Author

Topic: বাংলা (Bengali) - page 307. (Read 5319190 times)

newbie
Activity: 17
Merit: 0
June 17, 2022, 01:48:55 AM
বর্তমানে দেখা যাচ্ছে যে, অনলাইনের মধ্যে বিটকয়েনের দাম  দিন দিন কমে যাচ্ছে। কিন্তু এটা অনলাইনের কাজ এটার দাম অবশ্যই কমবে এবং বাড়বে এটা স্বাভাবিক। আবার দেখা যাবে যে বিটকয়েন একদিন আবার ঊর্ধ্বগতিতে চলে গেছে। তবে আশা করা যাচ্ছে যে অচিরেই বিটকয়েনের দাম আবার বেড়ে যাবে।
newbie
Activity: 100
Merit: 0
June 17, 2022, 01:33:11 AM
I want to tell the big senior brothers who bring the bounty
Let them bring a bounty of tokens that we can sell. There are some tokens that we can't sell. So you bring us a bounty of such tokens. We can sell them if we pay them.
newbie
Activity: 100
Merit: 0
June 17, 2022, 01:02:43 AM
 It is seen that the price of bitcoin is decreasing day by day. At one time it was seen that bitcoin was very popular in the market all the time. But that popularity is slowly starting to wane from the market
jr. member
Activity: 83
Merit: 2
June 16, 2022, 01:07:13 PM
Bad news


BTC ETH এর মতো ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু হতে পারে আমাদের বাংলাদেশেও।  আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক   ক্রিপ্টোকারেন্সি চালুর বিষয়ে  সম্ভাব্যতা যাচাই করবে।




কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা
central bank digital currency - CDCB  চালুর বিষয়ে সমীক্ষা চালাবেন তিনি উল্লেখ  করেন।

অর্থমন্ত্রী - আহম মুস্তফা কামাল এ তথ্যটি জানিয়েছে।

এখন বিষয় হলো বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি যদিও চালু করে তাহলে এটা আমাদের মতো মানুষদের জন্য অনেক ক্ষতিকর। ক্রিপ্টোকারেন্সি যদি বৈধতা দেয় বাংলাদেশের তাহলে 30 শতাংশ ভ্যাট চালু করে দিবে সরকার।
আমাদের জন্য এটা খুবই খারাপ সংবাদ।
jr. member
Activity: 83
Merit: 2
June 16, 2022, 06:58:21 AM
market update

আরেকটা ডাম্প হতে পারে মার্কেটে।
শর্ট টার্মের জন্য এন্ট্রি নেবেন না। লং টার্মের জন্য নিতে পারেন।
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
June 16, 2022, 12:54:04 AM

কথা টা কতো টুকু সত্যি?
আর যদিও এমন হয় আপনার এ বিষয়ে মতামত কি
News : সময় টিভি


নেটফ্লিক্স যদি টেলিগ্রাম এ এড করে তাহলে আসলে অনেক দুঃখের কথা। কারণ আমাদের ডলার দিয়ে চালাতে হবে। যদি আরেকটি ভাবে বলা যায় নেটফ্লিক্স সাধারণত দেশ ভিত্তিক চালু করা হয়।

নেটফ্লিক্সের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লা গ্যাটস শহরের ১০০ উইনচেস্টার সার্কেলে অবস্থিত। এছাড়াও তাদের আরো কয়েকটি কার্যালয় রয়েছে, যেগুলো নেদারল্যান্ডস, ব্রাজিল, ইন্ডিয়া, বাংলাদেশ , জাপান এবং উত্তর কোরিয়া-তে অবস্থিত।

নেটফ্লিক্স টা ইউটিউবের সাথে তুলনা করে বলা হলো~

নেটফ্লিক্স একটি অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউবের মতো সহজ ভাষায় ভিডিও দেখার জন্য একটি ওয়েবসাইট। আপনার যদি ইন্টারনেট থাকে তবে আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দেখতে জানেন তবে নেটফ্লিক্স কিছুটা আলাদা, আপনি নিখরচায় ভিডিও দেখতে পাবেন না, ভিডিওটি দেখার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রাইব করতে হবে। তার অর্থ নেটফ্লিক্সে ভিডিও দেখতে আপনার ইন্টারনেট থাকতে হবে, পাশাপাশি নেটফ্লিক্সকেও প্রতি মাসে অর্থ প্রদান করতে হবে, তারপরে আপনি ভিডিওটি দেখতে পারবেন।
 যদি টেলিগ্রাম এর সাথে নেটফ্লিক্স সত্যি ই এড করে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।
এছাড়াও নেটফ্লিক্স বিনামূল্যে ব্যবহার করা যায়না।

নেটফ্লিক্স গুগলের চেয়ে বয়স্ক, নেটফ্লিক্স 1997 সালে জন্মগ্রহণ করেছিলেন।

নেটফ্লিক্স যখন তৈরি করা হয়েছিল, তখন এটি নেটফ্লিক্সের নামকরণ করা হয়নি তবে এর নামকরণ করা হয়েছিল কিবল ble
২০০০ সালে, নেটফ্লিক্স কেবল ৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে নিজেকে বিক্রি করতে চেয়েছিল, তবে ব্লকবাস্টার নামের একটি সংস্থা কেনা থেকে এটি গ্রহণ করেছিল। আজ নেটফ্লিক্স একটি 100 বিলিয়ন সংস্থায় পরিণত হয়েছে।।
আর শেষ একটি কথাই বলব আমরা যারা বাংলাদেশি আছি তারা যদি নেটফ্লিক্স এর পাসওয়ার্ড শেয়ার করে তাহলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। তাই আমাদের অনেক সতর্কতার সাথে অবলম্বন করতে হবে।

তাছাড়া এটা কতটা সত্য যে টেলিগ্রামে নেটফ্লিক্স ব্যবহার করবে এটা বলা সম্ভব না। এছাড়াও বাংলাদেশে অনেক নেটফ্লিক্স ব্যবহারকারী আছে।

আশা করি এ বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা আরো ভালো ভাবে উপস্থাপন করবেন

  • Edit

আমি এখানে পরিবর্তন সম্পর্কে বিশদ বিবরণ পড়েছি: https://www.dignited.com/96300/telegram-premium-everything-need-know/
আমি যা দেখছি এখানে কোন সমস্যা নেই। শুধুমাত্র কিছু নতুন বৈশিষ্ট্যের জন্য অর্থপ্রদানের সদস্যতা প্রয়োজন হবে। এবং আমি মনে করি যে গড় ব্যবহারকারীর সত্যিই তাদের প্রয়োজন নেই। তাই আমি মনে করি যে প্রদত্ত সাবস্ক্রিপশন আরও ভালো হবে যদি আপনি সত্যিই তাদের কোম্পানিকে সমর্থন করতে চান।

সমস্ত বিদ্যমান বৈশিষ্ট্য বিনামূল্যে থাকবে : বর্তমান ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সবসময় একটি বিনামূল্যে সংস্করণ থাকবে . সমস্ত বর্তমান বৈশিষ্ট্য বিনামূল্যে থাকবে
jr. member
Activity: 266
Merit: 1
June 16, 2022, 12:19:44 AM



কথা টা কতো টুকু সত্যি?
আর যদিও এমন হয় আপনার এ বিষয়ে মতামত কি
News : সময় টিভি


member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
June 16, 2022, 12:15:33 AM

কিভাবে লিংক এড করবো ওনার মতো যেমন ফেসবুক লেখা থাকবে কিন্তু লিংকে চাপ দিলে ফেসবুকে নিয়ে যাবে এটা কিভাবে করবো কেউ একটু দেখিয়ে দিলে ভালো হতো

আপনি যে লিংক এড করতে চান সেটা আগে কপি করে নিবেন। তারপর লিংক এর নাম সিলেক্ট করবেন। যেমনঃ ফেজবুক লিংকের ফেজবুক নাম, টুইটার লিংকের টুইটার ইত্যাদি।

 আমার বিটকয়েন প্রোফাইল লিংক

কোডটি লক্ষ্য করুন।
Code:
[url=https://bitcointalksearch.org/user/first-registration-3466164]আমার বিটকয়েন প্রোফাইল লিংক[/url]

এই রকম ভাবে যেকোনো লিংক এড করতে পারবেন।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
jr. member
Activity: 266
Merit: 1
June 15, 2022, 09:08:42 PM
নিচে যে পিক দিলাম







কিভাবে লিংক এড করবো ওনার মতো যেমন ফেসবুক লেখা থাকবে কিন্তু লিংকে চাপ দিলে ফেসবুকে নিয়ে যাবে এটা কিভাবে করবো কেউ একটু দেখিয়ে দিলে ভালো হতো
member
Activity: 224
Merit: 26
June 15, 2022, 09:37:26 AM
কেউ আমাকে হেল্প করেন আমি কিভাবে pic দিয়ে পোস্ট করবো এখানে


আপনি সাধারণ ওয়েব সাইডটি ব্যবহার করে picture upload করতে পারবেন। আপনি প্রতিটি ধাপ অনুযায়ী কাজ করেন।

ওয়েব সাইড লিংক

এই ওয়েব সাইটে ঢুকার পর প্রথম এ  টুইটার/ফেসবুক/ইমেইল এর মাধ্যমে একটি একাউন্ট খুলে নিতে হবে।

তারপর~













আপনি এই রকম ভাবে কোড তৈরি করে picture দিয়ে পোস্ট করতে পারবেন।

Code:
[img width=300]https://i.ibb.co/ssKd0jY/IMG-20220615-194832.jpg[/img]

আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।


আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
এই পোস্ট থেকে সবাই অনেক উপকৃত হবে।

picture দিয়ে পোস্ট করার জন্য আরেক টা  ভালো সাইড হলো postimage।আর এর মাধ্যমে ও পোস্ট করা যায়।

লিংক~

Postimage
jr. member
Activity: 280
Merit: 1
June 15, 2022, 09:30:36 AM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
সবই ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন। এই খানে আমরা কি নিয়ে পোস্ট করি  আগে দেখেন পরে পোস্ট করবেন। 
ভাই আমার কথায় মনে কষ্ট নিয়েন না।
না ভাই
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
June 15, 2022, 09:20:35 AM
কেউ আমাকে হেল্প করেন আমি কিভাবে pic দিয়ে পোস্ট করবো এখানে


আপনি সাধারণ ওয়েব সাইডটি ব্যবহার করে picture upload করতে পারবেন। আপনি প্রতিটি ধাপ অনুযায়ী কাজ করেন।

ওয়েব সাইড লিংক

এই ওয়েব সাইটে ঢুকার পর প্রথম এ  টুইটার/ফেসবুক/ইমেইল এর মাধ্যমে একটি একাউন্ট খুলে নিতে হবে।

তারপর~













আপনি এই রকম ভাবে কোড তৈরি করে picture দিয়ে পোস্ট করতে পারবেন।

Code:
[img width=300]https://i.ibb.co/ssKd0jY/IMG-20220615-194832.jpg[/img]

আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।




সিগ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি রাজার মতো বাঁচতে পারেন এমন কোনো জায়গা কি পৃথিবীতে আছে?

আমি এই প্রশ্নটি গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করছি, যদিও আমি এই বলে যে আমি এইরকম কিছু করার পরিকল্পনা করছি না বলে যোগ্যতা অর্জন করতে যাচ্ছি। এটা আমার একটা ফ্যান্টাসি মাত্র, এবং প্রশ্নটি অর্থনীতির সাথে খুব বেশি সম্পর্কযুক্ত, অর্থাৎ, এটি মূলত বিশ্বের বিভিন্ন অংশের অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সম্পর্কিত। **সম্পাদনা করুন: এই থ্রেডটি বিটকয়েন আলোচনার জন্যও উপযুক্ত হবে, কিন্তু মোডস, দয়া করে এটিকে সেখানে সরিয়ে দেবেন না । এটি এমন একটি থ্রেড নয় যা মজার বলে বোঝানো হয়েছে, এবং আমি ভেবেচিন্তে উত্তর চাই-- যা পুরো ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি কী হওয়া উচিত সেই বর্জ্যভূমির মধ্যে থ্রেডটি পিকোসেকেন্ডে সমাহিত হলে আমি পাব না .**

ধরা যাক কিছু চিপমিক্সার জনতা তাদের দেশে বা দেশে যে অত্যাচারের অধীনে বাস করত তা থেকে বাঁচতে চেয়েছিল (আমি সেই প্রচারাভিযানটি বেছে নিয়েছি কারণ আমি মনে করি এটি সবচেয়ে বেশি অর্থ প্রদানকারী, তবে আমি ভুল হলে আমাকে সংশোধন করুন)। আমরা যুক্তির খাতিরে ধরে নেব যে প্রচারাভিযানটি অনির্দিষ্টকালের জন্য চলতে চলেছে এবং প্রতিটি সদস্য (আসুন মোট পাঁচটি বলা যাক) প্রতি সপ্তাহে সর্বাধিক সংখ্যক পোস্ট করে, প্রক্রিয়াটিতে $300 মূল্যের বিটকয়েন উপার্জন করে। আসুন আরও অনুমান করা যাক যে এই চিপমিক্সার স্নবগুলি কেবলমাত্র সর্বোত্তম-- হাভানা সিগার, একটি শালীন পরিমাণ জমি সহ একটি বড় আবাসস্থল এবং কোনও প্রতিবেশী নেই, একটি মদের সেলার (ভরাট করা হবে), এবং সমস্ত অবৈধ এবং আইনী পদার্থ তাদের ভাল- ধনী মহিলারা সংগ্রহ করতে পারেন। এবং রিটেনারের উপর একজন আইনজীবী।

আমার প্রশ্ন হল পৃথিবীতে এমন কোন জায়গা আছে কিনা যেখানে $1500/সপ্তাহ পাঁচজন রুমমেটকে খুব আরামদায়কভাবে বসবাস করার অনুমতি দিতে পারে--সম্ভবত আমি উপরে বর্ণিত হিসাবে বসের মতো নয়, তবে অন্তত বড় বাড়ি এবং সম্পত্তি। বছরের পর বছর ধরে আমি এমন গল্প শুনেছি যে ফিলিপিনো সদস্যরা শুধুমাত্র প্রচারাভিযানের উপার্জন থেকে খাবারের একটি ভাল সাপ্তাহিক বরাদ্দের জন্য অর্থ প্রদান করতে সক্ষম হয়েছিল এবং শেষবার যখন আমি সেই আলোচনাগুলির একটিতে অংশ নিয়েছিলাম তখন তাদের পরিমাণ অনেক কম ছিল। আমি ফিলিপাইন বাছাই করছি না; এটা এমন কিছু যা আমার মনে আছে এবং আমি জানি না এটা সত্যি কিনা। আমি যে বিষয়ে মোটামুটি নিশ্চিত তা হল একক পরিবারের মধ্যে সত্যিই অনুদানের খামার রয়েছে, যেখানে পরিবারের একাধিক সদস্য বিটকয়েন্টালকে স্প্যামিং করে এবং কতটা উপার্জন করছে কে জানে।

এটি আমাকে বলে যে এটিতে কিছু আছে, কারণ বাবা, ছেলে, মা এবং যা কিছু দাদা-দাদি এখনও জীবিত আছে তার কোনও উপায় নেই যদি এটি অন্তত কিছুটা লোভনীয় না হয় তবে অনুগ্রহ শিকার হবে। তাই আমি জানতে চাই যে কতদূর প্রচারাভিযানের আয় (আমার উদাহরণে 5 জনের জন্য প্রতি সপ্তাহে $1500) প্রসারিত হতে পারে। সেখানে কি আসলেই এমন কিছু জায়গা আছে যেখানে ফোরামে বিটকয়েন উপার্জন করে কেউ কেবল বেঁচে থাকতে পারে না কিন্তু উন্নতি করতে পারে?

<এবং কীভাবে একজন নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যেতে পারে?>

অন্য বোর্ড থেকে নেওয়া হয়েছে। যে পোস্টটি করেছেন।

The Pharmacist


jr. member
Activity: 266
Merit: 1
June 15, 2022, 08:34:32 AM
কেউ আমাকে হেল্প করেন আমি কিভাবে pic দিয়ে পোস্ট করবো এখানে
jr. member
Activity: 36
Merit: 2
June 15, 2022, 01:05:38 AM
Double bottom > 69000/2 = 34500/2 = $17250
আপনার অংক টা বুঝতে পারলাম। এটা বাংলা বোড বাংলা তে একটু খুলে বললেই হয়।  দেখেন আমি নিজেই বাংলা পোস্ট করি। আশা করি বুঝতে পারছেন।

Bitcoin এর মুল্য ''double bottom'' হিট করার সম্ভবনা বেশি
jr. member
Activity: 266
Merit: 1
June 14, 2022, 12:30:39 PM
Double bottom > 69000/2 = 34500/2 = $17250
আপনার অংক টা বুঝতে পারলাম। এটা বাংলা বোড বাংলা তে একটু খুলে বললেই হয়।  দেখেন আমি নিজেই বাংলা পোস্ট করি। আশা করি বুঝতে পারছেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 14, 2022, 12:22:49 PM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
সবই ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন। এই খানে আমরা কি নিয়ে পোস্ট করি  আগে দেখেন পরে পোস্ট করবেন। 
ভাই আমার কথায় মনে কষ্ট নিয়েন না।
jr. member
Activity: 280
Merit: 1
June 14, 2022, 11:14:40 AM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
jr. member
Activity: 36
Merit: 2
June 14, 2022, 09:46:56 AM
Double bottom > 69000/2 = 34500/2 = $17250
jr. member
Activity: 266
Merit: 1
June 14, 2022, 07:04:38 AM
গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই বছরের সবচেয়ে খারাপ ক্র্যাশের শিকার হয়েছি মোট ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন মার্কের নিচে নেমে গেছে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের BTC দামও কমে গেছে  একাধিক ভয়ের কারণে একটি বিশাল ক্র্যাশে $21,043-এর মতো নিচে নেমে গেছে.....
ক্রিপ্টো মার্কেট ক্যাপ গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো $3 ট্রিলিয়ন স্পর্শ করেছিল যা মূলত বিটকয়েনের নেতৃত্বে ছিল কারণ এটি  সর্বোচ্চ $69000 ছুঁয়েছিল....
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 13, 2022, 09:58:25 AM
যাদের একাউন্টে USDT আছে তারা সবাই BUSD করে রাখেন,,USDT ক্রাস করতে পারে

Sure না।
Cryptoworldman  তথ্যটি কোথা থেকে পেয়েছেন সোর্স উল্লেখ করে দিবেন.


আপনিসহ নতুন  যারা এ বিষয়ে জানেন না তাদের জন্য shasan  ভাইয়ের পোষ্টটি কুয়োট করলামঃ
আপনি বাংলাদেশ টপিকঃ অ্যাক্টিভ রয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। তা না হলে তা আমাদের এই টপিকের জন্য যেমন খারাপ বা বিরূপ প্রভাব ফেলবে, তেমনি ভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। যেমন আপনি পরপর দুটি পোস্ট করতে পারবেন না। যদি আপনার কোনো তথ্য দেয়ার থাকে তাহলে পূর্ববর্তী পোষ্ট এডিট করে দিতে হবে। যদি আপনি কোন টপিক ওপেন করে থাকেন সে ক্ষেত্রে রিজার্ভ হিসেবে দু-একটা পোস্ট করতে পারবেন। অন্যথায় পরপর আপনি পোস্ট করেন, তাহলে আপনার পোস্ট ডিলিট হতে পারে। তেমনি ভাবে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।
Jump to: