Author

Topic: বাংলা (Bengali) - page 236. (Read 5724746 times)

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 10, 2023, 02:58:33 AM
বিটকয়েন বাংলাদেশের অনুমোদন দিলে অবশ্যই ট্যাক্স পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হবে ২০২৩ সালে বিটকয়েনের উপর ট্যাক্স  ৬০% যদি ট্যাক্স ধরা হয় তাহলে যারা বিটকয়েন ব্যবহার করবে তারা পথের ফকির হয়ে বসে থাকবে। তাই আমাদের দেশে যেরকম আছে এভাবেই থাকাটা আমি ভালো মনে করি যদি বিটকয়েনের বৈধতা দেয়া হয় তাহলে দেশে যত নেতারা আছে তাদের ওয়ালেটে বিটকয়েনের অভাব হবে না। যারা প্রতিনিয়ত বিটকয়েন দিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করবে তাদের ট্যাক্স দিতে দিতে ফকির হয়ে যাবে তাই যেরকম আছে বর্তমানে এরকম থাকাটাই বেটার আমরা যেভাবে বিটকয়েন ব্যবহার করি এভাবেই আমরা অনেক সুবিধার মধ্যে বিটকয়েন ব্যবহার করতে পারছি। বাংলাদেশে বিটকয়েন অনুমোদন যাতে ভবিষ্যতে না দেওয়া হয় এটাই আমার মন্তব্য বৈধতা দেওয়া হলে বর্তমানে বাংলাদেশ যে পজিশনে রয়েছে ভবিষ্যতে এতোটুকুও থাকবে না।
মনে হয় না ট্যাক্স ৫০% এর উপরে করবে আমাদের দেশে বৈধ করা হলে। যাইহোক ট্যাক্স নিলেও বিটকয়েন বৈধ করে দিলে, একদিক দিয়া অনেক সুবিধা হতো, আইনি কোন ঝামেলা থাকতো না। আমাদের গোপনে বিটকয়েন ব্যবহার করতে হতো না। যেখানে ইচ্ছা আলোচনা করতে পারতাম। ট্যাক্স দিয়ে বৈধ করে খাওয়াই আমার মনে হয় অনেক ভালো হবো।

এখন আপনার কথাই যদি পুলিশে শুনে আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবো নি Grin একটা বিষয়ে খারাপ বলেন নি আমাদের দেশের বড় বড় নেতা, তাদের ওয়ালেটে সব জমা করে নিয়া, দেশে ছেরে চলে যেতে পারেন। আমাদের দেশেএ নেতারা দুর্নীতিতে এগিয়ে, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। বিটকয়েন বৈধ করে দিলেই আমার মনে হয়, ট্যাক্স দেওয়া লাগলেও অনেক ভালো হবে।
full member
Activity: 490
Merit: 119
May 10, 2023, 01:13:50 AM
ChatGPT এবং অন্যান্য AI গুলি আরও বেশি ব্যবহারকারীকে ক্রিপ্টোতে চালিত করতে একটি বড় ভূমিকা পালন করতে পারে


AI ভাষার মডেল হিসেবে, @ChatGPT ব্যবহারকারীদের ক্রিপ্টোতে চালিত করার সাথে সরাসরি জড়িত নয়। যাইহোক, অন্যান্য AI প্রযুক্তি রয়েছে যা এই স্থানটিতে সম্ভাব্য ভূমিকা পালন করতে পারে।
 
একটি উদাহরণ হল মেশিন লার্নিং অ্যালগরিদম, যা বাজারের প্রবণতা বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী করতে এবং ব্যবসায়ীদের আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে ব্যবহার করা যেতে পারে।

আরেকটি উদাহরণ হল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), যা সেন্টিমেন্ট বিশ্লেষণ করতে এবং সোশ্যাল মিডিয়া এবং নিউজ সোর্স থেকে প্রাসঙ্গিক তথ্য বের করতে ব্যবহার করা যেতে পারে, যা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

উপরন্তু, ব্লকচেইন প্রযুক্তিকে প্রায়ই ক্রিপ্টো শিল্পের মূল চালক হিসাবে দেখা হয়, কারণ এটি মধ্যস্থতাকারীদের প্রয়োজন ছাড়াই নিরাপদ এবং স্বচ্ছ লেনদেন সক্ষম করে। সামগ্রিকভাবে, এআই এবং ক্রিপ্টোর সংযোগস্থলে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সরঞ্জাম এবং অন্তর্দৃষ্টি আনার সম্ভাবনা রয়েছে এবং স্থানটিতে গ্রহণ এবং বৃদ্ধিকে আরও চালিত করতে সহায়তা করতে পারে।



কারো ভালো লাগলে কয়েন টেলিগ্রাফের পোস্ট থেকে ঘুরে আসতে পারেন
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 10, 2023, 01:02:22 AM
sr. member
Activity: 1008
Merit: 366
May 09, 2023, 02:05:22 PM
এমন অবস্থা কতদিন থাকবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা যেহেতু  ট্রানজেকশন এর ভিড়ে এই অবস্থা হয়েছে  পরবর্তীতে ভবিষ্যতে ট্রানজেকশন এর অবস্থা বা পরিমাণ কেমন হবে এটা কেউ বলতে পারবে না তাই এটাও নির্দিষ্ট করে বলা যাবে না এটা কতদিন থাকবে.।
বিকল্প হিসেবে  আমি এখন  আলাদা কোন রাস্তা দেখতেছি না কম ফি দিয়ে ট্রানজেকশন  করতে হলে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে কনফার্মেশন এর পাওয়ার জন্য।
তবে বিকল্প হিসেবে এখন বিটকয়েন ট্রানজেকশন এর বদলে অন্যান্য কারেন্সি ব্যবহার করা বেটার হবে  এক্ষেত্রে আপনি BNB , Polygon matic   ব্যবহার করতে পারেন।

আমার জানামতে প্রতি ২ সপ্তাহ পর পর ফি এডজাস্ট করা হয়। এক্ষেত্রে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কারন মিমপুল এ ৭২ ঘন্টা পর পর যে সকল ট্রানজেকশন এ লো ফি এড করা থকে তা সরিয়ে দেওয়া হয় বা ক্যান্সেল হয়ে যায়। এইভাবে মিমপুল কে স্ট্রেস মুক্ত করা হয়। যদিও এটি নির্দিষ্ট না তবে আর ১ সপ্তাহ পর হয়ত ফি লো হয়ে যাবে। অথবা যাদের ট্রানজেকশন ফেইলড হয়ে গেছে তারা হয়ত পুনরায় বেশি ফি দিয়ে নতুন ট্রানজেকশন ব্রডকাস্ট করবে। যার ফলে ফি এর পরিমান একই থাকতে পারে। তবে গতকাল এর তুলনায় যেখানে ৬২০ সাতোশি পার বাইট ফি প্রদান করতে হয়েছে হাই প্রাইওরিটি তে, সেখানে আজ তা ২৫৫ সাতোশি পার বাইট।
ধীরে ধীরে ফি কমে আসার সম্ভবনা আছে এবং Blockchair.com এর তথ্য অনুযায়ী পরের এডজাস্ট হইতে সময় বাকি ১ সপ্তাহ।

এইসকল সিচুয়েশন এর জন্যই সকল ক্ষেত্রে লাইটনিং নেটওয়ার্ক এর ব্যবহার কার্জকর করা বেশি জরুরি বলে আমি মনে করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 09, 2023, 09:45:22 AM
তবে এটা সত্যি যে আমাদের মন্ত্রী পলক সাহেব বিটকয়েন নিয়ে অনেকবার অনেক যায়গাতে আলোচনা করেছেন,  এবং আমরা অনেকেই হয়তো সেগুলো দেখেছি
পলক সাহেব আগে কিছু কাজ করার চেষ্টা করেছিলেন। তবে সেটা ২০২০ অথবা ২০২১ সালের দিকে। এর পর নতুন কোনো খবর শুনতে পাইনি। তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিয়েছিলেন। তখন উনি একটা কথা বলেছিলেন যেটা আমার সবচাইতে ভালো লেগেছিলো সেটা হলো, একটা কারেন্সি কে আপনি অবৈধ বলে ঘোষনা করতে পারেন না। সেটা দিয়ে কি অবৈধ কাজ হচ্ছে সেটা কন্ট্রোল করতে হবে। ভবিষ্যতে যদি বিটকয়েন নিয়ে বাংলাদেশ কিছু করে সেটা পলক সাহেবের হাত ধরে হলে অবাক হবো না। উনি বিটকয়েনের ব্যাপারে আগে থেকেই পজেটিভ। তবে সরকার মহলের অনেক যায়গা আছে যেখানে সবাইকে রাজি করানো সহজ ব্যাপার হবে না।

আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার।
আবুল মাল আব্দুল মালেক সাহেবের কথা মনে আছে? উনি কিন্তু উদ্ভট কিছু যায়গায় ট্যাক্স বসানোর প্রস্তাব করেছিলেন। ওনাদের কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না। কিছু কিছু লোক কিন্তু কি করবে তার কোনো আগা মাথা নেই! যদি ৩০% এর বেশি ট্যাক্স আরোপ করে দেয়, সেখানে আপনার কিছুই করার থাকবে না।

৫ বছর আগে ভিডিও বাবা প্রোডাকশন একটা প্যারোডি গান বানিয়েছিলো, হঠাৎ করে মনে পরে গেলো! সবাই আরেকবার হেসে আসতে পারেন!
https://www.youtube.com/watch?v=5TJqoxsoXc4

newbie
Activity: 8
Merit: 0
May 09, 2023, 05:47:10 AM
যারা Omega Network Mining করতেছেন করেনি অথবা করতে পারেননি আর মাত্র 5 থেকে 6 মাস বাকি আছে । ইনশাআল্লাহ ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মিনিমাম 100$-200$ ইনকাম করতে পারবেন ।
যারা core মিস করছেন তারা আজ থেকে Omega Network Mining এ মাইনিং শুরু করে দিন।  কাজ ২৪ ঘন্টা পর পর  মাইনিং অন করে দিবেন।  
 Core এর চেয়েও বেশি প্রফিট দিবে এই Omega Network Mining.
যারা মিস করবেন পরে আফসোস করতে হবে।
যেইরকম Core Mining App থেকে ১ বছরে আমরা প্রায়
$500–2000 ডলারইনকাম করেছে অনেকে
ভালো সাইড কেউ মিস করবেন না এই টোকেন বিন্যান্স লিস্টেড হতে পারে আমি আবরো বলছি কেউ এই Mining অফার মিস করবেন না ধন্যবাদ ।
Apps Link: https://play.google.com/store/apps/details?id=com.omtch.om
staff
Activity: 2436
Merit: 2347
May 09, 2023, 01:41:17 AM
Vietnamese স্থানীয় পরিষদ বন্ধ করা হয় না। আপনি সেখানে লিখতে পারেন।
https://i.imgur.com/Lr0xEDk.jpg
source
দুঃখিত আমি বিষয়টি ভালো ভাবে খেয়াল করি নি। আর আমি ওই Vietnamese লোকাল থ্রেড টি, লিংকে চাপ দিয়ে দেখি নি যে পোস্ট করা যায় কিনা। এই পোস্ট টি ২০২০ সালে লাস্ট এডিট করা হয়েছিলো,তার আগে হয়তো স্পাম করার কারনে Vietnamese লোকাল থ্রেড লক করা হয়। পরবর্তীতে আবার পুনরায় চালু করা হয়। কিন্তু @tranthidung ২০২০ সালের পর পোস্ট টি আর এডিট করে নি। এখন বিষয় টি ভালো ভাবে বুঝতে পারলাম।

কিছু ভয়ানক নেই। হ্যাঁ, tranthidung এর টপিকে তথ্যটি পুরানো। টপিকটি বন্ধ করা হয়েছে কিনা পরীক্ষা করার জন্য অবশ্যই এর ভিতরে ঢুকতে হবে না। এখানে দেখানো হল, টপিকটি ব্লক করা হয়েছে কিনা তা চিহ্নিত করার উপায়।

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 09, 2023, 01:06:21 AM
Vietnamese স্থানীয় পরিষদ বন্ধ করা হয় না। আপনি সেখানে লিখতে পারেন।
https://i.imgur.com/Lr0xEDk.jpg
source
দুঃখিত আমি বিষয়টি ভালো ভাবে খেয়াল করি নি। আর আমি ওই Vietnamese লোকাল থ্রেড টি, লিংকে চাপ দিয়ে দেখি নি যে পোস্ট করা যায় কিনা। এই পোস্ট টি ২০২০ সালে লাস্ট এডিট করা হয়েছিলো,তার আগে হয়তো স্পাম করার কারনে Vietnamese লোকাল থ্রেড লক করা হয়। পরবর্তীতে আবার পুনরায় চালু করা হয়। কিন্তু @tranthidung ২০২০ সালের পর পোস্ট টি আর এডিট করে নি। এখন বিষয় টি ভালো ভাবে বুঝতে পারলাম।
staff
Activity: 2436
Merit: 2347
May 09, 2023, 12:15:28 AM
আরেকটা বিষয় দেখতে পেলাম Vietnamese আমাদের মতো একটা লোকাল থ্রেড ছিলো, অতিরিক্ত spam করার কারণে তাদের থ্রেড লক করে দেওয়া হয়েছে।
আমি সর্বদাই চেষ্টা করবো আমাদের থ্রেডে, আমার ধারা যাতে কোন ধরনের স্পাম পোস্ট না হয়। যেহেতু স্পাম করার কারনে লোকাল থ্রেড Vietnamese লক করা হয়েছে।

Vietnamese স্থানীয় পরিষদ বন্ধ করা হয় না। আপনি সেখানে লিখতে পারেন।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 08, 2023, 10:29:14 PM
কোন সেমিনার?
ব্যাংক এসোসিয়েশন আয়োজিত যেখানে রাজশাহী বিভাগীয় সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এক্সচেঞ্জার গুলার অনেকেই উপস্থিত ছিল।

দয়া করে আরো বিস্তারিত জানাবেন কি?

আমি তখন যেখানে কাজ করতাম সেই অফিসের সকল স্টাফ কে ইনভাইট করা হইয়েছিলো, সেই সুবাদে আমি অংশগ্রহন করতে পেরেছিলাম।

মুলত সেই সেমিনার এর মুল উদ্যেশ্য ছিলো যারা ফ্রিল্যান্সার এবং বৈধ ভাবে বিদেশ থেকে অর্থ উপার্জন করে তাদেরকে এতদিন বিভিন্নভাবে হয়রানি করা হতো, ভবিশ্যতে যেনো কাউকে হয়রানি না করা হয় সেই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিলো, এখন বর্তমানে বেশিরভাগ ব্যাংক ফ্রিল্যান্সারদের শুবিদার্থে আলাদা এ্যাকাউন্ট চালু করেছে, এখন থেকে যারা ফ্রিল্যান্সার তারা শুধুমাত্র ইনকাম এর প্রমান থাকলেই এ্যাকাউন্ট করতে পারবে, আগে যেমন অনেক কাগজপত্রের ঝামেলা ছিলো এখন সেটি নেই ।

একজন ব্যাংক কর্মকর্তা প্রশ্ন করেছিলেন যে, স্যার যারা বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে তারাও তো বৈদেশিক মুদ্রা দেশে আনে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু বিটকয়েন লেনদেন অববৈধ ? এই প্রশ্নের উওরে বলেছিলেন আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি, কিভাবে বিটকয়েনকে বৈধতা দেয়া যায় তা নিয়ে আমারা কাজ করছি, এবং আইসিটি মন্ত্রী বিটকয়েন নিয়ে কাজ করার জন্য অনেকবার আলোচনা করেছেন।

আর আপনার কাছে এইসব কথাগুলোর কোন রেকর্ড আছে?

না আমার কাছে রেকর্ড নেই এখন পর্যন্ত তবে আমি চেস্টা করবো যারা ভিডিও করেছিলো কারো কাছে যদি পায় আমি অবশ্যই সবার শুবিদার্থে এখানে আপলোড করবো। যদিও আমি এখন সেই প্রতিষ্ঠানে চাকরী ছেড়ে দিয়েছি তারপরেও চেস্টা করবো।

তবে এটা সত্যি যে আমাদের মন্ত্রী পলক সাহেব বিটকয়েন নিয়ে অনেকবার অনেক যায়গাতে আলোচনা করেছেন,  এবং আমরা অনেকেই হয়তো সেগুলো দেখেছি।


এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব।
আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি।

আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 08, 2023, 08:32:03 PM
আজকে meta  একটা ট্রপিক দেখলাম হিস্টোরি অফ লোকাল বোর্ড। সেখানে অনেক বোর্ডের হিস্টোরি দেওয়া আছে। আমাদের লোকাল থ্রেডে এখন অনেক মেম্বার Active আছেন প্রচুর পোস্ট করা হচ্ছে তবুও, আমাদের থ্রেড এখনো Inactive দেখানো রয়েছে। আগামীকাল এই বিষয় নিয়ে, @Crypto Library ফেব্রুয়ারী -এপ্রিল মাসের আমাদের থ্রেডের এক্টিবিটি তুলে ধরেছেন। সম্ভবত আমাদের থ্রেড টা এক্টিব করে দিতে পারেন। Crypto Library ভাই কে অসংখ্য ধন্যবাদ এই বিষয় তুলে ধরার জন্য।

আরেকটা বিষয় দেখতে পেলাম Vietnamese আমাদের মতো একটা লোকাল থ্রেড ছিলো, অতিরিক্ত spam করার কারণে তাদের থ্রেড লক করে দেওয়া হয়েছে।
আমি সর্বদাই চেষ্টা করবো আমাদের থ্রেডে, আমার ধারা যাতে কোন ধরনের স্পাম পোস্ট না হয়। যেহেতু স্পাম করার কারনে লোকাল থ্রেড Vietnamese লক করা হয়েছে।

আমাদের লোকাল থ্রেডের আর আর ২১ দিন পর ৯ বছর পুর্ন হবে। আমাদের লোকাল থ্রেডের এখন বেশ ভালোই উন্নতি হয়েছে। অনেক এক্টিব মেম্বার এড হয়েছেন। ভালো ভালো পোস্ট করা হচ্ছে, প্রচুর পরিমান মেরিট শেয়ার হচ্ছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 08, 2023, 03:40:10 PM
BitcoinTalk Notification BOT এর নতুন আপডেট

এই আপডেটের মাধ্যমে আপনি এই বটটিকে  টেলিগ্রাম গ্রুপেও এড করতে পারবেন। আর এটি করার জন্য আপনাকে প্রথমে গ্রুপে বটটিকে এড করতে হবে  এবং তারপর রান করার জন্য /start  টাইপ করুন। তাছাড়া মেনু দেখার জন্য /menu  টাইপ করতে হবে
তবে শুধুমাত্র এডমিনই এই বটের  ইন্টারেক্ট চেঞ্জ করতে পারবে ( তাছাড়া সাধারণ ইউজাররা মেনু এবং নোটিফিকেশনদেখতে পারবে )

মেনশন এবং মেরিটের পাশাপাশি,  আপনি এই বটের দ্বারা  অন্যান্য সাধারণ কাজগুলো করতে পারবেন:

-  ট্র্যাকিং করা যেমন টপিক ,  বাক্যাংশ,  বোর্ড  ,  ইউজার  করতে পারবেন
-    আর ইগনোর করার মধ্যে রয়েছে-  টপিক এবং ইউজার

আপডেট এর মেইন সোর্স লিঙ্ক: https://bitcointalksearch.org/topic/telegram-yet-another-bitcointalk-notification-bot-merits-mentions-topics-5248878
নতুন আপডেটটি সংযোজন করার জন্য- TryNinja কে ধন্যবাদ


যারা BitcoinTalk Notification BOT সম্পর্কে জানেন না তারা এই পোস্টটি দেখতে পারেন-
BitcoinTalk SuperNotifier "V2" এখন পাওয়া যাচ্ছে!

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 08, 2023, 03:22:17 PM
আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।

অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।  

আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
কোন সেমিনার? দয়া করে আরো বিস্তারিত জানাবেন কি? আর আপনার কাছে এইসব কথাগুলোর কোন রেকর্ড আছে? আমার মনে হয় না আগামী ৩/৪ বছরেও বিটকয়েনকে দিতে পারবে। কারণ বৈধতা দেয়ার জন্য যেসব টুলস লাগবে (মনিটরিং এর জন্য) এবং সেগুলোর খরচ অনেক বেশি। এইসব বিষয় নিয়ে একাডেমিক শিক্ষাতে কিছুই যোগ হয় নি বলে টুলসগুলোর খুব ভালো প্রয়োগও পারবে না। কারণ, যোগ্য লোকের খুবই অভাব।
যাই হোক, সেমিনার এর বিস্তারিত এবং যদি কোন রেকর্ড থাকে তাহলে জানাবেন।

আমাদের দেশে বিটকয়েনকে বৈধ না করাই ভালো। ভারতেই ৩০% কর (tax) নেওয়া হয়। আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ। এদেশের কথা তো সবারই জানাই আছে, আমাদের দেশে হয়তো ভারতের থেকে কম ট্যাক্স নিবে না, তার থেকে আরো বেশি(tax) ধার্য করা হবে।
ট্যাক্স আপনি বিনিয়োগের উপর তো দেবেন না। আপনার প্রফিটের উপর দেবেন। ট্যাক্স তখনই দেবেন যখন আপনি আপনার বিনিয়োগ করা কয়েন বিক্রয় করবেন এবং সেই বিনিয়োগ থেকে আপনি প্রফিট করতে পারবেন। আপনার unrealized গেইন থেকেও ট্যাক্স নেয়া হবে না। আমাদের বেশিরভাগ মানুষই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। এইখানে আমি খুব বেশি চিন্তার কিছু দেখি না।
রেগুলেশন যদি না হয় তাহলে লিগ্যাল কিভাবে হবে। এইরকম নিয়ম কানুন ঠিক করে কেবল তখনই লিগ্যাল করবে। একটা জিনিস ভালো হবে। লিগ্যাল করার কিছুদিন পর অনেক মানুষ ধরা খাবে।
copper member
Activity: 588
Merit: 926
May 08, 2023, 01:18:31 PM
বিটকয়েনের  ট্রানজেকশন  ফি  এর এমন বেহাল অবস্থা কেন? 
আজকে ট্রাস্ট ওয়ালেটে  কিছু বিটিসি  ট্রানজেকশনকরতে গিয়ে  দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে  ১৮ ডলার অথচ  কিছুদিন আগেও সেটা  মাত্র কয়েক সেন্ট ছিল  ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি?
আর কতদিন এমন  অবস্থা থাকতে পারে ?  এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর?

পুরো সমস্যাটি হল বিটকয়েন ব্লকচেইনে ট্যাপ্রুট ফর্কের পরে, ডোমোডাটা ডাকনাম সহ একজন বেনামী টুইটার ব্যবহারকারী BRC-20 স্ট্যান্ডার্ড তৈরি করেছেন, যা বিটকয়েন ব্লকচেইনে PEPE এবং এর মতো টোকেন তৈরি করতে দেয়। এছাড়াও Ordinals প্রোটোকল, যা আপনাকে বিটকয়েন ব্লকচেইনে NFT তৈরি করতে দেয়। এই সমস্ত বিটকয়েন ব্লকচেইনে বিপুল সংখ্যক টোকেন এবং NFT তৈরির দিকে পরিচালিত করে। এবং যেহেতু PEPE টোকেন এখন খুব জনপ্রিয়, এর (এবং অন্যান্য অনুরূপ টোকেন) লেনদেন বিটকয়েন মেমপুলকে আটকে দেয়, যা এত বড় কমিশনের দিকে পরিচালিত করে। এবং এটি সম্পর্কে কিছুই করা যাবে না। পিইপিই এবং অনুরূপ মেমে-কয়েনগুলির আশেপাশের হাইপ কমে না যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অথবা, বিকল্পভাবে, লাইটনিং নেটওয়ার্ক ব্যবহার করুন। সমস্যা হল যে খুব কম লোকই এই নেটওয়ার্ক ব্যবহার করে এবং সমস্যা ছাড়াই এটি ব্যবহার করার জন্য শেখা কঠিন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 08, 2023, 12:34:16 PM
বিটকয়েনের  ট্রানজেকশন  ফি  এর এমন বেহাল অবস্থা কেন?  
আজকে ট্রাস্ট ওয়ালেটে  কিছু বিটিসি  ট্রানজেকশনকরতে গিয়ে  দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে  ১৮ ডলার অথচ  কিছুদিন আগেও সেটা  মাত্র কয়েক সেন্ট ছিল  ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি?
আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন সে বিষয়ে অলরেডি ফোরামে কথাবার্তা হয়ে গিয়েছে ,  এ বিষয়ে  Little Mouse  অলরেডি সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছেন,  তার পোস্টটি কোট করলাম। আর আমারও অনুরোধ থাকবে  কয়েন  আলাপের  আর্টিকেলটি পড়ার  সেখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে  দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে আসলে ট্রানজেকশন ফি এর দাম কেন বাড়ে
প্রথমেই আমি আপনাকে বলব এই আর্টিকেলটি পড়ে আসার জন্য- বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়
আপনাকে জানতে হবে বিটকয়েন এর ফি কেন বৃদ্ধি পায়। আর সাথে জানতে হবে ইনপুট কি, আউটপুট কি। আপনি যখন কাউকে বিটকয়েন পাঠাতে যাবেন তখন আপনার জন্য, ইনপুট হল আপনি আপনার ওয়ালেটে যতবার বিটকয়েন রিসিভ করেছেন সেগুলো। আর আউটপুট হল যাকে/যাদেরকে পাঠাবেন। এইখানে ইনপুট এবং আউটপুট যত বেশি হবে, আপনার ট্রাঞ্জেকশন সাইজ তত বড় হবে। ফলস্বরুপ, আপনাকে বেশি ফি দেয়া লাগবে। যখন বিটকয়েন এর ফি বৃদ্ধি পায়, তখন বেশি ইনপুট এর ট্রাঞ্জেকশনগুলোতে অতিরিক্ত ফি চলে যায়।
এইজন্য, যখন বিটকয়েন এর ফি কম থাকে, বিশেষ করে যখন ১ সাতোশি পার বাইট থাকে, তখন আপনি আপনার সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করার নামই হল কনসোলিডেট করা। মানে, আপনার সবগুলো বিটকয়েন আপনারই একটা এড্রেসে (একই ওয়ালেট থেকে) একটা ট্রাঞ্জেকশন এর মাধ্যমে একটা ইনপুটে নিয়ে আসবেন। সিম্পল। তাহলে আপনার ট্রাঞ্জেকশন সাইজ অনেক ছোট হবে যার কারনে আপনাকে খুব বেশি ফি দেয়া লাগবে না।
বিটকয়েন এর ফি দেখুন- mempool.space

Quote
আর কতদিন এমন  অবস্থা থাকতে পারে ?  এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর?
এমন অবস্থা কতদিন থাকবে এটা কেউ নির্দিষ্ট করে বলতে পারবেনা যেহেতু  ট্রানজেকশন এর ভিড়ে এই অবস্থা হয়েছে  পরবর্তীতে ভবিষ্যতে ট্রানজেকশন এর অবস্থা বা পরিমাণ কেমন হবে এটা কেউ বলতে পারবে না তাই এটাও নির্দিষ্ট করে বলা যাবে না এটা কতদিন থাকবে.।
বিকল্প হিসেবে  আমি এখন  আলাদা কোন রাস্তা দেখতেছি না কম ফি দিয়ে ট্রানজেকশন  করতে হলে আপনাকে দিনের পর দিন বসে থাকতে হতে পারে কনফার্মেশন এর পাওয়ার জন্য।
তবে বিকল্প হিসেবে এখন বিটকয়েন ট্রানজেকশন এর বদলে অন্যান্য কারেন্সি ব্যবহার করা বেটার হবে  এক্ষেত্রে আপনি BNB , Polygon matic   ব্যবহার করতে পারেন।

বর্তমান ফিস   Cry

member
Activity: 108
Merit: 46
May 08, 2023, 12:30:23 PM
বিটকয়েনের  ট্রানজেকশন  ফি  এর এমন বেহাল অবস্থা কেন? 
আজকে ট্রাস্ট ওয়ালেটে  কিছু বিটিসি  ট্রানজেকশনকরতে গিয়ে  দেখি এর ফি ই রিকোয়ারমেন্ট করতেছে  ১৮ ডলার অথচ  কিছুদিন আগেও সেটা  মাত্র কয়েক সেন্ট ছিল  ৪০ সেন্টের মধ্যেই হয়ে যেত, আসলে এটার পিছনে কারণ কি?
আর কতদিন এমন  অবস্থা থাকতে পারে ?  এবং এর কি কোন বিকল্প আছে কি কমানোর?

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 08, 2023, 11:11:37 AM
আমার মনে হয় উনার মতন যারা আরও ফ্রী  রাফেল  দিয়ে থাকে তাদের নিজেদের আলাদা কোন বড়  আর্নিং সেক্টর রয়েছে,  পাশাপাশি ফ্রী  রাফেল  দেওয়ার লাভ হিসেবে আমি একটা জিনিসই মনে করি যে  রেপ্রুটেশন গেইন করা  পাশাপাশি ফোরামে নিজের নামের একটা ফ্রি বিজ্ঞাপন হয়ে যাবে ।  এই যেমন ধরুন আপনি ওনার সম্পর্কে জানতে চাচ্ছেন  আর শাসন ভাই উনার পোস্ট কোড করে  আমাদের সামনে  নিয়ে এসেছে,  সবকিছুতে তো তারই নামের বিজ্ঞাপন হয়ে গেল
হতে পারে উনি ওনাকেই একটা ব্রান্ড হিসাবে তৈরি করছেন। ওনার অবশ্যই বাইরে ইনকাম আছে। ফোরামে যারা আছেন সবারই মনে হয় বাইরে ইনকাম আছে প্রফেশনাল কয়েকজন বাদে। তবে শুধুমাত্র নাম কামানোর জন্য এতা লং টাইম ধরে রাফেল অরগানাইজ করা কিন্তু চাট্টিখানি কথা নয়। আমরা অনেকেই আছি প্রফিট হবে জেনেও অনেক কাজ ছেড়ে দেই কারন একটা সময় আমরা বোরিং ফিল করি আর কাজের প্রতি ইন্টারেষ্ট হারিয়ে ফেলি। আমি অনেক ইউটিউবার কে দেখেছি যারা অনেক কষ্ট করে অনেক দূর এসেও তাদের চ্যানেল এখন ফেলে রাখছে। কারণ কি? তারা আসলে ইন্টারেষ্ট হারিয়ে ফেলেছে।

টাকার দরকারে অনেকেই কাজ করে, আবার অনেকে টাকা ইনকাম হবে জেনেও কাজ করে না। সুতরাং একটা কাজের প্রতি ইন্টারেষ্ট ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফোরামের এমন অনেক মেম্বার আছে যারা ইনটারেষ্ট হারিয়ে ইনএকটিভ হয়ে গেছে। থেমোস কিভাবে হেড এডমিন হলো জানেন? তার নিজের কাছেই ষ্টোরি টা বোরিং লাগে। ফোরামের একজন গ্লোবাল মোড দরকার ছিলো, সে গ্লোবাল মোড হলো। তার পর আস্তে আস্তে ফোরামের এডমিন রা ইন্টারেষ্ট হারিয়ে ফেলে যার কারনে থেমোস এই পজিশন পেয়ে যায়!
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 08, 2023, 10:12:47 AM
বিশেষ দ্রষ্টব্যঃ আমি পরপর দুটি পোস্ট করে ফরমের নিয়ম ভঙ্গ করার কারণে সকলের কাছে ক্ষমা চাচ্ছি।
ঠিক আছে ভাই এখানে ক্ষমা চাওয়ার কিছু নাই,  যেহেতু আপনি বুঝতে পেরেছেন আপনি চাইলে  নিজেই আপনার ওই দুটি পোস্ট মার্য করতে  পারেন  অর্থাৎ  দুটো পোস্ট কে কোট করে  একটি পোস্টে রূপান্তর করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
অনেকেই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য  না বুঝেই পরপর  স্প্যামিং পোস্ট করে থাকে।  তাদের উদ্দেশ্যও  বলতে চাই স্পামিং করার দরকার নেই ওয়েট করুন আরেকটা পোস্ট হোক তারপর না হয় অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য নিয়ম মেনেই আর একটা পোস্ট করুন।

এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব।
আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি।
কথাগুলো আসলে আপনি মন্দ বলেননি,  বাংলাদেশের যে অবস্থা  এখন যদি বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি  বৈধতা দান করে  অত্যধিক পরিমাণ  ভ্যাট ট্যাক্স বসিয়ে দেয় তাহলে তখন আমাদের আম ও যাবে সালাও যাবে।  যদিও বর্তমানে আম চুরি করে অল্প হোক বেশি হোক খেতে পারতেছি। তবে সরকারের থেকে এক্সপেক্টেশন থাকবে যে  অত্যাধিক পরিমাণ ভ্যাট না বসানোর এতে করে  নামে মাত্র শুধু বৈধতা দান করবে  ভ্যাট বেশি হওয়ার কারণে মানুষজন  হয়তো এর ব্যবহার কমিয়েও দিতে পারে।
তবে বর্তমান পরিস্থিতির কথা বললে হয়তো আমি আপনি ভালো আছি কিন্তু যা করতেছি সবকিছুর ভেতরেই একটা অশান্তি রয়েছে ভয়ে ভয়ে করতে হয় এই কখন না জানি পুলিশ বাসায় এসে পড়ে।  আমি আসলে এই টেনশন থেকে মুক্তি পেতে চাই আর এর জন্য বৈধতা অবশ্যই প্রয়োজনীয়

LDL
hero member
Activity: 742
Merit: 671
May 08, 2023, 06:33:55 AM

আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।

অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।  

আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।

আচ্ছা মনে করেন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দেয়া হয়েছে অনেক আগেই যা আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিটকয়েন ব্যবহার শুরু করে দিয়েছি। তাহলে আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক সেভাবেই বিটকয়েনের উপর ক্রমবর্ধমান ট্যাক্স এর পরিমাণ সেভাবে বৃদ্ধি পাবে।।।

2010 সালে
১ কেজি চাউল ১৩ টাকা
১ কেজি আটা ১০ টাকা
১ লিটার দুধ ১৫ টাকা
১ লিটার পেট্রোল ৩৫ টাকা
১ হালি ডিম ১৪ টাকা
১ কেজি পোল্টি ৫০ টাকা
১ কেজি গরুর মাংস ২৫০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৩০%(মনে করি)

২০২০ সালে
১ কেজি চাউল ৪০ টাকা
১ কেজি আটা ৩০ টাকা
১ লিটার দুধ ৫০ টাকা
১ লিটার পেট্রোল ৮৫ টাকা
১ হালি ডিম ৩৬ টাকা
১ কেজি পোল্টি ১২০ টাকা
১ কেজি গরুর মাংস ৬০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৪০%(মনে করি)


২০২৩ সালে
১ কেজি চাউল ৭০ টাকা
১ কেজি আটা ৬০ টাকা
১ লিটার দুধ ৮০ টাকা
১ লিটার পেট্রোল ১৪৫ টাকা
১ হালি ডিম ৬০ টাকা
১ কেজি পোল্টি ২৯০ টাকা
১ কেজি গরুর মাংস ৮০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৬০%(মনে করি)

২০২৫ সালে আল্লাহ যদি বাচাইয়া রাখেন
১ কেজি চাউল ১০০ টাকা
১ কেজি আটা ৯০ টাকা
১ লিটার দুধ ১৩০ টাকা
১ লিটার পেট্রোল ২৫৫ টাকা
১ হালি ডিম ১০০ টাকা
১ কেজি পোল্টি ৬০০ টাকা
১ কেজি গরুর মাংস ১৪০০ টাকা
বিটকয়েনের উপর ট্যাক্স ৯০%(মনে করি)

এভাবে যদি প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের সাথে বিটকয়েনের ট্যাক্স এর পরিমাণ বাড়তে থাকবে তাহলে আমরা শুধু উপার্জন করবো আর সরকারকে দিয়ে দিব।
আমরা যেমন বিটকয়েনের বৈধতা নিয়ে আফসোস করছি ঠিক আমাদের দেশে বৈধতা পেলে ট্যাক্স নিয়ে আফসোস করব যে কেন বাংলাদেশ বিটকয়েনকে নিষিদ্ধ ঘোষণা করছে না। তাই যেভাবে আছে ঠিক সেভাবেই থাকতে দিন ,আমরা তো বিটকয়েনের বৈধতা ছাড়াই অনেক ভালো আছি।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 08, 2023, 03:57:29 AM
আমি এমন অনেক কেই জানি যারা এখন বিটকয়েন দিয়ে সবথেকে বেশি লেনদেন করে থাকে কিন্ত নিরাপত্তার জন্যে তারা মুখে শিকার করেনা, ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত বাংলাদেশে পেমেন্ট মেথড সীমিত হবার কারণে অনেকই এখন বিটকয়েন এর মাধ্যমে লেনদেন করে, ৩-৪ মাস আগে একটা সেমিনারে অংশ গ্রহণ করেছিলাম সেখানে বাংলাদেশ ব্যাংক এর অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই বলছিলেন যে তারা বিটকয়েন নিয়ে কাজ করছে, আর খুব দ্রুত তারা অন্য কোন দেশ যেখানে বিটকয়েন বৈধ তাদের থেকে সুরক্ষা ব্যবস্থা নিয়ে এবং তাদের সাথে চুক্তির মাধ্যমে বিটকয়েন কে বৈধতা কীভাবে দেয়া যায় তা নিয়ে তারা কাজ করছে ।

অনেকেই প্রশ্ন করেছিলেন যে তাহলে কেমন সময় লাগতে পারে বিটকয়েন কে বৈধতা দিতে , তখন একজন কর্মকর্তা বলেছিলেন আগামী ১-২ বছরের মধ্যে হয়তো আমাদের কার্যক্রম সম্পুর্ন করতে সক্ষম হবো ।  

আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে , খুব দ্রুত এটার বৈধতা দেয়া হতে পারে ।
আমাদের দেশে বিটকয়েনকে বৈধ না করাই ভালো। ভারতেই ৩০% কর (tax) নেওয়া হয়। আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ। এদেশের কথা তো সবারই জানাই আছে, আমাদের দেশে হয়তো ভারতের থেকে কম ট্যাক্স নিবে না, তার থেকে আরো বেশি(tax) ধার্য করা হবে। যাইহোক বিটকয়েন বৈধ করা হলে আমাদের অনেকটাই সুবিধা হবে। রাস্তাঘাটে সমালোচনা করতে পারবো। আইনি কোন ধরনের ঝামেলায় পড়তে হবে না। খোলামেলা ভাবেই বিটকয়েন বিনিয়োগ করতে পারব। যখন আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে। আমরা ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে বিটকয়েনের ব্যবহার করতে পারব। বাংলাদেশি বিটকয়েন বৈধ করা হলে, হয়তো দোকান থেকে আমরা বিটকয়েনের মাধ্যমে জিনিসপত্র কেনাকাটা করতে পারবো।
আস্তে আস্তে যেভাবে পুরো বিশ্বে জুড়েই বিটকয়েন জনপ্রিয়তা পাচ্ছে। হয়তো আমাদের দেশেও এক সময় বিটকয়েন বৈধ করা হবে।

মজার ঘটনা: হাঙ্গেরি #বিটকয়েন নির্মাতা সাতোশি নাকামোতোর সম্মানে একটি মূর্তি তৈরি করেছে 🇭🇺

সত্যিই ভাই আপনি একটি মজার ঘটনা শেয়ার করেছেন, কিন্তু ভাই আপনি এটা বিটকয়েন ম্যাগাজিন টুইটার পেজ থেকে বাংলা ট্রান্সলেট করে পোস্ট করেছেন। পোস্টটি করেছেন কোন প্রকার লিঙ্ক যুক্ত করে দেন নাই। মেবি দুদিন আগে একটি পোস্ট দেখলাম, মডারেটর তিনি নিজে এসেও কপি পেস্ট করার কারণে নিষেধ করে দিয়ে যাচ্ছেন। কেন ভাই আপনি কি ফরমের রুলস গুলি ভালোভাবে পড়েন নি। এ ধরনের ভুল করার কারণে আপনার একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। আর শুধু শুধু এরকম কপি পেস্ট করে বাংলা থ্রেডের ক্ষতি করছেন। তাই আগে থেকে সতর্ক হয়ে যান এধরনের কপি-পেস্ট করা থেকে বিরত থাকবেন।
আপনার ঐ পোষ্টের অরিজিনাল লিংক.
বিশেষ দ্রষ্টব্যঃ আমি পরপর দুটি পোস্ট করে ফরমের নিয়ম ভঙ্গ করার কারণে সকলের কাছে ক্ষমা চাচ্ছি।
Jump to: