Author

Topic: বাংলা (Bengali) - page 307. (Read 5697937 times)

newbie
Activity: 23
Merit: 0
August 26, 2022, 02:49:31 AM
bitcointalk এ বাংলায় কথা বলতে পেরে আমার বেশ ভাল লাগছে😊আপনাদের কেমন লাগছে?🙂
আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগছে 😍
jr. member
Activity: 41
Merit: 11
August 25, 2022, 01:05:36 PM
অফ টপিক কি ?আমি কি ভাবে  বুঝবো যে এটা অফ টপিক ?
বাউন্টি করাতে গিয়ে অনেক সময় একাউন্ট পারমান্টলি ব্যাণ্ড হয়ে যায়।ইনবক্সে ম্যাসেস দেখতে পাওয়া যায় যে প্রুফ অফ রেজিস্ট্রেশন যেটা দেয়া হয়েছিল কোন এক মরডারেটর ম্যাসেস টি ডিলেট করে দিয়েছে আর বলছে ঐ টা অফ টপিক তাই একাউন্ট ব্যান্ড করে দেয়া হয়েছে।বাউন্টি তো রানিং ঐ সময় তা হলে অফ টপিক কি ভাবে হয় ?যদি একটু বুঝিয়ে বলেতেন তবে ভাল হতো
প্রুফ অফ রেজিস্ট্রেশন অনেক সময় ভিন্ন হয়। যেমন এক এক বাউন্টিতে এক এক রকম। আপনি যদি একটি বাউন্টির প্রুফ অফ রেজিস্ট্রেশন সব বাউন্টির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এইরকম হতে পারে।
newbie
Activity: 728
Merit: 0
August 25, 2022, 02:33:05 AM
অফ টপিক কি ?আমি কি ভাবে  বুঝবো যে এটা অফ টপিক ?
বাউন্টি করাতে গিয়ে অনেক সময় একাউন্ট পারমান্টলি ব্যাণ্ড হয়ে যায়।ইনবক্সে ম্যাসেস দেখতে পাওয়া যায় যে প্রুফ অফ রেজিস্ট্রেশন যেটা দেয়া হয়েছিল কোন এক মরডারেটর ম্যাসেস টি ডিলেট করে দিয়েছে আর বলছে ঐ টা অফ টপিক তাই একাউন্ট ব্যান্ড করে দেয়া হয়েছে।বাউন্টি তো রানিং ঐ সময় তা হলে অফ টপিক কি ভাবে হয় ?যদি একটু বুঝিয়ে বলেতেন তবে ভাল হতো
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
August 24, 2022, 11:07:28 AM
আমি বিটকয়েন টল্ক এ নতুন এখানের নিয়ম কানুন সঠিক ভাবে জানি না কোন ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ভাইয়া আপনাকে স্বাগতম । আপনার জন্য শুভকামনা রইলো কিন্তু আপনি এই ধরনের পোস্ট থেকে সব সময় বিরত থাকবেন ।কেননা আমি দেখতে পেলাম ,এটি আপনার ১ম পোস্ট । আর এটা বুঝলাম না । কোনো পোস্ট না করে আপনি কেনো ক্ষমা চাচ্ছেন। আশা করি এই ধরনের ফালতু পোস্ট করা থেকে সব সময় বিরত থাকবেন ।

এটা বিটকয়েন ফোরাম এর নিয়ম ।
https://bitcointalksearch.org/topic/m.7955645
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 23, 2022, 03:01:22 AM
অভিনন্দন @LittleMouse ভাইকে লিজেন্ডারী মেম্বার হওয়া উপলক্ষে।------------- শুভকামনা রঈলো আপনার সামনের দিনগুলোর জন্য।  Wink
ধন্যবাদ ভাই। অবশেষে লিজেন্ডারি হইলাম। এবং এইটা নিয়ে এই পোস্টই আমার প্রথম পোস্ট এবং আপনার অভিনন্দন জানানোটাও প্রথম।


উনি সম্ভবত কোনো একটি খবর কিংবা ব্লগপোষ্ট অনুবাদ করার পর নিজের মতো করে ওমনটা লিখেছেন। কারণ ওনার পরবর্তী পোষ্টগুলো পড়লে, এমনটা মনে হয়।  Wink
অনেকেই এমনটা করছেন। আমি মাঝে মধ্যে রিপোর্টও করি কিন্তু কতবার? আমি বুঝি না কেন অনেকেই এইরকম লিখে। একটু সময় দিলেই খুব ভালো লিখা যায়। আমিও মেরিট শেয়ার করতে পারতাম এই থ্রেডে তখন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 22, 2022, 08:18:19 AM
এইভাবে যদি বিটকয়েনের দাম আপ ডাউন করে তাহলে ভবিষ্যৎবাণী এরকম অনেকেই মনে করছে যে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে কিন্তু আমি মনে করছি ভবিষ্যতে এটা আরো ভালো কিছু আসবে আমি নিউ তাই দয়া করে বড় ভাইয়েরা যারা আছেন আপনারা আমাকে একটু সাহায্য করুন

শেষ হয়ে যাবে মানে? কি শেষ হয়ে যাবে? Bitcoin? কি কান্ড!

উনি সম্ভবত কোনো একটি খবর কিংবা ব্লগপোষ্ট অনুবাদ করার পর নিজের মতো করে ওমনটা লিখেছেন। কারণ ওনার পরবর্তী পোষ্টগুলো পড়লে, এমনটা মনে হয়।  Wink


বিটকয়েন কখনো শেষ হবে না। বিটকয়েন শেষ হলে তো সব রাষ্ট্র   শেষ হয়ে যাবে। সব দেশ অচল হয়ে যাবে। তাই এটা কখনো শেষ হবে না।

এখানে কোনো কিছু শেষ হওয়ার তো প্রশ্নই আসে নাহ, বিশেষ করে কোনো রাষ্ট্র। কেননা বিটকয়েন আবিষ্কারের আগেও সকল রাষ্ট্র সচল ছিল এবং আগামীতেও সচল থাকবে। তাই এসব চিন্তাভাবনা বাদ দিয়ে নতুন কিছু শেখেন। আর বাংলা লোকাল বোর্ডে পোষ্টের জন্য সাধুবাদ জানাই।
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
August 21, 2022, 09:34:56 PM
এইভাবে যদি বিটকয়েনের দাম আপ ডাউন করে তাহলে ভবিষ্যৎবাণী এরকম অনেকেই মনে করছে যে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে কিন্তু আমি মনে করছি ভবিষ্যতে এটা আরো ভালো কিছু আসবে আমি নিউ তাই দয়া করে বড় ভাইয়েরা যারা আছেন আপনারা আমাকে একটু সাহায্য করুন
বিটকয়েন কখনো শেষ হবে না। বিটকয়েন শেষ হলে তো সব রাষ্ট্র   শেষ হয়ে যাবে। সব দেশ অচল হয়ে যাবে। তাই এটা কখনো শেষ হবে না।
newbie
Activity: 160
Merit: 0
August 21, 2022, 03:34:55 AM
2022 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, Tether তার বাণিজ্যিক কাগজের হোল্ডিং $ 20 বিলিয়ন থেকে $ 8.5 বিলিয়ন কমিয়েছে, কোম্পানির একটি নতুন প্রতিবেদন অনুসারে, 58% এরও বেশি হ্রাস পেয়েছে
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
August 20, 2022, 04:58:54 PM
এইভাবে যদি বিটকয়েনের দাম আপ ডাউন করে তাহলে ভবিষ্যৎবাণী এরকম অনেকেই মনে করছে যে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে কিন্তু আমি মনে করছি ভবিষ্যতে এটা আরো ভালো কিছু আসবে আমি নিউ তাই দয়া করে বড় ভাইয়েরা যারা আছেন আপনারা আমাকে একটু সাহায্য করুন
শেষ হয়ে যাবে মানে? কি শেষ হয়ে যাবে? Bitcoin? কি কান্ড!
newbie
Activity: 160
Merit: 0
August 19, 2022, 11:20:20 AM
'ঝুঁকিপূর্ণ' অল্টকয়েনের জন্য অর্থের মাথা হিসাবে বিটিসিতে ইথেরিয়াম 8 মাসের উচ্চতায় পৌঁছেছে
 অল্ট মার্কেটে তারল্য শক্তিশালী কারণ বিটকয়েন 2022 জুড়ে একটি যুদ্ধের পরে ইথারকে পথ দেয়।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 19, 2022, 10:45:44 AM
অভিনন্দন @LittleMouse ভাইকে লিজেন্ডারী মেম্বার হওয়া উপলক্ষে। যদিও আমি ফোরামে তেমন এক্টিভ নাহ, কিন্তু মাঝে মধ্যে ফোরামে নজর দেই এবং আজকে লক্ষ্য করলাম, আপনি লিজেন্ডারী মেম্বার হয়ে গেছে (হয়তো আজকের আগেই হয়েছেন, সঠিক আপনিই বলতে পারবেন)। শুভকামনা রঈলো আপনার সামনের দিনগুলোর জন্য।  Wink


এইভাবে যদি বিটকয়েনের দাম আপ ডাউন করে তাহলে ভবিষ্যৎবাণী এরকম অনেকেই মনে করছে যে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে কিন্তু আমি মনে করছি ভবিষ্যতে এটা আরো ভালো কিছু আসবে আমি নিউ তাই দয়া করে বড় ভাইয়েরা যারা আছেন আপনারা আমাকে একটু সাহায্য করুন

বিটকয়েন সাধারণত সপ্তাহ শেষে (রবিরার) অনেক সময় ডাম্প করে, আর এইবার সেটাই হচ্ছে। এখন যদি টেকনিক্যাল অ্যানালাইসে আছি, তাহলে বিটকয়েনের ট্রেডিং চার্টে একটি আপওয়ার্ড চ্যানেল তৈরি হয়েছে, যেটির উপরের লাইনটা বার বার স্পর্শ করে বিটকয়েন ডাম্প করতেছে এবং সেটি হয়েছে। কেননা এবার বিটকয়েন আপওয়ার্ড চ্যানেলের উপরের লাইনটা ভেদ করে উপরে যাওয়ার চেষ্টা করলেও ( ২৫ হাজার ডলারের উপরে) সেটি ধরে রাখতে পারে নাই। তার কারণে এমন ডাম্প হয়েছে।
newbie
Activity: 160
Merit: 0
August 19, 2022, 10:15:41 AM
এইভাবে যদি বিটকয়েনের দাম আপ ডাউন করে তাহলে ভবিষ্যৎবাণী এরকম অনেকেই মনে করছে যে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে কিন্তু আমি মনে করছি ভবিষ্যতে এটা আরো ভালো কিছু আসবে আমি নিউ তাই দয়া করে বড় ভাইয়েরা যারা আছেন আপনারা আমাকে একটু সাহায্য করুন
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
August 19, 2022, 09:25:43 AM

বড় ভাইয়া আমি bitcointalk এ নতুন। তেমন কিছু জানি না। আপনি যে লিং টা দিয়েছেন অইটা তেমন বুজলাম না কারন আমি ইংলিশে কাঁচা।  

Quote আকারে কিভাবে লেখে ভাই?আপনি যদি Screenshort আকারে বুজিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো।

আর আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।





Quote আকারে যেটা লিখতে চান । সেটা অবশ্যই বর্ণনা করতে হবে অথবা
সেই সম্পর্কে প্রশ্ন করতে হবে ।এবং সর্বশেষ quote এর মধ্যে লেখা টুকুর লিংক অবশ্যই দিতে হবে ।

তারপরও একটা কথা বলি কোনো জায়গা থেকে কপি পোস্ট না করাটাই সচেয়ে ভালো ।
jr. member
Activity: 48
Merit: 2
August 19, 2022, 12:36:58 AM




ডলার ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আমেরিকান মুদ্রা ডলারের সরবরাহ বেশ বেড়েছে। সবাই বিক্রি করতে আসে; কিন্তু কেউ কিনতে আসে না। এতোদিন যারা বেশি লাভের আশায় ডলার কিনে মজুত করেছিলেন, তারা সবাই এখন বিক্রি করতে আসছেন। সে কারণেই দুর্বল হচ্ছে ডলার, দাম বাড়ছে টাকার।
অতি মুনাফার লোভে যারা কার্বমার্কেট বা খোলাবাজার থেকে ১২০ টাকায় ডলার কিনেছিলেন তাদের মাথায় হাত। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ডলার হোঁচট খেয়ে এখন উল্টো দিকে হাঁটছে; ১০৯ টাকায় নেমে এসেছে। শক্তিশালী হতে শুরু করেছে টাকা।

 আগামী সপ্তাহের মধ্যে ডলারের দর ১০৫ টাকায় নেমে আসবে বলে মনে করছেন তারা। তাই আমার ধারণায় যারা ডলার ক্রয় করে রেখেছিলেন তারা সেগুলো সেল দিয়ে দেন।  

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পোস্ট করেছেন। কিন্তু আপনাকে একটা কথা আপনি এই ফোরাম এর রুলস মানছেন না ।  কোনো লেখা বা পিকচার গুগল বা অন্যান্য সাইড থেকে সরাসরি কপি পোস্ট করা  নিষেধ । যদি কোনো লেখা কপি করেন তাহলে সেটা Quote আকারে লিখতে হবে । কোনো পিকচার পোস্ট করলে সেটার অবশ্যই image লিংক দিবেন । এটি যদি না করেন তাহলে কপি ও plagiarism ধরে একাউন্ট banned করে দেওয়া হবে । আশা করি বুঝতে পেরেছেন।

বিটকয়েন ফোরাম রুলস। ভালো ভাবে পড়ে নিয়েন।
https://bitcointalksearch.org/topic/m.7955645

বড় ভাইয়া আমি bitcointalk এ নতুন। তেমন কিছু জানি না। আপনি যে লিং টা দিয়েছেন অইটা তেমন বুজলাম না কারন আমি ইংলিশে কাঁচা। 

Quote আকারে কিভাবে লেখে ভাই?আপনি যদি Screenshort আকারে বুজিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো।

আর আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
August 18, 2022, 01:56:53 PM




ডলার ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আমেরিকান মুদ্রা ডলারের সরবরাহ বেশ বেড়েছে। সবাই বিক্রি করতে আসে; কিন্তু কেউ কিনতে আসে না। এতোদিন যারা বেশি লাভের আশায় ডলার কিনে মজুত করেছিলেন, তারা সবাই এখন বিক্রি করতে আসছেন। সে কারণেই দুর্বল হচ্ছে ডলার, দাম বাড়ছে টাকার।
অতি মুনাফার লোভে যারা কার্বমার্কেট বা খোলাবাজার থেকে ১২০ টাকায় ডলার কিনেছিলেন তাদের মাথায় হাত। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ডলার হোঁচট খেয়ে এখন উল্টো দিকে হাঁটছে; ১০৯ টাকায় নেমে এসেছে। শক্তিশালী হতে শুরু করেছে টাকা।

 আগামী সপ্তাহের মধ্যে ডলারের দর ১০৫ টাকায় নেমে আসবে বলে মনে করছেন তারা। তাই আমার ধারণায় যারা ডলার ক্রয় করে রেখেছিলেন তারা সেগুলো সেল দিয়ে দেন।  

আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর পোস্ট করেছেন। কিন্তু আপনাকে একটা কথা আপনি এই ফোরাম এর রুলস মানছেন না ।  কোনো লেখা বা পিকচার গুগল বা অন্যান্য সাইড থেকে সরাসরি কপি পোস্ট করা  নিষেধ । যদি কোনো লেখা কপি করেন তাহলে সেটা Quote আকারে লিখতে হবে । কোনো পিকচার পোস্ট করলে সেটার অবশ্যই image লিংক দিবেন । এটি যদি না করেন তাহলে কপি ও plagiarism ধরে একাউন্ট banned করে দেওয়া হবে । আশা করি বুঝতে পেরেছেন।

বিটকয়েন ফোরাম রুলস। ভালো ভাবে পড়ে নিয়েন।
https://bitcointalksearch.org/topic/m.7955645
jr. member
Activity: 48
Merit: 2
August 18, 2022, 04:50:23 AM




ডলার ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে আমেরিকান মুদ্রা ডলারের সরবরাহ বেশ বেড়েছে। সবাই বিক্রি করতে আসে; কিন্তু কেউ কিনতে আসে না। এতোদিন যারা বেশি লাভের আশায় ডলার কিনে মজুত করেছিলেন, তারা সবাই এখন বিক্রি করতে আসছেন। সে কারণেই দুর্বল হচ্ছে ডলার, দাম বাড়ছে টাকার।
অতি মুনাফার লোভে যারা কার্বমার্কেট বা খোলাবাজার থেকে ১২০ টাকায় ডলার কিনেছিলেন তাদের মাথায় হাত। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা ডলার হোঁচট খেয়ে এখন উল্টো দিকে হাঁটছে; ১০৯ টাকায় নেমে এসেছে। শক্তিশালী হতে শুরু করেছে টাকা।

 আগামী সপ্তাহের মধ্যে ডলারের দর ১০৫ টাকায় নেমে আসবে বলে মনে করছেন তারা। তাই আমার ধারণায় যারা ডলার ক্রয় করে রেখেছিলেন তারা সেগুলো সেল দিয়ে দেন। 
jr. member
Activity: 48
Merit: 2
August 17, 2022, 04:22:21 AM
এয়ারড্রপ এবং বাউন্টি এটি একটি অনলাইন ইনকাম সোর্স এটা করতে কোন অর্থের প্রয়োজন হয়না কিনতু  বর্তমান অবস্থায় এয়ার্ড্রপ এবং বাউন্টি খুবই খারাপ অবস্থা আগের মত প্রেমেন্ট করে না বেশির ভাগ সাইট গুলো স্পাম  করে কিন্তু লেগে থাকলে কাজে দিবেই এই আশা রেখে আমরা সবাই মন দিয়ে কাজ করবো
আসলে ভাই বর্তমান বিটকয়েনের দাম ডাউন। এর জন্য সব প্রোজেক্টটি ডাউন। বিটকয়েনের দাম কমে যাওয়ার কারনে আগের মতো ভালো ভালো Airdrop আর Bounty পাওয়া যায় না।আর পাওয়া গেলেও তারা প্রেমেন্ট মাইরা দেয়।


সবচেয়ে বড় কথা - আগে  বাউন্টিতে খুব কম মানুষ কাজ করতো এর জন্য প্রেমেন্ট ও বেশি বেশি ভাগে জুটতো। তখন বাউন্টির Poll কম থাকলেও ভালো একটা প্রোফিট আসতো।কিন্তু এখন বাউন্টিতে অনেক মানুষ কাজ করায় Poll বেশি হওয়ার সত্তেও খুব একটা ভালো প্রোফিট কপালে জোটে না।  অপরদিকে  বাউনির তুলনায় Airdrop এ অনেক মানুষ কাজ করে। বাউন্টিতে যা পাওয়া যায় Airdrop এ তাও পাওয়া যায় না।


আসা করি বুজাতে পেরেছি। আর আমার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে বড় ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিবেন। ধন্যবাদ
jr. member
Activity: 48
Merit: 2
August 17, 2022, 12:33:35 AM
                                                                                                   Binance P2P

বাইনানছ P2P লেনদেন। নিজের আয় করা ডলার নিজে নিজে সেল দিয়ে নিজের বিকাশে টাকা নিন। অন্যের সাথে ডলার লেনদেন করে প্রতারিত হওয়ার থেকে নিজে নিজে বাইনানছে ডলার বিক্রয় করুন।


অনেকে Messenger গ্রুপে, Telegram গ্রুপে আরো অন্যান্য জায়গায় Buy/Sel করে প্রতারিত হচ্ছেন। আর অনেক মানুষ ডলার কিনে ডলারের যে দাম তা না দিয়ে তার থেকে অনেক কম দেয়। কিন্তু আপনি যদি আপনার আয় করা ডলার অন্যের কাছে বিক্রি না করে যদি Binance এ সেল দেন তাহলে আপনি টাকাও বেশি পাবেন। পাশাপাশি আপনার ডলার গুলাও নিরাপদে সেল দিতে পারবেন
ধন্যবাদ














newbie
Activity: 191
Merit: 0
August 16, 2022, 10:09:04 AM
কোনো কয়েন বা টোকেন মার্কেটে আসলো কি না কয়েনমার্কেট বা কয়েনগিকো থেকে জানতে পারি। তেমন ভাবে কোনো এনএফটি মার্কেটে আসলো কি না বা কত দাম বুঝার কোনো ঠিকানো আছে কি?? যদি থাকে কেউ জানলে বলবেন দয়াকরে।
jr. member
Activity: 205
Merit: 2
August 14, 2022, 07:41:32 AM
ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্স DeFi প্রোটোকল কার্ভ থেকে চুরি করা $450K পুনরুদ্ধার করে।

উৎস
Jump to: