Author

Topic: বাংলা (Bengali) - page 255. (Read 5320821 times)

sr. member
Activity: 784
Merit: 372
March 23, 2023, 11:53:19 PM
পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমান মুমিন ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন


এই হাদিসগুলো পড়ে আমার ভৌগলিক কিছু তথ্য মনে পড়ে যায়। আমরা কত সুখময় একটি দেশে বসবাস করি এদেশে রোজা রাখার সময় খুবই অল্প সময় তারপরেও আমরা অনেকেই রমজান মাস দেখে ভয় পাই এবং রোজা রাখি না। রোজাদার ব্যক্তির পুরস্কার কাল হাশরের ময়দানে হবে সবচেয়ে বড় পুরস্কার।
কোনো দেশে রোজা রাখার সময় হবে ১৩ ঘন্টা এবং অনন্য দেশে হবে ২০ ঘন্টা।
আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্যের দেশ ১৩ থেকে ১৫ ঘন্টা রোজা রাখতে হবে।
গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, বেলজিয়াম এ সকল দেশের মানুষদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে মাত্র ২০ ঘন্টা। অনেকের মনে প্রশ্ন ঘোরাফেরা করতে পারে কেন এদেশের মানুষদের এত বেশি সময় রোজা রাখতে হয়।
কারণ হলো: কোনো দেশে ১২ থেকে ১৫ ঘন্টা এবং অন্য দেশে ১৮ থেকে ২০ ঘন্টা এত সময় ব্যবধান কেন। এইসব বিষয় সম্পূর্ণ ভিত্তি করে দেশের উত্তর গোলার্ধ অবস্থান কৃত দেশগুলোর মধ্যে। উত্তর গোলার্ধে দেশগুলোর অবস্থান হলে সূর্যের অবস্থান হবে একরকম এবং দক্ষিণ গোলার্ধে দেশের অবস্থান হলে সূর্যের অবস্থান হবে আরেকরকম। আমরা বাংলাদেশে অবস্থানকারী মানুষ এত সুখ ময় সময় পেয়েও আমরা রোজা রাখি না এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 30 টি রোজা রাখার তৌফিক দান করে এবং রোজার হক সহ আদায় করব ইনশাল্লাহ।
jr. member
Activity: 122
Merit: 2
March 23, 2023, 11:05:43 PM
ভাইয়া আমি এই ফোরামের নতুন। কিভাবে পোস্ট করতে হয় কিভাবে মেরিট পেতে হয় এইটা জানাবেন একটু প্লিজ।
ভাই আপনি এই ফোরামে মোটেও নতুন না। আপনার এর আগেও $$Atik$$ নামে একটি একাউন্ট ছিলো।


 যেটা autoban ব্যান করা হয়েছে।


আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর পবিত্র রোজার মাস।
আপনার আইডি ব্যান হওয়ার পরও আপনি ফোরামের একটির পর একটি রুলস ভেঙ্গে চলছেন।

আশা করি আর এমন কাজ করবেন না ।আর এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আর ভালো করে ফোরামের নিয়ম পড়ুন আর সেই নিয়ম অনুযায়ী চলুন ।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন পড়ুন 👉
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 23, 2023, 09:18:38 PM
পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলমান মুমিন ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

আজকে রমজানের ১ম রোজা আমাদের মুসলমানদের জন্য এই রমজান মাসটি আল্লাহ রাব্বুল-আলামিন আমাদের নিজেদের জীবনকে ইমানের আলোয়- আলোকিত করে নেওয়ার জন্য পাঠিয়েছেন পবিত্র রমজান। আর এই রমজানের চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের পাপ পুণ্য আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। আর এই মাসের রোজা রাখার অনেক ফজিলত রয়েছে বিশেষ করে আমি কয়েকটি হাদীস পরেছি সেখানে রমজানের রোজার ফজিলত সম্পর্কে জেনেছি। হাদীস গুলো
• রমজান গুনাহ মোচনের অন্যতম একটি মাধ্যম – আল হাদিস
• হাজার মাসের সেরা মাহে রমজান, এ মাসে আল্লাহর দয়া অফুরন্ত।
• রোজাদাররা যতখন পর্যন্ত ইফতার না করে ঠিক তার আগ মুহূর্ত , পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন। আল -হাদিস
• রোজাদার দের মুখের দুর্গন্ধ আল্লাহর তাআলার কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত। আল-হাদিস
•রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে। আল-হাদিস
•রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে। আল-হাদিস
আরো অনেক ফজিলত রয়েছে রোজাদার মুমিনদের জন্য তাই আমরা যারা মুসলমান ভাইয়েরা আছি এই মাহে রমজান মাসটিতে আল্লাহ তায়ালার ইবাদত করবো ও সম্পন্ন রোজা ও নামাজ আদায় করবো। আর এই রমজানের উছিলায় যেন আল্লাহ রাব্বুল-আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ গুলো মাফ করে দেন।(আমিন 🤲)
newbie
Activity: 28
Merit: 0
March 23, 2023, 08:33:20 PM
ভাই সত্যিই আমি এই পোস্টটা এর আগে কোনদিন দেখি নাই। যদি আমি দেখতাম তাহলে আমি এই পোস্টটা করতাম না। অত্যন্ত দুঃখিত যে এই পোস্ট আমি দেখতে পারি নাই এর আগে। দয়া করে আমাকে ক্ষমা করবেন।
আপনি যে পোস্ট করেছিলেন ওই পোস্টটিতে একটি শব্দের আরবী লেখা আছে। আপনি আরবি লেখাটা কেমন করে লিখছিলেন? আপনি কপি পেস্ট করেছেন। কেননা যদি আপনি নিজেই পোষ্টটি লিখতেন , তাহলে একদম ওই পোষ্টের সাথে মিলে যেত না। কিছুটা হলেও ব্যতিক্রম দেখা যেত। @LDL ভাই ঠিকই বলেছেন আপনি কপি পেস্ট করেছেন।
[/quote]

ভাই আমি আরবি লিখতে পারি। আমি এর আগে ওই ভিডিওটা দেখছিলাম না। তাই পোস্ট করেছি। দয়া করে ক্ষমা করবেন।
member
Activity: 168
Merit: 58
March 23, 2023, 07:01:58 PM

📰রমজান সময় সূচী 2023
 দিন🌄সেহেরি🌙ইফতার
🗓01_🍛4:05_🍱6:28

আপনার সেহরি ও ইফতারের সময়সূচী ভুল রয়েছে। আজকে সেহরির শেষ টাইম ছিল ,৪:৩৯ মিনিট কিন্তু আপনি ভুলবশত ভিন্ন টাইম অ্যাড করে দিয়েছে। যদিও এটি বিটকয়েন ফরম , এখানে বিটকয়েন নিয়ে আলোচনা করা হয়। সত্যিই প্রশংসনীয় , অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি ইফতারের সময়সূচি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি এডিট করে সেহরি ও ইফতারের সঠিক সময় পরিবর্তন করে দিন।


ভাই সত্যিই আমি এই পোস্টটা এর আগে কোনদিন দেখি নাই। যদি আমি দেখতাম তাহলে আমি এই পোস্টটা করতাম না। অত্যন্ত দুঃখিত যে এই পোস্ট আমি দেখতে পারি নাই এর আগে। দয়া করে আমাকে ক্ষমা করবেন।
আপনি যে পোস্ট করেছিলেন ওই পোস্টটিতে একটি শব্দের আরবী লেখা আছে। আপনি আরবি লেখাটা কেমন করে লিখছিলেন? আপনি কপি পেস্ট করেছেন। কেননা যদি আপনি নিজেই পোষ্টটি লিখতেন , তাহলে একদম ওই পোষ্টের সাথে মিলে যেত না। কিছুটা হলেও ব্যতিক্রম দেখা যেত। @LDL ভাই ঠিকই বলেছেন আপনি কপি পেস্ট করেছেন।
newbie
Activity: 9
Merit: 0
March 23, 2023, 06:41:54 PM
সবাইকে রমজান মাসের শুভেচ্ছা , এই রমজান মাসে সবার জীবন অনেক সুন্দর হোক
full member
Activity: 490
Merit: 119
March 23, 2023, 06:06:22 PM
Quote
Snip

ক্রিপ্টোকারেন্সি স্পেসে দুবাইয়ের অগ্রগতি লক্ষণীয়, এবং শহরটি ব্লকচেইন এবং ক্রিপ্টো উদ্ভাবনের জন্য একটি গ্লোবাল হার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। এর পাশাপাশি, দুবাই সরকার "DubaiPay Blockchain" নামে নিজস্ব ব্লকচেইন-ভিত্তিক অর্থপ্রদানের ব্যবস্থাও চালু করেছে, যা সরকারি পরিষেবার জন্য অর্থপ্রদানের প্রক্রিয়াকে সহজ করা এবং লেনদেনের খরচ কমানোর উদ্দেশ্যে।
jr. member
Activity: 50
Merit: 1
March 23, 2023, 05:13:10 PM
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটি বছর পর আজকে আবার সেহরি খাওয়া হলো। মহান আল্লাহতালা সকল মুসলমানদের 30 টি রোজা রাখার তৌফিক দান করেন । এবং পাঁচ ওয়াক্ত হলে নামাজ পড়ার তৌফিক দান করেন এই রোজার মাস মুসলমানদের গুনাহ মাফ করার মাস ,আল্লাহ এই রোজার মাসে সকল মুসলমান ভাই ও বোনদের গুনাহ মাফ করে দিন ,আমাদের আল্লাহর পথে চলার তৌফিক দান করেন।
newbie
Activity: 28
Merit: 0
March 23, 2023, 12:16:57 PM

রমজান (আরবি: رمضان‎‎ রামাদান,) হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে যা নির্ভরযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত।

আচ্ছা ভাই পবিত্র রমজান মাস উপলক্ষে কিছু কথা লিখবেন এটা সত্যিই প্রশংসার দাবিদার কিন্তু কথাগুলো যদি আপনার মুখ থেকে হয় তাহলে আরও বেশি ভালো হয়। কিন্তু আপনি করেছেন কি !!!হুবুহু অন্যের পোস্ট কপি করে এনে নিজের বলে চালিয়ে দিলেন!!!
সামান্য ধর্ম নিয়ে একটু কথাও কি নিজের ভাষায় লিখতে পারলেন না। অনেক আফসোস হয় আমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে, পবিত্র রমজান মাস উপলক্ষে সামান্য কিছু বাণী লিখব সেটা অন্যের তা কপি করে এনে লিখতে হবে।
তাহলে আমরা কিসের মুসলমান হলাম, চুরি করে অন্যের পোস্ট হুবহু কপি করে লিখে মানুষকে জানাতে হবে। রমজান উপলক্ষে আপনি কি জীবনে কিছুই শিখেন নাই।
আপনি এখান থেকে হুবহু কপি করেছেন: https://fb.watch/jseQWeMp2G/
https://www.facebook.com/100064746337188/videos/1425226157935135/?mibextid=Nif5oz



ভাই সত্যিই আমি এই পোস্টটা এর আগে কোনদিন দেখি নাই। যদি আমি দেখতাম তাহলে আমি এই পোস্টটা করতাম না। অত্যন্ত দুঃখিত যে এই পোস্ট আমি দেখতে পারি নাই এর আগে। দয়া করে আমাকে ক্ষমা করবেন।
member
Activity: 168
Merit: 58
March 23, 2023, 11:51:36 AM
Snip
দুবাই দেশটি সত্যিই সুন্দর একটি দেশ। অনেকটাই ভালো লাগলো দেশটিতে ক্রিপ্টোকারেন্সিতে অনেকটাই এগিয়েছে। ভবিষ্যতে দেশটি আরো অনেক এগিয়ে যাবে।সেই দেশের সরকার ক্রিপ্টোকারেন্সি‌ বৈধ করে দিয়েছেন। সরকার আরো অনেক আগ্রহী ক্রিপ্টোকারেন্সি‌ উপর।

অন্যান্য দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সি‌ কে বৈধতা দিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো বিটকয়েন কে বৈধ করা হয়নি। ‌ হয়তো কোন একদিন আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি‌ কে বৈধ করে করা হবে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি‌  অবৈধ কেন ? যদি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি‌ বৈধ হতো। আমরা হয়তো অনেক ক্ষেত্রেই ক্রিপ্টোকারেন্সি‌ ব্যবহার করতে পারতাম।
কিন্তু এখন যদি আমাদের দেশের সরকার শুনতে পারে আমার কাছে বিটকয়েন আছে । তাহলে আমার উপর আইনি শাস্তি প্রদান করবে। জানিনা কবে আমাদের অপেক্ষার অবসান ঘটবে। কবে আমাদেরকে আর লুকিয়ে লুকিয়ে বিটকয়েন ইনভেস্ট করতে হবে না।


Snip
বিটকয়েন অনেকটাই পাম্প করেছে, বলা মুশকিল যে ৫০ হাজার ডলারে পৌঁছাবে বিটকয়েন। তবু আশা করা যায় যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে এই বছরে ৫০ হাজারে স্পর্শ করতে পারে। একদম শিওর ভাবে বলা যাবে না । আশা করা যায় অতি শীঘ্রই মার্কেট অত্যন্ত ভালো হয়ে যাবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 23, 2023, 11:48:04 AM

রমজান (আরবি: رمضان‎‎ রামাদান,) হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে যা নির্ভরযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত।

আচ্ছা ভাই পবিত্র রমজান মাস উপলক্ষে কিছু কথা লিখবেন এটা সত্যিই প্রশংসার দাবিদার কিন্তু কথাগুলো যদি আপনার মুখ থেকে হয় তাহলে আরও বেশি ভালো হয়। কিন্তু আপনি করেছেন কি !!!হুবুহু অন্যের পোস্ট কপি করে এনে নিজের বলে চালিয়ে দিলেন!!!
সামান্য ধর্ম নিয়ে একটু কথাও কি নিজের ভাষায় লিখতে পারলেন না। অনেক আফসোস হয় আমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে, পবিত্র রমজান মাস উপলক্ষে সামান্য কিছু বাণী লিখব সেটা অন্যের তা কপি করে এনে লিখতে হবে।
তাহলে আমরা কিসের মুসলমান হলাম, চুরি করে অন্যের পোস্ট হুবহু কপি করে লিখে মানুষকে জানাতে হবে। রমজান উপলক্ষে আপনি কি জীবনে কিছুই শিখেন নাই।
আপনি এখান থেকে হুবহু কপি করেছেন: https://fb.watch/jseQWeMp2G/
https://www.facebook.com/100064746337188/videos/1425226157935135/?mibextid=Nif5oz
sr. member
Activity: 546
Merit: 309
March 23, 2023, 11:10:16 AM
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আশাকরি এখন ঠিক আছে। দেখতে পারেন। আর আমি দেখতে পারছি এটাই আপনার ফোরামের প্রথম পোস্ট । আপনাকে বাংলা থ্রেডে স্বাগতম।
হ্যা এখন ঠিক আছে তবে ইমেজ যেহেতু বেশি সেহেতু আর একটু ছোট করলে হয়তবা আরো ভালো দেখাতো। যাইহোক সবকিছু ঠিক ঠাক মনে হচ্ছে।

আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো। বাংলাদেশ লোকাল বোর্ডে প্রতিদিন ২-৩ জন করে লোক জয়েন হচ্ছে । আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের বাংলা লোকাল বোর্ডকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার । আমরা সবাই এখানে গুরুত্বপূর্ণ পোস্ট করব। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিটকয়েন মার্কেট ১৯ হাজার থেকে 28 হাজার প্লাস পৌছেছিল। তাই আমরা মনোযোগ সহকারে পোস্ট করব ,এমন কোন পোস্ট আমরা করবো না যাতে আমাদের ক্ষতি হয় ,কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের তাহসিন ভাইয়ের আইডি সারা জীবনের জন্য ব্যান করা হয়েছে। তাই এখানে পোস্ট করার আগে এখানকার নিয়ম-কানুন ভালো করে দেখে তারপর পোস্ট করবেন।
বাংলাদেশ কমিউনিটি এখন অনেক এক্টিভ হয়েছে এবং বাংলাদেশ বোর্ড কিছু কিছু ইউজার অনেক এক্টিভভাবে পরিচালনা করছেন ও এখানে দেখা যাচ্ছে মেরিটের আদান প্রদানও অনেক হচ্ছে এভাবে চলতে থাকলে বাংলাদেশের কিছু বড় একাউন্ট হলে ও যেভাবে নতুন নতুন একাউন্ট বাংলা বোর্ডে আসা শুরু হয়েছে ছোট ইউজার হোক কিংবা বড় এভাবে চলতে থাকলে বাংলা বোর্ডও অনেক বড় হয়ে যাবে ও একদিন আমরাও লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো Theymos এডমিনিস্ট্রেটর এর কাছে। আশা করি এটি সম্ভব হবে। তাই যারা বাংলাদেশ টপিকের জন্য কঠর পরিশ্রম করছেন ও নিজের মূল্যবান সময় এখানে ব্যয় করছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 23, 2023, 10:48:08 AM
বিটকয়েন মার্কেট প্রায় 40 মিনিট আগে $27500+ ছিল কিন্তু হঠাৎ করেই বাজার একেবারে $28750 এ চলে গেল। বিটকয়েন মার্কেটের এরকম পরিবর্তন দেখে সত্যিই অনেক ভালো লাগতেছে। মার্কেট যদি এভাবে প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে সামনে মাসে বিটকয়েনের মূল্য $35000 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিটকয়েন মার্কেট আমি লক্ষ্য করেছি খুব একটা ডাম্প করে না আর যদি কিছুটা ডাম্প করেও তাহলে অল্প সময়ের মধ্যে রিকভারি হয়ে যায়। তাই আমার বিশ্বাস বিটকয়েন মার্কেট 2023 সালের মধ্যে $50000 স্পর্শ করতে পারে এতে কোন সন্দেহ নেই। বিটকয়েন এরকম পরিবর্তন দেখে আপনাদের কি মনে হয়? বিটকয়েন কি এই বছরে $50000 স্পর্শ করা সম্ভব রয়েছে?

full member
Activity: 742
Merit: 157
March 23, 2023, 08:39:11 AM
আজকে আমি মুসললিম দেশগুলোর মধ্যে উন্নত্ একটি দেশ নিয়ে আপনাদের মাঝে কিছু আলৈাচনা করতে চাই। আমরা দেখছি যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে পৃথিবীর প্রায় বেশির ভাগ দেশেই মিশ্র প্রতিক্রিয়া আছে।তবে মধ্য প্রাচ্যের একটি দেশ যার নাম “দুবাই”। যেই দেশটি বর্তমানে বিশ্বের উন্নত দেশ গুলোর মধ্যে উপরের সারিতে আছে। যেখানে তৈরী হয়েছে বিশ্বের সবচেয়ে উচু টাওয়ার। যেখানে রয়েছে একটি স্থিতিশীল আবহাওয়া। টেকনোলোজিক্যাল ব্যবহারেও যারা ভুয়সী প্রশংসা অর্জন করেছেন।

আজকে আমি এই দেশটি নিয়ে কেন আলোচনা করছি তার মুল কারন হল এই দেশটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে খুবই বন্ধু্ত্বপুর্ণ আচরন করে। যেই দেশের সরকার ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অনুপ্রানিত করে। যে কোন ব্যেক্তি ক্রিপ্টো ব্যবহারে যেখানে অনিরাপদ তাদের জন্য দুবাই হতে পারে স্বর্গরাজ্য।দুবাই সরকার বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের ক্রিপ্টো ব্যবহার করে অর্থ ট্রান্সফারের বিশাল সুবিধা দিয়ে রেখেছে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা খুব সহজেই তাদের 2য় হোম বানাতে পারছে। দুবাই সরকার ক্রিপ্টো ব্যবহারকারীদের কিছু সুবিধা প্রদান করেছে যার কারনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে বিনিয়োগ সহ বিভিন্ন কম্পানীর হেড অফিস স্থাপন করছে ফলে আগামি কয়েক বছরে বিশ্বের অন্যতম একটি দেশ হতে যাচ্ছে দুবাই।

ক্রিপ্টোকারেন্সিতে কেন দুবাই এগিয়ে যাচ্ছে

# দুবাই সরকার নির্দিস্ট পরিমান অর্থের বিনিময়ে সেখানে ক্রিপ্টোকারেন্সির উপর লাইসেন্স প্রদান করছে।

# দুবাইতে বড় একটি ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন সম্প্রদায় আছে।

# দুবাই প্রায়ই হোস্ট হিসেবে প্রচুর ব্লকচেইন বেসড সেমিনারের আয়োজন করে।

# দুবাইতে বিটকয়েনের কোম্পানি গুলো বেড়ে উঠছে।

# দুবাইতে ক্রিপ্টোরকারেন্সি ব্যবহারে কোন ট্যাক্স প্রদান করতে হয় না।

# Binance আনুষ্ঠানিকভাবে দুবাইতে কাজ করার জন্য লাইসেন্সপ্রাপ্ত হয়েছে।




মূলত প্রত্যেকটি দেশের সরকারই চেস্টা করে তাদের দেশকে দ্রুত টেকনোলিাজর সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই দিক থেকে বিবেচনা করলে অন্যান্য টেকনোলোজির সাথে বিটকয়েন কেও অধিক গুরুত্ব দিয়েছেন দুবাই কর্তপক্ষ্য যারা সেখানে সফল। আগামি দিনগুলোতে এই দেশটি আরও সম্মৃদ্ধি আর্জন করবে। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আশা করছি।
jr. member
Activity: 50
Merit: 1
March 23, 2023, 07:10:43 AM
আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো। বাংলাদেশ লোকাল বোর্ডে প্রতিদিন ২-৩ জন করে লোক জয়েন হচ্ছে । আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের বাংলা লোকাল বোর্ডকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার । আমরা সবাই এখানে গুরুত্বপূর্ণ পোস্ট করব। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিটকয়েন মার্কেট ১৯ হাজার থেকে 28 হাজার প্লাস পৌছেছিল। তাই আমরা মনোযোগ সহকারে পোস্ট করব ,এমন কোন পোস্ট আমরা করবো না যাতে আমাদের ক্ষতি হয় ,কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের তাহসিন ভাইয়ের আইডি সারা জীবনের জন্য ব্যান করা হয়েছে। তাই এখানে পোস্ট করার আগে এখানকার নিয়ম-কানুন ভালো করে দেখে তারপর পোস্ট করবেন।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
March 23, 2023, 04:09:20 AM
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আশাকরি এখন ঠিক আছে। দেখতে পারেন। আর আমি দেখতে পারছি এটাই আপনার ফোরামের প্রথম পোস্ট । আপনাকে বাংলা থ্রেডে স্বাগতম।
sr. member
Activity: 546
Merit: 309
March 23, 2023, 01:38:08 AM
Snip
আপনি ভালো পোস্ট করেছেন কিন্তু যে ইমেজগুলো ব্যবহার করেছেন তার অনেক বড় সাইজ রয়েছে তাই এটি দেখতে খুব বাজে দেখাচ্ছে কারন দীর্ঘ সময় ভরে স্ক্রোল করে এটি অতিক্রম করা লাগছে। তাই আপনার ইমেজের সাইজ ছোট করুন এটি দেখতে আরো ভালো লাগবে। ইমেজ ছোট করার জন্য প্রয়োজনীয় কোড সংযুক্ত করুন।

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]

Quote
[img width=জেকোনো সাইজ এমাউন্ট যেমন 200 এর পর স্পেস heigth=200]https://i.imgur.com/Gk7DlUQ.png[/img]
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
March 23, 2023, 12:36:50 AM
Fake Arbitrum (ARB) Airdrop এবং Presale চলছে কেউ Scammer এর ফাঁদে পইড়েন না।

আসসালামুআলাইকুম বাংলাদেশী ভাইয়েরা। আশা করি সবাই ভাল আছেন। আজকে সকালে একটি YouTube তার সোশ্যাল একাউন্ট এ দেখলাম একটি ফেক Arbitrum Airdrop পোস্ট করেছে । কিন্তু ভিতরে দেখি বিশাল কাহিনী তারা শুধু Airdrop এর নামে ফেক Presale রান করছিল। আর সেখানে ইতিমধ্যেই অনেকেই Join ও করে ফেলেছে দেখলাম। তাই আপনাদের সাথে স্কাম  Website টা শেয়ার করছি যাতে আপনারা এ ধরনের স্ক্যাম ট্র্যাপ থেকে সতর্ক থাকতে পারেন।

ফেক Presale এবং Airdrop লিংক: https://airdrop.arbitram.io/gMP3
 আর্কাইভ: https://archive.ph/8xRjL
স্কেমার এড্রেস: 0xa4ca7C78407247A603216345752e9f4041423cde
এই এড্রেস এ 8.239839839703950966 ETH ব্যালেন্স আছে। অতএব বলা যায় কিছু মানুষ অবশ্যই ফেক Presale এ জয়েন করেছে।


এখানে Scammer এর Presale এর এড্রেস সহ  Presale প্রাইস দেওয়া।


এখানে তারা ১ ETH এ ৫০,০০০ $ARB সেল করছে।


এখানে ফেক Airdrop এ জয়েন ও রেফার করতে বলা হচ্ছে যা স্ক্যাম টিকে আরো ছড়িয়ে দিবে।
মজার বিষয় হচ্ছে তারা ফেক ওয়েবসাইটে বানান ভুল করে তৈরি করেছে একটু সাবধান হলেই হয়ত বোঝা সম্ভব।
আসল Arbitrum ওয়েবসাইট: https://arbitrum.foundation/

তাই সবাই কে অনুরোধ করছি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এইসব Scammer দের থেকে।

আমি অলরেডি এই বিষয়ে Scam Accusations বোর্ড এ একটি পোস্ট করেছি আর বাঙালি ভাইদের সার্থে এখানেও তথ্য শেয়ার করলাম। আমার পোস্ট লিংক : [SCAM ALERT] FAKE ARBITRUM PRESALE AND AIRDROP ONGOING (NEVER JOIN PRESALE)
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 23, 2023, 12:17:13 AM
সবার জন্য সুখবর আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহে বিটকয়েন প্রায় ১০ হাজার প্লাস বেড়েছে আর কিছুদিনের মধ্যে বিটকয়েন ৪০ হাজার প্লাস হবে আমরা সবাই বাংলাদেশ ফ্রম এ অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ পোস্ট করে আমরা আমাদের এই ফর্মটাকে আরো এগিয়ে নিয়ে যাব

ইনশা আল্লাহ। কয়েকদিন যাবত সবুজ ছায়ায় ভরে গেছে। লালের ছায়া মুছে গেছে। বর্তমান বিটকয়েন ২৭,৩৭৪ আছে। আগামীকাল ২৮k অবস্থান করেছিলো। বিটকয়েনের বাজার আগের থেকে অনেক ভালো হতে চলেছে। দিন দিন বিটকয়েনের দাম বেড়েই চলেছে। আমি আশা করি জুলাই মাসের মধ্যে ৩৫k+ অবস্থান করবে। 
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 23, 2023, 12:08:24 AM
( ফ্রীতে মোটা মুটি ভালো একটা সার্ভিস দিয়েছিল roslinpl :')।
roslinpl এর একাউন্ট হ্যাকড অথবা বিক্রয় হয়ে গিয়েছে। আসল rosinpl এখন এই একাউন্টের মালিক না, তাই পরবর্তী লেসন আর আসবে না। সিগ্নেচার ডিজাইনে ওর মত হাত jayce ছাড়া আর কারো নেই এই ফোরামে। আপনি চাইলে jayce থেকে হেল্প নিতে পারেন। jayce খুব ফ্রেন্ডলি মানুষ। আশা করি যে কাউকে সে হেল্প করবে এই ব্যাপারে।
Jump to: