Author

Topic: বাংলা (Bengali) - page 287. (Read 5321406 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 27, 2022, 04:26:50 PM
ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই।
আমিও মনে করেছি যে বিয়ার মার্কেট ইনভেস্টমেন্ট এর জন্য উত্তম এবং সঠিক সময় যখন সেই ইনভেস্টমেন্টটি লং টার্ম এর জন্য হয়। কারণ আমি এখন পর্যন্ত বিয়ার মার্কেটে যতটুকু ইনভেস্ট করেছি তার বেশিরভাগই আমাকে এখন পর্যন্ত হোল্ড করতে হচ্ছে। তবে বেয়ার মার্কেটের প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি ভাল স্ট্রং করেন ইনভেস্টমেন্ট করেন যেটা ধসে পড়ার সম্ভাবনা নেই তাহলে আমি মনে করি অন্তত লং টাইম হোল্ড করার পর লসটা কভার করা যায়। তবে আমি মনে করি যে বর্তমানে আল্ট কয়েনে ইনভেস্টমেন্ট করা অনেক রিস্কি হওয়ার কারণে এটা এড়িয়ে চলাই ভালো আর এখন যা ইনভেস্টমেন্ট করবেন সব লং টার্মের কথা মাথায় রেখে তারপর করবেন কেননা মার্কেটে এখনও কোন গ্রিন সিগন্যাল নেই।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 27, 2022, 09:46:17 AM
<-- snip -->

ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই।

শুনে ভালো লাগলো যে, আপনি অন্যান্য সকল প্রজেক্টে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, বেয়ার মার্কেটই সঠিক সময় নির্ভরযোগ্য প্রজেক্টে বিনিয়োগের এবং এই সময়ে যেসকল প্রজেক্ট টিকে যায়, যেগুলো বুল মার্কেটে অনেক ভালো করে। তাই একটু সময় নিয়ে বিচার-বিশ্লেষণ করেন, তাহলে অনেক ভালো ভালো প্রজেক্টের সন্ধান পেয়ে যাবেন।  Wink
full member
Activity: 367
Merit: 136
December 27, 2022, 09:32:57 AM
কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।

মার্কেটে কাজের অভাব নাই, আপনাকে শুধুমাত্র খুজে নিতে হবে। আপনি চাইলে টেস্টনেট প্রোগ্রামগুলো করতে পারেন। আমি নিয়মিত BitByte Crypto কমিউনিটিতে সেটি শেয়ার করে থাকি। নিচে কিছু চলমান প্রজেক্টের টেস্টনেট প্রোগ্রামের বিবরণের লিংক দিয়ে দিলাম। সময় নিয়ে কাজ করেন, পরবর্তী বছরে ভালো কিছু পাবেন।
01) GSUCoin: https://twitter.com/officialbitbyte/status/1600607111842451456
02) Bebop: https://twitter.com/officialbitbyte/status/1587895299934068736
03) Bebop DEXmas: https://twitter.com/officialbitbyte/status/1605996239132037120
04) Scroll: https://twitter.com/officialbitbyte/status/1585641479204065283
05) ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752
06) Suiet: https://twitter.com/officialbitbyte/status/1606947175963193344

বলে রাখা ভালো আমি ইতিমধ্যে কিছু প্রজেক্টে কাজ করেছি এবং ভালোই লাভ হয়েছে। বাউন্টি কিংবা সাধারণ এয়ারড্রপের থেকে অনেক ভালো।

ধন্যবাদ, উপরের GSUcoin বাদে প্রায় সব গুলো প্রজেক্টেই করা হয়েছে, কিন্ত সমস্যা হচ্ছে বেয়ার মার্কেট এর জন্য অনেক প্রজেক্ট লাঞ্জ করতেছে না। অনেক ভালো প্রজেক্ট রিলিজ হতে বুল মার্কেট এর জন্য অপেক্ষা করা লাগতে পারে। বর্তমানে লস করতে করতে এমন হইছে যে বেয়ার মার্কেটে ইনভেস্ট করার মত কোনো অবস্থাই নাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 27, 2022, 06:46:34 AM
আমরা অনেক সময় ব্যাংক এ টাকা জমাই। সেক্ষেত্রে কিছু টাকা লাভ হলেউ টাকা লস হবার ভয় নেই। তবে আপনি একটু রিস্ক নিয়ে যদি বিটকয়েন কিনে রাখেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন হিউজ লাভজনক হয়ে গেছেন। জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকেউ তার জন্য কিছু দিতে হবে। আর রিস্ক ছাড়া কোনো দিন ও সফলতা সম্ভব না। শুরুতে বড় হতে গেলে ছোট খাট এক দুইটা ধাক্কা খেতেই হবে। 
কে বলছে ভাই ব্যাংকে লস হবার ভয় নেই। আমি তো খুব ভয়ে আছি আমার একটা ডিপিএস নিয়ে । আর বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের বর্তমান অবস্থা খুব ভালো না। FTX যেমন ব্যাংক রার্প্ট হয়েছে তেমনি আমরা যদি দেখি পৃথিবীর অনেক বড় বড় ব্যাংক গুলোও নানান সময় নানান কারণে ব্যাংক রার্প্ট এর মুখোমুখি হয়েছে আপনি যদি দেখেন বাংলাদেশ বর্তমানে কয়েকটা ব্যাংক অলরেডি এদিকে অগ্রসর হচ্ছে।  আমি বলব রিক্স সব জায়গায়ই আছে আর বুঝেশুনে রিক্স নেয় হল বুদ্ধিমানের কাজ। কারণ কথায় আছে নো রিক্স নো গেইন।  
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
December 27, 2022, 04:39:13 AM
কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।

মার্কেটে কাজের অভাব নাই, আপনাকে শুধুমাত্র খুজে নিতে হবে। আপনি চাইলে টেস্টনেট প্রোগ্রামগুলো করতে পারেন। আমি নিয়মিত BitByte Crypto কমিউনিটিতে সেটি শেয়ার করে থাকি। নিচে কিছু চলমান প্রজেক্টের টেস্টনেট প্রোগ্রামের বিবরণের লিংক দিয়ে দিলাম। সময় নিয়ে কাজ করেন, পরবর্তী বছরে ভালো কিছু পাবেন।
01) GSUCoin: https://twitter.com/officialbitbyte/status/1600607111842451456
02) Bebop: https://twitter.com/officialbitbyte/status/1587895299934068736
03) Bebop DEXmas: https://twitter.com/officialbitbyte/status/1605996239132037120
04) Scroll: https://twitter.com/officialbitbyte/status/1585641479204065283
05) ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752
06) Suiet: https://twitter.com/officialbitbyte/status/1606947175963193344

বলে রাখা ভালো আমি ইতিমধ্যে কিছু প্রজেক্টে কাজ করেছি এবং ভালোই লাভ হয়েছে। বাউন্টি কিংবা সাধারণ এয়ারড্রপের থেকে অনেক ভালো।


এই বিয়ার মার্কেটে  সবারই প্রায় একই অবস্থা,  বিয়ার মার্কেটে আপাতত  ইনভেস্টমেন্ট অফ রাখাই ভালো তারপরও চাইলে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে লং টাইম এর জন্য বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন .  আপাতত আমি আর অন্য কোন কয়েন সাজেস্ট করবো না কারণ FTX  এর ঘটনার পর আর কোন কয়েন কে বিশ্বাস করা যাচ্ছে না .  বাইনান্স নিয়ে অনেক ভয়-ভীতি অলরেডি ছড়িয়ে পড়ছে .

আমার বিশ্বাস বেয়ার মার্কেট হলো সবচেয়ে ভালো সময় ট্রেডিং করে পোর্টফোলিও বৃদ্ধি করার। আমি কয়েক সপ্তাহ স্ক্যাল্পিং করে ভালোই লাভ করেছে। আর আমার নজরে কিছু অল্টকয়েন আছে, যেগুলো প্রতিদিনই উঠা-নামা করে এবং স্ক্যাল্পিং করে ভালোই লাভ হয়। আমার টেলিগ্রাম কমিউনিটিতে অনেকে ভালোই লাভ করেছে।  Wink
sr. member
Activity: 1008
Merit: 366
December 27, 2022, 04:07:20 AM
আমরা অনেক সময় ব্যাংক এ টাকা জমাই। সেক্ষেত্রে কিছু টাকা লাভ হলেউ টাকা লস হবার ভয় নেই।
ব্যাংক দেউলিয়া হয়ে গেলে কি করবেন? সব কিছুতেই রিস্ক আছে, কোনোটাই রিস্ক ছাড়া না। আর ইকোনোমির যে অবস্থা, বাংলাদেশ এ হোইতে সময় লাগবে না।
Quote
তবে আপনি একটু রিস্ক নিয়ে যদি বিটকয়েন কিনে রাখেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন হিউজ লাভজনক হয়ে গেছেন। জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকেউ তার জন্য কিছু দিতে হবে। আর রিস্ক ছাড়া কোনো দিন ও সফলতা সম্ভব না। শুরুতে বড় হতে গেলে ছোট খাট এক দুইটা ধাক্কা খেতেই হবে। 
আপনি মেইবি বিষয় টা বুঝতে পারেন নাই। উনি বলছেন যে এই মার্কেট এ তার হোল্ডিং গুলা কিভাবে বাড়াবেন। ডি সি এ অর্থাৎ ডলার কস্ট এভারেজিং ও যদি করেন তাহলে তার এসেট বাড়বে কিন্তু ভ্যালু একই থাকবে। আর এই পদ্ধতি টা লং টার্ম এর জন্য। কিন্তু মার্কেট এর অবনতি হইলে কি করবেন তা জিজ্ঞাস করছেন।
স্টেবল কয়েন হোল্ড করলে মার্কেট ডাউন গেলেও উনি ওই সময়টা তে বেশি বিটকয়েন কিনতে পারবেন তাই আমি কথা তা বলেছি।
আবার ও বলব, ইনভেস্ট করার আগে নিজের রিসার্চ করে নিন। ইন্টারনেট এর কারো কথা মতো নিজের ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন না। আশা করি কথা টা এখন বুঝতে পেরেছেন।
newbie
Activity: 132
Merit: 0
December 26, 2022, 09:21:17 PM
কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
 
আর আমি বলব আপনার হোল্ড করা কয়েন গুলো  স্টেকিং করে রাখতে পারেন বা বিনান্স এ  সেভিংস এ রাখতে পারেন  যদিও এটাও রিস্কি, তবুও আমি মনে করি বিয়ার মার্কেটে  অযথা কয়েন গুলো ফেলে রাখার থেকে কিছুটা পারসেন্টেন্স বাড়লো .
আমার মতে ভাই অনেক ডিসেন্ট্রালাইজড স্টেকিং আছে, ওগুলা তে আপনার ফান্ড গুলা স্টেবল কয়েন এ কনভারট করে স্টেকিং করাই ভালো। কারন এখন ও কেউ বলতে পারছে না যে এই মার্কেট এর ভবিষ্যত কি। আবার যদি ডাউন যায় তাইলে ভাই আরও লস এ পরে যাবেন। অনেকের এনালাইসিস থেকে তো মনে হচ্ছে ১২/১৪ হাজারে ও যাইতে পারে বিটকয়েন। বাকি টা ভাই আপনার উপর। স্টেবল কয়েন এ ইন্টারেস্ট কম, কিন্তু রিস্ক ও কম।
আর ভাই ক্রিপ্ট জগত এ কাওকে কিছু সাজেস্ট করা ভুল। নিজের মত রিসার্চ করে ইনভেস্ট করবেন।
স্ট্যাবল কয়েন গুলা যে ১০০% সিকিউর সে গ্যারান্টি আপনি কোথা থেকে পাচ্ছেন ! বর্তমানে ইউএসডিটি স্টেবল কয়েনের মধ্যে সবথেকে উপরে অবস্থান করছে কিন্তু এর সিকিউরিটি নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে। তবে আপনি বলতে পারেন যে স্টেবল কয়েন গুলো এর প্রাইজ ওঠানামা করবে না সে দিক থেকে লস কম বেশি হবে না। তবে আমি এখানে যে কথাটি বলেছি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করা এ পর্যন্ত সবথেকে সিকিউর কয়েন হলো বিটকয়েন আর এখন মার্কেট করি রিস্কি পজিশনে থাকায় আমি অন্যান্য সকল কিছুর থাকে বিটকয়েন কে সেফ মনে করবো। আর বিটকয়েন ১২/১৪ হাজার কেন তার থেকেও নিচে নামুক একটা সুযোগ পাবো বিটিসি হোল্ড করার। বিটকয়েনের বর্তমানে দাম কমলেও ভবিষ্যতে এটার চাহিদা অনুযায়ী সাপ্লাই কম পড়বে এবং অনেক বড় বাড়বে তাই নিজের সমর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় ততটুকু পরিমাণ অলস অর্থ বিটকয়েনে ইনভেস্ট করা ভালো হবে।
আমরা অনেক সময় ব্যাংক এ টাকা জমাই। সেক্ষেত্রে কিছু টাকা লাভ হলেউ টাকা লস হবার ভয় নেই। তবে আপনি একটু রিস্ক নিয়ে যদি বিটকয়েন কিনে রাখেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন হিউজ লাভজনক হয়ে গেছেন। জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকেউ তার জন্য কিছু দিতে হবে। আর রিস্ক ছাড়া কোনো দিন ও সফলতা সম্ভব না। শুরুতে বড় হতে গেলে ছোট খাট এক দুইটা ধাক্কা খেতেই হবে। 
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 26, 2022, 04:28:14 PM
কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
 
আর আমি বলব আপনার হোল্ড করা কয়েন গুলো  স্টেকিং করে রাখতে পারেন বা বিনান্স এ  সেভিংস এ রাখতে পারেন  যদিও এটাও রিস্কি, তবুও আমি মনে করি বিয়ার মার্কেটে  অযথা কয়েন গুলো ফেলে রাখার থেকে কিছুটা পারসেন্টেন্স বাড়লো .
আমার মতে ভাই অনেক ডিসেন্ট্রালাইজড স্টেকিং আছে, ওগুলা তে আপনার ফান্ড গুলা স্টেবল কয়েন এ কনভারট করে স্টেকিং করাই ভালো। কারন এখন ও কেউ বলতে পারছে না যে এই মার্কেট এর ভবিষ্যত কি। আবার যদি ডাউন যায় তাইলে ভাই আরও লস এ পরে যাবেন। অনেকের এনালাইসিস থেকে তো মনে হচ্ছে ১২/১৪ হাজারে ও যাইতে পারে বিটকয়েন। বাকি টা ভাই আপনার উপর। স্টেবল কয়েন এ ইন্টারেস্ট কম, কিন্তু রিস্ক ও কম।
আর ভাই ক্রিপ্ট জগত এ কাওকে কিছু সাজেস্ট করা ভুল। নিজের মত রিসার্চ করে ইনভেস্ট করবেন।
স্ট্যাবল কয়েন গুলা যে ১০০% সিকিউর সে গ্যারান্টি আপনি কোথা থেকে পাচ্ছেন ! বর্তমানে ইউএসডিটি স্টেবল কয়েনের মধ্যে সবথেকে উপরে অবস্থান করছে কিন্তু এর সিকিউরিটি নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে। তবে আপনি বলতে পারেন যে স্টেবল কয়েন গুলো এর প্রাইজ ওঠানামা করবে না সে দিক থেকে লস কম বেশি হবে না। তবে আমি এখানে যে কথাটি বলেছি বিটকয়েন লং টার্মের জন্য হোল্ডিং করা এ পর্যন্ত সবথেকে সিকিউর কয়েন হলো বিটকয়েন আর এখন মার্কেট করি রিস্কি পজিশনে থাকায় আমি অন্যান্য সকল কিছুর থাকে বিটকয়েন কে সেফ মনে করবো। আর বিটকয়েন ১২/১৪ হাজার কেন তার থেকেও নিচে নামুক একটা সুযোগ পাবো বিটিসি হোল্ড করার। বিটকয়েনের বর্তমানে দাম কমলেও ভবিষ্যতে এটার চাহিদা অনুযায়ী সাপ্লাই কম পড়বে এবং অনেক বড় বাড়বে তাই নিজের সমর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় ততটুকু পরিমাণ অলস অর্থ বিটকয়েনে ইনভেস্ট করা ভালো হবে।
sr. member
Activity: 1008
Merit: 366
December 26, 2022, 02:52:57 PM
কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
 
আর আমি বলব আপনার হোল্ড করা কয়েন গুলো  স্টেকিং করে রাখতে পারেন বা বিনান্স এ  সেভিংস এ রাখতে পারেন  যদিও এটাও রিস্কি, তবুও আমি মনে করি বিয়ার মার্কেটে  অযথা কয়েন গুলো ফেলে রাখার থেকে কিছুটা পারসেন্টেন্স বাড়লো .
আমার মতে ভাই অনেক ডিসেন্ট্রালাইজড স্টেকিং আছে, ওগুলা তে আপনার ফান্ড গুলা স্টেবল কয়েন এ কনভারট করে স্টেকিং করাই ভালো। কারন এখন ও কেউ বলতে পারছে না যে এই মার্কেট এর ভবিষ্যত কি। আবার যদি ডাউন যায় তাইলে ভাই আরও লস এ পরে যাবেন। অনেকের এনালাইসিস থেকে তো মনে হচ্ছে ১২/১৪ হাজারে ও যাইতে পারে বিটকয়েন। বাকি টা ভাই আপনার উপর। স্টেবল কয়েন এ ইন্টারেস্ট কম, কিন্তু রিস্ক ও কম।
আর ভাই ক্রিপ্ট জগত এ কাওকে কিছু সাজেস্ট করা ভুল। নিজের মত রিসার্চ করে ইনভেস্ট করবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
December 26, 2022, 11:19:05 AM
কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
এই বিয়ার মার্কেটে  সবারই প্রায় একই অবস্থা,  বিয়ার মার্কেটে আপাতত  ইনভেস্টমেন্ট অফ রাখাই ভালো তারপরও চাইলে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে লং টাইম এর জন্য বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেন .  আপাতত আমি আর অন্য কোন কয়েন সাজেস্ট করবো না কারণ FTX  এর ঘটনার পর আর কোন কয়েন কে বিশ্বাস করা যাচ্ছে না .  বাইনান্স নিয়ে অনেক ভয়-ভীতি অলরেডি ছড়িয়ে পড়ছে . 
আর আমি বলব আপনার হোল্ড করা কয়েন গুলো  স্টেকিং করে রাখতে পারেন বা বিনান্স এ  সেভিংস এ রাখতে পারেন  যদিও এটাও রিস্কি, তবুও আমি মনে করি বিয়ার মার্কেটে  অযথা কয়েন গুলো ফেলে রাখার থেকে কিছুটা পারসেন্টেন্স বাড়লো .
full member
Activity: 367
Merit: 136
December 26, 2022, 10:33:14 AM
কাজ নিয়ে মোটামুটি হতাশাতে ভুগছি, এই বিয়ার মার্কেটে, অনেক লসের মধ্যে আছি। বোধয় এই মার্কেট আপাতত কিছু সময় সরে থাকার দরকার। কোনো বড় ভাই কোনো উপায় বা সাজেস্ট করতে পারেন এই বিয়ার মার্কেটে টিকে থাকার জন্য না হলে এই মার্কেট আপাতত সরে আসবো।
newbie
Activity: 171
Merit: 0
December 26, 2022, 01:48:44 AM


যদি একটু ঘুরে দেখতেন তাহলেই পেয়ে যেতেন-
ধন্যবাদ প্রিয় ,, অনেক কিছু জানতে পারলাম,,, মনে করি বিষয়গুলো জানার পর ফোরাম বিষয়ে আমার জ্ঞানের পরিধি আরও অনেক বৃদ্ধি পাবে।।

আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤️
newbie
Activity: 132
Merit: 0
December 26, 2022, 12:23:06 AM
https://bitcointalksearch.org/topic/bengali-631891

ফোরাম মডারেটর ও অভিজ্ঞ Bitcoin অ্যাকাউন্ট দারি দের দৃষ্টি আকর্ষণ করছি:

🔸আমি বেশ কিছুদিন ধরে একটি Bitcoin আইডি খুলেছি,
✴️ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকলেও ফোরাম এবং মেরিট সম্পর্কে আমার অতটা ধারণা নেই।

🔻এখন আমি আমার আইডির মেরিট বাড়াতে চাচ্ছি , এমতাবস্থায় আমাকে কি করতে হবে? এবং কোথায় কোথায় পোস্ট দিলে মেরিট পেতে পারি এ বিষয়ে অভিজ্ঞদের সাহায্য কামনা করছি।।

যদি একটু ঘুরে দেখতেন তাহলেই পেয়ে যেতেন-
হ্যা আপনি লিটল মাউস ভাই এর এই পোষ্ট ফলো করতে পারেন। এখানে নতুনদের জন্য অনেক ভালো মানের সুন্দর ভাবে গোছানো পোষ্ট আছে।
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 25, 2022, 11:53:28 PM
https://bitcointalksearch.org/topic/bengali-631891

ফোরাম মডারেটর ও অভিজ্ঞ Bitcoin অ্যাকাউন্ট দারি দের দৃষ্টি আকর্ষণ করছি:

🔸আমি বেশ কিছুদিন ধরে একটি Bitcoin আইডি খুলেছি,
✴️ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকলেও ফোরাম এবং মেরিট সম্পর্কে আমার অতটা ধারণা নেই।

🔻এখন আমি আমার আইডির মেরিট বাড়াতে চাচ্ছি , এমতাবস্থায় আমাকে কি করতে হবে? এবং কোথায় কোথায় পোস্ট দিলে মেরিট পেতে পারি এ বিষয়ে অভিজ্ঞদের সাহায্য কামনা করছি।।

যদি একটু ঘুরে দেখতেন তাহলেই পেয়ে যেতেন-
newbie
Activity: 132
Merit: 0
December 25, 2022, 11:29:23 PM
https://bitcointalksearch.org/topic/bengali-631891

ফোরাম মডারেটর ও অভিজ্ঞ Bitcoin অ্যাকাউন্ট দারি দের দৃষ্টি আকর্ষণ করছি:

🔸আমি বেশ কিছুদিন ধরে একটি Bitcoin আইডি খুলেছি,
✴️ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকলেও ফোরাম এবং মেরিট সম্পর্কে আমার অতটা ধারণা নেই।

🔻এখন আমি আমার আইডির মেরিট বাড়াতে চাচ্ছি , এমতাবস্থায় আমাকে কি করতে হবে? এবং কোথায় কোথায় পোস্ট দিলে মেরিট পেতে পারি এ বিষয়ে অভিজ্ঞদের সাহায্য কামনা করছি।।
Merit হচ্ছে সম্মানি। মেরিট তাকেই দেওয়া হয় যার যোগ্যতা মূলক পোষ্ট এবং যে পোষ্ট এ অন্যের উপকার হয় এবং যে পোষ্টের মাধ্যমে অন্যকে নতুন কিছু শিখানো যায়। আর মেরিট এর জন্য কোথাউ দৌড়াতে হবে না। আপনার যদি মেধা থেকে এই থ্রেড এই যুক্তি গত পোষ্ট করতে পারেন তাহলে আপনাকে এমনেই সিনিয়র ভাইয়েরা মেরিট দিয়ে দিবে। আর আপনি মেরিট এর পিছনে না ছুটে এই ফরম এ ঘুরে দেখুন অনেক কিছু শিখতে পারবেন। তখন দেখবেন মেরিট এর পিছনে আপনাকে ছুটতে হচ্ছে না। মেরিট এই আপনার পিছন ছুটবে। নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে এখান থেকে নিজের ক্যারিয়ার গোছাতে পারেন। আশা করি এই টুকুতেই বোঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি।

শুভ কামনা রইলো, ধন্যবাদ।
newbie
Activity: 171
Merit: 0
December 25, 2022, 09:03:04 PM
https://bitcointalksearch.org/topic/bengali-631891

ফোরাম মডারেটর ও অভিজ্ঞ Bitcoin অ্যাকাউন্ট দারি দের দৃষ্টি আকর্ষণ করছি:

🔸আমি বেশ কিছুদিন ধরে একটি Bitcoin আইডি খুলেছি,
✴️ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকলেও ফোরাম এবং মেরিট সম্পর্কে আমার অতটা ধারণা নেই।

🔻এখন আমি আমার আইডির মেরিট বাড়াতে চাচ্ছি , এমতাবস্থায় আমাকে কি করতে হবে? এবং কোথায় কোথায় পোস্ট দিলে মেরিট পেতে পারি এ বিষয়ে অভিজ্ঞদের সাহায্য কামনা করছি।।
newbie
Activity: 2
Merit: 0
December 25, 2022, 12:09:26 PM
আমার যদি অনুবাদ করা ভুল হয়ে থাকে এবং আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা যদি ভুল থাকে। তাহলে আমার আগেই এক ভাই অনুবাদ করেছে এবং অনুবাদ করে তার সম্মানিও পেয়েছে। অনুবাদ করা যদি নিষিদ্ধই হয় তাহলে এই ভাইকে অনুবাদ করায় সম্মানিত হিসেবে মেরিট কেন দিয়েছে। কেন তার পোষ্ট ডিলেট দেওয়া হয়নি।
প্রমান হিসেবে লিংক নিচে দেওয়া হলো।
https://bitcointalksearch.org/topic/m.61295487
প্রথমত ভাই ওনার পোস্ট পরার মত মান সম্পন্ন। অনুবাদ করলেও পোস্ট টা ছোট এবং ইনফরমেশন গুল প্রয়জনীয়।
আবার ও বলছি ভাই, মেরিট এর পিছনে জাইয়েন না, উনি এক্টা পোস্ট অনুবাদ করে মেরিট পাইসে বলে সবাই অনুবাদ করলে মেরিট পাবে এইটা কখনও ফোরাম এর কনো রুলস এর মধ্যে পরে না। মেরিট আদান প্রদান পুরোটাই একজন এর ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। কারও কাছে আপনার পোস্ট ভালো লাগলে সে অবস্যই মেরিট দিবে আপনাকে। পোস্ট বড় মানেই যে তা ভালো পোস্ট তা কিন্তু না।
আশা করি ব্যাপার টা বুঝতে পেরেছেন।
I'm new comer in Bitcoin talk. I don't understand in all task in bitcoin talk. I want to support senior brothers to help me.

ওইরকম সিনিওর না তবে স্পেসিফিক কিছু জানার থাকলে বলতে পারেন, সাদ্ধ মত চেস্টা করব। আর ভাই আপনি নতুন তাই সাবধান করছি। রুলস পরে নিবেন প্রথম পেজ এ। এইটা বাংলাদেশ বোর্ড। বাংলা ছাড়া বা গুগল ট্রান্সলেট ব্যবহার করা নিসিদ্ধ। পরবর্তীতে এই ভুল করবেন না।
ঠিক আছে ভাই। আমি আমার অনুবাদ করা পোষ্ট ডিলেট দিয়ে দিছি। আর এর পর থেকে অনুবাদ ও করবো না। আর ভাইয়া আমার মেরিট এর দরকার নেই তেমন। আমি মেরিট এর পিছনে আগে ছুটতাম তবে এখন আর ছুটি না। এখন আমি নিজের মধ্য থেকে যা জানি এবং যা রিচার্স করে পাই তা সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। সে যাই হোক। এর পর থেকে অনুবাদ দিবো না। নতুন দের এবং যারা অনেক বিষয় বুঝতে পারে না। তাদের সাহায্য করার চেষ্টা করবো। ধন্যবাদ।
আমার যদি অনুবাদ করা ভুল হয়ে থাকে এবং আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা যদি ভুল থাকে। তাহলে আমার আগেই এক ভাই অনুবাদ করেছে এবং অনুবাদ করে তার সম্মানিও পেয়েছে। অনুবাদ করা যদি নিষিদ্ধই হয় তাহলে এই ভাইকে অনুবাদ করায় সম্মানিত হিসেবে মেরিট কেন দিয়েছে। কেন তার পোষ্ট ডিলেট দেওয়া হয়নি।
প্রমান হিসেবে লিংক নিচে দেওয়া হলো।
https://bitcointalksearch.org/topic/m.61295487
প্রথমত ভাই ওনার পোস্ট পরার মত মান সম্পন্ন। অনুবাদ করলেও পোস্ট টা ছোট এবং ইনফরমেশন গুল প্রয়জনীয়।
আবার ও বলছি ভাই, মেরিট এর পিছনে জাইয়েন না, উনি এক্টা পোস্ট অনুবাদ করে মেরিট পাইসে বলে সবাই অনুবাদ করলে মেরিট পাবে এইটা কখনও ফোরাম এর কনো রুলস এর মধ্যে পরে না। মেরিট আদান প্রদান পুরোটাই একজন এর ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে। কারও কাছে আপনার পোস্ট ভালো লাগলে সে অবস্যই মেরিট দিবে আপনাকে। পোস্ট বড় মানেই যে তা ভালো পোস্ট তা কিন্তু না।
আশা করি ব্যাপার টা বুঝতে পেরেছেন।
I'm new comer in Bitcoin talk. I don't understand in all task in bitcoin talk. I want to support senior brothers to help me.

ওইরকম সিনিওর না তবে স্পেসিফিক কিছু জানার থাকলে বলতে পারেন, সাদ্ধ মত চেস্টা করব। আর ভাই আপনি নতুন তাই সাবধান করছি। রুলস পরে নিবেন প্রথম পেজ এ। এইটা বাংলাদেশ বোর্ড। বাংলা ছাড়া বা গুগল ট্রান্সলেট ব্যবহার করা নিসিদ্ধ। পরবর্তীতে এই ভুল করবেন না।
[/quote: জি ভাইয়া, আমি প্রথম পেজটা সম্পূর্ণ পড়ে নিবো অবশ্যই।  আর কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আপনাকে জানাবো। আশা রাখছি নিময় মেনে পোস্ট করে আপনাদের সহযোগীতা পাবো।]
jr. member
Activity: 38
Merit: 2
December 25, 2022, 09:58:53 AM
আমি নতুন আইডি খুলতেছি তো আপনাদের জন্য। আপনারা red Trust মারেন। আমি করিই বাউন্টি আর এখন Red Trust মারলে কোনো বাউন্টিতে অংশ গ্রহন করাই যায়না। আমি তো আর একসাথে ৫ টা চালাচ্ছি না। আমাকে Red Trust মারতেছেন তাইতো নতুন খুলতে হয়। কেনো আমাদের শান্তি মত কাজ করতে দেন না। নাকি আপনারা Legendary আপনাদের হাতে ক্ষমতা দেখে যা তা ব্যাবহার করবেন। কেনো আমাদের শুখ কেরে নিচ্ছেন। আগের সব কয়টা আইডি Red trust মারছেন। তাইতো এক এ এক এ আইডি খুলতাছি। কথা দিচ্ছি আমার একটা আইডি red ছাড়াইয়া দেন জীবনে আর ২য় আইডি খুলমু না। আর এভাবে কতদিন আমাদের হয়রানি করবেন। আমরাও তো মানুষ আমাদেরও তো শুখে বাচার অধিকার আছে। দয়া করে আমাদের শুখে থাকতে দিন। ধন্যবাদ।
jr. member
Activity: 38
Merit: 2
December 25, 2022, 04:56:47 AM
আমি আমার অনুবাদ করা পোষ্ট ডিলেট দিয়ে দিছি। আর এর পর থেকে অনুবাদ ও করবো না।
অনুবাদ করা ভালো, তবে সেটা যেন অনুবাদ হয় নিজে লিখে। আপনি যদি গুগল ট্রান্সলেটর বা অন্যান্য স্বয়ংক্রিয় অনুবাদক ব্যবহার করেন, তাহলে উক্ত লেখাটা পড়ার মত অবস্থা থাকে না। আমি নিজেও অনুবাদ করেছি। এইখানে একটা টপিক অনুবাদ করেছি। ক্রিপ্টোতে বেশি কিছু ওয়েবসাইট অনুবাদ করেছি যেখানে আমাদের সবার পরিচিত কিছু ওয়েবসাইটও আছে। কিন্তু আমি গুগল ট্রান্সলেটর বা স্বয়ংক্রিয় কোন অনুবাদক ব্যবহার করি নি। কারণ, যদি ব্যবহার করতাম তাহলে ওইগুলো মানুষ পড়তে পারত না মোটেও।
  হ্যা অবশ্যই!  এর পর থেকে সব নিয়ম কানুন মেনেই পোষ্ট করবো ভাইয়া। সবার যেনো উপকার হয় সেই পোষ্ট গুলাই করবো। ইনশআল্লাহ। ধন্যবাদ
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 25, 2022, 04:05:31 AM
আমি আমার অনুবাদ করা পোষ্ট ডিলেট দিয়ে দিছি। আর এর পর থেকে অনুবাদ ও করবো না।
অনুবাদ করা ভালো, তবে সেটা যেন অনুবাদ হয় নিজে লিখে। আপনি যদি গুগল ট্রান্সলেটর বা অন্যান্য স্বয়ংক্রিয় অনুবাদক ব্যবহার করেন, তাহলে উক্ত লেখাটা পড়ার মত অবস্থা থাকে না। আমি নিজেও অনুবাদ করেছি। এইখানে একটা টপিক অনুবাদ করেছি। ক্রিপ্টোতে বেশি কিছু ওয়েবসাইট অনুবাদ করেছি যেখানে আমাদের সবার পরিচিত কিছু ওয়েবসাইটও আছে। কিন্তু আমি গুগল ট্রান্সলেটর বা স্বয়ংক্রিয় কোন অনুবাদক ব্যবহার করি নি। কারণ, যদি ব্যবহার করতাম তাহলে ওইগুলো মানুষ পড়তে পারত না মোটেও।
Jump to: