Author

Topic: বাংলা (Bengali) - page 242. (Read 5319190 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 12, 2023, 02:57:36 PM
বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।
সেটাই উত্তম হবে কারণ একবার আবেদন করার পর রিজেক্ট হয়ে আছে আমি মনে করি ধৈর্য ধরে আরো শক্তিশালী হওয়ার জন্য অপেক্ষা করা ভালো না হলে আবার রিজেকশন পেয়ে হাসি তামাশার শিকার হওয়ার দরকার নেই। আগের থেকে এক্টিভিটি বেড়েছে অনেক নতুন মুখ দেখা গিয়েছে যারা খুব ভালো দক্ষতা দেখিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আরো কিছুদিন আমরা ওয়েট করি হয়তো ধৈর্যের ফল মিষ্টি হবে। তবে লো কোয়ালিটি পোস্টগুলো আগে তাড়াতাড়ি রিমুভ করতে হবে, আমরা যদি দেখি গত কিছুদিন আগে পাকিস্তানও লোকাল বোর্ডের জন্য আবেদন করেছিল কিন্তু তাদের পোস্ট কোয়ালিটি এবং ওভারঅল রিকুয়ার্মেন্ট গুলো না থাকায় তাদের আবেদন এপ্রুভ হয়নি।

এত গেল লোকাল বোর্ডের জন্য আবেদন করার কথা আমাদের এই বিষয়টির উপরও নজর দেওয়া উচিত যে আমাদের লোকাল বোর্ডে একজন মেরিট সোর্স থাকা প্রয়োজন এক্ষেত্রে আমি যদি দেখি আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেকেই ফোরামে ভালো রেপুটেশন অর্জন করেছেন । আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এ ব্যাপারে কি ভাবেন? বিশেষ করে Little Mouse আর Shasan ভাই আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর এ বিষয়ে কি কি জটিলতা আছে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
April 12, 2023, 02:50:10 PM
full member
Activity: 490
Merit: 119
April 12, 2023, 01:24:24 PM
এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র‍্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।

বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।
আপাতত আমাদের এখানে
Little Mouse (legendary)
Shasan (Legendary)
BitcoinDream (legendary)
Malekbaba (legendary)
Review Master (Sr Member)
Crypto library (Sr Member)
tjtonmoy (Sr Member)
Rana590(Sr Member)
NicNacCoin (Sr Member)
LDL(Full member, potential Sr Member)
Learn bitcoin (Member, potential full member)
Bitcoin _People(Member, potential full member)
Mr Corol (Member)
BD Crypto(Member)
Dimitri94(Member)
Coin63$(Member)
roksana.hee(Jr member)
Suzume(Jr member)
Bounty Inspectors(Jr member)


আপাতত এ বছর আমাদের এ লোকাল বোর্ডে এক্টিভিটি ও পোস্টের সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের কিছু পুরাতন ইউজার আছে তাদেরকে পুনরায় আমাদের এই ফোরামে একটিভ করতে হবে। তারা যদি একত্রে আবার একটিভ হয় তাহলে আমাদের হাইপ্রোফাইল র্যাংকের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে ফলে Petition থ্রেড তৈরি করলে অবশ্যই তাদের সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই আমরা যারা পোটেনশিয়াল মেম্বার আছি তাদের রেংক পরিবর্তন হলে অবশ্যই আগামীতে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল বোর্ড পাব ইনশাআল্লাহ।

NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।


সিনিয়র ভাইদের সাপোর্ট পেলে আমরা নতুনরাও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। শুধু আপনারা পাশে থাকলেই হবে।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


আমরা আসলেই বোকা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আপনি যদি বড় ধাক্কা সহ্য করতে না পারেন তাহলে আপনি বড় লাভের ও যোগ্য না। নিচের ছবিটা তার বহিঃপ্রকাশ:




যখন কোনো কিছুর দাম কম থাকে, আমরা বাঙালিরা বা যে কেউই হই না কেন, এরা ওই জিনিসটাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করি। আবার ওই একই একই জিনিস যখন আবার দাম বাড়তে থাকে বা ভালো একটা পজিশনে যেতে থাকে, তখন আমরা তাকে তেল মাখানো শুরু করি, সোজা বাংলা কথা বললে, তেলে মাথায় তেল দেই। আর এটা স্বাভাবিক যত বেশি তেল মাখবেন, সেই জিনিসটা তত বেশি ভারী হবে।

সোর্স লিংক:https://twitter.com/BitcoinMagazine/status/1645889917896241153?s=20
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


এই চাটটি দেখে মনে হচ্ছে ২০২৩ সাল বিটকয়েন ইতিহাসে একটি নতুন সম্ভাবনার নাম হবে।



সোর্স লিংক: https://twitter.com/BitcoinMagazine/status/1645842658474983448?s=20
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 12, 2023, 11:08:26 AM
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট সংখ্যা বেশ কয়েকটি লোকাল থেকে অনেক অনেক বেশি তবুও মেরিট সেন্ডার ও রিসিভার এর জায়গায় আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের কোন স্থান নেই। এই কথা শুধুমাত্র @Little Mouse ভাই ছাড়া আর কেউ তুলে ধরে নাই। তবে একটি বিষয় হচ্ছে মাঝির সাথে যদি মাল্লা ঠিকমতো হেইও না বলে তবে কিন্তু নৌকা জোরে চলেনা।@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।

কিছু ইনফরমেশন এখান থেকে নেওয়া হয়েছে: https://bitcointalksearch.org/topic/m.62071348

২০২১ সালেই রিকাফিপ বলেছিলো কেউ যদি এই তথ্যটা মেনুয়ালী কলেক্ট করে তাকে দিতে পারে, তাহলে সে তার থ্রেড এ এটা প্রকাশ করবে। কিন্তু সময়ের অভাবে আর কেউ ডাটা দিতে পারেনি। মেনুয়্যালী সব গুলা পোষ্ট চেক করে করে মেরিট গনতে হবে, তারপর সেটা রিকাফিপ কে দিতে হবে। কেউ যদি দিতে পারেন, তাহলে ভালো হবে।

Glad to hear that you find my charts useful. By the way, merit per local board and merit/post ratio charts have been updated with the correct data. Regarding the merit senders/receivers data for the Bangladesh board; if you can manually check that out at the end of each month and give me the data, I  can add that one as well.

Quote
Learn bitcoin (Member, potential full member)
আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি একটিভ থাকার। ইনটারন্যশনাল কিছু মেম্বারদের সাথে সবাই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে পারেন। এটা অনেক ইফেকটিভ হবে। লোকাল বোর্ড এবং মেরিট সোর্স এর আবেদনে তারা সাপোর্ট করবে বলে আশা করি। আমি GazetaBitcoin সাথে একটু আলাপ করছিলাম। সে আমাকে আশা দিয়েছে লিটল মাউস ভাই যদি এপ্লাই করে, সে এপ্লিকেশন সাপোর্ট করবে। লিটল মাউস ভাই তার সাথে আগেও কোলাব করে কাজ করেছেন।

@LDL, BTW, 350 Merits Achieve করার জন্য কংগ্রাচুলেশন্স! আমার আরো ২৯ মেরিট প্রয়োজন এই মুহুর্তে!
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
April 12, 2023, 10:53:11 AM

আপাতত এ বছর আমাদের এ লোকাল বোর্ডে এক্টিভিটি ও পোস্টের সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের কিছু পুরাতন ইউজার আছে তাদেরকে পুনরায় আমাদের এই ফোরামে একটিভ করতে হবে। তারা যদি একত্রে আবার একটিভ হয় তাহলে আমাদের হাইপ্রোফাইল র্যাংকের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে ফলে Petition থ্রেড তৈরি করলে অবশ্যই তাদের সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই আমরা যারা পোটেনশিয়াল মেম্বার আছি তাদের রেংক পরিবর্তন হলে অবশ্যই আগামীতে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল বোর্ড পাব ইনশাআল্লাহ।

NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।



ইনশাআল্লাহ ভাই আমরাও চাই আমাদের একটা নিজস্ব সতন্ত্র লোকাল বোর্ড থাকুক ।। ভাই আমি আপনার সাথে একমত আমাদের সকল কে একত্রে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।। আমি তো চেষ্টা করছি আমি নতুন হিসাবে অনেক কিছু শিখেছি এবং প্রতিনিয়ত শিখছি ।। ইনশাআল্লাহ আমার মতে যদি সকলে এক সাথে টিকে থাকি এবং একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাতে থাকি তাহলে আমরা খুব শীগ্রই হয়তোবা আমাদের সতন্ত্র  লোকাল বোর্ড পেটে পারি।।
newbie
Activity: 14
Merit: 0
April 12, 2023, 10:19:00 AM
Bitcoin Update: সাম্প্রতিক ট্রেডিং-এ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম 30,200 মার্কিন ডলারে পৌঁছেছে।

মঙ্গলবার ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং-এ নতুন উচ্চ মূল্যে পৌঁছেছে বিটকয়েন।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম 30,200 মার্কিন ডলার।
ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এই বছর এখনও পর্যন্ত প্রায় 84 শতাংশ লাভ করেছে।
মঙ্গলবার ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং-এ নতুন উচ্চ
মূল্যে পৌঁছেছে বিটকয়েন। বর্তমানে
ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম 30,200 মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় 24 লাখ 62 হাজার 565 টাকা দাঁড়ায়। বিটকয়েন গত বছরের জুন থেকে প্রথমবারের মতো 30,000 মার্কিন ডলারের মূল্য অতিক্রম করেছে বলে জানা গিয়েছে।
বর্তমান বছরটি বিটকয়েনর জন্য ভালো হয়েছে কারণ এটি এখনও পর্যন্ত প্রায় 84 শতাংশ লাভ করেছে। যার ফলে 2023 সালের 1 কিউ 1-এ বিটকয়েন সংশ্লিষ্ট বাজারে শীর্ষ কার্যকারি সম্পদে পরিণত হয়েছে। সাম্প্রতিক বাজারের অবস্থা ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে ক্রিপ্টোকারেন্সির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত পাওয়া গিয়েছে৷
বস্তুত বিটকয়েন 6.15 শতাংশ বেড়ে 30,244.20 মার্কিন ডলারে লেনদেন করেছে। যা ইন্ট্রাডেতে গত 30 দিনের সর্বোচ্চ স্তর। এটি মঙ্গলবারের বাজারেও শীর্ষ স্থানীয় ক্রিপ্টোকারেন্সি ছিল। কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী বিটকয়েনের আধিপত্য আগের দিনের তুলনায় বাজারে 0.83 শতাংশ বেড়ে 47.15 শতাংশ হয়েছে। সাতটি ট্রেডিং সেশনে বিটকয়েন প্রায় 8 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েনের প্রসঙ্গে জেবপে-এর সিইও রাহুল পাগিদিপতি বলেছেন "2023 সালের শুরু থেকে বিটকয়েন একটি ঊর্ধ্বমুখী গতিতে রয়েছে। 1 জানুয়ারি বিটকয়েন মোটামুটি 16,500 মার্কিন ডলারে লেনদেন শুরু করেছিল। 11ই এপ্রিল পর্যন্ত এটি 30,000 মার্কিন ডলারের উপরে ট্রেড করছে। যা জানুয়ারী 2023 থেকে 80 শতাংশ লাভের কাছাকাছি।"
রাহুল পাগিদিপতি বলেছেন আরও বলেছেন যে "2022 সালের জুনের পর এই প্রথম বিটকয়েন এই স্তরে পৌঁছেছে। যদি এটি 30,000 মার্কিন ডলারের মূল্যে টিকে থাকে তবে আমরা এর দাম আরও বাড়তে দেখতে পারি।"
ক্রিপ্টো ইকোসিস্টেম লিড, কয়েনসুইচ পার্থ চতুর্বেদী বলেছেন, "যেহেতু মার্কিন অর্থনীতি "হার্ড ল্যান্ডিং" এর ক্রমবর্ধমান সম্ভাবনার মুখোমুখি হচ্ছে, যখন উচ্চ সুদের হার ব্যাঙ্কিং সঙ্কটে জ্বালানি উচ্চ দামও যোগ হয়েছে। বিনিয়োগকারীরা সোনার মতো নিরাপদ সম্পদ শ্রেণির দিকে ঝুঁকছে৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো কোম্পানিগুলি ব্যাঙ্কিং চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও, বিটকয়েনের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে এবং এটি ঐতিহ্যগত অর্থ থেকে সত্যিকার অর্থে "ডিকপলিং" বলা যেতে পারে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 12, 2023, 08:24:11 AM
এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র‍্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।

বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।
আপাতত আমাদের এখানে
Little Mouse (legendary)
Shasan (Legendary)
BitcoinDream (legendary)
Malekbaba (legendary)
Review Master (Sr Member)
Crypto library (Sr Member)
tjtonmoy (Sr Member)
Rana590(Sr Member)
NicNacCoin (Sr Member)
LDL(Full member, potential Sr Member)
Learn bitcoin (Member, potential full member)
Bitcoin _People(Member, potential full member)
Mr Corol (Member)
BD Crypto(Member)
Dimitri94(Member)
Coin63$(Member)
roksana.hee(Jr member)
Suzume(Jr member)
Bounty Inspectors(Jr member)


আপাতত এ বছর আমাদের এ লোকাল বোর্ডে এক্টিভিটি ও পোস্টের সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের কিছু পুরাতন ইউজার আছে তাদেরকে পুনরায় আমাদের এই ফোরামে একটিভ করতে হবে। তারা যদি একত্রে আবার একটিভ হয় তাহলে আমাদের হাইপ্রোফাইল র্যাংকের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে ফলে Petition থ্রেড তৈরি করলে অবশ্যই তাদের সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই আমরা যারা পোটেনশিয়াল মেম্বার আছি তাদের রেংক পরিবর্তন হলে অবশ্যই আগামীতে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল বোর্ড পাব ইনশাআল্লাহ।

NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 12, 2023, 07:42:04 AM
@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।
@DTalk অনেক আগে theymos কে মেসেজ দিয়েছিল। তখন থিমস বলছে একটা petition টপিক শুরু করতে বলেছিল। যদি পর্যাপ্ত সাপোর্ট ওই টপিকে পায়, তাহলে থিমস আলাদা বোর্ড দেবে বলছে। এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র‍্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।

বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 12, 2023, 07:05:33 AM

Why comparison of the Bengali Local thread isn't here? If I'm correct, last month, we had a lot of active users on the forum, and due to an increase in the post quality, we have seen a significant increase in merit counts too I think (haven't checked last month's data though). Why does merit sender and receivers stat not have Bengali local thread? Or it's based on board, no local thread is included?

একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট সংখ্যা বেশ কয়েকটি লোকাল থেকে অনেক অনেক বেশি তবুও মেরিট সেন্ডার ও রিসিভার এর জায়গায় আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের কোন স্থান নেই। এই কথা শুধুমাত্র @Little Mouse ভাই ছাড়া আর কেউ তুলে ধরে নাই। তবে একটি বিষয় হচ্ছে মাঝির সাথে যদি মাল্লা ঠিকমতো হেইও না বলে তবে কিন্তু নৌকা জোরে চলেনা।@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।

কিছু ইনফরমেশন এখান থেকে নেওয়া হয়েছে: https://bitcointalksearch.org/topic/m.62071348
member
Activity: 168
Merit: 58
April 12, 2023, 06:49:10 AM
Pizza Day is coming up and Prague welcomes a special Bitcoin conference 🍕😝

Source

প্রতি বছরের মে মাসের ২২ তারিখে বিটকয়েন সমর্থকগোষ্ঠী বিটকয়েন পিজা দিবস পালন করে থাকে। এবারের ২০২৩ সালে ২২ মে 13 তম পিজা দিবস পালন করা হবে।
২০১০ সালে লাসজেলো হানইয়েয মে মাসের 18 তারিখে বিটকয়েন ফোরামে তিনি একটা পোস্ট দেন দুইটা পিজার বিনিময়ে ১০০০০ বিটকয়েন দিবেন। তিনি এমন কাউকে পাননি যে ১০০০০ বিটকয়েনের বিনিময় দুইটা পিজা দেবেন। তিনি জানান 22 তারিখে এসে তিনি দুইটা পিজা পেয়েছিলেন। তখন একটা পিজার দাম ছিল ২৫ থেকে ৩০ ডলার তখনকার সময়ে ১০০০০ বিটকয়েনের দাম ছিল প্রায় ৪১ ডলারের মত। তখন থেকে প্রতিবছর ২২ মে পিজা দিবস পালন করা হয়।

আর বিস্তারিত জানতে এখানে দেখতে পারেন

newbie
Activity: 14
Merit: 0
April 12, 2023, 01:47:58 AM
Stablecoin: ক্রিপ্টোর বাজারে নতুন নাম, ইরান-রাশিয়ার যৌথ উদ্যোগে আসছে স্টেবেলকয়েন!

মার্কিন ডলার, রাশিয়ান রুবল বা ইরানি রিয়ালের মতো ফিয়াট মুদ্রা ব্যবহার করার পরিবর্তে, স্টেবলকয়েনের লক্ষ্য আন্তঃসীমান্ত লেনদেন সক্ষম করা। জানা গিয়েছে যে এই সম্ভাব্য ক্রিপ্টোকারেন্সিটি আস্ট্রাখান অঞ্চল অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ করবে যেখানে রাশিয়া ইরানের পণ্যবাহী কার্গো গ্রহণ করতে শুরু করেছে।
full member
Activity: 490
Merit: 119
April 11, 2023, 10:54:29 PM
হতে যাচ্ছে, (১৮ থেকে ২০ মে ২০২৩) তিন দিনব্যাপী বিটকয়েনের সবচেয়ে বড় কনফারেন্স “টিক. টক. নেক্সট ব্লগ.”। এখন পর্যন্ত আশা করা যায় মিয়ামিতে এই কনফারেন্সটি হবে পৃথিবীর সবচেয়ে বড় বিটকয়েন কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমে বিটকয়েন হোল্ডাররা জানতে পারবে:-

1. বিটকয়েনের মূল মন্ত্র,
2. বিটকয়েন যখন সবুজ সিগন্যাল নিয়ে সামনের দিকে ধাবিত হয়, তখন তার সেলিব্রেশন টা কেমন হওয়া উচিত,
3. হাইপার বিটকয়েনাইজেশন এর মাধ্যমে বিটকয়েন কে এমন একটি জায়গায় পৌঁছে দিবে, যা বিটকয়েন কে বিশ্বের প্রাইমারি আর্থিক রিজার্ভ হিসেবে গ্রহণ করা হবে। যদি হাইপারবিটকয়েনাইজেশন ঘটতে থাকে, বিটকয়েন সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে এবং এর সমকক্ষ অন্য কোন মুদ্রাই থাকবে না। ✨

টাকা ঠিক করুন। পৃথিবী ঠিক করুন।
টিকিট পেতে:https://t.co/xEAqL4bifT



sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
April 11, 2023, 10:47:25 PM
Going shopping
Hey @Learn Bitcoin is Great 🤩

(পার্থক্য Lerne - learn )🥳



https://twitter.com/BitcoinNewsCom/status/1645984583136182272?t=yEof1lbFy6fn7ykhIXWstQ&s=19
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
April 11, 2023, 09:23:08 PM
Learn Bitcoin আপনাকে ধন্যবাদ আমার আরো একটি টপিক বাঙ্গালীতে অনুবাদ করার জন্য! আমার কথাগুলো আপনার লোকাল বোর্ডে শেয়ার করা হয়েছে জেনে আমি খুশি হয়েছি!

এই টপিকটি অনলাইন সিস্টেমে রেপুটেশন সাধারণ আচরণবিধি সম্পর্কে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করা যেতে পারে। যাইহোক, অনলাইন সিস্টেমে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আমাদের ফোরামের উদাহরণ দিয়েছি: একটি শক্তিশালী রেপুটেশন তৈরি করা সহজ নয়, মানুষের বিশ্বাস অর্জন করা, এবং এটা মিনিটের মধ্যেও নষ্ট হয়ে যেতে পারে। যারা জানেন না, দেখুন yogg এর সাথে কি হয়েছে। সে খুবই রেপুটেড একজন ইউজার ছিলো। যদিও, সেকেন্ডেই, তার বড় একটা ভূলের কারনে তার সকল রেপুটেশন হারিয়ে ফেলে। এবং হঠাৎ করেই তার ট্রাস্ট স্কোর -৪০ হিট করে।

সৎ থাকুন, বন্ধুত্বপূর্ণ হন এবং আপনার দেয়া কথা রাখুন! এটুকুই লাগে ভালো রেপুটেশন ধরে রাখতে। এটা দেখতে খুব সহজ,  কিন্তু এটা এচিভ করা কঠিনও।

আমি আপনাদের ভবিষ্যত ব্যাবসার জন্য শুভ কামনা জানাই!

ধন্যবাদ @GazetaBitcoin উক্ত বিষয় গুলো নিয়ে আলোচনা করার জন্যে, আপনি যেহেতু একজন সম্মানিত ব্যাক্তি এমনকি DT1 পদমর্যাদা সমপুর্ণ একজন ব্যাক্তি, তাই অন্যদের তুলনাই আপনার উপদেশগুলো মানুষ খুব গুরুত্ত সহকারে মেনে চলার চেস্টা করবে, যা কিনা প্রতিটা কমুনিটির  জন্যে বা প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে মেনে চলা খুব জরুরী। আমি বিশ্বাস করি যে আপনার উপদেশ গুলোর মাধ্যেমে অনেকেই তাদের মনোভাব পরিবর্তন করতে সক্ষম হবে, আরো বিশ্বাস করি যে আপনার উপদেশ গুলো মেনে চলার মাধ্যমে সবাই তাদের সততার সাথে পরিচ্ছন্ন একটি কমুনিটি তৌরী করতে সক্ষম হবে।

শুভ কামনা সবার জন্যে।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
April 11, 2023, 05:34:57 PM
Learn Bitcoin আপনাকে ধন্যবাদ আমার আরো একটি টপিক বাঙ্গালীতে অনুবাদ করার জন্য! আমার কথাগুলো আপনার লোকাল বোর্ডে শেয়ার করা হয়েছে জেনে আমি খুশি হয়েছি!

এই টপিকটি অনলাইন সিস্টেমে রেপুটেশন সাধারণ আচরণবিধি সম্পর্কে এবং এটি আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করা যেতে পারে। যাইহোক, অনলাইন সিস্টেমে, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি আমাদের ফোরামের উদাহরণ দিয়েছি: একটি শক্তিশালী রেপুটেশন তৈরি করা সহজ নয়, মানুষের বিশ্বাস অর্জন করা, এবং এটা মিনিটের মধ্যেও নষ্ট হয়ে যেতে পারে। যারা জানেন না, দেখুন yogg এর সাথে কি হয়েছে। সে খুবই রেপুটেড একজন ইউজার ছিলো। যদিও, সেকেন্ডেই, তার বড় একটা ভূলের কারনে তার সকল রেপুটেশন হারিয়ে ফেলে। এবং হঠাৎ করেই তার ট্রাস্ট স্কোর -৪০ হিট করে।

সৎ থাকুন, বন্ধুত্বপূর্ণ হন এবং আপনার দেয়া কথা রাখুন! এটুকুই লাগে ভালো রেপুটেশন ধরে রাখতে। এটা দেখতে খুব সহজ,  কিন্তু এটা এচিভ করা কঠিনও।

আমি আপনাদের ভবিষ্যত ব্যাবসার জন্য শুভ কামনা জানাই!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 11, 2023, 05:27:11 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Why reputation is essential on the free market




অনেক ইউজার ই ফোরামে আসে ট্রেডিং করার জন্য। এবং বৈচিত্রময় পণ্য নিয়ে যেমন - ফিজিক্যল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ক্রিপ্টোকরেন্সি এক্সচেন্জ, নিলামের, সংগ্রহ যোগ্য, কম্পিউটারের মালামাল, মাইনিং এর মালামাল এবং আরো আনেক কিছু।

ফোরাম এখানে একটা ফ্রি মারকেট হিসেবে কাজ করে এবং ডিল গুলো সাকসেস হওয়ার পেছনে রেপুটেশন একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন Tim May ৩০ বছর আগে বলেছিলেন, "রেপুটেশন হবে প্রধান গুরুত্ব, এমনকি আজকালের ক্রেডিট রেটিং এর চাইতেও বেশি"

বিটকয়েনটক এ, রেপুটেশন দেখা হয় "মারকেটপ্লেস ট্রাস্ট" এর মাধ্যমে, যেটা আপনার পজেটিভ, নিউট্রাল এবং নেগেটিভ ফিডব্যাক গুলো দেখায়। যদি কারো অনেক বেশি পজেটিভ ট্রাস্ট সেকার থাকে, তার মানে সে সে বিশ্বাসযোগ্য। বিপরীত ও সত্য যে, যদি কারো নেগেটিভ ট্রাস্ট থাকে, তাকে এড়িয়ে যাওয়া উচিৎ।

সিস্টেম টা এর চাইতেও জটিল, কিন্তু টপিকের বিষয় সেটা নয়। যাইহোক, দুটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা প্রয়োজন:
- নেগেটিভ ট্রাস্ট ফিডব্যাকের ক্ষেত্রে, ফোরামে ”ফ্লাগ সিস্টেম” রয়েছে যেটা ট্রেডারের অবিশ্বস্ততা সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যার জন্য ব্যবহার করা যেতে পারে।
- যদিও ট্রাস্ট সিস্টেমটি ট্রেডিং কার্যক্রমের জন্য ডিজাইন করা হয়েছিল, ফোরামের সদস্যরা অন্যদের সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করেও ফিডব্যাক দিয়ে থাকে, এটা ট্রাস্ট স্কোরকে প্রভাবিত করে। সুতরাং, কারো সাথে ট্রেড করতে আগ্রহী হলে সেই ইউজারের সম্পর্কে সমস্ত ফিডব্যাক মনোযোগ সহকারে পড়তে হবে যাতে আপনি কার সাথে ট্রেড করতে ইচ্ছুক সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।

যেমনটা ওপরে উল্লেখ করেছি, টপিকটি ট্রাস্ট/ফ্লাগ সিস্টেম নিয়ে নয়, বরং ভালো রেপুটেশন থাকার গুরুত্ব সম্পর্কে। যতো বড়ো রেপুটেশন, একজন ইউজারের ততো বেশি সুযোগ ট্রানজেকশন করার। পাশাপাশি, বিপরীতটিও সত্য: প্রতারিত করার চেষ্টা এবং চুক্তি ভংগ রেপুটেশন নষ্ট করতে পারে।

সাধারনত, মানুষ ট্রেডিং করে থাকে - হোক বায়ার বা সেলার - চেষ্টা করে স্মুথ এবং সাকসেসফুল ট্রেড করার। এবং সাধারণ ধারনা হলো যদি একজন ব্যাক্তির ভালো সুপারিশ থাকে (এই ক্ষেত্রে - ফিডব্যাক), এখানে প্রতারিত হওয়ার চান্স কম। এজন্যই, একজন ট্রেডার যিনি তার প্রোডাক্ট বিক্রি করতে চান এমন একজন ক্রেতার প্রতি আগ্রহী হবেন যার ভালো ফিডব্যাক আছে, ধরা যাক সে দ্রুত পেমেন্ট করবে (উদাহরণস্বরূপ)। একজন ট্রেডার যিনি কিছু কিনতে চান এমন একজনের কাছ থেকে কিনতে চাইবেন যার ভালো ফিডব্যাক আছে। ধরা যাক সে কথামতো প্রডাক্ট পাঠিয়েছে, তার পন্য দ্রুত এসেছে, এটা ভালো অবস্থায় এসছে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া ইত্যাদি।

আরেকটি সমস্যা যা প্রায়শই ঘটে থাকে তা হল: সাধারণত, যদি তাদের (উভয়) ভালো রেপুটেশন না থাকে, তাহলে নিম্নলিখিত প্রশ্ন করা হয়: "কে প্রথমে পাঠাবেন (টাকা/পন্য)?"। মূলত, ভালো রেপুটেশনধারী একজন অন্যজনকে প্রথমে পাঠাতে বলে, কারণ অন্যজন তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারে না। যদি অন্যজন ঝুঁকি নিতে এবং প্রথমে পাঠাতে ইচ্ছুক না হয়, তবে ডিল টি বন্ধ হয়ে যায় (বলার অপেক্ষা রাখেনা যে এই পরিস্থিতি কীভাবে হয় যখন দুটি পক্ষেরই খারাপ রেপুটেশন থাকে)। এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে যদি দুটি পক্ষ উভয়েরই ভাল রেপুটেশন থাকে - এই ক্ষেত্রে, সম্ভবত, তাদের কেউই প্রথমে পাঠাতে আপত্তি করবে না।

রেপুটেশন আমাদেরকে সমাজে ব্যক্তি হিসাবে সংজ্ঞায়িত করে এবং ফলস্বরূপ, ব্যবসায়িক কার্যকলাপেও।

সৎ ব্যক্তি এবং ব্যবসায়ীদের ফ্রি মারকেটে তাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে খুব আগ্রহী হওয়া উচিত, এতে করে সহজে, মসৃণভাবে এবং সফলভাবে তাদের পণ্যদ্রব্য লেনদেন করতে সক্ষম হবে।

যাইহোক, যদি সংশ্লিষ্ট ব্যবসায়ী এখানে একজন নতুন সদস্য হন, তাহলে তাকে ট্রেডিং কার্যক্রমে অন্যদের কাছ থেকে আস্থা অর্জনের জন্য কিছু পদক্ষেপ করা উচিত। রেপুটেশন রাতারাতি বা মাসে তৈরি হয় না। একটি শক্তিশালী রেপুটেশন তৈরি করতে বা আপনার (ইউজারনেম) নাম অন্যদের কাছে পরিচিত হতে এবং "বিশ্বস্ত" হিসাবে প্রমাণ করতে সময় লাগে। কিন্তু একবার একজন ব্যবসায়ী ভালো রেপুটেশন অর্জন করলে, তার রেপুটেশন একজন বিশ্বস্ত মার্চেন্ডাইজার হওয়ার প্রমাণ দেয়।

ফ্রি মার্কেটে ট্রেডিংয়ে ক্যারিয়ার শুরু করার বিভিন্ন উপায় রয়েছে। হতে পারে একজন নতুন সদস্য বিক্রেতা হিসেবে শুরু করতে পারে, প্রথমে তার পোডাক্ট পাঠিয়ে পরে টাকার জন্য অপেক্ষা করে। অথবা, সে একজন ক্রেতা হলে, সে প্রথমে টাকা পাঠাতে পারে এবং পরে প্রোডাক্ট এর জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু তাকে অবশ্যই সতর্কতার সাথে বায়ার/সেলার বেছে নিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে বায়ার/সেলার একজন ভালো রেপুটেশনধারী, যাতে প্রতারণার ঝুঁকি কম হয়। যদি ট্রেড সফল হয়, তাহলে একে একে অনুসরণ করে এবং সময়ের সাথে সাথে সহজ পদক্ষেপের মাধ্যমে ট্রেডিংয়ে ক্যারিয়ার এবং সুনাম গড়ে তোলা যায়।

শেষ নোট হিসাবে, বিটকয়েনটক ট্রেড করার ক্ষেত্রে আরও জটিল। ট্রাস্ট স্কোর এবং ফিডব্যাক ছাড়াও, একজন ব্যবসায়ী অন্য পক্ষের পজিশন এবং অর্জিত মেরিট বিবেচনা করতে পারেন। শুধুমাত্র রেংক / মেরিটের দিকে তাকিয়ে নয়, ট্রাস্ট স্কোর সহ সব কিছু বিবেচনা করতে পারেন। যদি একজন ইউজারের হাই রেংক থাকে, অথবা সে অতীতে অনেক মেরিট পেয়ে থাকে, তাহলে এটি কারো ভালো উদ্দেশ্যের লক্ষণ হওয়া উচিত। যদিও এটা সবসময় সত্য নয়। কিন্তু যার ভালো ট্রাস্ট স্কোর আছে এই দিকগুলি একত্রে করলে তাকে ওভারঅল জাড্জ করলে তার প্রতারণা করার সম্ভাবনা কম

প্রত্যেককে তাদের যথাযথ পরিশ্রম করতে হবে। কিন্তু মনে রাখবেন যে বিশ্বস্ত হওয়ার জন্য আপনার অবশ্যই একটি ভাল রেপুটেশন থাকতে হবে। এবং একটি ভাল রেপুটেশনের জন্য আপনাকে প্রমাণ করতে হবে (অনেকবার) যে আপনি আপনার চুক্তিগুলিকে সম্মান করেন।
newbie
Activity: 504
Merit: 0
April 11, 2023, 01:24:11 PM
ক্রিপ্টোকারেন্সিতে থাকতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন। আর সবাই ধৈর্য্য ধরে থাকতে পারে না আর এর জন্যই প্রতিটি মানুষের লোকসান হয়ে থাকেন। আপনি যেটাই জয় করতে জান না কেনো তার জন্যই প্রথমে প্রয়োজন ধৈর্য্য। আর ধৈর্য ধরে না থাকতে পারলে কখনোই জয় করা সম্ভব হবে না। ২ দিন ধরে দেখছি বিটিসির দাম অনেক বেরেছে আর বিটিসির দাম বাড়লেই কিন্তু বিভিন্ন ধরনের টোকেনের দাম বৃদ্ধি পায়। আমার মতে আমরা যারা হোল্ডার আছি এখন প্রয়োজন টোকেন কিনে রাখা, সামনে টোকেনের দাম বৃদ্ধি পাবে ১০০% বলে আমি মনে করি।

ধন্যবাদ সবাইকে
newbie
Activity: 216
Merit: 0
April 11, 2023, 10:58:17 AM
আমি মনে করি বিটকয়েনের দাম যখন 1 লাখে যায়, তখন ম্যাটিকের দাম 20 ডলারে যেতে পারে। কারণ এই কয়েন টোকেন অদলবদল করার জন্য ব্যবহার করা হয়। এক সময় বিএনবি ইথারের দাম ছিল অনেক কম। উদাহরণস্বরূপ, ইথার ছিল 30$, BNB ছিল 3-4$। এগুলোর দাম এখন অনেক বেশি। তাই আমি মনে করি ম্যাটিক এর দাম 20$ পর্যন্ত যেতে পারে। এটা সম্ভব.
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 11, 2023, 10:06:12 AM
প্রথমত কালকে আমি এক অংশ পোষ্ট করি নাই, কারণ ভাবলাম, আপনি হয়তো বিষয়টি অন্যান্যদের মতো পার্সোনালি নিতে পারেন। যেটা পোষ্ট করি নাই, সেটি নিচের কোডে দিয়ে দিলাম:
Code:
ভাই আমি কথা বলতেছি ৬ নিয়ে, কিন্তু আপনি বিষয়টি নিয়ে নিছেন ৯ নিয়ে। কেননা আমার প্রথম থেকেই সকল উত্তর ছিল এক্সিলারেশন নিয়ে। জানি নাহ, আপনি কোন টপিকে বেশি গুরুত্ব দিতেছেন।



বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।




আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে।

আমি বলেছি আপনার যদি কোন পরিচিত মাইনার থেকে থাকে যারা নিয়মিত ব্লক পায়, তারা চাইলে আপনার ট্রাঞ্জেকশন কম ফি হলেও কনফার্ম করতে পারবে যেখানে আপনি বলেছেন বিষয়টি মোটেও এমন না। পরিচিত মাইনারকে viabtc হিসেবে ধরে নেন। বাকিটা আমি যা বলেছি তাই। একজন মাইনার যে কোন ভ্যালিড ট্রাঞ্জেকশন ক্যান্ডিডেট ব্লকে এড করতে পারে। একদম ফি ছাড়া ট্রাঞ্জেকশনও যদিও এখন সে যুগ নেই। আগে ফি ছাড়া ট্রাঞ্জেকশনও হত। যাই হোক, আমার লেখার মুল পয়েন্ট এইটাই।

যেমটাই ভেবেছিলাম, আপনি এখনো প্রথম লেখা লাইনটি নিয়ে পইড়া রয়েছেন। আমারও উচিত ছিল, আগে জিঞ্জেস করার যে, আপনি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিতেছেন এই রিপ্লাইগুলোতে। যাইহোক, এখনো বলতেছি যে, আমার শুরু থেকেই মূল বিষয়বস্তু ছিল এক্সিলারেশন নিয়ে, যেটি আমার যতটুকু জ্ঞান, এখনকার এক্সিলারেশনগুলো ম্যানুয়ালি করা হয় না। এইজন্যই মোটেও নাহ বলেছি। হয়তো আমি বিষয়টিকে অন্যভাবে বলতে পারতাম, কিন্তু কাজের ফাকে পোষ্টটির রিপ্লাই করেছিলাম। তাই ওমন রিপ্লাই দিয়েছি। বাকিটা আপনার উপর, কারণ যেকোন কথার অনেক মানে হতে পারে।



আপনি গঠনমুলক আলোচনাকে দ্বন্দ বলছেন এই ব্যাপারটা ভালো লাগলো না ভাই। আমি এইখানে আপনার পোস্টের রিপ্লাই দেয়ার উদ্দেশ্য কি সেটা আগেই বলে দিয়েছি। আমার আগের মেসেজ এর এই অংশটুকু সেটা বলার জন্য যথেষ্ট। এইখানে দ্বন্দ কেন দেখছেন? আপনি খুব ভালো করেই আমাকে চিনেন। আমার নিজের ভুল স্বীকার করে মানুষের কাছ থেকে শিখাতে আমি কোন কার্পণ্য করি না। আর আমিও আপনাকে নতুন করে চিনি না ভাই। আমরা অনেকদিন টেলিগ্রাম গ্রুপে একসাথে কথা বলেছি। দ্বন্দের কোন প্রশ্নই আসছে না। কাম অন।
আপনি আমি এটিকে গঠনমূলক আলেচনা হিসেবে নিচ্ছি, কিন্তু পিঠ পেছনে সকলে এটিকে দ্বন্দ্ব হিসেবে দেখে। এখানে ভালো লাগার নাহ লাগার কিছু নেই, কারণ এটিই বাস্তবতা। কথা বললেই কথা বাড়বে, তাই আর কিছু বলার নেই এটিতে। আর আমার পুরাতন একটি বিষয় বাংলা লোকাল বোর্ডের অনেকেই জানে যে, আমি কোনো গুরুত্বপূর্ণ টপিকে মতামত দিলেই, অনেকে সেটিকে পার্সোনালি নিয়ে নেয়। অথচ ফোরামে আমি তেমন গুরত্ব দেই নাহ, কাজের ফাকে কিংবা অবসর সময়ে ফোরামে পোষ্ট করি। Cheesy



আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।

এনিওয়ে, আমার লিংক করা ড্যানি হ্যামিলটন কিংবা অলিও কেউই ফোরামের সাধারন ইউজার না যে তারা ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে রেস্পন্স করছে। ড্যানি ২০১২ সাল থেকে এই ফোরামে আছে। অবশ্যই আমাদের মত ইনকাম করার জন্য নয়। তাদের পোস্ট হিস্ট্রি দেখুন। তাহলেই বুঝতে পারবেন এইসব ব্যাপারে তাদের জ্ঞান কতটা সমৃদ্ধ।

ফাইনালি- আমি এই ব্যাপারে আর কোন পোস্ট করছি না  Cheesy এবং এটা অফিসিয়াল  Grin
আমিও তো বলি নাই যে, তারা সাধারণ ব্যবহারকারী। আমিও তাদের প্রোফাইল শুধুমাত্র দেখেছি যে, কতদিন যাবত ফোরামে আছেন। কিন্তু তারা মাইনার কি নাহ, সেটি আমি যাচাই করি নাই।

আমি বরং প্রথম থেকেই বলতেছি যে, মাইনাররা যদি আমাদেরকে সেটি কইরা দেখায় (অবশ্যই এক্সিলারেশনের টপিক নিয়ে বলতেছি ) , তাহলে আরো ভালো হইতো। Roll Eyes আর ইনকামের বিষয় তো দূরের বিষয়।

সহজ হিসাব,
১) এক্সিলারেশন যতটুকু জানি, ম্যানুয়ালি নাহ বরং অটোমেটিক সিস্টেমে এখন করা হয়।
২) আপনি চাইলে মাইনার দিয়ে ব্লকে এড করতে পারবেন কি নাহ, সেটি আমার টপিকেই ছিল নাহ। আমার মূল বিষয় শুরু থেকেই এক্সিলারেশন নিয়ে ছিল। নইলে আমি @tjtonmoy কোট করা অংশ বাদ দিতাম।

বি:দ্র: কেউ যদি এখনভাবে যে, যদি মাইনার দিয়ে ব্লক এডে করা যায়, তাহলে সেটিও এক্সিলারেশন করা হলো। তাহলে বলবো যে, যেয়ে একজন মাইনারকে বন্ধু বানান। যার হ্যাসরেট এমন হবে যে, আপনার চাহিদার মতো খুব দ্রুত ব্লক পাবে কিংবা অন্যান্য মাইনিং পুলের সাথে সম্পর্ক তার ভালো এক্সিলারেশন করে দেওয়ার জন্য।  Wink কারণ আমার তো এমন মাইনার বন্ধু নাই, আর হবেও নাহ মনে হয়।

আর আমারও এটা নিয়ে পোষ্টের কোনো আগ্রহ নেই, আর কালকের পোষ্টেও রিপ্লাই দিবো নাহ। কারণ সকল তথ্য দুইজনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গঠনমূলক পোষ্টে ফেরত গেলাম, যেহেতু ভালো কিছু ইভেন্ট আসতেছে এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে।  Grin


আর যারা নিজেদের মধ্যে কথোকথনে ব্যস্ত, চালাই যান, কোনো সমস্যা নেই। খালি মাঝে মধ্যে আমাকে Attention দিয়েন  Grin আমার অনেক Attention দরকার (মজা করে বললাম, আবুল বাঙালি আবার সিরিয়াস হয়েন নাহ।)
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 11, 2023, 08:53:29 AM

বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।


আপনি যখন এক্সিলারেশন করবেন, সেটিকে তারা প্রাধান্য দেয় বেশি। এখন আপনি নিজেই ভাবেন, নোড কিংবা মাইনিং পুল এই এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে প্রাধান্য দিতেছে। তার মানে আপনার মিমপুল থেকে যতই বড় মাইনিং টিপ দেওয়া ট্রান্সজেকশন কেন্ডিডেট পুলে আসুক নাহ কেন, তারা এক্সিলারেশন করা ট্রান্সজেকশনকে পরবর্তী ব্লকে কনফার্ম করে দিবে।

আমি বলেছি আপনার যদি কোন পরিচিত মাইনার থেকে থাকে যারা নিয়মিত ব্লক পায়, তারা চাইলে আপনার ট্রাঞ্জেকশন কম ফি হলেও কনফার্ম করতে পারবে যেখানে আপনি বলেছেন বিষয়টি মোটেও এমন না। পরিচিত মাইনারকে viabtc হিসেবে ধরে নেন। বাকিটা আমি যা বলেছি তাই। একজন মাইনার যে কোন ভ্যালিড ট্রাঞ্জেকশন ক্যান্ডিডেট ব্লকে এড করতে পারে। একদম ফি ছাড়া ট্রাঞ্জেকশনও যদিও এখন সে যুগ নেই। আগে ফি ছাড়া ট্রাঞ্জেকশনও হত। যাই হোক, আমার লেখার মুল পয়েন্ট এইটাই।

আপনি গঠনমুলক আলোচনাকে দ্বন্দ বলছেন এই ব্যাপারটা ভালো লাগলো না ভাই। আমি এইখানে আপনার পোস্টের রিপ্লাই দেয়ার উদ্দেশ্য কি সেটা আগেই বলে দিয়েছি। আমার আগের মেসেজ এর এই অংশটুকু সেটা বলার জন্য যথেষ্ট। এইখানে দ্বন্দ কেন দেখছেন? আপনি খুব ভালো করেই আমাকে চিনেন। আমার নিজের ভুল স্বীকার করে মানুষের কাছ থেকে শিখাতে আমি কোন কার্পণ্য করি না। আর আমিও আপনাকে নতুন করে চিনি না ভাই। আমরা অনেকদিন টেলিগ্রাম গ্রুপে একসাথে কথা বলেছি। দ্বন্দের কোন প্রশ্নই আসছে না। কাম অন।

আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।

এনিওয়ে, আমার লিংক করা ড্যানি হ্যামিলটন কিংবা অলিও কেউই ফোরামের সাধারন ইউজার না যে তারা ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে রেস্পন্স করছে। ড্যানি ২০১২ সাল থেকে এই ফোরামে আছে। অবশ্যই আমাদের মত ইনকাম করার জন্য নয়। তাদের পোস্ট হিস্ট্রি দেখুন। তাহলেই বুঝতে পারবেন এইসব ব্যাপারে তাদের জ্ঞান কতটা সমৃদ্ধ।

ফাইনালি- আমি এই ব্যাপারে আর কোন পোস্ট করছি না  Cheesy এবং এটা অফিসিয়াল  Grin
Jump to: