ভাই, Little Mouse ভাই তো বহুদিন থেকে এই প্লাটফর্ম এ আছেন। উনি যদি সারভিস টা চালু রাখেন তাহলে অনেকের ই সুবিধা হবে। আর আমাদের পরিচিত উনি। আপনি চাইলে ওনার সাথে লেনদেন করতে পারেন। আর কেউ ডিসেন্ট্রালাইজড প্লাটফর্ম এ ক্রিপ্ট রিসিভ না হওয়া পর্যন্ত আপনাকে ক্যাশ দিবে না এইটা মাথায় রাখবেন। আপনি সেন্ড করার পর তার পর পেমেন্ট পাবেন। যেহেতু Little Mouse ভাই অনেক আগে থেকে কেনা বেচা করেন, সেহেতু এই টা ছাড়া আমি ট্রাস্টেড কোনো অল্টারনেটিভ দেখছি না। কিন্তু ক্রিপ্ট আর টাকা টা যেহেতু আপনার, আপনি নিজে যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন। ডু ইয়র ওন রিসার্স।
ভাই আপনি হয়তো আমার কথার উদ্দেশ্যই বুঝেন নাই। আমি তো Little Mouse ভাইয়ের ট্রাস্ট ইস্যু নিয়ে কোন কথা বলছি না আর তার সার্ভিস থ্রেড আমি আরো অনেক আগে ভিজিট এবং তার ট্রাস্ট সম্পর্কে আমি ভালো করেই জানি।
আমি আসলে যেটি বুঝাতে চেয়েছি যে, ধরেন Little Mouse ভাই এই সার্ভিসটা আবার চালু করল এবং প্রশাসনিক লোক তার সাথে ছদ্মবেশে লেনদেন করল সেখান থেকে তার এড্রেস ট্রেস করল। ধরেন আমি এখন এই এক্সচেঞ্জ সার্ভিসটা চালু করলাম এখন এ থেকে বাচার উপায় হিসেবে আমি কোন ওয়েটা ধরতে পারি । এটা আমি তার কাছে জানতে চেয়েছি, আর এই পরামর্শ চাওয়াটাও আমার ব্যক্তিগত রিসার্চ এর অন্তর্ভুক্ত।
নোটিশ সম্প্রতি বিনান্স কর্তৃপক্ষ থেকে এই নোটিশটি P2P লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য কি দেওয়া হয়েছে। যদিও আমি প্রথম থেকে লেনদেনের ক্ষেত্রে ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স চেক দিয়ে তারপর রিলিজ।
সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, পেমেন্ট গেটওয়ে এবং ই-ওয়ালেট এর অফিসিয়াল SMS চ্যানেল থেকে পেমেন্টের ভুয়া SMS দেওয়া বেড়ে গেছে। আমরা সন্দেহ করছি, অফিশিয়াল প্লাটফর্মের SMS চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে এবং ইউজারদের ভুয়া SMS দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে।
যে SMS গুলো আপনার পাচ্ছেন সেগুলোর উপরেই নির্ভর করবেন না। ক্রিপ্টো রিলিজ করার পূর্বে ভাল ভাবে আপনার একাউন্ট চেক করে নিবেন যে আপনি আপনার পেমেন্ট পেয়েছেন কি না। কোন প্রকার সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত কাস্টোমার সাপোর্টে রিপোর্ট করুন।
সোর্স: বিনান্স এক্সেঞ্জার থেকে প্রাপ্ত