Author

Topic: বাংলা (Bengali) - page 274. (Read 5323014 times)

member
Activity: 168
Merit: 58
February 21, 2023, 03:15:47 AM
এই ফোরাম  এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি  বিনম্র শ্রদ্ধা।

আমি আমাদের এলাকায় দেখতে পেলাম ছোট ছোট  মেয়েরা ভাষা শহীদের স্মরণে শাড়ি পড়ে রাস্তায় বেরিয়েছে। শহীদ মিনারে ফুল দিতে যাবে। তাদেরকে দেখে আমার ভালো লাগলো, যে তারা এত ছোট হয়েও শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা.

sr. member
Activity: 1750
Merit: 267
February 21, 2023, 03:10:26 AM
আজ সকালে একুশে ফেব্রুয়ারি নিয়ে একটি পোস্ট দিয়েছি বাংলাদেশী ল্যাঙ্গুয়েজ লোকালে, পোস্ট যখন লিখলাম তখন আমি বিছানা থেকে উঠি নাই কিন্তু ঘন্টা দুয়েক পরে বাহিরে বের হয়ে দেখি ছোট ছোট বাচ্চারা মাটিতে বাঁশের কুঞ্চি, পাটের শোলা, কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। ভাবলাম এই ছোট ছোট বাচ্চারা ভাষা শহীদদের কাহিনী গুলো ঠিকমতো পড়ে নাই অথচ জাতিগত স্বভাবে তারা ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের কাছ থেকে একটি ফুল নিয়ে তাদের বানানো শহীদ মিনারে অর্পণ করলাম এবং আল্লাহর কাছে ছোট বাচ্চাদের হায়াত ও শহীদের মাগফিরাতের জন্য দোয়া করলাম।
তবে তারা আমাকে আস্ত ছাড়ে নাই, বরং ৪ কেজি পোল্টি মুরগি কেনার জন্য টাকা নিয়েছে। ১০০০ টাকার নোট ধরিয়ে দিয়ে কোনমতে রেহাই পেয়েছি। ভাগ্যিস গরুর মাংস দাবি করে নাই।
ভাই এইগুলো আমাদের শৈশবের স্মৃতিও মনে করিয়ে দেয়। ঠিক এমন ভাবে গ্ৰামে কলাগাছ, রঙিন কাগজ আর গাঁদা ফুল দিয়ে শহীদ মিনার বানাতাম। চাইলেও এখন আর ওদের মতো করতে পারি না, তবে এখনো বিশেষ করে গ্ৰামে যে বাচ্চারা এই সব দিন গুলো তাদের মাঝে ধারন করে এটা সত্যিই প্রশংসনীয়।
MATIC একটি নতুন রেকর্ড ভাঙতে প্রস্তুত 🚀🚀
এইভাবে অবান্তর প্রশ্ন করে এক্টিভিটি বাড়ানো শোভনীয় নয়। আগে একসময় এগুলো বেশী হতো যারা জানতো না। এখন সাহায্যের জন্য অনেকেই আছেন। আপনি সরাসরি বাংলাদেশ বোর্ড এ পোস্ট করছেন মানে ফোরাম নিয়ে মোটামুটি ভালোই আইডিয়া আছে। এই বিষয় নিয়ে প্রতিনিয়ত অনেক জনকেই বলা হচ্ছে। পরিষ্কার আইডিয়া পেতে প্রথম এবং এই পোস্ট টি আরেকবার পড়ে নিবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 21, 2023, 01:16:12 AM
যারা মেম্বার+  রেংকের আছেন  এবং  ২০০ এর উপরে ফলোয়ার  এমন টুইটার প্রোফাইল  আছে তারা চাইলে এখানে এপ্লাই করতে পারেন ৫ ডলার সমপরিমাণ বিটকয়েন  এর রেওয়ার্ড  রয়েছে

We are looking for some good Twitter profiles for posting tweets for us. We will pay $5-$10 / tweet depending on the Twitter profile.

newbie
Activity: 2
Merit: 0
February 21, 2023, 12:09:05 AM
আপনার প্রিয় মেম টোকেন কোনটি?
ডোজকয়েন, বেবিডগি, শিবা ইনু নাকি অন্য কোন টোকেন? কমেন্ট করেজানান।  🚀🚀🚀🐶
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 20, 2023, 11:55:43 PM
,,,,,,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,,,,,,
। আমাদের এলাকায় ভাষা শহীদদের স্মরণে আমি এবং আমার বন্ধুরা মিলে একটা শহীদ মিনার বানিয়েছি। এবং ভাষা শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান সবাইকে শুনাইতাছি। ‌

আজ সকালে একুশে ফেব্রুয়ারি নিয়ে একটি পোস্ট দিয়েছি বাংলাদেশী ল্যাঙ্গুয়েজ লোকালে, পোস্ট যখন লিখলাম তখন আমি বিছানা থেকে উঠি নাই কিন্তু ঘন্টা দুয়েক পরে বাহিরে বের হয়ে দেখি ছোট ছোট বাচ্চারা মাটিতে বাঁশের কুঞ্চি, পাটের শোলা, কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। ভাবলাম এই ছোট ছোট বাচ্চারা ভাষা শহীদদের কাহিনী গুলো ঠিকমতো পড়ে নাই অথচ জাতিগত স্বভাবে তারা ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের কাছ থেকে একটি ফুল নিয়ে তাদের বানানো শহীদ মিনারে অর্পণ করলাম এবং আল্লাহর কাছে ছোট বাচ্চাদের হায়াত ও শহীদের মাগফিরাতের জন্য দোয়া করলাম।
তবে তারা আমাকে আস্ত ছাড়ে নাই, বরং ৪ কেজি পোল্টি মুরগি কেনার জন্য টাকা নিয়েছে। ১০০০ টাকার নোট ধরিয়ে দিয়ে কোনমতে রেহাই পেয়েছি। ভাগ্যিস গরুর মাংস দাবি করে নাই।
member
Activity: 168
Merit: 58
February 20, 2023, 11:05:27 PM
অমর একুশে ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদের প্রতি বাংলাদেশ লোকাল লেংগুয়েজ থ্রেডের পক্ষ থেকে শ্রদ্ধা  ও ভালোবাসা।

collected
আজকে এই বাংলা ভাষার জন্য অনেক লোক শহীদ হয়েছে তাদের মধ্যে, সালাম ,বরকত ,,জব্বার আরো অনেকেই এই বাংলা ভাষার জন্য নিজের জীবন দিয়েছেন। আজকে এই বিশেষ দিনে আমরা তাদের স্মরণে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব ।  যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন  তারাযেন পরকালে সুখ শান্তিতে থাকে।

আজকেই বিশেষ দিনের একটা ভাষা শহীদদের স্মরণে একটা গান লেখা হয়েছিল।
,,,,,,আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি,,,,,,
। আমাদের এলাকায় ভাষা শহীদদের স্মরণে আমি এবং আমার বন্ধুরা মিলে একটা শহীদ মিনার বানিয়েছি। এবং ভাষা শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান সবাইকে শুনাইতাছি। ‌



copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 20, 2023, 10:15:11 PM
যে সকল ভাই-বোনেরা পোষ্টের মাধ্যমে বা প্রাইভেট মেসেজের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
অনেকেই দেখলাম অমর একুশে ফেব্রুয়ারি সম্বন্ধ অনেক কিছু বলেছেন তাই এই বিষয়ে কিছু বলতে যাচ্ছি না। কারণ ঘুরেফিরে সেই একই কথাই চলে আসবে। একই কথা বারবার বলে তো লাভ নেই।
বানান ভুল প্রসঙ্গঃ আমরা যারা এখানে বাংলায় লিখি অনেকেই জানিনা বিশেষ করে আমি জানিনা কিভাবে বাংলা লিখতে হয়। কিছু ভাইব্রাদারের পরামর্শে গুগল ভয়েস টাইপিং ব্যবহার করি বা অভ্র কিবোর্ড ব্যবহার করি। যেখানে অনেক সময় অনেক ভুল চলে আসে এবং কিছু শব্দ আছে বা অক্ষর আছে যেগুলো অভ্র দিয়ে কিভাবে লিখে সেটা জানিনা এবং ভয়েস টাইপিং সঠিক আসে না। তখন যেটা আসে সেটা বাদে অন্য কিছু লেখা সম্ভব হয় না। তাই আমার মত যারা বাংলা লিখতে পারেন না তাদের ভুল ত্রুটিগুলো নিজ গুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হবে বলে মনে করি।
যাইহোক, joeperry একটি ফ্রি রেফেল নিয়ে এসেছেন। এই লিংকের মাধ্যমে নিয়মকানুন দেখে জয়েন করতে পারেন। কমপক্ষে মেম্বার রেংক এর হতে হবে। এবং যারা বেশি বাওনটিতে কাজ করে তারা এখানে জয়েন করতে পারবেনা।

LDL
hero member
Activity: 742
Merit: 671
February 20, 2023, 08:05:25 PM
একুশ আমার অহংকার



আজ একুশে ফেব্রুয়ারি, প্রত্যেক বাংলা ভাষাভাষী বাংলাদেশিরা এদিনের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সবই জানা। এই দিনটিতে ভাষা শহীদেরা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে আমাদের জন্য নিয়ে এসেছে ক আ ই ঈ খ গ ঘ । আমরা আজ আমাদের মনের ভাব, অনুভূতি আমার নিজের মায়ের বাসায় প্রকাশ করতে পারছি। কিন্তু যারা তাদের বুকের রক্ত দিয়ে আমাদের জন্য রেখে গেছে বাংলা ভাষা তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আজকে শুধু বাংলাদেশীদের জন্যই একুশে ফেব্রুয়ারি নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষীদের জন্য একুশে ফেব্রুয়ারি। তাই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। আমরা যদি বাংলা ভাষা না পেতাম তাহলে বিটকয়েন ফোরামে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না, হয়তো অন্য ভাষার অধীনে গিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে হতো। যা হোক যাদের জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি তাদের জানাই বিটকয়েন ফোরাম এর পক্ষ থেকে লাখো লাখো সালাম। আল্লাহ পাক যেন তাদের পরকালে সুখে-শান্তিতে রাখে।।
member
Activity: 78
Merit: 11
February 20, 2023, 10:55:45 AM
এই ফোরাম  এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি  বিনম্র শ্রদ্ধা।
member
Activity: 86
Merit: 21
February 20, 2023, 07:15:41 AM
~

ভুল ধরিয়ে দেবার জন্যে আপনাকে ধন্যবাদ, অনেক সময় দ্রুত লেখার জন্যে অটোমেটিক কারেকশন ব্যাবহার করা হয় আমাদের অফিসেও সেটি করা আছে, অফিসের ডিভাইস থেকে পোস্ট করতে এই ধরনের সমস্যা বেশি হয় ।
member
Activity: 168
Merit: 58
February 20, 2023, 04:11:11 AM

image Source.


স্বাগতম "Shasan" ভাই কে বাংলা বোর্ডে আরো একজন কে পেলাম নতুন মাইল ফলক তৈরি করেছে "লেগেন্ডারি" হয়েছেন এমন একজন কে, বাংলা বোর্ডে আপ্ননাদেরকে দেখে অনেক ভালো লাগে যে বাংলাদেশিরাও অনেক ভালো কিছু করতে পারে, এভাবে একে অন্যদের সাহাজ্য করে গেলেই পিছিয়ে পরা বাংলাদেশিরা অনবেক এগিয়ে যাবে।

ভাই আমি আপনার পোস্টে দেখতে পেলাম আপনি কয়টা বানান ভুল লিখেছেন। যদিও এভাবে আপনাকে ছোট করে বলা উচিত হয়নি। আপনাকে পার্সোনাল মেসেজ দেওয়ার উচিত ছিল। আপনি এরপর থেকে পোস্ট দিলে পোস্টটি দেওয়ার আগে একবার ভালোভাবে পড়ে চেক দিয়ে পোস্ট করবেন। লিজেন্ডারি লেখা বাদ দিয়া আপনি লিগেন্ডারি লিখছেন ।
অনেক লিখবার গিয়ে অনবেক লিখছেন।  আপনি পোস্টটি এডিট করে যে কয়টা ভুল লেখা আছে শুদ্ধ করে নেন।
member
Activity: 86
Merit: 21
February 20, 2023, 03:49:00 AM

image Source.


স্বাগতম "Shasan" ভাই কে বাংলা বোর্ডে আরো একজন কে পেলাম নতুন মাইল ফলক তৈরি করেছে "লেজেন্ডারি" হয়েছেন এমন একজন কে, বাংলা বোর্ডে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগে যে বাংলাদেশিরাও অনেক ভালো কিছু করতে পারে, এভাবে একে অন্যদের সাহায্য করে গেলেই পিছিয়ে পড়া বাংলাদেশিরা অনেক এগিয়ে যাবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 20, 2023, 02:33:47 AM
@Crypto Library
ভাই আপনার ডিজাইন করা Bitcointalk Bangladesh হেড ক্যাপ এভাটার নিয়ে খুবই ভালো লাগছে। এখন আমার কোন প্রমোশন ক্যাম্পেইনে জয়েন করা নেই। তাই যতদিন কোন ক্যাম্পেইনে যোগ না হই ততদিন Bitcointalk Bangladesh এভাটার ধারণ করব ইনশাআল্লাহ। তবে যারা আমার মত বাংলাদেশী হয়ে কোন প্রমোশন ক্যাম্পেইনে জয়েন করা নেই তাদের উচিত এই এভাটার ধারণ করে বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচয় করে দেওয়া। আমি তাদেরকে আহবান করছি আপনারা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে একটিভ থেকে বাংলাদেশকে সহায়তা করুন। আমি জানি অনেক সিনিয়র ভাইয়েরা আছেন যারা পরিচয় হাইড করে ফোরামে একটিভ আছেন , তাদের উচিত বাংলাদেশ লোকাল এসে নিয়মিত পর্যবেক্ষণ করা ও আলোচনা সমালোচনা করা। বাংলাদেশ লোকালে পোস্ট করলেই আপনাদের পদমর্যাদা ছোট হয়ে যাবে না।
আপনারা আসুন, আমরা দশে মিলে এই ফোরামটাকে বিটকয়েন ফোরামের বুকে সমুন্নত রাখি।

@Crypto Library ভাই যে লোগো ডিজাইন করেছেন । আমরা newbie আইডি দিয়ে কি এভাটার আমাদের প্রোফাইলে এড করতে পারবো। যদি প্রোফাইলে এভাটার অ্যাড করা যায়। তাহলে আমিও @Crypto Library ভাইয়ের অসাধারণ এভাটার আমার প্রোফাইলে এড করতাম। ‌‌
আমি সিনিয়র ভাইদেরকে অনুরোধ জানাই কিভাবে প্রোফাইলে এভাটার লাগায় যদি আমাকে বুঝিয়ে বলে দিতেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ হতাম।
না ভাই আইডিতে এভাটার লাগানোর জন্য আপনাকে কমসে কম ফুল মেম্বার হতে হবে

@LDL ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাটারটি পড়ার জন্য। আপনি দয়া করে এই আবার একটি পড়তে পারেন ওটাই ব্যাকগ্রাউন্ড সাদা হয় খুব একটা মানানসই লাগছে না । ফোরামের অন্যান্য মেম্বারদের প্রতি অনুরোধ রইল আপনারাও নিজেদের মতন করে চাইলে এভাটার বানিয়ে বাসার বানিয়ে আমাদের লোকাল কমিউনিটিকে উপরে ঝাপসা প্রমোশন করে দিতে পারেন যদি এভেলেবল থাকেন
 
member
Activity: 168
Merit: 58
February 20, 2023, 02:32:15 AM
@Crypto Library
ভাই আপনার ডিজাইন করা Bitcointalk Bangladesh হেড ক্যাপ এভাটার নিয়ে খুবই ভালো লাগছে। এখন আমার কোন প্রমোশন ক্যাম্পেইনে জয়েন করা নেই। তাই যতদিন কোন ক্যাম্পেইনে যোগ না হই ততদিন Bitcointalk Bangladesh এভাটার ধারণ করব ইনশাআল্লাহ। তবে যারা আমার মত বাংলাদেশী হয়ে কোন প্রমোশন ক্যাম্পেইনে জয়েন করা নেই তাদের উচিত এই এভাটার ধারণ করে বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচয় করে দেওয়া। আমি তাদেরকে আহবান করছি আপনারা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে একটিভ থেকে বাংলাদেশকে সহায়তা করুন। আমি জানি অনেক সিনিয়র ভাইয়েরা আছেন যারা পরিচয় হাইড করে ফোরামে একটিভ আছেন , তাদের উচিত বাংলাদেশ লোকাল এসে নিয়মিত পর্যবেক্ষণ করা ও আলোচনা সমালোচনা করা। বাংলাদেশ লোকালে পোস্ট করলেই আপনাদের পদমর্যাদা ছোট হয়ে যাবে না।
আপনারা আসুন, আমরা দশে মিলে এই ফোরামটাকে বিটকয়েন ফোরামের বুকে সমুন্নত রাখি।

@Crypto Library ভাই যে লোগো ডিজাইন করেছেন । আমরা newbie আইডি দিয়ে কি এভাটার আমাদের প্রোফাইলে এড করতে পারবো। যদি প্রোফাইলে এভাটার অ্যাড করা যায়। তাহলে আমিও @Crypto Library ভাইয়ের অসাধারণ এভাটার আমার প্রোফাইলে এড করতাম। ‌‌
আমি সিনিয়র ভাইদেরকে অনুরোধ জানাই কিভাবে প্রোফাইলে এভাটার লাগায় যদি আমাকে বুঝিয়ে বলে দিতেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ হতাম।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 19, 2023, 11:29:09 PM
@Crypto Library
ভাই আপনার ডিজাইন করা Bitcointalk Bangladesh হেড ক্যাপ এভাটার নিয়ে খুবই ভালো লাগছে। এখন আমার কোন প্রমোশন ক্যাম্পেইনে জয়েন করা নেই। তাই যতদিন কোন ক্যাম্পেইনে যোগ না হই ততদিন Bitcointalk Bangladesh এভাটার ধারণ করব ইনশাআল্লাহ। তবে যারা আমার মত বাংলাদেশী হয়ে কোন প্রমোশন ক্যাম্পেইনে জয়েন করা নেই তাদের উচিত এই এভাটার ধারণ করে বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচয় করে দেওয়া। আমি তাদেরকে আহবান করছি আপনারা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে একটিভ থেকে বাংলাদেশকে সহায়তা করুন। আমি জানি অনেক সিনিয়র ভাইয়েরা আছেন যারা পরিচয় হাইড করে ফোরামে একটিভ আছেন , তাদের উচিত বাংলাদেশ লোকাল এসে নিয়মিত পর্যবেক্ষণ করা ও আলোচনা সমালোচনা করা। বাংলাদেশ লোকালে পোস্ট করলেই আপনাদের পদমর্যাদা ছোট হয়ে যাবে না।
আপনারা আসুন, আমরা দশে মিলে এই ফোরামটাকে বিটকয়েন ফোরামের বুকে সমুন্নত রাখি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 19, 2023, 03:51:04 PM
Snip
এজেনো একটার পর একটা খুশির খবর বাংলাদেশ থ্রেডের জন্যে কয়েক মাস আগে আমাদের Little Mouse ভাই এ পদে আসন্ন হয়েছেন তারপর আজকে shasan ভাই তার অপূর্ণতা পূরণ করেছে । shasan ভাই এর জন্য অনেক অভিনন্দন এবং শুভকামনা রইলো। আপনাদের একেকটা অর্জনে নিজের এমন আনন্দ লাগে মনে হয় নিজে প্রমোশন পেলাম আর মনে লাগবেই  বা না কেনো , আপনাদের আমাদের র‍্যাংআপ হওয়া মনে আমাদের বাংলাদেশ থ্রেড আরো ভারী হওয়া আর তার মানে তহ নিজেদেরই। যাইহোক shasan  ভাই আপনাকে আবারও অভিনন্দন  Cheesy
sr. member
Activity: 1008
Merit: 366
February 19, 2023, 02:48:38 PM
@shasan
আপনাকে জানাই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। আপনি আজ আপনার একান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে বিটকয়েন ফোরামের সর্বোচ্চ পদমর্যাদা লিজেন্ডারি মেম্বার অর্জন করেছেন। আমরা বাংলাদেশিরা আমাদের লোকালে আরেক জন গৌরবময় লিজেন্ডারি মেম্বার পেয়ে নিজেদের অনেক ভাগ্যবান বলে মনে করছি। আপনার সান্নিধ্যে আমরা যেন অনেক শিক্ষানীয়  বিষয় শিখতে পারি এবং আমাদের বাংলা বোর্ড যেন আপনার সাহায্য সহযোগিতায় বিটকয়েন ফোরামের সম্মানিত স্থানে যেতে পারে সেই আশা ব্যক্ত করছি।
পরিশেষে আমি আপনার ও আপনার ফ্যামিলির সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।

আর এ খুশির সংবাদ। আরও একজন এই লোকাল র্থ্রেড থেকে অনেক উপরে উঠতে পেরেছেন। অনেক শুভ কামনা shasan ভাই। ভবিষ্যতে আরও এগিয়ে জাবেন ইনশাআল্লাহ। আর LDL ভাই আপনি ও তো সিনিওর মেম্বার এর কাছাকাছি। অতি তারাতাড়ি হয়ে যাবেন আপনিও। আমার কাছে মেরিট একটাও নাই আপাতত, নাহলে অবশ্যই দিতাম। সবার জন্য দোয়া করি যেন এই লোকাল থ্রেড থেকে সবাই একটি উচ্চ স্থানে পৌছাতে পারে। আমার জন্যেও সবাই দোয়া করবেন। আপনাদের সাথে থেকে এই ফোরাম এ যেনো কাজ করে যেতে পারি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 19, 2023, 12:07:45 PM


@shasan
আপনাকে জানাই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। আপনি আজ আপনার একান্ত পরিশ্রম ও চেষ্টার ফলে বিটকয়েন ফোরামের সর্বোচ্চ পদমর্যাদা লিজেন্ডারি মেম্বার অর্জন করেছেন। আমরা বাংলাদেশিরা আমাদের লোকালে আরেক জন গৌরবময় লিজেন্ডারি মেম্বার পেয়ে নিজেদের অনেক ভাগ্যবান বলে মনে করছি। আপনার সান্নিধ্যে আমরা যেন অনেক শিক্ষানীয়  বিষয় শিখতে পারি এবং আমাদের বাংলা বোর্ড যেন আপনার সাহায্য সহযোগিতায় বিটকয়েন ফোরামের সম্মানিত স্থানে যেতে পারে সেই আশা ব্যক্ত করছি।
পরিশেষে আমি আপনার ও আপনার ফ্যামিলির সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।
jr. member
Activity: 35
Merit: 3
February 19, 2023, 12:00:24 PM
আপনি কি বলদ নাকি বলদ সাজার চেষ্টা করতেছেন? আপনি কি জানেন নাহ যে কোন ক্রিপ্ট বাংলাদেশে অনুমোদিত নয়। সুতরাং বাংলাদেশ থেকে কোন ধরনের কোন পেমেন্ট ক্রিপ্টো দিয়া করতে পারবেন না। এমনকি প্রশাসন যদি জানে যে আপনি ক্রিপ্ত ব্যবহার করেন বা আপনার কাছে ক্রিপ্ট আছে তাহলে তাহারা আইক্কাওয়ালা বাঁশ নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হবে। আমি দুঃখিত এর থেকে ভালো ভাষা খুঁজে পেলাম না।
ভাই আমারে নগদে টাকা দিসে কাটার জন্যে। যার টিকিট সে Crypto নিয়ে কিছু জানেও না। আর টিকিটে লেখা থাকে না আপনি Crypto তে দিয়েছেন না Card এ। তাই ঐটা কোনো সমস্যা না।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 19, 2023, 11:37:58 AM
------
আপনি কি বলদ নাকি বলদ সাজার চেষ্টা করতেছেন? আপনি কি জানেন নাহ যে কোন ক্রিপ্ট বাংলাদেশে অনুমোদিত নয়। সুতরাং বাংলাদেশ থেকে কোন ধরনের কোন পেমেন্ট ক্রিপ্টো দিয়া করতে পারবেন না। এমনকি প্রশাসন যদি জানে যে আপনি ক্রিপ্ত ব্যবহার করেন বা আপনার কাছে ক্রিপ্ট আছে তাহলে তাহারা আইক্কাওয়ালা বাঁশ নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হবে। আমি দুঃখিত এর থেকে ভালো ভাষা খুঁজে পেলাম না।
Jump to: