---
অনেকদিন ধরে আসার চেষ্টা করছেন কিন্তু আসেননি অথচ যখন দেখলেন ৩০ টি মেরিটের জন্য আপনি কনটেস্টে অন্তর্ভুক্ত হচ্ছেন না ঠিক তখনই সম্ভবত মেরিটের আশায় এখানে এসেছেন। যা হোক তবুও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে একজন মেম্বার পাওয়া গেল। তবে একটি বিষয় বলে রাখি আপনার মেরিট অর্জনের পর প্লিজ বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে আবার হারিয়ে যাবেন নাতো? বাংলাদেশ অতীতের তুলনায় বর্তমানে এক্টিভ মেম্বার বেশি এবং তুলনামূলকভাবে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট ও একটিভিটি বেশি হচ্ছে। তাই এখানে একটিভ মেম্বারদের একটু বেশি প্রয়োজ
আমি অবশেষে এসেছি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে এবং আমি ৩০ টি মেরিট এটা শুধু আমার একটি কনটেস্ট এ যোগদান করার জন্য প্রয়োজন। তবে আমি বাংলাদেশ লোকাল বোডকে অসংখ্য ভালোবাসি তাই আমি এখন থেকে বাংলা ফরমে সবসময় থাকার চেষ্টা চালিয়ে যাব। এবং আমি এখান থেকে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করব। এবং আপনাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ভাবে থাকবো এবং আমাদের বাংলা বোর্ডেকে এগিয়ে নিয়ে যাব।
আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
হ্যাঁ এভাবেই এখানে মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ করুন দেখবেন আপনি নিজে নিজে বড় হবেন এবং আপনার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড একসময় ফোরামের একটি ভালো অবস্থানে চলে আসবে।
অবশ্যই আমি এই ফোরাম সম্পর্কে যতটুকু জানি সবাইকে ততটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার মনে হয়।
আপনাকে ধন্যবাদ!!
আমি বিটকয়েন ফোরামে নতুন হাওয়ায় বুঝতে পারছি না কিভাবে সোর্স লিংক হাইড করে বসাতে হয়।
অনেক বড় ভাইদের পোস্ট দেখেও বুঝতে পারিনি। অনেকে দেখেছি যে পোস্ট করেছে তার নিচে সোর্স লিংক দিয়েছে। তাদের সোশলিঙ্কে শুধু সোর্স দেখা যাচ্ছে। আর সেখানে ক্লিক করলে পুরো লিংকে নিয়ে যাচ্ছে।
আমিও সেইরকমভাবে সোর্স লিংক দিতে চাই কিন্তু কিভাবে দেব কেউ যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো।
ধন্যবাদ।
আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যাদের এই বিষয়ে সমস্যা ছিল তারা এখান থেকে অবশ্যই সমাধান করে নিতে পারবে।
অভিনন্দন আপনাকে আপনি বুঝতে পেরেছেন এবং আপনি যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করুন আমরা সকলে মিলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং আপনি নিয়মিত একটিভ থাকেন বাংলা লোকাল বোডে তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব।
USDC কয়েন এর দাম কেন কমে যাচ্ছে
USDC হল একটি স্ট্যাবলকয়েন যা মার্কিন ডলারের সাথে পেগ করা।USDC বর্তমানে মার্কেট মূলধনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম স্ট্যাবলকয়েন এবং এটি তার ইতিহাসের অধিকাংশ সময় ধরে এই অবস্থানটি ধরে রেখেছে। স্টেবল কয়েনের ডিপেগ হওয়া মানে তার মূল্য মার্কেটে ওই স্টেবলকয়েনের রেফারেন্স এসেট বা কারেন্সির চেয়ে দাম কমে যাওয়া। ইউএসডিসির বর্তমান দাম দেখা যাচ্ছে ০.৯৩৯৩ ইউএস ডলার (আমরা লক্ষ্য করেছিলাম এর দাম সর্বনিম্ন ০.৮৭ এ নেমেছিল), যেটা মূলত ১ ইউএস ডলার হওয়ার কথা। আমি প্রথম দেখলাম স্টাবল কয়েন গুলোর দাম কমে যাচ্ছে।
আমি এই সংবাদটি পরেছি এবং দেখেছি। সার্কেল একটি টুইটে বলেছে যে সিলিকন ভ্যালি ব্যাঙ্কে USDC রিজার্ভের $40 বিলিয়ন ডলারের মধ্যে $3.3 বিলিয়ন ডলার রয়েছে। আপনি সংবাদটি দেখে আসুন তাহলে অবশ্যই বুঝতে পারবে কিসের কারণে USDC মার্কেট এতটা কমে গিয়েছে।
সংবাদ পরুন