এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?
ভাই গ্রাম্য বাংলায় একটি কথা আছে, "মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত"
যারা এগুলা বলে তারা আসলে ভাই ওই বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এই ফোরামে টিকে থেকে মানুষের কল্যাণে আপনার মত কয়জন আছে? অনেকেই আসে, অনেকেই যায় কিন্তু মানুষের জন্য কজন সময় ব্যয় করতে পারে। নিন্দুকেরা সবসময় আপনার অবদান অস্বীকার করে যাবে কিন্তু ভাই ভুলেও তাদের উপর রাগ করবেন না। নিন্দুকেরা আপনার দোষত্রুটি খুঁজে বের করে লোক চক্ষুর সম্মুখে এনে প্রকাশ করবে এতে আপনার সুবিধা হবে আপনি আপনার দোষ ত্রুটি সংশোধন করে নেওয়া। তাইতো ছোটবেলায় শিক্ষকের কাছ থেকে এই ছড়াটির অংশবিশেষ শিখেছিলাম।
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ- জনমের সাথী সে যে আধার ঘরের আলো।
বিটকয়েন, এইটা ফিয়াট মানির এমন একটা বিকল্প যেটা আমাদের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতি সমাধান করতে পারে। সেদিক চিন্তা করেই সবাই বিনিয়োগ করা উচিত। আজকে বিটকয়েন ম্যাগাজিন এর একটা টুইট দেখলাম। খুবই ভালো লেগেছে। নিচে শেয়ার দিলাম-
FIX THE MONEY - FIX THE WORLD #Bitcoin
আপনাকে ধন্যবাদ। আপনি এখানে একটি মূল্যবান ইনফরমেশন বলেছেন ও শেয়ার করেছেন "মুদ্রাস্ফিতি" যা এক সময় আমার সামাজিক বিজ্ঞান টিচার প্রথম বলেছিল তখন শুধু মুখের পানে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না। আজকে আপনার মুখে মুদ্রাস্ফিতি নিয়ে কিছুটা ইনফরমেশন পাওয়া আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
যখন সপ্তম শ্রেণীতে ছিলাম তখন মুদ্রাস্ফীতি নিয়ে একটা প্রশ্ন এসেছিল যা উত্তর করেছিলাম আজ যা শিখছি বা জানছি তা থেকে অনেক অনেক ভিন্ন। তখন টাকা কামাতাম না তাই মুদ্রাস্ফিতি নিয়ে কোন কিছুই জানতাম না। আজ নির্মম পৃথিবীর সামনে দাঁড়িয়ে সংসারে মুদ্রাস্ফিতির নেতিবাচক প্রভাব হারে হারে টের পাচ্ছি।
মুদ্রাস্ফীতি (Inflation) হল ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী পণ্যের দাম বেড়ে গেলে পূর্বের তুলনায় ওই পণ্য কিনতে বেশি টাকা লাগলে তাকে মুদ্রাস্ফিতি বলে। যারা বাংলাদেশী আছেন তারা মুদ্রাস্ফীতির প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ধরে নেই ২০১০ সালে ১ কেজি আপেলের দাম ছিল ১০০ টাকা ,২০২৩ সালে সেই আপেলের কেজি ২৫০ টাকা তাহলে মুদ্রাস্ফিতি/মুল্যস্ফিতি ১২০ টাকা অর্থাৎ ১২০% মূল্য বৃদ্ধি পেয়েছে। আপনি আগে একশ টাকায় যে পণ্য পেতেন বর্তমানে ওই একই পণ্য পেতে আপনাকে আরো ১২০ টাকা বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে।
ঠিক আপনি ব্যাংকে গচ্ছিত টাকা রাখলে অর্থাৎ Fiat Money রাখলে আপনাকে পূর্বের তুলনায় বর্তমানে বেশি মূল্যে পণ্য ক্রয় করতে হবে অর্থাৎ আপনি যদি ২০০০ সালে 10 লক্ষ টাকা রাখেন তাহলে বর্তমানে মূল্যস্ফিতির ফলে আপনার টাকার মান কমে ৫ লক্ষ টাকা হয়ে গেছে। আপনার টাকার মান কমে গেছে অর্থাৎ আপনি আগে যদি ১০ লক্ষ টাকা দিয়ে তিন বিঘা জমি কিনতে পারতেন এখন বর্তমানে 10 লক্ষ টাকা দিয়ে আপনাকে ১০ ডিসিমাল জমি কিনতে হবে। তাহলে বুঝতে পেরেছেন মুদ্রাস্ফিতির ফলে কিভাবে আমাদের টাকার মান কমে যায়।
এখন আসি মুদ্রাস্ফীতিতে বিটকয়েন আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, ধরুন আপনি 2022 সালে ৫ লক্ষ টাকার সমপরিমাণ বিটকয়েন কিনে আপনার বিশ্বস্ত ওয়ালেটে হোল্ড করে রেখে দিচ্ছেন। আপনি যদি ৫ লক্ষ টাকা ব্যাংকে অথবা সিন্দুকে আটকে রাখতেন তাহলে আপনার 5 লক্ষ টাকা মুদ্রাস্ফীতির ফলে দিন দিন সেবা কমে যাবে কিন্তু আপনি যদি বিটিসি হোল্ড করে রেখে দিতেন তাহলে আপনার 5 লক্ষ টাকা এই মুহূর্তে এসে তিন লক্ষ টাকা যোগ করে ৮ লক্ষ টাকার মত হতো। বিটকয়েনে আপনার দেশের মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে না। কেননা বিটকয়েন মুদ্রাস্ফীতির প্রভাব থেকে মুক্ত।
তবে বিটকয়েনে ইনভেস্ট করবেন কি করবেন না, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপাতত মুল্যস্ফিতি/মুদ্রাস্ফীতির বিষয়টা কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।