Author

Topic: বাংলা (Bengali) - page 312. (Read 5318465 times)

member
Activity: 108
Merit: 46
May 16, 2022, 10:38:38 AM
আসসালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ নিজের দেশের কিছু খুঁজে পেলাম.  আসলে আমি আমার এক বন্ধু হতে বিটকয়েন টক এর খোঁজ পেলাম ও নাকি অনেক টাকা কামায়.আর  ও সঠিকভাবে বলতে চায়না মাইনিং করে নাকি করে নাকি অ্যাডভার্টাইজ করে .  সে জাস্ট আমাকে এই ওয়েবসাইটের লিঙ্ক টা দিলো অনেক বলার পর . আমি কিছু ভিডিও দেখলাম কিন্তু বাংলাতে তেমন ভালো কোন ভিডিও পেলাম না .
সেই হিসেবে কৌতূহলবশত আমিও একাউন্ট খুলে ফেললাম আসলে বিটকয়েন মাইনিং করতে কি কি লাগে ?
আর আমি কি 1050ti  দিয়ে মাইনিং করতে পারব ?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 15, 2022, 07:27:01 AM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।

ইথিরিয়ামের সরাসরি সাইডচেইন বলা যাবে নাহ, কিন্তু বিএনবি, পলিগন, ফ্যানটম ইত্যাদি সকল প্রজেক্টই ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন কিংবা EVM (Ethereum Virtual Machine) ব্যবহার করার মাধ্যমে নিজেদের চেইন চালু করেছে। এইজন্যই তাদের চেইনগুলোতে ইথিরিয়ামের তুলনায় কম ট্রান্সজেকশন ফি পেয়ে থাকেন এবং EVM ব্যহবহার করে, তারা নিজেদের মনমতো চেইন তৈরি করতে পারে। যেমন: ইথিরিয়ামের গ্যাস ফি কিন্তু বৃদ্ধি কিংবা হ্রাস পাওয়ার মাধ্যমে ট্রান্সজেকশন ফি কমবেশি হয়, কিন্তু বিএনবি-তে তাদের গ্যাস ফি নির্দিষ্ট করে দেয়া আছে। যদিও আমরা চাইলে সেটি বৃদ্ধি করতে পারি, কিন্তু তাদের চেইনে সেটি বৃদ্ধি পাবে নাহ।  Wink

আজকে এইটুকু, অন্যদিন আরো বিস্তারিত কোনো পোষ্ট করবো।  Cheesy
full member
Activity: 367
Merit: 136
May 14, 2022, 04:29:47 PM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 14, 2022, 12:58:05 PM
আমি এখানে নতুন বাউন্টিতে কাজ করতে চাই কিন্তু কোন বান্টি ভাল আর কোনটা খারাব কিভাবে বুঝবো?

বর্তমানে যে অবস্থা দেখতেছি , এর মধ্যে আসলে ভালো বাউন্টি পাওয়া আসলে খুবই মুশকিল।বেশির ভাগ ক্যাম্পেইন গুলোই এখন পেমেন্ট দাওয়া নিয়ে স্ক্যাম করে । কিন্তু  ভালো বাউন্টি এর জন্যে আপনি ভালো ভালো ক্যাম্পেইন ম্যানেজার দের বাউন্টি গুলো করতে পারেন । তারপর দেখবেন যেসব বাউন্টি তে রিওয়ার্ডস গুলো আগে থেকে এস্ক্রও করা আছে সেগুলো বেশির ভাগ করবেন। আর আমার মতে কখনই কোনো কাজে সহজে সফলতা পাওয়া যায়না , তাই বলবো শুরু করেন বেশি বেশি করতে থাকেন ইনশাআল্লাহ লেগে থাকলে পেমেন্ট পাবেন।
newbie
Activity: 462
Merit: 0
May 14, 2022, 11:26:04 AM
আমি এখানে নতুন বাউন্টিতে কাজ করতে চাই কিন্তু কোন বান্টি ভাল আর কোনটা খারাব কিভাবে বুঝবো?
আপনি / আমি বলতে পারবো না যে, কোন বাউন্টি ভালো হবে। তবে এইটুকু বলতে পারি। ভালো করে কাজ করলে কিছু,কিছু টাকা পাবেন ইনশাআল্লাহ।
member
Activity: 84
Merit: 22
May 14, 2022, 06:47:32 AM
Finally, Join My County Form  Grin

ভাই আসলে এটা বাংলা থ্রেড। এখানে সবাই বাংলায় কথা বলে। তাই দয়া করে বাংলায় পোস্ট করবেন কারণ বাংলায় পোস্ট করলে সবাই ভালোভাবে বুঝতে পারবে।
newbie
Activity: 473
Merit: 0
Welcome to My Profile 👋
May 14, 2022, 04:50:12 AM
Finally, Join My County Form  Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 14, 2022, 02:58:19 AM
সবার কি অবস্থা ? লুনা নিয়ে ভালো কোন অথেন্টিক নিউজ আছে কি কারো কাছে ? একবার কারো কাছ থেকে শুনতেছি লুনা আবার রাইস করবে। আবার শুনতেছি নতুন টোকেন এনে ওটার সাথে মার্জ করবে । আবার গত 24 ঘন্টায় লুনার ভালই ইমপ্রুভমেন্ট দেখলাম যেসব এক্সচেন্জার থেকে আনলিস্টেড করেছিল আবার লিস্টেড করেছে। এই সুযোগে আমি 13 ডলার ইনভেস্ট করলাম , 13 ডলারের রিক্সটা একটা নিয়েই ফেললাম কি বলেন হয় জলে গেল নয় আমি কোটিপতি।  Kiss
full member
Activity: 504
Merit: 212
May 13, 2022, 10:53:41 PM
full member
Activity: 367
Merit: 136
May 13, 2022, 03:42:50 PM
একটি ওয়ালেটে কোনো ট্রানজেকশন হলে সরাসরি আপনার ইমেল ঠিকানায় নোটিফিকেশন পাবেন। যখনই ওয়ালেটটি কোনো লেনদেন করবে বা একাউন্ট রিলেটেড কোনো ট্রানজেকশন করবে, আপনি কিছু সময়ের মধ্যে আপনার ইমেলে মেইল পেয়ে যাবেন।

প্রথমত, আমাদের একটি ইথারস্ক্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। etherscan.io এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন।



এটা এখানে একটি অ্যাকাউন্ট ওভারভিউ. সমস্ত জিনিস সেট আপ করার আগে, আপনি দেখতে পারেন ইমেল নোটিফিকেশন সীমা দিনে 200 পযন্ত, এবং ওয়ালেট দেখার তালিকা 50 টি। এই নিয়মের কারণে, আপনি বড় স্মার্ট কন্ট্রাকগুলো ফলোআপ করতে পারবেন না। কিন্তু ছোট একাউন্টগুলির স্ট্র্যাটিজি গুলি ফলো করতে পারবেন।

ওয়াচলিস্টে যান; এখানে, মূলত, আপনি আপনার ঠিকানা যোগ করতে পারেন। শুধু অ্যাড বোতামে ক্লিক করুন। একটি পপ আপ আসবে



এখন আপনি আপনার সিলেক্ট করা ওয়ালেটটি দিবেন এবং একটি ইচ্ছেমত ডিসক্রিপশন যোগ করতে পারেন। আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার ইচ্ছেমত অপশন সিলেক্ট করতে পারেন। আপনি ইনকামিং এবং আউটগোয়িং উভয় লেনদেন অথবা শুধুমাত্র ইনকামিং বা আউটগোয়িং নোটিফিকেশন সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্য তথ্য পেতে ERC20 টোকেন সিলেক্ট করতে পারেন।

এটি আপনাকে সাহায্য করতে পারে যদি আপনার ওয়ালেট হ্যাক হয়ে যায় এবং পরবর্তীতে যখনই হ্যাকার কোনো লেনদেন করবে তখন আপনি নোটিফিকেশন পেতে পারেন।  অথবা আপনি একটি ভাল পোর্টফোলিও তৈরি করতে অন্য কারও ইনভেস্ট কৌশল অনুসরণ করতে পারেন।

বিঃদ্রঃ নোটিফিকেশন আসতে কিছু সময় লাগে।

newbie
Activity: 686
Merit: 0
May 13, 2022, 10:41:35 AM
আমি এখানে নতুন বাউন্টিতে কাজ করতে চাই কিন্তু কোন বান্টি ভাল আর কোনটা খারাব কিভাবে বুঝবো?
full member
Activity: 504
Merit: 212
May 13, 2022, 09:21:01 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

ইনভেস্ট করা চিন্তা করেছিলাম ক্রাশ এর আগে, ভাগ্য ভালো কোনো হ্লোডিং ছিলো না। কালকে সুযোগ বুঝে কিছু ইনভেস্ট করেছিলাম ২$ এর আশে পাশে যখন ছিলো। বাউন্স ব্যাকে কিছু প্রফিট করেছি। অনেকে ফিউচার মার্কেট কে কাজে লাগিয়ে ভালোই প্রফিট লুফে নিয়েছে। কিন্ত এই ক্রাশ অনেক লস করে দিছে অনেক ইনভেস্টরদের। যাদের ভালো প্ল্যানিং ছিলো, তাদেরও গলা শুকানোর মত অবস্থা। ফেসবুকে অনেক পোষ্ট দেখলাম, লস আর লস। অনেকে লুনা লং র্টাম এর জন্য হ্লোড করেছিলো।
রিসেন্টলি, একটা এনাউন্সমেন্ট এসেছে যে, টেরা ফাউন্ডেশন ১.৪ বিলিয়ন UST বার্ণ করবে আর ২৪০ মিনিয়ন লুনা স্টেক করবে। এই আশায় ১০০৳ ইনভেস্ট করলাম। ৩/৪ মাসের জন্য হ্লোড করবো। গত কালকের মত একটা বাউন্স ব্যাক করলে, ভালোই প্রফিটবুক করতে পারবো।
USDT ও আজকে ১$ depeg করেছিলো, ০.৯৬ পযন্ত চলে গেয়েছিলো। এটি আসলেই ভয়ের একটি ব্যাপার ক্রিপ্টো মার্কেটের জন্য।

আমি ভালো রকমের একটা লস খেয়েছি। অবস্থা এতটা খারাপ হবে ভাবিনাই। তবে একটু আগে একটা টুইট দেখলাম যেখানে বলেছে যে তারা একটা স্নাপশট নিবে। আমার মনে হয় যারা অ্যাটাক এর আগে লুনা হোল্ড করেছিলো তাদেরকে নতুন টোকেন দিবে। তারা নিজেদের পুরো সিস্টেমকে নতুন ভাবে সাজাবে। আমি জানিনা এর পরেও কেঊ লুনা টিমকে কেঊ আর ট্রাস্ট করবে কিনা তবে তারা যে আবার তাদের নেটওয়ার্ককে নতুন ভাবে সাজাবে সেটা নিশ্চিত।


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 13, 2022, 09:09:41 AM
~snip~

যাই হোক আমি ভাই জোর বাচা বাঁচাবাচ্ছি। আশেপাশের পোলাপান পাশাপাশি লুনার যে হাইপ দেখতেছিলাম আমিও চিন্তা করতেছিলাম যে ইনভেস্ট করব। কিন্তু চিন্তা করতে করতে দেরি হয়ে গেছে আর দেরি হয়ে ভালই হয়েছে আমার জন্য । লুনার যে অবস্থা দেখতেছি আপনাদের কি মনে হয় এটা কি 15 এর অবস্থান ধরতে পারবে ?   বিনান্স এর স্পট, ফিউচার , মার্জিন এগুলো থেকে আনলিস্তেড করা হয়েছে।
jr. member
Activity: 84
Merit: 3
May 13, 2022, 01:23:15 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 12, 2022, 09:44:54 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

আর বইলেন না ভাই , খুব ইনজয় করতেছি । মনে হইতেছে যে আত্মহ*ত্যা গাছের গুডা খাইয়া মইরা যাই । 6 দিন আগেও মনে করেছিলাম মার্কেট তো ভালোই ডাউন হয়েছে আর মনে হয় ডাউন হবো না। তারপর যেই কথা সেই কাজ হাতের কাছে যা ছিল সব বিএনবি তে ইনভেস্ট করলাম আর আজকে দেখতেছি যেখানে ইনভেস্ট করেছিলাম তার অর্ধেকেরও কমে চলে আসছে  Tongue । আফসোস একটাই রিজেন দেশটা যদি এখন করতে পারতাম প্রায় ডাবল প্রফিট করতে পারতাম দুঃখের সীমা নাই
newbie
Activity: 351
Merit: 0
May 12, 2022, 09:27:07 AM
আমি বিটকয়েন টোল এ নতুন আমি কিপটো কারেন্সি সম্পর্কে কিছু জানি না তাই সিনিয়র  ভাইদের সহযোগিতা কামনা করছি। এবং ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
full member
Activity: 367
Merit: 136
May 12, 2022, 08:58:31 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

ইনভেস্ট করা চিন্তা করেছিলাম ক্রাশ এর আগে, ভাগ্য ভালো কোনো হ্লোডিং ছিলো না। কালকে সুযোগ বুঝে কিছু ইনভেস্ট করেছিলাম ২$ এর আশে পাশে যখন ছিলো। বাউন্স ব্যাকে কিছু প্রফিট করেছি। অনেকে ফিউচার মার্কেট কে কাজে লাগিয়ে ভালোই প্রফিট লুফে নিয়েছে। কিন্ত এই ক্রাশ অনেক লস করে দিছে অনেক ইনভেস্টরদের। যাদের ভালো প্ল্যানিং ছিলো, তাদেরও গলা শুকানোর মত অবস্থা। ফেসবুকে অনেক পোষ্ট দেখলাম, লস আর লস। অনেকে লুনা লং র্টাম এর জন্য হ্লোড করেছিলো।
রিসেন্টলি, একটা এনাউন্সমেন্ট এসেছে যে, টেরা ফাউন্ডেশন ১.৪ বিলিয়ন UST বার্ণ করবে আর ২৪০ মিনিয়ন লুনা স্টেক করবে। এই আশায় ১০০৳ ইনভেস্ট করলাম। ৩/৪ মাসের জন্য হ্লোড করবো। গত কালকের মত একটা বাউন্স ব্যাক করলে, ভালোই প্রফিটবুক করতে পারবো।
USDT ও আজকে ১$ depeg করেছিলো, ০.৯৬ পযন্ত চলে গেয়েছিলো। এটি আসলেই ভয়ের একটি ব্যাপার ক্রিপ্টো মার্কেটের জন্য।
newbie
Activity: 284
Merit: 0
May 12, 2022, 04:12:19 AM
আমি বিটকয়েন টোল এ নতুন আমি কিপটো কারেন্সি সম্পর্কে কিছু জানি না তাই সিনিয়র  ভাইদের সহযোগিতা কামনা করছি
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
May 12, 2022, 01:48:54 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

আমিও আপনার মত পাকনামো করে গতকাল কিছু লুনা 5 ডলার করে কিনে ফেললাম আমার অবশ্য লুনার তে জা লস হয়েছে তা আমি UST দিয়ে রিকভার করে ফেলছি, লুনা এখন Hold করে রেখে দিই বাকিটা দেখা যাক কি হয়.
jr. member
Activity: 31
Merit: 6
May 12, 2022, 01:28:18 AM
মার্কেট অগ্রসর হতে কতদিন সময় লাগতে পারে? এমন সময়ে দাঁড়িয়ে আপনাদের নিজেদের মতামত গুলো একটু বলবেন এতে এই খারাপ সময় আমরা একটু সাহস পাব বলে আশা রাখি।
2022 সাল থেকে আমরা দেখছি যে মার্কেট কিন্তু একটি স্ট্যাবল পর্যায়ে এসেছে কিন্তু সেটি 40000 এর নিচে। আমি মনে করি এই মার্কেট আপাতত আর মুভ করবে না। হয়তো এ বছরের শেষের দিকে ভাল একটি মুভমেন্ট দেখতে পারি। কিন্তু এই সময় মার্কেটপ্লেসের যে অবস্থা দেখতে পারছি এটা দেখে মনে হচ্ছে মার্কেটপ্লেস ভালো হতে বহু দিন সময় লাগবে মার্কেটে এতটাই ক্সাস করতেছে যেটা ভাবা চিন্তার বাহিরে। মার্কেট এতটাই খারাপ হয়ে গেছে 2022 সালের শুরুতে তবুও বিটকয়েনের দাম 40 হাজারের নিচে নেমে গিয়েছিল কিন্তু এখন 30k এর নিচে নেমে এসেছে মার্কেট কতটা খারাপ অবস্থায় আছে তাহলে। 2023 সালের আগে মার্কেটের ভালো কোন দিক আশা করা যায় না।
Jump to: