Author

Topic: বাংলা (Bengali) - page 244. (Read 5722732 times)

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 23, 2023, 12:33:43 PM

আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@NicNacCoin
@tjtonmoy
@Review Master
@Rana590
@LDL
@Popkon6
@Negotiation



@NicNacCoin - অসংখ্য ধন্যবাদ!
@Popkon6 - অনেক অনেক ধন্যবাদ!
@development327 -  অনেক ধন্যবাদ !
@Suzume - আপনাকে অসংখ্য ধন্যবাদ!
@Learn Bitcoin - অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন!
@Rana590 - ধন্যবাদ।
@Ripmix001 - ধন্যবাদ!
@Halab - আপনাকে অনেক ধন্যবাদ!
@Mr.corol - অসংখ্য ধন্যবাদ !

চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে সক্ষম হয়। ফোরামের মেরিটের জন্য যারা পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হতে পারে না অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করে উচ্চ ব্যাংকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেব। এছাড়াও যারা ছোট থেকে তিলে তিলে গড়ে ওঠা শুরু করেছে আমি তাদেরকেও বলছি আপনারা সকলেই এখানে ভালো ইনফরমেটিভ পোস্ট করুন তবেই আপনারা এখানে মেরিট উপার্জন করতে পারবেন।

@Learn Bitcoin
আপনাকে কংগ্রাচুলেশন আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি আমাদের মাঝে যেভাবে ছিলেন এভাবেই যেন পরবর্তী সময় কাটাতে পারি। আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে কমিউনিটিকে আমরা ভালো একটি পজিশনে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
@Learn Bitcoin ভাই অনেক কষ্ট এবং সময় ব্যয় করেছেন আমাদের বাংলা লোকাল বোর্ড সহ ফোরামের বিভিন্ন জায়গায়। এবং অবশেষে তিনি তার কষ্টের ফল পেয়েছেন Full member Rank অর্জন করতে সক্ষম হয়েছে। তবে আমি @Learn Bitcoin ভাইকে বলতে চাই আপনি আরো পরিশ্রম এবং সময় দিন ফোরামে ও আরো উচ্চ রেংকে উত্তীর্ণ হন।

@Bitcoin_people
আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন। আপনি এখানে ভাল ইনফরমেটিভ পোস্ট করা চালিয়ে যান। আপনাকেও বলি ভালো একটি পজিশন তৈরি করার পর কমিউনিটিকে ছেড়ে দেবেন না। এখন যেভাবে ধরে রাখছেন পরবর্তী দিনেও যেন এভাবে থাকতে পারেন এই আশায় আপনাদের কাছে আমি সবসময় করি।
অবশ্যই আমি যদি আপনাদের সাপোর্ট পাই অতি শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবো। বিশেষ করে আমাদের ফোরামের যে সমস্ত সিনিয়র ভাইয়েরা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা পেলে আমি আরো এগিয়ে যেতে পারবো। তবে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেছেন বাংলা লোকাল বোর্ড থেকে তাই সকলের প্রতি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো। আর আমি যখন ফুল মেম্বার ম্বার র‍্যাঙ্ক অর্জন করতে পারব তারপরও আমি আমার বাংলা কমিউনিটি কখনো ছেড়ে যাবো না। আমি সকলকে নিয়ে কমিউনিটিতে থাকবো এবং ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ও বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব সকলের সাপোর্ট দ্বারা।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 23, 2023, 10:15:54 AM
ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin

ঈদ মুবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আপনার পাঞ্জাবি ছিড়তে যাবো না। আপাতত মোবারক নাকি মুবারক সেটা বলেন। নইলে লুঙ্গি ছিড়ে ফেলবো। Grin

গঠন মূলক কি পোষ্ট করবো সেটা নিয়ে ভাবছি। বিটকয়েন নিয়ে কে কি জানতে চান? আমি যা জানি সেটা শেয়ার করবো। না জানলে শিখবো।
ভাববার বিষয়, আমি এটি ভেবে দেখি নাই। বাই দি রাস্তা, লুঙ্গি নিয়ে বড়ই বিপদে পইড়া গেলাম, যদিও আমি লুঙ্গি শুধুমাত্র রুমে পইড়া থাকি।  Grin

আপনি এখানে জিঞ্জেস করলে, খুব কমই রিপ্লাই করবে। এর থেকে ভালো যেসকল বিষয় এখনো আলোচনা হয়নি, সেটি নিয়ে পোষ্ট করা শুরু করেন। আমিও আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট করতাম, কিন্তু এখন অন্য কারো পোষ্টের অপেক্ষা করতে হবে, যেন পরপর দুইটা পোষ্ট আমি নাহ করি।  Wink
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 23, 2023, 10:15:12 AM
বেশ কিছু দিন ধরে অফ টপিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করা নিয়ে একাধিক পোস্ট হলেও আজকে এখানে আমি একটি অন টপিক বিষয় নিয়ে আলোচনা করব।
আজকে বাইনান্স এক্সচেঞ্জে ডিসকভারি সেকশনে একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগলো যা আপনাদের উদ্দেশ্যে অতি সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম।
আমরা বিটকয়েন সম্পর্কে অনেক কিছুই জানি এবং অনেক কিছু জানিনা। বিটকয়েনের টোটাল সাপ্লাই 21M কিন্তু এতগুলা বিটকয়েন তো শুধু একটি এড্রেসে সীমাবদ্ধ নেই। এখন বিটকয়েনের এড্রেস গুলো কি নামে পরিচিত এবং কি পরিমান বিটকয়েন সীমাবদ্ধ থাকলে তাকে কি ওয়ালেট নামে ডাকা হয় সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Shrimp(চিংড়ি): যে অ্যাড্রেসে 1 BTC কম পরিমাণ বিটকয়েন আছে সেই অ্যাড্রেস কে Shrimp বলে।
Shrimp=~0.039BTC গড়ে প্রায় ৩২মিলিয়ন অ্যাড্রেস রয়েছে।

Crab(কাঁকড়া): যে অ্যাড্রেসে 1-10 BTC থাকে  তাকে Crab অ্যাড্রেস বলে।
Crab=~ 2.73BTC গড়ে প্রায় ৭৪০হাজার এড্ড্রেস রয়েছে।

Octopus(অক্টোপাস): যে অ্যাড্রেসে 10-50 BTC থাকে তাকে Octopus এড্রেস বলে।
Octopus=~21.75BTC গড়ে প্রায় ৮০ হাজার এড্রেস রয়েছে।

Fish(মাছ): যে অ্যাড্রেসে 50-100 BTC থাকে তাকে ফিস এড্রেস বলে।
Fish =~74.17BTC গড়ে প্রায় ১২ হাজার ঠিকানা রয়েছে।

Dolphin(ডলফিন ): যে অ্যাড্রেসে ১০০ থেকে ৫০০ বিটকয়েন থাকে তাকে ডলফিন এড্রেস বলে।
Dolphin=~214BTC গড়ে প্রায় ১০ হাজার এড্রেস রয়েছে।

Shark(হাঙ্গর/শার্ক: যে এড্রেসে ৫০০ থেকে ১০০০ বিটকয়েন থাকে তাকে হাঙর বা শার্ক এড্রেস বলে।
Shark=~763.63BTC গড়ে প্রায় ২.২ হাজার এড্রেস রয়েছে।

Whale(তিমি): যে অ্যাড্রেসে ১০০০ থেকে ৫ হাজার বিটকয়েন থাকে তাকে Whale/তিমি এড্রেস বলে।
Whale=~1855.17BTC গড়ে প্রায় ১.৪৫ হাজার এড্রেস রয়েছে। আমরা কমবেশি এই এড্রেস সম্পর্কে জেনেছি।

Humpback(কুঁজো তিমি/বড় তিমি): যে অ্যাড্রেসে ৫০০০ উপরে বিটকয়েন থাকে তাকে Humpback এড্রেস বলে।
Humpback=~14473BTC গড়ে প্রায় ১৯০ টি এড্রেস রয়েছে।







Post covered from: Binance
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 23, 2023, 09:04:23 AM
বিটকয়েন পড়ল ২১ শতাংশ, প্রায় দেউলিয়া FTX; কী আছে ক্রিপ্টো-গ্রাহকদের কপালে?

কোনো খবর পড়ার বা শেয়ার করার আগে তারিখ টা অন্তত দেখে নিবেন। ২০২২ সালের নভেম্বর মাসের নিউজ এখন শেয়ার করার কোনো মানে হয় না।

ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin

ঈদ মুবারক সবাইকে।
ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আপনার পাঞ্জাবি ছিড়তে যাবো না। আপাতত মোবারক নাকি মুবারক সেটা বলেন। নইলে লুঙ্গি ছিড়ে ফেলবো। Grin

গঠন মূলক কি পোষ্ট করবো সেটা নিয়ে ভাবছি। বিটকয়েন নিয়ে কে কি জানতে চান? আমি যা জানি সেটা শেয়ার করবো। না জানলে শিখবো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 23, 2023, 07:00:43 AM
ঈদ মোবারক সবাইকে।

ইদ নাকি ঈদ - কোনটি সঠিক, সেটার জন্য আমার আবার পাঞ্জাবি ছিড়তে আসিয়েন নাহ Grin


কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink


PEPE টোকেনের মালিক ইতোমধ্যেই একটি জায়ান্ট হোল্ডিং এড্রেসকে ব্ল্যাকলিস্টেড করতে বাধ্য হয়েছে। জানিনা কি কারনে এত বড় অ্যামাউন্ট এর একটি ব্যক্তিগত এড্রেসকে যেখানে $850000 সমমূল্যের  PEPE টোকেন ছিল সেই এড্রেসটি কালো তালিকাভুক্ত করা হয়েছে

আমার সরবরাহ করা খবরটি পড়ে দেখলাম, মূলত স্মার্ট কন্ট্রাকের বিভিন্ন ফাংশন থাকে এবং PEPE টোকেনের প্রতিষ্ঠাতারা সেই এড্রেসটিকে সোয়াপের কিংবা টোকেন ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত করেছে এবং PEPE এর প্রতিষ্ঠাতারা চাইলেই আবার সেই এড্রেসটি অনুমতি ফেরত পাবে। আর এটি নতুন কিছু নাহ, কেননা যারা Tornado Cash ব্যবহার করত, তাদের ওয়ালেটকে বিভিন্ন Lending প্লাটফর্মেও ব্লাকলিস্টেড করা হয়েছিল।

আমার যতটুকু ধারণা PEPE প্রতিষ্ঠাতারা এটি করেছে যেন, টোকেনের হোল্ডাররা টোকেনের মূল্য ডাম্প করবে ভেবে বিক্রি করা শুরু নাহ করে। কারণ সেই এড্রেসটি নিয়ে ইতিমধ্যে টুইটারে অনেকে কথা বলতেছে। আর অনেকে নজরে রাখতেছে যে, কখন PEPE টোকেন বিক্রি করবে। কারণ ওই এড্রেসটি টোকেন একযোগে বিক্রি করলে টোকেনের মূল্য সেই ডাম্প পাবে। আর সকলে বিক্রি করা শুরু করলেটোকেনের মূল্য কই যাবে, সবার আশা করি ধারণা আছে।  Wink




হাহা, এটা ছিল মার্কেটের অবস্থা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 23, 2023, 02:25:52 AM
~~
হয়তো আপনি আপনার র‍্যাঙ্ক আপডেট করা থেকে সামান্য দূরে আছেন। আপনাকে +২ মেরিট প্রদান করলাম কেননা মাত্র দুটো মেরিট ছিল আপনাকে দেওয়ার মতো। @Learn Bitcoin ভাইয়ের মত আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করুন সেই প্রত্যাশা রইল।
তাছাড়া @NicNacCoin ভাইয়ের মত আমিও আপনাকে জানাতে চাই, ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রতিদিন পোস্ট করতে ভুলবেন না। কারণ বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আপনাকে অনেক প্রয়োজন।
sr. member
Activity: 1386
Merit: 451
April 23, 2023, 12:53:42 AM
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@NicNacCoin
@tjtonmoy
@Review Master
@Rana590
@LDL
@Popkon6
@Negotiation



@NicNacCoin - অসংখ্য ধন্যবাদ!
@Popkon6 - অনেক অনেক ধন্যবাদ!
@development327 -  অনেক ধন্যবাদ !
@Suzume - আপনাকে অসংখ্য ধন্যবাদ!
@Learn Bitcoin - অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন!
@Rana590 - ধন্যবাদ।
@Ripmix001 - ধন্যবাদ!
@Halab - আপনাকে অনেক ধন্যবাদ!
@Mr.corol - অসংখ্য ধন্যবাদ !

চেষ্টা করলে মানুষ সবকিছুই করতে সক্ষম হয়। ফোরামের মেরিটের জন্য যারা পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হতে পারে না অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করে উচ্চ ব্যাংকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেব। এছাড়াও যারা ছোট থেকে তিলে তিলে গড়ে ওঠা শুরু করেছে আমি তাদেরকেও বলছি আপনারা সকলেই এখানে ভালো ইনফরমেটিভ পোস্ট করুন তবেই আপনারা এখানে মেরিট উপার্জন করতে পারবেন।

@Learn Bitcoin
আপনাকে কংগ্রাচুলেশন আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আপনি আমাদের মাঝে যেভাবে ছিলেন এভাবেই যেন পরবর্তী সময় কাটাতে পারি। আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি তাহলে কমিউনিটিকে আমরা ভালো একটি পজিশনে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।

@Bitcoin_people
আমি আশা করি আপনি খুব তাড়াতাড়ি ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন। আপনি এখানে ভাল ইনফরমেটিভ পোস্ট করা চালিয়ে যান। আপনাকেও বলি ভালো একটি পজিশন তৈরি করার পর কমিউনিটিকে ছেড়ে দেবেন না। এখন যেভাবে ধরে রাখছেন পরবর্তী দিনেও যেন এভাবে থাকতে পারেন এই আশায় আপনাদের কাছে আমি সবসময় করি।

ঈদ মোবারক
কর্মব্যস্ততায় এবং ঈদের আনন্দে আমি ঈদের দিন আমার পক্ষ থেকে কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি। তাই আমি আজকে সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। আপনাদের সকলের হৃদয় জুড়ে ঈদের আনন্দ উপভোগ করুন। কেউ যেন অস্বাভাবিক চলাফেরায় কোন বিপদে না পড়েন। যারা বাইকার তাদেরকেও বলছি আপনারা সাবধানে বাইক ড্রাইভ করবেন। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
newbie
Activity: 11
Merit: 1
April 22, 2023, 11:05:23 PM
আজকে ঈদের পরদিন, ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় করতে পারিনি।ঈদ মোবারক।
হাজার কর্ম ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠেনা এই ফোরামের সময় দেওয়ার মতো। একটি বেসরকারি ফার্মে চাকরি করার সুবাদে এখানে খুব একটা বেশি সময় দিতে পারি না। যাহোক আজকে আমাদের বাংলাদেশ লোকালে একটি পোস্ট লিখেই ফেললাম। ছোট ইউজার হওয়ায় তেমন কোন ইনফরমেশন শেয়ার করতে পারি না। তবে আজ থেকে বাংলাদেশ লোকালে আমার হাতে খড়ি শুরু হলো। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি এখানে নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করব। যদিও আমি যে ফার্মে কাজ করি সেখানে দিনের বেলায় মোবাইল ফোন আলাও না, সারাদিনের কর্মব্যস্ততার মাঝে রাতের বেলা ফোরামের সময় দেওয়ার মন-মানসিকতা থাকে না।
কিন্তু কি করবো ভাই, বাংলাদেশ বলে কথা, সামান্য যে কয় টাকা বেতন পাই তাতে করে পরিবারের সাপোর্ট দিতে খুবই হিমশিম খেতে হচ্ছে। ঈদের একটা দিন আশেপাশে অনেক ফ্যামিলিতে গরুর মাংস রান্না হচ্ছে অথচ যে বেতন পেয়েছিলাম সেই বেতন দ্বারা গরুর মাংসের ব্যবস্থা করতে পারিনি। যে কয় টাকা বেতন পেয়েছিলাম তাতে ফ্যামিলির কিছু কেনাকাটা করতেই সব টাকা উধাও হয়ে গেল। আজকে ফ্যামিলির জন্য একটু মাংসের ব্যবস্থা করতে অন্যের কাছে টাকা ধার করতে হয়েছে। তাই এই ফোরাম একটু সময় দিতে চাচ্ছি। আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে এই ফোরামের একটি একাউন্ট খুলে দিয়ে এই ফোরাম থেকে উপার্জনের কিছু পরামর্শ দিয়েছেন। কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় এভাবে সময় দিয়ে হয়ে ওঠে না।
যেহেতু এখানে অনেক সুনামধন্য বড় বড় ইউজার রয়েছে তাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি এখানে থেকে বড় কিছু হতে পারব বলে আশা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য সহযোগিতা পেতে পারি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 22, 2023, 09:46:21 PM
Eid Mubarak to My Dear Bengali Community


Assalamu alaikum Brothers!
As we approach the end of the holy month of Ramadan I would like to take this opportunity to wish all my fellow Muslim members a joyous Eid ul Fitr.

Eid ul Fitr is the festival of breaking the fast and marks the end of the month-long fasting period. It is a time of celebration, forgiveness, and gratitude for the blessings of Allah. It is also a time for charity, as Muslims are encouraged to give to those in need.

As we celebrate this joyous occasion, let us remember the lessons of Ramadan and continue to strive for self-improvement, kindness, and compassion. Let us also remember those who are less fortunate and do our part in making the world a better place.

To all my fellow Muslims on Bangladesh Family, Eid Mubarak! May Allah bless you and your loved ones with health, happiness, and prosperity.
@ Unknown Op Thanks you Brother.
Thank you very much for coming to our Bengali community to wish Eid. Also lots of love and prayers to your family and happy Eid.

First of all sorry for changing local board but In this joy of Eid, I cannot forget my Bangladeshi Muslim brothers. Wish You all happy Eid. I pray to Allah Almighty that Allah Almighty accept  your fasts, Zakat and bring happiness in your life.

ঈদের এই আনন্দময় উপলক্ষ্যে আল্লাহ আপনাকে এবং আপনার প্রিয়জনদের শান্তি, সমৃদ্ধি এবং সুখের সাথে আশীর্বাদ করুন. আল্লাহর আশীর্বাদ আপনার ঘর ও হৃদয়কে আনন্দে পূর্ণ করুক এবং সাফল্যের নতুন সুযোগ উন্মুক্ত করুক. আল্লাহ আপনার নেক আমল কবুল করুন, আপনার গুনাহ মাফ করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুন।
@ItsCrafty Thanks you Brother.
Lots of love and Eid wishes to all the Muslims of Pakistan Board on this special day of Muslims. Prayers and blessings for all the brothers of Pakistan Board so that we all lead a happy and peaceful life on this joyous occasion of Eid.
EID MUBARAK 🖤
full member
Activity: 826
Merit: 135
Tontogether | Save Smart & Win Big
April 22, 2023, 06:24:07 AM
First of all sorry for changing local board but In this joy of Eid, I cannot forget my Bangladeshi Muslim brothers. Wish You all happy Eid. I pray to Allah Almighty that Allah Almighty accept  your fasts, Zakat and bring happiness in your life.

ঈদের এই আনন্দময় উপলক্ষ্যে আল্লাহ আপনাকে এবং আপনার প্রিয়জনদের শান্তি, সমৃদ্ধি এবং সুখের সাথে আশীর্বাদ করুন. আল্লাহর আশীর্বাদ আপনার ঘর ও হৃদয়কে আনন্দে পূর্ণ করুক এবং সাফল্যের নতুন সুযোগ উন্মুক্ত করুক. আল্লাহ আপনার নেক আমল কবুল করুন, আপনার গুনাহ মাফ করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুন।
sr. member
Activity: 560
Merit: 365
Pakistan Local Board Request
April 22, 2023, 12:03:47 AM
Eid Mubarak to My Dear Bengali Community


Assalamu alaikum Brothers!
As we approach the end of the holy month of Ramadan I would like to take this opportunity to wish all my fellow Muslim members a joyous Eid ul Fitr.

Eid ul Fitr is the festival of breaking the fast and marks the end of the month-long fasting period. It is a time of celebration, forgiveness, and gratitude for the blessings of Allah. It is also a time for charity, as Muslims are encouraged to give to those in need.

As we celebrate this joyous occasion, let us remember the lessons of Ramadan and continue to strive for self-improvement, kindness, and compassion. Let us also remember those who are less fortunate and do our part in making the world a better place.

To all my fellow Muslims on Bangladesh Family, Eid Mubarak! May Allah bless you and your loved ones with health, happiness, and prosperity.
jr. member
Activity: 68
Merit: 3
April 21, 2023, 07:39:25 PM
আমাদের বাংলা লোকাল বোর্ডের সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন
। সকলের এই ঈদ কাটুক আনন্দময় ও সুখময় হয়ে তাদের পরিবারের সাথে।




sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 21, 2023, 02:02:54 PM
আমাদের বাংলা লোকাল বোর্ডের সকল মুসলমান ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে অন্নন্য ধর্মের ভাইদের প্রতি অসংখ্য ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা। (ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক, 🥰🌙)
আজকে সারাদিন পরিবারের সদস্যদের বাকি থাকা কেনাকাটা গুলো সম্পন্ন করতে করতে কখন ইফতারের সময় হয়ে গেছে নিজেও জানিনা। সারাদিন আরো অনেক কাজের চাপের মধ্যে ছিলাম যার কারণে ফোরামে সময় দিতে পারিনি ও সকলকে ঈদের শুভেচ্ছা আগে জানাতে পারিনি তাই এখন জানাচ্ছি।
আজকের রাত্রি পোহালেই আমরা সকলেই মিলে একসাথে ঈদের মাঠে গিয়ে নামাজ আদায় করব এযেন একধরনের প্রবল শান্তি।
দীর্ঘ একমাস রোজা রাখার পর যখন ঈদের নামাজে সকলের সাথে শরিক হব তখন সত্যিই এটা অনেক আনন্দের একটি মুহূর্ত। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে যারা চাকরিজীবী এবং বিভিন্ন ব্যবসায়ীরা সারা বছর তাদের সকল কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ঈদের সময় সকলেরই তাদের পরিবারের সঙ্গে ঈদের উৎসব পালন করার জন্য ছুটে আসে আপনজনদের কাছে। ঠিক তখন মনের ভিতর অনেক আনন্দে মেতে ওঠে সকলে মিলে একসাথে ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়া এর মত আনন্দ বোধ হয় আর হয় না। ঈদের আনন্দ সকলের মাঝে মেতে ওঠে তখন ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে সকলে মিলে একসঙ্গে ঈদ উৎসব পালন করা হয় এটাই হচ্ছে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় একটি আনন্দের মুহূর্ত।
আবারও সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

newbie
Activity: 111
Merit: 0
April 21, 2023, 11:04:37 AM
🕌দেশ বিদেশের,,, সকল ধর্মপ্রাণ,, মুসলিম ভাই, বোনদের কে জানাই,,,,, পবিত্র ঈদুল ফিতরের,,,শুভেচ্ছা
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম। ♥️
ঈদ মোবারক 🌙🌙❣️
https://i.imgur.com/GcWkpEp.jpg
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
April 21, 2023, 10:12:27 AM

Source some elements from "canva pro" license.

বাংলা টপিক এর ক্রেটোর @BitCoinDream এবং অন্যান্য সকল বাংলা ভাষাভাষী মেম্বারকে পবিত্র ঈদের শুভেচ্ছা।

বিদ্রঃ যাদের নাম ইমেজ এ এ্যাড করতে পারিনি তাদের কাছে  আমি ক্ষমা প্রার্থী, কারন আরো নাম এ্যাড করতে গেলে ইমেজ এর মুল অংশ নস্ট হয়ে যাচ্ছে।
member
Activity: 168
Merit: 58
April 21, 2023, 08:37:20 AM


বাংলাদেশ লোকাল কমিউনিটি সকল ভাইদেরকে জানাই ঈদ মোবারক। পবিত্র মাহে রমজান মাস শেষ হয়ে গেল,আমরা অনকেই আছি হয়তো ৩০ টি সাওম পালন করতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সকল কে মাপ করে দেন। আজ শাওয়াল মাসের দিবাগত রাত্রি, রাত ফুরোলেই চারিদিকে হৈ হল্লা শুরু হয়ে যাবে ঈদের আনন্দে। বাংলাদেশ লোকাল কমিউনিটির সকল ভাইয়েরা যেন পরিবার-পরিজন নিয়ে হাসিখুশি থেকে ঈদ উদযাপন করতে পারেন।
Eid mubarak.....
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 21, 2023, 08:12:31 AM


ঈদ মোবারক ।
ঈদ মোবারক ।।
ঈদ মোবারক ।।।
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটির পক্ষ থেকে জানাই প্রাণঢালা ঈদুল শুভেচ্ছা। দীর্ঘ একমাস সিয়াম সাধনা করার পর কালকে উদযাপন করতে যাচ্ছি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বাংলা কমিউনিটির প্রত্যেকটি সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দময় করে কাটাক কালকের পবিত্র ঈদ।
newbie
Activity: 7
Merit: 7
April 21, 2023, 12:51:16 AM
Delet
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 20, 2023, 11:33:36 PM

পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

হা হা, পুরাতন Memecoin এর সুবর্ণ সময় ফেরত এসেছে। কালকেই ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু রিস্ক নেই নাই। নইলে হয়তো এখন ২গুণ লাভে থাকতাম। আর বর্তমানে ইথিরিয়ামের gwei মূল্য কিংবা গ্যাস মূল্য বৃদ্ধির কারণ কিছুটা এই memecoin টি।

অনেকে তো এটিতে তিনদিন আগে $১০০০ বিনিয়োগ করে $১,০০০,০০০ কিংবা মিলিয়নিয়ার হয়ে গিয়েছে।  Grin

কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink
PEPE মিমি টোকেনটি নিয়ে এই পোস্টটা আমি পড়ে রেখেছিলাম আজ হঠাৎ একটি নিউজ সাইটে ঢুকে কতগুলো নিউজ পড়তে পড়তে এই টোকেন সম্পর্কে একটি নিউজ দেখতে পেলাম। নিউজটি বিস্তারিতভাবে একাধিক বার পড়েছি কিন্তু তেমন কিছু বুঝতে পারিনি। তবে যারা এই টোকেন হোল্ড করে রেখে দিয়েছেন তাদের জন্য পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
PEPE টোকেনের মালিক ইতোমধ্যেই একটি জায়ান্ট হোল্ডিং এড্রেসকে ব্ল্যাকলিস্টেড করতে বাধ্য হয়েছে। জানিনা কি কারনে এত বড় অ্যামাউন্ট এর একটি ব্যক্তিগত এড্রেসকে যেখানে $850000 সমমূল্যের  PEPE টোকেন ছিল সেই এড্রেসটি কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং একমাত্র মালিক পক্ষ বাদে ঐ এড্রেসের টোকেন কেউ কিছু করতে পারবে না। তাছাড়া ওই টোকেন দিয়ে ওই ব্যক্তিও কিছু করতে পারবে না। 7500 গুণ বৃদ্ধি পাওয়ায় সম্ভবত ওই ব্যক্তির কপাল পুড়েছে, ওই ব্যক্তি মাত্র ২৭ ডলার দিয়ে টোকেন কিনে হোল্ড করে রেখেছিল কিন্তু দাম বৃদ্ধি পাওয়ায় তা বর্তমানে $850000 ডলারে উন্নীত হয়েছে।
আমার বাংলাদেশী ভাইয়েরা যদি এরকম হোল্ডিং করে থাকো তাহলে নিচের লিংকে করে ভালোভাবে পড়ে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করো। তা না হলে যারা হোল্ড করে রেখে দিয়েছে তাদের টোকেনের ক্ষতি হলেও হতে পারে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন: https://cryptonews.net/news/security/20850748/
newbie
Activity: 120
Merit: 0
April 20, 2023, 05:40:42 PM
আসলে এখানে যারা আসে তাদের অ্যাকাউন্টটাকে পরিপূর্ণ করার জন্য এবং ভালো লেখক হয়ে ওঠার জন্য। সকলের মত আমারও এরকম ইচ্ছা আমার একটি ভালো অ্যাকাউন্ট হবে আসলে কোন ধরনের অভিজ্ঞতা না থাকায় আমি এখানে ভালো কিছু লিখতে পারিনা এর কারণে আমি এখানে লেখালেখি করি আমি সকলের লেখাগুলো একে একে পড়ার চেষ্টা করতেছি এবং সেখান থেকে কিছু শেখার চেষ্টা করতেছি দেখি আমার চেষ্টায় আমি কতদূর এগিয়ে যেতে পারি আমার চেষ্টা আর আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে ইনশাআল্লাহ আমার অ্যাকাউন্টেও একদিন অনেক বড় হবে হয়তো একদিন আমিও আপনাদের মত একজন ভালো লেখক হতে পারব সবাই একটু সাপোর্ট করবেন এটাই আশা সকলের কাছ থেকে
Jump to: