Author

Topic: বাংলা (Bengali) - page 301. (Read 5319725 times)

member
Activity: 184
Merit: 65
August 09, 2022, 12:51:29 AM
বেশ কিছুদিন ধরে paypal usd ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু আমার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকায় ফোরাম ও বিভিন্ন সাইটে ক্রয় সম্পর্কিত৷ কিছু তথ্য সংগ্রহ করি,এইসব তথ্য জানারপর ক্রয়ের ইচ্ছেই মরে গেছে।নিচে তার কিছু উপস্থাপন করছি।

PayPal এবং ক্রেডিট কার্ডে লেনদেন গ্রহণ করে এমন অন্য যেকোন মানি ট্রান্সফার পরিষেবার মাধ্যমে পাঠানো অর্থ প্রেরকের দ্বারা সহজে ফিরিয়ে নেওয়া যায়, এমনকি কয়েক সপ্তাহ পরেও। তাই,আপনি শুধুমাত্র সেই ব্যক্তিদের সাথে লেনদেন করতে পেপ্যাল ​​গ্রহণ করবেন যাদের আপনি অত্যন্ত বিশ্বাস করেন। এই কারণেই নতুনরা তাদের PayPal USD সফলভাবে বিক্রি করতে পারে না। কিছু অন্যান্য পরিষেবা যা সম্পূর্ণ নিরাপদ নয়: - ওয়্যার ট্রান্সফার ছাড়া ব্যাঙ্ক ট্রান্সফার (ACH, ইত্যাদি) - বেশিরভাগ উপহার কার্ড। - মানিপাক - এলার্টপে - Paysafecards - দোল্লা - ওয়েস্টার্ন ইউনিয়ন (কিছু ক্ষেত্রে অর্থ পুনরুদ্ধারের জন্য তারা প্রাপকের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে)।সুতরাং পেপাল লেনদেনের ক্ষেত্রে সাবধান  থাকবেন,না হলে আপনার কষ্টার্জিত অর্থ হারাবেন। লেনদেন করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিবেন।

Sourch:https://bitcointalksearch.org/topic/m.197267
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 07, 2022, 09:40:05 AM
আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺
৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া যাবে না। (মেরিট, পজিটিভ ট্রাস্ট, বিটকয়েন বা আল্টকয়েন)।


 আপনি কি মেরিট (Merit)  চান?তাহলে আপনার করা পোস্ট, মন্তব্য বা কমেন্টের উপর বেশি মনোযোগ দিন|

মেরিট আপনি অবশ্যই পাবেন তবে প্রথমত আপনাকে মেরিটের পিছনে না ছুটে আপনার পোস্ট কিনবা কমেন্টের উপর বেশি মনোযোগ দিতে হবে|আপনার জানা কোনো তথ্য থাকলে সেটাকে শেয়ার করুন|তাছাড়া আপনি যে বিষয়ে নিজিকে বেশি পারদর্শী মনে করেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাকে শেয়ার করুন|
আর হ্যা,মনে রাখবেন শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়।পোস্টের গুনগত মান এবং উপরের বিষয়গুলো ঠিক রেখে পোস্ট করলে অব্যশ্যই আপনি Merit পাবার যোগ্যতা রাখেন |




sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 07, 2022, 06:52:08 AM
English এ পোস্ট করা ছাড়া কোনো উপায় নেই

আপনি যে পোষ্টটি করেছেন, সেগুলো তো বাংলাতেও করা যায়। আর এসব তথ্য বিভিন্ন ওয়েবসাইট যেমন: কয়েনমার্কেটক্যাপ, কয়েনগিকো প্রভৃতিতে পাওয়া যায়।  Huh


Quote
বর্তমান মার্কেটের অবস্থা

বিটকয়েনের পরবর্তী সাপোর্ট লাইন ২২.৫ হাজার ডলার
বিটকয়েনের পরবর্তী রেজিস্ট্যান্ট লাইন ২৩.৩ হাজার ডলার
বিটকয়েনের ডোমিন্যান্স (মার্কেটে আধিপত্য) ৩৮.৪২%
গত ২৪ ঘন্টায় স্পট মার্কেটের ভলিউম ১৭.৯৯ বিলিয়ন ডলার
ফেয়ার এবং গ্রিড ইনডেক্স ৩০
পুরো মার্কেটের ক্যাপিটাইলেশন ১.১৫ ট্রিলিয়ন ডলার
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
August 07, 2022, 01:44:33 AM
আমি কিভাবে মেরিট পাবো

আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺

কেউ এমনি এমনি আপনাকে মেরিট দেবে না। আপনি যদি ভালো মানের পোস্ট করতে পারেন তাহলে মেরিট পাবেন।

বিস্তারিত জানতে: https://bitcointalksearch.org/topic/m.53602200
jr. member
Activity: 266
Merit: 1
August 07, 2022, 01:19:20 AM

English এ পোস্ট করা ছাড়া কোনো উপায় নেই



CURRENT MARKET CONDITION

BITCOIN NEXT SUPPORT 22.5K
BITCOIN NEXT RESISTANCE 23.3K
BITCOIN DOMINANCE 38.42%
LAST 24H SPOT VOLUME $17.99B
FEAR AND GREED INDEX 30
MARKET CAPITALIZATION $1.15T
newbie
Activity: 392
Merit: 0
August 06, 2022, 11:12:33 PM
আমি কিভাবে মেরিট পাবো

আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 05, 2022, 10:16:09 PM
আসলে মেরিট কি এটা সবাই জানেন না আমি নিজেও জানতাম না
মেরিট নিয়ে বিস্তারিত পড়ুন এইখানে- মেরিট সংক্রান্ত ধারণা

আমি বান্টি প্রজেক্ট ম্যানেজ করতে চাই। কিন্তু কোথায় থেকে প্রজেক্ট পাব সেটা জানি না দয়া করে যদি কোন সিনিয়র ভাই সাহায্য করেন তাহলে উপকৃত হব ।
পেলে আমাকে জানিয়েন। আমিও খুজছি। যেসব জায়গায় নতুন নতুন প্রজেক্ট রিভিউ অথবা এনাউন্সমেন্ট হয়, সেগুলো থেকে প্রজেক্টের কন্টাক্ট ডিটেইলস নিয়ে কথা বলতে পারেন। যদিও এইটার সাকসেস রেট খুবই লো, এইটা ছাড়া আর খুব ভালো ওয়ে আমার জানা নেই। আমি নিজেও মাত্র ২টা বাউন্টি নিয়ে এসেছি। আর পারিনি।
newbie
Activity: 58
Merit: 0
August 04, 2022, 11:53:00 AM
আমি বান্টি প্রজেক্ট ম্যানেজ করতে চাই। কিন্তু কোথায় থেকে প্রজেক্ট পাব সেটা জানি না দয়া করে যদি কোন সিনিয়র ভাই সাহায্য করেন তাহলে উপকৃত হব । আমি অনেকদিন হলো এ বিষয়ে রিচার্জ করতেছি কিন্তু কোনভাবেই আমি বাউন্টি ম্যানেজ করতে পারতেছি না । দয়া করে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ।
newbie
Activity: 151
Merit: 0
August 03, 2022, 08:25:44 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে সংযুক্ত আছি, তারা কয়েকটা দিন একটু সতর্ক থাকি৷

ডিবি পুলিশ পাগলের মত যারে তারে ধরতাছে। বড় কোনো লেনদেন থেকে বিরত থাকলে ভালো হয়। ব্যাংকে পেমেন্ট নেয়া থেকে বিরত থাকি৷

*দূরে কোথাও গেলে ক্রিপ্টো কারেন্সি এর সব কাজ থেকে বিরত থাকি পাবলিক প্লেস এ, হোটেলে, পার্কে,হলে ইত্যাদি।
*P2P তে বড় বড় লেনদেন না করাই ভালো।
* অল্প পরিমান ডলার বিক্রি করি।
*আর যদি পারেন তো পরিচিত কারো কাছে ডলার সেল দিবেন।

গ্লোবাল মার্কেট র ডলার এর দাম বেড়ে গিয়ে টাকার মান কমে গেছে। নরমালি ব্যংকে যেখানে ৯৪/৯৫টাকা ডলার মূল্য সেখানে খুচরা বাজারে ১১০/১১২ করে সেল হচ্ছে।
হিউজ একটা মুদ্রাস্ফীতি হচ্ছে। এর জন্য ডিবি পুলিশ মাঠে নেমেছে।
একটু সতর্ক থাকি সবাই কে সতর্ক করি।

ধন্যবাদ
newbie
Activity: 854
Merit: 0
August 03, 2022, 06:41:56 AM
আসলে মেরিট কি এটা সবাই জানেন না আমি নিজেও জানতাম না তাই যার যার মনের ভাবটা এমন ভাবে প্রকাশ করবেন না যাতে আপনারে মেসেজ দেখে অন্য ব্যক্তি বিরক্ত হয় তাই সবাই কে বলছি মেরিট পেতে হলে ভালো মানের পোস্ট করবেন যে পোস্ট দেখে অন্য জনের উপকার হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমরা সবাই সবাইকে অবশ্যই সাহায্য করবো ধন্যবাদ
jr. member
Activity: 83
Merit: 2
August 03, 2022, 06:34:07 AM
কিভাবে মেরিট পাবো অথবা কি করলে মেরিট পাবো প্লিজ কেউ এই ব্যাপারে আমাকে সাহায্য করুন
মেরিট পেতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল পোস্ট করতে হবে।মনে করেন আপনি যে বিষয়ে সবচাইতে বেশি বুঝেন ওই বিষয়ে পোস্ট করবেন এবং ওই পোস্ট ধারা যদি কেউ উপকৃত হয় তাহলে সে মেরিট দিবে। যেমন আমি আপনাকে হেল্প করলাম এটি একটি কোয়ালিটিফুল হেল্প ফুল পোস্ট।
newbie
Activity: 854
Merit: 0
August 03, 2022, 06:28:18 AM
কিভাবে মেরিট পাবো অথবা কি করলে মেরিট পাবো প্লিজ কেউ এই ব্যাপারে আমাকে সাহায্য করুন
newbie
Activity: 854
Merit: 0
August 03, 2022, 06:26:38 AM
এয়ারড্রপ এবং বাউন্টি এটি একটি অনলাইন ইনকাম সোর্স এটা করতে কোন অর্থের প্রয়োজন হয়না কিনতু  বর্তমান অবস্থায় এয়ার্ড্রপ এবং বাউন্টি খুবই খারাপ অবস্থা আগের মত প্রেমেন্ট করে না বেশির ভাগ সাইট গুলো স্পাম  করে কিন্তু লেগে থাকলে কাজে দিবেই এই আশা রেখে আমরা সবাই মন দিয়ে কাজ করবো
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 03, 2022, 02:11:31 AM
অ্যানিমেশন পিকচার কিভাবে আপলোড করব?
কোথায় আপলোড করতে চাচ্ছেন? সাধারণত আপনি আপনার ইমেজ/পিকচার imgur, img.bb বা অন্য যে কোন ইমেজ হস্টিং সাইটে আপলোড করে তারপর সেখান থেকে সরাসরি BB Code কপি করে নিতে পারেন। কিংবা লিংক দিয়ে ফোরামে ইমেজ কোড ব্যবহার করেও পোস্ট করতে পারেন। সাধারণত পিকচার এইখানে পোস্ট করা আর gifs পোস্ট করার মধ্যে কোন পার্থক্য নেই।
jr. member
Activity: 266
Merit: 1
August 02, 2022, 08:27:04 AM
অ্যানিমেশন পিকচার কিভাবে আপলোড করব?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 01, 2022, 05:08:25 AM
পিটুপি এর  মূল কাহিনী


বিটকয়েন লেনদেন বাংলাদেশের জন্য অবৈধ। এখন আমি বাইনানছে  P2P মাধ্যমে ডলার লেনদেন করি।

এখন আমার প্রশ্ন হচ্ছে? -
আমি যে  বাইনানছে P2P এর মাধ্যমে ডলার লেনদেন করি প্রশাসকের লোকেরা কিভাবে বুজবে?

সহজ হিসাব, সরকার চাইলেই যেকোনো ওয়েবসাইটের তথ্য সেই ওয়েবসাইটের মালিক থেকে নিতে পারবে। আর কোনো ওয়েবসাইট তথ্য দিতে না চাইলে সেই ওয়েবসাইটের ডোমেনকে বাংলাদেশে ব্লক করে দেওয়া হয় এবং ভিপিএন ছাড়া সেই ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব হয় নাহ। এখন আসা যাক, পিটুপি লেনদেনের কাহিনীটা নিয়ে। সরকার মূলত তাদেরকে ধরতেছে, যারা অবৈধ লেনদেনের সাথে কোনো নাহ কোনোভাবে জড়িত আছে। যেহেতু এটি এখন সকলের মাথাব্যাথার কারণ, আজকে আপনাদেরকে কিছু বিষয় সকলের জন্য শেয়ার করতেছি।

প্রথম কারণ: বাংলাদেশের অনেকেই বিভিন্ন গেমের ডায়মন্ড কিংবা ইউসি বিক্রি করে, এখন লাখপতি হয়েছে। আমার নিজের এক বন্ধুও তাদের একজন, যে প্রতিবছর প্রায় iPhone পরিবর্তন করে। এখন আসি মূল কাহিনীতে, বিভিন্ন গেমের টপআপ, যেমন: Free Fire গেমের ডায়মন্ড টপআপের জন্য Shell ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশি অনেকে পিটুপি থেকে USDT ক্রয় করে এবং এরপর বাহিরের দেশ থেকে Shell ক্রয় করে। কিন্তু এটি মূলত অবৈধ, কেননা এটি এক ধরনের হুন্ডি হয়ে যাচ্ছে আর সরকার সেটি থেকে কোনো কর আদায় করতে পারতেছে নাহ। আর যারা এমন ধরনের লেনদেন করে, তারা প্রতিদিন প্রায় সর্বনিম্ন ১০০০ ডলারের লেনদেন করে, তাহলে ভাবেন কি পরিমাণ লেনদেন হয় সারা দেশ থেকে। আর এখন থেকে তো সরকার কোনো ধরনের কর/ভ্যাট পাইতেছে নাহ। তাই যারাই এমন কোনো লেনদেনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, তাদেরকে সরকার ধরতেছে।

দ্বিতীয় কারণ: একটি খবর দেখলাম যে, সরকার সকল অবৈধ ইউএসডি (USD) কিংবা ফরেক্সে ডলার লেনদেনকারীকে আইনের আওতায় আনবে। অনেকে হয়তো একটি বিষয় জানে নাহ যে, বিভিন্ন ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মগুলো ( IQ option, expert option, binomo etc) কিভাবে বাংলাদেশে বিকাশ অথবা নগদে উইথড্র দেয়। তাদের জন্য এই বিষয়টি:

ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মগুলো সাধারণত ৩য় কোনো একটি কোম্পানির সহযোগিতা নেয়, লোকাল কারেন্সির উইথড্র দেওয়ার জন্য। আর এই ৩য় কোনো কোম্পানি শুধু বাংলাদেশ নয়, বরং অনেকে দেশের লোকাল উইথড্র দেওয়ার জন্য সার্ভিস প্রদান করে। কিন্তু সেটি অবৈধ উপায় করে। আসল কাহিনী হলো, ৩য় কোম্পানি প্রত্যেক দেশ থেকে বিভিন্ন এজেন্টকে লেনদেনের অফার দেয়। যদি বাংলাদেশের কথা বলি, তাহলে ওই ৩য় কোম্পানি বাংলাদেশের বিভিন্ন বিকাশ, নগদ, উপায় এজেন্টকে অফার দেয় যে, আপনি আমাদের উইথড্রগুলো সম্পন্ন করবেন এবং আপনাকে একটি নির্দিষ্ট শেয়ার/পার্সেন্টেজের অর্থ প্রদান করা হবে। আর এই শেয়ারের পরিমাণ সাধারণ বিকাশ কিংবা নগদ কিংবা উপায়ের ক্যাশআউটের ফি থেকে অনেক বেশি। এতে অনেক এজেন্ট লোভে পড়ে, তাদের সঙ্গে কাজ শুরু করে এবং তাদের উইথড্রগুলো সম্পাদন করে।

আর এভাবেই বিভিন্ন ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মগুলো ৩য় কোনো কোম্পানির সহযোগিতায় বিকাশ/নগদ/উপায়ে উইথড্র টাকাতে দিয়ে থাকে। তাহলে ভাবুন, এখানেও কিন্তু সরকার তাদের কর/ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ফরেক্স কিংবা ইন্টারন্যাশনাল ডলার ক্রয়ের নিয়ম রয়েছে এবং সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোই এসব লেনদেন করতে পারবে। তাই সরকার সেসব এজেন্টকে ধরতেছে, যারা এমন পিটুপি সার্ভিস বিভিন্ন ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মকে প্রদান করে থাকে।


এসব ছাড়াও আরো অন্যান্য অনেক কারণ আছে, তবে আমার মতামত অনুযায়ী এই দুইটাই প্রধান কারণ।  Wink


আমি মনে করি প্রশাসনের লোকদের এটা  প্রত্যক্ষ বা সরাসরি বোঝার কোনো সম্ভাবনা নাই কিন্তু  আপনার ব্যাংক একাউন্টে  টাকা ট্রানজেকশন এর পরিমাণ যদি অনেক থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে পারে।

আরেকটা উপায় ধরতে পারে  সেটা হল   ধরুন প্রশাসনের লোকরাই  বাইনান্স একাউন্ট খুলে পি টু পি  অর্ডার দিতে পারে  এভাবে আপনাকে ধরতে পারবে ।  মূল কথা হলো তারা ধরতে চাইলে বা বুঝতে চাইলে  এখানে অসম্ভবেরও  কিছু নাই .

আপনার ধারণা ভুল, সরকার সবকিছুই তদারকির মধ্যে রাখে, কিন্তু ততক্ষণ কোনো কিছূ করে নাহ যতক্ষণ কেউ অবৈধ কোনো কাজ কারবার করতেছে। আমি উপরে লিখেছি, সেটি পড়লে বুঝতে পারবেন।
member
Activity: 184
Merit: 65
August 01, 2022, 01:02:01 AM
বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে তার নিজস্ব পরিচিতি তৈরি করেছে।বিটকয়েনের প্রতি আকর্ষণ দিন-দিন বেড়েই চলেছে এর শেষ কোথায় হবে তা অনুমান করে বলা কঠিন।বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে অর্থ বিনিয়োগের হার পাল্লা দিয়ে বাড়ছে।
এরমধ্যে নতুন একটি জিনিস এসেছে সামনে NFT বা NON Fungible token(নন-ফাঞ্জেবল)। সহজে বলতে গেলে যার মধ্যে ছত্রাক জন্মাবে না।এনএফটি হল আর্থিক সম্পদের একটা এমন ডিজিটাল রূপ যা সহজে পরিবর্তন করা যাবে।যেমন ১০০ টাকার নোটকে দুটি পঞ্চাশ টাকার নোটে ভাগ করে নিয়ে অর্থের মুল্য একই থাকে।কিন্তু NFT এর বেলায় তা হবে না,এটি এমন একটা অভিনব ডিজিটাল সম্পদ যা সহজেই পরিবর্তন করা সম্ভব নয়। এটা হতে পারে কোনও বহুমূল্যের বাড়ি অথবা কোনও ভাস্কর্য বা মোনালিসার চিত্র।কিন্ত প্রশ্ন উঠতেই পারে এটা তো নকল হতে পারে?নকল করে আরেকটি তৈরি করা যেতে পারে কিন্তু মূল জিনিসটি একই থাকবে।যে কোনও ভাস্কর্যের কাজই বহুমূল্যের হয়। কারণ, এটি একটিই থাকে। তবে চাইলে সেটার ডিজিটাল ফাইলে রূপান্তর করা যেতে পারে এবং সেটার ডুপ্লিকেট তৈরি করা যেতে পারে। আর এনএফটির কাজ হল এমন ধরনের শিল্পকে টোকেনাইজড (Tokenized) করে মালিকানার ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে দেওয়া যার সাহায্যে আসল জিনিসটিকে কেনা বা বেচা যাবে। সেটা আবার ক্রিপ্টোকারেন্সির সাহায্যে নিয়ে কিনতে হবে।এর সাহায্যে ক্রেতার পরিচয় ও কী কেনা হল তার একটা রেকর্ড ব্লকচেইনে (Blockchain) থেকে যাবে। এই রেকর্ড বদলে ফেলা সম্ভব নয়। কারণ এটা বিশ্বের বহু কম্পিউটারের মাধ্যমে হয়।সম্প্রতি ৬৯ মিলিয়ান ডলারের বিপলের ( Beeple's) আর্টের বহু কপি সামনে এসেছে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে শিল্পী নিজেই কপিরাইট সরিয়ে নিয়েছে, কিন্তু এনএফটি টোকেন বলে দেয় শিল্পের আসল মালিক তিনিই। অনেকে এই পদ্ধতিটিকে অটোগ্রাফ প্রিন্ট (Autographed print) বলেও মনে করছে।Twitter-এর সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey) তাঁর প্রথম Tweet এনএফটি হিসেবে বিক্রি করেন। যা ২.৫ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। তবে ক্রিপ্টোকারেন্সির মতো কিছু পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
এনএফটি দিয়ে যিনি রেকর্ড আয় করেছেন মাইক উইঙ্কেলম্যান (Mike Winkelmann) বা বিপল, যিনি নিজের শিল্প বিক্রির আগেও বলেছেন "সত্যি বলতে গেলে এই পুরো বিষয় নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে, এটা প্রতারণাও হতে পারে"

কিভাবে  এনএফটি ক্রয় করবেন?

OpenSea, Rarible, এবং SuperRare সহ বিপুল সংখ্যক NFT মার্কেটপ্লেসে নন-ফাঞ্জিবল টোকেন ক্রয় করা যায়।

source:https://www.theverge.com/22310188/nft-explainer-what-is-blockchain-crypto-art-faq
jr. member
Activity: 48
Merit: 2
July 31, 2022, 09:40:39 AM
~snip~


আমি মনে করি প্রশাসনের লোকদের এটা  প্রত্যক্ষ বা সরাসরি বোঝার কোনো সম্ভাবনা নাই কিন্তু  আপনার ব্যাংক একাউন্টে  টাকা ট্রানজেকশন এর পরিমাণ যদি অনেক থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে পারে।

আরেকটা উপায় ধরতে পারে  সেটা হল   ধরুন প্রশাসনের লোকরাই  বাইনান্স একাউন্ট খুলে পি টু পি  অর্ডার দিতে পারে  এভাবে আপনাকে ধরতে পারবে ।  মূল কথা হলো তারা ধরতে চাইলে বা বুঝতে চাইলে  এখানে অসম্ভবেরও  কিছু নাই .






বুজতে পেরেছি ভাই। অনেক ভয়ে ছিলাম আপনার কথা গুলো শুনে একটু শান্তি পেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া। Love You.
newbie
Activity: 854
Merit: 0
July 31, 2022, 03:43:49 AM
কখনো পারসোনালি  কারোর কাছে থেকে ডলার বাই সেল করবেন না।  সরাসরি  এক্সচেঞ্জ থেকে বাই করুন P2P এর মাধ্যমে। কারণ এরা বেশির ভাগ অনেক স্ক্যাম হচ্ছে, আপনি যদি তাকে পার্সোনালি চেনেন তাহলে বাই সেল করতে পারেন,  কিন্তু তার ভিডিও দেখেন ইউটিউবে। আপনার তাকে বিশ্বাস হলো আর আপনি তার কাছে থেকে কিছু ডলার কিনে নিলেন, আপনার বিশ্বাস হলো । এর পরে আপনি বিশ/চল্লিশ/পঞ্চাশ বা এক লাখ টাকার ডলার কেনার জন্য তাকে টাকা পাঠালেন কিন্তু সে আপনাকে ডলার না দিয়ে ব্লক করে দিলো। এরকম অনেক হয়েছে বুঝলেন।  তাই আবারো বলছি আপনি ডলার বাই সেল করুন শুধুমাত্র প্রতিষ্ঠিত এক্সচেঞ্জ এর মাধ্যমে P2P দিয়ে। এখানে স্ক্যাম হওয়ার চান্স থাকেনা, স্ক্যাম হলেও কম্পানি আপনার ক্ষতিপূরন দিতে বাধ্য থাকিবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 31, 2022, 03:27:25 AM
~snip~


আমি মনে করি প্রশাসনের লোকদের এটা  প্রত্যক্ষ বা সরাসরি বোঝার কোনো সম্ভাবনা নাই কিন্তু  আপনার ব্যাংক একাউন্টে  টাকা ট্রানজেকশন এর পরিমাণ যদি অনেক থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে পারে।

আরেকটা উপায় ধরতে পারে  সেটা হল   ধরুন প্রশাসনের লোকরাই  বাইনান্স একাউন্ট খুলে পি টু পি  অর্ডার দিতে পারে  এভাবে আপনাকে ধরতে পারবে ।  মূল কথা হলো তারা ধরতে চাইলে বা বুঝতে চাইলে  এখানে অসম্ভবেরও  কিছু নাই .



Jump to: