আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এই প্রথম এরকম কুইজের আয়োজন করা হয়। কুইজের মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশ লোকাল থ্রেডে আজকের এই কুইজটি সত্যিই একটি আশ্চর্যজনক বিষয় ছিল। কুইজ খেলে আমার খুব ভালো লেগেছে এবং মোটামুটি ভালো একটা স্কোর করতে পারছি, এতে আমার আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা কুইজ আয়োজন করার জন্য @Bounty Inspectors আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এর সাথে আমি চারটা প্রশ্নের উত্তর পারিনি @LDL; @shasan ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমাকে একটু জানাবেন।
প্রশ্নগুলো নিচে দেয়া হলো:
1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?