Author

Topic: বাংলা (Bengali) - page 254. (Read 5721173 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
April 07, 2023, 04:30:45 PM
হায় আপনি করছেন টা কি?
একটি কুইজের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গোপনীয়তা, আপনার এই পোস্টের মাধ্যমে কুইজের গোপনীয়তা রক্ষা হয়নি। আপনি যে স্ক্রিনশট দিয়েছেন তাতে সমস্ত উত্তর গুলো সঠিক হলে রঙিন অক্ষর হয়েছে এবং ভুল হলে লাল হয়েছে। আপনি অতি দ্রুত আপনার পোস্টের স্ক্রিনশটটি Crop করে ছোট করে শুধু স্কোর দেওয়া উচিত ছিল।

@roksana.hee
@Soka1

আপনারা যখন অন্যের কমেন্ট কোট (Qoute) করে উত্তর করবেন তখন ওই কমেন্টের মধ্যে যদি বড় ফন্টে লেখা অথবা ছবি থাকে তাহলে সেই ছবিগুলোর আকার ছোট করে আপনারা পোস্ট করবেন এতে আপনাদের পোস্ট ভালো ও আকর্ষণীয় দেখাবে। আশা করি পরবর্তীতে পোস্ট করার সময় আপনারা ছবির আকার ছোট করে দেবেন।
sr. member
Activity: 1008
Merit: 366
April 07, 2023, 03:18:57 PM


আমিও একটু ট্রাই করে দেখলাম। কিছু উত্তর আগে থেকে জানা ছিলো। তবে কিছু উত্তর রিসার্চ করা ছাড়া জানার কোনো উপায় নেই। হার্ড করার জন্য Bounty Inspectors ভাই কে ধন্যবাদ। এ থেকে বুঝতে পারলাম জানার কোনো শেষ নেই। আপনি হাজার হাজার তথ্য জানা সত্বেও অনেক কিছুই অজানা থেকে যায়।

এই জন্যই বলা হয়, শেয়ার করার মাধ্যমে জ্ঞান বাড়ে। আশাকরি ভবিষ্যতে এমন আরও কুইজ আয়োজোন করা হবে। অপেক্ষায় থাকলাম Bounty Inspectors ভাই।
jr. member
Activity: 122
Merit: 2
April 07, 2023, 02:36:28 PM
৩. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো  Cheesy

বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন NghtRppr এবং এইটা হলো সেই সিগনেচার ক্যাম্পিং এর  লিংকঃ https://bitcointalksearch.org/topic/closed-up-to-50-people-get-paid-010-btc-to-change-your-signature-15886
full member
Activity: 490
Merit: 119
April 07, 2023, 01:40:36 PM
প্রশ্নগুলো নিচে দেয়া হলো:

1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
1. theymos
2. namecoin
3. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো  Cheesy
4. ২০১৩

ধন্যবাদ @Little Mouse ভাই আমার না জানা প্রশ্নের উত্তর গুলো দিয়ে সাহায্য করার জন্য। আপনাদের মত বড় ভাইয়েরা পাশে আছে বলেই হয়তো আমরা এতটা সহজেই এই লোকাল থ্রেডে আমাদের না জানা তথ্যগুলো পেয়ে যাচ্ছি। আশা করি এইভাবে সবসময় আমাদেরকে পাশে থেকে সাহায্য করবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 07, 2023, 01:32:08 PM
প্রশ্নগুলো নিচে দেয়া হলো:

1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
1. theymos
2. namecoin
3. নাম মনে নাই। কিন্তু দেখলে বলতে পারবো  Cheesy
4. ২০১৩
full member
Activity: 490
Merit: 119
April 07, 2023, 01:22:50 PM
Quote
যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।

@Mr.corol ভাই, এখানে আপনার প্রশ্নের কিছু সঠিক উত্তর আছে। হয়তো আমি যে চারটা পারিনি সেটা আপনি পেরেছেন একটু চেক দিয়ে দেখতে পারেন। আর হ্যাঁ আমি ডেক্সটপ থেকে এটা করেছি, কিন্তু কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর, কোনটা থেকে আপনি মার্ক পেয়েছেন, সেই সব বিষয়গুলোই এখানে শো করতেছে। মনে হয় এটা আপনার এবং নতুনদের জন্য সহায়ক হবে।

সোর্স লিংক:https://docs.google.com/document/d/15JMZJja2HN2AZRZGWOOksh8P4KSwkJ6tE49EbsrtXjA/edit?usp=sharing

এখানে সঠিক উত্তরকে সবুজ রং এবং ভুল উত্তরকে লাল রঙের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আপনি আরও একটি বিষয় দেখতে পারবেন যে, সঠিক উত্তরের জন্য এক নাম্বার এবং ভুল উত্তরের জন্য জিরো নাম্বার দেয়া হয়েছে।
full member
Activity: 490
Merit: 119
April 07, 2023, 01:13:24 PM
আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এই প্রথম এরকম কুইজের আয়োজন করা হয়। কুইজের মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশ লোকাল থ্রেডে আজকের এই কুইজটি সত্যিই একটি আশ্চর্যজনক বিষয় ছিল। কুইজ খেলে আমার খুব ভালো লেগেছে এবং মোটামুটি ভালো একটা স্কোর করতে পারছি, এতে আমার আরো বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা কুইজ আয়োজন করার জন্য @Bounty Inspectors আপনাকে অসংখ্য ধন্যবাদ।


এর সাথে আমি চারটা প্রশ্নের উত্তর পারিনি @LDL; @shasan ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমাকে একটু জানাবেন।

প্রশ্নগুলো নিচে দেয়া হলো:

1. আমাদের প্রিয় Bitcointalk.org ফোরামের এডমিন কে?
2. সর্ব প্রথম অলটকয়েন (Altcoin) কোনটি?
3. বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন কে?
4. বিটকয়েন কতসালে সর্বপ্রথম 100$ হিট করেছিল?
jr. member
Activity: 76
Merit: 1
April 07, 2023, 12:37:47 PM
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
এটা খুবই সহজ কিন্তু আমি ও সবপ্রথম করতে পারিনি তবে সবার সাহায্য সহযোগিতারয় সফল হয়েছি। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিতে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কোন সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে এটার সমাধান দেওয়ার সবোর্চ্চ চেষ্টা করব।




আর আপনি অবশ্যই Photo Uploader নামের একটি Apps নামিয়ে নিবেন। তা না হলে আপনার ফটো Show করবে না Photo Uploader থেকে আপনি আপনার ফটো আপলোড করে তারপর ওই লিংক প্রবেশ করাবেন ও পরবর্তীতে পোস্ট করবে। এই টিপস্ গুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার ছবি দেখা যাবে পোস্ট করলে।



ধন্যবাদ, Bitcoin_people ভাই। আপনার কারণে আমি আমার পোস্টে আমার ছবি আপলোড করতে পেরেছি। আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন তা খুব সহায়ক এবং বোঝা সহজ ছিল।

[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]

এই সহায়ক কুইজ ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.
এটি আমাকে অনেক দরকারী তথ্য প্রদান করেছে এবং আমার জ্ঞান বৃদ্ধি করেছে। এর আগেও একই ধরনের কুইজ পরিচালিত হয়েছিল, তবে তা বাংলায় ছিল না। যাইহোক, সেই কুইজের কিছু প্রশ্ন এইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমার মতো নতুনদের জন্য বেশ সহায়ক। আমি 20টি প্রশ্নের মধ্যে 11টি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এবং আমার সামগ্রিক অভিজ্ঞতা ছিল দুর্দান্ত  Cheesy
দয়া করে কেউ আমার পোস্টটি উদ্ধৃত করুন কারণ আমি নবাগত তাই আমার ছবি লোড হতে পারে না
@LDL
@NicNacCoin
@Bitcoin_people
@Mr.corol


ওকে আপনার পোস্ট আমি উদ্ধৃত করে দিলাম। ধন্যবাদ আপনাকে আপনি 11 টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি এখানে নিয়মিত একটিভ থাকবেন। এখানে আমরা নিয়মিত একটিভ থেকে আমাদের বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব।
ধন্যবাদ NicNacCoin ভাই আমার পোস্টটি উদ্ধৃত করার জন্য এবং আমাকে একজন জুনিয়র সদস্য হতে সাহায্য করার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি মেধা অর্জন করতে জানতাম না এবং কুইজ সত্যিই ভাল ছিল. আমি জানতাম না যে আমি 20 টির মধ্যে 11টি সঠিক পেয়েও এতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারব। আমি বাংলা লোকাল থ্রেডে সক্রিয় থাকার এবং মানসম্পন্ন সামগ্রী পোস্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমাকে গাইড করার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ কারণ আমি এখানকার নিয়ম এবং অন্যান্য বিষয় সম্পর্কে অনেক কিছু জানি না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 07, 2023, 12:34:42 PM
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
ভাই এই প্রশ্ন যে করেছেন তার জবাব দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি মেরিট বিষয়টা কি এ সম্পর্কে কোন ধারণা নিয়েছিলেন?
মেরিট কাকে বলে কিছু জানেন এ সম্পর্কে?
মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।
উপরে কোট করে দিয়েছি  আপনি চাইলে আরো বিস্তারিত সম্পর্কে জানার জন্য সরাসরি পোস্ট টিতে গিয়ে পড়তে পারেন। এখন আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করুন যে  মেরিট করা যাবে কিনা। যেখানে ফোরামে কেউ মেরিট  চাওয়া  বা ভিক্ষা করা  এটাকেই পছন্দ করে না সেখানে  মেরিটের অপব্যবহার কিভাবে সহ্য করবে কিভাবে সহ্য করবে,  আপনাকে বলতে চাই আপনার এই ইচ্ছা পরিবর্তন করুন না হলে মেরিট পেলেই আপনার  লাল  মোহর খাওয়ার সম্ভাবনা রয়েছে।  আর আপনি যে কাজ করতে চাইতেছেন হয়তোবা লালমোহর খাওয়ার পর সেখানে আর কাজ করতে পারবেন না।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 07, 2023, 12:23:07 PM

কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

এইটা ভুল করছি- 9. বাংলা লোকাল বোর্ডে কোন বছর সবচেয়ে বেশি পোস্ট হয়েছিল?
আমার কাছে দেয়ার মত কোন মেরিট নাই ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 07, 2023, 11:02:53 AM
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
আপনাকে অসংখ্য ধন্যবাদ কুইজ টা ক্রিয়েট করার জন্য। আমি আমার জেনুইন আন্সার গুলো দিয়েছি। নিজে থেকে প্রেডিক্ট করে। চাইলেই ফোরামে সার্চ করে সব গুলোর সঠিক উত্তর দেয়া যেতো। কিন্তু তখন আর এটার মজা থাকতো না আর নিজের কতোটুকু ধারণা আছে পোরাম নিয়ে সেটাও বুঝতাম না। যাই হোক, ২০ টার মধ্যে ১৬ টা সঠিক হয়েছে, একেবারে খারাপ না নিশ্চই।

member
Activity: 168
Merit: 58
April 07, 2023, 10:37:42 AM
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4
এটা বিটকয়েন ফরম এখানে যোগ্য ব্যক্তিরা মেরিট পেয়ে থাকে। আপনি এটা বাংলাদেশের কোন সরকারি চাকরি পান নি। যে আপনি ঘুষ দিলেন চাকরিটা আপনার হয়ে গেল। আমরা বাঙালি তো সব জায়গায় আমরা যোগ্যতা দিয়ে কোন কিছু অর্জন করতে চাই না। ভাই আপনাকে আমি বলছি আপনি নিয়মিত ফরমে এক্টিব থাকবেন। ভালো ভালো পোস্ট করবেন, দেখবেন একদিন ভালো একটা পজিশনে উঠতে পারবেন, @Learn Bitcoin ভাই আপনাকে ভালো পরামর্শ দিয়েছেন মেনে চলার চেষ্টা করবেন।
sr. member
Activity: 1386
Merit: 451
April 07, 2023, 10:14:36 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]

এই সহায়ক কুইজ ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.
এটি আমাকে অনেক দরকারী তথ্য প্রদান করেছে এবং আমার জ্ঞান বৃদ্ধি করেছে। এর আগেও একই ধরনের কুইজ পরিচালিত হয়েছিল, তবে তা বাংলায় ছিল না। যাইহোক, সেই কুইজের কিছু প্রশ্ন এইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমার মতো নতুনদের জন্য বেশ সহায়ক। আমি 20টি প্রশ্নের মধ্যে 11টি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এবং আমার সামগ্রিক অভিজ্ঞতা ছিল দুর্দান্ত  Cheesy
দয়া করে কেউ আমার পোস্টটি উদ্ধৃত করুন কারণ আমি নবাগত তাই আমার ছবি লোড হতে পারে না
@LDL
@NicNacCoin
@Bitcoin_people
@Mr.corol


ওকে আপনার পোস্ট আমি উদ্ধৃত করে দিলাম। ধন্যবাদ আপনাকে আপনি 11 টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করি এখানে নিয়মিত একটিভ থাকবেন। এখানে আমরা নিয়মিত একটিভ থেকে আমাদের বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নিয়ে যাব।
sr. member
Activity: 1386
Merit: 451
April 07, 2023, 10:12:06 AM
অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ।যে আমি বাংলাদেশ ফরমে ছবি দিয়ে পোস্ট করব ,অনেক কষ্ট করে জুনিয়ার মেম্বার হতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতেছিনা যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করব ।আমি দেখতে পাচ্ছি সবাই ছবি দিয়ে পোস্ট করে ,তাই দয়া করে যারা এ সম্পর্কে ভালো বোঝেন তারা একটু আমারে বুঝাইয়া দিবেন ,যে কিভাবে ছবি দিয়ে পোস্ট করা যায়।
এটা খুবই সহজ কিন্তু আমি ও সবপ্রথম করতে পারিনি তবে সবার সাহায্য সহযোগিতারয় সফল হয়েছি। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডে সময় দিতে থাকুন এবং ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনার যে কোন সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই জানাবেন সবাই মিলে এটার সমাধান দেওয়ার সবোর্চ্চ চেষ্টা করব।




আর আপনি অবশ্যই Photo Uploader নামের একটি Apps নামিয়ে নিবেন। তা না হলে আপনার ফটো Show করবে না Photo Uploader থেকে আপনি আপনার ফটো আপলোড করে তারপর ওই লিংক প্রবেশ করাবেন ও পরবর্তীতে পোস্ট করবে। এই টিপস্ গুলো ফলো করুন তাহলে অবশ্যই আপনার ছবি দেখা যাবে পোস্ট করলে।


ধন্যবাদ আপনাকে। একটা কথা সবসময়ই মনে রাখবেন জ্ঞান দান করলে কখনোই জ্ঞান কমে যায় না, বরং জ্ঞান আরো বৃদ্ধি পায়। অনেক সুন্দর করে আপনি ফটো আপলোড করা শিখিয়ে দিয়েছেন। তবে আপনি একটি জিনিস বাদ দিয়েছেন তা হচ্ছে ফটো লিংক তৈরি করার সময় অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। আমাদের বাংলাদেশের জন্য ভিপিএন কানেক্ট করে ফটো লিংক তৈরি করতে হয়। ভিপিএন কানেক্ট না করলে Err চলে আসবে।
jr. member
Activity: 76
Merit: 1
April 07, 2023, 09:58:02 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]

এই সহায়ক কুইজ ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.
এটি আমাকে অনেক দরকারী তথ্য প্রদান করেছে এবং আমার জ্ঞান বৃদ্ধি করেছে। এর আগেও একই ধরনের কুইজ পরিচালিত হয়েছিল, তবে তা বাংলায় ছিল না। যাইহোক, সেই কুইজের কিছু প্রশ্ন এইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমার মতো নতুনদের জন্য বেশ সহায়ক। আমি 20টি প্রশ্নের মধ্যে 11টি সঠিকভাবে উত্তর দিতে পেরেছি এবং আমার সামগ্রিক অভিজ্ঞতা ছিল দুর্দান্ত  Cheesy
দয়া করে কেউ আমার পোস্টটি উদ্ধৃত করুন কারণ আমি নবাগত তাই আমার ছবি লোড হতে পারে না
@LDL
@NicNacCoin
@Bitcoin_people
@Mr.corol

sr. member
Activity: 1386
Merit: 451
April 07, 2023, 09:32:34 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
ধন্যবাদ আপনাকে এরকম কুইজের আয়োজন এর আগে করা হয়নি। আপনি আমাদের বাংলা বোর্ডে প্রথম কুইজ তৈরি করেছেন। কুইজের উত্তর দিতে পেরে অনেকটাই ভালো লেগেছে। আসলে অনেক জানা জিনিস আমাদের ভুল হয়ে যায়। এই কুইজের মাধ্যমে আমি আমার সকল ভুল ধারণা গুলো সঠিক করে নিয়েছি। এরকম কুইজ প্রতিযোগিতা মাঝে মাঝে করা উচিত এতে আমাদের জ্ঞান পরিশুদ্ধ হয়। আমি এখানে ২০টি প্রশ্নের মধ্যে ১৪ টি প্রশ্নের উত্তর দিয়েছি ৬টি প্রশ্ন আমার ভুল হয়েছে। তবে আমি এখান থেকে আমার ভুল সংশোধন করে নিয়েছি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 07, 2023, 08:41:20 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
আপনার এই কুইজটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমি কুইজটিতে অংশগ্রহণ করে সবকিছু সম্পর্কে অনেক ভেবে চিন্তে উত্তর গুলো সম্পন্ন করেছি।
বেশিরভাগ কুইজের উত্তর আমি সঠিক উত্তর দিতে পেরেছি।
এর আগে আমি এরকম কুইজে অংশগ্রহণ করেছিলাম যার কারণে বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমার জানা আছে Grin
member
Activity: 168
Merit: 58
April 07, 2023, 08:36:12 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
আমি এই কুইজটি ইতিমধ্যেই খেলেছি। আমার কুইজ খেলতে অনেকটাই ভালো লাগে। আমি বিশটা প্রশ্নের মধ্যে ৭ সঠিক হয়েছে আর ১৩ টি ভুল হয়েছে। আমি এই ১৩ টা প্রশ্নের সঠিক উত্তর খুঁজলাম কুইজটির কোন জায়গায় পেলাম না। আমার এই ১৩ টা প্রশ্নর উত্তর অজানা রয়ে গেল। আমি জানতে পারলাম না আমি যে কয়টা ভুল উত্তর দিয়েছি সেগুলির সঠিক উত্তর কি হবে।যদি এই রকম ব্যাবস্থা থাকতো আমি যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।

LDL
hero member
Activity: 742
Merit: 671
April 07, 2023, 07:56:13 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors



আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এরকম কুইজের আয়োজন প্রথম করা হলো। এরকম কুইজের আয়োজন করলে ভালোই হবে কেননা ফোরামে কিছু কমন সাধারণ বিষয় এ সকল কুইজের মাধ্যমে আমরা জানতে পারি। কুইজের প্রশ্নগুলো দেখে মোটামুটি ভালোই হয়েছে এবং কিছু কোশ্চেন আছে যেগুলো এর আগেও একটি কুইজে(@icopress/@GazetaBitcoin আয়োজিত) অন্তর্ভুক্ত ছিল। যাহোক বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আজকের এই কুইজ আমাদেরকে বিস্মিত করেছে।
@Bounty Inspectors আপনাকে ধন্যবাদ এরকম একটি কুইজের আরেজমেন্ট করার জন্য।
কুইজে অংশগ্রহণ করেছিলাম এবং মোটামুটি ভালই স্কোর করেছিলাম কিন্তু তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারিনি।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 07, 2023, 07:45:07 AM
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4

আমার জানামতে কেউ মেরিট সেল করে না। আর এটা সেল করার জিনিস না। আপনার মেরিট প্রয়োজন হলে ভালো কোয়ালিটির পোষ্ট করেন। এমনিতেই মেরিট পেয়ে যাবেন। মেরিট বাই/সেল নিয়ে কোনো নিয়ম না থাকলেও ফোরামের সকলেই এটার বিরুদ্ধে। আপনি যদি মেরিট কিনেন, যে সেল করবে তাকেও নেগেটিভ ফিডব্যাক দেয়া হবে, আপনাকেও দেয়া হবে। ফোরামের নিয়ম মেনে চলুন।
Jump to: