তাছাড়া একটি কথা না বললেই নয় যে লোকাল বোর্ডের চাইল্ড বোর্ড কি লোকাল মেম্বারদের সাজেশনের ওপরে ভিত্তি করে ক্রিয়েট করে দেওয়া হয় নাকি পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে মডারেটরগণ ক্রিয়েট করে দেন? এ বিষয়টি আমার অজানা।
তবে যদি লোকাল মেম্বারদের সাজেশন এর উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে তাহলে সিনিয়র মেম্বারদের বলবো পূর্ব থেকে আপনারা তাদেরকে রিকোয়েস্ট করে রাখতে পারেন চাইল্ডবোর্ড ক্রিয়েট করে দেওয়ার জন্য। শেষ করে যদি দেখি নাইজেরিয়ার কিন্তু লোকাল বোর্ড পাওয়া সত্ত্বেও কোন child board নেই আমি মনে করি এটাও একটা মেন্ডেটরি ফ্যাক্ট। চাইল্ড বোর্ড থাকলে বোর্ডটাকে আরো সুশৃংখল দেখা যায়। যদিও আগে থেকেই আমার এই কথা অনেকটা গাছে কাঁঠাল গোঁফে তেলের মত শোনা যেতে পারে তবে আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে লোকাল বোর্ড পেয়েও যেতে পারি।
আমরা যদি আলাদা লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালের সিনিয়র বড় বড় ইউজারদের পরামর্শ মোতাবেক চাইল্ডবোর্ড গুলো ক্রিয়েট করে দিবে।
সার্ভিস (Service)
ইকোনমিক (Economics)
মার্কেটপ্লেস(Marketplace)
মাইনিং(Mining)
Altcoins
Off topic
ইত্যাদি চাইল্ডবোর্ড গুলো সাধারণত যেগুলা অত্যাবশ্যকীয় সেগুলো ডেভলপার ও মোডারেটররা সাধারণত এমনি দিয়ে থাকে কিন্তু যেগুলো আপনারা সাজেস্ট করে দেবেন সেগুলো তারা এড করে দেবে। তবে আমরা বাংলাদেশ লোকাল বোর্ড পেলে চাইল্ডবোর্ড অবশ্যই পেয়ে যাব।
আমাদের সিনিয়র ইউজাররা যদি এরকম ইন্সট্রাকশন না দিয়ে দেয় তাহলে নাইজেরিয়ান বোর্ডের মত শুধু লোকাল বোর্ড থাকবে কিন্তু কোন চাইল্ডবোর্ড থাকবে না। আগে আলাদা বোর্ড পেয়ে যাই তারপরে এই সমস্ত চিন্তাভাবনা করা যাবে।