Author

Topic: বাংলা (Bengali) - page 312. (Read 5696404 times)

jr. member
Activity: 48
Merit: 2
July 01, 2022, 03:23:00 AM
প্রজেক্ট পাওয়া অনেক কঠিন এইখানে কারন বর্তমানে অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে যার কারনে ৩০০ ডলারের কাজ অনেকেই ৫০ ডলারেও করছেন।
হ্যাঁ এই একটা কারনেই অনেক ভালো ভালো বাউন্টি ম্যানেজাররা বাউন্টি না এনে শুধু সিগনেচার ক্যাম্পেইন করে যাচ্ছে । এই দিক থেকে টিম নিয়ে যারা কাজ করে তারা এগিয়ে আছে তারা অল্প টাকায় হলেও সার্ভিস দিতে পারতেছে এবং একসাথে তিন চারটা প্রজেক্ট করতেছে ফলে টিম মেম্বারদের পেমেন্ট করার পর মোটামুটি একটা ভালো এমাউন্ট ওই ম্যানেজার এর কাছে থাকে ।

Little Mouse ভাই আমি বাউন্টি ম্যানেজমেন্ট বিষয়ে আগ্রহী আছি , এমন কি করা যায় না আমাদের এই থ্রেড থেকে কয়েকজন টিম আকারে কাজ করি ? এক্ষেত্রে প্রজেক্ট আনাটা একটু কঠিন কিন্তু আপনি সাপোর্ট দিলে হয়তো আনা যাবে কয়েকজন মিলে কাজ করলে। আমার একটা আইডিয়া ছিল আপনি যদি আগ্রহী থাকতেন তাহলে আপনাকে pm করতাম।


Crypto Library ভাই আমি আপনার সাথে একমত।  অল্প কয়েকজন মিলে কাজ করলে বড় amount পাওয়া যাবে।
jr. member
Activity: 48
Merit: 2
July 01, 2022, 03:12:51 AM
আপনাকে বাউন্টিতে জয়েন হওয়ার আগে যেগুলো দরকার সেগুলা হলো ঃ

 *টেলিগ্রাম
*টুইটার
*ফেসবুক
*ওয়ালেট


তারপর আপনি বাউন্টিতে জয়েন হতে পারবেন।


তারপর আসেন জয়েন কিভাবে হবে?

*প্রথমে আপনি বাউন্টির লিং এর ভিতর যাবেন,
*তারপর তাদের Rules গুলো ভালোভাবে পড়বেন
*দেখবেন তারা রিপ্লেতে কি পোস্ট করতে বলছে
*তারপর আপনার সব details রিপ্লেতে পোস্ট করবেন

এখন আসেন আপনি কাজ করবেন কোন কোন campagain  এ?

আপনি যদি নতুন হন তবে আপনি টুইটার আর ফেসবুকের কাজ করবেন তারপর আস্তে আস্তে অন্যান্য campagain এর কাজ করবেন।


টুইটার Campagain....

*প্রথমে আপনি তাদের টুইটার এ জয়েন হবেন।
*তারপর টুইটার এর Rules গুলো ভালোভাবে পরবেন।
*তারপর দেখবেন তারা কোথায় পোস্ট করতে বলছে এবং কি করতে বলছে।


একটা কথা মাথায় রাখবেন তাদের Rules হলো main। সবসময় Rules গুলো ভালোভাবে পরবেন।।।
 
jr. member
Activity: 55
Merit: 1
June 30, 2022, 11:17:06 PM
Hello বন্ধুরা আমার একটা প্রশ্ন।আমি কিভাবে বাউন্টি তে জয়েন করবো
jr. member
Activity: 34
Merit: 3
June 29, 2022, 11:20:34 AM
হ্যলো, বন্ধুরা কেমন আছো সবাই।
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন?
ধন্যবাদ দিই  আপনাকে এই বাংলা থ্রেড এ পোস্ট করার জন্য। আপনার যদি কোনো বিষয় নিয়ে জানার জন্য আগ্রহ প্রকাশ করার ইচ্ছে থাকে তাহলে বলতে পারেন। এখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছে, তারা আপনাকে ভালো পরামর্শ দিবেন আসা করি।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 28, 2022, 12:33:14 AM
Little Mouse ভাই আমি বাউন্টি ম্যানেজমেন্ট বিষয়ে আগ্রহী আছি , এমন কি করা যায় না আমাদের এই থ্রেড থেকে কয়েকজন টিম আকারে কাজ করি ? এক্ষেত্রে প্রজেক্ট আনাটা একটু কঠিন কিন্তু আপনি সাপোর্ট দিলে হয়তো আনা যাবে কয়েকজন মিলে কাজ করলে। আমার একটা আইডিয়া ছিল আপনি যদি আগ্রহী থাকতেন তাহলে আপনাকে pm করতাম।
আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন- @LT_Mouse
তবে আমার মনে হয় না খুব ভালো কিছু করা যাবে। বাউন্টি প্রজেক্ট পাওয়া অনেক টাফ। বর্তমানে দুই একজন ক্যাম্পেইন ম্যানেজার ছাড়া কেউ তেমন একটা সুবিধা করতে পারছে না। আমার হাতে কাজ নেই একদম। দু একটা পাইপলাইন এ থাকলেও তারা কখন নিয়ে আসবে এই ব্যাপারে কোন আপডেট পাচ্ছি না। যাই হোক, আপনার পরিকল্পনা আমাকে টেলিগ্রামে জানান। দেখি ভালো কিছু পাওয়া যায় কি না।

Assalamualaikum dosto kese ho san.me is platform me new hoon , kia koi mjhe guide krega is forum.
এইখানে হিন্দি লেখা বন্ধ করুন। এইটা বাংলা ভাষাভাষীদের জন্য থ্রেড। হিন্দির জন্য ভারতীয় বোর্ড আছে। সেখানে পোস্ট করুন দয়া করে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 27, 2022, 03:24:37 PM

হেলো ভাই,


Reply তে ছবি পোস্ট করে কিভাবে??
 কেউ কি জানে??
শুরুতে আপনাকে ইমেজ এর লিংক কপি করতে হবে আর যদি কোন ছবি আপনি আপলোড করে সেই ছবি পোস্টে  অ্যাড করতে চান ,  তাহলে আপনাকে অন্য কোন ছবি আপলোড এর ওয়েবসাইটে  ছবিটি আপলোড করে ছবির ডিরেক্ট লিঙ্কঃ কপি করতে হবে .  এক্ষেত্রে আপনি নিচের দুইটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন

https://imgbb.com/

https://imgur.com/

লিংকটা কপি করার পর নিচের ছবি অনুযায়ী কাজ করবেন

১.


২. তারপর সরাসরি ইমেজের ফরম্যাট সহ  কপি করতে হবে


৩.




Code:
[img]https://talkimg.com/images/2023/05/22/blob609e6aedbd49b321.jpeg[/img]
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 27, 2022, 01:56:13 PM
প্রজেক্ট পাওয়া অনেক কঠিন এইখানে কারন বর্তমানে অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে যার কারনে ৩০০ ডলারের কাজ অনেকেই ৫০ ডলারেও করছেন।
হ্যাঁ এই একটা কারনেই অনেক ভালো ভালো বাউন্টি ম্যানেজাররা বাউন্টি না এনে শুধু সিগনেচার ক্যাম্পেইন করে যাচ্ছে । এই দিক থেকে টিম নিয়ে যারা কাজ করে তারা এগিয়ে আছে তারা অল্প টাকায় হলেও সার্ভিস দিতে পারতেছে এবং একসাথে তিন চারটা প্রজেক্ট করতেছে ফলে টিম মেম্বারদের পেমেন্ট করার পর মোটামুটি একটা ভালো এমাউন্ট ওই ম্যানেজার এর কাছে থাকে ।

Little Mouse ভাই আমি বাউন্টি ম্যানেজমেন্ট বিষয়ে আগ্রহী আছি , এমন কি করা যায় না আমাদের এই থ্রেড থেকে কয়েকজন টিম আকারে কাজ করি ? এক্ষেত্রে প্রজেক্ট আনাটা একটু কঠিন কিন্তু আপনি সাপোর্ট দিলে হয়তো আনা যাবে কয়েকজন মিলে কাজ করলে। আমার একটা আইডিয়া ছিল আপনি যদি আগ্রহী থাকতেন তাহলে আপনাকে pm করতাম।
jr. member
Activity: 48
Merit: 2
June 27, 2022, 11:47:07 AM
হেলো ভাই,


Reply তে ছবি পোস্ট করে কিভাবে??
 কেউ কি জানে??
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 27, 2022, 09:28:01 AM

মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি?


বি:দ্র: এখানে খুবই ছোট আকারে বিষয়টি বলেছি, তাই আসল ঘটনা থেকে একটু কমবেশি অনেকের কাছে মনে হতেই পারে। তবে মূল বিষয়গুলো খুবই সংক্ষেপে সবার তুলে ধরার চেষ্টা করলাম।

২) এক তো ইথিরিয়ামের মূল্য হ্রাস পাওয়ায় বিটকয়েনের মূল্যও হ্রাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর মাঝে তো অনেকে ফড/মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। তার মধ্যে একটি বিপদ চলে আসে যে, Celsius Network বিভিন্ন ডিফাই লেন্ডিং প্রজেক্টে WBTC কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন লোন নিয়েছিল। যেটি বিটকয়েনের মূল্য হ্রাসের কারণে liquidate হওয়ার পথে ছিল। এতে মার্কেটে অনেক অস্থিছলতা শুরু হয়ে যায়। কারণ Celsius Network এর WBTC গুলো liquidate হলে মার্কেট আরো হ্রাস পাবে এবং লুনা ক্রাশের মতো আবারো একটা অবস্থা হবে। কারণ Celsius এর কাছে ফান্ড থাকবে না, এতে তাদের ব্যবহারকারীদের উইথড্র দিতে সমস্যা হবে। যদিও Celsius এর মাঝে এই liquidate হওয়াকে সামাল দিতে পেরেছিল। কিন্তু মার্কেট তার মধ্যেই ২০ হাজারে চলে এসেছিল এবং ইথিরিয়ামের মূল্যও অনেকটা হ্রাস পেয়েছিল।

আর এমন নিত্যনতুন মার্কেটের অবস্থা BitByte Crypto কমিউনিটিতে শেয়ার করা হয়। নিচে লিংকগুলো দেওয়া হইলো:
https://t.me/bitbytecrypto_ann/648
https://t.me/bitbytecrypto_ann/651


Celsius Network নিয়ে হালনাগাদ

Celsius Network এর উইথড্র উপরের ঘন্টার পর বন্ধ করে দেয়া হয়েছিল এবং প্রায় ২ সপ্তাহ হয়ে গিয়েছে সেটির। আজকে আবার একটি নতুন তথ্য পাওয়া গিয়েছে যে, Celsius Network এর যিনি সিইও (CEO) তিনি দেশত্যাগের চেষ্টা করেন এবং সেই দেশের সরকারি কর্মকর্তারা তাকে দেশত্যাগের পূর্বেই আটক করেন। যদিও এখন সঠিকভাবে বলা যাচ্ছে না যে, তিনি এখন জেলে আটক রয়েছেন নাকি শুধু দেশত্যাগে বাধা দেওয়া হয়েছে।এটি কিন্তু বড় ধরনের প্রভাব ফেলবে পুরো ক্রিপ্টোমার্কেটের উপর। কারণ ঘটনাটি কিছূটা পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। তাই সকলে সতর্ক থাকবেন এবং অবশ্যই স্টপ-লস ব্যবহার করবেন।

মূল সোর্স: https://twitter.com/mikealfred/status/1541233082514124800
Bitbyte এর পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/661
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 27, 2022, 04:56:30 AM
বাউন্টি প্রজেক্ট পাইবো কোন কোন উপায় এ?
যারা জানেন একটু বলবেন
আপনি খুপ সহজে সকল বাউন্টি নটিফিকেশন পেতে পারেন।এতে আপনার বাউন্টি পেজে গিয়ে ডান দিকে উপরে দেখবেন নটিফাই নামে একটি টুল রয়েছে,সেই টুল টা ক্লিক করে নটিফিকেশন অন করে দিন।তাহলে আপনি যে ইমেইল দিয়ে ফোরাম ব্যাবহার করেন তাতে বাউন্টি সাবমিট হবার সাথে সাথেই নটিফিকেশন পাবেন।
উনি মনে হয় না বাউন্টিতে অংশগ্রহণ করার কথা বলতেছে। উনার কথা দেখে মনে হচ্ছে উনি বাউন্টি ক্যাম্পেইন নিয়ে আসতে চাচ্ছে। যদি সেইটাই চায়, তাহলে বলি- এইটা খুব কঠিন কাজ। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি এবং এই পর্যন্ত মাত্র ২টা বাউন্টি নিয়ে আসতে সক্ষম হই। প্রজেক্ট পাওয়া অনেক কঠিন এইখানে কারন বর্তমানে অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে যার কারনে ৩০০ ডলারের কাজ অনেকেই ৫০ ডলারেও করছেন।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
June 27, 2022, 04:37:38 AM
বাউন্টি প্রজেক্ট পাইবো কোন কোন উপায় এ?
যারা জানেন একটু বলবেন
আপনি খুপ সহজে সকল বাউন্টি নটিফিকেশন পেতে পারেন।এতে আপনার বাউন্টি পেজে গিয়ে ডান দিকে উপরে দেখবেন নটিফাই নামে একটি টুল রয়েছে,সেই টুল টা ক্লিক করে নটিফিকেশন অন করে দিন।তাহলে আপনি যে ইমেইল দিয়ে ফোরাম ব্যাবহার করেন তাতে বাউন্টি সাবমিট হবার সাথে সাথেই নটিফিকেশন পাবেন।
jr. member
Activity: 266
Merit: 1
June 26, 2022, 10:52:45 AM
বাউন্টি প্রজেক্ট পাইবো কোন কোন উপায় এ?
যারা জানেন একটু বলবেন
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 26, 2022, 10:42:51 AM
আসসালামু আলাইকুম

ওয়ালাইকুম আসসালাম । বাংলাদেশের লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম । আশাকরি পোস্ট করার আগে আপনি নিয়ম গুলো পড়ে দেখেছেন।  নিয়মগুলো ভালো করে দেখে আসবেন এবং ভালো কিছু এর দ্বারা অন্য মেম্বারদের সহযোগিতা করবেন ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 24, 2022, 12:57:50 PM
বিটকয়েন্টক এর পাসওয়ার্ড ফরগেট দেয়ার পর ইমেইলে কোড আসে না কি করবো বলেনতো?

আপনি কি আপনার স্পাম বক্স চেক করেছেন? অনেক সময় অনেক ধরনের মেইল স্পাম বক্স এ গিয়ে থাকে । বিটকয়েন্টক এর মেইলও অনেক সময় স্পাম বক্স   গিয়ে থাকে । নিচে ছবি দেওয়া হয়েছে এখান থেকে আপনি চেক করে নিতে পারেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
June 23, 2022, 01:13:03 PM

মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি?


বি:দ্র: এখানে খুবই ছোট আকারে বিষয়টি বলেছি, তাই আসল ঘটনা থেকে একটু কমবেশি অনেকের কাছে মনে হতেই পারে। তবে মূল বিষয়গুলো খুবই সংক্ষেপে সবার তুলে ধরার চেষ্টা করলাম।

বর্তমান মার্কেটের এমন অবস্থা হওয়ার কারণ ছিল Celsius Network এবং 3AC (Three Arrow Capital) এর । পুরা বিষয়টা নিচে বর্ণনা করলাম:
১) ইথিরিয়াম ২.০ এর স্টেকিং করতে অনেক ইথিরিয়ামের দরকার ছিল। কিন্তু অনকে অল্প ইথিরিয়াম দিয়েও স্টেকিং এ অংশগ্রহণ করতে চেয়েছিল, সহজ কথায় DeFi কিংবা CeFi ব্যবহার করে সেটি করতে চেয়েছিল। আর এই সুবিধা ইউএসএ-সহ অনেক দেশে সুবিধা প্রদান করে আসছিল Celsius Network এবং এটিতে বিনিয়োগকারীদের একটি ছিল 3AC সহ অনেক বড় বড় হোয়েলসরা। তোরা যারা ইথিরিয়াম Celsius এর মাধ্যমে স্টেক করতো, তাদেরকে SETH দেওয়া হতো। কিন্তু বিটকয়েনের মূল্য যখন ৩০ হাজারের নিচে একটু আসা শুরু হয়, তখন SETH এর মূল্য আসল ইথিরিয়ামের মূল্য থেকে কমে যায়। এতে অনেকে SETH থেকে ETH এ রূপান্তর করা শুরু করে। আর ইথিরিয়ামের মূল্যে অধঃপতন শুরু হয় এবং বিটকয়েনেরও হ্রাস আরো বৃদ্ধি পায়।

২) এক তো ইথিরিয়ামের মূল্য হ্রাস পাওয়ায় বিটকয়েনের মূল্যও হ্রাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর মাঝে তো অনেকে ফড/মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। তার মধ্যে একটি বিপদ চলে আসে যে, Celsius Network বিভিন্ন ডিফাই লেন্ডিং প্রজেক্টে WBTC কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন লোন নিয়েছিল। যেটি বিটকয়েনের মূল্য হ্রাসের কারণে liquidate হওয়ার পথে ছিল। এতে মার্কেটে অনেক অস্থিছলতা শুরু হয়ে যায়। কারণ Celsius Network এর WBTC গুলো liquidate হলে মার্কেট আরো হ্রাস পাবে এবং লুনা ক্রাশের মতো আবারো একটা অবস্থা হবে। কারণ Celsius এর কাছে ফান্ড থাকবে না, এতে তাদের ব্যবহারকারীদের উইথড্র দিতে সমস্যা হবে। যদিও Celsius এর মাঝে এই liquidate হওয়াকে সামাল দিতে পেরেছিল। কিন্তু মার্কেট তার মধ্যেই ২০ হাজারে চলে এসেছিল এবং ইথিরিয়ামের মূল্যও অনেকটা হ্রাস পেয়েছিল।

৩) এখন আসা যাক, 3AC এর কাহিনীতে। যখন ইথিরিয়ামের মূল্য কমতে ছিল, তখন 3AC এর অনেক ইথিরিয়াম liquidate এর পথে। কারণ 3AC বিভিন্ন লেন্ডিং প্রজেক্টে ETH কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন যেমন USDT/USDC লোন নিয়েছিল। যেটি তারা লুনা ক্রাশের আগে Unlocked হওয়া লুনা ক্রয়ে ব্যবহার করেছিল। যেহেতু ইথিরিয়ামের মূল্য হ্রাস পেতেছিল। তাই 3AC এর জমা রাখা ইথিরিয়ামগুলো liquidate হওয়ার পথে, কিন্তু 3AC টিমের কেউ কোনো কিছূই করতেছিল না। এমনকি কিছু ইথিরিয়াম liquidate হয়ে গেছে । সর্বোপরি এসব কারণে বর্তমান মার্কেটের অধঃপতন হয়েছে।

কেননা একটা ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে। সবার জন্য বিষয়টি এখানে বাংলায় লিখে দিলাম যেন, বিষয়গুলো সবার জানা থাকে। আর এমন নিত্যনতুন মার্কেটের অবস্থা BitByte Crypto কমিউনিটিতে শেয়ার করা হয়। নিচে লিংকগুলো দেওয়া হইলো:
https://t.me/bitbytecrypto_ann/648
https://t.me/bitbytecrypto_ann/651
jr. member
Activity: 266
Merit: 1
June 23, 2022, 12:08:53 PM
বিটকয়েন্টক এর পাসওয়ার্ড ফরগেট দেয়ার পর ইমেইলে কোড আসে না কি করবো বলেনতো?
copper member
Activity: 182
Merit: 1
Trident Protocol | Simple «buy-hold-earn» system!
June 23, 2022, 08:41:36 AM
বর্তমানে দেখা যাচ্ছে যে BTC এর অবস্থা কিছুটা বারতেছে । তাই আমি বলবো। আপনি বর্তমানে বিটকয়েনেই ইনভেস্ট করতে পারেন। তবে এখন মার্কেটের অবস্থা খারাপ দেখে কেউ  বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে না।  তবে এখন কেউ যদি বিটকয়েনের ইনভেস্ট করে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে যে বিটকয়েনের দাম আবার বেড়ে গেছে। তখন আপনি  অনেক লাভবান হতে পারবেন আশা করি। কারন, বিটকয়েনের দাম অবশ্যই বেড়ে জাবে মার্কেটে।

কাউকে ইনভেষ্টমেণ্ট করার আজে ক্রিপ্টকারেন্সিতে যে সকল ঝুকি রয়েছে তা আবশ্যই বলা উচিৎ বলে আমি মনে করি। আপনি যে ভাবে বলছন এতে মনে হচ্ছে ইনভেষ্ট করলেই সে লাভের মূখ দেখবে। কখনো অর্থনীতিক পরামর্শে দেওয়ার আগে ভেবে চিন্তে কথা বলা উচিৎ। বড় বড় ইনভেষ্টরা অর্থনীতিক পরামর্শে দিতে অনেক দিধা বোধ করেন কারণ তারা জানেন এবং বুঝেন সব কিছু।
newbie
Activity: 73
Merit: 0
June 23, 2022, 01:56:08 AM
ভাই ভালো কিছু কয়েন নাম বলে দিন  যে গুলি লং টাইমের জন্য ২,৩এক্স প্রফিট হবে।
আমি ম্যাটিক, আদা, বি এন বি কে ভালোই জানি ভবিষ্যতে ভালো কিছু আশা করা.
অলরেডি আমি বলে দিয়েছি  আপনি যদি লং টাইম এর জন্য ইনভেস্ট করতে চান  তাহলে  আল্টকয়েন  এর মধ্যে বিএনবি , ইথেরিয়াম এ ইনভেস্ট করতে পারেন ।  লুনার ইন্সিডেন্ট ঘটার পর অন্যান্য আল্টকয়েন থেকে ভরসা উঠে গিয়েছে ।  বি এন বি বা ইথেরিয়াম  এ অনায়াসে ২ক্স ৩ক্স  প্রফিট হবে এখন ইনভেস্ট করলে ।  পলিগন খারাপ না তারপরও আমি বি এন বি বা ইথেরিয়াম  ইনভেস্ট করার কথা বলব ।
আর বিটকয়েন তো সবার সেরা এটাতেও  এখন ইনভেস্ট করলে  নিয়ে চিন্তা করতে হবে না

বর্তমানে দেখা যাচ্ছে যে BTC এর অবস্থা কিছুটা বারতেছে । তাই আমি বলবো। আপনি বর্তমানে বিটকয়েনেই ইনভেস্ট করতে পারেন। তবে এখন মার্কেটের অবস্থা খারাপ দেখে কেউ  বিটকয়েনে ইনভেস্ট করতে চাচ্ছে না।  তবে এখন কেউ যদি বিটকয়েনের ইনভেস্ট করে। হয়তো অল্প দিনের মধ্যে দেখা যাবে যে বিটকয়েনের দাম আবার বেড়ে গেছে। তখন আপনি  অনেক লাভবান হতে পারবেন আশা করি। কারন, বিটকয়েনের দাম অবশ্যই বেড়ে জাবে মার্কেটে।
newbie
Activity: 73
Merit: 0
June 23, 2022, 01:18:27 AM
বর্তমানে বিটকয়েন এর অবস্থা কি? বিটকয়েন কি আবার দাম বাড়বে?
বিটকয়েনের ইতিহাস পর্যালোচনা করলেই বুঝতে পারবেন,বিটকয়েনের ভবিষ্যতে কেমন তা সহজে বলে দেওয়া যায়।তবে আগের অন্যান্য বছরের তুলনায় বর্তমান বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতির মন্দাগ্রস্ততার প্রভাব ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বেশি প্রভাবিত। নিচে বুঝার জন্য একটি পরিসংখ্যান উপস্থাপন করলাম

২০১১ সালে বিটকয়েনের দাম ২০ ডলারের নিচে
২০১৫ সালে বিটকয়েনর দাম ২০০ ডলারের নিচে
২০১৭ সালে বিটকয়েনের দাম ২০০০ ডলারের নিচে
২০২২ সালে বিটকয়েনের দাম ২০০০০ ডলারের নিচে
আশা করা যায় খুব বেশি দিন অপেক্ষা করার প্রয়োজন হবে না।



মার্কেটের যা অবস্থা দেখা যাচ্ছে তা দেখে মনে হচ্ছে যে এবারের বেয়ারিশ মার্কেট দীর্ঘ সময় যাবতই থাকবে , আর  অলরেডি তো নানান জায়গায় কথার উঠতেছে যে 2022 এবং 23 সাল  মার্কেট নিম্নগামী থাকবে পরবর্তীতে আবার 2024 এ বুলরান করবে ।  তবে একটা কাজ করতে পারেন যদি অলস টাকা থাকে তাহলে এখন বিটকয়েন বি এন বি বা  ইথেরিয়াম  ইনভেস্ট করতে পারেন  লং টাইম এর জন্য ভাল প্রফিট দিবে এগুলো ।  আমার মনে হয় না এরকম dip আসবে ।

মার্কেটের অবস্থা কিছুটা বাড়িয়ে 20 হাজারের মতো আসছে মার্কেটে। মার্কেটের অবস্থা খারাপ দেখে দেখা যাচ্ছে যে, অনেক বড় বড় বাউন্টি ম্যানেজাররা বাউন্টি লাঞ্চ করতেছে না ।  ডিরেক্টিভ  এখনতো বাউন্টি ছাড়তে চাচ্ছেন না। তাদের সাথে এখনো তিনটা বাউন্টি আছে যেগুলো আমাদের মাঝে লাঞ্চ করবে। কিন্তু মার্কেটে BTC  খারাপ দেখে  তারা বাউন্টি লাঞ্চ করতেছে না।তারা শুধু বলতেছে কিছুদিনের মধ্যেই বাউন্টি লাঞ্চ করা হবে। তবে আমার মনে হচ্ছে যে BTC দাম না বাড়ালে আমাদের মাঝে ভালো প্রজেক্ট ছাড়বেনা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 22, 2022, 05:18:38 AM
এখন ২০ হাজার এ BTC এসেছে। আশাকরি খুব শিগ্রই আবার দাম বাড়বে।
লুনা ক্রাশের পর থেকে মার্কেট এই অবস্থা হলেও আমি মনে করি না ওইটার খুব বেশি প্রভাব আছে। হোয়্যালরা সম্ভবত মার্কেট থেকে বেরিয়ে গেছে যার কারনে এইরকম প্রভাব পরেছে।
এইটা খুব শীঘ্রই পরিবর্তন হবে বলে মনে হয় না। পরবর্তী হাভিং এর আগে আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পারবো বলে মনে হয় না। সাময়িক ছোটখাটো কিছু পাম্প হলেও বিটিসির দাম পুনরায় পাম্প হওয়ার আগে আমার মনে হয় ১২/১৩ হাজারে নামবে। তারপরেই বাজারের অবস্থা পরিবর্তন হবে। যারা বিটিসিতে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের পরিকল্পনা করছে তাদের উচিত এখন থেকে এন্ট্রি নেয়া তবে অল্প পরিমানে।
আমি নিজে খুব ভালো বিনিয়োগকারী না। তবে এই ডাউনটার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম বলেই এখন হাতে ভালো ক্যাশ আছে বিনিয়োগ করার জন্য। আশা করি ১২/১৩ হাজারে যাবে। তাহলেই আমার স্বপ্ন পুরন হবে। মনমতো বিটকয়েন ক্রয় করতে পারবো  Grin
Jump to: