এমন কোন ক্রিপ্টো প্রজেক্ট (token/coin) আছে যা বাংলাদেশি দিয়ে পরিচালিত?
অনেক প্রজেক্ট আছে, কিন্তু টিম মেম্বারগুলো কখনোই সেটি প্রকাশ করে নাহ। আমি ইতিমধ্যে অনেক প্রজেক্টের সাথে কথা বলেছি।
বাংলাদেশে কি কেউ পেপাল অ্যাপস ব্যবহার করেন অনলাইন ঘেটে দেখলাম যে বাংলাদেশে পেপাল না থাকলেও পেপাল এর ওয়েবসাইটে গিয়ে পেপাল একাউন্ট খোলা যায়।
আপনাদের কেউ কি পেপাল অ্যাপস বর্তমানে ব্যবহার করেন আর এভাবে ব্যবহার করার পর কোন সমস্যা হয়েছে কি?আর এর মধ্যে ক্রিপ্টো কারেন্সি থেকে সরাসরি ডিপোজিট এবং উইথ ড্র করা যায় কিনা এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কেউ-
আপনি হয়তো Pyypl এর কথা বলতেছেন, যেটি নাইজেরিয়ার প্রজেক্ট এবং ভার্চুয়াল কার্ড প্রদান করে। আর মজার বিষয়, আপনি ক্রিপ্টো দিয়ে ডলার Deposit করতে পারবেন এবং সেটি ডলার বাংলাদেশের ব্যাংকে Withdraw করতে পারবেন।
আর যদি Paypal এর কথা বলেন, তাহলে সেটি আগে করা যেত, শুধুমাত্র বাংলাদেশ এর জায়গায় সাইপ্রস দেশ হিসেবে নিতে লাগতো এবং মোবাইল ভেরিফেকশন বাংলাদেশি নাম্বার থেকে করা যেত। কিন্তু যতটুকু জানি এখন আর সেটি করা যায় নাহ।