আসলে ভাই ৩০ মিনিটের মধ্যেই রিপ্লাই দেওয়ার কোনো মানেই দেখি নাহ, কেননা আপনি আমার অনেক কথায় না বুঝে প্রশ্ন করে গেলেন। যদিও আমি বলে দিয়েছি যে, আপনার করা পোষ্টটি আমার বলা কথাগুলোকেই প্রমাণ করতেছেন। কিন্তু মনে হচ্ছে, আপনি সেটি এখনো বুঝতে পারেন নাই। চলেন আবার শুরু করা যাক।
প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। আপনার জন্য তিনটি প্রশ্ন রাখলাম।
১. এক্সিলারেশন কখন প্রয়োজন হয়?
২. নরমালী মিমপুল থেকে ক্যান্ডিডেট ব্লকের জন্য যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলি নেয়া হয়। তাহলে viabtc কিভাবে একটা ট্রাঞ্জেকশন এক্সিলারেট করে যদি তারা বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশনগুলোই এড করে?
৩. viabtc ঘন্টায় ফ্রি ট্রাঞ্জেকশন এক্সিলারেট ছাড়া পেইড এক্সিলারেট করে, সেটা কি এবং কিভাবে কাজ করে?
viabtc ঘন্টায় ১০০ টা (আমি ভুলে একটা বলেছি) ফ্রি এক্সিলারেট করে।
এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে বলতে পারলে আশা করি আমার আগের পোস্ট এর অর্থ যথার্থ বুঝবেন।
আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু তাড়াহুড়োতে রিপ্লাই দিতে গিয়ে, আপনি আমার কথার যথার্থটি বুঝতে পারেননি। এটা আমি বুঝতে পারলাম এবং যারা আপনার ও আমার পোষ্টটি মনযোগসহ পড়েছে, তারাও হয়তো এই বিষয়ে একমত হবে। আসেন আপনাকে আবারও উত্তর দিতেছি এবং এবার দয়া করে, ঠান্ডা মাথায় পইড়েন। কিংবা কোনো লাইনে সন্দেহ থাকলে টেলিগ্রাম তো আছেই। এখানে অযথা এভাব রিপ্লাই দিয়ে, আমাদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। এমন ভাবভগ্নি তৈরি নাহ করাই ভালো বলে আমি মনে করি।
১) আপনার বিটকয়েন ট্রান্সজকেশনটি এখনো unconfirmed রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার pending কিংবা unconfirmed ট্রান্সজেকশনটি খুবই দ্রুত সময়ে এবং কম ফি দিয়েই কনফার্ম করতে। এই সময় আপনার এক্সিলারেশন প্রয়োজন হয়।
২) এই প্রশ্নের উত্তর viaBTC এর FAQ পেজেই দেয়া আছে। আপনি যদি FAQ এর উপরের অংশে নজর দিতেন কিংবা পড়তেন।
তাহলে এমন প্রশ্ন হয়তো করতেন নাহ। তারা বলেই দিয়েছে যে,
আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে। এখন আপনার প্রশ্ন যদি আসে যে, পরবর্তী ব্লক যদি viaBTC কনফার্মে নাহ করতে পারে। তাহলে কি লাভ হইলো। এটিরও উত্তর দিয়েছিলাম, কিন্তু সেটারও মানে আপনি উল্টো বুঝেছেন। নিচে পইড়া দেখেন, আবারও বলে দিলাম সহজ ভাষায়।
৩) দ্বিতীয় প্রশ্নটির উত্তরটি যদি এবার বুঝতে পারেন (সময় নিয়ে পড়লে অবশ্যই বুঝতে পারবেন), তাহলে এটার উত্তরও viaBTC এর ওই পেজে দেওয়া আছে। তারপরও বলি, এক্সিলারেশন সার্ভিসটা মূলত মাইনারদের তরফ থেকে কমিউনিটির জন্য একটি ফ্রি সার্ভিস, যেখানে সাধারণ জনগণকে এই সুবিধাটি দেওয়া হয়। এতে হয়তো মাইনারদের একটি ব্লক কনফার্মে কম লাভ হতে পারে, কিন্তু সেটি নগণ্য বলাই যায়। কিংবা ১০০ টি ফ্রি এক্সিলারেশন করলেও হয়তো একটি মাত্র ব্লকে তাদের কম লাভ হবে। তার মানে এই নাহ যে, সবাই এই এক্সিলারেশন দিনরাত ব্যবহার করতেছে।
পেইড এক্সিলারেশনের বিষয়টিও viaBTC তে বলাই রয়েছে যে, তারা একটি অতিরিক্ত ফি নিবে। তাই যেটা আপনি ফ্রিতে করতেছেন, সেটি এবার অতিরিক্ত ফি দিয়ে করে নিবেন। সহজ হিসাব এবং আবারও বলবো যে, viaBTC এর ওই পেইজটি ভালো করে পড়েন কিংবা অন্যান্য এক্সিলারেশন সাইটগুলোর FAQ গুলো দেখে আসেন। শুধুমাত্র মিমপুল আর কেন্ডিডেট ব্লক নিয়ে পড়ে থাকলেই হবে নাহ।
এবারও যদি বুঝাতে নাহ পারি, তাহলে আমি ব্যর্থ যে, সঠিক তথ্য দেওয়ার পরও আমার তথ্য ভুল।
সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
যদি অন্যান্য ব্লকে ট্রাঞ্জেকশন কনফার্ম করাই থাকে? তাহলে সেখানে কনফার্মেশন কিংবা এক্সিলারেশন কোনটার ব্যাপার আসবেই বা কেন?
আমি যেটায় উত্তর দিয়েছি, সেটি পড়ে দেখেন আবার। ViaBTC তে আপনি যদি এক্সিলেরশন করেন, তাহলে ViaBTC পরবর্তী ব্লকে ট্রান্সজেকশন কনফার্ম করবে এমন নাহ। এটি অন্যান্য মাইনিং পুলের দ্বারাও কনফার্ম হতে পারে। আমি বিষয়গুলো সঠিকভাবেই বলার পরও যদি আপনি নিজে ভালোভাবে নাহ বুঝে, কথার উল্টো মানে তৈরি করেন, তাহলে আমার কেনো কারো সাধ্য নাই আপনাকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার।
বাকি আর অন্যান্য বিষয়ের রিপ্লাই কালকে দিবো, কারণ আপনি কিংবা অন্যান্যরা যেমন ব্যস্ত। আমিও তেমন ব্যস্ত ভাই।
ইন্টারন্যাশনাল একটা আলোচনার লিংক আপনাকে দিয়েছি। আপনি মনে হয় সেটা পড়েন নাই
আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।
ইন্টারন্যাশনাল ফোরামের আলোচনার একটা উত্তর হুবহু কোট করছি। আপনি চাইলে এইটা পড়ে আসতে পারেন।
আপনি হয়তো আমার কথাটাই বুঝতে পারেন নাই। আবারও বলতেছি যে, আমি পোষ্টটি দেখেছি, কিন্তু সেই আলোচনাটি আমাদের মতোই ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে, নাকি কোনো মাইনার আসলেই কাজটি করে দেখাইলো। এবার আমার কথার ভাবার্থ হয়তো বুঝতে পেরেছেন।
খুশি হইলাম যেনে যে, আপনি কালকে সময় দিয়েছেন, কিন্তু আর খুশি হতাম যদি ৩০ মিনিটে রিপ্লাই নাহ দিয়ে, viaBTC এর পেইজটি একটু দেখতেন। আর একটি বিষয়, আপনিও জানেন যে, আমি যখন কোনো কিছু বলি, সেটি নিয়ে সকল বিষয় জানার পরই বলে থাকি। আমি অন্যান্যদের মতো নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত নই, কিংবা নিজের যা মনে হলো সেটি বললাম। আর আপনি যদি আমার কথাগুলো বুঝতেন, তাহলে মানুষ হয়তো দ্বিধায় পড়তো নাহ।
মজার বিষয় হলো, আমার পোষ্টটি করার মাত্র কিছু সময় পরেই (মাত্র ৩০ মিনিটের মধ্যেই) @mimosizz পোষ্টটি করেছি। আসলেই মজার বিষয়।