Author

Topic: বাংলা (Bengali) - page 234. (Read 5725377 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
May 14, 2023, 06:45:44 PM
যাইহোক আনন্দ এর বিষয় হলো গিয়ে বড় বড় রিপোর্টেবল মেম্বারগণের দৃষ্টি আকর্ষণ করতে আমরা সক্ষম হয়েছি যে তারা আমাদের  এখন সাজেস্ট করে । রিপোর্টে দেখলাম ৫৭ জন একটিভ মেম্বার হয়েছে আমাদের লোকাল থ্রেডে যাইহোক এর মধ্যে আবার ১৬ জন মাত্র একটি করে পোস্ট করা মেম্বার আশা করি সামনের মাসে আরো অগ্রযাত্রা দেখতে পারবো।
তাছাড়া একটি কথা না বললেই নয় যে লোকাল বোর্ডের চাইল্ড বোর্ড কি লোকাল মেম্বারদের সাজেশনের ওপরে ভিত্তি করে ক্রিয়েট করে দেওয়া হয় নাকি পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে মডারেটরগণ ক্রিয়েট করে দেন? এ বিষয়টি আমার অজানা।
তবে যদি লোকাল মেম্বারদের সাজেশন এর উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে তাহলে সিনিয়র মেম্বারদের বলবো পূর্ব থেকে আপনারা তাদেরকে রিকোয়েস্ট করে রাখতে পারেন চাইল্ডবোর্ড ক্রিয়েট করে দেওয়ার জন্য। শেষ করে যদি দেখি নাইজেরিয়ার কিন্তু লোকাল বোর্ড পাওয়া সত্ত্বেও কোন child board নেই আমি মনে করি এটাও একটা মেন্ডেটরি ফ্যাক্ট। চাইল্ড বোর্ড থাকলে বোর্ডটাকে আরো সুশৃংখল দেখা যায়। যদিও আগে থেকেই আমার এই কথা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেলের মত শোনা যেতে পারে তবে আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে লোকাল বোর্ড পেয়েও যেতে পারি।
এপ্রিল মাসের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সার্বিক চিত্র ছিল দেখার মতো কিন্তু এ চলতি মাসে এপ্রিল মাসের তুলনা সবকিছু একটু কম কম লাগছে। তবে আনন্দের বিষয় হচ্ছে সবকিছু একটু কম কম হলেও আমাদের এখানে কিন্তু এক লাইনের পোস্ট ও স্পামিং পোস্ট হচ্ছে না ফলে মোডারেটর আমাদের চলমান পোস্টগুলোর প্রতি নেগেটিভ কোন ভ্রান্ত ধারণা করতে পারবে না ফলে এদিক দিয়ে আমাদের পজিটিভ পয়েন্ট থাকবে।
আমরা যদি আলাদা লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালের সিনিয়র বড় বড় ইউজারদের পরামর্শ মোতাবেক চাইল্ডবোর্ড গুলো ক্রিয়েট করে দিবে।
সার্ভিস (Service)
ইকোনমিক (Economics)
মার্কেটপ্লেস(Marketplace)
মাইনিং(Mining)
Altcoins
Off topic
ইত্যাদি চাইল্ডবোর্ড গুলো সাধারণত যেগুলা অত্যাবশ্যকীয় সেগুলো ডেভলপার ও মোডারেটররা সাধারণত এমনি দিয়ে থাকে কিন্তু যেগুলো আপনারা সাজেস্ট করে দেবেন সেগুলো তারা এড করে দেবে। তবে আমরা বাংলাদেশ লোকাল বোর্ড পেলে চাইল্ডবোর্ড অবশ্যই পেয়ে যাব।
আমাদের সিনিয়র ইউজাররা যদি এরকম ইন্সট্রাকশন না দিয়ে দেয় তাহলে নাইজেরিয়ান বোর্ডের মত শুধু লোকাল বোর্ড থাকবে কিন্তু কোন চাইল্ডবোর্ড থাকবে না। আগে আলাদা বোর্ড পেয়ে যাই তারপরে এই সমস্ত চিন্তাভাবনা করা যাবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 14, 2023, 05:43:57 PM
@Crypto Library
ভাই আপনি এ মাসে আগের মাসের তুলনায় একটু কম একটিভ আছেন। আপনি একটিভ থেকে আপনার মহামূল্যবান জ্ঞান এখানে শেয়ার করে ফোরামের কল্যাণে সহায়তা করুন। আপনি বরাবরের মতোই সর্বোচ্চ পোস্টদাতাদের লিস্টে অগ্রনায়ক। এ মাসেও আপনাকে ওভাবে দেখতে চাই।
ধন্যবাদ আপনার এই উপস্থাপনার জন্য। পারিবারিক নানান ব্যস্ততা পাশাপাশি স্টুডেন্ট লাইফের প্যারা তো আছেই ইঞ্জিনিয়ারিং এর লাস্ট সেমিস্টার চলতেছে কিছুদিন আগে মিড টার্ম এক্সাম হয়ে গেল সামনের মাসে আবার ফাইনাল তাই সব কিছু নিয়েই একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। তবে কয়েকদিন একটিভিটি কমে গেল আমি নিয়মিত পরিদর্শনে থাকতাম। যাইহোক এই ব্যস্ততার মধ্যে কিছু টাইম তো অবশ্যই ফোরামে থাকবেই আশা করি নিয়মিত একটিভ থাকতে পারবো ।

স্বতন্ত্র লোকাল বোর্ড পেলে আমরা গ্লোবাল মোডারেটর, মেরিট সোর্স এই দুটো পদবী আমাদের দেওয়া হবে কিনা সেটা বলতে পারবো না
লোকাল বোর্ড পেলেও মোডারেটর বা মেরিট সোর্স পাবেন কি না, তা আগেই বলা কঠিন ব্যাপার। তবে মোডারেটর দেয়া হলেও লোকাল বোর্ড এর জন্য দেয়া হলে তাকে গ্লোবাল মোডারেটর বলে না। হয়তো স্টাফ পজিশন এর মোডারেটর দেয়া হবে। যা লোকাল বোর্ড কন্ট্রোল করার জন্য যথেষ্ঠ। তবে এর চাইতে বেশি পাওয়ার হলেও আমরা রাগ করবো না  Grin। আর লোকাল বোর্ড হলে মেরিট সোর্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, তবে পেয়েই যাবো, সেটা বলতে পারবো না।
যাইহোক আনন্দ এর বিষয় হলো গিয়ে বড় বড় রিপোর্টেবল মেম্বারগণের দৃষ্টি আকর্ষণ করতে আমরা সক্ষম হয়েছি যে তারা আমাদের  এখন সাজেস্ট করে । রিপোর্টে দেখলাম ৫৭ জন একটিভ মেম্বার হয়েছে আমাদের লোকাল থ্রেডে যাইহোক এর মধ্যে আবার ১৬ জন মাত্র একটি করে পোস্ট করা মেম্বার আশা করি সামনের মাসে আরো অগ্রযাত্রা দেখতে পারবো।
তাছাড়া একটি কথা না বললেই নয় যে লোকাল বোর্ডের চাইল্ড বোর্ড কি লোকাল মেম্বারদের সাজেশনের ওপরে ভিত্তি করে ক্রিয়েট করে দেওয়া হয় নাকি পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে মডারেটরগণ ক্রিয়েট করে দেন? এ বিষয়টি আমার অজানা।
তবে যদি লোকাল মেম্বারদের সাজেশন এর উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে তাহলে সিনিয়র মেম্বারদের বলবো পূর্ব থেকে আপনারা তাদেরকে রিকোয়েস্ট করে রাখতে পারেন চাইল্ডবোর্ড ক্রিয়েট করে দেওয়ার জন্য। শেষ করে যদি দেখি নাইজেরিয়ার কিন্তু লোকাল বোর্ড পাওয়া সত্ত্বেও কোন child board নেই আমি মনে করি এটাও একটা মেন্ডেটরি ফ্যাক্ট। চাইল্ড বোর্ড থাকলে বোর্ডটাকে আরো সুশৃংখল দেখা যায়। যদিও আগে থেকেই আমার এই কথা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেলের মত শোনা যেতে পারে তবে আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে লোকাল বোর্ড পেয়েও যেতে পারি।
স্ক্যামার এর মাইরে বাপ দেখুন কি অভিনব কারসাজিতে সহজ সরল মানুষের টাকা মেরে দিচ্ছে। আমি এ সংক্রান্ত একটি পোস্ট করেছি পোস্টটি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। লিংকঃ https://bitcointalksearch.org/topic/pretending-robi-shop-5452730
ফিশিং বিষয়টাই এমন এর জন্য আমাদের যে কোন লিংক ভিজিট করার পূর্বেই আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
যেমন: এমন লিংক থাকতে পারে যে আপনাকে কেউ পিএম করেছে আর নিচে একটা লিংক দিয়েছে যেমন আপনি দিয়েছেন যে এই পোস্টটিতে একটু ভিজিট করে আপনার মতামত দান করুন- স্ক্যামাররা এমনভাবে লিঙ্ক তৈরি করে যে, যে কোন সাধারণ মেম্বাররা এটা বুঝতে পারে না আর যখন লিংকে ক্লিক করে সাথে সাথে হয়তো  ব্রাউজারের লগ করা ডাটা গুলো তার নিকট চলে যায়।
যাইহোক আপনার এই পোস্ট তুলে ধরার জন্য ধন্যবাদ আশা করি আমাদের ভিতরে এওয়ারনেস তৈরি হবে বিশেষ করে যারা নতুন প্রতিটা লিংকে ক্লিক করার আগে ভালো করে দেখে নিবেন আর দরকার পড়লে শুরুতে Incognito মোডে চালু করে নিবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 14, 2023, 02:28:41 PM
স্ক্যামার এর মাইরে বাপ দেখুন কি অভিনব কারসাজিতে সহজ সরল মানুষের টাকা মেরে দিচ্ছে। আমি এ সংক্রান্ত একটি পোস্ট করেছি পোস্টটি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। লিংকঃ https://bitcointalksearch.org/topic/pretending-robi-shop-5452730
Real Site: https://robishop.com.bd/
Fake Site: https://robishop.pw/
On the fake site, I have seen they are offering a lot of discounts which I found via a Facebook sponsor add. To see such a discount make me curious to know then I could be able to check and came to know they are asking for payment directly to their personal account instead of the company's account. At the time of writing the post they have used bkash number 01885811869


Their discount offer:


Facebook Ads:


All the comments on their Facebook page are their self-accounts. If any legit user posts a comment then that will be deleted within a short time.
sr. member
Activity: 1008
Merit: 366
May 14, 2023, 12:53:50 PM
এত ভালোভাবে বুঝানোর হয়তো আমার জ্ঞান নেই তবে @tjtonmoy ভাই যেভাবে জ্ঞানমূলক পোস্টগুলো উল্লেখ করেছেন অবশ্যই আমাদের এরকমভাবে জ্ঞান অর্জন করতে হবে ও নতুনদের এ বিষয়ে জানাটা অত্যন্ত জরুরি।
নতুনদের বিষয়ে আমি একটা কথা বলতে চাই। নতুনরা যখনই এই ফোরামে  জয়েন করে তাদের মধ্যে একটা ভয় কাজ করে পোস্ট করার সময় যে আমরা কি সঠিক তথ্য শেয়ার করছি কিনা।  অথবা কোন কিছু জানার থাকলেও তারা সেটা জিজ্ঞাস করে না।  তো এই জিনিসটা নতুনদের মধ্যে থেকে সরিয়ে ফেলতে হবে।  প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকে।  যা একে অপরের সাথে মেলে না।  তাই বলে আপনি যে আপনার মত টা শেয়ার করবেন না তা কিন্তু না।  আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি কি শিখেছেন তা অবশ্যই শেয়ার করবেন।  ভুল কিংবা সঠিক তা আমরা অবশ্যই পরে আলোচনার মাধ্যমে জানতে পারবো।  আর বিষয়টা এমন না যে আপনাকে পোস্ট করতে গেলে ভয় পেতে হবে।  অবশ্যই হয়তো আপনার থেকে জ্ঞানী কেউ এখানে আছে যে আপনার ভুলটা শুধরিয়ে দিবে।  মানুষ মাত্রই ভুল সুতরাং ভুল হতেই পারে।  আমি এখানে অনেক দেখেছি যে নতুন কেউ আসলে তারা একটি পোস্ট করল তার মধ্যে কিছু ইনফরমেশন ভুল যা আমরা পয়েন্ট আউট করার পরে তারা আর ভয়ে পোস্ট করে না।  এরকম করলে কিভাবে শিখবেন ভাই।  আমি আগেও যেভাবে বলেছি আলোচনার মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে।  সুতরাং এটি কখনো একটি খারাপ দিক না।  আপনার পোস্ট আপনি করে যাবেন,  সঠিক হলে অবশ্যই তার যথাযথ মূল্যায়ন পাবেন অথবা ভুল হইলে কেউ তা শুধরে দিলে তা থেকে আপনারই জ্ঞান লাভ হবে।  সুতরাং ভয়কে জয় করে এখানে সময় দিন সবাই একসাথে মিলে আমরা শিখি।

~snip
ভাই বিটকয়েন বাংলাদেশের লিগাল না।  সেই ক্ষেত্রে আপনি যদি এইভাবে টি-শার্টের মাধ্যমে বিটকয়েন কে প্রমোট করেন অথবা ক্রিপ্টো কারেন্সি কে প্রমোট করেন তাহলে আপনি ভবিষ্যতে সমস্যার শিকার হতে পারেন।  আর বিটকয়েন ডিসেনট্রালাইজড একটি কারেন্সি। আপনি যদি না চান তাহলে কেউ কখনো জানতে পারবে না আপনার কাছে বিটকয়েন আছে।  যে দেশে লিগ্যাল না সে দেশে এটি হাইড করে নিজেকে সেফ রাখাই সবচেয়ে বেস্ট বলে আমি মনে করি।  ক্রিপ্ট হোল্ডারদের সবচেয়ে মুখ্য বিষয় প্রাইভেসি।  এটি যখন কম্প্রোমাইজ হয়ে যায় তখন কিন্তু জীবনে ঝুঁকিও থাকে।  হয়ত কেউ কিপটা কারেন্সি সম্পর্কে জানে এবং আপনার এ সকল প্রমোশন দেখে আপনার উপর হামলা করল অথবা ডাকাতি করলো তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন।  অথবা আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন।  আমার যেটা মনে হয় যে এ সকল বিষয় গোপন রাখাই ভালো। পিচ্চি বাচ্চার জন্য নিতে পারেন এ বিষয়ে আমি কিছু বলবো না।  তবে নিজে ব্যবহার না করাই ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 14, 2023, 12:27:41 PM
স্বতন্ত্র লোকাল বোর্ড পেলে আমরা গ্লোবাল মোডারেটর, মেরিট সোর্স এই দুটো পদবী আমাদের দেওয়া হবে কিনা সেটা বলতে পারবো না
লোকাল বোর্ড পেলেও মোডারেটর বা মেরিট সোর্স পাবেন কি না, তা আগেই বলা কঠিন ব্যাপার। তবে মোডারেটর দেয়া হলেও লোকাল বোর্ড এর জন্য দেয়া হলে তাকে গ্লোবাল মোডারেটর বলে না। হয়তো স্টাফ পজিশন এর মোডারেটর দেয়া হবে। যা লোকাল বোর্ড কন্ট্রোল করার জন্য যথেষ্ঠ। তবে এর চাইতে বেশি পাওয়ার হলেও আমরা রাগ করবো না  Grin। আর লোকাল বোর্ড হলে মেরিট সোর্স পাওয়ার সম্ভাবনা বাড়বে, তবে পেয়েই যাবো, সেটা বলতে পারবো না।

বাংলাদেশে পেপ্যাল আসার খবর নিয়ে উচ্চ লেভেলের কর্মকর্তা থেকে মন্ত্রিপরিষধের অনেকেই নানা কথা বলে আসছিলেন। কিন্ত ‍দুখের ব্যাপার হল শিগরই পেপ্যাল বাংলাদেশে আসার কোন সম্ভাবনা তৈরী হয়নি। 2021 সাল থেকে বলা হলেও 2023 এ এসেও পেপ্যাল বাংলাদেশে লঞ্চ করেনি। তবে আনন্দের বিষয়টি হল দীর্ঘ সময় পরে হলেও এটি যে আসবে তার নিশ্চয়তা পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে আই সি টি বিভাগের অনেক কর্মকর্তাই এ বিষয়ে নানা নিউজ প্রদান করছে। তবে আমরা অনেকেই জানি না কেন বাংলাদেশে পেপ্যাল এখনো আসেছ না? সরকার ব্যাপকভাবে চেস্টা করছে তাদের সেবা পরিচালনার জন্য কিন্তু তা বিলম্বিত হচ্ছে।
এটা অবশ্যই সরকারের ব্যার্থতা। ওপর লেভেলের কাউকে পাইলে জানতে চাইতাম, যেখানে অন্যান্য দেশে কোম্পানি গুলো যাওয়ার জন্য মুখিয়ে থাকে, সেখানে আপনার দেশে আপনারা তাদের তেল মেরেও নিয়ে আসতে পারছেন না কেনো? অন্য দেশের সিষ্টেম কি আপনাদের সিষ্টেম এর চাইতে খারাপ? আপনারা আপনাদের রুলস আপডেট করে তাদের নিয়ে আসছেন না কেনো? ফ্রিল্যান্সার রা এখন সবাই পাইওনিয়ার ব্যাবহার করা শুরু করছে। পেপাল এখন আর মোষ্ট ডিমান্ডেড পেমেন্ট মেথড না। সবাই এখন অল্টারনেটিভ খুজে নিছে।
member
Activity: 168
Merit: 58
May 14, 2023, 11:56:09 AM
full member
Activity: 490
Merit: 119
May 14, 2023, 02:00:07 AM
বিটকয়েন টি-শার্ট: কপালে বিটকয়েন এবং ইথেরিয়াম ক্লাসিক এর লোগো ডিজাইনকৃত টি-শার্টটির নাম দেয়া হয়েছে "ক্রেজি ক্রিপ্টো লেডি ক্যাট" ৫৯৮২ কপি এখন পর্যন্ত সেল হয়েছে! বিটকয়েন টি-শার্ট কিনতে এই লিঙ্ক এ ক্লিক করুন।


বিটকয়েন বালিশ: ব্লকক্রাফ্ট বিটিসি প্লাশ বালিশ দ্বারা এমব্রয়ডারি করা গোল স্টাফড প্লাশ ক্রিপ্টো বালিশ। বিটকয়েন বালিশ কিনতে এই লিঙ্ক এ ক্লিক করুন।


এটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে, ক্ষিপ্টোকারেন্সি বা বিটকয়েন এর নামে বিভিন্ন ধরনের পণ্য বা প্রাণীর নাম রাখা হচ্ছে। এটা থেকেই বোঝা যায় যে ক্ষিপ্টোকারেন্সির বাজার দিন দিন প্রসার লাভ করছে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 14, 2023, 01:32:40 AM
ভাই আমার এখানে প্রতিটি ব্লক বলা ঠিক হয়নি কারন সব ব্লকে বেশি ফি পাওয়া য়ায়নি। আপনি মেনশন করার বিষয়টি আমার নজরে এসেছে।  আমি এখানে একটি মেনশন করছি যেখানে ব্লক রেওয়ার্ডের চেয়ে ফি বেশি 788695
source
ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি র‍্যান্ডম চেক করছি। তাই পাই নি। এইটা আসলে চিন্তার বিষয়। অদুর ভবিষ্যতে বিটকয়েন কি মানুষ লেনদেনের জন্য ব্যবহার করবে? এইরকম ফি হলে নিশ্চয়ই না। হয়ত বিকল্প সমাধান আছে কিন্তু সেটা অফচেইন সমাধান (লাইটনিং নেটওয়ার্ক)। অনচেইন সমাধান করাও আপাতত অসম্ভব। ব্লক সাইজ কিংবা ব্লক টাইম কোনটাই বৃদ্ধি কিংবা কমানো যাবে না। এই প্রস্তাবনা আগে রাখা হয়েছে। কেউ আসলে আগ্রহী ছিল না। তাছাড়া বিটকয়েন ক্যাশ অলরেডি ৮ মেগাবাইট ব্লক সাইজ দিয়ে ফোর্ক করছে। তার মানে ব্লক সাইজ বৃদ্ধি কেউ প্রশংসার চোখে দেখবে না।

আপনার সাথে আমিও একমত কিন্তু এই ধরনের ট্রানজেকশন সমস্যা বেশীদিন আশা করি থাকবেনা, বিকল্প একটা সমাধান চলে আসবে খুব দ্রুত আর এর আগেও হয়তো অনেক ধরনের সমস্যা হয়েছিলো কিন্তু সমাধান হয়েছে, চিন্তার কোনো কারণ আমি দেখছিনা, আপাতত আমরা সবাই হয়তো একটু সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু এগুলা কিছুদিন পরেই হয়তো আর থাকবেনা, আর আমার মনে হয় যেহেতু পৃথিবীতে অনেক বড় ব্যাক্তি বিটকয়েন এর সাথে জড়িত তাই খুব খারাপ কিছু হবেনা, আমি BTCবিটকয়েন নিয়ে মোটামুটি পজিটিভ ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 13, 2023, 11:14:38 PM
ভাই আমার এখানে প্রতিটি ব্লক বলা ঠিক হয়নি কারন সব ব্লকে বেশি ফি পাওয়া য়ায়নি। আপনি মেনশন করার বিষয়টি আমার নজরে এসেছে।  আমি এখানে একটি মেনশন করছি যেখানে ব্লক রেওয়ার্ডের চেয়ে ফি বেশি 788695
source
ধন্যবাদ শেয়ার করার জন্য। আমি র‍্যান্ডম চেক করছি। তাই পাই নি। এইটা আসলে চিন্তার বিষয়। অদুর ভবিষ্যতে বিটকয়েন কি মানুষ লেনদেনের জন্য ব্যবহার করবে? এইরকম ফি হলে নিশ্চয়ই না। হয়ত বিকল্প সমাধান আছে কিন্তু সেটা অফচেইন সমাধান (লাইটনিং নেটওয়ার্ক)। অনচেইন সমাধান করাও আপাতত অসম্ভব। ব্লক সাইজ কিংবা ব্লক টাইম কোনটাই বৃদ্ধি কিংবা কমানো যাবে না। এই প্রস্তাবনা আগে রাখা হয়েছে। কেউ আসলে আগ্রহী ছিল না। তাছাড়া বিটকয়েন ক্যাশ অলরেডি ৮ মেগাবাইট ব্লক সাইজ দিয়ে ফোর্ক করছে। তার মানে ব্লক সাইজ বৃদ্ধি কেউ প্রশংসার চোখে দেখবে না।
full member
Activity: 770
Merit: 184
May 13, 2023, 11:00:13 PM
কিন্তু কয়েকদিন আগেও সেখানে দেখা গিয়েছিল প্রতিটি সিঙ্গেল ব্লক থেকে  ব্লক রিওয়ার্ডের চেয়ে মাইনাররা ট্রানজেকশ ফি বেশি পেত।
মাইনাররা কিছুদিন আগে তুলনামুলক বেশি ফি পেলেও সেটা অবশ্যই ব্লক রিওয়ার্ডের চেয়ে বেশি নয়। আমি যদিও সব ব্লক দেখি নাই, তবে, র‍্যান্ডম ভাবে কিছু ব্লক দেখেছি গত সপ্তাহ থেকে। কোন ব্লকেই ফি ব্লক রিওয়ার্ড এর চেয়ে বেশি দেখি নাই। বর্তমানে প্রতিটা ব্লকের জন্য মাইনিং রিওয়ার্ড ৬.২৫ বিটকয়েন। আমি নিচে কিছু ব্লকের লিংক শেয়ার করছি যেগুলো র‍্যান্ডম ভাবে চেক করা হয়েছে।
৩.৯৩ বিটকয়েন ফি- https://www.blockchain.com/explorer/blocks/btc/788999
৫.৬৯ বিটকয়েন ফি- https://www.blockchain.com/explorer/blocks/btc/788998
৩.৩৫ বিটকয়েন ফি- https://www.blockchain.com/explorer/blocks/btc/788996

৭৮৮৯৯৮ নাম্বার ব্লকটা তুলনামুলক অনেক বেশি ফি লাগছে কিন্তু অন্যান্যগুলোতে বেশি হলেও খুব বেশি নয়। আপনি কি আমাকে কিছু ব্লক নাম্বার দিবেন যেগুলো ব্লক রিওয়ার্ড থেকে বেশি ট্রাঞ্জেকশন ফি পেয়েছে?
ভাই আমার এখানে প্রতিটি ব্লক বলা ঠিক হয়নি কারন সব ব্লকে বেশি ফি পাওয়া য়ায়নি। আপনি মেনশন করার বিষয়টি আমার নজরে এসেছে।  আমি এখানে একটি মেনশন করছি যেখানে ব্লক রেওয়ার্ডের চেয়ে ফি বেশি 788695
source

@Learn Bitcoin
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে অন্যান্য মাসের তুলনায় আপনারা এই মাসে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক মাসেই সব সময় বেশি একটিভ থাকার চেষ্টা করছেন। এ মাসেও একটু বেশি থাকলে আমাদের জন্য বড় মঙ্গলের কারণ হয়ে যাবে। তাই আমি আপনাদের মেনশন করে একটিভ থাকা অনুরোধ জানাচ্ছি।
আমি যেটা চেষ্টা করছি সেটা হলো প্রতিদিন গড়ে একটা পোস্ট করার চেষ্টা করছি। তাহলে মাস শেষে আমার নামের পাশে ৩০ টি পোস্ট দেখতে পারবেন। কোনোদিন যদি পোস্ট করতে না পারি। তাহলে আরেকদিন ২ টি পোস্ট করে পেছনের টা কভার করে নেই। মূলত এভাবেই আমি নিজের টারগেট সেট করে রেখেছি। হিসাব করে দেখেন সবাই মাসে ৩০ টা করে পোস্ট করলে কতো গুলো পোস্ট হয়। বিগত মাসে আমি মনে হয় ৩২ টি পোস্ট করেছিলাম এবং টপ ৩ জনের মধ্যে ছিলাম। যাই হোক, আমার কাছ থেকে একটিভিটি পাবেন। যদিও আমি একটু পারিবারিক ঝামেলার কারনে ফোরামেই সময় কল দিচ্ছি।



এই নিউজ টা কে কে দেখেছেন? পেপাল এখন বাংলাদেশে আসলে কি কি লাভ হবে? আর আদৌ কি পেপাল বাংলাদেশে আসবে? এই নিয়ে কতো বার যে শুনলাম পেপাল আসবে আসবে আসবে। আর আসলো না। প্রথম বার যখন পেপাল আসবে শুনেছি, তখন মনে হয় আমি স্কুলে পড়ি। তখন ভাবতাম পেপাল আসলে তার মাধ্যমে দেশে টাকা আনবো ফ্রিল্যান্সিং করে। কপাল ভালো সাতশি চাচা আমাদের জন্য বিটকয়েন বানিয়ে রেখে গেছে। পেপাল ছাড়াও অন্য উপায়ে টাকা আনতে পারছি। সাতশির হাত ধরেই তো ক্রিপ্টোর যাত্রা শুরু। এরপরের সব কিছু শুধু ইতিহাস। এখন হাজার হাজার শিটকয়েন মারকেটে।
বাংলাদেশে পেপ্যাল আসার খবর নিয়ে উচ্চ লেভেলের কর্মকর্তা থেকে মন্ত্রিপরিষধের অনেকেই নানা কথা বলে আসছিলেন। কিন্ত ‍দুখের ব্যাপার হল শিগরই পেপ্যাল বাংলাদেশে আসার কোন সম্ভাবনা তৈরী হয়নি। 2021 সাল থেকে বলা হলেও 2023 এ এসেও পেপ্যাল বাংলাদেশে লঞ্চ করেনি। তবে আনন্দের বিষয়টি হল দীর্ঘ সময় পরে হলেও এটি যে আসবে তার নিশ্চয়তা পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে আই সি টি বিভাগের অনেক কর্মকর্তাই এ বিষয়ে নানা নিউজ প্রদান করছে। তবে আমরা অনেকেই জানি না কেন বাংলাদেশে পেপ্যাল এখনো আসেছ না? সরকার ব্যাপকভাবে চেস্টা করছে তাদের সেবা পরিচালনার জন্য কিন্তু তা বিলম্বিত হচ্ছে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিমালা পেপ্যাল রুলসের সাথে মিলছে না। যার ফলে পেপ্যাল বাংলাদেশে তাদের যাত্রা এখনো শুরু করেনি। তবে ফ্রিল্যান্সার সোসাইটির কেউ কেউ বলছিলেন যে অনেক গুলো সমস্যা ইতমধ্যে সমাধান করা হয়েছে। কিছু সমস্যা বাকি রয়েছে যা শিগরই সমাধান হতে পারে। তাছাড়া পেপ্যাল একটি দেশে যখন তাদের ব্যাবসায় ‍শুরু করবে তার আগে সেখানকার বাজার সম্পর্কেও তাদের ভাল ধারনা থাকে। যদি প্রফিটেবল হয় তাহলে তারা অবশ্যই সেখানে তাদের ব্যাসায় শুরু করবে।

বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সার কাজ করে প্রতি বছর বিপুল পরিমান অর্থ এই ক্ষাত থেকে আসে এবং আশা করা হচ্ছে বাংলাদেশে এই ক্ষাতটি শীগরই প্রথম স্থান দখল করবে। বাংলাদেশ গার্মেন্টস এবং বিদেশি রেমিটেন্সের উপর নির্ভরশীল। যদি ফ্রিল্যান্সেরদের বহুল প্রতিক্ষিত এই পেমেন্ট মাধ্যমটিকে বাংলাদেশে আসে তাহলে তাদের অর্থ আনায়নে ব্যাপক সুবিধা হবে। ফলে এই ক্ষাতটি দ্রুত আরও এর পরিসীমা বৃদ্ধি করতে পারবে।



sr. member
Activity: 1386
Merit: 451
May 13, 2023, 10:34:45 PM
গ্লোবাল মডারেটর পাবো
একজন মেরিট সোর্স পাবো
ডিটি ১,ডিটি২ মেম্বার পাব

নোট: আমি দীর্ঘদিন যাব একটু অসুস্থতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি শুধুমাত্র সিগনেচার পোস্ট দেওয়ার চেষ্টা করেছি।

স্বতন্ত্র লোকাল বোর্ড পেলে আমরা গ্লোবাল মোডারেটর, মেরিট সোর্স এই দুটো পদবী আমাদের দেওয়া হবে কিনা সেটা বলতে পারবো না তবে আমরা নিজেদের চিন্তাভাবনা, মতবাদ, বাংলাদেশের সার্বিক চিত্র ও সংস্কৃতি এখানে তুলে ধরতে পারবে। আমরা অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ডের দিকে তাকালে দেখতে পাই সবাই তাদের নিজ নিজ দেশের সামাজিক ,অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ঠিক আমরা যদি পাই তাহলে আমরা নিজেরাও উপরের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পারব।
তবে আমরা কিন্তু দুজন DT2(Little Mouse, Shasan) মেম্বার ইতিমধ্যে পেয়েছি। ভবিষ্যতে আমরা এই বাংলাদেশ থেকে আরো বড় বড় রেঙ্কের মেম্বার বের হবে সেই প্রত্যাশা করব।
পরিশেষে আমি আপনার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি ভালো থাকুক সেই শুভকামনা করছি।
sr. member
Activity: 798
Merit: 377
May 13, 2023, 10:18:31 PM

@tjtonmoy, @Learn Bitcoin @Bitcoin _People @popkon6
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে অন্যান্য মাসের তুলনায় আপনারা এই মাসে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক মাসেই সব সময় বেশি একটিভ থাকার চেষ্টা করছেন। এ মাসেও একটু বেশি থাকলে আমাদের জন্য বড় মঙ্গলের কারণ হয়ে যাবে। তাই আমি আপনাদের মেনশন করে একটিভ থাকা অনুরোধ জানাচ্ছি।

আমাদের সবারই উচিত এখন থেকে একটিভ থাকা কারণ আমাদের এই বাংলার লোকাল বোর্ড অবশ্যই উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে (এটা তো আমাদের সৌভাগ্য)। অবশ্যই আমরা এখন থেকে একটিভ হওয়ার চেষ্টা করব আমি প্রত্যেক দিনই আমার এই বাংলা বোর্ড এসে পোস্টগুলো দেখার চেষ্টা করি। এবং গ্লোবাল বোর্ডে যদি আমাদের এই ভোট রূপান্তরিত হয় তাহলে অবশ্যই আমরা:
গ্লোবাল মডারেটর পাবো
একজন মেরিট সোর্স পাবো
ডিটি ১,ডিটি২ মেম্বার পাব
এবং আমাদের এই বোর্ড অনেক শক্তিশালী রূপ ধারণ করবে এবং আমরা সব বিষয়ে আলাপ আলোচনা করতে পারব (যদিও এখানে আমরা সকল আলোচনা করে থাকি) তখন আমরা টপিক অনুপাতে আলোচনা করতে পারব।
নোট: আমি দীর্ঘদিন যাব একটু অসুস্থতার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি শুধুমাত্র সিগনেচার পোস্ট দেওয়ার চেষ্টা করেছি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 13, 2023, 10:10:26 PM
sr. member
Activity: 1008
Merit: 366
May 13, 2023, 03:30:14 PM
আমি যতদিন ধরে ফোরামে জয়েন হয়েছি প্রতিদিন আগের পোস্ট গুলি পড়ি। পোস্ট গুলা থেকে ঘাটাঘাটি করে বুঝতে পারলাম আমাদের থ্রেডে বর্তমানে দেখা যায় ১০-১৫ লোক এক্টিব আছেন। তার মাঝে ৬-৭ জন নিয়মিত পোস্ট করেন। আর কয়েক জন লোক মাসে একবার বা সপ্তাহে একবার করে আমাদের থ্রেডে পোস্ট করেন। কিন্তু এই মাসে একেবারেই পোস্ট হচ্ছে না বললেই চলে এই মাসে প্রতিদিন ৩-৪ টার বেশি পোস্ট হচ্ছে না। দেখা যাবে এভাবে পোস্ট দিলে মাস শেষে ১৫০ টার বেশি পোস্ট হবে না, বলা যায়। আমি নতুন প্রতিদিন একটা করে পোষ্ট রাখবো ইনশাআল্লাহ, যারা সিনিয়র ভাই আছেন আপনারা প্রতিদিন পোস্ট করবেন আপনাদের দেখে আমরা নতুন রা পোস্ট করতে উৎসাহ বাড়ে। আপনাদের সাথে আলোচনা করতে অনেক ভালো লাগে। আমি নতুন এই ফরম সম্পর্কে খুব একটা ধারনা নেই। এখন যে সময় আমাদের চলছে আমাদের বাংলা থ্রেডে এখন আর কয়েক জন মেম্বার ধরকার কিন্তু বাংলাশি মেম্বার থাকলেও হয়তো আমাদের লোকাল থ্রেডে আসে না। আমাদেরকেই নিয়মিত পোস্ট করা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের লোকাল থ্রেডকে উন্নতি করবো।


কোয়ালিটি ওভার কোয়ান্টিটি বিষয়টি আপনাকে সর্বদা মাথায় রাখতে হবে। যা crypto library ভাই অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে। শুধু যে পোস্ট করলেই এই থ্রেডটি একটি মানসম্মত থ্রেডে পরিণত হবে তা কিন্তু না। এক্ষেত্রে এখানে মানসম্মত পোস্ট থাকতে হবে। মানসম্মত পোস্ট লেখা বা খুঁজে বের করা কত কষ্টের তখন পোষ্টের বিষয় সম্পর্কে চিন্তাভাবনা করলেই আপনি বুঝতে পারবেন। পোস্ট আপনি লিখেছেন এরপর একটু চিন্তা ভাবনা করলেন তখন দেখবেন নিজের কাছেই মনে হবে এটা কোন মানসম্মত পোস্ট না। আর কোথায় কোনটা শেয়ার করা হয়েছে আগে তাও অনেক ঘাটাঘাটি করে জানা যায়। ব্যস্ততার মধ্যে থাকলে এই বিষয়গুলো লক্ষ্য করা এবং এগুলো অনুসন্ধান করা অনেক কষ্টের। আর সকলের মস্তিষ্ক এক রকমের হয় না। আমি যা জানি হয়তো তা আপনি জানেন না, অথবা আপনি যা জানেন তা হয়তো আমি জানিনা। সুতরাং বেশি পোস্টের থেকে বেশি একটিভ মেম্বারের প্রয়োজন। যার ফলে সকলেই তাদের জ্ঞান এখানে শেয়ার করতে পারবে। আবার অনেকেই আছেন বহুদিন যাবত এই ফোরামে আছেন এবং অনেক কিছুই জানেন। কিন্তু ফোরামে বহুদিন থাকার কারণে আমাদের কাছে বিষয়গুলো সহজ মনে হয়। তবে যারা নিউবি আছে তারা নতুন বলে তাদের কাছে বিষয়গুলো কঠিন মনে হয়। যার ফলে আমরা সাধারন বিষয়ে যা আমাদের কাছে সহজ বলে মনে হয় তা আমরা শেয়ার করি না। জানার আগ্রহ থাকতে হবে এবং কখনো জিজ্ঞাস করতে ভয় পাবেন না। জানতে আগ্রহ দেখলে অনেকেই আপনাকে নিজ থেকেই শেখাবে এবং কখনো আপনাকে হেয় করবে না।
কারন তথ্য আদান-প্রদানের মাধ্যমেই জ্ঞানের বিকাশ ঘটে। সুতরাং এতে কোন ভয়ের কারণ নেই। সুন্দরভাবে আপনি যদি বিষয়গুলোকে সাজিয়ে আপনার জানার কি কি বাকি তা নিয়ে একটি পোস্ট করেন তাহলে অবশ্যই আমরা আলোচনার মাধ্যমে মানসম্মত পোস্টগুলো করতে পারব। অনেকেই ভাবেন আলোচনার মাধ্যমে আমরা বিতর্কে জড়িয়ে যাচ্ছি আসলে বিষয়টা ঐ রকম না। যত আলোচনা হবে একে অপরের লেকিংসগুলো ফাইন্ড আউট করতে পারবো এবং নিজেদেরকে ইমপ্রুভ করতে পারব। আপনারা জানতে চান এমন পোস্টগুলো করুন এবং আমাদের মাঝে যে জ্ঞানগুলো আছে তা অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। এইভাবে আগাইলে অবশ্যই আমরা থ্রেড থেকে একটি বোর্ডে রূপান্তরিত হব খুব শীঘ্রই। সুতরাং একটিভ থাকুন কিংবা না থাকুন আলোচনায় যুক্ত হন এবং জানার আগ্রহ নিয়ে প্রশ্ন করতে শিখুন। এছাড়া সাইকোলজিতে একটি টার্মস আছে যেখানে বলা হয়েছে মানুষের মস্তিষ্কে অনেক কিছুই লুকানো থাকে যা পূর্বে শেখা হয়েছে কিন্তু কোন উৎস দ্বারা সেটিকে ত্বরান্বিত না করা হলে মস্তিষ্ক এটিকে লুকিয়ে রাখবে। সুতরাং যত পারেন প্রশ্ন করুন সকলে মিলে আলোচনার মাধ্যমে আমরা শিখি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 13, 2023, 12:55:15 PM
কিন্তু কয়েকদিন আগেও সেখানে দেখা গিয়েছিল প্রতিটি সিঙ্গেল ব্লক থেকে  ব্লক রিওয়ার্ডের চেয়ে মাইনাররা ট্রানজেকশ ফি বেশি পেত।
মাইনাররা কিছুদিন আগে তুলনামুলক বেশি ফি পেলেও সেটা অবশ্যই ব্লক রিওয়ার্ডের চেয়ে বেশি নয়। আমি যদিও সব ব্লক দেখি নাই, তবে, র‍্যান্ডম ভাবে কিছু ব্লক দেখেছি গত সপ্তাহ থেকে। কোন ব্লকেই ফি ব্লক রিওয়ার্ড এর চেয়ে বেশি দেখি নাই। বর্তমানে প্রতিটা ব্লকের জন্য মাইনিং রিওয়ার্ড ৬.২৫ বিটকয়েন। আমি নিচে কিছু ব্লকের লিংক শেয়ার করছি যেগুলো র‍্যান্ডম ভাবে চেক করা হয়েছে।
৩.৯৩ বিটকয়েন ফি- https://www.blockchain.com/explorer/blocks/btc/788999
৫.৬৯ বিটকয়েন ফি- https://www.blockchain.com/explorer/blocks/btc/788998
৩.৩৫ বিটকয়েন ফি- https://www.blockchain.com/explorer/blocks/btc/788996

৭৮৮৯৯৮ নাম্বার ব্লকটা তুলনামুলক অনেক বেশি ফি লাগছে কিন্তু অন্যান্যগুলোতে বেশি হলেও খুব বেশি নয়। আপনি কি আমাকে কিছু ব্লক নাম্বার দিবেন যেগুলো ব্লক রিওয়ার্ড থেকে বেশি ট্রাঞ্জেকশন ফি পেয়েছে?

আমি নিয়মিত বিটকয়েন ম্যাগাজিন টুইট গুলো পড়ে থাকি। আজকে চমৎকার একটি টুইট দেখতে পেলাম। আফ্রিকান দেশটি কোন ধরনের ওয়ালেট ছাড়া, ফোনে ইন্টার নেট ছাড়া, স্মার্ট ফোন ছাড়াই, ফিচার ফোন দিয়ে বিটকয়েন ব্যবহার করছেন। ফিচার ফোন বলতে আমারা যাকে বাটন ফোন বলে চিনি। সত্যিই অনেক ভালো লাগছে শুনে বিটকয়েন ফিচার ফোনে ব্যবহার করা যায়।
https://twitter.com/BitcoinMagazine/status/1657360970811863043?t=gcapnbkCr9XPhkd6hxypzQ&s=19
এইটা কাস্টোডিয়াল বিটকয়েন ওয়ালেট। আর এর পাশাপাশি একটা অফচেইন ওয়ালেট মানে এইখানে আসলে কোন বিটকয়েন লেনদেন হয় না, শুধুমাত্র কিছু সংখ্যার পরিবর্তন হয়। মানে, আমার ওয়ালেট থেকে বিটিসি কমে অন্য ওয়ালেটে বৃদ্ধি পায়। যারা এইটা ব্যবহার করছে তাদের কাছে আসলে বিটকয়েন এর কোন নিয়ন্ত্রণই নেই বলতে পারেন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 13, 2023, 09:18:47 AM
আমি নিয়মিত বিটকয়েন ম্যাগাজিন টুইট গুলো পড়ে থাকি। আজকে চমৎকার একটি টুইট দেখতে পেলাম। আফ্রিকান দেশটি কোন ধরনের ওয়ালেট ছাড়া, ফোনে ইন্টার নেট ছাড়া, স্মার্ট ফোন ছাড়াই, ফিচার ফোন দিয়ে বিটকয়েন ব্যবহার করছেন। ফিচার ফোন বলতে আমারা যাকে বাটন ফোন বলে চিনি। সত্যিই অনেক ভালো লাগছে শুনে বিটকয়েন ফিচার ফোনে ব্যবহার করা যায়।
https://twitter.com/BitcoinMagazine/status/1657360970811863043?t=gcapnbkCr9XPhkd6hxypzQ&s=19
full member
Activity: 770
Merit: 184
May 13, 2023, 03:35:51 AM
সাম্প্রতিক সময়ে বিটকয়েনের ট্রানজেকশন ফি নিয়ে ব্যাপক আলোচনা চলছে তার একটি অংশ হিসেবে আমিও আমার মনের ভিতরে লুকোনো একটি প্রশ্ন রেখেছিলাম @JayJuanGee স্যারের কাছে। সেটি বলার আগে একটি বিষয় শেয়ার করি তা হল মাইনাররা মূলত প্রতিটি ব্লক থেকে তারা তাদের মাইনিং করার অর্থ রেওয়ার্ড হিসেবে পেয়ে থাকে। কিন্তু কয়েকদিন আগেও সেখানে দেখা গিয়েছিল প্রতিটি সিঙ্গেল ব্লক থেকে  ব্লক রিওয়ার্ডের চেয়ে মাইনাররা ট্রানজেকশ ফি বেশি পেত। যা তদের মাইনিং কে ব্যাপকভাবে উৎসাহিত করে। সেই পরিস্থিতির বিপরীতে আমার কাছে মনে হল যে মাইনারা যদি সেখানে তাদের মানিং এ ধীর গতি নিয়ে আসে সেখানে প্রচুর নেটওয়ার্ক কনজেশন তৈরী হতে পারে যদি তারা তাদের কাজগুলোকে দ্রুত রিলিজ না করে। আমি সেখানে প্রশ্ন করলাম যদি মাইনাররা ইচ্ছাকৃত এই কাজটি করে বা দ্রুত কাজ রিলিজ না করে তাহলেও তাদের(মাইনারদের) বড় একটি অংশ রিওয়র্ড হিসেবে যুক্ত হবে এবং তা দিন দিন বাড়তে থাকবে। তাহলে ট্রানজেকশন ফি কি আরও বাড়বে?

@JayJuanGee বিষয়টি যোক্তিকভাবে বোঝানোর চেস্টা করেছেন তবে যখন @mikeywith তার সাথে কিছু যুক্ত করে বিষয়টি আরও পরিস্কার করলেন তখন বুঝেতে আরও সুবিধা হল।

আমার প্রশ্নে বিপরীতে তিনি যা বলেছিলেন যে মাইনারা কোন ফোরামের সদস্য নয় যার সাথে আপনি যোগাযোগ রক্ষা করতে পারবেন বা চাইলে যোগাযোগ করার ওপশন থাকে। ফোরামে আমারা একে অপরকে চিনি। কিন্ত ‍মাইনারদের একে অপরের সাথে যোগাযোগের কোন সুযোগ নেই। তাহলে তারা পরিকল্পিতভাবে কিভাবে কাজকে বন্ধ রেখে  নেটওয়ার্ক কনজেশন তৈরী করতে পারে। তবে হ্যা তাদের কিভাবে লাভ হবে সেই বিষয়টি সব  মাইনারদের মধ্যেই জানা। সবচেয়ে বড় কথা হল মাইনারা স্বাধীনভাবে মাইনিং করবে যদি কেউ ধীরে করতে চায় তাহলে তার লস হবে। অন্যান্যদের তুলনায় তার রিওয়ার্ড কম হবে। যদি 90 শতাংশ লোক তাদের মাইনিং করা বন্ধ করে তাহলে 10 শতাংশ লোক সেই কাজটি করা বন্ধ করবে না। এতে তাদের প্রফিট আরও বেশি হবে।  সেক্ষেতে কেউ তাদের ক্ষতি চাইবে না। তারা চেস্টা করবে দ্রুত তাদের কাজ সম্পাদন করে রেওয়ার্ড তাদের একাউন্টে নিয়ে আসা।

তিনি আরও বললেন যতক্ষন পর্যন্ত আমাদের মাইনিং করার জন্য কোন বড় দেশের যেমন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ বা রাশিয়া সকরারের পারমিশন বা লাইসেন্স প্রয়োজন না হয় ততদিন পর্যন্ত মাইনারা তাদের মানিং এ ব্যাঘাত না ঘটিয়ে বরং লাভকরার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানিং কার্যক্রম অব্যাহত রাখবে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 13, 2023, 02:09:00 AM
@Bd Officer
আপনার পোস্টটি অনেক ভালো হয়েছে এটা বলতে বাধ্য হচ্ছি। আপনি বেশ কিছুদিন ধরে বিটকয়েন ফোরামে এসে আপনার আপন মেধা শক্তির বলে একটি সম্মানজনক স্থানে যাওয়া চেষ্টা করছেন। আপনি সর্বদা এখানে লেখালেখি করে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ কে একটি স্বীকৃতি পেতে সাহায্য করুন। তাছাড়া অনেকেই এখানে পোস্ট সংখ্যা বৃদ্ধি করার জন্য একাধিকবার পরামর্শ দিয়েছেন। আমরা সবাই মিলে পোস্ট সংখ্যা বৃদ্ধি, এক্টিভিটি সংখ্যা বৃদ্ধি, সাধ্য অনুযায়ী মেরিট আদান-প্রদান ইত্যাদি গত মাসের চেয়ে বেশি না হলেও একটি সম্মানজনক স্কোর করার চেষ্টা করবো।
আমি যতদিন ধরে ফোরামে জয়েন হয়েছি প্রতিদিন আগের পোস্ট গুলি পড়ি। পোস্ট গুলা থেকে ঘাটাঘাটি করে বুঝতে পারলাম আমাদের থ্রেডে বর্তমানে দেখা যায় ১০-১৫ লোক এক্টিব আছেন। তার মাঝে ৬-৭ জন নিয়মিত পোস্ট করেন। আর কয়েক জন লোক মাসে একবার বা সপ্তাহে একবার করে আমাদের থ্রেডে পোস্ট করেন। কিন্তু এই মাসে একেবারেই পোস্ট হচ্ছে না বললেই চলে এই মাসে প্রতিদিন ৩-৪ টার বেশি পোস্ট হচ্ছে না। দেখা যাবে এভাবে পোস্ট দিলে মাস শেষে ১৫০ টার বেশি পোস্ট হবে না, বলা যায়। আমি নতুন প্রতিদিন একটা করে পোষ্ট রাখবো ইনশাআল্লাহ, যারা সিনিয়র ভাই আছেন আপনারা প্রতিদিন পোস্ট করবেন আপনাদের দেখে আমরা নতুন রা পোস্ট করতে উৎসাহ বাড়ে। আপনাদের সাথে আলোচনা করতে অনেক ভালো লাগে। আমি নতুন এই ফরম সম্পর্কে খুব একটা ধারনা নেই। এখন যে সময় আমাদের চলছে আমাদের বাংলা থ্রেডে এখন আর কয়েক জন মেম্বার ধরকার কিন্তু বাংলাশি মেম্বার থাকলেও হয়তো আমাদের লোকাল থ্রেডে আসে না। আমাদেরকেই নিয়মিত পোস্ট করা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের লোকাল থ্রেডকে উন্নতি করবো।

full member
Activity: 490
Merit: 119
May 12, 2023, 10:39:46 PM
গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি অনারশিপ ডাটা রিপোর্ট - ২০২৩ অনুযায়ী

সারা পৃথিবীতে ৪২০+ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষিপ্টোকারেন্সির মালিক।

নিচে ২০২৩ সালে সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করা ৫টি দেশের নাম উল্লেখ করা হলো:

১. আমেরিকা - ৪৬ মিলিয়ন
২. ভারত - 27 মিলিয়ন
৩. পাকিস্তান - ২৬ মিলিয়ন
৪. নাইজেরিয়া - ২২ মিলিয়ন
৫. ভিয়েতনাম - ২০ মিলিয়ন

যার মধ্যে পুরুষের সংখ্যা ৬৩% এবং মহিলাদের সংখ্যা ৩৭%। যাদের ৭২% এর বয়স ৩৪ বছরের নিচে। আরো মজার বিষয় হল তাদের ৭১% ব্যাচেলার ডিগ্রী ধারণকারী।

২০২১ সালের ২১ শে অক্টোবরের রিপোর্ট অনুযায়ী।

সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি হোল্ডার পাঁচটি দেশের নাম নিচে উল্লেখ করা হলো।

১. ভারত - ১০০ মিলিয়ন
২. আমেরিকা - ২৭ মিলিয়ন
৩. রাশিয়া - ১৭ মিলিয়ন
৪. নাইজেরিয়া - ১৩ মিলিয়ন
৫. ব্রাজিল - ১০ মিলিয়ন

পূর্বের প্রকাশিত একটি রিপোর্ট থেকে এটা জানতে পারলাম।

২০২১ সালে এক নম্বরে থাকা ভারতের অবস্থান ২০২৩ সালে কে দাঁড়ালো দ্বিতীয় অবস্থানে। দ্বিতীয় অবস্থানে থাকা আমেরিকা প্রথম অবস্থানে। চতুর্থ অবস্থানে থাকার নাইজেরিয়া চতুর্থ অবস্থানেই রয়ে গেল।

২০২১ সালে এটা দেখে ভালো লাগলো যে, এই তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে ১২ নম্বরে। অন্যদিকে ২০২৩ সালে ১২ অবস্থানে থাকা বাংলাদেশ গিয়ে দাঁড়িয়েছে ১৭ তম অবস্থানে। এটা দেখেই বোঝা যায় যে, বিশ্বের অন্যান্য দেশগুলো কিপ্টোকারেন্সিতে নিজেদের অবস্থান বৃদ্ধি করছে আর বাংলাদেশ কিপ্টোকারেন্সিতে আরো নিচের দিকে পতিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের উচিত কিপ্টোকারেন্সিতে নিজেদের সজাগ-দৃষ্টি রাখা।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 12, 2023, 08:48:03 PM
~~snip~~

Quote
@Bitcoin _People
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে অন্যান্য মাসের তুলনায় আপনারা এই মাসে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক মাসেই সব সময় বেশি একটিভ থাকার চেষ্টা করছেন। এ মাসেও একটু বেশি থাকলে আমাদের জন্য বড় মঙ্গলের কারণ হয়ে যাবে। তাই আমি আপনাদের মেনশন করে একটিভ থাকা অনুরোধ জানাচ্ছি।
আসলে কয়েকদিন যাবত আমি বাংলা লোকাল বোর্ডে কম আসতেছি তবে আমি প্রতিনিয়ত বাংলা লোকাল বোর্ডে পোস্টগুলো পরী কিন্তু লেখার সময় পাচ্ছি না এর জন্য খুবই দুঃখিত। তবে এর আগের মাসে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছি কিন্তু এই মাসে আমি সময় খুবই কম দিচ্ছি তবে আমি প্রতিদিন পোস্ট করতে না পারলে করতে পেজে পোস্ট রয়েছে আমার। আমি বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকার পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব। তবে আমাদের বাংলা লোকাল এ একজন সদস্য অনেকদিন ধরেই বাংলা বোর্ডে আসতেছেনা।
@popkon6 আপনাকে অনুরোধ করছি আপনি বাংলা লোকাল বোর্ডে একটু করে সময় দিয়েন আমাদের মাঝে আপনি সেই অনেক দিন আগে বাংলা বোর্ডে দেখেছি তারপর আর আপনার দেখা পায়নি হারিয়ে গিয়েছেন আমাদের মাঝ থেকে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি অল্প একটু সময় দিবেন তাহলে আমরা ভবিষ্যতে বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো অবশ্যই এটা সবার জন্যই মঙ্গল হবে।


Quote
@NicNacCoin
আমি বিগত মাসে এখানে একটিভ হই কিন্তু কিছু আনুষঙ্গিক কারণে আমি খুব একটা বেশি একটিভ হতে পেরেছিলাম না। কিন্তু গতকাল @Hhampuz স্যারের একটি ক্যাম্পেইনে জয়েন হই সেখানে লোকাল বোর্ডে পোস্ট দিলে সেটা কাউন্ট হবে। এর আগে একটি সিগনেচার ক্যাম্পেইনে ছিলাম যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডে পোস্ট দিলে পোস্ট কাউন্ট হয় না এবং কি পেমেন্ট দেওয়া হয় না। তাই আমি আমাদের এখানে খুব একটা বেশি একটিভ হতে পারিনি। এই মাসে যত দিন রয়েছে আমি এখানে একটিভ হওয়ার চেষ্টা করব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন গত কয়েকদিন যাবত আপনাকে বাংলা লোকালে পোস্ট করতে দেখিনি তাই আমি ভেবেছি যে আপনি হয়তো অসুস্থ বা পারিবারিক কোনো সমস্যায় আছে। কিন্তু মূলত আপনার যে এই সমস্যাটি এর আগে আমাদের মাঝে শেয়ার করেছিলেন তবে এখন আপনি Hhampuz স্যারের ক্যাম্পেইনে কাজ করার জন্য অংশগ্রহণ করেছেন। এর জন্য আপনাকে অভিনন্দন জানাই।
তবে এখন থেকে আপনি বাংলা লোকাল বোর্ডে নিয়মিত একটিভ থাকার চেষ্টা করবেন আমাদের সকলকে নিয়ে যাতে আমরা ভবিষ্যতে আমাদের লোকাল থেকে বাংলা বোর্ড আশা করতে পারি।
আপনি এখন থেকে বাংলা লোকাল এ নিয়মিত একটিভ থাকবেন কেননা @Hhampuz স্যারের ক্যাম্পেইন গুলোতে লোকাল বোর্ড পোস্ট কাউন্ট করা হয় তাই লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট করলে আপনার কোন সমস্যা হবে না।

আমি আমার বাংলাদেশের সকল সিনিয়র ভাইদের আহ্বান জানাবো আমাদের সকলকে নিয়ে যাতে একটু এই মাসে বেশি একটি ভ থাকেন এবং ভবিষ্যতে যাতে আমরা এই ফোরামের একটি ভালো অবস্থানে যেতে পারি তাই সিনিয়রদের অবশ্যই সময় একটু বেশি দেওয়া প্রয়োজন।


বাংলাদেশের সকল ভাইদেরকে ধন্যবাদ সবাইকে!  
সেই সাথে এই মাসে একটু বেশি একটিভ থাকার জন্য আহ্বান করছি।
Jump to: