বিশ্ব ভালোবাসা দিবসআজকে ১৪ ই ফেব্রুয়ারি, বিশ্বের ক্যালেন্ডার অনুসারে আজকে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসকে মানুষ বিভিন্ন রূপে সংজ্ঞায়িত করেছেন, বিভিন্ন আঙ্গিকে পালন করেছেন। কিন্তু আমি আজকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমি আমার বাংলা ভাষাভাষী ফোরামের ভাইদের/বোনদের মাঝে বিলিয়ে দিচ্ছি। অনেকেই আছে বিশ্ব ভালোবাসা দিবস শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের মাঝে সীমাবদ্ধ রাখে, কিন্তু আদৌও বিশ্ব ভালোবাসা দিবস কি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্য সীমাবদ্ধ? ভালোবাসা দিবস প্রিয়জনদের মাঝে ভালোবাসা দিবসে শুভেচ্ছা ও তাৎপর্য বিলিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। আজকের দিনটিতে বাবা তার মেয়ের জন্য, ছেলের জন্য, তার স্ত্রীর জন্য, তার কর্মস্থানের কলিগের মধ্যে, অফিসের বসের সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করবে। ভাই তার বোনের জন্য, তার বাবা মায়ের জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করবে। কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে বাংলাদেশিরা ভালোবাসা দিবস শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ রাখি । আজকের দিনটিতে অন্ততপক্ষে স্বামী তার স্ত্রীর জন্য ২০ টাকা দিয়ে হলেও একটি ফুল কিনে শুভেচ্ছা জানানো উচিত, তার ফ্যামিলিকে একটু হলেও সময় দেওয়া উচিত। বিশ্ব ভালোবাসা দিবসে পৃথিবীর অন্য কোথায় কিভাবে পালন হয় সেটা হয়তো আমরা বলতে পারবো না কিন্তু আজকে একটা ঘটনা দেখে অনেকটা বিস্মিত হয়ে গিয়েছি। আমি রাজশাহী বিভাগে একটা কাজে বিকেল বেলা এসেছি, বাসস্ট্যান্ডের কাছে একটা মার্কেটে গিয়ে দেখি একটি হুজুর টাইপের সম্ভবত মাদ্রাসা পড়ুয়া ছেলে চার পাঁচটা গোলাপ একসাথে টেপ দিয়ে আটকিয়ে দোকানদারকে তোরা বানিয়ে দিতে বলল। আমি ওই হুজুর ভাইকে জিজ্ঞেস করলাম ইসলামে ভালোবাসা দিবসের কোন গ্রহণযোগ্যতা আছে কি? ওই ভাইটি কোন কিছু বলতে চাইল না শুধুমাত্র একটি কথাই বলল, আপনারা ভালোবাসা দিবসের জন্য যে ফুল কেনেন সেটা হয়তো আপনার প্রেমিকাদের দেন কিন্তু আজকে আমি যে ফুল কিনলাম সেটা আমার জনমদুখিনী মায়ের জন্য কিনেছি। হাতে একটা জায়নামাজ ও একটি শাড়িও দেখলাম। ভাবলাম হয়তো ইসলামে ভালোবাসা দিবসের স্বীকৃতি নেই কিন্তু ওই হুজুর ভাইয়ের মায়ের প্রতি ভালোবাসা দেখে সত্যিই নিজের কাছে অনেক লজ্জিত হলাম। মনে মনে ভাবলাম ইসলামে ভালোবাসা দিবসের স্বীকৃতি না থাকলেও ইসলামে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা দিবসের জন্য কোন ১৪ ফেব্রুয়ারি প্রয়োজন হয় না।
হুজুর ভাইটি চলে যাওয়ার পর অন্ততপক্ষে একটা শিক্ষা গ্রহণ করলাম, আজকে যাদের মা-বাবা বেঁচে আছে তাদের উচিত ওই হুজুর ভাইয়ের মতো বাবা-মার আর্শিবাদ নেওয়া। আজকের ভালোবাসাটা শুধুমাত্র বাবা-মা ও স্ত্রী , সন্তানদের জন্যই হওয়া উচিত।
আজকে আমার ভালোবাসা দিবসের শুভেচ্ছা বাবা মার জন্য উৎসর্গ করলাম।