কার পাসওয়ার্ড কতটা শক্তিশালী মিলিয়ে নিনআমি বিটকয়েন ফোরামের সবচেয়ে বৃহত্তর মেগাথ্রেড Wall Observer WO এর একজন নিয়মিত পাঠক। ওখানে বিটকয়েন সম্পর্কিত বিভিন্ন তথ্য ছাড়াও বিভিন্ন মজাদার ইনফরমেশন পাওয়া যায়। @fillippone ভদ্রলোকের একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগলো এবং আপনাদের সম্মুখে সেটা উপস্থাপন করার চেষ্টা করলাম।
আমরা প্রতিনিয়ত একাউন্ট করার সময় বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করি, কেউ শুধুমাত্র নাম্বার দিয়ে, কেউ নাম্বার(123456) ও লেটার দিয়ে(Abcde), কেউ আপার লেটার ও লোয়ার লেটার(AaBbCc) , কেউ আপার লেটার, লোয়ার লেটার ও নাম্বার দিয়ে(Tt1234), অথবা কেউ আপার লেটার লোয়ার লেটার নাম্বার ও সিম্বল(Tt1234৳) দিয়ে পাসওয়ার্ড জেনারেট করে থাকেন। কিন্তু আপনার ও আমার পাসওয়ার্ড কতটা শক্তিশালী সেটা কেউ ভেবে দেখছেন কি?
আমরা সাধারণত পাসওয়ার্ড দেওয়ার সময় ছোট আকারে পাসওয়ার্ড দিয়ে থাকি, কিন্তু একজন হ্যাকারের পক্ষে ছোট পাসওয়ার্ডগুলো হ্যাক করা কতটা সহজ তা ছবি থেকে মিলিয়ে নিবেন। আমি সাধারণত যে পাসওয়ার্ড ব্যবহার করেছি তা অতিশয় নরমাল এবং যেকোনো হ্যাকারের পক্ষে ২-৩ সেকেন্ডের ভিতরে হ্যাক করা সম্ভব।
তাই আমরা যারা অ্যাকাউন্ট ও পার্সোনাল ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে দেব তারা বুদ্ধি খাটিয়ে একটু বড় আকারের পাসওয়ার্ড দিয়ে দেব। বড় আকারের বিভিন্ন ক্যারেক্টার ও সিম্বল যুক্ত পাসওয়ার্ড গুলো হ্যাকারের পক্ষে হ্যাক করা অনেক কঠিন যা চিত্রতে বোঝা যাচ্ছে।
আপনারা যারা ছোট আকারে পাসওয়ার্ড দিয়ে থাকেন তারা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। তা না হলে যে কোন সময় হ্যাকারের কবলে পড়ে সর্বস্বান্ত হয়ে যেতে পারেন।
বিস্তারিত পড়তে ইচ্ছা থাকলে নিচের লিংকে গিয়ে পড়ে আসুন:
https://www.hivesystems.io/blog/are-your-passwords-in-the-greenপোস্টটি WO আছে:
https://bitcointalksearch.org/topic/m.62115356