যদিও আমি বিটকয়েনে কোনো যুক্তিসঙ্গত পরিমাণ বিনিয়োগ করিনি, তবুও আমি দেখেছি যে কীভাবে বিটকয়েনের বাজার
1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?
আমি শেখার জন্য উন্মুক্ত হিসাবে এই প্রশ্নগুলি অনুভূতি ছাড়াই উত্তর দেওয়া হলে এটি হবে?
ভাই Bitcoin কখনো শূন্যতে নামবে না ।। এটা একটা অসম্ভব বিষয় । কারণ Bitcoin এর মাধ্যেমে অনেক কিছু জড়িত আসে।।। Darkweb এর সকল প্রকার লেনদেন বর্তমান সময়ে Bitcoin এর মাধ্যমে হয়ে থাকে যা Bitcoin কে মূল্যবান করে তুলে ।। আমার মতে Bitcoin বর্তমানে একটি শক্তিশালী স্থান দখল করে রেখেছে এবং bitcoin ভবিষৎ এ একটি বড় আধিপত্য বিস্তার করবে ।। যত দিন যাবে Bitcoin এর মূল্য আগের থেকে বাড়তে থাকবে ।। আমি এই মূল্য বলতে আর্থিক দিক বলি নি।। এই মূল্য হলো মানুষ এর bitcoin এর উপর আগ্রহ এবং জানার ইচ্ছা ।। যা Bitcoin কে একটা আলাদা স্তর এ নিয়ে জবে ।। এছাড়া ও আরো অনেক কিছু বিস্তারিত বিষয় আসে যা bitcoin মূল্যবান করে তুলে ।। এই সকল বিষয় বিবেচনা করে দেখা যায় আমার মতে Bitcoin এর মূল্য পড়া অসম্ভব ।।। এই জন্য বলা যায় যে bitcoin আর আগের জায়গায় ফিরে আসবে না ।। যত দিন জবে তার মূল্য বাড়তে থাকবে আমার মতে।।।
বিঃদ্রঃ এটা আমার ব্যাক্তিগত মতামত কারো মত মত এর সাথে মিলতে না পারে ।। ধন্যবাদ ।।।।