic/m.62252280
newbie
Activity: 8
Merit: 0
May 18, 2023, 07:54:29 PM
আমি অনেক দিন ধরে একটা বিষয়ে খুব খেয়াল রাখতেছি আসলে অনেক দিন ধরে আমাদের বাংলাদেশ থ্রেড এ আগের মতো আর এখন পোস্ট দেখা যায় না আর যে কয়টা দেখা যায় প্রায় সবটি কপি করা মানে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে এসে প্রস্ট করা আর আমিও কিন্তু এইরকম প্রস্ট করি আসেন আমরা সবাই মিলে একটু সময় দিয়ে ঠিক আগের মতো পোস্ট করি আপনারা বড় ভাই আপনারা পোস্ট না করলে আমার শিখবো কিভাবে আর আমি জানি সবার কাজ থাকে তবে একটু সময় করে বেশি না প্রতিদিন একটা করেও পোস্ট করলে আমাদের বিষয়টা নিয়ে একটু ধারনা হয় আমি বলতে চাই আপনারা যারা বড় ভাই আছেন তারা একটু আমাদের কে সব বিষয়ে জানাবেন তাহলে আমাদের অনেক সুবিধা হয় |
full member
Activity: 770
Merit: 184
May 18, 2023, 01:33:01 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 18, 2023, 10:36:10 AM
আমাদের বাংলাদেশ থ্রেড এ লেজার ন্যানো এক্স ইউজার আছেন নাকি? লেজার কি আপডেট নিয়ে আসছে এ ব্যাপারে সবাই জানেন আশা করি। এটা বর্তমানে একটা হট টপিক হয়ে দাড়িয়েছে। অনেকে তো লেজার বয়কট করা শুরু করে দিয়েছে। যেখানে আপনি একটা হার্ডওয়্যার ওয়ালেট কিনতেছেন নিজের সেফটির জন্য এবং সেটা আপনার নিজের কাষ্টডিতে থাকবে, সেখানে লেজার তাদের নতুন এমন একটা সার্ভিস নিয়ে আসতেছে যেখানে লেজার ইউজার রা তাদের সিক্রেট সিড ভুলে গেলেও আবার রিকোভার করতে পারবে যদি তারা এই সার্ভিস টা গ্রহন করে। এর জন্য তাদের ইউজার দের মাসে $9.99 ব্যায় করতে হবে। এখন আসল ব্যাপার হলো, তারা আরো দুইটা কাস্টডি কোম্পনীর সাথে কোলাব করতেছে যাদের নাম হলো কয়েনকভার এবং এসক্রোটেক। একজন ইউজারের সিক্রেট সিড ৩ ভাগে ভাগে ভাগ করে একটা লেজার নিজে রাখবে, বাকি দুইটা দুই কোম্পানীর কাছে থাকবে। আপাতত লেজার ন্যানো এক্স ইউজারদের এই সারভিস অফার করবে।

এখন ব্যাপার হলো, যে কোম্পানী থার্ড পার্টির কাছে সিড জমা রাখতে চাচ্ছে, তারা কিভাবে তাদের ওপর ভরসা করতে পারছে? তার চাইতে বড় প্রশ্ন হলো, লেজারের ইউজার রা এবার লেজার কে বিশ্বাস করবে তো?

এই রিলেটেড থ্রেড আছে ফোরামে, চাইলে দেখে আসতে পারেন

Ledger Recovery - Send your (encrypted) recovery phrase to 3rd parties entities
@theymos - Time to update the current Ledger situaion @ Important Announcements?

Reddit থ্রেড

https://old.reddit.com/r/Bitcoin/comments/13iyous/do_not_update_your_ledger_and_consider_moving_to/
newbie
Activity: 8
Merit: 0
May 18, 2023, 03:53:25 AM
নিউজবিটকয়েন থেকে বেশী দৈনিক লেনদেনের রেকর্ড গড়ল ডোজকয়েন

এই সপ্তাহে ডোজকয়েনের দৈনিক লেনদেনের পরিমাণ নতুন রেকর্ড করেছে। দৈনিক প্রতিদিন লেনদেন এর পরিমাণ ছাপিয়ে গিয়েছে বিটকয়েন এবং লাইটকয়েনের লেনদেনের পরিমাণকে।

সম্প্রতি, ডোজকয়েন ব্লকচেইনে টোকেন তৈরী করার সুবিধা চালু করা হলে ডোজকয়েনের লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩০ গুণ থেকেও বেশী। বর্তমানে, যে কেউ চাইলেই ইথেরিয়াম কিংবা বাইন্যান্স ব্লকচেইনের মত, ডোজকয়েন ব্লকচেইনেও টোকেন তৈরী করতে পারবে। খুব সাম্প্রতিক একটা আপগ্রেডে ডোজকয়েনে এই সুবিধা দেয়া হচ্ছে। ডোজকয়েন ব্লকচেইনে নির্মিত টোকেনগুলোর নাম হবে DRC20 টোকেন, যা বিটকয়েন ব্লকচেইনে নির্মিত হলে বলা হয় BRC20 টোকেন।

বিটইনফোচার্ট এর তথ্যমতে, গত রবিবার, ডোজকয়েন ব্লকচেইনে ৬৪৫০০০ এর বেশী লেনদেন সম্পন্ন হয় যা ডোজকয়েন ব্লকচেইনের ইতিহাসে সর্বোচ্চ, যা বিটকয়েন কিংবা লাইটকয়েন ব্লকচেইনে সম্পন্ন হওয়া লেনদেনের মধ্যেও এক দিনের সর্বোচ্চ। উল্লেখ্য, এরপরেই, বুধবার থেকে অবশ্য লেনদেনের পরিমাণ স্বাভাবিক মাত্রায় নেমে এসেছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 17, 2023, 09:58:51 PM
ব্লকচেইন ও ক্রিপ্টো নিয়ে লেখা সেরা ৫টি বই
আমাদের কোন বিষয়ের উপর জ্ঞান না থাকলে সে বিষয়ে জ্ঞান অর্জন করার চমৎকার মাধ্যম হলো বই। এই বইয়ের কোন তুলনা নেই আমরা এই বই পড়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হই। কিপ্টো ও  ব্লকচেইন নিয়ে ৫ বই সম্পর্কে জানব যা আমাদের কিপ্টো ও ব্লকচেইন সম্পর্কে জানতে সাহায্য করবে। বইগুলো এখনও আমাদের বাংলা ভাষায় তৈরি করা হয়নি। পাঁচটি বই ইংরেজি ভাষায়  লেখা হয়েছে।

১. The Basics of Bitcoins and Blockchains (Antony Lewis)
২.  Bitcoin: Programming the Open Blockchain, 2nd Edition( Andreas M. Antonopoulo)
৩. Blockchain Basics: A Non-Technical Introduction in 25 Steps (Daniel Drescher)
৪. Bitcoin Billionaires (Ben Mezrich)
৫. The Truth Machine: The Blockchain and the Future of Everything by Michael Casey and Paul Vigna)
বিস্তারিত কয়েন আলাপ
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 17, 2023, 09:44:14 PM
সুখে থাকতে ভূতে কিলায়

~snip~

ঠিক বলেছেন,  আসলে সে নিজেকে অনেক বেশি চালাক মনে করেছিলো এবং ভেবেছিলো তাকে কেউ ধরতে পারবেনা কিন্ত তার স্ক্যাম এর কারনে ধরা পরে গেছে, সে ধারাবাহিক ভাবেই দুইটা ক্যম্পেইনের পেমেন্ট গ্রহন করছিলো যা অনেক বড় একটি অপরাধ, সে যদি ভুল বসতো এগুলা করে থাকতো তাহলে অনেকেই তাকে ক্ষমা করার পক্ষে বা আরেকটা সুজগ হয়লো দিত কিন্তু সে ইচ্ছাক্রিত ভাবেই ধোকা দিয়েছে @Royse777 এবং @Hhampuz দুইজন ক্যাম্পেইন ম্যানেজারকে । এবং পেমেন্ট গ্রহন ও করেছে।  এটা আসলে কোনো ভাবেই গ্রহন যোগ্য কাজ নয়।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 17, 2023, 03:12:40 PM
Jump to: