Author

Topic: বাংলা (Bengali) - page 276. (Read 5715488 times)

jr. member
Activity: 45
Merit: 1
March 06, 2023, 05:27:20 AM
2025 সালের বিটকয়েন 💗💗💗














copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 05, 2023, 08:53:08 PM
বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!  Sad তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। এভাইলভল ক্যাম্প ইনগুলো এখান থেকে দেখতে পারবেন।
member
Activity: 168
Merit: 58
March 05, 2023, 08:28:35 PM
আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।

ভাই ছোট ভাইদের প্রতি আপনার ভালবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
সব সময়ই লোকাল থ্রেডে একটিভ থাকব। বাংলাদেশ লোকাল থ্রেট
কে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
আপনার  গিভওয়ে তে অংশগ্রহণ করলাম যদিও মেম্বারের র‍্যাঙ্ক হয়ে উঠতে পারিনি । তবুও ছোট ভাই ব্রাদার হিসাবে জয়েন হয়েছি।
দোয়া রইল ভাই আপনি অনেক দূর এগিয়ে যান। অনেক বড় হন। সব সময় আমাদের পাশে থাকবেন। আমাদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দিবেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 05, 2023, 03:59:25 PM
@Review Master ভাই সিনিয়র মেম্বার হয়েছে তার কাছ থেকেও আমরা সবাই ট্রিট পাই। কিন্তু ভাই মনে হয় অতিরিক্ত ব্যস্ত থাকে যার কারণে আমাদের মত ছোট ভাইদের কথা ভুলে গেছে।

কাউকেই ভুলে যাই নাই ভাই, শুধু কূল-কিনারা খুজে পাচ্ছি নাহ। কারণ বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!  Sad তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।  Cheesy


যারা বিভিন্ন এয়ারড্রপ কিংবা টেস্টনেটে কাজ করেন, তাদের জন্য এই টুইটটা কাজে দিবে: https://twitter.com/officialbitbyte/status/1632474881584660481
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 05, 2023, 02:02:45 PM
@musafar37

আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। ‌ আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।

যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।  ‌
আপনি যখন কোট করেছেন তখন
Code:
[quote author=Mr.corol link=topic=631891.msg61854592#msg61854592 date=1677948719]
এটা কেটে দিছেন তাই কোট ভালো মত আসে নাই। আশা করব পরবর্তীতে যখন কোট করবেন তখন একটু দেখে করবেন। এটাও কিন্তু কপি হিসাবে কাউন্ট হতে পারে কারন আপনি কোট করেন নাই আবার কোড ও করেন নাই। আশা করি গুরুত্ত টা বুঝেচেন।


বুঝতে পারছি এটা আমার মত ফকিন্নির লিখা কিন্তু আপনি পোস্ট করচেন কেন বুঝলাম নাহ। দয়া করে যখন ছবি পোস্ট করবেন তখন কিছু বর্ণনা দিবেন, ধন্যবাদ।
sr. member
Activity: 1008
Merit: 366
March 05, 2023, 01:49:11 PM
আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।

জয়েন করলাম ভাই। আশা করি অন্য সবাই জয়েন করবেন। দেখে ভালো লাগতেছে। ঘুমের কারনে সারাদিন অনলাইন এ আসতে পারি নাই। এসেই এইটা দেখে মনটা ভালো হয়ে গেলো। এগিয়ে যান।
আর পরীক্ষা কেমন দিলেন যানাইয়েন। রেজাল্ট এর পর তো তাহলে আরও একটা ট্রিট পাচ্ছি আমরা নাকি? আবার আমাগো ভুলে যাইয়েন না।
full member
Activity: 490
Merit: 119
March 05, 2023, 01:18:17 PM
এগুলা ইন্টারমিডিয়েটের সাইন্স রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের বেশ কিছু informative  MCQ প্রশ্ন।
member
Activity: 184
Merit: 65
March 05, 2023, 12:52:36 PM


আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। ‌ আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।

যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।  ‌

বিটমার্টে  রেস্ট্রিকটেড দেশগুলোর ভিতরে বাংলাদেশের নাম নেই,তার মানে বাংলাদেশ থেকে রেজিষ্ট্রেশন হবে।।ওয়েবসাইটে চেষ্টা করলে বেশীরভাগ সময় হয়ে যায়।অফিসিয়াল এপসে অনেক সময় সমস্যা দেখা দেয়,তাই অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করলেই সমস্যার সমাধান পাওয়া যায়।বিট মার্ট রেস্ট্রিকটেড দেশগুলোর নাম নিচে দেওয়া হলোঃ
Afghanistan,AlbaniaAmerican,Samoa,Antarctica,BarbadosBelarus,BotswanaBouvet,Island,BurkinaFaso,Cambodia,Cayman,IslandsCrimeaCubaDemocratic,Republic of the Congo,Donbas,DPR Korea (North Korea),Equatorial Guinea
Eritrea,French Polynesia,French Southern and Antarctic Lands,Gaza Strip,Guam
Guinea Bissau,Haiti,Heard and McDonald Islands,Iran,Iraq
Jamaica,Jordan,Lebanon,Luhansk,Mali,Malta,Morocco,Myanmar (formerly Burma),Nicaragua,North Mariana Islands
Pakistan,Palestine,Panama,Paracel Islands,Philippines,Puerto Rico,Russian Federation,Senegal,Somalia,South Georgia and the South Sandwich Islands,South Sudan,Spratly Islands,Sudan,Syria
Tahiti (French Polynesia),Turkey,Turkmenistan,Uganda
United Arab Emirates (UAE),United States of America (USA),United States Minor Outlying Islands,United States Virgin Islands,West Bank (Palestinian Territory),Western Sahara,Yemen.
[/quote]
member
Activity: 184
Merit: 65
March 05, 2023, 12:51:51 PM

[/quote]
আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। ‌ আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।

যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।  ‌
[/quote]

বিটমার্টে  রেস্ট্রিকটেড দেশগুলোর ভিতরে বাংলাদেশের নাম নেই,তার মানে বাংলাদেশ থেকে রেজিষ্ট্রেশন হবে।।ওয়েবসাইটে চেষ্টা করলে বেশীরভাগ সময় হয়ে যায়।অফিসিয়াল এপসে অনেক সময় সমস্যা দেখা দেয়,তাই অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করলেই সমস্যার সমাধান পাওয়া যায়।বিট মার্ট রেস্ট্রিকটেড দেশগুলোর নাম নিচে দেওয়া হলোঃ
Afghanistan,AlbaniaAmerican,Samoa,Antarctica,BarbadosBelarus,BotswanaBouvet,Island,BurkinaFaso,Cambodia,Cayman,IslandsCrimeaCubaDemocratic,Republic of the Congo,Donbas,DPR Korea (North Korea),Equatorial Guinea
Eritrea,French Polynesia,French Southern and Antarctic Lands,Gaza Strip,Guam
Guinea Bissau,Haiti,Heard and McDonald Islands,Iran,Iraq
Jamaica,Jordan,Lebanon,Luhansk,Mali,Malta,Morocco,Myanmar (formerly Burma),Nicaragua,North Mariana Islands
Pakistan,Palestine,Panama,Paracel Islands,Philippines,Puerto Rico,Russian Federation,Senegal,Somalia,South Georgia and the South Sandwich Islands,South Sudan,Spratly Islands,Sudan,Syria
Tahiti (French Polynesia),Turkey,Turkmenistan,Uganda
United Arab Emirates (UAE),United States of America (USA),United States Minor Outlying Islands,United States Virgin Islands,West Bank (Palestinian Territory),Western Sahara,Yemen.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 05, 2023, 09:58:20 AM
@LDL ভাই আপনে নিজেও কিন্তু ফুল মেম্বার হওয়ার ট্রিট দেন নাই। সিনিয়র মেম্বারের মেরিট অলরেডি হয়ে গেছে। এভাবে ট্রিটের হিসাব করলে তো বড় ভাইয়েরা ফেসে যাবে। তখন কি করবেন বলেন। আমরা শুধু খাবো 😂

কিন্তু কষ্টের ব্যাপার হলো আমরা এমন একটা কমিউনিটি থেকে আছি, যেখানে আমরা সবাই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি। নইলে সত্যিই এরকম ভাই ব্রাদার কিন্তু সব যায়গায় থাকে না। তারপরেও সব বাধা পেরিয়ে যার সাথে যার ভালো সম্পর্ক, তারা কিন্তু পারসোনাল ভাবে মিট করে থাকে।

বাই দা রাস্তা, কংগ্রাচুলেশনস @Crypto Library ভাই! অলরেডি ৩২০+ মেরিট হয়ে গেছে আপনার! খুব তারাতারি হিরো মেম্বার ও হয়ে যাবেন আশা করি। আজকে ১০ মেরিট নেই বলে 🥺
member
Activity: 168
Merit: 58
March 05, 2023, 05:07:10 AM

আরও এক্সট্রা ৩জন মোট ১০ জন

১০ প্যাকেট খাসি কাচ্চি+১০ টা কোমল পানীয়
=১০×২৫০+১০×২০
=২৭০০ টাকা/=

@Crypto Library ভাই বেশি না , ছোট ভাই বেরাদারের আবদার।

@Crypto Library ভাই প্লিজ বেশি টাকা বাজেট দেয় নাই।  @LDL ভাই একটা বাজেট দিয়েছেন ২৭০০ টাকা মাত্র। ভাই নিমন্ত্রণটা আমাদের করে ফেলেন। ভাই আমরা কাচ্চি খেয়ে দু হাত তুলে দোয়া করব আপনি যেন অতি তাড়াতাড়ি হিরো মেম্বার হয়ে ওঠেন। ‌
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 05, 2023, 02:23:29 AM

মানি না, মানব না।।।

@Crypto Library
আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডে যারা আছে তাদেরকে নিয়ে আলাদা ভাবে ট্রিটের ব্যবস্থা করতে হবে। আমাদের বাংলাদেশে লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে মাত্র 15-20 জন একটিভ মেম্বার আছে তাদেরকে আপনার পক্ষ থেকে আলাদা ভাবে ট্রিটের ব্যবস্থা করতে হবে। @Review Master ভাই সিনিয়র মেম্বার হয়েছে তার কাছ থেকেও আমরা সবাই ট্রিট পাই। কিন্তু ভাই মনে হয় অতিরিক্ত ব্যস্ত থাকে যার কারণে আমাদের মত ছোট ভাইদের কথা ভুলে গেছে। @Crypto Library ভাই আপনি আমাদের ঠকায়েন না, আমাদের জন্য আলাদা ট্রিটের ব্যবস্থা করেন। সামান্য কিছু হালকা আয়োজন করলেই চলবে।
@Little Mouse
@shasan
@Review Master
@Mr corol
@LDL
@Crypto Library
@tjtonmoy

আরও এক্সট্রা ৩জন মোট ১০ জন

১০ প্যাকেট খাসি কাচ্চি+১০ টা কোমল পানীয়
=১০×২৫০+১০×২০
=২৭০০ টাকা/=

@Crypto Library ভাই বেশি না , ছোট ভাই বেরাদারের আবদার।
newbie
Activity: 22
Merit: 10
March 05, 2023, 01:39:13 AM
বর্তমানে আমার মনে হয় না নতুন অ্যাকাউন্ট খুলে সেটির দ্বারা ট্রেডিং করতে পারবেন অতি প্রয়োজনীয় কিছু থাকে বা কোন টোকেন রেওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আশেপাশের কারও নিকট সেল করে দিতে পারেন যাদের পুরনো একাউন্ট রয়েছে।
আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। ‌ আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।

যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।  ‌
আমিও অনেক আগে ই আমার বিটমার্ট একাউন্ট ভেরিফাই করেছি। তবে আমি বিটমার্ট অ্যাপ থেকে ভেরিফাই করেছি। আমার এই অ্যাপটি ভেরিফাইড করতে তেমন কোন সমস্যার মধ্যে পড়তে হয়নি। তবে আমি একদিনে প্রথম লেভেল ভেরিফাই করেছি। তারপরের দিন দ্বিতীয় লেভেল ভেরিফাই করেছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 05, 2023, 01:15:53 AM
গত মাসের ট্রিট এই মাসে দিচ্ছেন! Cheesy একজন বাংলাদেশী হিসেবে এই ধরনের ট্রিট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আর বলিয়েন না ভাই,  সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল পড়াশোনার চাপে অন্য কিছু চিন্তা-ভাবনা করি নাই একবারে প্রাকটিক্যাল এক্সাম সব শেষ করে একটু নিশ্চিন্ত হয়ে এই আয়োজন করলাম আপনাকেও ধন্যবাদ অংশ গ্রহণ করার জন্য।

সকাল সকাল এই রকম একটা পোস্ট দেখে আমি খুবি আনন্দিত। এতে করে আমার কাজ করার মনমানসিকতা আরো ৩ গুণ বেড়ে গেল।
@Crypto Library ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।  যে আপনি এই রকম একটি পরিকল্পনা করেছেন। আপনার এই রকম একটা উদ্যোগ আমাদের লোকাল থ্রেডকে আরো অনেক এগিয়ে যাবে। বড় ভাইরা যদি এই রকম গিভওয়ে দেন তাহলে আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে। যদিও আমি জয়েন হতে পারব না। তবুও আমি আনন্দিত যে একসময় আমিও জয়েন হওয়ার  অভিজ্ঞতা অর্জন করব এবং আমিও  গিভওয়ে দিব। তাহলে আমাদের থ্রেডটা অনেক এগিয়ে যাবে।
আমিও খুব আনন্দিত যে আপনি এটা দেখে অনুপ্রাণিত হয়েছেন, সেই সাথে দুঃখ লাগতেছে যে আপনি এপ্লাই করতে পারতেছেন না। আশা করছি সামনে এরকম কিছু নিয়ে আসলে আপনি অ্যাপ্লাই করার চান্স পাবেন।  আর আপনার জন্য রইল শুভকামনা যেন একদিন আপনিও এরকম গিভওয়ে দিতে পারেন। Cheesy
member
Activity: 78
Merit: 11
March 04, 2023, 08:09:05 PM
রাঙ্কিং আপ এর খুশিতে ট্রিট হিসেবে একটি গিভআয়ে দিচ্ছি ,

সকাল সকাল এই রকম একটা পোস্ট দেখে আমি খুবি আনন্দিত। এতে করে আমার কাজ করার মনমানসিকতা আরো ৩ গুণ বেড়ে গেল।
@Crypto Library ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।  যে আপনি এই রকম একটি পরিকল্পনা করেছেন। আপনার এই রকম একটা উদ্যোগ আমাদের লোকাল থ্রেডকে আরো অনেক এগিয়ে যাবে। বড় ভাইরা যদি এই রকম গিভওয়ে দেন তাহলে আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে। যদিও আমি জয়েন হতে পারব না। তবুও আমি আনন্দিত যে একসময় আমিও জয়েন হওয়ার  অভিজ্ঞতা অর্জন করব এবং আমিও  গিভওয়ে দিব। তাহলে আমাদের থ্রেডটা অনেক এগিয়ে যাবে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 04, 2023, 05:18:50 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন।
রাঙ্কিং আপ এর খুশিতে ট্রিট হিসেবে একটি গিভআয়ে দিচ্ছি
গত মাসের ট্রিট এই মাসে দিচ্ছেন! Cheesy একজন বাংলাদেশী হিসেবে এই ধরনের ট্রিট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 04, 2023, 04:45:10 PM
রাঙ্কিং আপ এর খুশিতে ট্রিট হিসেবে একটি গিভআয়ে দিচ্ছি , এটি আরো আগে দিতে চেয়েছিলাম কিন্তু সেমিস্টার ফাইনাল এক্সাম এর কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে ।আশা করছি লোকাল থ্রেডের সকলে অংশগ্রহণ করবেন।  অংশগ্রহণের জন্য আপনাকে সর্বনিম্ন মেম্বার র‍্যাঙ্ক এবং ১২০ দিনে ১০ টি আর্ন মেরিট থাকতে হবে।
নিচের লিংকে গিয়ে আপনার ইউজার নেম এবং বিটকয়েন এড্রেস দিয়ে এপ্লাই করতে বাদ যাবেন না। সকলকে ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 04, 2023, 01:02:22 PM
আপনি এক্টিভ হইলে আমরা কিছু শিখতে পারতাম। আশা করি আগের চেয়ে একটু বেশি সময় দিবেন।

ধন্যবাদ ভাই, কিন্তু শতচেষ্টার পরও সময় পাচ্ছি নাহ। আমার যে নিজস্ব কমিউনিটি BitByte Crypto রয়েছে, সেখানে বিভিন্ন প্রজেক্টের তথ্য প্রকাশ করতেই সময় পাচ্ছি নাহ। দৈনন্দিন জীবনের সকল কাজ শেষে আর সময় পাওয়া যায় নাহ। আশা করি, সপ্তাহে একবার হলেও ভালো ও তথ্যবহুল পোষ্ট এখানে প্রকাশ করার চেষ্টা করবো।  Cheesy

Review Master ভাই আপনাকে একটি বড় অভিনন্দন, সিনিয়র মেম্বার কমিউনিটিতে আপনাকে স্বাগতম 🎉। আমার মতে এই র‍্যাঙ্কটা আপনি আরো আগেই ডিসার্ব করতেন। পরবর্তী পথ চলার জন্য রইল শুভকামনা, আরো নিত্যনতুন রিসোর্স দিয়ে আমাদের লোকাল থ্রেডকে কে ভরপুর করে ফেলেন Wink

অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনাদের মতো এক্টিভ থাকলে হয়তো আগেই এই পদ পেয়ে যেতাম। কিন্তু নিজেই এক্টিভ নাহ, তাই সময় লেগে গেলো। আপনার জন্যও শুভকামনা।
member
Activity: 168
Merit: 58
March 04, 2023, 11:51:59 AM
বর্তমানে আমার মনে হয় না নতুন অ্যাকাউন্ট খুলে সেটির দ্বারা ট্রেডিং করতে পারবেন অতি প্রয়োজনীয় কিছু থাকে বা কোন টোকেন রেওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আশেপাশের কারও নিকট সেল করে দিতে পারেন যাদের পুরনো একাউন্ট রয়েছে।
আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। ‌ আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।

যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।  ‌
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 04, 2023, 11:24:26 AM
আমি অনেক আগে ভেরিফাই করছি। এখন তো বুঝতে পারছি না কি সমস্যা। বাংলাদেশ থেকে লগ ইন করতে পারছি। কোন সমস্যা হচ্ছে না। আপনি ওদের সাপোর্টে কথা বলেন। এইটা ভালো হবে।
আমার পুরনোটাই আবার লগইন নিয়ে কোন ঝামেলায় পড়িনি। পাশাপাশি ট্রেডিং এও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু নতুন একাউন্ট খুলতে গেলে বাংলাদেশের কোন অপশন নেই। আমার মনে হয় তারা বাংলাদেশকে তাদের সার্ভিস থেকে রিমুভ করে ফেলেছে জন্য নতুন করে কোন একাউন্ট খোলা যাচ্ছে না।
সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন কিভাবে আমি বিটমার্ট ট্রেড করতে পারব?
বর্তমানে আমার মনে হয় না নতুন অ্যাকাউন্ট খুলে সেটির দ্বারা ট্রেডিং করতে পারবেন অতি প্রয়োজনীয় কিছু থাকে বা কোন টোকেন রেওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আশেপাশের কারও নিকট সেল করে দিতে পারেন যাদের পুরনো একাউন্ট রয়েছে।

~snip~

Review Master ভাই আপনাকে একটি বড় অভিনন্দন, সিনিয়র মেম্বার কমিউনিটিতে আপনাকে স্বাগতম 🎉। আমার মতে এই র‍্যাঙ্কটা আপনি আরো আগেই ডিসার্ব করতেন। পরবর্তী পথ চলার জন্য রইল শুভকামনা, আরো নিত্যনতুন রিসোর্স দিয়ে আমাদের লোকাল থ্রেডকে কে ভরপুর করে ফেলেন Wink
Jump to: