Author

Topic: বাংলা (Bengali) - page 281. (Read 5711668 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 23, 2023, 08:41:25 AM
যারা এগুলা বলে তারা আসলে ভাই ওই বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে।
জি ভাই সত্য কথা বলেছেন। আপনার কথার সাথে ১০০% সহমত। আপনি ভাই মেরিটের দিক থেকে এখন সিনিয়র মেম্বার। যদিও অ্যাক্টিভিটির জন্য আপনার আরো অনেক সময় লাগবে। তথাপি যেহেতু মেরিটের দিক থেকে আপনি এখন সিনিয়র মেম্বার তাই আপনাকে সিনিয়র মেম্বার রেঙ্কে পৌঁছানোর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন (অগ্রিম)। আশা করি এভাবেই পোস্ট করতে থাকবেন ফোরাম মেম্বারদের সহযোগিতা করবেন এবং সেই সাথে নিজেও উপকৃত হবেন।
member
Activity: 182
Merit: 10
February 23, 2023, 06:21:17 AM
ফোরাম ইউজারনেম কিভাবে চেঞ্জ করব
প্লিজ কেউ জানলে হেল্প করেন
আপনি এই বিষয়ে জানতে চাইলে নিচের লিংকগুলোতে প্রবেশ করেন আশা করি বিস্তারিত জানতে পারবেন।

১. https://bitcointalksearch.org/topic/how-to-change-user-name-2722668.
২. https://bitcointalksearch.org/topic/can-i-change-my-username-here-on-bitcointalk-forum-2234018
৩. https://bitcointalksearch.org/topic/change-username-5192391
৪. https://bitcointalksearch.org/topic/change-username-307019
৫. https://bitcointalksearch.org/topic/how-to-change-account-name-in-bitcointalk-forum-2707835

ধন্যবাদ।
newbie
Activity: 9
Merit: 0
February 23, 2023, 03:34:26 AM
ফোরাম ইউজারনেম কিভাবে চেঞ্জ করব
প্লিজ কেউ জানলে হেল্প করেন
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 23, 2023, 03:01:04 AM
~snip~
দেখে আনন্দই লাগতেছে যে প্রথম পাঁচ জনের মধ্যে আমার নামটিও রয়েছে। শুরু থেকে বলতে গেলে আমি ছিলাম না , আমার মনে পড়ে আমি যখন 2021 সালের ডিসেম্বরের ৫ তারিখ একাউন্টটি খুলি তারপর Little Mouse, naim027, Dtalk , Pffrt , wtsimis , shasan এনারা খুব ভালোভাবে একটিভ ছিল এবং তা ছাড়া আরও  মেম্বাররা ছিল যারা ভালো ভালো রিসোর্স শেয়ার করেছে । মূলত এদের শেয়ার করার রিসোর্স ছাড়া হয়তো আজকে আমি এ পর্যন্ত এত সহজে আসতে পারতাম না।
আমি জানি ২০২১ সালের আগেও আরো অনেক ভালো ভালো মেম্বারগন ছিলেন তারা এখন ইনএকটিভ হয়ে পড়েছেন। তাদের এক্টিভিটি আবারও ফিরে আসলে হয়তো এ বছর আগের বছরের তুলনায় তিন গুণ পারফরম্যান্স করবে আমাদের এই লোকাল থ্রেড।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 23, 2023, 02:39:09 AM
এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?


ভাই আমার মনে হয় না এগুলো স্পাম ছিল! আপনি অনেক ভাল পোস্ট করেন এবং আপনার পোস্টগুলো সব সময় গুরুত্বপূর্ণ ছিল। আর আপনি প্রশ্নবিদ্ধ করার ব্যাপারে যেটা বললেন, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলেছেন, তবে যারা আপনাকে প্রশ্নবিদ্ধ করে তারা নিজেরাই কিন্তু এই ফোরামে একটিভ না। যারা আপনাকে প্রশ্নবিদ্ধ করে আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনি নিজের দিকে তাকান নিজের চরকায় তেল দেন। এখানে কেউ কারো পজিশন নিয়ে নিতে পারবে না। এখান থেকে কেউ কোনো বেতন পায় না। লোকাল বোর্ডে কেউ যদি পোস্ট না করে তাহলে তার কোন লস হবে না বা তার কোন ক্ষতি হবে না। সুতরাং প্রত্যেকটা কনট্রিবিউশন আমাদের থ্রেট এর জন্য খুবই উপকারী। কে ভালো করলো কে খারাপ করলো এগুলা না দেখে সবাই একসাথে এগিয়ে যাওয়া উচিত।
member
Activity: 168
Merit: 58
February 23, 2023, 02:36:02 AM
এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?

ভাই আপনি লোকের কথায় কান দিবেন না। কেননা আমি দেখছি আপনি একজন মহান মানুষ। সব সময়ই আপনি নতুনদের জন্য অনেক সময় ব্যয় করে থাকেন। আমরা নতুন আমরা অনেক কিছুই জানিনা। দেখা যায় আমাদের নতুনদের মধ্যে থেকে কেউ একটা প্রশ্ন করলে আপনি সাথে সাথেই সমাধান দিয়ে থাকেন।
 আপনার মত মানুষ আছে বলেই আমরা নতুনরা অনেক কিছু শিখতে সক্ষম হই।

LDL
hero member
Activity: 742
Merit: 671
February 23, 2023, 12:49:48 AM
এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?
ভাই গ্রাম্য বাংলায় একটি কথা আছে, "মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত"
যারা এগুলা বলে তারা আসলে ভাই ওই বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। এই ফোরামে টিকে থেকে মানুষের কল্যাণে আপনার মত কয়জন আছে? অনেকেই আসে, অনেকেই যায় কিন্তু মানুষের জন্য কজন সময় ব্যয় করতে পারে। নিন্দুকেরা সবসময় আপনার অবদান অস্বীকার করে যাবে কিন্তু ভাই ভুলেও তাদের উপর রাগ করবেন না। নিন্দুকেরা আপনার দোষত্রুটি খুঁজে বের করে লোক চক্ষুর সম্মুখে এনে প্রকাশ করবে এতে আপনার সুবিধা হবে আপনি আপনার দোষ ত্রুটি সংশোধন করে নেওয়া। তাইতো ছোটবেলায় শিক্ষকের কাছ থেকে এই ছড়াটির অংশবিশেষ শিখেছিলাম।

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ- জনমের সাথী সে যে আধার ঘরের আলো।


বিটকয়েন, এইটা ফিয়াট মানির এমন একটা বিকল্প যেটা আমাদের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতি সমাধান করতে পারে। সেদিক চিন্তা করেই সবাই বিনিয়োগ করা উচিত। আজকে বিটকয়েন ম্যাগাজিন এর একটা টুইট দেখলাম। খুবই ভালো লেগেছে। নিচে শেয়ার দিলাম-
Quote
FIX THE MONEY - FIX THE WORLD #Bitcoin
আপনাকে ধন্যবাদ। আপনি এখানে একটি মূল্যবান ইনফরমেশন বলেছেন ও শেয়ার করেছেন "মুদ্রাস্ফিতি" যা এক সময় আমার সামাজিক বিজ্ঞান টিচার প্রথম বলেছিল তখন শুধু মুখের পানে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না। আজকে আপনার মুখে মুদ্রাস্ফিতি নিয়ে কিছুটা ইনফরমেশন পাওয়া আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
যখন সপ্তম শ্রেণীতে ছিলাম তখন মুদ্রাস্ফীতি নিয়ে একটা প্রশ্ন এসেছিল যা উত্তর করেছিলাম আজ যা শিখছি বা জানছি তা থেকে অনেক অনেক ভিন্ন। তখন টাকা কামাতাম না তাই মুদ্রাস্ফিতি নিয়ে কোন কিছুই জানতাম না। আজ নির্মম পৃথিবীর সামনে দাঁড়িয়ে সংসারে মুদ্রাস্ফিতির নেতিবাচক প্রভাব হারে হারে টের পাচ্ছি।
মুদ্রাস্ফীতি (Inflation) হল ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী পণ্যের দাম বেড়ে গেলে পূর্বের তুলনায় ওই পণ্য কিনতে বেশি টাকা লাগলে তাকে মুদ্রাস্ফিতি বলে। যারা বাংলাদেশী আছেন তারা মুদ্রাস্ফীতির প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ধরে নেই ২০১০ সালে ১ কেজি আপেলের দাম ছিল ১০০ টাকা ,২০২৩ সালে সেই আপেলের কেজি ২৫০ টাকা তাহলে মুদ্রাস্ফিতি/মুল্যস্ফিতি ১২০ টাকা অর্থাৎ ১২০% মূল্য বৃদ্ধি পেয়েছে। আপনি আগে একশ টাকায় যে পণ্য পেতেন বর্তমানে ওই একই পণ্য পেতে আপনাকে আরো ১২০ টাকা বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে।
ঠিক আপনি ব্যাংকে গচ্ছিত টাকা রাখলে অর্থাৎ Fiat Money রাখলে আপনাকে পূর্বের তুলনায় বর্তমানে বেশি মূল্যে পণ্য ক্রয় করতে হবে অর্থাৎ আপনি যদি ২০০০ সালে 10 লক্ষ টাকা রাখেন তাহলে বর্তমানে মূল্যস্ফিতির ফলে আপনার টাকার মান কমে ৫ লক্ষ টাকা হয়ে গেছে। আপনার টাকার মান কমে গেছে অর্থাৎ আপনি আগে যদি ১০ লক্ষ টাকা দিয়ে তিন বিঘা জমি কিনতে পারতেন এখন বর্তমানে 10 লক্ষ টাকা দিয়ে আপনাকে ১০ ডিসিমাল জমি কিনতে হবে। তাহলে বুঝতে পেরেছেন মুদ্রাস্ফিতির ফলে কিভাবে আমাদের টাকার মান কমে যায়।

এখন আসি মুদ্রাস্ফীতিতে বিটকয়েন আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, ধরুন আপনি 2022 সালে ৫ লক্ষ টাকার সমপরিমাণ বিটকয়েন কিনে আপনার বিশ্বস্ত ওয়ালেটে হোল্ড করে রেখে দিচ্ছেন। আপনি যদি ৫ লক্ষ টাকা ব্যাংকে অথবা সিন্দুকে আটকে রাখতেন তাহলে আপনার 5 লক্ষ টাকা মুদ্রাস্ফীতির ফলে দিন দিন সেবা কমে যাবে কিন্তু আপনি যদি বিটিসি হোল্ড করে রেখে দিতেন তাহলে আপনার 5 লক্ষ টাকা এই মুহূর্তে এসে তিন লক্ষ টাকা যোগ করে ৮ লক্ষ টাকার মত হতো। বিটকয়েনে আপনার দেশের মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে না। কেননা বিটকয়েন মুদ্রাস্ফীতির প্রভাব থেকে মুক্ত।

তবে বিটকয়েনে ইনভেস্ট করবেন কি করবেন না, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপাতত মুল্যস্ফিতি/মুদ্রাস্ফীতির বিষয়টা কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।
jr. member
Activity: 33
Merit: 2
February 22, 2023, 10:01:06 PM
1. Little Mouse মোট পোস্ট 352
Cool
এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?

এ বছরে বিটকয়েন কত পাম্প করতে পারে?
বিটকয়েন কত পাম্প করতে পারে এইটা কে নিশ্চিত হয়ে বলতে পারবে? যাই হোক, হাভিং এর আগে আমি ভালো কিছু দেখছি না। হাভিং এর পর আমরা হয়তবা নতুন অল টাইম হাই দেখতে পাবো। একটা কথা বলি, আপনাকে কোট করছি মানে শুধু আপনাকে বলছি না। সবার উদ্দেশ্যেই বলা।
বিটকয়েন কুইক মাকি মেকিং স্কিম না, ২১ দিনে পয়সা ডাবল করার স্কিম ও না। এইটা ফিয়াট মানির এমন একটা বিকল্প যেটা আমাদের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতি সমাধান করতে পারে। সেদিক চিন্তা করেই সবাই বিনিয়োগ করা উচিত। আজকে বিটকয়েন ম্যাগাজিন এর একটা টুইট দেখলাম। খুবই ভালো লেগেছে। নিচে শেয়ার দিলাম-
Quote
FIX THE MONEY - FIX THE WORLD #Bitcoin
Source
Thanks vaiya 🥰
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 22, 2023, 12:13:20 PM
5. shasan মোট পোস্ট 85
ও মোর খোদা! আমি তো বাংলা থ্রেড এ পোস্ট করি না। আর আমি কি না সর্বোচ্চ পাঁচজন পোস্টদাতার মধ্যে একজন। সত্যিই ভাবতে খুবই অবাক লাগে। যাইহোক, বেশ কয়েকজন দেখলাম ইংরেজিতে পোস্ট করেছেন। কারো পোস্টকোড করলাম না। ইতিমধ্যে একজন ইংরেজি থেকে বাংলা রূপান্তর করেছেন। অন্যরাও দয়া করে বাংলায় রূপান্তর করুন এবং ভবিষ্যতে দয়া করে কেউ ইংরেজিতে কোন লেখা লিখবেন না। আর যদি আপনারা লিখেন তাহলে আপনাদেরই লস বেশি হবে কারণ দুদিন আগে বা পরে আপনার পোস্ট ডিলিট হয়ে যাবে।

3. SammiKhan মোট পোস্ট 158
এই ভাই ৮ মাস ধরে সাইট এ ঢুকে নাহ।

Malekbaba মোট পোস্ট 46
এই মাসে সাইট এ ঢুকে নাই।

বেশ কয়েকজন দেখলাম স্পামার ট্যাগ পেয়েছেন!!
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 22, 2023, 12:06:28 PM
1. Little Mouse মোট পোস্ট 352
Cool
এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?

এ বছরে বিটকয়েন কত পাম্প করতে পারে?
বিটকয়েন কত পাম্প করতে পারে এইটা কে নিশ্চিত হয়ে বলতে পারবে? যাই হোক, হাভিং এর আগে আমি ভালো কিছু দেখছি না। হাভিং এর পর আমরা হয়তবা নতুন অল টাইম হাই দেখতে পাবো। একটা কথা বলি, আপনাকে কোট করছি মানে শুধু আপনাকে বলছি না। সবার উদ্দেশ্যেই বলা।
বিটকয়েন কুইক মাকি মেকিং স্কিম না, ২১ দিনে পয়সা ডাবল করার স্কিম ও না। এইটা ফিয়াট মানির এমন একটা বিকল্প যেটা আমাদের বর্তমান অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতি সমাধান করতে পারে। সেদিক চিন্তা করেই সবাই বিনিয়োগ করা উচিত। আজকে বিটকয়েন ম্যাগাজিন এর একটা টুইট দেখলাম। খুবই ভালো লেগেছে। নিচে শেয়ার দিলাম-
Quote
FIX THE MONEY - FIX THE WORLD #Bitcoin
Source
jr. member
Activity: 33
Merit: 2
February 22, 2023, 10:36:29 AM
এ বছরে বিটকয়েন কত পাম্প করতে পারে?
member
Activity: 168
Merit: 58
February 22, 2023, 05:35:29 AM
Also this is very good news in online market

কিছু যদি মনে না করেন, বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থেট এখানে বাংলা ভাষায় পোস্ট লিখে দিলে ভালো হয়।

,,Also this is very good news in online market,,
,,,এছাড়াও এটি অনলাইন বাজারে খুব ভাল খবর,,,
বুঝলাম না ভাই আপনি কোন জিনিসের কথা বলেছেন মার্কেটে ভালো খবর। যদি ভালো করে বুঝিয়ে দিতেন??


sr. member
Activity: 1008
Merit: 366
February 22, 2023, 03:49:07 AM
tjtonmoy মোট পোস্ট 37

ভাই আর বইলেন না। কিছুদিন যাবৎ One Piece এনিমে দেখা শুরু করছি। এক হাজার এর বেশি এপিসোড, দিন রাত দেইখা কেবল মাত্র ৫৭৮ এ আছি। বিধায় ফোরাম এ সময় দিতে পারছি না। আগের মত আবার ফিরে আসব এইটা শেষ হইলে।
আর আমার পক্ষ থেকেও LDL ভাই আপনাকে Sr. Member এর অগ্রীম শুভেচ্ছা ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 22, 2023, 03:41:34 AM

2. Review Master মোট পোস্ট 261

এতগুলো পোষ্ট করেছি, জানতামই নাহ। ধন্যবাদ সময় নিয়ে তথ্যগুলো প্রকাশ করার জন্য এবং অগ্রিম অভিনন্দন Sr Member হওয়ার জন্য।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 22, 2023, 01:46:54 AM
আজকে বাংলাদেশ টপিকে কিছু গুরুত্বপূর্ণ একটি মেম্বারদের নিয়ে আলোচনা করব যারা ফোরামে শুরু থেকে শেষ পর্যন্ত টিকে আছে। তাঁদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সেরা ৫ জন পোস্টদাতা যারা এখনো ফোরামে অক্লান্ত পরিশ্রম করে ফোরামকে আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। শুরু থেকে আজ পর্যন্ত ফোরামের সবচেয়ে বেশি পোস্ট দিয়েছেন.....
1. Little Mouse মোট পোস্ট 352
2. Review Master মোট পোস্ট 261
3. SammiKhan মোট পোস্ট 158
4. Crypto Library মোট পোস্ট 131
5. shasan মোট পোস্ট 85

তাছাড়া যারা মাঝে মাঝে একটিভ হয়ে ফোরামে লেখালেখি করে তাদের মধ্যে থেকে কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হল
Pffrt মোট পোস্ট 62
BitcoinDream মোট পোস্ট 60
Musafar37 মোট পোস্ট 48
Malekbaba মোট পোস্ট 46
Istiaque মোট পোস্ট 43
tjtonmoy মোট পোস্ট 37
LDL মোট পোস্ট 35
sr. member
Activity: 1008
Merit: 366
February 21, 2023, 03:14:19 PM
কিছু টুপি ডিজাইন করলাম  আমাদের  থ্রেডের জন্য  কারো এভাটার  স্পেস খালি থাকলে ইচ্ছা করলে পড়তে পারেন  Grin

আমার স্পেস ফাকা নাই ভাই, থাকলে অবশ্যই পরতাম। ফোরাম এ বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যে প্রচেস্টা তা দেখে অনেক ভালো লাগলো । আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আমিও একটা ডিজাইন করলাম। ফটোশপ নিয়ে একটু ঘাটাঘাটি করি তো, ভাবলাম একটু ট্রাই মেরে দেখি। আপনার মত অতটাও ভালো হয় নাই। তবে যতটুক পেরেছি ওই ভাবেই করেছি। কারও পছন্দ হইলে ইউজ করতে পারেন। আর ফটোশপ নিয়ে কারও হেল্প লাগলে বলবেন। কোনো পেমেন্ট করতে হবে না। শখ এর বশে করি, এ থেকে যদি কারও হেল্প হয় তাহলে ক্ষতি কি? Grin

এভাটারঃ- রিসাইজ করা আছে 120px & 80px এ। ডিরেক্ট ডাউনলোড করে ইউজ করতে পারবেন।
এডিটঃ- লোগো তে একটু ভুল ছিলো, ঠিক করে দিছি। Tongue


অরিজিনাল পি এন জি ফাইলঃ-

full member
Activity: 560
Merit: 141
★Bitvest.io★ Play Plinko or Invest!
February 21, 2023, 01:59:22 PM
দয়া করে কেউ কি আমাকে বাংলাদেশে টাকা পেতে সাহায্য করতে ইচ্ছুক এবং আমাকে বিটকয়েন পাঠান এবং আমি চার্জ নিয়ে আলোচনা করতে প্রস্তুত
এসক্রো পছন্দ অনুগ্রহ করে
Daẏā karē kē'u ki āmākē bānlādēśē ṭākā pētē sāhāyya karatē icchuka ēbaṁ āmākē biṭakaẏēna pāṭhāna ēbaṁ āmi cārja niẏē ālōcanā karatē prastuta
ēsakrō pachanda anugraha karē

আমি যদি ভূল না করে থাকি, আপনি কি বিটকয়েন ক্রয় বা বিক্রয় করতে চাচ্ছেন?
আপনি Little Mouse ভাইকে ফোরামে বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। ফোরামে করাই ভালো হবে। ওনার একটি সারভিস থ্রেড ছিলো, যেটা আমি এখন খুজে পাচ্ছি না। আশা করি ওনার সারভিস এখনো চলমান।
পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি তাকে একটি পিএম পাঠিয়েছি এবং আমি আশা করি সবকিছু মসৃণভাবে হবে
Parāmarśēra jan'ya āpanākē anēka dhan'yabāda ēbaṁ āmi tākē ēkaṭi pi'ēma pāṭhiẏēchi ēbaṁ āmi āśā kari sabakichu masr̥ṇabhābē habē
full member
Activity: 490
Merit: 119
February 21, 2023, 01:29:02 PM
কিভাবে ফটো পোস্ট করব ?


ফটো পোস্টের জন্য, আপনি একটি "কপার সদস্য" কিনতে পারেন বা জুনিয়র সদস্যপদ পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন।
full member
Activity: 490
Merit: 119
February 21, 2023, 01:22:21 PM
আপনার কথাটি সত্যি। লেজেন্ডারি হিসেবে পরিচিত হওয়া খুব সুবিধাজনক এবং এতে আরো স্বপ্ন এবং আশা জাগ্রত হয়ে উঠে যে একজন বাংলাদেশির কাজের সফলতা নিশ্চিত হতে পারে। সাথে সাথে তার কাজ থেকে অন্যদেরও উপকৃত হবে এবং তাদেরও সৃষ্টি করতে উৎসাহ জাগ্রত হবে। আপনি সঠিক ভাবে বলেছেন যে বাংলাদেশিরাও সফল হতে পারে এবং একটি সংস্থা বা প্রতিষ্ঠান যেতে পারে দেশের উন্নয়নের পথে সহায়তা করতে।

স্বাগতম "Shasan" ভাই, আপনি অনেক নতুনদের অনুপ্রেরণা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 21, 2023, 10:22:17 AM
দয়া করে কেউ কি আমাকে বাংলাদেশে টাকা পেতে সাহায্য করতে ইচ্ছুক এবং আমাকে বিটকয়েন পাঠান এবং আমি চার্জ নিয়ে আলোচনা করতে প্রস্তুত
এসক্রো পছন্দ অনুগ্রহ করে
Daẏā karē kē'u ki āmākē bānlādēśē ṭākā pētē sāhāyya karatē icchuka ēbaṁ āmākē biṭakaẏēna pāṭhāna ēbaṁ āmi cārja niẏē ālōcanā karatē prastuta
ēsakrō pachanda anugraha karē
You can PM me here or telegram- @LT_Mouse
If I got you correctly, you want to pay someone bitcoin and he will pay BDT to your desired number/account. Well, PM me only if you are not into any shady deal. In addition, I can only make payments through bkash, nagad, rocket. No other payment gateway or any bank account payment isn't possible as I don't deal with them. Regarding escrow, I'm happy with that but you have to pay the escrow fee.

আমি যদি ভূল না করে থাকি, আপনি কি বিটকয়েন ক্রয় বা বিক্রয় করতে চাচ্ছেন?
আপনি Little Mouse ভাইকে ফোরামে বা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। ফোরামে করাই ভালো হবে। ওনার একটি সারভিস থ্রেড ছিলো, যেটা আমি এখন খুজে পাচ্ছি না। আশা করি ওনার সারভিস এখনো চলমান।
ধন্যবাদ মেনশন দেয়ার জন্য। নাইজেরিয়ান উনি। দেখেই গত সপ্তাহের একটা পেমেন্ট এর কথা মনে পরল। একজন খুবই ক্রাইসিস দেখালো। আমার কিছু কাজও করে দেয়ার কথা ছিল। আমি ১ এম.বিটিসি পাঠালাম। কাজের কোন খবর নাই। এখন বলে মোবাইল ছিনতাই হইছে তাই কাজ করতে পারছে না  Cheesy
Jump to: