অনেক দিন ধরে ভাবতেছিলাম লেখতে বসবো, ঈদের জন্য সময় হয়ে উঠেনি, হয়তো এই লেখাটি অনেক আগেই লেখার দরকার ছিলো। গত ২৭ এপ্রিলে, আমি ফুল মেম্বার রেঙ্ক এ উঠতে পারি। বিশ্বাসই হচ্ছিলো না, অবশেষে আমি এই রেঙ্ক অর্জন করতে পেরেছি। মনে হচ্ছিলো নুন্যতম ফুল মেম্বার ছাড়া অস্তিত্ত সংকটে ভুগতেছি, যাইহোক এই পর্যায়ে, আসার জন্য লোকাল থ্রেডে কিছু ইউজার রে ধন্যবাদ না দিলে আমার ভুল হবে,
Little Mouse - Little Mouse ভাইকে অসংখ্য ধন্যবাদ, সব সময় পাশে থেকে সব বিষয়ের প্রতি সাহায্য করার জন্য। এই ব্যক্তিকে বুঝে না বুঝে অনেক নক দিয়েছি, উনি সাধ্যমত সব সময় সাহায্য করার চেষ্টা করেছেন।
naim027- naim027 ভাই লোকাল থ্রেডে যথেষ্ট এক্টিভ মেম্বার। উনি সব সময় নতুনদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন। তার এই প্রচেষ্টা আশা করি সব সময় অব্যাহত থাকবে।
DTalk,
Review Master,
musafar37,
DVlog আরও অনেক ইউজার এই যাত্রাতে সাহায্য করেছে। সর্বাপরি আমি লোকাল থ্রেডের সকল মেম্বারকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি কমুনিটি ধরে রাখার জন্য। আশা করি ভবিষ্যতেও এইভাবেই থ্রেড আরও বেড়ে উঠবে।
টুইটার থেকে বট/জম্বি একাউন্টগুলো সরানোর জন্য ইলন মাস্ক হয়তো ডজকয়েনকে ব্যবহার করবে এবং অনেকে অন্য ব্যবহারকারীর একাউন্টকে বট/জম্বি একাউন্ট হিসেবে রিপোর্ট করে থাকে, কিন্তু অনেক সময় সেগুলো আসল ব্যবহারকারীর একাউন্ট হয়ে থাকে। এমন রিপোর্ট প্রদানকারীদের শাস্তি হিসেবে ডজকয়েন কেটে নিবে। এমনটা প্রস্তাব করেছিলেন মার্ক কুবেন এবং ইলন মাস্ক সেটিতে সহমতও প্রদান করেছিলেন। তাই এমন কিছু হলে আমিও অবাক হব নাহ।
আমি টুইটার একাউন্ট ফ্লিপিং করি, আর এই রকম সিস্টেম এর মত কিছু করলে, আমাদের মত অন্যান্য মার্কেটাররা কঠিন জামেলায় পড়বে। আর কখনোই এত বড় সোসাল মিডিয়া কোনো একার ব্যাক্তির কাছে নিয়ন্ত্রন করা হলে, ফলসরুপ সবার জন্য আশানুরুপ হয় না। টুইটার যেমনি চলতেছে, কোনো মেজর চেঞ্জ না করে, ভবিষ্যতেও এভাবে চললে মনে হয়, পুরো ইউজার বেস এর জন্য ভালো হবে।
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই, এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।
কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।
৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
- প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
- দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
- তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন
আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।
ছোট্ট রিমাইন্ডারঃ আপনারা চাইলেই এই কনটেস্টে জয়েন হতে পারেন।