Author

Topic: বাংলা (Bengali) - page 309. (Read 5697937 times)

newbie
Activity: 58
Merit: 0
August 04, 2022, 11:53:00 AM
আমি বান্টি প্রজেক্ট ম্যানেজ করতে চাই। কিন্তু কোথায় থেকে প্রজেক্ট পাব সেটা জানি না দয়া করে যদি কোন সিনিয়র ভাই সাহায্য করেন তাহলে উপকৃত হব । আমি অনেকদিন হলো এ বিষয়ে রিচার্জ করতেছি কিন্তু কোনভাবেই আমি বাউন্টি ম্যানেজ করতে পারতেছি না । দয়া করে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ।
newbie
Activity: 151
Merit: 0
August 03, 2022, 08:25:44 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে সংযুক্ত আছি, তারা কয়েকটা দিন একটু সতর্ক থাকি৷

ডিবি পুলিশ পাগলের মত যারে তারে ধরতাছে। বড় কোনো লেনদেন থেকে বিরত থাকলে ভালো হয়। ব্যাংকে পেমেন্ট নেয়া থেকে বিরত থাকি৷

*দূরে কোথাও গেলে ক্রিপ্টো কারেন্সি এর সব কাজ থেকে বিরত থাকি পাবলিক প্লেস এ, হোটেলে, পার্কে,হলে ইত্যাদি।
*P2P তে বড় বড় লেনদেন না করাই ভালো।
* অল্প পরিমান ডলার বিক্রি করি।
*আর যদি পারেন তো পরিচিত কারো কাছে ডলার সেল দিবেন।

গ্লোবাল মার্কেট র ডলার এর দাম বেড়ে গিয়ে টাকার মান কমে গেছে। নরমালি ব্যংকে যেখানে ৯৪/৯৫টাকা ডলার মূল্য সেখানে খুচরা বাজারে ১১০/১১২ করে সেল হচ্ছে।
হিউজ একটা মুদ্রাস্ফীতি হচ্ছে। এর জন্য ডিবি পুলিশ মাঠে নেমেছে।
একটু সতর্ক থাকি সবাই কে সতর্ক করি।

ধন্যবাদ
newbie
Activity: 854
Merit: 0
August 03, 2022, 06:41:56 AM
আসলে মেরিট কি এটা সবাই জানেন না আমি নিজেও জানতাম না তাই যার যার মনের ভাবটা এমন ভাবে প্রকাশ করবেন না যাতে আপনারে মেসেজ দেখে অন্য ব্যক্তি বিরক্ত হয় তাই সবাই কে বলছি মেরিট পেতে হলে ভালো মানের পোস্ট করবেন যে পোস্ট দেখে অন্য জনের উপকার হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমরা সবাই সবাইকে অবশ্যই সাহায্য করবো ধন্যবাদ
jr. member
Activity: 83
Merit: 2
August 03, 2022, 06:34:07 AM
কিভাবে মেরিট পাবো অথবা কি করলে মেরিট পাবো প্লিজ কেউ এই ব্যাপারে আমাকে সাহায্য করুন
মেরিট পেতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল পোস্ট করতে হবে।মনে করেন আপনি যে বিষয়ে সবচাইতে বেশি বুঝেন ওই বিষয়ে পোস্ট করবেন এবং ওই পোস্ট ধারা যদি কেউ উপকৃত হয় তাহলে সে মেরিট দিবে। যেমন আমি আপনাকে হেল্প করলাম এটি একটি কোয়ালিটিফুল হেল্প ফুল পোস্ট।
newbie
Activity: 854
Merit: 0
August 03, 2022, 06:28:18 AM
কিভাবে মেরিট পাবো অথবা কি করলে মেরিট পাবো প্লিজ কেউ এই ব্যাপারে আমাকে সাহায্য করুন
newbie
Activity: 854
Merit: 0
August 03, 2022, 06:26:38 AM
এয়ারড্রপ এবং বাউন্টি এটি একটি অনলাইন ইনকাম সোর্স এটা করতে কোন অর্থের প্রয়োজন হয়না কিনতু  বর্তমান অবস্থায় এয়ার্ড্রপ এবং বাউন্টি খুবই খারাপ অবস্থা আগের মত প্রেমেন্ট করে না বেশির ভাগ সাইট গুলো স্পাম  করে কিন্তু লেগে থাকলে কাজে দিবেই এই আশা রেখে আমরা সবাই মন দিয়ে কাজ করবো
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 03, 2022, 02:11:31 AM
অ্যানিমেশন পিকচার কিভাবে আপলোড করব?
কোথায় আপলোড করতে চাচ্ছেন? সাধারণত আপনি আপনার ইমেজ/পিকচার imgur, img.bb বা অন্য যে কোন ইমেজ হস্টিং সাইটে আপলোড করে তারপর সেখান থেকে সরাসরি BB Code কপি করে নিতে পারেন। কিংবা লিংক দিয়ে ফোরামে ইমেজ কোড ব্যবহার করেও পোস্ট করতে পারেন। সাধারণত পিকচার এইখানে পোস্ট করা আর gifs পোস্ট করার মধ্যে কোন পার্থক্য নেই।
jr. member
Activity: 266
Merit: 1
August 02, 2022, 08:27:04 AM
অ্যানিমেশন পিকচার কিভাবে আপলোড করব?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 01, 2022, 05:08:25 AM
পিটুপি এর  মূল কাহিনী


বিটকয়েন লেনদেন বাংলাদেশের জন্য অবৈধ। এখন আমি বাইনানছে  P2P মাধ্যমে ডলার লেনদেন করি।

এখন আমার প্রশ্ন হচ্ছে? -
আমি যে  বাইনানছে P2P এর মাধ্যমে ডলার লেনদেন করি প্রশাসকের লোকেরা কিভাবে বুজবে?

সহজ হিসাব, সরকার চাইলেই যেকোনো ওয়েবসাইটের তথ্য সেই ওয়েবসাইটের মালিক থেকে নিতে পারবে। আর কোনো ওয়েবসাইট তথ্য দিতে না চাইলে সেই ওয়েবসাইটের ডোমেনকে বাংলাদেশে ব্লক করে দেওয়া হয় এবং ভিপিএন ছাড়া সেই ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব হয় নাহ। এখন আসা যাক, পিটুপি লেনদেনের কাহিনীটা নিয়ে। সরকার মূলত তাদেরকে ধরতেছে, যারা অবৈধ লেনদেনের সাথে কোনো নাহ কোনোভাবে জড়িত আছে। যেহেতু এটি এখন সকলের মাথাব্যাথার কারণ, আজকে আপনাদেরকে কিছু বিষয় সকলের জন্য শেয়ার করতেছি।

প্রথম কারণ: বাংলাদেশের অনেকেই বিভিন্ন গেমের ডায়মন্ড কিংবা ইউসি বিক্রি করে, এখন লাখপতি হয়েছে। আমার নিজের এক বন্ধুও তাদের একজন, যে প্রতিবছর প্রায় iPhone পরিবর্তন করে। এখন আসি মূল কাহিনীতে, বিভিন্ন গেমের টপআপ, যেমন: Free Fire গেমের ডায়মন্ড টপআপের জন্য Shell ক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশি অনেকে পিটুপি থেকে USDT ক্রয় করে এবং এরপর বাহিরের দেশ থেকে Shell ক্রয় করে। কিন্তু এটি মূলত অবৈধ, কেননা এটি এক ধরনের হুন্ডি হয়ে যাচ্ছে আর সরকার সেটি থেকে কোনো কর আদায় করতে পারতেছে নাহ। আর যারা এমন ধরনের লেনদেন করে, তারা প্রতিদিন প্রায় সর্বনিম্ন ১০০০ ডলারের লেনদেন করে, তাহলে ভাবেন কি পরিমাণ লেনদেন হয় সারা দেশ থেকে। আর এখন থেকে তো সরকার কোনো ধরনের কর/ভ্যাট পাইতেছে নাহ। তাই যারাই এমন কোনো লেনদেনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, তাদেরকে সরকার ধরতেছে।

দ্বিতীয় কারণ: একটি খবর দেখলাম যে, সরকার সকল অবৈধ ইউএসডি (USD) কিংবা ফরেক্সে ডলার লেনদেনকারীকে আইনের আওতায় আনবে। অনেকে হয়তো একটি বিষয় জানে নাহ যে, বিভিন্ন ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মগুলো ( IQ option, expert option, binomo etc) কিভাবে বাংলাদেশে বিকাশ অথবা নগদে উইথড্র দেয়। তাদের জন্য এই বিষয়টি:

ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মগুলো সাধারণত ৩য় কোনো একটি কোম্পানির সহযোগিতা নেয়, লোকাল কারেন্সির উইথড্র দেওয়ার জন্য। আর এই ৩য় কোনো কোম্পানি শুধু বাংলাদেশ নয়, বরং অনেকে দেশের লোকাল উইথড্র দেওয়ার জন্য সার্ভিস প্রদান করে। কিন্তু সেটি অবৈধ উপায় করে। আসল কাহিনী হলো, ৩য় কোম্পানি প্রত্যেক দেশ থেকে বিভিন্ন এজেন্টকে লেনদেনের অফার দেয়। যদি বাংলাদেশের কথা বলি, তাহলে ওই ৩য় কোম্পানি বাংলাদেশের বিভিন্ন বিকাশ, নগদ, উপায় এজেন্টকে অফার দেয় যে, আপনি আমাদের উইথড্রগুলো সম্পন্ন করবেন এবং আপনাকে একটি নির্দিষ্ট শেয়ার/পার্সেন্টেজের অর্থ প্রদান করা হবে। আর এই শেয়ারের পরিমাণ সাধারণ বিকাশ কিংবা নগদ কিংবা উপায়ের ক্যাশআউটের ফি থেকে অনেক বেশি। এতে অনেক এজেন্ট লোভে পড়ে, তাদের সঙ্গে কাজ শুরু করে এবং তাদের উইথড্রগুলো সম্পাদন করে।

আর এভাবেই বিভিন্ন ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মগুলো ৩য় কোনো কোম্পানির সহযোগিতায় বিকাশ/নগদ/উপায়ে উইথড্র টাকাতে দিয়ে থাকে। তাহলে ভাবুন, এখানেও কিন্তু সরকার তাদের কর/ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ফরেক্স কিংবা ইন্টারন্যাশনাল ডলার ক্রয়ের নিয়ম রয়েছে এবং সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোই এসব লেনদেন করতে পারবে। তাই সরকার সেসব এজেন্টকে ধরতেছে, যারা এমন পিটুপি সার্ভিস বিভিন্ন ফরেক্স ব্রোকার কিংবা বাইনারি ট্রেডিং প্লাটফর্মকে প্রদান করে থাকে।


এসব ছাড়াও আরো অন্যান্য অনেক কারণ আছে, তবে আমার মতামত অনুযায়ী এই দুইটাই প্রধান কারণ।  Wink


আমি মনে করি প্রশাসনের লোকদের এটা  প্রত্যক্ষ বা সরাসরি বোঝার কোনো সম্ভাবনা নাই কিন্তু  আপনার ব্যাংক একাউন্টে  টাকা ট্রানজেকশন এর পরিমাণ যদি অনেক থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে পারে।

আরেকটা উপায় ধরতে পারে  সেটা হল   ধরুন প্রশাসনের লোকরাই  বাইনান্স একাউন্ট খুলে পি টু পি  অর্ডার দিতে পারে  এভাবে আপনাকে ধরতে পারবে ।  মূল কথা হলো তারা ধরতে চাইলে বা বুঝতে চাইলে  এখানে অসম্ভবেরও  কিছু নাই .

আপনার ধারণা ভুল, সরকার সবকিছুই তদারকির মধ্যে রাখে, কিন্তু ততক্ষণ কোনো কিছূ করে নাহ যতক্ষণ কেউ অবৈধ কোনো কাজ কারবার করতেছে। আমি উপরে লিখেছি, সেটি পড়লে বুঝতে পারবেন।
member
Activity: 184
Merit: 65
August 01, 2022, 01:02:01 AM
বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে তার নিজস্ব পরিচিতি তৈরি করেছে।বিটকয়েনের প্রতি আকর্ষণ দিন-দিন বেড়েই চলেছে এর শেষ কোথায় হবে তা অনুমান করে বলা কঠিন।বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে অর্থ বিনিয়োগের হার পাল্লা দিয়ে বাড়ছে।
এরমধ্যে নতুন একটি জিনিস এসেছে সামনে NFT বা NON Fungible token(নন-ফাঞ্জেবল)। সহজে বলতে গেলে যার মধ্যে ছত্রাক জন্মাবে না।এনএফটি হল আর্থিক সম্পদের একটা এমন ডিজিটাল রূপ যা সহজে পরিবর্তন করা যাবে।যেমন ১০০ টাকার নোটকে দুটি পঞ্চাশ টাকার নোটে ভাগ করে নিয়ে অর্থের মুল্য একই থাকে।কিন্তু NFT এর বেলায় তা হবে না,এটি এমন একটা অভিনব ডিজিটাল সম্পদ যা সহজেই পরিবর্তন করা সম্ভব নয়। এটা হতে পারে কোনও বহুমূল্যের বাড়ি অথবা কোনও ভাস্কর্য বা মোনালিসার চিত্র।কিন্ত প্রশ্ন উঠতেই পারে এটা তো নকল হতে পারে?নকল করে আরেকটি তৈরি করা যেতে পারে কিন্তু মূল জিনিসটি একই থাকবে।যে কোনও ভাস্কর্যের কাজই বহুমূল্যের হয়। কারণ, এটি একটিই থাকে। তবে চাইলে সেটার ডিজিটাল ফাইলে রূপান্তর করা যেতে পারে এবং সেটার ডুপ্লিকেট তৈরি করা যেতে পারে। আর এনএফটির কাজ হল এমন ধরনের শিল্পকে টোকেনাইজড (Tokenized) করে মালিকানার ডিজিটাল সার্টিফিকেট তৈরি করে দেওয়া যার সাহায্যে আসল জিনিসটিকে কেনা বা বেচা যাবে। সেটা আবার ক্রিপ্টোকারেন্সির সাহায্যে নিয়ে কিনতে হবে।এর সাহায্যে ক্রেতার পরিচয় ও কী কেনা হল তার একটা রেকর্ড ব্লকচেইনে (Blockchain) থেকে যাবে। এই রেকর্ড বদলে ফেলা সম্ভব নয়। কারণ এটা বিশ্বের বহু কম্পিউটারের মাধ্যমে হয়।সম্প্রতি ৬৯ মিলিয়ান ডলারের বিপলের ( Beeple's) আর্টের বহু কপি সামনে এসেছে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে শিল্পী নিজেই কপিরাইট সরিয়ে নিয়েছে, কিন্তু এনএফটি টোকেন বলে দেয় শিল্পের আসল মালিক তিনিই। অনেকে এই পদ্ধতিটিকে অটোগ্রাফ প্রিন্ট (Autographed print) বলেও মনে করছে।Twitter-এর সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey) তাঁর প্রথম Tweet এনএফটি হিসেবে বিক্রি করেন। যা ২.৫ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। তবে ক্রিপ্টোকারেন্সির মতো কিছু পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
এনএফটি দিয়ে যিনি রেকর্ড আয় করেছেন মাইক উইঙ্কেলম্যান (Mike Winkelmann) বা বিপল, যিনি নিজের শিল্প বিক্রির আগেও বলেছেন "সত্যি বলতে গেলে এই পুরো বিষয় নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে, এটা প্রতারণাও হতে পারে"

কিভাবে  এনএফটি ক্রয় করবেন?

OpenSea, Rarible, এবং SuperRare সহ বিপুল সংখ্যক NFT মার্কেটপ্লেসে নন-ফাঞ্জিবল টোকেন ক্রয় করা যায়।

source:https://www.theverge.com/22310188/nft-explainer-what-is-blockchain-crypto-art-faq
jr. member
Activity: 48
Merit: 2
July 31, 2022, 09:40:39 AM
~snip~


আমি মনে করি প্রশাসনের লোকদের এটা  প্রত্যক্ষ বা সরাসরি বোঝার কোনো সম্ভাবনা নাই কিন্তু  আপনার ব্যাংক একাউন্টে  টাকা ট্রানজেকশন এর পরিমাণ যদি অনেক থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে পারে।

আরেকটা উপায় ধরতে পারে  সেটা হল   ধরুন প্রশাসনের লোকরাই  বাইনান্স একাউন্ট খুলে পি টু পি  অর্ডার দিতে পারে  এভাবে আপনাকে ধরতে পারবে ।  মূল কথা হলো তারা ধরতে চাইলে বা বুঝতে চাইলে  এখানে অসম্ভবেরও  কিছু নাই .






বুজতে পেরেছি ভাই। অনেক ভয়ে ছিলাম আপনার কথা গুলো শুনে একটু শান্তি পেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া। Love You.
newbie
Activity: 854
Merit: 0
July 31, 2022, 03:43:49 AM
কখনো পারসোনালি  কারোর কাছে থেকে ডলার বাই সেল করবেন না।  সরাসরি  এক্সচেঞ্জ থেকে বাই করুন P2P এর মাধ্যমে। কারণ এরা বেশির ভাগ অনেক স্ক্যাম হচ্ছে, আপনি যদি তাকে পার্সোনালি চেনেন তাহলে বাই সেল করতে পারেন,  কিন্তু তার ভিডিও দেখেন ইউটিউবে। আপনার তাকে বিশ্বাস হলো আর আপনি তার কাছে থেকে কিছু ডলার কিনে নিলেন, আপনার বিশ্বাস হলো । এর পরে আপনি বিশ/চল্লিশ/পঞ্চাশ বা এক লাখ টাকার ডলার কেনার জন্য তাকে টাকা পাঠালেন কিন্তু সে আপনাকে ডলার না দিয়ে ব্লক করে দিলো। এরকম অনেক হয়েছে বুঝলেন।  তাই আবারো বলছি আপনি ডলার বাই সেল করুন শুধুমাত্র প্রতিষ্ঠিত এক্সচেঞ্জ এর মাধ্যমে P2P দিয়ে। এখানে স্ক্যাম হওয়ার চান্স থাকেনা, স্ক্যাম হলেও কম্পানি আপনার ক্ষতিপূরন দিতে বাধ্য থাকিবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 31, 2022, 03:27:25 AM
~snip~


আমি মনে করি প্রশাসনের লোকদের এটা  প্রত্যক্ষ বা সরাসরি বোঝার কোনো সম্ভাবনা নাই কিন্তু  আপনার ব্যাংক একাউন্টে  টাকা ট্রানজেকশন এর পরিমাণ যদি অনেক থাকে তাহলে ইনভেস্টিগেশন করতে পারে।

আরেকটা উপায় ধরতে পারে  সেটা হল   ধরুন প্রশাসনের লোকরাই  বাইনান্স একাউন্ট খুলে পি টু পি  অর্ডার দিতে পারে  এভাবে আপনাকে ধরতে পারবে ।  মূল কথা হলো তারা ধরতে চাইলে বা বুঝতে চাইলে  এখানে অসম্ভবেরও  কিছু নাই .



jr. member
Activity: 48
Merit: 2
July 31, 2022, 02:59:14 AM
বিটকয়েন লেনদেন বাংলাদেশের জন্য অবৈধ। এখন আমি বাইনানছে  P2P মাধ্যমে ডলার লেনদেন করি।

এখন আমার প্রশ্ন হচ্ছে? -
আমি যে  বাইনানছে P2P এর মাধ্যমে ডলার লেনদেন করি প্রশাসকের লোকেরা কিভাবে বুজবে?

Little Mouse,  Review Master, wtsimis, Cryptoworldman  ভাই আপনাদের কাছে থেকে জানতে চাই। আপনারা তো অনেক কিছু জানেন আসা করি এটিও জানেন।


sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 30, 2022, 02:26:52 PM
আজকে এইটুকু, অন্যদিন আরো বিস্তারিত কোনো পোষ্ট করবো।  Cheesy

ভাই তো পরে আর কিছু শেয়ার করলেন না। যাইহোক, আশাকরি ভাই সময় করে একদিন পুরো ব্যাপারটা লিখবেন।
আসলে ব্যপারটা অনেক ইন্টারেস্টিং লাগে। কিছুদিন আগে দেখলাম BNB তাদের সাইড চেইন BAS বিল্ড করেছে, স্কেলেবিলিটির সাথে আরও অনেক সুযোগ তৈরি করেছে। আগের থেকেও আরও কম সময়ে, কম ফিস পরিশোধ করে ট্রাঞ্জেকশন শেষ করা যাবে।

ব্যস্ততায় দিন যাচ্ছে, আর এখানে এক্টিভ থাকতে চাইলেও তেমন সময় হয় নাহ। যাই হোক, সাইডচেইন এবং EVM chain এবং sidechain এর কিছুটা পার্থক্য রয়েছে। যেহেতু আপনি সাইডচেইন নিয়ে কথা তুললেন, তাহলে একটু সাধারণ বিষয় সকলের জন্য এখন শেয়ার করলাম।

প্রত্যেক চেইনে কোনো না কোনো এমন প্রজেক্ট থাকে, যেগুলোতে ট্রান্সজেকশনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং এতে সেই চেইনে ট্রান্সজেকশন ফি ও সম্পাদনের চাহিদা বৃদ্ধি পায়। এতে সাধারণ কিংবা অন্যান্য প্রজেক্টের ট্রান্সজেকশনেও প্রভাব পড়ে। আর এর সমাধান হিসেবে অনেক চেইনের ডেভেলপাররা নতুন একটি চেইন চালুর প্রস্তাব করে এবং এটি মূল চেইনের নিচে চলবে কিংবা চাইল্ড/সাইড চেইন হিসেবে চলবে। এই সাইডচেইন শুধুমাত্র নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হবে এবং সেটির ব্যবহারকারীর ট্রান্সজেকশনগুলো শুধুমাত্র সেই সাইডচেইনে সম্পন্ন হবে। এতে মূল চেইনে কোনো প্রকার চাপ থাকবে নাহ। মজার বিষয হলো, সাইডচেইনগুলো চাইলে নিজেদের মূল টোকেনকে ট্রান্সজেকশনের ফি হিসেবে ব্যবহার করতে পারবে কিংবা মূল চেইনের কয়েনকে ফি হিসেবে ব্যবহার করতে পারে। সহজ একটি উদাহরণ হলো, Avalanche এর সাবনেটসগুলো, বিস্তারিত এখানে পাবেন: https://www.avax.network/subnets
কিংবা এখানে সকল সচল সাবনেটগুলোর তালিকা পাবেন: https://subnets.avax.network/subnets

আর একটি বিষয়, avalanche এর সাবনেটসগুলোকে অনেকে সম্পূর্ণ সাইডচেইন হিসেবে বিবেচনা করে নাহ।  Grin

আজকে এইটুকুই, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন, আমি পরবর্তীতে উত্তর দিয়ে দিবো।  Wink
full member
Activity: 367
Merit: 136
July 30, 2022, 11:19:27 AM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।

ইথিরিয়ামের সরাসরি সাইডচেইন বলা যাবে নাহ, কিন্তু বিএনবি, পলিগন, ফ্যানটম ইত্যাদি সকল প্রজেক্টই ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন কিংবা EVM (Ethereum Virtual Machine) ব্যবহার করার মাধ্যমে নিজেদের চেইন চালু করেছে। এইজন্যই তাদের চেইনগুলোতে ইথিরিয়ামের তুলনায় কম ট্রান্সজেকশন ফি পেয়ে থাকেন এবং EVM ব্যহবহার করে, তারা নিজেদের মনমতো চেইন তৈরি করতে পারে। যেমন: ইথিরিয়ামের গ্যাস ফি কিন্তু বৃদ্ধি কিংবা হ্রাস পাওয়ার মাধ্যমে ট্রান্সজেকশন ফি কমবেশি হয়, কিন্তু বিএনবি-তে তাদের গ্যাস ফি নির্দিষ্ট করে দেয়া আছে। যদিও আমরা চাইলে সেটি বৃদ্ধি করতে পারি, কিন্তু তাদের চেইনে সেটি বৃদ্ধি পাবে নাহ।  Wink

আজকে এইটুকু, অন্যদিন আরো বিস্তারিত কোনো পোষ্ট করবো।  Cheesy
ভাই তো পরে আর কিছু শেয়ার করলেন না। যাইহোক, আশাকরি ভাই সময় করে একদিন পুরো ব্যাপারটা লিখবেন।
আসলে ব্যপারটা অনেক ইন্টারেস্টিং লাগে। কিছুদিন আগে দেখলাম BNB তাদের সাইড চেইন BAS বিল্ড করেছে, স্কেলেবিলিটির সাথে আরও অনেক সুযোগ তৈরি করেছে। আগের থেকেও আরও কম সময়ে, কম ফিস পরিশোধ করে ট্রাঞ্জেকশন শেষ করা যাবে।
newbie
Activity: 151
Merit: 0
July 30, 2022, 07:19:38 AM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা কি? বিটকয়েন কি আবার দাম বাড়বে?

মার্কেটের যা অবস্থা দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে যে এবারের বেয়ারিশ মার্কেট দীর্ঘ সময় যাবতই থাকবে , আর  অলরেডি তো নানান জায়গায় কথার উঠতেছে যে 2022 এবং 23 সাল  মার্কেট নিম্নগামী থাকবে পরবর্তীতে আবার 2024 এ বুলরান করবে ।  তবে একটা কাজ করতে পারেন যদি অলস টাকা থাকে তাহলে এখন বিটকয়েন বি এন বি বা  ইথেরিয়াম  ইনভেস্ট করতে পারেন  লং টাইম এর জন্য ভাল প্রফিট দিবে এগুলো ।  আমার মনে হয় না এরকম dip আসবে ।

আজকে ৩০ জুলাই ২০২২। এখন বিটকয়েনের দাম ২৩৯৪৫। কিছুদিন আগের তুলনায় বিটকয়েনের দাম একটু পাম্প করেছে। আর সামনে বিটকয়েনের দাম আরো অনেক বাড়বে আমি ১০০%।  

Crypto Library আপনার মতামতে আমি একমত। তবে সবাই যাই বলুক না কেনো ২০২২ সালের শেষের দিকে বিটকয়েন অনেক পাম্প করবে আমি আসা করি। আর বিটকয়েনর দাম বাড়লে BNB, ETH এইগুলার দাম বাড়বে আমি ১০০% Sure।

ধন্যবাদ ভাইয়া
newbie
Activity: 3
Merit: 0
July 28, 2022, 12:40:07 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
jr. member
Activity: 83
Merit: 2
July 28, 2022, 06:27:44 AM
ভুল করেও কারোর কাছে থেকে ডলার বাই সেল করবেন না। সোজা এক্সচেঞ্জ থেকে বাই করুন P2P এর মাধ্যমে। কারণ এরকম অনেক স্ক্যাম হচ্ছে, ধরুন আপনি কাউকে পার্সোনালি চেনেন না কিন্তু তার ভিডিও দেখেন ইউটিউবে। আপনার তাকে বিশ্বাস হলো আর আপনি তার কাছে কয়েক হাজার টাকার ডলার কিনে নিলেন, আপনার বিশ্বাস আরো বেড়ে গেলো। এর পরে আপনি বিশ/চল্লিশ/পঞ্চাশ বা এক লাখ টাকার ডলার কেনার জন্য তাকে টাকা পাঠালেন কিন্তু সে আপনাকে ডলার না দিয়ে ব্লক করে দিলো। গত দুই দিনে পনেরো জনের মতো আমাকে মেসেজ করে বলেছে তাদের সাথে এরকম ফ্রড হয়েছে। তাই আবারো বলছি আপনি ডলার বাই সেল করুন শুধুমাত্র প্রতিষ্ঠিত এক্সচেঞ্জ এর মাধ্যমে P2P দিয়ে। এখানে স্ক্যাম হওয়ার চান্স থাকেনা, স্ক্যাম হলেও কম্পানি আপনার ক্ষতিপূরন দিতে বাধ্য।
NOTE- আমি কোনো ডলার বাই সেল করিনা।
newbie
Activity: 31
Merit: 0
July 28, 2022, 12:59:35 AM
সাম্প্রতি যারা https://tether-coin.vip
এই সাইড টিতে মাইনিং কাজ করেন তারা দ্রুত সড়ে যান। বর্তমানে এটি হ্যাক শুড়ু হয়েছে। ওয়ালেটে যদি কারো $ থেকে থাকে তারাতারি সরিয়ে ফেলুন ও এমন লিংক প্রবেশ থেকে বিরত থাকুন।
Jump to: