Author

Topic: বাংলা (Bengali) - page 280. (Read 5711606 times)

sr. member
Activity: 1008
Merit: 366
February 25, 2023, 02:24:55 PM
ভাবলাম আজ কিছু লিখি। জানা নেই এই বিষয় এ কেউ পোস্ট করেছে কি না, জানলে মেনশন দিয়েন।

আজকের বিষয়ঃ অটোমেটেড ফিল/ পাসওয়ার্ড ম্যানেজার।

আমরা কতটুকু এটিকে বিশ্বাস করি এবং দৈনিক জীবনে এর প্রভাব কতটুক তা আসলে বলা কঠিন। তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরাও এর উপর নির্ভর হয়ে পরেছি। জীবন এর মান উন্নয়ন এবং সহজতর করতে যেয়ে আমরা নিজেদের পারসনাল লাইফ কে ঝুকিপুর্ণ করে ফেলেছি। আপনার পারসনাল ইনফরমেশন দিয়ে কত কিছু করা সম্ভব তা হয়ত অনুমান করতে পারবেন না। ইংরেজী তে একটা কথা আছে, "if the right person chooses, he can do anything." যদি কেউ স্কিল সম্পন্ন হয়, তাহলে সে যে কোনো কিছু করতে পারে। এই একি বিষয় খারাপ মানুষ দের ক্ষেত্রেও প্রযজ্য।
আপনার পারসনাল তথ্য আপনি বিনা দিধায় অনলাইনে রেখে দিচ্ছেন। আপনার সাথেও অনেক কিছু হইতে পারে। এক ক্লিকে লগইন, পাসওয়ার্ড বসিয়ে দেওয়া। জীবন কে সহজ করলেও এক নিমিষে অনেক বড় ক্ষতি করতে পারে আপনার।
ডাটা ব্রিচ বা ডাটা লিক, অনেক ভয়ঙ্কর। আর আমরা ক্রিপ্ট তে যুক্ত। আমাদের জন্য এইটা কতটা ক্ষতির তা যারা ক্ষতির শিকার হয়েছে তারাই বুঝে।
বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে আমার নিজস্ব ওয়ালেট হ্যাক এর কথা উল্লেখ করেছি। Evernote এর ওয়েবসাইটে আমার মেইল এর পাসওয়ার্ড, সিড অ্যাকাউন্টের ডিটেইল সব দেওয়া ছিলো। যার কারনে আমার মেইল এবং একাউন্ট সব হ্যাক হয়ে যায়।
অনেক লস এর শিকার হয়েছি।
অনেকের ধারনা রেপুটেবল কোম্পানি গুলোর সিকিউরিটি অনেক ভালো। ভাই জনাথন জেমস ১৬ বছর বয়সে নাসা হ্যাক করতে সক্ষম হয়েছিলেন। অনলাইন জগতে কোনোকিছুই সিকিউর না।
পোস্ট টার মূল কথা হচ্ছে নিজের লাইফ অনলাইন এ যতটুকু দেখানো দরকার ওইটুকুই শেয়ার করবেন। জীবন কে সহজ করতে যেয়ে জীবন কে ঝুকি তে ফেলবেন না।
তথ্য গুলো নিজের কাছেই রাখুন। অটো ফিল এর দ্বারা ১০ সেকেন্ড বাচাইতে যেয়ে জীবন এর সুখ হাতছাড়া করবেন না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
February 25, 2023, 11:43:32 AM
বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে কেউ জানেন? সম্পরতি দেখলাম বেশ ভালোই সাড়া ফেলছে। যেটা জানি সেটা হল বিটকয়েন ব্লকচেইনে এনএফটি। বিটকয়েন ব্লকচেইনেীনএফটি নতুন কিছু নয়। ২০১৪ সালে এর শুরু হয়। এছাড়া, ২০১৭ সালে সেগউইট সংযুক্ত হওয়ার পরও বিটকয়েনে এনএফটি মিন্ট হয়। কিন্তু বিটকয়েন অর্ডিনালকে সবাই আগের চেয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করছে, মানে আগের চেয়ে বেশি সাড়া ফেলছে। আমি এখনো এইটা নিয়ে কিছুই জানি না বলতে গেলে। তবে, চাচ্ছি কয়েনআলাপ এ এইটা নিয়ে একটা আর্টিকেল লিখতে। আপনাদের কারো ধারনা আছে কি? থাকলে শেয়ার করবেন আর পড়ার ইচ্ছে থাকলেও জানাবেন। আমি শেয়ার করব শীঘ্রই।

বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে আমি আসলে কিছুই জানিনা। বিটকয়েনের অনেক ফিচার আছে যেগুলা সম্পর্কে আমি জানিনা। এ সম্পর্কে আমার জানার ইচ্ছা আছে আপনি যদি পোস্ট করেন, দয়া করে মেনশন করবেন। আশা করি আরো অনেকেই হয়তো এই ব্যাপারে জানতে চাইবে, তবে কেউ না চাইলেও আমি এ ব্যাপারে আমি জানতে চাই।

আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 25, 2023, 09:42:07 AM
বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে কেউ জানেন? সম্পরতি দেখলাম বেশ ভালোই সাড়া ফেলছে। যেটা জানি সেটা হল বিটকয়েন ব্লকচেইনে এনএফটি। বিটকয়েন ব্লকচেইনেীনএফটি নতুন কিছু নয়। ২০১৪ সালে এর শুরু হয়। এছাড়া, ২০১৭ সালে সেগউইট সংযুক্ত হওয়ার পরও বিটকয়েনে এনএফটি মিন্ট হয়। কিন্তু বিটকয়েন অর্ডিনালকে সবাই আগের চেয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করছে, মানে আগের চেয়ে বেশি সাড়া ফেলছে। আমি এখনো এইটা নিয়ে কিছুই জানি না বলতে গেলে। তবে, চাচ্ছি কয়েনআলাপ এ এইটা নিয়ে একটা আর্টিকেল লিখতে। আপনাদের কারো ধারনা আছে কি? থাকলে শেয়ার করবেন আর পড়ার ইচ্ছে থাকলেও জানাবেন। আমি শেয়ার করব শীঘ্রই।

আপনি যদি বাউন্টি প্রজেক্ট  আনতে চান।  তাহলে আপনাকে  আপনার বাউন্টি প্রজেক্ট এর  সার্ভিস এর জন্য সুন্দর একটি  লেআউট ডিজাইন করতে হবে। তারপর আপনাকে   সার্ভিস এই থ্রেড এ আপনার বাউন্টি সার্ভিস টি পোস্ট করতে হবে। আপনার সার্ভিস কোনো ক্লাইন্টের ভালো লাগলে আপনার সাথে যোগাযোগ করবে।
আমি এই পর্যন্ত তিনটি বাউন্টি ম্যানেজ করেছি এবং বেশ কয়েকটি সিগ্নেচার ক্যাম্পেইন ম্যানেজ করেছি। এদের মধ্যে কোন বাউন্টির জন্য আমার সার্ভভিস থ্রেড থেকে কোনরকম নক পাই নি। তিনটি বাউন্টিই আমার নিজ নেটওয়ার্কিং থেকে পাওয়া। সার্ভিস থ্রেড আসলে কিছুই দেয় না বলতে গেলে। আমার সিগ্নেচার ক্যাম্পেইন এর একটি এসেছে সার্ভিস থ্রেড থেকে। বাকিসব নিজের নেটওয়ার্কিং থেকে পাওয়া।
এইখানে উল্লেখ্য, এমনও হতে পারে যে, প্রজেক্ট টোকেন আমি সার্ভিস চার্জ হিসেবে নেই না বলে কিছু প্রজেক্ট ইগ্নোর করে। তবে কেউ বাউন্টি ম্যানেজার হতে চাইলে আমি কখনো বলব না প্রজেক্ট টোকেন নিতে। আমি এইখানে অএঙ্ক ক্যাম্পেইন ম্যানেজার দেখেছি তারা প্রজেক্ট টোকেনের বিনিময়ে ক্যাম্পেইন ম্যানেজ করে। আমি জানি না এইটা থেকে তারা আসলেই কিছু পায় কি না। তবে, আমার মতে এইটা সময় অপচয় ছাড়া কিছুই নয়।

ক্যাম্পেইন ম্যানেজার হতে চাইলে আমি প্রথমেই বলব ফোরামে পরিচিতি বৃদ্ধি করুন, জনপ্রিয় একজন হিসেবে নিজেকে গড়ে তুলুন। তারপর শুরু করুন।

2025 সালের BNB 😪😁

সারাদিন অনেক কর্মব্যস্ত ছিলাম। এইটা দেখে ভালোই হেসেছি।
jr. member
Activity: 33
Merit: 2
February 25, 2023, 07:15:20 AM
2025 সালের BNB 😪😁
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 25, 2023, 06:10:28 AM
আমি জয়েন হতে চাই না আমি নিজে প্রজেক্ট এনে চালাইতে চায় কিন্তু আমি প্রজেক্ট কই থেকে আনবো এবং কিভাবে আনবো সেইটা বলছি আমি
আপনি যদি জেনে থাকেন যে কিভাবে বাউন্টি ম্যানেজ করতে হয় এবং বাউন্টি ম্যানেজ করার জন্য যেসব যোগ্যতা থাকা দরকার তার যদি আপনার থাকে তাহলে আপনি বাউন্টি ম্যানেজ করার জন্য চেষ্টা করতে পারেন। এজন্য আপনি অল্টকয়েন এনাউন্সমেন্ট সেকশনে গিয়ে প্রজেক্ট গুলো দেখতে পারেন। যে প্রজেক্টগুলো ভালো মনে হবে সেগুলোতে বাউন্ডারি ক্যাম্পেইনের অফার করতে পারেন। আবার সার্ভিস ডিসকাশন বা গেম লিঙ্ক অ্যানাউন্সমেন্ট এগিয়েও ভালো প্রজেক্ট করতে পারেন।
member
Activity: 78
Merit: 11
February 24, 2023, 11:43:27 PM
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ বাউন্টি
এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।

LDL ভাই, যে গতি তে এগোচ্ছেন, অনেক আগে যাবেন ভাই। চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। পরের র‍্যাংক এ অতি তারাতারি আপনাকে দেখতে পাচ্ছি তাহলে।
আমি জয়েন হতে চাই না আমি নিজে প্রজেক্ট এনে চালাইতে চায় কিন্তু আমি প্রজেক্ট কই থেকে আনবো এবং কিভাবে আনবো সেইটা বলছি আমি

আপনি যদি বাউন্টি প্রজেক্ট  আনতে চান।  তাহলে আপনাকে  আপনার বাউন্টি প্রজেক্ট এর  সার্ভিস এর জন্য সুন্দর একটি  লেআউট ডিজাইন করতে হবে। তারপর আপনাকে   সার্ভিস এই থ্রেড এ আপনার বাউন্টি সার্ভিস টি পোস্ট করতে হবে। আপনার সার্ভিস কোনো ক্লাইন্টের ভালো লাগলে আপনার সাথে যোগাযোগ করবে।
বাউন্টি পরিচালনা জন্য আপনার যে বিষয় উপর দক্ষ হতে হবে।
১. লেআউট ডিজাইন করা।
২. স্প্রেডশীট কাজ জানা।
৩. আপনার একটি টীম থাকা।
৪. গ্রাফিক্স ডিজাইন পারতে হবে।
৫. HTML , CSS সম্পর্কে জানা।
 ইত্যাদি।  অনেক অবিজ্ঞতা আপনার প্রয়োজন হবে।
তাহলে আপনি বাউন্টি প্রজেক্ট চালাতে পারবেন।
এই বিষয় আরো জানতে এখানে অনেক বড়ো ভাইরা আসে। তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

newbie
Activity: 108
Merit: 0
February 24, 2023, 10:17:29 PM
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ বাউন্টি
এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।

LDL ভাই, যে গতি তে এগোচ্ছেন, অনেক আগে যাবেন ভাই। চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। পরের র‍্যাংক এ অতি তারাতারি আপনাকে দেখতে পাচ্ছি তাহলে।
আমি জয়েন হতে চাই না আমি নিজে প্রজেক্ট এনে চালাইতে চায় কিন্তু আমি প্রজেক্ট কই থেকে আনবো এবং কিভাবে আনবো সেইটা বলছি আমি
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 24, 2023, 10:15:32 PM
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ বাউন্টি
এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।
আমার মনে হয় SR SOGAG  বাওনটি প্রোজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে। SR SOGAG শুনেন ভাই বর্তমানে বাঊণটি প্রজেক্ট পাওয়া খুবই কঠিন মার্কেট বড়ই কম্পিটিটিভ হয়ে উঠেছে অনেক ভালো ভালো ক্যাম্পেইন ম্যানেজার রাই কাজ পাচ্ছে না। তারপরও যদি এই বিষয়ে আপনার কাজ করার আগ্রহ থাকে আমি আপনাকে অনুৎসাহিত করবো না , কঠোর পরিশ্রম করলে এর মধ্যেও কাজ পাওয়া সম্ভব।

***প্রজেক্ট পাওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার একটি নিজস্ব সার্ভিস থ্রেড খুলতে হবে যখন আপনি কোন প্রজেক্টকে আপনার সার্ভিস অফার দেবেন তখন এই সার্ভিস একটি তাদের নিকট দেখাতে করতে হবে।  আপনি আপনার সার্ভিস থ্রেড এখানে খুলতে পারেন- Services বিটকয়েনের পেমেন্ট সিস্টেম এর জন্য,  Service Announcements (Altcoins) আল্ট কয়েন পেমেন্ট সিস্টেমের জন্য।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 24, 2023, 09:09:43 PM
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ বাউন্টি
এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন।
tjtonmoy ভাই যেভাবে দিয়েছেন সেভাবে সার্চ করলে দেখা যাবে অনেক পুরাতন বাউনটি যেটা প্রায় শেষ সেটা শুরুতে চলে আসছে। আর যদি এভাবে সার্চ দেওয়া যায় তাহলে সর্বশেষে যে বাউন্টি পোস্ট করা হয়েছে সে টি আগে দেখাবে। এবং যেটি আগে পোস্ট করা হয়েছে সেটি পরে দেখাবে অর্থাৎ সিরিয়ালই দেখাবে। এতে যে বান্টিগুলো নতুন পোস্ট করছে সেগুলো খুজে পেতে সহজ হবে।
sr. member
Activity: 1008
Merit: 366
February 24, 2023, 04:54:22 PM
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ বাউন্টি
এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।

LDL ভাই, যে গতি তে এগোচ্ছেন, অনেক আগে যাবেন ভাই। চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। পরের র‍্যাংক এ অতি তারাতারি আপনাকে দেখতে পাচ্ছি তাহলে।
newbie
Activity: 108
Merit: 0
February 24, 2023, 02:04:17 PM
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
sr. member
Activity: 1750
Merit: 267
February 24, 2023, 10:04:02 AM
বাংলাদেশে ৪০ লাখ ক্রিপ্টো ব্যবহারকারী মানে অনেক বেশি। আপনাদের কি মনে হয়? বাংলাদেশে কি আসলেই এত পরিমান ক্রিপ্টো ব্যবহারকারী আছে?
৪০ লাখ ব্যবহারকারী অনেক মনে হলেও আমার ধারণা এর থেকেও বেশি ব্যবহারকারী বাংলাদেশে রয়েছে। আমার চেনা কয়েকটি এলাকা রয়েছে (নাম উল্লেখ না করাই ভালো) যেখানে কয়েক হাজার ক্রিপ্টো ব্যবহারকারী আছে। তাছাড়া ক্রিপ্টো যেহেতু বাংলাদেশে অবৈধ, সব ব্যবহারকারীর ডাটাবেজ সঠিক ভাবে পাওয়া যাবে না।

বৈধ এবং অবৈধ এর বেপারে আরও কিছু বলা যাক। ২০২১ সালের প্রথম আলোর পত্রিকার প্রতিবেদন হয়তো অনেকেই দেখেছি আবার অনেকেরই অজানা।

ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়, সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

Quote
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সহকারী পরিচালক শফিউল আজম ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাংকের অবস্থান জানান সিআইডিকে। তিনি লেখেন, ‘ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন স্বীকৃত না হলেও এটিকে অপরাধ বলার সুযোগ নেই মর্মে প্রতীয়মান হয়।
তাহলে কি আমরা ধরে নিবো ক্রিপ্টো ব্যবহার বৈধ? না, বৈধতা আর অপরাধ নির্ভর করে এর ব্যবহারের উদ্দেশ্য/ শর্তাবলী এর উপর। উক্ত প্রতিবেদনে আরও বলা ছিলো যে
Quote
ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের ফলাফল হিসেবে দ্বিতীয় পর্যায়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর আওতায় অপরাধ হতে পারে।
এখন উপায়? বৈধ নাকি অবৈধ এই দোটানায় থাকার দরকার নাই। বাংলাদেশের যেই আইন ব্যবস্থা, এদের বুঝানো যাবে না। আপনার কোনো যুক্তি টিকবে না বরং ক্রিপ্টো নাম শোনা মাত্রই বিপদে পড়বেন। সুতরাং নিজের প্রাইভেসি বজায় রাখা টাই ভালো।

তো বাংলাদেশে সরকারের আইসিটি মন্ত্রণালয় কি বলে এই বিষয়ে? চলুন কিছুটা ধারণা নেওয়া যাক।

(ছবিতে সম্পূর্ণ ফাইলের লিংক দেওয়া আছে। চাইলে পড়ে নিতে পারেন)

তার মানে অর্থ পাচার, ক্রিমিনাল এক্টিভিটি সহ কিছু অবৈধ কর্মকান্ড রোধে এখনো বৈধতা দেওয়া যাচ্ছে না। তাছাড়া এই ক্ষেত্রে অবকাঠামো এখনো উন্নত না বাংলাদেশের।
তবে নতুন কৌশল হিসেবে 'curious-but-cautious' মেথডের মাধ্যমে কাজ চলমান। এই কৌশল নিয়ে অল্প কিছু ধারণা পেতে নিচে একটি লিংক যুক্ত করে দিচ্ছি।

(লিংক এ প্রবেশ করতে Reddit এ কিছু সময় ভিপিএন কানেক্ট করা লাগতে পারে)
curious-but-cautious

অনেক জটিল জিনিস টা চেস্টা করেছি ছোট করে তুলে ধরতে। ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 24, 2023, 09:16:42 AM
আপনারা কি জানেন আজকের এই দিনে তেরো বছর আগে সাতোশি বিটকয়েনের এই BTC লোগোটি করেন।


সম্ভবত আগের লোগোটি 'BC' এরকম ছিল।

চাইলে বিস্তারিত এই সোর্স থেকে দেখে নিতে পারেন- https://cointelegraph.com/news/the-btc-origin-story-who-designed-the-bitcoin-logo

আর সাতোশীর মেইন পোষ্টের লিংক- https://bitcointalksearch.org/topic/m.504
 
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 24, 2023, 09:01:44 AM
আমি খুব দুঃখিত. আমি শুরু থেকে এই বোর্ডের সব পোস্ট পড়েছি। আমি শুধু সেই পোস্টের উত্তর দিই যেখানে আমি সাহায্য করতে পারি। অন্য কোনো কারণে নয়। এর জন্য আবার আপনাদের সকলের কাছে দুঃখিত।
খুব ভালো লাগলো এটা দেখে যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আপনি এই লোকাল থ্রেড টি ফলোআপ করতেছেন। আশা করি নিয়ম কানুন গুলো ভালোমতো জেনে বুঝে পোস্ট করবেন। এতে আপনি লাভবান হবেন; অন্যরাও লাভবান হবে। এবং সর্বোপরি বাংলাদেশের এই লোকাল থ্রেড একসময়ে লোকাল বোর্ডে রূপান্তরিত হবে।

আরেকটি বিষয়ঃ অনেকেই দেখি পোস্টের সম্পূর্ণ অংশ কোট করেন। যে বিষয়টুকুর আপনি উত্তর দিতে চাচ্ছেন শুধুমাত্র সেইটুকু কোট করলে দেখতে বেশি ভালো লাগবে অনেক সময় অনেক বড় বড় পোষ্ট থাকে সেখান থেকে অল্পটুকু অংশ কোড করতে হয় (প্রয়োজন অনুসারে)।
full member
Activity: 490
Merit: 119
February 24, 2023, 06:29:01 AM
@roksana.hee
কেউ ইনারে থামান!!! আপনি একাধারে এভাবে পোস্ট করতে থাকলে মনে হয় না বেশিদিন ফোরামে টিকতে পারবেন। অচিরে আপনার আইডি পার্মানেন্টলি ব্যান খাবেন অথবা কোন চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে। আপনি একা দ্বারে ১২টির মত পোস্ট করেছেন , আপনি তো ভাই/বোন একটি সিরিয়াল ইস্পামার। আপনাকে নিয়ে কেউ যদি কোন রিপোর্ট করে তাহলে ব্যান খেয়ে যাবেন। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি এভাবে পরপর পোস্ট করে যাবেন না। আপনার পোষ্টের পরে অপেক্ষা করতে হবে অন্য কেউ পোস্ট করে কিনা, অন্য কেউ পোস্ট করার পর আপনি আপনার ইচ্ছামত দ্বিতীয় পোস্ট করতে পারবেন। তাছাড়া আপনার যদি পোস্ট ও অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এরকম করে থাকেন তাহলে আজ থেকে সাবধান হয়ে যান। পোস্ট বা একটিভিটি আপনার পোস্টের সংখ্যার উপর নির্ভর করে ঠিক কিন্তু একটা নির্দিষ্ট প্রিরিয়ড(১৪ দিন পর পর) এক্টিভিটি বৃদ্ধি পায়। তাই আপনি ১৪ দিন বিভিন্ন সেকশনে গিয়ে অল্প অল্প করে পোস্ট করেন দেখবেন আপনি ফোরামে অন্যান্য সেকশনে ভিন্ন আঙ্গিকে জ্ঞান লাভ করতে পারবেন। ধন্যবাদ ভবিষ্যতে এরকম সিরিয়াল পোস্ট করা থেকে বিরত থাকুন।

আমি খুব দুঃখিত. আমি শুরু থেকে এই বোর্ডের সব পোস্ট পড়েছি। আমি শুধু সেই পোস্টের উত্তর দিই যেখানে আমি সাহায্য করতে পারি। অন্য কোনো কারণে নয়। এর জন্য আবার আপনাদের সকলের কাছে দুঃখিত।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 24, 2023, 05:51:41 AM
কিছুদিন আগে দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয় বাংলাদেশে ক্রিপ্টো ব্যবহারকারী সংখ্যা ৪০ লাখ।
৪০ লাখ না হলেও খুব একটা কম হবে বলে মনে করিনা। কেননা পরিসংখ্যানে আমরা যে লোক সংখ্যার পরিমাণ আমাদের পরিসংখ্যানে দেখি, সে হিসেবে সংখ্যা এত না হতে পারে। কিন্তু আসলে আমাদের পরিসংখ্যান ঠিক কিনা সেটাই বা কে জানে। যাই হোক, এসব বিষয়ে আর আলোচনা না বাড়াই।

@roksana.hee
roksana.hee সম্বন্ধে যে পোস্টগুলো করেছেন সেগুলো দেখতে পেলাম না। হয় সে নিজে ডিলিট করে ফেলেছে; না হলে মডারেটর ডিলিট করে দিয়েছে। আমি আসলে বুঝিনা; আমি যদি কোন কথা বলতে চাই সেগুলো যদি এক পোষ্টের মধ্যে লেখা সম্ভব হয়; তাহলে অন্য পোস্ট এ গিয়ে লিখব কেন? আর যদি অন্য পোস্টে গিয়ে লিখার দরকার হয় (যেমন পোস্ট কোয়ান্টিটি বা এক্টিভিটি বাড়ানোর জন্য) তাহলে অন্য কারো পোস্ট করার জন্য অপেক্ষা করবো। অন্য কেউ পোস্ট করলে তারপর নতুন করে পোস্ট করব আশা করি সবাই এই জিনিসটা মাথায় রাখবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 24, 2023, 03:56:49 AM
@ roksana.hee আপনার পোস্ট করার আগ্রহ দেখে আমি খুব খুশি হচ্ছি আর আপনার পোস্টকে সরাসরি স্প্যামিংও বলবো না কিন্তু ফোরামের  নিয়ম ফলো করবেন। আমার পোস্ট করতে করতে  LDL বাই অলরেডি বলেই দিয়েছে  সে এগুলো ফলো করবেন।  আর এরকম পোস্ট শুধু আপনার আইডির জন্য না আমাদের বাংলাদেশ  থ্রেডের জন্যও   সমস্যার সৃষ্টি করে,  যখন আমরা   বোর্ড লোকাল বোর্ডের জন্য এপ্লাই করব এরকম পোস্ট দেখলে কখনোই লোকাল বোর্ড এর এপ্লিকেশন এপ্রুভ হবে না।  
যেমন দেখেন পাকিস্তান  লোকাল  থ্রেডের  এক্টিভিটি নাইজেরিয়া এর থেকেও বেশি হওয়ার পরেও তারা লোকাল বোর্ড পাচ্ছে না ।  অন্যদিকে নাইজেরিয়া এর পোস্ট কোয়ালিটি   ভালো হওয়ায় তারা অলরেডি লোকাল বোর্ড পেয়ে গিয়েছে।


আর অভিনন্দন @LDL  ভাই  আপনি অলরেডি মেরিট রিকোয়ারমেন্ট  পূরণ করে ফেলেছেন সিনিয়র মেম্বার হওয়ার জন্য ।  আরো হয়তো ১৫-১৪ সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে আপনার অ্যাক্টিভিটি রিকোয়ারমেন্ট ফুল হওয়ার জন্য ।  আমি দেখতেছি আপনি কঠোর পরিশ্রম করতেছেন আর সেই হিসেবে আপনি এটা ডিজার্ভ করেন।   আশা করছি একটিভিটি পূরণ হওয়ার পূর্বেই আপনি হিরো মেম্বার এর মেরিট রিকোয়ারমেন্ট পূরণ করে ফেলবেন
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 24, 2023, 03:48:18 AM
@roksana.hee
কেউ ইনারে থামান!!! আপনি একাধারে এভাবে পোস্ট করতে থাকলে মনে হয় না বেশিদিন ফোরামে টিকতে পারবেন। অচিরে আপনার আইডি পার্মানেন্টলি ব্যান খাবেন অথবা কোন চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে। আপনি একা দ্বারে ১২টির মত পোস্ট করেছেন , আপনি তো ভাই/বোন একটি সিরিয়াল ইস্পামার। আপনাকে নিয়ে কেউ যদি কোন রিপোর্ট করে তাহলে ব্যান খেয়ে যাবেন। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি এভাবে পরপর পোস্ট করে যাবেন না। আপনার পোষ্টের পরে অপেক্ষা করতে হবে অন্য কেউ পোস্ট করে কিনা, অন্য কেউ পোস্ট করার পর আপনি আপনার ইচ্ছামত দ্বিতীয় পোস্ট করতে পারবেন। তাছাড়া আপনার যদি পোস্ট ও অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এরকম করে থাকেন তাহলে আজ থেকে সাবধান হয়ে যান। পোস্ট বা একটিভিটি আপনার পোস্টের সংখ্যার উপর নির্ভর করে ঠিক কিন্তু একটা নির্দিষ্ট প্রিরিয়ড(১৪ দিন পর পর) এক্টিভিটি বৃদ্ধি পায়। তাই আপনি ১৪ দিন বিভিন্ন সেকশনে গিয়ে অল্প অল্প করে পোস্ট করেন দেখবেন আপনি ফোরামে অন্যান্য সেকশনে ভিন্ন আঙ্গিকে জ্ঞান লাভ করতে পারবেন। ধন্যবাদ ভবিষ্যতে এরকম সিরিয়াল পোস্ট করা থেকে বিরত থাকুন।
member
Activity: 182
Merit: 10
February 23, 2023, 11:43:29 PM
AI যেভাবে ক্রিপ্টো মার্কেটে ভূমিকা রাখতে পারে।

গত কয়েকমাস যাবত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (AI) বেশ ভালো ভাবে সবার মাঝে সাড়া ফেলেছে। এইআই (AI) এই মহূর্তে জনপ্রিয় টপিকে পরিণত হয়েছে যখন OpenAI তাদের একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক চ্যাট রোবট ChatGPT লঞ্চ করে, সারা বিশ্বের মানুষের কাছে দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।

লিংক হল: https://www.coinalap.com/ai-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f/
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 23, 2023, 10:31:06 PM
কিছুদিন আগে দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয় বাংলাদেশে ক্রিপ্টো ব্যবহারকারী সংখ্যা ৪০ লাখ। পরবর্তীতে কয়েনআলাপ একটি রিপোর্ট প্রকাশ করে সেটা নিয়ে। আমি এত ব্যবহারকারী আসলেই আছে কি না সন্দিহান। বাংলাদেশে ৪০ লাখ ক্রিপ্টো ব্যবহারকারী মানে অনেক বেশি। আপনাদের কি মনে হয়? বাংলাদেশে কি আসলেই এত পরিমান ক্রিপ্টো ব্যবহারকারী আছে?
কয়েনআলাপ এর প্রতিবেদন- https://www.coinalap.com/ক্রিপ্টোকারেন্সি-ব্যবহা/
Jump to: