Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 33. (Read 5308565 times)

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 16, 2024, 12:47:35 PM
আপনারা কেউ কি ভাবেতে পারেন একটা দেশের সরকারী চাকরির মোট ৫৬% ই কোটাধারিদের জন্য বরাদ্দ করা আর বাকি ৪৪% শুধু আমজনতার জন্য। এটা নিঃসন্দেহে বৈষম্য ছাড়া কিছু না।

আমি আমার স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রাদায়ের সকলকে আমাদের কোমলমতি শিক্ষার্থেদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাচ্ছি।

-DYING_S0UL
বিষয়টি খুবই দুঃখজনক, আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা তাদের অধিকার আদায় করার জন্য আন্দলোন করেছিলো কিন্তু আমাদের দেশের অবৈধ সরকারের ছাত্রলীগের লোকজন ও অন্যান্য লোকেরা পিটিয়ে কাউকে মেরে ফেলেছে, কেউ আহত হয়েছে। এই ঘটনার জন্য আমি আমাদের দেশের সরকারকে নিন্দা জানাই, এমন সরকার  দিয়ে আমাদের কী হবে?

আমার সেই ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার কথা মনে পড়ে গেলো। আমাদের দেশে কিসের জন্য যুদ্ধ করেছিলো, আমাদের দেশের জনগন নায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিলো দেখেই তো আমাদের দেশ এবং পাকিস্তানের সংগে যুদ্ধ করে স্বাধীন দেশ হয়েছিল। কিন্তু আজকে আমাদের দেশে স্বাধীনতা কোথায়? আমাদের প্রান প্রিয় ছাত্র ভাই ও বোনেরা তাদের নায্য অধিকারের জন্য আন্দলোন করেছিলো কিন্তু তাদের কে রাজাকার বলা হয়েছে। আসলে এখন রাজাকার কারা? যে অধিকার পায় না, না যে অধিকার থেকে বঞ্চিত করে রাখে?

গত ২-১ দিন আগে হয়তো বাজারে যাওয়ার সময় একটা চায়ের দোকানে দেখি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নিউজে বলতেছে, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা চাকরি পাবে না তাহলে রাজাকারের সন্তানেরা চাকরি পাবে। তাহলে বোঝা যায় আমরা সবাই রাজাকার হয়ে গেলাম। আমাদের দেশের সরকারের উচিত, সকল ধরনের কোটা বন্ধ করে দিয়ে যার যার মতো যোগ্যতা দিয়ে চাকরি নিবে। কোন ধরনের ঘুস চলবে না, যদি এমন প্রমান পাওয়া যায় যে কেউ ঘুস নিয়েছে সাথে সাথে তার চাকরি ও ১০-২০ বছরের জেল দিতে হবে। কিন্তু আমাদের দেশের সরকার তার হাত করার জন্য মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করবে না। আমরা কবে যে সোনার বাংলা ফিরে পাবো, তবে এই সরকারের পতন না হলে আমরা আমাদের সোনার বাংলা ফিরে পাবো না।

যাইহোক, সর্বশেষ যেহেতু আমাদের ছাত্র ভাইয়েদের উপর হামলা করেছে, আমাদের বসে থাকলে হবে না, আমাদেরকেও আন্দলোন করতে হবে। আমাদের দেশে লক্ষ লক্ষ ছাত্র রয়েছে, আমরা সবাই মিলে আন্দলোন করবো, আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো।
member
Activity: 93
Merit: 22
OrangeFren.com
July 16, 2024, 11:38:30 AM
Quota Movement/কোটা আন্দোলন

May I get permission to translate this post on Naija Board?
আমি কি এই পোস্ট নাইজা বোর্ডে অনুবাদ করার অনুমতি পাবো?
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
July 16, 2024, 11:36:00 AM
তুমি কে?? আমি কে??
রাজাকার রাজাকার,
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। Embarrassed
এমনও যে একটি দিন আমাদের এই স্বাধীন দেশে দেখতে হবে, এটি কখনো কল্পনাও করিনি, হাজারো শহীদের রক্তে গড়া এই স্বাধীনতা কিছু ছাত্রলীগ নামের কু**লীগ অবৈধ সরকারের এমন ষড়যন্ত্র যেখানে ছাত্র ছাত্রীদের ওপর নির্মম নির্যাতন ও হামলা এটা কখনোই মেনে নেওয়ার মত ঘটনা নয়।
চলমান কোটা আন্দোলন দাবীতে বর্তমানে প্রতিটি বিশ্ববিদ্যালয় যেভাবে আক্রমণ করা হচ্ছে এটি একটি স্বাধীন দেশে চিত্র হতে পারে না আমরা আগামীকাল সকলেই দেখেছি কিভাবে আমাদের ছাত্র ভাই এবং ছাত্রী বোনদের ওপর নির্মমভাবে আক্রমণ করেছে আপনার এই চিত্রই বলে দিচ্ছে কথা।
যাইহোক আমরা সকলেই জানি আমাদের দেশে বর্তমানে কি চলতেছে এবং কতটা হয়রানির মধ্যে আমরা ছাত্ররা রয়েছি যদিও আমরা আজকে বিশাল একটি আন্দোলন সফল করেছি সারা বাংলাদেশে তাই সামনের দিনগুলোতে অবশ্যই আমরা ছাত্র সমাজ মিলেই দেশটাকে কোটা মুক্ত এবং ছাত্রদের এই দাবি পূরণ করতে হবে অবশ্য এখন সময় এসেছে আমাদের।
কোটা আন্দোলন সফল করার জন্য আমরা ছাত্র সমাজ শেষ পর্যন্ত লড়তে চাই, ইনশাল্লাহ আমাদের জয় হবে আবারো নতুন করে একটি সোনার বাংলা গড়তে হবে।
আমার এই সোনার বাংলায় চোর ছেচরা, পুলিশলীগ ছাত্রলীগ চোরলীগ বেহায়া লীগ দিয়ে ভড়ে গিয়েছে, তাই এদেরকে দমন করতে হবে সেজন্য সকল লোকের উচিত আমাদের ছাত্র সমাজের সাথে যোগ দিয়ে এই আন্দোলন সফল করা, তবেই আমরা আবারো একটি সোনার বাংলা ফিরে পাবো।
কোটা না!! ,,,, মেধা মেধা মেধার

আমার মনটা অনেক খারাপ এমন একটি পরিস্থিতিতে রয়েছি ভালোভাবে গুছিয়ে লিখতে পারলাম না। Cry
sr. member
Activity: 518
Merit: 268
July 16, 2024, 11:30:04 AM
Quota Movement/কোটা আন্দোলন
কিন্তু আমি আবারও বলছি, এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, বা বিরোধী দল বা রাষ্ট্র বিরোধী কিছু না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সরকার তার ছাত্রলীগের মাধ্যমে চারেদিক দিয়ে ছাত্রদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি। এই মুহূর্তে আমরা সত্যিই অসহায়। পদে পদে এই স্বৈরাচারীর হাতে নিরিহ ছাত্ররা মারা যাচ্ছে...

আপনারা কেউ কি ভাবেতে পারেন একটা দেশের সরকারী চাকরির মোট ৫৬% ই কোটাধারিদের জন্য বরাদ্দ করা আর বাকি ৪৪% শুধু আমজনতার জন্য। এটা নিঃসন্দেহে বৈষম্য ছাড়া কিছু না।
ছবিগুলো খুবই মর্মান্তিক যা দেখে খুব কষ্ট লাগে চোখে পানি এসে যায়।
পৃথিবীতে শত শত স্বৈরাচার সরকারের ইতিহাস রয়েছে কিন্তু এমন স্বৈরাচার সরকার অতীতে ছিল কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। যে দেশের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত নয় সে জনগণের কথা কখনো ভাববে না বরং জনগণকে নির্বিচারে গুলি করে মারলেও তার জন্য কোন মায়া সৃষ্টি হবে না।
সবচেয়ে বড় অপবাদ হচ্ছে আমরা ২১ কোটি মানুষ রাজাকার হয়ে গেলাম এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধারা আর শেখ হাসিনার পরিবাররা বাংলাদেশ দেশপ্রেমিক হয়ে বেঁচে রইলো। বাহ ২১ কোটি মানুষকে রাজাকার বানিয়ে ক্ষমতায় টিকে থাকলো। মানুষ যখন মানসিক বিপর্যয়ে থাকে ঠিক তখনই এরকম অযৌক্তিক কথা বের হয়। একজন সুস্থ মানুষ কখনো এভাবে কথা বলতে পারে না। এভাবে উগ্রবাদী কথা বলে জনগণকে উস্কানিমূলক আন্দোলনের দিকে ধাবিত করা শেখ হাসিনার একটি পরিকল্পিত উদ্দেশ্য ছিল। জানিনা ভবিষ্যতের বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আমরা কি আদৌ একটি সুস্থ বাংলাদেশ ফিরে পাবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
July 16, 2024, 10:37:08 AM
Quota Movement/কোটা আন্দোলন

With a heavy heart, I am writing these words to let the whole world know that recently, students in our universities in Bangladesh have been subjected to severe torture, harassment and attacks by government officials and student politicians, known as the "Chhatra League" while protesting against the quota system. We are in desperate need of help. The roads of Dhaka are awash with blood and horror. Members of the Chhatra League are attacking students on the orders of our tyrannical government. They have attacked defenseless and injured students of Dhaka University in the middle of the night. They have blocked the campus gates to prevent us from protesting against the quota system. The media, social media, internet and electricity supply are being controlled by this government. Police have fired tear gas and gunfire at students. Even women are being attacked mercilessly; there are even reports that Chhatra League members have entered women's dormitories with acid and committed rape. At least a few hundred people have been injured, and about 5-6 students have already died. The situation has created an atmosphere of fear and opposition, and many of us feel helpless to change it. The entire country is on fire. The government has already tried to make us look like villains by saying that we are "Razakar" , trying to turn the situation into a political issue. But I repeat, this has nothing to do with politics. We were peacefully protesting while we were attacked by them. We are fighting for our rights. But this tyrannical government and its followers are ambushing us from all directions. At this very moment we are actually dying in the hands of the oppressor...

Can you imagine, a country where 56% of government jobs are in the civil services reserved for children of freedom fighters, women, specific regions, disabled people and ethnic people. While we are left with only 44%, which is clearly a discrimination done by our quota system.

I cried while writing these words, I think I can't continue writing... I humbly ask the members of our local and international community to stand with the students by spreading this tragic news!

Last update: 200+ dead and 20,000+ said to be injured, the real number has not been revealed to everyone, the govt is trying to cover up everything. (26 July, 2024 -- Fri 3:27 AM)




ভারাক্রান্ত হৃদয়ে আমি সবাইকে জানাতে চাই যে, সম্প্রতি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারাত্মক নির্যাতন, হয়রানির শিকার হচ্ছে এবং সরকারী কর্মকর্তা ও ছাত্রলীগের হামলার শিকার হচ্ছে। ঢাকার রাস্তাগুলো রক্তে ও আতঙ্কে ভরে গেছে। স্বৈরাচারী সরকারের নির্দেশে ছাত্রলীগের সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। মাঝরাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসহায়, আহত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বন্ধ করার উদ্দেশ্য ক্যাম্পাসে ক্যাম্পাসে  তালা দেয়া হচ্ছে। সমগ্র গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট এবং বিদ্যুৎ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ছে পুলিশ। মহিলাদেরও কোনও ছাড় দেয়া হয়নি; এমনকি ছাত্রলীগের সদস্যদের অ্যাসিড নিয়ে মহিলা হোস্টেলে প্রবেশ করে সবাইকে ধর্ষণ করার খবরও পাওয়া গেছে। কমপক্ষে কয়েকশ লোক আহত হয়েছে এবং প্রায় ৫-৬ জন শিক্ষার্থী ইতিমধ্যে মারা গেছে। হতাহতের সংখ্যা অগণিতক। সরকার ইতিমধ্যেই আমাদেরকে খলনায়কের মতো দেখানোর চেষ্টা করে যাচ্ছে, এই বলে যে আমরা রাজাকার, মূলত এটি তাদের ষড়যন্ত্র মাত্র। কিন্তু আমি আবারও বলছি, এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, বা বিরোধী দল বা রাষ্ট্র বিরোধী কিছু না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সরকার তার ছাত্রলীগের মাধ্যমে চারেদিক দিয়ে ছাত্রদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করছি। এই মুহূর্তে আমরা সত্যিই অসহায়। পদে পদে এই স্বৈরাচারীর হাতে নিরিহ ছাত্ররা মারা যাচ্ছে...

আপনারা কেউ কি ভাবেতে পারেন একটা দেশের সরকারী চাকরির মোট ৫৬% ই কোটাধারিদের জন্য বরাদ্দ করা আর বাকি ৪৪% শুধু আমজনতার জন্য। এটা নিঃসন্দেহে বৈষম্য ছাড়া কিছু না।

আমি আমার স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রাদায়ের সকলকে আমাদের কোমলমতি শিক্ষার্থেদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাচ্ছি।

-DYING_S0UL







A glimpse of our Quota Movement/কোটা আন্দোলন:

News/নিউজ:

Images were taken from various sources/ইমেজ সোর্স:

(Pardon any kinds of mistakes and typos please/কোনোরকম টাইপো বা মিসকেট পাইলে ক্ষমাশীল দৃষ্টিতে বিবেচনা করে জানাইয়েন।)
newbie
Activity: 9
Merit: 0
July 16, 2024, 02:32:25 AM
এটি দেখার পর সত্যিই মানুষ হিসেবে লজ্জিত বোধ করছি। আমরা জাতিগতভাবে খুবই লজ্জিত। আমরা কবে বাংলাদেশের কালো অধ্যায় থেকে মুক্ত পাবো Cry। যেখানে, কোনো একটি দেশের সাথে যুদ্ধ লাগলেও হামলাকারীরা  হাসপাতালে হামলা করে না, সেখানে আমরা স্বাধীন রাষ্ট্রে নিজের দেশের মানুষ দ্বারা হাসপাতালে নিরাপদ না। যারা হাসপাতালে হামলা করতে গেছে তারা কি মানুষ?  আপনি পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এবং হাসপাতালেও মারতে গেছেন, আপনি মানুষ কি না?  আমার মনে প্রশ্ন জাগছে! Cry একটি মা কতটা অসহায় হলে এমনভাবে বলতে পারে।

ভিডিও লিংক : https://www.facebook.com/hridu1990/videos/511102784704833/?mibextid=CDWPTG
sr. member
Activity: 518
Merit: 268
July 15, 2024, 10:28:30 PM


@Xal0lex congratulations for your forum 6th forum birthday...

আপনারা হয়তো কালকে তার ২৫০০ তম মেরিট উপলক্ষে উদযাপন করেছেন কিন্তু একটি বিষয় খেয়াল করেননি কালকে আমাদের বিজ্ঞ মোডারেটর সাহেবের ফোরামের ছয় তম জন্মবার্ষিকী ছিল। আমি আমার বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমাদের বিজ্ঞ মডারেটর সাহেব কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জানি আমাদের মডারেটর সাহেব আমাদেরকে জন্মদিনের ট্রিট দিয়ে খুশি করবেন।

Treat for 2500th merits
Treat for 6th forum birthday..
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 15, 2024, 10:03:56 AM
হ্যাকিং সাইটে ১ বিলিয়ন বা ১হাজার কোটি পাসওয়ার্ড ফাঁস


আজকে একটা নিউজে দেখতে পেলাম নিউজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনো হতে পারে এর মধ্যে আপনি আমিও পড়ে যেতে পারি। এটিই প্রথম একসঙ্গে ১০ বিলিয়ন বা এক হাজার কোটির বেশি সংবলিত ফাইল ফাঁস হয়েছে। অতীতে একসঙ্গে এত সংখ্যক পাসওয়ার্ড ফাঁস হয়নি এমন তথ্য জানা গেছে। গত ৪ জুলাই একটি হ্যাকিং সাইটে ‘ওবামাকেয়ার’ ছদ্মনামে এক ইউজার ফাইলটি আপলোড করেছেন। সেই ফাইলটির নাম হচ্ছে ‌"রকইউ২০২৪"। সাধারণ ব্যক্তিরাও সহজে পাসওয়ার্ডগুলো বুঝতে পারবে। পাসওয়ার্ডের ফাইলটি শেয়ারের সময় হ্যাকার লেখে, ‘এ বছর বড়দিন অনেকটা আগেই এসে গেল। এই নাও তোমাদের বড়দিনের উপহার!’

সাইবার নিউজের দল বলেছে, হ্যাকাররা ১০ বিলিয়ন শক্তিশালী রকইউ ২০২৪-এর পাসওয়ার্ডগুলোর সংকলন ব্যবহার করে কোনো সিস্টেমকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে। এসব সিস্টেমের মধ্যে রয়েছে—অনলাইন ও অফলাইন পরিষেবা ইন্টারনেটভিত্তিক সিকিউরিটি ক্যামেরা ও বিভিন্ন ডিভাইসের হার্ডওয়্যার। তাছাড়া হ্যাকার ফোরাম ও বিভিন্ন মার্কেটপ্লেসে ফাঁস হওয়া অন্যান্য ডেটাবেইস থেকে ব্যবহারকারীর ইমেইল ঠিকানার মতো বিভিন্ন ডেটা নিয়ে এসব আক্রমণ করতে পারে। ফাইলটি গোপনীয়তার লঙ্ঘন, আর্থিক জালিয়াতি ও পরিচয় চুরির মতো বিভিন্ন অপরাধে অবদান রাখতে পারে।

তাই ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। এ ধরনের অনেক ফাইল হ্যাকারদের কাছে থাকতে পারে। এ ধরনের বিপদ এড়ানোর জন্য কিছু উদ্যোগ নিতে—
১. সব ধরনের অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত বদলাতে হবে।
২. কোনো আর্থিক সেবার অ্যাপের (যেমন: ব্যাংকিং অ্যাপ) পিন বা পাসওয়ার্ডও বদলে ফেলতে হবে।
৩. সব সময় প্ল্যাটফরমগুলো টু ফ্যাক্টর অথেনটিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার চালু করে রাখতে হবে।
৪. ভালো মানের পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করুন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ভিন্ন ভিন্ন প্ল্যাটফরমের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।


উপরে উল্লেখিত নিউজটি এই লিংক থেকে নেওয়া হয়েছে।

full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 15, 2024, 06:21:37 AM
Xal0lex আমাদের বাংলাদেশের লোকাল বোর্ডের মডারেটর আপনাকে অভিনন্দন জানাই আপনি ২৫০০ মেরিটের মাইল ফলক স্পর্শ করছেন। আপনার এই ফোরামের যাত্রাটা অনেক ভালো যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে এই ফোরামকে ভালো রেখে যাচ্ছেন। আমাদের বাংলাদেশীদের আপনি সাহায্য সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ।

আমি অলরেডি Save your nice merit records here - LAST UPDATE: 13/04/2024 আপনাকে নিয়ে পোস্ট করেছি। কিন্তু আপনি আমাদের বাংলাদেশের লোকাল বোর্ডের মডারেটর সেজন্য আমি এইখানেও আপনাকে নিয়ে কিছু লিখলাম আমার বাংলাদেশের লোকাল বোর্ডের ইউজাররা দেখতে পাবে আপনার এত সুন্দর রেকর্ডটা। আপনার এই মাইলফলক স্পর্শ করার জন্য আমি অনেক খুশি। আপনার সামনের এই যাত্রা আরো ভালো হবে আশা রাখি।

Xal0lex” Bangladesh Local Board Moderator congratulates you as you touch the milestone of 2500 merit. Your journey on this forum is going very well, working tirelessly to keep this forum good. We are eternally grateful to you for taking our Bangladeshi people forward through help and cooperation.

I am all ready Save your nice merit records here - LAST UPDATE: 13/04/2024 posted about you. But you are the moderator of our Bangladesh local board, that's why I wrote something about you here too, the users of my Bangladesh local board can see your beautiful record. I am very happy for you to touch this milestone. Hope your journey ahead will be better.
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 15, 2024, 12:50:03 AM
প্রথমে আমি আপনাকে পরামর্শ দিবো আপনি পর পর একাধিক পোস্ট করবেন না, এক সারিতে একাধিক পোস্ট করা উচিত নয়। আপনি চাইলে পূর্বের পোস্টে এডিট করে পরের প্রশ্নটা করতে পারতেন। আপনার পোস্ট মডারেটর দেখলে ডিলিট করে পুর্বের পোস্টে যুক্ত করে দিবে। আমি আপনাকে পরামর্শ দিবো আপনি বিটকয়েন টক ফোরামের নিয়ম কানুন গুলো ভালো করে পড়ে নিন। এই থ্রেডের প্রথম পেজে নিয়ম কানুন গুলো দেওয়া আছে, আপনি সেগুলো পড়ে নিবেন। আমি আপনাকে কোট করে দিচ্ছি।

একটি ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন কি? Wink

যাইহোক, বাউন্টি ক্যম্পেইনে হলো তাদের কমিনিউটি বৃদ্ধি করা, মানে হলো সোসাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করার জন্য মুলত বাউন্টি ক্যম্পেইনে আনা হয়ে থাকে।

কিভাবে নিরাপদ ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন নির্বাচন করবো? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
আমি এর আগেও একটা পোস্টে বলেছি, বর্তমানে বাউন্টি না করাই ভালো বাউন্টি করে বর্তমানে পেমেন্ট পাওয়া যায় না। যদিও ২-১ টা পেমেন্ট পাবেন, দেখবেন এমবি খরচ উঠবে না, শুধু সময় নষ্ট হবে। এখন কিভাবে নির্বাচন করবেন কোন বাউন্টি ভালো হবে? দেখবেন বাউন্টি ম্যানেজার কেমন, যদি রেপুটেশন মেনেজার না হয় তাহলে সে বাউন্টি করা থেকে বিরতী থাকাই ভালো হবে। বাজেট (escrow) করা আছে কীনা। টোকেন লিস্টেড আছে কীনা। এই গুলো দেখে বাউন্টি ক্যম্পেইনে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।


কোপা আমেরিকা ২০২৪ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আমাদের থ্রেডে প্রায় খেলাধুলা নিয়ে আলোচনা করা হয় না। যাইহোক, আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোকেরাই আর্জেন্টিনা ও ব্রাজিল এই ২ দল সমর্থন করে থাকে। কোপা আমেরিকা ২০২৪ এএ কোয়াটার ফাইনালে থেকে ব্রাজিল বিদায় নিয়েছিলো। কিন্তু আর্জেন্টিনা সকল বাধা পেরিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গত মৌসুমে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিলো, আজকেও আর্জেন্টিনা কলম্বিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আমি ছেলেবেলা থেকে আর্জেন্টিনা দলকে সমর্থন করি, আজকে আর্জেন্টিনা খুবই কষ্ট করে জয়লাভ করেছে। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আজকে অনেক ভালো লাগছে। আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানাই।

ফটো গুগল থেকে নেওয়া।
newbie
Activity: 8
Merit: 0
July 15, 2024, 12:32:52 AM
কিভাবে নিরাপদ ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন নির্বাচন করবো? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
newbie
Activity: 8
Merit: 0
July 15, 2024, 12:22:06 AM
একটি ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন কি? Wink
sr. member
Activity: 546
Merit: 309
July 14, 2024, 10:25:31 PM


ভাই আমিও এই কোটা রাখার বিপক্ষে। আমি চাই মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দেওয়া হোক। আমাদের এই বাংলাদেশে কতজন সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে? আমার এলাকায় আমার জানা মতে বয়স্ক মুরুব্বীদের কাছ থেকে শোনা ২-৪ জন যুদ্ধ করেছিল। আর বাদ বাকি সবাই বুয়া, শুধু নাম দিয়েছিলো তারা মুক্তিযোদ্ধা। এমন নয় যে তারা মুক্তিযোদ্ধা তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। প্রত্যেক মাসে মাসে তাদেরকে আমি শুনেছিলাম ২২ হাজার করে টাকা দেওয়া হয়। আর কি চাওয়া তাদের?

তবে এটা মেনে নেওয়া যেতো যারা মুক্তিযোদ্ধা তারা যদি মুক্তিযোদ্ধা কোটায় তাদের কে চাকরি দিতো, কিন্তু তাদের সন্তান নাতি নাতনিদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়া হয়। আসলে পুরা বাংলাদেশটাই দুই নাম্বারে ভরপুর হয়ে গিয়েছে। যেখানেই যাই সেখানেই দুই নাম্বার।
আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে যাচ্ছি না কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের ভাতা দিয়ে, বেতন দিয়ে, উপঢৌকন দিয়ে, বিল্ডিং দিয়ে, কুরবানী ঈদের সময় কুরবানী ঈদের গরু টাকা দিয়ে এভাবে শত শত পদ্ধতিতে সরকার এদেরকে সাহায্য করে আসছে ঠিক আছে। তাদের চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সাহায্য করে আসছে তাও ঠিক আছে। কিন্তু মুক্তিযোদ্ধার পর মুক্তিযোদ্ধাদের চৌদ্দ পুরুষদের এভাবে সুবিধা দেওয়াটা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। এখন আপনি হাতে গুনে দেখতে পারেন আপনার বা আমার এলাকায় কতজন মুক্তিযোদ্ধা আছে, সর্বকনিষ্ঠ আমার এলাকায় যে মুক্তিযোদ্ধা ছিল এক বছর আগে সেও মারা গেছে। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কমে যাওয়ার পরিবর্তে বেড়ে যাচ্ছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের সুবিধে দেওয়ার কোন মানে হয় কি?
যারা রিয়েল মুক্তিযোদ্ধা তাদের পরিবাররা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে যে সুযোগসুবিধা নিচ্ছে তার থেকে বেশি সুযোগ নিচ্ছে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া ছাওয়াল পাওয়াল নাতি নাত্নিরা। রিসেন্টলি এক নিউজে দেখলাম ভাস্তি ভাইস্তাকে ছেলে মেয়ে পরিচয়ে সরকারি চাকরি দিয়েছে এক মুক্তিযোদ্ধা। আমার কথা হলো এরা কেমন মুক্তিযোদ্ধা যে দেশের আইনের অপব্যবহার করে। এরা তো ভূয়া মুক্তিযোদ্ধা। এই কোটা  সংস্করণ আন্দলোনের পুরোপুরি যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। যেখানে বাংলাদেশের মোট জনসংখ্যার ১% এর কিছু বেশি মুক্তিযোদ্ধা রয়েছে তাদের জন্য ৩০% কোটা কেমনে বরাদ্দ রাখা হয় অন্যদিকে ১০% নারি কোটা, ১০% রয়েছে জেলা কোটা এবং ৫% উপজাতি /প্রতিবন্ধী কোটা। বাকি ৪৫ হচ্ছে আমাদের মতো সাধারণ ছাত্রদের জন্য। বলতে গেলে অনেক কিছুই বলা যায় কিন্তু আর কিছু বলবো না। শুধু বলবো এই আন্দোলন সঠিক এবং যথেষ্ট যৌক্তিকতা আছে।
sr. member
Activity: 518
Merit: 268
July 14, 2024, 06:43:24 PM


ভাই আমিও এই কোটা রাখার বিপক্ষে। আমি চাই মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দেওয়া হোক। আমাদের এই বাংলাদেশে কতজন সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে? আমার এলাকায় আমার জানা মতে বয়স্ক মুরুব্বীদের কাছ থেকে শোনা ২-৪ জন যুদ্ধ করেছিল। আর বাদ বাকি সবাই বুয়া, শুধু নাম দিয়েছিলো তারা মুক্তিযোদ্ধা। এমন নয় যে তারা মুক্তিযোদ্ধা তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। প্রত্যেক মাসে মাসে তাদেরকে আমি শুনেছিলাম ২২ হাজার করে টাকা দেওয়া হয়। আর কি চাওয়া তাদের?

তবে এটা মেনে নেওয়া যেতো যারা মুক্তিযোদ্ধা তারা যদি মুক্তিযোদ্ধা কোটায় তাদের কে চাকরি দিতো, কিন্তু তাদের সন্তান নাতি নাতনিদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়া হয়। আসলে পুরা বাংলাদেশটাই দুই নাম্বারে ভরপুর হয়ে গিয়েছে। যেখানেই যাই সেখানেই দুই নাম্বার।
আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে যাচ্ছি না কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদের ভাতা দিয়ে, বেতন দিয়ে, উপঢৌকন দিয়ে, বিল্ডিং দিয়ে, কুরবানী ঈদের সময় কুরবানী ঈদের গরু টাকা দিয়ে এভাবে শত শত পদ্ধতিতে সরকার এদেরকে সাহায্য করে আসছে ঠিক আছে। তাদের চাকরি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে সাহায্য করে আসছে তাও ঠিক আছে। কিন্তু মুক্তিযোদ্ধার পর মুক্তিযোদ্ধাদের চৌদ্দ পুরুষদের এভাবে সুবিধা দেওয়াটা কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। এখন আপনি হাতে গুনে দেখতে পারেন আপনার বা আমার এলাকায় কতজন মুক্তিযোদ্ধা আছে, সর্বকনিষ্ঠ আমার এলাকায় যে মুক্তিযোদ্ধা ছিল এক বছর আগে সেও মারা গেছে। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কমে যাওয়ার পরিবর্তে বেড়ে যাচ্ছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের সুবিধে দেওয়ার কোন মানে হয় কি?
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 14, 2024, 02:25:28 PM
তাহলে কি সরকার কোটা বিরোধী আন্দোলনের  দাবি মেনে না দিয়ে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে? সরকারের কি এ দাবি মেনে নেওয়া উচিত?  আপনার কি মনে হয়?
আমি কোটা রাখার বিপক্ষে।

তবে, সত্য বলতে আমরা সবাই স্বার্থপর। আমরা আমাদের নিজেদের জন্য আন্দোলন করছি। এমন কাউকে দেখলাম না যারা হিজড়াদের জন্য কোটার কথা বলেছে। এদেশে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিংবা অবহেলিত হিজড়ারা। আমি মনে করি তাদের জন্য আলাদা কোটা রাখা উচিত। মুক্তিযোদ্ধা কোটার কোন প্রয়োজন নেই।
সরকারের পতনের সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক নেই। সরকার যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে তাহলেও এক পক্ষ অসন্তুষ্ট হবে। জনগণ দিয়ে সরকার নির্বাচিত হয় নি যে জনগণের আন্দোলনের তাদের কিছু আসবে যাবে।
সরকার জানে বৈদেশিক ধারণা গুলো বাংলাদেশ নিয়ে মূলত মুক্তিযুদ্ধের কেন্দ্রিক, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি দিয়েই তো বর্তমান সরকার টিকে আছে। হঠাৎ করে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করলে সরকার বড় ধরনের ধাক্কা খাবে। তাছাড়া লীগ কোটা , লিগে নাতি পুতি কোটা, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা নাতিপুতি কোটা ইত্যাদি যদি চাকরি ক্ষেত্রে থেকে তুলে দেয় তাহলে সরকারের পক্ষে কথা বলার লোকজন পাওয়া যাবে না। মূলত এ সরকারের দলে দু চারজন কথা বলে মূলত কিছুটা পাওয়ার লোভে। যখন বিভিন্ন সুবিধা তুলে দেওয়া হবে তখন এই সরকারের পক্ষে কথা বলা বন্ধ করে দেবে। তবে আমার এলাকাতে আমরা দু চারজন কোটা আন্দোলনের পক্ষে কথা বলা অনেকেই আমাদের জামাত-শিবির হিসেবে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে আখ্যায়িত করছে। তাহলে বলেন আমরা সাধারণ জনতা কোটা আন্দোলনের বিপক্ষে কথা বললেই মুহূর্তের ভিতর অন্য দল করে দিচ্ছে। তবে একটি জবাবদিহিতা বিহীন সরকারের এর চেয়ে ভাল কোন কাজ আমরা আশা করতে পারি না।
member
Activity: 94
Merit: 28
July 14, 2024, 09:07:18 AM
সরকারের পতনের সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক নেই। সরকার যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে তাহলেও এক পক্ষ অসন্তুষ্ট হবে। জনগণ দিয়ে সরকার নির্বাচিত হয় নি যে জনগণের আন্দোলনের তাদের কিছু আসবে যাবে।
সবই সম্ভব কিন্তু জনগণ সকলেই এক নয়। সবাই মুখে মুখে বলে এ সরকার ভালো না কিন্তু যদি তাদেরকে ডাকা হয় আন্দোলন করার জন্য কাউকে তখন পাওয়া যাবে না। দেশের সর্বোচ্চ শক্তির উৎস হতে জনগণ তাই জনগণ চাইলেই সরকার পতন করা অসম্ভব কিছু নয়। বাংলাদেশের সকল জনগণ যদি একমত হয়ে আন্দোলন শুরু করে তাহলে অবশ্যই সরকারের পতন হবে। কিন্তু কে করবে আর আন্দোলন? কেউ নিজের কাজ বাদ দিয়ে কখনো আন্দোলন করতে যাবে না। এজন্য বাংলাদেশের জনগণের পক্ষে সরকার পতন করা সম্ভব হবে না, যদি সম্ভব হতো তাহলে অবৈধভাবে বাংলাদেশে এতদিন সরকার টিকে থাকতে পারতো না। বর্তমানে সরকার মারা না যাওয়া পর্যন্ত বাংলাদেশের সরকারের পতন হবে না।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 14, 2024, 06:54:39 AM

এখানে শুধু আমি আমার মতটা প্রকাশ করলাম এটা কি আসলেই করা সম্ভব ?
আশা করি আপনি বুঝেছেন, Xal0lex স্যার ও ~speedx~ দুজনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা আপনি যা প্রশ্ন করেছিলেন তার সমাধান পেয়ে যাবেন। যাইহোক, আসলে এই বিটকয়েন টক ফোরাম বিটকয়েন সম্পর্কে আলোচনা ও জ্ঞানে জন্য তৈরি করা হয়েছিল, এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন রয়েছে তারা এই ফোরামে বিটকয়েন নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। এই বিটকয়েনটক ফোরামে ইনকাম করার একটা সুযোগ রয়েছে, তাই আমরা বিভিন্ন উপায়ে ইনকাম করার সুযোগ পাচ্ছি।

যাইহোক, বর্তমানে প্রায় ৯৯% বাউন্টি স্কাম হয়ে থাকে, যদিও কয়েকটা বাউন্টি পেমেন্ট দেয় তাহলে দেখা যায় একটা বাউন্টি করে ১ ডলার সেল করা যায় না। আমার মতে বর্তমানে বাউন্টি না করাই ভালো শুধু শুধু সময় নষ্ট হয়। তবে রেপুটেশন ম্যানেজারদের বাউন্টি আসলে সেগুলো করে রাখতে পারেন। যে বাউন্টি গুলো (escrow) করা থাকে না সে বাউন্টি করবেন না, তবে দেখবেন টোকেন লিস্টেড আছে কীনা। এখন যদি বাউন্টি বাজেট (escrow) করা থাকে যদি টোকেন লিস্টেড না থাকে তাহলে দেখবেন ওই বাউন্টিতে জয়েন হয়ে ২-৩ ডলারও পাবেব না। তাই আমি মনে করি এখন বাউন্টি করা বাদ দিয়ে ভালো ভালো এয়ারড্রপে জয়েন হতে পারেন। এদিকে অনেকেই দেখি ট্যাপ ট্যাপ করে ফোনের স্কিন ভেঙ্গে ফেলতেছে, আপনি এখনো বাউন্টি নিয়ে পরে আছেন।


তাহলে কি সরকার কোটা বিরোধী আন্দোলনের  দাবি মেনে না দিয়ে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে? সরকারের কি এ দাবি মেনে নেওয়া উচিত?  আপনার কি মনে হয়?
আমি কোটা রাখার বিপক্ষে।

তবে, সত্য বলতে আমরা সবাই স্বার্থপর। আমরা আমাদের নিজেদের জন্য আন্দোলন করছি। এমন কাউকে দেখলাম না যারা হিজড়াদের জন্য কোটার কথা বলেছে। এদেশে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিংবা অবহেলিত হিজড়ারা। আমি মনে করি তাদের জন্য আলাদা কোটা রাখা উচিত। মুক্তিযোদ্ধা কোটার কোন প্রয়োজন নেই।
সরকারের পতনের সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক নেই। সরকার যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে তাহলেও এক পক্ষ অসন্তুষ্ট হবে। জনগণ দিয়ে সরকার নির্বাচিত হয় নি যে জনগণের আন্দোলনের তাদের কিছু আসবে যাবে।

ভাই আমিও এই কোটা রাখার বিপক্ষে। আমি চাই মুক্তিযোদ্ধা কোটা বন্ধ করে দেওয়া হোক। আমাদের এই বাংলাদেশে কতজন সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে? আমার এলাকায় আমার জানা মতে বয়স্ক মুরুব্বীদের কাছ থেকে শোনা ২-৪ জন যুদ্ধ করেছিল। আর বাদ বাকি সবাই বুয়া, শুধু নাম দিয়েছিলো তারা মুক্তিযোদ্ধা। এমন নয় যে তারা মুক্তিযোদ্ধা তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। প্রত্যেক মাসে মাসে তাদেরকে আমি শুনেছিলাম ২২ হাজার করে টাকা দেওয়া হয়। আর কি চাওয়া তাদের?

তবে এটা মেনে নেওয়া যেতো যারা মুক্তিযোদ্ধা তারা যদি মুক্তিযোদ্ধা কোটায় তাদের কে চাকরি দিতো, কিন্তু তাদের সন্তান নাতি নাতনিদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়া হয়। আসলে পুরা বাংলাদেশটাই দুই নাম্বারে ভরপুর হয়ে গিয়েছে। যেখানেই যাই সেখানেই দুই নাম্বার।
full member
Activity: 28
Merit: 7
Memory of o_e_l_e_o
July 14, 2024, 04:31:26 AM
আচ্ছা ভাই আপনাদের  মধ্যে কি কেউ quora তে আর্টিকেল পাবলিশ করেন বা Quora ব্যবহার করেন?  একচুয়ালি আমি কিছুদিন আগে Quoraতে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম যদিও সময় বাঁচানোর জন্য একটা AI কন্টেন্ট সেখানে পোস্ট করেছিলাম। কিছুদিন অ্যাকাউন্ট চললেও এখন দেখি আমার একাউন্ট ব্যান হয়ে গিয়েছে। আমি আসলে google এ সার্চ করেছি যে Quora এ আই ব্যবহার করা যাবে কিনা কিন্তু সেটা আসলে ভালো কোন ক্লিয়ার উত্তর খুঁজে পাইনি। আপনারা কি কেউ এ বিষয়ে জানেন?
Quora একাউন্ট জ্ঞান ভাগ করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম। Quora এক সময় এতটা জনপ্রিয় ছিল না সমান সময় কুয়ারা অনেক জনপ্রিয় এখান থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়। বর্তমানে এমন কোন প্লাটফর্ম নাই যেখানে পোস্ট করলে বা কোন কিছু জানতে চাইলে অনেক বেশি রিচ হয়। Quora এখন খুবই জনপ্রিয় একটা প্লাটফর্ম।

আমি ২০১৯ সালে SEO এর কাজ করার জন্য একাউন্ট খুলেছিলাম যেটা এখনো রানিং আছে৷ আমি SEO সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পোস্ট করি। বিশেষ করে যারা নতুন তারা SEO শিখে তাদের জন্য খুবই উপকার পায় আমার পোস্টগুলো থেকে। পোস্ট গুলো খুবই রিচ পেতো। এত পরিমাণ রিচ হতো যেটা বলার বাহিরে।

Quora ব্যবহার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমি বলে দিচ্ছি:

১: বর্তমানে একাউন্ট করলে নতুন কোন জি-মেইল দিয়ে একাউন্ট করা যাবে না। একাউন্ট করলে অবশ্যই পুরানো জি-মেইল দিয়ে একাউন্ট করতে হবে। কোন সাব জি-মেইল দিয়ে একাউন্ট করবেন না।

২: আপত্তিকর ভাষা মানে খারাপ কোন ভাষা ব্যবহার করা যাবে না। আপনার কারো পোস্ট ভালো না লাগলে এড়িয়ে যাবেন সেটায় ন্যায় ভালো এগুলো নিয়ে কিছু বলার দরকার নেই এড়িয়ে যাবেন।

৩: প্রথম দিকে একাউন্ট কে স্থায়ী করতে আপনাকে ভালো পোস্ট দিতে হবে। পোস্টটা যেনো কেউ পড়লে উপকৃত হয় বা সেটা সম্পর্কে জানতে আপভোটের মাধ্যমে রিসপশন পান।

৪: প্রথম দিকে পোস্টে কোন লিংক এড করবেন না। মোটামুটি ভালো করে এজটা আর্টিকেল লিখে পোস্ট করে দিবেন। কোন সোর্স থেকে লিখলেন এটার লিংক দেওয়ার প্রয়োজন নাই। লিংক দিলে নতুন একাউন্টগুলো ব্যান করে দেয় এখন।

৫: কাউকে কোন ভুল ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন না। না পারলে কোন কিছু বলবেন না কিন্তু কাউকে ভুল ইনফরমেশন দিবেন না।

৬: অপ্রাসঙ্গিক বা অফ টপিকের মন্তব্য করা থেকে এড়িয়ে চলবেন এটা করার দরকার নেই।

৭: স্পামিং করবেন না এটা করলে প্রথম দিনেই একাউন্ট নষ্ট হয়ে যাবে। স্পামিং থেকে এড়িয়ে চলবেন এটা করলে একাউন্ট একদিন ও টিকবে না বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে একাউন্ট।

৮: এমন পোস্ট করবেন যেন অনেক রিচ হয় এবং আপনার একাউন্টে ভোটিং এর মাধ্যমে রিচ হয় তাহলে ট্রাস্ট লিস্টে চলে যাবেন অ্যাকাউন্ট টিকে যাবে আর নষ্ট হবে না।

৯: AI পোস্ট করবেন না। আপনি নতুন একাউন্ট করে তখনই যদি গিয়ে AI পোস্ট করেন তাহলে অবশ্যই তারা ব্যান করে দিবে।

Quora তে একটা যদি ভালো পুরাতন একাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট এর মূল্য অনেক বেশি। আর টেকনিক্যালি যদি এগিয়ে আসতে পারেন তাহলে অ্যাকাউন্ট টিকবেন না হলে যত একাউন্ট করুন না কেন টিকবে না।

ইম্পরট্যান্ট কথা :
একাউন্ট ব্যান্ড হলেও কোন সমস্যা নেই কিছু কিছু সময় দেখা যায় যেন কোন ভুল কারণে একাউন্ট ব্যান করে আসলে যদি ওই রকমের কোন সমস্যা না করে থাকেন তাহলে আপিল করলে সেটা ছাড়িয়ে দেয়। আপনি আপিল করলেও কাজ হবে না কারন যে কথাটা বলছেন সেখানে আপিল করে লাভ হবে না।

আমি যে নির্দেশনা গুলো দিলাম এগুলো ফলো করেন দেখবেন আপনার অ্যাকাউন্ট আর নষ্ট হবে না। আমরা নিজেরাও এই ভাবেই একাউন্ট তুলে নিয়ে এসেছি আশা করি আপনারাও কোন সমস্যা হবে না।

Quora তে সাহায্য পাওয়ার জন্য : https://help.quora.com/hc/en-us

Quora তে যোগাযোগ করার জন্য: https://help.quora.com/hc/en-us/requests/new

আপনাদের একটু Quora তে রিচ কিরকম ভিজিটরস কি রকম এটা সম্পর্কে একটু জানাতে চাই দেখুন। ডিজিটাল সেগুলো দেখলে চোখ আকাশে উঠে যাবে। এটা ভুল না এটা আসলেই সত্য।

যদিও  আমি লোকাল আইএসপি ব্যবহার করি না আমার ডেডিকেট আইপি
আপনি যদি সঠিক পথে করতে পারেন তাহলে আইপির কোনো সমস্যা হয় না আপনার আইপি সমস্যা হওয়ার যে বিষয়টা আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু আসলে এটা কোন কিছু না।
তাহলে  কি AI content ব্যবহার করার জন্য আমাকে ব্যান করা হয়েছে?
CL ভাই একদিকে আপনার একাউন্ট নতুন আবার করছেন তো AI পোস্ট এর জন্যই আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি শুরুতেই ভুল করেছেন এর জন্যই এরকমটা হয়েছে। যদি আমার সাথে এমনটা হয়েছে কিন্তু আমার যে পুরাতন একাউন্ট সেটা কখনোই নষ্ট হয় না এর পরবর্তী সময়ে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম এরকম এলোমেলো পোস্ট করেছিলাম তারপরের দিনই দেখেছি আমাকে ব্যান করে দিয়েছে।

CL ভাই আশা করি আপনি আপনার সলুশন পেয়ে গেছেন। এবং কি সামনে যারা এটা ব্যবহার করবেন তারা এটা ফলো করতে পারেন তাহলে আপনাদের টাও নষ্ট হবে না। আমার দিক থেকে যতটুকু জানি আপনাদের সাহায্য করার চেষ্টা করলাম ধন্যবাদ।
Wonder Work
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 14, 2024, 02:51:04 AM
তাহলে কি সরকার কোটা বিরোধী আন্দোলনের  দাবি মেনে না দিয়ে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে? সরকারের কি এ দাবি মেনে নেওয়া উচিত?  আপনার কি মনে হয়?
আমি কোটা রাখার বিপক্ষে।

তবে, সত্য বলতে আমরা সবাই স্বার্থপর। আমরা আমাদের নিজেদের জন্য আন্দোলন করছি। এমন কাউকে দেখলাম না যারা হিজড়াদের জন্য কোটার কথা বলেছে। এদেশে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিংবা অবহেলিত হিজড়ারা। আমি মনে করি তাদের জন্য আলাদা কোটা রাখা উচিত। মুক্তিযোদ্ধা কোটার কোন প্রয়োজন নেই।
সরকারের পতনের সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক নেই। সরকার যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে তাহলেও এক পক্ষ অসন্তুষ্ট হবে। জনগণ দিয়ে সরকার নির্বাচিত হয় নি যে জনগণের আন্দোলনের তাদের কিছু আসবে যাবে।
newbie
Activity: 9
Merit: 0
July 14, 2024, 02:23:42 AM
বর্তমানে বাংলাদেশের কোটা বিরোধী আআন্দোলনের অবস্থা  দিন দিন যে ভয়াবহ হয়ে দাড়াচ্ছে। আমার মনে হচ্ছে এটি সরকার পতনের দিকে এক দাপ এগিয়ে যাচ্ছে। কারণ ছাত্র সমাজ ক্ষেপে গেলে সরকারের জন্য পরিস্থিতি সামাল দেওয়া খুব একটা সহজ কাজ হবে না বলে মনে করি।

তাহলে কি সরকার কোটা বিরোধী আন্দোলনের  দাবি মেনে না দিয়ে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে? সরকারের কি এ দাবি মেনে নেওয়া উচিত?  আপনার কি মনে হয়?
Pages:
Jump to: