Author

Topic: বাংলা (Bengali) - page 275. (Read 5322716 times)

jr. member
Activity: 35
Merit: 3
February 19, 2023, 11:29:31 AM
Biman Bangladesh domestic flight এর economy seat Crypto দিয়ে কই পাই?
member
Activity: 86
Merit: 21
February 19, 2023, 07:25:06 AM
ICO তে কিভাবে প্রবেশ কবো?
আইসিও এর যুগ ২০১৬-১৭ সালে শেষ হয়ে গিয়েছে। তখন এমন একটা অবস্থা ছিল মানুষ শুধু ক্রিপ্টোকারেন্সি বললেই হইছে। যত্রতত্র বিনিয়োগ করত। ফান্ডামেন্টালি কোন ধরনের বাছবিচার করতো না। তখন প্রফিটও হত। মার্কেটে নতুন বিনিয়োগকারী বেশি ছিল এবং ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটাই ছিল নতুন। বেশিরভাগ প্রজেক্ট থেকেই মানুষ ভালো প্রফিট বের করতে পারছে। এই ব্যাপারটাকে কিছু অসাধু লোক কাজে লাগায়। আইসিও নিয়ে আসে। বিনিয়োগকৃত টাকা নিয়ে চম্পট মারে। কিংবা তাদের হাতে থাকা সকল কয়েন/টোকেন ডাম্প করে বিনিয়োগকারীদের মুখের উপর।
বর্তমানে, আইসিও সাকসেস রেট খুবই কম। বিনিয়োগ মানেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় না বর্তমানে কেউ আইসিওর উপরে আস্থা রাখে বা রাখতে পারছে। আপনার উচিত আইসিওতে বিনিয়োগের দিকে না যাওয়া। এর থেকে ভালো হয় যখন প্রজেক্ট মার্কেটে আসবে তখন বিনিইয়োগ করা।

আইসিও মার্কেট এখন চিনেনা বললেই চলে কারন হলো একটা সময় বেশিরভাগ আইসিও সাকসেস হইছে কিন্তু পরে যখন আইসিও মার্কেট  এ স্ক্যামার প্রবেশ করছে তখন অনেকি তাদের শেষ সম্বল হারিয়ে আইসিও তে ইনভেস্ট করা বন্ধ করে দিয়েছে । আপনি জেই সময়ের কথা বলছেন সেই সময়ে ৭০-৮০% আইসিও সাকসেস হয়েছে । আর এখন আইসিও এর কথা সুনলেই মানুষ ভয় পায় ।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 19, 2023, 05:31:16 AM
ICO তে কিভাবে প্রবেশ কবো?
আইসিও এর যুগ ২০১৬-১৭ সালে শেষ হয়ে গিয়েছে। তখন এমন একটা অবস্থা ছিল মানুষ শুধু ক্রিপ্টোকারেন্সি বললেই হইছে। যত্রতত্র বিনিয়োগ করত। ফান্ডামেন্টালি কোন ধরনের বাছবিচার করতো না। তখন প্রফিটও হত। মার্কেটে নতুন বিনিয়োগকারী বেশি ছিল এবং ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটাই ছিল নতুন। বেশিরভাগ প্রজেক্ট থেকেই মানুষ ভালো প্রফিট বের করতে পারছে। এই ব্যাপারটাকে কিছু অসাধু লোক কাজে লাগায়। আইসিও নিয়ে আসে। বিনিয়োগকৃত টাকা নিয়ে চম্পট মারে। কিংবা তাদের হাতে থাকা সকল কয়েন/টোকেন ডাম্প করে বিনিয়োগকারীদের মুখের উপর।
বর্তমানে, আইসিও সাকসেস রেট খুবই কম। বিনিয়োগ মানেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় না বর্তমানে কেউ আইসিওর উপরে আস্থা রাখে বা রাখতে পারছে। আপনার উচিত আইসিওতে বিনিয়োগের দিকে না যাওয়া। এর থেকে ভালো হয় যখন প্রজেক্ট মার্কেটে আসবে তখন বিনিইয়োগ করা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 19, 2023, 04:22:07 AM
কিভাবে ফটো পোস্ট করব ?
Imgur অনেক সময় বাংলাদেশের অনেক আইপিএসপিতে ব্যান থাকে এর ফলে ওয়েবসাইট ব্যবহার করা যায় না বর্তমানে আমি এটি ব্যবহার করতে পারি না।
তবে এর অল্টারনেটিভ হিসেবে: https://postimages.org/ ,  https://imgbb.com/ ব্যবহার করতে পারেন।
তারপর ইমেজ আপলোড এর জন্য এরকম ওয়েবসাইটে গিয়ে প্রথমে ইমেজটি আপলোড করুন তারপর ডিরেক্ট লিং কপি করুন নিচে সুবিধার জন্য ছবি দিয়ে দেওয়া হলো।


তারপর লিংকটি কপি করে জাস্ট ফোরামে পেস্ট করবেন তাহলে আর ইমেজ এর জন্য Bbcode ইউজ করতে হবে না তবে উত্তম হবে এটাই বিবি কোড ব্যবহার করে করে ডিরেক্ট লিং কপি করে ইমেজ থেকে রিসাইজ করে তারপরে পোস্ট করা এতে পোস্টটি দেখতে সুন্দর দেখা যায়।
তাছাড়া আরেকটি উপায় আছে আপনি যেকোন ওয়েব ব্রাউজারে গিয়ে যে কোন ইমেজের ইমেজ লিংক কপি করে সহজে BBcode ইউজ করে আপলোড ছাড়াই গুগল থেকে সরাসরি ইমেজ এড করতে পারবেন। যেমন:
1.
 
2. তারপর কপি করা লিংক পেস্ট করে ওই লিংকটি সম্পূর্ণ সিলেক্ট করে ছবির মতন ইন্সাট ইমেজ আইকনে  ক্লিক করুন  তারপর প্রিভিউ করে দেখুন তারপর পোস্ট করব,  কাজ সম্পন্ন

চাইলে এই পোস্টটিও দেখতে পারেন : কি ভাবে ছবি আপলোড করা যায়
চাইলে আমার এই পোস্টটি দেখে আসতে পারেন একটা ইমেজ টুলস নিয় আলোচনা করেছি  যার সাহায্যে  হট কি ব্যবহার করে  অনেক দ্রুততম সময়ে  ছবি আপলোড করা বা স্ক্রিনশট নিয়ে আপলোড করা  এবং ফোরামের জন্য  ইমেজ লিংক পাবেন।
📸Get quick Image address for posting in forum from Screenshots & +++...📸
newbie
Activity: 9
Merit: 0
February 18, 2023, 10:53:03 PM
ICO তে কিভাবে প্রবেশ কবো?
সিনিয়র ভাইয়েরা দয়া করে সাহায্য করবেন
member
Activity: 168
Merit: 58
February 18, 2023, 08:19:29 PM
কিভাবে ফটো পোস্ট করব ?

Newbie একাউন্ট দিয়ে ফটো পোস্ট করলে ফটো স্কিনে বাসবে না । স্কিনে ফটো শো করতে হলে মিনিমাম জুনিয়র মেম্বার আইডি লাগে।
আপনি imgur ইউজ করে ফটো লিংক বের করে পোস্ট করতে পারেন।  জুনিয়র মেম্বার অথবা তার থেকে বড় আইডি দিয়ে আপনার পোস্টটা quote করে পোস্ট দেয় তাহলে আপনার ফটো স্ক্রিনে শো করবে যেহেতু আপনি নিউবি আইডি।


LDL
hero member
Activity: 742
Merit: 671
February 18, 2023, 06:22:37 PM
@MinerJones তিনি একজন খুবই বিশ্বস্ত (Trustworthy) এবং নিষ্ঠাবান লোক। আমি এর আগে একটি Raffle Draw তে উইনার হিসাবে একটি হলিডে চিপস পেয়েছিলাম কিন্তু আমাকে পার্সোনাল মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো আমি উক্ত প্রাইস নেব কিনা। দুইটা অপশন থাকে আপনি যদি নিতে চান তাহলে শিপমেন্টের জন্য আপনার লোকেশন, ফোন নাম্বার, আরো দুইটা ওয়েবসাইটের কথা বলে কিন্তু ফোরামে অনেকটাই নতুন ছিলাম এবং বাংলাদেশ বলে কথা যদি আইনি জটিলতা হয় তাই প্রথম দিকে শিপমেন্টের কথা বললেও বিভিন্ন দিক কল্পনা করে পরবর্তীতে আমি হোল্ড করার জন্য MinerJones কে পার্সোনাল মেসেজের মাধ্যমে জানিয়ে দেই। তবে আপনার প্রাইজ যদি আপনি নিতে চান তাহলে আপনার লোকেশন ও ঠিকানা ওয়েবসাইট ভিত্তিক পাঠাতে হবে। আর যদি নিতে না চান তাহলে @MinerJones এই স্যারের কাছে আপনি হোল্ড করে রাখতে পারেন।

legendary
Activity: 3206
Merit: 3596
February 18, 2023, 06:11:43 PM
আচ্ছা ভাই এই ফিজিক্যাল অ্যাসেট এর রেফেল যদি জয়ী হই। তাহলে তো লোকেশন দিতে হবে পুরস্কার গ্রহণের জন্য আর এটি কি পরিমান নিরাপদ হবে ? আসলে এর আগেও বিভিন্ন নিলামের কয়েন গুলো দেখে কেনার ইচ্ছা জেগেছিল তারপর শিপমেন্ট নিয়ে নানা চিন্তা করে আর সেটা করা হয়নি। দেখলাম minerzone না কি যেনো যে শিপমেন্ট এর এই সার্ভিস প্রদান করে আপনাদের কারও কি অভিজ্ঞতা আছে এখান থেকে পণ্য নেওয়ার জানতে চাচ্ছি , থাকলে বিস্তারিত জানতে চাচ্ছি Smiley
আপনি সম্ভবত MinerJones এর কথা বলেছেন। MinerJones বা krogothmanhattan এর নিকট লোকেশন শেয়ার করলে কোন সমস্যা নাই। কারণ এরা দুজনই খুবই বিশ্বস্ত। তবে যখন বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছাবে তখন জাহাজ থেকে নামানোর সময় রাজস্ব কর যখন ধার্য করে তখন কোন সমস্যা হলেও হতে পারে। তবে এত অল্প জিনিস সাধারণত রাজসকর ধার্য করে না। তবে তারা যদি এটাকে অবৈধ হিসেবে বিবেচনা করে তাহলে সমস্যা করলেও করতে পারে।

When shipping overseas, we try to keep items cost to a minimum to help with any taxes/customs fees.
Something like krogothmanhattan's plastic coin above would be marked as a "gift" and labeled as a "novelty token" with low value as it is plastic and not a precious metal or metal
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 18, 2023, 06:07:48 PM
আচ্ছা ভাই এই ফিজিক্যাল অ্যাসেট এর রেফেল যদি জয়ী হই। তাহলে তো লোকেশন দিতে হবে পুরস্কার গ্রহণের জন্য আর এটি কি পরিমান নিরাপদ হবে ? আসলে এর আগেও বিভিন্ন নিলামের কয়েন গুলো দেখে কেনার ইচ্ছা জেগেছিল তারপর শিপমেন্ট নিয়ে নানা চিন্তা করে আর সেটা করা হয়নি। দেখলাম minerzone না কি যেনো যে শিপমেন্ট এর এই সার্ভিস প্রদান করে আপনাদের কারও কি অভিজ্ঞতা আছে এখান থেকে পণ্য নেওয়ার জানতে চাচ্ছি , থাকলে বিস্তারিত জানতে চাচ্ছি Smiley
আপনি সম্ভবত MinerJones এর কথা বলেছেন। MinerJones বা krogothmanhattan এর নিকট লোকেশন শেয়ার করলে কোন সমস্যা নাই। কারণ এরা দুজনই খুবই বিশ্বস্ত। তবে যখন বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছাবে তখন জাহাজ থেকে নামানোর সময় রাজস্ব কর যখন ধার্য করে তখন কোন সমস্যা হলেও হতে পারে। তবে এত অল্প জিনিস সাধারণত রাজসকর ধার্য করে না। তবে তারা যদি এটাকে অবৈধ হিসেবে বিবেচনা করে তাহলে সমস্যা করলেও করতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 18, 2023, 05:58:43 PM
krogothmanhattan একটি ফ্রি রেফেল ছেড়েছেন। এবং এটা অল্প কিছুক্ষণের মধ্যে ড্র হবে। যারা এখনো আবেদন করতে পারেননি তারা এখনই করে ফেলেন। তবে কোন নিউ বি একাউন্ট যা জুলাই মাসের ১ তারিখের পরে করা হয়েছে তা আবেদনের অযোগ্য। বিশেষ দ্রষ্টব্যঃ krogothmanhattan  প্রায়ই ফ্রি রেফেল ছাড়েন।
আচ্ছা ভাই এই ফিজিক্যাল অ্যাসেট এর রেফেল যদি জয়ী হই। তাহলে তো লোকেশন দিতে হবে পুরস্কার গ্রহণের জন্য আর এটি কি পরিমান নিরাপদ হবে ? আসলে এর আগেও বিভিন্ন নিলামের কয়েন গুলো দেখে কেনার ইচ্ছা জেগেছিল তারপর শিপমেন্ট নিয়ে নানা চিন্তা করে আর সেটা করা হয়নি। দেখলাম minerzone না কি যেনো যে শিপমেন্ট এর এই সার্ভিস প্রদান করে আপনাদের কারও কি অভিজ্ঞতা আছে এখান থেকে পণ্য নেওয়ার জানতে চাচ্ছি , থাকলে বিস্তারিত জানতে চাচ্ছি Smiley
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 18, 2023, 05:22:16 PM
krogothmanhattan একটি ফ্রি রেফেল ছেড়েছেন। এবং এটা অল্প কিছুক্ষণের মধ্যে ড্র হবে। যারা এখনো আবেদন করতে পারেননি তারা এখনই করে ফেলেন। তবে কোন নিউ বি একাউন্ট যা জুলাই মাসের ১ তারিখের পরে করা হয়েছে তা আবেদনের অযোগ্য। বিশেষ দ্রষ্টব্যঃ krogothmanhattan  প্রায়ই ফ্রি রেফেল ছাড়েন।

WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes

AHOYBRAUSE ১১.১১$ এর একটি Giveaway (ফ্রি) ছেড়েছেন:
Hello community.

Since it's carnival season and I have participated in a bunch of giveaways in the past weeks I have decided to make a small giveaway myself.

The lucky winner will get the “grand small price” of 11.11$ in LTC, BTC or XRP, whatever you prefer.

No need to post the wallet right now. Just the winner at the end should post the address here so I can send the price.

How will the winner be chosen?

Guess the $ amount of my daily reload at Stake. Closest guess will win. Hint, the amount is between 2.00-6.00$ .
First answer with correct pick wins, 1 pick per user. If 2 or more members have the same gap to the right amount the price will be split.
I have made a screenshot and if some DT member wants to be the judge I can send it to him/her.



The giveaway will run until February 23rd , 11:11pm GMT +9
Only users with accounts of min 25 merit and 6 month history please.
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 18, 2023, 05:09:13 PM

@LDL ধন্যবাদ আপনাকে আপনার প্রতিও রইল শুভকামনা দেখতেছি খুব বেশি আর বাকি নেই, আশা করি আপনিও আর কয়েক দিনের মধ্যে সিনিয়র মেম্বারে  পদার্পণ করবেন।

@Little Mouse লিটল মাউস ভাইকে আর কি বলব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাপোর্ট অ্যাপ্রিসিয়েশন এর জন্য আমি মনোবল পেয়েছি মাঝখানে ব্যস্ততার জন্য ফোরামে  তেমন এক্টিভিটি করিনি  আপনার সাথে যতবার কথা বলেছি   ততবার  আবার একটিভিটি বাড়ানোর অনুপ্রেরণা জেগেছে।   আপনাকে অসংখ্য ধন্যবাদ ।  আশা করি সামনের  দিনগুলোতে আপনার অ্যাপ্রিসিয়েশন  এভাবেই আমার সাথে থাকবে  কারণ পথ এখনো অনেক বাকি।

@Naim027 ভাই  এনার কথা না বললেই নয় এনার কাছ থেকে আমি অনেক রিসোর্স পেয়েছি।  ইনি আমাদের লোকাল থ্রেডের  জন্য  গোল্ড ছিল । Cry
@@+++ তাছাড়া আরো অনেকেই আছেন যাদের নাম মনে নেই  কিন্তু তাদের রিসার্চ গুলোও  আমার অনেক উপকারে আসছে  তাদেরকে অনেক ধন্যবাদ।

অবশেষে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখনো  নিজেকে newbie  মনে করি অনেক কিছু জানার আছে সামনে অনেক কিছু করার আছে , আপনারা অনেকে আবার ভাবতেছেন  এতে মনে করার কি আছে আসলেই তো আমি এটা।  তারপরও আপনাদের সাপোর্ট নিয়ে এভাবেই ধীরে ধীরে আগাতে চাই , সবার দোয়া কামনা করি ।  
আর অন্যান্য সিনিয়র মেম্বারদের প্রতি অনুরোধ রইল যে সবাই আসুন  লোকাল থ্রেডে  একটিভিটি  বিটকয়েন টকে  অনেক বড় বড় জ্ঞানী সম্পন্ন সিনিয়র সদস্যগণ আছেন  তারা যদি অল্প করে এখানে এক্টিভিটি বাড়ায়   আমাদের লোকাল বোর্ড পেতে বেশি দেরি লাগবে না।

কিছু টুপি ডিজাইন করলাম  আমাদের  থ্রেডের জন্য  কারো এভাটার  স্পেস খালি থাকলে ইচ্ছা করলে পড়তে পারেন  Grin


sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 18, 2023, 04:31:59 PM
সবার কি অবস্থা! @LDL ভাইয়ের মেনশনে আবার ফোরাম দেখতে আসলাম। এখন ফোরামে দেখি অনেক নতুন-পুরাতন ব্যবহারকারী দ্বারা ভরপুর। ভালো লাগলো বিষয়টা এবং যারা এক্টিভ আছেন, তাদেরকে স্বাগতম।  Wink

বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য আর ফোরামে আসা হয় না, তার উপর পোষ্টে কেউ রিপ্লাইও দেয় নাহ। তাই অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি।  Grin যদি সময় পাই, আগের মতো পোষ্ট লেখবো হয়তো। অনেক ভালো ভালো কন্টেন্ড মাথায় আছে, কিন্তু সময়ের অভাবে সেটি আর পোষ্ট করা হয় না। তবুও কিছু বিষয়টি ইংরেজিতে আবার কমিউনিটিতে পোষ্ট করে থাকি। যাদের সময় কিংবা আগ্রহ আছে, টুইটার কমিউনিটি ঘুরে আসতে পারেন: https://twitter.com/officialbitbyte
newbie
Activity: 9
Merit: 0
February 18, 2023, 02:32:01 PM
কিভাবে ফটো পোস্ট করব ?
sr. member
Activity: 1008
Merit: 366
February 18, 2023, 01:32:22 PM
আমি যেহেতু নতুন ইউজার আপনাকে জ্ঞান‌ দেওয়ার মতো এখনো যোগ্যতা অর্জন করিনি। তবু আপনাকে একটা কথা বলি আপনি রেগুলার একটিভ থাকবেন। ভালো ভালো হাই কোয়ালিটি পোস্ট করবেন। আশা করি অতি শীঘ্রই আপনি হিরো মেম্বার হয়ে উঠবেন।
নিজেকে কখনও ছোট মনে করবেন না। আপনি যা জানেন হয়ত আমরা তা জানি না। আমাদের ক্ষেত্রে ও একই বিষয় কাজ করে। একে অপরের সাথে সেয়ার করে আমরা শিখব, নিজেদের পজিশন আরও এগিয়ে নিয়ে যাব। চেষ্টা করলে সবই সম্ভব। আশা করি অতি শিগ্রই বাংলাদেশ থ্রেড একটি বোর্ড এ পরিনত হবে। আর  Crypto Library ভাই কে অভিনন্দন সিনিয়র মেম্বার হওয়ার জন্য। আশাকরি আরও অনেকে উঠে আসবেন উচ্চ পদ এ বাংলাদেশ লোকাল থ্রেড থেকে।
member
Activity: 168
Merit: 58
February 18, 2023, 11:30:02 AM
আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন।
আমিও মেরিট সিস্টেম এরপরেই সিনিয়র মেম্বার হয়েছি। আমার এয়ারড্রপ মেরিট ছিল মাত্র ১০ টা। আমি মেরিট অর্জন করেছি ৩১০ টা এখন পর্যন্ত। তাহলে আমিও নিজের তৈরী করা সিনিয়র মেম্বার। খুব শীঘ্রই আশা করি হিরো মেম্বার হব। অনেকদিন ইনেকটিভ ছিলাম। মোটামুটি এখন ফ্রি। আবার ফোরামে এক্টিভ হব।
আমি প্রার্থনা করি আপনি অতি শীঘ্রই হিরো মেম্বার হয়ে যান। তারপর লিজেন্ডারি মেম্বার হয়ে উঠবেন। আমি যেহেতু নতুন ইউজার আপনাকে জ্ঞান‌ দেওয়ার মতো এখনো যোগ্যতা অর্জন করিনি। তবু আপনাকে একটা কথা বলি আপনি রেগুলার একটিভ থাকবেন। ভালো ভালো হাই কোয়ালিটি পোস্ট করবেন। আশা করি অতি শীঘ্রই আপনি হিরো মেম্বার হয়ে উঠবেন।
sr. member
Activity: 1372
Merit: 322
February 18, 2023, 10:23:04 AM
আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন।
আমিও মেরিট সিস্টেম এরপরেই সিনিয়র মেম্বার হয়েছি। আমার এয়ারড্রপ মেরিট ছিল মাত্র ১০ টা। আমি মেরিট অর্জন করেছি ৩১০ টা এখন পর্যন্ত। তাহলে আমিও নিজের তৈরী করা সিনিয়র মেম্বার। খুব শীঘ্রই আশা করি হিরো মেম্বার হব। অনেকদিন ইনেকটিভ ছিলাম। মোটামুটি এখন ফ্রি। আবার ফোরামে এক্টিভ হব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 18, 2023, 09:41:53 AM
একটা সময় আমার খুব খারাপ লাগত। আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন। যদিও অনেকেই পরিচয় গোপন রাখেন।

তালিকাটা করা উচিত মনে হয়।
1. mdayonliner (Sr member)
2. S_therapist (Sr member)
3. shasan (Hero Member, Legendary soon)
4. Little Mouse (Legendary)
5. Naim027 (Sr member, Potential Hero)
6. Crypto Library (Sr member)

Mahdirakib (Hero Member, ৫০০ মেরিট আর্ন্ড যদিও মেরিট সিস্টেম এর আগে উনার ১০০ মেরিট ছিল।)

আর কেউ কি বাকি আছেন? মনে পড়ছে না।
হ্যাঁ ভাই বাংলাদেশ লোকাল থেকে অনেক বড় বড় আইডি আছে যেগুলা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজে পোস্ট করেন না। তারা বিভিন্নভাবে হাইড হয়ে আছেন, তবে আমার মনে হয় তাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অন্ততপক্ষে ফিলিপাইন, ইন্ডিয়া, রাশিয়া, সৌদি আরবিয়া ইত্যাদি লোকালদের মত স্বতন্ত বোর্ড হিসাবে যোগ্য করে গড়ে তোলা। আমাদের বাংলাদেশ থেকে অনেক ইউজার আছে তারা যদি অন্ততপক্ষে সপ্তাহে দুই তিনবার একটিভ হয় তাহলে আমাদের বোর্ডে পোস্ট ও এক্টিভিটি অনেক বেড়ে যাবে। পাকিস্তানের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি, তারাই ইতিমধ্যে পাকিস্তানকে নিজস্ব ও স্বতন্ত্র লোকাল হিসাবে কয়েকবার অ্যাপ্লিকেশন করেছে। তাছাড়া তাদের মধ্যে থেকে অনেকেই DT1, DT2 মেম্বার হিসেবে যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ থেকে যে সকল বড় বড় আইডি আছে তারা যদি সামান্য বাংলাদেশ লোকালকে যত্ন করে তাহলে অচিরেই একদিন রাশিয়ার মতো না হলেও ভারতের মতো স্বতন্ত্র লোকাল হিসেবে যোগ্যতা অর্জন করতে পারবে।
@BitcoinDream
@Little Mouse
@shasan
@Cryto Library
@Review Master
@Tjtonmoy
@mdayonliner
@S_therapist
@Naim027
@Mahdirakib
@Pffrt
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজ লোকাল কে বিটকয়েন ফোরামের একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রমের জন্য। আপনাদের একান্ত সহযোগিতায় ইনশাআল্লাহ একদিন আমরা বাঙালিরা বিটকয়েন ফোরামের গুরুত্বপূর্ণ স্থানে রাজত্ব করব।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 18, 2023, 08:57:13 AM
আমি মনে করি মাত্র 5 বছরের জন্য  জেলখানায় পাঠানো এর সাজা আসলে কম হয়ে গেল।
পৃথিবীটা এমনই ভাই। যার যা প্রাপ্য তাকে তা দেয়া হয় না। সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস উলব্রিচ (সঠিক উচ্চারণ কি  Cheesy) যাবজ্জীবন জেল খাটছেন কারণ তিনি সিল্ক রোডের মত একটা মার্কেটপ্লেস প্রতিষ্ঠা করেছিলেন। আরো অবাক হবেন জেনে যে, তাকে সম্ভবত দুইটা আলাদা আলাদা যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেয়া হয়, এর পাশপাশি আরো একটা মামলায় ৩০/৪০ বছর। সঠিক মনে নেই। তার অপরাধ সে সিল্ক রড প্রতিষ্ঠা করেন। উনার কাছ থেকে অনেক বিটকয়েনও জব্দ করা হয় যেগুলো এফ.বি.আই সম্ভবত নিলামে কিছু বিক্রয় করেন।
সিল্ক রোডের সহ-প্রতিষ্ঠাতা কিংবা এর ব্যভারকারী কেউই সম্ভবত ৫/৭ বছরের বেশি সাজা পায় নি। রস কি আসলেই এইটা ডিজার্ভ করে? অবশ্যই না। সে কারো সাথে ফ্রড করে নাই। কিন্তু তাকে সারাজীবন জেলে কাটাতে হবে।

অভিনন্দন, ভালো লাগলো দেখে যে আপনি সেলফ মেড সিনিয়র মেম্বার। একটা সময় আমার খুব খারাপ লাগত। আমাদের লোকাল থেকে মাত্র হাতে গোনা কয়েকজন আছে/ছিল যারা মেরিট সিস্টেম এর পর সিনিয়র মেম্বার হয়েছেন। যদিও অনেকেই পরিচয় গোপন রাখেন।

তালিকাটা করা উচিত মনে হয়।
1. mdayonliner (Sr member)
2. S_therapist (Sr member)
3. shasan (Hero Member, Legendary soon)
4. Little Mouse (Legendary)
5. Naim027 (Sr member, Potential Hero)
6. Crypto Library (Sr member)

Mahdirakib (Hero Member, ৫০০ মেরিট আর্ন্ড যদিও মেরিট সিস্টেম এর আগে উনার ১০০ মেরিট ছিল।)

আর কেউ কি বাকি আছেন? মনে পড়ছে না।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 18, 2023, 05:04:02 AM
Ruja Ignatova   কি আসলেও বেঁচে আছে?  আমার তো মনে হয় অনেক আগে মা*র্ডার গেছে   হয়তো ওর হাত দিয়ে বড় কোনো মাফিয়ারা টাকাগুলো হাতিয়ে নিয়েছে.
@Crypto Library
ভাই আপনি কি মনে করেন যারা পন্জি স্কিম করে জনগনের টাকা নিজের বুদ্ধিতে মেরে দেয়। ভাই তাদের পিছনে অনেক অনেক বড় রাজনৈতিক হাত থাকে যেটাকে আমরা অদৃশ্য হাত বলে মনে করি। কোন কারনে যদি স্বার্থে আঘাত করে তাহলে যাকে ব্রিজ হিসেবে ব্যবহার করা হয়েছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। আপনি আমি যদি এরকম পুকুর চুরি করি তাহলে সর্বোচ্চ দুই থেকে তিন দিন বেঁচে থাকতে পারবো, আমরা আকাশ কিংবা পাতালে গেলেও আইনের লোকেরা ঠিকই খুঁজে বের করবে। যারা বড় বড় পঞ্জি স্কিম করে তারা জনগণের চোখ ফাঁকি দিয়ে রাজনৈতিক সেল্টার হিসেবে ঠিকই পারি পেয়ে যায়। তবে আপনার ধারণাটি 100% সত্য যারা হটলিস্টে আছে অথচ আইনের লোকেরা তাদেরকে খুঁজে বের করতে সক্ষম হচ্ছে না তারা হয়তো পরের জগতে চলে গেছে অথবা স্কিন সার্জারি করে ভিন্ন রূপ ধারণ করে হয়তো বেঁচে আছে যা আমরা আদৌও জানতে পারবো না।


অভিনন্দন


অনেক সাধনার পর Crypto Library ভাই আজ ফোরামের একটি সম্মানজনক পদবী সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করলো। Crypto Library ভাইকে জানাই বিটকয়েন ফোরাম তথা বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ড এর পক্ষ থেকে অকৃত্রিম ভালবাসা ও শুভকামনা। দীর্ঘস্থায়ী পথ চলার মধ্যে দিয়ে ও অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নিজ দক্ষতায় আজ তার এই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করা। আমরা বাংলাদেশীরা তার মত একজন দক্ষ ভাইয়ের কাছ থেকে অনেক না জানা জ্ঞানগর্ভ ইনফরমেশন জানতে পারবো। তিনি ফোরামের একজন একনিষ্ঠ প্রতিভাবান মেম্বার। ফোরামে যারা নতুন তারা এই বড় ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডকে বিটকয়েন এর একটি সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম আমাদেরকে সাহস যোগায়। আমরা তার দীর্ঘস্থায়ী আয়ু কামনা করছি। সে যেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সুখে ও আনন্দে জীবন যাপন করতে পারে। পরিশেষে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছি।

বিশেষ দ্রষ্টব্য: ছবিটি শুধু মজা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিশেষ অসুবিধা হলে পোস্ট থেকে রিমুভ করে দেব।
Jump to: