মার্কেটের অধঃপতন পরিকল্পিত নাকি?
বি:দ্র: এখানে খুবই ছোট আকারে বিষয়টি বলেছি, তাই আসল ঘটনা থেকে একটু কমবেশি অনেকের কাছে মনে হতেই পারে। তবে মূল বিষয়গুলো খুবই সংক্ষেপে সবার তুলে ধরার চেষ্টা করলাম।বর্তমান মার্কেটের এমন অবস্থা হওয়ার কারণ ছিল Celsius Network এবং 3AC (Three Arrow Capital) এর । পুরা বিষয়টা নিচে বর্ণনা করলাম:
১) ইথিরিয়াম ২.০ এর স্টেকিং করতে অনেক ইথিরিয়ামের দরকার ছিল। কিন্তু অনকে অল্প ইথিরিয়াম দিয়েও স্টেকিং এ অংশগ্রহণ করতে চেয়েছিল, সহজ কথায় DeFi কিংবা CeFi ব্যবহার করে সেটি করতে চেয়েছিল। আর এই সুবিধা ইউএসএ-সহ অনেক দেশে সুবিধা প্রদান করে আসছিল Celsius Network এবং এটিতে বিনিয়োগকারীদের একটি ছিল 3AC সহ অনেক বড় বড় হোয়েলসরা। তোরা যারা ইথিরিয়াম Celsius এর মাধ্যমে স্টেক করতো, তাদেরকে SETH দেওয়া হতো। কিন্তু বিটকয়েনের মূল্য যখন ৩০ হাজারের নিচে একটু আসা শুরু হয়, তখন SETH এর মূল্য আসল ইথিরিয়ামের মূল্য থেকে কমে যায়। এতে অনেকে SETH থেকে ETH এ রূপান্তর করা শুরু করে। আর ইথিরিয়ামের মূল্যে অধঃপতন শুরু হয় এবং বিটকয়েনেরও হ্রাস আরো বৃদ্ধি পায়।
২) এক তো ইথিরিয়ামের মূল্য হ্রাস পাওয়ায় বিটকয়েনের মূল্যও হ্রাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর মাঝে তো অনেকে ফড/মিথ্যা তথ্য ছড়াচ্ছিল। তার মধ্যে একটি বিপদ চলে আসে যে, Celsius Network বিভিন্ন ডিফাই লেন্ডিং প্রজেক্টে WBTC কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন লোন নিয়েছিল। যেটি বিটকয়েনের মূল্য হ্রাসের কারণে liquidate হওয়ার পথে ছিল। এতে মার্কেটে অনেক অস্থিছলতা শুরু হয়ে যায়। কারণ Celsius Network এর WBTC গুলো liquidate হলে মার্কেট আরো হ্রাস পাবে এবং লুনা ক্রাশের মতো আবারো একটা অবস্থা হবে। কারণ Celsius এর কাছে ফান্ড থাকবে না, এতে তাদের ব্যবহারকারীদের উইথড্র দিতে সমস্যা হবে। যদিও Celsius এর মাঝে এই liquidate হওয়াকে সামাল দিতে পেরেছিল। কিন্তু মার্কেট তার মধ্যেই ২০ হাজারে চলে এসেছিল এবং ইথিরিয়ামের মূল্যও অনেকটা হ্রাস পেয়েছিল।
৩) এখন আসা যাক, 3AC এর কাহিনীতে। যখন ইথিরিয়ামের মূল্য কমতে ছিল, তখন 3AC এর অনেক ইথিরিয়াম liquidate এর পথে। কারণ 3AC বিভিন্ন লেন্ডিং প্রজেক্টে ETH কে Collateral হিসেবে জমা রেখে অন্য ক্রিপ্টো কয়েন/টোকেন যেমন USDT/USDC লোন নিয়েছিল। যেটি তারা লুনা ক্রাশের আগে Unlocked হওয়া লুনা ক্রয়ে ব্যবহার করেছিল। যেহেতু ইথিরিয়ামের মূল্য হ্রাস পেতেছিল। তাই 3AC এর জমা রাখা ইথিরিয়ামগুলো liquidate হওয়ার পথে, কিন্তু 3AC টিমের কেউ কোনো কিছূই করতেছিল না। এমনকি কিছু ইথিরিয়াম liquidate হয়ে গেছে । সর্বোপরি এসব কারণে বর্তমান মার্কেটের অধঃপতন হয়েছে।
কেননা একটা ঘটনার পর আরেকটি ঘটনা ঘটেছে। সবার জন্য বিষয়টি এখানে বাংলায় লিখে দিলাম যেন, বিষয়গুলো সবার জানা থাকে। আর এমন নিত্যনতুন মার্কেটের অবস্থা BitByte Crypto কমিউনিটিতে শেয়ার করা হয়। নিচে লিংকগুলো দেওয়া হইলো:
https://t.me/bitbytecrypto_ann/648https://t.me/bitbytecrypto_ann/651