Author

Topic: বাংলা (Bengali) - page 285. (Read 5705007 times)

newbie
Activity: 153
Merit: 0
February 15, 2023, 09:09:17 PM
Quote
এই কাজ আমি করি নাই । আমার বিটকয়েন আইডির স্কিনশট অন্য কেউ ইউজ করেছে হয়তো । ওই কাজটা যে আমি করছি তার একটা প্রমাণ দেন । আপনার সাথে শত্রুতা করে অন্য একটা টেলিগ্রাম দিয়ে আপনি যে স্ক্রীনশট প্রমাণ দিয়েছেন । আমিও তো আপনার আইডির স্ক্রীনশট তুলে এই কাজ করতে পারি আপনার আইডি নষ্ট করার জন্য । সাব্বির হোসেন ভাই যে টেলিগ্রাম দিয়ে আপনার সাথে কথা বলেছে সেই টেলিগ্রামের উজারনেম দেন ।
কেউ হয়তো আমার সাথে শত্রুতা করছে আমার আইডি কষ্ট করার জন্য ।

SS এ আপনার ID এর SS দেওয়া আছে এইখানে দেখা যাচ্ছে 3 টি option.
Activity
Merit
Post.
ঐ তিনটি অপশন যার অ্যাকাউন্ট সে ছাড়া কেও দেখতে পারেনা তখন দুইটি অপশন থাকে activity and merit. সো ডিফেন্স করার চেষ্টা করে লাভ হবেনা। এবং অপরে টাইম ও দেখা যাচ্ছে
Telegram id= @Nunuvai
এই রকম করে এডিট করতে দুই মিনিট টাইম লাগে বিশ্বাস হয় না । আপনার আইডির এরকম স্ক্রিনশট আমি দিতে পারব ।
শুধু আপনার না যে কোন আইডির এই রকম স্ক্রিনশট আমি দিতে পারব ।
কিন্তু আমি ফর্মে পিক আপলোড দিতে পারি না । যদি কেউ দেখতে চান
তাহলে টেলিগ্রাম ইউজারনেম দিবেন । আমি এডিট করে আপনাকে পাঠিয়ে দিব ।

রিকোয়েস্ট থাকবে একটা আপনি শিওর না হয়ে রিপোর্ট দিবেন না ।
আমার আইডি ছোট হতে পারে । এটাই আমার কাছে অনেক বড় ।
আপনার এই জুনিয়র মেম্বার আইডি দিয়ে আমি কি করব । আমি ফার্মে তিন দিন পোস্ট করলে আপনার আইডি থেকে অনেক ভালো আইডি হবে ।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 15, 2023, 06:28:57 PM
cygan দারুন একটা ফ্রি রেফেল চালু করেছেন। আপনারা যারা ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন। যোগ্যতাঃ কমপক্ষে জুনিয়র মেম্বার হতে হবে। যারা জুনিয়র মেম্বার হতে পারেননি তারা দয়া করে ফ্রি রেফেল এ  আবেদন করবেন না।
today i am raffling the following 2 magazines for free
The Little Hodler Comic (lot 1) and Einundzwanzig (lot 2)
both magazines are in new unused condition





rules:
choose a number between 0-99
users with the rank 'newbies' are excluded from the free raffle
the raffle starts when all numbers have been selected and i have chosen a BTC-block
if a user posts another spot after the announcement of the BTC-block which determines the winner, he will be excluded by me for the next raffles.
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 15, 2023, 03:23:25 PM
Quote
এই কাজ আমি করি নাই । আমার বিটকয়েন আইডির স্কিনশট অন্য কেউ ইউজ করেছে হয়তো । ওই কাজটা যে আমি করছি তার একটা প্রমাণ দেন । আপনার সাথে শত্রুতা করে অন্য একটা টেলিগ্রাম দিয়ে আপনি যে স্ক্রীনশট প্রমাণ দিয়েছেন । আমিও তো আপনার আইডির স্ক্রীনশট তুলে এই কাজ করতে পারি আপনার আইডি নষ্ট করার জন্য । সাব্বির হোসেন ভাই যে টেলিগ্রাম দিয়ে আপনার সাথে কথা বলেছে সেই টেলিগ্রামের উজারনেম দেন ।
কেউ হয়তো আমার সাথে শত্রুতা করছে আমার আইডি কষ্ট করার জন্য ।

SS এ আপনার ID এর SS দেওয়া আছে এইখানে দেখা যাচ্ছে 3 টি option.
Activity
Merit
Post.
ঐ তিনটি অপশন যার অ্যাকাউন্ট সে ছাড়া কেও দেখতে পারেনা তখন দুইটি অপশন থাকে activity and merit. সো ডিফেন্স করার চেষ্টা করে লাভ হবেনা। এবং অপরে টাইম ও দেখা যাচ্ছে
Telegram id= @Nunuvai
যদিও আপনার দেওয়া এই টেলিগ্রাম একাউন্ট সে ফোরামের কোথাও ব্যবহার করেনি । তারপরেও বিষয়টা আসলে সন্দেহজনক আপনি চাইলে আপনার প্রমাণ গুলো গুছিয়ে Reputation এই বোর্ডে একটি পোস্ট করতে পারেন। তবে তার একটি বাউন্টি পোস্টে ব্যবহৃত টুইটার একাউন্টের টাইটেল নেম mx_pro ছিল পাওয়া গিয়েছে।
বাউন্ডারি রিপোর্ট পোস্ট: https://bitcointalksearch.org/topic/m.60876715
jr. member
Activity: 173
Merit: 5
February 15, 2023, 02:38:13 PM
Quote
এই কাজ আমি করি নাই । আমার বিটকয়েন আইডির স্কিনশট অন্য কেউ ইউজ করেছে হয়তো । ওই কাজটা যে আমি করছি তার একটা প্রমাণ দেন । আপনার সাথে শত্রুতা করে অন্য একটা টেলিগ্রাম দিয়ে আপনি যে স্ক্রীনশট প্রমাণ দিয়েছেন । আমিও তো আপনার আইডির স্ক্রীনশট তুলে এই কাজ করতে পারি আপনার আইডি নষ্ট করার জন্য । সাব্বির হোসেন ভাই যে টেলিগ্রাম দিয়ে আপনার সাথে কথা বলেছে সেই টেলিগ্রামের উজারনেম দেন ।
কেউ হয়তো আমার সাথে শত্রুতা করছে আমার আইডি কষ্ট করার জন্য ।

SS এ আপনার ID এর SS দেওয়া আছে এইখানে দেখা যাচ্ছে 3 টি option.
Activity
Merit
Post.
ঐ তিনটি অপশন যার অ্যাকাউন্ট সে ছাড়া কেও দেখতে পারেনা তখন দুইটি অপশন থাকে activity and merit. সো ডিফেন্স করার চেষ্টা করে লাভ হবেনা। এবং অপরে টাইম ও দেখা যাচ্ছে
Telegram id= @Nunuvai
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 15, 2023, 02:27:27 PM
এই ছেলে আমার bitcoin অ্যাকাউন্ট এর পেছনে পরেছিল অনেক ট্রাই করেছে বেচারা অ্যাকাউন্টা scam করে নেয়ার জানিনা এই ছোট অ্যাকাউন্ট নিয়েই বা উনি কি করবেন। আপনারা একটু বিষয়টা দেখবেন অন্য কার সাথেও এমন করতে পারে এবং অন্য কেও অনেক সহজেই তাকে বিশ্বাস করে ফেলবে। সবাই ওনার থেকে সতর্ক থাকবেন। ওনার এর আগেও নাকি একটা অ্যাকাউন্ট ছিল ওইটা banned করে দিয়েছে। কিছু ss প্রমান হিসেবে দিয়ে দিলাম।
টেলিগ্রামের mx_pro আর ফোরামের Djvai77 যে একই ব্যক্তি তার কোন প্রমান তো নেই। আপনি যদি কোন একটা টেলিগ্রাম আইডি থেকে অন্য কাউকে বলেন আপনি Little Mouse, তাহলে কিন্তু আপনি Little Mouse হবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি অন্য কোন প্রমাণ থাকে তাহলে সেটা শেয়ার করতে পারেন।

newbie
Activity: 153
Merit: 0
February 15, 2023, 01:58:01 PM
Little Mouse, BitCoinDream এবং অন্য সিনিওর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
Djvai77
এই ছেলে আমার bitcoin অ্যাকাউন্ট এর পেছনে পরেছিল অনেক ট্রাই করেছে বেচারা অ্যাকাউন্টা scam করে নেয়ার জানিনা এই ছোট অ্যাকাউন্ট নিয়েই বা উনি কি করবেন। আপনারা একটু বিষয়টা দেখবেন অন্য কার সাথেও এমন করতে পারে এবং অন্য কেও অনেক সহজেই তাকে বিশ্বাস করে ফেলবে। সবাই ওনার থেকে সতর্ক থাকবেন। ওনার এর আগেও নাকি একটা অ্যাকাউন্ট ছিল ওইটা banned করে দিয়েছে। কিছু ss প্রমান হিসেবে দিয়ে দিলাম।

https://i.ibb.co/K9T5X2G/Screenshot-2023-02-16-00-41-59-847-org-thunderdog-challegram.jpg https://i.ibb.co/7Xr7V08/Screenshot-2023-02-16-00-18-26-002-org-thunderdog-challegram.jpg https://i.ibb.co/n7WDkyH/Screenshot-2023-02-16-00-44-03-140-org-thunderdog-challegram.jpg https://i.ibb.co/dgD51TV/Screenshot-2023-02-16-00-17-49-130-org-thunderdog-challegram.jpg
এই কাজ আমি করি নাই । আমার বিটকয়েন আইডির স্কিনশট অন্য কেউ ইউজ করেছে হয়তো । ওই কাজটা যে আমি করছি তার একটা প্রমাণ দেন । আপনার সাথে শত্রুতা করে অন্য একটা টেলিগ্রাম দিয়ে আপনি যে স্ক্রীনশট প্রমাণ দিয়েছেন । আমিও তো আপনার আইডির স্ক্রীনশট তুলে এই কাজ করতে পারি আপনার আইডি নষ্ট করার জন্য । সাব্বির হোসেন ভাই যে টেলিগ্রাম দিয়ে আপনার সাথে কথা বলেছে সেই টেলিগ্রামের উজারনেম দেন ।
কেউ হয়তো আমার সাথে শত্রুতা করছে আমার আইডি কষ্ট করার জন্য ।
jr. member
Activity: 173
Merit: 5
February 15, 2023, 01:49:53 PM
Little Mouse, BitCoinDream এবং অন্য সিনিওর ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
Djvai77
এই ছেলে আমার bitcoin অ্যাকাউন্ট এর পেছনে পরেছিল অনেক ট্রাই করেছে বেচারা অ্যাকাউন্টা scam করে নেয়ার জানিনা এই ছোট অ্যাকাউন্ট নিয়েই বা উনি কি করবেন। আপনারা একটু বিষয়টা দেখবেন অন্য কার সাথেও এমন করতে পারে এবং অন্য কেও অনেক সহজেই তাকে বিশ্বাস করে ফেলবে। সবাই ওনার থেকে সতর্ক থাকবেন। ওনার এর আগেও নাকি একটা অ্যাকাউন্ট ছিল ওইটা banned করে দিয়েছে। কিছু ss প্রমান হিসেবে দিয়ে দিলাম।

newbie
Activity: 153
Merit: 0
February 15, 2023, 12:46:15 PM
মেরিট নিয়ে কিছু কথা

কিছু লোক আছে মেরিট এর জন্য পোস্ট চুরি করে,,
মেরিট পাওয়ার জন্য অন্যের পোস্ট কপি করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে পোস্ট করে । এইসব কাজ করে মেরিট পাওয়া সম্ভব না ।
চুরি করে পোস্ট করলে আইডি বাতিল করে দিবে ।

আপনি নিজে চিন্তা করে ভালো কিছু যুক্তি দিয়ে পোস্ট করতে থাকুন
আপনার পোস্ট থেকে যেনো সবাই কিছু শিখতে পারে এমন পোস্ট করলে
আপনার মেরিট এর জন্য চিন্তা করতে হবে না । অনেক মেরিট পাবেন ।
আর আপনার আইডি ও বাতিল বা নষ্ট হবে না ।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
February 15, 2023, 08:44:50 AM
আমি মেম্বার হব কেমনে
কেউ জানলে বলেন প্লিজ
Member হতে ১০ merit ও ৬০ activity প্রয়োজন। বিস্তারিত বিবরণের জন্যে এই post টি দেখুন - মেরিট সংক্রান্ত ধারণা

এই thread এর প্রথম post থেকে বাংলা ভাষায় নবাগতদের জন্যে লেখা গুরুত্বপূর্ণ কিছু post link করা আছে। ঐগুলি পড়ে নিলে আপনার basic understanding আরো ভাল হবে বলে আমার মনে হয়।
newbie
Activity: 153
Merit: 0
February 15, 2023, 01:01:41 AM
আমি মেম্বার হব কেমনে
কেউ জানলে বলেন প্লিজ
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 14, 2023, 03:11:11 PM
@Djvai77 ভাই আপনি উপরের লেখাগুলো একটু পরে নিন। আপনার আইডিটি পার্মানেন্ট ব্যান করা হয়েছে হয়তো কেউ আপনার পোস্ট রিপোর্ট করেছে মডারেটরের কাছে আর তারা সেটি এপ্রুভ করে দিয়েছে।
ওপরে দেখলাম আপনি সরাসরি কিছু আর্টিকেল কপি করে পেস্ট করেছেন আর কপি করে পেস্ট করলেন কিন্তু যে উৎস থেকে পোস্টটি কপি করেছেন সেটির সোর্স লিংক দেননি। আমার মনে হয় আপনার পূর্বের একাউন্টটি ব্যান হওয়ার কারণ এটি ছিল প্লাগরিজম। আমার মনে হয় না আপনার ওই অ্যাকাউন্ট আর কোনদিন আনব্যান করতে পারবেন। আর আপনার এই আইডি যেহেতু ওই আইডির আল্ট সেহেতু আপনার এই একাউন্টে হয়তো কিছুদিনের মধ্যেই ব্যান হবে। এবং এরপর যত একাউন্ট এইসব একাউন্টের সাথে লিংক হবে সবগুলোই ব্যান হবে। আপনি দয়া করে ফোরামের নিয়ম কানুন মেনে পোস্ট করুন অন্যের পোস্ট কপি করে পেস্ট করলে দয়া করে সোর্স লিংক সাথে দিয়ে দিবেন।

আর আপনার কাছে অনুরোধ থাকবে আপনি ফোরামের রুলস গুলো একটু পড়ে নিন নিচে লিংক দিয়ে দিলাম
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
member
Activity: 168
Merit: 58
February 14, 2023, 10:51:53 AM
Happy Valentine day. সবাইকে আমার পক্ষ থেকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আসলে ভেলেনটাইন ডে পুরো পৃথিবী জুড়ে উদযাপন করা হয় । valentine day আমাদের পরিবার-পরিজনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।

কেননা আজকে শুনলাম একজন মেয়েকে নাকি ধর্ষণ করা হয়েছে। আমি নিন্দা জানাই ওইসব লোকদের যারা নর পশুর মত ওই বোনটাকে ধর্ষণ করেছে।

আমাদের দেশে ভালোবাসা দিবসে। সবাই শুধু প্রেমিক প্রেমিকা রায় উদযাপন করে থাকে । কেউ বলে না আজকে ভালোবাসা দিবস এই দিনে পরিবার নিয়ে কোন এক ভালো দর্শনীয় জায়গায় ঘুরতে যাবে।
কেউ তার মাকে ফুল দিয়ে বলে না মা আমি তোমাকে ভালোবাসি।

কিন্তু ১০-১২ দিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। গার্লফ্রেন্ডকে কি খাওয়াবে।



hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 14, 2023, 10:47:59 AM
পেপালের মতন এমন সার্ভিস দেয় এমন আরো কোন প্ল্যাটফর্ম আছে কি ? কেউ ব্যবহার করে থাকলে আমাকে জানাবেন।
কিছুদিন আগে এক ভাই শেয়ার করছিল pypl মনে হয়। সেখানেও ক্রিপ্টো বায় সেল করা যায়।


আমি নিজে pyypl ব্যাবহার করেছিলাম এতদিন। প্রথম দিক দিয়ে ভালো লাগলেও এর সিকিউরিটির অবস্থ্যা জঘন্য। এটাতে বাইনান্স এবং ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে ডিপোজিট এবং উইথড্রো করা যায়। এটার মাধ্যমে সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায়। কার্ড নাম্বার আর সি ভিভি নাম্বারের পাশাপাশি এটাতে 2FA পিন সেট করা যেতো। আমি ডার্ক ওয়েবে কিছু স্ক্রিপ্ট কেনার জন্য এই কার্ড ব্যাবহার করেছিলাম। পরে আমার কার্ডের তথ্য গুলো লিক হয়ে যায়। তবে আমি 2FA পিন এর জন্য নিশ্চিন্ত ছিলাম। পিন বাইপাস করার একমাত্র সিস্টেম হলো ডিভাইসে থাকা ফিঙ্গার প্রিন্ট। অনেকটা ট্রাস্ট ওয়ালেটের মতো। অনেক দিন ব্যাবহার করিনি। হঠাৎ একদিন ঢুকে দেখি ব্যালেন্স নাই (৫০ ডলারের মতো) । ট্রানজেকশন গুলো দেখলাম, কিন্তু এখানে ট্র্যাক করার কোনো উপায় নেই। সাপোর্ট এ যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকবার। কোনো লাভ হয়নি। জঘন্য সাপোর্ট। ১২ ঘন্টার বেশি সময় নেয় লাইভ চ্যাটে ‍আসতে। এসে রিপ্লাই দিয়ে ৫ মিনিট অপেক্ষা করে আবার চ্যাট ক্লোজ করে দেয়। তো যারা ব্যাবহার করতে চাচ্ছেন, এ ব্যাপারে সাবধান থাকবেন।
jr. member
Activity: 35
Merit: 3
February 14, 2023, 09:53:14 AM
আজকের ভালোবাসাটা শুধুমাত্র বাবা-মা ও স্ত্রী পুত্রদের জন্যই হওয়া উচিত।
শুধুমাত্র বাবা-মা ও স্ত্রী পুত্র! কন্যা বাদ?
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 14, 2023, 07:38:37 AM
বিশ্ব ভালোবাসা দিবস



আজকে ১৪ ই ফেব্রুয়ারি, বিশ্বের ক্যালেন্ডার অনুসারে আজকে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসকে মানুষ বিভিন্ন রূপে সংজ্ঞায়িত করেছেন, বিভিন্ন আঙ্গিকে পালন করেছেন। কিন্তু আমি আজকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমি আমার বাংলা ভাষাভাষী ফোরামের ভাইদের/বোনদের মাঝে বিলিয়ে দিচ্ছি। অনেকেই আছে বিশ্ব ভালোবাসা দিবস শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের মাঝে সীমাবদ্ধ রাখে, কিন্তু আদৌও বিশ্ব ভালোবাসা দিবস কি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্য সীমাবদ্ধ? ভালোবাসা দিবস প্রিয়জনদের মাঝে ভালোবাসা দিবসে শুভেচ্ছা ও তাৎপর্য বিলিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। আজকের দিনটিতে বাবা তার মেয়ের জন্য, ছেলের জন্য, তার স্ত্রীর জন্য, তার কর্মস্থানের কলিগের মধ্যে, অফিসের বসের সাথে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করবে। ভাই তার বোনের জন্য, তার বাবা মায়ের জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করবে। কিন্তু আমরা বাঙালিরা বিশেষ করে বাংলাদেশিরা ভালোবাসা দিবস শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ রাখি । আজকের দিনটিতে অন্ততপক্ষে স্বামী তার স্ত্রীর জন্য ২০ টাকা দিয়ে হলেও একটি ফুল কিনে শুভেচ্ছা জানানো উচিত, তার ফ্যামিলিকে একটু হলেও সময় দেওয়া উচিত। বিশ্ব ভালোবাসা দিবসে পৃথিবীর অন্য কোথায় কিভাবে পালন হয় সেটা হয়তো আমরা বলতে পারবো না কিন্তু আজকে একটা ঘটনা দেখে অনেকটা বিস্মিত হয়ে গিয়েছি। আমি রাজশাহী বিভাগে একটা কাজে বিকেল বেলা এসেছি, বাসস্ট্যান্ডের কাছে একটা মার্কেটে গিয়ে দেখি একটি হুজুর টাইপের সম্ভবত মাদ্রাসা পড়ুয়া ছেলে চার পাঁচটা গোলাপ একসাথে টেপ দিয়ে আটকিয়ে দোকানদারকে তোরা বানিয়ে দিতে বলল। আমি ওই হুজুর ভাইকে জিজ্ঞেস করলাম ইসলামে ভালোবাসা দিবসের কোন গ্রহণযোগ্যতা আছে কি? ওই ভাইটি কোন কিছু বলতে চাইল না শুধুমাত্র একটি কথাই বলল, আপনারা ভালোবাসা দিবসের জন্য যে ফুল কেনেন সেটা হয়তো আপনার প্রেমিকাদের দেন কিন্তু আজকে আমি যে ফুল কিনলাম সেটা আমার জনমদুখিনী মায়ের জন্য কিনেছি। হাতে একটা জায়নামাজ ও একটি শাড়িও দেখলাম। ভাবলাম হয়তো ইসলামে ভালোবাসা দিবসের স্বীকৃতি নেই কিন্তু ওই হুজুর ভাইয়ের মায়ের প্রতি ভালোবাসা দেখে সত্যিই নিজের কাছে অনেক লজ্জিত হলাম। মনে মনে ভাবলাম ইসলামে ভালোবাসা দিবসের স্বীকৃতি না থাকলেও ইসলামে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা দিবসের জন্য কোন ১৪ ফেব্রুয়ারি প্রয়োজন হয় না।
হুজুর ভাইটি চলে যাওয়ার পর অন্ততপক্ষে একটা শিক্ষা গ্রহণ করলাম, আজকে যাদের মা-বাবা বেঁচে আছে তাদের উচিত ওই হুজুর ভাইয়ের মতো বাবা-মার আর্শিবাদ নেওয়া। আজকের ভালোবাসাটা শুধুমাত্র বাবা-মা ও স্ত্রী , সন্তানদের জন্যই হওয়া উচিত।

আজকে আমার ভালোবাসা দিবসের শুভেচ্ছা বাবা মার জন্য উৎসর্গ করলাম।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 14, 2023, 04:54:13 AM
পেপাল আর ক্রিপ্টো!
আমাদের জেনে রাখা ভালো যে পেপাল ক্রিপ্টোকারেন্সি বায়/সেল করতে দেয় কিন্ত উইথড্র দিতে দেয় না। মানে ক্রিপ্টো ক্রয় করলে পেপালের প্ল্যাটফর্ম এ রাখতে হবে। যদি বিক্রি করতে হয়, তাহলে সেখানেই বিক্রয় করতে হবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে পেপালেই লেনদেন করতে হবে।
এছাড়াও, পেপাল নিজে কোন কয়েন হোল্ড করেন না। ব্যবহারকারীদের কয়েন তারা তৃতীয় পক্ষের মানে কাস্টোডিয়াল ওয়ালেটে রাখছে যা খুবই রিস্কি। কেউ যদি ব্যবহার করে থাকেন, তাহলে সচেতন থাকবেন।
আজ থেকে তিন/চার বছর আগে আমি এরকম একটি সিচুয়েশনে পড়েছিলাম যেখানে শুধুমাত্র ডলার অথবা ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করতে পারবেন কিন্তু তাদের একটা বাই সেল অর্ডার আছে সেই অর্ডারের মধ্যে আপনাকে সেল করতে হবে। কিন্তু সেখান থেকে শুধুমাত্র ডলার উইথড্র করতে পারবেন কিন্তু ওই টোকেন উইথড্র করতে পারবেন না। সুতরাং বাধ্য হয়ে তাদের দেওয়া সেল অর্ডারের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন ওইখান থেকে কোন ক্রিপ্টোকারেন্সি উইথড্র করতে যাবেন আপনাকে ওই ওয়েবসাইটের ওয়ালেটে ৫০% উইথড্র ফি হিসেবে দিয়ে আসতে হবে। Lol একটা ওয়েবসাইট ছিল। ওই সমস্ত ওয়েবসাইট রীতিমতো মানুষের উপর জুলুম করা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 14, 2023, 03:04:10 AM
পেপাল নিয়ে বাংলাদেশের কি অবস্থা ? আমি দেখতেছি গতবছর পেপাল ৬০৪ মিলিয়ন  মানে হাফ বিলিয়ন ডলারের উপরে বিটকয়েন এবং ইথারিয়াম ধারণ করেছিল। এটা পেপালের বার্ষিক একটি প্রতিবেদন থেকে পাওয়া গিয়েছে। ক্রিপ্টো কারেন্সি একসেপ্ট করার পর থেকে তাদের এই অবস্থান হয়েছে। আফসোস বাংলাদেশ পেপাল চালু করতে গিয়ে চালু করেনি।
পেপাল আর ক্রিপ্টো!
আমাদের জেনে রাখা ভালো যে পেপাল ক্রিপ্টোকারেন্সি বায়/সেল করতে দেয় কিন্ত উইথড্র দিতে দেয় না। মানে ক্রিপ্টো ক্রয় করলে পেপালের প্ল্যাটফর্ম এ রাখতে হবে। যদি বিক্রি করতে হয়, তাহলে সেখানেই বিক্রয় করতে হবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে পেপালেই লেনদেন করতে হবে।
এছাড়াও, পেপাল নিজে কোন কয়েন হোল্ড করেন না। ব্যবহারকারীদের কয়েন তারা তৃতীয় পক্ষের মানে কাস্টোডিয়াল ওয়ালেটে রাখছে যা খুবই রিস্কি। কেউ যদি ব্যবহার করে থাকেন, তাহলে সচেতন থাকবেন।

এইরকম দেখলেই রিপোর্ট করবেন। ব্যান খাবে। অন্যরা দেখে অন্তত শিক্ষা পাবে, কপি পেস্টের চিন্তা করবে না। মেরিট সিস্টেম আসার পর থেকে এইসব একদম কমন হয়ে গেছে। মানুষ মেরিট পাওয়ায় জন্য কত চেষ্টাই না করছে। #স্যাড_মেরিট_লাইফ
অনেকদিন পর। ইনবক্স দেখবেন। আইপিএল পুল হলে জয়েন করবেন কি না জানাবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 13, 2023, 04:23:35 PM
পেপাল নিয়ে বাংলাদেশের কি অবস্থা ? আমি দেখতেছি গতবছর পেপাল ৬০৪ মিলিয়ন  মানে হাফ বিলিয়ন ডলারের উপরে বিটকয়েন এবং ইথারিয়াম ধারণ করেছিল। এটা পেপালের বার্ষিক একটি প্রতিবেদন থেকে পাওয়া গিয়েছে। ক্রিপ্টো কারেন্সি একসেপ্ট করার পর থেকে তাদের এই অবস্থান হয়েছে। আফসোস বাংলাদেশ পেপাল চালু করতে গিয়ে চালু করেনি।  সোর্স

পেপালের মতন এমন সার্ভিস দেয় এমন আরো কোন প্ল্যাটফর্ম আছে কি ? কেউ ব্যবহার করে থাকলে আমাকে জানাবেন।
member
Activity: 168
Merit: 58
February 13, 2023, 10:10:52 AM
Quote from: Pffrt
এইরকম দেখলেই রিপোর্ট করবেন। ব্যান খাবে। অন্যরা দেখে অন্তত শিক্ষা পাবে, কপি পেস্টের চিন্তা করবে না। মেরিট সিস্টেম আসার পর থেকে এইসব একদম কমন হয়ে গেছে। মানুষ মেরিট পাওয়ায় জন্য কত চেষ্টাই না করছে। #স্যাড_মেরিট_লাইফ
আপনি ঠিক কথাই বলেছেন কেননা । নিজে কোন পরিশ্রম করে পোস্ট করবে না। কিন্তু অন্যজনের পোস্ট চুরি করে পোস্ট দিয়ে তিনি নিজেকে যোগ্য মনে করে। অথচ তার মধ্যে কোন ধরনের বিটকয়েন ফরমের ধারণা নাই । তাই আমাদের সকলের উচিত এই ধরনের পোস্ট চুরি করা লোকদের পোস্টে রিপোর্ট করা উচিত।
যাতে তাদের একাউন্ট ব্যান করে দেয়া হয়।
sr. member
Activity: 1372
Merit: 322
February 12, 2023, 08:27:25 AM
আপনিও সেই একই অপরাধ করেছেন। আপনারা দয়াকরে কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। হঠাৎ করে আপনারা বাংলাদেশ বোর্ডে এসে হুবহু কপি পেস্ট করে বাংলাদেশ ল্যাঙ্গয়েজ বোর্ডকে কলুষিত করবেন না।পারলে আপনি যা নিজে জানেন তাই এখানে শেয়ার করার চেষ্টা করুন।অন্যের ইনফরমেশন কপি করে পোস্ট করলে হয়তো আমরা এখানে ক্ষমা করে দিলেও কিন্তু অন্য কোন স্থানে আপনার পোস্টের জন্য ক্ষমা নাও পেতে পারেন। তাই বাংলাদেশ বোর্ডের জনপ্রিয়তা কমে যায় এরূপ কর্মকান্ড থেকে বিরত থাকুন। আপনি দয়া করে আপনার পোস্টের উৎস আপনার পোস্টের নিয়ে যোগ করে দিন।
আপনার পোস্টের উৎস: বিশ্বের সচল মুদ্রাগুলো
এইরকম দেখলেই রিপোর্ট করবেন। ব্যান খাবে। অন্যরা দেখে অন্তত শিক্ষা পাবে, কপি পেস্টের চিন্তা করবে না। মেরিট সিস্টেম আসার পর থেকে এইসব একদম কমন হয়ে গেছে। মানুষ মেরিট পাওয়ায় জন্য কত চেষ্টাই না করছে। #স্যাড_মেরিট_লাইফ
Jump to: