Author

Topic: বাংলা (Bengali) - page 305. (Read 5698555 times)

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 06, 2022, 03:11:41 AM
আমি অন্য একজনের আইডি মেনশন দিয়ে কিভাবে পোস্ট করব

এই ফোরামে মেনশনের কোন অপশন বাই ডিফল্ট নেই। তবে যদি কোন ব্যবহারকারী কাস্টম বট ব্যবহার করে থাকেন, তাহলে আপনি তাকে মেনশন করলে সে টেলিগ্রামের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
যেমন আমি এইটা ব্যবহার করছি- https://bitcointalksearch.org/topic/m.54441882
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 05, 2022, 01:42:39 PM
আমি প্ল্যান করতেছি, ব্লকচেইন এপ্লিকেশন ডেভেলপার হতে, সাথে web3.0 এর ব্যপার গুলা ভালো বুঝার জন্য আপাতত ওয়েব ডেভেলপিং শিখার চেষ্টায় আছি।
 আমি চাচ্ছি এটি শিখার পাশা পাশি ব্লকচেইনের ব্যাসিক বা মাধ্যম ব্যাপারগুলো জানার জন্য। কোনো ভালো রিসোর্স আছে যেখানে, Solidity ল্যাংগুয়েজ টা শিখা যাবে।
দেশে যদি কোথাও ভালো কোর্স করানো হয় সেটিও রেফারেন্স করতে পারেন।

বি দ্রঃ ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় কিন্ত বেশিভাগই গুছানো না বা এমনভাবে সাজানো থাকে যেটা মাথার উপর দিয়ে যায়।  আর কোনো সাজেশন থাকলে অব্যশই বলবেন। বড় ভাইয়ের সাজেশন কামনা করতেছি।
bump

নিচে কিছু ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, বাকিটা আপনার নিজের কঠোর পরিশ্রমের উপর।  Wink
ওয়েব৩ এর সকল বিষয় শিখতে পারবেন এবং কোর্স শেষে একটি এনএফটি পাবেন: https://learnweb3.io/
সকল সাধারণ কোর্সের জন্য ভালো: https://scrimba.com/allcourses
অনেক কিছু এক জায়গাতে পেয়ে যাবেন: https://www.useweb3.xyz/tutorials
অল্প সময়ে শেখার জন্য ভালো: https://learnxinyminutes.com/
Solidity শেখার জন্য ভালো ওয়েবসাইট: https://cryptozombies.io/
A_L
jr. member
Activity: 55
Merit: 3
September 05, 2022, 10:24:56 AM
newbie
Activity: 45
Merit: 0
September 05, 2022, 08:20:46 AM
আমি অন্য একজনের আইডি মেনশন দিয়ে কিভাবে পোস্ট করব
full member
Activity: 367
Merit: 136
September 05, 2022, 02:56:53 AM
আমি প্ল্যান করতেছি, ব্লকচেইন এপ্লিকেশন ডেভেলপার হতে, সাথে web3.0 এর ব্যপার গুলা ভালো বুঝার জন্য আপাতত ওয়েব ডেভেলপিং শিখার চেষ্টায় আছি।
 আমি চাচ্ছি এটি শিখার পাশা পাশি ব্লকচেইনের ব্যাসিক বা মাধ্যম ব্যাপারগুলো জানার জন্য। কোনো ভালো রিসোর্স আছে যেখানে, Solidity ল্যাংগুয়েজ টা শিখা যাবে।
দেশে যদি কোথাও ভালো কোর্স করানো হয় সেটিও রেফারেন্স করতে পারেন।

বি দ্রঃ ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় কিন্ত বেশিভাগই গুছানো না বা এমনভাবে সাজানো থাকে যেটা মাথার উপর দিয়ে যায়।  আর কোনো সাজেশন থাকলে অব্যশই বলবেন। বড় ভাইয়ের সাজেশন কামনা করতেছি।
bump
jr. member
Activity: 41
Merit: 11
September 05, 2022, 01:05:11 AM
Bitcointalk এ  ছবিসহ কিভাবে  পোস্ট করবেন?


আসলে অনেক সময় কোন জিনিস সম্পুর্ণ ভাবে বোঝাতে ছবিসহ পোস্ট করতে হয়। যারা জানেন না তারা দেখতে পারেন।

১. প্রথমত বলে রাখি ছবি সহ পোস্ট করার জন্য আপনাকে অবশ্যই jr Member বা তার চেয়ে বড় কোন র‍্যংকে থাকতে হবে।

২. আপনাকে ( https://imgbb.com/upload )  এই ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর select image এ ক্লিক করে যে ছবি দিয়ে পোস্ট করবেন ওটা সিলেক্ট করবেন। লক্ষ্য করবেন যেন Don't auto delete. অপশনটা সিলেক্ট করা থাকে। এরপর upload করবেন।

৩.  upload শেষ হলে Embed codes অপশন দেখতে পাবেন ওখানে viewer links সিলেক্ট করা থাকবে আপনি BBCode full linked সিলেক্ট করে দিবেন। এরপর লিঙ্কটি copy করবেন।

৪. Copy করা লিঙ্কটি আপনার bitcointalk এর যে জায়গায় ওই (upload করা ছবিটি) দেওয়া প্রয়োজন সেখানে দিয়ে পোস্ট করবেন।

এভাবে আপনি ছবি সহ পোস্ট করতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 04, 2022, 10:10:04 AM
অভিনন্দন @LittleMouse ভাইকে লিজেন্ডারী মেম্বার হওয়া উপলক্ষে।------------- শুভকামনা রঈলো আপনার সামনের দিনগুলোর জন্য।  Wink
ধন্যবাদ ভাই। অবশেষে লিজেন্ডারি হইলাম। এবং এইটা নিয়ে এই পোস্টই আমার প্রথম পোস্ট এবং আপনার অভিনন্দন জানানোটাও প্রথম।


অনেক অনেক অভিনন্দন ভাই জেনে খুশি হলাম। কিছুদিন আগেই দেখেছিলাম খুব অল্প কিছু পথ বাকি ছিল লেজেন্ডারি হওয়ার জন্য অলরেডি হয়ে গিয়েছেন আপনার লেজেন্ডারি হওয়া শুধু আপনার একান্ত অর্জন না আমি মনে করি বাংলাদেশী লোকাল থ্রেডের জন্যও একটা বড় অর্জন.
আপনার পরবর্তী দিনগুলোর জন্য রইল শুভকামনা  Cheesy
newbie
Activity: 30
Merit: 0
September 04, 2022, 09:39:27 AM
একটা হেল্প লাগবে দয় করে কেউ আমাকে হেল্প করেন পিলিজ 😭🙏
কি হেল্প লাগবে বিস্তারিত বলুন। এখানে সবাই আপনাকে হেল্প করবে যদি সম্ভব হয়।
Signature Campaign এ কি ভাবে জয়েন করবো একটু যুদি কেউ বলতেন তাহলে খুব উপকার হতো 😭
আপনি দেখানে কাজ করতে চাচ্ছেন তার জন্য আগে আপনাকে মেরিট পেতে হবে।
তা ছাড়া করতে পারবেন না।
সর্বনিম্ন জনিয়র মেম্বার হতে হবে।
উপরের ভাই অনেক সুন্দর ভাবে বুঝয়েছেন।
member
Activity: 224
Merit: 26
September 04, 2022, 08:00:21 AM
Signature Campaign এ কি ভাবে জয়েন করবো একটু যুদি কেউ বলতেন তাহলে খুব উপকার হতো 😭

Signature campaign এ join করার জন্য আপনাকে প্রথমত আপনার rank up করতে হবে।
যেমন :
Jr. member
Member
Full member
Sr. Member
Hero member
Legendary member

আপনি যদি এই গুলো rank এর মধ্যে যেকোনো একটি অর্জন করতে পারেন তাহলে আপনি signature campaign এ join করে কাজ করতে পারবেন ।

আর এই rank গুলো অর্জন করতে আপনাকে অনেক সুন্দর সুন্দর ,মানসম্মত, এবং অন্যরা যেনো উপকৃত হয় এমন পোস্ট বা হেল্প পোস্ট করতে হবে । এবং আপনাকে এই ফোরাম বা অর্থনীতি, প্রোজেক্ট ডেভপমেন্ট , meta, Bitcoin discussion, এই বোর্ড গুলো তে এই সম্পর্কে পোস্ট অথবা অন্যদের পোস্ট এর সঠিক উত্তর দিতে পারলে আপনি অবশ্যই মেরিট পেতে পারেন। আর মেরিট ছাড়া আপনার rank up কখনও হবে না ।

কত activity এবং কত মেরিট এ কোন rank সেটা নিম্নে দেওয়া হলো।

RankActivityMerit
Brand new00
Newbie10
Jr Member301
Member6010
Full Member120100
Sr. Member240250
Hero Member480500
Legendaryপরিসরে এলোমেলো   775-10301000

 কত সময়ের মধ্যে কোন rank up করার জন্য আপনার একাউন্ট যোগ্য হয়ে উঠবে / এক কথায় কোন rank অর্জন করার জন্য আপনার একাউন্ট এর বয়স কত হতে হবে সেটা নিম্নে বলা হলো:



1 X 14 = 14
2 X 14 = 28
3 X 14 = 42  ---  Junior. Member (1.5 month)
4 X 14 = 56
5 X 14 = 70  ---  Member (2.5 month)
6 X 14 = 84
7 X 14 = 98
8 X 14 = 112
9 X 14 = 126  --- Full Member (4.5 month)
10 X 14 = 140
11 X 14 = 154
12 X 14 = 168
13 X 14 = 182
14 X 14 = 196
15 X 14 = 210
16 X 14 = 224
17 X 14 = 238
18 X 14 = 252 --- Senior Member (8.5 month)
19 X 14 = 266
20 X 14 = 280
21 X 14 = 294
22 X 14 = 308
23 X 14 = 322
24 X 14 = 336
25 X 14 = 350
26 X 14 = 364
27 X 14 = 378
28 X 14 = 392
29 X 14 = 406
30 X 14 = 420
31 X 14 = 434
32 X 14 = 448
33 X 14 = 462
34 X 14 = 476
35 X 14 = 490  ----  Hero Member (1.3 years)
36 X 14 = 504
37 X 14 = 518
38 X 14 = 532
39 X 14 = 536
40 X 14 = 550
41 X 14 = 564
42 X 14 = 578
43 X 14 = 592
44 X 14 = 606
45 X 14 = 620
46 X 14 = 634
47 X 14 = 648
48 X 14 = 662
49 X 14 = 676
50 X 14 = 690
51 X 14 = 704
52 X 14 = 718
53 X 14 = 732
54 X 14 = 746
55 X 14 = 760
56 X 14 = 784  --- Legendary rank (2 years)


আর সর্বশেষ একটা কথা আপনার একাউন্টকে rank up করার জন্য আপনাকে অনেক জ্ঞান অর্জন ও পরিশ্রম করতে হবে।
তাহলে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন।

আশা করি আপনার উত্তর পেয়েছেন।
jr. member
Activity: 33
Merit: 2
September 04, 2022, 03:38:07 AM
একটা হেল্প লাগবে দয় করে কেউ আমাকে হেল্প করেন পিলিজ 😭🙏
কি হেল্প লাগবে বিস্তারিত বলুন। এখানে সবাই আপনাকে হেল্প করবে যদি সম্ভব হয়।
Signature Campaign এ কি ভাবে জয়েন করবো একটু যুদি কেউ বলতেন তাহলে খুব উপকার হতো 😭
jr. member
Activity: 32
Merit: 2
September 04, 2022, 01:37:46 AM
একটা হেল্প লাগবে দয় করে কেউ আমাকে হেল্প করেন পিলিজ 😭🙏
কি হেল্প লাগবে বিস্তারিত বলুন। এখানে সবাই আপনাকে হেল্প করবে যদি সম্ভব হয়।
jr. member
Activity: 33
Merit: 2
September 03, 2022, 08:15:14 PM
একটা হেল্প লাগবে দয় করে কেউ আমাকে হেল্প করেন পিলিজ 😭🙏
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 03, 2022, 03:07:06 PM
এই বছরের অনেকগুলো এয়ারড্রপ হয়েছিল এবং সেগুলোর মধ্যে একটি ছিল Evmos চেইনের এয়ারড্রপ, যেটি কিনা Cosmos Ecosystem এর একটি চেইন। যাদের Cosmos নিয়ে ধারণা আছে, তারা বিষয়টি বুঝতে পারবেন। আমি এর আগে অবশ্য Evmos এর এয়ারড্রপ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং BitByte Crypto কমিউনিটির সকলকে অবগিত করেছিলাম। যারা এখনো ভিডিওটি দেখেন নাই, তারা ভিডিও না দেখতে পারেন।
Evmos Rektdrop এর ভিডিও: https://youtu.be/FLXqcgmQkFE
Evmos Rektdrop এর তথ্য: https://t.me/bitbytecrypto_ann/688

এখন আসা যাক মূল বিষয়ে, ইতিমধ্যে সকলেই বেয়ার মার্কেটের কবলে পইড়া ভালো ইনকাম করতে পারতেছেন নাহ এবং এই সময়ে যদি এয়ারড্রপ পাওয়া যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। আর আজকে সেটি নিয়েই সংক্ষেপে কথা বলবো। কেননা একটি ভিডিও ইতিমধ্যে সকলের জন্য তৈরি করেছি, যেটি দেখলে সকলেই অংশগ্রহণ করতে পারবেন।


ENS কিংবা TNS এর মতো নতুন এয়ারড্রপ মাত্র $৫ বিনিয়োগে অংশগ্রহণ করুন


যারা Evmos এর এয়ারড্রপ পেয়েছেন কিংবা যারা পান নাই, তারা এই এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র $৫ ব্যবহার করে, আপনাদেরকে একটি ডিসেন্ট্রালাইজ ডোমেন ক্রয় করতে হবে। আর আপনারা হয়তো এয়ারড্রপ পেতে পারেন, কেননা টিম এয়ারড্রপের ঘোষণা করেছে। যারা এর আগে ENS (Ethereum Name Server) কিংবা TNS ( Terra Name Server) প্রজেক্টে অংশগ্রহণ করেছিলাম, তারা প্রায় $২০০ থেকে $১০০০ এর মতো এয়ারড্রপ পেয়েছিলেন। আশা করি, এটি থেকেও সেটির মতো হয়তো এয়ারড্রপ পাবেন।


Evmos Domains এয়ারড্রপের ভিডিও: https://youtu.be/5TRMzvDtzhc
Evmos Domains এয়ারড্রপের https://t.me/bitbytecrypto_ann/724

এয়ারড্রপটিতে অংশগ্রহণের জন্য ভিডিওটি দেখুন, সকল পদ্ধতি বলা হয়েছে। আর যদি কারো Evmos নাহ থাকে, তাহলে আপনারা Huobi কিংবা Mexc এক্সচেঞ্জ থেকে ক্রয় করে, নিজেদের ওয়ালেটে নিতে পারবেন। আর যাদের মেটামাস্কে Evmos চেইন যুক্ত করা নেই। তারা Chainlist এ নিজেদের মেটামাস্ক ওয়ালেট সংযুক্ত করার পর, Evmos লেখে সার্চ করার পর নেটওয়ার্কটি নিজেদের মেটামাস্কে সংযুক্ত করতে পারবেন।
jr. member
Activity: 34
Merit: 1
September 02, 2022, 06:51:25 PM
আসুন বিটকয়েন ওয়ালেট এবং তার প্রকারভেদ জেনে নেই।

বিটকয়েন ওয়ালেটের কথা বললে আমাদের সামনে ভেসে আসে কয়েনবেজ কিংবা ব্লকচেইন ডট কম এর কথা। কিন্তু বাস্তবিক পক্ষে ওইগুলো বিটকয়েন এর মূল ওয়ালেট না। ওইগুলোকে ওয়েব ওয়ালেট বলা যায় যা খুবই রিস্কি। এই ব্যাপারে আমি একটি কমন উক্তি নীচে তুলে ধরলাম।

"আপনি ততক্ষণ পর্যন্ত আপনার বিটকয়েনের মালিক না, যতক্ষণ পর্যন্ত ওই ওয়ালেটের প্রাইভেট কি শুধুমাত্র আপনি নিজে  সংরক্ষণ করতেছেন না। "

এর মানে হলো, আপনি যদি আপনার ওয়ালেটের প্রাইভেট কি অন্য কারো সাথে শেয়ার করেন তাহলে আপনি টেকনিক্যালি ওই ওয়ালেটের মালিক না। সেই হিসেবে কয়েনবেজ কিংবা ব্লকচেইন কিংবা যে কোনো ওয়েব ওয়ালেট রিস্কি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিটকয়েন ওয়ালেট এবং কোন ওয়ালেট ব্যবহারে আপনি সুরক্ষিত থাকতে পারেন।

প্রথমত বিটকয়েন ওয়ালেট দুই ধরণের হয়।
১. কোল্ড ওয়ালেট।
২. হট ওয়ালেট।

১. কোল্ড ওয়ালেট।
কোল্ড ওয়ালেট বলতে সেসব ওয়ালেটকে বোঝায় যেগুলো দিয়ে আপনি অফলাইনে ওই ওয়ালেট ক্রিয়েট এবং স্টোর করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, পেপার ওয়ালেট। আপনি নেট কানেকশান ছাড়া এই ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন এবং সেটাতে বিটকয়েন জমাতে পারবেন। এইটা মূলত শুধু ওয়ালেট এর প্রাইভেট কি হোল্ড করাকে বোঝায়। কোল্ড ওয়ালেট মূলত যারা লং টাইম বিটকয়েন হোল্ড করতে চান তারা ব্যবহার করতে পারেন। যেহেতু এটার ক্রিয়েট করা হয় অফলাইনে, এইটার সিকিউরিটি অনেক বেশি। তবে খেয়াল রাখতে হবে, বড় এমাউন্ট পাঠানোর আগে ছোট একটা এমাউন্ট পাঠিয়ে চেক করতে হবে যাতে বড় কোনো লসের সম্মুখীন না হন। অবশ্যই পেপার ওয়ালেট এর ক্ষেত্রে আপনার প্রাইভেট কি যত্ন সহকারে রাখুন। সেটা হতে পারে প্রিন্ট করে কিংবা ডাউনলোড করে। তবে অবশ্যই অফলাইনে রাখবেন।
 
কিছু কোল্ড ওয়ালেট-
পেপার ওয়ালেট
হার্ডওয়ার ওয়ালেট- ট্ৰেজর, কিপকি, লেজার ন্যানো এস ইত্যাদি।

২. হট ওয়ালেট।
হট ওয়ালেট বলতে ওয়েব ওয়ালেট, ডেস্কটপ ওয়ালেট, মোবাইল ওয়ালেট এইগুলোকে বোঝায়। এক কথায় যে ওয়ালেট অনলাইন কানেক্টেড সেটাই হট ওয়ালেট। আমি আগেই ওয়েব ওয়ালেট সম্পর্কে কথা বলেছি। এখন আমরা ডেস্কটপ ওয়ালেট কিংবা মোবাইল ওয়ালেট নিয়ে।
ডেস্কটপ ওয়ালেট অনেকগুলো রয়েছে। তাদের মধ্যে আমি সেরা দুইটি ওয়ালেট নিয়ে কথা বলবো।

বিটকয়েন কোর।
বিটকয়েন কোর হলো বিটকয়েন এর মূল ওয়ালেট। আপনি এই এপ্সটা আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ এ ইন্সটল দিয়ে ব্যবহার করতে পারেন। এইখানে কিছু কথা থেকে যায়। আমরা আগের আর্টিকেলে জেনেছি বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন ব্লকচেইনে রেকর্ড করা থাকে। বিটকয়েন এর প্রতিটা ডেস্কটপ ওয়ালেট (মূল ওয়ালেট- বিটকয়েন কোর, বিটকোর কিংবা আরো অনেকগুলো। তবে এই দুইটি জনপ্রিয় ) বিটকয়েনের সব ট্রানজেকশন ওয়ালেটে আপডেট দে। যেমন আপনি একটা ওয়ালেট ব্যবহার করতেছেন, আপনি অফলাইনে যখন ছিলেন তখন ৫টা রেকর্ড হয়েছে মানে ট্রানজেকশন হয়েছে। আপনি যখন ওয়ালেট ওপেন করবেন তখন আপনার ওয়ালেটে ওই ৫টা ট্রানজেকশন অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই প্রক্রিয়াকে বলা হয় সিনক্রোনাইজেশন। অর্থাৎ বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন রেকর্ড সব কোর ওয়ালেটে থাকবে। এখন আপনি যদি বিটকয়েন কোর, বিটকোর ব্যবহার করতে চান তাহলে আপনাকে ২০০৯ সাল থেকে সব ট্রানজেকশন আপডেট করতে হবে যার জন্য প্রায় ৫০০+ গিগাবাইট স্পেস লাগবে। সাথে ভালো নেট স্পিড থাকা লাগবে। যদিও আপনি চাইলে ৫০০ গিগাবাইট থেকে কম দিয়েও এই ওয়ালেট চালাতে পারবেন। যেমন ১০০ গিগাবাইট দিয়েও হয়। সেটা নিয়ে আমি অন্য একদিন লিখবো। আপাতত সেদিকে যেতে চাইতেছি না।

ইলেকট্রাম ওয়ালেট।
এখন আপনি যদি চিন্তা করেন ২০০৯ সাল থেকে বিটকয়েন এর প্রতিটা ট্রানজেকশন রেকর্ড ডাউনলোড কিংবা আপডেট করবেন তাহলে সেটা সময় সাপেক্ষ হবে এবং আপনার অনেক খালি স্পেস লাগবে। তার জন্য সমাধান হলো কোনো ট্রাস্টেড থার্ড পার্টির আপডেট এর উপর নির্ভর করা। অর্থাৎ আপনার কাজটা অন্য কেউ করে দেবে। সেক্ষত্রে আমরা ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করতে পারি। এইটা অনেক ট্রাস্টেড এবং অনেকেই ব্যবহার করে থাকে। এইখানে আপনার কাজ শুধু এপ্সটা ইন্সটল করা। ব্যস। আর কিছু না। এতে আপনার বেশি স্পেস ও থাকা লাগবে না আবার নেট স্পিড ও ভালো থাকা লাগবে না।

মোবাইল ওয়ালেট।
ইলেকট্রাম এর মোবাইল ওয়ালেট চাইলে ব্যবহার করতে পারেন কিংবা বিটপে/copay এর মোবাইল ওয়ালেট ব্যবহার করতে পারেন।

কিছু সতর্কবানী-
১. যে কোনো ওয়ালেট অবশ্যই অফিসিয়াল লিংক থেকে ডাউনলোড করবেন।
২. সবসময় আপনার প্রাইভেট কি সংরক্ষণ করবেন।
৩. ওয়ালেট ব্যাক আপ রাখবেন যদিও প্রাইভেট কি থাকলেই যথেষ্ট।
৪. আপনার প্রাইভেট কি কারো সাথে শেয়ার করবেন না।
member
Activity: 224
Merit: 26
September 02, 2022, 01:31:23 AM



@Little Mouse ভাইয়া একটা কথা বলি , কিছু মনে করবেন না আশা করি। আমার জানা মোটে কোনো banned একাউন্ট এ মেরিট দেওয়া টা একটা বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। একটা মেরিট জলে ফেলে দেওয়া ।

আমি এই কারণে কথা টা বললাম @Bounty_Manager_DM এই একাউন্ট ৩১-০৮-২০২২ তারিখ এ মানে দুই দিন আগে banned করে দেওয়া হয়েছে।

আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ।🙏🙏

আপনি কিভাবে বুঝলেন একাউন্ট টা ব্যান করে দেওয়া হয়েছে।


ভাইয়া এটা বুঝা খুব সহজ , আপনার পোস্ট দেখে আমার মনে হচ্ছে আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। আশা করি আরো ফোরাম এ একটিভ থাকুন আর আরো জ্ঞান অর্জন করুন ।

 

Username দিয়ে Search দিলেই দেখা যায় , কোন একাউন্ট bannend করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন।

Bpip.org

Quote

একাউন্ট টা কি আপনার অন্য একটি একাউন্ট?


ভাইয়া ,আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণভাবে ভুল। আমি কোনো একাধিক একাউন্ট ব্যাবহার করি না । আপনার কথা গুলো শুনে আমি বুজলাম আপনার এই ফোরাম সম্পর্কে বেশি ধারণা নেই ।তাই শুধু জ্ঞান অর্জন করুন ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবেন।

  • Edit

আপনার একাউন্ট লক্ষ্য করে দেখলাম, আপনি অনেক ভালো ভাবে পোস্ট করতে পারেন । কিন্তু একটু সমস্যা আছে সেটা হলো ।আপনি স্প্যাম ভাবে পোস্ট করেন l আপনার ভাগ্য ভালো যে কেউ modarator এর কাছে রিপোর্ট করে নাই। করলে আপনার একাউন্ট banned করে দেওয়া হতো। আপনি ১৪ আগস্টে ২৬ টি পর পর পোস্ট করেছেন । আপনার এটাকে কি মনে হয় স্প্যাম না । আশা করি নিজেকে পরিবর্তন করে নিবেন ।
jr. member
Activity: 32
Merit: 2
September 01, 2022, 11:25:02 PM



@Little Mouse ভাইয়া একটা কথা বলি , কিছু মনে করবেন না আশা করি। আমার জানা মোটে কোনো banned একাউন্ট এ মেরিট দেওয়া টা একটা বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। একটা মেরিট জলে ফেলে দেওয়া ।

আমি এই কারণে কথা টা বললাম @Bounty_Manager_DM এই একাউন্ট ৩১-০৮-২০২২ তারিখ এ মানে দুই দিন আগে banned করে দেওয়া হয়েছে।

আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ।🙏🙏
আপনি কিভাবে বুঝলেন একাউন্ট টা ব্যান করে দেওয়া হয়েছে। ওই একাউন্ট টা কি আপনার অন্য একটি একাউন্ট?
যদি একাউন্ট হয়েও থাকে তাহলে সমস্যা নেই বাট যদি কোন ইউজার একাধিক একাউন্ট দিয়ে ফোরামের রুলস ভঙ্গ করবে তখন তার একাউন্ট টি ব্যান করে দেওয়া হবে।
যেমন: একাধিক আইডি দিয়ে একই বাউন্টিতে জয়েন করা, কপি পেস্ট পোস্ট করা, ফোরামের রুলস ভঙ্গ করা, মেরিটের অপব্যবহার করা , স্ক্যাম প্রজেক্ট প্রমোট করা ইত্যাদি।
member
Activity: 224
Merit: 26
September 01, 2022, 10:51:11 PM



@Little Mouse ভাইয়া একটা কথা বলি , কিছু মনে করবেন না আশা করি। আমার জানা মোটে কোনো banned একাউন্ট এ মেরিট দেওয়া টা একটা বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। একটা মেরিট জলে ফেলে দেওয়া ।

আমি এই কারণে কথা টা বললাম @Bounty_Manager_DM এই একাউন্ট ৩১-০৮-২০২২ তারিখ এ মানে দুই দিন আগে banned করে দেওয়া হয়েছে।

আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করে দিবেন ।🙏🙏
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
September 01, 2022, 02:48:02 PM
ফোরামের যে অবস্থা, ফোরামে কিছু লেখতেই আর মন চায় নাহ। শুধু চারদিকে অল্ট একাউন্টে ভর্তি এবং স্পামিং । যাইহোক পরবর্তী পোষ্ট Grid Trading নিয়ে লেখবো, কেননা বেয়ার মার্কেটে কোনো প্রকার ক্ষতি/লস ছাড়াই ট্রেডিং থেকে মোটামোটি ভালো ইনকাম করতে পারবেন। নিচে শুধুমাত্র আমার গত দুইদিনের লাভের অংশ দিলাম, অল্প লাভ হয় কিন্তু মাস শেষে একটি ভালো লাভ হবে ।  Wink



নিত্যনতুন আপডেটের জন্য আমার টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত হোন।  Cheesy
মূল পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/721
BitByte Crypto এর লিংক: https://linktr.ee/bitbytecrypto
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 01, 2022, 01:09:10 PM
Main পোস্ট দাতা: Bounty74

তুমি ভুল. অনুলিপি করা পোস্টের লেখক হলেন Olaiasal18. তিনি ফিরে এই পোস্টে লিখেছেন 2018 https://bitcointalksearch.org/topic/m.40539415

সাবাশ। মাঝেমধ্যে এরকম আকস্মিকভাবে দেখা দেবেন। ভালো লাগে। Smiley
member
Activity: 224
Merit: 26
September 01, 2022, 04:22:07 AM
Main পোস্ট দাতা: Bounty74

তুমি ভুল. অনুলিপি করা পোস্টের লেখক হলেন Olaiasal18. তিনি ফিরে এই পোস্টে লিখেছেন 2018 https://bitcointalksearch.org/topic/m.40539415

ভাইয়া আপনাকে ধন্যবাদ

আমি খুবই দুঃখিত।কারণ আমি এত আগের পোস্ট ভালো ভাবে না দেখে Bounty74 কে main পোস্ট দাতা বলে ফেলেছি। আমি নিজেকে সংশোধন করে নিবো।

@Bonuty74 এবং @zhtommyk এই দুই জন কপি পোস্ট করার জন্য  শাস্তি হিসাবে তাদের একাউন্ট banned করে দেওয়া হয়েছে।
আশা করি এই থ্রেডে যারা আছেন তারা কোথাও কপি পোস্ট করবেন না !!!
Jump to: