আমি গত মাসেও বাইনান্স সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে আমার যাবতীয় বিটকয়েন ও ইথিরিয়াম সঞ্চয় করে রেখেছিলাম। কিন্তু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের নড়বড়ে অবস্থার জন্য আর সাহস পেলাম না ওখানে সঞ্চয় করতে। ফলে একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে আমার কিপ্টোকারেন্সি সঞ্চয় করার সিদ্ধান্ত নেই। তাছাড়া আমি একটি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সময় Mycelium ওয়ালেট থেকে বিটকয়েন অ্যাড্রেস (Bech32) screenshot এ এক নম্বর এড্রেস দিয়ে জয়েন হই। কিন্তু আজকে রাতে Hhampuz স্যার উক্ত ক্যাম্পেইনের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু পেমেন্ট দেওয়ার পর ওয়ালেটে গিয়ে দেখি (১) নম্বর এড্রেসটি আর শো করছে না। নতুন একটি অ্যাড্রেস (২) নং শো করছে।
এখন আমার জানতে পারার বিষয় হচ্ছে আমি এক নম্বর ওয়ালেট দিয়ে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি কিন্তু প্রতি সপ্তাহে যদি পেমেন্ট করে তাহলে কি আমার ওয়ালেটে পেমেন্ট ঢুকবে কিনা?
এখানে আপনি ইচ্ছা করলে নিউ জেনারেট করে অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবেন।