Mycelium ওয়ালেট থেকে ১০ মিনিটের কনফার্মেশন টাইম নিয়ে বিটিসি (BTC) উইড্রো দিছি কিন্তু দেড় ঘন্টার মত হয়ে গেল কনফার্মেশন হচ্ছে না।
এইটা নন-কাস্টোডিয়াল ওয়ালেট। মানে সবকিছুর নিয়ন্ত্রণ আপনার হাতেই। অযথাই মাইসেলিয়ামকে দোষ দিচ্ছেন এইখানে
আমি অনেক আগে মাইসেলিয়াম ওয়ালেট ব্যবহার করেছিলাম। ওইখানে সম্ভবত ফি রেট ব্লকচেইন.কম ওয়ালেট এর মত। স্লো, ফাস্ট এইরকম। আপনি সম্ভবত একেবারে কম ফি দিয়ে ট্রাঞ্জেকশন রিলিজ করছেন।
ট্রাঞ্জেকশন কনফার্মের ব্যাপারটা নির্ভর করে ফি এর উপর। আপনি যত বেশি ফি দিবেন তত দ্রুত কনফার্ম হবে। তবে, মাঝে মধ্যে পরবর্তী ব্লক খুজে পেতেও সময় লাগে এভারেজ সময়ের চেয়ে বেশি সময়। তখনও আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হতে সময় নিবে।
এইখানে মাইসেলিয়াম ওয়ালেট এর দোষ নেই।
আপনি চাইলে আপনার ট্রাঞ্জেকশন আইডি দিয়ে blockchair.com এ দেখে নিতে পারেন আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হতে আনুমানিক কত সময় লাগতে পারে। কিংবা mempool এ দেখে নিতে পারেন আপনার দেয়া ট্রাঞ্জেকশন ফি যথেষ্ট কি না।
বিকল্প সমাধান:
১. সন্তান বাবাকে বহন করবে: হাসি পাচ্ছে এইটা শুনে? এইটার ইংরেজি টার্ম হচ্ছে Child Pay for Parent, এইখানে আপনি যে ট্রাঞ্জেকশন রিলিজ করছেন সেটাতে যদি কম ফি দেন এবং আপনি যেখানে বিটকয়েন পাঠিয়েছেন সেটা যদি নন কাস্টোডিয়াল হয়, তাহলে আপনি উক্ত নন কাস্টোডিয়াল ওয়ালেট থেকে আন-কনফার্ম ট্রাঞ্জেকশন এর ইনপুট ব্যবহার করে এবং ফি বৃদ্ধি করে নতুন একটা ট্রাঞ্জেকশন ক্রিয়েট করেন। তাহলে আপনার নতুন ট্রাঞ্জেকশন কনফার্ম হয়ে যাবে, পাশাপাশি আগের ট্রাঞ্জেকশনও।
২. ফি বৃদ্ধি: মাইসেলিয়াম এ এই অপশন আছে কি না জানি না। তবে ইলেকট্রাম এ এই অপশন ডিরেক্ট আছে। আপনার ট্রাঞ্জেকশন যদি RBF এনাবল করা থাকে, তাহলে আপনি পরবর্তীতে ফি বৃদ্ধি করতে পারবেন (বাম্প ফি অপশন এর মাধ্যমে), অথবা আপনি চাইলে ট্রাঞ্জেকশন ক্যান্সেলও করতে পারবেন।