Author

Topic: বাংলা (Bengali) - page 272. (Read 5715620 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 13, 2023, 11:46:21 AM
আজকে দেখলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম প্রায় রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় থেকে কি ক্রিপ্টোমার্কেট ঘুরে দাঁড়াবে। ক্রিপটো কারেন্সি মার্কেট এর Eth, BNB, Ltc, XRP সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েন কি ৩০ হাজার ডলার পৌঁছাতে পারবে?

SVB এর বন্ধের পর যখন USDC এর ফড শুরু হয় এবং সকলে তাড়াহুড়োতে fiat এ রপান্তর করা শুরু করে। তখন কিন্তু মার্কেটে অনেক ফড কিংবা নেগেটিভি ছিল এবং মার্কেট ডাম্প করেছিল। তাই এখন ভালো খবরের জন্য আবার মার্কেট বৃদ্ধি পাচ্ছে। এমন ভালো খবর আসতে থাকলে বিটকয়েন আবার $৩০ হাজারে যেতে পারে, কিন্তু খারাপ কোনো খবরে আবার মার্কেটের অধঃপতন শুরু হতে পারে। তাই সকলে সতর্ক থাকুন।  Wink
member
Activity: 182
Merit: 10
March 13, 2023, 10:35:14 AM
আজকে দেখলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম প্রায় রকেট গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় থেকে কি ক্রিপ্টোমার্কেট ঘুরে দাঁড়াবে। ক্রিপটো কারেন্সি মার্কেট এর Eth, BNB, Ltc, XRP সহ সকল কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।
বিটকয়েন কি ৩০ হাজার ডলার পৌঁছাতে পারবে?
member
Activity: 196
Merit: 14
March 13, 2023, 09:47:49 AM
লাল মার্কেট সবুজ হচ্ছে



বেশ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সির আকাশে কালো মেঘের ঘনঘটা জমেছিল কিন্তু সেই মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। লাল মার্কেট থেকে সবুজ মার্কেট এ রূপান্তরিত হতে শুরু করেছে। সিলিকন ভ্যালি, ও সিলভার গেট দুটি ক্রিপ্টো ব্যাংকের লিকুইডটি তারতম্যের কারণে মার্কেটে কঠিন আঘাত হেনেছিল। কিন্তু সেই মার্কেট নতুন ভাবে জাগতে শুরু করেছে। যাহোক আমরা যারা ছোট ছোট ট্রেডার ও হোল্ডার রয়েছি আমাদের অপেক্ষা ছাড়া কোন উপায় নেই। তবে লাল মার্কেটে ভয় না পেয়ে ধৈর্য সহকারে যার যা হোল্ডিং আছে সেগুলো মজুদ করে বসে থাকতে হবে। মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি মার্কেট কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থানপত্তন একটি স্বাভাবিক ব্যাপার মাত্র।

market  সবুজ হচ্ছে এটা খুবই ভাল খবর। তবে আমার কাছে বিটকয়েন এর দাম কম থাকলেই ভালো লাগে কেননা এতে আমি চিন্তা মুক্তই থাকি কারন কম থাকলে আমি কিছু কিছু কিনে ট্রেড করি। আর তাতে বড় ধরনের কোনো ক্ষতি যাবার ও ভয় থাকে না। কেননা এটি দীর্ঘ সময় ধরে উঠা নামা করে আর এত সহজে  market ডুবে যাওয়ার ও সম্ভাবনা নাই। তবে বিটকয়েন এর দাম আরো বাড়া ক্রীপ্ট market এর জন্য জরুরি।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 13, 2023, 08:26:14 AM
লাল মার্কেট সবুজ হচ্ছে



বেশ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সির আকাশে কালো মেঘের ঘনঘটা জমেছিল কিন্তু সেই মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। লাল মার্কেট থেকে সবুজ মার্কেট এ রূপান্তরিত হতে শুরু করেছে। সিলিকন ভ্যালি, ও সিলভার গেট দুটি ক্রিপ্টো ব্যাংকের লিকুইডটি তারতম্যের কারণে মার্কেটে কঠিন আঘাত হেনেছিল। কিন্তু সেই মার্কেট নতুন ভাবে জাগতে শুরু করেছে। যাহোক আমরা যারা ছোট ছোট ট্রেডার ও হোল্ডার রয়েছি আমাদের অপেক্ষা ছাড়া কোন উপায় নেই। তবে লাল মার্কেটে ভয় না পেয়ে ধৈর্য সহকারে যার যা হোল্ডিং আছে সেগুলো মজুদ করে বসে থাকতে হবে। মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি মার্কেট কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থানপত্তন একটি স্বাভাবিক ব্যাপার মাত্র।

কয়েকদিন যাবত মার্কেট অনেকটাই নিচে নেমেছিল কিন্তু গতকাল থেকে মার্কেট অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে। আমি কিছু বিনিয়োগ করেছিলাম যখন মার্কেট বর্তমানের তুলনায় আরো একটু বেশি ছিল। এখনো পর্যন্ত আমার লস রিকভারি হয়নি তবে আমি আশা করি অতি শীঘ্রই লস রিকভারি হয়ে যাবে আমার। তবে মার্কেট শীঘ্রই বৃদ্ধি পাবে মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয়। আর ধৈর্য ধরে হোল্ড করলে অবশ্যই তার ফল অনেক মধুর হয়ে থাকে। এ মুহূর্তে মার্কেট যে পজিশনে এগোচ্ছে তাতে কয়েক দিনের মধ্যে আবারো $২৫ হাজার ডলার এ যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েন।

সব কিছু জয় করার মূল কারণ হচ্ছে দৈর্য্য।  দৈর্য্য না থাকলে কোনো কিছু জয় করা সম্ভব না। বর্তমান বিটকয়েনের বাজার খারাপ তবে আমার ধারণায় এখনি সময় টোকেন বা কয়েন ক্রয় করে রাখা। কারণ সামনে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। আর এই উছিলায় বিটকয়েনের পাশাপাশি অন্যান্য টোকেনের দাম বৃদ্ধি পাবে। তাই যারা হোল্ডার আছে তারা সামনে অনেক লাভবান হবে বলে আমি আশা করি।

ধন্যবাদ

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 13, 2023, 04:53:24 AM
লাল মার্কেট সবুজ হচ্ছে



বেশ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সির আকাশে কালো মেঘের ঘনঘটা জমেছিল কিন্তু সেই মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। লাল মার্কেট থেকে সবুজ মার্কেট এ রূপান্তরিত হতে শুরু করেছে। সিলিকন ভ্যালি, ও সিলভার গেট দুটি ক্রিপ্টো ব্যাংকের লিকুইডটি তারতম্যের কারণে মার্কেটে কঠিন আঘাত হেনেছিল। কিন্তু সেই মার্কেট নতুন ভাবে জাগতে শুরু করেছে। যাহোক আমরা যারা ছোট ছোট ট্রেডার ও হোল্ডার রয়েছি আমাদের অপেক্ষা ছাড়া কোন উপায় নেই। তবে লাল মার্কেটে ভয় না পেয়ে ধৈর্য সহকারে যার যা হোল্ডিং আছে সেগুলো মজুদ করে বসে থাকতে হবে। মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি মার্কেট কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থানপত্তন একটি স্বাভাবিক ব্যাপার মাত্র।

কয়েকদিন যাবত মার্কেট অনেকটাই নিচে নেমেছিল কিন্তু গতকাল থেকে মার্কেট অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে। আমি কিছু বিনিয়োগ করেছিলাম যখন মার্কেট বর্তমানের তুলনায় আরো একটু বেশি ছিল। এখনো পর্যন্ত আমার লস রিকভারি হয়নি তবে আমি আশা করি অতি শীঘ্রই লস রিকভারি হয়ে যাবে আমার। তবে মার্কেট শীঘ্রই বৃদ্ধি পাবে মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয়। আর ধৈর্য ধরে হোল্ড করলে অবশ্যই তার ফল অনেক মধুর হয়ে থাকে। এ মুহূর্তে মার্কেট যে পজিশনে এগোচ্ছে তাতে কয়েক দিনের মধ্যে আবারো $২৫ হাজার ডলার এ যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েন।
jr. member
Activity: 34
Merit: 1
Contact Telegram : @crypto_507
March 12, 2023, 09:55:29 PM
লাল মার্কেট সবুজ হচ্ছে



বেশ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সির আকাশে কালো মেঘের ঘনঘটা জমেছিল কিন্তু সেই মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। লাল মার্কেট থেকে সবুজ মার্কেট এ রূপান্তরিত হতে শুরু করেছে। সিলিকন ভ্যালি, ও সিলভার গেট দুটি ক্রিপ্টো ব্যাংকের লিকুইডটি তারতম্যের কারণে মার্কেটে কঠিন আঘাত হেনেছিল। কিন্তু সেই মার্কেট নতুন ভাবে জাগতে শুরু করেছে। যাহোক আমরা যারা ছোট ছোট ট্রেডার ও হোল্ডার রয়েছি আমাদের অপেক্ষা ছাড়া কোন উপায় নেই। তবে লাল মার্কেটে ভয় না পেয়ে ধৈর্য সহকারে যার যা হোল্ডিং আছে সেগুলো মজুদ করে বসে থাকতে হবে। মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি মার্কেট কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থানপত্তন একটি স্বাভাবিক ব্যাপার মাত্র।



ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না এটা ১০০% সত্য। বেশ কয়েকদিন যাবত বিটকয়েনের বাজার খুব খারাপ ছিলো। এখনো বাজার খুব খারাপ।আমার মতে এখনি সময় যারা ট্রেডার এবং হোল্ডার আছে তাদের বিভিন্ন ধরনের কয়েন যেমন (bitcoin, Bnb,Doge coin, etc)কিনে রাখা উচিত। কারন বিটকয়েনের বাজার ভালো হওয়ার সাথে সাথে অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পায়। সামনে বিটকয়ের দাম অনেক বৃদ্ধি পাবে আর এই উছিলায় অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পাবে।

বিটকয়েনের দাম খুব তারাতারি বৃদ্ধি পাবে। আমরা খুব তারাতারি সবুজ ছায়া দেখতে পারবো। 

আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দেবেন। ধন্যবাদ।




LDL
hero member
Activity: 742
Merit: 671
March 12, 2023, 07:32:38 PM
লাল মার্কেট সবুজ হচ্ছে



বেশ কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সির আকাশে কালো মেঘের ঘনঘটা জমেছিল কিন্তু সেই মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। লাল মার্কেট থেকে সবুজ মার্কেট এ রূপান্তরিত হতে শুরু করেছে। সিলিকন ভ্যালি, ও সিলভার গেট দুটি ক্রিপ্টো ব্যাংকের লিকুইডটি তারতম্যের কারণে মার্কেটে কঠিন আঘাত হেনেছিল। কিন্তু সেই মার্কেট নতুন ভাবে জাগতে শুরু করেছে। যাহোক আমরা যারা ছোট ছোট ট্রেডার ও হোল্ডার রয়েছি আমাদের অপেক্ষা ছাড়া কোন উপায় নেই। তবে লাল মার্কেটে ভয় না পেয়ে ধৈর্য সহকারে যার যা হোল্ডিং আছে সেগুলো মজুদ করে বসে থাকতে হবে। মনে রাখতে হবে ক্রিপ্টো কারেন্সি মার্কেট কখনো স্থিতিশীল অবস্থায় থাকে না। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উত্থানপত্তন একটি স্বাভাবিক ব্যাপার মাত্র।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 12, 2023, 04:21:54 PM
krogothmanhattan ৫০৫তম ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যেখানে যে কেউ যারা ৩১ শে জানুয়ারির পূর্বে একাউন্ট করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে একটাই শর্ত দেওয়া আছে সেটা হল একাউন্ট অবশ্যই ৩১ শে জানুয়ারিতে বা ৩১ শে জানুয়ারির পূর্বে হতে হবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা ঝটপট আবেদন করে ফেলুন।
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes


hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 12, 2023, 11:50:55 AM
জ্বী ভাই বাংলা নিউজ রয়েছে কিন্তু আমি ইংরেজি নিউজ পরেছি যে জন্যে বাংলা লক্ষ্য করেনি। তবে পরবর্তীতে আমি বাংলা নিউজ থেকেই ইনফরমেশন শেয়ার করবো।
তবে আমার মনে হচ্ছে USDC এর দাম যদি এইভাবে কমতে থাকে তাহলে একসময় দেখা যাবে UST এর মতো স্কাম হবে। তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে একদম ধোঁয়াশা নেমে যাবে।

আমার মনে হচ্ছে এমন টা হবে না। আজকে কিন্তু USDC ৯৮ সেন্ট পর‌যন্ত চলে গিয়েছিলো। এখন আবার ৯৬ সেন্ট এর আশে পাশে আছে। তাদের ৪০ বিলিয়ন রিজার্ভের মধ্যে ৩.৩ বিলিয়ন আটকে গেছে। ডেটা মোট অংকের ৮.২৫ শতাংশ। টেকনিক্যালি এটা অন্যান্য কয়েনের জন্য কিছুই না। কিন্তু এটা স্টাবল কয়েন। মারকেটে অনেক কানাকানি চলবে এটা নিয়ে। আশা করি তারা রিকোভার করে ফেলবে। তবে কেউ আবার মুনাফা করার আশায় এই কয়েনে ইনভেষ্ট করে বসবেন না যেনো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 12, 2023, 11:41:19 AM
আমি এই সংবাদটি পরেছি এবং দেখেছি। সার্কেল একটি টুইটে বলেছে যে সিলিকন ভ্যালি ব্যাঙ্কে USDC রিজার্ভের $40 বিলিয়ন ডলারের মধ্যে $3.3 বিলিয়ন ডলার রয়েছে। আপনি সংবাদটি দেখে আসুন তাহলে অবশ্যই বুঝতে পারবে কিসের কারণে USDC মার্কেট এতটা কমে গিয়েছে।
সংবাদ পরুন
বাংলায় সংবাদ থাকতে আমাদের কেন ইংরেজিতে পড়তে হবে ভাই  Cheesy বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনআলাপ এই সংবাদ গতকাল তাদের ওয়েবসাইটে লিখেছে। বিস্তারিত- সিলিকন ভ্যালি ব্যাংক ক্রাইসিস; ঝুঁকিতে USDC স্টেবলকয়েন

সিলিকন ভ্যালি ব্যাংকে সার্কেল তথা USDC ইস্যুয়ার কম্পানির ৩.৩ বিলিয়ন ডলার থেকে যায়। যেহেতু উক্ত ব্যাংক কলাপ্স করছে, সার্কেল এর রিজার্ভ মানিটাও আটকে গেছে। যার কারনে, USDC এর দাম কমতে থাকে।
যাই হোক, আসল কথা হল স্টেবলকয়েন বলতেই ঝুঁকি। এলগরিদম বেইজড স্টেবলকয়েন থেকে শুরু করে ডলার বেইজড বলেন আর যাই বলেন। এইগুলো থেকে দুরে না থাকলে যে কোন সময় ঘুম থেকে উঠে দেখবেন পোর্টফলিওতে কয়েন/টোকেন আছে কিন্তু সেগুলোর ভ্যালু নেই।
জ্বী ভাই বাংলা নিউজ রয়েছে কিন্তু আমি ইংরেজি নিউজ পরেছি যে জন্যে বাংলা লক্ষ্য করেনি। তবে পরবর্তীতে আমি বাংলা নিউজ থেকেই ইনফরমেশন শেয়ার করবো।
তবে আমার মনে হচ্ছে USDC এর দাম যদি এইভাবে কমতে থাকে তাহলে একসময় দেখা যাবে UST এর মতো স্কাম হবে। তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে একদম ধোঁয়াশা নেমে যাবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 12, 2023, 11:07:49 AM
সিলিকন ভ্যালি ব্যাংকে সার্কেল তথা USDC ইস্যুয়ার কম্পানির ৩.৩ বিলিয়ন ডলার থেকে যায়। যেহেতু উক্ত ব্যাংক কলাপ্স করছে, সার্কেল এর রিজার্ভ মানিটাও আটকে গেছে। যার কারনে, USDC এর দাম কমতে থাকে।


আমি এটা নিয়ে একটা বিস্তারিত পোষ্ট লিখতে চাইছিলাম। এখন কয়েন আলাপ থেকে পড়ে আসলাম। যেহেতু আপনি পোষ্ট করেছেন, আমি আপনার এটার সাথে আরেকটু এড করতে চাই। আশা করি USDC কেনো ডি-পেগ হলো, তা সবাই বুঝে গেছেন। আপনারা নিশ্চই খেয়াল করেছেন যে, USDC এর সাথে সাথে আরো কয়েকটি স্টাবল কয়েনের একই দশা। যার মধ্যে DAI, USDD এবং Fei USD অন্যতম। DAI এর ৫৩ শতাংশ wrapped USDC. আবার অন্যদিকে Fei USD পুরুটাই DAI Backed. যার জন্য USDC ডিপেগ এর সাথে সাথে DAI এবং Fei USD ডিপেগ হয়ে গেছে। USDD তো মনে হয় সারা বছরই ডিপেগ হতে থাকে। এটা গুটি কয়েক শিটকয়েন Backed স্টাবল কয়েন। যেটা জাস্টিন সান (TRX CEO) এর কোম্পানি।
member
Activity: 196
Merit: 14
March 12, 2023, 10:10:36 AM
আমরা অনেকেই এখানে অনেক কিছু জানি এবং না জানলে তা শিখে থাকি। তার মধ্যে অনেকেই আছে যারা কিছু জানলেউ অন্যকে সাহায্য করতে চায় না। নিজের মেধা অন্যের সাথে শেয়ার করতে চায় না। তাই অনেকেই নতুন  আছে যারা নতুন নতুন প্রজেক্ট নিয়ে দ্বিধা গ্রস্ত থাকে। প্রজেক্ট এ ইনভেষ্ট করবে কিনা তা নিয়ে চিন্তায় থাকে তাদের জন্য বাংলাদেশ এর ওয়েবসাইট Coinalap.com এ অনেক সুন্দর ভাবে গুছিয়ে সকল ধরনের তথ্য দেওয়া থাকে। এতে সহজ এই বোঝা যায় কোন প্রজেক্ট উচ্চমানের এবং কোন প্রজেক্ট নিম্ন মানের। এছাড়াউ বিভিন্ন exchange এর সম্পর্কে অনেক সুন্দর ভাবে ধারনা দেওয়া থাকে। আর এখানে ক্রিপ্টো জগৎ এর সমস্ত খবরা খবর নিয়মিত পোষ্ট এবং আপডেট দেওয়া হয়। তাই যারা বা যাদের ক্রিপ্টো ধারনা প্রয়োজন তারা এখানে গিয়ে সমস্ত ধারনা নিতে পারেন ধন্যবাদ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 12, 2023, 09:49:53 AM
আমি এই সংবাদটি পরেছি এবং দেখেছি। সার্কেল একটি টুইটে বলেছে যে সিলিকন ভ্যালি ব্যাঙ্কে USDC রিজার্ভের $40 বিলিয়ন ডলারের মধ্যে $3.3 বিলিয়ন ডলার রয়েছে। আপনি সংবাদটি দেখে আসুন তাহলে অবশ্যই বুঝতে পারবে কিসের কারণে USDC মার্কেট এতটা কমে গিয়েছে।
সংবাদ পরুন
বাংলায় সংবাদ থাকতে আমাদের কেন ইংরেজিতে পড়তে হবে ভাই  Cheesy বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনআলাপ এই সংবাদ গতকাল তাদের ওয়েবসাইটে লিখেছে। বিস্তারিত- সিলিকন ভ্যালি ব্যাংক ক্রাইসিস; ঝুঁকিতে USDC স্টেবলকয়েন

সিলিকন ভ্যালি ব্যাংকে সার্কেল তথা USDC ইস্যুয়ার কম্পানির ৩.৩ বিলিয়ন ডলার থেকে যায়। যেহেতু উক্ত ব্যাংক কলাপ্স করছে, সার্কেল এর রিজার্ভ মানিটাও আটকে গেছে। যার কারনে, USDC এর দাম কমতে থাকে।
যাই হোক, আসল কথা হল স্টেবলকয়েন বলতেই ঝুঁকি। এলগরিদম বেইজড স্টেবলকয়েন থেকে শুরু করে ডলার বেইজড বলেন আর যাই বলেন। এইগুলো থেকে দুরে না থাকলে যে কোন সময় ঘুম থেকে উঠে দেখবেন পোর্টফলিওতে কয়েন/টোকেন আছে কিন্তু সেগুলোর ভ্যালু নেই।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
March 12, 2023, 09:26:52 AM
---

অনেকদিন ধরে আসার চেষ্টা করছেন কিন্তু আসেননি অথচ যখন দেখলেন ৩০ টি মেরিটের জন্য আপনি কনটেস্টে অন্তর্ভুক্ত হচ্ছেন না ঠিক তখনই সম্ভবত মেরিটের আশায় এখানে এসেছেন। যা হোক তবুও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে একজন মেম্বার পাওয়া গেল। তবে একটি বিষয় বলে রাখি আপনার মেরিট অর্জনের পর প্লিজ বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে আবার হারিয়ে যাবেন নাতো? বাংলাদেশ অতীতের তুলনায় বর্তমানে এক্টিভ মেম্বার বেশি এবং তুলনামূলকভাবে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট ও একটিভিটি বেশি হচ্ছে। তাই এখানে একটিভ মেম্বারদের একটু বেশি প্রয়োজ
আমি অবশেষে এসেছি বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে এবং আমি ৩০ টি মেরিট এটা শুধু আমার একটি কনটেস্ট এ যোগদান করার জন্য প্রয়োজন। তবে আমি বাংলাদেশ লোকাল বোডকে অসংখ্য ভালোবাসি তাই আমি এখন থেকে বাংলা ফরমে সবসময় থাকার চেষ্টা চালিয়ে যাব। এবং আমি এখান থেকে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করব। এবং আপনাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ভাবে থাকবো এবং আমাদের বাংলা বোর্ডেকে এগিয়ে নিয়ে যাব।

আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।



হ্যাঁ এভাবেই এখানে মানুষের কল্যাণে নিজেকে নিয়োগ করুন দেখবেন আপনি নিজে নিজে বড় হবেন এবং আপনার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড একসময় ফোরামের একটি ভালো অবস্থানে চলে আসবে।
অবশ্যই আমি এই ফোরাম সম্পর্কে যতটুকু জানি সবাইকে ততটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার মনে হয়।
আপনাকে ধন্যবাদ!!

আমি বিটকয়েন ফোরামে নতুন হাওয়ায় বুঝতে পারছি না কিভাবে সোর্স লিংক হাইড করে বসাতে হয়।

অনেক বড় ভাইদের পোস্ট দেখেও বুঝতে পারিনি। অনেকে দেখেছি যে পোস্ট করেছে তার নিচে সোর্স লিংক দিয়েছে। তাদের সোশলিঙ্কে শুধু সোর্স দেখা যাচ্ছে। আর সেখানে ক্লিক করলে পুরো লিংকে নিয়ে যাচ্ছে।
আমিও সেইরকমভাবে সোর্স লিংক দিতে চাই কিন্তু কিভাবে দেব কেউ যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো।
ধন্যবাদ।

আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।




আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যাদের এই বিষয়ে সমস্যা ছিল তারা এখান থেকে অবশ্যই সমাধান করে নিতে পারবে।
অভিনন্দন আপনাকে আপনি বুঝতে পেরেছেন এবং আপনি যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই এখানে শেয়ার করুন আমরা সকলে মিলে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং আপনি নিয়মিত একটিভ থাকেন বাংলা লোকাল বোডে তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব।

USDC কয়েন এর দাম কেন কমে যাচ্ছে

USDC হল একটি স্ট্যাবলকয়েন যা মার্কিন ডলারের সাথে পেগ করা।USDC বর্তমানে মার্কেট মূলধনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম স্ট্যাবলকয়েন এবং এটি তার ইতিহাসের অধিকাংশ সময় ধরে এই অবস্থানটি ধরে রেখেছে। স্টেবল কয়েনের ডিপেগ হওয়া মানে তার মূল্য মার্কেটে ওই স্টেবলকয়েনের রেফারেন্স এসেট বা কারেন্সির চেয়ে দাম কমে যাওয়া। ইউএসডিসির বর্তমান দাম দেখা যাচ্ছে ০.৯৩৯৩ ইউএস ডলার (আমরা লক্ষ্য করেছিলাম এর দাম সর্বনিম্ন ০.৮৭ এ নেমেছিল), যেটা মূলত ১ ইউএস ডলার হওয়ার কথা। আমি প্রথম দেখলাম স্টাবল কয়েন গুলোর দাম কমে যাচ্ছে।
আমি এই সংবাদটি পরেছি এবং দেখেছি। সার্কেল একটি টুইটে বলেছে যে সিলিকন ভ্যালি ব্যাঙ্কে USDC রিজার্ভের $40 বিলিয়ন ডলারের মধ্যে $3.3 বিলিয়ন ডলার রয়েছে। আপনি সংবাদটি দেখে আসুন তাহলে অবশ্যই বুঝতে পারবে কিসের কারণে USDC মার্কেট এতটা কমে গিয়েছে।
সংবাদ পরুন
jr. member
Activity: 121
Merit: 1
March 12, 2023, 03:06:23 AM
USDC কয়েন এর দাম কেন কমে যাচ্ছে

USDC হল একটি স্ট্যাবলকয়েন যা মার্কিন ডলারের সাথে পেগ করা।USDC বর্তমানে মার্কেট মূলধনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম স্ট্যাবলকয়েন এবং এটি তার ইতিহাসের অধিকাংশ সময় ধরে এই অবস্থানটি ধরে রেখেছে। স্টেবল কয়েনের ডিপেগ হওয়া মানে তার মূল্য মার্কেটে ওই স্টেবলকয়েনের রেফারেন্স এসেট বা কারেন্সির চেয়ে দাম কমে যাওয়া। ইউএসডিসির বর্তমান দাম দেখা যাচ্ছে ০.৯৩৯৩ ইউএস ডলার (আমরা লক্ষ্য করেছিলাম এর দাম সর্বনিম্ন ০.৮৭ এ নেমেছিল), যেটা মূলত ১ ইউএস ডলার হওয়ার কথা। আমি প্রথম দেখলাম স্টাবল কয়েন গুলোর দাম কমে যাচ্ছে।
full member
Activity: 490
Merit: 119
March 12, 2023, 12:59:13 AM
Quote
লটারির জন্য অর্থাৎ রেফেলের জন্য আবেদন করে যাচ্ছি। যদিও এখন পর্যন্ত লটারিতে অর্থাৎ রেফেলে আমার নাম উঠে নাই।

@shasan ভাই, দোয়া করি আপনার জন্য। খুব দ্রুতই যেন আপনার নাম উঠে। আর আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে, Bitcointalk  এই ফোরামে একটি (বাংলাদেশ) নামক বোর্ড চালু করতে বাংলাদেশি ভাইদের সাহায্য করুন।
member
Activity: 182
Merit: 10
March 11, 2023, 10:14:22 PM
আমি বিটকয়েন ফোরামে নতুন হাওয়ায় বুঝতে পারছি না কিভাবে সোর্স লিংক হাইড করে বসাতে হয়।

অনেক বড় ভাইদের পোস্ট দেখেও বুঝতে পারিনি। অনেকে দেখেছি যে পোস্ট করেছে তার নিচে সোর্স লিংক দিয়েছে। তাদের সোশলিঙ্কে শুধু সোর্স দেখা যাচ্ছে। আর সেখানে ক্লিক করলে পুরো লিংকে নিয়ে যাচ্ছে।
আমিও সেইরকমভাবে সোর্স লিংক দিতে চাই কিন্তু কিভাবে দেব কেউ যদি একটু সাহায্য করতেন খুব ভালো হতো।
ধন্যবাদ।

আপনি সর্বপ্রথম এই পিকচার গুলো ফলো করুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।




আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যাদের এই বিষয়ে সমস্যা ছিল তারা এখান থেকে অবশ্যই সমাধান করে নিতে পারবে।
jr. member
Activity: 68
Merit: 3
March 11, 2023, 07:19:16 PM

ওয়ালাইকুম আসসালামু,  আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।  আপনি কেমন আছেন?  আপনার প্রতিও দুয়া রইলো।

দেখা যায় ভাই আপনি পর পর আপনি পোস্ট দেন। আপনার তাতে সমস্যা হতে পারে।  তাই আপনি দেখবেন আপনার পোস্ট এর পর আর ২-১ জনে পোস্ট দিলে আপনি তার পর পোস্ট দিবেন।

আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।
আমাকে সতর্ক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনার কথা মেনে চলবো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 11, 2023, 03:48:32 PM
~
আপনি হয়তো খুবই চিন্তায় আছেন কিংবা লস/ক্ষতি হয়েছে কিংবা আমার কথাটি বুঝতে পারেন নাই। 

না ভাই চিন্তায় নাই, কিন্তু দেখেন ভাই অনেকেই বলছে হয়তো বিটকয়েন এখানেই শেষ হয়ে যাবে, অথবা ক্রিপ্টো কারেন্সি এ বছর হয়তো আর টিকবে না। আমি মূলত আপনাকে মেনশন করে তাদেরকে বোঝাতে চেয়েছি। হ্যাঁ তবে একটা বিষয়  খুবই গুরুত্বপূর্ণ যা আপনি উল্লেখ করেছেন Stable coin যদি রিজার্ভে থেকে থাকে তবে সেটা বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া বর্তমানে স্টেবল কয়েনগুলোতে বিশেষ করে ইউএসডিসি (USDC) নিয়ে মানুষের মনে অনেক ভয় ঢুকে গেছে। তাই তাদের ক্ষেত্রে  Stablecoin বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়াটাই ভালো হবে।
ভাই ভয় পেয়ে আর লাভ নেই, যা হারানোর তাতে অনেক আগেই হারিয়ে ফেলেছি এখন আর হারানোর ভয় নেই। যতগুলো ইনভেস্টমেন্ট আছে আমার সবগুলোতে হাজার ডলার করে লস হয়েছে। তাই যতই ডাম্পিং সিচুয়েশন আসুক না কেন এখন আর ভয় লাগেনা।

জ্বী ভাই, এখন এত ভয় করলে হবে নাহ। যারা লম্বা সময়ের জন্য ক্রিপ্টোমার্কেটে আছে, তারা অনেকবার শুনেছে যে বিটকয়েন শেষ আর বৃদ্ধি পাবে নাহ। কিন্তু বাস্তবতা তার অন্য, তাই ওসবে কান না দিয়ে নিত্যনতুন বিষয়গুলো শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। যেমন আমিই যদি এতদিন রিস্ক নিতাম, তাহলে মিলিয়ন ডলারের মালিক হয়ে যেতাম। কিন্তু রিস্ক নেয়নি, তাই এখনো মিলিয়নের মাইলকফলকে যেতে পারি নাই। তাই ধৈর্যসহ এগিয়ে যেতে হবে।  Wink

আমি এখনো জানি নাহ, আপনি কোন কোন কয়েন/টোকেনগুলোতে বিনিয়োগ করেছেন। কিন্তু যদি আপনি আমাদের BitByte Crypto কমিউনিটিতে থাকতেন কিংবা আমার বলা বিভিন্ন ট্রেন্ডগুলোকে অনুসরণ করতেন। তাহলে হয়তো অনেক লাভে থাকতেন। কারণ কারো লোকসান কিংবা লসের কথা শুনলে আসলেই খারাপ লাগে। আপনার জন্য অবশ্যই দোয়া রইলো যে, আপনি সকলে ইনভেস্টমেন্টের অর্থগুলো পূনুরুদ্ধার করতে পারবেন।  Cheesy
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 11, 2023, 02:48:11 PM
~
আপনি হয়তো খুবই চিন্তায় আছেন কিংবা লস/ক্ষতি হয়েছে কিংবা আমার কথাটি বুঝতে পারেন নাই। 
না ভাই চিন্তায় নাই, কিন্তু দেখেন ভাই অনেকেই বলছে হয়তো বিটকয়েন এখানেই শেষ হয়ে যাবে, অথবা ক্রিপ্টো কারেন্সি এ বছর হয়তো আর টিকবে না। আমি মূলত আপনাকে মেনশন করে তাদেরকে বোঝাতে চেয়েছি। হ্যাঁ তবে একটা বিষয়  খুবই গুরুত্বপূর্ণ যা আপনি উল্লেখ করেছেন Stable coin যদি রিজার্ভে থেকে থাকে তবে সেটা বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া বর্তমানে স্টেবল কয়েনগুলোতে বিশেষ করে ইউএসডিসি (USDC) নিয়ে মানুষের মনে অনেক ভয় ঢুকে গেছে। তাই তাদের ক্ষেত্রে  Stablecoin বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়াটাই ভালো হবে।
ভাই ভয় পেয়ে আর লাভ নেই, যা হারানোর তাতে অনেক আগেই হারিয়ে ফেলেছি এখন আর হারানোর ভয় নেই। যতগুলো ইনভেস্টমেন্ট আছে আমার সবগুলোতে হাজার ডলার করে লস হয়েছে। তাই যতই ডাম্পিং সিচুয়েশন আসুক না কেন এখন আর ভয় লাগেনা।
Jump to: