Author

Topic: বাংলা (Bengali) - page 305. (Read 5319190 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 26, 2022, 10:42:51 AM
আসসালামু আলাইকুম

ওয়ালাইকুম আসসালাম । বাংলাদেশের লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম । আশাকরি পোস্ট করার আগে আপনি নিয়ম গুলো পড়ে দেখেছেন।  নিয়মগুলো ভালো করে দেখে আসবেন এবং ভালো কিছু এর দ্বারা অন্য মেম্বারদের সহযোগিতা করবেন ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 24, 2022, 12:57:50 PM
বিটকয়েন্টক এর পাসওয়ার্ড ফরগেট দেয়ার পর ইমেইলে কোড আসে না কি করবো বলেনতো?

আপনি কি আপনার স্পাম বক্স চেক করেছেন? অনেক সময় অনেক ধরনের মেইল স্পাম বক্স এ গিয়ে থাকে । বিটকয়েন্টক এর মেইলও অনেক সময় স্পাম বক্স   গিয়ে থাকে । নিচে ছবি দেওয়া হয়েছে এখান থেকে আপনি চেক করে নিতে পারেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 23, 2022, 01:13:03 PM

মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি?


বি:দ্র: এখানে খুবই ছোট আকারে বিষয়টি বলেছি, তাই আসল ঘটনা থেকে একটু কমবেশি অনেকের কাছে মনে হতেই পারে। তবে মূল বিষয়গুলো খুবই সংক্ষেপে সবার তুলে ধরার চেষ্টা করলাম।

বর্তমান মার্কেটের এমন অবস্থা হওয়ার কারণ ছিল Celsius Network এবং 3AC (Three Arrow Capital) এর । পুরা বিষয়টা নিচে বর্ণনা করলাম:
১) ইথিরিয়াম ২.০ এর স্টেকিং করতে অনেক ইথিরিয়ামের দরকার ছিল। কিন্তু অনকে অল্প ইথিরিয়াম দিয়েও স্টেকিং এ অংশগ্রহণ করতে চেয়েছিল, সহজ কথায় DeFi কিংবা CeFi ব্যবহার করে সেটি করতে চেয়েছিল। আর এই সুবিধা ইউএসএ-সহ অনেক দেশে সুবিধা প্রদান করে আসছিল Celsius Network এবং এটিতে বিনিয়োগকারীদের একটি ছিল 3AC সহ অনেক বড় বড় হোয়েলসরা। তোরা যারা ইথিরিয়াম Celsius এর মাধ্যমে স্টেক করতো, তাদেরকে SETH দেওয়া হতো। কিন্তু বিটকয়েনের মূল্য যখন ৩০ হাজারের নিচে একটু আসা শুরু হয়, তখন SETH এর মূল্য আসল ইথিরিয়ামের মূল্য থেকে কমে যায়। এতে অনেকে SETH থেকে ETH এ রূপান্তর করা শুরু করে। আর ইথিরিয়ামের মূল্যে অধঃপতন শুরু হয় এবং বিটকয়েনেরও হ্রাস আরো বৃদ্ধি পায়।

২) এক তো ইথিরিয়ামের মূল্য হ্রাস পাওয়ায় বিটকয়েনের মূল্যও হ্রাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর মাঝে তো অনেকে ফড/মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। তার মধ্যে একটি বিপদ চলে আসে যে, Celsius Network বিভিন্ন ডিফাই লেন্ডিং প্রজেক্টে WBTC কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন লোন নিয়েছিল। যেটি বিটকয়েনের মূল্য হ্রাসের কারণে liquidate হওয়ার পথে ছিল। এতে মার্কেটে অনেক অস্থিছলতা শুরু হয়ে যায়। কারণ Celsius Network এর WBTC গুলো liquidate হলে মার্কেট আরো হ্রাস পাবে এবং লুনা ক্রাশের মতো আবারো একটা অবস্থা হবে। কারণ Celsius এর কাছে ফান্ড থাকবে না, এতে তাদের ব্যবহারকারীদের উইথড্র দিতে সমস্যা হবে। যদিও Celsius এর মাঝে এই liquidate হওয়াকে সামাল দিতে পেরেছিল। কিন্তু মার্কেট তার মধ্যেই ২০ হাজারে চলে এসেছিল এবং ইথিরিয়ামের মূল্যও অনেকটা হ্রাস পেয়েছিল।

৩) এখন আসা যাক, 3AC এর কাহিনীতে। যখন ইথিরিয়ামের মূল্য কমতে ছিল, তখন 3AC এর অনেক ইথিরিয়াম liquidate এর পথে। কারণ 3AC বিভিন্ন লেন্ডিং প্রজেক্টে ETH কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন যেমন USDT/USDC লোন নিয়েছিল। যেটি তারা লুনা ক্রাশের আগে Unlocked হওয়া লুনা ক্রয়ে ব্যবহার করেছিল। যেহেতু ইথিরিয়ামের মূল্য হ্রাস পেতেছিল। তাই 3AC এর জমা রাখা ইথিরিয়ামগুলো liquidate হওয়ার পথে, কিন্তু 3AC টিমের কেউ কোনো কিছূই করতেছিল না। এমনকি কিছু ইথিরিয়াম liquidate হয়ে গেছে । সর্বোপরি এসব কারণে বর্তমান মার্কেটের অধঃপতন হয়েছে।

কেননা একটা ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে। সবার জন্য বিষয়টি এখানে বাংলায় লিখে দিলাম যেন, বিষয়গুলো সবার জানা থাকে। আর এমন নিত্যনতুন মার্কেটের অবস্থা BitByte Crypto কমিউনিটিতে শেয়ার করা হয়। নিচে লিংকগুলো দেওয়া হইলো:
https://t.me/bitbytecrypto_ann/648
https://t.me/bitbytecrypto_ann/651
jr. member
Activity: 266
Merit: 1
June 23, 2022, 12:08:53 PM
বিটকয়েন্টক এর পাসওয়ার্ড ফরগেট দেয়ার পর ইমেইলে কোড আসে না কি করবো বলেনতো?
copper member
Activity: 182
Merit: 1
Trident Protocol | Simple «buy-hold-earn» system!
June 23, 2022, 08:41:36 AM
বর্তমানে দেখা যাচ্ছে যে BTC এর অবস্থা কিছুটা বারতেছে । তাই আমি বলবো। আপনি বর্তমানে বিটকয়েনেই ইনভেস্ট করতে পারেন। তবে এখন মার্কেটের অবস্থা খারাপ দেখে কেউ  বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে না।  তবে এখন কেউ যদি বিটকয়েনের ইনভেস্ট করে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে যে বিটকয়েনের দাম আবার বেড়ে গেছে। তখন আপনি  অনেক লাভবান হতে পারবেন আশা করি। কারন, বিটকয়েনের দাম অবশ্যই বেড়ে জাবে মার্কেটে।

কাউকে ইনভেষ্টমেণ্ট করার আজে ক্রিপ্টকারেন্সিতে যে সকল ঝুকি রয়েছে তা আবশ্যই বলা উচিৎ বলে আমি মনে করি। আপনি যে ভাবে বলছন এতে মনে হচ্ছে ইনভেষ্ট করলেই সে লাভের মূখ দেখবে। কখনো অর্থনীতিক পরামর্শে দেওয়ার আগে ভেবে চিন্তে কথা বলা উচিৎ। বড় বড় ইনভেষ্টরা অর্থনীতিক পরামর্শে দিতে অনেক দিধা বোধ করেন কারণ তারা জানেন এবং বুঝেন সব কিছু।
newbie
Activity: 73
Merit: 0
June 23, 2022, 01:56:08 AM
ভাই ভালো কিছু কয়েন নাম বলে দিন  যে গুলি লং টাইমের জন্য ২,৩এক্স প্রফিট হবে।
আমি ম্যাটিক, আদা, বি এন বি কে ভালোই জানি ভবিষ্যতে ভালো কিছু আশা করা.
অলরেডি আমি বলে দিয়েছি  আপনি যদি লং টাইম এর জন্য ইনভেস্ট করতে চান  তাহলে  আল্টকয়েন  এর মধ্যে বিএনবি , ইথেরিয়াম এ ইনভেস্ট করতে পারেন ।  লুনার ইন্সিডেন্ট ঘটার পর অন্যান্য আল্টকয়েন থেকে ভরসা উঠে গিয়েছে ।  বি এন বি বা ইথেরিয়াম  এ অনায়াসে ২ক্স ৩ক্স  প্রফিট হবে এখন ইনভেস্ট করলে ।  পলিগন খারাপ না তারপরও আমি বি এন বি বা ইথেরিয়াম  ইনভেস্ট করার কথা বলব ।
আর বিটকয়েন তো সবার সেরা এটাতেও  এখন ইনভেস্ট করলে  নিয়ে চিন্তা করতে হবে না

বর্তমানে দেখা যাচ্ছে যে BTC এর অবস্থা কিছুটা বারতেছে । তাই আমি বলবো। আপনি বর্তমানে বিটকয়েনেই ইনভেস্ট করতে পারেন। তবে এখন মার্কেটের অবস্থা খারাপ দেখে কেউ  বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে না।  তবে এখন কেউ যদি বিটকয়েনের ইনভেস্ট করে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে যে বিটকয়েনের দাম আবার বেড়ে গেছে। তখন আপনি  অনেক লাভবান হতে পারবেন আশা করি। কারন, বিটকয়েনের দাম অবশ্যই বেড়ে জাবে মার্কেটে।
newbie
Activity: 73
Merit: 0
June 23, 2022, 01:18:27 AM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা কি? বিটকয়েন কি আবার দাম বাড়বে?
বিটকয়েনের ইতিহাস পর্যালোচনা করলেই বুঝতে পারবেন,বিটকয়েনের ভবিষ্যতে কেমন তা সহজে বলে দেওয়া যায়।তবে আগের অন্যান্য বছরের তুলনায় বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির মন্দাগ্রস্ততার প্রভাব ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বেশি প্রভাবিত। নিচে বুঝার জন্য একটি পরিসংখ্যান উপস্থাপন করলাম

২০১১ সালে বিটকয়েনের দাম ২০ ডলারের নিচে
২০১৫ সালে বিটকয়েনর দাম ২০০ ডলারের নিচে
২০১৭ সালে বিটকয়েনের দাম ২০০০ ডলারের নিচে
২০২২ সালে বিটকয়েনের দাম ২০০০০ ডলারের নিচে
আশা করা যায় খুব বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন হবে না।



মার্কেটের যা অবস্থা দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে যে এবারের বেয়ারিশ মার্কেট দীর্ঘ সময় যাবতই থাকবে , আর  অলরেডি তো নানান জায়গায় কথার উঠতেছে যে 2022 এবং 23 সাল  মার্কেট নিম্নগামী থাকবে পরবর্তীতে আবার 2024 এ বুলরান করবে ।  তবে একটা কাজ করতে পারেন যদি অলস টাকা থাকে তাহলে এখন বিটকয়েন বি এন বি বা  ইথেরিয়াম  ইনভেস্ট করতে পারেন  লং টাইম এর জন্য ভাল প্রফিট দিবে এগুলো ।  আমার মনে হয় না এরকম dip আসবে ।

মার্কেটের অবস্থা কিছুটা বাড়িয়ে 20 হাজারের মতো আসছে মার্কেটে। মার্কেটের অবস্থা খারাপ দেখে দেখা যাচ্ছে যে, অনেক বড় বড় বাউন্টি ম্যানেজাররা বাউন্টি লাঞ্চ করতেছে না ।  ডিরেক্টিভ  এখনতো বাউন্টি ছাড়তে চাচ্ছেন না। তাদের সাথে এখনো তিনটা বাউন্টি আছে যেগুলো আমাদের মাঝে লাঞ্চ করবে। কিন্তু মার্কেটে BTC  খারাপ দেখে  তারা বাউন্টি লাঞ্চ করতেছে না।তারা শুধু বলতেছে কিছুদিনের মধ্যেই বাউন্টি লাঞ্চ করা হবে। তবে আমার মনে হচ্ছে যে BTC দাম না বাড়ালে আমাদের মাঝে ভালো প্রজেক্ট ছাড়বেনা।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 22, 2022, 05:18:38 AM
এখন ২০ হাজার এ BTC এসেছে। আশাকরি খুব শিগ্রই আবার দাম বাড়বে।
লুনা ক্রাশের পর থেকে মার্কেট এই অবস্থা হলেও আমি মনে করি না ওইটার খুব বেশি প্রভাব আছে। হোয়্যালরা সম্ভবত মার্কেট থেকে বেরিয়ে গেছে যার কারনে এইরকম প্রভাব পরেছে।
এইটা খুব শীঘ্রই পরিবর্তন হবে বলে মনে হয় না। পরবর্তী হাভিং এর আগে আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পারবো বলে মনে হয় না। সাময়িক ছোটখাটো কিছু পাম্প হলেও বিটিসির দাম পুনরায় পাম্প হওয়ার আগে আমার মনে হয় ১২/১৩ হাজারে নামবে। তারপরেই বাজারের অবস্থা পরিবর্তন হবে। যারা বিটিসিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের পরিকল্পনা করছে তাদের উচিত এখন থেকে এন্ট্রি নেয়া তবে অল্প পরিমানে।
আমি নিজে খুব ভালো বিনিয়োগকারী না। তবে এই ডাউনটার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম বলেই এখন হাতে ভালো ক্যাশ আছে বিনিয়োগ করার জন্য। আশা করি ১২/১৩ হাজারে যাবে। তাহলেই আমার স্বপ্ন পুরন হবে। মনমতো বিটকয়েন ক্রয় করতে পারবো  Grin
newbie
Activity: 742
Merit: 0
June 21, 2022, 01:37:46 AM
বর্তমানে BTC এর যে অবস্থা তাতে আমি নতুন যারা আছে তাদের বলতে চাই আপনারা দৈর্য ধরে থাকেন কেউ হাল ছেরে দিবেন না। কেননা  ২০১৮-১৯ এ BTC এর দাম ৮-৯ হাজার এ চলে আসছিলো। পরে কিন্তু সেই ২০২০ এ এসে দাম বৃদ্ধি পেয়েছিলো। আর তারপর ২০২১ এর শেষের দিকে BTC এর দাম রেকর্ড সর্বচ্চ দাম বৃদ্ধি পেয়ে রেকর্ড করে তা প্রায় ৬৭ হাজার + BTC দাম হয়েছিলো। কিন্তু লুনা ক্রাস হওয়ায় এবং আরো কিছু যাবতীয় সমস্যার কারনে BTC এর দাম ক্রমই ডাউন হয়ে যায়। এখন ২০ হাজার এ BTC এসেছে। আশাকরি খুব শিগ্রই আবার দাম বাড়বে।  তাই সবাই ধৈর্যশীল হও।
 ধন্যবাদ সবাই কে।
member
Activity: 184
Merit: 65
June 20, 2022, 09:28:09 PM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা কি? বিটকয়েন কি আবার দাম বাড়বে?
বিটকয়েনের ইতিহাস পর্যালোচনা করলেই বুঝতে পারবেন,বিটকয়েনের ভবিষ্যতে কেমন তা সহজে বলে দেওয়া যায়।তবে আগের অন্যান্য বছরের তুলনায় বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির মন্দাগ্রস্ততার প্রভাব ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বেশি প্রভাবিত। নিচে বুঝার জন্য একটি পরিসংখ্যান উপস্থাপন করলাম

২০১১ সালে বিটকয়েনের দাম ২০ ডলারের নিচে
২০১৫ সালে বিটকয়েনর দাম ২০০ ডলারের নিচে
২০১৭ সালে বিটকয়েনের দাম ২০০০ ডলারের নিচে
২০২২ সালে বিটকয়েনের দাম ২০০০০ ডলারের নিচে
আশা করা যায় খুব বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন হবে না।



মার্কেটের যা অবস্থা দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে যে এবারের বেয়ারিশ মার্কেট দীর্ঘ সময় যাবতই থাকবে , আর  অলরেডি তো নানান জায়গায় কথার উঠতেছে যে 2022 এবং 23 সাল  মার্কেট নিম্নগামী থাকবে পরবর্তীতে আবার 2024 এ বুলরান করবে ।  তবে একটা কাজ করতে পারেন যদি অলস টাকা থাকে তাহলে এখন বিটকয়েন বি এন বি বা  ইথেরিয়াম  ইনভেস্ট করতে পারেন  লং টাইম এর জন্য ভাল প্রফিট দিবে এগুলো ।  আমার মনে হয় না এরকম dip আসবে ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 20, 2022, 09:26:21 AM
ভাই ভালো কিছু কয়েন নাম বলে দিন  যে গুলি লং টাইমের জন্য ২,৩এক্স প্রফিট হবে।
আমি ম্যাটিক, আদা, বি এন বি কে ভালোই জানি ভবিষ্যতে ভালো কিছু আশা করা.
অলরেডি আমি বলে দিয়েছি  আপনি যদি লং টাইম এর জন্য ইনভেস্ট করতে চান  তাহলে  আল্টকয়েন  এর মধ্যে বিএনবি , ইথেরিয়াম এ ইনভেস্ট করতে পারেন ।  লুনার ইন্সিডেন্ট ঘটার পর অন্যান্য আল্টকয়েন থেকে ভরসা উঠে গিয়েছে ।  বি এন বি বা ইথেরিয়াম  এ অনায়াসে ২ক্স ৩ক্স  প্রফিট হবে এখন ইনভেস্ট করলে ।  পলিগন খারাপ না তারপরও আমি বি এন বি বা ইথেরিয়াম  ইনভেস্ট করার কথা বলব ।
আর বিটকয়েন তো সবার সেরা এটাতেও  এখন ইনভেস্ট করলে  নিয়ে চিন্তা করতে হবে না
jr. member
Activity: 854
Merit: 6
June 20, 2022, 05:04:54 AM
আমি মনে করি বিএনবি এক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করতেছে, আর এটির  সাপোর্ট হিসেবে বিনান্স রয়েছে । আর এটির মধ্যে অটো বার্ন সিস্টেম রয়েছে তাই আমি তিনটিরই ওপরে ভরসা করতে পারতেছি এখন পর্যন্ত।
হ্যা এইটা ঠিক যে বিএনবি এর পিছনে বাইন্যান্স রয়েছে। এ জন্য ভরসা করতে পারেন। তবে বাইন্যান্স এক্সচেঞ্জ এর কিছু হয়ে গেলে তখন বিএনবি খুবই খারাপ অবস্থায় যাবে। বাইন্যান্স কিন্তু ২০১৭ সালে মার্কেটে এসেই নিজেদেরকে অল্প সময়ে ভালো অবস্থানে নিয়েছেন। অন্য কেউ ও কিন্তু ভালো স্ট্রাটেজি নিয়ে এসে এগিয়ে যেতেই পারে।
তবে এইটা ঠিক যে বাইন্যান্স একটা মনোপলি ব্যবসা করতেছে। এত সহজে তারা হারিয়ে যাবে না। সি জি নিজেকে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন সব দিক থেকে।

অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমি মনে প্রানে চাই আমাদের লোকাল থেকে সবাই ভালো সিগ ক্যাম্পেইনগুলোতে থাক।
ভাই ভালো কিছু কয়েন নাম বলে দিন  যে গুলি লং টাইমের জন্য ২,৩এক্স প্রফিট হবে।
আমি ম্যাটিক, আদা, বি এন বি কে ভালোই জানি ভবিষ্যতে ভালো কিছু আশা করা.
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 20, 2022, 04:41:46 AM
আমি মনে করি বিএনবি এক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করতেছে, আর এটির  সাপোর্ট হিসেবে বিনান্স রয়েছে । আর এটির মধ্যে অটো বার্ন সিস্টেম রয়েছে তাই আমি তিনটিরই ওপরে ভরসা করতে পারতেছি এখন পর্যন্ত।
হ্যা এইটা ঠিক যে বিএনবি এর পিছনে বাইন্যান্স রয়েছে। এ জন্য ভরসা করতে পারেন। তবে বাইন্যান্স এক্সচেঞ্জ এর কিছু হয়ে গেলে তখন বিএনবি খুবই খারাপ অবস্থায় যাবে। বাইন্যান্স কিন্তু ২০১৭ সালে মার্কেটে এসেই নিজেদেরকে অল্প সময়ে ভালো অবস্থানে নিয়েছেন। অন্য কেউ ও কিন্তু ভালো স্ট্রাটেজি নিয়ে এসে এগিয়ে যেতেই পারে।
তবে এইটা ঠিক যে বাইন্যান্স একটা মনোপলি ব্যবসা করতেছে। এত সহজে তারা হারিয়ে যাবে না। সি জি নিজেকে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন সব দিক থেকে।

অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। আমি মনে প্রানে চাই আমাদের লোকাল থেকে সবাই ভালো সিগ ক্যাম্পেইনগুলোতে থাক।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 19, 2022, 10:58:07 PM
বিটকয়েন ছাড়া অন্য যে কোন কয়েনে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা রিস্কি যদিও আমি ইথেরিয়ামকে এর বাইরে রাখবো। ইথেরিয়াম অলরেডি প্রুভেন সাকসেস। অন্যান্য কয়েনের ক্ষেত্রে ২-৩ বছরে অনেক কিছুই হয়ে যেতে পারে। যেমনটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। নেইমকয়েন এর বর্তমান অবস্থান কিংবা টেরা লুনার সাম্প্রতিক স্ক্যান্ডাল দেখলেই বুঝা যায় অল্টকয়েনে কেন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা উচিত নয়। একদিনের কম সময়েই অনেক কিছু হয়ে যেতে পারে।


আপনার সাথে আমিও অমত পোষণ করতেছিনা। বিটকয়েনে বিনিয়োগ করলে আমাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আর এদিক থেকে বিটকয়েনের পরে  ইথেরিয়াম এর অবস্থান । আমি মনে করি বিএনবি এক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করতেছে, আর এটির  সাপোর্ট হিসেবে বিনান্স রয়েছে । আর এটির মধ্যে অটো বার্ন সিস্টেম রয়েছে তাই আমি তিনটিরই ওপরে ভরসা করতে পারতেছি এখন পর্যন্ত।


আর Little Mouse ভাই আপনাকে অভিনন্দন বাংলাদেশী থ্রেড হতে একমাত্র আপনি ওয়াসাবিতে এক্সেপ্ট হয়েছেন ।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 19, 2022, 09:55:35 PM
আমার মনে হয় বাংলাদেশে এখনও সেই অবস্থা হয়ে দাঁড়ায় নাই যে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে এই কার্যক্রম চালানো যাবে-  তবে এখন একটি জিনিস করা যায় বাংলাদেশি যেসব  ভালো ফাউন্ডেশন এসব কাজ করে যাচ্ছে তাদেরকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে হেল্প করা.
ক্রিপ্টোকারেন্সি দিয়ে সহায়তা করা লাগবে কেন? আমরা যে কোন একজন দায়িত্ব নিয়ে সবার কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি সংগ্রহ করে সেগুলো ক্যাশ করা যায়। তারপর সেটা ডিস্ট্রিবিউট করা যায়। যাই হোক, আমাদের স্থানীয় একজন লাগবে আগে যিনি আমাদের সহায়তা করতে পারবেন।

এখন বিটকয়েন বি এন বি বা  ইথেরিয়াম  ইনভেস্ট করতে পারেন  লং টাইম এর জন্য ভাল প্রফিট দিবে এগুলো । 
বিটকয়েন ছাড়া অন্য যে কোন কয়েনে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা রিস্কি যদিও আমি ইথেরিয়ামকে এর বাইরে রাখবো। ইথেরিয়াম অলরেডি প্রুভেন সাকসেস। অন্যান্য কয়েনের ক্ষেত্রে ২-৩ বছরে অনেক কিছুই হয়ে যেতে পারে। যেমনটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। নেইমকয়েন এর বর্তমান অবস্থান কিংবা টেরা লুনার সাম্প্রতিক স্ক্যান্ডাল দেখলেই বুঝা যায় অল্টকয়েনে কেন দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা উচিত নয়। একদিনের কম সময়েই অনেক কিছু হয়ে যেতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 19, 2022, 12:42:44 PM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা কি? বিটকয়েন কি আবার দাম বাড়বে?

মার্কেটের যা অবস্থা দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে যে এবারের বেয়ারিশ মার্কেট দীর্ঘ সময় যাবতই থাকবে , আর  অলরেডি তো নানান জায়গায় কথার উঠতেছে যে 2022 এবং 23 সাল  মার্কেট নিম্নগামী থাকবে পরবর্তীতে আবার 2024 এ বুলরান করবে ।  তবে একটা কাজ করতে পারেন যদি অলস টাকা থাকে তাহলে এখন বিটকয়েন বি এন বি বা  ইথেরিয়াম  ইনভেস্ট করতে পারেন  লং টাইম এর জন্য ভাল প্রফিট দিবে এগুলো ।  আমার মনে হয় না এরকম dip আসবে ।
jr. member
Activity: 35
Merit: 3
June 19, 2022, 11:50:11 AM
Barisal will be developed as silicon city, says Palak

বরিশাল দিয়া কেউ আছেন নাকি ভাই?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 19, 2022, 10:43:48 AM
জি বড় ভাই আমি এটাই বুঝাতে চাইছিলাম। আমি জদি দেখিয়ে দিতে পারি  তাইলে কি আমাকে মেরিট দিবে
হ্যাঁ তাহলে তো আমি ঠিকই ধরেছিলাম আশা করি আগের পোস্টটি থেকে আপনি বুঝে নিয়েছেন.  গত পোস্ট এর লিঙ্ক দিয়েছিলাম না আপনি এখানে এখানে গিয়ে প্রমান সহকারে পোস্ট করতে পারবেন  বা কোন  থ্রেড খুলতে পারবেন- Reputation ,
jr. member
Activity: 84
Merit: 3
June 19, 2022, 10:37:09 AM
আমরা এখান থেকে কি পাড়ি না আমাদের সিলেট বাসিদের সাহায্য করতে?আমাদের এখানে যদি এমন কেউ উদ্দেখ নেয় তাহলে আমি কিছু অনূদান দিবো।আর সবাই যদি কিছু কিছু দেয় তাহলে বিশাল একটা অনূদান সিলেট বাসিকে দেওয়া যাবে।

সিলেটে কে আছে? এইখানে এক্টিভ এবং বিশ্বস্ত কেউ থাকলে আমালে মেসেজ দিন। দেখি আমরা সবাই মিলে কিছু করতে পারি কি না। ওইখান থেকে কেউ না থাকলে সাহায্য করার জন্য অন্যান্য যে পথ রয়েছে সেগুলোর উপর ভরসা করা যায় না। কিছুদিন আগে ফোরামের একটা ঘটনার পর অনলাইনে কোন চ্যারিটি ফান্ডে অনুদানে আমি আস্থা হারিয়ে ফেলতেছি।

আমার মনে হয় বাংলাদেশে এখনও সেই অবস্থা হয়ে দাঁড়ায় নাই যে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে এই কার্যক্রম চালানো যাবে-  তবে এখন একটি জিনিস করা যায় বাংলাদেশি যেসব  ভালো ফাউন্ডেশন এসব কাজ করে যাচ্ছে তাদেরকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে হেল্প করা.

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 19, 2022, 10:23:42 AM
এটা কিভাবে করবো?

এটিকে কোড করা বলে ,  এটি সাধারণত  কোন পোস্টে  BBCode  দ্বারা  কাস্টমাইজ  করা হচ্ছে তা দেখানোর জন্য ব্যবহার করা হয়।  আপনাদের একটি শর্টকাট বুদ্ধি শিখিয়ে দেই  সেটি হল- 
  • আপনি যে টেক্সট গুলো কোড করতে চান বা এলাইন করে মাঝখানে রাখতে চান  সেই লেখাগুলো আগে সিলেক্ট করবেন ।
  • তারপর নিচের ছবির মত অনুযায়ী BBCode  গুলো ইউজ করবেন তাহলেই হয়ে যাবে কষ্ট করে কোন লেখালেখি করতে হবে না

Code:
Proof of Authentication Post
Bitcointalk Username:
Bitcointalk Profile Link:
Telegram Username:
Discord Username:
Campaign Category Participated:
TRON Wallet Address:
Jump to: