Author

Topic: বাংলা (Bengali) - page 256. (Read 5721173 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 05, 2023, 12:19:29 PM
শুভ জন্মদিন, সাতশি নাকামোতো!



১৯৭৫ সালের ৫ এপ্রিল জন্ম গ্রহন করেছিলেন বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি। জানি না কোথায় কিভাবে আছে এই লিজেন্ড। তবে অনেকের জীবন বদলে দেয়ায় তার ভুমিকা অসীম। আজকে এই লিজেন্ড এর ৪৮ বছর হলো। বিটকয়েনটকে এই ব্যাপারে কাউকে লিখতে দেখলাম না। অথচ উনিই এই ফোরামের প্রতিষ্ঠাতা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 05, 2023, 06:21:46 AM
আমি আজকে একটা অকাজ করে বসছি। বিটকয়েন কোর থেকে ইলেকট্রামে বিটিসি নেবো। তো ফি চেক না করেই কিভাবে কি করে ফেলছি মনে নাই। এখন দেখি ৮০ ডলারের ট্রান্জেকশনের জন্য ২৪৫ সাতশি ফি পেমেন্ট করছি। RBF অন করা নাই। আবার কোর ওয়ালেটের ব্যালেন্স শূন্য। বর্তমান রিকমেন্ড ফি হচ্ছে ৫ সাতশি পার বাইট। আর আমি পে করছি ১ সাতশি পার বাইট। এটা এখন কি করা যেতে পারে?
আপনার ইলেকট্রাম ওয়ালেটের সেটিং এ গিয়ে আপনি স্পেন্ড আন-কনফার্মড এনাবল করেন। এর মানে আপনি আন-কনফার্মড বিটকয়েনকে আপনার ট্রাঞ্জেকশন এ এড করতে পারবেন। তারপর, নিজেকে নিজে বিটিসি পাঠান। ওয়ালেটের অন্য একটা এড্রেসে বিটকয়েন পাঠান বেশি ফি দিয়ে। অথবা আপনার যদি বিটকয়েন অন্য কোথাও পাঠানো লাগে, সে এড্রেসেই পাঠিয়ে দিন। তবে, যথেষ্ট ফি দেবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 05, 2023, 06:10:00 AM
আমি আজকে একটা অকাজ করে বসছি। বিটকয়েন কোর থেকে ইলেকট্রামে বিটিসি নেবো। তো ফি চেক না করেই কিভাবে কি করে ফেলছি মনে নাই। এখন দেখি ৮০ ডলারের ট্রান্জেকশনের জন্য ২৪৫ সাতশি ফি পেমেন্ট করছি। RBF অন করা নাই। আবার কোর ওয়ালেটের ব্যালেন্স শূন্য। বর্তমান রিকমেন্ড ফি হচ্ছে ৫ সাতশি পার বাইট। আর আমি পে করছি ১ সাতশি পার বাইট। এটা এখন কি করা যেতে পারে?

১. সন্তান বাবাকে বহন করবে: হাসি পাচ্ছে এইটা শুনে? এইটার ইংরেজি টার্ম হচ্ছে Child Pay for Parent, এইখানে আপনি যে ট্রাঞ্জেকশন রিলিজ করছেন সেটাতে যদি কম ফি দেন এবং আপনি যেখানে বিটকয়েন পাঠিয়েছেন সেটা যদি নন কাস্টোডিয়াল হয়, তাহলে আপনি উক্ত নন কাস্টোডিয়াল ওয়ালেট থেকে আন-কনফার্ম ট্রাঞ্জেকশন এর ইনপুট ব্যবহার করে এবং ফি বৃদ্ধি করে নতুন একটা ট্রাঞ্জেকশন ক্রিয়েট করেন। তাহলে আপনার নতুন ট্রাঞ্জেকশন কনফার্ম হয়ে যাবে, পাশাপাশি আগের ট্রাঞ্জেকশনও।
এটা আরো বিস্তারিত জানা প্রয়োজন আমার।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 05, 2023, 01:05:04 AM
Mycelium ওয়ালেট থেকে ১০ মিনিটের কনফার্মেশন টাইম নিয়ে বিটিসি (BTC) উইড্রো দিছি কিন্তু দেড় ঘন্টার মত হয়ে গেল কনফার্মেশন হচ্ছে না।
এইটা নন-কাস্টোডিয়াল ওয়ালেট। মানে সবকিছুর নিয়ন্ত্রণ আপনার হাতেই। অযথাই মাইসেলিয়ামকে দোষ দিচ্ছেন এইখানে  Cheesy
আমি অনেক আগে মাইসেলিয়াম ওয়ালেট ব্যবহার করেছিলাম। ওইখানে সম্ভবত ফি রেট ব্লকচেইন.কম ওয়ালেট এর মত। স্লো, ফাস্ট এইরকম। আপনি সম্ভবত একেবারে কম ফি দিয়ে ট্রাঞ্জেকশন রিলিজ করছেন।
ট্রাঞ্জেকশন কনফার্মের ব্যাপারটা নির্ভর করে ফি এর উপর। আপনি যত বেশি ফি দিবেন তত দ্রুত কনফার্ম হবে। তবে, মাঝে মধ্যে পরবর্তী ব্লক খুজে পেতেও সময় লাগে এভারেজ সময়ের চেয়ে বেশি সময়। তখনও আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হতে সময় নিবে।
এইখানে মাইসেলিয়াম ওয়ালেট এর দোষ নেই।
আপনি চাইলে আপনার ট্রাঞ্জেকশন আইডি দিয়ে blockchair.com এ দেখে নিতে পারেন আপনার ট্রাঞ্জেকশন কনফার্ম হতে আনুমানিক কত সময় লাগতে পারে। কিংবা mempool এ দেখে নিতে পারেন আপনার দেয়া ট্রাঞ্জেকশন ফি যথেষ্ট কি না।

বিকল্প সমাধান:
১. সন্তান বাবাকে বহন করবে: হাসি পাচ্ছে এইটা শুনে? এইটার ইংরেজি টার্ম হচ্ছে Child Pay for Parent, এইখানে আপনি যে ট্রাঞ্জেকশন রিলিজ করছেন সেটাতে যদি কম ফি দেন এবং আপনি যেখানে বিটকয়েন পাঠিয়েছেন সেটা যদি নন কাস্টোডিয়াল হয়, তাহলে আপনি উক্ত নন কাস্টোডিয়াল ওয়ালেট থেকে আন-কনফার্ম ট্রাঞ্জেকশন এর ইনপুট ব্যবহার করে এবং ফি বৃদ্ধি করে নতুন একটা ট্রাঞ্জেকশন ক্রিয়েট করেন। তাহলে আপনার নতুন ট্রাঞ্জেকশন কনফার্ম হয়ে যাবে, পাশাপাশি আগের ট্রাঞ্জেকশনও।
২. ফি বৃদ্ধি: মাইসেলিয়াম এ এই অপশন আছে কি না জানি না। তবে ইলেকট্রাম এ এই অপশন ডিরেক্ট আছে। আপনার ট্রাঞ্জেকশন যদি RBF এনাবল করা থাকে, তাহলে আপনি পরবর্তীতে ফি বৃদ্ধি করতে পারবেন (বাম্প ফি অপশন এর মাধ্যমে), অথবা আপনি চাইলে ট্রাঞ্জেকশন ক্যান্সেলও করতে পারবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 05, 2023, 12:42:39 AM
বিটকয়েন এর জন্য কেন ইলেকট্রাম ব্যবহার করছেন না? আপনি কি মাইসেলিয়ামকে মাল্টি ক্রিপ্টো ওয়ালেট হিসেবে ব্যবহার করছেন?
হ্যাঁ ভাই Mycelium ওয়ালেট মাল্টি ক্রিপ্টো ওয়ালেট হিসাবে ব্যবহার করছি।

ন্যাড়া ভুল করে একবারই বেলতলায় যায়।
Mycelium ওয়ালেট থেকে ১০ মিনিটের কনফার্মেশন টাইম নিয়ে বিটিসি (BTC) উইড্রো দিছি কিন্তু দেড় ঘণ্টার মত হয়ে গেল কনফার্মেশন হচ্ছে না।
আমি আর জীবনেও মাইসেলিয়াম ওয়ালেট এড্রেস ব্যবহার করবো না।
ফ্যামিলির সদস্যদের জন্য ঈদের কিছু অগ্রিম কেনাকাটা ছিল, বিটিসি উইড্রো করে মার্কেটে ঘোরাঘুরি করছি কিন্তু কনফার্মেশন হওয়ার কোন নাম গন্ধ নেই। এখানেই মাইসেলিয়াম ওয়ালেটের সমস্যা মনে হচ্ছে।


সরি Mycelium ১ ঘন্টা ৪৭ মিনিট পর উইড্রো কনফার্ম হয়েছে।
sr. member
Activity: 1386
Merit: 451
April 05, 2023, 12:08:48 AM
মাইসেলিয়াম (Mycelium) ওয়ালেট সম্পর্কে জানতে চাই

আমি গত মাসেও বাইনান্স সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে আমার যাবতীয় বিটকয়েন ও ইথিরিয়াম সঞ্চয় করে রেখেছিলাম। কিন্তু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের নড়বড়ে অবস্থার জন্য আর সাহস পেলাম না ওখানে সঞ্চয় করতে। ফলে একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে আমার কিপ্টোকারেন্সি সঞ্চয় করার সিদ্ধান্ত নেই। তাছাড়া আমি একটি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সময় Mycelium ওয়ালেট থেকে বিটকয়েন অ্যাড্রেস (Bech32) screenshot এ এক নম্বর এড্রেস দিয়ে জয়েন হই। কিন্তু আজকে রাতে Hhampuz স্যার উক্ত ক্যাম্পেইনের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু পেমেন্ট দেওয়ার পর ওয়ালেটে গিয়ে দেখি (১) নম্বর এড্রেসটি আর শো করছে না। নতুন একটি অ্যাড্রেস (২) নং শো করছে।
এখন আমার জানতে পারার বিষয় হচ্ছে আমি এক নম্বর ওয়ালেট দিয়ে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি কিন্তু প্রতি সপ্তাহে যদি পেমেন্ট করে তাহলে কি আমার ওয়ালেটে পেমেন্ট ঢুকবে কিনা?




এ ব্যাপার নিয়ে এতটা টেনশনের কোন কারণ নেই। অবশ্যই আপনার পেমেন্ট ঢুকবে। কিন্তু কিছু সময় আপনার অপেক্ষা করা লাগতে পারে। হয়তো বেশি সিকিউরিটি থাকার কারণে আপনার এড্রেস প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনার ওয়ালেট থেকে প্রথম যে অ্যাড্রেস জেনারেট হয়েছে এখানে যতদিন আপনার ওয়ালেট একটিভ থাকবে ততদিন ওই অ্যাড্রেসে আপনার পেমেন্ট প্রবেশ করবে। আমি ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার করেছি এখানেও প্রতিনিয়ত অ্যাড্রেস জেনারেট হয়েছে।




এখানে আপনি ইচ্ছা করলে নিউ জেনারেট করে  অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 04, 2023, 11:48:46 PM
কিন্তু পেমেন্ট দেওয়ার পর ওয়ালেটে গিয়ে দেখি (১) নম্বর এড্রেসটি আর শো করছে না। নতুন একটি অ্যাড্রেস (২) নং শো করছে।
এখন আমার জানতে পারার বিষয় হচ্ছে আমি এক নম্বর ওয়ালেট দিয়ে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি কিন্তু প্রতি সপ্তাহে যদি পেমেন্ট করে তাহলে কি আমার ওয়ালেটে পেমেন্ট ঢুকবে কিনা?
এড্রেস রিইউজ বা পুনরায় ব্যবহার করলে আপনার প্রাইভেসি কমে যায় যার কারনে অনেক ওয়ালেট প্রতিবার যখন আপনি এড্রেস কপি করতে যাবেন তখনই আপনাকে নতুন একটা এড্রেস দিবে। কিছু ওয়ালেটে এই ব্যাপারটা অটোমেটিক, এমনকি কাস্টোডিয়াল ওয়ালেট কয়েনবেজেও একই ব্যাপার ছিল। তবে, আপনাকে নতুন এড্রেস ঠিক তখনই দেবে যখন আপনি আগের এড্রেসে কোন পেমেন্ট রিসিভ করবেন।
এইক্ষেত্রে, আপনার কোন সমস্যা নেই। আপনার মাইসেলিয়াম ওয়ালেটের এড্রেসগুলো একই সীড কী এর আন্ডারে আছে। সুতরাং, এইটা নিয়ে ভাবনার কিছুই নেই। আপনি পেমেন্ট রিসিভ করবেন অনায়াসে।

বিটকয়েন এর জন্য কেন ইলেকট্রাম ব্যবহার করছেন না? আপনি কি মাইসেলিয়ামকে মাল্টি ক্রিপ্টো ওয়ালেট হিসেবে ব্যবহার করছেন?
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 04, 2023, 08:40:20 PM
মাইসেলিয়াম (Mycelium) ওয়ালেট সম্পর্কে জানতে চাই

আমি গত মাসেও বাইনান্স সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে আমার যাবতীয় বিটকয়েন ও ইথিরিয়াম সঞ্চয় করে রেখেছিলাম। কিন্তু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের নড়বড়ে অবস্থার জন্য আর সাহস পেলাম না ওখানে সঞ্চয় করতে। ফলে একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে আমার কিপ্টোকারেন্সি সঞ্চয় করার সিদ্ধান্ত নেই। তাছাড়া আমি একটি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার সময় Mycelium ওয়ালেট থেকে বিটকয়েন অ্যাড্রেস (Bech32) screenshot এ এক নম্বর এড্রেস দিয়ে জয়েন হই। কিন্তু আজকে রাতে Hhampuz স্যার উক্ত ক্যাম্পেইনের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু পেমেন্ট দেওয়ার পর ওয়ালেটে গিয়ে দেখি (১) নম্বর এড্রেসটি আর শো করছে না। নতুন একটি অ্যাড্রেস (২) নং শো করছে।
এখন আমার জানতে পারার বিষয় হচ্ছে আমি এক নম্বর ওয়ালেট দিয়ে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হয়েছি কিন্তু প্রতি সপ্তাহে যদি পেমেন্ট করে তাহলে কি আমার ওয়ালেটে পেমেন্ট ঢুকবে কিনা?



jr. member
Activity: 49
Merit: 1
April 04, 2023, 03:13:06 PM
আমি বিটকয়েন ফরমে অনেকদিন ধরে এসেছি,, আমি একটা জিনিস নিয়ে অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কিছুতেই বুঝতে পারতেছি না। আমি Bitcoin talk এ Bounty's ফোরামে সোশ্যাল মিডিয়া, এইগুলো প্রজেক্ট আনতে চাই। তো যদি কোন সিনিয়র ভাইয়া এই বিষয়ে অভিজ্ঞতা থাকেন। তাহলে আমাকে বলবেন আমি কোন কোন সেকশনে পোস্ট করলে প্রজেক্ট সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পাবো। আর সিনিয়র ভাইয়া যদি আমাকে এই সম্পর্কে ধারণা দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আমি আশা রাখবো সিনিয়র ভাইয়েরা আমাকে সাহায্য করবেন।
মার্কেট এখন বড়ই প্রতিযোগিতা মূলক তাই কাজ পাওয়া  খুবই কঠিন । অনেক ভালো ভালো ক্যাম্পেইন ম্যানেজার রায় এখন কাজ পাচ্ছে না। তবে আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে কোন প্রজেক্টকে আকৃষ্ট করতে পারেন তাহলেই কাজ পাওয়ার সম্ভাবনাটা থাকে।
কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে একটা পোর্ট ফলিও বা একটা সার্ভিস থ্রেড খুলতে হবে , আপনি যদি বিটকয়েনের পেমেন্ট নিতে চান তাহলে এখানে সার্ভিসটি খুলতে পারবেন- Services তাছাড়া alt-coin এর জন্যে এখানে - Service Announcements (Altcoins)
তারপর সার্ভিস অ্যানাউন্সমেন্ট বোর্ড এ গিয়ে কাজ পাওয়ার জন্যে আপনি আপনার কাজের অফার দিতে পারেন। Service Announcements
, Service Announcements
সবাইকে অনেক ধন্যবাদ। সিনিয়র মেম্বার হওয়া টা আমার জন্যেও অনেক বড় একটা পাওয়া। আপনাদের মাঝে থেকে আপনাদের সকলের সাপোর্ট এ আজ এই পর্যায়ে আসতে পেরেছি। আসলে কতটা খুশি আমি আজ হয়ত ভাষায় বলে বুঝাতে পারব না।
অভিনন্দন ভাই এবং স্বাগতম সিনিয়র কমিউনিটিতে, আপনারা অ্যাপ্রোচ ভালো ছিল এবং সেই হিসেবে আপনি আপনার সম্মাননা পেয়েছেন । আর যে গতিতে চলছেন আমার মনে হয় না যে সিনিয়র কমিটিতে আপনি বেশি দিন থাকবেন , শুভেচ্ছা রইল পরবর্তী দিনগুলির জন্য।



এখন বর্তমান সময়ে বিটকয়েন ফরমে সভায় কাজ খুঁজতে আসে। তার জন্য এখন প্রতিযোগিতার মাঝে আমাদেরকে কাজ করতে হবে। তো ভাইয়া আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি আমাকে সাহায্য করেছেন। আমার আমার অনেক ইচ্ছে আমি নিজে প্রজেক্ট Bounty's ফোরামে সোশ্যাল মিডিয়া ক্যাম্পিং গুলো চালাবো।। ভাইয়া আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। কারণ আপনি আমাকে সাহায্য করতেছেন। আর ভাইয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সাকসেসফুল হতে পারি। ধন্যবাদ ভাইয়া
jr. member
Activity: 94
Merit: 1
April 04, 2023, 02:43:35 PM
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আপনাকে স্বাগতম। এই থ্রেডে যে কেউই পোস্ট করতে পারে। কারো কাছে থেকে অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা আপনি পোস্ট করতে পারেন। কিন্তু ফরমের নিয়মের বহির্ভূক্ত কোন পোস্ট করা যাবে না। আপনি ফরমের নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে। নিয়ম মেনে চলে যখন ইচ্ছা পোস্ট করতে পারেন।
Thank u so much I am expressing my agreement with your thoughtsAnad follow all rule of thread


যদি তিনি ডোজকয়েনের প্রচার বা এর জনপ্রিয়তা এবং ব্যবহারকে বাড়ানোর জন্য কাজ করেন তবে এটি ভবিষ্যতে মূল্যের আরও বৃদ্ধির কারণ হতে পারে। কিন্তু ডোজকয়েন এমন ক্রিপ্টোকারেন্সিগুলির মধ্যে টাকা নিয়ে বিনিয়োগ করা খুব জোখমপূর্ণ হতে পারে এবং এর সম্ভাবনামূলক ঝুঁকি এবং পুরস্কার সম্পর্কে বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



sr. member
Activity: 1008
Merit: 366
April 04, 2023, 11:17:22 AM
বদলে গেলো টুইটারের লোগো। মাইক্রো ব্লগ সাইটটির লোগোতে পরিচিত নীল পাখির পরিবর্তে এবার দেখা গেলো একটি কুকুরের ছবি।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই টুইটারের লোগোতে পরিবর্তন আনেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ নিয়ে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। কুকুরের যে ছবিটি টুইটারের লোগোতে ব্যবহার করা হয়েছে তা মূলত ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনের ছবি। ডজকয়েনে ওই কুকুরের ছবি খোদাই করা রয়েছে। ডজকয়েনের যে ক’জন প্রতিষ্ঠাতা রয়েছে তার মধ্যে অন্যতম ইলন মাস্ক।

এদিকে, টুইটারের লোগোতে কুকুরের ছবি ব্যবহারের পরপরই বেড়েছে ডজকয়েনের শেয়ারের দাম।
নিউজ

বলা যাচ্ছে না ভাই। এইটা এখনও এপ্রিল মাস। আর ইলন মাস্ক যে পরিমান এ লোকজন কে ট্রল করে, আমি আশ্চর্য হবোনা যদি এটিও কোনো এপ্রিল ফুল প্রাঙ্ক হয়। আর এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিজ এ এত দিন থেকে যা বুঝতে পেরেছি, অল্টকয়েন এর কোনো ভ্যালু নেই। আজ একটা ট্রেন্ড এর জন্য হাইপ ক্রিয়েট করবে, দাম বাড়বে, তারপর কিছু দিন পর ডাম্প। এইসব সেন্ট্রালাইজড ক্রিপ্টো থেকে অনেক আগেই ভরশা হারিয়ে ফেলেছি। সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট প্লান বিটকয়েন।
আজ দাম কম আছে, একদিন ঠিকই বাড়বে। আপনি জাস্ট প্রাইস চার্ট ফলো করলেই তা বুঝতে পারবেন। আর আমি বলতে পারি এই ট্রেন্ড এর ফাদ এ পা দিবেন না। যদিও এটি আপনার পারসোনাল ম্যাটার।
তবে নিজে রিসার্চ করে পদক্ষেপ নিবেন।
jr. member
Activity: 122
Merit: 2
April 04, 2023, 04:25:00 AM
আজকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস আগুন নিবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে এই মুহূর্তে ৪৭ টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।এই ঘটনাটি সত্যিই বাংলাদেশের কর্মজীবী মানুষের জন্য বড় দুঃখজনক। এই আগুনের জন্য বিভিন্ন ব্যাবসায়ীদের শতশত পরিবার নিংস্ব হয়ে যাবে। তাদের আয়ের উৎস পুড়ে গেলো হাজারো মানুষের কর্মহীন হয়ে গেলো কত গুলো পরিবারের রিজিক এখানে জরিয়ে ছিল। কিন্তু এই আগুন লাগার কারণে অর্থনৈতিক বিশাল একটি ক্ষতি হয়ে গেলো। প্রায় শত শত কোটি টাকার আসবাবপত্র ও পন্য বিভিন্ন জিনিস পত্র পুরে ছাই হয়ে গিয়েছে। এখন ও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি মার্কেট গুলোতে দাউ দাউ করে আগুন জ্বলেই যাচ্ছে।এই অগ্নিকাণ্ডের জন্য বাংলাদেশের অর্থনীতির বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এই আর্থিক ঘাটতি পূরণ করতে অনেক সময় লাগবে। আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ আমরা দেখেছি প্রতি বছরই প্রায় এই রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০২২ সালে চট্টগ্রামে বিশাল বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থলে দোকানের মালামাল চুরি গেছে বলে অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। আগুন থেকে বাঁচিয়ে তিনি দোকানের মালপত্র বাইরে নিয়ে এসেছিলেন। পরে সেখান থেকে কয়েকটি বস্তা চুরি হয়ে গেছে বলে জানান তিনি।

সূত্র - প্রথম আলো

এই জাতি সম্পর্কে আর কিছুই বলার নেই!!🙂


বদলে গেলো টুইটারের লোগো। মাইক্রো ব্লগ সাইটটির লোগোতে পরিচিত নীল পাখির পরিবর্তে এবার দেখা গেলো একটি কুকুরের ছবি।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই টুইটারের লোগোতে পরিবর্তন আনেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ নিয়ে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। কুকুরের যে ছবিটি টুইটারের লোগোতে ব্যবহার করা হয়েছে তা মূলত ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনের ছবি। ডজকয়েনে ওই কুকুরের ছবি খোদাই করা রয়েছে। ডজকয়েনের যে ক’জন প্রতিষ্ঠাতা রয়েছে তার মধ্যে অন্যতম ইলন মাস্ক।

এদিকে, টুইটারের লোগোতে কুকুরের ছবি ব্যবহারের পরপরই বেড়েছে ডজকয়েনের শেয়ারের দাম।
নিউজ
member
Activity: 168
Merit: 58
April 03, 2023, 10:34:34 PM
আমি আশা করি সকল সদস্যগণ ভাল আছেন। আমি নতুন সদস্য। আমি এই সম্প্রদায়ে আমার জ্ঞানমূলক এবং ক্রিপ্টো সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারব। আমার কোনও পোস্ট নেই যা কখনও দেখা হয়েছে না। সম্প্রদায়ের সকল সদস্যদের একটি অভিমান এবং স্থান রয়েছে একটি অন্যদের সম্মান এবং স্থান রয়েছে। আমি কোনও বিশেষজ্ঞ নই তবে আমি সকল জ্ঞানমূলক পোস্ট থেকে জ্ঞান হাসিল করব এবং এই সম্প্রদায়ে সক্রিয় থাকে এবং উন্নয়ন করব। আশা করি সমস্ত বয়স্ক সদস্যরা আমাকে গ্রহণ করবে এবং পোস্ট করার সুযোগ দিয়ে দিয়ে আমাকে উন্নয়ন করবে। ধন্যবাদ।

বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আপনাকে স্বাগতম। এই থ্রেডে যে কেউই পোস্ট করতে পারে। কারো কাছে থেকে অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা আপনি পোস্ট করতে পারেন। কিন্তু ফরমের নিয়মের বহির্ভূক্ত কোন পোস্ট করা যাবে না। আপনি ফরমের নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে। নিয়ম মেনে চলে যখন ইচ্ছা পোস্ট করতে পারেন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 03, 2023, 10:23:29 PM
আজকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস আগুন নিবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে এই মুহূর্তে ৪৭ টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।এই ঘটনাটি সত্যিই বাংলাদেশের কর্মজীবী মানুষের জন্য বড় দুঃখজনক। এই আগুনের জন্য বিভিন্ন ব্যাবসায়ীদের শতশত পরিবার নিংস্ব হয়ে যাবে। তাদের আয়ের উৎস পুড়ে গেলো হাজারো মানুষের কর্মহীন হয়ে গেলো কত গুলো পরিবারের রিজিক এখানে জরিয়ে ছিল। কিন্তু এই আগুন লাগার কারণে অর্থনৈতিক বিশাল একটি ক্ষতি হয়ে গেলো। প্রায় শত শত কোটি টাকার আসবাবপত্র ও পন্য বিভিন্ন জিনিস পত্র পুরে ছাই হয়ে গিয়েছে। এখন ও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি মার্কেট গুলোতে দাউ দাউ করে আগুন জ্বলেই যাচ্ছে।এই অগ্নিকাণ্ডের জন্য বাংলাদেশের অর্থনীতির বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এই আর্থিক ঘাটতি পূরণ করতে অনেক সময় লাগবে। আমাদের বাংলাদেশের মানুষের জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার কারণ আমরা দেখেছি প্রতি বছরই প্রায় এই রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০২২ সালে চট্টগ্রামে বিশাল বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।



Photo Google
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 03, 2023, 03:56:57 PM
আমি বিটকয়েন ফরমে অনেকদিন ধরে এসেছি,, আমি একটা জিনিস নিয়ে অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কিছুতেই বুঝতে পারতেছি না। আমি Bitcoin talk এ Bounty's ফোরামে সোশ্যাল মিডিয়া, এইগুলো প্রজেক্ট আনতে চাই। তো যদি কোন সিনিয়র ভাইয়া এই বিষয়ে অভিজ্ঞতা থাকেন। তাহলে আমাকে বলবেন আমি কোন কোন সেকশনে পোস্ট করলে প্রজেক্ট সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পাবো। আর সিনিয়র ভাইয়া যদি আমাকে এই সম্পর্কে ধারণা দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আমি আশা রাখবো সিনিয়র ভাইয়েরা আমাকে সাহায্য করবেন।
মার্কেট এখন বড়ই প্রতিযোগিতা মূলক তাই কাজ পাওয়া  খুবই কঠিন । অনেক ভালো ভালো ক্যাম্পেইন ম্যানেজার রায় এখন কাজ পাচ্ছে না। তবে আপনি যদি আপনার যোগ্যতা দিয়ে কোন প্রজেক্টকে আকৃষ্ট করতে পারেন তাহলেই কাজ পাওয়ার সম্ভাবনাটা থাকে।
কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে একটা পোর্ট ফলিও বা একটা সার্ভিস থ্রেড খুলতে হবে , আপনি যদি বিটকয়েনের পেমেন্ট নিতে চান তাহলে এখানে সার্ভিসটি খুলতে পারবেন- Services তাছাড়া alt-coin এর জন্যে এখানে - Service Announcements (Altcoins)
তারপর সার্ভিস অ্যানাউন্সমেন্ট বোর্ড এ গিয়ে কাজ পাওয়ার জন্যে আপনি আপনার কাজের অফার দিতে পারেন। Service Announcements
, Service Announcements
সবাইকে অনেক ধন্যবাদ। সিনিয়র মেম্বার হওয়া টা আমার জন্যেও অনেক বড় একটা পাওয়া। আপনাদের মাঝে থেকে আপনাদের সকলের সাপোর্ট এ আজ এই পর্যায়ে আসতে পেরেছি। আসলে কতটা খুশি আমি আজ হয়ত ভাষায় বলে বুঝাতে পারব না।
অভিনন্দন ভাই এবং স্বাগতম সিনিয়র কমিউনিটিতে, আপনারা অ্যাপ্রোচ ভালো ছিল এবং সেই হিসেবে আপনি আপনার সম্মাননা পেয়েছেন । আর যে গতিতে চলছেন আমার মনে হয় না যে সিনিয়র কমিটিতে আপনি বেশি দিন থাকবেন , শুভেচ্ছা রইল পরবর্তী দিনগুলির জন্য।
jr. member
Activity: 94
Merit: 1
April 03, 2023, 02:48:17 PM
আমি আশা করি সকল সদস্যগণ ভাল আছেন। আমি নতুন সদস্য। আমি এই সম্প্রদায়ে আমার জ্ঞানমূলক এবং ক্রিপ্টো সম্পর্কিত পোস্ট শেয়ার করতে পারব। আমার কোনও পোস্ট নেই যা কখনও দেখা হয়েছে না। সম্প্রদায়ের সকল সদস্যদের একটি অভিমান এবং স্থান রয়েছে একটি অন্যদের সম্মান এবং স্থান রয়েছে। আমি কোনও বিশেষজ্ঞ নই তবে আমি সকল জ্ঞানমূলক পোস্ট থেকে জ্ঞান হাসিল করব এবং এই সম্প্রদায়ে সক্রিয় থাকে এবং উন্নয়ন করব। আশা করি সমস্ত বয়স্ক সদস্যরা আমাকে গ্রহণ করবে এবং পোস্ট করার সুযোগ দিয়ে দিয়ে আমাকে উন্নয়ন করবে। ধন্যবাদ।
jr. member
Activity: 49
Merit: 1
April 03, 2023, 01:34:05 PM
আমি বিটকয়েন ফরমে অনেকদিন ধরে এসেছি,, আমি একটা জিনিস নিয়ে অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কিছুতেই বুঝতে পারতেছি না। আমি Bitcoin talk এ Bounty's ফোরামে সোশ্যাল মিডিয়া, এইগুলো প্রজেক্ট আনতে চাই। তো যদি কোন সিনিয়র ভাইয়া এই বিষয়ে অভিজ্ঞতা থাকেন। তাহলে আমাকে বলবেন আমি কোন কোন সেকশনে পোস্ট করলে প্রজেক্ট সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা পাবো। আর সিনিয়র ভাইয়া যদি আমাকে এই সম্পর্কে ধারণা দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। আমি আশা রাখবো সিনিয়র ভাইয়েরা আমাকে সাহায্য করবেন।
full member
Activity: 490
Merit: 119
April 03, 2023, 12:40:59 PM
Quote
অনেক পথ হাটা এখনও বাকি।

জি @tjtonmoy ভাই আপনার এই কথাটা খুব ভালো লাগছে আসলেই অনেকটা পথ এখনো বাকি। যাই হোক ভাই আপনার মনের আশা পূরণ হোক, আমাদের জন্য দোয়া করবেন। সবসময় আমাদের পাশে থাকবেন আশা করি সব সময় ভালো পরামর্শ দিবেন। আপনার শিক্ষনীয় পোস্ট থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি।

নতুন পজিশনে ইমপ্রুভ হওয়া মানে, একজন ব্যক্তির নতুন করে জন্মগ্রহণ করার মত। BitcoinTalk Forum-এ আপনার নতুন জীবন আরো সমৃদ্ধশালী হয়ে উঠুক। এই দোয়া করি, আমিন।
sr. member
Activity: 1008
Merit: 366
April 03, 2023, 12:00:21 PM
সবাইকে অনেক ধন্যবাদ। সিনিয়র মেম্বার হওয়া টা আমার জন্যেও অনেক বড় একটা পাওয়া। আপনাদের মাঝে থেকে আপনাদের সকলের সাপোর্ট এ আজ এই পর্যায়ে আসতে পেরেছি। আসলে কতটা খুশি আমি আজ হয়ত ভাষায় বলে বুঝাতে পারব না।
আপানাদের এত পজিটিভ ভাইব দেখে আমর নিজের কাছেই অনেক ভালো লাগছে। আপনারাও যারা নিজের সবটুকু দিয়ে এফোর্ট দিচ্ছেন আশা করি আপনারাও অতি শীগ্রই অনেক উপরে যেতে পারবেন। বাংলাদেশ কমিউনিটি কে আরও এগিয়ে নিয়ে যাবেন।
আর এইখানেই শেষ না। আশাকরি আপনাদের দোয়া তে আরও এগিয়ে যেতে পারব। অনেক পথ হাটা এখনও বাকি। আর আমি চাই এই পথচলাতে যেনো আপনারা সর্বদা পাশে থাকেন। আপনাদের থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি। সকল কিছুর জন্য সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
full member
Activity: 490
Merit: 119
April 03, 2023, 10:39:56 AM
আপনি বাঙালি? ক্রিপ্টো বিষয়ে উৎসাহী? আসুন কথা বলি...



@ahad92 আপনি একাউন্ট ক্রিয়েট করতেই না করতে বাংলাদেশ লোকাল বোর্ডের ওপি @BitcoinDream এর সিগনেচার কোড কপি করে নিয়ে এসেছেন। এই ধরনের কপি করা পোস্ট করা উচিত হয়নি। এইতো বাঙালি নিজের জ্ঞানে ভেবেচিন্তে বিটকয়েন সম্পর্কে ভালো কোন তথ্য নিয়ে পোস্ট করেন।
সামান্য বাংলা ভাষায় নিজের মত একটি পোস্ট করতে পারেননি।

@Popkon6, @Mr.corol আপনারা দুইজন খুব যথার্থই বলেছেন, আসলে কপি পেস্ট করা ভয়ংকর রকমের একটা অন্যায় অপরাধ। আপনি শুধু কপি-পেস্ট করে আপনার নিজের ক্ষতি করবেন তা না আমাদের এই বাংলাদেশ নামক যে লোকাল বোর্ড আছে, @ahad92 আপনি একাই নষ্ট করে দেয়ার জন্যই যথেষ্ট।

হ্যাঁ, আর একটা কথা। এই বাংলাদেশে অনেক ভাইয়ারা ছিল যারা শুরুর দিকে বাংলাদেশ লোকাল বোর্ড এসে পোস্ট করে, কিছু মেরিট অর্জন করে, জুনিয়র মেম্বার পদে উন্নতি লাভ করে, তারপর অন্য বোর্ডে হারিয়ে যায়। আসলে এরা হারিয়ে যাওয়ার জন্যই এখানে আসে। এরা নিজেদের সুবিধার জন্য এখানে আসে। এখান থেকে কিছু সুবিধা গ্রহণ করে তারপর হারিয়ে যায়।

এরা জুনিয়র মেম্বার পদোন্নতি লাভ করার পরেই বাউন্টি ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করে দেয়, বাউন্টি ম্যানেজার হিসেবে কাজ করে। অনেকেই আবার কোন কাজ না পেয়ে হারিয়ে যায়। আসলে সবাই যে সাকসেস হয় এমনটা না। আসলে ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয় কিন্তু যারা অল্পতেই ব্যস্ত হয়ে পড়ে ইনকাম করার জন্য তারা আসলে দিনশেষে কিছুই করতে পারে না।

@ahad92 ভাই আপনি সবেমাত্র জয়েন করছেন, বাংলাদেশ এই লোকাল বোর্ডে প্রথম যে পোস্ট ছিল বিটকয়েনড্রিম ভাই, তার পোস্টটি কপি করলেন। আপনার জন্য আমার পরামর্শ রইল যদি এই বোর্ডে নিজেকে সমৃদ্ধ করতে চান তাহলে অবশ্যই কপি পোস্ট করা থেকে বিরত থাকবেন, এটা মারাত্মক ধরনের অন্যায়।
Jump to: