Author

Topic: বাংলা (Bengali) - page 301. (Read 5698567 times)

jr. member
Activity: 33
Merit: 1
October 13, 2022, 01:22:47 PM
 বিটকয়েনের দাম বাড়তে পারে, কারণ হচ্ছে ইলন মাস্ক টুইট করছে 20000 | এখন বিটকয়েন এর দিকে ইংগিত করছে নাকি অন্যকিছু বলছে ওইটাই দেখার বিষয়,  Sir কে দিয়া কোন বিশ্বাস নাই

Source : https://twitter.com/elonmusk/status/1580390454130266112?t=25JAIUvNoH9-VFFPpKanBg&s=19
যাদের দেখতে মন চায় দেখে নিয়েন



jr. member
Activity: 33
Merit: 1
October 13, 2022, 04:22:33 AM
আমি আমার  Computer এ কিছু Software ইনস্টল করেছি কিন্তু এখন আনইন্সটল করতে পরছিনা,  আনইন্সটল করার অপশন আসে না এখন কি ভাবে আনইন্সটল  করবো কোনো ভিডিও  থাকলে আমাকে Link দেন
https://youtu.be/gBqGSvJCaYQ



ভাই আপনি যে ভিডিও লিঙ্কটা দিছেন ওইটা হচ্ছে 2018 সালের, আর এখন হচ্ছে 2022 সালের শেষের দিকে প্রায়, ভিডিওতে যেভাবে বলা আছে ওইটা আমি জানি তো এখন আমার যে বিষয়টা জানা দরকার ওটা হল অন্য ভাবে কিভাবে ডিলিট করে যে অনেকগুলি সফটওয়্যার আছে ডিলিট এর অপশন  শো করে না | ওই সফটওয়্যার গুলি কি কোন সফটওয়্যার মাধ্যমে ডিলিট করা সম্ভব ? এরকম কোন সফটওয়্যার আছে কিনা সেটা যদি একটু জানাতেন   তাহলে অনেক উপকার হত |
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
October 12, 2022, 11:48:31 AM
আমি আমার  Computer এ কিছু Software ইনস্টল করেছি কিন্তু এখন আনইন্সটল করতে পরছিনা,  আনইন্সটল করার অপশন আসে না এখন কি ভাবে আনইন্সটল  করবো কোনো ভিডিও  থাকলে আমাকে Link দেন
https://youtu.be/gBqGSvJCaYQ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 12, 2022, 11:12:19 AM
আচ্ছা, বিটকয়েন ক্যাশ তৈরী হলো কিভাবে?
২০১৭ সালে যখন বিটকয়েনে সেগউইট নিয়ে আসার কথা হয় তখন বিটকয়েন সাপোর্টার দুই ভাগ হইয়ে যায়। একদল লোক সেগউইট এর সাপোর্তার ছিল। অন্যদল এর বিরুদ্ধে ছিল। যারা বিরুদ্ধে ছিল তারা বিটকয়েনকে অরিজিনাল বিটকয়েন বলে সাপোর্ট করছে কিন্তু আসলে বিটকয়েন ক্যাশ এর ব্লক টাইম একই থাকলেও ব্লক সাইজ প্রথমে ৮ মেগাবাইটে এবং পরবর্তীতে ৩২ মেগাবাইট (আমি এইটা আজকে জানলাম) উন্নিত করা হয়। বিটকয়েন ক্যাশকে রজার ভার আসল বিটকয়েন বলে চালিয়ে আসছিলেন অনেকদিন, উনি bitcoin.com এর মালিক হওয়ায় এই কাজটা অনেক সইহজ ছিল কিন্তু এখন আর করছেন না, সম্ভবত লিগ্যাল কোন ইস্যু ফেস করেছেন।
যাই হক, আসল বিটকয়েন হল BTC, অন্যসব হল অল্টকয়েন।
jr. member
Activity: 33
Merit: 1
October 12, 2022, 10:25:57 AM
আমি আমার  Computer এ কিছু Software ইনস্টল করেছি কিন্তু এখন আনইন্সটল করতে পরছিনা,  আনইন্সটল করার অপশন আসে না এখন কি ভাবে আনইন্সটল  করবো কোনো ভিডিও  থাকলে আমাকে Link দেন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 11, 2022, 06:56:05 PM
আমাদের সাথেও শেয়ার করতে পারেন।

আসলে আমি কয়েনআলাপের কথাই বুঝাতে চাইছিলাম।

Quote
ইম্পোর্ট করা সহজ। ইলেকট্রামে নতুন ওয়ালেট খোলার সময় আপনি প্রাইভেট কী থেকে ইম্পোর্ট করার অপশন পাবেন। নিচে স্ক্রিনশট দিলাম। আর বিটকয়েন কোর ওয়ালেটে প্রাইভেট কী ইম্পোর্ট করার জন্য নিচের কোড ব্যবহার করতে পারেন।
Code:
importprivkey(space)private key

আমি ইলেকট্রাম ডাউনলোড করেছি। ইনস্টল ও করেছি। তবে কোনো ওয়ালেট এখনো বানাইনি। দরকার হলে ব্যাবহার করবো।

Quote
হ্যা, খুবই ফাস্ট বলতে একদম ইন্সট্যান্ট বলতে গেলে। ট্রাঞ্জেকশন ফি ও কম। সাইড চেইন মানে হল এইটা মেইন চেইনের বাইরে লেনদেন হয়। সাপ্লাই আলাদা হবে না। ২১ মিলিয়নই থাকবে। কারণ আপনি লাইটনিং ব্যবহার করতে হলে আগে আপনার বিটকয়েন লাইটনিং ওয়ালেটে নিতে হবে। সেখান থেকে লাইটনিং চেইনের মাধ্যমে সেটেলমেন্ট হয়।

ও আচ্ছা। এটা নিয়েই আমি কনফিউজড ছিলাম। আমি মনে করেছিলাম এটা আলাদা চেইন।
ফর্ক করে আলাদা চেইনে যে কয়েন গুলো করা হয়, এর মধ্যে BSV ও একটা। আচ্ছা, বিটকয়েন ক্যাশ তৈরী হলো কিভাবে?
newbie
Activity: 4
Merit: 0
October 11, 2022, 02:33:32 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা দ্য়া করে সবাই সাহায্য  করবেন. আমি সিনিয়র ভাইদের বলছি যে আপনারাই পারেন আমাদের মতো নতুনদের ভালো শিক্ষা দিতে।

ক্রিপ্টো মার্কেট সবসময় কোনো না কোনো ট্রেন্ডে থাকে, তাই আপনার প্রথম কাজ হলো সেইসব ট্রেন্ড খুঁজে বের করা। আর সবসময় মনে রাখবেন, কেউ আপনাকে সবকিছুই হাতে কলমে শিখিয়ে দিবে না, তার জন্য চাই প্রবল ইচ্ছাশক্তি, আপনার যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে আপনিও পারবেন। আপনাকে নিজে নিজে বিশ্লেষণ করে জানতে ও শিখতে হবে।
আর ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে প্রজেক্ট চিনতে হবে,  কারন স্ক্যাম প্রজেক্ট এ ইনভেস্ট করলে আপনি লস খাবেন। এর জন্য আপনাকে প্রজেক্টের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো আয়ত্ত্ব করতে হবে, তাহলে আপনি মোটামুটিভাবে সবকিছুই নিজে নিজেই ভাল ধারনা পেয়ে পাবেন।
newbie
Activity: 504
Merit: 0
October 11, 2022, 02:24:27 AM
আমি ৬ মাস দরে BTC কাজ করছি কিন্তু  তেমন ভালো  করে বুজি না কখন কোন coin কিনলে লাভ বেশি হবে আর কখন  কিনব না এই বেপারটা আমাকে আপনারা দ্য়া করে সবাই সাহায্য  করবেন. আমি সিনিয়র ভাইদের বলছি যে আপনারাই পারেন আমাদের মতো নতুনদের ভালো শিক্ষা দিতে।
jr. member
Activity: 33
Merit: 1
October 11, 2022, 02:15:54 AM
আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে

যেহেতু বাংলাদেশিদের জন্য নিজস্ব কোনো বোর্ড নেই, তাই এখানে আপনি সকল বিষয় ফোরামের নিয়ম মেনে পোষ্ট করতে পারবেন। আপনার বিটকয়েনের এনালাইসিসের অপেক্ষায় রঈলাম।  Wink


এটা কখনোই সম্ভব নাহ, তাই এটি ভুল তথ্য।  আমি আগেও পোষ্টেও বলেছি যে, আপনার ব্যবহার করা ডিভাইসটি যদি হ্যাক কিংবা কম্প্রোমাইজড হয়, শুধু তখনই সম্ভব। নইলে একটি ওয়ালেটের এক্সেস কি দিয়ে শুধু ওই ওয়ালেটেই প্রবেশ করা যায়, অন্যগুলোতে নাহ। আর ওমন যদি হতোই, তাহলে হ্যাকাররা বসে বসে বহুত ফান্ড চুরি করতে পারতো, কেননা সকলেই কমবেশি অনেক ওয়ালেট ব্যবহার করে থাকে।  Grin

সহজ হিসাব, আপনার ডিভাইস হ্যাক হয়েছে কিংবা যেখানে আপনার ওয়ালেটগুলোর প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস রেখেছেন, সেটি হ্যাক হয়েছে এবং হ্যাকার সব ওয়ালেটের এক্সেস পেয়েছে। তাই আপনার মধ্যে এমন ভুল একটি ধারণা চলে এসেছে।  Wink

আচ্ছা ভাইয়া দুঃখিত,  বুঝলাম যে এটা ভুল তথ্য, কিন্তু আমি একটা ভিডিওতে এরকম দেখছিলাম, এজন্য এখানে ইনফরমেশনটা দিয়েছিলাম |

আমার ডিভাইসটা  যদি হ্যাক হয় তাহলে আমি কিভাবে বুঝব যে আমার ডিভাইস টা হ্যাক হয়েছে

আপনি যেহেতু সোর্স দেন নাই, তাই আমরা বলতেই পারি যে, ডিভাইস হ্যাক হয়েছে। দয়া করে আপনার দেখা ভিডিওটির লিংক কিংবা সোর্স দেন, তাহলে ভিডিওটি দেখে পুরো বিষয়টি আপনাকে বলতে পারবো। আর ইন্টারনেটে অনেক সময় ভুয়া অনেক ভিডিও ছড়িয়ে পড়ে, তাই সকল ভিডিওকে বিশ্বাস করার দরকার নাই।

আপনার ডিভাইসটি হ্যাক হয়েছে কিনা, সেটি জানার জন্য MalewareByte সফটওয়্যারটি আপাত ব্যবহার করে দেখে নিতে পারেন। আর যদি পারেন পেইড সফটওয়্যার ব্যবহার করুন, তাহলে সহজে ধরে নিতে পারবেন। আবার অনেক সময় এন্টিভাইরাস দিয়েও শনাক্ত করা যায় নাহ, যদি তারা আপনার ডিভাইসকে শুধুমাত্র মনিটর করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।  Cheesy


হ্যাঁ ভাই আমি সোর্স অনেক খুজছি কিন্তু পাই নাই এই কারনে সোর্সটি  দিতে পারিনি এজন্য আমি দুঃখিত
jr. member
Activity: 33
Merit: 1
October 11, 2022, 02:12:42 AM
আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে
আপনি এখানে সবকিছু নিয়ে আলোচনা করতে পারেন। এটা যেহেতু বিটকয়েন ফোরাম তাই অবশ্যই আপনি বিটকয়েন এর যাবতীয় কিছু সবকিছু নিয়ে আলোচনা করতে পারেন।  কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে এটা যেহেতু বাংলাদেশ এর সকল ফোরাম মেম্বাররা এখানে আছে তাই আপনাকে সবকিছু বাংলাতেই বলতে হবে। আপনার মূল্যবান পোস্টটির জন্য অপেক্ষায় রইলাম।


হ্যাঁ ভাই আমি জানি, এখানে সবকিছু নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি শিওর ছিলাম না, যে বিটকয়েন নিয়ে আলোচনা করা যাবে কিনা, কারণ  ট্রেডিং সম্পর্কে  আলাদা বোর্ড আছে, এই কারণে আমি জিজ্ঞাসা করেছিলাম  যে বিটকয়েন সম্পর্কে আলোচনা করা যাবে কিনা | ধন্যবাদ সবাইকে, ইনফরমেশন দেওয়ার জন্য ।
newbie
Activity: 4
Merit: 0
October 10, 2022, 03:42:42 PM
আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে
আপনি এখানে সবকিছু নিয়ে আলোচনা করতে পারেন। এটা যেহেতু বিটকয়েন ফোরাম তাই অবশ্যই আপনি বিটকয়েন এর যাবতীয় কিছু সবকিছু নিয়ে আলোচনা করতে পারেন।  কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে এটা যেহেতু বাংলাদেশ এর সকল ফোরাম মেম্বাররা এখানে আছে তাই আপনাকে সবকিছু বাংলাতেই বলতে হবে। আপনার মূল্যবান পোস্টটির জন্য অপেক্ষায় রইলাম।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 10, 2022, 05:23:31 AM
আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে

যেহেতু বাংলাদেশিদের জন্য নিজস্ব কোনো বোর্ড নেই, তাই এখানে আপনি সকল বিষয় ফোরামের নিয়ম মেনে পোষ্ট করতে পারবেন। আপনার বিটকয়েনের এনালাইসিসের অপেক্ষায় রঈলাম।  Wink


এটা কখনোই সম্ভব নাহ, তাই এটি ভুল তথ্য।  আমি আগেও পোষ্টেও বলেছি যে, আপনার ব্যবহার করা ডিভাইসটি যদি হ্যাক কিংবা কম্প্রোমাইজড হয়, শুধু তখনই সম্ভব। নইলে একটি ওয়ালেটের এক্সেস কি দিয়ে শুধু ওই ওয়ালেটেই প্রবেশ করা যায়, অন্যগুলোতে নাহ। আর ওমন যদি হতোই, তাহলে হ্যাকাররা বসে বসে বহুত ফান্ড চুরি করতে পারতো, কেননা সকলেই কমবেশি অনেক ওয়ালেট ব্যবহার করে থাকে।  Grin

সহজ হিসাব, আপনার ডিভাইস হ্যাক হয়েছে কিংবা যেখানে আপনার ওয়ালেটগুলোর প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস রেখেছেন, সেটি হ্যাক হয়েছে এবং হ্যাকার সব ওয়ালেটের এক্সেস পেয়েছে। তাই আপনার মধ্যে এমন ভুল একটি ধারণা চলে এসেছে।  Wink

আচ্ছা ভাইয়া দুঃখিত,  বুঝলাম যে এটা ভুল তথ্য, কিন্তু আমি একটা ভিডিওতে এরকম দেখছিলাম, এজন্য এখানে ইনফরমেশনটা দিয়েছিলাম |

আমার ডিভাইসটা  যদি হ্যাক হয় তাহলে আমি কিভাবে বুঝব যে আমার ডিভাইস টা হ্যাক হয়েছে

আপনি যেহেতু সোর্স দেন নাই, তাই আমরা বলতেই পারি যে, ডিভাইস হ্যাক হয়েছে। দয়া করে আপনার দেখা ভিডিওটির লিংক কিংবা সোর্স দেন, তাহলে ভিডিওটি দেখে পুরো বিষয়টি আপনাকে বলতে পারবো। আর ইন্টারনেটে অনেক সময় ভুয়া অনেক ভিডিও ছড়িয়ে পড়ে, তাই সকল ভিডিওকে বিশ্বাস করার দরকার নাই।

আপনার ডিভাইসটি হ্যাক হয়েছে কিনা, সেটি জানার জন্য MalewareByte সফটওয়্যারটি আপাত ব্যবহার করে দেখে নিতে পারেন। আর যদি পারেন পেইড সফটওয়্যার ব্যবহার করুন, তাহলে সহজে ধরে নিতে পারবেন। আবার অনেক সময় এন্টিভাইরাস দিয়েও শনাক্ত করা যায় নাহ, যদি তারা আপনার ডিভাইসকে শুধুমাত্র মনিটর করে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।  Cheesy
jr. member
Activity: 41
Merit: 11
October 09, 2022, 08:37:26 AM
আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে
Trading board এ বললে সবচেয়ে ভালো হবে। এখানেও বলতে পারেন যদি কিছু জানার বা শেখার থাকে। এখানে বাংলায় বলতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন বা আপনার কিছু নতুন জিনিস জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু যদি ডেইলি মার্কেট আপডেট রিলেটেড কিছু বলার থাকে তাহলে trading section এই বলা ভালো ওখানে অনেক ভালো রেস্পন্স পাবেন এবং ভালো করে জানতে পারবেন।
jr. member
Activity: 33
Merit: 1
October 09, 2022, 12:05:33 AM
হ্যাকাররা কখনোই অন্য একাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে নাহ, যদি নাহ আপনার ডিভাইসটি কম্প্রোমাইজড কিংবা হ্যাক হয়ে থাকে। তাই এমন ভুল তথ্য দিয়ে নতুনদেরকে বিভ্রান্ত করবেন নাহ। আর আপনার একাউন্টের নিয়ন্ত্রণ তখনই নিতে পারবে, যখন আপনার ওয়ালেট/একাউন্টের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ অন্য কেউ পাবে।  Wink

না ভাই এটা ভুল তত্ত নয়, যদি আপনার ১ টি একাউন্ট এর একসেস হ্যাকার নিতে পারে তাহলে ওই মেটাম্যাস্ক এ যত একাউন্ট আছে সব গুলা হ্যাক করতে পারবে কোনো  কম্প্রোমাইজ সারা

এটা কখনোই সম্ভব নাহ, তাই এটি ভুল তথ্য।  আমি আগেও পোষ্টেও বলেছি যে, আপনার ব্যবহার করা ডিভাইসটি যদি হ্যাক কিংবা কম্প্রোমাইজড হয়, শুধু তখনই সম্ভব। নইলে একটি ওয়ালেটের এক্সেস কি দিয়ে শুধু ওই ওয়ালেটেই প্রবেশ করা যায়, অন্যগুলোতে নাহ। আর ওমন যদি হতোই, তাহলে হ্যাকাররা বসে বসে বহুত ফান্ড চুরি করতে পারতো, কেননা সকলেই কমবেশি অনেক ওয়ালেট ব্যবহার করে থাকে।  Grin

সহজ হিসাব, আপনার ডিভাইস হ্যাক হয়েছে কিংবা যেখানে আপনার ওয়ালেটগুলোর প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস রেখেছেন, সেটি হ্যাক হয়েছে এবং হ্যাকার সব ওয়ালেটের এক্সেস পেয়েছে। তাই আপনার মধ্যে এমন ভুল একটি ধারণা চলে এসেছে।  Wink




আচ্ছা ভাইয়া দুঃখিত,  বুঝলাম যে এটা ভুল তথ্য, কিন্তু আমি একটা ভিডিওতে এরকম দেখছিলাম, এজন্য এখানে ইনফরমেশনটা দিয়েছিলাম |

আমার ডিভাইসটা  যদি হ্যাক হয় তাহলে আমি কিভাবে বুঝব যে আমার ডিভাইস টা হ্যাক হয়েছে

jr. member
Activity: 33
Merit: 1
October 08, 2022, 11:55:37 PM
আমি কি এখানে বিটকয়েনের প্রাইস নিয়ে কোন কথা বলতে পারব, না কি এটা ট্রেডিং বোর্ডে কথা বলতে হবে
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 08, 2022, 04:08:14 AM
হ্যাকাররা কখনোই অন্য একাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে নাহ, যদি নাহ আপনার ডিভাইসটি কম্প্রোমাইজড কিংবা হ্যাক হয়ে থাকে। তাই এমন ভুল তথ্য দিয়ে নতুনদেরকে বিভ্রান্ত করবেন নাহ। আর আপনার একাউন্টের নিয়ন্ত্রণ তখনই নিতে পারবে, যখন আপনার ওয়ালেট/একাউন্টের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ অন্য কেউ পাবে।  Wink

না ভাই এটা ভুল তত্ত নয়, যদি আপনার ১ টি একাউন্ট এর একসেস হ্যাকার নিতে পারে তাহলে ওই মেটাম্যাস্ক এ যত একাউন্ট আছে সব গুলা হ্যাক করতে পারবে কোনো  কম্প্রোমাইজ সারা

এটা কখনোই সম্ভব নাহ, তাই এটি ভুল তথ্য।  আমি আগেও পোষ্টেও বলেছি যে, আপনার ব্যবহার করা ডিভাইসটি যদি হ্যাক কিংবা কম্প্রোমাইজড হয়, শুধু তখনই সম্ভব। নইলে একটি ওয়ালেটের এক্সেস কি দিয়ে শুধু ওই ওয়ালেটেই প্রবেশ করা যায়, অন্যগুলোতে নাহ। আর ওমন যদি হতোই, তাহলে হ্যাকাররা বসে বসে বহুত ফান্ড চুরি করতে পারতো, কেননা সকলেই কমবেশি অনেক ওয়ালেট ব্যবহার করে থাকে।  Grin

সহজ হিসাব, আপনার ডিভাইস হ্যাক হয়েছে কিংবা যেখানে আপনার ওয়ালেটগুলোর প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেস রেখেছেন, সেটি হ্যাক হয়েছে এবং হ্যাকার সব ওয়ালেটের এক্সেস পেয়েছে। তাই আপনার মধ্যে এমন ভুল একটি ধারণা চলে এসেছে।  Wink
jr. member
Activity: 33
Merit: 1
October 08, 2022, 01:36:56 AM
আসসালামুয়ালাইকুম, একটি গুরুত্বপূর্ণ সংবাদ সবাইকে দিতে চাই, সংবাদটা হচ্ছে ,এখন কিন্তু হ্যাকার  নতুন পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে ,যেমন আপনার ব্রাউজারে যদি Metamask এক্সটেনশন থাকে, তো ওই   Metamask এক্সটেনশনে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, আর
যেকোনো একটা  একাউন্টের অ্যাক্সেস যদি হ্যাকার  নিতে পারে, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট কিন্তু
হ্যাকার অ্যাক্সেস নিয়ে নেবে, এই নতুন পদ্ধতিতে বর্তমানে হ্যাক চলতেছে, তো সবাই সাবধান হয়ে যান, আশাকরি পোস্টটা সকলের উপকারে আসবে ।


হ্যাকাররা কখনোই অন্য একাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে নাহ, যদি নাহ আপনার ডিভাইসটি কম্প্রোমাইজড কিংবা হ্যাক হয়ে থাকে। তাই এমন ভুল তথ্য দিয়ে নতুনদেরকে বিভ্রান্ত করবেন নাহ। আর আপনার একাউন্টের নিয়ন্ত্রণ তখনই নিতে পারবে, যখন আপনার ওয়ালেট/একাউন্টের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ অন্য কেউ পাবে।  Wink


না ভাই এটা ভুল তত্ত নয়, যদি আপনার ১ টি একাউন্ট এর একসেস হ্যাকার নিতে পারে তাহলে ওই মেটাম্যাস্ক এ যত একাউন্ট আছে সব গুলা হ্যাক করতে পারবে কোনো  কম্প্রোমাইজ সারা

 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 07, 2022, 05:04:10 AM
আসসালামুয়ালাইকুম, একটি গুরুত্বপূর্ণ সংবাদ সবাইকে দিতে চাই, সংবাদটা হচ্ছে ,এখন কিন্তু হ্যাকার  নতুন পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে ,যেমন আপনার ব্রাউজারে যদি Metamask এক্সটেনশন থাকে, তো ওই   Metamask এক্সটেনশনে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, আর
যেকোনো একটা  একাউন্টের অ্যাক্সেস যদি হ্যাকার  নিতে পারে, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট কিন্তু
হ্যাকার অ্যাক্সেস নিয়ে নেবে, এই নতুন পদ্ধতিতে বর্তমানে হ্যাক চলতেছে, তো সবাই সাবধান হয়ে যান, আশাকরি পোস্টটা সকলের উপকারে আসবে ।


হ্যাকাররা কখনোই অন্য একাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে নাহ, যদি নাহ আপনার ডিভাইসটি কম্প্রোমাইজড কিংবা হ্যাক হয়ে থাকে। তাই এমন ভুল তথ্য দিয়ে নতুনদেরকে বিভ্রান্ত করবেন নাহ। আর আপনার একাউন্টের নিয়ন্ত্রণ তখনই নিতে পারবে, যখন আপনার ওয়ালেট/একাউন্টের প্রাইভেট কি কিংবা মেমোরিক ফ্রেজ অন্য কেউ পাবে।  Wink
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
October 07, 2022, 04:34:30 AM
আসসালামুয়ালাইকুম, সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে চাই, আমি যদি নোটপ্যাডে  একটা লেখা লিখি, তারপর ঐখান থেকে কপি করে এনে যদি এখানে পোস্ট করি, তাহলে কি আমি কপিরাইট এর মধ্যে পর্ব কিনা

যদি আপনার নিজের লেখা হয় তাহলে কোন সমস্যা হবে না। কিন্তু আপনি যদি ফেরামের অন্য জায়গা থেকে কপি করে এখানে পোস্ট করেন তাহলে সমস্যা হবে। আর আপনার যদি মনে হয় যে এটা পোস্ট করলে ফেরামের ভালো হবে তাহলে পোস্ট করতে পারেন কিছু ওই টার লিংক অবশ্যই দিতে হবে।
jr. member
Activity: 33
Merit: 1
October 06, 2022, 09:07:57 PM
আসসালামুয়ালাইকুম, সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে চাই, আমি যদি নোটপ্যাডে  একটা লেখা লিখি, তারপর ঐখান থেকে কপি করে এনে যদি এখানে পোস্ট করি, তাহলে কি আমি কপিরাইট এর মধ্যে পর্ব কিনা
Jump to: