Author

Topic: বাংলা (Bengali) - page 240. (Read 5319190 times)

member
Activity: 168
Merit: 58
April 15, 2023, 09:35:15 AM
অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন,,, ঈদ বয়ে আনুক সবার জীবনে অসীম সুখ ও আনন্দ.... সকলকে ঈদ মোবারক।
আমাদের মুসলমানদের জীবনে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আযহা। @Bitcoin blockchain ভাই আপনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই আপনি এই পোস্ট টা দুই চার লাইনের মধ্যে রাখলে অত্যন্ত ভাল হতো। আপনি ঈদ মোবারক কথাটি একটা পিকচারের মধ্যে সুন্দর ভাবে ডিজাইন করে পোস্ট করতে পারতেন। আপনি অযথা শুধু ঈদ মোবারক লিখে পোস্টটা অনেকটাই লং করেছেন। এত ঈদ মোবারক লেখার কোন মানেই হয়না একবার লিখলেই যে কথা বারবার লিখলেই একই কথা। এভাবে ঈদের শুভেচ্ছার আপনার মতো আরো দু-একজনের জানালে দেখা যাবে তিন চারটা পোস্ট করলেই একটা পেজ পরিপূর্ণ হয়ে যাবে। এই পোস্ট থেকে আমাদের কোন শিক্ষনীয় কোন কিছুই নেই।
আর ভাই আপনার কর্মকান্ড দেখে সত্যিই অবাক হইলাম, আপনি সাধারণত ঈদ মোবারক কথাটি নিজে থেকে লিখতে পারলেন না। আমাদের পবিত্র ঈদের শুভেচ্ছা টাও চুরি করে নিয়ে পোস্ট করলেন।
আপনার পোষ্টের অরজিনাল লিংক।
member
Activity: 168
Merit: 58
April 15, 2023, 03:04:00 AM
২২মে পিজ্জা দিবস, ৩১ অক্টোবর হ্যালোইন দিবস এই দুটো উৎসব ঠিকমতো পালন করতে পারলেই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন। তাই আপাতত বিতর্কে না জড়িয়ে নিজের জ্ঞানে যা পারেন তাই শেয়ার করুন।
আপনি সঠিক পরামর্শ দিয়েছেন, আমিও Wall Observer WO দু'চারটা পোস্ট দিয়েছিলাম। আমি কোন সোর্স থেকে কপি করে পোস্ট করলে অবশ্যই সোর্স লিংক এড করে দেই। (WO) অতি প্রথম যখন একটা পোস্ট করি, বড় বড় ব্যাংকের ইউজাররা, আমি দেখলাম প্রথমেই তারা প্রোফাইলে ঢুকে প্রোফাইলে পোস্ট চেক করেন। অনেক ধরনের কথাবার্তা বলে নিন্দা শুরু করে। আমি বোকার মত তাদের সাথে কোনো ধরনের তর্কে যাইনি। আমি বুঝতে পারলাম (আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই) যখন আমি এই ফরম থেকে জ্ঞান অর্জন করতে পারব এবং আমার আইডির রেঙ্ক বৃদ্ধি পাবে Full member বা Sr member পদোন্নতি হবে। তখন না হয় দুই একটা Wall Observer পোস্ট করব।
@LDL ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো একটা পরামর্শ দিয়েছেন। আরেকটা প্রশ্ন করি ভাই পিজা দিবস এর কোন ধরনের কি (কনটেস্ট) হবে? আর কনটেস্ট কবে থেকে শুরু হতে পারে? পিজা দিবস ও হ্যালোইন দিবস এই দুইটা দিবস খুবই ভালভাবে পালন করার চেষ্টা করব। বিশেষ করে আর একটা প্রশ্ন করি, হ্যালোইন দিবস কেন পালন করা হয়? এই দিবসের রহস্য কি যদি বিস্তারিত বুঝিয়ে দিতেন অনেকটাই কৃতজ্ঞ হতাম।

Snip.
মাত্রই পোস্টটা দেখতে পেলাম, @Bitcoin_News_MS @Suzume এই দুই ভাই এর কর্মকান্ড দেখে সত্যিই আমার হাসি পেয়েছে। দেখলাম তারা বকাবকি শুরু করে দিয়েছিল। এই ধরনের কাজ সত্যিই আপনাদের করা উচিত হয়নি। @Bitcoin_News_MS @Suzume আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলি, উপরে অনেক সিনিয়র ভাইয়েরা ভালো ভালো পরামর্শ দিয়েছেন। আপনারা পরামর্শ গুলো মেনে চলার চেষ্টা করবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 15, 2023, 12:12:37 AM
~


আমি সকল এর কাছে ক্ষমা প্রার্থনা করছি ।। আমি নিজেও বুঝতে পারিনি যে তারা সিনিয়র হওয়া সত্বেও তাদের ব্যাবহার এমন হবে ।। আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার Wall Observer পোস্ট করা ঠিক হয়নি ।। আমার এই ভুল এর জন্য আমি সকল এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বিতীয় বার এই ধরনের কোনো ভুল হবে না ।।

আমি পূনরায় আমার এই ভুল এর জন্য সকল এর কাছে ক্ষমা চাচ্ছি  পরবর্তী তে আর এই ধরনের ভুল হবে না।।
অল অবজারভেশনে (Wall Observer WO) থ্রেডে সাধারণত লোয়ার রেঙ্কের ইউজাররা পোস্ট করলে তারা অনেক মাইন্ড করে। বিশেষ করে দু চারজন ইউজার আছে যারা লোয়ার রাংকের মেম্বারদের পোস্ট দেখলেই মাথা ঠিক থাকে না। তারা সর্বদা লোয়ার রেঙ্কের ইউজারদের বিভিন্নভাবে কিটিসাইজ করতে থাকে। তাই আপাতত আমরা যারা বাংলা লোকালে আছি তারা সাধারণত অল অবজারভেশনে পোস্ট করব না।

Quote
আমি Wall Observer যে সকল পোষ্ট করেছি সেই পোস্ট গুলা কি ডিলিট করে দিবো ?? যদি সিনিয়র রা রিপোর্ট করে তাইলে ত আমার আইডি তে সমস্যা হতে পারে ।। আমি জানতে চাই যে পোস্ট গুলো রেখে দিবো না ডিলিট করে দাওয়া আমার জন্য ভালো হবে ।।
আপাতত আপনার পোস্টগুলো ডিলিট করার প্রয়োজন নেই তবে যদি আপনি যে সকল পোস্ট করেছেন সেগুলোতে যদি সোর্স লিংক না থাকে তাহলে আপনি এডিট করে সোর্স লিংক যোগ করে দিন ।
আপনাকে আমি একটা উপদেশ দিচ্ছি, উপদেশ নয় পরামর্শ। আপনি আপনার এই আইডির যত্ন নিন অহেতুক অল অবজারভেশনে গিয়ে আইডির ক্ষতি করবেন না। সামনে এই ছোট ছোট আইডি বড় করার বিভিন্ন উপায়ে চলে আসবে।
২২মে পিজ্জা দিবস, ৩১ অক্টোবর হ্যালোইন দিবস এই দুটো উৎসব ঠিকমতো পালন করতে পারলেই আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন। তাই আপাতত বিতর্কে না জড়িয়ে নিজের জ্ঞানে যা পারেন তাই শেয়ার করুন।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 14, 2023, 11:41:48 PM
~


আমি সকল এর কাছে ক্ষমা প্রার্থনা করছি ।। আমি নিজেও বুঝতে পারিনি যে তারা সিনিয়র হওয়া সত্বেও তাদের ব্যাবহার এমন হবে ।। আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার Wall Observer পোস্ট করা ঠিক হয়নি ।। আমার এই ভুল এর জন্য আমি সকল এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বিতীয় বার এই ধরনের কোনো ভুল হবে না ।।

আমি Wall Observer যে সকল পোষ্ট করেছি সেই পোস্ট গুলা কি ডিলিট করে দিবো ?? যদি সিনিয়র রা রিপোর্ট করে তাইলে ত আমার আইডি তে সমস্যা হতে পারে ।। আমি জানতে চাই যে পোস্ট গুলো রেখে দিবো না ডিলিট করে দাওয়া আমার জন্য ভালো হবে ।।

আমি পূনরায় আমার এই ভুল এর জন্য সকল এর কাছে ক্ষমা চাচ্ছি  পরবর্তী তে আর এই ধরনের ভুল হবে না।।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 14, 2023, 12:02:08 PM
আচ্ছা, বিটকয়েন এর Taproot আপগ্রেড নিয়ে কে কি কি জানেন? এই ডেভেলপমেন্ট বিটকয়েনে কি কি ফিচার যোগ করেছিলো? আমার জানামতে Taproot আপগ্রেড ২০২১ সালে আসে। যেটা একটা সফল হার্ডফোর্ক ছিলো এবং এটা বিটকয়েন প্রটোকলের মূল কোড পরিবর্তন করে দিয়েছিলো।

এটা মূলত ব্লকচেইনের সিকিউরিটি বাড়ানোর জন্য করা হয়েছিলো। Taproot কি স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম নাকি? আমার জানার ইচ্ছে। ইন্টারনেটে দেখলাম এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম। ইন্টারনেটের সকল তথ্য আসলে বিশ্বাস করা কঠিন।

আমার জানা মতে এটা বাস্তবায়িত হয় ২০২১ সালে -snip-

-snip-

কি দরকার ইন্টারনেট থেকে আরটিকেল খুজে বের করে ট্রান্সলেট করে পোষ্ট করার? আপনাদের কি মনে হয় না যে আমি ট্রান্সলেট করতে পারি? আপনাদের কি মনে হয় আমি ইন্টারনেট এ খুজি নাই? অটোমেটেড ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা ফোরামের রুলস বিরুধী
27. Using automated translation tools to post translated content in Local boards is not allowed.
এই পোষ্ট গুলা রিপোর্ট করলে ব্যান খাইতে পারেন। হুদাই নিজের ক্ষতি নিজে করতে যান কেনো?
আপনাদের নিজেদের যদি কোনো ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স না থাকে, দয়া করে সেটা নিয়ে লিখবেন না।

projectdevelopment, Worsh, Bitcoin_News_MS এই সক পাপেট গুলা কি শুরু করলো? আপনারা কি মনে করতেছেন বলেন তো? এসব আজাইরা পোষ্ট করে মেরিট পাবেন? আপনারা ফোরমের কোনো নিয়ম মানতেছেন?

Suzume আপনি তো বাংলায় ভালোই লেখতেছিলেন। হঠাৎ করে কি শুরু করছেন? মান সম্মান খাওয়ার তো আরো উপায় আছে দুনিয়ায়।
এক কথায় খুবই ডিসএপয়েন্টেড! @BitcoinDream, ভাই আপনারে খুব দরকার! রিপোর্ট করলে তো ব্যান খাবে। আপনি পারলে ক্লিয়ার করে দিয়েন।

sr. member
Activity: 1008
Merit: 366
April 14, 2023, 11:24:55 AM
বাজারে চলে এসেছে হার্ড ওয়ার ওয়ালেট বিশিষ্ট সাগা ক্রিপ্টো স্মার্টফোন
এই ফোনটি বিক্রয়ের জন্য ১০০০ ডলার বাজার মূল্য নির্ধারণ করেছে।

অন্যান্য ফোন থেকে এই মোবাইলটি যে সমস্ত জিনিস আলাদা করেছে তা হচ্ছে: সোলানা মোবাইল সাগা ক্রিপ্টো  পাঠানোর জন্য, গ্রহণ করার জন্য, ট্রেডিং করার জন্য এবং স্টোর করার জন্য মোবাইলটিতে নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ রয়েছে। এই ফোনটি একটি ডেডিকেটেড ক্রিপ্টো হার্ডওয়ার ওয়ালেট পরিণত করা হয়েছে।সাগার সুরক্ষিত উপাদানটি একটি "সিড ভল্ট" এর সাথে কাস্টমাইজ করা হয়েছে যা একটি ক্রিপ্টো ব্যবহারকারীর ব্যক্তিগত কীগুলি সংরক্ষণ করে, যা সোলানা বলেছে যে ফোনের বাকি ডেটা থেকে তাদের আলাদা রেখে তাদের আরও সুরক্ষিত করে তোলে৷ মোট কথায় ফোনটি ক্রিপ্টো উপযোগী করে বানানো হয়েছে।

ভাই এইটা ভ্যালু ফর মানি না। অন্যান্য flagship স্মার্টফোন গুলোর সাথে তুলনা করলে এবং এর বর্তমান বাজারে একই দামের যে ফোন গুলা পাওয়া যায় তার সাথে তুলনা করলে কখনই এইটা নেওয়া ঠিক হবে বলে মনে হয় না। আর আমাদের দেশ এর সকলে এটি এফোর্ড করতে পারবে না। অন্য দিকে কম দামের হলেও প্রাইস হিসেবে বেস্ট performance পাবেন অনেক ফোন এ। উদাহরন স্বরূপ Motorola Moto X40
যেখানে Saga তে 8 gen 1 ব্যাবহ্যার করা হইছে সেখানে এইটাতে Snapdragon 8 Gen 2 ব্যাবহার করা হইছে। প্রসেসর বিষয়ে ধারনা থাকলে আপনি বুঝতে পারবেন। আবার যদি motorola moto x50 pro  এর কথা বলি, তাহলে ওইটাতে 8+ Gen 2 ব্যাবহার করা হইছে যার দাম আরও কম। মাত্র ৫১০০০+
সব দিক থেকে চিন্তা করলে saga mobile দাম হিসেবে ঠিক না। তার মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গুগল যে পরিমান এ ডাটা কালেক্ট করে, মনে হয় না সেফ হবে। ওই দাম এ আপনি অ্যাপেল ডিভাইস ইউজ করতে পারেন যদি সিকিউরিটি নিয়ে চিন্তা থাকে।
তবে গুগল এর এইটা থেকে বাচতে আপনি কাস্টম রম ইউজ করতে পারেন যেখানে গুগল এর কোনো হাত থাকবে না। এটি করার জন্য লাখ লাখ টাকার ডিভাইস না নেওয়াই ভালো। এটি নিয়ে ভবিষ্যতে পোস্ট করব।
আর আপনি হার্ডওয়্যার ওয়ালেট নিলে ওইটা আপনি সিকিউর ভাবে রাখতে পারবেন। ফোন চুরি হয়ে গেলে সব শেষ। অথবা অপারেটিং সিস্টেম ক্রাস করলে আপনার সব শেষ। যেটি যেই কাজ এর জন্য বেস্ট সেটি সেই কাজে ব্যাবহার করা উচিত।
sr. member
Activity: 784
Merit: 372
April 14, 2023, 11:23:55 AM
Snip

সোলানা যে স্মার্টফোন আবিষ্কার করেছে এবং বাজারে বিক্রি  করার জন্য প্রস্তুতি নিয়েছে। এই মোবাইলটি অন্যান্য মোবাইল থেকে সম্পূর্ণ আলাদা এবং সিকিউরিটির বিষয়ে অনেক সতর্ক রয়েছে। ক্রিপটো কারেন্সি উপযোগী এবং হার্ডওয়ার ওয়ালেটের সমপরিমাণ সিকিউরিটি থাকবে। তবে আমাদের মত সাধারন মানুষের জন্য এ মোবাইলটি দাম অত্যাধিক বেশি 1000 ডলারের কম হলে সবচেয়ে ভালো হতো। আমি এই ফোনটি ক্রয় করার খুব ইচ্ছে অবশ্যই আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটা কেনার জন্য প্রস্তুত হচ্ছি। আমি যদি ফোনটি কিনতে পারি অবশ্যই আমি আপনাদের কে জানাবো এবং মিষ্টি খাওয়ার জন্য দাওয়াত করব।
কিছু ডিসকাউন্ট পেলে সবচেয়ে ভালো হতো।
সবচেয়ে ভালো হবে সোলানা কয়েনের দাম বৃদ্ধি পাবে কারণ এতদিন স্টাবল কয়েনে পরিণত হয়েছিল।

@Suzume
 @Bitcoin_News_MS

আমি আপনার বিস্তারিত সকল পোস্ট এবং লিংকে গিয়ে দেখেছি এবং আমার মেজাজ এই দুই ভাইয়ের প্রতি অন্তত খারাপ হয়েছে। Wall Observer যে সকল সিনিয়র লোক ওইখানে পোস্ট করে তাদের সম্পর্কে ধারণা খুবই কম রয়েছে। একমাত্র আমাদের এই বাংলাদেশি ভাইয়েরা এ ধরনের স্পামিং পোস্ট সব দেশের তুলনায় সর্বোচ্চ ঊর্ধ্বে। আবার আমি লক্ষ্য করেছি তাদের সাথে খারাপ ধরনের আচরণ করেছে এই দুজনের ভাগ্য ভালো একাউন্ট ব্যান্ড করে দেয়নি। আপনারা ভবিষ্যতে আর ওদিকে ভুলেও তাকাবেন না তাহলে একাউন্ট সর্বনাশ হতে পারে।

https://bitcointalksearch.org/topic/m.62090206

https://bitcointalksearch.org/topic/m.62090303

এই দুটি পোস্ট দেখে আমি চমকে উঠেছি কাদের সাথে পাল্লা দিয়েছি, চিন্তা করা যায়।
sr. member
Activity: 1008
Merit: 366
April 14, 2023, 10:05:08 AM
আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে + ক্রিপ্টোতে, আমি আপনাকে সর্বদা মূলধন বাঁচাতে এবং সঠিক সময়ে বিনিয়োগ করতে বলব।
আপনার ৫ বছরের অভিজ্ঞতা হয়ত ক্রিপ্টতে আছে, তবে ফোরাম এর অভিজ্ঞতা টা আপনার কম। এইভাবে পরপর পোস্ট না করে এক সাথে পোস্ট করার চেস্টা করেন। না বুঝলে রুলস পড়েন।
 
বাংলাদেশ একটি সময় বিশ্বদরবারে ক্রিপ্টোকারেন্সি জন্য পরিচিত লাভ করবে,,

ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ টাকাতে বিশ্বাস না করে ক্রিপ্টোকারেন্সি এর উপরে ভরসা রাখবে এটাই আমার আস্থা,,,
আপনার এই কথাটার সাথে একমত হতে পারলাম না। বাংলাদেশ যে পর্যায়ে আছে, আমার মনে হয় না কোনোদিন এই দেশ এ ক্রিপ্টো লিগ্যাল করা হবে। মন্ত্রী মিনিস্টার রা দেখেন ঠিকই ক্রিপ্টো তে করে টাকা হাতিয়ে নিচ্ছে। আমাদের বেলায় করতে গেলেই আমরা আসামি। পুরো সিস্টেম টা নস্ট, যা আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী। আমাদের সকলের হাতে স্মার্ট ফোন থাকা সত্বেও অনেকেই আমরা এর প্রপার ইউজ ই আজ পর্যন্ত জানি না। এই দেশ এ এখনও কবিরাজ এ বিশ্বাস করা হয়। যে দেশ এর মন্ত্রীরা ক্লাস ৫ পাশ, সেই দেশ এ ক্রিপ্টো ? কথাটা হাস্যকর। যাই হোক, লিগ্যাল হইলে আমাদের ই ভালো। তবে হবে কি না এই নিয়ে আমার অনেক সন্দেহ আছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 14, 2023, 09:44:56 AM
FTX এর বিশেষ কৌশলগত সুসংবাদ এফ টি টি (FTT) টোকেনের মার্কেট চাঙ্গা করার উদ্দেশ্যে হতে পারে। অথবা SAM BANKMAN-FRIED বাহামাস সরকারের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির জন্যও জনগণের মেরে দেওয়া টাকা উদ্ধার ও তাদের পুনরায় যাত্রা আরম্ভ ইত্যাদি ইত্যাদি।

বাস্তবতাটি এমন, FTX ঘোষণা করেছে যে, তারা ইতিমধ্যে ৭.৩ বিলিয়নের ক্যাশ ও ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে। আর এটি কিছুটা সুসংবাদ FTX ব্যবহারকারীদের জন্য, কেননা কোর্ট যদি অর্ডার দেয়। তাহলে FTX ব্যবহারকারীদের মধ্যে পুনরুদ্ধার করা ক্রিপ্টোকারেন্সি ফেরত দেওয়া হবে। যদিও তাদের আর অর্থের প্রয়োজন, কেননা তাদের সম্ভবত ১১.৬ বিলিয়নের অর্থের প্রয়োজন কিংবা বেশি।

আর যখন এই নিউজটি প্রকাশ হয়, তখন এটিও বলা হয়েছিল যে, হয়তো তারা FTX এক্সচেঞ্জটি আবার Q2 থেকে চালু করবে। আর এটিই যথেষ্ট ছিল, মার্কেটে FOMO তৈরি করার জন্য। যার ফলস্বরূপ FTT টোকেনে মূল্যে উর্ধ্বগতি দেখতে পাই।
sr. member
Activity: 1386
Merit: 451
April 14, 2023, 09:32:34 AM
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
April 14, 2023, 09:16:07 AM
@Suzume @Bitcoin_News_MS আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই গতকালকে  Wall Observer BTC/USD - Bitcoin price movement tracking & discussion এই টপিকে অনেকেই টুইটার থেকে কপি পেস্ট করেছে। এবং পরবর্তীতে এখানে কপি পেস্ট করার জন্য বারণ করা হয়েছে বারবার  https://bitcointalksearch.org/topic/m.62085208 কিন্তু তারপরও আমরা বাঙালি কপি পেস্ট করি গিয়েছি। বড় দুঃখের বিষয় হলো এটাই যে তারা আমাদের বাংলা লোকাল বোর্ড থেকে সেখানে গিয়ে অনেক স্পামিং করেছেন এবং বারবার সতর্ক করার পরেও এটি বন্ধ করা হয়নি। তবুও টুইটার থেকে এরকম কপি পেস্ট করেই যাচ্ছে আমাদের বাংলা লোকাল বোর্ডের নতুন কয়েকজন ইউজার। https://bitcointalksearch.org/topic/m.62088058 @suzmue আপনি এখানে এরকম ভাবে মিমি তৈরি করেছেন যেটা সবার কাছে অপছন্দীয় হয়েছে। এবং আমাদের বাংলা লোকাল বোর্ডের আরো একজন সদস্য @Bitcoin_News_MS সেই মিমি পোস্টে গিয়ে @Suzume এর সাথে তাল মিলিয়েছে যার কারণে ফোরামের বড় বড় ইউজাররা তাদেরকে অনেক বার বারন করার পরও তারা বন্ধ করেনি এরকম স্পামিং এবং পরবর্তীতে তাদের অনেক অপমান করা হয়। https://bitcointalksearch.org/topic/m.62089150 অনেক ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে আপনাদের এখানে যাতে কোনরকম স্পামিং না করা হয় ও টুইটার থেকে কপি পেস্ট করতে বারণ করেছে। কিন্তু এতবার বলার পরও আমাদের ভাই @Bitcoin_News_MS কোনরকম বাধা না মেনেই আবারও টুইটার থেকে কপি পেস্ট করে দিল। https://bitcointalksearch.org/topic/m.62090045 ব্যাস তারপর ঐ যারা সিনিয়র ছিল সেখানে তারা অনেক জঘন্যভাবে অপমান করা শুরু করলো https://bitcointalksearch.org/topic/m.62090080 । তারপর শুরু হয়ে গেল তাদের মধ্যে বিশাল কথা কাটাকাটি https://bitcointalksearch.org/topic/m.62090206 এবং এই কথা কাটাকাটি চলতেই রয়েছে। তাই আমি @Bitcoin_News_MS আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনাকে এতবার বারণ করার পরও আপনি কিসের কারণে সেখানে পোস্ট করতে গেলেন আসলে এটা আপনার অনেক ভুল হয়েছে। যার কারণে আপনাকে সেখানে অনেক অপমান ও করা হয়েছে। এর আগে টুইটার থেকে যখন কপি পেস্ট করা হয়েছে তখন কোন রকম বারণ করে ছিল না তবে যখন বারণ করেছিল কপি পেস্ট করার জন্য তখন আপনার উচিত ছিল সেখানে আর না যাওয়া। কিন্তু আপনি তবুও সেখানে কপি পেস্ট করতে গেলেন এবং জঘন্যভাবে অপমান হয়েছে এটা আসলে আপনার একান্তই ভুল ছিল দয়া করে এখানে গিয়ে আর আপনি রিপ্লাই দিয়েনা https://bitcointalksearch.org/topic/m.62090471। আশা করি এরকম ভুল আর কখনো করবেন না এবং নিজের রিপিটেশন নষ্ট করবেন না।
jr. member
Activity: 68
Merit: 3
April 14, 2023, 07:05:07 AM
30759BTC BTC today is hot 🔥🔥

আসসালামুয়ালাইকুম,, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একটা সময় ক্রিপ্টোকারেন্সি উপর নির্ভর হবে,,,🌏🇧🇩


ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ অবশ্যই আপনার এই কথাটা অবশ্যই একদিন বাংলাদেশে বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। বর্তমানে বিটকয়েন ৩১ হাজারের কাছাকাছি ঘুরপাক খাচ্ছে ।
jr. member
Activity: 48
Merit: 7
April 14, 2023, 06:42:15 AM
বাংলাদেশ একটি সময় বিশ্বদরবারে ক্রিপ্টোকারেন্সি জন্য পরিচিত লাভ করবে,,

ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ টাকাতে বিশ্বাস না করে ক্রিপ্টোকারেন্সি এর উপরে ভরসা রাখবে এটাই আমার আস্থা,,,
শুধু বাংলাদেশ না একটা সময় আসবে যখন পুরো পৃথিবীটাই ক্রিপ্টো কারেন্স দিয়ে লেনদেন সম্পন্ন করবে। পৃথিবীর উন্নত দেশগুলো বিপুল পরিমাণে বিটকয়েন কিনে রাখছে। তারা গবেষণা করে বিটকয়েনের ভবিষ্যৎ কি সেটা জানতে পেরেছে তাই তারা বিটকয়েন ভবিষ্যতের জন্য কিনে রাখছে। বাংলাদেশে ও বিটকয়েন খুব শীঘ্রই বৈধতা পেতে পারে। গত বছর বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী বিটকয়েন নিয়ে গবেষণার কথা বলেছিলেন সেই সাথে দেশীয় কারেন্সি তৈরি করার কথা ও উল্লেখ করেছিলেন।
newbie
Activity: 207
Merit: 0
April 14, 2023, 04:34:59 AM
ছেলেরা এই স্তরগুলিতে FOMO করবেন না, যারা খারাপ দিক থেকে কেনা মিস করেছেন,
 আরাম কর.
 আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে + ক্রিপ্টোতে, আমি আপনাকে সর্বদা মূলধন বাঁচাতে এবং সঠিক সময়ে বিনিয়োগ করতে বলব।
 আমি হাইপড স্টেটমেন্ট পোস্ট করি এমন দৃষ্টিভঙ্গির লোভ আমার নেই, আমি সবসময় চেষ্টা করব আপনাদের সবাইকে হারানো থেকে বাঁচাতে।  আমরা আবার Altcoins-এ 40-50% ছাড়ে বাজারে বিনিয়োগ করার সুযোগ পাব, শুধু ধৈর্য ধরুন, আপনার নগদ ধরে রাখুন।
 ক্রিপ্টো মার্কেট সর্বদা আপনাকে অবাক করে, এবং রিয়েল বুল দৌড়ের আগে আমাকে বিশ্বাস করে, আপনার আরও ভাল এন্ট্রিতে বিনিয়োগ করার সুযোগ থাকবে।
 মনে রাখবেন এই মিনি সিজনের জন্য এখানে থেকে আপসাইড কম, ডাউনসাইড আরও আসতে পারে।
 এই মুহূর্তে আমি 55% ক্রিপ্টো এবং 45% আস্তাবলে আছি (যার মধ্যে 10% আমার ভবিষ্যতের ট্রেডিং ওয়ালেটে আছে)
 বাজারের ভয় থাকলে কিনুন, বাজারে লোভ হলে বিক্রি করুন

 
newbie
Activity: 207
Merit: 0
April 14, 2023, 04:23:54 AM
বাংলাদেশ একটি সময় বিশ্বদরবারে ক্রিপ্টোকারেন্সি জন্য পরিচিত লাভ করবে,,

ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ টাকাতে বিশ্বাস না করে ক্রিপ্টোকারেন্সি এর উপরে ভরসা রাখবে এটাই আমার আস্থা,,,
full member
Activity: 490
Merit: 119
April 14, 2023, 04:22:58 AM
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
April 14, 2023, 03:44:55 AM
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 14, 2023, 03:12:17 AM
member
Activity: 168
Merit: 58
April 14, 2023, 01:12:57 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 14, 2023, 12:54:26 AM



বেশ কিছুদিন ধরে একটা পোস্ট লিখব বলে মনস্থির করে রেখেছিলাম কিন্তু আজকে পোস্টটা সকলের উদ্দেশ্যে লিখেই ফেললাম। আসন্ন ঈদ উপলক্ষে আমার এই পোস্টটি লেখা। আমরা মুসলমান জাতিরা বছরে দুইটা ঈদকে খুবই জাঁকজমকপূর্ণ পালন করার চেষ্টা করি । ধনী, গরিব, মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষ কম বেশি ঈদের আনন্দকে পরিবারের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক কষ্ট করে ,সংগ্রাম করে।

কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, মুদ্রাস্ফীতি ও শতশত সমস্যার মধ্যে পারিবারিক খরচ চলাতে হিমশিম খাচ্ছে। ভালোভাবে খেয়াল করুন আমাদের বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম শত শত পরিবার। এসব পরিবারের মাঝে আমাদের উচিত ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।
আমরা এখানে যারা আছি কম বেশী সবাই কিছু না কিছু ইনকাম করে থাকি। আমরা যারা ইনকামের সাথে জড়িত আছি তাদের উচিত আমাদের নিজেদের জন্য সামান্য কিছু আইটেম কম ক্রয় করে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিম্নবিত্ত ও গরিব মানুষের মাঝে সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের ফজিলত দ্বারা একথায় বারবার বুঝিয়েছেন। সারাদিন রোজা রেখে আমরা যে আত্মার পরিশুদ্ধি অর্জন করি এবং রোজা রাখলে যে শারীরিক কষ্ট হয় সেই কষ্টের অনুভূতি আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়ির চারপাশের মানুষের কষ্টের অনুভূতির প্রতিফলন। আল্লাহ তাআলা মানুষের এসব কষ্টের অনুভূতি বোঝানোর জন্য রমজান মাসের হুকুম করেছেন।
তাই আমাদের যাদের সামর্থ্য আছে তারা অন্ততপক্ষে গরিব-দুঃখীদের জন্য সামান্যতম সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করেন। আমিন।।।।।
Jump to: