Author

Topic: বাংলা (Bengali) - page 287. (Read 5701870 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 03, 2023, 10:35:16 AM
আমি বিটমার্টে একাউন্ট করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে বাংলাদেশি নাম্বার দিয়া কোন একাউন্ট খোলা যায় না। যদিও gmail দিয়া একাউন্ট করা যায়। kyc করতে গেলে বাংলাদেশের কোন nid,বা passport, দিয়া  kyc করার মতো কোন উপায় নাই।
আমি বির্টমার্টে লেনদেন করতে চেয়েছিলাম, যদি কেউ কোন পরামর্শ দিতেন?
KYC করা ছাড়া কি withdraw করা যায়Huh

জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না
আমিও বিটমার্ট এক্সেঞ্জারে অনেক আগে একাউন্ট খুলে রেখেছিলাম এবং তখন আমি লেভেল ওয়ান ভেরিফিকেশন করে রেখেছিলাম কিন্তু এখন গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে দেখলাম যে তাদের এই অপশনটি বাংলাদেশের জন্য আর এভেলেবল না অর্থাৎ সেখানে কান্ট্রি সিলেকশন অপশনে বাংলাদেশের কোন নাম নেই। তো এখন বিটমার্ট এক্সেঞ্জারে একাউন্ট খুলে লেভেল ওয়ান ভেরিফিকেশন করার ও সুযোগ নেই তাই আর এখান থেকে উইড্রো করতে পারবেন না।

 
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
আমি আপনার পদক্ষেপকে স্বাগতম জানাচ্ছি। আর আপনাকেও বিটকয়েনটক ফোরামে স্বাগতম, বিটকয়েনে বিনিয়োগে লাভবান + লোকসান দুইটাই হয়,  এ ক্ষেত্রে যদি কাউকে বিনোয়েগের আগে এর সম্পর্কে ভালো ভাবে এনালাইসিস করে তারপর বিনিয়োগ করতে বলবেন। আর আপনার পূর্বের কিছু পোস্ট দেখলাম আপনি একসাথে পর পর পোস্ট করতেছেন এটা ফোরামের নিয়মের বাহিরে পরে তাই বলবো একত্রে একের অধিক পোস্ট করবেন না । আর করলেও এডিট করে এক পোস্টেই করতে পারেন নাহলে মডারেটর দের চোখে পড়লে পোস্ট মার্জিন করে দিতে পারে আর আপনার এভাবে চলতে থাকলে আপনার একাউন্টে প্রবলেম ও হতে পারে
sr. member
Activity: 1008
Merit: 366
February 03, 2023, 10:28:22 AM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।

ভালো উদ্দেশ্য নিয়ে কাজ টা করছেন ভাই কিন্তু আমি বলবো এই টা না করাই ভালো। আমি কিছু দিন আগে প্রচুর পেরায় পরছিলাম। আমি কাউরে বুঝাতেই পারলাম না যে ওগুলা আমার ফ্রেন্ড দের আইডি। নিউট্রাল ট্যাগ খেয়ে বসে আছি। তবে যদি ফোরাম এ কাজ না করে তাহলে আপনার কোনো চিন্তা নাই।
আর বিটকয়েন বিনিয়োগ বিষয় টা যত টা সহজ মনে হয় ওতোটা সহজ না। স্বল্প ধারনা নিয়ে কখনও বিটকয়েন এ বিনিয়োগ করে লাভবান হওয়া সম্ভব না। আর যে রিস্ক আছে সে সম্পর্কে তাদের বিশেষ ধারনা থাকা উচিত। এইটা ব্যতিত তারা ভুল করে বসবে এবং সর্বশেষে আপনাকে দোষী বানাবে তাদের ক্ষতির জন্য। যাদের কেই এই বিষয় এ শিখান না কেনো অবশ্যই একদম শুরু থেকে বেসিক ধারনা টা শিখাবেন। এর পর যদি তারা আগ্রহ প্রকাশ করে তবে আপনি তাদের বিনিয়োগ এ উৎসাহ করতে পারেন। তবে তাদের নিজের মত থাকা আবশ্যিক।
আর একটা বিষয় মাথায় রাখবেন। বাংলাদেশ এ ক্রিপ্ট কিন্তু লিগ্যাল নয় এখন ও। সুতরাং আইনি ঝামেলা থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন।
member
Activity: 168
Merit: 58
February 03, 2023, 08:23:00 AM
আমাদের এলাকায় এখনো বিটকয়েন সম্পর্কে কোন ধারনা নেই। এখন পর্যন্ত কেউ জানে না বিটকয়েন কি।  আমি আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। এটি একটি ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি মুদ্রা।  কিভাবে বিটকয়েন থেকে বিনিয়োগ  করে ইনকাম করা যায়। বিটকয়েন একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প। আমি তাদেরকে বলছি বিটকয়েনে বিনিয়োগ করে আপনি অনেক লাভবান হতে পারবেন। আমি আস্তে আস্তে আমাদের এলাকায় সবাইকে বিটকয়েন সম্পর্কে সকল ধারণা দিব।
sr. member
Activity: 1008
Merit: 366
February 03, 2023, 07:37:46 AM
আমি বিটমার্টে একাউন্ট করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে বাংলাদেশি নাম্বার দিয়া কোন একাউন্ট খোলা যায় না। যদিও gmail দিয়া একাউন্ট করা যায়। kyc করতে গেলে বাংলাদেশের কোন nid,বা passport, দিয়া  kyc করার মতো কোন উপায় নাই।
আমি বির্টমার্টে লেনদেন করতে চেয়েছিলাম, যদি কেউ কোন পরামর্শ দিতেন?
KYC করা ছাড়া কি withdraw করা যায়Huh

জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না।


উইথড্র এর স্ক্রিনসট

member
Activity: 168
Merit: 58
February 02, 2023, 08:57:14 PM

আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি।  যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে।  কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।
সমস্যা তো এখানেই, আপনাদের মত হাজার হাজার বাংলাদেশী ইউজাররা আছে যারা বিভিন্ন টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেল গেটে ইস্কাম প্রজেক্টগুলো প্রমোট করে দেওয়া। বিশেষ করে স্ক্যাম প্রজেক্ট গুলো প্রাথমিক দিকে এয়ারড্রপ ক্যাম্পেইন নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন জানা অজানা বাউন্টি ম্যানেজারদের দিয়ে বাউনটি প্রজেক্ট চালিয়ে সাকসেস হলেও স্কাম করে না হলেও স্কাম করে।
কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা বলা মুশকিল নহে রীতিমতো অসম্ভব। প্রজেক্ট গুলো এনালাইসিস করার মত ক্ষমতা আমার আপনার নেই। তবে কিছু কিছু বাউন্টি ম্যানেজার আছে যারা জেনুইন প্রজেক্ট হ্যান্ডেল করে। তবে তারাও মাঝেমাঝে ইসক্যাম প্রজেক্ট এর শিকার হন।
তাই কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা এনালাইসিস করার দায়িত্ব আপনাদের সবার। ভালো মনে হলে কাজ করবেন/ইনভেস্ট করবেন, ভালো মনে না হলে ইনভেস্ট করবেন না এড়িয়ে চলবেন।
সর্বদা মনে রাখবেন স্কাম প্রজেক্ট দ্বারা প্রতারিত হলে এর দায়িত্ব শুধুমাত্র আপনার, তাই নতুন প্রজেক্টে কাজ করার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস ও খুঁটিনাটি বিষয় গুলো জেনে নিবেন।
ধন্যবাদ  আমাকে এত সুন্দর করে বুঝানোর জন্য। আমি এর পর  থেকে দেখে বুঝে শুনে প্রকল্পে কাজ করব।
LDL
hero member
Activity: 742
Merit: 671
February 02, 2023, 08:23:38 PM

আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি।  যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে।  কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।
সমস্যা তো এখানেই, আপনাদের মত হাজার হাজার বাংলাদেশী ইউজাররা আছে যারা বিভিন্ন টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেল গেটে ইস্কাম প্রজেক্টগুলো প্রমোট করে দেওয়া। বিশেষ করে স্ক্যাম প্রজেক্ট গুলো প্রাথমিক দিকে এয়ারড্রপ ক্যাম্পেইন নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন জানা অজানা বাউন্টি ম্যানেজারদের দিয়ে বাউনটি প্রজেক্ট চালিয়ে সাকসেস হলেও স্কাম করে না হলেও স্কাম করে।
কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা বলা মুশকিল নহে রীতিমতো অসম্ভব। প্রজেক্ট গুলো এনালাইসিস করার মত ক্ষমতা আমার আপনার নেই। তবে কিছু কিছু বাউন্টি ম্যানেজার আছে যারা জেনুইন প্রজেক্ট হ্যান্ডেল করে। তবে তারাও মাঝেমাঝে ইসক্যাম প্রজেক্ট এর শিকার হন।
তাই কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা এনালাইসিস করার দায়িত্ব আপনাদের সবার। ভালো মনে হলে কাজ করবেন/ইনভেস্ট করবেন, ভালো মনে না হলে ইনভেস্ট করবেন না এড়িয়ে চলবেন।
সর্বদা মনে রাখবেন স্কাম প্রজেক্ট দ্বারা প্রতারিত হলে এর দায়িত্ব শুধুমাত্র আপনার, তাই নতুন প্রজেক্টে কাজ করার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস ও খুঁটিনাটি বিষয় গুলো জেনে নিবেন।
member
Activity: 168
Merit: 58
February 02, 2023, 08:08:55 PM
এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট গত বুলরানে ক্রিয়েট করা হইছে এইটা জানি। বিএসসি টোকেন ক্রিয়েট করে বিভিন্ন ইউটুবার আর ক্রিপ্ত গ্রুপ দিয়ে পাম্প করিয়ে সাধারন মানুষকে আকৃষ্ট করেছে এবং তাদের মুখের উপর টোকেন ক্রিয়েটর তাদের হাতে থাকা টোকেন ডাম্প করেছে। খুবই সহজ স্ক্যাম মেথড কিন্তু বাংলাদেশের কিছু অবুঝ পোলাপাইন যাই দেখে স্বর্ন মনে করে, বিশেষ করে শিবা ইনুর পাম্পের পর থেকে। কোনরকম এনালাইসিস ছাড়াই আজেবাজে সব কয়েন ক্রয় করে।
আপনি হঠাত এই প্রশ্ন? কোন প্রজেক্ট নিয়ে আসবেন নাকি? অনেকদিন গায়েব ছিলেন, এতদিন কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন  Cheesy কিডিং।


আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি।  যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে।  কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 02, 2023, 04:09:25 PM
আপনি হয়তো Pyypl এর কথা বলতেছেন, যেটি নাইজেরিয়ার প্রজেক্ট এবং ভার্চুয়াল কার্ড প্রদান করে। আর মজার বিষয়, আপনি ক্রিপ্টো দিয়ে ডলার Deposit করতে পারবেন এবং সেটি ডলার বাংলাদেশের ব্যাংকে Withdraw করতে পারবেন।

কি বলেন! আমি তো জানতামই না। তাহলে তো সুবিধা হয় আমাদের ক্রিপ্টো লেনদেনকারীদের জন্য। আমি এইটা দেখেছিলাম। তবে বিস্তারিত দেখার চেষ্টা করি নি।

আমি ব্যবহার করি, discord ও telegram এর প্রিমিয়াম ক্রয় করার জন্য। শুধুমাত্র অসুবিধা হইলো, KYC করতে হয়। Grin
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 02, 2023, 03:57:08 PM
আপনি হয়তো Pyypl এর কথা বলতেছেন, যেটি নাইজেরিয়ার প্রজেক্ট এবং ভার্চুয়াল কার্ড প্রদান করে। আর মজার বিষয়, আপনি ক্রিপ্টো দিয়ে ডলার Deposit করতে পারবেন এবং সেটি ডলার বাংলাদেশের ব্যাংকে Withdraw করতে পারবেন।
কি বলেন! আমি তো জানতামই না। তাহলে তো সুবিধা হয় আমাদের ক্রিপ্টো লেনদেনকারীদের জন্য। আমি এইটা দেখেছিলাম। তবে বিস্তারিত দেখার চেষ্টা করি নি।

প্রথম পাঁচজন পোস্তদাতা
1. Crypto Library [20]
2. tjtonmoy [17]
3. LDL [15]
4. Little Mouse [14]
5. shasan [13]

ব্যক্তিগত কাজ থাকায় ফোরামে সময় খুব কম দেয়া হচ্ছে। অন্যথায়, আমি কিছু গাইডলাইন লেখার চেষ্টা করেছিলাম এবং সেগুলো সম্পন্ন করে পোস্ট করব ভেবেছিলাম। কিন্তু তা আর হয়ে উঠে নি। আমাদের থ্রেডের মডারেটরও যদি এক্টিভ হতেন তাহলে তার কাছ থেকেও আমরা কিছু ভালো জ্ঞান নিতে পারতাম।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 02, 2023, 02:46:43 PM
২০২২ সালের তুলনায় ২০২৩ সালের শুরুটা একটু ভালই হয়েছে এ মাসে টোটাল পোস্ট এবং মেরিট গত বছরের জানুয়ারি মাসে থেকে বেশি রয়েছে তাছাড়া ২০২২ সালে ডিসেম্বরের থেকেও সব দিক থেকেই এগিয়ে রয়েছে শুধু একটি মাত্র হ্রাস পেয়েছে।

আশা করা যায় এই ধারাবাহিকতা  অটল থাকবে এবং ধীরে ধীরে বাড়বে।

২০২৩ জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে= ১৩৭টি

                 এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ৩০টি

২০২২ জানুয়ারি মাসের  টোটাল পোস্ট ছিল= ৭৯টি

              এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ৭টি

এবং গত ডিসেম্বর মাসে টোটাল পোস্ট ছিল= ৯৫টি

           এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে= ২২টি



প্রথম পাঁচজন পোস্তদাতা
1. Crypto Library [20]
2. tjtonmoy [17]
3. LDL [15]
4. Little Mouse [14]
5. shasan [13]


ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩

২০২২ সালের বাংলাদেশ থ্রেডের মেরিট এবং পোস
সমগ্র তথ্য সমূহ Ninjastic.Space->TryNinja এবং Merit Dashboard->DdmrDdmr. থেকে নেওয়া হয়েছে

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
February 02, 2023, 12:32:31 PM
এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?

অনেক প্রজেক্ট আছে, কিন্তু টিম মেম্বারগুলো কখনোই সেটি প্রকাশ করে নাহ। আমি ইতিমধ্যে অনেক প্রজেক্টের সাথে কথা বলেছি।  Wink


বাংলাদেশে কি কেউ পেপাল অ্যাপস ব্যবহার করেন  অনলাইন ঘেটে দেখলাম যে বাংলাদেশে পেপাল না থাকলেও পেপাল এর ওয়েবসাইটে গিয়ে পেপাল একাউন্ট খোলা যায়।

আপনাদের কেউ কি পেপাল অ্যাপস বর্তমানে ব্যবহার করেন  আর এভাবে ব্যবহার করার পর কোন সমস্যা হয়েছে কি?আর  এর মধ্যে ক্রিপ্টো কারেন্সি  থেকে সরাসরি ডিপোজিট এবং উইথ ড্র করা যায় কিনা এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কেউ-
আপনি হয়তো Pyypl এর কথা বলতেছেন, যেটি নাইজেরিয়ার প্রজেক্ট এবং ভার্চুয়াল কার্ড প্রদান করে। আর মজার বিষয়, আপনি ক্রিপ্টো দিয়ে ডলার Deposit করতে পারবেন এবং সেটি ডলার বাংলাদেশের ব্যাংকে Withdraw করতে পারবেন।

আর যদি Paypal এর কথা বলেন, তাহলে সেটি আগে করা যেত, শুধুমাত্র বাংলাদেশ এর জায়গায় সাইপ্রস দেশ হিসেবে নিতে লাগতো এবং মোবাইল ভেরিফেকশন বাংলাদেশি নাম্বার থেকে করা যেত। কিন্তু যতটুকু জানি এখন আর সেটি করা যায় নাহ।  Smiley
member
Activity: 168
Merit: 58
February 02, 2023, 11:30:33 AM
সবাই কে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও সালাম,,,, আসসালামুয়ালাইকুম,,,
আশা করি সবাই ভালো আছেন,,,
আমি একজন বিটকয়েন ফরমে নতুন ইউজার।  আমি p2p লেনদেন করতে গিয়া দেখতে পেলাম, usdt সেল দিতে চাইছিলাম | আমি নগদ একাউন্ট বাছাই করলাম। টাকা পাওয়ার উপেক্ষায় রইছি কিন্তু দেখি buyer আমার সাথে প্রতারণা করতে চেয়েছিলো। সে same একি রকম টাকা sent করার মতো একটা same মেসেজ দিছে। আমি সতর্ক্য সাথে ব্যালেন্স চেক করলাম দেখি টাকা আসে নাই।  তখন আমি আর usdt রিলেজ করি নাই!


আমি একজন ছোট ইউজার তাও সবাই কে বলি আপনারা p2p লেনদেন করতে গেলে | অবশ্যই, আগে দেখবেন যে আপনার একাউন্টে টাকা দিছে নাকি তার পর আপনি রিলিজ করবেন,,,,
সবাইকে আমার পক্ষ থেকে,,,
ধন্যবাদ

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
February 02, 2023, 10:12:50 AM
বাংলাদেশে কি কেউ পেপাল অ্যাপস ব্যবহার করেন  অনলাইন ঘেটে দেখলাম যে বাংলাদেশে পেপাল না থাকলেও পেপাল এর ওয়েবসাইটে গিয়ে পেপাল একাউন্ট খোলা যায়।

আপনাদের কেউ কি পেপাল অ্যাপস বর্তমানে ব্যবহার করেন  আর এভাবে ব্যবহার করার পর কোন সমস্যা হয়েছে কি?আর  এর মধ্যে ক্রিপ্টো কারেন্সি  থেকে সরাসরি ডিপোজিট এবং উইথ ড্র করা যায় কিনা এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কেউ-
sr. member
Activity: 1008
Merit: 366
January 31, 2023, 11:23:39 AM
লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন।
আপনার সাথে সরাসরি যোগাযোগ করার আগে কিছু কথা সবার সাথে বলতে চাই। এতে অনেক আগ্রহীরা জয়েন হওয়ার আগে বিষয় গুলো সম্পর্কে ধারনা পাবে। নিউজ গুলো কি বাংলায় হবে নাকি ইংরেজী তে? কাজ এর ধরন টা কি? এবং কতটুকু সময় দিতে হবে?
আপনি একটি পোস্ট এ ডিটেইলস গুলো এবং রিকয়ারমেন্ট সাজিয়ে দিলে হয়ত আপনার ও সময় বাঁচবে এবং ডিটেইল জানলে আমরাও কোন পদ এ কাজ করতে আগ্রহী তা আপনাকে সরাসরি জানাতে পারব। আশা করি বিষয় টা বুঝতে পারবেন।
আর যেহেতু বাংলাদেশ এ ক্রিপ্ট লিগাল না এখন ও, ভবিষ্যতে কোনো আইনি ঝামেলা হবে কি না?


সবাই কেমন আছেন?
আশা করছি ভালোই আছেন। আচ্ছা, আমাদের থ্রেড এ কি কেউ কখনো কল বম্বার ইউজ করেছেন?
আমি বেশ কয়েকদিন ধরে কল বম্বার খুজতেছি। কিন্তু কোথাও পাচ্ছি না। অনলাইনে যেগুলো পাচ্ছি, সেগুলো আবার বাংলাদেশী নাম্বারে কাজ করছে না।
কারো জানা থাকলে হেল্প করবেন প্লিজ। আমি বর্তমানে এস এম এস বম্বার ইউজ করতেছি। ভালোই কাজ করে।

আমি কখনও ব্যবহার করি নাই তবে এই পোস্ট টা ট্রিকবিডি তে দেখলাম আজ। ট্রাই করে দেখতে পারেন। কাজ করবে কি না জানি না। আর আমার প্রয়োজন নেই বলে নিজে ট্রাই করলাম না। ইউজ করে যদি কাজ করে তবে জানাতে ভুলবেন না। গুড লাক।
এবার কল বোম্বিং করুন termux দিয়ে , তারাতারি দেখে নিন ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
January 31, 2023, 10:37:08 AM
সবাই কেমন আছেন?
আশা করছি ভালোই আছেন। আচ্ছা, আমাদের থ্রেড এ কি কেউ কখনো কল বম্বার ইউজ করেছেন?
আমি বেশ কয়েকদিন ধরে কল বম্বার খুজতেছি। কিন্তু কোথাও পাচ্ছি না। অনলাইনে যেগুলো পাচ্ছি, সেগুলো আবার বাংলাদেশী নাম্বারে কাজ করছে না।
কারো জানা থাকলে হেল্প করবেন প্লিজ। আমি বর্তমানে এস এম এস বম্বার ইউজ করতেছি। ভালোই কাজ করে।
legendary
Activity: 1526
Merit: 1026
January 31, 2023, 03:24:02 AM
কয়েনআলাপ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য টিম বিল্ড আপ করছে। আপনারা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- [email protected] অথবা টেলিগ্রাম- @coinalap_admin

নিচের পদগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন।
1. Chief Marketing Officer (1)
2. Staff Reporters (4)
3. Graphic Designer (1)
4. SEO Specialist (1)
5. Web designer + Developer (1)

বলাবাহুল্য, আমাদের এইখানে বর্তমানে কোন পেইড জব নেই। আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ভবিষ্যত রেভেনিউ এর অংশীদার হবেন। আমাদের রেভেনিউ মডেল এর বিস্তারিত আপনি আমাদের সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন।

ধন্যবাদ

কিছু পোস্ট পড়লাম। ভাল লেগেছে। আপনারা নিজেরাও শিখতে চান, অন্যকে শিখাতে চান। অবশ্যই আপনাদের ভাল উদ্দেশ্য আছে। এমন একটা প্লাটফরমের অনেক বেশি দরকার ছিল।
একটা নতুনত্ব আছে, নিজ ভাষায় অনেক কিছু সহজে উপস্থাপন করা যায়। কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম থেকে অর্থ আয় করতে গতানুগতিক ভাবে চিন্তা না করে নিশ্চয়ই  নতুনত্ব আনবেন।
ক্রিপ্টো ব্যাপার টা জটিল এবং একদম নতুন। এসব কিছু সহজে উপস্থাপন করা সহজ নয়।
 অনেক শুভকামনা।
newbie
Activity: 17
Merit: 10
January 31, 2023, 01:03:14 AM
আপনাদের যদি কমিউনিটি ম্যানেজার লাগে তাহলে উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি ম্যানেজার লাগলে আমি উক্ত পদের জন্য আবেদন প্রার্থী। আমার লেখা ও কমিউনিকেট করার যথেষ্ট যোগ্যতা আছে এবং আমাকে আপনাদের কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলে আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারব বলে মনে করি।
আমাদের ইমেইল অথবা টেলিগ্রামে যোগাযোগ করুন।
[email protected]
Telegram- @coinalap_admin
LDL
hero member
Activity: 742
Merit: 671
January 30, 2023, 11:19:01 PM

যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন।
আপনাদের যদি কমিউনিটি ম্যানেজার লাগে তাহলে উক্ত পদের জন্য আমি একজন আগ্রহী প্রার্থী। আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমিউনিটি ম্যানেজার লাগলে আমি উক্ত পদের জন্য আবেদন প্রার্থী। আমার লেখা ও কমিউনিকেট করার যথেষ্ট যোগ্যতা আছে এবং আমাকে আপনাদের কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব দিলে আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারব বলে মনে করি।
newbie
Activity: 17
Merit: 10
January 30, 2023, 10:35:37 PM

যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
লেখার স্কিল থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কয়েনআলাপে ক্রিপ্টোকারেন্সি সংবাদ কভার করার জন্য আমাদের ৪ জন রিপোর্টার লাগবে। আপনি যোগাযোগ করতে পারেন।
sr. member
Activity: 1008
Merit: 366
January 30, 2023, 04:07:09 PM
কয়েনআলাপ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য টিম বিল্ড আপ করছে। আপনারা যারা আগ্রহী আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়- [email protected] অথবা টেলিগ্রাম- @coinalap_admin


যা যা রিকয়ারমেন্ট দিসেন তার তো একটাও স্কিল আমার নাই ভাই। কিন্তু কাজ করতে পারলে খুশি হতাম। গ্রাফিক্স এর কাজ তেমন জানি না তবে ফটো এডিটিং করতে পারি। লেখার স্কিল আছে যা হয়ত এইখানে প্রয়জনীয় না। ভিডিও নিয়ে ঘাটা ঘাটি করছি কিছুদিন, তবে ভালো পিসি না থাকায় রেন্ডারিং এ দিলে বহু সময় লাগে। এমনে কোনো সাধারন কাজ থাকলে জানাবেন। হেল্প করার চেষ্টা করব।
Jump to: