Author

Topic: বাংলা (Bengali) - page 310. (Read 5697937 times)

jr. member
Activity: 83
Merit: 2
July 27, 2022, 05:06:52 AM
YouTube subscribe 😁watch time
১০০০ সাবস্ক্রাইবার ১৪০০ টাকা
১০০০ ঘন্টা ওয়াচ টাইম ১৫০০ টাকা
নিতে চাইলে যোগাযোগ করুন
whatsapp number:

01568664397
YouTube subscribe 😁watch time
১০০০ সাবস্ক্রাইবার ১৪০০ টাকা
১০০০ ঘন্টা ওয়াচ টাইম ১৫০০ টাকা
নিতে চাইলে যোগাযোগ করুন
whatsapp number:
01568664397
কোন জায়গায় কোন পোস্ট করতে হয় এটাও কি জানেন না? এটা বাংলাদেশ লোকাল বোর্ড  এখানে আমাদের যা সমস্যা হয় সেগুলোর সমাধান করা হয়। এবং ক্রিপ্টোকারেন্সি বিষয়ে কথা বলা হয়। কিন্তু আপনি তা না করে। আপনার বিজনেসের পোস্ট করতেছেন। তাইলে কি হবে বলেন ভাই?
member
Activity: 184
Merit: 65
July 27, 2022, 02:39:21 AM
যে কোন ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টের তথ্য সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ।আমি আমার জানা কিছু তথ্য উপস্থাপন করছি।আশা করছি নতুনদের জন্য উপকারী হবে।

১.সার্কুলেটিং সাপ্লাই :
সার্কুলেটিং সাপ্লাই বলতে মোট কয়েন বা টোকেনের সংখ্যা বুঝায় যা ব্যবসার জন্য সক্রিয়ভাবে পাওয়া যায় বাজারে এবং সাধারণ জনগণের মধ্যে ব্যবহারযোগ্য। যখন কোন কোম্পানি একটি নির্দিষ্ট সংখ্যক টোকেন তৈরি করে, তখন পুরো সরবরাহের পরিবর্তে এটির শুধুমাত্র একটি অংশ প্রচলনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একটি টোকেনের মোট সরবরাহের তুলনায় সার্কুলেটিং সাপ্লাই সবসময় উল্লেখযোগ্যভাবে কম হয়।

২.টোটাল সাপ্লাই :
এই মুহুর্তে বিরাজমান কয়েনের মোট পরিমাণ (যা যাচাইযোগ্যভাবে পোড়ানো হয়েছে এমন কয়েনকে বিয়োগ করা)।
সর্বোচ্চ সরবরাহ হল সর্বাধিক পরিমাণ কয়েনের সর্বোত্তম পরিমান যা ক্রিপ্টোকারেন্সির জীবদ্দশায় বিদ্যমান থাকবে।
newbie
Activity: 3
Merit: 0
July 25, 2022, 02:53:11 PM
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
full member
Activity: 1099
Merit: 116
July 25, 2022, 10:05:17 AM
অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের লোকাল থ্রেডের  ভালো একজন সোর্স  naim027  ভাই  প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যান খেয়েছে ।  তিনি বাংলাদেশের টপ পোস্ট দাতাদের মধ্যে  চার নম্বরের ছিলেন ।  তার ব্যান খাওয়ার পরপরই আমাদের ট্রেডের অবস্থা ধীরে ধীরে ডাউন হয়েছে।  বিশেষ করে ম্যারিট  এর আদান প্রদান শুধু কমতেছে ।  এমতাবস্থায় আমাদের উচিত ভালোভাবে থ্রেডে এক্টিভ হওয়া  তাহলে হয়তো কোন একদিন বাংলাদেশকে নিজস্ব লোকাল বোর্ড সহ দেখা যাবে।
যে কাজটা নাঈম ভাই করতেন অনেক ঘাটাঘাটির পর  আমি একটু চেষ্টা করেছি। নিচে টা উল্লেখ করলাম

জুন মাসে টোটাল 135  টা পোস্ট হয়েছে   আর 135 পোস্টে মাত্র 11 টি মেরিট  পেয়েছে।   পোষ্টের সংখ্যা গত মে মাসের তুলনায় বেশি হলেও  মেরিট  সংখ্যা  কমেছে  মে মাসে পোস্ট ছিল-১০৮ এবং মেরিট-২১  যা প্রায় দ্বিগুণ ছিল।
নিচে বাংলাদেশ এর লোকাল থ্রেডের  জুন মাসের পোস্ট এবং মেরিট ড্যাশবোর্ড তুলে ধরা হলোঃ


জুন মাসের পোস্ট অ্যাক্টিভিটি



জুন মাসের মেরিট   ড্যাশবোর্ড

প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:
1. Cryptoworldman [35]
2. sakil200 [17]
3. Crypto Library [13]
4. First Registration [8]
5. Little Mouse [8]
6. Dadu17@0 [7]
7. Next-door [7]
8. BravoDjBravo [5]
9. Darbar99@ [4]
10. cryptotalklab1 [3]

আইডি পারমানেন্ট ব্যান খাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে-প্লাগরিজম। অন্যের লেখা হুবহু কপি করে বা আংশিক কপি করে পোস্ট করলে এবং সেটা মডারেটরদের নজরে আসলে আইডি স্থায়ী ব্যান খাবে কোন সন্দেহ নেই। আমার পরিচিত অনেকেরই আইডি স্থায়ী ব্যান করে দিয়েছে এই সমস্যার  কারণে। তাই কেউ কারো পোস্ট কপি করে পোস্ট করবেন না তাই গুগল থেকে হোক বা অন্য কোন সোর্স থেকে হোক। নিজের আইডি সুরক্ষিত রাখাই প্রথম ও প্রধান কাজ এই ফোরামে। আইডি সেফ থাকলে আয় করতে সমস্যা হবেনা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 19, 2022, 03:37:13 AM
উনি ব্যান খাওয়ার পর এর প্রভাব সরাসরি আমাদের বাংলা থ্রেডে দেখা গেছে। উনি মেরিট আদান প্রদান সহ এবং প্রায়সই এক্টিভ থাকতো। ফোরামের জন্য সরাসরি ক্ষতি না হলেও আমাদের থ্রেড এর জন্য প্রভাব পরেছে যা গত এক মাসেই দেখা গেছে।
হ্যা। এইটা ঠিক। উনার আমাদের লোকাল থ্রেডে ভালো অবদান ছিল। কিন্তু এখন এই থ্রেডের এক্টিভিটি + মেরিট অনেক কমে গেছে। আমার বেশিরভাগ সময়ই এস.মেরিট থাকেনা বললেই চলে। গত কয়েকমাস আমার কাছে ৮/১০ টার বেশি এস.মেরিট কখনোই ছিল না। আমি সবসময় আমার এস.মেরিট খরচ করে ফেলি। মানে ভালো পোস্ট দেখলেই দিয়ে দেই।
চেষ্টা করব আমি আরো এক্টিভ হওয়ার।

আপনি ফুল মেম্বার হয়ে গেছেন। খেয়ালই করি নি। অভিনন্দন আপনাকে।
full member
Activity: 367
Merit: 136
July 19, 2022, 03:25:54 AM
ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন।

plagiarism কি??

@Crypto Library ভাই আপনি বললেন naim027 ভাই নাকি প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যান খেয়েছে ।


অন্য কারো পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দেয়া। অনেকেই অনেক সময় অন্যান্য ওয়েবসাইট থেকে পোস্ট কপি করে এইখানে পোস্ট করে। যার কারনে তাদের ব্যান করা হয়। যদিও আমি নাইম ভাইয়ের ব্যানের বিরুদ্ধে ছিলাম। উনি ফোরামে পজিটিভলি অবদান রাখছিলেন বা চেষ্টা করছিলেন। এইরকম মেম্বারদের ব্যান করা আমি মনে করি ফোরামের জন্য ক্ষতি।

উনি ব্যান খাওয়ার পর এর প্রভাব সরাসরি আমাদের বাংলা থ্রেডে দেখা গেছে। উনি মেরিট আদান প্রদান সহ এবং প্রায়সই এক্টিভ থাকতো। ফোরামের জন্য সরাসরি ক্ষতি না হলেও আমাদের থ্রেড এর জন্য প্রভাব পরেছে যা গত এক মাসেই দেখা গেছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 18, 2022, 07:56:34 AM
ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন।

plagiarism কি??

@Crypto Library ভাই আপনি বললেন naim027 ভাই নাকি প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যান খেয়েছে ।


অন্য কারো পোস্ট কপি করে নিজের নামে চালিয়ে দেয়া। অনেকেই অনেক সময় অন্যান্য ওয়েবসাইট থেকে পোস্ট কপি করে এইখানে পোস্ট করে। যার কারনে তাদের ব্যান করা হয়। যদিও আমি নাইম ভাইয়ের ব্যানের বিরুদ্ধে ছিলাম। উনি ফোরামে পজিটিভলি অবদান রাখছিলেন বা চেষ্টা করছিলেন। এইরকম মেম্বারদের ব্যান করা আমি মনে করি ফোরামের জন্য ক্ষতি।
jr. member
Activity: 68
Merit: 5
July 18, 2022, 02:44:52 AM
 ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন।

plagiarism কি??

@Crypto Library ভাই আপনি বললেন naim027 ভাই নাকি প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যান খেয়েছে ।

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 17, 2022, 12:23:42 PM
অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের লোকাল থ্রেডের  ভালো একজন সোর্স  naim027  ভাই  প্লাগারিজম ইস্যুতে পার্মানেন্ট ব্যান খেয়েছে ।  তিনি বাংলাদেশের টপ পোস্ট দাতাদের মধ্যে  চার নম্বরের ছিলেন ।  তার ব্যান খাওয়ার পরপরই আমাদের ট্রেডের অবস্থা ধীরে ধীরে ডাউন হয়েছে।  বিশেষ করে ম্যারিট  এর আদান প্রদান শুধু কমতেছে ।  এমতাবস্থায় আমাদের উচিত ভালোভাবে থ্রেডে এক্টিভ হওয়া  তাহলে হয়তো কোন একদিন বাংলাদেশকে নিজস্ব লোকাল বোর্ড সহ দেখা যাবে।
যে কাজটা নাঈম ভাই করতেন অনেক ঘাটাঘাটির পর  আমি একটু চেষ্টা করেছি। নিচে টা উল্লেখ করলাম

জুন মাসে টোটাল 135  টা পোস্ট হয়েছে   আর 135 পোস্টে মাত্র 11 টি মেরিট  পেয়েছে।   পোষ্টের সংখ্যা গত মে মাসের তুলনায় বেশি হলেও  মেরিট  সংখ্যা  কমেছে  মে মাসে পোস্ট ছিল-১০৮ এবং মেরিট-২১  যা প্রায় দ্বিগুণ ছিল।
নিচে বাংলাদেশ এর লোকাল থ্রেডের  জুন মাসের পোস্ট এবং মেরিট ড্যাশবোর্ড তুলে ধরা হলোঃ


জুন মাসের পোস্ট অ্যাক্টিভিটি



জুন মাসের মেরিট   ড্যাশবোর্ড

প্রথম দশজন সর্বোচ্চ পোস্টদাতা:
1. Cryptoworldman [35]
2. sakil200 [17]
3. Crypto Library [13]
4. First Registration [8]
5. Little Mouse [8]
6. Dadu17@0 [7]
7. Next-door [7]
8. BravoDjBravo [5]
9. Darbar99@ [4]
10. cryptotalklab1 [3]

জুন মাসের একটিভিটি ২০২২
newbie
Activity: 26
Merit: 0
July 16, 2022, 10:42:46 AM
রাজশাহী জেলার কোন ব্যক্তি আছেন এই ফোরামে
রাজশাহী জেলার আছি, সবাই নিজের পরিচয় দিন তাহলে আমাদের সবার ভালো হয়।
আমি ফরিদপুর জেলায় থাকি 
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 15, 2022, 01:34:21 PM
আমি একটা বাংলাদেশী Cryptocurrency exchange তৈরি করতে চাচ্ছি । আমার এই project এ কেউ interested থাকলে আমাকে telegram এ knock করতে পারেন।
Let's talk about cryptocurrencies future in Bangladesh.

Telegram: @Eru_09

শুভকামনা রঈলো, আর একটি বিষয় হলো, ক্রিপ্টো এক্সচেঞ্জ চালু করার ইচ্ছা থাকলে মূল অফিস কিংবা এক্সচেঞ্জের লাইসেন্স বাইরের কোনো দেশে ( সিঙ্গাপুর কিংবা মালটা ) করেন এবং সেখান থেকে কার্যক্রম চালু রাখেন, যেমনটা ইন্ডিয়ান কিছু এক্সচেঞ্জ করেছে । কেননা আইনি জটিলতা অনেক বাংলাদেশে এবং অনেক সমস্যা হবে। আর পরবর্তীতে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ হইলে, তখন দেশে অফিস করতে পারেন।  Wink
jr. member
Activity: 48
Merit: 2
July 14, 2022, 06:19:06 AM
বিটকয়েনে কি এখন ইনবেস্ট করবো? আমি ইনবেস্ট করার জন্য বসে আছি কিন্তু সঠিক সময় কোনটা হবে ভেবে পাচ্ছিনাহ, অনেকে বলতেছে বিটকয়েন নাকি ১২ হাজারে আসবে!!
আমার জানা মতে বিটকয়েন ১৫ হাজারের নিছে যাবে না এইটা আমি আসা করি।  তবে এখন বিটকয়েনের বাজার অনেক খারাপ। বর্তমান বিটকয়েনের দাম ১৯ হাজার। তবে ১৯ হাজারের নিচে দাম নাউ যেতে পারে এখন থেকেও বাজার ভালো হতে পারে বলা জায় না। তবে আপনি এখন বিটকয়েন কিনে রাখতে পারেন কারন বিটকয়েনের দাম ১৯ হাজারের নিছে আসলেও ভবিষ্যৎ অনেক দাম বাড়বে। এতে আপনি অনেক লাভবান হতে পারবেন।  আমি বলি আপনি এখন বিটকয়েন কিনে রাখুন।

সর্বশেষ কথা হলো সব কিছুর পেছনে ধর্য্য থাকা লাগবো। ধর্য্য থাকলে সবকিছু জয় করা সম্ভব। আসা করি বুজাতে পেরেছি।   ধন্যবাদ ভাইয়া।
newbie
Activity: 1
Merit: 0
July 13, 2022, 11:51:20 PM
বিটকয়েনে কি এখন ইনবেস্ট করবো? আমি ইনবেস্ট করার জন্য বসে আছি কিন্তু সঠিক সময় কোনটা হবে ভেবে পাচ্ছিনাহ, অনেকে বলতেছে বিটকয়েন নাকি ১২ হাজারে আসবে!!
newbie
Activity: 151
Merit: 0
July 13, 2022, 02:11:48 AM
Little Mouse ভাই আপনার কাছে আমার ১ টা কথা জানার আছে।

আমি Bitcointalk From এ পোস্ট করি। সব গুলো পোস্ট আমি আমার মতো করে বা বর্তমান অবস্থার বিষয় নিয়ে পোস্ট করি কিন্তু ১ দিন বা ২ দিন পর পর সেই পোস্ট গুলা মুছে ফেলতে বলে।
Bitcoin Form  থেকে মেসেজ আসে সেখানে আমার পোস্ট গুলো মুছে ফেলতে বলে।

এটা কিসের বলে জন্য ভাই আমি আপনার কাছে জানতে চাই। আসা করি আমি আপনার সাহায্য পাবো
jr. member
Activity: 34
Merit: 3
July 11, 2022, 12:31:34 PM
আচ্ছা বড় বড় Legendary রা তো কোন কাজ করে না শুধু থ্রেড এ পোস্ট করেন। কিনবা বাউনটিও তো করেন না তাহলে তারা কি করে টাকা income করে 
এই ফোরামটা টাকা ইনকামের জন্য সৃষ্টি করা হয় নি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার জন্য সৃষ্টি হয়েছে। আর তারা সেটা করার জন্যই ফোরামে আছে। টাকা ইনকামের জন্য সবাই নেই। এইটা বেশিরভাগ লিজেন্ডারি এবং হাই র‍্যাংক একাউন্ট যারা কোন ক্যাম্পেইনে জয়েন করে না তাদের ক্ষেত্রে সত্য। তাছাড়া তাদের বেশিরভাগই অনেক বিটকয়েন এর মালিক। অযথা এইখানে কাজ করবে কেন?
আর অনেকেই এইখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজকর্ম করছেন। ওই জন্য তারা ফোরামে এক্টিভ আছে যে। আবার অনেকেই আগে কাজ করত এবং তখন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এর দাম কম ছিল বলে বেশি বিটকয়েন পেত। যেটা হোল্ড করে অনেকেই বড়লোক হয়ে গিয়েছে।

মোদ্দা কথা হল এই ফোরামে আমাদের বেশিরভাগ লোক আসে ইনকাম এর জন্য। কিন্তু এই ফোরামটা এই উদ্দেশ্যর জন্য না। এইখানে অনেক কিছু আছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত জানতে এই ফোরামের বিকল্প হতে পারেনা। আর আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারনা পেলে ইনকামের রাস্তার শেষ নেই।
ধন্যবাদ ভাই এতে সুন্দর ভাবে বুঝানোর জন্য
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 11, 2022, 12:00:41 PM
আচ্ছা বড় বড় Legendary রা তো কোন কাজ করে না শুধু থ্রেড এ পোস্ট করেন। কিনবা বাউনটিও তো করেন না তাহলে তারা কি করে টাকা income করে 
এই ফোরামটা টাকা ইনকামের জন্য সৃষ্টি করা হয় নি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার জন্য সৃষ্টি হয়েছে। আর তারা সেটা করার জন্যই ফোরামে আছে। টাকা ইনকামের জন্য সবাই নেই। এইটা বেশিরভাগ লিজেন্ডারি এবং হাই র‍্যাংক একাউন্ট যারা কোন ক্যাম্পেইনে জয়েন করে না তাদের ক্ষেত্রে সত্য। তাছাড়া তাদের বেশিরভাগই অনেক বিটকয়েন এর মালিক। অযথা এইখানে কাজ করবে কেন?
আর অনেকেই এইখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজকর্ম করছেন। ওই জন্য তারা ফোরামে এক্টিভ আছে যে। আবার অনেকেই আগে কাজ করত এবং তখন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এর দাম কম ছিল বলে বেশি বিটকয়েন পেত। যেটা হোল্ড করে অনেকেই বড়লোক হয়ে গিয়েছে।

মোদ্দা কথা হল এই ফোরামে আমাদের বেশিরভাগ লোক আসে ইনকাম এর জন্য। কিন্তু এই ফোরামটা এই উদ্দেশ্যর জন্য না। এইখানে অনেক কিছু আছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত জানতে এই ফোরামের বিকল্প হতে পারেনা। আর আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ধারনা পেলে ইনকামের রাস্তার শেষ নেই।
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
July 11, 2022, 09:00:23 AM
আচ্ছা বড় বড় Legendary রা তো কোন কাজ করে না শুধু থ্রেড এ পোস্ট করেন। কিনবা বাউনটিও তো করেন না তাহলে তারা কি করে টাকা income করে  

ভাই বড় বড় legendary কি। যারা legendary মেম্বার তারা সবাই বড় আর এটাই বিটকয়েন ফোরামের সবচেয়ে বড় রেঙ্ক। এবং বাউন্টিতে জয়েন করে না এমন কথা নয়। অনেকে আছেন যারা বাউন্টি ক্যাম্পিং য়ে জয়েন করেন। কিন্তু বেশিরভাগ legendary মেম্বাররা সিগনেচার ক্যাম্পিংয়ে জয়েন করে থাকে। সিগনেচার ক্যাম্পিং এর কাজ হল প্রজেক্টের Logo, Personal Text আর Signature code লাগিয়ে শুধু বিভিন্ন বোর্ড এ প্রতি সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ পোস্ট করা। আর খুব কম সংখ্যক Legendary মেম্বার আছে তারা জয়েন করেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আশা করি বুঝতে পারছেন।


@Ramiza আপনার যদি ৩০ টি এক্টিভিটি হয় তাহলে আপনি জুনিয়র মেম্বার হবেন। তারপর আপনি চাইলে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন করে কাজ করতে পারবেন। বর্তমান সময়ে জুনিয়র মেম্বার এর সিগনেচার ক্যাম্পিং অনেক বাউন্টি প্রজেক্টে আনা হচ্ছে।
jr. member
Activity: 34
Merit: 3
July 10, 2022, 01:03:39 PM
আচ্ছা বড় বড় Legendary রা তো কোন কাজ করে না শুধু থ্রেড এ পোস্ট করেন। কিনবা বাউনটিও তো করেন না তাহলে তারা কি করে টাকা income করে 
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 09, 2022, 12:57:40 PM
আপনার assumption একদম ঠিক। Btw what was your initial estimated investment amount.?
আমার কাছে খুব বেশি একটা এমাউন্ট ছিল না। আর আমার একার পক্ষে সম্ভবও ছিল না৷ কিন্তু আমার একজন পার্টনার ছিল যে ভালো প্রজেক্ট পেলে বিনিয়োগ করবে এইরকম৷ আমরা দুইজন মিলে মোটামুটি ২০-২৫কে ইউএসডি বিনিয়োগ করার প্ল্যান ছিল। কিন্তু যাদের সাথে কথা বলেছি তারা সব সিকিউরিটি সহ অনেক বেশি খরচ দেখিয়েছিল আমার যতদুর মনে পরে। আমাকে আগের মেসেজগুলো চেক করতে হবে। এছাড়াও, ওইসব খরচের পরেও আসলে অনেক খরচ থেকে যায়। আমি জানি না আমাদের সাথে যে ডেভেলপার এর কথা হয়েছিল সে কতটুকু সত্যি বলেছে কিন্তু এরপর আমরা আর সামনে এগুতে সাহস পাই নি যদিও আমার পার্টনার আরো বেশি বিনিয়োগ করতেও রাজি ছিল, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না।

আপনি কি কারো সাথে কথা বলেছেন? আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন- @LT_Mouse, ওইখানে কথা বলা যায়।
newbie
Activity: 5
Merit: 1
July 09, 2022, 07:39:50 AM
আমি একটা বাংলাদেশী Cryptocurrency exchange তৈরি করতে চাচ্ছি । আমার এই project এ কেউ interested থাকলে আমাকে telegram এ knock করতে পারেন।
Let's talk about cryptocurrencies future in Bangladesh.

Telegram: @Eru_09

ভাল উদ্যোগ। কিন্তু এবিষয়ে কোনো পেশাদারের থেকে আইনি পরামর্শ নিয়েছেন কি? যদি না নিয়ে থাকেন, তাহলে অবশ্যই নেবেন। নাহলে পরবর্তীতে জটিল সমস্যায় পড়তে পারেন।

আর আপনি কি coder? Independent node run করে তার সাথে JSON-RPC দিয়ে তথ্য আদান-প্রদানের এর কোনো অভিজ্ঞতা আছে কি?
i hope আপনারা যারা senior members আছেন তারা পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন।
আপনি যেটা করতে চাচ্ছেন তার সাথে আমি একমত। Cryptocurrency Exenger বানাতে চাইলে অনেক কিছু জানতে হবে। Cryptocurrency Exegner বানাতে অনেক টাকা বিনিয়োগ করতে হবে। এর জন্য অনেক টাকার প্রয়োজন।
শুদু টাকা থাকলেই হবে না, টাকা থাকার পাশাপাশি প্রশাসকের সহায়তা নিতে হবে। প্রশাসকের সহায়তা না নিলে আপনার উপর অনেক পেশার পরতে পারে।

সর্বশেষ ১ টা কথা যা করবেন খুব ধর্য্য সহকারে করবেন। ১ দিন ঠিকি সফলতা পাবেন।  ধন্যবাদ ভাইয়া।




কথাগুলো অনেক ভালো লাগলো ‌। ধন্যবাদ
Jump to: