Author

Topic: বাংলা (Bengali) - page 235. (Read 5724768 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
May 12, 2023, 07:43:39 PM
@LDL
আপনাকে মেনশন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজের সর্বোচ্চ পোস্টদাতাদের নাম গুলো খেয়াল করলাম দেখতে পেলাম কয়েক মাস ধরে আপনি প্রথম অবস্থানে রয়েছেন। কিন্তু এই মাসে আপনার পোস্ট সংখ্যা তুলনামূলকভাবে অনেক কমে গেছে। আপনারা যদি আগের মত এখানে একটিভ হন তাহলে কিন্তু খুব সহজে বাংলাদেশ একটি স্বাধীন বোর্ড পেতে যাবে। আপনার সুদৃষ্টি কামনা করছি আপনি বরাবরের মত এখানে একটিভ হয়ে আপনার মহামূল্যবান ইনফরমেশন গুলো দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিন। তাছাড়া আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারবে না।
আপনাকে অনেক ধন্যবাদ। মেনশন করে আমাকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য। গতবারে আমি বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে খুবই একটিভ ছিলাম কিন্তু এ মাসে আমি একটিভ নাই বললেই চলে। আসলে ভাই একটি গুরুত্বপূর্ণ পারিবারিক দায়িত্ব মাথার উপরে এসেছে তাই জন্য গত দুই সপ্তাহ ধরে তেমন একটিভ হতে পারি না। শুধুমাত্র সিগনেচার ক্যাম্পেইনের জন্য যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সে অনুযায়ী কাজ করে ইনএকটিভ হয়ে যাই।
তবে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে গত মাসের তুলনায় এ মাসে সকল কর্মকান্ড কমে গেছে যা ইতোমধ্যে @LM ভাই উল্লেখ করে গেছেন। তবে শত ব্যস্ততার মাঝে যদি প্রতিদিন @Learn Bitcoin ভাইয়ের একটি করে পোস্ট বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে করে থাকি তাহলে মাসে কিন্তু পোস্ট সংখ্যা ৩০টির উপরে চলে যায়। যদি গড়ে ১০ জন ইউজার ঠিকমতো একটিভ হয় তাহলে মাসে ৩০০ টির উপরে পোস্ট হয়ে যায়। এভাবে যদি প্রতিনিয়ত আমরা সবাই একটিভ থাকি তাহলে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড একসময় বাংলাদেশ লোকাল বোর্ডে পরিনত হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 12, 2023, 05:41:50 PM
@Learn Bitcoin
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে অন্যান্য মাসের তুলনায় আপনারা এই মাসে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক মাসেই সব সময় বেশি একটিভ থাকার চেষ্টা করছেন। এ মাসেও একটু বেশি থাকলে আমাদের জন্য বড় মঙ্গলের কারণ হয়ে যাবে। তাই আমি আপনাদের মেনশন করে একটিভ থাকা অনুরোধ জানাচ্ছি।
আমি যেটা চেষ্টা করছি সেটা হলো প্রতিদিন গড়ে একটা পোস্ট করার চেষ্টা করছি। তাহলে মাস শেষে আমার নামের পাশে ৩০ টি পোস্ট দেখতে পারবেন। কোনোদিন যদি পোস্ট করতে না পারি। তাহলে আরেকদিন ২ টি পোস্ট করে পেছনের টা কভার করে নেই। মূলত এভাবেই আমি নিজের টারগেট সেট করে রেখেছি। হিসাব করে দেখেন সবাই মাসে ৩০ টা করে পোস্ট করলে কতো গুলো পোস্ট হয়। বিগত মাসে আমি মনে হয় ৩২ টি পোস্ট করেছিলাম এবং টপ ৩ জনের মধ্যে ছিলাম। যাই হোক, আমার কাছ থেকে একটিভিটি পাবেন। যদিও আমি একটু পারিবারিক ঝামেলার কারনে ফোরামেই সময় কল দিচ্ছি।



এই নিউজ টা কে কে দেখেছেন? পেপাল এখন বাংলাদেশে আসলে কি কি লাভ হবে? আর আদৌ কি পেপাল বাংলাদেশে আসবে? এই নিয়ে কতো বার যে শুনলাম পেপাল আসবে আসবে আসবে। আর আসলো না। প্রথম বার যখন পেপাল আসবে শুনেছি, তখন মনে হয় আমি স্কুলে পড়ি। তখন ভাবতাম পেপাল আসলে তার মাধ্যমে দেশে টাকা আনবো ফ্রিল্যান্সিং করে। কপাল ভালো সাতশি চাচা আমাদের জন্য বিটকয়েন বানিয়ে রেখে গেছে। পেপাল ছাড়াও অন্য উপায়ে টাকা আনতে পারছি। সাতশির হাত ধরেই তো ক্রিপ্টোর যাত্রা শুরু। এরপরের সব কিছু শুধু ইতিহাস। এখন হাজার হাজার শিটকয়েন মারকেটে।
sr. member
Activity: 1386
Merit: 451
May 12, 2023, 05:27:51 PM
@Bd Officer
আপনার পোস্টটি অনেক ভালো হয়েছে এটা বলতে বাধ্য হচ্ছি। আপনি বেশ কিছুদিন ধরে বিটকয়েন ফোরামে এসে আপনার আপন মেধা শক্তির বলে একটি সম্মানজনক স্থানে যাওয়া চেষ্টা করছেন। আপনি সর্বদা এখানে লেখালেখি করে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ কে একটি স্বীকৃতি পেতে সাহায্য করুন। তাছাড়া অনেকেই এখানে পোস্ট সংখ্যা বৃদ্ধি করার জন্য একাধিকবার পরামর্শ দিয়েছেন। আমরা সবাই মিলে পোস্ট সংখ্যা বৃদ্ধি, এক্টিভিটি সংখ্যা বৃদ্ধি, সাধ্য অনুযায়ী মেরিট আদান-প্রদান ইত্যাদি গত মাসের চেয়ে বেশি না হলেও একটি সম্মানজনক স্কোর করার চেষ্টা করবো।
@LDL
আপনাকে মেনশন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজের সর্বোচ্চ পোস্টদাতাদের নাম গুলো খেয়াল করলাম দেখতে পেলাম কয়েক মাস ধরে আপনি প্রথম অবস্থানে রয়েছেন। কিন্তু এই মাসে আপনার পোস্ট সংখ্যা তুলনামূলকভাবে অনেক কমে গেছে। আপনারা যদি আগের মত এখানে একটিভ হন তাহলে কিন্তু খুব সহজে বাংলাদেশ একটি স্বাধীন বোর্ড পেতে যাবে। আপনার সুদৃষ্টি কামনা করছি আপনি বরাবরের মত এখানে একটিভ হয়ে আপনার মহামূল্যবান ইনফরমেশন গুলো দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিন। তাছাড়া আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারবে না।
@Little Mouse
ভাই আপনাকে মেনশন করে কোন কিছু বলতে সাহস পাচ্ছিনা। কি বলবো কিছু ভেবে না পেয়ে কিছু অগোছালো কথা লিখে দিলাম। ভাই আপনি ফোরামের একজন মুরুব্বী। একজন গার্ডিয়ান হিসেবে আপনার অনেক বড় দায়িত্ব রয়েছে যা আপনি অক্ষর অক্ষরে পালন করে আসছেন। আপনি আমাদেরকে নিয়ে সামনের কয়েক মাস একটু এখানে বেশি এক্টিভিটি দেখালে মনে হয় আমরা সাফল্য অর্জন করতে পারব। তাই আমি আপনাকে গার্ডিয়ান হিসেবে আখ্যায়িত করে আমাদেরকে নিয়ে এখানে একটু বেশি এক্টিভিটি হওয়ার আহ্বান জানাচ্ছি।

@tjtonmoy, @Learn Bitcoin @Bitcoin _People @popkon6
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে অন্যান্য মাসের তুলনায় আপনারা এই মাসে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। আপনারা প্রত্যেক মাসেই সব সময় বেশি একটিভ থাকার চেষ্টা করছেন। এ মাসেও একটু বেশি থাকলে আমাদের জন্য বড় মঙ্গলের কারণ হয়ে যাবে। তাই আমি আপনাদের মেনশন করে একটিভ থাকা অনুরোধ জানাচ্ছি।

@Review Master @Shasan
ভাই আপনারা অনেক পুরাতন ইউজার। আপনারা আপনাদের মূল্যবান সময়ের ফ্রেম থেকে একটু সময় এখানে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিগত মাসগুলোতে যেভাবে সময় দিয়েছিলেন ঠিক ঐরকম সময় এ মাসেও দিলে আমরা বাংলাদেশ লোকালকে আলাদা বোর্ড হিসাবে পেতে পারবো।
@Crypto Library
ভাই আপনি এ মাসে আগের মাসের তুলনায় একটু কম একটিভ আছেন। আপনি একটিভ থেকে আপনার মহামূল্যবান জ্ঞান এখানে শেয়ার করে ফোরামের কল্যাণে সহায়তা করুন। আপনি বরাবরের মতোই সর্বোচ্চ পোস্টদাতাদের লিস্টে অগ্রনায়ক। এ মাসেও আপনাকে ওভাবে দেখতে চাই।

@mr corol, @Suzume @roksana.hee @Negotiation
আপনার এই মাসে পুরোপুরি ইনআক্টিভ হয়ে গেছেন। আপনারা অতি দ্রুত একটিভ হয়ে আপনাদের মূল্যবান পোস্টগুলো এখানে শেয়ার করুন। বিগত মাসে আপনাদের পোস্ট অনেক বেশি ছিল কিন্তু এ মাসে আপনারা প্রায়ই ইনআক্টিভ। যেহেতু আমরা সাফল্যের ধারপ্রান্তে এসেছি তাই এই অবস্থায় ইন একটিভ হলে চলবে না।

@NicNacCoin
আমি বিগত মাসে এখানে একটিভ হই কিন্তু কিছু আনুষঙ্গিক কারণে আমি খুব একটা বেশি একটিভ হতে পেরেছিলাম না। কিন্তু গতকাল @Hhampuz স্যারের একটি ক্যাম্পেইনে জয়েন হই সেখানে লোকাল বোর্ডে পোস্ট দিলে সেটা কাউন্ট হবে। এর আগে একটি সিগনেচার ক্যাম্পেইনে ছিলাম যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডে পোস্ট দিলে পোস্ট কাউন্ট হয় না এবং কি পেমেন্ট দেওয়া হয় না। তাই আমি আমাদের এখানে খুব একটা বেশি একটিভ হতে পারিনি। এই মাসে যত দিন রয়েছে আমি এখানে একটিভ হওয়ার চেষ্টা করব।

যাদের মেনশন করা হয় নাই তারা কিছু মনে করবেন না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যদি সামান্য কিছুদিন একটিভ থেকে আমাদের বাংলাদেশ লোকালের জন্য যদি সুফল বয়ে আনা যায় তাহলে আমাদের এখানে একটিভ হলে ক্ষতি কোথায়। আমরা যদি একটি আলাদা বোর্ড পেতে পারি তাহলে বাংলাদেশকে ফোরামের সকলেই আলাদাভাবে জানবে। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সবাই মিলেমিশে এই লোকাল ল্যাঙ্গুয়েজের সর্বোচ্চ মঙ্গল সাধনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

sr. member
Activity: 1008
Merit: 366
May 12, 2023, 02:03:05 PM
আজকে একটা বিষয়ে পোস্ট করব যা হয় তা আগে করা হয়েছে তবে আমার চোখের পরে নাই।  যদি কেউ এ বিষয় নিয়ে পোস্ট করা থাকেন তাহলে আমাকে সে লিংকটি সাজেস্ট করবেন আশা করি।
তো বিষয় টি হচ্ছে ইমোশন কন্ট্রোল।  

আমরা সাধারণত ক্রিপ্ট তে আসার পর পরই আমাদের লক্ষ্য থাকে কিভাবে এ থেকে বেশি বেশি ইনকাম করা যায়।  আমরা ইন্টারনেটের বিভিন্ন জায়গা তে দেখি অনেকেই ক্রিপ্ট থেকে তাদের লাইফ চেঞ্জ করে ফেলেছে।  এ থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও তা করবার চেষ্টা করি।  সবচেয়ে কম সময়ে বেশি লাভ শুধুমাত্র ফিউচার ট্রেডিং এ সম্ভব।  কিন্তু নিউবি হিসেবে এটা আমাদের সর্বপ্রথম ভুল পদক্ষেপ। ফিউচার ট্রেডিং থেকে অবশ্যই ভালো মানের প্রফিট পাওয়া যায় কিন্তু এর সাথে জড়িত রয়েছে অনেক রিস্ক।  একজন ভালো মানের প্রফেশনাল ট্রেডারও লস এর শিকার হয়।  এটি ক্রিপ্ট জগতের নিয়ম।  কারণ আপনি কখনো ১০০% সিওর হয়ে প্রেডিক্ট করতে পারবেন না যে মার্কেটের কি অবস্থা হবে।  সুতরাং প্রথমে আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে।  

এখন আসি মূল কথায়। মার্কেট সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হইলো এরপর আপনি ট্রেডিং এ পা দিলেন। এখন এখানে হয়তো আপনি প্রফিট করবেন অথবা লস করবেন, এটাই স্বাভাবিক।  তবে এক্ষেত্রে  আপনার ভরসা হারাইলে চলবে না।  লাভলসের সমন্বয়ে এটা চলে।  এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এখানে ইমোশনের কাজ কি।  ট্রেডিং এ ইমোশন হল আপনি এনালাইসিস ছাড়া আপনার ভয় এর বশবর্তী হয়ে আপনি ট্রেড করলেন।  যেমন ধরুন আপনার একটি ট্রেড  প্রথম দিকে হালকা কিছু প্রফিট শো করল এবং একটু পরেই তা লস এর দিকে চলে গেল।  এটি দেখে আপনি  লসের ভয়ে ট্রেডটি ক্লোজ করে দিলেন।  কিন্তু একটু পরেই আবার  দাম বাড়তে শুরু করলো এবং এনালাইসিস অনুযায়ী এটি প্রফিট এর দিকেই গেল।  এক্ষেত্রে আপনি এখানে লস এর শিকার হলেন যার মূল কারণ ইমোশন।  এর মধ্যে আরেকটি ব্যাপার আছে যা হলো লোভ।  আপনার এনালাইসিস অনুযায়ী আপনি জানেন যে এই  পরিমাণ প্রফিটের পর প্রাইস আবার নিচে চলে যাবে।  কিন্তু অতিরিক্ত লাভের আশায় আপনি ট্রেডটি ক্লোজ না করে রেখে দিলেন এবং পরবর্তীতে ডাটা অনুযায়ী দাম ঠিকই নিচে নেমে গেল।  এক্ষেত্রে আপনি ইমোশনের শিকার হলেন।

তো এখন বলি এটিকে কিভাবে কন্ট্রোল করা যায়।  প্রথমত আপনাকে ওই পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে যা লস এর শিকার হলে আপনার দৈনন্দিন জীবনে কোন প্রভাব ফেলবে না।  অর্থাৎ এই টাকা টি হারালে আপনার কিছু যায় আসবে না।  সেই পরিমাণ টাকা টাই আপনি ট্রেডিং এ ইনভেস্ট করুন।  এর সাথে রিস্ক ম্যানেজমেন্ট বিষয় টি মাথায় রাখবেন।  একটি  ট্রেডে আপনার কতটুকু লস হলে  আপনি পরবর্তীতে আবারো নতুন একটি ট্রেড চালু করতে পারবেন ওই পরিমাণ হিসাব করে আপনাকে স্টপ লস এবং  টেক প্রফিট সিলেক্ট করতে হবে।  আমরা অনেকে এটির ব্যবহার করি না যার ফলে সঠিক সময়ে ট্রেডটি ক্লোজ করতে পারিনা।  এর ফলে আমরা লসের শিকার হই। বিষয়গুলো অনেক সহজ মনে হয় কিন্তু মানুষ হিসেবে আমাদের মধ্যে ইমোশন অবশ্যই কাজ করবে।  আর মানুষ মাত্রই ভুল।  যেহেতু মার্কেট ও  ১০০% সঠিকভাবে প্রেডিক্ট  করা  সম্ভব নয় এবং এর মাঝে হিউম্যান এরর থাকে, সুতরাং যে ডিসিশন নেন না কেন তা আপনাকে মেনে চলতে হবে।  না হইলে আপনি ইমোশনের শিকার হবেন এবং লসে পড়বেন।  মনে রাখবেন লাভ ও লস দুই টাই হবে।  সুতরাং পূর্ববর্তী ভুল গুলো থেকে আপনাকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনার জ্ঞান গুলো সঠিকভাবে ব্যবহার করে সফলতা অর্জন করতে হবে।

এই বিষয় টি  নিউবি হিসেবে সকলের জানা উচিত।  অনেকেই হয়তো জানেন অথবা আগে হয়তো পোস্ট করা হয়েছে, তবে আমি আবারও করলাম। কারণ দেখলাম অনেকেই লোকাল বোর্ডে নতুন এবং পুরনো পোস্ট গুলো খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্যের। সুতরাং যদি পোস্ট টি দ্বারা কারো উপকার হয় এই জন্যই পোস্ট টি করা। ট্রেডিং লাইফে সর্বপ্রথম আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে।  কারো যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই জানাবেন অথবা ডিরেক্ট মেসেজ করতে  পারেন।  সর্বদা আপনাদের সাহায্যের জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ। কোনো প্রকার ভুল হইলে ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 12, 2023, 01:11:56 PM
আমাদের পর্যাপ্ত একটিভ থাকতে হবে। বিশেষ করে এপ্রিল মাসে যে পরিমাণ এক্টিভিটি, পোস্ট সংখ্যা, একটিভ মেম্বার, মেরিট আদান-প্রদান হয়েছে ঠিক এ মাসেও পর্যাপ্ত পরিমাণ পোস্ট, অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে।
হঠাৎ করে একমাসে অনেক বেশি থেকে পরে যদি এক্টিভিটি কমে যায় তাহলে লাভের বেলায় কিছুই হবে না। গত মাসে আমাদের এক্টিভিটি অনেক বেশি ছিল এবং আমাদের এইটা ধরে রাখতে হবে। আগামী মাসগুলোতে যদি আবার আমাদের এক্টিভিটি কমে যায় তাহলে কোন লাভই হবে না। নিয়মিত এক্টিভিটি থাকলে আমরা একটা আলাদা টপিক ক্রিয়েট করতে পারি আমাদের লোকাল বোর্ড এর আবেদন নিয়ে। কিন্তু তার আগে আমাদের এক্টিভিটি থাকতে হবে এবং এইখানে এক্টিভ মেম্বারদের আকৃষ্ট করতে হবে। সবাই মিলে একযোগে আগালে লোকাল বোর্ড পাওয়া কোন বিষয় না। গত মাসের তুলনায় আমার মনে হচ্ছে এইমাসে আমাদের এক্টিভিটি কিংবা মেরিট শেয়ার তুলনামুলক কম হয়েছে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 12, 2023, 08:44:12 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 12, 2023, 06:27:45 AM

এপ্রিল 2023 এর মধ্যে স্থানীয় সকল বোর্ডের পোস্টঃ এপ্রিল মাসে সর্বাধিক পোস্ট করা হয়েছে রাশিয়ান বোর্ডে যা এক নম্বর অবস্থানে রয়েছে। আমাদের বাংলা থ্রেড এপ্রিল মাসে পোস্ট করে ১১তম অবস্থানে রয়েছেন। সত্যিই অনেক ভালো লেগেছে যেখানে ইন্ডিয়ান, আরোবিক, স্পানিস, তাদের নিজস্ব বোর্ড রয়েছে, অথচ তাদের থেকে আমরা অনেক এগিয়ে আছি। আমাদের লোকাল থ্রেডের অনেইটাই উন্নতি হয়েছে।
এপ্রিল মাসের একটিভ মেম্বার সকল বোর্ডেরঃ এক্টিব মেম্বার দিক দিয়া ১ম অবস্থানে রয়েছেন রাশিয়ান বোর্ড। বাংলা থ্রেড এক্টিব মেম্বার মধ্য ৭ম নম্বর অবস্থানে রয়েছেন। আমারা অনেক লোকাল বোর্ডের থেকে আমরা এখানেও এগিয়ে আছি।
মেরিট শেয়ারের দিক দিয়েঃ রাশিয়ান বোর্ড ১ম নাম্বারে রয়েছেন। আমাদের বাংলা বোর্ড ৯ অবস্থানে রয়েছেন। আমাদের সব দিক দিয়েই অনেক উন্নতি হয়েছে।  আশা করা যায় আমরা অতি শীঘ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো ইনশাআল্লাহ। @Rikafip স্যার আমাদেএ বাংলা থ্রেড ও পাকিস্তান থ্রেডের সম্পর্কে  বলেছেন তাদের কোন স্থানীয় বোর্ড নেই এবং অতি শিগ্রই পরিবর্তন হতে চলেছে। এবার মনে হচ্ছে আমরা সত্যিই লোকাল বোর্ডে পেয়ে যাবো আশা করছি।

সত্যি পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে পর্যাপ্ত আশারবাণী শোনা যাবে বোঝা যাচ্ছে। তবে এক্ষেত্রে ে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের পর্যাপ্ত একটিভ থাকতে হবে। বিশেষ করে এপ্রিল মাসে যে পরিমাণ এক্টিভিটি, পোস্ট সংখ্যা, একটিভ মেম্বার, মেরিট আদান-প্রদান হয়েছে ঠিক এ মাসেও পর্যাপ্ত পরিমাণ পোস্ট, অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। তাছাড়া এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন নতুন মোডারেটর নিযুক্ত হয়েছে। আমরা প্রতিনিয়ত এখানে কনস্ট্রাক্টিভ পোস্ট করলে এবং নতুন মোডারেটর সাহেব যদি ভালো রিপোর্ট করে দেয় তাহলে অতি শীঘ্রই আমরা লোকাল বোর্ড পেয়ে যাবো ইনশাল্লাহ।
Its time for yet another brief monthly overview, this time for the month of April 2023.

Communities marked with * (Pakistan, Bangladesh) don't have their own local boards as of yet and hopefully that will change soon. @theymos @Cyrus, check these guys stats pls. Wink

@Rikafip এর কোট করা মেসেজ দেখেই বোঝা যাচ্ছে আমরা কতটা এগিয়েছি। আশা রাখছি ১০ মিলে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করা যায়।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 12, 2023, 06:06:14 AM
@Rikafip ভদ্রলোক আজকে এপ্রিল মাসের সকল লোকাল বোর্ডের পোস্ট, মেরিট শেয়ার, কোন বোর্ডে কত এক্টিব মেম্বার এই সকল বিষয় নিয়ে একটা চার্ট তৈরি করেছেন। তার তথ্য অনুযায়ী।
এপ্রিল 2023 এর মধ্যে স্থানীয় সকল বোর্ডের পোস্টঃ এপ্রিল মাসে সর্বাধিক পোস্ট করা হয়েছে রাশিয়ান বোর্ডে যা এক নম্বর অবস্থানে রয়েছে। আমাদের বাংলা থ্রেড এপ্রিল মাসে পোস্ট করে ১১তম অবস্থানে রয়েছেন। সত্যিই অনেক ভালো লেগেছে যেখানে ইন্ডিয়ান, আরোবিক, স্পানিস, তাদের নিজস্ব বোর্ড রয়েছে, অথচ তাদের থেকে আমরা অনেক এগিয়ে আছি। আমাদের লোকাল থ্রেডের অনেইটাই উন্নতি হয়েছে।
এপ্রিল মাসের একটিভ মেম্বার সকল বোর্ডেরঃ এক্টিব মেম্বার দিক দিয়া ১ম অবস্থানে রয়েছেন রাশিয়ান বোর্ড। বাংলা থ্রেড এক্টিব মেম্বার মধ্য ৭ম নম্বর অবস্থানে রয়েছেন। আমারা অনেক লোকাল বোর্ডের থেকে আমরা এখানেও এগিয়ে আছি।
মেরিট শেয়ারের দিক দিয়েঃ রাশিয়ান বোর্ড ১ম নাম্বারে রয়েছেন। আমাদের বাংলা বোর্ড ৯ অবস্থানে রয়েছেন। আমাদের সব দিক দিয়েই অনেক উন্নতি হয়েছে।  আশা করা যায় আমরা অতি শীঘ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো ইনশাআল্লাহ। @Rikafip স্যার আমাদেএ বাংলা থ্রেড ও পাকিস্তান থ্রেডের সম্পর্কে  বলেছেন তাদের কোন স্থানীয় বোর্ড নেই এবং অতি শিগ্রই পরিবর্তন হতে চলেছে। এবার মনে হচ্ছে আমরা সত্যিই লোকাল বোর্ডে পেয়ে যাবো আশা করছি।
মেইন ট্রপিকঃ এই তথ্য টি এই পোস্টে থেকে নেওয়া হয়েছে আর ভালো করে বুঝতে হলে এই পোস্টে ঘুরে আসতে পারেন।
sr. member
Activity: 1008
Merit: 366
May 11, 2023, 06:12:41 PM
~Snip
ভাই আপনি তো অনেকদিন ধরেই এই ফোরামে আছেন এবং বাংলাদেশ লোকাল থ্রেডে অনেকদিন ধরেই আমাদের পোস্ট দেখছেন। অনেক বার বলা হয়েছে এখানে গুগল ট্রান্সলেট দ্বারা পোস্ট করা যাবে না। আপনি তো যেভাবে কথা বলেন সেভাবে একটু মার্জিত ভাষায় পোস্টগুলো করতে পারেন। কিন্তু আপনি এর আগেও এই কাজটি করেছেন আবারও করলেন। গুগল ট্রান্সলেট ইউজ করে লেখা পোস্টগুলো পড়ার মত অবস্থা থাকে না অথবা সাধারণ মানুষের অর্থ গুলো বুঝে না। পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।  নতুন মডারেটর নিযুক্ত হওয়ার পরে অবশ্যই আপনি এই থ্রেডের পোস্টগুলো দেখেছেন। কতটা সাবধানতা অবলম্বন করতে হবে তা হয়তো আপনাকে আর বলে দিতে হবে না। জানার পরও যদি ভুলগুলো করেন তাহলে পরবর্তীতে আপনার একাউন্টের কি হবে তা বলা মুশকিল। কথাগুলোকে পার্সোনালি নিবেন না,  অবশ্যই আপনার ভালোর জন্যই বলতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারবেন।  নিজের ভাষায় লেখেন, পোস্টটা অনেক সুন্দর হবে। যে পোস্টটা আপনি নিজে পড়ে নিজেই বুঝতে পারতেছেন না, সেটা অন্যরা কিভাবে বুঝবে। নিজের ভাষায় নিজে যে পোস্ট লিখবেন তখন অবশ্যই সেটা অনেক সুন্দর হবে এবং অন্যরা সেটা অনেক সহজ ভাবে বুঝতে পারবে। আশা করি পরবর্তীতে এই সকল ভুল করবেন না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 11, 2023, 12:42:40 PM
আমার জানামতে প্রতি ২ সপ্তাহ পর পর ফি এডজাস্ট করা হয়। এক্ষেত্রে আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কারন মিমপুল এ ৭২ ঘন্টা পর পর যে সকল ট্রানজেকশন এ লো ফি এড করা থকে তা সরিয়ে দেওয়া হয় বা ক্যান্সেল হয়ে যায়। এইভাবে মিমপুল কে স্ট্রেস মুক্ত করা হয়। যদিও এটি নির্দিষ্ট না তবে আর ১ সপ্তাহ পর হয়ত ফি লো হয়ে যাবে। অথবা যাদের ট্রানজেকশন ফেইলড হয়ে গেছে তারা হয়ত পুনরায় বেশি ফি দিয়ে নতুন ট্রানজেকশন ব্রডকাস্ট করবে। যার ফলে ফি এর পরিমান একই থাকতে পারে। তবে গতকাল এর তুলনায় যেখানে ৬২০ সাতোশি পার বাইট ফি প্রদান করতে হয়েছে হাই প্রাইওরিটি তে, সেখানে আজ তা ২৫৫ সাতোশি পার বাইট।
ধীরে ধীরে ফি কমে আসার সম্ভবনা আছে এবং Blockchair.com এর তথ্য অনুযায়ী পরের এডজাস্ট হইতে সময় বাকি ১ সপ্তাহ।
ফি এডজাস্ট এর কোন ব্যাপার নেই। ফি আমরা ব্যবহারকারীরা দিয়ে থাকি, যা ইচ্ছে তা দিয়ে থাকি। কম দিলে পেন্ডিং থাকে আর বেশি দিলে দ্রুত কনফার্ম হয় বা ব্লকে এড হয়। এডজাস্ট এর ব্যাপার থাকে যে ব্লক টাইমে (আসলে এইটার নাম ডিফিকাল্টি এডজাস্টমেন্ট)। আমরা জানি গড়ে প্রতি ১০ মিনিট পর পর নতুন ব্লক সৃষ্টি হয়। কখনো ৩০ মিনিট থেকে বেশি সময় লাগে একটা ব্লক খুজে পেতে, আবার কখনো ২ মিনিট পরেই নতুন ব্লক পাওয়া যায়। এইভাবে চললে গড় ১০ মিনিট থাকবে না তাই প্রতি ২০১৬ ব্লক পর পর ব্লক টাইম এডজাস্ট হয় যেন গড় ব্লক টাইম ১০ মিনিট থাকে।
ট্রাঞ্জেকশন ফি সকালে একরকম এবং বিকালে আর এক রকম হতে পারে। এইখানে যতক্ষণ বিটকয়েন ট্রাঞ্জেকশন এর পরিমাণ কমবে না, ততক্ষণ ফি কমবে না। বর্তমানে ১৬১ সাতোশি প্রতি বাইট ফি লাগলেও সকালেই ফি ছিল ৪৭/৪৮ সাতোশি প্রতি বাইট।

আমি এই বাংলা লোকাল থ্রেডের পুরোনো পোস্ট গুলি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। একটা বিষয়ে আজকে খেয়াল করলাম এই বড় ভাই পোস্টে লিখেছিলেন ২৮ টা এক্টিবিটি ২৮ টা পোস্ট করলেই বেড়ে যায়। আমি এখন পর্যন্ত ২০ টা পোস্ট দিয়েছি। কিন্তু আমার ১৪ টা এক্টিবিটি বাড়ার পর আর এক্টিবিটি বাড়ছে না। এই বিষয় টা কি নতুনে নিয়ম চেঞ্জ করা হয়েছে। নাকি ওই ভাইয়ে ভুল বলেছিলেন। এই বিষয়ে আমি জানতে চাই।
আর সব সময় চেষ্টা করি আমার দ্বারা যাতে লোকাল থ্রেডের কোন ক্ষতি না হয়। আমাদের বাংলা থ্রেড একদিন বাংলা বোর্ডে পরিনত হবে ইনশাআল্লাহ।
উনি ভুল বলেছেন। হতে পারে কেউ তার ভুল ধরিয়ে দিয়েছে কিন্তু আপনি দেখেন নি। এইটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করে। সুতরাং, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যেতেন।
এক্টিভিটি পিরিয়ড বলে একটা টার্ম আছে এইখানে। এক্টিভিটি পিরিয়ড মানে ১৪ দিনের একটা টাইম ফ্রেম। প্রতি ১৪ দিনে আপনি সর্বোচ্চ ১৪টা এক্টিভিটি পাবেন। এই ১৪ দিনের মধ্যে আপনি একদিনে ১৪টা পোস্ট করলেও ১৪ টা এক্টিভিটি পাবেন আবার ১৪ দিনে ১৪টা করলেও ১৪টা এক্টিভিটি পাবেন। পোস্ট বেশি করলেও আপনি ১৪ দিনে ১৪টার বেশি এক্টিভিটি পাবেন না। আবার আপনি যদি ১৪ দিনে বা একটি এক্টিভিটি পিরিয়ডে ১টা পোস্ট করেন, তাহলে আপনি ১৪টা এক্টিভিটি পাওয়ার যোগ্য এবং সেটা আপনি পরবর্তীতে যে কোন সময় পোস্ট করলে পেয়ে যাবেন, যদি কয়েকবছর পরেও পোস্ট করেন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 11, 2023, 12:28:45 PM
এই বিষয় নিয়ে সিনিয়র ভাইয়েরা গত কয়েকদিন আগেই আলোচনা করছিলেন। আপনাকে তবুও বুঝিয়ে দিচ্ছি। প্রথম ২৮ এক্টিভিটি ২৮টা পোস্ট দিলেই বেড়ে যায়। কিন্তু ২৮ এক্টিভিটির পরে আর একটিভিটি বাড়ে না। আপনি যতই পোস্ট করবেন না কেন এক্টিভিটি বাড়বে না। ঠিক পরবর্তী নির্দিষ্ট ১৪ দিন পরে একেবারে ৪২ এক্টিভিটি হয়ে যাবে। সাধারণত প্রতি ১৪ দিন পর পর এক্টিভিটি বেড়ে থাকে।
আমি এই বাংলা লোকাল থ্রেডের পুরোনো পোস্ট গুলি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। একটা বিষয়ে আজকে খেয়াল করলাম এই বড় ভাই পোস্টে লিখেছিলেন ২৮ টা এক্টিবিটি ২৮ টা পোস্ট করলেই বেড়ে যায়। আমি এখন পর্যন্ত ২০ টা পোস্ট দিয়েছি। কিন্তু আমার ১৪ টা এক্টিবিটি বাড়ার পর আর এক্টিবিটি বাড়ছে না। এই বিষয় টা কি নতুনে নিয়ম চেঞ্জ করা হয়েছে। নাকি ওই ভাইয়ে ভুল বলেছিলেন। এই বিষয়ে আমি জানতে চাই।
আর সব সময় চেষ্টা করি আমার দ্বারা যাতে লোকাল থ্রেডের কোন ক্ষতি না হয়। আমাদের বাংলা থ্রেড একদিন বাংলা বোর্ডে পরিনত হবে ইনশাআল্লাহ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 11, 2023, 07:15:58 AM
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
@cyrus
@Xal0lex
এই দুইজন ভদ্রলোক আদার্স ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডের মোডারেটর হিসেবে নিয়োজিত আছেন। বিশেষ করে @Xal0lex মোডারেটর স্যার প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে পোস্টগুলো চেক করছে। বিশেষ করে কেউ যদি সোর্স লিংক ছাড়া পোস্ট কপি করে অথবা ট্রান্সলেশন করে পোস্ট করে তাদেরকে তিনি সাবধান দিয়ে দিচ্ছেন। যথারীতি তিনি আমাদের লোকালে আমাদের মত একটিভ থাকছেন। তাই আমরা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন গার্ডিয়ান পেলাম। আশা করছি অতি শীঘ্রই আমরা @Xal0lex এর তত্ত্বাবধানে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল পাব বলে আশা রাখছি।
Xal0lex কিন্তু আগে থেকেই আমাদের থ্রেড দেখাশোনা করছে না। cyrus আগে থেকেই আদার ল্যাংগুয়েজ এর থ্রেড গুলোর দ্বায়িত্বে ছিলো। কিন্তু cyrus ফোরামে এতা বেশি একটিভ না। যে কারনে এই মাসের ৯ তারিখে Xal0lex কে লোকাল বোর্ড এর আদার ল্যাংগুয়েজ এর থ্রেড গুলোর জন্য এপয়েন্ট করা হয়েছে। একই সাথে বিয়েতনামের লোকাল আনলক করা হয়েছে। যেটা Xal0lex নিজেই পোষ্ট করে কনফার্ম করেছেন।

It's time to edit the table a little. The Vietnamese local board is no longer blocked and a new moderator, Xal0lex, has been added to the "Other languages" section.

৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
৫০ পার্সেন্ট  ট্যাক্স বসালে  বিষয়টা অনেকটা এমন হবে যে  বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি  ইল্লিগাল থেকে লিগাল করেছে যেন সাধারণ মানুষকে এর থেকে বিরত রাখতে পারে আর এর মধ্য দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা তাদের  ফায়দা নিতে পারে,  যেমন ধরুন যখন লিগালাইজেশন করা হবে তখন, এখন যারা অনেকেই গোপনে এর সাথে জড়িত রয়েছে তারা  হয়তো তাদের আইডেন্টিটি উন্মোচন করবে এবং পরবর্তীতে সরকারকে অবশ্যই তাকে ট্যাক্স দিতেই হবে।  আর এই দিক থেকে দেখা যাবে যে আয়ের অর্ধেক সরকারকে দিতে গিয়ে মানুষ এদিকে আরো অনুৎসাহিত হয়ে পড়বে  যদিও আমার ধারণা বাংলাদেশ সরকার  বৈধতা দান করলে এতটা  অমানবিক হবে না।

যদি বৈধ করার পর এই পরিমান ট্যাক্স বসিয়ে দেয়, তবে এখন যেভাবে আসে সেভাবেই থাকুক। আমার বৈধ করার দরকার নাই।  রাঘব বোয়ালরা অনেকেই এখনি বিটকয়েন ইউজ করতেছে। তারা এটা সামনে প্রকাশ করে না। গোপনে অনেকেই করছে এটা। কথায় আছে না, কেষ্ট করলে লীলা, আর আমরা করলে .......
পদ্মা সেতুতে ছবি তোলা নিয়ে নিষেধ আছে। সরকারের কয়টা নেতা সেই আইন মানে? ওনারা সগৌরবে সেই ছবি আবার তাদের প্রোফাইল আর ফেসবুক পেজে ছেড়ে বেড়ায়। যেটা বলতে চাচ্ছিলাম, বিটকয়েন সরকার মহলের অনেকেই ইউজ করে। শুধু প্রকাশ হয় না।
full member
Activity: 490
Merit: 119
May 10, 2023, 01:33:27 PM
হতে যাচ্ছে, (১৮ থেকে ২০ মে ২০২৩) তিন দিনব্যাপী বিটকয়েনের সবচেয়ে বড় কনফারেন্স “টিক. টক. নেক্সট ব্লগ.”। এখন পর্যন্ত আশা করা যায় মিয়ামিতে এই কনফারেন্সটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বিটকয়েন কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমে বিটকয়েন হোল্ডাররা জানতে পারবে:-

1. বিটকয়েনের মূল মন্ত্র,
2. বিটকয়েন যখন সবুজ সিগন্যাল নিয়ে সামনের দিকে ধাবিত হয়, তখন তার সেলিব্রেশন টা কেমন হওয়া উচিত,
3. হাইপার বিটকয়েনাইজেশন এর মাধ্যমে বিটকয়েন কে এমন একটি জায়গায় পৌঁছে দিবে, যা বিটকয়েন কে বিশ্বের প্রাইমারি আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে। যদি হাইপারবিটকয়েনাইজেশন ঘটতে থাকে, বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং এর সমকক্ষ অন্য কোন মুদ্রাই থাকবে না। ✨

টাকা ঠিক করুন। পৃথিবী ঠিক করুন।
টিকিট পেতে


Kissটিকিটের দাম বেড়েছেKiss




"১৮ থেকে ২০ মে ২০২৩ তিন দিন বিটকয়েন জগতের সবচেয়ে বড় কনফারেন্স "টিক টক নেক্সট ব্লগ" মিয়ামি বিচ। এখানে বিটকয়েন হোল্ডাররা বিটকয়েনের মূল মন্ত্র, হাইপার বিটকয়েনাইজেশন এবং বিটকয়েনের প্রাইমারি আর্থিক রিজার্ভ সম্পর্কে জানতে পারবে। হাইপার বিটকয়েনাইজেশন হল বিটকয়েন যেখানে এটি বিশ্বের প্রাথমিক আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে এবং যদি ঘটে তবে বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে।"

"বিটকয়েনের অপ্রতিরোধ্য শক্তিকে সামনে থেকে দেখতে এবং এই বিপ্লবী ধারণার সার্থকতা উদযাপনের জন্য মিয়ামি বিচে "টিক টক নেক্সট ব্লগ" সাথে যোগ দিন। সময় এসেছে সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠানের অংশ গ্রহণ করার এবং একটি অপ্রতিরোধ্য ভবিষ্যতের শক্তির সাক্ষী হওয়ার। হাতছাড়া করবেন না, এই সুযোগে বিটকয়েন জগতের সহকর্মীদের সাথে যোগাযোগ তৈরি করার এবং অপ্রতিরোধ্য শক্তি যা ইতিহাসের অংশ হতে পারে।"

১৮ থেকে ২০ মে ২০২৩ মিয়ামি বিচে ৩ দিনের শিক্ষা, উদযাপন এবং হাইপারবিটকয়েনাইজেশনের জন্য আমাদের সাথে যোগ দিন! ✨🌴

বিটকয়েন ম্যাগাজিন এই পোস্টটি থেকে ঘুরে আসতে পারেন।

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 10, 2023, 10:53:28 AM
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
৫০ পার্সেন্ট  ট্যাক্স বসালে  বিষয়টা অনেকটা এমন হবে যে  বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি  ইল্লিগাল থেকে লিগাল করেছে যেন সাধারণ মানুষকে এর থেকে বিরত রাখতে পারে আর এর মধ্য দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা তাদের  ফায়দা নিতে পারে,  যেমন ধরুন যখন লিগালাইজেশন করা হবে তখন, এখন যারা অনেকেই গোপনে এর সাথে জড়িত রয়েছে তারা  হয়তো তাদের আইডেন্টিটি উন্মোচন করবে এবং পরবর্তীতে সরকারকে অবশ্যই তাকে ট্যাক্স দিতেই হবে।  আর এই দিক থেকে দেখা যাবে যে আয়ের অর্ধেক সরকারকে দিতে গিয়ে মানুষ এদিকে আরো অনুৎসাহিত হয়ে পড়বে  যদিও আমার ধারণা বাংলাদেশ সরকার  বৈধতা দান করলে এতটা  অমানবিক হবে না।

ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো।


একদম  ঠিক '' উই ওয়ানট  কোয়ালিটি  নট কোয়ান্টিটি''।  আমি @ Xal0lex কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং বাংলাদেশ এর লোকাল থ্রেডে  তাকে স্বাগতম জানাই, আশা করি তিনি  তার  এসব অবদান  প্রতিনিয়ত  রানিং রাখবেন ।  আর তাকে বাংলাদেশী থ্রেডে  বাংলায় পোস্ট করতে দেখে আমার খুবই ভালো লাগে ।
তার নিকট আমার একটি বিশেষ অনুরোধ থাকবে যে  আমাদের  এই থ্রেডের  প্রথম দিকে অনেকগুলো  স্প্যাম পোস্ট রয়েছে এগুলোতে  রিপোর্ট করলে আশা করি  রিভিউ করে  এগুলো আমাদের  থ্রেড এবং ফোরাম থেকে মুছে ফেলবেন
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 10, 2023, 10:25:46 AM
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
@cyrus
@Xal0lex
এই দুইজন ভদ্রলোক আদার্স ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডের মোডারেটর হিসেবে নিয়োজিত আছেন। বিশেষ করে @Xal0lex মোডারেটর স্যার প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে পোস্টগুলো চেক করছে। বিশেষ করে কেউ যদি সোর্স লিংক ছাড়া পোস্ট কপি করে অথবা ট্রান্সলেশন করে পোস্ট করে তাদেরকে তিনি সাবধান দিয়ে দিচ্ছেন। যথারীতি তিনি আমাদের লোকালে আমাদের মত একটিভ থাকছেন। তাই আমরা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন গার্ডিয়ান পেলাম। আশা করছি অতি শীঘ্রই আমরা @Xal0lex এর তত্ত্বাবধানে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল পাব বলে আশা রাখছি।


দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো। কপি পেস্ট করে পোষ্টের মান তো থাকেই না, সাথে চোর হিসেবে আখ্যায়িত করা হয়। আর আমি সম্প্রতি দেখছি অনেক নতুন নতুন অ্যাকাউন্ট এখানে যোগ হয়েছে, যা হয়তো এ লোকাল থ্রেডের জন্য ভালো। কিন্তু যখন তারা এইভাবে স্প্যাম করে তখন লোকাল থ্রেডেরই বদনাম হয়। বারবার নিষেধ করার পরেও তারা একই ভুল একাধিক বার করে।  সুতরাং ওয়ার্নিং না দিয়ে ডাইরেক্ট ব্যান দেওয়াই ভালো। এতে থ্রেডের রেপুটেশন ঠিক থাক। জানিনা কবে বাংলাদেশ একটি লোকাল বোর্ডে পরিণত হবে, অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এবং হওয়ার পরে এ সকল একাউন্ট না থাকাই ভালো।
কথা কিন্তু ১০০% ঠিক কেননা ১০০ টি স্প্যাম পোস্টের চেয়ে ১ টি কনস্ট্রাক্টিভ পোস্ট অনেক ভালো। আমরা অনেক আগেই বাংলাদেশ লোকাল বোর্ড পেয়ে যেতাম কিন্তু শুধুমাত্র একলাইন পোস্ট ও কপি পেস্ট পোস্টের জন্য পাওয়া হয়নি। অতীতের পোস্ট গুলো একলাইন ও কপি পেস্ট করার কারণ ছিল আগে শোনা কথা(BitcoinDream) বলেছেন শুধুমাত্র পোস্ট করলেই এক্টিভিটি ও রেঙ্ক বাড়তো কিন্তু আপডেট মেরিট সিস্টেম চালু হওয়ার পর এই পদ্ধতি বাদ পড়েছে। ঐ সময় বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য আবেদন করা হয়েছিল শুধুমাত্র একলাইন পোস্টের জন্য আবেদন নাকচ করে দিয়েছেন।
কিন্তু এখন অনেক আপডেট ও তথ্যবহুল হওয়ার একলাইন পোস্ট ও কপি পেস্ট করা পোস্ট কখনও অ্যালাউ করা হবে না। যারা একলাইন পোস্ট ও কপি পোস্ট করবে তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে সাথে সাথে।
@Xal0lex মোডারেটর স্যারের কাছে আমাদের অনুরোধ রইল, আপনি আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য যা যা করতে হবে আমাদের একটু পরামর্শ দিলে আমাদের অনেক বেশি উপকার হবে। তাছাড়া আপনার পরামর্শ মোতাবেক কাজ করলে অবশ্যই আমরা ভালো ফল পাব বলে আশাবাদী।

 
sr. member
Activity: 1008
Merit: 366
May 10, 2023, 10:13:43 AM
ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো ভাই। আমার মনে হয় হাজারো লো কোয়ালিটি পোস্টের থেকে অল্প সংখ্যক ভালো কোয়ালিটি পোস্টই ভালো। কপি পেস্ট করে পোষ্টের মান তো থাকেই না, সাথে চোর হিসেবে আখ্যায়িত করা হয়। আর আমি সম্প্রতি দেখছি অনেক নতুন নতুন অ্যাকাউন্ট এখানে যোগ হয়েছে, যা হয়তো এ লোকাল থ্রেডের জন্য ভালো। কিন্তু যখন তারা এইভাবে স্প্যাম করে তখন লোকাল থ্রেডেরই বদনাম হয়। বারবার নিষেধ করার পরেও তারা একই ভুল একাধিক বার করে।  সুতরাং ওয়ার্নিং না দিয়ে ডাইরেক্ট ব্যান দেওয়াই ভালো। এতে থ্রেডের রেপুটেশন ঠিক থাক। জানিনা কবে বাংলাদেশ একটি লোকাল বোর্ডে পরিণত হবে, অতি শীঘ্রই আশা করা যাচ্ছে এবং হওয়ার পরে এ সকল একাউন্ট না থাকাই ভালো।

 নিয়ম কানুন তৈরি করা হয়েছে তা মেনে চলার জন্য,  সেটা যদি কেউ অমান্য করে তাহলে তাদের এখানে না  থাকাটাই সঠিক বলে আমি মনে করি। তবে সেকেন্ড চান্স সবাই ডিজার্ভ করে, কিন্তু সেকেন্ড চান্স পাওয়ার পরও যারা নিয়মকানুন মানবে না তাদেরকে ব্যান করে দেওয়াই ভালো। বাংলাদেশ লোকাল থ্রেডটি নিয়মিত মডারেটর দ্বারা পরিচালিত হইলে  আশা করা যায় আমাদের আর এ সকল লো কোয়ালিটি পোস্ট এর সম্মুখীন হতে হবে না।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 10, 2023, 09:18:07 AM
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না।
আমি বলেছিলাম 50% এর নিচে ট্যাক্স ধার্য করা হবে। কত হবে তা আমি সঠিক ভাবে বলিনি।

৩০% ভ্যাট করতেই পারে  সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে,
যাইহোক ভাই আগে বৈধ করে দিক আমাদের দেশে। তার পর দেখা যাবে কত % টেক্স ধার্য করা হয়। যাই করুক আমাদের আর কিছু করারা থাকবে না, সরকার যা বলবে তাই আমাদের মানতে হবে। সরকারের কথার বাহিরে আমরা কিছু করতে পারবো না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 10, 2023, 07:27:58 AM
৩০% ভ্যাট করতেই পারে  সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে, ফাইবার,আপওয়ার্ক এগুলা অনেক বেশি ফি নেই যদিও এগুলার কারন হিসেবে বলে তারা এস্ক্রো এর জন্যে নেই কিন্ত আশল ব্যাপারটা হচ্ছে, এটা একটা অনেক বড় প্রোফিটেবল বিজনেস। আর যেখানে মারিং কাটিং এর যায়গা আছে কিছু লোক ছাড় দিবেনা, কিছুদিন পরে দেখবেন তাদের নিজেদের সার্থের কারনে হলেও তারা বিটকয়েনকে বৈধতা করিয়ে নিবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমান দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এগুলার জন্যে হলেও আশা করতে পারেন বিটকয়েনকে বৈধতা দিবে।

ফ্রিল্যান্সিং মারকেট প্লেস এর সাথে বিটকয়েন তুলনা করা ঠিক হবে কি না জানি না। মারকেট প্লেস যেই ফি কাটে, সেটা তারাই রেখে দেয়। সেখান থেকে সরকার কোনো প্রকার রেভিনিউ আর্ন করে না। উলটো, ফ্রিল্যান্সার রা যখন তাদের টাকা নিয়ে আসে, সরকার সেখানে ২% প্রনোদনা প্রদান করে। এই দিকে হিসাব করলে বিটকয়েন এর সাথে মারকেট প্লেস এর সাথে তুলনা করা ঠিক হবে না।

ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 10, 2023, 07:04:25 AM
আমার মনে হয় যদিউ বিটকয়েন বৈধতা দেয় বাংলাদেশ তাহলে ট্যাক্স এবং ভ্যাট মিলিয়ে ২০% এর কম হবে বলে আমার মনে হয়না, কারন বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সবকিছুতেই ১৫% ট্যাক্স নেয় সরকার।

আবুল মাল আব্দুল মালেক সাহেবের কথা মনে আছে? উনি কিন্তু উদ্ভট কিছু যায়গায় ট্যাক্স বসানোর প্রস্তাব করেছিলেন। ওনাদের কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না। কিছু কিছু লোক কিন্তু কি করবে তার কোনো আগা মাথা নেই! যদি ৩০% এর বেশি ট্যাক্স আরোপ করে দেয়, সেখানে আপনার কিছুই করার থাকবে না।

৩০% ভ্যাট করতেই পারে  সন্দেহ নাই কারন বেশিরভাগ মার্কেট বা সার্ভিস প্রোভাইডার ২০% এর উপরেই চার্জ করে থাকে সেখানে বাংলাদেশ ও করতে পারে, ফাইবার,আপওয়ার্ক এগুলা অনেক বেশি ফি নেই যদিও এগুলার কারন হিসেবে বলে তারা এস্ক্রো এর জন্যে নেই কিন্ত আশল ব্যাপারটা হচ্ছে, এটা একটা অনেক বড় প্রোফিটেবল বিজনেস। আর যেখানে মারিং কাটিং এর যায়গা আছে কিছু লোক ছাড় দিবেনা, কিছুদিন পরে দেখবেন তাদের নিজেদের সার্থের কারনে হলেও তারা বিটকয়েনকে বৈধতা করিয়ে নিবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমান দুর্নীতি হয়েছে এবং হচ্ছে এগুলার জন্যে হলেও আশা করতে পারেন বিটকয়েনকে বৈধতা দিবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 10, 2023, 06:57:21 AM
মনে হয় না ট্যাক্স ৫০% এর উপরে করবে আমাদের দেশে বৈধ করা হলে। যাইহোক ট্যাক্স নিলেও বিটকয়েন বৈধ করে দিলে, একদিক দিয়া অনেক সুবিধা হতো, আইনি কোন ঝামেলা থাকতো না। আমাদের গোপনে বিটকয়েন ব্যবহার করতে হতো না। যেখানে ইচ্ছা আলোচনা করতে পারতাম। ট্যাক্স দিয়ে বৈধ করে খাওয়াই আমার মনে হয় অনেক ভালো হবো।

এখন আপনার কথাই যদি পুলিশে শুনে আপনি বিটকয়েনের সাথে সম্পর্কিত তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবো নি Grin একটা বিষয়ে খারাপ বলেন নি আমাদের দেশের বড় বড় নেতা, তাদের ওয়ালেটে সব জমা করে নিয়া, দেশে ছেরে চলে যেতে পারেন। আমাদের দেশেএ নেতারা দুর্নীতিতে এগিয়ে, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছেন। বিটকয়েন বৈধ করে দিলেই আমার মনে হয়, ট্যাক্স দেওয়া লাগলেও অনেক ভালো হবে।


৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।

এবার আসি টাকা পাচারের ব্যাপারে। আপনার কি মনে হয় এখন টাকা কম পাচার হচ্ছে? টাকা এখনো অনেক ভাবেই পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। বিটকয়েনের মাধ্যমেও হচ্ছে। তবে বৈধতা পেলে অবশ্যই তারা সেটা আরো বড় হবে এই আর কি। তবে বৈধতা দিলে রেগুলেশন আসবে। রেগুলেশন আসলে আপনার কয় টাকা ইনভেস্ট আছে বিটকয়েনে, সেটা সরকার জানবে। আর এসব যদি অন্য কেউ জানে, তাহলে বিটকয়েনের মুল কন্সেপ্ট আর থাকলো না। বিটকয়েনের যেই উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন হবে না।
Jump to: