Author

Topic: বাংলা (Bengali) - page 255. (Read 5721173 times)

jr. member
Activity: 49
Merit: 1
April 07, 2023, 07:22:56 AM
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
jr. member
Activity: 48
Merit: 7
April 07, 2023, 05:52:44 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
full member
Activity: 490
Merit: 119
April 07, 2023, 03:48:21 AM
যদি @Binance এবং @Tether_to বের করা হয়ও তার থেকে অধিক শক্তিশালী হবে #Bitcoin.

নিচে এর স্বতঃস্ফূর্ত ভোট দেখলেই বোঝা যায়।


সোর্স লিংক: https://twitter.com/Bitcoin/status/1640385978513895425?s=20

==================================================================================================================

গত এক সপ্তাহে বাংলাদেশের লোক থ্রিডে কিছু পোস্ট বেড়েছে। তাদের মধ্যে এখনো সর্বোচ্চ পোস্ট করার জায়গাটি কি ধরে আছেন @Little Mouse ভাই। আমাদের জন্য সুখবর এটাই যে, @crypto Library ভাই তৃতীয় পজিশনে অবস্থান করছেন। এভাবেই আমরা দেখতে পাব ক্রিপ্ট লাইব্রেরী ভাই আস্তে আস্তে এক নম্বর পজিশনে অবস্থান করবে।

শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো।
১. @Little Mouse  ৩৮৪ পোস্ট।
২. @Review Master  ২৭৫ পোস্ট।
৩. @crypto Library   ১৫৯ পোস্ট।
৪.  @Sammikhan  ১৫৮ পোস্ট।
৫. @shasan ১২৬ পোস্ট।
৬. @LDL ৮৫ পোস্ট।
৭. @naim027 ৭৯ পোস্ট।
৮. @Gripson ৭০ পোস্ট।
৯. @Dtalk ৬৫  পোস্ট।
১০. @wtsimis ৬৫ পোস্ট।


সোর্স লিংক: https://ninjastic.space/topic/631891.0
member
Activity: 168
Merit: 58
April 07, 2023, 01:20:46 AM
snip
আমি আপনাকে আরও একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি ছবি পোস্ট করবেন। তখন আপনি ছবিটির আকার (size) কমিয়ে পোস্ট করলে অনেকটাই ভালো দেখা যায় এবং পোস্ট এর আকার ছোট থাকবে।এই বিষয়ে জানতে আপনি upload photo size upload photo এই দুইটা  টপিক দেখতে পারেন। এই টপিকে আপনি আরো অনেক বিষয়ে জানতে পারবেন কিভাবে ফটো মাঝখানে পোস্ট করতে হয়। কিভাবে এক সাইটে পোস্ট করতে হয়।
jr. member
Activity: 50
Merit: 1
April 07, 2023, 12:49:38 AM
আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই দোয়া করি সারা জীবন এভাবে মানুষের উপকার করেন আপনারা জীবনে আরও বড় কিছু হন।
[/url]
m2 album
[/img]
][url=https://ibb.co/Ydjy3ks][/url]
jr. member
Activity: 122
Merit: 2
April 06, 2023, 11:54:36 PM
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।

ছবি পোস্ট করার জন্য আপনাকে প্রথমে imgbb অথবা এইরকম কিছু ওয়েবসাইটে ডুকতে হবে। তারপর আপনাকে আপনার ফোনের ফোল্ডার থেকে আপনি যে ছবি পোস্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে।

তারপর আপনি ছবিটি আপলোড করবেন।
তারপর আপনার ছবি যখন আপলোড হয়ে যাবে তখন আপনি ওইখান থেকে bbcode link copy করবেন।


তারপর সেই লিংক আপনি পোস্ট করবেন।
Code:
[img]https://i.ibb.co/60pgkz5/IMG-20230316-091925.jpg[/img]



আমি পোস্ট করার আগেই @Bitcoin_people ভাই পোস্ট করে ফেলেছে Grin আপনি ওইরকম ভাবেও পোস্ট করতে পারবেন। আপনি নতুন আপনি যাতে confused না হন সেজন্য edit করে লিখে দিলাম Tongue Grin
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 06, 2023, 11:49:07 PM
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
এটা খুবই সহজ কিন্তু আমি ও সবপ্রথম করতে পারিনি তবে সবার সাহায্য সহযোগিতারয় সফল হয়েছি। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিতে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কোন সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে এটার সমাধান দেওয়ার সবোর্চ্চ চেষ্টা করব।




আর আপনি অবশ্যই Photo Uploader নামের একটি Apps নামিয়ে নিবেন। তা না হলে আপনার ফটো Show করবে না Photo Uploader থেকে আপনি আপনার ফটো আপলোড করে তারপর ওই লিংক প্রবেশ করাবেন ও পরবর্তীতে পোস্ট করবে। এই টিপস্ গুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার ছবি দেখা যাবে পোস্ট করলে।

jr. member
Activity: 50
Merit: 1
April 06, 2023, 11:22:16 PM
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 06, 2023, 12:08:40 PM
বিটকয়েনের মূল্য আজ US$28,734.88, 24-ঘন্টার ট্রেডিং ভলিউম $16.66 B. BTC গত 24 ঘন্টায় +1.39%। এটি বর্তমানে $29,196.31 এর 7 দিনের সর্বকালের সর্বোচ্চ থেকে -1.58% এবং $27,436.87 এর 7 দিনের সর্বকালের সর্বনিম্ন থেকে 4.73%। BTC-এর 19.34 M BTC এবং সর্বাধিক 21 M BTC সরবরাহ রয়েছে।

এরকম শিট পোষ্টিং করা থেকে বিরত থাকা যায় না? বিটকয়েনটক ফোরামে যারা আছে, তারা অবশ্যই বিটকয়েনের দাম কখন কতো হচ্ছে তা খেয়াল রাখে। যদি কোনো এনালাইসিস করতে পারেন, সেটা পোষ্ট করতে পারেন। তাছাড়া আমার মনে হচ্ছে সুন্দর করে কপি করে, ট্রন্সলেটর মেরে পোষ্ট করে দিয়েছেন। কন্সট্রাকটিভ বা ইনফরমেটিভ কিছু পোষ্ট করেন।
sr. member
Activity: 1008
Merit: 366
April 06, 2023, 11:58:48 AM
~Snip
সঠিক মানুষ এর হাতে পরলে ধরা খাবে সিওর। কারণ এ আই যেমন শক্তিশালী, এইটারে আপনি বিট করতে পারবেন না। এ আই তে আপনি যা কিছুই কমান্ড দেন না কেনো তা অটোমেটিক সেভ হয়ে থাকে তাদের ডেটাবেজ এ। আপনি কোনো লেখা যদি এ আই দিয়ে কপি পেস্ট করেন, ওই লেখা টা পুনরায় এ আই তে পেস্ট করে "Did You Write This?" লিখে দিলে আপনাকে বলে দিবে।
অন্য একটি টুল যেটাকে বলা হয় "plagiarism detector" এইটা তে আপনি কোনো লেখা পেস্ট করে ওইটা কপি পেস্ট করা কি না তা জানতে পারবেন।
AI এর বেস্ট ইউজ আপনি করতে পারেন কিছু নিয়ম ফলো করলে। তবে তাতেও যে আপনি সেফ থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। আপনি কোনো বিষয়ে লিখতে চাচ্ছেন বাট আপনার সেই বিষয়ে ধারনা কম, আপনি AI এর সাহায্য নিতে পারেন। তবে তা শুধুমাত্র জানার লক্ষে। সরাসরি কপি পেস্ট করলে আপনি ধরা খাবেন। আপনি শিখবেন, জানবেন এবং নিজের ভাষায় তা প্রকাশ করবেন। এতে আপনার সমস্যা হবার কথা না। তবুও এক্সপেরিয়েন্স ছাড়া কোনো বিষয়ে না বলা টাই ভালো।
AI কতটা পাওয়ারফুল তা LDL ভাই অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং choice is yours.
আমি যা জানি তা জানিয়ে দিলাম আপনাদের। সাবধানতা অবলম্বন করে নিজের জ্ঞান শেয়ার করুন।
_tjtonmoy
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 06, 2023, 11:27:12 AM
সিনিয়র ভাইদের কাছে আমি একটা বিষয়ে জানতে চাই। আমি যদি কোন সোর্স থেকে কপি করে এনে কোন পোস্ট করি। যদি আমি সেই পোস্টে সোর্স লিংক যুক্ত করে দেই। তাহলে কি আমার পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে?
আপনি যদি কোন নিউজ থেকে বিশেষ ইনফরমেশন শেয়ার করেন তাহলে অবশ্যই আপনাকে সোর্স লিংক দিতে হবে। আর আমি যতটুকু আপনাকে বলি তা হচ্ছে কপি পেস্ট না করাটাই সবচেয়ে বেটার হবে আপনার একাউন্টের জন্য। আপনি যদি নিয়মিত কপি-পেস্ট করতে থাকেন তাহলে অবশ্যই আপনার একাউন্টের জন্য ভবিষ্যতে অনেক রিক্স হয়ে থাকবে। তাই আপনি যে ইনফরমেশন গুলো শেয়ার করবেন সেখান থেকে কিছু পরিমাণ ধারণা নিয়ে এবং আপনার ভিতর থেকে কিছু পরিমাণ জ্ঞান ধারণা দিয়ে পোস্ট করুন। তাহলে আপনার একাউন্টের জন্য অনেকটা ভালো হবে তা না হলে ভবিষ্যতে গিয়ে আপনার একাউন্টের অনেক বড় ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে।

আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমি গুগল বা সোশ্যাল মিডিয়া থেকে কোন ফটো ডাউনলোড দিয়ে। সেই ফটোতে এডিট করে আমার পছন্দমত লেখালেখি করে, যদি পোস্ট করি তাহলে কি কোন সমস্যা হবে? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ এই দুইটা বিষয়ে আমাকে বুঝিয়ে দিলে আমি অত্যন্ত উপকৃত হতাম।
আপনি যদি কোন ফটো গুগল থেকে ডাউনলোড করে সেটি আবার পুনরায় আপনি নিজের মতো করে এডিট করে নেন তাহলে অবশ্যই আপনার কোন সমস্যা হবে না একাউন্টের জন্য। তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে এডিট করবেন ফটোটির সেই পিকচার যেন একটি ছাড়া দুটি না থাকে। এ বিষয়ে আপনাকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে আপনি চাইলে ভালোভাবে এডিট করে পিকচার পুনরায় গুগল সার্চ করে দেখবেন ওই পিকচার গুগলে দ্বিতীয়টি আছে কিনা। যদি না থাকে তাহলে পোস্ট করবেন আর যদি আপনার এডিট করা পিকচারের সাথে মিলে যায় গুগলের ফটো সাথে তাহলে পোস্ট করবেন না। আর আপনি আপনার নিজের মত করে যদি এডিট করেন কোন ফটো তাহলে অবশ্যই এটি  ইউনিক হবে বা যদি গুগল থেকে ডাউনলোড করে সরাসরি পোস্ট করেন তাহলে অবশ্যই ফটোর নিচে লিখে দিবেন photos collect Google.
Thanks you!!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 06, 2023, 11:26:35 AM
সিনিয়র ভাইদের কাছে আমি একটা বিষয়ে জানতে চাই। আমি যদি কোন সোর্স থেকে কপি করে এনে কোন পোস্ট করি। যদি আমি সেই পোস্টে সোর্স লিংক যুক্ত করে দেই। তাহলে কি আমার পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে?
আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমি গুগল বা সোশ্যাল মিডিয়া থেকে কোন ফটো ডাউনলোড দিয়ে। সেই ফটোতে এডিট করে আমার পছন্দমত লেখালেখি করে, যদি পোস্ট করি তাহলে কি কোন সমস্যা হবে? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ এই দুইটা বিষয়ে আমাকে বুঝিয়ে দিলে আমি অত্যন্ত উপকৃত হতাম।

আপনি যেখান থেকেই কপি করেন না কেনো। অরিজিনাল সোর্স অবশ্যই এড করে দিবেন। সোর্স লিংক এড করে দিলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না।
ছবির ক্ষেত্রে কোনো কপিরাইট রুলস নাই। তবে কোনো কিছুতে পারটিসিপেট করার জন্য অন্যের ছবি বা কালেকটেড ছবি ব্যাবহার করতে পারবেন না। নরমাল ইউজের ক্ষেত্রে এডিট করে অথবা না করে যে কোনো ছবি পোষ্ট করতে পারেন (NSFW ব্যাতিত)। এতে কোনো সমস্যা হবে না।
member
Activity: 168
Merit: 58
April 06, 2023, 11:13:48 AM
সিনিয়র ভাইদের কাছে আমি একটা বিষয়ে জানতে চাই। আমি যদি কোন সোর্স থেকে কপি করে এনে কোন পোস্ট করি। যদি আমি সেই পোস্টে সোর্স লিংক যুক্ত করে দেই। তাহলে কি আমার পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হতে হবে?
আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমি গুগল বা সোশ্যাল মিডিয়া থেকে কোন ফটো ডাউনলোড দিয়ে। সেই ফটোতে এডিট করে আমার পছন্দমত লেখালেখি করে, যদি পোস্ট করি তাহলে কি কোন সমস্যা হবে? সিনিয়র ভাইদের কাছে অনুরোধ এই দুইটা বিষয়ে আমাকে বুঝিয়ে দিলে আমি অত্যন্ত উপকৃত হতাম।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 06, 2023, 08:52:23 AM
Apple তাদের ম্যাক এর নতুন ভার্শনে বিটকয়েনের হোয়াইট পেপার বাই ডিফল্ট এড করে দিয়েছে। macOS 10.14 এবং এর পরের সকল ভার্শনে হোয়াট পেপারটি সিম্পলডক নামে দিয়েছে।

টুইটারে আরেকটা ইমেজ ঘুড়ে বেড়াচ্ছে। সেটা হলো এটা



যদিও এটা ফান করেই কেউ পোষ্ট করে দিয়েছে। কিন্তু এমন টা সত্যি সত্যি হলে বিটকয়েনের শর্ট টার্ম এ একটা পাম্প দেখা যেতো।
এটা দেখতে সত্যিই অনেক সুন্দর। টুইটারে একটি টুইটে জানিয়েছেন
2014: Apple bans #Bitcoin   from AppStore.
2023: Apple puts the #Bitcoin  Whitepaper on every MacBook.
It’s happening… 🚀
https://twitter.com/BTC_Archive/status/1643955745778552836?t=hEfcKzeNj9a6qKBROX9YMA&s=19

LDL
hero member
Activity: 742
Merit: 671
April 06, 2023, 06:40:00 AM

AI Generated Written content
ChatGPT4 নতুনদের জন্য উপকারী না অপকারী?
ফোরামে AI writing নিষিদ্ধ কেন?


অনেকদিন ধরে ফোরামে একটি বিষয় খেয়াল করি যে অনেক আইডি ব্যান করা হয়েছে শুধুমাত্র AI writing content এর জন্য। প্রথমে ভেবেছিলাম হয়তো কোন সোর্স থেকে কপি পেস্ট করে এনে পোস্ট করা হয় বলে আইডি ব্যান করে দেওয়া হয়। কিন্তু এই বিষয়টি আমি কালকে পরিষ্কারভাবে বুঝতে পারি @tjtonmoy ভাইয়ের একটি নির্দেশনা থেকে। কালকে আমি তাকে পার্সোনাল মেসেজ দিয়ে এ আই AI writing Post সম্পর্কে কিছু জানতে চাইলে সে আমাকে একটি লিংক https://chat.openai.com/chat দিয়ে বলে এখানে গেলে আপনি বুঝতে পারবেন।
যেই ভাবা সেই কাজ, গিয়ে একটি ফ্রিতে একাউন্ট করি এবং পরে মেসেজ টাইপ অপশনে গিয়ে বিভিন্ন লেখা লিখে দিলেই রোবট AI অটোমেটিক সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছে। এ সমস্ত বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে এত সহজে অজানা কনটেন্টগুলো আমাদের সামনে মুহূর্তে উপস্থাপন করে দিচ্ছে। কালকে আমি আংশিক হলেও AI writing বিষয়টা কিছুটা বুঝতে পেরেছি।
আমি এ কথা স্পষ্ট বুঝতে পারছি যে নতুন যারা একাউন্ট করে ফোরামে নিজেকে অনেক জ্ঞানী দাবি করে অজানা ইনফরমেশন শেয়ার করে এবং পরবর্তীতে আইডি ব্যান খেয়ে চিরতরে হারিয়ে যায় সেটা মূলত এই ChatGPT এর ফল। নতুনরা মনে করে আমরা যে ইনফরমেশন দিচ্ছি সেটা হয়তো কেউ কখনো জানবে না, এই পোস্ট কোথা থেকে এনেছি সেটা তারা বের করতে পারবে না। কিন্তু AI মূলত যে information দিচ্ছে সেটা মূলত কোথাও না কোথাও থেকে এনেই আমাদের মূলত সার্ভিস দিচ্ছে। তাই আপনারা যারা নতুন তারা আপাতত ChatGPT4 থেকে সাবধান। আপনারা ভুলেও AI writing Post দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না।

AI writing Post কিভাবে দেওয়া হয়?

Quote
who invented Bitcoin?

AI/ ChatGPT4 results



Quote
why bitcoin more popular?

AI ফলাফল



Quote
Why Gambling harmful to students?

AI Generated ফলাফল





Quote
বাংলাদেশের প্রেক্ষাপটে বিটকয়েনের গুরুত্ব

AI Generated ফলাফল



AI writing পোস্ট নিয়ে একটি ভিডিও করেছি দয়া করে যারা নতুন তারা একবার হলেও দেখে নিবেন। নতুনদের জন্য উপকারী হতে পারে। একটি কথা বারবার বলছি নতুনরা বিশেষ করে এই সমস্ত টুলস ব্যবহার করে পোস্ট করবেন না।

Video link: https://youtu.be/yrqzUrEyHdA
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 06, 2023, 06:16:14 AM
Apple তাদের ম্যাক এর নতুন ভার্শনে বিটকয়েনের হোয়াইট পেপার বাই ডিফল্ট এড করে দিয়েছে। macOS 10.14 এবং এর পরের সকল ভার্শনে হোয়াট পেপারটি সিম্পলডক নামে দিয়েছে। ডিরেক্টরি:
Code:
 open /System/Library/Image\ Capture/Devices/VirtualScanner.app/Contents/Resources/simpledoc.pdf

টুইটারে আরেকটা ইমেজ ঘুড়ে বেড়াচ্ছে। সেটা হলো এটা



যদিও এটা ফান করেই কেউ পোষ্ট করে দিয়েছে। কিন্তু এমন টা সত্যি সত্যি হলে বিটকয়েনের শর্ট টার্ম এ একটা পাম্প দেখা যেতো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 05, 2023, 05:43:11 PM
এই পোস্টটির মাধ্যমে আমি কিছু তথ্য জানতে চাচ্ছিলাম সিনিয়র ভাইদের কাছে যে,
"সাতোশি নাকামোতো" আসলে কি একজন মানুষ নাকি কোন বস্তু ছিল।?
"সাতোশি নাকামোতো"  বস্তু  অবশ্যই ছিল না কেননা বস্তু থাকলে সে কিভাবে এত বড় রেভুলেশনকারী  আবিষ্কার করতে পারবে তাই না?
কিন্তু  বিটকয়েন আবিষ্কারের পিছনে এই নামটি আসলে কোন একটি ব্যক্তির নাম নাকি কোন টিম মিলে একটি নাম রেখেছে,  এগুলো নিয়ে বরাবর প্রশ্ন চলে আসছে  কিন্তু এর জবাব এখনো কেউ দিতে পারেনি  আর আমার মনে হয় না কখনো পারবেও।
আসসালামু আলাইকুম বিটকয়েন টকে আমি নতুন এর আগেও আমার কোন ফোরামে লেখালেখির অভিজ্ঞতা ছিল না এটাই আমার প্রথম। নতুন হিসেবে আমি অনেক কিছুই জানিনা এর জন্য  এই সাতটি লিংকের ভিতর গিয়ে আমি পড়ার চেষ্টা করতেছি কিন্তু এই বিষয়টি আমি বুঝলাম না দয়া করে আমাকে কেউ বলবেন -স্টিকি থ্রেট কি ? ("স্টিকি থ্রেড পাঠ করুন" ?)
বিটকয়েনটক  ফোরামে আপনাকে স্বাগতম,  আপনার ইচ্ছা ও আগ্রহ দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি বাংলাদেশ  থ্রেডের  প্রথম পেজের ওই সাতটি লাইন এর সম্পূর্ণ যদি পড়েন আশা করি বিটকয়েন ফোরাম সম্পর্কে আপনি অনেক কিছুই জেনে যাবেন আর তাছাড়া যে কোন বুঝবেন না তা এখানে রিপ্লাই এর মাধ্যমে প্রশ্ন করবেন।
এখন আপনার প্রশ্নে আসি   সর্বপ্রথম বলে দেই স্টিকি থ্রেড কি-
স্টিকি  শব্দটি ইংরেজি শব্দ  যার অর্থ অনেকটা লেগে থাকা। নিচের ছবি তে খেয়াল করলে দেখতে পাবেন যে এই টপিক  বা থ্রেড  এ   পিন করা রয়েছে ,  অন্যান্য   সকল থ্রেড  দেখবেন পেজ রিলোড দেওয়ার সাথে সাথে উপরে নিচে যাচ্ছে কিন্তু  যেগুলোর মধ্যে এই পিন আইকনটি রয়েছে সেগুলো একই স্থানে রয়েছে ,
আর এই সকল  পিন আইকন অর্থাৎ পিন করা থ্রেড গুলিকেই স্টিকি  বলা হয়।



newbie
Activity: 2
Merit: 1
April 05, 2023, 05:27:54 PM
আসসালামু আলাইকুম বিটকয়েন টকে আমি নতুন এর আগেও আমার কোন ফোরামে লেখালেখির অভিজ্ঞতা ছিল না এটাই আমার প্রথম। নতুন হিসেবে আমি অনেক কিছুই জানিনা এর জন্য  এই সাতটি লিংকের ভিতর গিয়ে আমি পড়ার চেষ্টা করতেছি কিন্তু এই বিষয়টি আমি বুঝলাম না দয়া করে আমাকে কেউ বলবেন -স্টিকি থ্রেট কি ? ("স্টিকি থ্রেড পাঠ করুন" ?)
full member
Activity: 490
Merit: 119
April 05, 2023, 03:23:17 PM
শুভ জন্মদিন! সাতোশি নাকামোতো

কয়েন আলাপ ডটকম এ একটা পোস্ট দেখলাম, সাতোশি নাকামোতোর জন্মদিন কি এপ্রিলে?

এখানে বলা হয়েছে যে, সাতোশি নাকামোতো একজন ইন্ডিভিজুয়াল মানুষ। তিনি ৫ এপ্রিল “P2PFoundation.ning.com”-এ তার বিখ্যাত ছদ্মনামটি নিবন্ধন করেছিলেন। আবার এমনও হতে পারে, সাতোশি নাকামোতো হয়তো কোন দলভুক্ত ছদ্মনাম নয় তার জন্ম সম্ভবত ১৯৭৫ সালের ৫ এপ্রিল। সেই হিসেবে ৫ এপ্রিলকে তার জন্মদিন হিসেবে গণনা করা হয়। তিনি একজন মাস্টার মাইন্ড ছিলেন, মানুষ হয়েই তিনি জন্মেছিলেন এবং হয়েছিলেন “মায়েস্ট্রো”।

সোর্স লিংক: coinalap.com/সাতোশি-নাকামোতোর-জন্মদিন/

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

অন্যদিকে, উইকিপিডিয়া রিসার্চ করে জানতে পারলাম যে, ১৮ই আগস্ট ২০০৮-এ, ডোমেইন নাম bitcoin.org নিবন্ধিত হয়। ডোমেন রেজিস্ট্রেশন লিংক: https://prnt.sc/u5OXbSAdebR5 .সেই বছরের ৩১ অক্টোবর, বিটকয়েন: একটি পিয়ার-টু-পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম শিরোনামে সাতোশি নাকামোটোর লেখা একটি পেপারের একটি লিঙ্ক একটি ক্রিপ্টোগ্রাফি মেইলিং তালিকায় পোস্ট করা হয়েছিল। প্রথম পোস্ট লিঙ্ক: https://bitcoin.org/bitcoin.pdf একটি কাগজ "বিশ্বাসের উপর নির্ভর না করে ইলেকট্রনিক লেনদেনের জন্য একটি সিস্টেম" হিসাবে বর্ণনা করা হয়েছে এমন একটি পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক ব্যবহার করার বিস্তারিত পদ্ধতি। ৩ই জানুয়ারী ২০০৯ - এ, সাতোশি নাকামোটো বিটকয়েনের জেনেসিস ব্লক (ব্লক নম্বর 0) খননের মাধ্যমে বিটকয়েন নেটওয়ার্ক অস্তিত্বে আসে, যার পুরষ্কার ছিল 50 বিটকয়েন। জেনেসিস ব্লকে এটি পাঠ্য ছিল। চ্যান্সেলর এর মাধ্যমে, ৩ই জানুয়ারী ২০০৯ - এ প্রকাশিত টাইমস-এর একটি শিরোনাম উল্লেখ করে একটি লেখা প্রকাশিত হয়। প্রথম “ওপেন-সোর্স” বিটকয়েন ক্লায়েন্ট ৯ই জানুয়ারী ২০০৯ - এ মুক্তি পায়, “সোর্সফোর্জে” হোস্ট করা হয়েছিল।

ওপেন-সোর্স https://web.archive.org/web/20140326174921/http://www.mail-archive.com/[email protected]/msg10142.html

সোর্সফোর্জে: https://sourceforge.net/p/bitcoin/news/


এই পোস্টটির মাধ্যমে আমি কিছু তথ্য জানতে চাচ্ছিলাম সিনিয়র ভাইদের কাছে যে,
"সাতোশি নাকামোতো" আসলে কি একজন মানুষ নাকি কোন বস্তু ছিল।?
বিটকয়েনের জন্মদিন ৫ই এপ্রিল নাকি ৯ই জানুয়ারি বলা হয়ে থাকে?

জানিনা, এই পোস্টটা আগে কখনো করা হয়েছে কিনা? যদি আমার এই পোস্টটিতে কোন ভুল থাকে, "দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।"
jr. member
Activity: 76
Merit: 1
April 05, 2023, 12:20:15 PM
হ্যালো ভাই, আপনি কেমন আছেন আমি এখানে নতুন এবং আমি অতীতে অনেক অনুগ্রহে অংশ নিয়েছি কিন্তু লাভ নেই কেন? কেউ কি আমাকে গাইড করতে পারেন কিভাবে বাউন্টির পরিবর্তে ফোরামে অর্থ উপার্জন করতে হয়। ধন্যবাদ সবাইকে ভাই!
Jump to: