গতো বছরে ২০২২ সালে " BTC Teacher " নামের একটা গ্রুপ বাংলাদেশি অনেক মানুশের টাকা মেরে দিছে প্রাইয় ২০ মিলিওন ডলারের কাছাকাছি হবে হয়তো বা তারো বেশি, আবার অনেকেই আছেন যারা বিটকয়েন এর সাথে জড়িত তাদের বেশিরভাগ লেনদেন এই প্রতারনার শিকার হয়ে থাকে। আবার অনেক গ্রাম অঞ্চলে অনেকেই আছেন যারা সাধারন মানুষকে ভুলভাল বুঝায়ে অনেক প্রতারনা করে থাকে ।
কিছু কিছু খারাপ ঘটনা খুব হাইলাইট হয়, যার কারনে অনেকেই মনে করেন যে ক্রিপ্টো কারেন্সি মানেই খারাপ। বাংলাদেশে ব্যাংক থেকে হাজার কটি টাকা গায়েব হয়ে যাবে তাতে সমস্যা হবেনা , আর আপনি ১০০ ডলার ক্রিপ্টোতে কষ্ট করে ইঙ্কাম করেছেন সেটাই সমস্যা।
ভাই ক্রিপ্টোকারেন্সিতে সর্বদা কিছু না কিছু মানুষ প্রতারণার শিকার হয়ে থাকে। আমার জীবনে ঘটে যাওয়া কয়েকটি প্রতারণার মধ্যে সর্বশেষ যে প্রতারণার শিকার হয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায়। কিছুদিন আগে আমার বোনের বিবাহ উপলক্ষে কিছু গয়না কেনার টাকা ম্যানেজ করার জন্য বাইনান্স P2P তে একটি ট্রেড করি।
ট্রেড করার সময় আমি যে প্রতারণার শিকার হয়েছি সেটা বুঝতে পারিনি। তাড়াহুড়া করতে করতে আমি ট্রেড কনফার্ম করি। কিন্তু প্রতারণা টা হচ্ছে যিনি আমার ডলার নিয়েছেন তিনি আমাকে তার মোবাইল নাম্বার থেকে আমাকে মেসেজ করেছেন কিন্তু আমার অন্ধবিশ্বাসের কারণে নগদ থেকে মেসেজ এসেছে কিনা তা চেক না করেই লেনদেন কনফার্ম করে দেই। এবং ২৫ হাজার টাকার একটি প্রতারণার জালে ফেঁসে যাই।
একদিকে যেমন বিবাহের অন্যান্য কেনাকাটা আর এদিকে আমার ২৫ হাজার টাকা প্রতারণার শিকার হওয়া আমার জন্য পরবর্তীতে গহনার টাকা ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছিল। যাহোক আল্লাহ যদি সহায় থাকেন তাহলে তার বান্দাকে যেকোন বিপদ থেকে রক্ষা করে। আল্লাহর রহমতে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমার মনটাও এখন স্বাভাবিক।
তাই আমি একটা কথাই বলতে চাই P2P ট্রেড করতে চাইলে আপনি আগে কনফার্ম হবেন আপনার নগদ, বিকাশ, রকেট ও ব্যাংক একাউন্টে টাকা এসেছে কিনা। প্রতারকরা অনেক সময় তাদের সাজানো মেসেজ আপনাকে সেন্ড করে থাকে এবং আপনি মনে করবেন উনি হয়তো টাকা পাঠিয়েছেন। মেসেজ চেক না করেই আপনি যদি ট্রেড কনফার্ম করে দেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন।
আরেকটি বিষয় হচ্ছে আপনি ট্রেড করার সময় একটা বিষয় খেয়াল করবেন যে সকল ট্রেডাররা মাত্র দু-চারটি ট্রেড করেছে তাদের সাথে আপনি ট্রেড করবেন না, দেখবেন যে সকল টেডাররা শত শত ট্রেড করেছে তাদের সাথে ট্রেড করবেন। এতে আপনি সাধারণত প্রতারণার শিকার হবেন না।
পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করছি, বর্তমানে P2P তে আইনি লোক ট্রেডার সেজে অনলাইন থেকে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আপনি সতর্কতার সাথে বিশ্বস্ত ট্রেডারদের সাথে ট্রেড করবেন।