আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি। আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
ভালো উদ্দেশ্য নিয়ে কাজ টা করছেন ভাই কিন্তু আমি বলবো এই টা না করাই ভালো। আমি কিছু দিন আগে প্রচুর পেরায় পরছিলাম। আমি কাউরে বুঝাতেই পারলাম না যে ওগুলা আমার ফ্রেন্ড দের আইডি। নিউট্রাল ট্যাগ খেয়ে বসে আছি। তবে যদি ফোরাম এ কাজ না করে তাহলে আপনার কোনো চিন্তা নাই।
আর বিটকয়েন বিনিয়োগ বিষয় টা যত টা সহজ মনে হয় ওতোটা সহজ না। স্বল্প ধারনা নিয়ে কখনও বিটকয়েন এ বিনিয়োগ করে লাভবান হওয়া সম্ভব না। আর যে রিস্ক আছে সে সম্পর্কে তাদের বিশেষ ধারনা থাকা উচিত। এইটা ব্যতিত তারা ভুল করে বসবে এবং সর্বশেষে আপনাকে দোষী বানাবে তাদের ক্ষতির জন্য। যাদের কেই এই বিষয় এ শিখান না কেনো অবশ্যই একদম শুরু থেকে বেসিক ধারনা টা শিখাবেন। এর পর যদি তারা আগ্রহ প্রকাশ করে তবে আপনি তাদের বিনিয়োগ এ উৎসাহ করতে পারেন। তবে তাদের নিজের মত থাকা আবশ্যিক।
আর একটা বিষয় মাথায় রাখবেন। বাংলাদেশ এ ক্রিপ্ট কিন্তু লিগ্যাল নয় এখন ও। সুতরাং আইনি ঝামেলা থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন।
আমি তাদেরকে বুঝিয়ে দেবো, যে বিটকয়েন বিনিয়োগ করলে শুধু যে লাভ হবে তা না। আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেননা বিটকয়েনের দাম সচারাচর উঠানামা করে। আমি তাদেরকে আরো বুঝাবো যে আজকে বিটকয়েনের দাম যা আছে। কিছুদিন পর তার থেকে অনেক দাম বৃদ্ধি পেতে পারে। আবার কমে যেতে পারে।
আমি বিটমার্টে একাউন্ট করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে বাংলাদেশি নাম্বার দিয়া কোন একাউন্ট খোলা যায় না। যদিও gmail দিয়া একাউন্ট করা যায়। kyc করতে গেলে বাংলাদেশের কোন nid,বা passport, দিয়া kyc করার মতো কোন উপায় নাই।
আমি বির্টমার্টে লেনদেন করতে চেয়েছিলাম, যদি কেউ কোন পরামর্শ দিতেন?
KYC করা ছাড়া কি withdraw করা যায়
জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না
আমিও বিটমার্ট এক্সেঞ্জারে অনেক আগে একাউন্ট খুলে রেখেছিলাম এবং তখন আমি লেভেল ওয়ান ভেরিফিকেশন করে রেখেছিলাম কিন্তু এখন গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে দেখলাম যে তাদের এই অপশনটি বাংলাদেশের জন্য আর এভেলেবল না অর্থাৎ সেখানে কান্ট্রি সিলেকশন অপশনে বাংলাদেশের কোন নাম নেই। তো এখন বিটমার্ট এক্সেঞ্জারে একাউন্ট খুলে লেভেল ওয়ান ভেরিফিকেশন করার ও সুযোগ নেই তাই আর এখান থেকে উইড্রো করতে পারবেন না।
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি। আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
আমি আপনার পদক্ষেপকে স্বাগতম জানাচ্ছি। আর আপনাকেও বিটকয়েনটক ফোরামে স্বাগতম, বিটকয়েনে বিনিয়োগে লাভবান + লোকসান দুইটাই হয়, এ ক্ষেত্রে যদি কাউকে বিনোয়েগের আগে এর সম্পর্কে ভালো ভাবে এনালাইসিস করে তারপর বিনিয়োগ করতে বলবেন। আর আপনার পূর্বের কিছু পোস্ট দেখলাম আপনি একসাথে পর পর পোস্ট করতেছেন এটা ফোরামের নিয়মের বাহিরে পরে তাই বলবো একত্রে একের অধিক পোস্ট করবেন না । আর করলেও এডিট করে এক পোস্টেই করতে পারেন নাহলে মডারেটর দের চোখে পড়লে পোস্ট মার্জিন করে দিতে পারে আর আপনার এভাবে চলতে থাকলে আপনার একাউন্টে প্রবলেম ও হতে পারে
আমি বুঝি নাই তার জন্য পোস্ট এডিট করছি। আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।