Author

Topic: বাংলা (Bengali) - page 233. (Read 5340243 times)

full member
Activity: 490
Merit: 119
April 28, 2023, 10:52:23 PM
ব্লকচেইন অ্যাসোসিয়েশনের সিইও স্মিথ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নীতি ও আইন প্রণেতাদের বিরুদ্ধে ক্রিপ্টো শিল্প “absolutely at war“ নামে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) চেয়ারম্যান গ্যারি গেনসলার এবং সেনেটর এলিজাবেথ ওয়ারেন (ডি-মাস) যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ চিরকাল স্থায়ী হবে না, তবে সম্ভবত পরবর্তী 18-20 মাস চলবে, ক্রিস্টিন স্মিথ বলেছেন।



"এলিজাবেথ ওয়ারেনের একটি ক্রিপ্টো বিরোধী সেনাবাহিনী রয়েছে। তিনি তার প্রচারের জন্য টুইটারে বিজ্ঞাপন দিচ্ছেন যে তার একটি ক্রিপ্টো বিরোধী সেনাবাহিনী রয়েছে," "বেল্টওয়ে কনফিডেন্সিয়াল: ইনসাইড দ্য ডিসি ক্রিপ্টো সিন" স্মিথ এর সময় বলেছিলেন।

সিনেটর এলিজাবেথ ওয়ারেনের (D-Mass.) বিতর্কিত ডিজিটাল অ্যাসেট অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট (DAAMLA) মূলত ডিসেম্বরে চালু করা হয়েছিল৷ এটি কিছুটা ধুমধাম এর সাথে শুরু হলেও পরবর্তীতে যথেষ্ট সমালোচনা সম্মুখীন হয়েছিল।

তবে যাই হোক প্যানেলের শুরুর সময় স্মিথ একটি আসার ঝলক দেখিয়েছিলেন, বলেছিলেন যে ব্লকচেইন অ্যাসোসিয়েশন সহ একটি প্রো-ক্রিপ্টো "সেনাবাহিনী" শিল্পের জন্য "প্রতিদিন ওয়াশিংটনে" লড়াই করছে। "এমন একটি কারণ রয়েছে যে, এলিজাবেথ ওয়ারেন তার বিল স্থগিত করেছেন কারণ তিনি সহ-স্পন্সর হারিয়েছেন," স্মিথ বলেছিলেন।

মেইন টপিক

sr. member
Activity: 1008
Merit: 366
April 28, 2023, 01:00:55 PM
~Snip
এ থেকে অনেক কিছু শেখার আছে। কিছু জিনিশ ভালো তবে কিছু জিনিশ বর্তমান জেনারেশনের সাথে যায় না। মিতব্যয়ী হওয়া টা অবশ্যই ভালো একটা দিক। তবে মিতব্যয়ী হইতে যেয়ে আপনি অন্যদের থেকে পিছিয়ে পরছেন না তো?
পুরনো জিনিশ এ মায়া থাকে আর যতদিন তা ভালো আছে তা ব্যবহার করার মেন্টালিটি আমার ও আছে। তবে আপনাকে দেখতে হবে আপনি কোয়ালিটি পূর্ণ প্রোডাক্ট ব্যবহার করছেন কি না। পোস্ট এর কথা টাই ধরে নেই। উনি পুরনো গাড়ি ব্যবহার করেন। বর্তমান বাজারে যে সকল গাড়ি বিক্রয় হয় তার গতি কি ওনার গাড়ি থেকে বেশি না? সেফটি, সেলফ ড্রাইভিং কার গুলো, ইলেক্ট্রিক গ্রীন কার, এগুলো কি আপনাকে এডভান্টেজ দিবে না?
সময় এর মূল্য, সেলফ ড্রাইভিং কার এ আপনি বসে কাজ করতে পারবেন নিজের মত। ইলেক্ট্রিক কার গুলো তে আপনি গ্যাস এর পরিবর্তে ইলেক্ট্রিসিটি ব্যবহার করে টাকা বাচাইতে পারবেন। আর নতুন নতুন সেফটি ফিচার গুলো তো নতুন গুলোতেই পাবেন। উনি মডিফাই ও করতে চান না। তাহলে তিনি কেমনে পাবেন এগুলো?

নস্টালজিয়া মানুষের থাকা টা স্বাভাবিক, তবে ওয়ারেন বাফেট এটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন যা কন্ট্রোভারশাল। সুতরাং মানুষের ভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক।
full member
Activity: 490
Merit: 119
April 28, 2023, 11:02:56 AM
ফোরামে ধৈর্যের সাথে টিকে থাকার জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা




বর্তমান সময়ে করা বেশিরভাগ পোস্ট গুলোই অপ্রয়োজনীয় বা অফ টপিক নিয়ে করা হয়। আসুন আমরা এই বাংলাদেশ লোকাল থ্রেটটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিটকয়েন সম্পর্কে না জানা তথ্যগুলো শেয়ার করে সবার জ্ঞানের পরিধি টাকে আরো বৃদ্ধি করি।

ফোরাম যখন ছোট ছিল তখন সব ধরনের পোস্ট করা বা এক্টিভিটিতে দেখানোর জন্য অপ্রয়োজনে পোস্টগুলো কেউ এপ্রুভ করা হতো। কারণ তখন খুবই সামান্য পরিমাণ পোস্ট হতো। এখন যেহেতু ফোরাম বড় হয়েছে প্রতিদিন হাজার হাজার পোস্ট এখানে করা হয়, তাই ফোরামের মডারেটরদের একটা ডিসিশন দেয়া হয়েছে যে, অন্তত ৫০% অফ টপিক বা অপ্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে যে পোস্ট করা হয় সেগুলোকে ফোরামের লিস্ট থেকে ডিলেট করে দেয়া।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 28, 2023, 09:03:55 AM
ওয়ারেন বাফেটের কেন সাধারণ জীবন পছন্দ করেন?



Pic collected from Google.

কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যে ওয়ারেন বাফেট বিটকয়েন কেন পছন্দ করেন না, বিটকয়েনকে তিনি জুয়ার coin এর সাথে তুলনা করেছেন এবং একটি ভিত্তিহীন মুদ্রার সাথে তুলনা করেছেন। অবশ্য তার বিরুদ্ধে শতশত কমেন্ট এসেছিল এবং তিনি বৃদ্ধ হয়েছেন এবং তার জন্য বিটকয়েন প্রযোজ্য নয় এমন মন্তব্য অনেকেই করেছেন। আমি নিজেও তার বিরুদ্ধে একটি কমেন্ট করেছিলাম যে বুড়ো মানুষের জন্য বিটকয়েন নয় বরং কাগজের টাকায় উপযুক্ত।
কিন্তু আসলে ওয়ারেন বাফেটকে যারা মূল্য দিতে জানে না তারা আসলে তার সম্পর্কে বাজে মন্তব্য করে যাবে। আজকে একটি নিউজ পড়ে তার সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম।
ওয়ারেন বাফেট আসলে একটি মৃতব্যয়ী ব্যক্তির প্রতীক, ব্যক্তিগত জীবনে অপচয় পছন্দ করেন না এবং সময়ের অপচয় বিশেষ করে নয়। তিনি তার ব্যক্তিগত জীবনে ব্যবহার করা হাতে লাঠি দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে যা তিনি পরিবর্তন করার চিন্তাও করেন না।
তিনি ইচ্ছা করলে প্রতিদিন ডজনখানেক নতুন নতুন গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু তিনি তা করেন না। এর পেছনে অনেক কারণ রয়েছে যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তিনি নতুন গাড়ি কিনে টাকার অপচয় পছন্দ করেন না, তাছাড়া গাড়ি কেনার জন্য যে একটি দিন নষ্ট হবে সেটা করতে চান না। তিনি গাড়িতে আকর্ষণীয় করার জন্য গাড়ি সাজসজ্জা ও মডিফাইড করা মোটেই পছন্দ করেন না। তিনি গাড়িতে ব্যান্ডের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তিনি যে গাড়ি ব্যবহার করেন তাতে দুটো এয়ার ব্যাগ লাগানো আছে। ওয়ারেন বাফেট গাড়ির মূল্যর চেয়ে ইউটিলিটি ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। যখন বাড়ির সদস্যরা অতিরিক্ত জোড়াজড়ি করেন ঠিক তখনই তিনি নিজে না গাড়ি কিনে তার মেয়েকে দিয়ে গাড়ি কেনান।
ওয়ারেন বাফেট অতিরিক্ত বাড়ি নির্মাণ পছন্দ করেন না।১৯৫০ সালে তার বাবা নির্মিত একটি পুরনো বাড়িতে বসবাস করেন।
তিনি তার ব্যক্তিগত চলাফেরার জন্য কোন বডিগার্ড রাখেন না, তিনি খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। তাই আমরা ব্যক্তিগত জীবনে ওয়ারেন বাফেটকে যারা কৃপণ ব্যক্তি হিসেবে চিনি তাদের এই পোস্ট তার সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 28, 2023, 06:05:01 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

ধন্যবাদ ভাই রিমাইন্ডার দেয়ার জন্য। প্রতিবার যখন আপনি শেয়ার করেন, তখনি ভাবি যে এই রাউন্ডে লাক ট্রাই করবো। কিন্তু Utopia সফটওয়্যার ডাউনলোড করার আলসেমি তে আর জয়েন করা হয়ে উঠে না। আবার ভেবেছিলাম ১-২ রাউন্ডে পারটিসিপেট করার জন্য হুদাই সফটওয়্যার ডাউনলোড করতে যাবো কেনো? এখন দেখি অনেকদিন ধরেই অনেক গুলা রাউন্ড রেফেল দিলো। ফাইনালি আজকে ডাউনলোড করে পারটিসিপেট করে ফেললাম। দেখি কি আছে কপালে।

আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin

ভাই আপনি একা না, আমরা অনেকেই কিছু কয়েন কিনেছিলাম। যেগুলো কিনে অনেকেই লসে আছে। বিটকয়েন যখন ৫৭-৫৮ হাজার ডলারে ছিলো, তখন অল্টকয়েন সব ১০-২০ গুন করে গ্রো করছিলো। অই সময়ে অনেকেই না বুঝে অনেক কয়েন কিনেছিলো। অনেকে আবার তখনই অল্প প্রফিট রেখে সে করে দিয়েছিলো। কিন্তু কারেকশন শুরু হওয়ার পর থেকে মারকেট আর গ্রো করে নাই। বিশেষ করে অল্ট কয়েন আর গ্রো করে নাই।
newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 05:24:45 AM
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আপনি Matic কেন কিনেছেন আপনি অন্য টোকেন কিনতে পারতেন মারকেটে অনেক টোকেন আছে ওইসব কিনবেন আপনি সুধু সুধু matic কিনতে গেলেন কেন আপনি এখন ARB অথবা Bitcoin, Luna আরো অনেক টোকেন আছে ওই গুলো কিনবেন আর আপনি দেখবেন কোন টোকেন সবচেয়ে বেশি মারকেটে আপডাউন করতেছে ওই গুলো দেখে তার পর কিনবেন তাহলে দেখবেন আপনি প্রফিট পাবেন আর আপনি আর কখনো এইরকম টোকেন কিনবেন না যেই টোকেন কিনে আপনার লস হয় |
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
April 28, 2023, 04:18:16 AM
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 02:11:50 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন
আমার তো merit নাই তাহলে আমি কিভাবে জয়েন করবো merit ছাড়া কি জয়েন করা জাবে যুদি জয়েন করা যায় তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 28, 2023, 01:30:40 AM
joeperry, Utopia এর হয়ে আবারো দশম বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-10-5450459 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন

newbie
Activity: 14
Merit: 0
April 28, 2023, 01:11:26 AM
প্রজেক্ট কি?

অনেকেই জানেন না যে প্রজেক্ট কি যারা এখনো জানেন না তাদের জন্য এই পোস্ট করলাম। প্রজেক্ট হচ্ছে এমন একটি উদ্যোগ, যা কোনো একটি উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করা হয়ে থাকে। এই উদ্যোগ হতে পারে কোনো একটি নতুন প্রোডাক্ট তৈরি করা, কোনো নতুন সার্ভিস তৈরি করা অথবা কোনো ফলাফল পাওয়া। তবে প্রজেক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে।
যেমন- এর নির্দিষ্ট একটি শুরু এবং শেষ থাকতে হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে শুরু হয়ে প্রজেক্টটি একটি নির্দিষ্ট সময়ে শেষ হতে হবে। এটি ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কোনো প্রজেক্টের সাদৃশ্য হতে পারবে না। প্রতিটি প্রজেক্ট থেকে অবশ্যই একটি নতুন প্রোডাক্ট, সার্ভিস অথবা ফলাফল পাওয়া যাবে।
প্রজেক্ট স্বল্পস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে এটি চলমান প্রক্রিয়া নয়। কোনো একটি নতুন প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করার পর প্রজেক্ট সমাপ্ত হয়ে যায়।

উদাহরণস্বরূপ বলা যায়, একটি সফটওয়্যার তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে, অথবা একটি বাড়ি তৈরি করা একটি প্রজেক্ট হতে পারে। তবে এখানে উল্লেখ্য, ভিন্ন প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সফটওয়্যার তৈরি করা অথবা একাধিক বাড়ি তৈরি করা কি ভিন্ন ভিন্ন প্রজেক্ট? এখানে খেয়াল করতে হবে, যদি সফটওয়্যার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়, তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা নিজস্ব নিয়ম-কানুন থাকে, প্রতিষ্ঠানের লোকেশন ভিন্ন হয় এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু ও শেষ ভিন্ন সময়ে হয়, তাই এই প্রজেক্ট ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য আলাদা হবে। একই কথা বাড়ি নির্মাণের জন্যও প্রযোজ্য।
দুটি বাড়ি দুটি ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করবে, এদের শুরু এবং শেষ ভিন্ন সময়ে হবে অর্থাৎ এরা আলাদা প্রজেক্ট হিসেবে গণ্য হবে। কোনো পণ্য উৎপাদন প্রক্রিয়া কি প্রজেক্ট হিসেবে গণ্য হবে? যখন কোনো নতুন পণ্য তৈরি করা হয়, তখন এটি একটি প্রজেক্ট। যেমন- নতুন মডেলের গাড়ি তৈরি করা, নতুন মডেলের মোবাইল ফোন তৈরি করা। তবে যখন একই পণ্য বার বার তৈরি করা হবে, তখন তা আর প্রজেক্ট হিসেবে গণ্য হবে না। তখন এটি হবে অপারেশন। কারণ, তখন এটি হয়ে যায় চলমান প্রক্রিয়া। অপারেশন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের কার্যক্রম। অপারেশনের কোনো নির্দিষ্ট সীমারেখা বা সমাপ্তি নেই। এটি নিত্যদিনের কার্যক্রম । অপারেশন শুধু এ পণ্য তৈরিতেই সীমাবদ্ধ নেই, এটি হতে পারে কোনো সার্ভিস প্রদানও। যেমন- হসপিটালের বিভিন্ন সার্ভিস, ব্যাংকের বিভিন্ন সার্ভিস অথবা মোবাইল ফোন কোম্পানির বিভিন্ন সার্ভিক্স প্রভৃতি। প্রজেক্ট এবং অপারেশনের মধ্যে বিভিন্ন মিল থাকলেও চলমান প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়।

প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেলকে পাঁচটি অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো- ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং , মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং ও ক্লোজিং।
আশা করি এখন বুঝতে পারছেন
সোর্স
sr. member
Activity: 1008
Merit: 366
April 27, 2023, 12:58:00 PM
কে এর  Satoshi Nakamoto???
এই সম্পর্কে একটি আর্টিকেল দেখলাম আশাকরি আর্টিকেল টি ইনফরমেটিভ হবে ওই জন্য আমি পোস্ট করছি ।।

বিষয় টি একটি চোরাবালির মত। এটি নিয়ে আপনি যত ঘাটাঘাটী করবেন তত আপনি এর মধ্যে ডুবে যাবেন। সাতোশি নাকামোতো কে বা কারা এটি জানা অনেক কঠিন। বিটকয়েন এর সফলতার পিছনে এটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। বিটকয়েন যেমন ডিসেন্ট্রালাইজড, এর ক্রিয়েটর ও তেমন কারো অধীনে নয়। পরিচয় গোপন থাকায় কেউ চাইলেও সাতোশি কে খুজে পাবে না। যার ফলে এর কন্ট্রোল কেউ নিতে পারবে না কখনও। মার্কেটে বিটকয়েন এর থেকেও ভালো ভালো প্রোজেক্ট বিদ্যামান, তবে তারা কেনো বিটকয়েন এর মত সফলতা পাচ্ছে না? মূল কারণ সেন্ট্রালাইজড, এগুলো অন্যের অধীনে।
এগুলো নিয়ে যত কম ঘাটবেন, তত ভালো। তবে আপনার আগ্রহ দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 27, 2023, 12:33:29 PM
Snip


আপনি যেই লোগোটি পোস্ট করেছেন সেটি Bitcoin এর প্রথম লোগো না।। সর্ব প্রতম bitcon এর একটি লোগো ডিজাইন করা হয়  লোগো একটি স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট কেন্দ্রে লেখা হয়েছে ।।
 
 

এটি হচ্ছে Bitcoin এর সর্ব প্রথম লোগো ।। কিন্তু আমি যেই স্থান থেকে এই তথ্য পেয়েছি সেইখানে লোগো ডিজাইনার এর কোনো তথ্য দাওয়া হয় নি।।
সোর্স লিঙ্ক

পরবর্তি তে 24 February 2010 এ সাতোশি নাকামত স্যার নতুন একটি লীগ উপস্থাপন করেন যা তখন থেকে এখন পর্যন্ত ব্যাবহার হয়ে চলেছে ।। এই লোগোটি Bitcoin এর দ্বিতীয় লোগো যে লোগো তে স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট এর পরিবর্তে "BTC" এই লোগো পরিবর্তন করা হয় ।।

পোস্ট লিঙ্ক

এটি করার পরবর্তী তে তিনি নিজের মতামত চালান নি তিনি কমিউনিটির সকল এর কাছে জানতে চাইছেন যে সকলে নতুন লোগো ব্যাবহার একমত কি না ।। এই কারণ বসত তিনি সকল এর কাছে জানতে কমিউনিটি তে পোস্ট টি করেন ।।



পোস্ট লিংক  

bitboy নামক এক জন ব্যাক্তি Bitcoin এর বর্তমান লোগো ডিজাইনার।। যিনি এই স্বর্ণমুদ্রা দ্বারা প্রতিনিধিত্ব করে “BC” টেক্সট এর পরিবর্তে "BTC" এই লোগোটি ডিজাইন করেছেন।।



যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে টপিক টি দেখে আসতে পারেন ।।More Bitcoin logos, buttons, and also some other graphics  







full member
Activity: 490
Merit: 119
April 27, 2023, 11:32:12 AM
কয়েকদিন ধরেই মনের ভিতর একটা প্রশ্ন উকি মারতেছিল, সেটা হচ্ছে বিটকয়েনের লোগো ডিজাইনার কে ছিল?

আজকে উত্তরটা পেয়ে গেলাম।
“সাতোশি ন্যাকামো” বিটকয়েনের লোগো ডিজাইন করেছিলেন। এই লোগো ডিজাইন নিয়ে তিনি ফেব্রুয়ারি ২৪, ২০১০ সালে বিটকয়েনটক ফোরামে একটা পোস্ট করেছিলেন। প্রথমে বিটকয়েন লোগোর যে সাইজটা পাবলিশ করা হয়েছিল, সেটা ছিল ৫৩০x৫২৯ পিক্সেল। পরবর্তীতে আপডেট করে ৩২x৩২ পিক্সেল এবং ৪৮x৪৮ পিক্সেল সাইজের করা হয়। তারপরের দিন, সাতোশি ন্যাকামো আরেকটা অরিজিনাল সাইজের একটা বিটকয়েন লোগো পাবলিশ করেন যেটা হচ্ছে ৫৪৬x৫৩১ পিক্সেল সাইজের করা হয়। সাইজটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল কিন্তু অপেক্ষাকৃত বড় দেখাচ্ছিল। পরবর্তীতে বিটকয়েনের এই লোগোটাকে ১৬x১৬ পিক্সেল ২০x২০ পিক্সেল সাইজে কনভার্ট করা হয়। সাতোশি ন্যাকামো মতে, এটি সর্বোত্তম প্রোগ্রাম আইকন, তবে ওয়েবসাইটগুলোতে ব্যবহারের জন্য গ্রাফিক্সের বড় আকারেরও লোগো করার অনুমতি রয়েছে।



এই SVG ফাইলের এই PNG পূর্বরূপের আকার: 64 × 64 পিক্সেল। অন্যান্য রেজুলেশন: ২৪০ × ২৪০ পিক্সেল | ৪৮০ × ৪৮০ পিক্সেল | ৭৬৮ × ৭৬৮ পিক্সেল | 1,024 × 1,024 পিক্সেল | 2,048 × 2,048 পিক্সেল।

আসল ফাইল ‎(SVG ফাইল, সাধারণত 64 × 64 পিক্সেল, ফাইলের আকার: 1 KB)

কারো জানার আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন: https://bitcointalksearch.org/topic/m.504
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 27, 2023, 11:03:32 AM
কে এর  Satoshi Nakamoto???
এই সম্পর্কে একটি আর্টিকেল দেখলাম আশাকরি আর্টিকেল টি ইনফরমেটিভ হবে ওই জন্য আমি পোস্ট করছি ।।



আর্টিকেল লিঙ্ক
newbie
Activity: 4
Merit: 0
April 27, 2023, 08:18:00 AM
কেউ কি আমাকে buysellvouchers.com ওয়েবসাইট টার মতো গিফটকার্ড কেনা বেচার ওয়েবসাইট এর ধারণা দিতে পারবেন ? যারা buysellvoucher.com এর মতো ০.৪% ক্রেতার জন্য এবং ০.৩% বিক্রেতার জন্য চার্জ রাখে ।
newbie
Activity: 23
Merit: 10
April 27, 2023, 12:21:27 AM
যারা নতুন আছেন বিটকয়েন সকল ধরনের তথ্য জানতে আগ্রহী আছেন তারা এই ওয়েবসাইট গুলোর উপর নজর রাখতে পারেন।

Coindesk - https://www.coindesk.com/

Coin Telegraph -
https://cointelegraph.com/

Bitcoin Magazine - https://bitcoinmagazine.com/

Reddit - https://www.reddit.com/r/Bitcoin/

বাংলাদেশী ওয়েবসাইট
Coinalap - https://www.coinalap.com/

এই ওয়েবসাইটগুলি সম্প্রতি সকল বিটকয়েন সংবেদনশীল তথ্য উন্নয়নে কাজ করে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এছাড়াও, এই ওয়েবসাইটগুলি সম্প্রতি বিটকয়েন মূল্য, সম্পদ বিনিময়, প্রযুক্তি সংবেদনশীল উন্নয়ন, আর্থিক ও আনুষাঙ্গিক সংবেদনশীল উন্নয়ন ইত্যাদি সম্পর্কে up-to-date তথ্য উন্নয়ন করে।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 26, 2023, 11:18:12 PM


 তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।



ভাই আমরা সামাজিক জীব আর মানুষ এর অবস্থা সবসময এক রকম থাকে না ।। মানব জীবনে কোনো কিছু দীর্ঘস্থায়ী নয়।। ওঠা নামা আবার উঠে দাড়ানো আমাদের জীবনে একটি অংশ ।। যদি মানুষ এর জীবনে ওঠা নামা না থাকতো তাহলে আমাদের জীবন এর কোনো মূল্য থাকতো না।। আমাদের জীবনে অর্জন পতন আছে বলে আমাদের মধ্যে কিছু অর্জন করার আগ্রহ জন্মায় এবং আমাদের সকলের জীবন এই ভাবে চলছে।। ভাই দুআ করি আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যার সমাধান খুব সিগ্রহি খুজে পাবেন ইনশাল্লাহ।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 26, 2023, 11:01:39 PM
HOLD শব্দটি ২০১৩ সালে আমাদের এই বিটকয়েন ফোরামের কোন এক ব্যক্তি ভুলবশত পরের D কে আগে লিখে HODL শব্দটি প্রয়োগ করে কিন্তু ওই ব্যক্তি এই ভুল শব্দটিকে সংশোধন না করে তার পোস্ট চালিয়ে যায় এবং এই ভুল করা শব্দটি শেষমেষ ফোরামের একটি গুরুত্বপূর্ণ শব্দ হয়ে দাঁড়ায় যা আপনারা সবাই জেনে থাকবেন। ক্রিপ্টোকারেন্সিকে দীর্ঘমেয়াদি অর্থাৎ দু চার, দশ বছরের জন্য প্রিয় জীবনের জন্য মজুদ করে রাখাকে বোঝানোর জন্য HODL শব্দটি ব্যবহার করে থাকে। তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

সেই লোকটি ছিলো GameKyuubi. মজার ব্যাপার হলো উনি নিজেই কিন্তু জানতো যে সে বানান ভূল করেছে। কিন্তু সে অনেকটা ডোন্ট কেয়ার টাইপের মানুষ। সে পরে একটা থ্রেড খুলেছিলো এটা নিয়ে I AM HODLING এবং তার ঘটনাটি শেয়ার করেছিলো। তার গার্লফ্রেন্ড তাকে বলছিলো বিটকয়েন তো ক্রাশ করছে, তুমি কেনো এখনো হোল্ড করছো? এই লোক নিজেকে ব্যাড ট্রেডার মনে করতো। আমারাও অনেকেই আছি ট্রেডিংয়ে এক্সপার্ট না। সে বার বার কেনা আবার সেল করা কে বিরক্ত মনে করেছিলো। যে কারনে সে বিটকয়েন হোল্ড করছিলো। লেখার সময় দুইবার HOLD যায়গায় HODL লিখেছিলো। আসলে সে নেশাগ্রস্থ ছিলো যখন লেখাটি লেখেছিলো। পরবর্তী তে এটাই ফোরামে অনেক জনপ্রিয় হয়ে যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
April 26, 2023, 10:59:58 PM
সঠিক বানান HOLD
ভুল বানান HODL
কিন্তু ক্রিপ্টো কারেন্সিতে HODL ভুল বানানটি বিগত 10 বছর ধরে দারুন জনপ্রিয় এবং মানুষকে এই শব্দকে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ব্যবহার করে। দীর্ঘমেয়াদী ক্রিপ্টোকারেন্সি ধরে রাখার জন্য HODL শব্দটি ব্যবহার করে। শব্দটির একটি গঠনগত অর্থ দিয়ে নিয়েছেন যা "প্রিয় জীবনের জন্য মজুদ/ধরে রাখা" বোঝায়।
HODL: Hold On for Dear Life


HODL: The Cryptocurrency Strategy of "Hold on for Dear Life" Explained  জি ঠিক বলেছেন এখন এটাই ক্রিপ্টোকারেন্সিতে এটাই এখন সঠিক ব্যাক্য হিসেবে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে।

 
তবে আমি মনে হয় উক্ত শব্দটির ব্যবহার আমার প্রিয় জীবনের জন্য করতে পারবো না। কেননা যখন উক্ত শব্দটির ব্যবহার করার সিদ্ধান্ত নেই ঠিক তখনই অভাব নামক চিরন্তন সাথী আমার দরজায় এসে কড়া নাড়ে।

অভাব প্রতিটা মানুষের জীবনেই আছে এবং চিরদিন সেটা থাকবেই, অভাবের শুধু প্রকারবেদ ভিন্ন হয়ে থাকে। আমরা সাধারন যেসকল ভুল করে থাকি তা হচ্ছে আমরা প্রথমেই অনেক বেশি পরিমানে অর্থ জমা রাখার সিদ্ধান্ত নেই সমস্যা টা এখানেই, আমাদের সবার উচিৎ সম্ভব হলে নিজেদের জীবনের এবং পারিবারিক চাহিদা পূরণ করার পরে সামান্য পরিমানে কিছু কোরে অর্থ (বিটকয়েন) বা অন্য কোনো সম্পদ জমা করার চেস্টা করা। এগুলা যদিও সময় সাপেক্ষ্য এবং দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে ।

member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 26, 2023, 10:29:51 PM
কথায় আসে ওল্ড ইজ গোল্ড ।। এই কথাটি সত্য হলেও সবসময় ওল্ড ইজ গোল্ড হয় না।। কারণ আমরা ফোরাম এ নতুন ইউজার আমরা যখন থাকে এসেছি তখন ফোরামে মেরিট সিস্টেম চালু হয়ে গেসে।। আমাদের মধ্যে অনেকেই জানে না যে পূর্বে ফোরাম এ কোনো মেরিট সিস্টেম ছিল না ।। এটা আমি নিজেও জানতাম না যে আজ থাকে প্রায় পাঁচ বছর আগেও পোস্ট এবং অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে rank বৃদ্ধি পেত ।। পরবর্তী তে এই সিস্টেম বন্ধ করে মেরিট সিস্টেম নিয়ে আসা হয়।। কারণ তখন অনেকে অনেক কিছু জানতে না কিন্তু তাদের অনেক বড় বড় আইডি তৈরি হয়ে গেসিলো শুধু মাত্র পোস্ট এর জন্য।। যদিও তারা উচ্চ rank অর্জন করতে সক্ষম হয়েছিল কিন্তু তখন কার সময় অ্যাকটিভিটি নির্ভর rank হওয়ায় অনেকে অনেক বিষয় সম্পর্কে বোধ গম্য ছিল না।। কিন্তু এই সিস্টেম টি আজ থেকে পাঁচ বছর আগে বন্ধ করে দেওয়া হয় এবং মেরিট সিস্টেম চালু করা হয়।। এই মেরিট সিস্টেম চালু করার পরে আমাদের মত নবাগত দের আইডির rank বৃদ্ধি করতে যদিও একটু কষ্ট হয় কিন্তু এর ফলে আমাদের শিক্ষার কোনো ত্রুটি থাকছে না।। আমরা পরিপূর্ন ভাবে ছোট থেকে তিলে তিলে আমাদের আইডি গড়ে তুলছি এবং আমাদের জানার মধ্য যতো দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে তো আমাদের আরো জানার আগ্রহ জন্মাচ্ছে ।।
Jump to: