Author

Topic: বাংলা (Bengali) - page 309. (Read 5318515 times)

jr. member
Activity: 83
Merit: 2
June 07, 2022, 08:48:47 PM
ভাই আমি কিভাবে মেরিট পাবো হেল্প করবেন কেউ
মেরিট পেতে হলে আপনাকে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে। ইংলিশে বিভিন্ন সেকশনে গিয়ে ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। আপনি যে বিষয়ে বেশি বোঝেন এবং বেশি পারেন। বেশি বেশি পোস্ট করবেন এবং অন্যকে হেল্প করবেন। আপনার পোষ্টে বা রিপ্লেতে যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে মেরিট  দিবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে মেরিট পাবেন
newbie
Activity: 546
Merit: 0
June 07, 2022, 02:48:04 PM
ভাই আমি কিভাবে মেরিট পাবো হেল্প করবেন কেউ
jr. member
Activity: 83
Merit: 2
June 07, 2022, 10:25:50 AM
Ami ai group a notun.amk hlp korben
লোকাল বোর্ডে ইংলিশে কেন পোস্ট করতাছেন
যেখানে আমাকেও বাংলাতে পোস্ট করতে বলা হয়েছে।
আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন।
newbie
Activity: 44
Merit: 0
June 07, 2022, 06:49:49 AM
Ami ai group a notun.amk hlp korben
jr. member
Activity: 83
Merit: 2
June 07, 2022, 02:26:11 AM
সম্মানিত ভাইয়েরা,
বিটকয়েন সহ সকল ধরনের কয়েন ডাউন ট্রেন্ডে চলছে। আর উপরের পিক থেকে বোঝা যাচ্ছে যে আমরা ডাউন ট্রেন্ড শেষের দিকে চলছে। খুব শিঘ্রই বুলিশ ট্রেন্ড শুরু হবে। সুতরাং যারা ট্রেড করেন ধৈর্য ধরেন আর ইথিরিয়াম ট্রেড একটু সাবধানে করবেন ১৫০০$ বা ১০০০$ এ আসতে পারে।
jr. member
Activity: 83
Merit: 2
June 06, 2022, 08:36:50 PM
সোল এখন কারেন্ট প্রাইসে বাই করবেন না, ৩০ ডলারের আশেপাশে আসার চান্স বেশি আছে, তখন কিছু বাই করতে পারেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 06, 2022, 07:39:21 AM
সুজন আলীকে তো সবাই চিনেন তাই না । ওনার একটা ক্যাম্পেন ডিসট্রিবিউশন করতেছে OWL.game তো এখানে কিছু সংখ্যক লোক পেমেন্ট পেয়েছে যারা শুধু একটি ক্যাম্পেইনে কাজ করছিল আবার অনেকেই দুই-তিনটি ক্যাম্পেইনে কাজ করেও পেমেন্ট পেয়ে গেছে আবার যারা সবগুলা ক্যাম্পেইনে জয়েন হয়েছে তারা এখনও পেমেন্ট পাইনাই অল রেডি টেকেন আজকের লিস্টেড হবে । Mexc exchanger তাকে সবাই বলছে পেমেন্ট এর বিষয়ে সে কোন রেসপন্স দিচ্ছনা গ্রুপে নাই তো কি করা যাইতে পারে বলেন এভাবে ডিসট্রিবিউশন করলে কি হবে বলেন আমার মনে হয় যে নতুন ম্যানেজার বা যারা এরকম third-party ম্যানেজার আছে এদের কাজ না করাই ভালো ।
ভাই বিশ্বাস করবেন না এই পেমেন্ট পাওয়ার জন্য কত কিছু করতাছি বিটকয়েনে এসএমএস দিতে হবে তারপরও এখনো পেমেন্টের কোনো আপডেট নেই আর ওই দিক দিয়ে টোকেন আজকের লিস্টেড হবে আর আমরা যদি এক সপ্তাহ পর পেমেন্ট পায় দেখা যাচ্ছে তখন টোকেন টা ডাউন এ চলে যাবে তখন আমাদের কি লাভ।
উনার কিন্তু উচিত ছিল যারা পেমেন্ট পাইনাই তাদের পেমেন্ট গুলো আজকের ভিতর দিয়ে দেবার। কিন্তু সে তা করেনি।
jr. member
Activity: 35
Merit: 2
June 05, 2022, 10:46:19 AM
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 43 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছে। সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সুস্থ হয়ে ফিরে আসে।
jr. member
Activity: 35
Merit: 2
June 04, 2022, 01:52:31 PM
আচ্ছা আমার একটা বিষয় জানার আছে লিটিল মাউস ভাই একটু আপনি বলবেন আপনি যে বাউন্টি পোস্ট করেন এটাকি কোন লিংক পোস্ট করেন নাকি পিকচার  পোস্ট করে।

সে দুইটাই ব্যবহার করে। আপনি যদি jr member /Coper memner হন তাহলেই শুধু তার মতো ছবি বা ছবির মধ্যে লিংক ব্যবহার করতে পারবেন।আপনি যদি এই গুলায় পারদর্শী।হতে চান  তার জন্য আপনাকে freelancing শিখে Web depolepment হতে হবে। আর লিটল মাউস ভাই যে বাউন্টি ছারে সেখানে সে শুধু লিংক বা শুধু পিক দেয় নাই। পিক এবং লিংক দুইটাই ব্যবহার করেছেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 04, 2022, 12:44:39 PM
আচ্ছা আমার একটা বিষয় জানার আছে লিটিল মাউস ভাই একটু আপনি বলবেন আপনি যে বাউন্টি পোস্ট করেন এটাকি কোন লিংক পোস্ট করেন নাকি পিকচার  পোস্ট করে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 03, 2022, 02:10:39 PM
আমি ব্লকচেইন ডেভেলপার হতে চাই তাহলে আমার প্রথমে কী করা উচিত যারা সিনিয়র আছেন তারা একটু বলবেন ?

প্রথমত আপনাকে PHP বা JSP'র মতো কোনো Web Programming language শিখতে/জানতে হবে যাতে আপনি কোনো Coin এর Node এর সাথে JSON-RPC তে তথ্যের আদানপ্রদান করতে পারেন। এরপর আপনাকে ঠিক করতে হবে কোন Coin এর Blockchain এর উপর আপনি কাজ করতে চান। আপনার পছন্দের Coin এর Website এ গিয়ে তাদের Developer Documentation দেখলে আপনি বুঝতে পারবেন কি Function Call করে আপনাকে কোন কাজ করতে হবে। Blockchain developer হতে Andreas Antonopoulos এর দুটি বই আপনার সহায়ক হতে পারে...

১. Mastering Bitcoin

২. Mastering Ethereum

কেনার দরকার নেই। Github এ নিখরচায় পড়তে পারেন। Link করে দিয়েছি। Bitcoin আর Ethereum Blockchain এ দক্ষতা থাকলে আপনার অন্যান্য Coin এ কাজ করাও সুবিধে হবে।
jr. member
Activity: 35
Merit: 2
June 03, 2022, 11:49:50 AM
ট্রেডিং নিয়ে কিছু কথা


এই বছর মাঝে মাঝে বিটকয়েন এর মধ্যে ঝড় ওঠে,,, তখন হয় অনেক দাম বাড়বে না হলে অনেক দাম কমে যাবে। আর এই ঝড়ের সময় যারা কঠিন ভাবে রিস্ক নিতে পারবেন তারা ভিষণ প্রফিট নিতে পারবেন বা বিষণ লচ খাবেন। এখন আপনার যদি এই রিস্ক নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে অপেক্ষা করবেন ঝড় থেমে সাভাবিক হলে তখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। কারণ মারকেট আপনাকে প্রতিদিন ইনকাম এর সুযোগ দিবে আপনাকে শুধু নিজের অবস্থা অনুযায়ী রিস্ক নিয়ে ট্রেডিং করবেন সঠিক নিয়মে।
jr. member
Activity: 83
Merit: 2
June 03, 2022, 11:29:26 AM
কিভাবে পেমেন্ট দেই?
২০১৮ দিকে Btc পেমেন্ট দিতো কিন্তু এখন বেশিরভাগ টোকেন দেই।
এই তথ্য আপনি কোথায় পেলেন? বাউন্টি শুরু থেকেই টোকেন/কয়েন দিত। এইরকম আলাদা করে কিছু নেই যে ২০১৮ সালের আগে বিটিসি পেমেন্ট দিত। তবে বাউন্টির জন্য বিটিসি রিওয়ার্ড অনেকেই দেয় বা দিতে পারে। বেশিরভাগ তাদের নিজস্ব টোকেন/কয়েন দিয়েই বাউন্টি রিওয়ার্ড দেয়।
আসলে আমার সঠিকটা জানা ছিল না ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ লিটিল মাউস
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 03, 2022, 10:08:20 AM
কিভাবে পেমেন্ট দেই?
২০১৮ দিকে Btc পেমেন্ট দিতো কিন্তু এখন বেশিরভাগ টোকেন দেই।
এই তথ্য আপনি কোথায় পেলেন? বাউন্টি শুরু থেকেই টোকেন/কয়েন দিত। এইরকম আলাদা করে কিছু নেই যে ২০১৮ সালের আগে বিটিসি পেমেন্ট দিত। তবে বাউন্টির জন্য বিটিসি রিওয়ার্ড অনেকেই দেয় বা দিতে পারে। বেশিরভাগ তাদের নিজস্ব টোকেন/কয়েন দিয়েই বাউন্টি রিওয়ার্ড দেয়।
jr. member
Activity: 83
Merit: 2
June 03, 2022, 01:19:37 AM
আমি ব্লকচেইন ডেভেলপার হতে চাই তাহলে আমার প্রথমে কী করা উচিত যারা সিনিয়র আছেন তারা একটু বলবেন ?
ব্লকচেইন ডেভেলপার হওয়ার জন্য, আপনাকে  ব্লকচেইন ডেভেলপমেন্টের দায়িত্বগুলি পরিচালনা  করার জন্য যথেষ্ট দক্ষ হতে হবে আপনার সেই প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি বা যেকোনো ইনস্টিটিউট থেকে তথ্য নিরাপত্তা ডিগ্রি থাকতে হবে।       
jr. member
Activity: 266
Merit: 1
June 03, 2022, 01:16:24 AM
 আমি ব্লকচেইন ডেভেলপার হতে চাই তাহলে আমার প্রথমে কী করা উচিত যারা সিনিয়র আছেন তারা একটু বলবেন ?
jr. member
Activity: 83
Merit: 2
June 02, 2022, 12:40:52 PM
আমি জানি অনেক এ এই সব কিছু যানে কিন্তু নতুন রা কিছু বুঝে না তাই কিছু ধারনা দিলাম

বাউন্টি কি?  
অনেকেরই মনে প্রশ্ন জাগে?
আসুন আমি যতটুকু জানি শেয়ার করি বাউন্টি কি?
বাউন্টি এমন একটা সেকশন যেখানে টোকেন বা কোন  প্রজেক্ট কে প্রমোট  করানো হয়। একটা বাউন্টিতে অনেকগুলো ক্যাম্পইন থাকে।  

বাউন্টি কাজ করতে কি কি লাগে?
টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডিন , ইউটিউব, টেলিগ্রাম, ডিস্কোর্ড

কি কি ক্যাম্পেইন থাকে?
টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডিন , আর্টিকেল, সিগনেচার, ইউটিউব, টেলিগ্রাম, ডিস্কোর্ড  আপনি চাইলে প্রত্যেকটি ক্যাম্পেইনে কাজ করতে পারবেন।  

কিভাবে পেমেন্ট দেই?
২০১৮ দিকে Btc পেমেন্ট দিতো কিন্তু এখন বেশিরভাগ টোকেন দেই।

 পেমেন্ট পাইছেন নাকি কিভাবে চেক করবেন?
আপনার  BSC  এডডেস যেটা  আছে ওইটা নিচের দেওয়া লিংক সার্চ দিবেন যদি পেমেন্ট পান তাইলে টোকেন সো করবে ।
https://bscscan.com/

কিভাবে টোকেন sell  দিয়ে টাকা হাতে নিবেন?
 
https://pancakeswap.finance/swap?outputCurrency=0x9085B4d52c3e0B8B6F9AF6213E85A433c7D76f19
বেশিরভাগ টোকেন এইখানে লিস্ট থাকে

যদি কিছু ভুল বলে থাকি ধরিয়ে দিবেন
যেকোনো দরকার হলে আমাকে SMS দিবেন
@crush250
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 02, 2022, 12:07:51 PM
আচ্ছা এখন আমার প্রশ্ন
১. তাদের প্রজেক্ট সম্পর্কে পোস্ট করতে হবে?
২. নাকি আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যেকোনো পোস্ট করতে হবে 
৩.  আর বিটকয়েন্টক যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে তাইতো?
৪.আচ্ছা আমি যে কাজ করব আমি যে পোস্ট করব এটা কি কোথাও জমা দিতে হবে
৪. আচ্ছা আমি একসাথে কয়টা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারব.?
১. না। আপনি ফোরামের আলোচনায় অংশগ্রহণ করবেন। যে প্রজেক্ট প্রমোট করবেন সেটা নিয়ে কোন কথা বলা লাগবে না। যেমন আমি বর্তমানে প্লেবেটার প্রমোট করতেছি কিন্তু ওদের নিয়ে কোথাও কিছু লিখি নাই। লিখতেও হবে না।
২. সাধারণ আলোচনা। এই যে আমি এইটা পোস্ট করতেছি, সিগ্নেচার ক্যাম্পেইন এ এইটাও গণনা করা হবে।
৩. হ্যা, তবে কিছু ক্যাম্পেইন এ আলাদা নিয়ম থাকে। গ্যাম্বলিং সাইটের ক্যাম্পেইন এ গ্যাম্বলিং বোর্ডে পোস্ট করা লাগে।
৪. না। ম্যানেজার আপনাকে মনিটরিং করবে।
৫. একটার বেশি করতে পারবেন না।
jr. member
Activity: 83
Merit: 2
June 02, 2022, 09:39:14 AM
সিনিয়র ভাইরা বলবেন আমাকে যে সিগনেচার ক্যাম্পেইনে  কাজ করতে কি কি লাগে?  
১.আপনাকে কাজ করতে হলে সর্বপ্রথম যে আর মেম্বার আইডি লাগবে
২.ক্রিপ্টোকারেন্সি তে অনেক ভালো অভিজ্ঞতা থাকতে হবে আপনার
৩.ইংরেজিতে ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে
jr. member
Activity: 266
Merit: 1
June 02, 2022, 09:36:07 AM
 সিনিয়র ভাইরা বলবেন আমাকে যে সিগনেচার ক্যাম্পেইনে  কাজ করতে কি কি লাগে? 
Jump to: