আমি সবসময় FTX এক্সচেঞ্জটি ব্যবহার করে এসেছি, যখন থেকে এটির সাথে পরিচিত হয়েছি। তবে বর্তমানে ফিউচার কিংবা লেভারেজ ট্রেডিং এর জন্য Binance ব্যবহার করেতেছি।
ভাই আমি প্রায় ছয় মাস ধরে Binance এ ট্রেড করতেছি কিন্তু কোন লাভ হচ্ছে না শুধু লস হচ্ছে। আমি এখন কি করবো।
১ হাজার $ দিয়ে শুরু করেছে এখন ২৫০$ আছে। যদি একটু ভালো পরামর্শ দিতেন তা হলে আমার একটু ভালো হতো।
আপনার লোকসানের কথা শুনে খারাপ লাগলো, কি বলবো ভাষা খুজে পাচ্ছি নাহ। তবে একটি কথা বলবো যে, আপনি এখনো হয়তো দক্ষ হয়ে ওঠেন নাই। তাই ট্রেডিং নিয়ে ইউটিউবের ভিডিও দেখেন এবং আপনার দক্ষতা বাড়ান। আর যদি আপনি ক্রিপ্টো নিয়ে নিত্যদিনের আপডেট পেতে চান, তাহলে আমার কমিউনিটিতে যোগদান করতে পারেন:
https://t.me/bitbytecryptoআমার কমিউনিটিতে সাধারণ ক্রিপ্টো বিনিয়োগ নিয়েই বেশি আলোচনা হয় এবং অনেকেই ভালো মুনাফা করেছে এই বুল মার্কেটে।
ভাই আমি একটা suggestion দিতে পারি ভালো একজন crypto expert আছে চাইলে ওনার টেলিগ্রাম এ জয়েন করে দেখতে পারেন। উনি অনেক ভালো analysis করে।
কখনোই অন্য কারো ট্রেডিং বিশ্লেষণ অনুসরণ করা ভালো নাহ, দরকারে আপনারা তাদের বিশ্লেষণ থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে ট্রেডিং কৌশল তৈরি করুন। কেননা যারা ট্রেডিং বিশ্লেষণের চার্ট প্রদান করে, তারা অনেক সময় স্টপ-লসের কারণে ট্রেড থেকে বাহির হয়ে যায়, কিন্তু সেটি পোষ্ট করে নাহ। কিংবা টার্গেট স্পর্শ করার আগেই ট্রেডটি বন্ধ করে দিয়ে লাভ নিয়ে নেয়, সেটিও আপনাদেরকে বলে নাহ। তাই অন্যকে অনুসরণ নাহ করাই ভালো, এমনকি আমারও চ্যানেল আছে এবং আমি নিজের কমিউনিটিকে এটি বলি যে, নিজের মতো করে ট্রেডিং বিশ্লেষণ করে ট্রেড কইরেন। আমি কোনো কিছুকে ভালো বললে যে সবসময় লাভ হবে, তার কোনো ভরসা নেই।