ব্যাংকের ক্ষেত্রে আপনার একাধিক ব্যাংক একাউন্ট এর প্রয়োজন হলেও, বিটকয়েনের ক্ষেত্রে আপনার একাধিক ওয়ালেট এর প্রয়োজন নেই। আপনি একটা ওয়ালেট দিয়ে যত ইচ্ছে এড্রেস ক্রিয়েট করতে পারবেন এবং কয়েন কনট্রোল ফিচারের মাধ্যমে, আপনি খুব সহজেই সব এড্রেস আলাদা করে দেখতে পারবেন এবং সব এড্রেসের ব্যালেন্স আলাদা করে দেখতে পারবেন, এর পাশাপাশি ভিন্ন ভিন্ন ব্যবসায়ের জন্য ভিন্ন ভিন্ন এড্রেস থেকে খরচও করতে পারবেন। আপনার ব্যবসা যখন বড় হবে, আপনি অনেক বিটকয়েন লেনদেন করবেন, তখন আপনি অবশ্যই ইলেকট্রামের মত হট ওয়ালেট ব্যবহার না করে কোল্ড ওয়ালেট বা হার্ডওয়্যার ওয়ালেট খুজবেন। তখন নিশ্চয়ই আপনি অনেকগুলো হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে চাইবেন না।
ভাই আপনাকে ধন্যবাদ দ্রুত আপনি আমার বিষয়টির উপর একটি উন্নতর এবং নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন। আমি বিষয়গুলো আরও ভালভাবে বুঝতে সক্ষম হলাম। আমি আপনার মাধ্যমে আরও কয়েকটি বিষয় ধীরে ধীরে জানার চেস্টা করব। আজকে আমার অনেক দিন লুকিয়ে থাকা একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি।
আমি বিটকয়েন মাইনিং নিয়ে একটি বিষয় পরিস্কার হতে চায়। সেটি হল যে আমরা প্রতি ট্রানজেকশনে একটি ফি দিয়ে থাকি যা মাইনারা পেয়ে থাকে। যখন বিটকয়েনের টোটাল সাপ্লাই যুক্ত হবে অর্থাৎ ২১ মিলিয়ন হওয়ার পর তখন আর মাইনাররা মাইনিং করতে পারবে না। তাহলে বিটকয়েনের গানিতিক সমস্যা গুলোর সমাধান কারা করবে বা কিভাবে হবে?
ক্রিপ্টোকারেন্সির বাজার ‘অনিয়ন্ত্রিত’
গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)বন্ধ হয়ে যায়। এর পর সিগনেচার ব্যাংক নামের আরেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার ওপর ক্রিপ্টোকারেন্সি তথা ডিজিটাল মুদ্রা খাতের ঋণদাতা ব্যাংক হিসেবে বিবেচিত সিলভারগেটও মুখ থুবড়ে পড়ে। একের পর এক ব্যাংক বন্ধের কারণে দুশ্চিন্তা বাড়েছে সকল দেশে।
২০২২ সালের শেষ দিকে বিশ্ব মুদ্রা তহবিল আই এম এফ এবং বিশ্বব্যাংক থেকে বিশ্বমন্দার আগাম বার্তা দেওয়া হয়েছিল। বর্তমান বৈশয়িক পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের পুর্বানুমানের সত্যতা পাওয়া যাচ্ছে। যদি শিগরই যুদ্ধ বন্ধ না হয় তাহলে মুদ্রাস্ফিতি বেড়ে যাওয়া সহ অর্থনৌতিক অবস্থার বড় বিপর্যয় ঘটবে। ইতমধ্যে আমেরিকার বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়েছে এবং কিছু ব্যাংকের অবস্থাও আশঙ্কা জনক। আর এই পরিস্থিতি অর্থনৈতিক ভাবে প্রতিটি সেক্টরের প্রভাব ফেলছে। ক্রিপ্টো বাজারে এর তেমন প্রভান না পরলেও দীর্ঘ মেয়াদে বড় প্রভাব পরতে পারে। বিশেষ করে যেই ব্যাংক গুলোতে থেকে ক্রিপ্টো ঋন সুবিধা গ্রহন করা হত। অর্থনৌতিক প্লাটফরম গুলোর সুচক সবই নিম্নমুখি রয়েছে। তাছাড়া আমাদের দেশের অর্থনীতিও যে ভাল পর্যায়ে নেই তা প্রায় সবারই জানা। ঋন খেলাপি, মুদ্রাস্ফিতি আমাদের দেশের মত দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। আমেরিকার অর্থনীতি এবং আমাদের দেশের অর্থনীতির মধ্যে বড় পার্থক্য রয়েছে। এর একটি উদাহারন হিসেবে বলা যায় যে ২০০৮ সালে আমেরিকাতে একটি বড় অর্থনৈতিক মন্দা ভাব দেখাগিয়েছিল। মুলত আবাসন ক্ষাতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় সংগঠিত হয়েছিল সেই সময়ে। এই বিপর্যয় কে নিয়ন্ত্রনে আনার জন্য সরকারকে লক্ষ্য কোটি ডলার অনুদান দিতে হয়েছিল। কিন্তু আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে এত অর্থ সহায়তা সরকারের পক্ষ্যে দেওয়া কখনই সম্ভব নয়। তাই প্রয়োজন আগাম প্রস্তুতি।
ছোট্ট একটি বিষয় তুলে ধরে এই লেখাটি শেষ করব। বেশ কয়েকদিন আগে সম্ভবত মার্চ মাসে লোকাল বোর্ডের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা ,এক্টিভিটি সংখ্যা, মেরিট আদান-প্রদান নিয়ে (Rikafiq) একটা পোস্ট দিয়েছিলেন সেখানে একমাত্র বাংলাদেশের নাম ছিল না। এটা বাংলাদেশ লোকালের ল্যাঙ্গুয়েজ থ্রেডের কেউ খেয়াল না করলেও একমাত্র
Little Mouse ভাই দেখলাম লেখালেখি করেছে এবং বাংলাদেশ না থাকার কারণ জানতে চেয়েছিলেন। এখানে যদি আরো একাধিক ইউজাররা লেখালেখি করত তাহলে এমন ভুলটি আর পরবর্তীতে করতে পারত না। তাই আপাতত লিটল মাউসের সাপোর্টার হিসেবে বেশ কয়েকটি উচ্চতার রেংকের ইউজার প্রয়োজন।
এত সকল কথা বলার জন্য আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু নতুনে যারা এখানে পোস্ট করবেন তাদের জন্য এই লেখাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি।
মানুষ চেস্টা করলে তার কাছে অনেক কিছুই সম্ভব। বাংলা থ্রেডে গত ৪ থেকে ৫ মাস আগেও কয়েকজন ব্যবহারকারী ছাড়া কেউ আসত না। তবে কিছু উদ্যমি ভাইদের প্রচেস্টায় (BitcoinDream,Little Mouse, Review Master, Shasan, Crypto Library, LDL) বাংলা থ্রেড এখন বেশ এগিয়ে যাচ্ছে এবং আগামিতে আরও এগিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে কয়েকজন ভাই Learn Bitcoin, NicNacCoin, Bitcoin _People, Mr.Corol, Mustafar, Suzume, roksana.hee খুবই পরিশ্রম করে যাচ্ছেন কেউ কেউ ইতমধ্যে তাদের ছোট সফলতা পেয়েছেন।তবে আমি যা বুঝি যদি কোন কমিউনিটি দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে তাদের দ্বারা যে কোন কিছুই সম্ভব। এখানে আমরা যারা নিম্ন র্যাংকধারী আছি আমরা যদি আমাদের সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ি ইফোর্ট দিতে পারি তাহলে হয়তো একটি নির্দিস্ট সময় পরে আমদেরও অবস্থান তৈরী হতে পারে। তবে এজন্য প্রয়োজন উপযুক্ত জ্ঞান যা অর্জন করলে যে কেউ সফল হবেই হয়তো আজ নয় তো কাল।