Author

Topic: বাংলা (Bengali) - page 258. (Read 5720046 times)

jr. member
Activity: 48
Merit: 7
April 02, 2023, 11:47:14 AM
(Binance)বাইনান্স এক্সচেঞ্জ থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) কেমনে করবেন?

(Binance) বাইনান্স থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) করার পদ্ধতি হয়তো অনেকেই জানে। যারা জানে না তারা হয়তো উপকৃত হবে তাই বিষয়টি শেয়ার করলাম।

বাইনান্স থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) করতে নিচে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে হবে -

Step 1 image:
ধাপ১. বাইনান্স হোমপেজ(Homepage) থেকে More অপশন এ ক্লিক করে স্ক্রল ডাউন করে একদম নিচে আসতে হবে।

Step 2 image:
ধাপ ২. সেখানে Mobile Top-up অপশন এ ক্লিক করতে হবে। নাম্বার এর জায়গায় নাম্বার (যেকোনো অপারেটর) এবং More Option এ ক্লিক করে এমাউন্ট পরিবর্তন করা যাবে সুবিধামত।

Step 3 image:
ধাপ ৩. এমাউন্ট পরিবর্তন করার পর Continue অপশন এ ক্লিক করতে হবে।

Step 4 image:
ধাপ ৪. এখন বাইনান্স পে পিন কোড দিলে রিচার্জ হয়ে যাবে।

ছবিগুলো দৃশ্যমান হলে বিষয়টি আরও পরিষ্কার ভাবে বোঝা যেত। কিন্তু Newbie পজিশন থেকে পোস্ট করলে ছবি দৃশ্যমান হয় না। Cry
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 02, 2023, 11:36:21 AM
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 02, 2023, 10:31:32 AM
সত্যি কথা বলতে থেমস এর আয়োজনে আমি একটুও এপ্রিল ফুল হইনি যতটা না Royse777 এর দ্বারা হয়েছি কেননা গত বছর এপ্রিলে আমি এপ্রিল ফুল হয়েছিলাম তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম ফোরামে আজকে যা ঘটবে সবকিছুই এপ্রিলফুল এর অংশ। কিন্তু Royse777 একদম ভিন্ন ধরনের নতুন কিছু করেছে আমি মনে করি ফোরামে তার এপ্রিল ফুল টাই এবার সবচেয়ে সাকসেস হয়েছে । বহুত মেম্বারদের বোকা বানাতে সক্ষম হয়েছে।  সকালে দেখলামনা দেখে মনে করেছিলাম বিষয়টি আসলেই সত্য তবে  দুপুরে আপডেট দেখে বুঝলাম এপ্রিল ফুলই।
whirlwind.money সিগ্নেচার ক্যাম্পেইন আসার পর থেকে সিনবাদ মিক্সারের পেমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ বেশিরভাগ কোয়ালিটি মেম্বার সিনবাদ থেকে whirldwind এ চলে গিয়েছিল। আর সেজন্য, আমিও গতকালকে বোকা হয়ে গিয়েছি। থিমসের এপ্রিল ফুলের সাথে আমি আগে থেকেই পরিচিত। কোনবারই আসলে বোকা হই নি কিন্তু গতকাল আমি প্রথমে এপ্রিল ফুল কমেন্ট করলেও পরে মনে হয়েছে সিনবাদ আসলেই রিলঞ্চ করছে। যাই হোক, গত কালকেরটা বোকা বানানোর জন্য হলেও, সিনবাদ নতুন করে প্ল্যান করবে, পেমেন্ট বৃদ্ধি করবে কারণ তারা অবশ্যই চাইবে না নতুন কেউ ডমিনেট করুক।
আমার কাছে কেন জানি মনে হচ্ছে whirlwind.money চিপমিক্সারের সাইট। তাদের পুরনো সাইট জব্দ হওয়ার পর নতুন সাইট শুরু করছে। যদিও আমার কাছে কোন প্রমাণ নেই, আমার সন্দেহ হচ্ছে। কেউ কি বলতে পারেন চিপমিক্সারের মালিক গ্রেফতার হয়েছে কি না? গত কয়েকদিন এইটার আপডেট আমি পড়িনি বলে কিছুই জানি না। জানলে জানাবেন।

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি নিউজ সম্পর্কিত সাইট কয়টি আছে কারো জানা আছে? কিংবা শুধু ক্রিপ্টোকারেন্সি ডেডিকেটেড ব্লগ সাইট?
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 02, 2023, 09:29:27 AM
সকলকে অনেক ধন্যবাদ


আজকে আমি। Bitcoin talk এ আমার rank up করতে সক্ষম হয়েছি।। আমি আজকে newbie থেকে jr.member এ পদার্পণ করেছি ।। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।।এটা আমার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট।। ৩.৫ মাস এ আমি অনেক কিছু শিখেছি ।।আসা করি বড়ভাই দের দুয়াতে আরো অনেক কিছু শিখতে পারবো এবং বড় ভাইদের সাহায্য সহযোগিতা আমার এত দুর আসা ।। সকল কে অনেক ধন্যবাদ ।।

আমি সর্ব প্রথম মেরিট পাই।।
January 17 এই মেরিট টি দিয়েছেন GazetaBitcoin

তার পরবর্তী মেরিট পাই ।।
March 13 এই মেরিট টি দিয়েছেন OnZen
এবং সর্ব শেষ মেরিট টি পাই ।।
March 15 এই মেরিট টি দিয়েছেন Little Mouse

এটা হচ্ছে আমার ৩.৫ মাস এর শিক্ষা এবং অগ্রহর প্রাপ্তি।। আশা করছি যে আপনাদের সাহায্য এবং সহযোগিতায় আপনাদের মধ্যে ভালো কোয়ালিটির পোস্ট উপস্থাপন এর মাধ্যেমে আরো অনেক দূর এগিয়ে যাবো।। সবাই আমার জন্য দুয়া করবেন যেনো আমায় আমার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে সক্ষম হয়।।

সকল কে অসংখ্য ধন্যবাদ।।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 02, 2023, 09:26:44 AM
দুটি পদ্ধতির মধ্যে কোনটি আপনাকে বেশি বোকা বানিয়েছে?
সত্যি কথা বলতে থেমস এর আয়োজনে আমি একটুও এপ্রিল ফুল হইনি যতটা না Royse777 এর দ্বারা হয়েছি কেননা গত বছর এপ্রিলে আমি এপ্রিল ফুল হয়েছিলাম তাই এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম ফোরামে আজকে যা ঘটবে সবকিছুই এপ্রিলফুল এর অংশ। কিন্তু Royse777 একদম ভিন্ন ধরনের নতুন কিছু করেছে আমি মনে করি ফোরামে তার এপ্রিল ফুল টাই এবার সবচেয়ে সাকসেস হয়েছে । বহুত মেম্বারদের বোকা বানাতে সক্ষম হয়েছে।  সকালে দেখলামনা দেখে মনে করেছিলাম বিষয়টি আসলেই সত্য তবে  দুপুরে আপডেট দেখে বুঝলাম এপ্রিল ফুলই।

krogothmanhattan, ৫০৭ তম ফ্রি রেফেল নিয়ে এসেছেন। অন্যসব বার কয়েন নিয়ে আসলেও এবার নিয়ে এসেছেন ফ্রি ক্রিপ্টো ডগি কার। যারা পহেলা মার্চের পূর্বে একাউন্ট করেছেন তারাই এই ফ্রি রেফেলে অংশগ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে অংশগ্রহণ করুন। রেফেল লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-507th-ecause-i-am-still-in-a-good-mood-free-crypto-doge-car-5446312
krogothmanhattan, ৫০৭ তম ফ্রি রেফেল নিয়ে এসেছেন। অন্যসব বার কয়েন নিয়ে আসলেও এবার নিয়ে এসেছেন ফ্রি ক্রিপ্টো ডগি কার। যারা পহেলা মার্চের পূর্বে একাউন্ট করেছেন তারাই এই ফ্রি রেফেলে অংশগ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে অংশগ্রহণ করুন। রেফেল লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-507th-ecause-i-am-still-in-a-good-mood-free-crypto-doge-car-5446312

বাহ ব্রাদার নতুন একাউন্ট খুলেই প্লাগেরিসম শুরু করে দিয়েছেন। Shasan ভাইয়ের পোস্টটি হুবহু কপি করে দিয়েছেন পোস্টে কোন ভিন্নতা খুঁজে পাচ্ছি না, শুধু ইমেজটা কোট করা বাকি রেখেছেন ভিন্নতা আনার জন্য। আশা করছি খুব শীঘ্রই আপনি ভ্যান কমিউনিটিতে জয়েন করবেন।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
April 02, 2023, 08:58:31 AM
স্ক্যাম ZkSync Airdrop এর ওয়েবসাইট থেকে সাবধান

হঠাৎ টুইটারে আমি ZkSync Airdrop ক্লেইম এর একটি টুইট দেখতে পেলাম যেখানে একটি ওয়েসাইটের লিংক দেওয়া ছিল যা সম্পুর্ণ একটি Scam ওয়েবসাইট।
স্ক্যাম ওয়েবসাইট লিংক : https://zksync-promo.com/
আর্কাইভ লিংক: https://archive.ph/QdF3M
ওয়েবসাইট টি আপনার ওয়ালেট কানেক্ট করতে বলছিল যা খুবই রিস্কি কারণ এর ফলে ওয়ালেট খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে।



সাইটটি মেটামাস্ক ও Wallet connect এর সাহায্যে ওয়ালেট কানেক্ট করতে নির্দেশ করছিল।



আশাকরি আপনারা সবাই এই ধরনের Scam Airdrop ক্লেইম এর থেকে বিরত থাকবেন এবং নিজেদের ওয়ালেটের সিকিউরিটি কে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আল্লাহ হাফেজ

LDL
hero member
Activity: 742
Merit: 671
April 02, 2023, 04:20:11 AM
কোনটি আপনাকে বেশি বোকা বানিয়েছে?

প্রতি ক্যালেন্ডারে ইয়ারে এপ্রিলের ১ তারিখ জাতীয় (বাংলাদেশের ক্ষেত্রে নয়) ও আন্তর্জাতিকভাবে এপ্রিল ফুল দিবস হিসেবে পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এপ্রিলের পহেলা দিবসকে খুব জাঁকজমকভাবে এপ্রিল দিবস হিসেবে পালন করে। এক্ষেত্রে আমাদের বিটকয়েন ফোরাম পিছিয়ে নেই। কালকে ফোরামের এডমিন সহ আমাদের স্বনামধন্য ক্যাম্পেইন ম্যানেজার Royse777 বিটকয়েন ফোরামে আমাদের বিভিন্নভাবে বোকা বানিয়েছে। এডমিন স্যারের বোকা বানানোর পদ্ধতিটা ছিল একটি ক্যাপচা নির্ভর পাজল গেম (Puzzle game) যা আপনারা কালকে যারা একটিভ ছিলেন সবাই দেখতে পেরেছিলেন। ক্যাপচাতে আমরা এপ্রিলফুল হইনি যতটাই এপ্রিলফুল হয়েছি কালকের"This User Is a suspected Spammer এই লেখাটি দেখে। সত্যিই প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ফোরামে যখন একাধিক ইউজার লেখালেখি করল তখন খেয়াল করেছিলাম এটা এডমিন স্যারের এপ্রিল ফুল বানানোর একটি কৌশল মাত্র।

কিন্তু কালকে@Royse777 ক্যাম্পেইন ম্যানেজার যে পদ্ধতিতে বোকা বানিয়েছে সেটা ধরার মত কৌশল সবার ছিল কিন্তু করার মতো কিছুই ছিল না। সে এমন পদ্ধতিতে বোকা বানিয়েছে যা একদিকে বিশ্বাস করার মতো ছিল না কিন্তু অন্যদিকে না বিশ্বাস করার মতোও কিছু ছিল না।
আপনারা সবাই খেয়াল করে দেখুন Sinbad mixers প্রথম ভার্সনের ক্যাম্পেইনটি সম্পূর্ণ মুভ করে দ্বিতীয়বার পেমেন্ট সিস্টেম ইনক্রিজ (Increased) করে participants সংখ্যা বৃদ্ধি করে Relaunch করে যা বোঝার উপায় ছিল না এটি সত্যিই কি এপ্রিলফুল। তবে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুজন স্বনামধন্য সদস্য @Little Mouse @Shasan ভাই এপ্রিল ফুল হয়ে অ্যাপ্লিকেশন করেছিল।
ওই ক্যাম্পেইনটি Relaunch করার পর নয় দশ পেইজ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়ে যা প্রত্যেকেই এপ্রিল ফুলের বশবর্তী হয়ে অ্যাপ্লিকেশন জমা দেয়।

উপরের দুটি পদ্ধতির মধ্যে কোনটি আপনাকে বেশি বোকা বানিয়েছে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 01, 2023, 02:39:14 PM

যদিও এপ্রিল ফুল বানানোর জন্য নিউ ক্যাপচা সিস্টেম  বেশিক্ষণ  থাকবেনা তারপরও এটি শেয়ার করলাম।
যাদের কাছে এই উড়ন্ত পাখি পছন্দ হয়নি বা পোস্ট করতে গিয়ে প্রিভিউ বাটন খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য  তাদের জন্য  TryNinja  স্ক্রিপ্টে কাজে লাগতে পারে ।

1.  জিনিসটি দূর করার জন্য প্রথমে আপনাদের  গুগল ক্রোম এ  একটি extention ডাউনলোড করতে হবে ,  আপনি  Tampermonkey  এবং ViolentMonkey   এর যে কোন একটি ব্যবহার করতে পারেন।
2. তারপর এক্সটেনশনটিতে ক্লিক করে ড্যাশবোর্ডে যান

3. এই আইকনটিতে ক্লিক করুন


4. তারপর নিচের স্ক্রিপ্ট গুলো পেস্ট করুন.
Code:
// ==UserScript==
// @name        New Captcha CRACKER
// @author      TryNinja The H4CK3R1337 8)
// @match       https://bitcointalk.org/index.php?action=post*
// @grant       none
// @version     1.1
// ==/UserScript==
(() => {
function solve(key) {
function S(a, c) {
return ((a << c) | (a >>> (32 - c))) & 4294967295;
}

function sha1(key) {
var e = new ArrayBuffer(64),
d = new DataView(e);
e = new Uint8Array(e);

e.set(key);
e[key.length] = 128;

d.setUint32(60, 8 * key.length);
var schedule = Array(80);

for (var i = 0; i < 80; i++) {
if (i < 16) {
schedule[i] = d.getUint32(4 * i);
} else {
schedule[i] = S(
schedule[i - 3] ^
schedule[i - 8] ^
schedule[i - 14] ^
schedule[i - 16],
1
);
}
}

var roundFunctions = [
function(t, v, w) {
return (t & v) | (~t & w);
},
function(t, v, w) {
return t ^ v ^ w;
},
function(t, v, w) {
return (t & v) | (t & w) | (v & w);
},
function(t, v, w) {
return t ^ v ^ w;
},
];
var hash = [1732584193, 4023233417, 2562383102, 271733878, 3285377520];

for (var i = 0; i < 80; i++) {
var f = Math.floor(i / 20);
var temp =
S(hash[0], 5) +
roundFunctions[f](hash[1], hash[2], hash[3]) +
hash[4] +
schedule[i] + [1518500249, 1859775393, 2400959708, 3395469782][f];
hash[4] = hash[3];
hash[3] = hash[2];
hash[2] = S(hash[1], 30);
hash[1] = hash[0];
hash[0] = temp & 4294967295;
}

d.setUint32(0, (1732584193 + hash[0]) & 4294967295);
d.setUint32(4, (4023233417 + hash[1]) & 4294967295);
d.setUint32(8, (2562383102 + hash[2]) & 4294967295);
d.setUint32(12, (271733878 + hash[3]) & 4294967295);
d.setUint32(16, (3285377520 + hash[4]) & 4294967295);

return e.slice(0, 20);
}

let d = [114, 117, 106, 121, 119, 106, 115, 100, 107, 101, 114, 100];
for (f = 0; 8 > f; f++) d[12 + f] = key.charCodeAt(2 + f);
let hash = sha1(d);
let answer = "";
for (f = 0; 20 > f; f++) {
const k = hash[f].toString(16).padStart(2, "0");
answer += k;
}

return answer;
}

const input = document.querySelector("input[name=h4cfb47325c1907ed]");
const captchaAnswer = solve(input.value);
input.value = captchaAnswer;
input.setAttribute("value", captchaAnswer);
document.querySelector("canvas").outerHTML = '

Captcha cracked by TryNinja The H4CK3R1337!

';
})();

5. তারপর বিষয়টা অনেকটা এমন দেখাবে


সম্পূর্ণ পোস্টের মূল উৎস TryNinja  এর  এই টপিক থেকে নেওয়া https://bitcointalksearch.org/topic/script-new-captcha-cracker-by-tryninja-the-h4ck3r1337-8-5447166

sr. member
Activity: 1008
Merit: 366
April 01, 2023, 11:53:10 AM

এপ্রিল ফুল কি? কই থেকে এর উৎপত্তি?

প্রায় ১ হাজার বছর আগে স্পেন মুসলিম শাসনে শাসিত ছিলো। তাদের ক্ষমতা এতটাই বেশি ছিলো যে তাদের কেউ পরাজয় করতে পারেনি। খ্রীস্টান ধর্মাবলম্বীরা চেয়েছিলো মুসলিম শাসনের পতন ঘটাইতে। কিন্তু তারা বার বার পরাজিত হচ্ছিলো। অবশেষে তারা কিছু গুপ্তচর কে স্পেন এ পাঠায়। কিন্তু ইসলাম এতটাই শক্তিশালী ছিলো যে যারা এসেছিলো তারাও ইসলাম গ্রহন করে ফেলে।

অবশেষে উপায় না পেয়ে তারা ফ্রি তে স্পেন এ মদ, সিগারেট প্রেরণ করে। এইবার এটি কাজে লেগে যায়। ধীরে ধীরে মুসলিম সৈন্যরা দুর্বল হতে থাকে। অবশেষে তারা ৮০০ বছর অব্দি চলা মুসলিম শাসন এর পতন ঘটায় যা ধটে স্পেন এর একটি রজ্যে, যার নাম গ্রানাডা। এটি ঘটে পহেলা এপ্রিল এ। এটি থেকে শুরু হয় এপ্রিল ফুল এর প্রচলন।

এরপর ১৪৯২ সালের পহেলা এপ্রিলে, রাণী ইজাবেলা সকল মুসলিমদের বলেন, তারা যদি বাঁচতে চায় তাহলে তাদের কর্ডোভা জামে মসজিদে জড়ো হয়ে যেনো প্রাণ ভিক্ষা চায়। পরবর্তীতে সকলে জড়ো হলে তাদের নির্মম ভাবে পুড়িয়ে মেরে ফেলা হয়। মুসলিম দের পুনরায় বোকা বানিয়ে তাদের হত্যা করা হয়। এটি ওয়েস্টার্ন জগৎ এর "এপ্রিল ফুল ডে" হিসেবে পরিচিত।
আজ আমরা সকলেই হয়ত ইতিহাস না যেনে হাসি মজা তে এপ্রিল ফুল পালন করি। তার কালো অধ্যায় এটি।

সোর্সঃ Click Here
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 01, 2023, 11:25:02 AM
আমি @TryNinja এর The BitcoinTalk SuperNotifier "V2" ব্যবহার করা শুরু করেছি এবং এটি সত্যিই অনেক ভালো। এই বটটি সমস্থ ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাকে দিবে শুধু মাত্র Notification চালু করে দিলেই হবে।
আমিও এটা নিয়ে বাংলাদেশ থ্রেড এ এখানে পোষ্ট করেছিলাম। একই ব্যাপারে Beginners & Help বোর্ড এ ইংরেজি একটা পোষ্ট লিখেছি। মজার ব্যাপার কি জানেন? নতুন রা যখন কোনো সাজেশন বা গাইড পোষ্ট করে, তখন তা সবার চোখ এড়িয়ে যায়।

যাই হোক, এই বট টা যতটা উপকারী, সেই হিসেবে কিন্তু এর ইউজার সংখ্যা খুবই কম। আমার মতে এর ইউজার আরো অনেক বেশী হতো যদি মানুষ এটা ব্যাবহার করা জানতো। অনেকে জানেই না এই বট টা আসলে কি কি কাজে লাগে। অনেকে পড়েও দেখে না পোষ্ট এ কি লেখা আছে।
584 total users
493 active users (didn't block/stop the bot)
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 01, 2023, 10:59:27 AM
আমি @TryNinja এর The BitcoinTalk SuperNotifier "V2" ব্যবহার করা শুরু করেছি এবং এটি সত্যিই অনেক ভালো। এই বটটি সমস্থ ইনফরমেশন গুলো কালেক্ট করে আপনাকে দিবে শুধু মাত্র Notification চালু করে দিলেই হবে।
এবং চাইলেই Favourite user করে যার নাম দিয়ে রাখা হয় সে যদি কোনো পোস্ট করে বা টপিক তৈরি করে তাহলে এই বটটি সঙ্গে সঙ্গে এই ইনফর্মেশনটি জানিয়ে দিবে। আর আমি যাদের Favourite user করে রেখেছি তারা কোনো ইনফরমেটিভ পোস্ট করলে অতি শীঘ্রই আমি জানতে পারতেছি এই বটটির মাধ্যমে।
আরো অনেক সুবিধা রয়েছে এই বটটির দ্বারা setMerit করলে যদি তাঁর পর কেউ মেরিট দেয় তাহলে সাথে সাথে মেরিট Notification চলে আসবে। এটি সত্যিই আমার কাছে পছন্দনীয় হয়েছে।
আর এর আগে আমাদের বাংলা ফোরামে এটা নিয়ে আলোচনা হয়েছে অনেক আগে 2021 সালে @naim027 ভাই এই সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছেন সম্পূর্ণ বাংলা ভাষায়। তবে তখন আমরা ফোরামে ছিলাম না যার জন্য এখন এই অজানা রহস্য গুলো আমাদের নতুনদের অবশ্যই জানা প্রয়োজন।
বাংলা লোকাল বোর্ড পোস্ট, The BitcoinTalk SuperNotifier V2" :  https://bitcointalksearch.org/topic/m.58502103

আমি যাদেরকে Favourite user তালিকায় অন্তর্ভুক্ত করেছি!


Bot: @BTTSuperNotifier_bot
https://t.me/BTTSuperNotifier_bot




আমার লিস্টের Favourite user যখনই কোন ইনফরমেটিভ পোস্ট করবে আমি সেটি জানতে পারবো অনেক সহজেই।

@TryNinja Original Post: https://bitcointalksearch.org/topic/m.54441882

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 01, 2023, 09:51:56 AM
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩

পোস্ট গণনার দিক থেকে এ মাসেও আমাদের লোকাল থ্রেডের  অগ্রগতিতে ধারাবাহিকতা রয়েছে গত মাসের তুলনায় এ মাসে প্রায় দ্বিগুণ পোস্ট এক্টিভিটি হয়েছে।  তবে আবারো সেই একই কথা মেরিট সোর্স না থাকার কারণে  মেরিট এর ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি গত মাসের তুলনায়।  
এ মাসে অনেক নতুন সদস্য লোকাল থ্রেডে  জয়েন হয়েছে ,  তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ধারাবাহিকতা বজায় রাখবেন পাশাপাশি ফোরামের নিয়ম কানুন সব মেনে চলবেন। আশা করছি আননেসেসারি পোস্ট করা থেকে বিরত থাকবেন।

মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ১৪১টি


ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ২২৬টি

             এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ১৭০টি


প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [36]
2. Mr.corol [34]
3. shasan [31]
4. Learn Bitcoin [30]
5. Crypto Networks [24]
6. Little Mouse [22]
7. roksana.hee [21]
8. Bitcoin_people [20]
9. Terrible99 [20]
10. Crypto Library [17]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আবারো আপনাদের ধন্যবাদ কাজটাকে সহজ করে তোলার জন্য
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 01, 2023, 08:55:25 AM

সর্বোচ্চ পোস্ট করার মধ্যে এখন পর্যন্ত @Little Mouse ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো।
১. @Little Mouse ৩৮০ পোস্ট।
২. @Review Master  ২৭৫ পোস্ট।
৪. @crypto Library   ১৫৩ পোস্ট।
৫. @shasan ১২৪ পোস্ট।
৬. @LDL ৭৯ পোস্ট।
https://ninjastic.space/topic/631891.0

৩. @Sammikhan  ১৫৮ পোস্ট।
৭. @naim027 ৭৯ পোস্ট।
৮. @Gripson ৭০ পোস্ট।
৯. @Dtalk ৬৫  পোস্ট।
১০. @wtsimis ৬৫ পোস্ট।

উপরে উল্লেখিত 3,7,8,9,10 ইউজার গুলো বিটকয়েন ফোরামে নিয়মিত একটিভ নেই । @naim027 ভাই একটিভ থাকলেও বিশেষ কারণের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডে পোস্ট করতে চান না। @crypto Library আর মাত্র পাঁচটি পোস্ট করলে তৃতীয় অবস্থানে চলে যাবে। কেননা বর্তমানে যে তৃতীয় পজিশনে আছে সে একটিভ নাই বললেই চলে। তবে @Little Mouse, @Review Master, এই সিনিয়র ভাইয়েরা বাংলা লোকালের যখন দুরবস্থা ছিল তখন এই ভাইয়েরা নিয়মিত একটিভ থেকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের হাল ধরে রেখেছিলেন। আজ বর্তমানের এই বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল এই সমস্ত ভাইয়ের কাছে ঋণী।
যাহোক আজকে এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম আমি 6ষ্ঠ পোজিশন উঠে এসেছি ‌। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত একটিভ থেকে এই বাংলা লোকালের সেবা করতে পারি।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 01, 2023, 05:13:50 AM
সিল্করোড থেকে জব্দকৃত ৪১৫০০ বিটকয়েন বিক্রয়


এই নিউজ টা আমি coinalap এ দেখলাম ।। আমি  জানি না এটা কি এপ্রিল ফুল বানানোর জন্য পোস্ট করা হয়েছে না এটা সত্য তা আছে ।। এই একই নিউজ আমি আরো অন্য সাইট এ দেখলাম।। আমেরিকা সরকার বর্তমানে ২ লক্ষ ৫ হাজারের বেশি বিটকয়েন এর মালিক ।। এই বিক্রয় এর সাথে কি Bitcoin BTC মার্কেট এর দাম নাম বা উঠার সম্পর্ক রয়েছে Huh

নিউজ লিক
member
Activity: 168
Merit: 58
April 01, 2023, 05:06:35 AM
Snip
সর্বোচ্চ পোস্ট করার মধ্যে এখন পর্যন্ত @Little Mouse ভাই সর্বোচ্চ পোস্ট করেছেন। শীর্ষে দশজন পোস্টদাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো।
১. @Little Mouse ৩৮০ পোস্ট।
২. @Review Master  ২৭৫ পোস্ট।
৩. @Sammikhan  ১৫৮ পোস্ট।
৪. @crypto Library   ১৫৩ পোস্ট।
৫. @shasan ১২৪ পোস্ট।
৬. @LDL ৭৯ পোস্ট।
৭. @naim027 ৭৯ পোস্ট।
৮. @Gripson ৭০ পোস্ট।
৯. @Dtalk ৬৫  পোস্ট।
১০. @wtsimis ৬৫ পোস্ট।

https://ninjastic.space/topic/631891.0

member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 01, 2023, 03:11:37 AM
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
April 01, 2023, 12:26:15 AM
Snip


ভাই আপনের থেকে শিখে আমি প্রথম এ আপনার উপর এ এপ্লাই করলাম।।
এই ক্যাপচা টা অনেক কঠিন।। আমি ঠিক জানি না এটা হয়তোবা মোবাইল ইউজার দের জন্য খুব কষ্টকর হচ্ছে পূরণ করা ।। প্রথম এ আমার স্কোর দেখাচ্ছিল 8 পয়েন্ট করতে পারলে ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে।। কিন্তু একটা পোস্ট করার পর দেখি যে 11 পয়েন্ট দেখাচ্ছে ।। অনেক কষ্টের পর আমি কমপ্লিট করেছি।। মধ্যে তো পিলার এর মধ্যে দিয়ে পার হচ্ছিল কিন্তু পয়েন্ট কালেক্ট হচ্ছিলো না।।




এইটা খুব রজ্ঞানিত মুহূর্ত ছিল বার বার coin এর উপর দিয়ে চলে যাচ্ছিল ।।




কিন্তু অবশেষে অনেক চেষ্টা এবং ধর্য এর ফলে ক্যাপচা টা পূরণ করতে সক্ষম হয়েছি ।।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
March 31, 2023, 11:52:35 PM
This user is a suspected spammer!

এই লিখাটি আজকে Bitcointalk এ প্রবেশ করে দেখছি যে কম বেশি সবার আইডিতে দেখানো হচ্ছে ।।
আমি সর্ব প্রথম @LDL ভাই এর আইডিতে দেখি যে স্প্যামার শো করছে ।।কিন্তু পরে বিভিন্ন স্থানে যায় দেখি যে কম বেশি সবার আইডি তে শো করছে ।। আজকে 1ST APRIL এই লিখাটি মনে হয় আজকে সবাই যে এপ্রিল ফুল বানানোর জন্য হয়তো বা শো করানো হয়েছে।। আমি ঠিক জানি না কি কারণ যদি 1ST APRIL ER জন্য লিখাটি শো করা হয়ে থাকে তাহলে সবাইকে HAPPY APPRIL FOOL  Roll Eyes
newbie
Activity: 23
Merit: 10
March 31, 2023, 11:14:38 PM

আলহামদুল্লিলা ৩০ মিনিট এর চেষ্টায়  খুব কষ্ট করে ক্যাপচার টি পূরণ করলাম।
যারা করতে পারেন নাই তারা আরো ট্রাই করতে থাকেন ইনশাআল্লাহ হয়ে যাবে।
এটি মূলত আইকিউ টেস্ট করার জন্য তৈরি করা হয়েছে। AI-বর্ধিত ক্যাপচা যা সমস্ত নিম্ন-আইকিউ-এর লোকদের সনাক্ত করবে। পোস্ট করার আগে  ক্যাপচার  পূরণ করতে হবে। যারা ১৪ দিনের মধ্যে  ক্যাপচার পূরণ   করতে পারবে না। তাদের নিষিদ্ব করা হবে। তাই আমাদের বোর্ডে যারা আছি তারা এই টাকে গুরুত্বের সাথে কমপ্লিট করি। প্রথম একটু কষ্ট হলেও কিছুক্ষন চেষ্টা করলে সহজ হয়ে যায়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 31, 2023, 10:57:48 PM
ফোরামে প্রায় সবাই জেনে গেছে যে এডমিন সাহেব এমন কিছু নিয়ে আসবেন। অনেকটা প্রেডিক্টেবল হয়ে গেছে।
কেমন হবে যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন সাতশি তার আইডি থেকে পোষ্ট করছে? ব্যাপার টা এডমিনের জন্য অনেকটা ডেয়ারিং হবে, তাই এটা করতে চাইবেন না নিশ্চই। যাই হোক, ফোরামে দেখলাম সবাই এটা নিয়েই আলোচনা করছে। এতো আলোচনার কারনে যারা কনফিউজ্ড হওয়ার কথা, তারাও এখন আর কনফিউজ্ড হচ্ছে না। এতো আয়োজন কোনো কাজে দিচ্ছে না। অনেক সময় প্র্যাংক বুঝেও চুপ থাকতে হয়। যাতে করে অন্যরাও সেই প্র্যাংক এর মজা পায়। কিন্তু এখানে হচ্ছে উল্টো কিছু। ওভারঅল, এডমিন সাহেব নিশ্চই স্যাটিসফাইড হবেন না।
Jump to: