Author

Topic: বাংলা (Bengali) - page 302. (Read 5698449 times)

jr. member
Activity: 33
Merit: 1
October 06, 2022, 11:29:32 AM
আমি এখানে নতুন এবং আমি এই ফোরামে ভাল ছেলেদের এবং সাহায্য আশা করি।

আমি গত বছর চারটি কানান অ্যাভালন 1246 85 তম গত বছর সরাসরি কারখানায় কিনেছি। দুই সপ্তাহ আগে একজন আসিক বন্ধ করার সিদ্ধান্ত নেন। গবেষণার পরে কন্ট্রোল বোর্ডটি মারা গিয়েছিল তাই আমি এটি প্রতিস্থাপন করেছি। কিন্তু এটি প্রতিস্থাপন এবং asic সেট করার পরে এটি কাজ করছে না।

সবকিছু ঠিক আছে কিন্তু নেটওয়ার্ক স্ট্যাটাস ড্যাশবোর্ড কন্ট্রোল প্যানেলে লাল থাকে।
asic


আমি যতটুকু জানি,এটি হলো Bitcoin mining মেশিন । আর বাংলা থ্রেড এ কেউ Bitcoin mining নিয়ে কোনো আলোচনা করেনি ,যদি কোনো সিনিয়র ভাইয়েরা জানেন তাহলে অবশ্যই উত্তর পাবেন ।

কিন্তু এটি আপনি অন্য জনের পোস্ট কপি করেছেন ।তাই Bitcoin forum ৩৩ নম্বর rules অনুযায়ী কোনো জায়গা থেকে কোনো প্রকার লেখা বা কপি করা  বা অন্যজনের পোস্ট করা নিষেধ।

আর যদি কোথাও থেকে কপি করেন তাহলে অবশ্যই উৎস লিংক দিতে হবে । যদি তা না করেন তাহলে আপনার একাউন্ট banned করে দেওয়া হবে।
মেইন পোস্টের পোস্ট দাতা : Antoine0024 ভাই।

আশা করি আপনি এমন ভুল থেকে বিরত থাকবেন । তা না হলে আপনার একাউন্ট banned করে দেওয়া হবে।


ভাই আপনার পোস্টটা পেয়ে অনেক উপকার হলো আশা করছি এই ভুল আমি কোন সময় করব না
jr. member
Activity: 33
Merit: 1
October 06, 2022, 11:22:01 AM
আসসালামুয়ালাইকুম, একটি গুরুত্বপূর্ণ সংবাদ সবাইকে দিতে চাই, সংবাদটা হচ্ছে ,এখন কিন্তু হ্যাকার  নতুন পদ্ধতিতে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে ,যেমন আপনার ব্রাউজারে যদি Metamask এক্সটেনশন থাকে, তো ওই   Metamask এক্সটেনশনে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, আর
যেকোনো একটা  একাউন্টের অ্যাক্সেস যদি হ্যাকার  নিতে পারে, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট কিন্তু
হ্যাকার অ্যাক্সেস নিয়ে নেবে, এই নতুন পদ্ধতিতে বর্তমানে হ্যাক চলতেছে, তো সবাই সাবধান হয়ে যান, আশাকরি পোস্টটা সকলের উপকারে আসবে ।
newbie
Activity: 26
Merit: 0
October 02, 2022, 10:29:00 PM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি সকলেই ভাল আছেন।
 সিনিয়র ভাইদের একটু হেল্প লাগবো। আচ্ছা কোথায় কোথায় পোস্ট করলে ম্যারিড পাব। যদি সেটা আমাকে বলতেন।,তাহলে আমার জন্য উপকার হত



ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ  আপনাদের দোয়ার বরকতে ভালো আছি,
আপনি ম্যারিড জিনিসটা ভুলে যান, আপনি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে পোস্ট করবেন, ম্যারিড আপনাকে এমনিতেই দেওয়া হবে আপনার পোস্ট টা যদি উপকারী হয়, তাহলে আপনি সিনিয়রদের থেকে মেরিট পাবেন  ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পারছেন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 02, 2022, 11:52:48 AM

সতর্কতা! BSC চেইনে ভুয়া USDD টোকেন


আজকে সন্ধার সময় আমার একটি ওয়ালেটে ৩০০ USDD টোকেন আসে এবং যিনি পাঠিয়েছেন, তিনি হলেন Binance Charity ( এটি দেখলে অনেকেই খুশি হবেন  Grin ) । কিন্তু আমার মনের মধ্যে খটকা লাগলো যে, বাইন্যান্সের চেরিটি এড্রেস/কন্ট্রাক থেকে এমনভাবে কাউকে stablecoin তো দেওয়ার কথা নয়। তাই Coingecko তে গিয়ে USDD টোকেনের BSC চেইনের স্মার্ট কন্ট্রাক এড্রেসটি দেখি এবং এটি নিশ্চিত হই যে, আমি যে USDD পেয়েছি, সেটি মূলত ভুয়া একটি টোকেন। আর এই টোকেনটি স্ক্যামার স্মার্ট কন্ট্রাক ব্যবহার করে অনেকের মাঝে বিতরণ করেছে। আর মজার বিষয় হইলো, সে স্মার্ট কন্ট্রাক এমনভাবে ব্যবহার করেছে যেন টোকেনগুলো Binance Charity থেকে পাঠানো হয়েছে এমন হয়। কিন্তু তার মূল ট্রান্সজেকশনটি ছিলো মূলত একটি ডিসেন্ট্রালইজ এক্সচেঞ্জের Swap ট্রান্সজেকশন। তাই সকলে সতর্ক থাকুন এমন টোকেন থেকে, কেননা টোকেনগুলোর সাথে লেনদেন করলেই আপনার ওয়ালেটের permission স্ক্যামারটি পেয়ে যাবে।

Real Contract Address: 0xd17479997F34dd9156Deef8F95A52D81D265be9c
Fake Contract Address: 0x9FFFE0385dC7584FAEeAC59F56EeDFc442Bba622


মূল পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/742
এমন নিত্যনতুন আপডেট পেতে BitByte Crypto তে যোগদান করুন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 01, 2022, 08:36:19 AM
পাশাপাশি বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখা হয় এরকম একটা সাইটের সন্ধান ও পেয়ে গেলাম।
আমাদের সাথেও শেয়ার করতে পারেন।

Quote
দয়া করে অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটা একটু দেবেন। গুগল সার্চ এখন ভরসা করা যায়না। ওরা এডস গুলো আগে দেখায়। আর স্ক্যাম সাইট গুলোও আগে আসে।
electrum.org
গুগল সার্চে কোন কিছুরই বিশ্বাস নেই আসলে। কিছুদিন আগেও মেসিকে নোয়াখালির স্কুলের ছাত্র বানিয়ে দিয়েছিল।


Quote
এই পেপার ওয়ালেট পরে ইম্পোর্ট করার ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেছে। একাধিক বার পড়তে হবে আমার।
ইম্পোর্ট করা সহজ। ইলেকট্রামে নতুন ওয়ালেট খোলার সময় আপনি প্রাইভেট কী থেকে ইম্পোর্ট করার অপশন পাবেন। নিচে স্ক্রিনশট দিলাম। আর বিটকয়েন কোর ওয়ালেটে প্রাইভেট কী ইম্পোর্ট করার জন্য নিচের কোড ব্যবহার করতে পারেন।
Code:
importprivkey(space)private key



Quote
না, আমার তেমন ধারনা নেই। যেটুকু জানি, তা হলো এটা খুবই ফাস্ট। ট্রানজেকশন ফি অনেক কম। আর সাইট চেইন ব্যাপার টা কি? বিটকয়েনের বাইরের চেইন? তাহলে তো এটা আর বিটকয়েন রইলো না। এটার তো আলাদা সাপ্লাই হয়ে গেলো। এটা কি ২১ মিলিয়নের ভেতরে নাকি বাইরে?
হ্যা, খুবই ফাস্ট বলতে একদম ইন্সট্যান্ট বলতে গেলে। ট্রাঞ্জেকশন ফি ও কম। সাইড চেইন মানে হল এইটা মেইন চেইনের বাইরে লেনদেন হয়। সাপ্লাই আলাদা হবে না। ২১ মিলিয়নই থাকবে। কারণ আপনি লাইটনিং ব্যবহার করতে হলে আগে আপনার বিটকয়েন লাইটনিং ওয়ালেটে নিতে হবে। সেখান থেকে লাইটনিং চেইনের মাধ্যমে সেটেলমেন্ট হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 01, 2022, 07:42:54 AM
ওয়ালেটের বিস্তারিত এই আর্টিকেল থেকেও জানতে পারেন- বিটকয়েন ওয়ালেট

আর্টিকেল টা পড়েছি। পাশাপাশি বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখা হয় এরকম একটা সাইটের সন্ধান ও পেয়ে গেলাম। তবে এই সাইটের নাম আমি ফেইসবুক গ্রুপেও দেখেছিলাম মনে হয়।

Quote
এন্ড্রয়েড কিংবা ল্যাপটপ ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। দুইটাতেই আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারবেন। অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন।

দয়া করে অফিশিয়াল ওয়েবসাইটের লিংকটা একটু দেবেন। গুগল সার্চ এখন ভরসা করা যায়না। ওরা এডস গুলো আগে দেখায়। আর স্ক্যাম সাইট গুলোও আগে আসে।

Quote
পেপার ওয়ালেট যদি কোন ওয়েবসাইট থেকে বানান তাহলে প্রাইভেট কী চুরি হয়ে যাবে। অফলাইনে জেনারেট করা যায়। আমি টিউটোরিয়াল বিকেলে এইখানে এড করে দিব। এখন খোজার মত সময় নেই। আমি একটু ব্যস্ত আছি ভাই।
ইডিট- https://bitcointalksearch.org/topic/howto-give-bitcoin-as-a-gift-5190702
এইটা দেখুন।

টিউটোরিয়ালটা দেখেছি। অনেক পুরাতন মনে হলো। আমি গিটহাব থেকে সোর্স ফাইল ডাউনলোড করে রেখেছি। যখন জমাবো, তখন এটা ব্যাবহার করবো। এই পেপার ওয়ালেট পরে ইম্পোর্ট করার ব্যাপারটা মাথার ওপর দিয়ে গেছে। একাধিক বার পড়তে হবে আমার।

Quote
লাইটনিং নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারনা আছে নিশ্চয়ই। এইটা সাইডচেইন। অনচেইন না। ইলেকট্রাম এ বর্তমানে লাইটনিং আছে। এছাড়া আরো অনেক ওয়ালেট আছে। ব্লুওয়ালেট, ওয়ালেট অব সাতোশি। আরো অনেকগুলো, নাম আপাতত মাথায় আসছে না।

না, আমার তেমন ধারনা নেই। যেটুকু জানি, তা হলো এটা খুবই ফাস্ট। ট্রানজেকশন ফি অনেক কম। আর সাইট চেইন ব্যাপার টা কি? বিটকয়েনের বাইরের চেইন? তাহলে তো এটা আর বিটকয়েন রইলো না। এটার তো আলাদা সাপ্লাই হয়ে গেলো। এটা কি ২১ মিলিয়নের ভেতরে নাকি বাইরে?
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
September 30, 2022, 09:54:50 AM
আমি এখানে নতুন এবং আমি এই ফোরামে ভাল ছেলেদের এবং সাহায্য আশা করি।

আমি গত বছর চারটি কানান অ্যাভালন 1246 85 তম গত বছর সরাসরি কারখানায় কিনেছি। দুই সপ্তাহ আগে একজন আসিক বন্ধ করার সিদ্ধান্ত নেন। গবেষণার পরে কন্ট্রোল বোর্ডটি মারা গিয়েছিল তাই আমি এটি প্রতিস্থাপন করেছি। কিন্তু এটি প্রতিস্থাপন এবং asic সেট করার পরে এটি কাজ করছে না।

সবকিছু ঠিক আছে কিন্তু নেটওয়ার্ক স্ট্যাটাস ড্যাশবোর্ড কন্ট্রোল প্যানেলে লাল থাকে।
asic


আমি যতটুকু জানি,এটি হলো Bitcoin mining মেশিন । আর বাংলা থ্রেড এ কেউ Bitcoin mining নিয়ে কোনো আলোচনা করেনি ,যদি কোনো সিনিয়র ভাইয়েরা জানেন তাহলে অবশ্যই উত্তর পাবেন ।

কিন্তু এটি আপনি অন্য জনের পোস্ট কপি করেছেন ।তাই Bitcoin forum ৩৩ নম্বর rules অনুযায়ী কোনো জায়গা থেকে কোনো প্রকার লেখা বা কপি করা  বা অন্যজনের পোস্ট করা নিষেধ।

আর যদি কোথাও থেকে কপি করেন তাহলে অবশ্যই উৎস লিংক দিতে হবে । যদি তা না করেন তাহলে আপনার একাউন্ট banned করে দেওয়া হবে।
মেইন পোস্টের পোস্ট দাতা : Antoine0024 ভাই।

আশা করি আপনি এমন ভুল থেকে বিরত থাকবেন । তা না হলে আপনার একাউন্ট banned করে দেওয়া হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 29, 2022, 10:51:38 PM
আমি এটা পড়েছি। টপিকটা পুরোটাই বিটকয়েনের ওয়ালেট নিয়ে। আমি অলরেডি কিছু এক্সচেন্জ ব্যাবহার করি ওয়ালেট হিসেবে।
এক্সচেঞ্জ হল কাস্টোডিয়াল ওয়ালেট। এই ওয়ালেটের উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই। যে ওয়ালেট আপনাকে প্রাইভেট কী দেবে না, সেইটা ওয়ালেট হিসেবে ব্যবহার না করাই শ্রেয়।
ওয়ালেটের বিস্তারিত এই আর্টিকেল থেকেও জানতে পারেন- বিটকয়েন ওয়ালেট

Quote
আমি শুধু এনড্রয়েড এবং ল্যাপটপ ব্যাবহার করি। তাই বাকি ওয়ালেট গুলো স্কিপ করেছি।
এন্ড্রয়েড কিংবা ল্যাপটপ ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। দুইটাতেই আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারবেন। অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন।

Quote
পেপার ওয়ালেট অফলাইনে কিভাবে বানায়? কোন ওয়ালেট বা কোন ওয়েবসাইট থেকে বানানো যায়?
পেপার ওয়ালেট যদি কোন ওয়েবসাইট থেকে বানান তাহলে প্রাইভেট কী চুরি হয়ে যাবে। অফলাইনে জেনারেট করা যায়। আমি টিউটোরিয়াল বিকেলে এইখানে এড করে দিব। এখন খোজার মত সময় নেই। আমি একটু ব্যস্ত আছি ভাই।
ইডিট- https://bitcointalksearch.org/topic/howto-give-bitcoin-as-a-gift-5190702
এইটা দেখুন।
Quote
আরেকটা জিনিস হলো, লাইটনিং নেটওয়ার্ক ওয়ালেট কোনগুলো?
লাইটনিং নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারনা আছে নিশ্চয়ই। এইটা সাইডচেইন। অনচেইন না। ইলেকট্রাম এ বর্তমানে লাইটনিং আছে। এছাড়া আরো অনেক ওয়ালেট আছে। ব্লুওয়ালেট, ওয়ালেট অব সাতোশি। আরো অনেকগুলো, নাম আপাতত মাথায় আসছে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 29, 2022, 10:03:28 PM
এইখান থেকে শুরু করুন- https://bitcointalksearch.org/topic/general-bitcoin-wallets-which-what-why-1631151
এই টপিকে অনেকগুলো শব্দ অজানা থাকতে পারে, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। না বুঝলে এইখানে পোস্ট করবেন।

আমি এটা পড়েছি। টপিকটা পুরোটাই বিটকয়েনের ওয়ালেট নিয়ে। আমি অলরেডি কিছু এক্সচেন্জ ব্যাবহার করি ওয়ালেট হিসেবে। এটা করা হয় লেনদেন এর সুবিধার জন্য। বন্ধুরা আমাকে কয়েনবেজ এবং বাইন্যান্স ব্যাবহার করার পরামর্শ দিয়েছে। আমি এখনো ১০০ ডলার ও লেনদেন করিনি। জমানোর চেষ্টা করছি। আমি শুধু এনড্রয়েড এবং ল্যাপটপ ব্যাবহার করি। তাই বাকি ওয়ালেট গুলো স্কিপ করেছি। কিছু জিনিস বুঝতে পারিনি। পেপার ওয়ালেট অফলাইনে কিভাবে বানায়? কোন ওয়ালেট বা কোন ওয়েবসাইট থেকে বানানো যায়? আরেকটা জিনিস হলো, লাইটনিং নেটওয়ার্ক ওয়ালেট কোনগুলো?

defendingbtc.com নামে একজন বিটকয়েনার ক্রেইগ এর নিজেকে সাতশী নাকামতো দাবী করার বিরুদ্ধে লড়ছেন।

তার একটু টুইটকে ক্রেইগ মানিহানি হিসেবে দেখছেন, তারই প্রেক্ষিতে সেপ্টেম্বর ১২ থেকে ৭ দিন ট্রায়াল ছিল। দুইপক্ষের উকিল পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। এই ব্যাপারে রায় দেয়া হবে নভেম্বর এর ৮ তারিখ। তবে, এই রায়ে Holdnaut তথা defendingbtc পক্ষের উকিল পুর্বের কিছু মামলার কথা উল্লেখ করেন যেখানে দেখানো হয় উক্ত টুইট মানহানিকর হতে পারে না। টুইটটির মুল কাহিনী ছিল- #Craig Is A Fraud
বিস্তারিত- https://www.btctimes.com/news/a-summary-of-the-hodlonaut-versus-craig-wright-trial

আচ্ছা, রিপোর্ট টা পড়েছি। আমার হাসি পাচ্ছে ভাই এটা পড়ে।

কিন্তু আপনার একটি কথায় আমি একটু বিচিলিত হয়েছি। সেটি হচ্ছে

 
এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি।

আমার কথায় কিছু মনে করবেন না । আপনাকে সতর্ক করার জন্য এটি বলছি । আপনার কথা অনুযায়ী আপনার এটি প্রথম পোস্ট , এই পোস্টটি করেছেন ২৬ সেপ্টেম্বর।
আর আমি আপনার নিবন্ধন তারিখ দেখলাম । নিবন্ধন করেছেন ২৬ এ সেপ্টেম্বর।

আপনার কথা অনুযায়ী আপনি অনেক দিন ধরে ফোরাম এ এসেছেন। আমি জানি না যে আপনি একাধিক একাউন্ট ব্যাবহার করেন কি না কিন্তু আপনার এই কথা থেকে সম্পূর্ণ ভাবে বুঝা যাচ্ছে আপনি একাধিক একাউন্ট চালান । আপনি একাধিক একাউন্ট চালান তাতে আমার কোনো সমস্যা নাই । কিন্তু একাধিক একাউন্ট ব্যাবহার করা এই ফোরাম এ নিষিদ্ধ।

আপনার জানা উচিত, ফোরামে একাউন্ট না থাকলেও পোষ্ট পড়া যায়। আমি ফোরামে অনেকদিন থেকেই আসি। এটাই একমাত্র ফোরাম নয় যেখানে আমি আসি। আমার বিবিকোড দেখে আপনার বুঝার কথা। এই ফোরামে আমি নতুন হলেও, ফোরাম সিস্টেম এ আমি নতুন নই।
একাধিক একাউন্ট করা নিষিদ্ধ কিনা আমি জানিনা। তবে ভয়ের কিছু নেই। আমার একাধিক একাউন্ট নেই।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 28, 2022, 10:03:08 PM
আজ অনেক দিন পর লগিন করলাম। চেষ্টা করব নিয়মিত পোস্ট করতে। সকল মেম্বার দের সালাম জানাই।
আপনারা চাইলে ২ টি টোকেন নিয়ে একটু রিসার্চ করতে পারেন। এটা কোন উপদেশ নয়। যদি ভাল মনে করেন তবে নিজের ঝুকিতে ইনভেস্ট করবেন।
আমার কাছে ভাল মনে হয়েছে।
1. Fibswap FIBO
2. Baanx, BXX

আপনাকে ফিরে আসার জন্য ধন্যবাদ।
আর চেষ্টা করব আপনারা টোকেন ২ টি নিয়ে রিসার্চ করতে।
legendary
Activity: 1526
Merit: 1026
September 28, 2022, 02:27:16 PM
আজ অনেক দিন পর লগিন করলাম। চেষ্টা করব নিয়মিত পোস্ট করতে। সকল মেম্বার দের সালাম জানাই।
আপনারা চাইলে ২ টি টোকেন নিয়ে একটু রিসার্চ করতে পারেন। এটা কোন উপদেশ নয়। যদি ভাল মনে করেন তবে নিজের ঝুকিতে ইনভেস্ট করবেন।
আমার কাছে ভাল মনে হয়েছে।
1. Fibswap FIBO
2. Baanx, BXX
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
September 28, 2022, 12:21:33 PM

~~~~~~~~


আমি আপনার দুটি পোস্ট পড়ে দেখলাম ,আপনি অনেক সুন্দর ভাবে পোস্ট করেছেন। আপনার জন্য দোয়া করি এভাবে পোস্ট করুন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন।

কিন্তু আপনি নতুন হওয়ায় সর্বপ্রথম আপনাকে এই ফোরামের নিয়ম অনুসারে চলেতে হবে এবং এবং নিয়ম এর বাইরে চললে আপনাকে ফোরাম থেকে banned করে দেওয়া হবে।

এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি।

আমার কথায় কিছু মনে করবেন না । আপনাকে সতর্ক করার জন্য এটি বলছি । আপনার কথা অনুযায়ী আপনার এটি প্রথম পোস্ট , এই পোস্টটি করেছেন ২৬ সেপ্টেম্বর।
আর আমি আপনার নিবন্ধন তারিখ দেখলাম । নিবন্ধন করেছেন ২৬ এ সেপ্টেম্বর।

আপনার কথা অনুযায়ী আপনি অনেক দিন ধরে ফোরাম এ এসেছেন। আমি জানি না যে আপনি একাধিক একাউন্ট ব্যাবহার করেন কি না কিন্তু আপনার এই কথা থেকে সম্পূর্ণ ভাবে বুঝা যাচ্ছে আপনি একাধিক একাউন্ট চালান । আপনি একাধিক একাউন্ট চালান তাতে আমার কোনো সমস্যা নাই । কিন্তু একাধিক একাউন্ট ব্যাবহার করা এই ফোরাম এ নিষিদ্ধ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 28, 2022, 08:12:22 AM
কোথা থেকে শুরু করবো? এখানে অবশ্যই এক্রপার্ট লোকেরা থেকে থাকবেন। আপনাদের ইন্সট্রাকশন আমার শেখার পথে দারুণ ভুমিকা পালন করবে।
ল্যাপটপে তেমন লেখা হয় না। বানান গুলো চেক করে দিবো, তার পরেও ভূল হলে শুধরে দিবেন।
এইখান থেকে শুরু করুন- https://bitcointalksearch.org/topic/general-bitcoin-wallets-which-what-why-1631151
এই টপিকে অনেকগুলো শব্দ অজানা থাকতে পারে, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। না বুঝলে এইখানে পোস্ট করবেন।

ক্রেইগ ইভেন রাইট নামের একজন অষ্ট্রেলিয়ান নিজেকে বিটকয়েনের প্রতিষ্ঠাতা, অর্থাৎ সাতোশি নাকামতো বলে দাবী করে আসছে বেশ কয়েক বছর ধরে। সেটা নিয়ে একটা মামলা চলছে। চলতি মাসে এই মামলা আবারো কোর্টে আসার কথা। এই ব্যাপারে আমরা কি কেউ জানি? আমি ইংরেজি একটা থ্রেড এ এটা নিয়ে আলোচনা হচ্ছে দেখেছিলাম। পরে আর পোষ্ট টি খুজে পাইনি।
defendingbtc.com নামে একজন বিটকয়েনার ক্রেইগ এর নিজেকে সাতশী নাকামতো দাবী করার বিরুদ্ধে লড়ছেন।

তার একটু টুইটকে ক্রেইগ মানিহানি হিসেবে দেখছেন, তারই প্রেক্ষিতে সেপ্টেম্বর ১২ থেকে ৭ দিন ট্রায়াল ছিল। দুইপক্ষের উকিল পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন। এই ব্যাপারে রায় দেয়া হবে নভেম্বর এর ৮ তারিখ। তবে, এই রায়ে Holdnaut তথা defendingbtc পক্ষের উকিল পুর্বের কিছু মামলার কথা উল্লেখ করেন যেখানে দেখানো হয় উক্ত টুইট মানহানিকর হতে পারে না। টুইটটির মুল কাহিনী ছিল- #Craig Is A Fraud
বিস্তারিত- https://www.btctimes.com/news/a-summary-of-the-hodlonaut-versus-craig-wright-trial

আচ্ছা কোথায় কোথায় পোস্ট করলে ম্যারিড পাব। যদি সেটা আমাকে বলতেন।,তাহলে আমার জন্য উপকার হত

এইরকম নির্দিষ্ট কিছু নেই। ভালো কোয়ালিটি পোস্ট করেন, সেটা যেখানেই হোক না কেন। মেরিট পাবেন।
newbie
Activity: 73
Merit: 0
September 28, 2022, 08:07:29 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি সকলেই ভাল আছেন।
 সিনিয়র ভাইদের একটু হেল্প লাগবো। আচ্ছা কোথায় কোথায় পোস্ট করলে ম্যারিড পাব। যদি সেটা আমাকে বলতেন।,তাহলে আমার জন্য উপকার হত

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 27, 2022, 09:35:24 AM
আপনি যেহেতু এই লাইনে এসেছেন সেহেতু নিজেকে এখান থেকে প্রস্তুত করতে চেয়েছেন।
এটা বলবেন যারা জানে সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আপনি যেটা জানেন অন্যরা যেটা জানে না সেটা নিয়ে যারা পোস্ট করে তাদের পোস্টগুলোকে কুয়াইট টুইট করে আপনার মতামত দিয়ে তাকে বোঝার জন্য সাহায্য করবেন এখানে আসলে প্রথম অবস্থায় অনেকেই এসে দেখা যায় কিভাবে বলে লেখালেখি করে ইনকাম করা যায় এতটা সহজ না যেখানে লেখালেখি করে ইনকাম করার মতো এটা। এখানে সবাই আসে তাদের নিজেদের স্কিল জানা এবং বুঝার জন্য।  যেটা বুঝেন না সেটা বলবেন অন্য যেটা জানে সেটা আপনাকে বুঝিয়ে দেবার চেষ্টা করবে।
আপনারা যখন আপনাদের মতামত গুলো তুলে ধরার চেষ্টা করবেন এবং সুবিধা অসুবিধাগুলো একে অপরের সাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে বলবেন এবং অন্যকে সাহায্য করবেন এভাবেই এই বাংলা থ্রেড অনেক এগিয়ে যাবে আশা করা যায়।

আপনি কি বলতে চেয়েছেন আপনি ভালো জানেন। তবে এটা বুঝতে পেরেছি যে আমি যা জানি তা শেয়ার করতে বলেছেন। আমি কি বুঝি না সেটা প্রশ্ন করতে বলেছেন। আমার আগের পোষ্ট এ প্রশ্নটা একদম স্ট্রেইট ফরোয়ার্ড ছিলো। ফোরাম জার্নি কিভাবে শুরু করবো তা অলরেডি অনেকটা জেনে গেছি। অনেক পোষ্ট পড়েছি। কিন্তু বিটকয়েনের টেকনিক্যাল বিষয়ের বাংলায় কোনো পোষ্ট চোখে পড়েনি। তাই বিটকয়েনের বিস্তারিত জানার বা শেখার জন্য কোথা থেকে শুরু করা উচিৎ?

ক্রেইগ ইভেন রাইট নামের একজন অষ্ট্রেলিয়ান নিজেকে বিটকয়েনের প্রতিষ্ঠাতা, অর্থাৎ সাতোশি নাকামতো বলে দাবী করে আসছে বেশ কয়েক বছর ধরে। সেটা নিয়ে একটা মামলা চলছে। চলতি মাসে এই মামলা আবারো কোর্টে আসার কথা। এই ব্যাপারে আমরা কি কেউ জানি? আমি ইংরেজি একটা থ্রেড এ এটা নিয়ে আলোচনা হচ্ছে দেখেছিলাম। পরে আর পোষ্ট টি খুজে পাইনি।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 27, 2022, 02:26:42 AM
আপনাদের সকলের (বিশেষত যাঁরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক অবদান রাখছেন) মতামত অবশ্যকাম্য...
"বাংলা" বাংলাদেশের জাতীয় ভাষা। অন্যান্য দেশের অনেক মানুষ বাংলায় কথা বলতে পারে তবে সেটা তাদের মাতৃভাষা কিংবা প্রধান ভাষা নয়। সেক্ষেত্রে, আমি মনে করি এই টপিকের নাম "বাংলা(Bangladesh) শ্রেয় হবে।


আচ্ছা ভাই আপনাদের নামের পাশে কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি (OP) লেখা। এটা সম্পর্কে কি কিছু জানতে পারি।
OP দিয়ে অনেক কিছুই বোঝানো হয়।
OP- Opening Poster
OP- Opening post

যেহেতু এইখানে নামের বা username এর পাশে OP লেখা, এইটার মানে হল Opening Poster মানে যে ব্যক্তি টপিক ক্রিয়েট করেছেন।

ধন্যবাদ ভাই আপনাকে। বোঝানোর জন্য।
আর @BitCoinDream ভাই আছি আমরা সবাই আপনার সাথে।
চেষ্টা করেন, দেখেন বোর্ড টা এগিয়ে নেয়া যায় নাকি!
newbie
Activity: 94
Merit: 0
September 26, 2022, 10:36:00 AM
jr. member
Activity: 173
Merit: 5
September 26, 2022, 01:08:40 AM
আপনার পরামর্শটা হয়তো  ভালো। কিন্তু আপনি যদি ছবি সহ পোস্ট করতেন তাহলে হয়তো আরো অনেক ভালো হতো।
তবে
ধন্যবাদ আপনাকে পরামর্শ দেয়ার জন্য।

Jr member হইনি এখনো ভাই।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
September 25, 2022, 09:57:14 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 25, 2022, 08:02:45 PM
এই ফোরামে এটাই আমার প্রথম পোষ্ট। তবে ফোরামে আরো অনেকদিন আগে থেকেই এসেছি। অনেক পোষ্ট পরেছি। কিন্তু বাংলায় তেমন কোনো পোষ্ট নেই বল্লেই চলে। পোষ্ট করার জন্য আলাদা আলাদা সেকশন থাকলেও, বাংলায় সব এক জায়গায় পোষ্ট হচ্ছে। তবুও দেখে ভালো লাগছে যে বাংলাদেশীরাও এরকম একটা প্ল্যাটফর্মে তার মতামত শেয়ার করার সুযোগ পাচ্ছে। এই ফোরামের নাম বন্ধুদের কাছ থেকে জেনেছি। এখান থেকে নাকি লেখালেখি করেও ইনকাম করা যায়। আমার প্রাথমিক টার্গেট হচ্ছে, আমি শিখতে চাই। তবে, যেহেতু আমার মাতৃভাষা ইংরেজি নয়, তাই ইংরেজি পোষ্ট বুঝতে একটু কষ্ট হয়। নিজের মাতৃভাষায় পোষ্টগুলো পড়তে পারলে অনেক ভালো হতো। তার মানে এই নয় যে আমি ইংরেজিতে অনেক কাচা। তবে, নিজের ভাষায় আলাদা একটা কমফোর্ট জোন পাওয়া যায়।

বিটকয়েনের নাম আরো কয়েক বছর আগে জানতে পারি। তবে এটা বাংরাদেশে অবৈধ জেনে আর েবিস্তারিত জানার আগ্রহ দেখাইনি। তবে এটা সত্য যে, সকল অবৈধ জিনিসের প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে। শেখার জন্য মুখিয়ে আছি। আপাতত বিটকয়েনের হোয়াইট পেপার ডাউনলোড করে প্রিন্ট করে রেখেছি। নিজেও শিখতে চাই, এই শেখার সময়ে কিছু বন্ধুদের সাথে নিয়ে শিখতে চাই।

কোথা থেকে শুরু করবো? এখানে অবশ্যই এক্রপার্ট লোকেরা থেকে থাকবেন। আপনাদের ইন্সট্রাকশন আমার শেখার পথে দারুণ ভুমিকা পালন করবে।
ল্যাপটপে তেমন লেখা হয় না। বানান গুলো চেক করে দিবো, তার পরেও ভূল হলে শুধরে দিবেন।
Jump to: