বিটকয়েন ম্যাগাজিনের প্রকাশিত কিছু ছবির গঠনমূলক সমালোচনা বিটকয়েন আগামী প্রজন্মের জন্য কতটা মূল্যবান সেটা উক্ত ছবিগুলো থেকে বোঝা যায়আমি বিটকয়েন ম্যাগাজিনের একজন নিয়মিত পাঠক। এখানে পৃথিবীর বিভিন্ন দেশে সংঘটিত বিভিন্ন কনফারেন্স, কোন দেশের বিটকয়েনের বিল পাস, আলোচনা সমালোচনা ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করা। এখানে নিয়মিত বিভিন্ন সাংকেতিক সংকেত বিশিষ্ট ছবি আপলোড করা হয় যার একাধিক গঠনমূলক ,বিশ্লেষণমূলক আলোচনা থাকে। এরূপ কিছু ছবি নিয়ে নিচে আলোচনা করা হলো। একান্তই আমার ব্যক্তিগত আলোচনা, যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো উক্ত ভুলের সমালোচনা করবেন ইনশাআল্লাহ।
এই দুটি ছবিতে একাধিক ক্যাপশন রয়েছে যার অর্থ আপনারা সবাই ভালোভাবে বুঝেছেন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের রিয়েল স্টেটের এর ব্যবসা আছে, মার্কেটে স্টোক আছে , ভবিষ্যতে যদি কেউ এরকম বিজনেস খুলতে চায় তবে মন চাইলে সে খুলতে পারবে। কিন্তু বিটকয়েনের তৈরি করার সিস্টেম এমন ভাবে ম্যাথমেটিক্যালি শেষ হয়ে গেছে যা আপনি ইচ্ছা করলেও আর উৎপন্ন করতে পারবেন না অর্থাৎ সাতোশি নাকামোতো যা সাপ্লাই করে গেছে তার উপর পৃথিবীর কোন মানুষের হাত নেই। তাই দিন যত যাচ্ছে পৃথিবীর মানুষের ভিতরে বিটকয়েন নামক ডিজিটাল কারেন্সির মজুদের প্রতিযোগিতা তত বাড়ছে। কিন্তু সাপ্লাই সীমিত হওয়ার কারণে ইচ্ছা করলেও উৎপন্ন করে মজুদ করা সম্ভব হচ্ছে না।
সোনা ও কাগজের টাকার ব্যাপারে আসা যাক। এই দুটো জিনিস একটু ভিন্ন আঙ্গিকে হলেও মজুদ করার সিস্টেম কিন্তু এক। ধরুন বাংলাদেশের ব্যাপারে কথা বলা যায় বাংলাদেশ কিন্তু কাগজের টাকা ছাপিয়ে রাখে না। পলিটিক্যাল ইস্যু হলে অর্থাৎ কিছু কারণে যেটা না উল্লেখ করাই ভালো বাংলাদেশ সরকার ডলারের মান অনুসারে বাজেট পাস করে কাগজের টাকা ছাপায়। তাহলে এটা সম্পূর্ণ গভর্নমেন্ট ও সেন্ট্রাল ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বিটকয়েন এমন একটি ভার্চুয়াল কারেন্সি যেটা কোন দেশের গভারমেন্ট ,সেন্ট্রাল ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। তাই আমাদের ইচ্ছা থাকলেও বিটকয়েনের উপর আমরা তদারকি করতে পারবো না।
বিষয়টি যদিও আনন্দদায়ক কিন্তু একটি বিষয় খেয়াল করুন Sell শব্দটি লেখার ক্ষেত্রে S এর স্হলে $ চিহ্ন ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি আপনার ডলার বিক্রি করে হলেও বিটকয়েন ক্রয় করবেন।
অর্থাৎ এই চিত্র দিয়ে একান্তই কাগজের টাকা/Fiat এর চেয়ে যে বিটকয়েন অধিক মূল্যবান সে কথাটি বোঝানো হয়েছে।
এই ছবিটি ভালোভাবে খেয়াল করুন বিশেষ করে যারা এই ফোরামে একটু একটু কাজ করে কিছু বিটকয়েন জমা রাখছি। আমরা যারা বিটকয়েন মজুদ করে রাখতেছি তারা একটু ভালভাবে খেয়াল করুন। প্রথম তিন বছর অর্থাৎ ২০১১,২০১২,২০১৩ এই তিন সাল বিটকয়েন কিন্তু উর্ধ্বমুখী (UP) ছিল কিন্তু ২০১৪ সালে বিটকয়েনের দাম কিন্তু পুরোটাই নিম্নমুখী (DOWN) ছিল।
আবার ২০১৫,২০১৬,২০১৭ এই তিনটি বছর বিটকয়েনের বাজার ঊর্ধ্বমুখী ছিল কিন্তু ২০১৮ সালে বিটকয়েনের বাজার কিন্তু নিম্নমুখী হয়ে যায়।
আবার ২০১৯, ২০২০ ,২০২১ এই তিনটি বছর বিটকয়েনের বাজার উর্ধ্বমুখী ছিল অর্থাৎ ২০২১ সালে বিটকয়েনের বাজার সর্বোচ্চকালে ৭০ হাজার ডলারের কাছাকাছি উঠেছিল। কিন্তু ২০২২ সালে যারা বিটকয়েনে আছেন তারা হয়তো জানেন পুরো বছরটা বিটকয়েন বাজার ডাম্পিং হয়েছে।
কিন্তু চিত্রে উপরের অনুসারে যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে ২০২৩,২০২৪,২০২৫ এই তিনটি বছর বিটকয়েনের বাজার ঊর্ধ্বমুখী থাকবে এবং ২০২৬ সালে বিটকয়েনের বাজার ডাম্পিং হওয়ার সম্ভাবনা থাকবে।
উপরের চিত্রটি ভেনেজুয়েলার একটি রাস্তার চিত্র। এই চিত্র একটি ব্যঙ্গাত্মক চিত্র অর্থাৎ কাগজের টাকার ভবিষ্যতের অবস্থা বোঝানো হয়েছে। পৃথিবী ভবিষ্যতে এমন একটি পর্যায়ে গিয়ে কাগজের টাকা কিরকম মূল্যবান হবে তার ব্যঙ্গাত্বক সংকেত বোঝানোর জন্য এই চিত্রটি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় চিত্রটি কাগজের টাকা অর্থাৎ ফিয়াটের ভবিষ্যৎ মূল্য বোঝাতে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
এই চিত্রটি অনেক গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। অর্থাৎ আপনি যদি আপনার মূল্যবান সময়ে বিটকয়েনের কেয়ার করেন তাহলে বিটকয়েন আপনার বিপদের সময়ে আপনার যত্ন নেবে।
https://twitter.com/BitcoinMagazine/status/1649854534712270851?s=19https://twitter.com/BitcoinMagazine/status/1650226619695476736?s=19https://twitter.com/BitcoinMagazine/status/1648811583999467520?s=19https://twitter.com/BitcoinMagazine/status/1645842658474983448?s=19