Author

Topic: বাংলা (Bengali) - page 239. (Read 5723802 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 03, 2023, 11:54:22 AM
তবে আশ্চর্যজনকভাবে  আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না DdmrDdmr  এর  মেরিট ড্যাশবোর্ড দেখে  আমার মনে হয় এটাই হাইয়েস্ট রেকর্ড হবে যদি হয়ে থাকে ৩০২ টা মেরিট তাও আবার ২৭ তারিখ পর্যন্ত ।

অবাহ পরে হোন ভাই  Grin
আপনি কি খেয়াল করেছেন আমাদের লোকালের সবাই এখন বাইরে পোষ্ট করে করে মেরিট আর্ন করে আর সেই মেরিট স্পেন্ড করে আমাদের লোকাল্ থ্রেড এ? এই ধারা যতদিন বজায় থাকবে, আমাদের থ্রেড এ মেরিট ট্রানজেকশন অনেক বেশি হবে। আর পোষ্ট কোয়ালিটি আগের থেকে ভালো হয়েছে। পোষ্ট এর কোয়ালিটিই তো মেইন প্রায়োরিটি। ভালো পোষ্ট করার পর মেরিট আসবেই। গত মাসে আমরা কয়েকজন রেংক আপ করেছি। সেখানেও কিছু মেরিট এসেছে। বড় ভাইরা এমনিতেও মেরিট দিয়ে হেল্প করেছে রেংক আপ করানোর জন্য।

Quote
3. Learn Bitcoin [32]
কখন এতো পোষ্ট করেছি? যাই হোক, ভালো লাগছে এভারেজে প্রতিদিন একটা করে পোষ্ট করেছি। আজকে ৩ দিন হলো ফোরামে আসতেই পারছি না। শুধু নটিফিকেশন পেয়ে পোষ্ট গুলো দেখে চলে যাচ্ছি। এতোই ব্যাস্ত সময় যাচ্ছে।
member
Activity: 168
Merit: 58
May 03, 2023, 04:48:39 AM
আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?

পিজা বিক্রেতা জারকস
লাসজেলোর কাছে যে ব্যক্তি পিজা বিক্রি করেছিলেন তার নাম জেরেমি (জারকস)। জারকস কোন পিজার দোকানদার ছিলেন না। তিনি মুলত দোকান থেকে ক্রয় করে লাসজেলোর জন্য পাঠিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জারকস বলেন, “বিটকয়েন যেহেতু একটা কারেন্সি, এইটা খরচ করতেই হবে। তাই তিনি ওই বিটকয়েনগুলো ৪০০ ডলারে বিক্রি করেছিলেন, প্রায় তিনি বলেছিলেন পিজা বিক্রির দাম থেকে ১০ গুন। কারেন্সি ট্রেড করে ১০ গুন পাওয়া অনেক বেশি।”
 নিউজ টি কয়েন আলাপ থেকে নেওয়া হয়েছে।


সে যে ইতিহাস গড়ে  গিয়েছে  আমি মনে করি  10000  বিটকয়েন তার নিকট আসলেই খুবই নগণ্য ,  এই ইতিহাস চাইলেও আর কেউ  এখন  ২০ হাজার বিটকয়েন দিয়ে কিনতে পারবে না ।  আর লাসজেলো   ঠিকই বলেছেন যে সবাই যদি বিটকয়েন হোল্ডিং করে তাহলে এর মূল্য আসলেই নেই কোন কিছুর সাথে এক্সচেঞ্জ করা হয়েছে বলেই এর মূল্য টা আসলে আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের তারা যত  একচেঞ্জ বা কেন বেচা হবে এর মূল্য ততই উপরে উঠবে,  যারা লাসজেলো   এর এই পিজ্জা কেনার  বিটকয়েনের অংক গুনে   আফসোস করে তারা আর ১০-১২ বছর পরে  কি করবে? Roll Eyes
ভাবা যায় যে লাসজেলো   তখন বিটকয়েন এর প্রাইস এত হবে সেটা তার চিন্তার বাইরেও ছিল তখন,  তাই আমি মনে মনে এখনো ভাবি যে আজ থেকে ১০-১২ বছর পরে বিটকয়েন এর দাম কোথায় যাবে!!!

সত্যিই তিনি যে ইতিহাস গড়েছেন যা কেউ কোনদিন তার মতো কোনো ইতিহাস গড়তে পারবেন না।
একটা কথা চিন্তা করে দেখেন, আমরা প্রতিদিন যে পণ্য কিনে থাকি তা দিন দিন পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু  জনাব Laszlo Hanycez বেলায় উল্টো হবে। তার পণ্যের দাম কেমন রয়েছে হয়তোবা একটু বেড়েছে। কিন্তু তার মূলধনের দাম দিন দিন ক্রমাগতভাবে বেড়েই চলেছে। নেক্সট জেনারেশন যখন তারই 10000 বিটকয়েনের বিনিময় ২ পিজ্জা কেনার কথা শুনবেন সবাই চমকে যাবেন।

LDL
hero member
Activity: 742
Merit: 671
May 03, 2023, 12:07:48 AM
এইটা দেখুন - https://en.bitcoin.it/wiki/Jercos

"আমি শুধু রিপোর্ট করতে চাই যে আমি সফলভাবে পিজ্জার জন্য 10,000 বিটকয়েন ব্যবসা করেছি। ধন্যবাদ জেরকোস!”




এখানে একটি বিষয় আপনারা স্পষ্টভাবে খেয়াল করুন Laszlo Hanycez ইনিই একমাত্র ব্যক্তি যে বিটকয়েনকে সর্বপ্রথম ব্যবসায়িক কাজে ব্যবহার করেছেন। বিটকয়েনের বিনিময়ে পিজ্জা। এখানে বিটকয়েন হচ্ছে বিনিময়ের মাধ্যমে যার একটি নির্দিষ্ট ভ্যালু ছিল এবং পিজ্জা হচ্ছে প্রোডাক্ট যা সেবা করার যথেষ্ট গুণ ছিল। আপনারা আমরা যারা অর্থনীতিতে product ও অর্থ নামক দুটো শব্দের বিশ্লেষণ ও ব্যাখ্যামূলক ধারনা আছে তারা কেবল বিটকয়েনের বিনিময়ে পিজ্জা এই শব্দটা বিশ্লেষণ করতে পারব।
Martti Malmi সর্বপ্রথম পেপাল ইউএসডি(PayPal USD)এর মাধ্যমে মাধ্যমে সর্বপ্রথম সবচেয়ে কম দামে বিটকয়েন বিক্রি করা রেকর্ড করেছিলেন। তিনি $০.০০০৯ প্রতি বিটকয়েন দরে ৫০৫০ টি বিটকয়েন বিক্রি করে স্মরণীয় হয়ে আছে।
কিন্তু Laszlo Hanycez তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে খাবার কেনার জন্য 10 হাজার বিটকয়েন বিক্রি করে দিয়েছিলেন।
বিটকয়েনের ইতিহাসে অনেক বড় বড় ট্রেডার ও ইনভেস্টার আছে যারা মিলোনিয়ার ও বিলোনিয়ার হয়ে গেছে অথচ ইতিহাস তাদের মনে রাখছে না কিন্তু Laszlo Hanycez এমন একটি ইতিহাস তৈরি করে গেছেন যা বিটকয়েন যদি পৃথিবীতে বিদ্যমান থাকে এবং আমরা যদি নাও থাকি তাহলেও তাকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে যাবে। এটাই হচ্ছে পাইওনিয়ারদের মূল শান্তির জায়গা।

ধরুন একটি নদী সাঁতরে ওপারে যেতে হবে কিন্তু আমরা চারজন সবাই একে অন্যের দিকে তাকিয়ে আছি কে আগে নদীতে লাফ দেবে। যে আগে লাফ দেবে সেই আমাদের তিনজনের জন্য সাহস যোগাবে। তারপর আমরা তিনজনে নদী পাড়ি দেওয়ার জন্য লাফ দেবো।
ঠিক Laszlo Hanycez ওই সময়ের অগ্রপথিক ছিলেন যিনি তার জমানো বিটকয়েন বিক্রি করে পিজ্জা কিনেছিলেন এবং আমাদের পরবর্তী জীবনের জন্য বিটকয়েন একটি মহামূল্যবান সম্পদে পরিণত হওয়ার জন্য ওই সময় তিনিই একমাত্র সাহসী মহানায়ক ছিলেন। ওই সময়ে আরো শত শত হোল্ডার ছিল তারা কিন্তু কেউ সাহস করে এরকম পদক্ষেপ নেয়নি। আজ তার এই সাহসিক পদক্ষেপের জন্যই আমরা বিটকয়েনের ভ্যালু পেয়েছি।
full member
Activity: 490
Merit: 119
May 02, 2023, 11:48:26 PM
এইটা দেখুন - https://en.bitcoin.it/wiki/Jercos

"আমি শুধু রিপোর্ট করতে চাই যে আমি সফলভাবে পিজ্জার জন্য 10,000 বিটকয়েন ব্যবসা করেছি। ধন্যবাদ জেরকোস!”





একটি মুহূর্ত যা প্রাথমিক ক্রিপ্টোকারেন্সি গ্রহণের সারমর্মকে ধরে রেখেছে, "পিজ্জার জন্য সফলভাবে 10,000 বিটকয়েন লেনদেন" শব্দগুলি একটি ঐতিহাসিক মাইলফলক হিসাবে অনুরণিত হয়েছিল। এই সহজ কিন্তু তাৎপর্যপূর্ণ কাজটি ডিজিটাল মুদ্রার সম্ভাব্যতা এবং ঐতিহ্যগত লেনদেনকে রূপান্তরিত করার ক্ষমতা প্রদর্শন করে। "জেরকোস" এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিটকয়েনটক সম্প্রদায় এবং সহযোগিতার চেতনা যা ক্রিপ্টো বিপ্লবকে এগিয়ে নিয়ে গেছে। এটি বিটকয়েনের যে অসাধারণ যাত্রা শুরু হয়েছিল তার একটি অনুস্মারক হিসাবে কাজ করে, নম্র সূচনা থেকে শুরু করে অর্থের জগতে বিপ্লব ঘটানো পর্যন্ত।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
May 02, 2023, 03:00:43 PM



এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।

আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?

Restaurant owner বা Delivery boy ঐ Bitcoin পায়নি। পেয়েছিলেন Jeremy Sturdivant ওরফে jercos. এই সেই transaction - https://mempool.space/tx/a1075db55d416d3ca199f55b6084e2115b9345e16c5cf302fc80e9d5fbf5d48d.

USD তে restaurant payment টি করেছিলেন Jeremy. Laszlo Hanyecz ওনাকে ধন্যবাদ জানিয়ে post ও দেন BitcoinTalk এ - https://bitcointalksearch.org/topic/m.1195.

এবিষয়ে Jeremy Sturdivant এর একটি সাক্ষাৎকারের link - https://www.bitcoinwhoswho.com/index/jercosinterview




রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?
এটি আসলে এখনো জানা যায়নি যে  ওই দশ হাজার বিটকয়েন নিয়ে  ওই পিজ্জা শপের  মালিক কি করেছিল ,  আসলেও ওই দশ হাজার বিটকয়েন কোনো পিজ্জা শপের মালিক নিয়েছিল  কিনা এটা নিয়েও সন্দেহ আছে।
যদি আমরা মনে করি লাসজেলো পাপাজন  পিজ্জা  শপ থেকে  সরাসরি  বিটকয়েন দিয়ে  পিজ্জা কিনেছিল তাহলে এটা ভুল ধারণা হবে,  আসলে তিনি বিটকয়েন ফোরামে  একটি অফার দিয়েছিল ১০ হাজার বিটকয়েন  দিবে তার বদলে  কিছু পিজ্জা তাকে ডেলিভারি করতে হবে,  আর হয়তো কোন একজন ব্যক্তি ওই 10000 বিটকয়েন 41 ডলার  এর বিনিময়ে  একসেপ্ট করেছিল।

এইটা দেখুন - https://en.bitcoin.it/wiki/Jercos
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 02, 2023, 02:47:22 PM
এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।
সে যে ইতিহাস গড়ে  গিয়েছে  আমি মনে করি  10000  বিটকয়েন তার নিকট আসলেই খুবই নগণ্য ,  এই ইতিহাস চাইলেও আর কেউ  এখন  ২০ হাজার বিটকয়েন দিয়ে কিনতে পারবে না ।  আর লাসজেলো   ঠিকই বলেছেন যে সবাই যদি বিটকয়েন হোল্ডিং করে তাহলে এর মূল্য আসলেই নেই কোন কিছুর সাথে এক্সচেঞ্জ করা হয়েছে বলেই এর মূল্য টা আসলে আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের তারা যত  একচেঞ্জ বা কেন বেচা হবে এর মূল্য ততই উপরে উঠবে,  যারা লাসজেলো   এর এই পিজ্জা কেনার  বিটকয়েনের অংক গুনে   আফসোস করে তারা আর ১০-১২ বছর পরে  কি করবে? Roll Eyes
ভাবা যায় যে লাসজেলো   তখন বিটকয়েন এর প্রাইস এত হবে সেটা তার চিন্তার বাইরেও ছিল তখন,  তাই আমি মনে মনে এখনো ভাবি যে আজ থেকে ১০-১২ বছর পরে বিটকয়েন এর দাম কোথায় যাবে!!!

রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?
এটি আসলে এখনো জানা যায়নি যে  ওই দশ হাজার বিটকয়েন নিয়ে  ওই পিজ্জা শপের  মালিক কি করেছিল ,  আসলেও ওই দশ হাজার বিটকয়েন কোনো পিজ্জা শপের মালিক নিয়েছিল  কিনা এটা নিয়েও সন্দেহ আছে।
যদি আমরা মনে করি লাসজেলো পাপাজন  পিজ্জা  শপ থেকে  সরাসরি  বিটকয়েন দিয়ে  পিজ্জা কিনেছিল তাহলে এটা ভুল ধারণা হবে,  আসলে তিনি বিটকয়েন ফোরামে  একটি অফার দিয়েছিল ১০ হাজার বিটকয়েন  দিবে তার বদলে  কিছু পিজ্জা তাকে ডেলিভারি করতে হবে,  আর হয়তো কোন একজন ব্যক্তি ওই 10000 বিটকয়েন 41 ডলার  এর বিনিময়ে  একসেপ্ট করেছিল।
full member
Activity: 490
Merit: 119
May 02, 2023, 01:48:12 PM



এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।

আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?
sr. member
Activity: 1008
Merit: 366
May 02, 2023, 01:42:49 PM
~Snip
সবকিছুর সাফল্যের জন্য একটি পুশ দরকার যা তিনি করেছেন। এর মাধ্যমে তিনি একটি ইতিহাস তৈরি করেছেন যা কখনো ভুলে যাওয়ার মতো না। আমরা হয়তো তাকে বোকা ভাবছি, তবে তিনি যা করেছেন তা আজ বিটকয়েনের সাফল্যের একটি স্তম্ভ হয়ে দাড়িয়েছে। কথাটা আসলেই সত্য কারণ লেনদেনের মাধ্যমেই কোন কিছুর ভ্যালু পরিমাপ করা হয় এবং তার চাহিদা অনুযায়ী দাম উঠানামা করে।
আর আমরা যদি এখনকার বিটকয়েনের মূল্যের সাথে অতীতের মূল্যের তুলনা করি তাহলে আমরা কখনোই এর সঠিক মূল্য বের করতে পারবো না।

বিটকয়েন আজ একটি লেনদেনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যার প্রচলন লাসজেলো করেছেন।  এই ঘটনাটি না ঘটলে বিটকয়েন হয়তো আজ এই পর্যায়ে পৌছাতো না। তিনি কখনো বিটকয়েন কে ডলারের সাথে তুলনা করে এই লেনদেনটি করেন নি।

তিনি আমাদের জন্য একটি পথ তৈরি করে দিয়ে গেছেন যে পথে আমরা এখনো হাঁটছি। যদি আপনি এই বিষয়টা খেয়াল করে ভাবেন তাহলে তাকে কখনোই বোকা বলা যাবে না কারণ তিনিও বিটকয়েন এর সাথে যুক্ত ছিলেন আর আজ বিটকয়েনের এই সফলতা তার সবচেয়ে বড় অর্জন।

এর থেকে বেশি আর কেউ কি আশা করতে পারে?  আপনার কথাটাই সঠিক কারণ ভবিষ্যতের জন্য আসলেই তিনি একটি ইতিহাস গড়ে তুলেছেন।
full member
Activity: 490
Merit: 119
May 02, 2023, 12:02:13 PM
#Binance Earn একটি নতুন অটো-ইনভেস্ট কুইজ চালু করেছে, যা আপনাকে পাঁচ মাসের জন্য বিনামূল্যে অটো-ইনভেস্ট ইনডেক্স-লিঙ্কড মাসিক প্ল্যান জেতার সুযোগ দিচ্ছে!



কুইজটিতে জয়েন করতে ওয়েবপেজটি ঘুরে আসুন।
member
Activity: 168
Merit: 58
May 02, 2023, 10:02:10 AM
অর্থ বিশেষজ্ঞরা 2023 সালের শেষের জন্য বিটকয়েনের মূল্য নির্ধারণ করেছেন
বিটকয়েন  ডিজিটাল ক্রিপ্টো মুদ্রা যার দাম কখন হ্রাস  বা বৃদ্ধি পাবে তা কেউ বলতে পারবেনা বলা অসম্ভব। তবুও আমরা আশা করছি শীঘ্রই ষাড়ের বাজার দেখতে পাবো। বিটকয়েনের বাজার সবসময়ই ওঠানামা করে, সঠিক ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না  যে বিটকয়েনের দাম এত হবে। কোন কোন বিশেষজ্ঞ ভবিষ্যৎ বাণী করেছেন নিউজে শোনা যায় বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে।

 Finbold নিউজে ২০২৩ সালের বিটকয়েনের মুল্য নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। গত মাসে বিটকয়েনের দাম $27,000 এবং $31,000-এর মধ্যে ওঠানামা করেছে। বাজারের একটি জটিল সন্ধিক্ষণে পৌঁছানোর সাথে সাথে এই বিষয়ে তাদের অন্তর্দৃষ্টি প্রদানের জন্য বিভিন্ন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা হয়েছে। 32 ফিনটেক এবং ক্রিপ্টো বিশেষজ্ঞদের বিটিসি-র জন্য তাদের বছরের শেষের মূল্যের পূর্বাভাস দিতে বলা হয়েছিল, বিশেষজ্ঞরা পরামর্শ দেন এবছরের বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামে $69,000 পৌছাবেনা, বলেছেন ২০২৩ সালের শেষের দিকে বিটকয়েনের দাম $35,459 এ তার শীর্ষে পৌঁছাতে পারে। তারা ভবিষ্যদ্বাণী করে যে বিটকয়েন 2025 সালের মধ্যে $99,781 এবং 2030 সালের মধ্যে $297,848 এ পৌঁছাবে, যা 2023 সালের জানুয়ারিতে প্যানেলিস্টদের করা অনুমান থেকে যথাক্রমে 29% এবং 58% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।


সম্পূর্ণ নিউজটি এখান থেকে নেওয়া হয়েছে যারা আগ্রহী এখানে পড়তে পারেন পারেন।
full member
Activity: 490
Merit: 119
May 01, 2023, 10:51:56 PM
দ্বিতীয় বৃহত্তম ইউএস ব্যাঙ্ক ব্যর্থতা - এই সপ্তাহে বিটকয়েনে 5টি জিনিস জানার আছে


ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্কের ব্যর্থতা, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক ব্যর্থতা, একটি ব্যস্ত সামষ্টিক অর্থনৈতিক সপ্তাহের একটি অস্থির সূচনা চিহ্নিত কর,যা অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এদিকে, বিটকয়েন ইতিমধ্যেই নিম্নমুখী চাপের সম্মুখীন হচ্ছে, যা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলিকে আরও জটিল করতে পারে।খবরটি আর্থিক বাজারে প্রভাব ফেলতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়াতে পারে। সপ্তাহের অগ্রগতির সাথে সাথে বৃহত্তর অর্থনীতির জন্য সম্ভাব্য প্রভাব নির্ধারণের জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ হবে।



#FireCharts 2.0 (beta)- এর দেয়া প্রতিচ্ছবিটি আমাকে দারুন ভাবে আকৃষ্ট করেছে, তাই ইমেজটি শেয়ার না করে পারলাম না। এখানে দেখা যাচ্ছে যে, বিটকয়েনের দাম ধারাবাহিকভাবে উপরের দিকে উঠছে কিন্তু হঠাৎ নিচে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে, কেউ যেন পায়ের নিচে থেকে মই-টাকে সরিয়ে নিচ্ছে।



কারো ভালো লাগলে কয়েনটেলিগ্রাফ.কম এর পোস্টটি দেখে আসতে পারেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 01, 2023, 04:28:34 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫১১ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-511th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-coin-5450874
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 01, 2023, 02:23:02 PM
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এ মাসেও দেখতে গেলে টোটাল পোস্ট এক্টিভিটি তে মার্চ মাসের থেকে খুব একটা এদিক সেদিক হয়নি,  আমি এটাকে স্বাভাবিকই বলবো।
তবে আশ্চর্যজনকভাবে  আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না DdmrDdmr  এর  মেরিট ড্যাশবোর্ড দেখে  আমার মনে হয় এটাই হাইয়েস্ট রেকর্ড হবে যদি হয়ে থাকে ৩০২ টা মেরিট তাও আবার ২৭ তারিখ পর্যন্ত ।
যাইহোক সবাইকে অভিনন্দন  এবং আশা করি এ মাসেও আমাদের বাংলাদেশ থ্রেডের এই অগ্রযাত্রা বজায় থাকবে।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪২টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ৩০২টি


মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ১৪১টি


প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [37]
2. Mr.corol [33]
3. Learn Bitcoin [32]
4. Suzume [31]
5. Bitcoin_people [29]
6. roksana.hee [29]
7. Little Mouse [20]
8. Bitcoin blockchain [15]
9. Bounty Inspectors [14]
10. Crypto Library [14]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩

আবারো আপনাদের ধন্যবাদ কাজটাকে সহজ করে তোলার জন্য
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 01, 2023, 01:37:05 PM
আমি এটি সঠিক জানি না যে pizza এটাই ছিল কি না তিনি তার 10000 Bitcoin এর বিনিময়ে ক্রয় ক্রিত pizza ছবি দিয়েছিলেন কিন্তু লিঙ্ক টি বর্তমানে কাজ করছে না।। আমি এই ছবিটি একটি আর্টিকেল থেকে কালেক্ট করেছি ।।
লাসজেলোর পোস্ট করা মুল ছবি এইটা।



Quote
বর্তমান সময়ে আমি যে স্থান থেকে তথ্য সংগ্রহ করেছি তাদের লিখিত সয়য়ে 10000 Bitcoin এর মূল্য আসে $292,861,787! এর কাছাকাছি তারা pizza এর একটি ছবি দিয়েছেন এবং pizza এর কোন অংশের মুল্য কত তা নির্ণয় করার চেষ্টা করেছেন।।
এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।
full member
Activity: 490
Merit: 119
May 01, 2023, 01:16:13 PM
বিয়ার মার্কেটের অবসান; বুলরান শুরু?
আমরা হয়তো অনেকেই জানি না বিয়ার মার্কেট কী? বিয়ার মার্কেট হচ্ছে যখন কোনকিছুর দাম খুবই কমে যায় তখন তাকে বিয়ার মার্কেট বলে।
এখন বুলরান কী? বুলরান হচ্ছে যখন কোন কিছুর দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বুলরান বলা হয়।




এটা সত্যি বিটকয়েন ইউজারদের জন্য একটা সুখবর যে, বর্তমান বিয়ার মার্কেট শেষ হয়েছে এবং বুলরান শুরু হতে চলেছে।  খবরটা যেমন সত্যি বিটকয়েন ইউজারদের মনে আশা সঞ্চয় করে, অন্যদিকে ততটাই ভীতির সঞ্চয় করে যে, যে কোন মুহূর্তে বিটকয়েনের বাজার আবার ধ্বস নেমে যেতে পারে। তারপরও আমরা নেগেটিভিটি কে বাদ রেখে আমরা পজেটিভিটি টাকেই নেব, যে  বিয়ার মার্কেট শেষ হয়েছে।

বিটকয়েন এবং অন্যান্য সম্পদের মূল্য ভবিষ্যদ্বাণী করা কঠিন কিন্তু কয়েনডেস্কের আন্দ্রে এডস্টর্ম বিশ্বাস করেন যে, বর্তমান বিয়ার মার্কেট শেষ হয়েছে এবং বুলরান শুরু হতে চলেছে। সে বক্তব্যে বিভিন্ন কারণগুলির উল্লেখ করেছেন, যেমন আসন্ন বিটকয়েন হ্যালভিং এবং দীর্ঘমেয়াদী ধারকদের ক্রমবর্ধমান সংখ্যা। এছাড়াও, তিনটি পূর্ববর্তী ক্যাপিটুলেশন পর্যায়গুলি বিটকয়েনের ইতিহাসের প্রমাণ হিসাবে একটি বুলরানের সূচনা করে। যদিও খারাপ খবর বর্তমানে বাজারে কম প্রভাব ফেলেছে, পূর্ববর্তী বুলরানের সর্বনিম্ন মূল্যে ফিরে যেতে প্রয়োজন হবে একটি বৃহত্তর লিকুইডেশন।
member
Activity: 168
Merit: 58
May 01, 2023, 12:04:31 PM
April মাসে মোট পোস্ট হয়েছে=৪২৫(Space.ninja)

এপ্রিল মাসে যে সকল ভাইয়েরা সবচেয়ে বেশি একটিভ ছিলেন তাদের নাম ও পোস্ট সংখ্যা নিচে উল্লেখ করা হলো:

LDL মোট পোস্ট: ৩৫
Mr Corol মোট পোস্ট:৩০
Learn bitcoin মোট পোস্ট: ২৯
Bitcoin _people মোট পোস্ট: ২৯
rokssna.hee মোট পোস্ট: ২৯
Suzume মোট পোস্ট: ২৭
Little Mouse মোট পোস্ট: ২০
Crypto Library মোট পোস্ট: ১৩
NicNacCoin মোট পোস্ট: ১৩
tjtonmoy মোট পোস্ট: ১৩
Review Master মোট পোস্ট: ১২
Popkon6 মোট পোস্ট: ১১
Shasan মোট পোস্ট: ০৯
Negotiation মোট পোস্ট: ০৮

উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।

Crypto Library ভাইয়ের এই সংক্রান্ত পোষ্টের জন্য অপেক্ষা করব। তিনি  Chart এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয়াদি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে।
আমি এত পোস্ট দিছি নিজেও জানিনা, @LDL ভাইয়ের দেওয়া পোস্ট দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি, আমি এপ্রিল মাসে পোস্ট করে দুই নাম্বার অবস্থানে রয়েছি। বিশেষ করে লোকাল থ্রেডে সবসময় এক্টিব থাকার চেষ্টা করি, আমাদের লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি তাদের সব সময় ফলো করি। বিশেষ করে Little Mouse, Shasan, LDL, NicNacCoin, Popkon6, Crypto Library, Learn bitcoin, Bitcoin _people আমি আপনাদের সবসময়ই ফলো করি, আপনারা যখন লোকাল থ্রেডে কোন পোস্ট করেন। সাথে সাথে পোস্টটি পড়ি এবং পোস্ট  থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এর মাঝে আমিও দুই একটা পোস্ট করি। তবুও আমার এ মাসে ৩০ টা পোস্ট হয়েছে।

যেভাবে আমাদের লোকাল থ্রেডে পোস্ট এর সংখা বৃদ্ধি পাচ্ছে, অনেকে ভাইয়ের রেংক আপ হয়ে উচ্চ রেংকে যাচ্ছেন, এক্টিব মেম্বার বৃদ্ধি পাচ্ছে, আশা করা যায় অতি তাড়াতাড়ি আমাদের বাংলা লোকাল থ্রেড একদিন লোকাল বোর্ডে পরিনত হবে।
@LDL ভাইকে অনেক ধন্যবাদ  এ মসে কে কয়টা পোস্ট করছে তার পোস্টে থেকে জানতে পারলাম।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 01, 2023, 11:41:33 AM
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
সমস্যা নাই ভাই চিন্তা কইরেন না আর যা ইনভেস্টমেন্ট করেছেন তা শুধু হোল্ড করে যান,  সেল করলেই আপনার লস হয়ে যাবে।
ম্যাটিক বা পলিগন  এই কয়েন টার ফিউচার সামনে ব্রাইট হতে পারে.  হোল্ড করে যান বুল না আসা পর্যন্ত  বিক্রয় করবেন না।  আমাদের সমস্যা হইলো গিয়া  যখন দাম কম থাকে তখন আমরা ইনভেস্ট করি না ,  যখন  একটু পাম্প করে  তখন আমরা  ইনভেস্ট করে বুল ট্র্যাপ  এ পড়ে যাই।  যাই হোক আমি মনে করি না আপনি এটা হোল্ড করলে  লসের সম্মুখীন হবেন ,  চাইলে এটাকে লং টার্মে ফালায় রাখেন  নেক্সট  হ্যাভিং এ হয়তো হতে পারে এটা পরবর্তী বিএনবি  ।
ছোট একটা টাইপিং মিসটেক। ভাই বাংলা লিখতে প্রচুর সমস্যা হয়। অনেক বেশি টাইপিং মিসটেক হয়। পোষ্ট লেকার লেখার পর বানান চেক করে পোষ্ট করি। কিছু ঠিকঠাক করি। পরে আবার দেখি এই পোষ্ট এই আরো বানান ভুল। মাঝে মাঝে অন্যজনের টা নিজের চোখে পরে যায়। কিন্তু নিজের পোষ্ট এর বানান ভুল খোজার সময় চোখে বাধে না।

আমি তো ভাই বাংলা টাইপিং করতে পারি না। আমি গুগল ভয়েস টাইপিং ইউজ করি। তাই অনেক সময় অনেক বানান ভুল আসে। কিছু বানান তো আমি সংশোধন করতে পারি না। কয়েকবার বলি তারপরও সঠিক বানান আসে না। যদিও আজকের এটা আমার না দেখা ভুল। যদি খেয়াল করতাম তাহলে এটা সংশোধন করতে পারতাম। যাই হোক ধন্যবাদ ভাই বিষয়টা দেখার জন্য।
ওই সব মিসটেক এড়াতে  আপনারা চাইলে https://www.speechtexter.com/  এই ওয়েবসাইটটি  ব্যবহার করতে পারেন ,  বিশেষ করে  যারা  কম্পিউটার ইউজার তারা বেশি  সুবিধা নিতে পারবেন এখান থেকে।  আমি অনেক দিন যাবত  SPEECHTEXTER  দিয়ে বাংলা টাইপিং করে আসছি,  যদিও এরপরেও কিছুটা ভুল ভ্রান্তি থেকেই থাকবে সেটা  পরবর্তীতে রিভাইস দিয়ে ঠিক করে নিতে হবে।  তবে আমি যারা পিসি ইউজ করে তাদেরকে এটা ইউজ করতে বলব  খুবই সুন্দর একটা জিনিস,  গুগল ট্রান্সলেট এ  মাইক ইউজ করে  ভয়েস দিলে একটানা এক বাক্য একবারে বলে ফেলতে হয় আর এখানে  আপনার ইচ্ছামতন একটু পরপর  একটা একটা করে ওয়ার্ড বলতে পারবেন
https://www.speechtexter.com/

উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।
Crypto Library ভাইয়ের এই সংক্রান্ত পোষ্টের জন্য অপেক্ষা করব। তিনি  Chart এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয়াদি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে।
আরেকটু পরেই বসবো এটা নিয়ে আশা করি আজকের মধ্যেই আপডেট জানায়ে দিতে পারব.   অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ Wink
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 01, 2023, 05:09:09 AM
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি 2023

পোস্ট গণনার দিক থেকে এ মাসেও আমাদের লোকাল থ্রেডের  অগ্রগতিতে ধারাবাহিকতা রয়েছে গত মাসের তুলনায় এ মাসে প্রায় দ্বিগুণ পোস্ট এক্টিভিটি হয়েছে।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 388টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = 257টি

কোথাও যুদি ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন ধন্যবাদ ।
April মাসে মোট পোস্ট হয়েছে=৪২৫(Space.ninja)

এপ্রিল মাসে যে সকল ভাইয়েরা সবচেয়ে বেশি একটিভ ছিলেন তাদের নাম ও পোস্ট সংখ্যা নিচে উল্লেখ করা হলো:

LDL মোট পোস্ট: ৩৫
Mr Corol মোট পোস্ট:৩০
Learn bitcoin মোট পোস্ট: ২৯
Bitcoin _people মোট পোস্ট: ২৯
rokssna.hee মোট পোস্ট: ২৯
Suzume মোট পোস্ট: ২৭
Little Mouse মোট পোস্ট: ২০
Crypto Library মোট পোস্ট: ১৩
NicNacCoin মোট পোস্ট: ১৩
tjtonmoy মোট পোস্ট: ১৩
Review Master মোট পোস্ট: ১২
Popkon6 মোট পোস্ট: ১১
Shasan মোট পোস্ট: ০৯
Negotiation মোট পোস্ট: ০৮

উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।

Crypto Library ভাইয়ের এই সংক্রান্ত পোষ্টের জন্য অপেক্ষা করব। তিনি  Chart এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয়াদি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে।
newbie
Activity: 14
Merit: 0
May 01, 2023, 04:12:39 AM
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি 2023

পোস্ট গণনার দিক থেকে এ মাসেও আমাদের লোকাল থ্রেডের  অগ্রগতিতে ধারাবাহিকতা রয়েছে গত মাসের তুলনায় এ মাসে প্রায় দ্বিগুণ পোস্ট এক্টিভিটি হয়েছে।

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 388টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = 257টি

কোথাও যুদি ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন ধন্যবাদ ।
member
Activity: 168
Merit: 58
May 01, 2023, 03:11:17 AM
বিয়ার মার্কেটের অবসান; বুলরান শুরু?
আমরা হয়তো অনেকেই জানি না বিয়ার মার্কেট কী? বিয়ার মার্কেট হচ্ছে যখন কোনকিছুর দাম খুবই কমে যায় তখন তাকে বিয়ার মার্কেট বলে।
এখন বুলরান কী? বুলরান হচ্ছে যখন কোন কিছুর দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বুলরান বলা হয়।



বিটকয়েনের বিয়ার মার্কেট এর অবসান বুলরান শুরু নিয়ে কয়েন আলাপে আর্টিকেল লিখেছেন যারা আর্টিকেলটি পড়েননি পড়ে নিতে পারে
Jump to: