Author

Topic: বাংলা (Bengali) - page 247. (Read 5722171 times)

jr. member
Activity: 68
Merit: 3
April 17, 2023, 01:19:14 PM
একটি কোয়েন কেনার জন্য কি কি দেখতে হয় আর ইভেন্ট বলতে কি বুঝায় অর্থাৎ কোন ইভেন্ট  গুলো ভালো আর  কোন ইভেন্ট গুলো খারাপ।  সিনিয়র ভাইদের মতামত আশা করছি। অগ্রিম ধন্যবাদ রইল
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 17, 2023, 12:05:27 PM
বিনান্স এক্সচেঞ্জ
আজকে সকালে আমি ডলার ট্রান্সফার করতে গিয়ে চমকে উঠেছিলাম। কারণ
সেন্টালাইজড বিনান্স এক্সচেঞ্জ এর ডিপোজিট এড্রেস ডলার পাঠাতে গিয়ে মনে হচ্ছিল ভুলগুলো এড্রেসে ডলার পাঠাচ্ছি। তাৎক্ষণিকভাবে আমি বিনান্সে গিয়ে দেখি এবং আমার এড্রেস অতীতের টা আর নেই। পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করে দেখতে পাই ডিপোজিট এড্রেস পরিবর্তন। এবং পরবর্তীতে আমি নতুন অ্যাড্রেসে ডলার পাঠাই এবং সঠিকভাবেই আমার ওয়ালেটে জমা হয়।

তাহলে পুরাতন অ্যাড্রেস এ ডলার পাঠালে কোথায় যাবে সেটাকে আমার ওয়ালেটে জমা হবে নাকি ভ্যানিশ হয়ে যাবে ?
এই ঘটনাটি আমার বিন্যান্স এর সাথে ঘটেনি আমার আগের যে এড্রেস ছিল সেই পুরাতন এড্রেস ওই রয়েছে। তবে হতে পারে আপনার এড্রেসটি পরিবর্তন তবে আপনি এত বিপ্রতিবোধ হবেন না। যেহেতু আপনার এড্রেস পরিবর্তন হয়েছে এবং নতুন অ্যাড্রেস সংযোগ করা হয়েছে সেই অ্যাডেসে ডলার পাঠালে আপনার বিনান্স একাউন্টে যোগ হচ্ছে এতে কোন সমস্যা হবে না। আর আপনি যদি আপনার আগের অ্যাড্রেসে ডলার পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন। আপনার পুরাতন অ্যাড্রেসে ডলার পাঠালে অবশ্যই আপনার বিনান্স একাউন্টে জমা হবে। কেননা আপনার যে পুরাতনের এড্রেসটি ছিল সেটি আপনার অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে নেই এবং ওই এড্রেসটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করেনি বরং ওইটা আপনার ওই অ্যাড্রেস রয়েছে। তাই আপনি চাইলে আপনার পুরাতন অ্যাড্রেসে ডলার পাঠাতে পারেন এতে কোন রিক্স থাকবেনা আপনার অর্থ হারানো আমি এটা মনে করি।

আমাদের বাংলাদেশর সরকার ও বয়স্ক, প্রেসিডেন্ট ও বয়স্ক হয়েছে তাই হয়তো তারাই ক্রিপ্টোকারেন্সির নিয়ে খুব একটা ধারণা নিচ্ছে না। বিশ্বের অনেক দেশেই কিপ্টকারেন্সি বৈধ করে দিয়েছে, নিউজ মাধ্যমে শোনা যায় (EL Salvador) দেশটি বিটকয়েনের প্রতি এত আগ্রহী হয়েছেন। তারা বিটকয়েন কে সরকারি মুদ্রা করেছেন, তারা বিটকয়েনের উপরের শেয়ার বন্ড চালু করেছেন। রাস্তাঘাটে চলতে টেক্সি বাড়াও বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করছে। সত্যিই অনেকটাই অবাক হয়েছি এ দেশটির বিটকয়েনের উপরে এত আগ্রহী হওয়ার জন্য। আস্তে আস্তে পুরো বিশ্বে জুড়ে একদিন বিটকয়েন কে বৈধ করা হবে বলে আমি মনে করি।
যদি আমাদের বাংলাদেশে কোন ইয়ং জেনারেশনের রাষ্ট্রপতি বা সরকার গঠিত হত। তারা খুব সহজেই বুঝতে পারতেন কিপ্টোকারেন্সি কি এবং খুব শীঘ্রই বাংলাদেশে বৈধ করে দিতেন। যেভাবে পুরো বিশ্বজুড়ে বিটকয়েনের ব্যবহার করতে শুরু করেছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করা হবে, এবং বৈধ করে দিতে পারেন।

আমাদের বাংলাদেশ সরকার চাইলেই ক্রিপ্কাটোরেন্সি বৈধতা দিতে পারেন কিন্তু এর মধ্যে অনেক সমস্যা হবে যার কারণে দেওয়া হয়নি। বিশেষ করে আমাদের দেশে যত রাজনৈতিক নেতারা রয়েছে এবং বিভিন্ন মন্ত্রী এমপি চেয়ারম্যান ইত্যাদি ছোটখাটো নেতা সকলেই সব সময় তাদের টাকার প্রতি লোভ বেশি। আর যদি বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশ এক মাসের মধ্যে একদম ধ্বংসের মুখে চলে যাবে কেননা আমাদের বাংলাদেশে দুর্নীতি সবচেয়ে বেশি হয়। তবে বাংলাদেশে বিটকয়েন বৈধতা দেওয়া নিয়ে অনেক আগে একটি নিউজ শোনা গিয়েছিল কিন্তু সেই নিউজে জানা গেছে বিটকয়েনের বৈধতা যদি বাংলাদেশে দেওয়া হয় তাহলে বিভিন্ন অবৈধ কাজে লোকেরা লিপ্ত হবে তাই বৈধতা দেওয়া হয়নি এবং এ বিষয়ে আর কখনো কথা বলেনি কেউ। আমাদের প্রতিবেশী দেশ ভারত বিটকয়েন বৈধতা দিয়েছিল কিন্তু তার কয়েকদিন পরে আবার সেটি অবৈধ করে দিয়েছিল কেননা বিটকয়েনে বৈধতা দেওয়ার পরই তারা বিভিন্ন দুর্নীতি এবং অবৈধ ভাবে অনেক খারাপ কাজ গুলোতে লিপ্ত হয়েছিল। কিন্তু আমেরিকার মধ্যপ্রাচ্যের দেশ El Salvador ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেওয়ার পর তাদের দেশে অনেক পরিবর্তন নিয়ে এসেছে বিশেষ করে তারা তাদের দেশকে উন্নতি করার লক্ষ্যে বিটকয়েন লেনদেন চালু করে তাও আবার কোন ফি ছাড়া একদম বিনামূল্যে। El Salvador সরকার তার পরিকল্পনা অনুযায়ী বিটকয়েন তাদের দেশে সকল ক্ষেত্রেই ব্যবহার করবে এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে তাদের লক্ষ্য এটাই। কিন্তু আমাদের বাংলাদেশে যদিও বিটকয়েন  বৈধতা দেওয়া হয় তাহলে সরকারের ট্যাক্স দিতে গিয়ে আমাদের আর কোন অর্থ থাকবে না। বিভিন্ন বড় বড় দেশে যেভাবে বিটকয়েনের লেনদেন করতে ট্যাক্স দিতে হয় এর তুলনায় আমাদের বাংলাদেশ যেভাবে দুর্নীতি চলে তাহলে নিজের যে অর্থ থাকবে তার চেয়ে অধিক পারসেন্ট TAX দিতে হবে। তাই আমার মনে হয় এরকম ধারণা মাথায় আনা ভুল যে আমাদের বাংলাদেশে বিটকয়েন অনুমোদন দিবে।  Grin
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 17, 2023, 09:48:22 AM
মানি লন্ডারিং সবসময় ছিল এবং থাকবে। এই যে বিভিন্ন ফ্র‍্যাঞ্জাইজি ক্রিকেট হয়, সেগুলোতে কি পরিমাণ মানি লন্ডারিং হওয়ার সম্ভাবনা আছে সেটা কি জানেন? সম্প্রতি শুনলাম মোস্তফা কামালের মেয়ে পাকিস্তানে টিম ক্রয় করবে। ঘটনার সত্যতা জানি না তবে এইটা মোস্তফা কামালের কালো টাকা সাদা করার প্ল্যান ছাড়া আর কিছুই নয়। এইসব কিছু কিন্তু টাকা দিয়েই হচ্ছে। খুব সহজেই আমাদের চোখে ধুলা দিচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি গুরুত্বপূর্ন টিম কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল ইতোমধ্যে ঘোষণা করেছে যে তার টিম সামনের বছরগুলোতে পাকিস্তান সুপার লিগে একটি ফ্রাঞ্চাইজি টিম নিতে চলেছে। তবে নাফিসা কামাল চাইলেই পাকিস্তান সুপার লিগে ফ্রাঞ্চাইজি নিতে পারবে না। বর্তমানে পাকিস্তান সুপার লিগে ছয়টি ফ্রাঞ্চাইজি টিম রয়েছে । সামনের বছরগুলোতে আরও দুটি ফ্রাঞ্চাইজি টিম যোগ করার সম্ভাবনা রয়েছে। যদি সামনের বছরগুলোতে নতুন টিম পাকিস্তান সুপার লিগে অন্তর্ভুক্ত করা হয় তাহলে নাফিসা কামাল ফ্রাঞ্চাইজি টিম নেওয়ার সম্ভাবনা থাকবে।
এখন মুদ্রা কথা হচ্ছে নাফিসা কামাল পাকিস্তান সুপার লিগে যদি টিম নেয় তাহলে দেশে টাকা সম্পূর্ণ বৈধ পন্থায় বিদেশ পাচার করবে এবং হাজার কোটি টাকা আত্মসাৎ এর পথ বেছে নেবে। এটা রাজনৈতিক মহলের হাত থাকবে এটা সমস্যা না। সমস্যা হবে আমিও আপনার মত ছোট ছোট ইউজাররা যদি সামান্য কিছু বিটকয়েন লেনদেন করে ধরা খাই তাহলে পরের দিন বড় করে পেপারে লেখা আসবে এক লক্ষ ডলার মানি লন্ডারিং করে (অমুক) পুলিশের হাতে ধরা খেয়েছে। সে সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ১০ টি সিম, পাঁচটি পেনড্রাইভ, ও কিছু বিটকয়েন সম্পর্কিত ম্যাগাজিন জব্দ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি।
যাহোক যেভাবে চলছে চলুক, বিটকয়েন বৈধতা পেলেই কি লাভ অথবা না পেলেই কি লাভ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 17, 2023, 05:49:04 AM
ধরে নিলাম টাইম মেশিনের সাহায্যে বাংলাদেশকে আরো অনেক বছর এগিয়ে নিয়ে গেলাম এবং বিটকয়েনের বৈধতা দিয়ে দিলাম। কিন্তু একটি বিষয় খেয়াল করুন কতিপয় কিছু সৎ মানুষ ছাড়া বাকি সকলেই টাকা আত্মসাৎ এর ক্ষেত্রে বিটকয়েনকে বেছে নেবে এবং বাংলাদেশকে পথের ফকির বানাতে তাদের একটা মাসও লাগবে না।
এইটা একটা মিথ। সরকার এইটা আমাদের সাধারণ মানুষের মাঝে প্রমোট করছে যে ক্রিপ্টোকারেন্সি দিয়ে মানি লন্ডারিং হবে। কিন্তু বাস্তবতাটা আসলে কি? বর্তমানে টাকা কিংবা ডলার দিয়ে কি মানি লন্ডারিং হয় না? কিংবা বিটকয়েন বনাম ফিয়াট কারেন্সির মানি লন্ডারিং এর একটা তুলনা করুন।
আপনি ফিয়াট মানি দিয়ে মানি লন্ডারিং করলে সেটা কেউ ট্রাকিং করার সিস্টেম আসলে নেই। পক্ষান্তরে, প্রাইভেসি কয়েন (প্রাইভেসি কয়েনও আসলে প্রাইভেট নয়) ছাড়া অন্যান্য কয়েন ট্রাকিং করা খুব কঠিন নয়। একটা দেশের সরকার যদি ভালো পরিমাণ টাকা পয়সা খরচ করে তাহলে ট্রাকিং করাও সহজ হবে। সবচেয়ে বড় কথা বাংলাদেশের মানুষকে ধরা খুবই সহজ হবে। তারা খুব সহজেই বিভিন্ন তথ্য এক্সপোজ করবে শুরুর দিকে।
মানি লন্ডারিং সবসময় ছিল এবং থাকবে। এই যে বিভিন্ন ফ্র‍্যাঞ্জাইজি ক্রিকেট হয়, সেগুলোতে কি পরিমাণ মানি লন্ডারিং হওয়ার সম্ভাবনা আছে সেটা কি জানেন? সম্প্রতি শুনলাম মোস্তফা কামালের মেয়ে পাকিস্তানে টিম ক্রয় করবে। ঘটনার সত্যতা জানি না তবে এইটা মোস্তফা কামালের কালো টাকা সাদা করার প্ল্যান ছাড়া আর কিছুই নয়। এইসব কিছু কিন্তু টাকা দিয়েই হচ্ছে। খুব সহজেই আমাদের চোখে ধুলা দিচ্ছে।
sr. member
Activity: 1008
Merit: 366
April 17, 2023, 04:12:32 AM
যদি আমাদের বাংলাদেশে কোন ইয়ং জেনারেশনের রাষ্ট্রপতি বা সরকার গঠিত হত। তারা খুব সহজেই বুঝতে পারতেন কিপ্টোকারেন্সি কি এবং খুব শীঘ্রই বাংলাদেশে বৈধ করে দিতেন। যেভাবে পুরো বিশ্বজুড়ে বিটকয়েনের ব্যবহার করতে শুরু করেছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করা হবে, এবং বৈধ করে দিতে পারেন।
আমিও আগে এইটাই ভাবতাম। ইয়ং জেনারেশনের কেউ ক্ষমতা পেলে হয়ত দেশ এ ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করা হবে। তবে এই ধারনা টা ভূল। এখন আসি কেনো এটি ভূল। আপনি কি জানেন কোনো কিছুর সঠিক ব্যাবহার নিশ্চিত করতে ঐক্য মতামত এর প্রয়োজন? আপনি কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। আমাদের মর্ডান জেনারেশন এর অনেকেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কি এই বিষয়ে কিছু জানেই না। নতুন জেনারেশনের হওয়ার ফলে হয়ত তারা বিষয়টিকে দ্রুত শিখে নিতে পারবে। তবে যারা বয়স্ক এবং আজীবন টাকা দ্বারা  লেনদেন করে এসেছে, তারা এটিকে কিভাবে নিবে?
আর বিটকয়েন স্টেবল কয়েন না। এতে রিস্ক জড়িত আছে। প্রাইস ওঠা নামার সাথে পন্যের দাম কম বাড়া হবে। যার ফলে নতুন কাউন্টিং পদ্ধতি বানাতে হবে। যে দেশ এ নুন আনতে পান্তা ফুরায়, সে দেশ এ বিটকয়েন?

.. once you list a draft of common sense idea's that benefit the publics wealth security.
pass it around to all the politicians to read and get to know
reference to other people in your country that politicians have been given such advice and idea

and if the people you speak to agree with it and it goes viral as a good idea. turn it into a petition for the government to push forward into uniting under the idea

but like i said get advice from those around you of whats best for your country that just makes sense and is obvious benefits to the majority

এই বিষয়ে আমি গ্লোবাল কমিউনিটি তে অনেকের সাথে কথা বলেছি। যার মধ্যে আমার কাছে franky1 এর এই কথাটি অনেক ভালো লেগেছে। আমি বাংলায় সারমর্ম টি বলছি। আপনার পাবলিক সাপোর্ট এর প্রয়োজন। কিছু আইডিয়া যা সকলের কাজে দিবে তা লোকজন দের মাঝে আলোচনার মাধ্যমে লোকজন দের এটি সম্পর্কে সকল ধারণা দিতে হবে (এ ক্ষেত্রে বিষয়টি বিটকয়েন)। এরপর সম্মিলিত প্রচেস্টায় সরকারের কাছে তা তুলে ধরতে হবে।
আমরা কয়জন মিলে কখনও এই দেশ এ এটি করতে পারব না। আর যে দেশ এ ক্রিপ্টো নিয়ে কথা বললে জেল এর ভাত খেতে হয়, সে দেশ এ আপনি এই আইডিয়া কিভাবে সকলের কাছে প্রকাশ করবেন? ফানি তাই না?

সরকার বদলে কিছু যায় আসে না ভাই। আমাদের বদলাইতে হবে।
member
Activity: 168
Merit: 58
April 16, 2023, 10:40:56 PM
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি বিটকয়েনের উপর ত্রিশ পার্সেন্ট কর আরোপ করতে পারে । তাহলে ভারতের ফলোয়ার হয়ে বাংলাদেশ কত পারসেন্ট কর(TAX) আরোপ করতে পারে সেটা আপনাদের অনুকূলে ছেড়ে দিলাম। আমরা কষ্ট করে বিটকয়েন অর্জন করব আর সরকারকে তার অর্ধেক দিয়ে দিতে হবে সেটা মেনে নেওয়া আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আপাতত বাংলাদেশে বিটকয়েনের বৈধতা না দেওয়াই ভালো।
বুঝতে পারছি ভাই আমাদের দেশে আরো অনেক বেশি (Tax) কর নেওয়া হবে। ভারতেই যদি ৩০% করে থাকে আমাদের দেশে ৫০% উপরেই থাকবে। আমি এই পোস্ট লিখছিলাম আমাদের কাছে বিটকয়েন থাকে কিন্তু আমরা কাউকে বলতে পারি না। কেউ জানলে আমাদের নামে সি আই ডি বা পুলিশ কে ইনফর্ম করে দিলে আমাদের সমস্যা হবে। যাইহোক আমাদের গোপনীয়তা রক্ষা করে কাজ চালিয়ে যেতে হবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
April 16, 2023, 10:10:22 PM
বিনান্স এক্সচেঞ্জ
আজকে সকালে আমি ডলার ট্রান্সফার করতে গিয়ে চমকে উঠেছিলাম। কারণ
সেন্টালাইজড বিনান্স এক্সচেঞ্জ এর ডিপোজিট এড্রেস ডলার পাঠাতে গিয়ে মনে হচ্ছিল ভুলগুলো এড্রেসে ডলার পাঠাচ্ছি। তাৎক্ষণিকভাবে আমি বিনান্সে গিয়ে দেখি এবং আমার এড্রেস অতীতের টা আর নেই। পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করে দেখতে পাই ডিপোজিট এড্রেস পরিবর্তন। এবং পরবর্তীতে আমি নতুন অ্যাড্রেসে ডলার পাঠাই এবং সঠিকভাবেই আমার ওয়ালেটে জমা হয়।

তাহলে পুরাতন অ্যাড্রেস এ ডলার পাঠালে কোথায় যাবে সেটাকে আমার ওয়ালেটে জমা হবে নাকি ভ্যানিশ হয়ে যাবে ?



যেই ইমেইল দিয়ে আপনি বিন্যান্স ওপেন করেছেন সেটা একটু চেক করে দেখুন , গত কয়েকদিন এর মধ্যে কোনো মেইল পেয়েছেন কিনা । বিন্যান্স ইমেইল এর মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছে ।

আর বিন্যান্স যেমন অনেক ভাল এমন একটু সমস্যা হলে সব শেষ , আমার নিজের একাউন্ট বিন্যান্স ডলার সহ ডিজেবল করে দিয়েছে এখন পর্জন্ত ডলার ও একাউন্ট কোনটাই ফেরত পাইনি।

PM বলতে কি বুঝায় এবং আমি যদি কাউকে PM করতে চাই টা হলে সেটা কি ভাবে করবো।। আমি অনেক কয়েক দিন থেকে দেখছি যে বিভিন্ন থ্রেট এ pm me বলা হয়েছে।। এখানে আমি পোস্ট translate করতে চাচ্ছি বলা হয়েছে before transition pm me আমি যদি কাউকে pm করতে চাই তাহলে সেটা কি করে করবো।।

PM= PERSONAL MESSESE(একান্ত বা ব্যাক্তিগত আলাপ/আলোচনা), পিএম এর অর্থে মূলত আপনাকে সে ব্যাক্তিগত ভাবে মেসেস করতে বলা হয়েছে, আপনার কোনকিছু জানার বা বলার থাকলে এই ব্যপারে তাকে ব্যক্তিগত ভাবে বলতে পারেন "পার্সোনাল মেসেস" এর মাধ্যমে।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 16, 2023, 09:52:59 PM
PM বলতে কি বুঝায় এবং আমি যদি কাউকে PM করতে চাই টা হলে সেটা কি ভাবে করবো।। আমি অনেক কয়েক দিন থেকে দেখছি যে বিভিন্ন থ্রেট এ pm me বলা হয়েছে।। এখানে আমি পোস্ট translate করতে চাচ্ছি বলা হয়েছে before transition pm me আমি যদি কাউকে pm করতে চাই তাহলে সেটা কি করে করবো।।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 16, 2023, 09:45:23 PM
আমাদের বাংলাদেশর সরকার ও বয়স্ক, প্রেসিডেন্ট ও বয়স্ক হয়েছে তাই হয়তো তারাই ক্রিপ্টোকারেন্সির নিয়ে খুব একটা ধারণা নিচ্ছে না। বিশ্বের অনেক দেশেই কিপ্টকারেন্সি বৈধ করে দিয়েছে, নিউজ মাধ্যমে শোনা যায় (EL Salvador) দেশটি বিটকয়েনের প্রতি এত আগ্রহী হয়েছেন। তারা বিটকয়েন কে সরকারি মুদ্রা করেছেন, তারা বিটকয়েনের উপরের শেয়ার বন্ড চালু করেছেন। রাস্তাঘাটে চলতে টেক্সি বাড়াও বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করছে। সত্যিই অনেকটাই অবাক হয়েছি এ দেশটির বিটকয়েনের উপরে এত আগ্রহী হওয়ার জন্য। আস্তে আস্তে পুরো বিশ্বে জুড়ে একদিন বিটকয়েন কে বৈধ করা হবে বলে আমি মনে করি।
যদি আমাদের বাংলাদেশে কোন ইয়ং জেনারেশনের রাষ্ট্রপতি বা সরকার গঠিত হত। তারা খুব সহজেই বুঝতে পারতেন কিপ্টোকারেন্সি কি এবং খুব শীঘ্রই বাংলাদেশে বৈধ করে দিতেন। যেভাবে পুরো বিশ্বজুড়ে বিটকয়েনের ব্যবহার করতে শুরু করেছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করা হবে, এবং বৈধ করে দিতে পারেন।
আমরা সবাই বাংলাদেশে বিটকয়েন তথা ক্রিপ্টো কারেন্সি বৈধতা নিয়ে সরকারকে অনেক ব্লেম দিয়ে থাকি কিন্তু আসলে চিন্তা করে দেখুন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দেওয়া মোটেই উচিত হবে কিনা।
ধরে নিলাম টাইম ট্রাভেল করে বাংলাদেশে বিটকয়েন বৈধতা দেওয়া হয়েছে তখন বাংলাদেশের প্রেক্ষাপটে কি হবে

ধরে নিলাম টাইম মেশিনের সাহায্যে বাংলাদেশকে আরো অনেক বছর এগিয়ে নিয়ে গেলাম এবং বিটকয়েনের বৈধতা দিয়ে দিলাম। কিন্তু একটি বিষয় খেয়াল করুন কতিপয় কিছু সৎ মানুষ ছাড়া বাকি সকলেই টাকা আত্মসাৎ এর ক্ষেত্রে বিটকয়েনকে বেছে নেবে এবং বাংলাদেশকে পথের ফকির বানাতে তাদের একটা মাসও লাগবে না।

আসুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা @Mr Corol ভাইয়ের কথার মাধ্যমে বুঝিয়ে দিলাম। বাংলাদেশ সরকার ও প্রেসিডেন্ট বয়স্ক হওয়ার জন্য বিটকয়েনের বৈধতা দিচ্ছে না এমনটি নয়। প্রেসিডেন্ট ও সরকার দেশের আমলাদের চরিত্রগত সমস্যা জানে। সরকার যদি বৈধতা দিয়ে দেয় তাহলে ভবিষ্যতে কি ঘটবে তারা সেটা বুঝতে পেরেই বারবার পার্লামেন্টে জুনায়েদ পলক স্যারের বক্তব্যকে উড়িয়ে দেয়।

সালভদরের কথা বাংলাদেশের সাথে তুলনা করে লাভ নেই। দেখুন সালভদর সরকারের বিটকয়েনের উপর ইনভেস্ট, করমুক্ত,বন্ডইং ইত্যাদি ইত্যাদি কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ সরকার যদি বিটকয়েনের বৈধতা দিয়ে দেয় তাহলে সবচেয়ে বেশি চিল্লাচিল্লি হবে কি নিয়ে জানেন?  কর (TAX) নিয়ে।।।।।।

বিশ্বের কয়েকটি জনপ্রিয় দেশের বিটকয়েনের উপর সরকার কর্তৃক ট্যাক্স এর পরিমাণ তুলে ধরা হলো এবং ভবিষ্যতে যদি বাংলাদেশ বিটকয়েনকে লিগালাইজড ঘোষণা করে তাহলে বিটকয়েনের উপর ট্যাক্স কত হবে সেটা আন্দাজ করে নিয়েন।

যুক্তরাজ্য (১০-২০%)
যুক্তরাষ্ট্র (১০-৩৭%) মাইনিং এর উপর(৩০%)
ইটালি (২০%)
কানাডা (৫০%) বিষয়টি নিয়ে আমার কাছে খুবই বিস্ময় লাগছে
জার্মান (€৬০০ এর উপর নিচে মুনাফা হলেই করনীতি আরোপ করা হয়
ভারত (৩০%)

বাংলাদেশ ( কাল্পনিক)
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি বিটকয়েনের উপর ত্রিশ পার্সেন্ট কর আরোপ করতে পারে । তাহলে ভারতের ফলোয়ার হয়ে বাংলাদেশ কত পারসেন্ট কর(TAX) আরোপ করতে পারে সেটা আপনাদের অনুকূলে ছেড়ে দিলাম। আমরা কষ্ট করে বিটকয়েন অর্জন করব আর সরকারকে তার অর্ধেক দিয়ে দিতে হবে সেটা মেনে নেওয়া আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আপাতত বাংলাদেশে বিটকয়েনের বৈধতা না দেওয়াই ভালো।


member
Activity: 168
Merit: 58
April 16, 2023, 08:54:10 PM
ফোনটির হাইপ বেশিদিন টিকবে কিনা আমি জানিনা কিন্তু আমার মতে হার্ডওয়্যার ব্যবহারের জন্য আলাদা ডিভাইস ব্যবহার করাই ভালো । যেটা সুরক্ষিত জায়গায় সুরক্ষার সহিত রাখা যাবে।  তাই আমার মনে হয় না তাদের এই হাইপ তোর আর পদক্ষেপটা বেশি দিন বাজারে টিকবে।  তাদের এই পদক্ষেপ টাকে স্বাগতম জানাচ্ছি।
আর আপনার জন্য বলতেছি রিলিজ হবে ঠিকই কিন্তু বাংলাদেশে এটার অফিসিয়ালি লাঞ্চ হওয়া আমার মনে হয় না পসিবল হবে অলরেডি অবৈধ হয়ে বসে আছে ক্রিপ্টো কারেন্সি। বাংলাদেশে বসে এটাকে ব্যবহার করতে না বলবো ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত বিষয়টি রয়েছে আমি তো অবশ্যই এটাকে ব্যবহার করব না কেননা জেলার ভাত খেতে চাই না , অন্তত এখন না।
আপনি সত্যিই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমি এই বিষয় নিয়ে ভাবিনি। যেহেতু ফোন টি ক্রিপ্টোকারেন্সি সাথে সম্পর্কিত রয়েছে। আমাদের বাংলাদেশ মনে হয় না ফোনটি অবৈধ করা হবে। যদি ফোনটি বাংলাদেশের অফিশিয়ালি লঞ্চ না করে তাহলে ফোনটা নিব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো একটি পরামর্শ দেয়ার জন্য।

আমাদের বাংলাদেশর সরকার ও বয়স্ক, প্রেসিডেন্ট ও বয়স্ক হয়েছে তাই হয়তো তারাই ক্রিপ্টোকারেন্সির নিয়ে খুব একটা ধারণা নিচ্ছে না। বিশ্বের অনেক দেশেই কিপ্টকারেন্সি বৈধ করে দিয়েছে, নিউজ মাধ্যমে শোনা যায় (EL Salvador) দেশটি বিটকয়েনের প্রতি এত আগ্রহী হয়েছেন। তারা বিটকয়েন কে সরকারি মুদ্রা করেছেন, তারা বিটকয়েনের উপরের শেয়ার বন্ড চালু করেছেন। রাস্তাঘাটে চলতে টেক্সি বাড়াও বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করছে। সত্যিই অনেকটাই অবাক হয়েছি এ দেশটির বিটকয়েনের উপরে এত আগ্রহী হওয়ার জন্য। আস্তে আস্তে পুরো বিশ্বে জুড়ে একদিন বিটকয়েন কে বৈধ করা হবে বলে আমি মনে করি।
যদি আমাদের বাংলাদেশে কোন ইয়ং জেনারেশনের রাষ্ট্রপতি বা সরকার গঠিত হত। তারা খুব সহজেই বুঝতে পারতেন কিপ্টোকারেন্সি কি এবং খুব শীঘ্রই বাংলাদেশে বৈধ করে দিতেন। যেভাবে পুরো বিশ্বজুড়ে বিটকয়েনের ব্যবহার করতে শুরু করেছে। আমার মনে হয় আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করা হবে, এবং বৈধ করে দিতে পারেন।
sr. member
Activity: 798
Merit: 377
April 16, 2023, 08:52:41 PM
বিনান্স এক্সচেঞ্জ
আজকে সকালে আমি ডলার ট্রান্সফার করতে গিয়ে চমকে উঠেছিলাম। কারণ
সেন্টালাইজড বিনান্স এক্সচেঞ্জ এর ডিপোজিট এড্রেস ডলার পাঠাতে গিয়ে মনে হচ্ছিল ভুলগুলো এড্রেসে ডলার পাঠাচ্ছি। তাৎক্ষণিকভাবে আমি বিনান্সে গিয়ে দেখি এবং আমার এড্রেস অতীতের টা আর নেই। পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করে দেখতে পাই ডিপোজিট এড্রেস পরিবর্তন। এবং পরবর্তীতে আমি নতুন অ্যাড্রেসে ডলার পাঠাই এবং সঠিকভাবেই আমার ওয়ালেটে জমা হয়।

তাহলে পুরাতন অ্যাড্রেস এ ডলার পাঠালে কোথায় যাবে সেটাকে আমার ওয়ালেটে জমা হবে নাকি ভ্যানিশ হয়ে যাবে ?
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 16, 2023, 06:36:42 PM
~snip~
সাংসারিক ব্যস্ততা সবারই আছে, থাকবে। তবুও হাজার ব্যস্ততার মাঝে ফোরামে একটু সময় না দিলে ভালো লাগে না।
মূলত সাংসারিক কাজে কয়েক দিন ধরে সকলেরই কাজের চাপটা একটু বেরে গিয়েছে যার কারণে ফোরামে খুব একটা বেশি সময় দেওয়া যাচ্ছে না। যেহেতু আর মাত্র কয়েকদিন আছে তাই আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ এই ঈদকে কেন্দ্র করে পারিবারিক সকল পণ্য কেনাকাটার জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়েছে। তবুও হাজার ব্যস্ততার মাঝে আমরা এই ফোরাম এবং বাংলা লোকাল বোর্ডকে ভালবাসি বলে কাজের ফাঁকে ফাঁকে সময় দিয়ে থাকি।

আসলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডটি মূলত তৈরি করা হয়েছিল ক্রিপ্টো কারেন্সি বিষয়ে আমাদের মাতৃভাষার মাধ্যমে সেগুলা প্রকাশ করা। প্রথমদিকে হয়তো পোস্ট করলেই এক্টিভিটি ও রেঙ্ক বাড়তো সেই হিসেবে আমাদের এই লোকালের প্রথম পেজ থেকে ৩০ নম্বর পেইজ পর্যন্ত ঘাটাঘাটি করেও একমাত্র @OP প্রথম পোস্ট বাদ দিয়ে একটিও কনস্ট্রাক্টিভ পোস্ট পাইনি। কিন্তু সেই ধারাবাহিকতা বর্তমানে কিছুটা কম হলেও একবারে শেষ হয়ে যায়নি। স্পাম পোষ্টের সংখ্যা বর্তমানে কিছুটা কমলেও একবারে শেষ হয়ে যাবে এমনটি ভাবা ঠিক হবে না।
কমিউনিটিতে পোস্টের ধরনটি হয় মূলত ডায়ালগ সিস্টেমের মত। কেন একজন একটি পোস্ট করলো এবং ওই পোস্টের ধারাবাহিক উত্তর পরবর্তি পোষ্টে দেওয়া হয় এটাই স্বাভাবিক কিন্তু আমি যে পোস্টের উওর করবো সেই পোস্ট যদি অর্থহীন হয় তাহলে আমার কমেন্ট করা পোস্ট কত ভাল হবে বলে আপনারা মনে করেন?
আমি লক্ষ্য করেছি প্রথম পেজে ৩০ পেজ পর্যন্ত নয় তারও বেশি হবে শুধু লো কোয়ালিটি পোস্ট এবং সবগুলোই ছিল স্প্যামিং পোস্ট। মূলত ক্রিপ্টোকারেন্সিতে আমরা আমাদের বাংলা লোকাল এ অনেক ইউজার রয়েছি যারা নিজের ভাষায় একলাইন ও পোস্ট করতে পারে না বরং তারা অন্যের বা (OP) এর পোস্ট হুবহু কপি করে পোস্ট করে দেয় এটা নিঃসন্দেহে স্পামিং এর থেকেও বড় স্পামিং পোস্ট। আর আমি মনে করি @LDL আপনি যে পোস্টগুলো করেন নিঃসন্দেহে এই পোস্টগুলো কোয়ালিটি সম্পন্ন এবং আপনার পোস্ট থেকে অনেক কিছু শেখার থাকে। তাই আপনি আরো কনস্ট্রাক্টিভ পোস্ট করুন যাতে আমরা ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন অজানা তথ্যগুলো আপনার পোষ্ট পড়ে জানতে পারি ও শিখতে পারি।

@learn bitcoin এই ভাইটি @GazetaBitcoin ভদ্রলোকের দুটি পোস্ট তার অনুমতি নিয়ে বাংলা ভাষায় রূপান্তরিত করেছে তবুও রুপান্তরিত করার সময় নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল এবং পোস্ট করার আগে অবশ্যই @GazetaBitcoin ভদ্রলোককে পার্সোনাল মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তাই @GazetaBitcoin ভদ্রলোক পরবর্তীতে এই রুপান্তরিত করা পোস্ট প্রিভিও করে এবং ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন।
@learn bitcoin নিঃসন্দেহে তিনি ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি আর তার পোস্টগুলো সবগুলোই কনস্ট্রাক্টিভ হয়। তিনি যে দুটি পোস্ট করেছিলেন @GazetaBitcoin ভদ্রলোকের করা জ্ঞানমূলক পোস্ট আমরা কখনোই জানতাম না এবং দেখতাম না। তবে আমাদের বাংলা লোকাল বোর্ডের @learn bitcoin তার পোস্ট এনে বাংলা অনুবাদ করেছেন @GazetaBitcoin এর পুরোপুরি অনুমতি নিয়েই। আর এটি আমি মনে করি আমাদের বাংলা লোকাল বোর্ডের যে সমস্ত ভায়েরা রয়েছে তারা পোস্টটি থেকে অজানা সব তথ্য জানতে পেরেছে। আর আমি @learn bitcoin কে বলতে চাই আপনি এগিয়ে যান এবং আমাদের বাংলা লোকাল বোর্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আমাদের যে সকল বিষয়ে অজানা রয়েছি অবশ্যই সেই সকল পোস্টগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিলে তাহলে আমরা সেখান থেকে কিছু শিখতে পারবো।

কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।
আমি এর আগে একজন Newbie এরকম পোস্ট করেছিল আমি লক্ষ্য করেছিলাম কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। তবে এরকম চুরি করা অবশ্যই তাদের একাউন্টে নেগেটিভ ট্রাস্ট এবং একাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যিনি আমাদের বাংলা লোকাল বোর্ডের ভদ্রলোক পোস্টটি করেছিল নিঃসন্দেহে তিনি ভেবে নিয়েছিল তার পোস্টটি কেউ ধরতে পারবেনা তিনি কপি পেস্ট করেছে। তবে আমি সেই সকল Newbie তাদেরকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই আপনারা যতই জ্ঞানী চুরি করেন না কেন অবশ্যই এখানে এসে সেটা ধরা পড়তে হবে তাই আপনারা এরকম চুরি করে পোস্ট করা বাদ দিন আর যদি কপি পেস্ট করেন তাহলে অবশ্যই সোর্স লিংক দিয়ে দিবেন। যদি সোর্স লিংক না দিয়ে দেন পরবর্তীতে আপনার একাউন্ট পালঘারিজম পোস্ট ধরে অ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হবে তাই আগে থেকে সতর্ক হন।

~snip
এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে? কোন পোস্ট টি ট্রান্সলেটর ব্যাবহার করে হুবহু বাংলায় রুপান্তর করা হয়েছে? এবং সেটার ট্রান্সলেটর হিসেবে কে কাজ করেছে? আমাদের থ্রেড এ আমি ওনার দুইটা থ্রেড ট্রান্সলেশন করেছি এবং এটা আমি নিজে কম্পিউটারে টাইপ করেছি!
আসলে ভাই আপনার কথাটা এই জায়গায় বলা হয়নি বরং একজন ভদ্রলোক এভাবে পোস্ট করেছিল কিন্তু পরবর্তীতে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছে। আপনার পোষ্টের মান গুলো সত্যিই অনেক ভালো হয় তাই আপনি যে সকল পোস্ট করেন সেগুলো ভেবেচিন্তেই আপনি করেন। তবে আপনার ট্রান্সলেট করা দুটি পোস্ট নিজের ভাষায় তৈরি করেছেন যার কারণে সত্যিই অনেক মার্জিত হয়েছে।

সকলের উদ্দেশ্যেঃ আমি বিগত অনেক দিন যাবত অসুস্থ! শেষ ৪-৫ দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। কবে রিকোভার কর‍তে পারবো জানি না। সুস্থ হলেই আবার নিয়মিত একটিভ হবো।
আপনার জন্য শুভকামনা আল্লাহতালা যাতে আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন। আর আপনি অবশ্যই যেহেতু অসুস্থ তাই ডাক্তারের পরামর্শ নিন এবং ভালো সেবা নিন। আপনি সুস্থ হয়ে আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিন সেই কামনাই আমার পক্ষ থেকে। ধন্যবাদ!!
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 16, 2023, 05:26:14 PM
কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।

এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে? কোন পোস্ট টি ট্রান্সলেটর ব্যাবহার করে হুবহু বাংলায় রুপান্তর করা হয়েছে? এবং সেটার ট্রান্সলেটর হিসেবে কে কাজ করেছে? আমাদের থ্রেড এ আমি ওনার দুইটা থ্রেড ট্রান্সলেশন করেছি এবং এটা আমি নিজে কম্পিউটারে টাইপ করেছি! কিছু কিছু কম্পলিকেট ইংলিশ এর বাংলা জানার জন্য ডিকশনারী ব্যাবহার করেছি। আর দুইটা পোস্ট করার আগেই ওনার অনুমতি নিয়ে পোস্ট করেছি। ইভেন কাজ শুরু করার আগেই ওনাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিয়েছি। আমি পোস্ট করার পর সাথে সাথে উনিও পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন। এই ব্যাপারে আমি একটু ধোয়াশার মধ্যে পড়লাম! আপনি বলেছেন আমার পোস্ট এর পর, কিন্তু আমি তো আর কোনো পোস্ট দেখছি না কারো!

সকলের উদ্দেশ্যেঃ আমি বিগত অনেক দিন যাবত অসুস্থ! শেষ ৪-৫ দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। কবে রিকোভার কর‍তে পারবো জানি না। সুস্থ হলেই আবার নিয়মিত একটিভ হবো।
আরে ভাই না। আমি আপনার দুটো পোষ্টের কথা বলছিনা। আপনার পরবর্তীতে কেউ একজন @GazetaBitcoin এর একটি পোস্ট বাংলায় ট্রান্সলেশন করেছিল। অনেকেই হয়তো দেখেছে। পোস্টটি করার কয়েক ঘন্টা পর ডিলিট করে দিয়েছে। সাধারণত ওই পোস্টকে কেন্দ্র করে একথা বলেছি।
দোয়া করি অতি দ্রুত আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন এবং পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট রকমের ভালো এবং ইনফরমেটিভ যা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। কাজেই আপনার উপস্থিতি আমাদের লোকালের জন্য সবসময়ই কাম্য।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 16, 2023, 04:53:01 PM
কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।

এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে? কোন পোস্ট টি ট্রান্সলেটর ব্যাবহার করে হুবহু বাংলায় রুপান্তর করা হয়েছে? এবং সেটার ট্রান্সলেটর হিসেবে কে কাজ করেছে? আমাদের থ্রেড এ আমি ওনার দুইটা থ্রেড ট্রান্সলেশন করেছি এবং এটা আমি নিজে কম্পিউটারে টাইপ করেছি! কিছু কিছু কম্পলিকেট ইংলিশ এর বাংলা জানার জন্য ডিকশনারী ব্যাবহার করেছি। আর দুইটা পোস্ট করার আগেই ওনার অনুমতি নিয়ে পোস্ট করেছি। ইভেন কাজ শুরু করার আগেই ওনাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিয়েছি। আমি পোস্ট করার পর সাথে সাথে উনিও পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন। এই ব্যাপারে আমি একটু ধোয়াশার মধ্যে পড়লাম! আপনি বলেছেন আমার পোস্ট এর পর, কিন্তু আমি তো আর কোনো পোস্ট দেখছি না কারো!

সকলের উদ্দেশ্যেঃ আমি বিগত অনেক দিন যাবত অসুস্থ! শেষ ৪-৫ দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। কবে রিকোভার কর‍তে পারবো জানি না। সুস্থ হলেই আবার নিয়মিত একটিভ হবো।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 16, 2023, 04:35:49 PM
@LDL ভাই, আপনি বোধহয় সাংসারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না। আপনাকে না দেখলে আমার কেমন যেন ভাল লাগেনা। আপনার ভালো ভালো পোষ্টের জন্য সব সময় অপেক্ষা করে বসে থাকি। আপনার এই পোস্টগুলো সত্যিই অনেক বেশি গুরুত্ব বহন করে। আশা করি সাংসারিক ব্যস্ততার কারণে আমাদেরকে ভুলে যাবেন না।

আর একজন ভাইয়ের কথা না বললেই না। তিনি হলেন আমাদের গ্রুপের মোস্ট সিনিয়র বড় ভাই @little Mouse ভাই, আপনাদের মত ভাইয়েরা আছেন বলেই, আমরা এই বাংলা বাংলাদেশের লোকাল ফোরামে একটু স্বাচ্ছন্দে অনেক কিছুই জানতে পারছি। আশা করি ভাই ব্যস্ততার কারণে আমাদেরকে ভুলে যাবেন না।
সাংসারিক ব্যস্ততা সবারই আছে, থাকবে। তবুও হাজার ব্যস্ততার মাঝে ফোরামে একটু সময় না দিলে ভালো লাগে না। আসলে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডটি মূলত তৈরি করা হয়েছিল ক্রিপ্টো কারেন্সি বিষয়ে আমাদের মাতৃভাষার মাধ্যমে সেগুলা প্রকাশ করা। প্রথমদিকে হয়তো পোস্ট করলেই এক্টিভিটি ও রেঙ্ক বাড়তো সেই হিসেবে আমাদের এই লোকালের প্রথম পেজ থেকে ৩০ নম্বর পেইজ পর্যন্ত ঘাটাঘাটি করেও একমাত্র @OP প্রথম পোস্ট বাদ দিয়ে একটিও কনস্ট্রাক্টিভ পোস্ট পাইনি। কিন্তু সেই ধারাবাহিকতা বর্তমানে কিছুটা কম হলেও একবারে শেষ হয়ে যায়নি। স্পাম পোষ্টের সংখ্যা বর্তমানে কিছুটা কমলেও একবারে শেষ হয়ে যাবে এমনটি ভাবা ঠিক হবে না।
কমিউনিটিতে পোস্টের ধরনটি হয় মূলত ডায়ালগ সিস্টেমের মত। কেন একজন একটি পোস্ট করলো এবং ওই পোস্টের ধারাবাহিক উত্তর পরবর্তি পোষ্টে দেওয়া হয় এটাই স্বাভাবিক কিন্তু আমি যে পোস্টের উওর করবো সেই পোস্ট যদি অর্থহীন হয় তাহলে আমার কমেন্ট করা পোস্ট কত ভাল হবে বলে আপনারা মনে করেন?
@learn bitcoin এই ভাইটি @GazetaBitcoin ভদ্রলোকের দুটি পোস্ট তার অনুমতি নিয়ে বাংলা ভাষায় রূপান্তরিত করেছে তবুও রুপান্তরিত করার সময় নিজের মতো করে সাজিয়ে নিয়েছিল এবং পোস্ট করার আগে অবশ্যই @GazetaBitcoin ভদ্রলোককে পার্সোনাল মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তাই @GazetaBitcoin ভদ্রলোক পরবর্তীতে এই রুপান্তরিত করা পোস্ট প্রিভিও করে এবং ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন।
কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 16, 2023, 02:06:21 PM
ভালো একটা সংবাদ আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ফোনটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। ফোনটিতে স্টোরেজ অনেক। ফোনটি যেহেতু অনেক ভালো হবে অপেক্ষায় রইলাম ফোনটি রিলেস হওয়া পর্যন্ত। যদি ঐরকম সাধ্য থাকে তাহলে ফোনটি নেওয়ার চেষ্টা করব।
আর ভাই আপনি পোস্টটিতে লিখেছিলেন সোলানা বিনিয়োগকারীদের জন্য গুড নিউজ। সোলনা মার্কেটে কি অনেকটাই পাম্প করবে কি? যদি এরকম সম্ভব না থাকে তাহলে আমি আরো সোলানাতে নিয়োগ করার চেষ্টা করব।
ফোনটির হাইপ বেশিদিন টিকবে কিনা আমি জানিনা কিন্তু আমার মতে হার্ডওয়্যার ব্যবহারের জন্য আলাদা ডিভাইস ব্যবহার করাই ভালো । যেটা সুরক্ষিত জায়গায় সুরক্ষার সহিত রাখা যাবে।  তাই আমার মনে হয় না তাদের এই হাইপ তোর আর পদক্ষেপটা বেশি দিন বাজারে টিকবে।  তাদের এই পদক্ষেপ টাকে স্বাগতম জানাচ্ছি।
আর আপনার জন্য বলতেছি রিলিজ হবে ঠিকই কিন্তু বাংলাদেশে এটার অফিসিয়ালি লাঞ্চ হওয়া আমার মনে হয় না পসিবল হবে অলরেডি অবৈধ হয়ে বসে আছে ক্রিপ্টো কারেন্সি। বাংলাদেশে বসে এটাকে ব্যবহার করতে না বলবো ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত বিষয়টি রয়েছে আমি তো অবশ্যই এটাকে ব্যবহার করব না কেননা জেলার ভাত খেতে চাই না , অন্তত এখন না।

খুব বেশি স্পাম পোস্ট হচ্ছে। ১০০ টি অপ্রয়োজনীয় স্পাম পোস্ট থেকে একটি মানসম্মত পোস্ট অনেক ভালো। স্পাম পোস্টের ভিড়ে মানসম্মত পোস্টগুলোই হারিয়ে যাচ্ছে। যারা এইখানে অযথা আজেবাজে অপ্রয়োজনীয় পোস্ট করছেন তারা দয়া করে এইসব করা বন্ধ করুন। মেরিট পেতে চাচ্ছেন? ভালো করে দেখেন কারা বেশি মেরিট পাচ্ছে এবং কেন পাচ্ছে।
এছাড়াও, কেউ কেউ গুগল ট্রান্সলেটর অথবা কোন স্বয়ংক্রিয় ট্রান্সলেটরের সাহায্য নিয়ে মেরিট পাওয়ার আশায় গ্লোবাল বোর্ড থেকে অনুবাদ করছেন। অনুবাদ হওয়া চাই অনুবাদের মত। গুগল ট্রান্সলেটর ব্যবহার করলে সে বাংলা পড়ার উপযোগী থাকে? আপনারা কিভাবে ওইসব আবার এইখানে পোস্ট করেন?
এটাই তো সমস্যা গত কয়েক সপ্তাহ যাবত এই অবস্থা আমরা যদি দেখি মার্চ মাসের একটিভিটি আমাদের অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি হয়েছে কিন্তু অপ্রয়োজনীয় এবং স্প্যাম পোস্ট এর সংখ্যাও এখানে কম ছিল না। ২০১৮ সালের কথা যদি বলি তাহলে সে সময় প্রচুর পোস্ট হয়েছিল কিন্তু বেশিরভাগই স্প্যাম ছিল আর ভেজাল এখানে স্প্যাম পোস্ট দেখলে অন্যান্য মেম্বাররা কখনো সাপোর্ট করতে চাইবে না লোকাল বোর্ডের জন্য। এইগুলা পরিশুদ্ধ করার জন্য Bitcoin Dream ভাইকে একটিভ হওয়ার জন্য অনুরোধ করছি।
আর যারা গুগল ট্রান্সলেট থেকে পোস্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো যে এটি যদি ব্যবহার করতে হয় ব্যবহার করে তারপর নিজের মত করে নিজের ভাষায় উপস্থাপন করুন আশা করি বিষয়টি অনেক সুন্দর হবে সরাসরি গুগল ট্রান্সলেট থেকে পোস্ট করার থেকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 16, 2023, 11:57:51 AM
খুব বেশি স্পাম পোস্ট হচ্ছে। ১০০ টি অপ্রয়োজনীয় স্পাম পোস্ট থেকে একটি মানসম্মত পোস্ট অনেক ভালো। স্পাম পোস্টের ভিড়ে মানসম্মত পোস্টগুলোই হারিয়ে যাচ্ছে। যারা এইখানে অযথা আজেবাজে অপ্রয়োজনীয় পোস্ট করছেন তারা দয়া করে এইসব করা বন্ধ করুন। মেরিট পেতে চাচ্ছেন? ভালো করে দেখেন কারা বেশি মেরিট পাচ্ছে এবং কেন পাচ্ছে।
এছাড়াও, কেউ কেউ গুগল ট্রান্সলেটর অথবা কোন স্বয়ংক্রিয় ট্রান্সলেটরের সাহায্য নিয়ে মেরিট পাওয়ার আশায় গ্লোবাল বোর্ড থেকে অনুবাদ করছেন। অনুবাদ হওয়া চাই অনুবাদের মত। গুগল ট্রান্সলেটর ব্যবহার করলে সে বাংলা পড়ার উপযোগী থাকে? আপনারা কিভাবে ওইসব আবার এইখানে পোস্ট করেন?
member
Activity: 168
Merit: 58
April 16, 2023, 11:02:29 AM
ভাই আমি আরও একটি কুইজ খুব শীঘ্রই এখানে নিয়ে আসব। কুইজ টির প্রশ্ন গুলো ভালো মানের রাখার চেষ্টা করেছি, সেই সাথে কুইজটি ভালো একটা প্লাটফর্মে সাজাবো যাতে করে ভুল উত্তর দিলে সাথে সাথে সঠিক উত্তর দেখা যায়।সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রেখেছি কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে ফোরামে সময় দিতে পারতেছি না। আপনাদের সাথে আলোচনা করতে আমার ও খুব ভালো লাগে।
ধন্যবাদ ভাই আপনাকে, যে আপনি আরও একটা কুইজ আমাদের মাঝে আনতে চলেছেন। গত কুইজটি অত্যন্ত ভালো হয়েছিল। কুইজে অংশগ্রহণ করেছিলাম। (Next) কুইজ অত্যন্ত ভাল হবে যদি, আমরা কোন ভুল উত্তর দিই সাথে সাথে যদি সঠিক উত্তর জানতে পারি। আপনি এই ধরনের ব্যবস্থায় করতে চলেছেন। আশাকরি কুইজ টি অত্যান্ত ভালো হবে। আর বিশেষ করে কুইজ খেলা আমার অত্যন্ত প্রিয় খেলা। কুইজ খেলে আমাদের অনেক দিক দিয়ে উপকার হয়। অজানা অনেক বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা যায়। অপেক্ষায় রইলাম ভাই আপনার কুইজটি খেলতে পারবো ও কুইজ থেকে আমরা ভালো কিছু জানতে এবং জ্ঞান অর্জন করতে পারবো।
jr. member
Activity: 48
Merit: 7
April 16, 2023, 10:30:34 AM
@Bounty Inspectors ভাই, আপনার নেক্সট কুইজ কবে আসবে। সত্যি কথা বলতে কি, কুইজ খেলতে আমার ভালোই লাগে। আর সবচেয়ে পজিটিভ বিষয় যেটা সেটা হচ্ছে যে, এই কুইজের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। তাই আমার মনে হয় ভাই, আপনি যদি প্রতি সপ্তাহে একটা করে কুইজ রাখেন, সেটা নির্দিষ্ট কোন একটা দিনে। তাহলে মনে হয়, সবাই অধীর আগ্রহে কুইজের জন্য অপেক্ষা করবে। যেমনটা আমি মন থেকে অপেক্ষা করছি। ভাই, আপনি আমাদের এই অপেক্ষার একটা সুরাহা করবেন অবশ্যই আশা করি। আপনার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এই বিটকয়েন ফোরামে।
==============================================================================================
ভাই আমি আরও একটি কুইজ খুব শীঘ্রই এখানে নিয়ে আসব। কুইজ টির প্রশ্ন গুলো ভালো মানের রাখার চেষ্টা করেছি, সেই সাথে কুইজটি ভালো একটা প্লাটফর্মে সাজাবো যাতে করে ভুল উত্তর দিলে সাথে সাথে সঠিক উত্তর দেখা যায়।সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রেখেছি কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে ফোরামে সময় দিতে পারতেছি না। আপনাদের সাথে আলোচনা করতে আমার ও খুব ভালো লাগে।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 16, 2023, 06:57:22 AM


Jump to: