Author

Topic: বাংলা (Bengali) - page 245. (Read 5722732 times)

newbie
Activity: 207
Merit: 0
April 20, 2023, 01:06:48 PM
আলহামদুলিল্লাহ আগামীকাল সৌদি আরবে ঈদ এবং আমাদের প্রিয় বাংলাদেশে 22শে এপ্রিল শনিবার পবিত্র রমজান মাসে ঈদুল ফিতর।  🥰🥰
jr. member
Activity: 48
Merit: 7
April 20, 2023, 11:43:02 AM
সৌদি আরবে চাঁদ দেখা গেছে( সুত্র)শনিবার আমাদের দেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে । আমাদের সবচেয়ে বড় উৎসব দুই ঈদ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ফোরামের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা -
ঈদ মোবারক 🌙
Eid Mubarak
off topic নিয়ে পোস্ট উচিত নয় তাও করলাম
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 20, 2023, 07:44:28 AM
বাংলা কমিউনিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ! কাউকে আলাদা করে করে কোট করলাম না আপাতত! আমি একটু ঘুমিয়েছিলাম! ঘুম থেকে উঠেই দেখি লিটল মাউস ভাই রেইড চালিয়েছে আর সবাই আমাকে মেনশন করেছেন। কিভাবে সবাইকে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। তবে সবাইকেই আন্তরিক ধন্যবাদ। যারা অভিনন্দন জানিয়েছেন, যারা মেরিট দিয়েছেন, যারা সাহস দিয়েছেন, যারা পজেটিভ ধারণা দিয়েছেন, যারা হেলদি ক্রিটিসিজম করেছেন, সবাইকেই আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লিটল মাউজ ভাইকে। একটা ফোরামে, যেখানে কেউ কাউকে চিনি না জানি না, কারো সত্যিকারের নাম ও জানি না, সেখানে এভাবে কেউ কাউকে এতো টা হেল্প করে, এটা সত্তিই যেনো একটা প্রাউড ফিল করার মতো ব্যাপার।

যাই হোক, কাউকেই এখন মেরিট দিচ্ছি না। কারণ এটা অনেক টা সেলফিস টাইপের হবে। আমাকে কেউ কংগ্রাচুলেশনস করেছে তাই তাকে মেরিট দিবো, আর ভালো পোস্ট পরে থাকবে, সেটা না হওয়াই ভালো। আর হাতে খুব অল্প sMerit আর এগুলা ভালো পোস্ট এ খরচ করতে চাই।

আবারো সবাইকে অসংখ্য ধন্যবাদ!  
jr. member
Activity: 48
Merit: 7
April 20, 2023, 07:20:05 AM
আপনি কুইজটি তৈরি করেছেন এটা সত্যি অনেক ভালো হয়েছে কিন্তু আমি যখন এই কুইজটি খেলতে যাই তখন একটি সমস্যার সম্মুখীন হই। আমি চেষ্টা করে দেখলাম কয়েকটি ধাপ যাওয়ার পর তার পরের প্রশ্নগুলো আর আসলো না। আসলে আমি বুঝতে পারছি না এটা মূলত কিসের কারণে হয়েছে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে কি? না এটা আপনার কুইজ এর ওখানে থেকে কোন সমস্যা হয়েছেHuh

আমি আপনার কুইজটিতে এই পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু পরবর্তীতে আর কোন প্রশ্ন ডিসপ্লে হয়নি।

আপনি লক্ষ্য করে দেখুন আপনার ফোন থেকে এরকম কোন অপশন আসে কিনা আমার ফোন থেকে এরকম হয়েছে পরবর্তী অপশন আর আসে না। আপনি ভালোভাবে চেক করে দেখুন কুইজ টি সম্পূর্ণ সঠিক কাজ করছে কিনা সমস্যা হয়েছে। ধন্যবাদ

জি ভাই কুইজ টিতে সমস্যা হয়েছিল। বিষয়টা অটোমেটিকলি ঘটেছিল আমি কোন এডিট করেছিলাম না। এখন বিষয়টা ঠিক করা হয়েছে। ধন্যবাদ ভাই মূল্যবান বিষয়টি আমাকে জানানোর জন্য।


ফুল মেম্বারে পদোন্নতি করার জন্য অভিনন্দন ভাই @ Learn Bitcoin আপনাকে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আরো এগিয়ে যান আপনি।
Congratulations 🎉
To rank up yourself as a Full Member
@ Learn Bitcoin
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 20, 2023, 06:31:18 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 20, 2023, 06:21:31 AM


Congratulations
@ Learn Bitcoin
আপনি আজকে নিজেকে ফোরামে একজন ফুল মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এজন্য আপনাকে বিটকয়েন ফোরাম এর পক্ষ থেকে বিশেষ করে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটি এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে আপনাদের মত স্বনামধন্য ও একটিভ ইউজারদের খুবই প্রয়োজন। আমরা যদি বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ কমিউনিটিকে আলাদাভাবে স্বীকৃতি পেতে চাই তাহলে উচ্চ রেঙ্কের ইউজারদের সাপোর্ট খুবই প্রয়োজন।

 
member
Activity: 168
Merit: 58
April 20, 2023, 05:55:13 AM


অভিনন্দন''''''অভিনন্দন''''''''অভিনন্দন 
@Learn Bitcoin ভাই অলরেডি  ফুল মেম্বার পদোন্নতি হয়েছেন। অনেকটাই ভালো লাগে যখন আমাদের বাংলা বোর্ডের কোন ভাই এর রেংক আপ হয়। আপনাদের কারণে আমাদের বাংলা থ্রেড সুনাম বয়ে আনবে।
দোয়া করি ভাই আপনি আরো বড় হন এরপর সিনিয়র মেম্বার, তারপর, হিরো, সর্বশেষ লেজেন্ডারি মেম্বারে পদোন্নতি হন। আপনি যেভাবে এগোচ্ছেন খুব শীঘ্রই এরপরের রেংক আপ করে হয়ে যাবেন। আমাদের বাংলা থ্রেডে সময় দিবেন, ভালোভালো অজানা ইনফর্মেশন আমাদের মাঝে শেয়ার করবেন।

jr. member
Activity: 122
Merit: 2
April 20, 2023, 04:42:24 AM
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন।
আমার কাছে দেওয়ার মতো ১টি ম্যারিট আছে। আপনাকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগল।  দোয়া করি আপনি খুব তারাতাড়ি Full member rank এ উঠে যাবেন এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির আরো সুনাম বয়ে আনতে পারেন   Cool




বাংলাদেশ বোর্ড থেকে Learn Bitcoin আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি ভাই আরো এগিয়ে যান এবং সবসময় এইভাবেই আমাদের সাথে থাকুন এবং আমাদের সাহায্য করুন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 20, 2023, 03:38:46 AM
প্রিয় ব্যবহারকারীরা আমি এখানে আমার পদমর্যাদা উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমি কোনো সফলতা পাচ্ছি না। তাই আপনার অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার পদমর্যাদার উন্নতি করতে পারি।
পদমর্যাদা উন্নত করার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রতিনিয়ত আপনি ফোরামে একটিভ থেকে বিটকয়েনের ফোরামের কতগুলো ধারাবাহিক নিয়ম আছে যেগুলা অনুসরণ করে আপনি আপনার জানা ও অজানায় ইনফরমেশনগুলো সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন।
একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যা জানেন তাই শেয়ার করবেন, অন্যের ইনফরমেশন কখনো নিজের করে চালিয়ে দেবেন না।
আপনি বাংলা কমিউনিটিতে সর্বদা একটিভ থাকার চেষ্টা করুন এবং বাংলা বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডেকে আপনি সর্বদা আলোকিত করুন দেখবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনি ফোরামে একদিন অনেক বড় রেঙ্ক পেয়ে যাবেন।
আপনি বাংলা কমিউনিটির কয়েকজন ধৈর্যশীল মেম্বারকে ফলো করতে পারেন এবং তাদের পরামর্শ মেনে চলতে পারেন।
@Little Mouse
@shasan
@Review Master
@Crypto Library
এরা বাংলা কমিউনিটির পুরাতন ইউজার, এদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 20, 2023, 02:44:27 AM
member
Activity: 168
Merit: 65
April 20, 2023, 02:31:56 AM
প্রিয় ব্যবহারকারীরা আমি এখানে আমার পদমর্যাদা উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আমি কোনো সফলতা পাচ্ছি না। তাই আপনার অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার পদমর্যাদার উন্নতি করতে পারি।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 20, 2023, 02:11:51 AM
~


ভাই আমি ছোট ইউজার কিন্তু হয়তোবা এই দিনটি আমার ও আসবে আমার কাছে ১ টি merit(s) রয়েছে আমি এটি আপনাকে দিয়ে দিচ্ছি ।। ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আসা করছি আপনি খুব শীগ্রই আপনার পদ উন্নতি করবেন ।। আর আপনার ছোট হিসাবে দুআ করবেন ।। ধন্যবাদ ভাই ।। আশা করি খুব শীগ্রই আপনি full member হয়ে যাবেন ।। আপনাকে অগ্রিম অভিনন্দন full member Rank এর জন্য ।।
newbie
Activity: 23
Merit: 10
April 20, 2023, 01:59:35 AM
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভাই। খুব তাড়াতাড়ি আপনি পরবর্তী র‍্যাঙ্ক উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ।
আপনাকে দেখে আমাদের শেখা উচিত কিভাবে পরিশ্রম করতে হয়। আর  দ্রুত  সফলতা পাওয়া যায় ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 20, 2023, 01:06:29 AM

@LDL

আন্তরিক ভাবে দুঃখিত যে এই মুহূর্তে আমার কোন এসমেরিট(sMerit) নেই। আমার কাছে যা ছিল আমি আমার কমিউনিটি মেম্বারদের মাঝে প্রদান করে দিয়েছি। তবে এই মুহূর্তে আপনাকে কিছু সাহায্য করতে পারলে ভালো হতো। তবে আপনারা দুজনেই খুব শীঘ্রই ফুল মেম্বার হয়ে যাবেন। আমি যদি মেরিট অর্জন করি তাহলে আমি আপনাদের দুজনকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের ফুল মেম্বার হওয়ার অপেক্ষায় রইলাম।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 20, 2023, 12:58:47 AM
আমার কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পরবর্তী রাঙ্কে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দেন। এই মুহূর্তে আমার কমিউনিটির একজন সদস্য @Learn Bitcoin এবং আমি @Bitcoin_people কিছু সংখ্যক মেরিটের জন্য পরবর্তী রেংকে উত্তীর্ণ হতে পারছি না। আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি এই কমিউনিটি থেকে যদি আমরা ভালো একটি পদমর্যাদায় পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের এই কমিউনিটির অনেক সুনাম হবে। আমরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছি আমাদের এই কমিউনিটিকে ভালো একটি পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের সাহায্যের আশায় রইলাম আশা করি আমি আপনাদের সাহায্য পাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@NicNacCoin
@tjtonmoy
@Review Master
@Rana590
@LDL
@Popkon6
@Negotiation



@NicNacCoin - অসংখ্য ধন্যবাদ!
@Popkon6 - অনেক অনেক ধন্যবাদ!
@LDL - অনেক অনেক ধন্যবাদ!
@development327 -  অনেক ধন্যবাদ !
@Suzume - আপনাকে অসংখ্য ধন্যবাদ!
@Learn Bitcoin - অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন!
@Rana590 - ধন্যবাদ।
@Ripmix001 - ধন্যবাদ!
@Halab - আপনাকে অনেক ধন্যবাদ!
@Mr.corol - অসংখ্য ধন্যবাদ !

sr. member
Activity: 1386
Merit: 451
April 20, 2023, 12:22:00 AM
কার পাসওয়ার্ড কতটা শক্তিশালী মিলিয়ে নিন
কিন্তু আপনার ও আমার পাসওয়ার্ড কতটা শক্তিশালী সেটা কেউ ভেবে দেখছেন কি?



এটি একটি অতি গুরুত্বপূর্ণ পোস্ট, কেননা হ্যাকাররা সব সময় তাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো সময় যে কেউ হ্যাকারের কবলে করতে পারে। শুধুমাত্র বিটকয়েন একাউন্ট ও ক্রিপটো কারেন্সি ওয়ালেটের একাউন্টের পাসওয়ার্ড শক্তিশালী করতে হবে এমনটি নয়। আপনার পিসি অথবা আপনার বাড়ির সার্ভারের পাসওয়ার্ডগুলো শক্তিশালী করে রাখতে হবে। কিছুদিন আগে @julerz12 একটি সিগনেচার ক্যাম্পেইনের ইসক্রো(Escrow) ডলারগুলো তার ব্যক্তিগত ওয়ালেট খুব সম্ভবত ইলেকট্রাম(Electrum) ওয়ালেট । হ্যাকার তার বাড়ির পিসি লাইনের সার্ভার হ্যাক করে তার স্ক্রো করা ডলারগুলো হ্যাক করে নিয়ে যায়। এই বিষয়টা নিয়ে তার রিপিটেশনে ব্যাপক ক্ষতি হয়েছিল।
যা হোক আমরা যারা ব্যক্তিগত একাউন্টের পাসওয়ার্ড দেব তারা খুব বুঝে চিনতে একটু লম্বা করার চেষ্টা করব এবং পাসওয়ার্ড এর ভিতরে ছোট হাতের বড় হাতের অক্ষর ও নাম্বার মিলিয়ে সিকিউরিটির দিক থেকে একটু শক্তিশালী করার চেষ্টা করব।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
April 19, 2023, 11:11:16 PM
হংকং এর একটি আদালত অন্যন্য সম্পত্তি এর মতো ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল সম্পত্তি হিসাবে আক্ষায়িত করেছে, আমার মনে হয়না যে এটি ভুল কোনো নিউজ আর এটি যদি সত্যই হয়ে থাকে তাহলে আগামি দিনে বাংলাদেশ হয়তো বৈধতা দিয়ে দিতে পারে , যা আমাদের সবার জন্যেই অনেক শুবিধা হবে, প্রতিটা দেশ এভাবে যদি বৈধতা দিতে থাকে তাহলে বাংলাদেশ ও একসময় বাধ্য হবে ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিতে, যদিও কারিগরি কিছু বিষয় থাকে যা ডেভোলোপ করতে কিছুটা সময় লাগবে, তবে আশার কথা এই যে বিভিন্ন্য ভাবে এখন বাংলাদেশের সেমিনার গুলোতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাপ আলোচনা হোচ্ছে, এগুলাই হয়তো বৈধতা হবার জন্য গুরুত্তপুর্ন ভুমিকা পালন করবে।

সোর্স নিউজ লিংকঃ Hong Kong court rules cryptocurrencies as property

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 19, 2023, 01:49:13 PM
কোনো কিছু সম্পর্কে গবেষণা করতে হলে কি করণীয় Huh

সবচেয়ে ভালো হয়, আপনি CMC কিংবা CG এর বিভিন্ন এনাটিক্যাল ব্লগপোষ্টগুলো পড়েন, কেননা সেগুলোতে মাঝেমধ্যে বিভিন্ন উপকারী টুইল কিংবা ওয়েবসাইটের লিংক মেনশন করা যায়। আপনি যদি শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে, অন্যান্য সেরা ট্রেডারদের বিভিন্ন এনালাইসিসগুলো দেখেন এবং বুঝার চেষ্টা করেন যে, তারা কখন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেয়। এতে আপনি আরো ভালো শিখতে পারবেন।


পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

হা হা, পুরাতন Memecoin এর সুবর্ণ সময় ফেরত এসেছে। কালকেই ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু রিস্ক নেই নাই। নইলে হয়তো এখন ২গুণ লাভে থাকতাম। আর বর্তমানে ইথিরিয়ামের gwei মূল্য কিংবা গ্যাস মূল্য বৃদ্ধির কারণ কিছুটা এই memecoin টি।

অনেকে তো এটিতে তিনদিন আগে $১০০০ বিনিয়োগ করে $১,০০০,০০০ কিংবা মিলিয়নিয়ার হয়ে গিয়েছে।  Grin

কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink
jr. member
Activity: 68
Merit: 3
April 19, 2023, 01:23:18 PM
আলহামদুলিল্লাহ আমি 20 টার মধ্যে 14 টির অ্যানসার দিয়েছি।


আলহামদুলিল্লাহ আমি 20 টার মধ্যে 11 টির সঠিক আনসার দিয়েছি। খুব ভালো লাগলো কুইজ টি খেলে
[/quote]

ভাই আপনি কপি পোস্ট করা বন্ধ করুন আপনি কেন আমার কুইজ কপি করলেন আপনি হয়তো ফর্ম এর নিয়ম কানুন ভালো ভাবে জানেন না আপনি নিয়ম কানুন জানুন তার পর পোস্ট করা শুরু করুন আপনি প্রথম পেজে গিয়ে ভালো ভাবে নিয়ম গুলো দেখেন তার পরে পোস্ট করেন আসা করি বুঝতে পারছেন এর পরে এইরকম ভুল করবেন না এইরকম ভুলের কারনে আপনার আইডি ব্যান হতে পারে তাই বলছি এখনো সময় আছে সাবধান।
[/quote]




আসলেই আপনার পোস্টটি দেখে দেখে টাইপ করেছিলাম কিন্তু কপি পেস্ট করিনি আর আমার কুইজের যে আনসার এর রেজাল্ট তার প্রুভ দিলাম নিচে। কিন্তু আপনার পোস্টের অনুরূপ পোস্ট হওয়ার কারণে আমি দুঃখিত।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 19, 2023, 01:02:37 PM
আমি আপাতত সুস্থ আছি। আজকে থেকে আবার পোষ্ট করা শুরু করবো। নতুন কিছু পোষ্ট করবো আশা করি। ফুল মেম্বার হওয়ার খুব কাছ এসে অসুস্থ হয়ে গিয়েছি।
আপনি যে গতিতে চলতেছেন আমার মনে হয় না আপনার ফুল মেম্বার হওয়া নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ আছে। আমার মতে  ফুল মেম্বার তো অলরেডি হয়েই গিয়েছেন । আপনি যে এফোর্ড দিয়ে পোস্ট করেন আর একটা এরকম পোস্ট করলে হয়ত আপনি ফুল মেম্বার হয়ে যাবেন। আশা করছি  এর ধারাবাহিকতা বজায় থাকবে।  আর পাশাপাশি আশা করি অতি শীঘ্রই যেন পোটেনশিয়াল সিনিয়র মেম্বার এবং তারপর হিরো মেম্বার হয়ে যান।
আর সুস্থ হয়েছেন এটা জেনে খুশি হলাম লেগে পড়েন তাড়াতাড়ি আমাদের বাংলা থ্রেট আপনার পোস্টে আবার হরা ভরা হয়ে উঠুক Wink
Jump to: