এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।
বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।
আপাতত আমাদের এখানে
Little Mouse (legendary)
Shasan (Legendary)
BitcoinDream (legendary)
Malekbaba (legendary)
Review Master (Sr Member)
Crypto library (Sr Member)
tjtonmoy (Sr Member)
Rana590(Sr Member)
NicNacCoin (Sr Member)
LDL(Full member, potential Sr Member)
Learn bitcoin (Member, potential full member)
Bitcoin _People(Member, potential full member)
Mr Corol (Member)
BD Crypto(Member)
Dimitri94(Member)
Coin63$(Member)
roksana.hee(Jr member)
Suzume(Jr member)
Bounty Inspectors(Jr member)
আপাতত এ বছর আমাদের এ লোকাল বোর্ডে এক্টিভিটি ও পোস্টের সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের কিছু পুরাতন ইউজার আছে তাদেরকে পুনরায় আমাদের এই ফোরামে একটিভ করতে হবে। তারা যদি একত্রে আবার একটিভ হয় তাহলে আমাদের হাইপ্রোফাইল র্যাংকের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে ফলে Petition থ্রেড তৈরি করলে অবশ্যই তাদের সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই আমরা যারা পোটেনশিয়াল মেম্বার আছি তাদের রেংক পরিবর্তন হলে অবশ্যই আগামীতে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল বোর্ড পাব ইনশাআল্লাহ।
NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সিনিয়র ভাইদের সাপোর্ট পেলে আমরা নতুনরাও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। শুধু আপনারা পাশে থাকলেই হবে।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমরা আসলেই বোকা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আপনি যদি বড় ধাক্কা সহ্য করতে না পারেন তাহলে আপনি বড় লাভের ও যোগ্য না। নিচের ছবিটা তার বহিঃপ্রকাশ:
যখন কোনো কিছুর দাম কম থাকে, আমরা বাঙালিরা বা যে কেউই হই না কেন, এরা ওই জিনিসটাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করি। আবার ওই একই একই জিনিস যখন আবার দাম বাড়তে থাকে বা ভালো একটা পজিশনে যেতে থাকে, তখন আমরা তাকে তেল মাখানো শুরু করি, সোজা বাংলা কথা বললে, তেলে মাথায় তেল দেই। আর এটা স্বাভাবিক যত বেশি তেল মাখবেন, সেই জিনিসটা তত বেশি ভারী হবে।
সোর্স লিংক:https://twitter.com/BitcoinMagazine/status/1645889917896241153?s=20
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এই চাটটি দেখে মনে হচ্ছে ২০২৩ সাল বিটকয়েন ইতিহাসে একটি নতুন সম্ভাবনার নাম হবে।
সোর্স লিংক:
https://twitter.com/BitcoinMagazine/status/1645842658474983448?s=20