Author

Topic: বাংলা (Bengali) - page 257. (Read 5321406 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 20, 2023, 09:10:29 PM
sr. member
Activity: 784
Merit: 372
March 20, 2023, 07:54:03 PM
বিটকয়েনের দাম 19k থেকে 28,5k পর্যন্ত অবস্থান নেওয়ার রহস্য:
প্রথম যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক ও স্লিকরোড এর শেয়ার বাজার ধসে পরার কারণে বিটকয়েন মার্কেট ২৫,০০০ ডলার থেকে ১৯,০০০ ডলারে স্থান নেয়। মার্কেট প্রায় ১০% এর উপরে দাম নিচের দিকে হেলে পরে এবং অনেক গুলো কান্ডেল লাল হয়ে যায়। বিটকয়েন সহ সমস্ত কয়েন বাজারে শুধু (-) দিকে আসে।

আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতিতে ৩০০ বিলিয়ন ডলার রিজার্ভ যুক্ত করেছে। এই সুসংবাদ বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পরার পর থেকে বিটকয়েন দাম রাতারাতি বৃদ্ধি পায়। এবং সমস্ত বাজার সবুজে ভরপুর হয়ে যায় ও বিটকয়েনের দাম ২৮,৫৪০ ডলারে স্থান নেয়।
এবং আমাদের ভবিষ্যৎ বাণী বিটকয়েনের দাম মার্চ মাসের মধ্যেই ৩০ হাজার ডলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমি কিছুদিন আগে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিল্ক রোড ধসে পড়ার কারণে ১৯ হাজার বিটকয়েনের দাম হয়েছিল তখন নিতে পারেনি কিন্তু ২০৪০০ ডলারের সময় আমি স্টাবল থেকে বিটকয়েনে কনভার্ট করেছিলাম

Topic: https://bitcointalksearch.org/topic/m.61892272

যখন হয়েছিল তখন আমি আমার স্টেবল কয়েন বিটকয়েনে পরিণত করেছিলাম। এবং সেখান থেকে আমার কিছু বেনিফিট হয়েছে।

পরিশেষে বলতে চাই: আপনারা যদি বিটকয়েনে বিনিয়োগ করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু একটু সময়ের অপেক্ষা করেন যদি দাম কমে তাহলেই বিনিয়োগ করবেন। কারণ সুযোগ ও সময় কাজে লাগিয়ে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি বেনিফিট অর্জন করতে পারবেন।
কারণ মনে রাখবেন:
১. ক্রয়ের ক্ষেত্রে নিম্নগতি হওয়ার লক্ষণ খুঁজবেন
২. বিক্রয়ের ক্ষেত্রে দাম বৃদ্ধির লক্ষণ এবং সুযোগ ও সময় এবং বিটকয়েন এর গতি দেখে বিক্রির সিদ্ধান্ত নিবেন।
এভাবে যদি আপনি কাজ করেন তাহলে লোকসানের সম্মুখীন হওয়ার ঝুঁকি কম থাকবে বলে আমি মনে করি।

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 20, 2023, 03:26:00 PM
@tisnaislam111


tisnaislam111 আর আমাদের মাঝে নাই। তিনি পোস্ট কপি করার অপরাধে পার্মানেন্ট ব্যান হয়ে গেছেন। তাই সকলের কাছে বারবার অনুরোধ করি দয়া করে কেউ কোন পোস্ট কপি করবেন না। ফোরামের নিয়ম মেনে চলবেন নিজের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না এবং স্বচ্ছন্দে একাউন্ট ব্যবহার করতে পারবেন। হয়তো ফোরামে এসেই শুধু পোস্ট করে ফোরামের নিয়মগুলো পরে না। হুট হাট শুধু আসে আর পোস্ট করে।


আনবেন করার জন্য আপিলঃ লিংক। যারা সাহায্য করতে চান তারা এই লিংকে ক্লিক করে সাহায্য করার চেষ্টা করতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 20, 2023, 02:23:27 PM
ভাইয়া আমি এই ফোরামের নতুন।
আপনাকে বাংলাদেশে লোকাল থ্রেডে এবং বিটকয়েন টক ফোরামে সাগতম। আশা করছি ফোরামের নিয়মগুলো মেনে ফোরামে পোস্ট করবেন .  আর দয়া করে এই নিয়ম গুলি একবার দেখে নিন ,
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন
কিভাবে মেরিট পেতে হয় এইটা জানাবেন একটু প্লিজ।
মেরিট আসলে আপনার পোষ্টের মানের উপরে নির্ভর করছে ,  যখন আপনি ভালো কোন রিসোর্স সম্পন্ন পোস্ট করবেন তখন যাদের পোস্টটি ভালো লাগবে বা উপকার আসবে তারা আপনাকে মেরে দিবে.
তারপরও চাইলে আপনি এই টপিকটি পড়তে পারেন 
https://bitcointalksearch.org/topic/newbies-guide-to-getting-merit-proven-4932316
newbie
Activity: 28
Merit: 0
March 20, 2023, 12:58:02 PM
ভাইয়া আমি এই ফোরামের নতুন। কিভাবে পোস্ট করতে হয় কিভাবে মেরিট পেতে হয় এইটা জানাবেন একটু প্লিজ।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
March 20, 2023, 12:05:56 PM


বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রতিদিন একজন দুজন করে নতুন নতুন সদস্য যোগ হচ্ছে। এটা আসলেই বাংলা লোকালের জন্য অনেক খুশির খবর। আমাদের বাংলাদেশ লোকাল প্রায় পাকিস্তান লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের মতো অ্যাকটিভ ইউজার দ্বারা পরিপূর্ণ হচ্ছে। বাংলাদেশ লোকালের পোস্ট সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মাসে নতুন ভাবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিয়মিত এখানে আপনাদের মূল্যবান ইনফরমেশন শেয়ার করুন এবং ফোরামে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। মার্চ মাসের ১ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখ অর্থাৎ আজ পর্যন্ত মোট পোস্ট হয়েছে 254 টি। নতুন সদস্য যোগ দিয়েছেন.....

@bitcoin_people
@Dimitri94
@popkon6
@Mr.corol
@BD Technical
@Suzume
@roksana.hee
@Mega1
@tisnaislam111
@Ripmix001
@Rahul09
@Crypto Bountyes
@Terrible99
@Madu$11
@OnZen
@BravoDjBravo
@ruhulkuddus
@Painlife





@LDL ভাই আমি এই লিস্ট এর অংশ হয়ে খুব আনন্দিত।। ভাই আমি এখনও সমস্ত বিষয় ঠিক থাক ভাবে জানি না ।। আমি জানার প্রচেষ্টা করছি ।। এই কারণ বসত আমি ফোরামে খুব বেশি এক্টিভ হতে পারছি না ।।কিন্তু ভাই ইনশাল্লাহ খুব শীগ্রই আমি আপনাদের মধ্যে ভালো ভাবে ফিরে আসার চেষ্টা করছি এবং ভালো ও উন্নত মানের  পোস্ট উপস্থাপন করার চেষ্টা করবো ।।  থ্যাংক ইউ ভাই।।
full member
Activity: 490
Merit: 119
March 20, 2023, 09:18:16 AM
বন্ধ হয়ে গেল আরও একটা ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি সাইট। এই সাইটটি ২০১৭ সালের শুরু হওয়ার পর থেকে প্রায় ২.৭৩ বিলিয়ন মূল্যের ১, ৫২, ০০০ বিটকয়েন পাচার করেছে। এই অপরাধীরা আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিয়ে কাজ করে যায়। এরা সাধারণত কাজ করে ক্রিপ্টোকারেন্সি মিক্সার ব্যবহার করে, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো “চিফ মিক্সার”। প্ল্যাটফর্মটি বিটকয়েন, ব্লকচেইন লেনদেনগুলিকে আলাদা করার অনুমতি দিয়ে একটি পরিষেবা অফার করেছিল, যা ক্রিপ্টোকারেন্সির গতিবিধি ট্রেস করা প্রায় অসম্ভব করে তুলেছিল। পাঁচটি দেশ জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, পোল্যান্ড এবং সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ ক্রিপ্টোকারেন্সি মিক্সার সাইট চিপমিক্সার জব্দ করার জন্য একসাথে কাজ করেছে দীর্ঘদিন, অবশেষে এর ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং এর চারটি সার্ভার দখল করেছে।


উৎস লিঙ্ক:https://www.coinalap.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 20, 2023, 08:56:06 AM
jr. member
Activity: 47
Merit: 1
March 20, 2023, 08:44:50 AM
এই ট্যবলেট খান সমস্ত রোগ দুর হবে 🐸😎

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 20, 2023, 05:51:20 AM


বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রতিদিন একজন দুজন করে নতুন নতুন সদস্য যোগ হচ্ছে। এটা আসলেই বাংলা লোকালের জন্য অনেক খুশির খবর। আমাদের বাংলাদেশ লোকাল প্রায় পাকিস্তান লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের মতো অ্যাকটিভ ইউজার দ্বারা পরিপূর্ণ হচ্ছে। বাংলাদেশ লোকালের পোস্ট সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মাসে নতুন ভাবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিয়মিত এখানে আপনাদের মূল্যবান ইনফরমেশন শেয়ার করুন এবং ফোরামে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। মার্চ মাসের ১ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখ অর্থাৎ আজ পর্যন্ত মোট পোস্ট হয়েছে 254 টি। নতুন সদস্য যোগ দিয়েছেন.....

@bitcoin_people
@Dimitri94
@popkon6
@Mr.corol
@BD Technical
@Suzume
@roksana.hee
@Mega1
@tisnaislam111
@Ripmix001
@Rahul09
@Crypto Bountyes
@Terrible99
@Madu$11
@OnZen
@BravoDjBravo
@ruhulkuddus
@Painlife


sr. member
Activity: 784
Merit: 372
March 20, 2023, 04:47:02 AM
মুসলমান ভাইদের জানাই:  "আসসালামু আলাইকুম"
এবং হিন্দু ভাইদের জানাই: "নমস্কার"
এবং আমাদের এই বাংলা বোর্ডে যদি অনন্য ধর্মের ভাই অংশগ্রহণ করে থাকলে তাদেরকে "শ্রদ্ধা" জানাই।
এই বাংলা বোর্ডের আড়ালে অনেকদিন ছিলাম এবং গ্লোবাল সেকশনে অনেকদিন একটিভ ছিলাম কিন্তু নিজেকে একা একা মনে হয়েছে। যেমন চলন্ত ট্রেনের বাহিরে দাঁড়িয়ে থাকা লোকের মত আমি। তাই এই আমাদের বাংলা বোর্ডের সকল সিনিয়র ভাইদের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং আমাদের এই বাংলা ফোরামকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বিটকয়েন ফোরামে বিভিন্ন দেশের লোক রয়েছে তাদের সাথে মিলেমিশে কাজ করেছি কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারিনি কিছু অপূর্ণ থেকে গেছে। এবং আমাদের এই বাংলা বোর্ডের অনেকটি সিনিয়র অ্যাক্টিভ মেম্বার রয়েছে যাদের পজিশন এবং জ্ঞানের ভান্ডার অনেক উপরের স্তরে এবং আমাদের বাংলা ফোরামের নয়ন মনি। সিনিয়র ভাইদের সাথে কাজ করে আমি জ্ঞানের কিছু অংশ গ্রহণ করতে পারব বলে মনে করি কারণ তাদের পোস্ট কোয়ালিটি অনেক উন্নত।
তাই আপনারা আমাকে ছোট ভাই হিসেবে গ্রহণ করে নেবেন।
jr. member
Activity: 550
Merit: 1
March 20, 2023, 03:39:16 AM
মূল্যবান মতামত দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
member
Activity: 168
Merit: 58
March 20, 2023, 03:36:03 AM
আমি বিটকয়েনের ফর্মে নতুন
আমার কিছু প্রশ্ন আছে দয়া করে সবাই তার উত্তর দিয়ে সহযোগিতা করবেন।
১. কি কিভাবে আইডি স্ট্রং করবো?
২. কি ভাবে কাজ করলে মেরিট পাবো?

আপনি ভালোভাবে মানসম্মত পোস্ট করবেন। এবং প্রায় সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আসলে ভাই ম্যারিট এর পিছনে দৌড়াদৌড়ি করলে মেরিট পাওয়া যায় না। আপনি যদি কোন পোস্ট করেন সেই পোস্টটি যদি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট হয় । তাহলে আপনা আপনি সিনিয়র ভাইয়েরা মেরিট সেন্ট করে থাকে। আপনি চাইলে  মেরিট সংক্রান্ত ধারণা দেখতে পারেন।
 আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী? আপনি এই দুইটা লিংকে ঢুকে ধারণা নিতে পারেন।


LDL
hero member
Activity: 742
Merit: 671
March 20, 2023, 03:11:42 AM
বাংলাদেশে থেকে কি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা লাভজনক?

আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অনেকটাই লাভজনক কিন্তু সেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। তবে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা নেই সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমি যদি মাইনিং করি বাংলাদেশ থেকে তবে কি আমি লাভবান হতে পারবো? আর বাংলাদেশ থেকে মাইনিং করাটা নিজের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ! তাহলে কিভাবে বাংলাদেশে থেকে আমি মাইনিং করতে সক্ষম হতে পারি?..
@Little Mouse ভাইয়ের সাথে আমি আর একটু কথা যোগ করি।

[
মাইনিং লাভজনক কি না? হ্যা।
বাংলাদেশ থেকে লাভজনক কি না? হ্যা।
আপনি নির্দিষ্ট করে কোন কয়েন এর কথা বলেন নাই। বিটকয়েন দিয়েই যদি শুরু করি, আপনাকে এসিক মাইনার সেট করতে হবে যদি বিটকয়েন মাইনিং করে লাভ করতে চান। আগে জিপিউ মাইনিং ছিল, সেটা বর্তমানে লাভজনক না বললেই চলে। আপনি যদি এসিক মাইনার সেট করতে পারেন তাহলে আপনি পুল মাইনিং করতে পারবেন। সোলো মাইনিং (solo) এ কিছুই আসবে না। সোলো মাইনিং এর জন্য বিশাল বিনিয়োগ লাগবে আর কপাল লাগবে। এইসব কিছুই পিছনে না গিয়ে যদি মানুষ থেকে হ্যাশ পাওয়ার ক্রয় করে মাইনিং করতে চান, তাহলে নাইচহ্যাশ এ গিয়ে দেখতে পারেন।
জিপিউ মাইনিং করতে হলে আপনাকে অন্য কয়েন খুজতে হবে। কয়েক বছর আগেও জিপিউ দিয়ে ইথেরিয়াম মাইনিং করে ভালো প্রফিট আসত। বাংলাদেশ থেকে অনেকেই করেছে, এই ফোরামের অনেকেই করেছে। বর্তমানে ইথেরিয়াম ২য় ভার্সনে যাওয়ার পরের কথা আমি আর জানি না। তবে জিপিউ দিয়ে অনেকেই র‍্যাভেনকয়েন মাইনিং করে এখনো সম্ভবত।
মাইনিং করতে গেলে বেশ কয়েকটি মাইনিং রিগ(Mining rigs) লাগে, মাইনি করতে যে সকল সফটওয়্যার ও হার্ডওয়ার প্রয়োজন হয় তাদেরকে একত্রে মাইনিং রিগ বলে।
আপনাকে মাইনিং করতে গেলে অবশ্যই নিচের ডিভাইস ও মেশিনের সিস্টেম প্রয়োজন হবে।
ASIC miner
Internet connection
Electricity
উপরেরটি হয়তো আপনি বিদেশ থেকে শিপমেন্টের মাধ্যমে আনিয়ে নিতে পারবেন কিন্তু নিচের ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনি লাভ হবে না ক্ষতি হবে সেটা ক্যালকুলেশন করে নিতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্পূর্ণ অন্যরকম। আমি শুধু বাংলাদেশের জন্য এই কথাগুলো বলতেছি অন্য কোন দেশে ক্ষেত্রে এ কথাগুলো প্রযোজ্য নাও হতে পারে। বিশেষ করে প্রতিদিন যে হারে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে তাতে করে মাইনিং করতে গেলে অবশ্যই এটাকে প্রথম ঝুঁকি হিসেবে চিহ্নিত করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশ যেখানে মাইনিংকে লাভজনক হিসেবে অতীতে ঘোষণা করা হলেও বর্তমানে শুধুমাত্র বিদ্যুৎ খরচ ও মেশিনারি খরচের উপর ভিত্তি করে মাইনিংকে অলাভজনক ঘোষণা করা হচ্ছে সেখানে আপনি কিভাবে বিদ্যুতের দফায় দফায় দাম বৃদ্ধির পরেও লাভজনক ঘোষণা করতে পারি।
তাছাড়া আরো একটি বিষয় হচ্ছে মাইনিং নির্ভর করে মাইনারের হ্যাস পাওয়ার এর উপর অর্থাৎ হ্যাশরেটের উপর। আপনার ডিভাইসের দাম ও মান যত বেশি হবে ডিভাইসের কর্মদক্ষতা তত বেশি হবে ফলে ডিভাইসের হ্যাশ পাওয়ার অর্থাৎ হ্যাশ রেট বেশি হবে।
হ্যাশ পাওয়ার বেশি হলে আপনার ডিভাইসটি খুব সহজে ব্লক খুঁজে পাবে, এত সহজে ব্লক খুজে পাবে তত আপনার মাইনিং বেশি হবে মাইনিং বেশি হলে অবশ্যই আপনার মাইনিং লাভজনক হবে।
এখন আসি আপনি কোথায় বাস করেন গ্রামে না শহর অঞ্চলে সে কথার উপর ভিত্তি করে আমি শেষ মন্তব্য করছি। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে মাইনিং এর কথাটা আপাতত বাদ দিন কারণ আমি যে গ্রামে বসবাস করি পাঁচ ওয়াক্ত নামাজের সময় নিশ্চিত করে কারেন্ট চলে যায় এবং নূন্যতম আধা ঘন্টা পর পর লোডশেডিং হয়। এইরকম লোডশেডিং চলা অবস্থায় আমি আপাতত মাইনিং এর কথা ভুলেও মাথায় আনবো না।
আপনি যদি শহর অঞ্চলে বসবাস করে থাকেন তাহলে মাইনিং এর চিন্তাভাবনা করতে পারেন এবং নিচে coinalap admin এর দুজন মাইনারের সাক্ষাৎকার লিপিবদ্ধ করেছেন তাদের সাক্ষাৎকার মাথায় রেখে আপনি আপনার পদক্ষেপ নিতে পারেন।

https://www.coinalap.com/মাইনিং-কি-বিটকয়েন-মাইনিং/
full member
Activity: 742
Merit: 157
March 20, 2023, 02:58:23 AM
ক্রিপ্টোকারেন্সি পুরোবিশ্বে যেমন আর্শিবাদ হয়ে এসেছে তেমনি এই ক্রিপ্টোকারেন্সির উপর নির্ভর করে প্রতারক চক্র নানাভাবে সাধারন মানুষদের প্রতারিত করছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা, যুক্তরাজ্য সহ ধনী দেশেগুলোতে এই আক্রমনের সংখ্যা অনেক বেশি। বিভিন্ন ধরনের এমন অনেক এজেন্সি তৈরী হয়েছে যেখানে মূল কাজ শুধুমাত্র অন্যের অর্থ কে তাদের নিজেদের ওয়ালেটে ট্রান্সফার করা। আর সেই সব স্বিকাীরাদের ধরার জন্য উদ্ভাবন করা হয়েছে নানা ধরনের ফাঁদ। কেউ অর্থের লোভ দেখিয়ে কেউ বা প্রেমের ভান করে হাতিয়ে নিচ্ছে হিউজ পরিমান ডলার। সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোনিউজ সাইট কয়েনআলাপের একটি রিপোর্টে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে গত বছর (2022) সালে প্রায় আমারীকাতে অনলাইন জালিয়াতির মাধ্যমে 10 বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া হয়েছে আর সেখানে ক্রিপ্টো স্কিমের মাধ্যমে নেওয়া হয়েছে 2.57 বিলিয়ন ডলার।

এখানে স্ক্যামারদের আমেরিকাকে টার্গেট করার মূল উদ্যেশ্য হলে সেখানে সহজেই তারা বড় বড় শিকার গুলো ধরতে পারবে। তবে যে সব স্ক্যামের তথ্য ফাঁস হয় সাধারনত সেই সব খবর গুলো বিভিন্ন নিউজ পোর্টালে আসে কিন্তু বাস্তবে এর পরিমান আরও বেশি হতে পারে। কারন কেউই তার স্ক্যামিং এর খবর প্রকাশ করতে চায় না। কয়েন টেলিগ্রাফের একটি রিপোর্টে বলা হয়েছে দ্বিতীয় ঝুকিপুর্ণ দেশ হিসেবে রয়েছে কানাডা।

এখানে সবার উদ্যেশ্যে আমার কথা হল যে শুধুমাত্র আমেরিকা বা কানাডা নয় বিশ্বের ছোট বড় বিভিন্ন দেশেই স্ক্যাম এট্রাক্ট হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার সময় সতর্ক হওয়া এবং বিনিয়োগের আগে কোনো বিনিয়োগের সুযোগ বা বিনিময় প্ল্যাটফর্মের পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করা অপরিহার্য।
jr. member
Activity: 550
Merit: 1
March 20, 2023, 02:47:57 AM
আমি বিটকয়েনের ফর্মে নতুন
আমার কিছু প্রশ্ন আছে দয়া করে সবাই তার উত্তর দিয়ে সহযোগিতা করবেন।
১. কি কিভাবে আইডি স্ট্রং করবো?
২. কি ভাবে কাজ করলে মেরিট পাবো?
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 20, 2023, 02:45:21 AM
বাংলাদেশে থেকে কি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা লাভজনক?

আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অনেকটাই লাভজনক কিন্তু সেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। তবে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা নেই সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমি যদি মাইনিং করি বাংলাদেশ থেকে তবে কি আমি লাভবান হতে পারবো? আর বাংলাদেশ থেকে মাইনিং করাটা নিজের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ! তাহলে কিভাবে বাংলাদেশে থেকে আমি মাইনিং করতে সক্ষম হতে পারি?..

মাইনিং লাভজনক কি না? হ্যা।
বাংলাদেশ থেকে লাভজনক কি না? হ্যা।
আপনি নির্দিষ্ট করে কোন কয়েন এর কথা বলেন নাই। বিটকয়েন দিয়েই যদি শুরু করি, আপনাকে এসিক মাইনার সেট করতে হবে যদি বিটকয়েন মাইনিং করে লাভ করতে চান। আগে জিপিউ মাইনিং ছিল, সেটা বর্তমানে লাভজনক না বললেই চলে। আপনি যদি এসিক মাইনার সেট করতে পারেন তাহলে আপনি পুল মাইনিং করতে পারবেন। সোলো মাইনিং (solo) এ কিছুই আসবে না। সোলো মাইনিং এর জন্য বিশাল বিনিয়োগ লাগবে আর কপাল লাগবে। এইসব কিছুই পিছনে না গিয়ে যদি মানুষ থেকে হ্যাশ পাওয়ার ক্রয় করে মাইনিং করতে চান, তাহলে নাইচহ্যাশ এ গিয়ে দেখতে পারেন।
জিপিউ মাইনিং করতে হলে আপনাকে অন্য কয়েন খুজতে হবে। কয়েক বছর আগেও জিপিউ দিয়ে ইথেরিয়াম মাইনিং করে ভালো প্রফিট আসত। বাংলাদেশ থেকে অনেকেই করেছে, এই ফোরামের অনেকেই করেছে। বর্তমানে ইথেরিয়াম ২য় ভার্সনে যাওয়ার পরের কথা আমি আর জানি না। তবে জিপিউ দিয়ে অনেকেই র‍্যাভেনকয়েন মাইনিং করে এখনো সম্ভবত।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 19, 2023, 11:49:58 PM
বাংলাদেশে থেকে কি ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা লাভজনক?

আমি জানি যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অনেকটাই লাভজনক কিন্তু সেখানে অর্থ বিনিয়োগ করতে হবে। তবে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা নেই সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমি যদি মাইনিং করি বাংলাদেশ থেকে তবে কি আমি লাভবান হতে পারবো? আর বাংলাদেশ থেকে মাইনিং করাটা নিজের জন্য সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ! তাহলে কিভাবে বাংলাদেশে থেকে আমি মাইনিং করতে সক্ষম হতে পারি?..
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 19, 2023, 05:02:50 PM
krogothmanhattan ৫০৬তম ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যেখানে যে কেউ যারা  ১ ফেব্রুয়ারি  পূর্বে একাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে একটাই শর্ত দেওয়া আছে সেটা হল একাউন্ট অবশ্যই ১ ফেব্রুয়ারি  আগে নিবন্ধন  থাকতে হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা ঝটপট আবেদন করে ফেলুন।
আমি আপনার এই পোস্টটা দেখে খুবই অবাক হইলাম যে, আপনি ৩১ শে জানুয়ারির পরিবর্তে পহেলা ফেব্রুয়ারি ছাড়া অন্য কোন কিছু চেঞ্জ করেন নাই। অর্থাৎ সম্পূর্ণ কপি পেস্ট করেছেন যা ফোরামের নীতির বিরুদ্ধে এটা আপনারও আমার উভয়ের জন্য বিপদের কারণ হতে পারে। সেটা হতে পারে একাউন্ট ব্যান্ডের ক্ষেত্রে অথবা নেগেটিভ ট্রাস্ট এর ক্ষেত্রে। অনেকেই মনে করতে পারে যে দুইটা অ্যাকাউন্ট একজন ব্যক্তি চালায়। রেফারেন্স পোস্ট অর্থাৎ এই লিংক থেকে কপি পেস্ট করা হয়েছেঃ https://bitcointalksearch.org/topic/m.61901618
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 19, 2023, 04:37:19 PM
বিশেষ দ্রষ্টব্য. আমি হয়তো জানি না এই ধরনের নিউজ শেয়ার করলে কোন সমস্যা হবে কিনা। যদি আমার কোন সমস্যা হয় তাহলে আমাকে সিনিয়র ভাইয়েরা কিছু পরামর্শ দিবেন।
যদি নিউজ থেকে কোনো অংশ কপি করে এখানে লিখেন, তাহলে অবশ্যই সোর্স লিংক দিয়ে পোষ্ট করবেন (যেমনটা এই পোষ্ট এ অলরেডি করেছেন)। ফোরামের অনেকেই তাদের নতুন সময়ে কপি পেষ্ট করেছে সোর্স লিংক না দিয়ে। প্রাথমিক ভাবে সমস্যা না হলেও একটা সময় আইডি বড় হয়ে গেলেও ধরা খেলে ব্যান করে দেয়া হয়। এই বিষয়টা থেকে সাবধান থাকবেন।
কথা কিন্তু ১০০% সঠিক , কেননা আপনার অ্যাকাউন্ট যখন বড় হয়ে যাবে তখন সামান্য ভুলের জন্য আপনার বড় ধরনের মাশুল গুনতে হতে পারে। তাছাড়া একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে যারা বিভিন্ন সোর্স থেকে নিউজ কপি করে নিয়ে এসে পোস্ট করে তাদের ক্ষেত্রে সোর্স লিংক যোগ করে দিলে সমস্যা কোথায়। কয়েকদিন আগে বেশ কয়েকজন বিভিন্ন ইউজারদের পোস্ট কপি করে এনে হুবহু পোস্ট করে এটা কোন ম্যানার হলো। @72k নামের এক বাংলাদেশী ইউজার হুবহু অন্যের পোস্টকপি করে এনে পোস্ট করে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ভাইয়ের একাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে। তাই যারা এই সমস্ত ফোরাম বহির্ভূত কাজ করে থাকবেন তাদের প্রতি অনুরোধ রইল আপনারা কেউ অন্যের পোস্ট কপি করে এনে এখানে পোস্ট করবেন না অথবা করলেও তার পোস্ট নিয়ে অথবা নিউজের সোর্স লিংক নিচে এড করতে ভুলবেন না।

~snip

আসলে ভাই লোকাল থ্রেড এ আসা আমার সিগনেচার ক্যাম্পেইন এর হাত ধরে। সবাই বলে টাকা ছাড়া কেউ কাজ করে না। কথা টা ভূল ভাই। টাকার সুবাদেই হয়ত আসা তবে এখন আপনাদের ভালবাসা, জানার ইচ্ছা, জানানোর ইচ্ছা, বন্ধুসূলভ আচরন। সব মিলিয়ে একটা ভালবাসার জায়গা হয়ে গেছে এই লোকাল থ্রেড টা। এখন দিন এ ২/৩ বার এইখানে না আসলে মনে হয় হয়ত কিছু একটা মিস হয়ে যাচ্ছে। অনেক কিছু জেনেছি, নিজে যা জানি শেয়ার করেছি। আশা করি আপনাদের সাথেই থাকতে পারব বহুদিন।
@Dimitri94 ভাইয়ের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে চলে আসা সত্যিই আমাদের দেশ প্রেমের প্রতি আগ্রহ জন্মায়। হয়তো এতদিন ফোরামে ছিল কিন্তু বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা, মায়ের ভাষার প্রতি মমত্ববোধ, মাতৃভূমির প্রতি টান তাকে এখানে আনতে বাধ্য করেছে। আমার এই থ্রেডটি এমন হয়েছে যে প্রতিদিন একবার না আসলে ভালো লাগে না। সব সময় নোটিফিকেশন চেক করি কখন কোন ভাই পোস্ট করেছে। এখন দিনে অন্ততপক্ষে ১০ বার এখানে না আসলে ভালো লাগে না।
@tjtonmoy ভাই এখানে আপনি সিগনেচার ক্যাম্পেইনের হাত ধরে চলে এসেছে এটা হয়তো এক সময় সত্য ছিল কিন্তু এখন আপনি এখানে রয়েছে মা ,মাটি ও মানুষের প্রতি টান ও দেশপ্রেমের এক অনবদ্য আকর্ষণ থেকে। আপনি যতই নিজেকে বোঝান না কেন কখনো আর এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না। বাংলাতে কোন ফিলিংস শেয়ার না করে আপনি থাকতে পারবেন না। আমরা দেখুন যতই ইংরেজিতে মনের ভাব প্রকাশ করি না কেন বাংলার মত এত সাবলীল সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারবেন না। তবে আমি সেই সব বাংলাদেশী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যারা সর্বদা বাংলাদেশের লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে ঘোরাঘুরি করেন অথচ কোন এক প্রকার অদৃশ্যমান অনিহার কারণে এখানে পোস্ট করছেন না তাদেরকে অনুরোধ করব আপনারা বাংলায় এসে আপনাদের মূল্যবান মনোভাব প্রকাশ করুন এবং বাংলাকে একটি নিজস্ব লোকাল বোর্ড হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ দিন। আমরা বাংলাতে বেশ কয়েকজন বিশ্বমানের ইউজার পেয়েছি যাদের নাম লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে না বললে মনে হয় কিছু অপূর্ণতা থেকে যায় @Little Mouse @shasan @Crypto Library @tjtonmoy @Review Master @Learn Bitcoin এই সমস্ত ভাই সকল লোকালে তাদের মূল্যবান সময় ব্যয় করছে অথচ কিছু কিছু ইউজার আছে যারা বাংলার আড়ালে রয়েছেন অথচ এখানে আসতে সংকোচবোধ করছেন তাদের আমি আবারো আহবান করছি তারা যদি আমার এই পোস্ট পড়ে থাকেন তাহলে আপনারা বাংলায় সংকোচ বোধ না করে চলে আসুন। আপনাদের একান্ত সহযোগিতা ও উপস্থিতি এই লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে আরো উজ্জ্বিবিত করে তুলবে।
Jump to: