শুভ জন্মদিন! সাতোশি নাকামোতোকয়েন আলাপ ডটকম এ একটা পোস্ট দেখলাম,
সাতোশি নাকামোতোর জন্মদিন কি এপ্রিলে?এখানে বলা হয়েছে যে,
সাতোশি নাকামোতো একজন ইন্ডিভিজুয়াল মানুষ। তিনি ৫ এপ্রিল “P2PFoundation.ning.com”-এ তার বিখ্যাত ছদ্মনামটি নিবন্ধন করেছিলেন। আবার এমনও হতে পারে, সাতোশি নাকামোতো হয়তো কোন দলভুক্ত ছদ্মনাম নয় তার জন্ম সম্ভবত ১৯৭৫ সালের ৫ এপ্রিল। সেই হিসেবে ৫ এপ্রিলকে তার জন্মদিন হিসেবে গণনা করা হয়। তিনি একজন মাস্টার মাইন্ড ছিলেন, মানুষ হয়েই তিনি জন্মেছিলেন এবং হয়েছিলেন “মায়েস্ট্রো”।
সোর্স লিংক: coinalap.com/সাতোশি-নাকামোতোর-জন্মদিন/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
অন্যদিকে, উইকিপিডিয়া রিসার্চ করে জানতে পারলাম যে, ১৮ই আগস্ট ২০০৮-এ, ডোমেইন নাম bitcoin.org নিবন্ধিত হয়। ডোমেন রেজিস্ট্রেশন লিংক:
https://prnt.sc/u5OXbSAdebR5 .সেই বছরের ৩১ অক্টোবর, বিটকয়েন: একটি পিয়ার-টু-পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম শিরোনামে সাতোশি নাকামোটোর লেখা একটি পেপারের একটি লিঙ্ক একটি ক্রিপ্টোগ্রাফি মেইলিং তালিকায় পোস্ট করা হয়েছিল। প্রথম পোস্ট লিঙ্ক:
https://bitcoin.org/bitcoin.pdf একটি কাগজ "বিশ্বাসের উপর নির্ভর না করে ইলেকট্রনিক লেনদেনের জন্য একটি সিস্টেম" হিসাবে বর্ণনা করা হয়েছে এমন একটি পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করার বিস্তারিত পদ্ধতি। ৩ই জানুয়ারী ২০০৯ - এ, সাতোশি নাকামোটো বিটকয়েনের জেনেসিস ব্লক (ব্লক নম্বর 0) খননের মাধ্যমে বিটকয়েন নেটওয়ার্ক অস্তিত্বে আসে, যার পুরষ্কার ছিল 50 বিটকয়েন। জেনেসিস ব্লকে এটি পাঠ্য ছিল। চ্যান্সেলর এর মাধ্যমে, ৩ই জানুয়ারী ২০০৯ - এ প্রকাশিত টাইমস-এর একটি শিরোনাম উল্লেখ করে একটি লেখা প্রকাশিত হয়। প্রথম “ওপেন-সোর্স” বিটকয়েন ক্লায়েন্ট ৯ই জানুয়ারী ২০০৯ - এ মুক্তি পায়, “সোর্সফোর্জে” হোস্ট করা হয়েছিল।
ওপেন-সোর্স
https://web.archive.org/web/20140326174921/http://www.mail-archive.com/[email protected]/msg10142.htmlসোর্সফোর্জে:
https://sourceforge.net/p/bitcoin/news/এই পোস্টটির মাধ্যমে আমি কিছু তথ্য জানতে চাচ্ছিলাম সিনিয়র ভাইদের কাছে যে,
"সাতোশি নাকামোতো" আসলে কি একজন মানুষ নাকি কোন বস্তু ছিল।?বিটকয়েনের জন্মদিন ৫ই এপ্রিল নাকি ৯ই জানুয়ারি বলা হয়ে থাকে?জানিনা, এই পোস্টটা আগে কখনো করা হয়েছে কিনা? যদি আমার এই পোস্টটিতে কোন ভুল থাকে,
"দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।"