Author

Topic: বাংলা (Bengali) - page 303. (Read 5698567 times)

jr. member
Activity: 173
Merit: 5
September 25, 2022, 03:09:48 AM
আমরা যারা নতুন ট্রেডার রয়েছি বা কিছুদিন যাবত ট্রেডিং করছি তাদের উদ্দেশ্য বলি। ছোট আকারের কোন ট্রেড নেওয়ার সময় অথবা টেকনিক্যাল এনালাইসিস করার সময় Bitcoin এর মুভমেন্ট সঠিক ভাবে ধরার জন্য Bitcoin এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যার দরুন Bitcoin এর পরবর্তী মুভমেন্ট অনেকটা আন্দাজ করা যায়। বিষয়গুলো হলো ;-



1. USDT Dominance.

এর সঙ্গে Bitcoin এর বিপরীত সম্পর্ক বলতে পারেন। যদি আপনি দেখেন USDT Dominance বুলিশ, তাহলে মনে করবেন মার্কেট নিচে যাবে। বা বলতে পারেন Bitcoin এর দাম কমবে। এজন্য USDT Dominance চার্ট এ Longer Time frame এ সাপোর্ট রেসিস্টেন্ট ড্র করে রাখবেন। সাপোর্ট ও রেসিস্টেন্স এ গেলে সতর্ক হয়ে যাবেন। যতক্ষন না USDT Dominance সুনির্দিষ্ট মুভমেন্ট দিচ্ছে সাপোর্ট রেসিস্টেন্স এ ট্রেড নিবেন না।



2. BITCOIN Dominance.

Alts এ এন্ট্রির আগে এটা দেখবেন। Alts বলতে Bitcoin বাদে অন্য সকল কয়েন বা টোকেন। BTC Dominance বুলিশ মানে মানুষ Alts থেকে টাকা সরিয়ে BTC তে ঢুকাচ্ছে। মানে Alts নিচে যাবে এবং BTC dominance bearish মানে Alts pump দিবে। অনেক সময় দেখা যায় Bitcoin এর দাম বাড়লেও অন্য সকল কয়েন একই জায়গায় থাকে, বা এইসকল কয়েন বা টোকেন এর দাম প্রায় একই থাকে। আপনারা Bitcoin Dominance দেখার মাধ্যমে এই সম্পর্কে জানতে পারবেন।


3. US Dollar Index (DXY)
এটি খুবই গুরুত্বপূর্ণ। DXY & Market বিপরীত মুখী।
DXY বুলিশ মানে মার্কেট নিচে যাবে। বিয়ারিশ মানে মার্কেটের প্রাইস উপরে যাবে।  উল্টো সম্পর্ক আরকি।



4. US Stocks.

আমরা সবাই বলি Alts BTC কে ফলো করে। কিন্তু BTC কাকে ফলো করে?
 US Stocks কে-S & P 500, Nasdaq কে।
Bitcoin, US Stocks আর Nasdaq এরা বন্ধুর মতো বন্ধু যে দিকে যায় এরাও একই দিকে যায়। S & P 500, Nasdaq বুলিশ মানে BTC বুলিশ, বেয়ারিশ তো BTC ও বেয়ারিশ।



 আপনারা এই চার্ট গুলো Trading View তে সার্চ করলে দেখতে পাবেন।

USDT Dominance= USDT.D
BTC Dominance= BTC.D
US Dollar Currency Index= DXY
S & P 500= SPX
Nasdaq= NDX



jr. member
Activity: 41
Merit: 11
September 24, 2022, 11:55:31 AM

আমি ভাবতেছি একটা সিরিজ করবো যেখানে প্রতি সপ্তাহে একটা ক্রিপ্টো প্রোজেক্ট বিষয়ে পোস্ট করবো বাংলাতে। এতে আমাদের লোকাল বোর্ডে সবাই কিছু নিয়ে আলোচনার সুযোগ পাবে।

ভালো পদক্ষেপ, এতে আমরা নতুনরা ভালোভাবে কোন বিষয় সম্পর্কে জানতে পারব। আর আপনাদের সাথে বাংলা ভাষায় কথা বলে সাহায্য নিতে পারব। অপেক্ষায় রইলাম আপনার সিরিজ এর জন্য।  Wink
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 23, 2022, 12:09:04 PM
এখন আমার মনে হয় সময় এসেছে একবার সম্পূর্ণ ভাষা ভিত্তিক করলে কি সুফল হয় সেটা দেখার। অর্থাৎ thread title হবে 'বাংলা (Bengali)'। এতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের যুগ্ম প্রচেষ্টায় যদি উন্নতি হয় এবং আমরা বাংলা sub-forum পাই, তাহলে সেখানে বাংলাদেশ specific একাধিক thread থাকতে পারে।

আপনাদের সকলের (বিশেষত যাঁরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক অবদান রাখছেন) মতামত অবশ্যকাম্য...
আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু বাংলাদেশ শব্দটি সরিয়ে নিলে বাঙালি বিভক্ত হয়ে যাবে। আর আমি সেটি আশা করি নাহ যে, বাঙালি বিভক্ত হয়ে যাক। তাই আপনি নামের ক্ষেত্রে বাংলাদেশ (Bangladesh - বাংলা ) এটি দিতে পারেন, আমার নিজের মতামত অনুযায়ী।



আসলে সবাইকে ওইভাবে বলে লাভ নাই। ওনেকেই আছে ইংলিশে বেশি ভালো না। ক্রিপ্টো এবং টেকনোলজি বিষয়ের ব্লগ গুলোর দুর্বোধ্য লিখা অনেকেই বুঝে না। আমি ভাবতেছি একটা সিরিজ করবো যেখানে প্রতি সপ্তাহে একটা ক্রিপ্টো প্রোজেক্ট বিষয়ে পোস্ট করবো বাংলাতে। এতে আমাদের লোকাল বোর্ডে সবাই কিছু নিয়ে আলোচনার সুযোগ পাবে।

ইংরেজিতে সবারই কোনো না কোনো দুর্বলতা আছে, তাইতো আমি নিজেই এর আগে একটি পোষ্ট তৈরি করেছিলাম যে, কিভাবে আপনারা ভালো মানের পোষ্ট করতে পারবেন! সেটি দেখলেই নতুনরা তাদের দুর্বলতাগুলোকে দূর করতে পারবে।

আর আপনার ক্রিপ্টো প্রজেক্ট নিয়ে পোষ্টের অপেক্ষায় রইলাম।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 23, 2022, 04:09:29 AM
আপনাদের সকলের (বিশেষত যাঁরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক অবদান রাখছেন) মতামত অবশ্যকাম্য...
"বাংলা" বাংলাদেশের জাতীয় ভাষা। অন্যান্য দেশের অনেক মানুষ বাংলায় কথা বলতে পারে তবে সেটা তাদের মাতৃভাষা কিংবা প্রধান ভাষা নয়। সেক্ষেত্রে, আমি মনে করি এই টপিকের নাম "বাংলা(Bangladesh) শ্রেয় হবে।

আচ্ছা ভাই আপনাদের নামের পাশে কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি (OP) লেখা। এটা সম্পর্কে কি কিছু জানতে পারি।
OP দিয়ে অনেক কিছুই বোঝানো হয়।
OP- Opening Poster
OP- Opening post

যেহেতু এইখানে নামের বা username এর পাশে OP লেখা, এইটার মানে হল Opening Poster মানে যে ব্যক্তি টপিক ক্রিয়েট করেছেন।
full member
Activity: 504
Merit: 212
September 22, 2022, 11:29:41 PM
<--snip-->

আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।

বাঙালি আজীবন এই বাউন্টি নিয়েই পইড়া থাকবে, আর সকল বাঙালি মনে করে যে, ক্রিপ্টোতে ইনকাম করা মানেই ক্রিপ্টোতে দক্ষ হয়ে ওঠা। কিন্তু কত যে নিত্যনতুন ব্লকচেইন টেকনোলজি উদ্ভাবন হচ্ছে এবং মার্কেটে ভালো ভালো টেকনোলজি আসতেছে। সেসব শেখার কারো কোনো আগ্রহ নাই। তাই সকলের মতো আমিও চলতাছি , কারণ দিন শেষে অনবিঙ্গ লোক ইনকাম করতে পারলে, তাদের স্থান সবার উপরে বাঙালিদের জন্য।  Sad

আসলে সবাইকে ওইভাবে বলে লাভ নাই। ওনেকেই আছে ইংলিশে বেশি ভালো না। ক্রিপ্টো এবং টেকনোলজি বিষয়ের ব্লগ গুলোর দুর্বোধ্য লিখা অনেকেই বুঝে না। আমি ভাবতেছি একটা সিরিজ করবো যেখানে প্রতি সপ্তাহে একটা ক্রিপ্টো প্রোজেক্ট বিষয়ে পোস্ট করবো বাংলাতে। এতে আমাদের লোকাল বোর্ডে সবাই কিছু নিয়ে আলোচনার সুযোগ পাবে।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 22, 2022, 10:08:33 PM
 আচ্ছা ভাই আপনাদের নামের পাশে কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি (OP) লেখা। এটা সম্পর্কে কি কিছু জানতে পারি।

legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 22, 2022, 03:29:42 PM
একটা বিষয় আমি কিছু সময় ধরে ভাবছি। ২০১৪ সালে যখন এই thread শুরু করি, তখন title ছিল 'বাংলাদেশ (Bengali)'। পরবর্তীকালে (অক্টোবর ২৬, ২০১৯) এটিকে পরিবর্তন করে 'বাংলাদেশ (Bangladesh)' করি। উদ্দেশ্য ছিল ভাষা ভিত্তিক না করে সম্পূর্ণ দেশ ভিত্তিক করলে যদি thread এর উন্নতি হয় সেটা দেখা। এখন আমার মনে হয় সময় এসেছে একবার সম্পূর্ণ ভাষা ভিত্তিক করলে কি সুফল হয় সেটা দেখার। অর্থাৎ thread title হবে 'বাংলা (Bengali)'। এতে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের যুগ্ম প্রচেষ্টায় যদি উন্নতি হয় এবং আমরা বাংলা sub-forum পাই, তাহলে সেখানে বাংলাদেশ specific একাধিক thread থাকতে পারে।

আপনাদের সকলের (বিশেষত যাঁরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক অবদান রাখছেন) মতামত অবশ্যকাম্য...
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 22, 2022, 09:05:46 AM

Legendary মানুষজনের ভাবনাচিন্তা সব একই রকম দেখি! Roll Eyes
যেখানে কিছু বলার প্রয়োজন দেখেছি সেখানে অবশ্যই বলেছি। এইখানে আমরা যদি ভালো এবং গঠনমুলক আলোচনা করি, তবেই কেবল ফোরামের স্বার্থকতা। কিন্তু এই যে বললাম, এইখানে সবাই বাউন্টি বুঝে। আর কিছু না। কেন আমরা বিটকয়েন মাইনিং নিয়ে আলোচনা করছি না, কেন লাইটনিং নেটওয়ার্ক নিয়ে কথা বলছি না কিংবা কেন নিজেরা একটা ফুল নোড সক্রিয় রাখার কথা ভাবছি না। সত্যি বলতে যারা এইসব ভালো বুঝে তারা অনেক ভালো ইনকাম করছে। কিন্তু এইসব দিকে আমরা কেউ যাই না।
jr. member
Activity: 35
Merit: 3
September 22, 2022, 07:51:16 AM
আপনার PM আমি দেখেছিলাম। কিন্তু উত্তর দেওয়া হয় নি, তাই দুঃখিত। আমি রোজ login করি না। কিন্তু এই thread এর প্রতিটা post প্রায় রোজ পড়ি। তাই আমায় PM না করে, যার যা লেখার এখানেই লিখলে ভাল।

আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।

Legendary মানুষজনের ভাবনাচিন্তা সব একই রকম দেখি! Roll Eyes
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 21, 2022, 09:16:03 AM
<--snip-->

আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।

বাঙালি আজীবন এই বাউন্টি নিয়েই পইড়া থাকবে, আর সকল বাঙালি মনে করে যে, ক্রিপ্টোতে ইনকাম করা মানেই ক্রিপ্টোতে দক্ষ হয়ে ওঠা। কিন্তু কত যে নিত্যনতুন ব্লকচেইন টেকনোলজি উদ্ভাবন হচ্ছে এবং মার্কেটে ভালো ভালো টেকনোলজি আসতেছে। সেসব শেখার কারো কোনো আগ্রহ নাই। তাই সকলের মতো আমিও চলতাছি , কারণ দিন শেষে অনবিঙ্গ লোক ইনকাম করতে পারলে, তাদের স্থান সবার উপরে বাঙালিদের জন্য।  Sad
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 20, 2022, 11:23:26 PM
প্রথমত সিনিয়রদেরকে যে সবসময় এক্টিভ থাকতে হবে, এমন ধারণা পাল্টান, কেননা সিনিয়ররা প্রতিদিনই লোকাল বোর্ডে এসে থাকে (আমি তো পোষ্ট না করলেও প্রতিদিন একবার হলেও লোকাল বোর্ডে এসে দেখি কোনো পোষ্ট হয়েছে কিনা) । তাই নিজের জায়গা থেকে ভালো মানের পোষ্ট করলেই যথেষ্ট বলে আমি মনে করি।   Wink
আমি আমাদের লোকাল বোর্ড এ আসি না এইরকম কোন দিন নেই। সব পোস্টই পড়া হয় কিন্তু কিছু লেখার মত এইখানে পাওয়া যায় না ভাই। কেউ কোন ভালো আলোচনা শুরুও করে না। সবাই বাউন্টি হেনতেন এইগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত। যেসব আলোচনা এইখানে হওয়া দরকার সেসব নিয়ে কেউ চিন্তাও করে না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 20, 2022, 10:31:14 AM
সিনিওর ভাই দের কাছ থেকে একটা জিনিস জানার ছিল।  

আমি যদি এই জায়গায় কোন টপিক নিয়ে বাংলায় পোস্ট করি এবং ফোরামের অন্য জায়গায় একই পোস্ট ইংলিশে করি তাহলে কি কোন সমস্যা হবে?
না, কোনো সমস্যা নাই। তবে আপনি একই thread এ পরপর দুটো post করলে সমস্যা আছে। এইটা আর কইরেন না। পারলে একটা delete করে আরেকটার সাথে merge করে দেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 20, 2022, 01:25:50 AM
আমি যদি এই জায়গায় কোন টপিক নিয়ে বাংলায় পোস্ট করি এবং ফোরামের অন্য জায়গায় একই পোস্ট ইংলিশে করি তাহলে কি কোন সমস্যা হবে?

যদি আপনার নিজের লেখা পোষ্ট হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আমিও এর আগে এমন পোষ্ট করেছি। Wink
jr. member
Activity: 41
Merit: 11
September 20, 2022, 12:31:36 AM
সিনিওর ভাই দের কাছ থেকে একটা জিনিস জানার ছিল। 

আমি যদি এই জায়গায় কোন টপিক নিয়ে বাংলায় পোস্ট করি এবং ফোরামের অন্য জায়গায় একই পোস্ট ইংলিশে করি তাহলে কি কোন সমস্যা হবে?
jr. member
Activity: 41
Merit: 11
September 18, 2022, 10:44:34 PM
শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?

 কি কয়েন? আফসোস এখন পর্যন্ত বাংলাদেশের ভালো কোন প্রজেক্ট দেখলাম না। যা দেখেছি সবই scam প্রজেক্ট।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 18, 2022, 11:09:42 AM
<--snip-->

তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।


প্রথমত নিজেদের জায়গা থেকে এক্টিভ থাকলেই যথেষ্ট এবং সিনিয়ররা সবসময় ভালো পোষ্ট লেখতে উৎসাহিত করে থাকে।  Cheesy


আসলে আমিও কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সিনিয়র ভাইয়েরা ফেরামে অ্যাক্টিভ থাকে না। ২,৩ মাস হয়ে চলছে  কিন্তু  ফেরামে তেমন একটা পোস্ট হয় না।  Little Mouse ভাই তো অ্যাক্টিভই থাকে না আর আমরা জারা আছি তারা তো কো পোস্টই করি না। তা হলে কি ভাবে আমরা নিজেদের বোর্ড পাবো।

প্রথমত সিনিয়রদেরকে যে সবসময় এক্টিভ থাকতে হবে, এমন ধারণা পাল্টান, কেননা সিনিয়ররা প্রতিদিনই লোকাল বোর্ডে এসে থাকে (আমি তো পোষ্ট না করলেও প্রতিদিন একবার হলেও লোকাল বোর্ডে এসে দেখি কোনো পোষ্ট হয়েছে কিনা) । তাই নিজের জায়গা থেকে ভালো মানের পোষ্ট করলেই যথেষ্ট বলে আমি মনে করি।   Wink


শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?

আরো বিস্তারিত বলেন, কোন কয়েন কিংবা প্রজেক্টের কথা বলতেছেন? কেননা মার্কেটে নিত্যনতুন প্রজেক্ট চালু হচ্ছে এবং এক্সচেঞ্জে লিস্টও হচ্ছে।
newbie
Activity: 3
Merit: 0
September 18, 2022, 02:21:37 AM
শুনলাম নতুন কয়েন আসছে।আপনারা কি এই বিষয়ে কিছু যানেন?
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 17, 2022, 11:28:19 AM
সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।

ভাইয়া আপনি একদম ঠিক বলছেন । আমি কিছু আগের পোস্ট গুলো দেখলাম ,,অনেকে বিভিন্ন জায়গায় থেকে কপি পোস্ট করেছে এবং তাদের একাউন্ট suspended করে দেওয়া হয়েছে । তাই এই কাজ থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর অনেক ভালো এবং হেল্পফুল পোস্ট করতে হবে।তাহলে আমরা নিজেদের জন্য একটি বোর্ড পেতে পারি । তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।

আসলে আমিও কিছু দিন ধরে দেখতে পাচ্ছি সিনিয়র ভাইয়েরা ফেরামে অ্যাক্টিভ থাকে না। ২,৩ মাস হয়ে চলছে  কিন্তু  ফেরামে তেমন একটা পোস্ট হয় না।  Little Mouse ভাই তো অ্যাক্টিভই থাকে না আর আমরা জারা আছি তারা তো কো পোস্টই করি না। তা হলে কি ভাবে আমরা নিজেদের বোর্ড পাবো।
jr. member
Activity: 205
Merit: 2
September 17, 2022, 07:34:51 AM
সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।

ভাইয়া আপনি একদম ঠিক বলছেন । আমি কিছু আগের পোস্ট গুলো দেখলাম ,,অনেকে বিভিন্ন জায়গায় থেকে কপি পোস্ট করেছে এবং তাদের একাউন্ট suspended করে দেওয়া হয়েছে । তাই এই কাজ থেকে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর অনেক ভালো এবং হেল্পফুল পোস্ট করতে হবে।তাহলে আমরা নিজেদের জন্য একটি বোর্ড পেতে পারি । তারচেয়ে বড় কথা হলো আমরা যারা বাংলাদেশী আছি আমাদের সকলকে ফুল একটিভ থাকতে হবে। আর সর্বশেষ একটা কথা আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের কে ভালো মানের পোস্ট করার জন্য উৎসাহী করবেন । তাহলে আমরা অনেক devolop হতে পারবো।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 17, 2022, 05:43:57 AM
একটা জিনিস জানার ছিল। কেও জানলে একটু হেল্প করবেন।

অনেক crypto project এ অনেক মানুষ community admin / social media manager / community management এর কাজ পায়। আসলে এসকল job কিভাবে নেওয়া যায়। অনেক চেস্টা করেছি। অনেকের কাছে গিয়েছি কিন্তু কাজ হয়নি। কেও এই বিষয়ে কিছু জানলে বলবেন। আমার অনেক উপকার হবে।

আপনাকে এই বিষয়ে আগে দক্ষ হতে হবে এবং নিজের একটি পোর্টফোলিও তৈরি করতে হবে, নতুন কাজ পাওয়ার জন্য। এছাড়াও আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যবহার করেও কাজ পেতে পারেন। আর লিংকডইনে প্রোফাইল তৈরি করেও ভালো কাজ পাওয়া যায়।


ব্যবহারকারী Bounty_Manager_DM চুরির জন্য নিষিদ্ধ। তাই আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন না। সে আপনাকে উত্তর দেবে না।
Guys, Look who replied here. You guys should increase the activity in this thread, and Seniors should care about your small community.

ভাই এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় কথা বলা হয়। দয়া করে এই থ্রেড এ ইংরেজিতে কোনো reply দিবেন না। প্লিজ বাংলা ভাষা ব্যবহার করুন।

সম্ভবত তিনি বাংলাদেশি নয়, তবে যেহেতু ফোরামের একজন স্টাফ মেম্বার এখানে পোষ্ট করতেছেন। তার মানে আমাদেরকে আর এক্টিভ হতে হবে, যেন আমরা নিজেদের জন্য একটি বোর্ড পাই। আর এই বিষয়েই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন।
Jump to: