এই হাদিসগুলো পড়ে আমার ভৌগলিক কিছু তথ্য মনে পড়ে যায়। আমরা কত সুখময় একটি দেশে বসবাস করি এদেশে রোজা রাখার সময় খুবই অল্প সময় তারপরেও আমরা অনেকেই রমজান মাস দেখে ভয় পাই এবং রোজা রাখি না। রোজাদার ব্যক্তির পুরস্কার কাল হাশরের ময়দানে হবে সবচেয়ে বড় পুরস্কার।
কোনো দেশে রোজা রাখার সময় হবে ১৩ ঘন্টা এবং অনন্য দেশে হবে ২০ ঘন্টা।
আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্যের দেশ ১৩ থেকে ১৫ ঘন্টা রোজা রাখতে হবে।
গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, বেলজিয়াম এ সকল দেশের মানুষদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে মাত্র ২০ ঘন্টা। অনেকের মনে প্রশ্ন ঘোরাফেরা করতে পারে কেন এদেশের মানুষদের এত বেশি সময় রোজা রাখতে হয়।
কারণ হলো: কোনো দেশে ১২ থেকে ১৫ ঘন্টা এবং অন্য দেশে ১৮ থেকে ২০ ঘন্টা এত সময় ব্যবধান কেন। এইসব বিষয় সম্পূর্ণ ভিত্তি করে দেশের উত্তর গোলার্ধ অবস্থান কৃত দেশগুলোর মধ্যে। উত্তর গোলার্ধে দেশগুলোর অবস্থান হলে সূর্যের অবস্থান হবে একরকম এবং দক্ষিণ গোলার্ধে দেশের অবস্থান হলে সূর্যের অবস্থান হবে আরেকরকম। আমরা বাংলাদেশে অবস্থানকারী মানুষ এত সুখ ময় সময় পেয়েও আমরা রোজা রাখি না এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন 30 টি রোজা রাখার তৌফিক দান করে এবং রোজার হক সহ আদায় করব ইনশাল্লাহ।