Author

Topic: বাংলা (Bengali) - page 286. (Read 5704772 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
February 11, 2023, 12:11:14 PM
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 11, 2023, 09:25:08 AM
ডিজিটাল যুগে সকল কার্যক্রম এখন টেকনোলজি নির্ভর হয়ে দাঁড়িয়েছে, টেকনোলজি ছাড়া আমরা আমাদের জীবন এখন কল্পনা করতে পরিনা। ঠিক এরকমই একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম কে বলা হয় ক্রিপ্টো কারেন্সি। এখানে আমরা ক্রিপ্টো কারেন্সি কি ? এবং বর্তমান এর সেরা ৫ টি ক্রিপ্টো কারেন্সি নিয়ে বিস্তারিত জানব।
আপনাকে বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডে অনেক অনেক স্বাগতম। আমরা বর্তমানে টেকনোলজি নির্ভর জীবন যাপন করছি বলতে গেলে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর জীবনযাত্রায় আমাদের পেমেন্ট সিস্টেমগুলো সম্পূর্ণ ডিজিটালাইজড। আগের যুগে মানুষ কাগজের টাকায় তাদের প্রাত্যহিক জীবন যাপন করতো কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিকাশ ,রকেট, নগদ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করি। যদি আমরা গ্লোবালে চিন্তা ভাবনা করি তাহলে আমাদের সামনে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে ভার্চুয়াল কারেন্সি যার বৃহত্তম একটা অংশ জুড়ে আছে বিটকয়েন। আমরা বিটকয়েন সহ অন্যান্য  ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হলে এই ফোরামে অনেক বেশি সময় ব্যয় করতে হবে। আমি বা আপনি একদিনে বা দুইদিনে দু-চারটা পোস্ট করেই বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টো সম্পর্কে জ্ঞান করতে পারবো না। আপনি বাংলাদেশ লোকাল বোর্ড সহ গ্লোবাল সেকশনে নিয়মিত একটিভ থাকুন তাহলে আপনি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে না।
তাছাড়া বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা আছে যারা আপনাকে অনেক বিষয়ে সাহায্য সহযোগিতা করতে পারবে। আপনি এখানে নির্দ্বিধায় আপনার জানা-অজানা বিষয় শেয়ার করতে পারেন। আপনাকে অজানা বিষয়ে সাহায্য করার চেষ্টা করব এখানে যারা সিনিয়র ভাইয়েরা আছেন।
sr. member
Activity: 1008
Merit: 366
February 10, 2023, 04:36:03 PM
লোভ হওয়ার জন্য  আবার অন্য কারো প্ররোচনা লাগে নাকি।  আমরা অনেক সময় ট্রেন্ডে চলি ,  যেমন লুনা যখন  ০.৪০ডলার  এ নেমে আসলো তখন আমাদের সার্কেলে  লুনাতে ইনভেস্ট করার একটি  ট্রেন্ড চলছিল ।  সবাই এটা মনে করে  ইনভেস্ট করেছিল যে এটি আবার পুনরায় রিকভার করবে  কিন্তু পরের দিন সকালেই ৪-৫টি শূন্য বসে গিয়েছিল।
তাই আমি বলব বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে গেলে সব সময় ধীরস্থির এবং ঠান্ডা মাথায়  ও আবেগের বশবর্তী না হয়ে  সুন্দরভাবে এনালাইসিস করার সামর্থ্য থাকলে তারপরেই ইনভেস্টমেন্ট করতে  যাওয়া উচিত। কিন্তু মেইন সমস্যাটা হলো আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারি না এবং ওই  ট্রেন্ডে গিয়ে  লসের সম্মুখীন হই। বর্তমানে বিটকয়েন ছাড়া আর কোন কয়েন আমি দেখতেছি না ইনভেস্টমেন্ট করার জন্য করলে দিতেই শর্ট টাম এবং লং টার্ম উভয় বিনিয়োগ করতেছি

একদম সহমত ভাই। নিজের আবেগ কন্টোল করতে না পারলে লোভ এর বশবর্তী হতেই হবে। এইটাই হিউম্যান নেচার। নিজের ইমোশোন কে কন্টোল করতে না পারলে ইনভেস্টমেন্ট বা ট্রেড, কোনোটাতেই সাফল্য অর্জন করা সম্ভব না। আপনি লজিক দিয়ে এনালাইসিস করে লাভ করলেন, পুনরায় এই লাভের আশায় লজিক ভুলে লোভ এর পাল্লায় পরবেন। এই জন্যই ইমোশোন কে সামলানো জরুরী। এটার ব্যার্থতায় নিউবি ট্রেডার রা লস এর শিকার হয়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 10, 2023, 09:41:03 AM
গত কিছুদিন আগে ক্রেইগ স্টিভেন রাইট বিটকয়েন ব্লকচেইন এর কপিরাইট নিয়ে একটি মামলায় যেখানে কোর্ট রায় দেয় যে ক্রেইগ যেসব ফাইলের মালিকানা দাবী করছে সেগুলো কপিরাইট করার মত না বা এই টাইপ কিছু। এই ক্রেইগ নিজেকে সাতোশি নাকামোতো হিসেবে দাবী করে আসছেন অনেক দিন। আমাদের অনেকেই সেটা জানি। আমি যেটা জানতাম না, গ্যাভিন এন্ডারসনও বিশ্বাস করতেন ক্রেইগই সাতোশি নাকামোতো। তবে, সম্প্রতি তিনি বলেন তিনি ক্রেইগকে বিশ্বাস করে ভুল করেছেন।
যাই হক, এই পোস্ট লেখার উদ্দেশ্য হল ক্রেইগ আসলে সাতোশি নাকামোতো না। সে সাতোশির গায়েব থাকার সুযোগটা নিতে চাচ্ছে আসলে। বিটকয়েন এর শুরুর দিকের মাইনিং করা যে কোন একটি এড্রেস থেকে মেসেজ সাইন করলেই যেখানে ব্যাপারটা ক্লিয়ার হয়, সেখানে ক্রেইগ এইসব করে এপ্রোচ করার কোন চেষ্টাই করে নি।
এই নিয়ে কয়েন আলাপের বিস্তারিত আর্টিকেল পড়তে পারেন- সাতোশি নাকামোতো
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 09, 2023, 12:00:08 PM
তবে একটা বিষয় হলো অতিরিক্ত লোভের মোহে অন্য কারো প্ররোচনায় আপনি ইনভেস্ট করতে যাবেন না, এক্ষেত্রে লোকশানের সম্মুখীন হলে আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন না যেমন এখন আর আমি মনকে সান্ত্বনা দিয়ে রাখতে পারি না। আর আমি যার কথামতো ইনভেস্ট করেছি তাকেও কিছু বলতে পারি না।
লোভ হওয়ার জন্য  আবার অন্য কারো প্ররোচনা লাগে নাকি।  আমরা অনেক সময় ট্রেন্ডে চলি ,  যেমন লুনা যখন  ০.৪০ডলার  এ নেমে আসলো তখন আমাদের সার্কেলে  লুনাতে ইনভেস্ট করার একটি  ট্রেন্ড চলছিল ।  সবাই এটা মনে করে  ইনভেস্ট করেছিল যে এটি আবার পুনরায় রিকভার করবে  কিন্তু পরের দিন সকালেই ৪-৫টি শূন্য বসে গিয়েছিল।
তাই আমি বলব বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে গেলে সব সময় ধীরস্থির এবং ঠান্ডা মাথায়  ও আবেগের বশবর্তী না হয়ে  সুন্দরভাবে এনালাইসিস করার সামর্থ্য থাকলে তারপরেই ইনভেস্টমেন্ট করতে  যাওয়া উচিত। কিন্তু মেইন সমস্যাটা হলো আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারি না এবং ওই  ট্রেন্ডে গিয়ে  লসের সম্মুখীন হই। বর্তমানে বিটকয়েন ছাড়া আর কোন কয়েন আমি দেখতেছি না ইনভেস্টমেন্ট করার জন্য করলে দিতেই শর্ট টাম এবং লং টার্ম উভয় বিনিয়োগ করতেছি
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 09, 2023, 09:47:44 AM
আমি শিবা ইনু ক্রয় করি নি। শিবা ইনুর পাম্প দেখে কিশু ইনুতে বিনিয়োগ করেছিলাম। শিবা ইনুতে যারা শুরুর দিকে ১০০ ডলার বিনিয়োগ করে অল টাইম হাই পর্যন্ত হোল্ড করেছে তারা সবাই মিলিয়ন ডলার ফেরত পেয়েছে। আমিও সেই আশায় কিশু ইনু হোল্ড করছি। মিলিয়ন ডলারের মালিক না হলেও ভাবলাম মিলিয়ন টাকার মালিক তো হব।
আপনার এই পোস্টটি আমার এত ভালো লেগেছে যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না ‌‌‌। বিশেষ করে আপনার এই পোস্টটি পড়ে আমার অতীতের একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্টের কথা মনে পড়ে গেল। ক্রিপ্টো কারেন্সি মার্কেট যখন সর্বোচ্চ তুঙ্গে তখন আমি আমার সিনিয়র একজন বড় ভাইয়ের কথামতো PYR নামক একটি কয়েন এ ইনভেস্ট করি। PYR প্রথমে Kucoin এক্সচেঞ্জে লিস্ট করা হয়। প্রথমদিকে এই কয়েনের দাম না থাকলেও পরবর্তীতে অনেক বেশি পাম্প করে। এই কয়েনটি যখন বাইনান্সে লিস্ট করা হয় ঠিক তার কয়েক ঘণ্টা আগে Kucoin এক্সচেঞ্জে দাম বৃদ্ধি পেয়ে ৪৯ ডলার করে হয়। ঠিক তখনই আমার সিনিয়র ভাই আমাকে বাঁশ খাওয়ার পরামর্শ দেয় এবং বলে বাইনান্সে লিস্ট হওয়ার তিন ঘণ্টা পর এই কয়েনের দাম বৃদ্ধি পেয়ে ১৫০ ডলার হবে। এবং আরো আমাকে লোভ দেখায় এই কয়েন পরবর্তীতে নেক্সট ইথেরিয়াম হবে। আমি ভাবলাম ক্রিপ্টো কারেন্সিতে কোন বিষয় সুনিশ্চিত ভাবে জানা যায় না। প্রথমে আমি ইনভেস্ট করতে চাইনি পরবর্তীতে লোভ নামক হুরপরী আমাকে ইনভেস্ট করতে বাধ্য করে। আমি আমার সমস্ত ডলার PYR নামক গার্লফ্রেন্ডের পিছনে ইনভেস্ট করে ফেলি। যা ভাবি তাই কাজ, আমি কেন ইনভেস্ট করলাম, আমার জন্যই হয়তো এই মার্কেটে সবচেয়ে বেশি পাম্প করেছিল। সেই পাম্প মার্কেটে আমি ইনভেস্ট করার পর সেই নামা নেমেছে আর আজ পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়নি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার সেই ৬০০০ ডলার ইনভেস্ট করা বিভিন্ন সময়ে নামতে নামতে আজ আমার ওয়ালেটে ১৭০০ ডলার পর্যন্ত আছে। তবে মাঝেমধ্যে এই 1700 ডলার নিয়ে ছোটখাটো ট্রেড করি। তবে এখন আর আমি লস খেতে ভয় পাই না। ছোট ছোট ট্রেড করে আল্লাহ ভরসা খুব ভালো দিন অতিক্রম করছি। তবে একটা বিষয় হলো অতিরিক্ত লোভের মোহে অন্য কারো প্ররোচনায় আপনি ইনভেস্ট করতে যাবেন না, এক্ষেত্রে লোকশানের সম্মুখীন হলে আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন না যেমন এখন আর আমি মনকে সান্ত্বনা দিয়ে রাখতে পারি না। আর আমি যার কথামতো ইনভেস্ট করেছি তাকেও কিছু বলতে পারি না। আমি এখন কারো কথা মত চলি না, বিনিয়োগও করিনা। আমার মন যা চায় তাই করি। এতগুলো মনের কথা ব্যক্ত করলাম little mouse ভাইয়ের কিশু ইনু ইনভেস্ট করা প্রসঙ্গে। অন্যান্য ভাইদের মত কিশু ইনু থেকে মিলিয়ন পতি হতে চেয়েছিল, আজ সেই ভাইয়ের ৫০০ ডলার থেকে 40 ডলার এ প্রমোশন হয়েছে। যাহোক অনেক history বলে ফেললাম।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 09, 2023, 04:30:13 AM
শিবা ইনু আসলেই সেই সময়ে একটি জনপ্রিয় মিমি (Meme)কয়েন ছিল। Little mouse ভাই ঐ সময়ে আপনি সঠিক কয়েন নির্বাচন করেছিলেন কিন্তু হয়তো বুল মার্কেটে ইনভেস্ট করেছিলেন জন্য আজকে আপনার জন্য লাভের পরিবর্তে লোকশানে আছেন। আমার মনে আছে ঐ সময়ে শিবা ইনু কয়েন কয়েকটি জিরো অপসারণ করে ছিল। কিন্তু আপনার উচ্চ মার্কেট শিবা ইনু কয়েন কেনার কারণে আজ অবধি মার্কেট শুধু নিম্নমুখীই রয়েছে উর্ধ্বমুখী হয়নি। তবে এটি লং টাইম হোল্ড করে রাখলেও মনে হয় না আর পাম্প করবে। তবে আপনার জন্য এই মুহূর্তে শুধু হোল্ড ছাড়া অন্য কোন উপায় দেখছি না। যেহেতু আপনার 500 ডলারের মত শিবা ইনুতে ইনভেস্ট করা আছে এবং যার বর্তমান মূল্য ৪০ ডলারের কাছাকাছি। তাহলে আপনি ৫০০ ডলার যেহেতু ক্ষতির সম্মুখীন হয়েছেন এতে ধৈর্য ধারণ করতে পারলে আপনি আরো কয়েক বছর দেখুন যদি মার্কেট পাম্প হয় এবং ইনভেস্টমেন্ট রিকভারি হয় তাহলে আপনি পরবর্তীতে যে কোন সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই মুহূর্তে আপনার জন্য দীর্ঘমেয়াদি হোল্ড করাই উত্তম পন্থা হবে বলে আমি মনে করি।
আমি শিবা ইনু ক্রয় করি নি। শিবা ইনুর পাম্প দেখে কিশু ইনুতে বিনিয়োগ করেছিলাম। শিবা ইনুতে যারা শুরুর দিকে ১০০ ডলার বিনিয়োগ করে অল টাইম হাই পর্যন্ত হোল্ড করেছে তারা সবাই মিলিয়ন ডলার ফেরত পেয়েছে। আমিও সেই আশায় কিশু ইনু হোল্ড করছি। মিলিয়ন ডলারের মালিক না হলেও ভাবলাম মিলিয়ন টাকার মালিক তো হব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 08, 2023, 12:23:31 PM
ভাই আপনাকে একটি personal প্রশ্ন করি ,আমি জানি এমন প্রশ্ন করা ঠিক না, আপনি কোন কয়েন হোল্ড করেছিলেন ,যায় মূল্য বর্তমান সময়ে এত হ্রাস পেয়েছে। যদিও বর্তমান সময়ে ৯০% মার্কেট ডাউন।
আমি কিশু ইনু ক্রয় করেছিলাম। কয়টা শুন্যতে মনে নাই যদিও। আমি জিওমা দাও বাউন্টি করে কিছু টোকেন পেয়েছিলাম যেগুলো বিক্রয় করে আমি প্রায় ৪৯২ ডলার পেয়েছিলাম যার পুরোটাই বিটমার্ট (আমি ভুলে বিটম্যাক্স ভেবেছিলাম) এক্সচেঞ্জে কিশু ইনুতে বিনিয়োগ করেছি। আজকে ঢুকে দেখলাম এর ভ্যালু আছে ৪০ ডলার মাত্র। এইটা আমার লাইফে সবচেয়ে বাজে বিনিয়োগ লল, যদিও আমি জেনে বুঝেই করেছিলাম। ট্র্যাশ কয়েনে/ শিট কয়েনে বিনিয়োগ করি নি কখনো কিন্তু শিবা ইনু যা করছে তারপর থেকে মনে হল শিট কয়েনে কিছু বিনিয়োগ করা উচিত যার ফলাফল এইটা 
শিবা ইনু আসলেই সেই সময়ে একটি জনপ্রিয় মিমি (Meme)কয়েন ছিল। Little mouse ভাই ঐ সময়ে আপনি সঠিক কয়েন নির্বাচন করেছিলেন কিন্তু হয়তো বুল মার্কেটে ইনভেস্ট করেছিলেন জন্য আজকে আপনার জন্য লাভের পরিবর্তে লোকশানে আছেন। আমার মনে আছে ঐ সময়ে শিবা ইনু কয়েন কয়েকটি জিরো অপসারণ করে ছিল। কিন্তু আপনার উচ্চ মার্কেট শিবা ইনু কয়েন কেনার কারণে আজ অবধি মার্কেট শুধু নিম্নমুখীই রয়েছে উর্ধ্বমুখী হয়নি। তবে এটি লং টাইম হোল্ড করে রাখলেও মনে হয় না আর পাম্প করবে। তবে আপনার জন্য এই মুহূর্তে শুধু হোল্ড ছাড়া অন্য কোন উপায় দেখছি না। যেহেতু আপনার 500 ডলারের মত শিবা ইনুতে ইনভেস্ট করা আছে এবং যার বর্তমান মূল্য ৪০ ডলারের কাছাকাছি। তাহলে আপনি ৫০০ ডলার যেহেতু ক্ষতির সম্মুখীন হয়েছেন এতে ধৈর্য ধারণ করতে পারলে আপনি আরো কয়েক বছর দেখুন যদি মার্কেট পাম্প হয় এবং ইনভেস্টমেন্ট রিকভারি হয় তাহলে আপনি পরবর্তীতে যে কোন সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই মুহূর্তে আপনার জন্য দীর্ঘমেয়াদি হোল্ড করাই উত্তম পন্থা হবে বলে আমি মনে করি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 08, 2023, 11:24:41 AM
ভাই আপনাকে একটি personal প্রশ্ন করি ,আমি জানি এমন প্রশ্ন করা ঠিক না, আপনি কোন কয়েন হোল্ড করেছিলেন ,যায় মূল্য বর্তমান সময়ে এত হ্রাস পেয়েছে। যদিও বর্তমান সময়ে ৯০% মার্কেট ডাউন।
আমি কিশু ইনু ক্রয় করেছিলাম। কয়টা শুন্যতে মনে নাই যদিও। আমি জিওমা দাও বাউন্টি করে কিছু টোকেন পেয়েছিলাম যেগুলো বিক্রয় করে আমি প্রায় ৪৯২ ডলার পেয়েছিলাম যার পুরোটাই বিটমার্ট (আমি ভুলে বিটম্যাক্স ভেবেছিলাম) এক্সচেঞ্জে কিশু ইনুতে বিনিয়োগ করেছি। আজকে ঢুকে দেখলাম এর ভ্যালু আছে ৪০ ডলার মাত্র। এইটা আমার লাইফে সবচেয়ে বাজে বিনিয়োগ লল, যদিও আমি জেনে বুঝেই করেছিলাম। ট্র্যাশ কয়েনে/ শিট কয়েনে বিনিয়োগ করি নি কখনো কিন্তু শিবা ইনু যা করছে তারপর থেকে মনে হল শিট কয়েনে কিছু বিনিয়োগ করা উচিত যার ফলাফল এইটা  Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 08, 2023, 01:23:53 AM
আপনি তো ভাই আমাদের সিনিয়র, আমার মনে হয় না আপনাকে এই বিষয়ে বলতে হবে।
আমার বিনিয়োগের দুইটা ধরন। লং টার্ম, শর্ট টার্ম। দীর্ঘ মেয়াদে যেসব বিনিয়োগ সেগুলো আমার হার্ডওয়ার ওয়ালেটে রাখা থাকে সবসময়। বুলরানের আগে সেগুলো টাচ করা হয় না বা হবে না। পক্ষান্তরে, স্বল্প মেয়াদের বিনিয়োগগুলো এক্সচেঞ্জেই থাকে। আর সেটার পরিমান বেশি না। বিটম্যাক্সে আমি একটা শিটকয়েন ক্রয় করার জন্য $৫০০ ডিপোজিট করি, ক্রয় করি। বর্তমানে সেগুলোর ভ্যাল্য আছে ৫০/৬০ ডলার  Grin তাই এতটা চিন্তা করছি না।
প্রথম প্রথম যখন বিনিয়োগ শুরু করলাম তখন আমি শর্ট টার্ম ট্রেডিং এর জন্য যে অর্থ বিনিয়োগ করেছিলাম সেই গুলো এখন লং টার্মে পরিণত হয়ে গিয়েছে তাও আবার প্রায় দুই বছর। SLP নামক একটি কয়েনে ইনভেস্ট করেছিলাম আড়াইশো ডলার সেগুলো এখন ২৬/২৭ ডলার ভাগ্যক্রমে আজকে দেখতে গিয়ে দেখি ৩০ ডলার হয়েছে।তাছাড়া আরো কিছু কয়েন এ  ইনভেস্ট করে আমার টোটাল ৮০০ ডলার এখন মাত্র আড়াইশো ডলারে নেমেছে।
অনেকদিন যাবত নতুন কোন ইনভেস্টমেন্টে যাইনি
তবে এখন আমি একটা স্ট্রাটেজি নিয়েছি প্রতি সপ্তাহে ১০ ডলার করে বিটকয়েন কিনে রাখবো ১০ বছর এর স্ট্রাটেজি নিয়েছি জানিনা এটা কত বছর চালাতে পারব। আমরা অনেক সময় ব্যাংকে সেভিং করার জন্য ডিপিএস খুলি আমি এটা না খুলে নিজেই এভাবে সেভিংস করতে চেয়েছি।
আমার মতে এটা একটা ভালো আইডিয়া কারণ আজ থেকে 5-10 বছর পরে বিটকয়েন অবস্থান অবশ্যই ভালো হবে। আর ১০ ডলার করে পার উইক খুব একটা বেশি এমাউন্ট না।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 07, 2023, 10:41:22 PM
বিটম্যাক্সে আমি একটা শিটকয়েন ক্রয় করার জন্য $৫০০ ডিপোজিট করি, ক্রয় করি। বর্তমানে সেগুলোর ভ্যাল্য আছে ৫০/৬০ ডলার ! তাই এতটা চিন্তা করছি না।
অনেকদিন পর আমি একটি কয়েনে ডে ট্রেডিং করে ১১৭ ডলার পরিমাণ প্রফিট পেয়েছি। তবে আমার অন্যান্য কয়েন গুলোতে যে দামে ইনভেস্ট করেছি এখন পর্যন্ত কিছু কিছু ইনভেস্টমেন্টে ২০০ ডলার পরিমান লোকসানের সম্মুখীন হয়ে আছি। তবে আশা ছাড়ছি না কেননা আমার ইনভেস্টমেন্ট গুলো কোন শীট কয়েনের মধ্যে নেই। আমি ইথেরিয়ামের উপর ইনভেস্ট করে রেখেছি। কিন্তু বুলরানের সময় ইনভেস্ট করেছি জন্য এখন আমার প্রফিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। যাহোক এ বছরের শেষের দিকে আমার প্রত্যেকটি ইনভেস্টমেন্ট থেকে প্রায় দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা আছে। তাই মন খারাপ না করে সর্বদা মার্কেট ঊর্ধ্বমুখী হওয়ার জন্য অপেক্ষা করছি।

member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
February 07, 2023, 02:14:40 PM
বিটম্যাক্সে আমি একটা শিটকয়েন ক্রয় করার জন্য $৫০০ ডিপোজিট করি, ক্রয় করি। বর্তমানে সেগুলোর ভ্যাল্য আছে ৫০/৬০ ডলার  Grin তাই এতটা চিন্তা করছি না।

ভাই আপনাকে একটি personal প্রশ্ন করি ,আমি জানি এমন প্রশ্ন করা ঠিক না, আপনি কোন কয়েন হোল্ড করেছিলেন ,যায় মূল্য বর্তমান সময়ে এত হ্রাস পেয়েছে। যদিও বর্তমান সময়ে ৯০% মার্কেট ডাউন।
sr. member
Activity: 1008
Merit: 366
February 07, 2023, 11:30:56 AM
আমার বিনিয়োগের দুইটা ধরন। লং টার্ম, শর্ট টার্ম। দীর্ঘ মেয়াদে যেসব বিনিয়োগ সেগুলো আমার হার্ডওয়ার ওয়ালেটে রাখা থাকে সবসময়। বুলরানের আগে সেগুলো টাচ করা হয় না বা হবে না। পক্ষান্তরে, স্বল্প মেয়াদের বিনিয়োগগুলো এক্সচেঞ্জেই থাকে। আর সেটার পরিমান বেশি না। বিটম্যাক্সে আমি একটা শিটকয়েন ক্রয় করার জন্য $৫০০ ডিপোজিট করি, ক্রয় করি। বর্তমানে সেগুলোর ভ্যাল্য আছে ৫০/৬০ ডলার  Grin তাই এতটা চিন্তা করছি না।

এই জন্যই আমি আর অল্ট কয়েন হোল্ড করি না। বিটকয়েন সময় এর সাথে ঠিকই গ্রো করে কিন্তু শিটকয়েন একবার ফল করলে ওইটার ওঠার সম্ভবনা ০% এর কাছাকাছি। তবে Little Mouse ভাই আপনার উচিত কয়েন গুলা পারসোনাল ওয়ালেট এ সরায় ফেলানো । কে জানে হয়ত ভবিষ্যতে বুল রান এ ভ্যালু ফিরে আসতে পারে। রিস্ক নেয়ার দরকার কি ভাই। অবশ্য বিষয় টা আপনার পারসোনাল ব্যাপার, তবে বলে রাখলাম আর কি। কোন কয়েন এর ফিউচার কি ওইটা কেউ জানে না। তবে $৫০০ যখন ইনভেস্ট করেই ফেলছেন, তাহলে রিস্ক নেওয়া টা ঠিক হবে না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 07, 2023, 07:45:32 AM
আপনি তো ভাই আমাদের সিনিয়র, আমার মনে হয় না আপনাকে এই বিষয়ে বলতে হবে।
আমার বিনিয়োগের দুইটা ধরন। লং টার্ম, শর্ট টার্ম। দীর্ঘ মেয়াদে যেসব বিনিয়োগ সেগুলো আমার হার্ডওয়ার ওয়ালেটে রাখা থাকে সবসময়। বুলরানের আগে সেগুলো টাচ করা হয় না বা হবে না। পক্ষান্তরে, স্বল্প মেয়াদের বিনিয়োগগুলো এক্সচেঞ্জেই থাকে। আর সেটার পরিমান বেশি না। বিটম্যাক্সে আমি একটা শিটকয়েন ক্রয় করার জন্য $৫০০ ডিপোজিট করি, ক্রয় করি। বর্তমানে সেগুলোর ভ্যাল্য আছে ৫০/৬০ ডলার  Grin তাই এতটা চিন্তা করছি না।
sr. member
Activity: 1008
Merit: 366
February 06, 2023, 02:37:46 PM
স্বস্তি। আমি নিচের পোস্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কারন, ওইখানে আমার কিছু ফান্ড আছে। বুলরানের সময় কিছু শিটকয়েন ক্রয় করেছিলাম। সেগুলো আর উইথড্র দেয়া হয় নি। এখনো সেখানেই আছে।
আপনি তো ভাই আমাদের সিনিয়র, আমার মনে হয় না আপনাকে এই বিষয়ে বলতে হবে। তবে নিউবি দের জন্য বলছি। এক্সচেঞ্জ এ কখনও নিজের টোকেন রাখবেন না। এক্সচেঞ্জ এ আপনার টোকেন শো করবে কিন্তু তা কখনই আপনার না। আপনার টোকেন তাদের কাছে আছে এবং আপনাকে তার মালিকানা দেখানো হচ্ছে। সব সময় সকলে বলে। "Not your key, not your token". নিউবি রা এই বিষয় টা সবসময় খেয়াল রাখবেন। যত সম্ভব পারেন পারসোনাল ওয়ালেট এ টোকেন সংরক্ষন করবেন। এতে আপনার মালিকানা আপনার কাছেই থাকবে।

Quote
আমরা প্রাইভেসি নিয়ে একটুও সচেতন না। আমি নিজেও না আসলে ভাই। তবে এখন বুঝি এইটা খুবই প্রয়োজন। কারো সাথে এইসব নিয়ে আলোচনা করা উচিত না। উপকার করতে যাই নিজের বিপদ ডেকে আনা লাগবে, খাল কেটে কুমির ডাকার মত।

এই কুমির এর কামর এখনও খাচ্ছি ভাই। জীবনে আর কাওকে কিছু বলতে যাব না, শিখানো তো দুরের কথা।
member
Activity: 168
Merit: 58
February 06, 2023, 02:32:40 AM

জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না।
স্বস্তি। আমি নিচের পোস্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কারন, ওইখানে আমার কিছু ফান্ড আছে। বুলরানের সময় কিছু শিটকয়েন ক্রয় করেছিলাম। সেগুলো আর উইথড্র দেয়া হয় নি। এখনো সেখানেই আছে।

বাঁশ খাওয়ার রাস্তা ভালোই বের করছেন। যখন কেউ আপনার কথা শুনে বিটকয়েন ইনভেস্ট করবে তখন সে যদি লুজার হয়; যেটা সম্ভবনা খুব বেশি। তাহলে, ওই বাসটা সে যতটুকু না খাবে; আপনাকে তার কয়েকগুণ দেবে। প্রথমত, সে শুধু আপনাকে দোষারোপ করতে পারে। দ্বিতীয়তঃ সে আপনার নামে বিচার ডাকতে পারে; যে আপনি তাকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সে আপনার নামে মামলা করতে পারে। আর যদি সে আপনার নামে মামলা করে; তাহলে, সে যতটুকু ধরা খাবে আপনি খাবেন তার থেকে বেশি। কারণ বিটকয়েনের লেনদেন বাংলাদেশের বৈধ নয়। আর আপনি অবৈধ জিনিস কিনতে উৎসাহিত করেছেন এবং তার ক্ষতি করেছ। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমাতে দেন; এত হইহুল্লো করার কিছু নেই।
আমরা প্রাইভেসি নিয়ে একটুও সচেতন না। আমি নিজেও না আসলে ভাই। তবে এখন বুঝি এইটা খুবই প্রয়োজন। কারো সাথে এইসব নিয়ে আলোচনা করা উচিত না। উপকার করতে যাই নিজের বিপদ ডেকে আনা লাগবে, খাল কেটে কুমির ডাকার মত।

জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না।
স্বস্তি। আমি নিচের পোস্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কারন, ওইখানে আমার কিছু ফান্ড আছে। বুলরানের সময় কিছু শিটকয়েন ক্রয় করেছিলাম। সেগুলো আর উইথড্র দেয়া হয় নি। এখনো সেখানেই আছে।

বাঁশ খাওয়ার রাস্তা ভালোই বের করছেন। যখন কেউ আপনার কথা শুনে বিটকয়েন ইনভেস্ট করবে তখন সে যদি লুজার হয়; যেটা সম্ভবনা খুব বেশি। তাহলে, ওই বাসটা সে যতটুকু না খাবে; আপনাকে তার কয়েকগুণ দেবে। প্রথমত, সে শুধু আপনাকে দোষারোপ করতে পারে। দ্বিতীয়তঃ সে আপনার নামে বিচার ডাকতে পারে; যে আপনি তাকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সে আপনার নামে মামলা করতে পারে। আর যদি সে আপনার নামে মামলা করে; তাহলে, সে যতটুকু ধরা খাবে আপনি খাবেন তার থেকে বেশি। কারণ বিটকয়েনের লেনদেন বাংলাদেশের বৈধ নয়। আর আপনি অবৈধ জিনিস কিনতে উৎসাহিত করেছেন এবং তার ক্ষতি করেছ। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমাতে দেন; এত হইহুল্লো করার কিছু নেই।
আমরা প্রাইভেসি নিয়ে একটুও সচেতন না। আমি নিজেও না আসলে ভাই। তবে এখন বুঝি এইটা খুবই প্রয়োজন। কারো সাথে এইসব নিয়ে আলোচনা করা উচিত না। উপকার করতে যাই নিজের বিপদ ডেকে আনা লাগবে, খাল কেটে কুমির ডাকার মত।

আপনার আমাকে ভালো উপদেশ দিয়েছেন। আমি কাউকে আর বিটকয়েন সম্পর্কে কোন ধরনের কোন জ্ঞান দিতে যাব না। আমি আমার মত গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করব। আমাকে ভালো উপদেশ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 05, 2023, 11:44:15 PM

জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না।
স্বস্তি। আমি নিচের পোস্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কারন, ওইখানে আমার কিছু ফান্ড আছে। বুলরানের সময় কিছু শিটকয়েন ক্রয় করেছিলাম। সেগুলো আর উইথড্র দেয়া হয় নি। এখনো সেখানেই আছে।

বাঁশ খাওয়ার রাস্তা ভালোই বের করছেন। যখন কেউ আপনার কথা শুনে বিটকয়েন ইনভেস্ট করবে তখন সে যদি লুজার হয়; যেটা সম্ভবনা খুব বেশি। তাহলে, ওই বাসটা সে যতটুকু না খাবে; আপনাকে তার কয়েকগুণ দেবে। প্রথমত, সে শুধু আপনাকে দোষারোপ করতে পারে। দ্বিতীয়তঃ সে আপনার নামে বিচার ডাকতে পারে; যে আপনি তাকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সে আপনার নামে মামলা করতে পারে। আর যদি সে আপনার নামে মামলা করে; তাহলে, সে যতটুকু ধরা খাবে আপনি খাবেন তার থেকে বেশি। কারণ বিটকয়েনের লেনদেন বাংলাদেশের বৈধ নয়। আর আপনি অবৈধ জিনিস কিনতে উৎসাহিত করেছেন এবং তার ক্ষতি করেছ। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমাতে দেন; এত হইহুল্লো করার কিছু নেই।
আমরা প্রাইভেসি নিয়ে একটুও সচেতন না। আমি নিজেও না আসলে ভাই। তবে এখন বুঝি এইটা খুবই প্রয়োজন। কারো সাথে এইসব নিয়ে আলোচনা করা উচিত না। উপকার করতে যাই নিজের বিপদ ডেকে আনা লাগবে, খাল কেটে কুমির ডাকার মত।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 05, 2023, 09:17:16 PM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
বাঁশ খাওয়ার রাস্তা ভালোই বের করছেন। যখন কেউ আপনার কথা শুনে বিটকয়েন ইনভেস্ট করবে তখন সে যদি লুজার হয়; যেটা সম্ভবনা খুব বেশি। তাহলে, ওই বাসটা সে যতটুকু না খাবে; আপনাকে তার কয়েকগুণ দেবে। প্রথমত, সে শুধু আপনাকে দোষারোপ করতে পারে। দ্বিতীয়তঃ সে আপনার নামে বিচার ডাকতে পারে; যে আপনি তাকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সে আপনার নামে মামলা করতে পারে। আর যদি সে আপনার নামে মামলা করে; তাহলে, সে যতটুকু ধরা খাবে আপনি খাবেন তার থেকে বেশি। কারণ বিটকয়েনের লেনদেন বাংলাদেশের বৈধ নয়। আর আপনি অবৈধ জিনিস কিনতে উৎসাহিত করেছেন এবং তার ক্ষতি করেছ। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমাতে দেন; এত হইহুল্লো করার কিছু নেই।
member
Activity: 168
Merit: 58
February 04, 2023, 09:22:44 PM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
আপনার এলাকার বিটকয়েন সম্পর্কে জানেনা এটাই উত্তম, আপনি তাদেরকে বিটকয়েন সম্পর্কে জ্ঞান দিতে যাবেন না। বিশেষ করে আপনি তাদের ভালো করার উদ্দেশ্যে জ্ঞান দিতে যাবেন কিন্তু ভবিষ্যতে আপনি তাদের ভালোর পরিবর্তে খারাপ দিকটাই বেশি হবে। অহেতুক তাদেরকে আইনের ঝামেলাতে ফেলবেন না। বাংলাদেশে বিটকয়েন তথা ডিজিটাল কারেন্সির বৈধতা নেই তাই আপনি তাদেরকে বিটকয়েন সম্পর্কে জ্ঞান দিতে গেলে তারা আপনার গোপনীয়তা রক্ষা করবে না। কোন কারনে তারা যদি আইনে ঝামেলায় পড়ে যায় তাহলে তারা প্রথমে আপনাকে পুলিশের কাছে সোপর্দ করে দেবে। এতে করে আপনার ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব , আপনি একা আছেন একাই থাকার চেষ্টা করুন। দলবল নিয়ে বিটকয়েন সম্পর্কে আলাপ আলোচনা করতে গেলে নিশ্চিত করে আপনি পরবর্তীতে আইনী ঝামেলায় পড়ে যাবেন।

আপনি ঠিক কথাই বলেছেন। আপনার থেকে আমি যা বুঝলাম। কেননা আমাদের দেশটা এমন একটা জঘন্য দেশ যে দেশে কারো ভালো কেউ দেখতে পারে না। হয়তো আমি যদি তাদেরকে বিটকয়েন সম্পর্কে কোন ধারণা দিতে চাই। তখন তারা যদি শুনে বিটকয়েন একটা অবৈধ জিনিস তাহলে তারা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 04, 2023, 12:32:12 PM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
আপনার এলাকার বিটকয়েন সম্পর্কে জানেনা এটাই উত্তম, আপনি তাদেরকে বিটকয়েন সম্পর্কে জ্ঞান দিতে যাবেন না। বিশেষ করে আপনি তাদের ভালো করার উদ্দেশ্যে জ্ঞান দিতে যাবেন কিন্তু ভবিষ্যতে আপনি তাদের ভালোর পরিবর্তে খারাপ দিকটাই বেশি হবে। অহেতুক তাদেরকে আইনের ঝামেলাতে ফেলবেন না। বাংলাদেশে বিটকয়েন তথা ডিজিটাল কারেন্সির বৈধতা নেই তাই আপনি তাদেরকে বিটকয়েন সম্পর্কে জ্ঞান দিতে গেলে তারা আপনার গোপনীয়তা রক্ষা করবে না। কোন কারনে তারা যদি আইনে ঝামেলায় পড়ে যায় তাহলে তারা প্রথমে আপনাকে পুলিশের কাছে সোপর্দ করে দেবে। এতে করে আপনার ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব , আপনি একা আছেন একাই থাকার চেষ্টা করুন। দলবল নিয়ে বিটকয়েন সম্পর্কে আলাপ আলোচনা করতে গেলে নিশ্চিত করে আপনি পরবর্তীতে আইনী ঝামেলায় পড়ে যাবেন।
Jump to: