Author

Topic: বাংলা (Bengali) - page 242. (Read 5722866 times)

newbie
Activity: 4
Merit: 0
April 26, 2023, 06:01:49 AM
কেউ কি আমাকে গুগল গিফ্ট কার্ড কেনা বেচার জন্য buysellvouchers.com এর মতো প্লাটফর্ম খুঁজে দিতে পারবেন ?
যারা কিনা কম চার্জ নেবে বাইসেল ভাওচার এর মতো ০.৪% বিক্রেতা ও ০.৩% ক্রেতার জন্য ।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 26, 2023, 04:29:28 AM
আমরা সাধারণত জানি যে কেউ যদি avatar পরিধারণ করতে চাই তাহলে তাকে একটি মিনিমাম rank অর্জন করতে হয় যা হলো full member এই rank অর্জন এর পূর্বে কেউ avatar পরিধারণ করতে পারবে না ।। কিন্তু ফোরাম এ আগে এরকম কিছু নিয়ম ছিল হয়তোবা জে নবাগত রাও avatar পরিধারণ করতে পারবে ।। আমি কিছু একাউন্ট দেখেছি যারা full member rank না হওয়া সত্বেও তারা avatar পরিধারণ করে আছে ।। আমি নিচে আইডি গুলো উপস্থাপন করেছি।।

1. hook  Rank : Newbie   Total earned merit : 0 Trust : ( +0 / =0 / -0)

 

2. coinonymous Rank : Newbie
Total earned merit : 0 Trust:  ( +0 /=0 /-0)


3. Paperweight Rank : Jr.Member  Total earned merit : 38 Trust: (+0 /=0 /-0)



4. Houdini Rank: Member Total earned merit: 10 Trust: (+0 /=0 /-0)



5. ericools Rank: Member Total earned merit: 10  Trust : (+0 /=0 /-0)

 

member
Activity: 168
Merit: 58
April 26, 2023, 01:47:24 AM
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
এর জন্যই ভাই আপনাকে লোকাল কমিউনিটিতে দেখতে পারছি না,  কথাটি শুনে অত্যন্ত ভালো লাগলো, যে আপনি বাংলা ভাষায় পোস্ট দিতে না পেরে ঐ সিগনেচার থেকে বের হতে যাচ্ছেন। আপনার মত সিনিয়র ভাইয়েরা আমাদের লোকাল কমিউনিটি উজ্জ্বল করে রেখেছে। আপনারা না থাকলে লোকাল কমিউনিটি অন্ধকার অন্ধকার লাগে। তবু ভাই বসে থাকলে তো আর হবে না, এখন যদি কোন ভাল সিগনেচার ক্যাম্পেইন থাকে তাহলে ওইটা বাদ দিয়া অন্য জায়গায় এড হতে পারেন। ঐরকম ব্যবস্থা না হয় তাহলে আপনি যে ক্যাম্পিয়ানে আছেন ওইটাই থাকেন, যতদিন না ভালো একটি সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হতে না পারেন ততদিন আপনি আমাদের লোকাল কমিউনিটিতে পোস্ট নাই দিলেন। যেহেতু আপনি ওই সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পান না।
আপাতত আমি কয়েকদিন বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একটু কম পোস্ট করব কেননা আমার Gambling section পোস্ট সংখ্যা কমে গেছে। তবে আমার কমিউনিটির নোটিফিকেশন আমার মোবাইলে আসলে আমি পোস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না।
আপনার কথা কি বলবো বলার ভাষা নেই। আপনি আমাদের লোকাল কমিউনিটির সকল সদস্যকেই সব সময় সহযোগিতা করে থাকেন। আপনারা আছেন বলেই আমাদের মত ছোট ছোট ইউজাররা বাংলা লোকাল কমিউনিটিতে পোস্ট করতে আগ্রহ বেড়ে যায়। আমরা কোন বিষয় অজ্ঞাত থাকলে লোকাল কমিউনিটিতে পোস্ট করে বললে সাথে সাথে সমাধান পেয়ে যাই। যতই ব্যস্ত থাকেন না কেন আপনারা ছোট ভাইদের কে ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার চেষ্টা করবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 26, 2023, 01:21:40 AM
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
আপনার এই শেষের কথাটি আমার কাছে একদিকে যেমন খুব ভালো লেগেছে ঠিক অন্যদিকে একটু ব্যতিক্রম লেগেছে। যেহেতু আপনার ইনকামের জন্য ওই সিগনেচার ক্যাম্পেইন টা জরুরি ঠিক তেমনি আপনার কমিউনিটির মানুষের সাথে সময় দেওয়ার জন্য বাংলাতে পোস্ট করাও কিছুটা জরুরি। তবুও এই নয় যে আপনাকে এখানে পোস্ট করতেই হবে। আপনি আপনার সিগনেচার ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী যে কয়টা পোস্ট নিয়ম অনুসারি করতে বলা হয়েছে সেখানে আগে কমপ্লিট করে নেন তারপর সময় পেলে এখানে পোস্ট করবেন সময় না পেলে করবেন না। এখানে আপনাকে কেউ পোস্ট না করলে বলবে না যে পোস্ট করেন না কেন। তবে আপনার ক্ষতি হোক এটা বাংলা কমিউনিটির থেকেও কেউ চাইবে না। তাই আগে আপনার ঘর তারপরে অন্যের ঘর রক্ষা করুন।

আপাতত আমি কয়েকদিন বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একটু কম পোস্ট করব কেননা আমার Gambling section পোস্ট সংখ্যা কমে গেছে। তবে আমার কমিউনিটির নোটিফিকেশন আমার মোবাইলে আসলে আমি পোস্ট করা থেকে নিজেকে বিরত রাখতে পারি না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 26, 2023, 01:14:26 AM
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টা ব্যক্তিগতভাবে না নেয়া ভালো। কারণ, এইখানে যারা সিগ্নেচার ক্যাম্পেইন এর মাধ্যমে তাদের প্রজেক্ট প্রমোট করে তারা চায় মাক্সিমাম ROI, যার কারনে হতে পারে কিছু লোকাল বোর্ড তাদের টার্গেট মার্কেট না। আবার এমনও হতে পারে ক্যাম্পেইন ম্যানেজার বিভিন্ন ভাষা না বোঝার কারনে বিভিন্ন লোকাল ভাষা পরিহার করে থাকে।
আপনি যেটা করতে পারেন, আপনার সাপ্তাহিক পোস্ট যা লাগবে সেগুলো গ্লোবাল বোর্ডে করুন। এর পাশাপাশি এইখানেও পোস্ট করুন। বেশিরভাগ মানুষ ক্যাম্পেইন এ ২০ টা পোস্ট চাইলে তারা ঠিক ২০-২২ টা পোস্টই করে। এইটা কোন ম্যানেজারই কিংবা প্রজেক্ট টিম চায় না। আমাদের উচিত যতগুলো পোস্ট রিকুয়েস্ট করবে তার চেয়ে বেশি পোস্ট করা। Hhampuz গতকাল বা পরশু দেখলাম রোলবিট ক্যাম্পেইন থেকে অনেকজনকে বাদ দিয়েছে। এর কারণ, সবাই ১৫ টা পোস্ট করত। আমার দেখা ক্যাম্পেইন এর মধ্যে ওইটার নিয়ম মানা খুব সহজ, তবে সবাই যদি এক্সাক্ট ১৫ টা করে পোস্ট করে তাহলে তাদের আসলে লাভ নেই। সিগ্নেচার ক্যাম্পেইন এ নিয়ম করে দেয়ার কারণ কি? যাতে মানুষ কাজ না করে পেমেন্ট নিতে না পারে। আমাদের উচিত এই ফোরামকে নিজেদের জ্ঞান আহরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা কিংবা ক্রিপ্টোকারেন্সি কম্যুনিটি হিসেবে ব্যবহার করা। সিগ্নেচার ক্যাম্পেইনকে একটা বাড়তি সুবিধা হিসেবে নেয়া।
sr. member
Activity: 1386
Merit: 451
April 26, 2023, 01:02:01 AM
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা কেননা একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না ইনশাল্লাহ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 26, 2023, 12:35:44 AM
ধন্যবাদ ভাই ভুল টা ধরে দেয়ার জন্য। আমারো মনে ছিলো না যে তাপরুট bc1p দিয়ে শুরু হয়। তব এটা জানতাম যে তাপরুট ওয়ালেট এড্রেস ৬২ ক্যারেকটারের হয়ে থাকে। যখন দেখলাম এটা ৬২ ক্যারেকটার, ধরে নিয়েছিলাম এটা তাপরুট এড্রেস। LDL ভাই ইলেকট্রাম ওয়ালেট ইউজ করছেন। উনি মোবাইল ভার্শনের ওয়ালেট ইউজ করছেন। উনি ইলেক্ট্রাম 4.4.0 ইউজ করতাছেন। আমার মনে হয় না উনি মাল্টি সিগনেচার ওয়ালেট ক্রিয়েট করছেন। মাল্টি সিগনেচার ছাড়া আর কি কি কারনে ওয়ালেট এড্রেস লেন্দি হতে পারে? আমার জানামতে একটা বিটকয়েন ওয়ালেট এড্রেস ৯০ ক্যারেকটার অব্দি হতে পারে। এটাও SegWit ওয়ালেট এর ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ৯০ ক্যারেক্টার কোন ওয়ালেট এ এবং কখন হয়ে থাকে, সেটা নিয়ে কোনো ধারনা নেই আমার।
এইটা মাল্টিসিগ্নেচার না, আমি ভুল বলেছি।
bech32 বর্তমানে ৩ ধরনের হয়ে থাকে।
১. পে টু উইটনেস স্ক্রিপ্ট হ্যাশ(P2WSH)
২. পে টু উইটনেস পাবলিক কী হ্যাশ(P2WPKH)
৩. পে টু তাপরুট (P2TR)

P2WSH এড্রেস এ ৬২ ক্যারেকটার হয়ে থাকে।
৯০ ক্যারেকটার এড্রেস নিয়ে আমার ধারনা নেই। সম্ভবত একটা পোস্টে দেখেছিলাম কিন্তু বিস্তারিত ধারনা কেউ দেয় নি। আমি পিসিতে বসলে এড্রেস নিয়ে লেখালেখি করব। একদম বিস্তারিত। তার আগে যদি কেউ লিখে থাকেন, ওয়েলকাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 25, 2023, 11:38:17 PM
এখানে ৪২ টি ক্যারেকটার। এটাও Native Segwit এর Bech32 address। ডিফারেন্স হলো একটি Taproot অন্য টি Taproot নয়।
তাপরুট এড্রেস শুরু হয় bc1p দিয়ে। তার মানে উপরের ভাইয়ের উল্লেখ করা কোন এড্রেস তাপরুট এড্রেস নয় কারন দুইটাই bc1q দিয়ে শুরু, মানে bech32 এড্রেস। উনি যদি কোন ওয়ালেট ব্যবহার করেছেন সেটা বলতেন তাহলে আর একটু ধারনা পাওয়া যেত।
এইখানে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেটের এড্রেস মনে হচ্ছে, যেটাতে ক্যারেকটার বেশি সেটা। এইখানে ৬৪ ক্যারেকটার না, ৬২ ক্যারেকটার মেবি। মাল্টিসিগ্নেচার ওয়ালেট এড্রেসগুলো এইরকম বড় হয়, মানে ৬২ ক্যারেকটার এর।

ধন্যবাদ ভাই ভুল টা ধরে দেয়ার জন্য। আমারো মনে ছিলো না যে তাপরুট bc1p দিয়ে শুরু হয়। তব এটা জানতাম যে তাপরুট ওয়ালেট এড্রেস ৬২ ক্যারেকটারের হয়ে থাকে। যখন দেখলাম এটা ৬২ ক্যারেকটার, ধরে নিয়েছিলাম এটা তাপরুট এড্রেস। LDL ভাই ইলেকট্রাম ওয়ালেট ইউজ করছেন। উনি মোবাইল ভার্শনের ওয়ালেট ইউজ করছেন। উনি ইলেক্ট্রাম 4.4.0 ইউজ করতাছেন। আমার মনে হয় না উনি মাল্টি সিগনেচার ওয়ালেট ক্রিয়েট করছেন। মাল্টি সিগনেচার ছাড়া আর কি কি কারনে ওয়ালেট এড্রেস লেন্দি হতে পারে? আমার জানামতে একটা বিটকয়েন ওয়ালেট এড্রেস ৯০ ক্যারেকটার অব্দি হতে পারে। এটাও SegWit ওয়ালেট এর ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু ৯০ ক্যারেক্টার কোন ওয়ালেট এ এবং কখন হয়ে থাকে, সেটা নিয়ে কোনো ধারনা নেই আমার।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 25, 2023, 11:24:03 PM
এখানে ৪২ টি ক্যারেকটার। এটাও Native Segwit এর Bech32 address। ডিফারেন্স হলো একটি Taproot অন্য টি Taproot নয়।
তাপরুট এড্রেস শুরু হয় bc1p দিয়ে। তার মানে উপরের ভাইয়ের উল্লেখ করা কোন এড্রেস তাপরুট এড্রেস নয় কারন দুইটাই bc1q দিয়ে শুরু, মানে bech32 এড্রেস। উনি যদি কোন ওয়ালেট ব্যবহার করেছেন সেটা বলতেন তাহলে আর একটু ধারনা পাওয়া যেত।
এইখানে একটা মাল্টিসিগ্নেচার ওয়ালেটের এড্রেস মনে হচ্ছে, যেটাতে ক্যারেকটার বেশি সেটা। এইখানে ৬৪ ক্যারেকটার না, ৬২ ক্যারেকটার মেবি। মাল্টিসিগ্নেচার ওয়ালেট এড্রেসগুলো এইরকম বড় হয়, মানে ৬২ ক্যারেকটার এর।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 25, 2023, 08:40:44 PM
আমার একটা সমস্যা হয়েছে দয়া করে কেউ সাহায্য করুন। আমি যে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়েছি সেখানে Safepal Wallet থেকে Beach32 address দিয়েছি কিন্তু পরবর্তীতে আমার মনে একটি প্রশ্ন জাগলো।
এর আগে আমি ifran_pak10 এর SECONDLIVE ক্যাম্পেইনে সিগনেচার ক্যাম্পেইন করেছি এবং পরবর্তীতে টোকেন এর জন্য SECONDLIVE website এ ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার এখন মনে হচ্ছে ওয়ালেট কানেক্ট করাটা বোকামি হয়েছে আমার কিন্তু এখন আমি ওই ওয়ালেট Address দিয়ে সিগনেচার চালিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমি যে অন্য ক্যাম্পেইন গুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাড্ডেস দিয়েছি Mycelium ওয়ালেট থেকে এখন আমি কি এটা নিয়ে পরবর্তীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
আমার মনে হয় না পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তবে Mycelium ওয়ালেট থেকে আপনি যে এড্রেস দিয়েছিলেন হয়তো আপনি এখন আর বের করতে পারবেন না কেননা মাইসেলিয়াম ওয়ালেটের আপডেটের কারণে নতুন করে ওয়ালেট এড্রেস জেনারেট হয়েছে। আপনি যদি পুরাতনের এড্রেস বের করতে চান তাহলে আপনাকে মেসেজ সাইন অপশনে আপনি পুরাতন এড্রেসগুলো পাবেন।
Safepal ওয়ালেট এবং ট্রাস্ট (Trust Wallet) মোটামুটি একই রকম। আপনি যেহেতু Altcoin (Bounty) এর জন্য সম্ভবত Bep20 এড্রেস দিয়ে ইরফান পাক স্যারের বাউন্টিতে জয়েন করেছিলেন সেও তো আপনি যদি ওই এড্রেস দ্বিতীয় বার ব্যবহার না করেন তাহলে কোন সমস্যা নেই। তবে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, বিটিসি পেইড সিগনেচারগুলোতে যোগ হবে তখন আপনি একটি বিশ্বস্ত ওয়ালেট এড্রেস ব্যবহার করবেন।
আমিও প্রথমে বিভিন্ন ওয়ালেট থেকে বিভিন্ন এড্রেস ব্যবহার করে সিগনেচার ক্যাম্পেইনের যোগ হতাম কিন্তু ফোরামের কিছু বড় ভাইয়ের কথামতো এখন আমি  Mycelium (সিগনেচার ক্যাম্পেইনের জন্য)Electrum (Bitcoin হোল্ড করার জন্য) এই দুটো ওয়ালেট ব্যবহার করি। আমার কাছে ইলেকট্র্রাম ওয়ালেটকে সব থেকে নিরাপদ মনে হয়।

যেহেতু আপনি ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন সেহেতু আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেই, আপনি এখানে সেখানে যে সকল লিংক দেওয়া থাকে অর্থাৎ Airdrops করার জন্য কোন Phishing website এ ওয়ালেট কানেক্ট করবেন না। মাঝে মাঝে ট্রাস্ট ওলেট হ্যাক হওয়ার কথা শোনা যায় শুধুমাত্র Phishing সাইটগুলোতে ওয়ালেট কানেক্ট করার জন্য।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 25, 2023, 08:22:42 PM
আমার একটা সমস্যা হয়েছে দয়া করে কেউ সাহায্য করুন। আমি যে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়েছি সেখানে Safepal Wallet থেকে Beach32 address দিয়েছি কিন্তু পরবর্তীতে আমার মনে একটি প্রশ্ন জাগলো।
এর আগে আমি ifran_pak10 এর SECONDLIVE ক্যাম্পেইনে সিগনেচার ক্যাম্পেইন করেছি এবং পরবর্তীতে টোকেন এর জন্য SECONDLIVE website এ ওয়ালেট কানেক্ট করেছিলাম। আমার এখন মনে হচ্ছে ওয়ালেট কানেক্ট করাটা বোকামি হয়েছে আমার কিন্তু এখন আমি ওই ওয়ালেট Address দিয়ে সিগনেচার চালিয়ে যাচ্ছি। কিন্তু পরবর্তীতে আমি যে অন্য ক্যাম্পেইন গুলোতে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাড্ডেস দিয়েছি Mycelium ওয়ালেট থেকে এখন আমি কি এটা নিয়ে পরবর্তীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 25, 2023, 06:40:18 PM
হায় আল্লাহ, কম্পিউটার দিয়ে নয় ভাই। মোবাইল ফোনের ওয়ালেট থেকে
bc1qah37sm35g509yjs00g4ddyjxtvwcfvqc42h4w2ku9p6uzeazssxqldjdau ভাই আপনি দেখেন এই এড্রেস কত বড়।
আচ্ছা আমি এবার বুঝতে পারছি। কষ্ট করে গুনে দেখতে হবে না। এখানে ৬২ টি ক্যারেক্টার আছে। যেটা মূলত Native Segwit এর আরেকটি এডিশন Taproot। এটা ৬২ ক্যারেকটার অব্দি হয়ে থাকে। তবে এটাও Native SegWit এর Bech32 Address।

Quote
bc1q2qufsr2f760jkd7wzzk99nhy2329e39zc6t3dg এই এড্রেস কত ছোট‌।
এখানে ৪২ টি ক্যারেকটার। এটাও Native Segwit এর Bech32 address। ডিফারেন্স হলো একটি Taproot অন্য টি Taproot নয়। এই Taproot Upgrade নিয়ে কয়েকদিন আগে আমি জানতে চাইছিলাম থ্রেড এ। কেউ কোনো রেসপন্স করে নাই। সবাই ঈদ নিয়ে ব্যাস্ত আপাতত। সামনে লিটল মাউস ভাইকে ধরা লাগবে এসব জানার জন্য।

Quote
উপরের দুটি এড্রেস আমার পার্সোনাল ওয়ালেট থেকে নেওয়া কারো অসুবিধা হলে মুছে ফেলবো।
কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যেহেতু আপনি নিজের ওয়ালেট ব্যাবহার করেছেন। আশা করি কারো কোনো সমস্যা নেই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 25, 2023, 06:24:40 PM
আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার এড্রেস টি ৬৪ বিট? আমার জানামতে Bech32 সকল এড্রেস bc1 দিয়ে শুরু হয়। এটা SegWit Bech32 Address. আর আরেকটা SegWit address হলো Nested SegWit যেটা 3 দিয়ে শুরু হয়ে থাকে।

হায় আল্লাহ, কম্পিউটার দিয়ে নয় ভাই। মোবাইল ফোনের ওয়ালেট থেকে
bc1qah37sm35g509yjs00g4ddyjxtvwcfvqc42h4w2ku9p6uzeazssxqldjdau ভাই আপনি দেখেন এই এড্রেস কত বড়।
bc1q2qufsr2f760jkd7wzzk99nhy2329e39zc6t3dg এই এড্রেস কত ছোট‌।
ভাই আমিও অপারেটিং সিস্টেম থেকে অ্যাড্রেস বিট নির্ণয় করি নাই, জাস্ট এড্রেসের অক্ষর গুলো গুনে একটিতে ৩২ পেয়েছি অন্যটিতে ৬৪ পেয়েছি এজন্য বলেছি।
যা হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি ক্লিয়ার করার জন্য।

উপরের দুটি এড্রেস আমার পার্সোনাল ওয়ালেট থেকে নেওয়া কারো অসুবিধা হলে মুছে ফেলবো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 25, 2023, 06:15:29 PM
ইলেকট্রোম (Electrum 4.4.0) ওয়ালেট থেকে Bech32 address(৩২বিট) বের কিভাবে করতে হবে কেউ একটু হেল্প করেন প্লিজ। আমি সাধারনত যে সকলের এড্রেস ব্যবহার করেছি ইলেকট্রাম থেকে তা সবগুলোই Bech32 64 bit.
এখন আমার জিজ্ঞাসা হচ্ছে কোন সিগনেচার ক্যাম্পেইনে যদি Bech32 64 bit এড্রেস দ্বারা জয়েন হই তাহলে কি কোন সমস্যা হবে যেখানে সবাই Bech32 32 bit এড্রেস দিয়ে জয়েন হয়।


আমার জানামতে Bech32 এর ৩২ বিট আর ৬৪ বিট বলতে কোনো কথা নেই (থেকে থাকলেও আমার জানা নেই)। ৩২ বিট বা ৬৪ বিট দেখায় আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং আপনি কোন ভার্শন এর সফটওয়্যার ওয়ালেট ব্যাবহার করছেন সেটার ওপর। আপনি ৬৪ বিট অপারেটিং সিস্টেম এ ৩২ বিট বা ৬৪ বিট যেকোনো সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। তবে ৩২ বিট অপারেটিং সিস্টেম এ শুধুমাত্র ৩২ বিট সফটওয়্যার ব্যাবহার করতে হবে। আপনি সম্ভবত ৬৪ বিট অপারেটিং সিস্টেম ব্যাবহার করছেন।

আমার প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনার এড্রেস টি ৬৪ বিট? আমার জানামতে Bech32 সকল এড্রেস bc1 দিয়ে শুরু হয়। এটা SegWit Bech32 Address. আর আরেকটা SegWit address হলো Nested SegWit যেটা 3 দিয়ে শুরু হয়ে থাকে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 25, 2023, 06:05:14 PM
ইলেকট্রোম (Electrum 4.4.0) ওয়ালেট থেকে Bech32 address(৩২বিট) বের কিভাবে করতে হবে কেউ একটু হেল্প করেন প্লিজ। আমি সাধারনত যে সকল এড্রেস ব্যবহার করেছি ইলেকট্রাম থেকে তা সবগুলোই Bech32 64 bit.
এখন আমার জিজ্ঞাসা হচ্ছে কোন সিগনেচার ক্যাম্পেইনে যদি Bech32 64 bit এড্রেস দ্বারা জয়েন হই তাহলে কি কোন সমস্যা হবে যেখানে সবাই Bech32 32 bit এড্রেস দিয়ে জয়েন হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 25, 2023, 05:52:03 PM
~snip
বিটকয়েন কখনই ভ্যালু তৈরী করার জন্য সাতোশি আবিষ্কার করে নাই। বিটকয়েন এর মূল লক্ষ হচ্ছে ব্যাক্তি স্বাধীনতা। আপনার নিজের এসেট আপনার আওতায় থাকবে যার উপর অন্য কারও অধীকার থাকবে না।
এই দিক থেকে চিন্তা করলে বিটকয়েন কোনো দেশের ফিয়াট মানি তে পরিণত হলেও কিছু যায় আসে না। কারন এর মূল লক্ষ অন্য কিছু। আগে হয়ত কোনো পোস্ট এ এই বিষয় নিয়ে কথা বলেছি। আপনাদের সুবিধার্থে আবার বলছি।
১ বিটকয়েন = ১ বিটকয়েন। এইটার কনসেপ্ট আলাদা আপনারা যেটা ভাবছেন তা থেকে। ওয়ার্ল্ড কারেন্সি বলতে বিশ্বের যে কোনো প্রান্তে এর মুল্য একই থাকবে। কিন্তু আমরা জানি কিভাবে প্রয়োজন আর সাপ্লাই এর উপর নির্ভর করে পন্যের মূল্য নির্ধারন করা হয়। এই জন্যই দেশ ভেদে বিভিন্ন পন্যের বিভিন্ন দাম হয়ে থাকে। তবে ফিয়াট মানি দিয়ে ক্যালকুলেশন এর মাধ্যমে যেভাবে দাম নির্ধারণ করা হয় সে ভাবে আপনি চাইলে বিটকয়েন এর সাথে মুল্য নির্ধারন করে নিতে পারবেন। যা বর্তমান কারেন্সির পরিবর্তে ব্যাবহার হবে। এইটা অতটাও কমপ্লিকেটেড না। আর বিটকয়েন এর মূল লক্ষ কখনও পরিবর্তন হবে না।

বিটকয়েন এর মূল লক্ষ্য যেটা বললেন, সেটার সাথে আমি একমত। কিন্তু বিটকয়েন ভ্যালু তৈরীর জন্য আবিস্কার করে নাই এটার সাথে আমি একমত হতে পারলাম না। যেই জিনিসের সাপ্লাই একটা লিমিট করা থাকবে, সেটার ভ্যালু কিন্তু এক সময় এমনিতেই বেড়ে যাবে। এটা যদি উদ্দেশ্য নাও হয়ে থাকে, সময়ের সাথে সাথে কিন্তু এটার ভ্যালু এমনিতেই বেড়ে যাবে এবং যাচ্ছে। সাতোশি যদি এ উদ্দেশ্য নাও নিয়ে থাকে, আমরা কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে নিয়েছি। কম বেশি সবাই বিটকয়েনের দাম বাড়বে ভেবেই বিটকয়েন হোল্ড করে থাকি। জানি না এখানে কয়জন হোল্ড করে আর কয়জন এমনিতেই ইউজ করে, তবে যারা হোল্ড করে, সবাই একটা আশাই করে থাকে সেটা হচ্ছে বিটকয়েনের দাম বাড়বে আর আমরা প্রফিট করবো।

আমরাই কিন্তু আবার মারকেটে বলে বেড়াচ্ছি ফিয়াট মানি ডেড! বিটকয়েন হবে মূল কারেন্সি। ফিয়াট মানি টয়লেট পেপার হিসাবে ইউজ করা হবে। আরো কতো কি। তবে শেষ কথা হলো, বিটকয়েন থাকবে, পাশাপাশি ফিয়াট মানিও কিন্তু থাকবে। এটাকে টয়লেট পেপার হিসাবে কবে নাগাদ ইউজ করা যাবে, সেটার ভবিষ্যৎবানী কেউ এখনি করতে পারবে না।
sr. member
Activity: 1008
Merit: 366
April 25, 2023, 01:54:29 PM
~snip
বিটকয়েন কখনই ভ্যালু তৈরী করার জন্য সাতোশি আবিষ্কার করে নাই। বিটকয়েন এর মূল লক্ষ হচ্ছে ব্যাক্তি স্বাধীনতা। আপনার নিজের এসেট আপনার আওতায় থাকবে যার উপর অন্য কারও অধীকার থাকবে না।
এই দিক থেকে চিন্তা করলে বিটকয়েন কোনো দেশের ফিয়াট মানি তে পরিণত হলেও কিছু যায় আসে না। কারন এর মূল লক্ষ অন্য কিছু। আগে হয়ত কোনো পোস্ট এ এই বিষয় নিয়ে কথা বলেছি। আপনাদের সুবিধার্থে আবার বলছি।
১ বিটকয়েন = ১ বিটকয়েন। এইটার কনসেপ্ট আলাদা আপনারা যেটা ভাবছেন তা থেকে। ওয়ার্ল্ড কারেন্সি বলতে বিশ্বের যে কোনো প্রান্তে এর মুল্য একই থাকবে। কিন্তু আমরা জানি কিভাবে প্রয়োজন আর সাপ্লাই এর উপর নির্ভর করে পন্যের মূল্য নির্ধারন করা হয়। এই জন্যই দেশ ভেদে বিভিন্ন পন্যের বিভিন্ন দাম হয়ে থাকে। তবে ফিয়াট মানি দিয়ে ক্যালকুলেশন এর মাধ্যমে যেভাবে দাম নির্ধারণ করা হয় সে ভাবে আপনি চাইলে বিটকয়েন এর সাথে মুল্য নির্ধারন করে নিতে পারবেন। যা বর্তমান কারেন্সির পরিবর্তে ব্যাবহার হবে। এইটা অতটাও কমপ্লিকেটেড না। আর বিটকয়েন এর মূল লক্ষ কখনও পরিবর্তন হবে না।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 25, 2023, 01:04:15 PM
Jack Dorsey on the genius of Satoshi Nakamoto, exactly 3 years ago.



Source
member
Activity: 121
Merit: 25
April 25, 2023, 02:56:18 AM
আমি একজন বাংলাদেশী এই Bitcointalk ফোরামে নতুন একজন সদস্য হিসেবে যোগদান করেছি। এর আগে আমি বিটকয়েন সম্পর্কে এবং এই ফোরাম সম্পর্কে বিস্তারিত শুনেছিলাম এবং আমি এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু আমি আমার লেখাপড়ার জন্য সময় পাইনি এখানে আসতে অনেকটা দেরি করে ফেলেছি কিন্তু আমি আজকে থেকে এই বাংলা লোকাল বোর্ডে নিয়মিত একটিভ থাকব।
আমি এই ফোরামের নতুন কিন্তু এতটা ধারণা আমার নেই ফরমের রুলস অনুসারে তাই আমি সিনিয়র ভাইদের কাছ থেকে সাহায্য সহযোগিতা প্রার্থনা করি।
এবং বিটকয়েন সম্পর্কে জানার জন্য আমি বিশেষ আগ্রহ প্রকাশ করি ও ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন অজানা তথ্যগুলো জানতে চাই।
ধন্যবাদ বাংলা লোকাল বোর্ডের সকল ভাইদের।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 25, 2023, 02:35:42 AM
বিটকয়েনের দাম লাখ ডলারে পৌঁছবে


২০২৪ সালের শেষ নাগাদ শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ১ লাখ ডলারে পৌঁছবে। সোমবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যের বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এ আভাস দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তথাকথিত ‘ক্রিপ্টো শীত’ শেষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ডিজিটাল সম্পদ গবেষণা প্রধান জিওফ কেনড্রিক বলেন, ব্যাংকিং সেক্টরে সাম্প্রতিক অস্থিরতা, ইউএস ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি চক্রের পরিসমাপ্তি, ক্রিপ্টো মাইনিংয়ে ব্যাপক মুনাফা, ঝুঁকিপূর্ণ সম্পদের স্থিতিশীলতাসহ অসংখ্য কারণে বিটকয়েনের দাম দ্রুতগতিতে বাড়বে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে তিনি আরও বলেন, অন্যান্য সম্পদ নিয়েও ঝুঁকি তৈরি হচ্ছে। তাতে ১ বিটকয়েনের দর ১০০০০০ ডলারে পৌঁছার পথ আরও পরিষ্কার হয়ে যাচ্ছে।
চলতি বছরের শুরু থেকেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চলতি এপ্রিলে ৩০ হাজার ডলার ছাড়িয়ে গেছে ভার্চুয়াল মুদ্রাটির দাম। আগামীতেও দ্রুতগতিতে বাড়বে ক্রিপ্টোটির দর।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সিটি ব্যাংকের এক বিশ্লেষক পূর্বাভাস দেন, ২০২২ সালের শেষ নাগাদ প্রতি বিটকয়েনের দাম পৌঁছতে পারে ৩ লাখ ১৮ হাজার ডলারে।
এখন পর্যন্ত বিটকয়েনপ্রতি দর উঠেছে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে। এরপর অনলাইন মুদ্রাটির দরপতন ঘটতে থাকে। গত বছর প্রায় ৬৫ শতাংশ দর হারায় এটি। প্রতিটির মূল্য দাঁড়ায় ১৬ হাজার ৫০০ ডলারে। এজন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাকে দায়ী করা হয়।

বিস্তারিত Channel24
Jump to: