Author

Topic: বাংলা (Bengali) - page 257. (Read 5720049 times)

full member
Activity: 490
Merit: 119
April 03, 2023, 09:30:34 AM
বাংলাদেশ লোকাল বোর্ডের পক্ষ থেকে @tjtonmoy ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি মন থেকে খুব গর্বিত অনুভব করছি @tjtonmoy ভাই-এর সিনিয়র মেম্বর পদে প্রমোশন পাওয়ার জন্য। আশা করি আপনি খুব তাড়াতাড়ি হিরো মেম্বার এবং তারপর পরবর্তীতে লিজেন্ডারি মেম্বার হয়ে উঠবেন। আসলে খুব ভালো লাগে যখন দেখি বাংলাদেশ থেকে কেউ একজন কোন বড় এচিভমেন্ট করতেছে। এটা আসলে সারা বাংলাদেশের গর্ব। আমি @tjtonmoy ভাই-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

আসলে @tjtonmoy ভাই আমার প্রিয়দের মধ্যে একজন। আমি উনাকে প্রতিনিয়ত ফলো করি। উনার পোস্টগুলো পরি খুব মনোযোগ দিয়ে এবং ওনার পোস্ট থেকে অনেক কিছু শিখি। আমি আশা করি, বাংলাদেশ এই লোকাল বোর্ড থেকে আরো অনেকেই খুব শীঘ্রই সর্বোচ্চ পদে উন্নতি হবে।

তাদের মধ্যে
@tjtonmoy
@LDL
@Popkon6
@Mr.corol
@NicNacCoin
@BTC_Mouse
@Bitcoin_people
@Crypto Library
@Learn Bitcoin
@Crypto Networks

আমি আপনাদের সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং খুব শীঘ্রই আপনাদের থেকে একটি ট্রিট আশা করি।


jr. member
Activity: 50
Merit: 1
April 03, 2023, 08:28:30 AM
যারা কুকয়েন ব্যবহার করেন তাদের জন্য কিছু কথা। ইতিমধ্যেই আমরা সবাই প্রতারণার হাতে পড়তাছে প্রতারণার হাত থেকে বাঁচতে আমরা কয়টি জিনিস মেনে চলবো।
  কীভাবে নিজেকে প্রতারকদের হাত থেকে রক্ষা করবেন(বিশেষ করে নতুনদের জন্য)
1.) স্মার্ট এবং ডিইওআর হন।
 2.) সর্বদা গ্রুপে প্রশ্ন জিজ্ঞাসা করুন।
 3.) ডিএম ডিলগুলিতে নিযুক্ত হবেন না বিশেষ করে যেগুলি আপনাকে প্রথমে ডিএম করে।
 4.) সর্বদা অ্যাপে আপনার লেনদেন শেষ করুন। প্ল্যাটফর্মের বাইরে P2P বণিকের সাথে ডিল করার চেষ্টা করবেন না।

member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 03, 2023, 07:01:42 AM
CONGRATULATIONS


@tjtonmoy ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন ।। আপনি আজ ফুল মেম্বার থেকে sr.member এ পদার্পণ করেছেন।। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়।। আমি বাংলাদেশ কমিউনিটির একজন গর্ব।। আপনাকে নিয়ে আমরা গর্বিত।। আপনাদের মত বড় বড় মানুষেরা ইনশাল্লাহ বাংলাদেশ কে ক্রিপ্টো ওয়ার্ল্ডে একটি ভিন্ন জায়গায় স্থান করে দেবে ইনশাআল্লাহ।।

member
Activity: 168
Merit: 58
April 03, 2023, 06:24:58 AM
আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...



@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।

আমি লক্ষ্য করে দেখলাম বাংলা লোকাল থ্রেডে কিছু কিছু লোক আছে শুরুর দিক দিয়ে কপি পোস্ট শুরু করে দেয়। মেরিট আর্ন করার জন্য  উঠে পড়ে লাগে। দুই একটা মেরিট আর্ন করে জুনিয়র মেম্বার পদোন্নতি হলে । তাদেরকে আর বাংলা বোর্ডে দেখা যায় না।
আবার কিছু লোক আছে দেখা যায়, দুই একটা মেরিট আর্ন করে জুনিয়র মেম্বার পদোন্নতি হলে বাউন্টি আনতে শুরু করে ,ম্যানেজার হয়ে যায়। তাদেরকে আর বাংলা বোর্ডে দেখা যায় না।
যদি এ বিষয়ে ভুল বলে থাকি তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন।

@ahad92 ভাই আপনারে বলছি আপনি এখন কপি পোস্ট করে ভাবছেন কিছুই হবে না। আপনি বিটকয়েন ফরমে রুলস হয়তো জানেন না। তাই এভাবে কপি পোস্ট করেন। হয়তো এখন আপনার কোন সমস্যা হবে না। যখন আপনার একাউন্ট অনেক বড় হবে তখন দেখবেন এই ছোট ভুলের কারণে, এক সময় অনেক বড় ক্ষতি সম্মুখীন হতে হবে।
newbie
Activity: 23
Merit: 10
April 03, 2023, 05:46:44 AM
@tjtonmoy ভাই প্রথেমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্🎉🎉। এখন আমাদের লোকাল বোর্ডে  আরেকজন  সিনিয়র মেম্বারের সংখ্যা বেড়ে গেল। আমাদের এই বোর্ড টা আরেকটু এগিয়ে গেল। আপনি জীবনে হার্ডওয়ার্ক  করেছেন বলেই আজকে এ পর্যন্ত এসেছেন। অনেক কষ্টের ফলে আজকে আপনি আপনার মর্যাদা পেয়েছেন। আমাদের লোকাল বোর্ড কাউকে যদি উপর লেভেল দেখি তাহলে আমি খুব আনন্দিত হই। আপনাদের দেখলে আমার ধৈর্য ও আত্নবিশ্বাস বেড়ে যায়।আপনাদের  ধৈর্য,  চেষ্টা  আর সময় এই তিনটি আছে বলেই আপনারা দিন দিন এগিয়ে যাচ্ছেন। কিন্তু  যদি করো মধ্যে এই তিনটি জিনিস  থাকে তাহলে সে জিবনে সফলতা পায়। তাই আপনাদের কাছে থেকে এই তিনটি বিষয় আমাদের শেখা দরকার।
১. ধৈর্য : আমরা খুব তাড়াতাড়ি সফলতা খুঁজি কিন্তু ধৈর্য ধরি না। ধৈর্য ছাড়া সফলতা পাওয়া সম্ভব নয়।
২. সময়: কোন কিছুর মধ্যে সময় না দিলে সেখানে থেকে সফলতা আসে না।
৩. চেষ্টা: কোন কিছু আপনি নিজে নিজেই পেয়ে জাবেন না।  সে জিনিসের জন্য অবশ্যই আপনার চেষ্টা ও আকাঙ্ক্ষা থাকতে হবে।

@tjtonmoy আপনার কাছে আমাদের একটাই চাওয়া সেটা হলো আমাদের এই বোর্ডে অ্যাকটিভ থেকে আমাদের সবাইকে  হেল্প করবেন।আপনার জন্য দোয়া ও ভালোবাসা খুব তাড়াতাড়ি আপনাকে  legendary Members হিসেবে দেখতে চাই।
sr. member
Activity: 798
Merit: 377
April 03, 2023, 05:31:03 AM
আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...



@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।




member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
April 03, 2023, 05:04:20 AM
ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন ভাই tjtonmoy



sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 03, 2023, 04:51:37 AM
Congratulations 🎉🎉
আমার দেখে অত্যন্ত খুশি অনুভব হচ্ছে যে আমাদের বাংলা লোকাল বোর্ডের সিনিয়র ভাই @tjtonmoy আজকে অনেক কষ্টের পর সিনিয়র মেম্বর রেংক অর্জন করতে সক্ষম হয়েছে।
অনেক সময় ও পরিশ্রম ব্যায় করে যাচ্ছেন এই ফোরামের পেছনে আর আমাদের ও অনেক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। @tjtonmoy ভাই আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আপনি আরো এগিয়ে যান এবং আপনার লক্ষে পৌছাতে আরো ফোরামে পরিশ্রম করতে হবে। আর আমাদের বিশ্বাস আপনি পারবেন আমাদের ও বাংলা লোকাল বোর্ডেকে এগিয়ে নিয়ে যেতে।
ধন্যবাদ ভাই 👏

member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
April 03, 2023, 04:48:45 AM
বাংলা বোর্ডের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কমিউনিটির বাহিরে অনেকদিন ছিলাম। কমিউনিটির বাহিরে থেকে বুঝতে পেরেছি কমিউনিটি ছাড়া কখনোই বড় হাওয়া যায়না। তাই অবশেষে সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে নিয়মিত আমার কমিউনিটিতে একটিভ থাকব। কমিউনিটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব।

আমি এখানে প্রবেশ করেই দেখতে পারলাম আমার একজন ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। আমি আমার এই ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।

ভাই আপনি যে প্রজেক্টটি লঞ্চ করেছিলেন সেই প্রজেক্ট এর খবর কি সেটা তো দেখলাম মার্কেট থেকে একদম হারিয়ে গিয়েছে, না ওই প্রজেক্ট নিয়ে আবার কোন কাজ করতেছেন ওইটা কি আপনার নিজস্ব প্রজেক্ট ছিল আমি  NicNac Coin প্রজেক্ট এর কথা বলতেছি
jr. member
Activity: 48
Merit: 7
April 03, 2023, 04:28:52 AM
আমি ফোরামে নতুন এবং বাংলা বোর্ডেও নতুন।বাংলা বোর্ডে যে সকল বড় ভাইয়েরা রয়েছে তারা খুবই আন্তরিক এবং বোর্ডের সকলের উপকার করে থাকে। সেই সাথে তারা গুরুত্বপূর্ণ সকল বিষয় আমাদের মাঝে তুলে ধরেন।
আজকে আমাদের খুবই আনন্দের বিষয় আমাদের বাংলা বোর্ডের বড় ভাই @tjtonmoy সিনিয়র মেম্বার পদমর্যাদা (Rank Up) অর্জন করল।তিনি  সবসময় আমাদের সাহায্য করে এবং ভবিষ্যতেও করবে। আমাদের সবার পক্ষ থেকে  অভিনন্দন ও ভালোবাসা নিবেন।
   Congratulations প্রিয় ভাই   @tjtonmoy

আপনি অনেক দূর এগিয়ে যান সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে অবিরাম।
sr. member
Activity: 1386
Merit: 451
April 03, 2023, 03:48:29 AM
বাংলা বোর্ডের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কমিউনিটির বাহিরে অনেকদিন ছিলাম। কমিউনিটির বাহিরে থেকে বুঝতে পেরেছি কমিউনিটি ছাড়া কখনোই বড় হাওয়া যায়না। তাই অবশেষে সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে নিয়মিত আমার কমিউনিটিতে একটিভ থাকব। কমিউনিটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করব।

আমি এখানে প্রবেশ করেই দেখতে পারলাম আমার একজন ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। আমি আমার এই ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।

Congratulations 🎉

@tjtonmoy
member
Activity: 168
Merit: 58
April 03, 2023, 03:24:01 AM
আজকে সত্যিই আমাদের আনন্দের বিষয় বাংলাদেশর ভাই @tjtonmoy ভাই এর পদোন্নতি হয়েছে। ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার হয়েছেন। প্রার্থনা করি ভবিষ্যতে আপনি হিরো মেম্বার হবেন তারপর লেজেন্ডারি মেম্বার হয়ে উঠবেন। আমি যতদিন ধরে এই বিটকয়েন ফরমে জয়েন হয়েছি। ততদিন ধরেই দেখি আপনি এ বাংলা থ্রেডে সব সময়ই আমার মত ছোট ভাইদের সহযোগিতা করে থাকেন। আবারও দোয়া করি ভাই আপনি আরো বড় হন। আমার মত ছোট ছোট ইজারদের সব সময় সাহায্য সহযোগিতা করবেন পাশে থাকবেন।

sr. member
Activity: 798
Merit: 377
April 03, 2023, 02:47:31 AM

আজকে আমাদের বাংলা বোর্ডে একজন সিনিয়র সদস্যের সংখ্যা বৃদ্ধি পেলো। এবং র‍্যাঙ্ক বৃদ্ধি পাওয়া দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ আমাদের বাংলা বোর্ডের গৌরব এবং কৃতি সন্তানরা উচ্চতার রেংক অর্জন করুক। এবং আমরা আস্তে আস্তে ফোরামের ক্ষমতার শিখরে পৌঁছাতে পারবো এভাবেই তবে দোয়া করি আপনি আরো এগিয়ে যান আমাদের বাংলা বোর্ডের সুনাম আরো বৃদ্ধি পাবে।

এবং আমি আপনাকে পরবর্তীতে হিরো মেম্বার হিসেবে দেখতে চাই এ আশা রইল এবং দোয়া করি আপনার জন্য আরো উচ্চতা রাংক অর্জন করুন।
jr. member
Activity: 122
Merit: 2
April 03, 2023, 02:29:18 AM


বাংলাদেশ বোর্ড থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি ভাই আরো এগিয়ে যান।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 03, 2023, 02:25:12 AM


আজকে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে একজন সিনিয়র মেম্বার হিসেবে @tjtonmoy ভাই প্রমোশন পেয়েছে। তাকে আমাদের বাংলাদেশ লোকালের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। তার এই সিনিয়র মেম্বার পদ অর্জন সত্যিই আমাদের বাংলাদেশ লোকালের একটি অর্জন। সে আমাদের বাংলাদেশ লোকালের একজন নিয়মিত মেম্বার। তার কাছ থেকে আমরা অনেক মহামূল্যবান ইনফরমেশন পেয়ে থাকি। আমরা তার সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করছি।

full member
Activity: 490
Merit: 119
April 02, 2023, 11:02:51 PM
Quote
আপনি খুব সুন্দর ভাবে এনালাইসিস করেছেন। আপনার এনালাইসিস গুলো সঠিক হয়েছে। ম্যারিড কমবেশি হওয়ার কারণ হয়তোবা মেরিট আপডেট হতে ওদের কিছু সময় লাগে। এমনকি বিটকয়েন টক ফোরামেও কিছুটা সময় লাগে। আবার প্রোফাইল পিকচার যখন চেঞ্জ করি তখনও কিন্তু ফোরামের প্রোফাইল পিকচার ভিসিবল বা দৃশ্যমান হতে অনেকটা সময় লাগে। কাজেই এটা সম্ভবত খুব বড় একটা সমস্যা নয়।

ধন্যবাদ @shasan ভাই, সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দেয়ার জন্য কিন্তু আমার যেটা মনে হয়। সেটা হচ্ছে যে, একটু সময় নিতে পারে "বিটকয়েনটক ফোরাম" কারণ এর ইউজার সংখা অনেক কিন্তু যে টুলসটা দিয়ে এটা পরীক্ষা করা হয়েছে সেটা আমার মনে হয় একটু বাগ আছে। এটা ঠিক করা প্রয়োজন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 02, 2023, 10:48:33 PM
কিন্তু আমি পরীক্ষামূলকভাবে @LDL ভাইয়ের ইউজার নেমটা সার্চ করে দেখলাম যে, এই পোস্টটা কিছু ভুল রিপোর্ট শো করতেছে, যেমন @LDL ভাইয়ের মেরিড হচ্ছে ৩১৯ টা কিন্তু এখানে শো করতেছে ৩০৯ টা।
আপনি খুব সুন্দর ভাবে এনালাইসিস করেছেন। আপনার এনালাইসিস গুলো সঠিক হয়েছে। ম্যারিড কমবেশি হওয়ার কারণ হয়তোবা মেরিট আপডেট হতে ওদের কিছু সময় লাগে। এমনকি বিটকয়েন টক ফোরামেও কিছুটা সময় লাগে। আবার প্রোফাইল পিকচার যখন চেঞ্জ করি তখনও কিন্তু ফোরামের প্রোফাইল পিকচার ভিসিবল বা দৃশ্যমান হতে অনেকটা সময় লাগে। কাজেই এটা সম্ভবত খুব বড় একটা সমস্যা নয়।
full member
Activity: 490
Merit: 119
April 02, 2023, 06:56:01 PM
Quote

@DdmrDdmr, ভাই এর https://public.tableau.com/ টুলসটা এনালাইস করে দেখলাম যে, এই টুলসটা নিঃসন্দেহে একটা হেল্পফুল টুলস। কিন্তু আমি পরীক্ষামূলকভাবে @LDL ভাইয়ের ইউজার নেমটা সার্চ করে দেখলাম যে, এই পোস্টটা কিছু ভুল রিপোর্ট শো করতেছে, যেমন @LDL ভাইয়ের মেরিড হচ্ছে ৩১৯ টা কিন্তু এখানে শো করতেছে ৩০৯ টা। তাছাড়া অন্যান্য যে ফিচারস গুলো দেখলাম রিসিভ মেরিড, সেন্ড মেরিট, কোন মাসে কত মেরিট পেয়েছেন, কোন মাসে ডোনেট করেছেন, এই সবগুলাই মোটামুটি আমার খুব ভালো লেগেছে। তাই আমার মনে হয় আপনার এখান থেকে যে তথ্যগুলি নিবেন একটু যাচাই-বাছাই করে নিবেন।

আর আমি @LDL ভাইকে সত্যিই আমার প্রশংসায় রাখবো এজন্য যে, তিনি ২০২২ সালের অক্টোবর মাসের 19 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এত দ্রুত যে এত ভালো একটা পজিশনে চলে যাবেন। সত্যি @LDL ভাই এর জন্য আমার গর্ব হচ্ছে।



Check Link: https://public.tableau.com/app/profile/ddmrddmr/viz/BitcointalkMeritDashboard/PersonalSummary



Profile Link: https://bitcointalksearch.org/user/ldl-3511520
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 02, 2023, 04:30:48 PM
whirlwind.money সিগ্নেচার ক্যাম্পেইন আসার পর থেকে সিনবাদ মিক্সারের পেমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ বেশিরভাগ কোয়ালিটি মেম্বার সিনবাদ থেকে whirldwind এ চলে গিয়েছিল। আর সেজন্য, আমিও গতকালকে বোকা হয়ে গিয়েছি।
এটা এপ্রিল ফুলের মতো কোনো ঘটনাই না। আপনি যদি চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন এটা কোনভাবেই এপ্রিল ফুল হতে পারে না। এ নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছে তাই নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না।


অল্প কিছু হলেও এই ফ্রি রেফেলে যে কেউ জয়েন হতে পারেন। তবে জয়েন হওয়ার পূর্বে অবশ্যই নিয়ম গুলো ভালোমতো পড়ে নিবেন, কারো কোন তথ্য কপি করবেন না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 02, 2023, 12:15:30 PM
whirlwind.money সিগ্নেচার ক্যাম্পেইন আসার পর থেকে সিনবাদ মিক্সারের পেমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ বেশিরভাগ কোয়ালিটি মেম্বার সিনবাদ থেকে whirldwind এ চলে গিয়েছিল। আর সেজন্য, আমিও গতকালকে বোকা হয়ে গিয়েছি। থিমসের এপ্রিল ফুলের সাথে আমি আগে থেকেই পরিচিত। কোনবারই আসলে বোকা হই নি কিন্তু গতকাল আমি প্রথমে এপ্রিল ফুল কমেন্ট করলেও পরে মনে হয়েছে সিনবাদ আসলেই রিলঞ্চ করছে।
আমি আপনার  এবং আরো  কয়েকজন  ডিটি মেম্বার এর অ্যাপ্লিকেশন দেখে বিষয়টা কি আসলে সত্যি ভেবে নিয়েছিলাম। আরও  আমিও মনে করেছিলাম যে whirlwind.money  যেহেতু  হাই পেয়িং সিগনেচার নিয়ে এসেছে  তাই বোধহয় সিনবাদও  প্রতিযোগিতায়  আগানোর জন্য  রি লাঞ্চ করেছে। এত হাই পেমেন্ট দেখে আমি মনে করেছিলাম  সিনবাদ চিপ মিক্সার এর জায়গাটি দখল করে নিল যাই হোক আফসোস হয়ে গেল বহুত আশা দেখে ফেলেছিলাম।  Roll Eyes

Quote
কেউ কি বলতে পারেন চিপমিক্সারের মালিক গ্রেফতার হয়েছে কি না? গত কয়েকদিন এইটার আপডেট আমি পড়িনি বলে কিছুই জানি না। জানলে জানাবেন।
আমি যতটুকু দেখলাম চিপ মিক্সার এর সার্ভিস গুলো খুবই শক্তিশালী অ্যানোনিমাস  পদ্ধতিতে পরিচালিত ছিল  যদিও এর আগে আমি জানতাম যে এর  মালিক অ্যানোনিমাস,  যাই হোক তবুও  কিছু কিছু সংবাদের ভিত্তিতে জানা গেছে যে
MINH QUOC NGUYEN  এই ভিয়েতনামি ব্যক্তি  চিফ মিক্সার এর ফাউন্ডার এবং তার বিরুদ্ধে অলরেডি ১৪ তারিখে  চার্জ গঠন করা হয়েছে কিন্তু এমন কোন নিউজ পেলাম না যে উনাকে গ্রেফতার করা হয়েছে।
বিস্তারিত- https://www.inquirer.com/news/chip-mixer-crypto-bitcoin-seized-ming-quoc-nguyen-charges-20230315.html
https://www.fbi.gov/wanted/cyber/minh-quoc-nguyen



Jump to: