এগুলা ইন্টারমিডিয়েটের সাইন্স রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের বেশ কিছু informative MCQ প্রশ্ন। তবে এখানে এটি একটি অফ ট্রপিক কিন্তু অফ টপিক হলেও এই পেজটি যদি কেউ ঠিকমতো বুঝেও মুখস্ত করতে পারে তাহলে এখান থেকে 15 থেকে 20টি mcq প্রশ্নের উত্তর দিতে পারবে।
অরবিটালের আকার, সংকরায়ন কোণ, সংকরায়ন বিচ্যুতি, ও আকৃতি নির্ণয় এগুলা ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
যৌগমূলক, যৌগমূলকে সালফার, নাইট্রোজেন, ফসফরাসের যোজনী, যোজ্যতা স্তরে ইলেকট্রন, বিন্যাস, যৌগমূলক এর প্রকৃতি, যৌগে সালফার, নাইট্রোজেন, ফসফরাসের যোজনী নির্ণয় ইত্যাদি ইন্টারমিডিয়েটে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, নিষ্ক্রিয় যৌগের আকার আকৃতি, কোণ, সংকরায়ন খুবই গুরুত্বপূর্ণ।
জানিনা উপরের পেজটি কি কারণে এখানে শেয়ার করা হয়েছিল, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে আয়ত্ত করেছিলাম। আজ থেকে প্রায় ১৫-১৬ বছর আগে এগুলো পড়া শেষ করেছি। কিন্তু আজও মনের ভিতর এই সমস্ত পড়ালেখা সুর তুলে বাজে। আজ সেই দিনগুলা খুব মিস করি। রসায়নের যারা ছাত্র আছো তারা এই পেজটি ভালোভাবে মুখস্থ করে নিলে তাদের জন্য বহুৎ ফায়দা হবে।