Author

Topic: বাংলা (Bengali) - page 237. (Read 5723953 times)

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 07, 2023, 09:12:27 PM

প্রাইজবন্ড কার জন্য বেশী প্রযোজ্য?
যাদের হাতে অল্প টাকা আছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে চায়  প্রাইজবন্ড কিনে আর্থিক অবস্থার ভাগ্যে থাকলে পরিবর্তন হতে পারে । এই প্রাইজবন্ড কিনে ব্যক্তিগত লাভের পাশাপাশি দেশ গড়ার কাজে নিজেকে লিপ্ত রাখা যায়।

প্রাইজবন্ডের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
অভ্যন্তরীন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে  সর্বপ্রথম প্রাইজবন্ডের স্কীমটি চালু করে। সরকার এই প্রাইজবন্ড বিক্রি করে জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নেয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারের অভ্যন্তরীন উৎস হতে অর্থ আহরন করা অনেকটাই সহজতর। প্রাইজবন্ড পুনরায় সরকার জনগণের কাছ থেকে কিনে ঋণ পরিশোধ করেন।
আর বিস্তারিত জানতে এখানে দেখতে পারেন।
full member
Activity: 770
Merit: 184
May 07, 2023, 07:11:01 PM
আচ্ছা ভাই কেউ কি  বাংলাদেশের ন্যাশনাল লটারি সম্পর্কে জানেন?
আমি আসলে প্রাইজবন্ডের কথা বলতেছি  সরকারি এই প্রাইজবন্ডগুলো কি সব ব্যাংকে পাওয়া যায় কারো কি এ সম্পর্কে ধারনা রয়েছে কিছু ?  আজকে  প্রাইজবন্ড সম্পর্কে একজনের কাছ থেকে শুনলাম  তার ভাষ্য মতে এটা আবার যখন তখন ইচ্ছা অনুযায়ী ভাঙানো যায় ,  আর ১০০ টাকা থেকে শুরু হয়  পাশাপাশি  লটারি ড্র এর মাধ্যমে একটা বড় এমাউন্টের ফান্ড অর্জন করা সম্ভব হয়।
এ বিষয়ে কারো জানা থাকলে একটু  বিস্তারিত জানাবেন -

বিনিয়োগের জন্য প্রাইসবন্ড একটি ভাল উপায়। বিশেষ করে যারা সুদ মুক্ত বিনিয়োগ চান কারন প্রাইজ বন্ড ক্রয় করলে সেখানে কোন সুদের কারবার হয় না। এটি মুলত লাটারীর মত মনে হলেও সরাসরি কোন লটারী নয়। তবে লটারীর চেয়ে বেশি কিছু বলা যায়। কারন যখন আপনি কোন প্রাইস বন্ড ক্রয় করবেন তখন আপনি সেই কাগজের ম্রদুায় একধরনের নম্বর পাবেন। সেই নম্বর গুলোই আপনার লটারীর নম্বর হিসেবে বিবেচিত হবে। সাধারন লটারীতে একবার লাটারী রেজাল্ড হওয়ার পর তা অকেজো হয়ে যায় কিন্তু প্রাইজবন্ডের মাধ্যমে আপনি যতদিন পর্যন্ত সেই বন্ড নিজের কাছে রাখতে পারবেন ততদিন সেখানে আপনি অটেমেটিক লটারীতে অংশগ্রনের জন্য যুক্ত থাকতে পারবেন। অর্থাৎ কাগজের মুদ্রা যতদিন আপনার কাছে আছে ততদিন আপনি লটারী ধরতে পারছেন। এখাানে এই সুবিধা আজীবন পাবেন।  প্রতি বছর 4 বার প্রাইজনন্ডের উপর লটারী হয়ে থাকে সেই সময়কাল হল 31 জানুয়ারী,30 এপ্রিল, 31 জুলাই এবং 31 অক্টেবর।


এখানে মজার ব্যাপার হল প্রাইজবন্ড আপনি চাইলে যে কোন সময় এটি ক্রয় করতে পারেন এবং সেটি যে কোন সময় বিক্রয়ও করতে পারেন। এটি সম্পুর্ণ আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। প্রাইস বন্ধ বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস, সকল প্রকার বানিজ্যিক ব্যাংক , পোস্ট অফিস সহ জাতীয় সঞ্চয় অদিদপ্তরের অধীনে আপনি এই প্রাইজবন্ড ক্রয় এবং তা ভাঙাতে পারবেন। টাকা যেমন চাহিবা মাত্র ইহার বাহকে দিতে বাধ্য থাকিবে এমন একটি লেখা প্রাইজন্ডের উপর লেখা থাকে। যার কারনে আপনি চাহিবা মাত্র প্রাইজবন্ড থেকে টাকায় কনভার্ট করতে পারেন।

বাংলাদেশে 1995 সালের আগে 10 এবং 50 টাকা মুল্যের প্রাইস বন্ড থাকলেও সেগুলো বিলুপ্ত করা হয়েছে এবং 1995 সাল থেকে শুধুমাত্র 100 টাকা মুল্যের প্রাইজ বন্ড রাখা হয়েছে। আপনি যতটা কিনতে চান সেই পরিমান অর্থ ব্যাংকে বা যেখান থেকে ক্রয় করবেন সেখানে দিলে তারা আপনাকে সেই পরিমান অর্থের বিপরীতে প্রাইজবন্ড দিবে।
প্রাইজবন্ড ক্রয় করতে কোন প্রকার কোন ফরম ফিলাপ করতে হয় না। আপনি শুধুমাত্র টাকা দিবেন তার পরিবর্তে তারা আপনাকে কিছু কাজের নোট প্রদান করবে। তবে যদি আপনি লটারী পান তাহলে আপনার জাতীয় পরিচিত্র পত্র সহ বেশ কিছু তথ্য দিতে হবে।

প্রাইজ বন্ডে মোট 46 টি পুরস্কার থাকে
1ম পুস্কার হিসেবে 6 লক্ষ্য টাকা - 1 জন বিজয়ি পাবে।
2য় পুরস্কার 3লক্ষ্য 25 হাজাার টাকা -1 জন বিজয়ি পাবে।
3য় পুরস্কার 1 লক্ষ্য টাাকা- 2 জন বিজয়ি পাবে।
4র্থ পুরস্কার 50 হাজার টাকা  - 2 জন বিজয়ি পাবে।
5ম পুরস্কার 10 হাজাার টাকা - 40 জন বিজয়ি পাবে।

ব্যেক্তিগত ভাবে আমি সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে অনেক বার প্রাইজবন্ড ক্রয় করেছি। তবে আমি সেখানে ভাগ্যবান ছিলাম না। তবে আমার মাধ্যমে কয়েকজন কে আমি ক্রয় করে দিয়েছিলাম তাদের মধ্যে একজন ব্যেক্তি 2য় প্রুরস্কার পেয়েছিল।
আরও বিস্তারিত জানার প্রয়োজন হলে এখানে ক্লিক করতে পারেন
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 07, 2023, 03:38:21 PM
আসলামলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বিটকয়েনের ফরুমের নিয়ম কারণ গুলি খুব সুন্দরভাবেই পড়েছি। আমার সর্ব প্রথম পোস্ট আমাদের লোকাল থ্রেডে পোস্ট করতে পেরে অনেকটাই ভালো লাগছে। বাংলা ভাষায় পোস্ট করতে পারছি। আমি যতদিন আছি ততদিন চেষ্টা করে যাব। আমার দ্বারা যাতে আমাদের বাংলা কমিউনিটি কোন প্রকার ক্ষতি না  হয়, ওই ধরনের কোন কাজ করবো না যাতে আমাদের লোকাল কমিউনিটি বদনাম হোক। আমাদের বাংলা থ্রেডে @Littol Mouse @LDL @Crypto Library @tjtonmoy @Learn Bitcoin @Bitcoin_people আর ওনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি সব সময় আপনাদের কে অনুসরন করবো। আপনাদের দেওয়া সকল প্রকার পোস্ট থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।
আপনাকে স্বাগতম বিটকয়েন টক ফোরামে  এবং আমাদের বাংলাদেশী  লোকাল থ্রেডে,  গত পরশু আপনি আইডিটি রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যেই আপনার ইনিশিয়েটিভ যাত্রা  ভালোই হয়েছে।  আশা করছি  এর ধারা অব্যাহত রেখে সামনে আরো ভালো কিছু আপনার নিকট হতে পাব।  চালিয়ে যান,  কোন সাহায্যের প্রয়োজন হলে আমরা রয়েছি,  আর নিঃসংকচে DM  এবং PM  করবেন।  আসলে ভালো গুণগত মানের পোস্টারদের আমাদের  লোকাল থ্রেডে এখন বেশি প্রয়োজন ।

ভাই ওনাকে নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সব সময় ফ্রি রাফেল দিয়ে থাকেন। আসলে এত করে ওনার লাভ কি? একটা মানুষ এতাদিন ধরে কিভাবে এটা কন্টিনিউ করে যাচ্ছে? উনি এতা কিছু কালেক্ট করেন কিভাবে?
আমার মনে হয় উনার মতন যারা আরও ফ্রী  রাফেল  দিয়ে থাকে তাদের নিজেদের আলাদা কোন বড়  আর্নিং সেক্টর রয়েছে,  পাশাপাশি ফ্রী  রাফেল  দেওয়ার লাভ হিসেবে আমি একটা জিনিসই মনে করি যে  রেপ্রুটেশন গেইন করা  পাশাপাশি ফোরামে নিজের নামের একটা ফ্রি বিজ্ঞাপন হয়ে যাবে ।  এই যেমন ধরুন আপনি ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন  আর শাসন ভাই উনার পোস্ট কোড করে  আমাদের সামনে  নিয়ে এসেছে,  সবকিছুতে তো তারই নামের বিজ্ঞাপন হয়ে গেল


আচ্ছা ভাই কেউ কি  বাংলাদেশের ন্যাশনাল লটারি সম্পর্কে জানেন?
আমি আসলে প্রাইজবন্ডের কথা বলতেছি  সরকারি এই প্রাইজবন্ডগুলো কি সব ব্যাংকে পাওয়া যায় কারো কি এ সম্পর্কে ধারনা রয়েছে কিছু ?  আজকে  প্রাইজবন্ড সম্পর্কে একজনের কাছ থেকে শুনলাম  তার ভাষ্য মতে এটা আবার যখন তখন ইচ্ছা অনুযায়ী ভাঙানো যায় ,  আর ১০০ টাকা থেকে শুরু হয়  পাশাপাশি  লটারি ড্র এর মাধ্যমে একটা বড় এমাউন্টের ফান্ড অর্জন করা সম্ভব হয়।
এ বিষয়ে কারো জানা থাকলে একটু  বিস্তারিত জানাবেন -
sr. member
Activity: 1008
Merit: 366
May 07, 2023, 03:31:10 PM
আর তিনি হয়তো এই বিটকয়েন কে স্বীকৃতি দিয়েছে এবং বিনিয়োগ করেছে যার কারণে তার ছাগলের নাম বিটকয়েন দিয়েছেন। আর মার্ক জুকারবার্গ যদি বিটকয়েনের প্রতি অধিক আগ্রহী হয়ে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে তার ফেসবুকে বিটকয়েন দ্বারা নির্মিত করার সম্ভাবনা থাকবে। মার্ক জুকারবার্গ বিটকয়েন কে পর্যাপ্ত পরিমাণ পছন্দ করেন যার কারণে তিনি তার ছাগলের নাম দিয়েছে বিটকয়েন। তবে তার সোশ্যাল মিডিয়া ফেসবুক অধিক জনপ্রিয় ভবিষ্যতে ফেসবুকের পেজ এবং অন্যান্য ক্ষেত্রে হয়তো বিটকয়েন দ্বারা পেমেন্ট সিস্টেম করতে পারে যদিও এটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম তবে হতেও পারে।
আমরা হয়তো ছাগলকে বাঙালি হিসেবে অনেক তুচ্ছ মনে করি কিন্তু  ওয়েস্টার্ন দেশগুলোতে ছাগলকে GOAT বলা হয়, যার পূর্ণরূপ হল Greates Of All Time.
মার্ক জাকারবার্গ, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। তিনি কেন একটি ছাগল পুষবেন? অবশ্যই এর পিছনে কোন কারণ রয়েছে এবং তার ছাগলের এই বিটকয়েন নামকরণ করার পিছনেও হয়তো কোন উদ্দেশ্য রয়েছে।

বিটকয়েন আসলেই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনলাইন কারেন্সি তা হয়তো আমরা এক নজর দেখলেই বুঝতে পারি। হয়তো এ বিষয়টি সকলের সামনে একটি মজার উপায় এ তুলে ধরার জন্য মার্ক জাকারবার্গ তার ছাগলের এই নামকরণ করেছে। আমিও সঠিক জানিনা তবে এর পিছনে অন্য কারনে থাকতে পারে। আসলে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। মজার ক্ষেত্রে বলেছি, মজা হিসেবে, নেবেন এটা কোন সিরিয়াস পোস্ট না।

আসলে কে কোন বিষয় নিয়ে বা কোন ইনটেনশন নিয়ে কি করতেছে তাই এই সময়ে জানা খুবই কঠিন। ইলন মাস্ক ডোজ কয়েন নিয়ে এত লাফালাফি করে  টুইটারে লোগো পর্যন্ত চেঞ্জ করে দিলো, কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী ছিলো, যা একটি  পিরামিড স্ক্যামের সূচনা করেছে।

সুতরাং হতে পারে মার্কজাকারবার্গ  কোন একটি অন্য উদ্দেশ্য নিয়ে এটি করেছিলো। তবে বিষয়টা আসলেই মজার।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 07, 2023, 11:28:03 AM
মার্কজুকারবার্গের ছাগলের নাম "বিটকয়েন"



এটা একটা ট্রেন্ডিং ছিল কি-না বলতে পারলাম না তবে একটি হাস্যকর বিষয় ছিল সেটা সুনিশ্চিত। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিটকয়েনকে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিটকয়েনের নামে রয়েছে কিন্তু এই প্রথম বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গের মধ্যথেকে Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম রেখেছেন "বিটকয়েন"
এটা তার একটি মজাদার কৌশল ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নেটিজেনরা তার এই বিষয়টাকে মজা হিসেবেই
নিয়েছিলেন।
যাহোক বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করবেন না।@Little Mouse, @roksana.hee এই দুজন মজাদার ইনফরমেশন শেয়ার করেছেন সেজন্য আমি একটু ভিন্ন টাইপের জিনিস শেয়ার করলাম আর কি।
নিউজ পড়তে ক্লিক করুন:লিংক
মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম নিয়ে পোষ্টটি করেছিলেন দুই বছর আগে। পোস্টটি দেখে বিটকয়েনের বিশেষজ্ঞ যারা আছে তারা ধারণা করেছিলেন মার্গ জুকারবার্গ হয়তো বিটকয়েন কে স্বীকৃতি দিচ্ছে বা তিনি বিটকয়েনে আগ্রহী। আমার কাছেও তাই মনে হয় কারণ বিটকয়েন সম্পর্কে মার্ক জুকারবার্গ জানেন বলেই ছাগলের এমন নামকরণ করেছে । তবে তিনি আসলে কি বুঝিয়েছেন সেটা বলা অসম্ভব।

আমার জানা মতে মার্ক জুকারবার্গ বিটকয়েনে বিনিয়োগ করেছেন। এবং তিনি সম্পতি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত আছেন। এবং তিনি বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিশেষভাবে প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন করেছিলেন। আর তিনি হয়তো এই বিটকয়েন কে স্বীকৃতি দিয়েছে এবং বিনিয়োগ করেছে যার কারণে তার ছাগলের নাম বিটকয়েন দিয়েছেন। আর মার্ক জুকারবার্গ যদি বিটকয়েনের প্রতি অধিক আগ্রহী হয়ে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে তার ফেসবুকে বিটকয়েন দ্বারা নির্মিত করার সম্ভাবনা থাকবে। মার্ক জুকারবার্গ বিটকয়েন কে পর্যাপ্ত পরিমাণ পছন্দ করেন যার কারণে তিনি তার ছাগলের নাম দিয়েছে বিটকয়েন। তবে তার সোশ্যাল মিডিয়া ফেসবুক অধিক জনপ্রিয় ভবিষ্যতে ফেসবুকের পেজ এবং অন্যান্য ক্ষেত্রে হয়তো বিটকয়েন দ্বারা পেমেন্ট সিস্টেম করতে পারে যদিও এটি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কম তবে হতেও পারে।
newbie
Activity: 7
Merit: 7
May 07, 2023, 10:00:50 AM
মজার ঘটনা: হাঙ্গেরি #বিটকয়েন নির্মাতা সাতোশি নাকামোতোর সম্মানে একটি মূর্তি তৈরি করেছে 🇭🇺




https://i.postimg.cc/T1h86dsV/IMG-20230507-205737.jpg
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 07, 2023, 09:00:28 AM
আর আমাদের আছে বিটকয়েন ক্যাফে যদিও সেখানে বিটকয়েন গ্রহণ করা হয় না। আমি একবার খেতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম বিটকয়েনে পেমেন্ট নিবে কি না। উনি বলল না  Cheesy
https://www.facebook.com/thebitcoincafepanthopath/



ইনটারেষ্টিং! এই বিটকয়েন ক্যাফে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। আমি কিন্তু জানতাম না এটা কোন যায়গার। আমি াাপনার কাছে প্রশ্ন করতে যেতাম, তখন ভাবলাম একটু সার্চ করে দেখি। তাদের সম্ভবত বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। এর মধ্যে পান্থপথ এবং মিরপুর ১ নাম্বারের ব্রাঞ্চ সবচাইতে জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া ইউটিউবেও তাদের ক্যাফের কিছু রিভিউ ভিডিও আছে। আমি তো ভাবতেছি এরা এতোদিন ধরে কই লুকিয়ে ছিলো? একবারো কেনো তাদের ক্যাফের নাম শোনলাম না? তাদের ফেসবুক পেইজে দেখলাম ২০২১ সালের পর থেকে আর কোনো পোষ্ট নেই। আপনি কি শিওর তাদের ব্রাঞ্চ গুলো এখনো চালু আছে? বাংলাদেশে তো বিটকয়েনের নাম শুনলো পশ্চাতেদেশে চুলকানি শুরু হয়ে যায়।

krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন

ভাই ওনাকে নিয়ে একটা প্রশ্ন আছে। উনি সব সময় ফ্রি রাফেল দিয়ে থাকেন। আসলে এত করে ওনার লাভ কি? একটা মানুষ এতাদিন ধরে কিভাবে এটা কন্টিনিউ করে যাচ্ছে? উনি এতা কিছু কালেক্ট করেন কিভাবে?
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 07, 2023, 08:31:28 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫১২ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-512th-ecause-i-am-still-in-a-good-mood-doge-coin-car-5451830
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes

             Yes...I am still in a good mood so giving out a NASCAR 2021 STEFAN PARSONS #99 DOGECOIN XFINITY CAR 1/64 DIECAST
car  Cheesy

             KEEP ON HODLING FELLAS!!!  
 


 
jr. member
Activity: 48
Merit: 7
May 07, 2023, 06:26:12 AM
মার্কজুকারবার্গের ছাগলের নাম "বিটকয়েন"



এটা একটা ট্রেন্ডিং ছিল কি-না বলতে পারলাম না তবে একটি হাস্যকর বিষয় ছিল সেটা সুনিশ্চিত। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিটকয়েনকে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিটকয়েনের নামে রয়েছে কিন্তু এই প্রথম বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গের মধ্যথেকে Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম রেখেছেন "বিটকয়েন"
এটা তার একটি মজাদার কৌশল ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নেটিজেনরা তার এই বিষয়টাকে মজা হিসেবেই
নিয়েছিলেন।
যাহোক বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করবেন না।@Little Mouse, @roksana.hee এই দুজন মজাদার ইনফরমেশন শেয়ার করেছেন সেজন্য আমি একটু ভিন্ন টাইপের জিনিস শেয়ার করলাম আর কি।
নিউজ পড়তে ক্লিক করুন:লিংক
মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম নিয়ে পোষ্টটি করেছিলেন দুই বছর আগে। পোস্টটি দেখে বিটকয়েনের বিশেষজ্ঞ যারা আছে তারা ধারণা করেছিলেন মার্গ জুকারবার্গ হয়তো বিটকয়েন কে স্বীকৃতি দিচ্ছে বা তিনি বিটকয়েনে আগ্রহী। আমার কাছেও তাই মনে হয় কারণ বিটকয়েন সম্পর্কে মার্ক জুকারবার্গ জানেন বলেই ছাগলের এমন নামকরণ করেছে । তবে তিনি আসলে কি বুঝিয়েছেন সেটা বলা অসম্ভব।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 06, 2023, 10:55:27 PM
২০২৪ সালের শেষ নাগাদ শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কোটি টাকায় (এক লাখ ডলার) পৌঁছতে পারে বলে ভবিষ্যদ্বানী করেছে ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড। সোমবার ব্রিটিশ বহুজাতিক ব্যাংকটি বলেছে যে, ক্রিপ্টোর শীতল সময় শেষ হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিজিটাল সম্পদ গবেষণার প্রধান জিওফ কেন্ড্রিক একটি নোটে বলেছেন, ব্যাংকিং সেক্টরে সাম্প্রতিক গোলযোগ, এবং ক্রিপ্টো মাইনিংয়ের উন্নতি বিটকয়েনের লাভের সময় ফিরিয়ে আনতে পারে। খবর রয়টার্সের

কেন্ড্রিক বলেছেন, 'যদিও অনিশ্চয়তার উৎস এখনও রয়ে গেছে। আমরা মনে করি এর দাম এক লাখ ডলার হওয়ার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে।'

গত দেড় বছরে ভয়াবহ দরপতন দেখেছে বিটকয়েন। ২০২০ সালের নভেম্বরে সিটির একজন বিশ্লেষক ভবিষ্যদ্বানী করে বলেছিলেন যে, ২০২২ সালে বিটকয়েনের দাম ৩ লাখ ১৮ হাজার ডলার ছাড়াতে পারে। তবে করোনাভাইরাস মহামারি ও বিনিয়োগকারীদের ভরসা কমে যাওয়ায় ঘটে তার উল্টো।

৭৯ হাজার ডলার থেকে দেড় বছরে বিটকয়েনের দাম কমে দাঁড়ায় সাড়ে ১৬ হাজার ডলারে। তবে সেই সময় পার করে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি। গত দশ মাসের মধ্যে চলতি মাসে বিটকয়েনের সর্বোচ্চ ৩০ হাজার ডলার দাম ওঠে।
আন্তর্জাতিক ডেস্ক নিউজ
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 06, 2023, 05:02:44 PM
মার্কজুকারবার্গের ছাগলের নাম "বিটকয়েন"



এটা একটা ট্রেন্ডিং ছিল কি-না বলতে পারলাম না তবে একটি হাস্যকর বিষয় ছিল সেটা সুনিশ্চিত। বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিটকয়েনকে উপস্থাপন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিটকয়েনের নামে রয়েছে কিন্তু এই প্রথম বিশ্বের নামিদামি ব্যক্তিবর্গের মধ্যথেকে Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ছাগলের নাম রেখেছেন "বিটকয়েন"
এটা তার একটি মজাদার কৌশল ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে নেটিজেনরা তার এই বিষয়টাকে মজা হিসেবেই
নিয়েছিলেন।
যাহোক বিষয়টিকে সিরিয়াসলি গ্রহণ করবেন না।@Little Mouse, @roksana.hee এই দুজন মজাদার ইনফরমেশন শেয়ার করেছেন সেজন্য আমি একটু ভিন্ন টাইপের জিনিস শেয়ার করলাম আর কি।
নিউজ পড়তে ক্লিক করুন:লিংক
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 06, 2023, 01:04:41 PM
আসলামলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বিটকয়েনের ফরুমের নিয়ম কারণ গুলি খুব সুন্দরভাবেই পড়েছি। আমার সর্ব প্রথম পোস্ট আমাদের লোকাল থ্রেডে পোস্ট করতে পেরে অনেকটাই ভালো লাগছে। বাংলা ভাষায় পোস্ট করতে পারছি। আমি যতদিন আছি ততদিন চেষ্টা করে যাব। আমার দ্বারা যাতে আমাদের বাংলা কমিউনিটি কোন প্রকার ক্ষতি না  হয়, ওই ধরনের কোন কাজ করবো না যাতে আমাদের লোকাল কমিউনিটি বদনাম হোক। আমাদের বাংলা থ্রেডে @Littol Mouse @LDL @Crypto Library @tjtonmoy @Learn Bitcoin @Bitcoin_people আর ওনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি সব সময় আপনাদের কে অনুসরন করবো। আপনাদের দেওয়া সকল প্রকার পোস্ট থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 06, 2023, 08:27:46 AM
“হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান
আর আমাদের আছে বিটকয়েন ক্যাফে যদিও সেখানে বিটকয়েন গ্রহণ করা হয় না। আমি একবার খেতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম বিটকয়েনে পেমেন্ট নিবে কি না। উনি বলল না  Cheesy
https://www.facebook.com/thebitcoincafepanthopath/

full member
Activity: 490
Merit: 119
May 06, 2023, 01:14:06 AM
“হাউস অফ নাকামোতো” বিটকয়েনের একটি দোকান

"হাউস অফ নাকামোতো" নামে বিটকয়েন এর একটি দোকান ঘুরে বেড়াচ্ছে। বিটকয়েন ম্যাগাজিন - এর টুইটার একাউন্টে এই দোকানটি নিয়ে একটি পোস্ট করা হয়।“হাউস অফ নাকামোটো” নামে এই দোকানটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দেখা গেছে।



“হাউস অফ নাকামোতো” হল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত একটি সুপরিচিত বিটকয়েনের দোকান। দোকানটি হার্ডওয়্যার ওয়ালেট, মার্চেন্ডাইজ এবং শিক্ষাগত সম্পদ সহ দর্শকরা যাতে বিটকয়েনের পিছনের ইতিহাস এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং বিটকয়েন-সম্পর্কিত পণ্য যেমন হার্ডওয়্যার ওয়ালেট এবং পণ্যদ্রব্য ক্রয় করতে পারে।

হাউস অফ নাকামোতো ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দ্রুত বিটকয়েন উৎসাহ এবং বিনিয়োগকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দোকানটি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির উপর নিয়মিত ইভেন্ট এবং কর্মশালার আয়োজন করে, আলোচনা এবং শেখার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে।

ক্রিপ্টোকারেন্সি রেগুলেশনের ক্ষেত্রে অস্ট্রিয়া তুলনামূলকভাবে প্রগতিশীল হয়েছে এবং বিটকয়েনকে সাধারণত দেশে বৈধ বলে মনে করা হয়। যেমন, দ্য হাউস অফ নাকামোটো খোলাখুলিভাবে পরিচালনা করতে এবং ভিয়েনায় তার ব্যবসা বাড়াতে সক্ষম হয়েছে।

সামগ্রিকভাবে, দ্য হাউস অফ নাকামোতো বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান মূলধারা গ্রহণের পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তি এবং এর সম্ভাব্য প্রয়োগের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের একটি চমৎকার উদাহরণ। এটি পর্যটক এবং স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে যারা ক্রিপ্টোকারেন্সির জগতে আগ্রহী।
staff
Activity: 2436
Merit: 2347
May 05, 2023, 12:59:47 PM
খবরের উৎসের লিঙ্ক কোথায়? অথবা আপনি চুরির জন্য নিষিদ্ধ পেতে চান?

Sorry, Xal0lex. I and LDL warned this guy twice not to use Automated Translator and not to post News without original source. I've reported his translated posts. I hope he will learn from this, and I hope he won't repeat that again.

আপনার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। এটা তোমার দোষ নয়। ঠিক আছে, যদি তিনি একটি পাঠ না শিখেন, ফোরামে তার পরবর্তী ভাগ্য, আমি আশা করি, পরিষ্কার। আর হ্যাঁ, ভবিষ্যতে আমাকে বাংলায় লিখতে পারেন।
member
Activity: 168
Merit: 58
May 05, 2023, 10:41:43 AM
.
কি একটা ব্যাপার দেখেন তো। এখন ফোরাম মোডারেটর রা এসেও আমাদের থ্রেড এর মেম্বারদের কে ওয়ার্নিং দিয়ে যায়। ব্যাপার টা নিশ্চই আমাদের থ্রেড এর মেম্বারদের গৌরবের। তাই না? কি বলেন Bnl248 ভাই? আমরা লোকাল রা অনেকেই কপি পেষ্ট দেখে বা সোর্স ছাড়া নিউজ দেখে রিপোর্ট করি না একটা কারনে, সেটা হলো আমরা চাই না লোকাল কেউ ব্যান খেয়ে যাক। তবে, কথা না শুনে কেউ যদি ব্যান খেয়ে যায়, তখন আমাদের আর কি করার থাকবে বলেন?
Bnl248 ভাই কে নিয়ে কত পোস্ট করা হচ্ছে , অথচ তিনি কোন ধরনের রিপ্লে দিয়ে সরি বা ভুল করেছেন, ক্ষমা চেয়ে কোন ধরনের পোস্ট করলেন না। ওই পোস্টগুলি ডিলেটও দিলেন না বা কোন ধরনের সোর্স লিংক যুক্ত করে দিলেন না। তিনি শুধু শুধু বাংলা লোকাল থ্রেডের দুর্নাম ছড়াতে এসেছেন। তার প্রোফাইলে গিয়ে পোস্টগুলি দেখলাম হয়তো তাকে খুব শীঘ্রই চান্দের দেশের টিকিট ধরিয়ে দিবেন।
@LDL ভাই ও @Learn Bitcoin ভাই আপনারা দুজনে তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে কানেই নিল না। যাইহোক তিনি ভুল শুধরে নিলেন না তার ব্যান খাওয়াই উচিত। তাকে আর নিষেধ করে লাভ নেই পরবর্তীতে কোন সোর্স থেকে কপি করে বা ট্রান্সলেট করে পোস্ট করলে‌ সোর্স লিংক যুক্ত করে না দিলে সাথে সাথে সবাই মিলে রিপোর্ট মেরে দেবো।‌ কেননা তার কারণে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের ক্ষতি হোক তা আমরা চাই না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 05, 2023, 08:13:52 AM
খবরের উৎসের লিঙ্ক কোথায়? অথবা আপনি চুরির জন্য নিষিদ্ধ পেতে চান?

Sorry, Xal0lex. I and LDL warned this guy twice not to use Automated Translator and not to post News without original source. I've reported his translated posts. I hope he will learn from this, and I hope he won't repeat that again.

Edited Out

কি একটা ব্যাপার দেখেন তো। এখন ফোরাম মোডারেটর রা এসেও আমাদের থ্রেড এর মেম্বারদের কে ওয়ার্নিং দিয়ে যায়। ব্যাপার টা নিশ্চই আমাদের থ্রেড এর মেম্বারদের গৌরবের। তাই না? কি বলেন Bnl248 ভাই? আমরা লোকাল রা অনেকেই কপি পেষ্ট দেখে বা সোর্স ছাড়া নিউজ দেখে রিপোর্ট করি না একটা কারনে, সেটা হলো আমরা চাই না লোকাল কেউ ব্যান খেয়ে যাক। তবে, কথা না শুনে কেউ যদি ব্যান খেয়ে যায়, তখন আমাদের আর কি করার থাকবে বলেন?

হাসালেন ভাই।
আসলে আমার যেটা মনে হলো সেটা বললাম আর কি। আমি যখন আমার সমস্যার কথা শেয়ার করেছি, তখন আপনার এপ্রোচ দেখে আমার এমনটা মনে হয়েছে। লাভ লসের ব্যাপার যাই হোক না কেনো, এত কমিউনিটির ও ভালো।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 05, 2023, 07:53:05 AM
আমি বিটকয়েন মাইনিং নিয়ে একটি বিষয় পরিস্কার হতে চায়। সেটি হল যে আমরা প্রতি ট্রানজেকশনে একটি ফি দিয়ে থাকি যা মাইনারা পেয়ে থাকে। যখন বিটকয়েনের টোটাল সাপ্লাই যুক্ত হবে অর্থাৎ ২১ মিলিয়ন হওয়ার পর তখন আর মাইনাররা মাইনিং করতে পারবে না। তাহলে বিটকয়েনের গানিতিক সমস্যা গুলোর সমাধান কারা করবে বা কিভাবে হবে?
আপনাকে আগে মাইনিং জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে। মাইনিং হল নতুন ব্লক সৃষ্টির প্রক্রিয়া। এইখানে একটু ভালো করে খেয়াল করুন। নতুন ব্লক সৃষ্টির প্রক্রিয়া, নতুন কয়েন সৃষ্টির প্রক্রিয়া বলাটা ভুল হবে। মাইনাররা অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে করে নতুন ব্লক খুজে পাওয়ার চেষ্টা করে। এখন কথা হচ্ছে কেউ অযথা এই কাজটি কেন করবে? এর জন্যেই রাখা হয়েছে প্রতিটা ব্লকে রিওয়ার্ড। মানে ব্লক রিওয়ার্ড। কিন্তু যখন ২১ মিলিয়ন বিটকয়েন সাপ্লাইয়ে যোগ হবে, তখন কি হবে? তখন কেউ ব্লক খুজে পাওয়ার জন্য ব্লক রিওয়ার্ড পাবে না। তাহলে কেন তারা মাইনিং করবে? এইখানে আমি দুইটা অপশন রাখতে চাই, একান্ত ব্যক্তিগত যদিও অনেকেই এইটা আগেও বলেছেন। আমি প্রথম বলছি এইরকম না।
যখন মাইনাররা ব্লক রিওয়ার্ড পাবে না তখন তারা শুধুই ট্রাঞ্জেকশন ফি পাবে যদি মাইনিং করে। সেক্ষেত্রে, একটি ব্লক খুজে পেতে তাদের যে পরিমাণ খরচ হবে, আর তারা যে ট্রাঞ্জেকশন ফি পাবে সেটা যদি খরচের চেয়ে বেশি না হয় তাহলে বিটকয়েন ব্লকচেইন ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অথবা, ব্যাপারটা এমন হবে যে বিটকয়েন এর দাম তখন এত বেশি থাকবে যে শুধুমাত্র ট্রাঞ্জেকশন ফি দিয়েই তারা লাভবান থাকবে।
যাই হোক, আমরা জানি আমরা আরো ১১৫ বছর পরের কথা বলতেছি। এর মাঝে আরো অনেক কিছুই ঘটতে পারে।
full member
Activity: 770
Merit: 184
May 05, 2023, 07:42:13 AM
ব্যাংকের ক্ষেত্রে আপনার একাধিক ব্যাংক একাউন্ট এর প্রয়োজন হলেও, বিটকয়েনের ক্ষেত্রে আপনার একাধিক ওয়ালেট এর প্রয়োজন নেই। আপনি একটা ওয়ালেট দিয়ে যত ইচ্ছে এড্রেস ক্রিয়েট করতে পারবেন এবং কয়েন কনট্রোল ফিচারের মাধ্যমে, আপনি খুব সহজেই সব এড্রেস আলাদা করে দেখতে পারবেন এবং সব এড্রেসের ব্যালেন্স আলাদা করে দেখতে পারবেন, এর পাশাপাশি ভিন্ন ভিন্ন ব্যবসায়ের জন্য ভিন্ন ভিন্ন এড্রেস থেকে খরচও করতে পারবেন। আপনার ব্যবসা যখন বড় হবে, আপনি অনেক বিটকয়েন লেনদেন করবেন, তখন আপনি অবশ্যই ইলেকট্রামের মত হট ওয়ালেট ব্যবহার না করে কোল্ড ওয়ালেট বা হার্ডওয়্যার ওয়ালেট খুজবেন। তখন নিশ্চয়ই আপনি অনেকগুলো হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করতে চাইবেন না।

ভাই আপনাকে ধন্যবাদ দ্রুত আপনি আমার বিষয়টির উপর একটি উন্নতর এবং নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন। আমি বিষয়গুলো আরও ভালভাবে বুঝতে সক্ষম হলাম। আমি আপনার মাধ্যমে আরও কয়েকটি বিষয় ধীরে ধীরে জানার চেস্টা করব। আজকে আমার অনেক দিন লুকিয়ে থাকা একটি প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি।

আমি বিটকয়েন মাইনিং নিয়ে একটি বিষয় পরিস্কার হতে চায়। সেটি হল যে আমরা প্রতি ট্রানজেকশনে একটি ফি দিয়ে থাকি যা মাইনারা পেয়ে থাকে। যখন বিটকয়েনের টোটাল সাপ্লাই যুক্ত হবে অর্থাৎ ২১ মিলিয়ন হওয়ার পর তখন আর মাইনাররা মাইনিং করতে পারবে না। তাহলে বিটকয়েনের গানিতিক সমস্যা গুলোর সমাধান কারা করবে বা কিভাবে হবে?

ক্রিপ্টোকারেন্সির বাজার ‘অনিয়ন্ত্রিত’
গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)বন্ধ হয়ে যায়। এর পর সিগনেচার ব্যাংক নামের আরেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তার ওপর ক্রিপ্টোকারেন্সি তথা ডিজিটাল মুদ্রা খাতের ঋণদাতা ব্যাংক হিসেবে বিবেচিত সিলভারগেটও মুখ থুবড়ে পড়ে। একের পর এক ব্যাংক বন্ধের কারণে দুশ্চিন্তা বাড়েছে সকল দেশে।

২০২২ সালের শেষ দিকে বিশ্ব মুদ্রা তহবিল আই এম এফ এবং বিশ্বব্যাংক থেকে বিশ্বমন্দার আগাম বার্তা দেওয়া হয়েছিল। বর্তমান বৈশয়িক পরিস্থিতি খারাপ হওয়ায় তাদের পুর্বানুমানের সত্যতা পাওয়া যাচ্ছে। যদি শিগরই যুদ্ধ বন্ধ না হয় তাহলে মুদ্রাস্ফিতি বেড়ে যাওয়া সহ অর্থনৌতিক অবস্থার বড় বিপর্যয় ঘটবে। ইতমধ্যে আমেরিকার বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়েছে এবং কিছু ব্যাংকের অবস্থাও আশঙ্কা জনক। আর এই পরিস্থিতি অর্থনৈতিক ভাবে প্রতিটি সেক্টরের প্রভাব ফেলছে। ক্রিপ্টো বাজারে এর তেমন প্রভান না পরলেও দীর্ঘ মেয়াদে বড় প্রভাব পরতে পারে। বিশেষ করে যেই ব্যাংক গুলোতে থেকে ক্রিপ্টো ঋন সুবিধা গ্রহন করা হত।  অর্থনৌতিক প্লাটফরম গুলোর সুচক সবই নিম্নমুখি রয়েছে। তাছাড়া আমাদের দেশের অর্থনীতিও যে ভাল পর্যায়ে নেই তা প্রায় সবারই জানা। ঋন খেলাপি, মুদ্রাস্ফিতি আমাদের দেশের মত দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। আমেরিকার অর্থনীতি এবং আমাদের দেশের অর্থনীতির মধ্যে বড় পার্থক্য রয়েছে। এর একটি উদাহারন হিসেবে বলা যায় যে ২০০৮ সালে আমেরিকাতে একটি বড় অর্থনৈতিক মন্দা ভাব দেখাগিয়েছিল। মুলত আবাসন ক্ষাতে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় সংগঠিত হয়েছিল সেই সময়ে। এই বিপর্যয় কে নিয়ন্ত্রনে আনার জন্য সরকারকে লক্ষ্য কোটি ডলার অনুদান দিতে হয়েছিল। কিন্তু আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে এত অর্থ সহায়তা সরকারের পক্ষ্যে দেওয়া কখনই সম্ভব নয়। তাই প্রয়োজন আগাম প্রস্তুতি।

ছোট্ট একটি বিষয় তুলে ধরে এই লেখাটি শেষ করব। বেশ কয়েকদিন আগে সম্ভবত মার্চ মাসে লোকাল বোর্ডের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা ,এক্টিভিটি সংখ্যা, মেরিট আদান-প্রদান নিয়ে (Rikafiq) একটা পোস্ট দিয়েছিলেন সেখানে একমাত্র বাংলাদেশের নাম ছিল না। এটা বাংলাদেশ লোকালের ল্যাঙ্গুয়েজ থ্রেডের কেউ খেয়াল না করলেও একমাত্র Little Mouse ভাই দেখলাম লেখালেখি করেছে এবং বাংলাদেশ না থাকার কারণ জানতে চেয়েছিলেন। এখানে যদি আরো একাধিক ইউজাররা লেখালেখি করত তাহলে এমন ভুলটি আর পরবর্তীতে করতে পারত না। তাই আপাতত লিটল মাউসের সাপোর্টার হিসেবে বেশ কয়েকটি উচ্চতার রেংকের ইউজার প্রয়োজন।
এত সকল কথা বলার জন্য আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু নতুনে যারা এখানে পোস্ট করবেন তাদের জন্য এই লেখাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি।

মানুষ চেস্টা করলে তার কাছে অনেক কিছুই সম্ভব। বাংলা থ্রেডে গত ৪ থেকে ৫ মাস আগেও কয়েকজন ব্যবহারকারী ছাড়া কেউ আসত না। তবে কিছু উদ্যমি ভাইদের প্রচেস্টায় (BitcoinDream,Little Mouse, Review Master, Shasan, Crypto Library, LDL) বাংলা থ্রেড এখন বেশ এগিয়ে যাচ্ছে এবং আগামিতে আরও এগিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে কয়েকজন ভাই Learn Bitcoin,  NicNacCoin, Bitcoin _People, Mr.Corol, Mustafar, Suzume, roksana.hee খুবই পরিশ্রম করে যাচ্ছেন কেউ কেউ ইতমধ্যে তাদের ছোট সফলতা পেয়েছেন।তবে আমি যা বুঝি যদি কোন কমিউনিটি দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে তাদের দ্বারা যে কোন কিছুই সম্ভব। এখানে আমরা যারা নিম্ন র‌্যাংকধারী আছি আমরা যদি আমাদের সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ি ইফোর্ট দিতে পারি তাহলে হয়তো একটি নির্দিস্ট সময় পরে আমদেরও অবস্থান তৈরী হতে পারে। তবে এজন্য প্রয়োজন উপযুক্ত জ্ঞান যা অর্জন করলে যে কেউ সফল হবেই হয়তো আজ নয় তো কাল।




staff
Activity: 2436
Merit: 2347
May 05, 2023, 03:49:40 AM
Jump to: