Author

Topic: বাংলা (Bengali) - page 308. (Read 5697817 times)

member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
August 14, 2022, 03:42:24 AM

আমার মতে মুদ্রাস্ফীতি ও আরো একটি মেজর কারণ ডলারের দাম বৃদ্ধির।
~~~~~
Quote
আমিও এই বিষয়ের ব্যাপারে আগ্রহী ছিলাম। ধন্যবাদ গুছিয়ে পোস্ট করার জন্য।

ভাই আপনি পর পর পোস্ট করা থেকে বিরত থাকেন । আর আপনি যদি কোনো পোস্ট এর রিপ্লাই না দিতে পারেন শুধু পোস্ট গুলো পড়ে শিখে নেন ।আর কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন । আর এই রকম রিপ্লাই থেকে বিরত থাকেন ।কারণ এমন পোস্ট সবসময় ডিলিট করা হয়ে থাকে ।আশা করি বুঝতে পেরেছেন।

jr. member
Activity: 32
Merit: 2
August 14, 2022, 03:00:36 AM
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে  নতুনদের জন্যবেসিক ধারণা:


আমি এটার ব্যাপারে তেমন একটা জানতাম না। ধন্যবাদ, এত সুন্দর করে লেখার জন্য। শুধু ছবি গুলোর শেষে
ট্যাগ ব্যবহার করে পরের লাইনে, এক্টার পরে আরেকটা দিলে বুঝতে সুবিধা হতো।
আমিও এই বিষয়ের ব্যাপারে আগ্রহী ছিলাম। ধন্যবাদ গুছিয়ে পোস্ট করার জন্য।
jr. member
Activity: 32
Merit: 2
August 14, 2022, 02:53:52 AM
গত দুই বছর ধরে ডলারের দাম স্থির রয়েছে। ২০২২ সালের অগাস্টের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ৯৫-৯৮ টাকা। কিন্তু পঁাচই আগস্ট থেকে ডলারের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করে। আজকে আগস্টের ১০ তারিখ এখন ১ ডলারের দাম আছে ১১৭.৭০ টাকা। আমার জানা মতে ডলারের দাম আরো বাড়বে।

 ডলারের দাম বৃদ্ধি কিসের জন্য?  এই  প্রশ্নের উত্তরে মি. ইসলাম বলেছেন, "আগে ডলারের দাম কম ছিলো কারণ সে সময় জিনিস পত্রের  আমদানিও কম ছিল। খাদ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আরো অনেক দ্রব্যের আমদানিও বেড়েছে। এছাড়া বিদেশ থেকে করোনাভাইরাসের অনেক টিকা ক্রয় করে আনা হয়েছে। সেই করোনাভাইরাসের টিকার পেমেন্ট শোধ করতে হচ্ছে। সার্বিক বিবেচনায় সাম্প্রতিক সময়ে ডলারের ওপর চাপ পড়েছে।" এরজন্য ডলারের দাম দিন দিন বেড়ে চলেছে।


কোথাও ভুল হলে বড় ভাইয়েরা ভুল টা দেখিয়েন দিয়েন। ধন্যবাদ
আমার মতে মুদ্রাস্ফীতি ও আরো একটি মেজর কারণ ডলারের দাম বৃদ্ধির।
newbie
Activity: 94
Merit: 0
August 14, 2022, 02:37:41 AM
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে  নতুনদের জন্যবেসিক ধারণা:

ডিফি(DiFi) ওয়ালেট আসলে কি ?

হয়তো লেখালার সময় মিসটেক হয়েছে DeFi লিখতে। ওটা ঠিক করে দিয়েন ভাই এডিট করে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 13, 2022, 01:02:51 PM
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে  নতুনদের জন্যবেসিক ধারণা:

DiFi নাহ, ওটা DeFi হবে। যার ইংরেজি পূর্ণরূপ হলো Decentralized Finance, এটি সংশোধন করে নিবেন আশা করি।  Cheesy
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 12, 2022, 01:56:36 AM
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে  নতুনদের জন্যবেসিক ধারণা:


আমি এটার ব্যাপারে তেমন একটা জানতাম না। ধন্যবাদ, এত সুন্দর করে লেখার জন্য। শুধু ছবি গুলোর শেষে
ট্যাগ ব্যবহার করে পরের লাইনে, এক্টার পরে আরেকটা দিলে বুঝতে সুবিধা হতো।
আমি এখানে টেবিল ইউজ করেছি তো আর br ট্যাগ ইউজ করলে অনেক ছবি তো বিশাল আকার ধারণ করত । আর এখানে থ্রেডের একটা প্রবলেম আছে যে রেসপনসিভ ভিউ দেখাচ্ছে না ভালো করে। আর এখানে ডেক্সটপ ভিউ একরকম দেখাচ্ছে আর মোবাইল ভিউ এক রকম দেখাচ্ছে । ডেক্সটপে ব্রাউজারে ১০০% জুম রেখে দেখলে একদম ভালোভাবে বোঝা যাবে আশা করি মোবাইলে একটু প্রবলেম হচ্ছে
jr. member
Activity: 48
Merit: 2
August 12, 2022, 12:43:54 AM
বিটকয়েন
যা ক্রিপ্টো মুদ্রা /কয়েন সতাশি নামে পরিচিত।  বিটকয়েন মাইনিং করে এশিয়া মহাদেশ অনেক এগিয়েছে। মাইনিং করে এশিয়া মহাদেশ এখন দ্বিতীয় স্থানে রয়েছে। এই ব্যবসায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা।


এশিয়ার এক নারীর বক্তব্যে -


"প্রতিদিন আমার সকাল শুরু হয় বিটকয়েনের দাম কতটা বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা দেখার মধ্যে দিয়ে। যখন আমি দেখি বিটকয়েনের দাম ৪০ হাজার ডলারে পৌঁছেছে-তখন আমি আনন্দে আত্তহারা হয়ে যাই। আমার মনের ভিতর অন্যরকম ফিলিংস অনূভব করি।"


বিটকয়েনের সূচনা

বিশ্বের সর্বপ্রথম বিটকয়েন ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি হয়েছিলো। বিট কয়েনের সাংকেতিক প্রতীক হল BTC, এবং এর ক্ষুদ্র একক হল সাতোশি। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা বিশাব নিকাশ ঘরের বা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি বা এই(বিটকয়েন /মুদ্রা/সতাশি /কয়েন) প্রচলন করে। বিটকয়েনের ডিজাইন ও কোডিং ২০০৭ সালে শুরু হয়েছিল। প্রকল্পটি ২০০৯ সালে মুক্ত সোর্স সফটওয়্যার হিসেবে অবমুক্ত করা হয়। বিটকয়েনে উৎপাদিত মাইনিং এর মাধ্যমে। কানাডার ভ্যানক্যুভারে বিটকয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করা হয়েছে।



বিটকয়েন মাইনিং কি?

বিটকয়েন মাইনিং বলতে বুঝায় বিটকয়েনের সমস্ত transaction গুলি যাচাই করা এবং ব্লকচেইন এ  সংযুক্ত করা । অর্থাৎ বিটকয়েন মাইনিং হল  নতুন ব্লক এর মাধ্যমে বিটকয়েন কে খুঁজে বের করা এবং ব্লকচেইন এ বিটকয়েন কে যুক্ত করা



বিটকয়েনর কেনাবেচা

বিটকয়েনের বিনিময়ে প্রথম পণ্য কেনা হয় ২০১০ সালের ২১ মে। লাসজলো নামক এক ব্যক্তি ১০ হাজার বিটকয়েন মুদ্রার বিনিময়ে ২৫ ডলার মুল্যের একটি পিৎজা কেনেন।


কোন কোন কাজে বিট কয়েন ব্যবহার

মাদক কেনাবেচা, অস্ত্র ব্যবসা এমনকি খুন খারাবির কাজেও বিট কয়েন ব্যবহার করা হচ্ছে। প্রথমদিকে ১৩০৯ বিট কয়েনের দাম ছিল মাত্র ১ ডলার। পরে নানা রকম অবৈধ কাজে বিটকয়েনের ব্যবহার বাড়লে বিটকয়েনের দাম বিপুল পরিমান বাড়তে থাকে।



বড় বড় ক্রিপ্টোকারেন্সিগুলির নাম


Bitcoin-BTC

Ethereum-ETH

Ripple- XRP

Monero- (XMR)

Cosmos- (ATOM)

Binance Coin-BNB

Polkadot-DOT

Uniswap-UNI

Cardano-ADA

Tether-USDT

Litecoin- (LTC)

Dogecoin




full member
Activity: 367
Merit: 136
August 11, 2022, 11:57:43 PM
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে  নতুনদের জন্যবেসিক ধারণা:


আমি এটার ব্যাপারে তেমন একটা জানতাম না। ধন্যবাদ, এত সুন্দর করে লেখার জন্য। শুধু ছবি গুলোর শেষে
ট্যাগ ব্যবহার করে পরের লাইনে, এক্টার পরে আরেকটা দিলে বুঝতে সুবিধা হতো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 11, 2022, 03:04:12 PM
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে  নতুনদের জন্যবেসিক ধারণা:

ডিফি(DiFi) ওয়ালেট আসলে কি ?
ডিসেন্ত্রালাইজ ফিনান্স বা ডি ফি(DiFi)  হল একটি উদীয়মান আর্থিক টেকনোলজি যা  ক্রিপ্টোকারেন্সি তে ব্যবহার করা হয় যা নিরাপদ বিতরণ করা লেজারস উপর ভিত্তি করে।  এই ব্যবস্থাটি অর্থ ,আর্থিক পণ্য , আর্থিক সেবা গুলি থেকে ব্যাংক ও প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ সরিয়ে দিয়েছে । (সূত্র)
বিনান্স ডিফি(DiFi) ওয়ালেট আসলে কি ?
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট  হল একটি  হল একটি নন কাস্তদিয়াল ডিসেন্ত্রালাইজড ঐত্রী ওয়ালেট যাবিনা অ্যাপস এ পাওয়া যায় .  বিনান্স হল সেন্ট্রালাইজড চেঞ্জার বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট  এর মাধ্যমে এখানেই ট্রাস্ট ওয়ালেট এর মতন ব্যবহার করতে পারবেন. (আরও জানতে এখানে ক্লিক করুন)

বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট  এর  সুবিধা
  • এর মাধ্যমে আপনি সেন্ট্রালাইজড চেঞ্জার এর মধ্যেই আবার ডিসেন্ত্রালাইজ এক্সচেঞ্জার পেয়ে যাচ্ছেন  অর্থাৎ দুটো একসাথে একটি অ্যাপস ব্যবহার করা যাবে .
  • ..
বিনান্স ডি ফি(DiFi) ওয়ালেট  এর অসুবিধা
  • এখানে সমস্যা হল ট্রাস্ট ওয়ালেট এর মত মাল্টিপল ওয়ালেট একসাথে ব্যবহার করতে পারবেন না  প্রতিবার ওয়ালেট রিমুভ করে আরেকটি ওয়ালেট ইমপোর্ট করতে হয়
  • ডিভাইস যদি দুর্বল থাকে তাহলে খুব স্লো কাজ করবে

ব্যবহার পদ্ধতি

কিভাবে এটি ক্রিয়েট করবেন তা নিচে দেওয়া হল-
1. প্রথমে বিনান্স ওয়ালেট এ গিয়ে অভার্ভিউ এ গিয়ে স্ক্রল ডাউন করে নিচের  ডিফি(DiFi) এর ওয়ালেট এ ট্যাপ করুন.
2.
3. এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন  ক্রিয়েট এ নিউ  ডিফি(DiFi)
 ওয়ালেট  এ করলেই আপনার নতুন ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে.  তাছাড়া আপনার অন্য
যেকোনো ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট অ্যাড করতে  ইমপোর্ট ওয়ালেট এ ক্লিক করে
নিচের স্টেপগুলো ফলো করুন 
4. পুরাতন ওয়ালেট যোগ করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন:
5. ট্রাস্ট ওয়ালেট এর মতন কাস্টম ভাবে
 টোকেন এড করতে নিচের স্টেপগুলো ফলো
 করুন

 
 

 
6. রিকভারের ওয়ার্ড(phrase)   গুলি
পেতে নিচের স্টেপগুলো ফলো করুন:

 
 
7. চলমান ওয়ালেট রিমুভ করতে বা নতুন ওয়ালেট যোগ করতে এই স্টেপটি ফলো করুন এবং পরে step-3 আবার দেখুন:
 

****ছবির ভিতর ইংরেজি এর জন্য দুঃখিত***
***

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 11, 2022, 10:55:33 AM
গত দুই বছর ধরে ডলারের দাম স্থির রয়েছে। ২০২২ সালের অগাস্টের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ৯৫-৯৮ টাকা। কিন্তু পঁাচই আগস্ট থেকে ডলারের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করে। আজকে আগস্টের ১০ তারিখ এখন ১ ডলারের দাম আছে ১১৭.৭০ টাকা।

২০২২ সালের শুরু থেকে ডলার এর দাম ক্রমানুসারে বৃদ্ধি পেতে শুরু করে তখন দাম ছিল ৯০-৯২ টাকা করে ।তার কিছু দিন পর আবার দাম কমে যায় । ৯০-৯৫ টাকায় অনেক দিন স্থির থাকে । মে মাস এর শুরু থেকে ১০০+ টাকা হয়ে যায় । ৩-৪ দিন পর আবার ৯৬-৯৮ টাকা তে চলে আসে ।

আর ডলার এর দাম হুট করে বেড়ে যায় জুলাই এর ২৬-২৭ তারিখ থেকে।   
আসলে এটির মুল কারণ ছিল মুদ্রাস্ফীতি, কেননা জুন মাসের মুদ্রাস্ফীতির পরিমাণ গত এক যুগে ইউএসএ-এর ইতিহাসে সর্বোচ্চ ছিল। এইজন্য এমনটা হয়েছি, আমি যতটুকু জানি। তবে ভালো বিষয় হলো, আগামীকাল জুলাই মাসের মুদ্রাস্ফীতির পরিমাণ প্রকাশ করা হয় এবং সেটি জুন মাসের তুলনায় অনকে কম। আর এই কারণেই কালকে সন্ধ্যায় মার্কেট পাম্প করেছিল।


তাই বলা যায় ডলার এর দাম বৃদ্ধি পায় না বরং আমাদের দেশের টাকা এর মান কমে যায়।

এটিই হলো আসল বিষয়, কিন্তু অনেকে এর বিপরীতটা বুঝে থাকে। যাই হোক আমেরিকা/ইউএসএ যেহেতু পৃথিবীর শীর্ষ দেশগুলোর একটি এবং ডলার/ইউএসডি-কে বৈশ্বিকভাবে ব্যবহৃত সর্বোচ্চ মুদ্রা, তাই সকলেই এটির সাথে নিজ দেশের মুদ্রাকে তুলনা করে। বাংলাদেশ প্রতিবেশী দেশের তুলনায় মুদ্রার মানে এগিয়ে ছিল, কেননা ভারত, পাকিস্তানে তাদের মুদ্রার মূল্য ডলারের সাপেক্ষে আগে থেকেই অনেক কম।
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
August 11, 2022, 04:43:49 AM
গত দুই বছর ধরে ডলারের দাম স্থির রয়েছে। ২০২২ সালের অগাস্টের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ৯৫-৯৮ টাকা। কিন্তু পঁাচই আগস্ট থেকে ডলারের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করে। আজকে আগস্টের ১০ তারিখ এখন ১ ডলারের দাম আছে ১১৭.৭০ টাকা।

২০২২ সালের শুরু থেকে ডলার এর দাম ক্রমানুসারে বৃদ্ধি পেতে শুরু করে তখন দাম ছিল ৯০-৯২ টাকা করে ।তার কিছু দিন পর আবার দাম কমে যায় । ৯০-৯৫ টাকায় অনেক দিন স্থির থাকে । মে মাস এর শুরু থেকে ১০০+ টাকা হয়ে যায় । ৩-৪ দিন পর আবার ৯৬-৯৮ টাকা তে চলে আসে ।

আর ডলার এর দাম হুট করে বেড়ে যায় জুলাই এর ২৬-২৭ তারিখ থেকে।

Quote
ডলারের দাম বৃদ্ধি কিসের জন্য?  

আমাদের কিছু ভুল ধারণা আছে ।সেটা হলো আমরা সব সময় বলে থাকি ডলার এর দাম অনেক বৃদ্ধি বা কমে যাচ্ছে । সত্যি কথা হলো ডলার এর দাম কখনও কমে না । হ্যা কমে কিন্তু অনেক কম যেমন ১-২ সেন্ট সমপরিমাণ । ডলার হচ্ছে USD (United States Doller) যেটা সব সময় দাম একই থাকে । তাই বলা যায় ডলার এর দাম বৃদ্ধি পায় না বরং আমাদের দেশের টাকা এর মান কমে যায়।

আশা করি বুঝতে পারছেন ।
jr. member
Activity: 48
Merit: 2
August 10, 2022, 11:08:45 AM
গত দুই বছর ধরে ডলারের দাম স্থির রয়েছে। ২০২২ সালের অগাস্টের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ৯৫-৯৮ টাকা। কিন্তু পঁাচই আগস্ট থেকে ডলারের দাম আস্তে আস্তে বাড়তে শুরু করে। আজকে আগস্টের ১০ তারিখ এখন ১ ডলারের দাম আছে ১১৭.৭০ টাকা। আমার জানা মতে ডলারের দাম আরো বাড়বে।

 ডলারের দাম বৃদ্ধি কিসের জন্য?  এই  প্রশ্নের উত্তরে মি. ইসলাম বলেছেন, "আগে ডলারের দাম কম ছিলো কারণ সে সময় জিনিস পত্রের  আমদানিও কম ছিল। খাদ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আরো অনেক দ্রব্যের আমদানিও বেড়েছে। এছাড়া বিদেশ থেকে করোনাভাইরাসের অনেক টিকা ক্রয় করে আনা হয়েছে। সেই করোনাভাইরাসের টিকার পেমেন্ট শোধ করতে হচ্ছে। সার্বিক বিবেচনায় সাম্প্রতিক সময়ে ডলারের ওপর চাপ পড়েছে।" এরজন্য ডলারের দাম দিন দিন বেড়ে চলেছে।


কোথাও ভুল হলে বড় ভাইয়েরা ভুল টা দেখিয়েন দিয়েন। ধন্যবাদ
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 09, 2022, 10:24:08 AM
বেশ কিছুদিন ধরে paypal usd ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু আমার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকায় ফোরাম ও বিভিন্ন সাইটে ক্রয় সম্পর্কিত৷ কিছু তথ্য সংগ্রহ করি,এইসব তথ্য জানারপর ক্রয়ের ইচ্ছেই মরে গেছে।নিচে তার কিছু উপস্থাপন করছি।

PayPal এবং ক্রেডিট কার্ডে লেনদেন গ্রহণ করে এমন অন্য যেকোন মানি ট্রান্সফার পরিষেবার মাধ্যমে পাঠানো অর্থ প্রেরকের দ্বারা সহজে ফিরিয়ে নেওয়া যায়, এমনকি কয়েক সপ্তাহ পরেও। তাই,আপনি শুধুমাত্র সেই ব্যক্তিদের সাথে লেনদেন করতে পেপ্যাল ​​গ্রহণ করবেন যাদের আপনি অত্যন্ত বিশ্বাস করেন। এই কারণেই নতুনরা তাদের PayPal USD সফলভাবে বিক্রি করতে পারে না। কিছু অন্যান্য পরিষেবা যা সম্পূর্ণ নিরাপদ নয়: - ওয়্যার ট্রান্সফার ছাড়া ব্যাঙ্ক ট্রান্সফার (ACH, ইত্যাদি) - বেশিরভাগ উপহার কার্ড। - মানিপাক - এলার্টপে - Paysafecards - দোল্লা - ওয়েস্টার্ন ইউনিয়ন (কিছু ক্ষেত্রে অর্থ পুনরুদ্ধারের জন্য তারা প্রাপকের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে)।সুতরাং পেপাল লেনদেনের ক্ষেত্রে সাবধান  থাকবেন,না হলে আপনার কষ্টার্জিত অর্থ হারাবেন। লেনদেন করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিবেন।

এই ফোরামের মাধ্যমে যদি আপনি পেপাল লেনদেন করতে চান তাহলে অবশ্যই বিশ্বস্ত ইউজারদের সাথে লেনদেন করুন যারা এইখানে অনেকদিন পর্যন্ত লেনদেন করছেন। তাহলে ওরা চার্জব্যাক করবে না আশা করি। অন্যথায়, চার্জব্যাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
member
Activity: 184
Merit: 65
August 09, 2022, 12:51:29 AM
বেশ কিছুদিন ধরে paypal usd ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু আমার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকায় ফোরাম ও বিভিন্ন সাইটে ক্রয় সম্পর্কিত৷ কিছু তথ্য সংগ্রহ করি,এইসব তথ্য জানারপর ক্রয়ের ইচ্ছেই মরে গেছে।নিচে তার কিছু উপস্থাপন করছি।

PayPal এবং ক্রেডিট কার্ডে লেনদেন গ্রহণ করে এমন অন্য যেকোন মানি ট্রান্সফার পরিষেবার মাধ্যমে পাঠানো অর্থ প্রেরকের দ্বারা সহজে ফিরিয়ে নেওয়া যায়, এমনকি কয়েক সপ্তাহ পরেও। তাই,আপনি শুধুমাত্র সেই ব্যক্তিদের সাথে লেনদেন করতে পেপ্যাল ​​গ্রহণ করবেন যাদের আপনি অত্যন্ত বিশ্বাস করেন। এই কারণেই নতুনরা তাদের PayPal USD সফলভাবে বিক্রি করতে পারে না। কিছু অন্যান্য পরিষেবা যা সম্পূর্ণ নিরাপদ নয়: - ওয়্যার ট্রান্সফার ছাড়া ব্যাঙ্ক ট্রান্সফার (ACH, ইত্যাদি) - বেশিরভাগ উপহার কার্ড। - মানিপাক - এলার্টপে - Paysafecards - দোল্লা - ওয়েস্টার্ন ইউনিয়ন (কিছু ক্ষেত্রে অর্থ পুনরুদ্ধারের জন্য তারা প্রাপকের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে)।সুতরাং পেপাল লেনদেনের ক্ষেত্রে সাবধান  থাকবেন,না হলে আপনার কষ্টার্জিত অর্থ হারাবেন। লেনদেন করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিবেন।

Sourch:https://bitcointalksearch.org/topic/m.197267
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 07, 2022, 09:40:05 AM
আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺
৭. কোন ধরনের ভিক্ষা চাওয়া যাবে না। (মেরিট, পজিটিভ ট্রাস্ট, বিটকয়েন বা আল্টকয়েন)।


 আপনি কি মেরিট (Merit)  চান?তাহলে আপনার করা পোস্ট, মন্তব্য বা কমেন্টের উপর বেশি মনোযোগ দিন|

মেরিট আপনি অবশ্যই পাবেন তবে প্রথমত আপনাকে মেরিটের পিছনে না ছুটে আপনার পোস্ট কিনবা কমেন্টের উপর বেশি মনোযোগ দিতে হবে|আপনার জানা কোনো তথ্য থাকলে সেটাকে শেয়ার করুন|তাছাড়া আপনি যে বিষয়ে নিজিকে বেশি পারদর্শী মনে করেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটাকে শেয়ার করুন|
আর হ্যা,মনে রাখবেন শুধু বাংলা থ্রেট নিয়ে আলোচনা করলে হবে না।  আপনাকে মেরিট পেতে হলে অবশ্যই বিটকয়েন ডিসিকাশন,  মেটা,  ইত্যাদি অন্যান্য থ্রেট এ মানসম্মত পোষ্ট করতে হবে।  কাউকে সাহায্য করুন অথবা যুক্তিসম্মত পোষ্ট করুন।  আর অবশ্যই এমন কোন পোষ্ট করবেন না যেই পোষ্ট ওই থ্রেট এর জন্য নয়।পোস্টের গুনগত মান এবং উপরের বিষয়গুলো ঠিক রেখে পোস্ট করলে অব্যশ্যই আপনি Merit পাবার যোগ্যতা রাখেন |




sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 07, 2022, 06:52:08 AM
English এ পোস্ট করা ছাড়া কোনো উপায় নেই

আপনি যে পোষ্টটি করেছেন, সেগুলো তো বাংলাতেও করা যায়। আর এসব তথ্য বিভিন্ন ওয়েবসাইট যেমন: কয়েনমার্কেটক্যাপ, কয়েনগিকো প্রভৃতিতে পাওয়া যায়।  Huh


Quote
বর্তমান মার্কেটের অবস্থা

বিটকয়েনের পরবর্তী সাপোর্ট লাইন ২২.৫ হাজার ডলার
বিটকয়েনের পরবর্তী রেজিস্ট্যান্ট লাইন ২৩.৩ হাজার ডলার
বিটকয়েনের ডোমিন্যান্স (মার্কেটে আধিপত্য) ৩৮.৪২%
গত ২৪ ঘন্টায় স্পট মার্কেটের ভলিউম ১৭.৯৯ বিলিয়ন ডলার
ফেয়ার এবং গ্রিড ইনডেক্স ৩০
পুরো মার্কেটের ক্যাপিটাইলেশন ১.১৫ ট্রিলিয়ন ডলার
member
Activity: 126
Merit: 17
Sinbad Mixer: Mix Your BTC Quickly
August 07, 2022, 01:44:33 AM
আমি কিভাবে মেরিট পাবো

আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺

কেউ এমনি এমনি আপনাকে মেরিট দেবে না। আপনি যদি ভালো মানের পোস্ট করতে পারেন তাহলে মেরিট পাবেন।

বিস্তারিত জানতে: https://bitcointalksearch.org/topic/m.53602200
jr. member
Activity: 266
Merit: 1
August 07, 2022, 01:19:20 AM

English এ পোস্ট করা ছাড়া কোনো উপায় নেই



CURRENT MARKET CONDITION

BITCOIN NEXT SUPPORT 22.5K
BITCOIN NEXT RESISTANCE 23.3K
BITCOIN DOMINANCE 38.42%
LAST 24H SPOT VOLUME $17.99B
FEAR AND GREED INDEX 30
MARKET CAPITALIZATION $1.15T
newbie
Activity: 392
Merit: 0
August 06, 2022, 11:12:33 PM
আমি কিভাবে মেরিট পাবো

আমাকে কেউ একটি মেরিট গিফট করবেন please 🥺
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 05, 2022, 10:16:09 PM
আসলে মেরিট কি এটা সবাই জানেন না আমি নিজেও জানতাম না
মেরিট নিয়ে বিস্তারিত পড়ুন এইখানে- মেরিট সংক্রান্ত ধারণা

আমি বান্টি প্রজেক্ট ম্যানেজ করতে চাই। কিন্তু কোথায় থেকে প্রজেক্ট পাব সেটা জানি না দয়া করে যদি কোন সিনিয়র ভাই সাহায্য করেন তাহলে উপকৃত হব ।
পেলে আমাকে জানিয়েন। আমিও খুজছি। যেসব জায়গায় নতুন নতুন প্রজেক্ট রিভিউ অথবা এনাউন্সমেন্ট হয়, সেগুলো থেকে প্রজেক্টের কন্টাক্ট ডিটেইলস নিয়ে কথা বলতে পারেন। যদিও এইটার সাকসেস রেট খুবই লো, এইটা ছাড়া আর খুব ভালো ওয়ে আমার জানা নেই। আমি নিজেও মাত্র ২টা বাউন্টি নিয়ে এসেছি। আর পারিনি।
Jump to: