Author

Topic: বাংলা (Bengali) - page 284. (Read 5704730 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 17, 2023, 11:25:16 AM
"[Quiz 2022] History of Bitcoin and Bitcointalk 🚩" এ অংশগ্রহণ করতে পারেন। এখানে অংশগ্রহণ করলে আপনি বিটকয়েন সম্বন্ধে আরো বেশ কিছু তথ্য জানতে পারবেন। এবং এখান থেকে একটি মেরিট পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখানে পোস্ট করলে আপনি দুই দিক দিয়ে লাভবান হচ্ছেন। তবে এটা অবশ্যই একবারই করবেন।
sr. member
Activity: 1750
Merit: 267
February 17, 2023, 11:17:12 AM
আপনাকে অনেক ধন্যবাদ এইরকম তথ্যবহুল একটি পোস্ট করার জন্য।
এইখানে সাতাও নাকামোতো বলতে কেউ কি বিটকানেক্ট প্রতিষ্ঠা করেছিল? গুগল বলছে সতীশ কুমবানি বিটকানেক্ট এর প্রতিষ্ঠাতা। আমি খুব বেশি এই ব্যাপারে জানি না। শুধু কার্লোস মাতোসকে চিনি যে বিটকানেক্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থাপন করেছিল। কার্লোস একজন বিনিয়োগকারী ছিলেন। নিশ্চয়ই আমরা সবাই তার সেই বিখ্যাত উপস্থাপন সম্পর্কে জানি।
বিটকানে................ক্ট
যারা জানেন না তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি ইতিহাসের এই লিজেন্ডারী মিমস- https://youtu.be/yIL9wLxG01M
আমিও যতটুকু জানি বিটকানেক্টের প্রতিষ্ঠাতা সতীশ কুম্ভনি, যিনি ২০১৯ সালে, প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগে ভারতে গ্রেপ্তার হন। তবে এটা তার একার পক্ষে কখনোই সম্ভব ছিলো না। যার জন্য বিটকানেক্ট পিরামিড প্রতারণার অন্যতম উদাহরণ।
💰 Bitcoin Market Update 💰

🟡 মার্কেট যেভাবে নিচে নামতেছে যদি এইভাবেই নামতে থাকে তাহলে $20,300-$20,800 পর্যন্ত নামার পরে বাউন্স করে উপরে উঠে যেতে পরে।

✅ বর্তমানে আপনি USDT ফ্রি রেখে মার্কেট স্ট্যাবল হওয়ার জন্যে অপেক্ষা করতে পারেন।আর যদি $20,300-$20,800 প্রাইসে বিটকয়েন নেমে আসে তাহলে ঐসময় কয়েন কিনা শুরু করবেন।
ভাই এইভাবে বিনিয়োগ নিয়ে হুটহাট পোস্ট করলে কতজনের বিশ্বাস অর্জন করতে পারবেন? মানে আপনি একাউন্ট খুলেই বিনিয়োগ পোস্ট শুরু করেছেন। নিজের বিশ্বস্ততার জায়গা তৈরি করুন আগে যাতে সবাই গুরুত্বপূর্ণ ভাবে।

আর বিশ্বের অর্থনৈতিক অবস্থা চিন্তা করলে আমরা আপাতত বলতে পারছি না‌ কবে নাগাদ মার্কেট স্ট্যাবল হবে।
দেখা যায় একাধারে এক সারিতে একাধিক পোস্ট করছেন। আপনি যে পোস্ট করেন এভাবে পোস্ট করা উচিত না। কেননা আপনি ফর্মের নিয়ম ভঙ্গ করে পোস্ট করছেন। আপনাকে বিটকয়েন ফর্মের নিয়ম কানুন পড়ে তারপরে পোস্ট‌ দিবেন। আমি আপনাকে বিটকয়েন ফর্মের পোস্ট করার নিয়ম কানুনের লিংক দিয়ে দিলাম। আপনি লিংকে ক্লিক করে নিয়ম কানুন পড়ে জানুন।
লিংক, https://bitcointalksearch.org/topic/m.55551271
আশা করি আপনি নিয়ম কানুন পড়ে বুঝে শুনে পোস্ট করবেন।
উনি ইচ্ছে করেই এমন ভাবে পোস্ট করছে। পোস্ট গুলো দেখেই বলে দেওয়া যায় গুগল থেকে কপি করে অনুবাদ করে শুধু বটের মতো পোস্ট করছে। এটার অন্যতম কারণ হলো এক্টিভিটি বাড়ানোর চেষ্টা যার প্রকৃত কোনো মূল্যই নেই।
member
Activity: 168
Merit: 58
February 17, 2023, 06:46:18 AM
BitcoinTalk সম্পর্কে যারা জানেন না


BitcoinTalk হল বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রিপ্টোকারেন্সি ফোরামের একটি মানচিত্র। এই ফোরামটি 2009 সালে সংস্থাপিত হয়েছিল এবং বিটকয়েন সম্পর্কিত একটি কমিউনিটি গঠন করতে সহায়তা করে। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়গুলি আলোচনা করতে পারেন, যেমন ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি, মাইনিং, বিনিয়োগ এবং বিনিয়োগ কর্মক্ষমতা।

বিটকয়েনটি ব্লকচেইন প্রযুক্তিতে ভিত্তি করে এবং এই বিষয়ে জ্ঞানী ব্যবহারকারীদের জন্য BitcoinTalk ফোরামটি অনেক গুরুত্বপূর্ণ। ফোরামে বিটকয়েন প্রযুক্তি নিয়ে আলোচনা করতে ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হল BitcoinTalk Merit সিস্টেম। এই সিস্টেমটি ব্যবহারকারীদের উচ্চতর মর্যাদা দেওয়ার জন্য গঠিত হয়েছ


 দেখা যায় একাধারে এক সারিতে একাধিক পোস্ট করছেন। আপনি যে পোস্ট করেন এভাবে পোস্ট করা উচিত না। কেননা আপনি ফর্মের নিয়ম ভঙ্গ করে পোস্ট করছেন। আপনাকে বিটকয়েন ফর্মের নিয়ম কানুন পড়ে তারপরে পোস্ট‌ দিবেন। আমি আপনাকে বিটকয়েন ফর্মের পোস্ট করার নিয়ম কানুনের লিংক দিয়ে দিলাম। আপনি লিংকে ক্লিক করে নিয়ম কানুন পড়ে জানুন।
লিংক, https://bitcointalksearch.org/topic/m.55551271
আশা করি আপনি নিয়ম কানুন পড়ে বুঝে শুনে পোস্ট করবেন।
newbie
Activity: 9
Merit: 0
February 17, 2023, 04:10:50 AM
💰 Bitcoin Market Update 💰

🟡 মার্কেট যেভাবে নিচে নামতেছে যদি এইভাবেই নামতে থাকে তাহলে $20,300-$20,800 পর্যন্ত নামার পরে বাউন্স করে উপরে উঠে যেতে পরে।

✅ বর্তমানে আপনি USDT ফ্রি রেখে মার্কেট স্ট্যাবল হওয়ার জন্যে অপেক্ষা করতে পারেন।আর যদি $20,300-$20,800 প্রাইসে বিটকয়েন নেমে আসে তাহলে ঐসময় কয়েন কিনা শুরু করবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 17, 2023, 03:22:57 AM
BitConnect(2016)
40% মাসিক রিটার্ন দেবে এই প্রতিশ্রুতি দিয়ে Bitconnect ২০১৬ সালে পরিচালক Satao Nakamoto নামক এক অজানা লোক জনসাধারণের কাছ থেকে $3.5 বিলিয়ন ডলার পন্জি স্কিম করে। Ethereum এর সহ প্রতিষ্ঠাতা Vitalik buterin এবং যুক্তরাজ্যে সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এত বড় ধরনের প্রতারণার ফাঁদ পাতে।
আপনাকে অনেক ধন্যবাদ এইরকম তথ্যবহুল একটি পোস্ট করার জন্য।
এইখানে সাতাও নাকামোতো বলতে কেউ কি বিটকানেক্ট প্রতিষ্ঠা করেছিল? গুগল বলছে সতীশ কুমবানি বিটকানেক্ট এর প্রতিষ্ঠাতা। আমি খুব বেশি এই ব্যাপারে জানি না। শুধু কার্লোস মাতোসকে চিনি যে বিটকানেক্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থাপন করেছিল। কার্লোস একজন বিনিয়োগকারী ছিলেন। নিশ্চয়ই আমরা সবাই তার সেই বিখ্যাত উপস্থাপন সম্পর্কে জানি।
বিটকানে................ক্ট
যারা জানেন না তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি ইতিহাসের এই লিজেন্ডারী মিমস- https://youtu.be/yIL9wLxG01M
member
Activity: 184
Merit: 65
February 17, 2023, 01:52:21 AM
ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট সুরক্ষিত ও ক্রিপ্টোসম্পদ সুরক্ষিত রাখার জন্য এবং সেগুলোকে চুরি এবং হ্যাকিং থেকে রক্ষা খুবই গুরুত্বপূর্ণ  কাজ৷ ওয়ালেটকে সুরক্ষিত করার জন্য কিছু প্রদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:

১.একটি শক্তিশালী এবং ব্যতিক্রমি পাসওয়ার্ড ব্যবহার:খুবই গুরুত্বপূর্ণ  প্রাথমিক কাজ। এজন্য একটি শক্তিশালী এবং ভিন্নতাপূর্ণ পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, যা সহজেই অনুমান করা যায় না [যেমন :নামের সাথে ১২৩৪]। ব্যক্তিগত তথ্য বা সাধারণ শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। [অনেকেই নামের প্রথম অংশ ও জন্মসাল ব্যবহার করে]

২.দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ(টু-ফ্যাক্টর) চালু করা:
এটি পাসওয়ার্ড ছাড়াও মোবাইল ফোনে প্রেরিত একটি কোডের মতো প্রমাণীকরণের দ্বিতীয় ফর্মের প্রয়োজন হয়,যা অ্যাকাউন্টে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে৷এজন্য প্লে-স্টোরে গুগল অথেন্টিকেটর https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.authenticator2

এবং twilio Authenticator
https://play.google.com/store/apps/details?id=com.authy.authy
ব্যবহার করা যেতে পারে

৩.ওয়ালেট ব্যাকআপ রাখা:ওয়ালেট ব্যাকআপ করে রাখা গুরুত্বপূর্ণ একটি পর্যায়। মুদ্রার অ্যাসেট নিরাপদ রাখার জন্য ওয়ালেটের ব্যাকআপ থাকা গুরুত্বপূর্ণ। এই তথ্যটি গোপনীয় কী, সীড ফ্রেস, বা অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য থাকতে হবে। এই তথ্যটি একটি নিরাপদ স্থানে, যেমন একটি ধারণকৃত স্থানে সংরক্ষণ করা, বা কাগজে স্থান প্রদান করতে পারে।

৪.হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার:হার্ডওয়্যার ব্যবহার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ।হার্ডওয়্যার ওয়ালেট একটি ফিজিক্যাল উপকরণ। এটি আপনার গোপনীয় কীগুলি অফলাইনে সংরক্ষণ করে। এটি হ্যাকারদের আপনার কীগুলিতে প্রবেশ করার ক্ষেত্রে বাধা প্রদান করে,ওয়ালেটে আরো অতিরিক্ত সিকিউরিটি প্রদান করে।যেমন:টু-ফ্যাক্টর,পাসওয়ার্ড,গোপনীয় কী ইত্যাদি।

৫.ফিশিং লিংক পরিহার করা:
হ্যাকাররা সব সময় ক্রিপ্টোকারেন্সি সম্পদ চুরি করার জন্য বিভিন্ন ফাঁদ পেতে থাকে তার মধ্যে অন্যতম ফিশিং লিঙ্ক। এই লিঙ্ক সবচেয়ে বেশি জিমেইল একাউন্টে পাঠানো হয়।এর মধ্যে বেশীরভাগ সময় ব্যক্তিগত তথ্য চাওয়া হয়,এই ধরনের লিঙ্ক থেকে বিরত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যে সাইটটি  বিশ্বস্ত অথবা সাইটি সম্পর্কে বিস্তারিত জানেন,সেক্ষেত্রে

৬.নিয়মিত সফটওয়্যার আপডেট করা:
নিয়মিত সফটওয়্যার আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে নতুন বৈশিষ্ট্য যোগ হয়।আগের কোন দূর্বলতা থাকলে কেটে যায়।আবার এটাও মনে রাখা উচিত নতুন আপডেটের সাথে নতুন দুর্বলতা ও তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।তাই আপডেট দেওয়ার আগে ব্যাকআপ রাখা,আপডেটের জন্য সংক্রিয়ভাবে আপডেট চালু রাখা উচিত,কারণ অনেক সময়ই আপডেটের কথা মনে রাখা কষ্টকর।

উপরের প্রদক্ষেপ গুলো ঠিকঠাকভাবে ব্যবহারের ফলে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ও ক্রিপ্টোসম্পদ রক্ষা করা অনেক সহজতর হবে।

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 16, 2023, 05:48:15 PM
krogothmanhattan একটি ফ্রি রেফেল ছেড়েছেন। এবং এটা অল্প কিছুক্ষণের মধ্যে ড্র হবে। যারা এখনো আবেদন করতে পারেননি তারা এখনই করে ফেলেন। তবে কোন নিউ বি একাউন্ট যা জুলাই মাসের পরে করা হয়েছে তা আবেদনের অযোগ্য।
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes




             Yes...I am still in a good mood so giving out a CYPHER HODL 3d PRINTED COIN Cheesy
sr. member
Activity: 1008
Merit: 366
February 16, 2023, 03:31:11 PM
~snip
ভাই রুলস গুলো পড়েনিয়ে তারপর পোস্ট করবেন। সেম পোস্ট বার বার এবং একই সাথে তিনটা পোস্ট (স্প্যাম) করা থেকে বিরত থাকুন। আর আপনার পোস্ট করার ধরন দেখে মনে হচ্ছে আপনি সুধু কপি পেস্ট করতেছেন ট্রান্সলেট করে। বাঙ্গালী হইলে নিজের মতো করে লিখে পোস্ট করবেন। আর পোস্ট করার আগে দেখে নিবেন যে বিষয়ে আপনি পোস্ট করছেন তা পূর্বে পোস্ট করা হইছে কি না। মেরিট সম্পর্কে পূর্বে অনেক পোস্ট করা আছে যা আপনার পোস্ট থেকে অধিক গুনে ভালো। নিজের পোস্ট এর মান বাড়ান। আর আপনার পোস্ট এর মুল লক্ষ যদি মেরিট আর্ন করা হয়ে থাকে তাহলে ভাই আপনাকে বলব, মেরিট এর পিছনে ভাগবেন না। এতে করে আপনার নিজের ই ক্ষতি। করো যদি আপনার পোস্ট ভালো লাগে তাহলে সে অবশ্যই মেরিট দিবে।
রুলস পড়ুন, রুলস মেনে পোস্ট করুন। নইলে আইডি রিপোর্ট খেয়ে জাবেন।
newbie
Activity: 41
Merit: 0
February 16, 2023, 12:31:28 PM
Merit সিস্টেম হল একটি মানচিত্র যা BitcoinTalk ফোরামে উচ্চতর মর্যাদা অর্জন করতে সহায়তা করে। এই সিস্টেমটি 2018 সালে প্রথমবার সৃষ্টি করা হয়। এটি ক্রিপ্টোকারেন্সি বিনিময় ফোরামের মধ্যে একটি নতুন পরিবর্তন হিসাবে প্রবর্তিত হয়েছে।

মূলত, BitcoinTalk Merit সিস্টেম একটি বিন্যাস করা প্রণালী যা সম্পাদকদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করে। সম্পাদকরা নতুন বিষয়গুলি প্রকাশ করতে বা প্রশ্নগুলির সমাধান দিতে পারে যখন তারা আমাদের ফোরামে আপনি সম্পাদকদের দিয়ে একটি মেরিট দেবেন। এটি সিস্টেমটি একটি বার্তা বোর্ড স্বরূপ এবং সম্পাদকরা একটি বার্তা পোস্ট দেখলে তারা যদি মনে করেন যে সেই পোস্টটি গুরুত্বপূর্ণ এবং এটি যথাযথ ভাবে উত্তর দেয়া হয়েছে, তবে তারা একটি মেরিট দেবেন।
newbie
Activity: 41
Merit: 0
February 16, 2023, 12:28:51 PM
Merit সিস্টেম হল একটি মানচিত্র যা BitcoinTalk ফোরামে উচ্চতর মর্যাদা অর্জন করতে সহায়তা করে। এই সিস্টেমটি 2018 সালে প্রথমবার সৃষ্টি করা হয়। এটি ক্রিপ্টোকারেন্সি বিনিময় ফোরামের মধ্যে একটি নতুন পরিবর্তন হিসাবে প্রবর্তিত হয়েছে।

মূলত, BitcoinTalk Merit সিস্টেম একটি বিন্যাস করা প্রণালী যা সম্পাদকদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করে। সম্পাদকরা নতুন বিষয়গুলি প্রকাশ করতে বা প্রশ্নগুলির সমাধান দিতে পারে যখন তারা আমাদের ফোরামে আপনি সম্পাদকদের দিয়ে একটি মেরিট দেবেন। এটি সিস্টেমটি একটি বার্তা বোর্ড স্বরূপ এবং সম্পাদকরা একটি বার্তা পোস্ট দেখলে তারা যদি মনে করেন যে সেই পোস্টটি গুরুত্বপূর্ণ এবং এটি যথাযথ ভাবে উত্তর দেয়া হয়েছে, তবে তারা একটি মেরিট দেবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 16, 2023, 11:51:46 AM
এখনো বহু বলদ আছে যারা পঞ্জি স্কিমে বিনিয়োগ করে। কখনো পঞ্জি স্কিম বা পিরামিড স্কিম এ বিনিয়োগ করা উচিত নয়। অর্থাৎ যেসব সাইটে আপনার বিনিয়োগের অনুপাতে নিয়মিত হারে টাকা প্রদান করবে এবং যেটা সামঞ্জস্যহ। যেমন ধরুন কেউ আপনার থেকে এক হাজার টাকা নিল এবং বলল যে তিন মাসের ভিতর আপনি ছয় হাজার টাকা পাবেন অর্থাৎ ছয় গুণ বা এই ধরনের কোন কিছু। এমন কোন কিছু দেখলেই বুঝবেন এটা স্ক্যাম। অনেকেই জানেন যে এটা স্ক্যাম; তবুও তারা বিনিয়োগ করে এবং বলে যে কয়েকদিন থাকলে টাকা উঠে যাবে। এবং এই আশায় অনেকের বিনিয়োগ করায়। এতে সে নিজে লাভবান হলেও তাকে যারা বিশ্বাস করেছে তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়। কারণ যখন কোন প্রতিষ্ঠান দেখে; যে পরিমাণ টাকা তারা বিনিয়োগকারীদের থেকে পাচ্ছে সেই টার থেকে বেশি টাকা দিতে হচ্ছে তখন তারা উধাও হয়ে যায়। মুষ্টিমেয় কিছু লোক উপকৃত হলেও অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত হয়। আসুন এই ধরনের সকল সাইট থেকে দূরে থাকি এবং অন্যদেরও দূরে থাকতে পরামর্শ দেই।

নতুন পঞ্জি: https://www.dmpool.me/
@shasan
ভাই আপনার এই লেখাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে পঞ্জি স্কিম এর ক্ষেত্রে, যারা পঞ্জি স্কিম করে তারা বিনিয়োগকারীদের উচ্চ হারে রিটার্ন দেবে এই লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ক্রিপ্টো কারেন্সি জগতে এরকম শত শত পঞ্জি স্কিম প্রজেক্ট আছে যা আমরা জানিনা তবে কয়েকটি পঞ্জি স্কিম প্রজেক্ট ক্রিপ্টো কারেন্সি জগতে এখনো মানুষের মনে আতঙ্কের দাগ দাগিয়ে দেয়। নিচে কয়েকটি পঞ্জি স্কিম প্রজেক্ট সম্পর্কে হালকা আলোচনা করব।

OneCoin(2014-2019)
বুলগেরিয়ার জন্ম প্রতারক রুজা ইগনাটোভা(Ruja Ignatova) যাকে Crypto queen নামে পরিচিত করা হয়। বিটকয়েন কিলার হিসেবে পরিচিত OneCoin $5.8 বিলিয়ন জনসাধারণের টাকা মেরে দিয়ে রুজা ইগনাটোভা গাঁ ঢাকা দিয়ে আছে ‌। রুজা ইগনাটোভা বর্তমানে হট লিস্টে আছে এবং মার্কিন সরকার তার বিরুদ্ধে চলমান গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
BitConnect(2016)
40% মাসিক রিটার্ন দেবে এই প্রতিশ্রুতি দিয়ে Bitconnect ২০১৬ সালে পরিচালক Satao Nakamoto নামক এক অজানা লোক জনসাধারণের কাছ থেকে $3.5 বিলিয়ন ডলার পন্জি স্কিম করে। Ethereum এর সহ প্রতিষ্ঠাতা Vitalik buterin এবং যুক্তরাজ্যে সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এত বড় ধরনের প্রতারণার ফাঁদ পাতে।
PlusToken(2019-2020)
10-30% মাসিক রিটার্ন দেবে এই প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের এবং চাইনিজ ম্যাসেন্জিং অ্যাপ, WeChat সহযোগিতায় প্রায় ৩০ লক্ষের বেশি বিনিয়োগকারী আকৃষ্ট করে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে $3-4 বিলিয়ন ডলার প্রতারণা করে। তবে এখন পর্যন্ত চীন সরকার অভিযুক্তদের গ্রেফতার করতে পারিনি এবং তারা সর্বশেষ ২০২০ সালে তাদের প্রতারণা করা তহবিল থেকে টাকা তুলতে সক্ষম হয়েছে।
Gain bitcoin(2016-2017)
ইন্ডিয়ার অমিত ভরদ্বাজ (Amit Bhardwaj) ২০১৬ সালে ক্লাউড মাইনিং সলিউশন হিসাবে GainBitcoin আবির্ভূত হয় এবং আঠারো মাসে জন্য ১০% রিটার্ন দেবে এই প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র ভারতীয়দের কাছ থেকে $300M এর বেশি ডলার নিয়ে উধাও হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ করতে আইনি টিম ইনভেস্টিগেশন করলে GainBitcoin নামক কোন মাইনিং কোম্পানির অস্তিত্ব পায় না। পরবর্তীতে ২০১৮ সালে অমিত ভরদ্বাজকে গ্রেফতার করা হয় এবং 8000 বিনিয়োগকারীদের লিখিত অভিযোগে অভিযুক্ত করা হয়।
Mining Max
Mining Max উপরের কাহিনীটির ঠিক অনুরূপ, মাইনিং ম্যাক্স ৫৪ টি দেশ থেকে ১৮০০০ বিনিয়োগকারীদের কাছ থেকে $২৫০M পরিমান ডলার পন্জি স্কিম করে। তবে এর সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করলেও মূল মালিক ও সহযোগী এ পর্যন্ত গ্রেফতার হয়নি।

আসলে কোন সময় কোন প্রজেক্ট পন্জি স্ক্রিম করবে সেটা কেউ বলতে পারবে না। উপরের প্রত্যেকটি প্রজেক্ট সাকসেস হয় এবং ব্যাপক পরিমাণ বিনিয়োগ পায়। কিন্তু পরবর্তীতে প্রত্যেকটি প্রজেক্ট পন্জি স্ক্রিম বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে। ২০২২ সালে এফটিএক্স কেলেঙ্কারি ও দেউলিয়া হয়ে জনগণের প্রায় ১০ বিলিয়ন ডলার আত্মসাৎ করে। এফটিএক্স দেউলিয়া হবে কেউ কোনদিন বিশ্বাস করেনি, দেউলিয়া হওয়ার কোন খবর আগে জানা থাকলে জনসাধারণ কি ওখানে বিনিয়োগ করত। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস করে বিনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে বিনিয়োগের সমস্ত প্রকার দায়ভার নিজ দায়িত্বে। বিনিয়োগ করে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না।

উপরের ইনফরমেশন গুলো নিচের আর্টিকেল থেকে সামান্য সহযোগিতা নেওয়া হয়েছে:ঘুরে আসুন
newbie
Activity: 9
Merit: 0
February 16, 2023, 10:23:32 AM
Bitcoin  এতো লাফালাফি করে কি লাভ ! যদি সে ২৫১০০ ক্রস ই করতে না পারে. এই কয়েনটা বানানোই বৃথা 😒 আমার কথা সোজা, হয় ২৫১০০ এর উপর ক্লোজিং কর, না হয় ডাউন যা ১৩০০০ বা ১১ হাজার পর্যন্ত.
কেন ভাই আপনার কি ২৫১০০ তে কোনো অর্ডার রয়েছে কিনা, যে ২৫হাজার নয় ২৫১০০ তে না উঠলে বিটকয়েন বানানোই বৃথা। ভাই ডোন্ট আন্ডারস্টিমেট বিটকয়েন অপেক্ষা করেন এই সপ্তাহ না হয় পরের সপ্তাহে উঠবেনি। ডাউন হওয়ার কথা শুধুমাত্র ১৩ হাজার ১১ হাজার বললেন কেন আরো কমিয়ে বলতেন পাঁচ ছয় সাত হাজার এ নামুক  এই সুযোগে একটা বিটকয়েন হোল্ড করার সুযোগ পেয়ে যেতাম।
খুবই ভালো এবং উপকারী বট। আমার কাছে একটাও মেরিট নেই যে আপনাকে দিব। থাকলে সিনিয়র মেম্বার হতে আপনার যা মেরিট প্রয়োজন দিয়ে দিতাম। কেউ এইরকম ক্লোজ থাকলে বাকি সব মেরিট দিতে আমার ভালো লাগে। আগেও দিয়েছি। কিন্তু এখন আমার মেরিট নাইই একদম।
ধন্যবাদ আপনার অ্যাপ্রিসিয়েসনের জন্য । আমারও ভালো লাগে যখন আমার দ্বারা বা আমার কাজের দ্বারা কখনো কারো একটু হলেও উপকার হয়। সিনিয়র মেম্বার হওয়ার পথে আছি চেষ্টা করতেছি নতুন জিনিস সব শিখতেছি আশা করি আমার কোন ভুল দ্বারা কোন বাধা-বিপত্তি সৃষ্টি না হয় , লক্ষ্য আমার অনেক দূর, দোয়া করবেন।
যে মানুষের উপকার করে । অন্যের ভালোর জন্য নিজে কষ্ট করে । এমন লোকের দোয়া চাইতে হয় না ভাই । তারা এমনেই অনেক বড় হতে পারে । ভালো মানুষের পাশে উপর ওয়ালা সব সময় থাকে । আমি আপনার অনেকগুলো পোস্ট দেখেছি ভাই আপনি অনেক ভালো । যা মুখে বলে প্রকাশ করা যাবে না । উপরওয়ালার কাছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল । আপনি আরো অনেক বড় হন Crypto Library ভাই ।💘
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 16, 2023, 09:25:12 AM
Bitcoin  এতো লাফালাফি করে কি লাভ ! যদি সে ২৫১০০ ক্রস ই করতে না পারে. এই কয়েনটা বানানোই বৃথা 😒 আমার কথা সোজা, হয় ২৫১০০ এর উপর ক্লোজিং কর, না হয় ডাউন যা ১৩০০০ বা ১১ হাজার পর্যন্ত.
কেন ভাই আপনার কি ২৫১০০ তে কোনো অর্ডার রয়েছে কিনা, যে ২৫হাজার নয় ২৫১০০ তে না উঠলে বিটকয়েন বানানোই বৃথা। ভাই ডোন্ট আন্ডারস্টিমেট বিটকয়েন অপেক্ষা করেন এই সপ্তাহ না হয় পরের সপ্তাহে উঠবেনি। ডাউন হওয়ার কথা শুধুমাত্র ১৩ হাজার ১১ হাজার বললেন কেন আরো কমিয়ে বলতেন পাঁচ ছয় সাত হাজার এ নামুক  এই সুযোগে একটা বিটকয়েন হোল্ড করার সুযোগ পেয়ে যেতাম।
খুবই ভালো এবং উপকারী বট। আমার কাছে একটাও মেরিট নেই যে আপনাকে দিব। থাকলে সিনিয়র মেম্বার হতে আপনার যা মেরিট প্রয়োজন দিয়ে দিতাম। কেউ এইরকম ক্লোজ থাকলে বাকি সব মেরিট দিতে আমার ভালো লাগে। আগেও দিয়েছি। কিন্তু এখন আমার মেরিট নাইই একদম।
ধন্যবাদ আপনার অ্যাপ্রিসিয়েসনের জন্য । আমারও ভালো লাগে যখন আমার দ্বারা বা আমার কাজের দ্বারা কখনো কারো একটু হলেও উপকার হয়। সিনিয়র মেম্বার হওয়ার পথে আছি চেষ্টা করতেছি নতুন নতুন জিনিস শেখার, আশা করি আমার কোন ভুল দ্বারা কোন বাধা-বিপত্তি সৃষ্টি না হয় , লক্ষ্য আমার অনেক দূর, দোয়া করবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 16, 2023, 08:34:26 AM
খেলা হবে, খেলা হবে সিলেট vs কুমিল্লা.
আমি সিলেট সাপোর্টার Because Of MASH.
পরপর একার অধিক পোস্ট করবেন না। যদি মনে হয় একাধিক ইনফরমেশন পোস্ট করা দরকার সেক্ষেত্রে আগের পোস্ট এডিট করবেন। আর না হলে অন্য কারো পোস্ট করার জন্য অপেক্ষা করবেন। অন্য কেউ পোস্ট করার পর আপনি পোস্ট করতে পারবেন। তা না হলে আপনার পোস্ট ডিলিট করে দেয়া হবে। এবং এই সামান্য ভুলের জন্য আপনার একাউন্ট ব্যান্ড বা সাসপেন্ড হতে পারে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 16, 2023, 08:07:24 AM
১ ক্লিকে নিনজা স্পেস
খুবই ভালো এবং উপকারী বট। আমার কাছে একটাও মেরিট নেই যে আপনাকে দিব। থাকলে সিনিয়র মেম্বার হতে আপনার যা মেরিট প্রয়োজন দিয়ে দিতাম। কেউ এইরকম ক্লোজ থাকলে বাকি সব মেরিট দিতে আমার ভালো লাগে। আগেও দিয়েছি। কিন্তু এখন আমার মেরিট নাইই একদম।

Bitcoin  এতো লাফালাফি করে কি লাভ ! যদি সে ২৫১০০ ক্রস ই করতে না পারে. এই কয়েনটা বানানোই বৃথা 😒 আমার কথা সোজা, হয় ২৫১০০ এর উপর ক্লোজিং কর, না হয় ডাউন যা ১৩০০০ বা ১১ হাজার পর্যন্ত.
হাহাহা। আমিও চাই মার্কেট যত ইচ্ছে ডাউন যাক। কিছু ডলার আছে, তাদের রেখে দিয়েছি শুধু বিটকয়েন ক্রয় করার জন্যই। যদি ১৫ এর নিচে যায় তাহলে ক্রয় করব।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 16, 2023, 04:58:14 AM
১ ক্লিকে নিনজা স্পেস

আমি এই বটটি আমি বানিয়েছিলাম আমার সময় বাঁচানোর জন্য অনেক সময় ফোরামে অনেক মেম্বারকে অনেক জায়গায় মেনশন করা হয় শুধু তার ইউজার নাম দিয়ে, যদি আমাদের তার আইডি ভিজিটিং এর প্রয়োজন পড়ে এবং লিঙ্ক দেওয়া না থাকলে  তাহলে আমাদের কষ্ট করে খুঁজতে হয় এর জন্য যে সময় টুকু আমাদের নষ্ট  হয় তা বাচানোর জন্য আমার এই বটটি তৈরি করা ।  আমার এক বন্ধু আমাকে এটি তৈরি করার জন্য সাহায্য করেছে। আর যারা নিনজা স্পেস সম্পর্কে জানেন না তারা এই পোস্টটি পড়ুন (Ninjastic.space - BitcoinTalk Post/Address archive + API)  নিঞ্জা স্পেস এ আপনি বিটকয়েনটক সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত তথ্য পাবেন ।

আর  এই বটটির কাজ হল ইউজার নেইম সিলেক্ট করে এক ক্লিকে নিন্জা স্পেস ওয়েবসাইটে চলে যাওয়া আলাদা করে ইউজারনেম কপি করে পেস্ট করতে হবে না নিন্জা স্পেস ওয়েবসাইটে এ গিয়ে , এই সময় বাঁচানোর জন্যই এই বটটি তৈরি করা।
আশা করছি আপনাদেরও এই বট টি  কাজে লাগবে যারা সিগনেচার ক্যাম্পেইন করেন বা ফোরামে অ্যাক্টিভ থাকেন।

আপনি যদি চান খুব সহজেই এটি নিজে তৈরি করে নিতে পারবেন জাস্ট কয়েকটা ফাইল ক্রিয়েট করতে হবে .JS এবং .JSON

১. নিচের ছবি নাই প্রথমে আপনাকে হুবহু এই পাঁচটি ফাইল তৈরি করে নিতে হবে পাঁচটির মধ্যে আবার তিনটি হলো ছবি লোগো ব্যবহার করার জন্য।

২. তারপর নিচের কোড গুলো eventPage.js ফাইলটিতে পেস্ট করতে হবে।
Code:
var menuItem = {
    "id": "cryptolibrary",
    "title": "1 click to ninjaspace(CL)",
    "contexts": ["selection"]
}
chrome.contextMenus.create(menuItem);

function fixedEncodeURI(str) {
    return encodeURI(str).replace(/%5B/g, '[').replace(/%5D/g, ']');
}

chrome.contextMenus.onClicked.addListener(function(clickData){
    if(clickData.menuItemId == "cryptolibrary" && clickData.selectionText){
        var ninjaUrl = "https://ninjastic.space/user/" + fixedEncodeURI(clickData.selectionText);
        var createData = {
            "url": ninjaUrl,
            "type": "popup",
            "top": 5,
            "left": 5,
            "width": screen.availWidth/2,
            "height": screen.availHeight/2
        };
        chrome.windows.create(createData, function(){});
    }
})
৩. অনুরূপ নিচের কোড গুলো mainfest.json ফাইলটিতে পেস্ট করুন।
Code:
{
 
    "manifest_version": 2,
    "name": "1 click to ninjaspace(Crypto Library)",
    "version": "1.0",
    "description": "serarch",
    "icons": {
        "128": "icon128.png",
        "48": "icon48.png",
        "16": "icon16.png"
    },

    "background": {
        "scripts": ["eventPage.js"],
        "persistent": false
    },
    "permissions": [
        "tabs",
        "contextMenus"
    ]

}
৪. তাছাড়া উপরের কোন এবং লোগোর জন্য ব্যবহার করা ছবিগুলো সহ এই জিপ ফাইলটি ডাউনলোড করলেই পাবেন। -> one click to ninjaspace (Crypto Library).zipডাউনলোড করে এক্সর্ট করতে হবে ।

৫. সব কাজ শেষে আপনি আপনার ওয়েব ব্রাউজার এক্সটেনশনে যান।

৬. তারপর ডেভলপার মোড অন করুন।

৭. তারপর load unpacked এ ক্লিক করে ওই ফোল্ডারটি সিলেক্ট করে ওপেন করুন।

৮. কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখন বিটকয়েন ফোরামে গিয়ে যেকোনো ভ্যালিড ইউজার নেইম সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং নিচের ছবিতে চিহ্নিত অপশনটিতে ক্লিক করুন

আর এই হলো রেজাল্ট:

আর সবশেষে  @TryNinja অসংখ্য ধন্যবাদ যিনি এই নিঞ্জা স্পেস ওয়েবসাইটটি তৈরি করেছেন।
এই পোস্টটির ইংলিশ ভার্সন: One click and jump in to ninjastic.space [Time saving tricks]
**ভুল ভ্রান্তি থাকলে ধরিয়ে দিবেন**
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 16, 2023, 04:54:18 AM
@36k
@mx_pro
@Djvai77
https://ninjastic.space/ এ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একাউন্ট তিনটি একে অপরের সাথে কানেক্টেড। সুতরাং এই তিনটি অ্যাকাউন্ট একই ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। আমি শুধু সতর্ক করার জন্য নিউট্রাল ট্রাস্ট দিলাম। যদি কোন ধরনের প্রতারণামূলক কোন কিছু দেখি তাহলে নেগেটিভ ট্রাস্ট দিতে বাধ্য থাকব। আশা করি আপনারা কোন ধরনের কোনো প্রতারণামূলক কোন কিছু করবেন না।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 16, 2023, 04:38:52 AM
বাউন্টি ম্যানেজার হতে কি কি লাগে । কার সাথে যোগাযোগ করতে হয় ।
সিনিয়র ভাই কেউ জানলে বলবেন প্লিজ
@36k
@mx_pro
@Djvai77
এই তিনটি একাউন্ট একই ইউজারে হ্যান্ডেল করে। হঠাৎ করে আপনি বাউন্টি ম্যানেজার হতে চাইলেন বিষয়টা একটু খটকা (আঞ্চলিক ভাষা বিস্মিত)লাগলো। তাই একটু রিসার্চ করতে বসলাম। আপনার অ্যাকাউন্টটি তিনটি একাউন্ট এর সাথে কানেক্টেড।@Sabbir Hossen কে আপনিই আপনার @Djvai77 একাউন্ট থেকে পার্সোনাল মেসেজ অথবা টেলিগ্রাম একাউন্ট ব্যবহার করে পার্সোনাল মেসেজ করতে পারেন। তবে একটি বিষয় আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি বাউনটি ম্যানেজ করতে যাবেন না কেননা আপনার দ্বারা বাউন্টি ম্যানেজ করলে আপনি হান্ডেট পার্সেন্ট স্ক্যামিং করবেন । যেহেতু আপনি @Sabbir Hossen কে যে অফার দিয়েছেন সেটা রীতিমতো প্রতারণার পূর্বাভাস। এবং আপনি প্রতারণা করে এই নিরীহ মানুষের টাকা মেরে দিবেন এটা সিওর। আপনার তিনটি একাউন্টের মালিক যে একজন তার জন্য কিছু প্রমান নিচে উল্লেখ করা হলো।









mx_pro,36k,Djvai77 same address used in different campaign: https://ninjastic.space/address/0xE1CC67b769Ba90Bc6A9d706eF54Dd43453Aaf593

36k Bep20 address: 0xE1CC67b769Ba90Bc6A9d706eF54Dd43453Aaf593
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 16, 2023, 12:53:38 AM
এখনো বহু বলদ আছে যারা পঞ্জি স্কিমে বিনিয়োগ করে। কখনো পঞ্জি স্কিম বা পিরামিড স্কিম এ বিনিয়োগ করা উচিত নয়। অর্থাৎ যেসব সাইটে আপনার বিনিয়োগের অনুপাতে নিয়মিত হারে টাকা প্রদান করবে এবং যেটা সামঞ্জস্যহ। যেমন ধরুন কেউ আপনার থেকে এক হাজার টাকা নিল এবং বলল যে তিন মাসের ভিতর আপনি ছয় হাজার টাকা পাবেন অর্থাৎ ছয় গুণ বা এই ধরনের কোন কিছু। এমন কোন কিছু দেখলেই বুঝবেন এটা স্ক্যাম। অনেকেই জানেন যে এটা স্ক্যাম; তবুও তারা বিনিয়োগ করে এবং বলে যে কয়েকদিন থাকলে টাকা উঠে যাবে। এবং এই আশায় অনেকের বিনিয়োগ করায়। এতে সে নিজে লাভবান হলেও তাকে যারা বিশ্বাস করেছে তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়। কারণ যখন কোন প্রতিষ্ঠান দেখে; যে পরিমাণ টাকা তারা বিনিয়োগকারীদের থেকে পাচ্ছে সেই টার থেকে বেশি টাকা দিতে হচ্ছে তখন তারা উধাও হয়ে যায়। মুষ্টিমেয় কিছু লোক উপকৃত হলেও অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত হয়। আসুন এই ধরনের সকল সাইট থেকে দূরে থাকি এবং অন্যদেরও দূরে থাকতে পরামর্শ দেই।


নতুন পঞ্জি: https://www.dmpool.me/
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 15, 2023, 11:12:00 PM
@Djvai77
@Sabbir Hossen
ভাই আপনারা এখানে অহেতুক ঝগড়া ঝাটি বন্ধ করেন, আপনাদের উচিত ফোরামে নিয়মিত সময় দিয়ে অন্যান্য লোকাল বোর্ডের মত ভালোভাবে উন্নতি করে ফোরামে স্বতন্ত্র Board দাবি করা। আপনাদের দুজনের উচিত রাশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, পাকিস্তান লোকাল বোর্ডে গিয়ে উনাদের পোস্টগুলো ভালোভাবে পড়ে নেওয়া। তারা একে অন্যকে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের বোর্ডকে কিভাবে ফোরামে এগিয়ে রাখছে। তাদের মধ্যে কোন প্রতিযোগিতা নেই। ফোরামে কেউ বিপদে পড়লে তারা কিভাবে সাহায্য সহযোগিতা করবে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে। অথচ আমাদের বাংলাদেশ লোকালে আমরা চাই কিভাবে অন্যের ক্ষতি করা যায়। বিশেষ করে আপনাদের দুজনের পাল্টাপাল্টি পোষ্টের ধরন দেখে মনে হচ্ছে আমরা বাঙালি জাতিরা কোনদিনও একে অন্যের ভালো দেখতে পারবো না।
আপনাদের দুজনের আলাপচারিতায় একথা স্পষ্ট যে ফোরামের কোন একজন মেম্বার হয়তো এরকম চিটিং কথাবার্তা বলেছে। দেখুন বর্তমানে বাউনটি প্রজেক্ট এর মাধ্যমে অনেক অনেক প্রজেক্ট স্ক্যামিং করে জনসাধারণের টাকা মেরে আত্মসাৎ করে ফেলে। বিশেষ করে বাংলাদেশিরা এরকম স্ক্যামিং বাউন্টি বেশি ম্যানেজমেন্ট করতে পারে। কয়েকজনে মিলে মাথাপিছু টাকা ধরে বাউনটি ম্যানেজমেন্টের পিছনে ব্যয় করে এবং প্রজেক্ট হ্যান্ডেল করে, যখন তারা বেশ কিছু টাকা মিথ্যা প্রলোভন দেখিয়ে জনগণের কাছ থেকে নিয়ে নেয় তখন তারা ওয়েবসাইট ডাউন করে দিয়ে গা ঢাকা দেয়।
আপনারা এরকম জনসাধারণের টাকা মেরে দিবেন না, কেননা অসৎ পথে টাকা উপার্জন করলে সে টাকা আপনার ও আপনার ফ্যামিলির কখনো মঙ্গলের কাজে লাগতে পারে না। এই টাকার কুফল আপনাকে পৃথিবীতেও ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে।
Jump to: