~snip~
সাংসারিক ব্যস্ততা সবারই আছে, থাকবে। তবুও হাজার ব্যস্ততার মাঝে ফোরামে একটু সময় না দিলে ভালো লাগে না।
মূলত সাংসারিক কাজে কয়েক দিন ধরে সকলেরই কাজের চাপটা একটু বেরে গিয়েছে যার কারণে ফোরামে খুব একটা বেশি সময় দেওয়া যাচ্ছে না। যেহেতু আর মাত্র কয়েকদিন আছে তাই আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ এই ঈদকে কেন্দ্র করে পারিবারিক সকল পণ্য কেনাকাটার জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়েছে। তবুও হাজার ব্যস্ততার মাঝে আমরা এই ফোরাম এবং বাংলা লোকাল বোর্ডকে ভালবাসি বলে কাজের ফাঁকে ফাঁকে সময় দিয়ে থাকি।
আসলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডটি মূলত তৈরি করা হয়েছিল ক্রিপ্টো কারেন্সি বিষয়ে আমাদের মাতৃভাষার মাধ্যমে সেগুলা প্রকাশ করা। প্রথমদিকে হয়তো পোস্ট করলেই এক্টিভিটি ও রেঙ্ক বাড়তো সেই হিসেবে আমাদের এই লোকালের প্রথম পেজ থেকে ৩০ নম্বর পেইজ পর্যন্ত ঘাটাঘাটি করেও একমাত্র @OP প্রথম পোস্ট বাদ দিয়ে একটিও কনস্ট্রাক্টিভ পোস্ট পাইনি। কিন্তু সেই ধারাবাহিকতা বর্তমানে কিছুটা কম হলেও একবারে শেষ হয়ে যায়নি। স্পাম পোষ্টের সংখ্যা বর্তমানে কিছুটা কমলেও একবারে শেষ হয়ে যাবে এমনটি ভাবা ঠিক হবে না।
কমিউনিটিতে পোস্টের ধরনটি হয় মূলত ডায়ালগ সিস্টেমের মত। কেন একজন একটি পোস্ট করলো এবং ওই পোস্টের ধারাবাহিক উত্তর পরবর্তি পোষ্টে দেওয়া হয় এটাই স্বাভাবিক কিন্তু আমি যে পোস্টের উওর করবো সেই পোস্ট যদি অর্থহীন হয় তাহলে আমার কমেন্ট করা পোস্ট কত ভাল হবে বলে আপনারা মনে করেন?
আমি লক্ষ্য করেছি প্রথম পেজে ৩০ পেজ পর্যন্ত নয় তারও বেশি হবে শুধু লো কোয়ালিটি পোস্ট এবং সবগুলোই ছিল স্প্যামিং পোস্ট। মূলত ক্রিপ্টোকারেন্সিতে আমরা আমাদের বাংলা লোকাল এ অনেক ইউজার রয়েছি যারা নিজের ভাষায় একলাইন ও পোস্ট করতে পারে না বরং তারা অন্যের বা (OP) এর পোস্ট হুবহু কপি করে পোস্ট করে দেয় এটা নিঃসন্দেহে স্পামিং এর থেকেও বড় স্পামিং পোস্ট। আর আমি মনে করি @LDL আপনি যে পোস্টগুলো করেন নিঃসন্দেহে এই পোস্টগুলো কোয়ালিটি সম্পন্ন এবং আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার থাকে। তাই আপনি আরো কনস্ট্রাক্টিভ পোস্ট করুন যাতে আমরা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন অজানা তথ্যগুলো আপনার পোষ্ট পড়ে জানতে পারি ও শিখতে পারি।
@learn bitcoin এই ভাইটি @GazetaBitcoin ভদ্রলোকের দুটি পোস্ট তার অনুমতি নিয়ে বাংলা ভাষায় রূপান্তরিত করেছে তবুও রুপান্তরিত করার সময় নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল এবং পোস্ট করার আগে অবশ্যই @GazetaBitcoin ভদ্রলোককে পার্সোনাল মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তাই @GazetaBitcoin ভদ্রলোক পরবর্তীতে এই রুপান্তরিত করা পোস্ট প্রিভিও করে এবং ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন।
@learn bitcoin নিঃসন্দেহে তিনি ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি আর তার পোস্টগুলো সবগুলোই কনস্ট্রাক্টিভ হয়। তিনি যে দুটি পোস্ট করেছিলেন @GazetaBitcoin ভদ্রলোকের করা জ্ঞানমূলক পোস্ট আমরা কখনোই জানতাম না এবং দেখতাম না। তবে আমাদের বাংলা লোকাল বোর্ডের @learn bitcoin তার পোস্ট এনে বাংলা অনুবাদ করেছেন @GazetaBitcoin এর পুরোপুরি অনুমতি নিয়েই। আর এটি আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের যে সমস্ত ভায়েরা রয়েছে তারা পোস্টটি থেকে অজানা সব তথ্য জানতে পেরেছে। আর আমি @learn bitcoin কে বলতে চাই আপনি এগিয়ে যান এবং আমাদের বাংলা লোকাল বোর্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আমাদের যে সকল বিষয়ে অজানা রয়েছি অবশ্যই সেই সকল পোস্টগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিলে তাহলে আমরা সেখান থেকে কিছু শিখতে পারবো।
কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।
আমি এর আগে একজন Newbie এরকম পোস্ট করেছিল আমি লক্ষ্য করেছিলাম কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। তবে এরকম চুরি করা অবশ্যই তাদের একাউন্টে নেগেটিভ ট্রাস্ট এবং একাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যিনি আমাদের বাংলা লোকাল বোর্ডের ভদ্রলোক পোস্টটি করেছিল নিঃসন্দেহে তিনি ভেবে নিয়েছিল তার পোস্টটি কেউ ধরতে পারবেনা তিনি কপি পেস্ট করেছে। তবে আমি সেই সকল Newbie তাদেরকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই আপনারা যতই জ্ঞানী চুরি করেন না কেন অবশ্যই এখানে এসে সেটা ধরা পড়তে হবে তাই আপনারা এরকম চুরি করে পোস্ট করা বাদ দিন আর যদি কপি পেস্ট করেন তাহলে অবশ্যই সোর্স লিংক দিয়ে দিবেন। যদি সোর্স লিংক না দিয়ে দেন পরবর্তীতে আপনার একাউন্ট পালঘারিজম পোস্ট ধরে অ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হবে তাই আগে থেকে সতর্ক হন।
~snip
এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে? কোন পোস্ট টি ট্রান্সলেটর ব্যাবহার করে হুবহু বাংলায় রুপান্তর করা হয়েছে? এবং সেটার ট্রান্সলেটর হিসেবে কে কাজ করেছে? আমাদের থ্রেড এ আমি ওনার দুইটা থ্রেড ট্রান্সলেশন করেছি এবং এটা আমি নিজে কম্পিউটারে টাইপ করেছি!
আসলে ভাই আপনার কথাটা এই জায়গায় বলা হয়নি বরং একজন ভদ্রলোক এভাবে পোস্ট করেছিল কিন্তু পরবর্তীতে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছে। আপনার পোষ্টের মান গুলো সত্যিই অনেক ভালো হয় তাই আপনি যে সকল পোস্ট করেন সেগুলো ভেবেচিন্তেই আপনি করেন। তবে আপনার ট্রান্সলেট করা দুটি পোস্ট নিজের ভাষায় তৈরি করেছেন যার কারণে সত্যিই অনেক মার্জিত হয়েছে।
সকলের উদ্দেশ্যেঃ আমি বিগত অনেক দিন যাবত অসুস্থ! শেষ ৪-৫ দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। কবে রিকোভার করতে পারবো জানি না। সুস্থ হলেই আবার নিয়মিত একটিভ হবো।
আপনার জন্য শুভকামনা আল্লাহতালা যাতে আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। আর আপনি অবশ্যই যেহেতু অসুস্থ তাই ডাক্তারের পরামর্শ নিন এবং ভালো সেবা নিন। আপনি সুস্থ হয়ে আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিন সেই কামনাই আমার পক্ষ থেকে। ধন্যবাদ!!