Author

Topic: বাংলা (Bengali) - page 277. (Read 5711791 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 04, 2023, 05:44:58 AM
@Review Master
Congratulations to promote new Rank Sr Member.
ফোরামে প্রবেশ করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রবেশ করে দেখতে পেলাম Review Master ভাই সাহেব সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। দেখে খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আরো একজন সিনিয়র মেম্বার ভাই পেলাম।


Review Master সিনিয়র মেম্বার হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি ফোরামে এই ধরনের কন্ট্রিবিউশন করতে থাকবেন এবং নিজেকে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে রূপান্তরিত করবেন। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।


সকলকে ধন্যবাদ!! আশা করি আরো ভালো কিছু বাংলা লোকাল বোর্ডের জন্য করতে পারবেন। সকলের জন্য শুভকামনা রঈলো।  Cheesy
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 04, 2023, 04:37:41 AM
বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আমরা অনেকেই আছি ছবি পোস্ট করার সময় ছবির Width & Height না কমিয়েই সরাসরি ছবি পোস্ট করে দেই। এতে করে ছবিটি পেজের অর্ধেক জায়গা দখল করে নেয়। ছবির হাইট এবং উইথ কমানোর অনেকগুলো নিয়ম আছে তার ভিতরে সবচেয়ে সহজ উপায় নিচে দেওয়া হল যারা ছবি পোস্ট করবেন নিচের পদ্ধতি অবলম্বন করে ছবি পোস্ট করলে ছবির আকার ছোট হয়ে আসবে। ফলে আপনার পোস্টটি দেখতে অনেক সুন্দর লাগবে।

My result 5/21


ধাপ১: প্রথমে আপনারা স্ক্রিনশটে লেখা ইমেজ আইকনে ক্লিক করবেন।


ধাপ২:ইমেজ আইকন ক্লিক করার পর  নিচের স্ক্রিনশট ২ এর মত আসবে তখন আপনি আপনার ছবির লিংক Imgur /photo uploader/postimage.cc থেকে কপি করে নিচের screenshot ৩ মতো করে বসাবেন।




ধাপ৩: ইমেজ আইকনের মাঝখানে আপনার কপি করা লিংক বসিয়ে ইমেজ আইকনের প্রথম অংশে space দিয়ে width=300 অথবা Height=300 করে নিলে আপনার ছবিগুলো ছোট হয়ে আসবে। ৩০০ অথবা ৪০০ এটা আপনার ইচ্ছামত নিবেন। ছবি মাজারি করতে হয় তাহলে ৩০০-৪০০ করে নিলে ভালো হয়।

member
Activity: 168
Merit: 58
March 04, 2023, 03:54:24 AM
My result 5/21



আপনি এই কুইজটিতে গ্রহণ করেছেন অত্যন্ত ভালো হয়েছে। হয়তো আপনি ভুল করে এ বাংলাদেশ লোকাল থ্রেড পোস্ট দিয়েছেন।
নিচে ওই কুইজটির থ্রেড লিংক দিয়ে দিলাম। আপনি নিচের লিংকে গিয়ে পোস্টটি দিতে পারেন। হয়তো আপনি একটা মেরিট পেতে পারেন।
https://bitcointalksearch.org/topic/m.58986502
jr. member
Activity: 45
Merit: 1
March 04, 2023, 02:47:01 AM
My result 5/21
member
Activity: 168
Merit: 58
March 04, 2023, 12:27:03 AM
বিটমার্ট এক্সচেঞ্জার ভেরিফিকেশন করতে গেলে দেখা যায় প্রথম স্টেপে সকল কান্ট্রি আছে কিন্তু বাংলাদেশ নেই। দ্বিতীয় স্টেপে বাংলাদেশ দেওয়া আছে। আমি কয়েকবার আইডেন্টি ভেরিফিকেশন করতে আইডি কার্ডের পিক ও আমার ছবি দিয়েছিলাম কিন্তু ভেরিফাই হয়নি ।
আমি আজকে ট্রেড করতে চেয়েছিলাম কিন্তু প্রথম স্টেপ ভেরিফাই করে ট্রেড করতে পারি নাই। ট্রেড করতে গেলে তারা দ্বিতীয় স্টেপ ভেরিফিকেশন করতে বলে।
সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন কিভাবে আমি বিটমার্ট ট্রেড করতে পারব?
sr. member
Activity: 1008
Merit: 366
March 03, 2023, 04:55:56 PM
উনি হয়তো এই লোগোটা নিজে ডিজাইন করেছেন। তাই আমাদেরকে জানিয়েছেন। লোগোটা অনেক সুন্দর হয়ে কিন্তু উনি এটা কেন পোস্ট করেছেন সেটা বোঝাতে সক্ষম হন নাই।

সোর্সঃ Rose gold elegant Monogram



Canva থেকে বানানো লোগো। বানাইছে ঠিক আছে কোনো context ছাড়া সুধু পোস্ট করলে আমার মত এ ওইটা স্প্যাম। আপনাদের মতামত জানি না তবে আমর টা বললাম আর কি।
লোগো টা সুন্দর হইছে একমত।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 03, 2023, 04:36:49 PM
Review Master সিনিয়র মেম্বার হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি ফোরামে এই ধরনের কন্ট্রিবিউশন করতে থাকবেন এবং নিজেকে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে রূপান্তরিত করবেন। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
আর এই বিষয় টা বুঝলাম না! কোনো কারন ছাড়া স্প্যাম পোস্ট করতেছেন কেনো?
উনি হয়তো এই লোগোটা নিজে ডিজাইন করেছেন। তাই আমাদেরকে জানিয়েছেন। লোগোটা অনেক সুন্দর হয়ে কিন্তু উনি এটা কেন পোস্ট করেছেন সেটা বোঝাতে সক্ষম হন নাই।
sr. member
Activity: 1008
Merit: 366
March 03, 2023, 04:23:33 PM
রাজবাড়ী জেলার পথশিশু ও দরিদ্র অসহায় মানুষদের জন্য খাবার বিতরণ করা

ভাই এইটা অনলাইন প্লাটফর্ম। এইখানে পারসোনাল জিনিস সেয়ার না করাই ভালো। দরকার হইলে ব্লার করে দিতেন। আর আপনি যাদের ছবি দিয়েছেন তাদের পারমিশন নিয়েছিলেন? এই টা যে বাংলাদেশ থ্রেড বলে অন্য কেউ এইখানে আসবেনা তা তো না। সাথে দেখছি লোকেশন ও দিয়ে দিছেন। আপনি নিজে আছেন কি না ছবি তে তা জানা নেই, তবে যাদের ছবি দিয়েছেন তা দেয়া টা ঠিক হয় নাই। দরিদ্র অসহায় মানুষদের জন্য খাবার বিতরণ করা এইটা ভালো কাজ তবে এইভাবে এইখানে শেয়ার করা টা কি ঠিক হইসে? আপনি সকল এর প্রাইভেসি হুমকির মুখে ফেলে দিয়েছেন। নিরবতায় সেবা সহযোগিতা করবেন সেটাই ভালো।


আর এই বিষয় টা বুঝলাম না! কোনো কারন ছাড়া স্প্যাম পোস্ট করতেছেন কেনো?
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 03, 2023, 09:06:01 AM


@Review Master
Congratulations to promote new Rank Sr Member.
আজ পবিত্র জুমা মোবারক বার ছিল। আজকে আমার সারাদিন কর্ম ব্যস্ততার মাঝে ফোরামে খুব একটা বেশি সময় দেওয়া হয়নি। ফোরামে প্রবেশ করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রবেশ করে দেখতে পেলাম Review Master ভাই সাহেব সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। দেখে খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আরো একজন সিনিয়র মেম্বার ভাই পেলাম। কিছুদিন হলো shasan ভাই লিজেন্ডারি মেম্বার র‍্যাঙ্ক অর্জন করেছে, Crypto Library ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন, আজ Review Master ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করলেন। এভাবেই বাংলাদেশ ল্যাঙ্গুয়েজের প্রত্যেক সদস্যই নিজস্ব পদমর্যাদা অর্জন করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডকে এগিয়ে নিয়ে যাক সেই প্রত্যাশাই রইল।
newbie
Activity: 3
Merit: 0
March 03, 2023, 02:24:04 AM
                                                                                         ক্রিপ্টো ট্রেডিং

      ক্রিপ্টো ট্রেডিং হল ডিজিটাল এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি কেনা বিক্রি করা। ক্রিপ্টোকারেন্সি হল ডিসেন্ট্রালাইজড ডিজিটাল সম্পদ, যা ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে লেনদেন নিরাপত্তা করে । বিটকয়েন, ইথেরিয়াম এবং লাইটকয়েন  সেরা পরিচিত ক্রিপ্টোকারেন্সি তবে অন্যান্যও আছে।
ক্রিপ্টো ট্রেডিং লাভজনক  কিন্তু এটি উচ্চ ঝুঁকি বহন করে এবং  এর মূল্য একটি শর্ট সময়ের মধ্যে প্রচণ্ডভাবে পরিবর্তিত হতে পারে।

                                     ক্রিপ্টো ট্রেডিং থেকে লাভ করতে হলে নিম্নোক্ত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

     ১। বাজার গবেষণা এবং বিশ্লেষণ:
নির্ধারিত কোন ইনভেস্টমেন্ট নেওয়ার আগে বাজারের ট্রেন্ড, ক্রিপ্টোকারেন্সির তথ্যগুলি এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে হবে।

      ২। একটি বিশ্বস্ত এক্সচেঞ্জ নির্বাচন করুন:
একটি বিশ্বস্ত এক্সচেঞ্জ নির্বাচন করুন যাতে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে পারেন। এক্সচেঞ্জের রেপুটেশন এবং সুরক্ষা সিস্টেমটি ভাল হতে হবে।

      ৩। ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করুন:
 আপনার গবেষণা এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে একটি ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করুন। সময়সীমিত বা দীর্ঘমেয়াদি নির্বাচন করুন এবং লাভ ও হারের লেভেল নির্ধারণ করুন।

      ৪। ক্রিপ্টো ট্রেডিং থেকে লাভ করা সম্ভব হতে পারে যদি আপনি ক্রিপ্টোকারেন্সিকে নিম্নমূল্যে কিনে উচ্চমূল্যে বিক্রি করতে পারেন।



sr. member
Activity: 1008
Merit: 366
March 02, 2023, 03:06:55 PM
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশের আইন অনুযায়ী বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির লেনদেন বা সংরক্ষণ করা বেআইনি। যেহেতু ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না, সেজন্য এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতিও থাকে না।
বিটকয়েন ডিসেন্ট্রালাইজড। আপনি সিকিউর ভাবে রাখতে পারলে তা কেউ জানবে না। নিউজ টা অনেক পুরোনো তবে এখনও কার্যকর করা আছে। ভবিষ্যৎ এ কি করবে কে জানে।
যেহেতু বিটকয়েন লং টার্ম এর জন্য বেস্ট, আমার মত এ যতদিন এ দেশ এ লিগ্যাল না হয়, হোল্ড করাই ভালো। প্রাইভেট ওয়ালেট এ রাখেন আর বিষয় টা নিজের কাছেই রাখবেন। দেখাযাক আমাদের সরকার কি উদ্যোগ নেয় এই বিষয়ে। মনে হয় না কোনো দিন হবে।
newbie
Activity: 6
Merit: 0
March 02, 2023, 01:33:16 PM
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, দেশের আইন অনুযায়ী বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির লেনদেন বা সংরক্ষণ করা বেআইনি। যেহেতু ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না, সেজন্য এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতিও থাকে না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2023, 12:07:28 PM
এখন এই রকম মেডিকেল রিপোর্ট বা ফাইলগুলো ব্লকচেইন বেসড কোনো প্রোকোকলে রাখার উপায় বা সুযোগ আছে কিনা, জানাবেন বা এই রকম কাজ কোনো কোম্পানি করে থাকে কিনা সেটাও জানলে, জানাবেন। খুবই উপকার হবে Cheesy
বর্তমানে কোন প্রজেক্ট আছে কি না আমার জানা নেই, থাকার সম্ভাবনা বেশি। সাধারনভাবে চিন্তা করলে আপনি বিটকয়েন ব্লকচেইনে এ কিন্তু তথ্যই রাখছেন। বর্তমানে বিটকয়েন ব্লকচেইনে আপনি এন।এফ।টি আকারে সংরক্ষণ করতে পারেন। যাই হোক, আমার মপ্নে হয় আপনার এই রিলেটেড আর্টিকেল পড়া উচিত। আমি একটা রিসার্চ শেয়ার করলাম। পারলে পড়ে দেখবেন-
https://www.researchgate.net/publication/347444005_Data_Storage_in_the_Decentralized_World_Blockchain_and_Derivatives
https://www.upgrad.com/blog/how-to-use-blockchain-to-store-data/#:~:text=There%20are%20two%20methods%20of,can%20be%20restored%20and%20used.

আপনি চাইলে কোন তথ্য ইমেজ আকারে সংরক্ষণ করে ডিপওনিয়ন এর ডিপভল্টে ভেরিফাই করে রাখতে পারেন। এইখানে তথ্য টেম্পারড হয়েছে কি না তা চেক করতে পারবেন।


যাই হক এখন আমার কথা বড় ভাইদের কাছে,  ব্যাংক থেকে টাকা উঠিয়ে তাকে এসব এর মধ্য আনা টা কত টুকু সঙ্গত হয়েছে আমার? বা ভুল হয়েছে কিনা?

দীর্ঘ মেয়াদে চিন্তা করলে অবশ্যই ভুল না তবে সেটা বিটকয়েন এর ক্ষেত্রে প্রযোজ্য। আর ক্রিপ্টোকারেন্সিতে এমন কোন এমাউন্ট বিনিয়োগ করা উচিত না যেটা হারালে নিঃস্ব হওয়া লাগবে। স্ট্যাবলকয়েন হোল্ড করা অনেক ঝুকিপূর্ন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 02, 2023, 09:41:30 AM
~
@shasan ভাইজান আপনি তাকে এক্টিভিটি বাড়ানোর কথা বলছেন কিন্তু দেখেন নাই ধৈর্য কতটুকু। এক্টিভিটি বাড়ানোর আগে ই ধৈর্য হারা হয়ে আবার মেসেজ করেছে। তাকে এক্টিভিটি বাড়ানোর পরে একটি মেরিট দান করলে কোন সমস্যা হতো না কিন্তু ধৈর্য হারা হলে আর তো চলে না। তবে আমার পক্ষ থেকে তাকে একটি উপদেশ দিতে পারি। আপনাকে যে মেসেজ দিয়েছে তাকে উদ্দেশ্য করে বলছি Help & Beginners একটা কুইজ কম্পিটিশন চলছে আপনি যদি ওই কুইজ কম্পিটিশন অংশগ্রহণ করতে পারেন তাহলে @GazetaBitcoin একটি করে মেরিট প্রদান করে। এখন ইচ্ছা করলে ওই কুইজ কম্পিটিশন অংশগ্রহণ করে একটি মেরিট পেতে পারেন। এই মেরিট পেতে গেলে আপনাকে ৩০ টি এক্টিভিটি বাড়াতে হবে না এবং কারো কাছে মেরিটের জন্য মেসেজ করতে হবে না। যারা জানেন না তারা এই লিঙ্কে গিয়ে কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করুন।

[Quiz 2022] History of Bitcoin and Bitcointalk 🚩
jr. member
Activity: 123
Merit: 1
March 02, 2023, 09:38:03 AM
আমার আপন ভাই, বিগত ৫ বছর ধরে ব্যাংকে টাকা রেখে আসছিলো এবং অনেক টাকা ব্যাংক  জমা করেছিল। কিন্ত সে সব সময় অস্তিরতায় ভুগত, দেশের যে পরিচিতি, ব্যংকে টাকা রাখা তার কাছে নিরাপদ মনে হয়েছিল না। সব মিলিয়ে চিন্তত্ত  হয়ে উঠছিলো। তার মধ্য কয়দিন পর পর নিউজ হচ্ছেই ব্যংক সম্পর্কে, সো নিউজ গুলা দেখে নিতে পারেন : https://youtu.be/oLK2atsmUBY  https://youtu.be/_9U16cMmpf0
https://youtu.be/0HHZiWOoW4Q
https://youtu.be/WSvEJsgG5y4
https://youtu.be/4K_j19vShLc
https://youtu.be/D2C0Ti-DAo4

আপনারাই বলেন এখন এরকম পতিনিয়তই নেউজ হলে, কোন অবস্থায় আছে বাংলাদেশ ব্যংক।
যাই হক যেটা বলতে নিছিলাম - আমার ভাই, আমাকে একদিন বলতাছে, ব্যাংক থেকে টাকা উঠাবো কি বলিস, আমি বললাম টাকা উঠিয়ে কি করবা আবার কথায় রাখবা, সে উত্তর এ বললো অটো গাড়ি কিনবো ভাবছি।  আমি বললাম ভাই আমার কাছে ভালো সাইট জানা আছে টাকা ইনভেস্ট করার জন্য এবং অনেক নিরাপদ। আমি আবার crypto coin সম্পর্কে আগে থেকেই জানি,  এবং ওই দিন টানা ২/৩ ঘন্ট হবে cryptocurrency  সম্পর্কে বললাম এবং binance , kocoin, metamask গুরে দেখাইলাম।  তেমন কিছু বুঝছিলো না দেখে মনে হল। আবার ২ দিন পর আমাকে বলে আরেকটু বলতো cryptocurrency ব্যাপার টা কি। ওই দিন ৩ ঘন্টার মত এসব বিষয় নিয়ে কথা বললাম এবং binance তে একাউন্ট করে দিলাম।  তার ১  সপ্তাহ পর টাকা উঠিয়ে আমাকে বলতাছে টাকা গুলা দিয়ে কিছু usdt, bnb, eth, btc কিনা দে।  আমি তার কথা মতো Coin গুলা কিনে দেই এবং সারা দিন ব্যাপি p2p, trade, deposit etc সম্পর্কে ধারণা দেই। ২৯ দিন  পর তার ব্যালেন্স দেখে আমি অবাক, সে ৩২৫ ডলার ট্রেড করে লাভ করছে। আমাকে বলে আগে বলিস নাই কেন এসব এর কথা, এবং আমাকে আর বলে btc হোল্ড করতে হবে btc এর দাম হিউজ পরিমান বারবে।
আমি কখনোই ভাবি নাই যে সে trade করবে, তাকে  একাউন্ট করে দিছি যে অনেক stablecoin আছে ওইসব Coin কিনা রাখব, যা প্রয়োজনে ব্যাংক এর মত পিটুপিতে টাকা উঠাবো, ডুকাবে ।

যাই হক এখন আমার কথা বড় ভাইদের কাছে,  ব্যাংক থেকে টাকা উঠিয়ে তাকে এসব এর মধ্য আনা টা কত টুকু সঙ্গত হয়েছে আমার? বা ভুল হয়েছে কিনা?
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 02, 2023, 09:04:59 AM
আমাকে টেলিগ্রামে মেসেজ করে একটা মেরিট চাইলো। আমি জানতে চাইলাম মেরিট দিয়ে সে কি করবে। আমার প্রশ্নের উত্তরে সে জানালো যে মেরিট পেলে সে ছবি পোস্ট করতে পারবে। যখন সে এই কথা বলল তখন তার পোস্ট ছিল দুইটা। স্বভাবতই এক্টিভিটি ছিল দুইটা। আমি তাকে বললাম আপনার ম্যারিট দিয়ে তো কিছু করতে পারবেন না। আগে ত্রিশটা এক্টিভিটি করেন তারপর দেখেন মেরিট পান কিনা। সে আমার কথায় রাজি হল। আজ আবার ম্যারিডের জন্য মেসেজ দিচ্ছে, মেজাজটা কেমন লাগে আপনারাই বলেন।



sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
March 02, 2023, 05:43:21 AM
সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

ভাই, আজ অব্দি যতো যায়গায় ইনভেস্ট করেছি, ক্রিপ্টো তে কোনোদিন প্রফিট করতে পারি নাই। ৫-৬ লাখ টাকা লসে আছি। যদি রানিং ইনকাম না থাকতো, তাহলে পথে বসা লাগতো। তাই যতোই ভালো প্রজেক্ট দেখি, আর ইনভেস্ট করার ইচ্ছে হয় না।

আপনি যেহেতু বিনিয়োগের প্রজেক্ট সম্পর্কে বলেননি, তাই বলতে পারবো নাহ যে, আপনার কোন জায়গায় ভুল ছিল। কিন্তু এটা সত্য যে, ক্রিপ্টোমার্কেটের হাইপ অনুযায়ী বিনিয়োগ করলে আপনি বরং ৫-৬ লাখ লাভ করতে পারতেন, যেমনটা আমি করেছি।

যাইহোক সকলের বিভিন্ন উপায় থাকে এই ক্রিপ্টোমার্কেটে টিকিয়ে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।  Smiley
member
Activity: 184
Merit: 65
March 01, 2023, 11:39:47 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে নতুনরা প্রায়ই বেশ কিছু ভুল করে যা তাদের অর্থ নষ্ট  করতে পারে এবং অভিজ্ঞতাকে এমনকি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে
নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এখানে সবচেয়ে সাধারণ কিছু ভুল আমার মত করে তুলে ধরলাম:

১.সঠিক গবেষণা/বিশ্লেষণ/তথ্য-সংগ্রহ না করা: অনেকেই সঠিক গবেষণা না করেই ক্রিপ্টোকারেন্সিতে ঝাঁপিয়ে পড়েন।বিনিয়োগের সাথে যে ঝুঁকি যুক্ত তা বুঝতে পারে না। বিনিয়োগ করার আগে প্রযুক্তি, প্রকল্পের রোডম্যাপ এবং এর পিছনে থাকা দল নিয়ে গবেষণা করা গুরুত্বপূর্ণ।

২.সামর্থ্যের চেয়ে বেশি বিনিয়োগ করা: ক্রিপ্টোকারেন্সি একটি অস্থির বাজার, এবং দাম দ্রুত ওঠানামা করতে পারে। নতুনরা তাদের হারানোর সামর্থ্যের চেয়ে বেশি বিনিয়োগ করতে উদ্বুদ্ধ  হতে পারে, যা পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ না হলে আর্থিক সমস্যা হতে পারে।


৩.অনিরাপদ এক্সচেঞ্জ ব্যবহার করা: নতুনরা ক্রিপ্টোকারেন্সি কেনা বা ট্রেড করার জন্য কীভাবে একটি নিরাপদ এক্সচেঞ্জ বেছে নিতে হয় তা বুঝতে পারেন না।একটি অনিরাপদ এক্সচেঞ্জ ব্যবহারের ফলে তহবিল হারিয়ে যেতে পারে বা চুরিও হতে পারে।অবশ্য এখন অনেক প্রসিদ্ধ এক্সচেন্জ ও প্রতারণা করছে,বিশ্বাস হারিয়ে ফেলেছে।
আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক দেখতে পারেনঃ
১. https://bitcointalksearch.org/topic/reminder-do-not-keep-your-money-in-online-accounts-5421039

২. https://bitcointalksearch.org/topic/m.61775584

৪.স্ক্যামের দিকে ধাবিত হওয়া: ক্রিপ্টোকারেন্সি স্পেস স্ক্যামে পূর্ণ,এবং নতুনদের প্রায়ই টার্গেট করা হয়।বিভিন্ন লোভনীয় অফার পায়,এই অফারগুলি সত্য হওয়া প্রায় অসম্ভব,এই অফারগুলো ফিশিং লিংক স্ক্যামের মধ্যে পড়ে যা তাদের ব্যক্তিগত কী বা লগইন তথ্য চুরি করে।সমস্ত সম্পদ হারানোর সর্বোচ্চ ঝুঁকি থাকে।

৫.বিনিয়োগ সুরক্ষিত না করা: নতুনরা সবাই আয় করার দিকেই মনোনিবেশ করে কিন্তু নিজের বিনিয়োগ সুরক্ষিত করার গুরুত্বের কথা বুঝতে পারে না। অনেকেই  হয়তো জানে না কিভাবে একটি নিরাপদ ওয়ালেট তৈরি করতে হয় বা কিভাবে তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ ব্যবহার করে।

৬.অভিজ্ঞতা ছাড়াই  ট্রেডিং: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অর্থ উপার্জনের জন্য ট্রেডিং একটি উত্তেজনাপূর্ণ উপায় হতে পারে, তবে এর জন্য অভিজ্ঞতা এবং বিস্তারিত  জ্ঞানের প্রয়োজন। নতুনরা ঝুঁকি বুঝতে পারে না এবং শেষ পর্যন্ত অর্থ হারাতে পারে।

এই সাধারণ ভুলগুলি এড়াতে, নতুনদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট  সম্পর্কে জানার জন্য সময় নেওয়া উচিত এবং তারা যা হারানোর সামর্থ্য আছে তা কেবল বিনিয়োগ করা উচিত।এবং নিরাপদ ও বিশস্ত এক্সচেঞ্জ ব্যবহার করা উচিত এবং তাদের বিনিয়োগ সঠিকভাবে সুরক্ষিত করা উচিত।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 01, 2023, 11:29:36 PM
আজকে BPIP তে আমার প্রোফাইল দেখে খুব ভালো লাগলো। আমি তো অবাক যে আমি মোস্ট ট্রাস্টেডে টপ ১০০ জনে। আর মোস্ট রিকগনাইজড এবং মোস্ট আরন্ড ম্যারিট এ টপ ৩০০ জনে। এবং মোস্ট পোস্ট এ টপ ৬০০ তে আছি। আমার লক্ষ্য সবগুলোতে টপ ৫০ তে অবস্থান করা। জানিনা সেটা কখনো সম্ভব হবে কিনা। তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, ইনশাল্লাহ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 01, 2023, 09:20:53 PM
বাইন্যান্স সম্প্রতি কিছু সন্দেহজনক লেনদেন করেছে যেটা নিয়ে ফোর্বস একটা নিউজ করেছে। সেটার আঙ্গিকে কয়েনআলাপ একটি নিউজ কভার করেছে। যারা এখনো জানেন না তারা চাইলে এইটা পড়ে দেখতে পারেন। মজা পাবেন।
বাইন্যান্স, ফোর্বস, এফ.টি.এক্স ; ত্রিভূজ দ্বৈরথের সূচনা

এটা পড়লাম! খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা। বিশেষ করে যারা বাইন্যান্স ব্যাবহার করে। একটা এক্সচেঞ্জ যদি তাদের গ্রাহকদের কে না জানিয়ে এভাবে কোলাটেরাল সরিয়ে ফেলে এবং বহুদিন পরেও এর কোনো সঠিক জবাব না দিতে পারে, অবশ্যই এটা সন্দেহজনক। তাদের BUSD কি ডিপেগ হতে পারে বলে মনে হয়? CZ টুইট করে বললো যে ফোবর্স FUD ছড়াচ্ছে। আর তারা নাকি কিছু পুরাতন ব্লকচেইন ট্রাঞ্জেকশন সোর্স হিসেবে দিয়েছে। আচ্ছা ধরে নিলাম তারা FUD ছড়াচ্ছে, তো সঠিক টা তোমরা সামনে নিয়ে আসো। তোমাদের কোলাটেরাল যে রাখা আছে, সেই এড্রেস টা দাও পাবলিক দেখুক।

সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

ভাই, আজ অব্দি যতো যায়গায় ইনভেস্ট করেছি, ক্রিপ্টো তে কোনোদিন প্রফিট করতে পারি নাই। ৫-৬ লাখ টাকা লসে আছি। যদি রানিং ইনকাম না থাকতো, তাহলে পথে বসা লাগতো। তাই যতোই ভালো প্রজেক্ট দেখি, আর ইনভেস্ট করার ইচ্ছে হয় না।
Jump to: