Author

Topic: বাংলা (Bengali) - page 279. (Read 5711337 times)

jr. member
Activity: 58
Merit: 6
Hello WO buddy's Onzen is back
February 28, 2023, 12:00:33 AM
দয়া করে আমার প্রশ্নটি আমাকে এত ঘৃণার কারণ হতে দেবেন না বরং মাঝে মাঝে বাস্তববাদীও হতে দিন।
যদিও আমি বিটকয়েনে কোনো যুক্তিসঙ্গত পরিমাণ বিনিয়োগ করিনি, তবুও আমি দেখেছি যে কীভাবে বিটকয়েনের বাজার
1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?

আমি শেখার জন্য উন্মুক্ত হিসাবে এই প্রশ্নগুলি অনুভূতি ছাড়াই উত্তর দেওয়া হলে এটি হবে?

ভাই Bitcoin কখনো শূন্যতে নামবে না ।। এটা একটা অসম্ভব বিষয় । কারণ Bitcoin এর মাধ্যেমে অনেক কিছু জড়িত আসে।।। Darkweb এর সকল প্রকার লেনদেন বর্তমান সময়ে Bitcoin এর মাধ্যমে হয়ে থাকে যা Bitcoin কে মূল্যবান করে তুলে ।। আমার মতে Bitcoin বর্তমানে একটি শক্তিশালী স্থান দখল করে রেখেছে এবং bitcoin ভবিষৎ এ একটি বড় আধিপত্য বিস্তার করবে ।। যত দিন যাবে Bitcoin এর মূল্য আগের থেকে বাড়তে থাকবে ।। আমি এই মূল্য বলতে আর্থিক দিক বলি নি।। এই মূল্য হলো মানুষ এর bitcoin এর উপর আগ্রহ এবং জানার ইচ্ছা ।। যা Bitcoin কে একটা আলাদা স্তর এ নিয়ে জবে ।। এছাড়া ও আরো অনেক কিছু বিস্তারিত বিষয় আসে যা bitcoin মূল্যবান করে তুলে ।। এই সকল বিষয় বিবেচনা করে দেখা যায় আমার মতে Bitcoin এর মূল্য পড়া অসম্ভব ।।। এই জন্য বলা যায় যে bitcoin আর আগের জায়গায় ফিরে আসবে না ।। যত দিন জবে তার মূল্য বাড়তে থাকবে আমার মতে।।।

বিঃদ্রঃ এটা আমার ব্যাক্তিগত মতামত কারো মত মত এর সাথে মিলতে না পারে ।। ধন্যবাদ ।।।।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 27, 2023, 04:53:02 PM
সুতরাং এগুলা থেকে দূরে থাকার চেস্টা করবেন সবসময়। মনে রাখবেন "Free Money" বলতে কিছু নেই। একজন আপনাকে ফ্রি তে কেনো টাকা দিবে?

যারা জানেন তারা এভোয়েড করতে পারেন। অথবা আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন যেনো অন্যরা জানতে পারে। নিজেকে এবং নিজের ওয়ালেট কে সেফ রাখুন।

_tjtonmoy
এরকম ঘটনা সচরাচর করতে দেখা যায়, অনেকেই বলে আমার একাউন্ট হ্যাক হয়েছে। আর কোন কিছুই নয় ভাই, যাদের একাউন্ট হ্যাক হয় তারা বিভিন্ন Phishing সাইটে ঢুকে ওয়ালেট কানেক্ট করে।
তাছাড়া আর একটি হ্যাক করার পদ্ধতি হচ্ছে আপনাকে বিভিন্ন এয়ারড্রপের মাধ্যমে প্রলোভন দেখিয়ে তাদের ওয়েবসাইটে লিংকে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে। আপনি যদি ওয়ালেট কানেক্ট করেন তাহলে আপনার ওয়ালেটের অ্যাক্সেস হ্যাকাররা নিয়ে নেবে।
তাই অতিরিক্ত লোভে পড়ে কোন ওয়েব সাইটে আপনার ওয়ালেট কানেক্ট করতে যাবেন না। মনে রাখবেন অনলাইনে কোন স্বার্থ ছাড়া কেউ কাউকে সাহায্য করতে চায় না। আপনি যদি মনে করেন সামান্য ২ মিনিটের কাজ করে যদি 400 /500 ডলার পেয়ে যাই তাহলে ক্ষতি কি? ওয়ালেট কানেক্ট করেই ফেলি। কিন্তু ক্ষতি তো তখনই হবে যখন দেখবেন আপনার ওয়ালেটের মালিক আপনি নন, অন্য কেউ কৌশলে মালিক হয়ে গেছে। এইসব ধান্দাবাজীর পাল্লায় কেউ পরবেন না, নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন।

@tjtonmoy আপনি ইচ্ছা করলে আপনার এই পোস্টটি গ্লোবালে পোস্ট করতে পারেন। এতে অনেকের উপকার হতে পারে।
sr. member
Activity: 1008
Merit: 366
February 27, 2023, 04:36:37 PM
আজ আর একটা পোস্ট করার জন্য আসলাম।

টেলিগ্রাম ঘাটতে যেয়ে আজ একটা মেসেজ পাই। যার স্ক্রিনসট নিচে দিলাম।



[ বড় করে দেখতে ইমেজে চাপ দিন! ]

এখানে আমাকে স্ক্যামার কিছু ছবির একটা স্ক্রিনসট পাঠিয়েছে। যেখানে ফ্রেস কি লেখা আছে। নিউবি হিসেবে যদি আপনি এই ফাদে পরেন তাহলে কি কি হতে পারে তা নিয়ে আলোচনা করি।

  • প্রথমত আপনি যদি এই ফ্রেস কি ব্যাবহার করে আপনার ওয়ালেট এ যান, তবে আপনি হাজার হাজার ডলার দেখতে পারবেন। যা ছবিটির নিচের বাম পাশে দেখতে পারবেন। এখন লোভের শিকার হয়ে যদি আপনি টোকেন গুলো ট্রান্সফার করার ট্রাই করেন তাহলে দেখবেন আপনার নেটিভ টোকেন যা ফি এর জন্য লাগে তা মিসিং ওয়ালেট এ। এ ক্ষেত্রে আপনি হয়ত ভাববেন যে সামান্য কিছু নেটিভ টোকেন ডিপোজিট করলে আপনি হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন। এইটাই আপনার প্রথম ভূল। যেই মাত্র আপনি ডিপোজিট করবেন, আপনার ওই টোকেন টা অন্য একটি ওয়ালেট এ ট্রান্সফার হয়ে যাবে। আপনি উইথড্র করার ও সময় পাবেন না।
    হয়ত ভাববেন যে ভুল করে আপনি দিয়েছেন যা অন্য ওয়ালেট এ ট্রান্সফার হয়ে গেছে। না, আপনি যত বার ডিপোজিট করবেন, তত বার টোকেন গুলো অটোমেটিক ওই স্ক্যামার এর ওয়ালেট এ চলে যাবে। এটি থেকে সর্বদা দূরে থাকুন।
  • এখন আসি দ্বিতীয় ঘটনা যা আপনার সাথে ঘটতে পারে।
    আপনি যদি ক্রোম এ আপনার অলরেডি থাকা ওয়ালেট এর সাথে এটিও ইমপোর্ট করেন তাহলে আপনার পারসোনাল ওয়ালেট টাও হ্যাক হয়ে যাবে। ওই স্ক্যামার এর বসানো বট টা আপনার ওয়ালেট এর কন্ট্রোল পেয়ে যাবে।


সুতরাং এগুলা থেকে দূরে থাকার চেস্টা করবেন সবসময়। মনে রাখবেন "Free Money" বলতে কিছু নেই। একজন আপনাকে ফ্রি তে কেনো টাকা দিবে?

যারা জানেন তারা এভোয়েড করতে পারেন। অথবা আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন যেনো অন্যরা জানতে পারে। নিজেকে এবং নিজের ওয়ালেট কে সেফ রাখুন।

_tjtonmoy

@tjtonmoy আপনি ইচ্ছা করলে আপনার এই পোস্টটি গ্লোবালে পোস্ট করতে পারেন। এতে অনেকের উপকার হতে পারে।
জি ভাই চিন্তা ভাবনা করছি। সময় পেলে করে দেবো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 27, 2023, 02:35:43 PM
এখনো বুঝতে পারলাম নাহ যে, আপনি কি তথ্য সরবরাহ করতে চাচ্ছেন, এসব টুইট এখানে প্রকাশ করার মাধ্যমে।   Roll Eyes

নাকি এটি কোনো ধরনের Shilling কিংবা promotion কাজের অংশ?
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 27, 2023, 09:04:04 AM
এখানে কেউ 1xbit এ বেটিং করেন। কিছু ব্যাপারে সাহায্য লাগবে।
1×bit বেটিং সাইটে যারা সিগনেচার ক্যাম্পেইন করে তাদের কাছে আপনি সাহায্য সহযোগিতা চাইতে পারেন। কিন্তু সাবধান আপনি 1×bit কেসিনো ও বেটিং সাইটের প্রশংসা করে কোন টপিক খুলবেন না। এতে যদি JollyGod এর নজরে পড়ে যায় তাহলে আপনাকে নিশ্চিত রেড ট্যাগ মেরে দিবে। কেননা 1×bit সিগনেচার ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে লাল গহনা পরিয়ে দিয়েছে। আপনি যদি তাদের বিস্তারিত অবস্থা দেখতে চান তাহলে নিচের সিগনেচার ক্যাম্পেইন থ্রেডে গিয়ে ঘুরে আসতে পারেন।

1xbit.com signature campaign (over)
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 27, 2023, 08:14:00 AM
এখানে কেউ 1xbit এ বেটিং করেন। কিছু ব্যাপারে সাহায্য লাগবে।
আপনি গ্যাম্বলিং সেকশনে পোস্ট করতে পারেন। এইখানে গ্যাম্বলিং নিয়ে আলোচনা হয় না বললেই পারেন। আর সাহায্য লাগলে সবসময় সমস্যাটা তুলে ধরবেন আগে।

1xbit তো সিলেক্টিভ স্ক্যামার। আপনি ওই ক্যাসিনো কেন ব্যবহার করেন। বড় এমাউন্ট জিতলে তারা আপনাকে ঠকাবে তখন, যদিও বেশিরভাগ ক্যাসিনোই এখন এই জিনিসটা করে থাকে।
আপনার কি সাহায্য লাগবে জানান।
full member
Activity: 490
Merit: 119
February 27, 2023, 05:38:05 AM
@Peer_2_Peer
আপনি যুদি আপনার সমস্ত সঞ্চয়

প্রথমেই বলছি দুঃখিত, এখানে "যুদি" বানানে টাইপিং ভুল হয়েছে। এটা হবে "যদি"

Quote
"আপনি যদি আপনার সমস্ত সঞ্চয় #বিটকয়েন এ না ব্যবহার করলেও আপনি বিপদ নিয়ন্ত্রণ বুজতে পারবেন না।!"

আমি এখানে বুঝতে পারছি না, আপনি উপরের দ্বারা কি বোঝাতে চান। আপনি এখানে বলেছেন, তারা যদি ঝুঁকি পরীক্ষা করতে চায়, তাহলে তাদের উচিত তাদের সমস্ত সম্পদ #Bitcoin-এ বিনিয়োগ করা। আমার মনে হয় এই চিন্তাটা অনেক বেশি বোকা এবং মানুষকে বোকা বানানো।
jr. member
Activity: 47
Merit: 1
February 27, 2023, 05:20:25 AM
@BTC_for_freedom
কল্পনা করুন যে আপনার পুরো জীবন আপনার সম্পদ একটা পেনশন তাহবিলে সঞ্চয় করে যা শূন্যের কোঠায় চলে যায় কারণ পাওয়েল নামে একজন ব্যক্তি বাতলা বাতাস থেকে $6T মুদ্রণ করেছন |
https://twitter.com/CryptoNoob_1/status/1629465894077300738?t=miPBu63UTHR9Df3eM4HtQQ&s=19


@moon_dot_gov
Hodl BTC এবং গোলমাল
 উপেক্ষা করুন
 https://twitter.com/moon_dot_gov/status/1629641067980025856


@Cryptonoob_1
এটা সবে শুরু হচ্ছে !

https://twitter.com/cryptonoob_1/status/1629465894077300738

@Peer_2_Peer
আপনি যুদি আপনার সমস্ত সঞ্চয়
#bitcoin এ না রাখেন তবে আপনি
ঝুঁকি ব্যবস্থাপনা বুজতে পারবেন না..!


https://twitter.com/peer__2__peer/status/1629725276165816320

@Numbrs
ফিয়াট একটি পরিক্ষা যা বারবার ব্যর্থ  #bitcoin হল স্থায়ী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং
সমৃদ্ধি প্রতিষ্ঠার উপায় |
https://twitter.com/numbrs/status/1629813536829390849
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 27, 2023, 12:58:59 AM

আজকের বিষয়ঃ অটোমেটেড ফিল/ পাসওয়ার্ড ম্যানেজার।

তথ্য গুলো নিজের কাছেই রাখুন। অটো ফিল এর দ্বারা ১০ সেকেন্ড বাচাইতে যেয়ে জীবন এর সুখ হাতছাড়া করবেন না।
মানুষ সহজে উপায় খোঁজে, কাউকে মেনশন করে কথাগুলো বলবো না। আমার নিজের ক্ষেত্রেই আমি অটোফিল ব্যবহার করি। বিশেষ করে এক্সচেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে আমি অটোফিল মুড ব্যবহার করে থাকি। অটোফিল ব্যবহার করার একটিমাত্র সুবিধা হচ্ছে আপনাকে লগইন করার ক্ষেত্রে ইউজারনেম ও পাসওয়ার্ড টাইপ করতে হবে না। গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনার সকল তথ্য সেভ করে রাখে এবং লগইন করার সময় সেগুলো আপনাকে প্রোভাইড করে থাকে। আর অসুবিধার কথা যদি বলি তাহলে অনেকগুলো অসুবিধা আছে তার ভিতরে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে গুগল আপনার সকল ইনফরমেশন আপনার কাছ থেকে অলরেডি নিয়ে নিয়েছে। আপনার যদি মোবাইল ফোন /ডিভাইস কোন কারনে চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে আপনার অনেক ঝামেলা হতে পারে। বিশেষ করে বাংলাদেশে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মত অনেক অনেক বিটকয়েন ব্যবহারকারী, বিভিন্ন এক্সচেঞ্জ ব্যবহারকারী ইউজার। কেউ আপনার ফোন হাতিয়ে নিয়ে যদি তাদের কাছে নিয়ে যায় তাহলে তারা অতি সহজেই আপনার যাবতীয় এক্সচেঞ্জের একাউন্ট প্রবেশাধিকার নিতে পারে এবং আপনার যাবতীয় ক্রিপ্টোকারেন্সি সহজেই তারা অন্যত্রে সরিয়ে নিতে পারে। তাই google অটোফিল ব্যবহার না করে প্রত্যেকবার লগইন করার ক্ষেত্রে আপনি নিজের হাতে টাইপ করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিবেন। এতে আপনার একাউন্ট চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 26, 2023, 08:54:54 PM
Hodlonaut এর সাথে যে মামলা চলতেছিলো, সেটার রেজাল্ট টা কি হয়েছিলো আমার জানা নেই।
তবে এই লোকটা যে একটা প্রতারক, সেটা কি আপনারা বিশ্বাস করেন? সে নিজেকে সাতশী বলে দাবী করে আসছিলো। Roll Eyes
তার কছে যেসব প্রশ্ন করা হয়েছিলো, তার কিছুরই তো সঠিক উত্তর বা প্রমাণ দিতে পারে নি। আর কোর্ট নাকি এসব টেকনোলজির ব্যাপারে বোঝে না। তো ওনারা রায় দিলো কিভাবে শেষ অব্দি?
এইটা তো অনেক আগের কথা মনে হয়। গত বছরের শেষেএ দিকে মনে হয়। Holdonaut এর উক্ত মামলায় ক্রেইগ হারছে। তার মতে সে মিথ্যাবাদী।
সে প্রতারক, মিথ্যাবাদী। এতে কোন সন্দেহ নেই। কোর্টে না গিয়েও সে প্রমান করতে পারে সে সাতোশি নাকামোতো কি না। কিন্তু সে এপ্রোচে সে যাবে না। কারন, সে পারবেই না।


1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?
১. উপরে যেমন বলেছে ১ বিটকয়েন = ১ বিটকয়েন
২. শুন্যে নেমে আসলেও ১ বিটকয়েন = ১ বিটকয়েন
৩. ফিরে যাবে কি না সেটা কেউ নিশ্চিত করতে পারবে না। আপনি বিটকয়েন নিয়ে আরো পড়া উচিত মনে হয়।
sr. member
Activity: 1008
Merit: 366
February 26, 2023, 03:10:57 PM
দয়া করে আমার প্রশ্নটি আমাকে এত ঘৃণার কারণ হতে দেবেন না বরং মাঝে মাঝে বাস্তববাদীও হতে দিন।
যদিও আমি বিটকয়েনে কোনো যুক্তিসঙ্গত পরিমাণ বিনিয়োগ করিনি, তবুও আমি দেখেছি যে কীভাবে বিটকয়েনের বাজার
1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?

আমি শেখার জন্য উন্মুক্ত হিসাবে এই প্রশ্নগুলি অনুভূতি ছাড়াই উত্তর দেওয়া হলে এটি হবে?

যে কোনো কিছুই হইতে পারে যে কোনো সময়। আমরা ভবিষ্যৎ জানি না। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপট এর ভিত্তিতে মনে হয় না বিটকয়েন আর কখনও শূন্যে নেমে আসবে। ২ টা দেশ এ অলরেডি বিটকয়েন লিগ্যাল। সাথে কিছুদিন আগে নিউজ দেখলাম সুইজারল্যান্ড এর প্রাইম মিনিস্টার নাকি দেশের বিভিন্ন শহরে শহরে ঘুরে বিটকয়েন এর বিনিময়ে পন্য সামগ্রী কিনতেছেন। অর্থাৎ এই দেশেও খুব দ্রুত লিগ্যাল হওয়ার সম্ভবনা আছে। তাছাড়া আরও অনেক বড় বড় দেশ এ কারেন্সি হিসেবে ব্যাবহার না হলেও আপনি পন্য কেনা বেচা করতে পারবেন।
এগুলা কেনো গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলি।
আমাদের দেশ এ আমরা বিকাশ, নগদ, রকেট এগুলা সম্পর্কে সবাই জানি। তবে আমরা এইটা কখনও চিন্তা করি না যে এইটা ডিজিটাল মানি/কারেন্সি। জাস্ট অনলাইন প্লাটফর্ম এ একটা নাম্বার দেখাচ্ছে যা অন্যকে দেওয়ার মাধ্যমে আপনি লোকাল টাকা পাচ্ছেন। আমাদের মাঝে এইটার ব্যাবহার কিন্তু এখন অনেক বেশি। দেশের এক কোনা থেকে অন্য কোনা তে আপনি সেকেন্ডের ব্যাবধানে টাকা পাঠাইতে পারতেছেন। এত সহজ।
এখন মনে করেন যে বিশ্বের যে কোনো প্রান্তে আপনি এইভাবে টাকা লেনদেন করতেছেন। জি এইটা বিটকয়েন দ্বারা সম্ভব। এত ইউজফুল জিনিশ হুট করে শূন্যে নেমে আসবেনা কখনও।

এখন আপনার ২ নাম্বার প্রশ্নের উত্তর। বিটকয়েন ডিসেন্ট্রালাইজড কয়েন। ট্রেড এর সুবিধার্থে এটিকে ইউ এস ডলার এর সাথে তুলনা করা হয়। তবে ১ বিটকয়েন = ১ বিটকয়েন। এটি যদি আপনি মাথায় রাখেন তাহলে বিটকয়েন কখনও শূন্যে আসবেনা। আর আসলেও এটির ব্যাবহার আগের মতই থাকবে। সুতরাং শূন্যে আসলেও কোনো কিছু হবে না। জাস্ট ট্রেড মার্কেট এ ক্ষতি হবে।

আশা করি আপনার ৩য় নাম্বারের জবাব ও আপনি আগের কথা গুলোতে খুজে পাবেন।

যদি কোনো প্রশ্ন থাকে জানাইতে পারেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 26, 2023, 12:02:09 PM
iwantmyhomepaidwithbtc2 একটি ফ্রি রেফেল এনেছেন। যাদের পাঁচটি মেরিট আছে বা বেশি মেরিট আছে তারা এই রাফেলে জয়েন হতে পারেন। যারা হার্ডওয়ার ওয়ালেটের রেফেলে জয়েন হতে চান না বা ভয় পান তারা এখানে নির্দ্বিধায় জয়েন হওয়ার জন্য আবেদন করতে পারেন। বিস্তারিতঃ
ROUND #2

As you can see  on the wallet's balance, the amount of this giveaway will be 0,00067659 BTC



newbie
Activity: 2
Merit: 0
February 26, 2023, 11:44:09 AM
দয়া করে আমার প্রশ্নটি আমাকে এত ঘৃণার কারণ হতে দেবেন না বরং মাঝে মাঝে বাস্তববাদীও হতে দিন।
যদিও আমি বিটকয়েনে কোনো যুক্তিসঙ্গত পরিমাণ বিনিয়োগ করিনি, তবুও আমি দেখেছি যে কীভাবে বিটকয়েনের বাজার
1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?

আমি শেখার জন্য উন্মুক্ত হিসাবে এই প্রশ্নগুলি অনুভূতি ছাড়াই উত্তর দেওয়া হলে এটি হবে?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 26, 2023, 11:29:31 AM
আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?
কোন মামলার কথা বলছেন? একটু স্পেসিপিকভাবে বলেন। কিছুদিন আগে সে একটি মামলায় হারে যেখানে সে বিটকয়েনের কিছু ফাইল এর উপর কপিরাইট ক্লেইম করেছিল। আদালত রায় দেন যে উনার দাবী অযৌক্তিক।

Hodlonaut এর সাথে যে মামলা চলতেছিলো, সেটার রেজাল্ট টা কি হয়েছিলো আমার জানা নেই।
তবে এই লোকটা যে একটা প্রতারক, সেটা কি আপনারা বিশ্বাস করেন? সে নিজেকে সাতশী বলে দাবী করে আসছিলো। Roll Eyes
তার কছে যেসব প্রশ্ন করা হয়েছিলো, তার কিছুরই তো সঠিক উত্তর বা প্রমাণ দিতে পারে নি। আর কোর্ট নাকি এসব টেকনোলজির ব্যাপারে বোঝে না। তো ওনারা রায় দিলো কিভাবে শেষ অব্দি?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 26, 2023, 08:35:31 AM
আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?
কোন মামলার কথা বলছেন? একটু স্পেসিপিকভাবে বলেন। কিছুদিন আগে সে একটি মামলায় হারে যেখানে সে বিটকয়েনের কিছু ফাইল এর উপর কপিরাইট ক্লেইম করেছিল। আদালত রায় দেন যে উনার দাবী অযৌক্তিক।

এর পর থেকে আমি বিভিন্ন ওয়েবসাইটে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করি। আমাদের উচিত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট গুলোতে 2FA লগইন কোড অ্যাক্টিভ করা।
আমাদের আসলে কোনভাবেই একই পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা উচিত নয়। ফোরাম মেম্বার Bitcoingirl.club এই ভুল করেছিলেন এবং তার বিটকয়েনটক একাউন্ট হ্যাকের শিকার হয়। আমার মত কিছু নিঞ্জা টেকনিক ব্যবহার করতে পারেন। আমি আমার বিটকয়েন্টক ছাড়া অন্য কোন একাউন্ট এর পাসওয়ার্ড জানি না। কোন এক্সচেঞ্জ, ফেসবুক, অন্য কোন সোশ্যাল মিডিয়া, কোনটাই জানি না। যখন দরকার পরে, আমি পাসওয়ার্ড রিসেট করি  Cheesy

Quote
@Little Mouse, আপনি অনেক দিন আগে আমাকে ম্যাসেজ দিয়েছিলেন লোকাল থ্রেডে পোস্ট করার জন্য। পোস্ট করব করব ভেবে করাই হয় না। এখন থেকে মাঝে মাঝে পোস্ট করার চেষ্টা করব।
আমরা সংখ্যায় কম। আপনারা এক্টিভ হলে ভালো আলোচনা করা যায়।
full member
Activity: 490
Merit: 119
February 26, 2023, 07:39:16 AM
কেউ বলেন, Payoneer BD ব্যাংকের রেট কত?
legendary
Activity: 1946
Merit: 1026
In Search of Incredible
February 26, 2023, 04:29:28 AM
ডাটা ব্রিচ বা ডাটা লিক, অনেক ভয়ঙ্কর। আর আমরা ক্রিপ্ট তে যুক্ত। আমাদের জন্য এইটা কতটা ক্ষতির তা যারা ক্ষতির শিকার হয়েছে তারাই বুঝে।
আমি নিজেও ব্যক্তিগত তথ্য ফাঁস (লগইন পাসওয়ার্ড এবং ইমেইল) দ্বারা প্রভাবিত হয়েছি। অটোমেটেড ফিল/ পাসওয়ার্ড ম্যানেজার এর চেয়ে ফিশিং ওয়েবসাইট ডাটা ব্রিচ এর জন্য বেশি দায়ী। কিছু দিন আগে টেলিগ্রামে ফিশিং এর শিকার হয়েছিল একজন এবং হ্যাকার ঐ ব্যক্তির ক্যাসিনো অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছিল। হ্যাকাররা তার অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকের শিকার হওয়া ব্যক্তি এই ফোরামে এটি সম্পর্কে কিছু পোস্ট করেছেন

এই ক্যাসিনোতে আমার অ্যাকাউন্টও হ্যাকের শিকার হয়েছিল। হ্যাকার ডাটা ব্রিচ এর জন্য আমার লগইন তথ্য পেয়েছিল। আমার বিটকয়েন্টক অ্যাকাউন্টও ওই ডাটা ব্রিচ এর জন্য হ্যাক হয়েছিল। এর পর থেকে আমি বিভিন্ন ওয়েবসাইটে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করি। আমাদের উচিত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট গুলোতে 2FA লগইন কোড অ্যাক্টিভ করা।

kyc (কেওয়াইসি):
এর পূর্ণরুপ হচ্ছে known to your client অর্থাৎ আপনার গ্রাহকে জানুন।
KYC এর পূর্ণরুপ Know Your Customer/ Know Your Client. Known to Your Client এর অর্থ ভিন্ন। ক্রিপ্টো ক্যাসিনোর KYC সম্পর্কে কারো জানার আগ্রহ থাকলে আমার এই থ্রেড ফলো করতে পারেন: Information of Crypto Casinos License and KYC requirements


@Little Mouse, আপনি অনেক দিন আগে আমাকে ম্যাসেজ দিয়েছিলেন লোকাল থ্রেডে পোস্ট করার জন্য। পোস্ট করব করব ভেবে করাই হয় না। এখন থেকে মাঝে মাঝে পোস্ট করার চেষ্টা করব।
member
Activity: 184
Merit: 65
February 26, 2023, 01:13:25 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তারা প্রত্যেকেই kyc শব্দটি এবং এর কার্যক্রম সম্পর্কে মোটামুটি ধারণা আছে।kyc সম্পর্কে আমার জানা কিছু তথ্য উপস্থাপন করছি।

kyc (কেওয়াইসি):
এর পূর্ণরুপ হচ্ছে known to your client অর্থাৎ আপনার গ্রাহকে জানুন। এই পক্রিয়াতে সাধারণত গ্রাহক বা ক্লায়েন্টের পরিচয় শনাক্তকরণ হয়।

kyc(কেওয়াইসি) এর উদ্দেশ্য :
কেওয়াইসি(kyc)বিশেষ করে ব্যাংকিং,আর্থিকপ্রতিষ্ঠান,টেলিযোগাযোগ,মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অন্যান্য ধরনের আর্থিক অপরাধ প্রতিরোধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

kyc (কেওয়াইসি) এর কার্যক্রম :
কেওয়াইসি কার্যক্রমে সাধারণত গ্রাহকের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ,যেমন গ্রাহকের নাম, ঠিকানা, জন্মতারিখ, এবং সরকার-প্রদত্ত শনাক্তকরণ নথি, এবং বিভিন্ন মাধ্যমে এই তথ্য যাচাই করা, যেমন অনলাইন ডেটাবেস,ব্যাকগ্রাউন্ড চেক, বা মুখোমুখি হয়।মুখোমুখি-মিটিং(বেশিরভাগ সময়ই লাইভ ছবি নেওয়া হয়)। কেওয়াইসি নিয়মের জন্য যে কোন গ্রাহকের প্রতারণার হার অনেকাংশেই কমে যায়।যদিও প্রতারিত হয় তাহলে নির্দিষ্টভাবে সেই অভিযোগ করা যায়। । KYC এর নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে আইনি এবং আর্থিক জরিমানা হতে পারে, সেইসাথে ব্যবসার সুনামের ক্ষতি হতে পারে।

 
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 25, 2023, 05:09:23 PM
krogothmanhattan একটি ফ্রি রেফেল এনেছেন। যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অতি দ্রুত আবেদন করতে পারেন।
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes


আপনি যে ছবিগুলো পিক১ এখানে শেয়ার করেছেন সেগুলো যদি আপনার পরিবার কিংবা অন্য কারো পরিবারের সদস্যদের ছবি হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার পোস্ট থেকে অপসারণ করুন।
এ সকল ছবি নিয়ে বলা তোমার কিছু নাই। এগুলো আসলে কে কবে কখন কিভাবে এডিট করে পোস্ট করেছে তা বলা মুশকিল। এ ধরনের ছবি সাধারণত রূপক অর্থে ব্যবহার করা হয়। যেমন সবাই একসাথে বলতে একটা ফ্রেমে সবাই থাকবে কিন্তু এখানে দেখেন সবাই কিন্তু একটা ফ্রেমে নাই। একেক জন একেকটা ফ্রেমে অর্থাৎ যে যার মত আছে। হয়তোবা হতে পারে সবাই একসাথে আছে অনলাইনে অফলাইনে যে যার মতই। তাই ভাই এ ধরনের চবি দেখে ঘাবড়াইয়েন নাহ।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 25, 2023, 03:51:43 PM
আজ 5 প্রজন্মের উদযাপন দিবস।


গ্রামের আসল প্রতিভা। এটি একটি আদর্শ গ্রামের মত দেখায়।

@roksana.hee
আপনাকে একটি সতর্কমূলক অনুরোধ করব, আপনি যে ছবিগুলো পিক১ এখানে শেয়ার করেছেন সেগুলো যদি আপনার পরিবার কিংবা অন্য কারো পরিবারের সদস্যদের ছবি হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার পোস্ট থেকে অপসারণ করুন। আপনি হয়তো এর ভয়াবহতা সম্পর্কে জানছেন না, আপনার এই পোস্টের দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার নিকটতম শত্রু আপনার অনেক ক্ষতি করে দিতে পারে। তাছাড়া এটি যদি অন্য কারো ফ্যামিলির সদস্যদের ছবি শেয়ার করে থাকেন তাহলে আপনার পোষ্টের জন্য অন্য কোন ফ্যামিলির সদস্যদের ক্ষতি হয়ে যেতে পারে। আপনি অতি দ্রুত আপনার পোস্ট থেকে ছবিগুলো অপসারণ করুন। অনলাইন কতটুকু ভয়ংকর সেটা হয়তো আপনি জানেন না, আপনি যদি কোনদিন পুলিশের হট লিস্টে অ্যাড হয়ে যান তাহলে আপনার এই ছোট্ট ছোট্ট ভুলগুলো ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হবে। আপনার সকল তথ্য আপনার এই পোস্ট থেকে সহজে বের করে নেওয়া যেতে পারে। তাই ভবিষ্যতে এরকম বোকামি না করাই আপনার জন্য ভালো।

পিক২ , হ্যাঁ এটা শেয়ার করেছেন তাতে কোন সমস্যা নেই বরং একটু হেসে মনটা ফুরফুরে করে নেওয়া যাবে। ছোটকালে আমাদের গ্রাম, আমাদের বিদ্যালয় এই ধরনের রচনা বা অনুচ্ছেদ আসলে তার মধ্যে গরুর রচনা ঢুকিয়ে দেওয়া অভ্যাসগত সত্য ছিল। অনেকেই রচনা আসলেই কিভাবে তিন চার পাতা লিখতে হবে সেটা এভাবে করা হতো। আমাদের বিদ্যালয় আসলে আমরাও লিখতাম ::::::::

আমাদের বিদ্যালয়ের নাম অমুক,,, বিদ্যালয়টি অমুক জেলার ওমুক গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির অনেক সুনাম আছে। বিদ্যালয়টিতে দুটি বিল্ডিং ,একটি লাইব্রেরি ও পাঁচটি ক্লাস সহ ৪০০ ছাত্রছাত্রী আছে। বিদ্যালয়টিতে মোট ছয় জন টিচার আছে। বিদ্যালয়টিকে একটি বিশাল বড় খেলার মাঠ আছে। খেলার মাঠে বিকাল বেলা আমরা সবাই মিলে ফুটবল খেলি। বিদ্যালয়টির তার মাঠে স্থানীয় এলাকার মানুষ গরুকে ঘাস খেতে দেয়। গরু একটি গৃহপালিত নিরীহ প্রাণী। গরু স্বভাবসুলভ ভাবে নিরীহপ্রাণী বলা হলেও কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে নিরীহর ভঙ্গিতে দেখা যায় না। গরুর উঁচু উঁচু শিং আছে। গরুর চারটি পা আছে ও একটি লম্বা লেজ আছে। গরু এই লম্বা লেজটি মশা মাছি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে। তাছাড়া গুরুর পায়ে শক্ত খুর আছে ‌।

যাহোক এভাবে আমরা আমাদের বিদ্যালয় আসলে কৌশলে গরুর রচনা ঢুকিয়ে দিতাম। কিছু টিচার আছে এগুলো না পড়েই দশে ৮/৯ পেয়ে যেতাম। আসলে এগুলো প্রাইমারি স্কুলে থাকতে লেখা হতো কিন্তু বর্তমানে হাই স্কুলের ছাত্র -ছাত্রীরাও এরকম উত্তর করে থাকে। আপনার দ্বিতীয় ছবিটি যদি এরকম ছাত্রদের নজরে আসে তাহলে তারা নিজেকে শুধরে নেওয়ার একটি সুযোগ পাবে। আপনার দ্বিতীয় ছবির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি।
Jump to: